content
stringlengths
40
35k
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের সংসদ নির্বাচনের অযোগ্য ঘোষণা করে গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিল ২০১৩ আজ সোমবার সংসদে উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন।উত্থাপনের পর বিলটি পরীক্ষ করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তা আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য এই বিল উত্থাপন করা হয়েছে। বিলের ১২ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ আইনে দণ্ডিত হলে তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। ৪৪ই ধারায় বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সরকারের যেকোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে পারবে এবং কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব তা কার্যকর করবে। ১৩ ধারায় প্রার্থীর জামানত ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই টাকা নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ১৬ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, কোনো একটি আসনে একটি দল থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনের মধ্যে দল কর্তৃক লিখিতভাবে একজন প্রার্থীর নাম চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে প্যানেলের অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নামের তালিকা তাঁর দপ্তরের উপযুক্ত স্থানে ঝুলিয়ে দেবেন।বিলে প্রার্থীর নির্বাচনী ব্যয় ১৫ লাখ টাকার পরিবর্তে ২৫ লাখ টাকা করা হয়েছে। ৪৪সিসিসি ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালাতে গিয়ে দলীয় প্রধানের যে ব্যয় হবে, তা নির্বাচনী ব্যয় হিসেবে বিবেচিত হবে না। ৯০এফ ধারায় বলা হয়েছে, নির্বাচনে রাজনৈতিক দলের তহবিলে একজন ব্যক্তি অনুদান হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা ও প্রতিষ্ঠান ২৫ লাখ টাকা দিতে পারবে। বিদ্যমান আইনে একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচ লাখ ও প্রতিষ্ঠান ২৫ লাখ টাকা অনুদান হিসেবে দিতে পারে।এমএলএম বিল: বহুধাপ বিপণন স্তর (এমএলএম) ব্যবসার কার্যক্রম আইনি কাঠামোয় আনতে ‘মাল্টি লেভেল মার্কেটিং (নিয়ন্ত্রণ) বিল-২০১৩’ সংসদে উত্থাপিত হয়েছে। বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিলটি সংসদে উত্থাপন করেন।মন্ত্রিসভা গত ১৯ আগস্ট বিলটি চূড়ান্তভাবে অনুমোদন করে। সংসদ অধিবেশন না থাকায় গত ২ সেপ্টেম্বর অধ্যাদেশ জারির মাধ্যমে এটি আইনে পরিণত করা হয়।প্রস্তাবিত আইনে সব ধরনের অপরাধ অজামিনযোগ্য ও আমলযোগ্য করা হয়েছে। অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা। বিলে এমএলএম প্রতিষ্ঠানের পিরামিড আকৃতির বিক্রয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। প্রলুব্ধ বা প্রতারণার উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এ ছাড়া লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে। লাইসেন্সের মেয়াদ হবে এক বছর, যা পরে নবায়ন করা যাবে। এই লাইসেন্স হস্তান্তর করা যাবে না। শর্ত ভাঙলে লাইসেন্স স্থগিত করা যাবে এবং জেল-জরিমানাও করা যাবে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরীবিক্ষণের জন্য সুনির্দিষ্ট আইন বা নীতিমালা থাকলেও বাংলাদেশে নেই। সম্প্রতি কিছু মাল্টিলেভেল কোম্পানির বিরুদ্ধে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জনসাধারণকে অর্থ বিনিয়োগে আকৃষ্ট করা অথবা অলীক ও অদৃশ্য পণ্য বিপণনের মাধ্যমে প্রতারণা করার অভিযোগ উঠেছে। কিন্তু সুনির্দিষ্ট আইন বা নীতিমালা না থাকায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে এই আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের এমনই একটি অস্ত্র, যে অস্ত্রটি বাংলাদেশ খুব নিয়মিত ব্যবহার করতে পারে না। ‘মেইড ইন নড়াইল’ এই অস্ত্রটি যে কত গুরুত্বপূর্ণ, সেটা অতীতে বারবার প্রমাণ হয়েছে, আজ মিরপুরে প্রমাণ হলো আরও একবার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এগারো মাস পর মাশরাফির ফেরাটা উদযাপিত হলো দারুণ রাজকীয় ঢংয়ে। মাশরাফি নিজে তাঁর বোলিং দিয়ে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করলেন, সেই সঙ্গে আবারও উষ্কে দিলেন তাঁকে নিয়ে এদেশের ক্রিকেটের নিরন্তর সেই আক্ষেপটি।চোটের বরপুত্র বলে আবার কিছু আছে নাকি! কিন্তু মাশরাফি যেন নিজের জীবনে এই বিশেষণটির সারবত্তা প্রমাণ করে দিয়েছেন। ২০০১ সালে অভিষিক্ত হওয়ার পর এই চোটের সঙ্গেই তো তাঁর ঘরবসতি। কত রঙে-ঢংয়ে এই চোট যে তাঁকে ছুঁয়েছে, তার ইয়ত্তা নেই। নিয়মিত বিরতিতে বারবার। অন্যকোনো খেলোয়াড় হলে হয়ত এতদিনে খেলাই ছেড়ে দিতেন। কিন্তু মাশরাফি তা করেননি। প্রতিনিয়ত চোটের সঙ্গে লড়াই করে গেছেন। চোটকে নিজের অলংকার মনে করে যেন এর সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছেন। কিন্তু চোট কি তা মাশরাফির বন্ধুতা মেনে নেয়! খেলোয়াড়দের জীবনের ‘ভিলেন’ এই চোট যে বাংলাদেশের ক্রিকেটের কাছ থেকে বারবারই কেড়ে নিয়েছে মাশরাফিকে। হায়, মাশরাফিকে বাংলাদেশের ক্রিকেট যদি নিরবিচ্ছিন্নভাবে পেত!নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১০ সালের ওই ‘বাংলাওয়াশ’ সিরিজে দলের অধিনায়কই ছিলেন মাশরাফি। প্রথম ওয়ানডেতে এক ওভার বল করেই চোটের কারণে মাঠ থেকে চলে যেতে হয়েছিল তাঁকে। মাঠ থেকে বের হয়ে যাওয়ার পর গোটা সিরিজটাই তাঁর শেষ হয়ে গিয়েছিল। এক দিক দিয়ে ভালোই হয়েছিল। অন্যদেরকে চিনলেও বাংলাদেশের ক্রিকেটের এই অস্ত্রটিকেই চেনা বাকী ছিল কিউইদের। তাঁকে ২০১৩ সালে খুব ভালো করেই চিনে নিল নিউজিল্যান্ড।২০১০ সালের চোট তাঁকে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে দেয়নি। অনিয়মিত করে দিয়েছে জাতীয় দলেও। কিন্তু মাশরাফি যখনই সুযোগ পেয়েছেন, দুই হাতে দিয়েছেন দলকে। মাশরাফি যে বাংলাদেশের বোলিং বিভাগে কত গুরুত্বপূর্ণ, সেটা একটা পরিসংখ্যানেই বোঝা যাবে। ২০১০ সালের পর তিনি দেশের হয়ে ওয়ানডে খেলেছেন মাত্র ১৭টি। এতে তাঁর শিকার ২২টি উইকেট। অন্যান্য খেলোয়াড়ের মতো মাশরাফিকে যদি সবসময় পাওয়া যেত, সেটা দলের জন্য কতটা উপকারের হতো, সেটা বলাই বাহুল্য!ম্যাশকে এবারের নিউজিল্যান্ড সিরিজে যেন নতুনভাবেই আবিষ্কার করল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৬ ওভার বল করে উইকেট-শূন্য ছিলেন তিনি। কিন্তু তাঁর বোলিং ঠিকই ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে নিউজিল্যান্ড-বধের। মাশরাফির তৈরি করে দেওয়া মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো হ্যাটট্রিকও পেয়ে গেছেন রুবেল। সেটাতো তিনি নিজেই স্বীকার করেছিলেন। দুটো ক্যাচ নিয়ে দলকে তিনি জিততে সহায়তা করেছিলেন। আজ দ্বিতীয় ওয়ানডেতে যেন প্রথম দিন উইকেট না পাওয়ার ক্ষেদ মেটালেন প্রাণ ভরে। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে তিনিই তো আজ জয়ের নেপথ্য নায়ক। ম্যান অব দ্য ম্যাচ হয়ত সোহাগ, কিন্তু ওই দিনের মতো মূল কাজটা ঠিকই করে দিয়েছেন তিনি। গত  সাড়ে তিন বছরে নিজের সেরা বোলিং পরিসংখ্যানটিও যে তিনি পেয়ে গেলেন আজকের ম্যাচেই। এই মাশরাফি যে আমাদের বড় আরাধ্য। অনেক আরাধনার মাশরাফি এভাবেই থাকুন আরও বহুদিন, অনিয়মিত থেকে নিয়মিত হয়ে উঠুক এই অস্ত্র। নতুন করে প্রার্থনা এখন এটাই।রাজধানীর মালিবাগে আজ শনিবার রাতে যাত্রীবাহী একটি বাসকে লক্ষ্য করে পেট্রল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন হাবিবুর রহমান (৩২) নামের এক পথচারী। আহত হয়েছেন আরও পাঁচজন।আহতদের মধ্যে গোলাম কিবরিয়া নামের এক পথচারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। পেট্রল বোমায় দগ্ধ হয়েছেন রেজাউল করিম ও এহসানুল হাসান নামের দুই বাসযাত্রী। এ ছাড়াও আহত হয়েছেন চালকের সহযোগী মনির হোসেন ও পথচারী মহিউদ্দিন। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, রাত আটটার দিকে মালিবাগ চৌধুরী পাড়ায় রামপুরাগামী সুপ্রভাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে বাসের মাঝখানে আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে চালক বাসের গতি বাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করার সময় চার পথচারীকে ধাক্কা দেন। আহত হন বাস চালকের সহকারী মনির হোসেনসহ চার পথচারী ও দুই যাত্রী। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।হাবিবুরের ভাই মো. বাচ্চু জানান, স্টেডিয়াম মার্কেটে হাবিবুরের একটি সিডির দোকান আছে। উত্তরার পাঁচ নম্বর সেক্টর এলাকায় থাকতেন তিনি। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। বাবা আক্কাছ আলী শেখ। মাত্র কয়েক মাস আগে বিয়ে করেছিলেন তিনি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মিরপুরের বাসিন্দা আহত গোলাম কিবরিয়ার বাহু থেকে বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বাসযাত্রী রেজাউলের শরীরের সাত ভাগ পুড়ে গেছে। প্রায় একই পরিমাণ দগ্ধ হয়েছেন যাত্রী এহসানুল। তাঁদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অপরদিকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন চালকের সহকারী মনির। বাসের ধাক্কায় বাম পায়ের হাড় ভেঙ্গে যায় পথচারী মো. মহিউদ্দিনের। জন্ম থেকেই ওই পায়ে পোলিও আক্রান্ত তিনি।এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিহঙ্গ পরিবহনের একটি বাস শাহবাগ শিশুপার্কের সামনে যাওয়ার পরই বাইরে থেকে কেউ বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে। এরপর যাত্রীরা হঠাত্ করেই বাসের সামনের দিকে আগুন দেখতে পান। সেই আগুন মুহূর্তেই ভেতরের দিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার লাইটপোস্ট ভেঙে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ী, গাড়িচালকসহ ১৯ জন দগ্ধ হন। গতকাল দুপুর পর্যন্ত এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ‘নির্বাচন যে পুরোপুরি শান্তিপূর্ণ হবে, সেই গ্যারান্টি নেই। তবে আমরা চেষ্টা করব শান্তিপূর্ণ করতে। ভোট গ্রহণের দিন দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা থাকবেন। কারচুপির কোনো সুযোগ থাকবে না।’আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ‘ভোটের দিন বোমা হামলা হতে পারে। আমরা চেষ্টা করব ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। সে জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’বিরোধী দলের অবরোধ ও হরতাল কর্মসূচি সম্পর্কে এইচ টি ইমাম বলেন, ‘বিশৃঙ্খলা কারা করছে? এদের সঙ্গে বিরোধী দলও নেই। জামায়াত-শিবিরই নাশকতা চালাচ্ছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আসলে তারা নির্বাচন চায় না। তারা চায় দেশকে অস্থিতিশীল করে যুদ্ধাপরাধীদের বিচার কাজ বন্ধ করতে। বিএনপি তাদের সহযোগিতা করছে। অন্যরাও আছে। তবে তাদের অবরোধ আমরা ভেঙে ফেলব।’এইচ টি ইমাম জানান, নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী আওয়ামী লীগ তাদের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বাতিল করেছে। ২ জানুয়ারি এই সমাবেশের দিন নির্ধারিত ছিল। কমিশন মনে করছে, জনসভা করা হলে তা আচরণবিধির পরিপন্থী হবে।অবরোধে জনগণের সম্পৃক্ততা থাকবে নাকাল থেকে শুরু হওয়া বিরোধী দলের লাগাতার অবরোধ কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা থাকবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ।ভোট গ্রহণের আগে মাঠের পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মনে করেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা থাকবে না।’ সাংবাদিকদের সিইসি বলেন, ‘আপনারাই লিখেছেন, লম্বা লম্বা অবরোধে লোকজন ফেডআপ হয়ে যাচ্ছে। মানুষ এ ধরনের কর্মসূচির পক্ষে নয়। আশা করি যারা অবরোধ কর্মসূচি দিয়েছেন, তাদের শুভবুদ্ধিরও উদয় হবে। গুড সেন্স উইল প্রিভেইল। সুতরাং ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।’সিইসি বলেন, খুন-খারাবি এটা অবাঞ্ছিত ঘটনা। কোনো পলিটিক্যাল পার্টির লোকজন এসব করছে না, দুষ্কৃতকারীরা করছে। দুষ্কৃতকারীরা কোনো পার্টির কেউ নন। তারা যে সব অস্ত্র ব্যবহার করছে তাও বৈধ নয়। তাই কমিশন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।৩ জানুয়ারিতে প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভিতেনির্বাচনে অংশ নেওয়া ১২টি রাজনৈতিক দলের প্রধানরা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে অবহিত করে বিটিভি থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন সচিবালয় সূত্র জানায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ জানুয়ারি ভাষণ দেবেন। এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ সূচি বিটিভি তৈরি করবে।পর্যবেক্ষণে আসছে সার্কের দেশদশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সার্কের সদস্য দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা আসবেন। সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোজা) নেতৃত্বে এসব দেশের পর্যবেক্ষকেরা আসবেন। তবে সদস্য দেশ আফগানিস্তানের পর্যবেক্ষক আসার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। আজ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক ‘প্রথম আলো’কে এই তথ্য জানান।কমিশন সচিবালয় সূত্র জানায়, সার্কের সদস্য দেশগুলোর পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার জন্য কমিশন এক কোটি টাকা বরাদ্দ করেছে।ইতিমধ্যে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ও সংস্থা একতরফা নির্বাচন, নির্বাচনের পরিবেশ না থাকা এবং নিরাপত্তার প্রশ্ন তুলে নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সচিবালয় জানায়, দেশি পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পাঁচ হাজারের বেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবে।
দিনের শুরু দেখেই নাকি অনুমান করা যায় বাকি দিনটা কেমন যাবে। কথাটার সত্যতা হয়তো অনেকেই টের পেয়েছে বাস্তব অভিজ্ঞতা দিয়ে। তবে রিয়াল মাদ্রিদের সমর্থকেরা নিশ্চিতভাবেই চাইবে যেন কথাটা তাদের ক্ষেত্রে সত্য প্রমাণিত না হয়। এবারের লা লিগার শুরুটা যে খুব খারাপভাবেই হয়েছে ইউরোপের শীর্ষ ধনী এই ক্লাবের। স্প্যানিশ লিগের প্রথম সাত ম্যাচ পরেই বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। শুধু বার্সেলোনা নয়, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর সঙ্গেও রিয়ালের পয়েন্ট ব্যবধান একই রকম। সব কটি ম্যাচ জিতে পুরো ২১ পয়েন্ট নিয়ে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো। হতাশাজনক এই শুরুর পর রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা খুবই কমে গেছে বলে মনে করছেন অনেকে। রিয়াল মাদ্রিদের সমর্থকদের হতাশার বড় কারণ লিগের শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হার। ১৯৯৯ সালের পর এবারই প্রথমবারের মতো ঘটেছে এমন হারের ঘটনা। সেটাও আবার নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে। সমর্থকদের মুষড়ে পড়াটাই তো স্বাভাবিক। আর অক্টোবরের শেষে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও যদি হারের মুখ দেখতে হয়, তাহলে শিরোপা জয়ের স্বপ্ন সত্যিই অনেকখানি ফিকে হয়ে যাবে রিয়াল মাদ্রিদের। রিয়ালের নতুন কোচ কার্লো আনচেলত্তি অবশ্য শোনাচ্ছেন আশার বাণী। লিগের যে এখনো অনেক ম্যাচ বাকি এবং প্রাথমিক হতাশা কাটিয়ে ওঠারও সুযোগ আছে, সেটা বলেই সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এই ইতালিয়ান কোচ। তিনি বলেছেন, ‘পাঁচ পয়েন্টের ব্যবধানটা ছোট না। কিন্তু লিগের এখনো অনেক ম্যাচ বাকি। আর আমরাও একটা লম্বা সময় পাব তাদের ধরে ফেলার জন্য। আমার মনে হয় না, পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গেছে। এখন আমাদের যেটা দরকার সেটা হলো, উন্নয়নের জন্য দলগতভাবে কাজ করা।’ রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফরম্যান্স যে খুব একটা খারাপও নয়, সেটাও সবাইকে মনে করিয়ে দিয়েছেন আনচেলত্তি, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা ভালো করেছি। এ বিষয়টাও আমাদের এখন ভাবতে হবে। আমরা ড্র করেছি মাত্র একটি ম্যাচে।’ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগর শহরে নতুন দফা সাম্প্রদায়িক দাঙ্গায় গতকাল বুধবার তিন ব্যক্তি নিহত হয়েছেন। প্রদেশটিতে গত মাসেও এক দফা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছে।বিবিসি বলছে, অনেক গণমাধ্যমে ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে অভিহিত করা হলেও পুলিশের দাবি, দুই পরিবারের সংঘাতের জেরে হত্যার ঘটনা ঘটেছে।শহরটিতে গত ৭ সেপ্টেম্বর শুরু হওয়া সপ্তাহ খানেকের দাঙ্গায় ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। এক দশকের মধ্যে দাঙ্গাটি ছিল সবচেয়ে ভয়ংকর। এক নারীকে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় তিন ব্যক্তিকে হত্যা করার মধ্য দিয়ে ওই দাঙ্গা শুরু হয়েছিল।স্থানীয় কর্মকর্তা কৌশল রাজ বলেন, বুধবার সন্ধ্যায় মুহাম্মদপুরাইসিং গ্রামে হিন্দু-মুসলিম সংঘাতে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। তবে মুজাফফরনগরের পুলিশ সুপার হরিনারায়ণ সিং বিবিসিকে জানান, ‘পারিবারিক কলহের জেরে’ এ সংঘাতের শুরু।উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল প্রদেশ। ১৯৯২ সালেও বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা হয়েছিল প্রদেশটিতে।আসছে বছরে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিভিন্ন গণমাধ্যম বলছে, এ ধরনের কাণ্ড ঘটিয়ে কিছু রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে ভোটারদের বিভক্ত করতে চাইছে।১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগ মুহূর্তে আজ শনিবার ভোরে রাজধানীর দলীয় কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ইসরাইল হোসেন (২৪) নামের ছাত্রশিবিরের একজন কর্মী নিহত হয়েছেন।চট্টগ্রাম নগরের এ কে খান রোড ও চাঁদগাঁও এলাকায় অবরোধ-সমর্থকদের সঙ্গে পৃথক সংঘর্ষে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া নগরের জিইসি মোড় থেকে ৪০০টি গুলিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। রাজশাহীতে ধান ও ওষুধবাহী পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। রাজধানীসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:ঢাকা: গাবতলী বাস টার্মিনালের কাছে সকাল সাড়ে ছয়টার দিকে কে বা কারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় সকাল সাতটায় জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ সেখান থেকে আবদুল হালিম ভূঁইয়া ও আনোয়ারুল কবির নামের দুজনকে আটক করে। সকাল নয়টার দিকে রাজধানীর গ্রিন রোডে অবরোধের সমর্থনে বের করা শিবিরের মিছিল থেকে সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। একই সময় রামপুরায় মিছিল করতে গিয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান জামায়াত-শিবিরের কর্মীরা। দুপুর ১২টার দিকে সাভারের আমিনবাজার-সংলগ্ন সালেহপুর ব্রিজের কাছে অবরোধ-সমর্থকেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। বিকেল চারটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের একে খান ও চাঁদগাঁও এলাকায় অবরোধ-সমর্থকদের সঙ্গে পৃথক সংঘর্ষের ঘটনায় আনিসুর রহমান ও অঞ্জন নামের পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন। অবরোধকারীদের ছোড়া গুলিতে তাঁরা গুলিবিদ্ধ হন বলে পুলিশের দাবি।এদিকে পলিব্যাগে করে ৪০০টি গুলি নিয়ে যাওয়ার সময় টহল পুলিশ নগরের জিইসি মোড় থেকে আনোয়ার হোসেন ও আবুল হোসেন নামের দুজনকে আটক করে।রাজশাহী: অবরোধ শুরুর আগেই নগরের দেওয়ানপাড়া এলাকায় ধানবোঝাই চারটি ট্রাক ও ওষুধবাহী একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওষুধবাহী গাড়ির চালক আহত হয়েছেন।ধানবাহী ট্রাকগুলোর চালকেরা চালক জানান, নওগাঁ থেকে ধান বোঝাই করে কুষ্টিয়ার পোড়াদহ যাচ্ছিলেন তাঁরা। চারটি ট্রাকে এক হাজার ২০ বস্তা ধান ছিল। প্রতিটি বস্তায় দুই মণ করে ধান ছিল।চালকেরা জানান, দিবাগত রাত একটার দিকে দেওয়ানপাড়া এলাকায় রাস্তার ওপর কাঠের গুঁড়ি দেখে গাড়ি থামালে মাফলারে মুখ বাঁধা একদল মানুষ ইটপাটকেল ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। একজন চালক প্রায় এক কিলোমিটার দূরে ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে গিয়ে খবর দিলে তাঁরা গিয়ে আগুন নেভান বলে ওই স্টেশনের কর্মকর্তা এনায়েতুল হক জানান।ঝিনাইদহ: কোটচাঁদপুর উপজেলায় শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সকাল সাড়ে ১০টার দিকে ইসরাইল হোসেন (২৪) নামের একজন নিহত হন। উপজেলার হরিণদিয়া গ্রামের বাসিন্দা ইসরাইল শিবিরের কর্মী বলে জানিয়েছেন কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদ হোসেন।ফেনী: দাগন ভূঞায় গতকাল রাত সাড়ে তিনটার দিকে অবরোধ-সমর্থকেরা যাত্রীবাহী একটি বাস থামিয়ে প্রথমে লুটপাট চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি পিকআপে অগ্নিসংযোগ এবং সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।নোয়াখালী: অবরোধকারীরা শহরের মাইজদি বাজার, শহীদ ভুলু স্টেডিয়াম, পৌর বাজার, রশিদ কলোনি, দত্তেরহাট, সোনাপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। পুলিশ গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২০টি রাবারের গুলি ছোড়ে। সংঘর্ষে পাঁচজন আহত হন। এ ছাড়া পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করে।জেলার সোনাইমুড়ী এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করায় সংবাদপত্রের গাড়ি লক্ষ্মীপুর পৌঁছাতে পারেনি।চাঁদপুর: আজ ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের মঠখোলা এলাকায় অবরোধকারীদের হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গুরুতর আহত হন। চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।শহরের মিশন রোড ও আক্কাস আলী হাইস্কুল এলাকায় চাঁদপুর-লাকসাম রেলপথে আগুন দেয় অবরোধকারীরা। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে।সিরাজগঞ্জ: পৌর এলাকার সমাজকল্যাণ মোড়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় অবরোধকারীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং চারটি  ককটেলের বিস্ফোরণ ঘটায়।সরিষাবাড়ী (জামালপুর): অবরোধ চলাকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর ফেরিঘাট এলাকায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়। তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।টঙ্গী (গাজীপুর): কলেজগেট এলাকায় মহাসড়কে টায়ারে আগুন জ্বালানো ও গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় কমপক্ষে সাতজন শিবির কর্মী আহত হন।মাগুরা: শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে বেলা দেড়টার দিকে অবরোধকারীরা মালবাহী একটি ট্রাকে আগুন দেয়। এদিকে শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে আজ রাত সাড়ে ১০টার দিকেও অবরোধকারীরা একটি মালবাহী ট্রাকে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। পরে দমকলকর্মীরা গিয়ে আগুন নেভায়।মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।যশোর: সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুন হাট এলাকায় ২৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদের সঙ্গে ১৮ দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি গুলি ছোড়া হয়।  ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে ঝিকরগাছা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লা-সিলেট মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় অবরোধকারীরা। গাছ সরিয়ে নিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ ২০টি রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে ১০ জন আহত হয়।বরগুনা: বরগুনা জেনারেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স গুরুতর অসুস্থ দুই শিশুকে নিয়ে বরিশাল যাওয়ার সময় বরগুনা-বাকেরগঞ্জ সড়কের চৈতা এলাকায় ব্যাপক ভাঙচুর চালায় অবরোধ সমর্থনকারীরা।৭২ ঘণ্টার অবরোধে বিচ্ছিন্ন ঘটনাচট্টগ্রামে ৪০০ গুলিসহ আটক ২ঢাকার গেন্ডারিয়া এলাকাতে এক প্রেস শ্রমিক আজ মঙ্গলবার সকালে কাগজের রোলের নিচে চাপা পড়ে নিহত হয়েছে। দাউদের বাঁধাই কারখানার অধীনে কর্মরত শ্রমিকটি অনুপম প্রকাশনীর পুস্তক বাঁধাইয়ের কাজে নিয়োজিত ছিল।ঢাকার গেন্ডারিয়া থানার উপপরিদর্শক হরিদাস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আজ ভোর ৬টায় কারখানায় কর্মরত অবস্থায় শাকিল ওই দুর্ঘটনার শিকার হন। তিনি বলেন, মোহম্মদ শাকিল (২৯) নামের ওই শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জ জেলার উমরপুর গ্রামে।রাত সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শাকিলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। হরিদাস রায় বলেন, রাতেই শাকিলের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
দীর্ঘদিন পর আবার ভারতের ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন যুবরাজ সিং। সাম্প্রতিক সময়ে ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে ভারতের ১৫ সদস্যের দল। আগামী ১০ অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়ার ভারত সফর। ভারতের হয়ে যুবরাজ শেষ ম্যাচটি খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে গত জানুয়ারিতে। এরপর ভালো ফর্মে না থাকায় বাদ পড়েছিলেন দল থেকে। আবারও ভালো পারফরম্যান্স দেখিয়েই দলে জায়গা করে নিতে হয়েছে যুবরাজকে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে টানা তিনটি ওয়ানডেতে তিনি খেলেছেন ১২৩, ৪০ ও ৬১ রানের লড়াকু ইনিংস। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫২ রানের এক ঝোড়ো ইনিংস। যুবরাজের মতো ভালো পারফরম্যান্স দেখানোর সুযোগ পাননি গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ। তাই এবারও দলের বাইরেই থাকতে হচ্ছে এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। ১০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে ভারত। এরপর ১৩ অক্টোবর শুরু হবে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ।নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান সহিংসতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ বৃহস্পতিবার  জাতিসংঘ সংবাদ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বান কি মুন সংশ্লিষ্ট সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে পরমতসহিষ্ণুতা চর্চা ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশের আহ্বান জানিয়েছেন।সংলাপ আয়োজনে নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো অব্যাহত থাকবে বলে জাতিসংঘের মহাসচিব আশা প্রকাশ করেছেন। একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য তিনি সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, ১৮ দল আহুত ৬০ ঘণ্টার হরতালে ১৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অসংখ্য মানুষ।এ বছরের শুরুতে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বলেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশটিতে সহিংস ঘটনা বাড়ছে। তিনি প্রতিবারই সংশ্লিষ্ট সব পক্ষকেই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।উল্লেখ্য, সংবিধান অনুযায়ী বাংলাদেশে বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সংসদের মেয়াদ গত সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল। নিয়মানুযায়ী ২০১৪ সালের জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা। সিরিজ হার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। আজ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটের সহজ জয় দিয়ে হোয়াইটওয়াশের লজ্জাটাই শুধু এড়াতে পারল স্বাগতিকেরা। জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। শেষ ওয়ানডেতে হারের মুখ দেখলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান।লক্ষ্যটা সহজ হলেও শুরুতে কিছুটা চাপের মুখেই পড়েছিল প্রোটিয়ারা। প্রথম ২০ ওভারের মধ্যে ৮৪ রানেই হারিয়েছিল চারটি উইকেট। তবে এরপর শক্ত হাতেই দলের হাল ধরেছেন ডি ভিলিয়ার্স। ৬৩ বলে ৪৮ রানের ধীরস্থির ইনিংসটি খেলে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। ওপেনার হাশিম আমলা ৪৮ বলে ৪১ রানের ইনিংস খেলে দুর্ভাগ্যবশত হয়েছিলেন রানআউটের শিকার। শেষ পর্যায়ে ডেভিড মিলারের ২৪ ও রায়ান ম্যাকলারেনের ১৭ রানের ছোট ইনিংস দুটিও ভালো অবদান রেখেছে দক্ষিণ আফ্রিকার জয়ে।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। অধিনায়ক মিসবাহ উল হক একাই লড়াই চালিয়েছেন। তাঁর ৭৯ রানের হার না মানা ইনিংসটির সুবাদেই স্কোরবোর্ডে ১৭৯ রান জমা করতে পেরেছে পাকিস্তান। ২৫ রান এসেছে উমর আমিন ও শোয়েব মাকসুদের ব্যাট থেকে।ভারতের দিল্লির বাসিন্দাদের জন্য এবার বিদ্যুতেও ভর্তুকি দিল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির (এএপি) রাজ্য সরকার।আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক বৈঠকের পর কেজরিওয়াল ওই ঘোষণা দেন। একই সঙ্গে ভারতের বেসরকারি তিনটি বিদ্যুৎ কোম্পানির হিসাব নিরীক্ষণ করতে দেশটির কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (সিএজি) নির্দেশ দিয়েছেন তিনি।কেজরিওয়ালের ঘোষণা অনুযায়ী, বাসাবাড়িতে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীরা সরকারের পক্ষ থেকে আগামী তিন মাস ৫০ শতাংশ ভর্তুকি পাবেন। এ সুবিধা দেওয়ায় ভারত সরকারের খরচ বাড়বে ৬১ কোটি রুপি।বিদ্যুতে দেওয়া ওই ভর্তুকি ছিল বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির দেওয়া অন্যতম প্রতিশ্রুতি। এতে ২৮ লাখ ভোক্তা উপকৃত হবেন।এদিকে গতকাল সোমবার দিল্লির বাসিন্দাদের জন্য বিনা মূল্যে ২০ হাজার লিটার সুপেয় পানি সরবরাহের ঘোষণা দেন কেজরিওয়াল। এর এক দিন পরই আজ তিনি বিদ্যুতের দাম কমানোর ঘোষণা দিলেন।মাত্র তিন মাসের জন্য ভর্তুকির ব্যাপারে জানতে চাইলে কেজরিওয়াল গণমাধ্যমকে বলেন, হিসাব নিরীক্ষণ প্রতিবেদনের পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, অর্থের হিসাব-সংক্রান্ত প্রস্তাবের ওপর তিনটি বিদ্যুৎ কোম্পানির মতামতের ওপর ভিত্তি করে আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদের একটি বৈঠক হবে।কেজরিওয়াল আরও বলেন, ‘ওই কোম্পানিগুলোর উত্তরের ধরন বিশ্লেষণ করে আমরা তাদের হিসাব নিরীক্ষণ করব কী করব না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতের রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবকে আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে। ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) এক বিশেষ আদালত লালুকে দোষী সাব্যস্ত করেন।ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানায়, বিহারের পশু খামার বিভাগের তহবিল থেকে কোটি কোটি রুপি অর্থ অবৈধভাবে তুলে নেওয়ার আপরাধে লালু প্রসাদ যাদবসহ ৪৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়।রায়ের পর ৬৫ বছর বয়সী লালুকে রাঁচির বীরসা মুণ্ডা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। লালুসহ ৩৭ জনের সাজা নির্ধারণের জন্য আদালত আগামী ৩ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন। তবে দোষীদের আটজনের সাজা আজ নির্ধারণ করেছেন আদালত। বিহারের সাবেক এ মুখ্যমন্ত্রীর সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। তাঁর বিরুদ্ধে ভারতের অপরাধ প্রতিরোধ আইন ১৯৯৬ অনুযায়ী বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছিল। সিবিআইয়ের এক আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘মামলায় অভিযুক্ত ৪৫ জনকেই বিশেষ আদালতের বিচারক প্রভাষ কুমার সিং দোষী বলে চিহ্নিত করেছেন।’ দোষীদের মধ্যে বিহারের কংগ্রেসদলীয় সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র এবং জনতা দল-সংযুক্তের বিধায়ক জগদীশ শর্মাও আছেন। দোষী ব্যক্তিরা চাইবাসা জেলার তহবিল থেকে ৩৭ কোটি ৭০ লাখ রুপি অবৈধভাবে তুলে নেওয়ার দোষে দুষ্ট।২০০০ সালে বিহার রাজ্য ভেঙে যাওয়ার পর চাইবাসা জেলা ঝাড়খন্ড রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছে। তাই পশুখাদ্য কেলেঙ্কারি মামলার কিছু অংশ নতুন রাজ্যে বিচারাধীন।আদালত আজ আটজন দোষীকে তিন বছর করে কারদণ্ড ও ৫০ হাজার থেকে ৫০ লাখ রুপি জরিমানা করেছেন। তাঁদের মধ্যে আছেন ভারতীয় জনতা পার্টির সাবেক আইনপ্রণেতা ধ্রুব ভগত ও পশুসম্পদ বিভাগের সাবেক সচিব কে আগুমুগাম।লালু প্রসাদের বড় ছেলে তেজস্বী আজ প্রতিবেদকদের জানান, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।গ্রামীণ ব্যাংকের প্রস্তাবিত বিধিমালা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটিতে রাজনীতি ঢুকে পড়বে। আর রাজনীতির হানাহানির মধ্যে ব্যাংকটি ধ্বংস হয়ে যাবে।গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের এক প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।একই দিনে গ্রামীণ ব্যাংকের পরিচালকদের পক্ষ থেকে আয়োজন করা সংবাদ সম্মেলনে একই অভিযোগের পুনরাবৃত্তি করা হয়। পরিচালকদের পক্ষে তাহসিনা খাতুন অভিযোগ করেন, অন্য সরকারি ব্যাংকগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে এগোচ্ছে। গ্রামীণ ব্যাংককে সরকারীকরণ করলে এর পরিণতিও অন্য সরকারি ব্যাংকগুলোর মতো হবে।সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম শাহজাহান বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ৩০ থেকে ৪০ হাজার সদস্য ভোটার হবেন। সেখানে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মতো রাজনৈতিক দলের ব্যানারে প্যানেল দেওয়ার সুযোগ থাকবে। এক প্যানেল হারলে অন্য প্যানেল অসহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে পারে। এ হানাহানির মধ্যে গ্রামীণ ব্যাংক স্বকীয়তা নিয়ে টিকে থাকতে পারবে না।শাহজাহান আরও বলেন, গ্রামীণ ব্যাংককে সঠিকভাবে পরিচালনায় সরকারের সদিচ্ছা থাকলেও ব্যাংকের ভেতরে রাজনীতি ঢুকে পড়লে ক্ষতি হবে। এটাই ভীতির কারণ। তাঁর মতে, নতুন নির্বাচন বিধিমালা বাস্তবায়ন করলে গ্রামীণ ব্যাংক বড় ঝুঁকিতে পড়বে। নির্বাচনী বিধি পরিবর্তনের সিদ্ধান্ত হবে আত্মঘাতী।গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে গ্রামীণ ব্যাংকে ১৪ হাজার কোটি টাকার আমানত রয়েছে। আর সাড়ে আট হাজার কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক যেভাবে চলছে, সেভাবেই চলতে দেওয়া উচিত। গত আড়াই বছরে বিরূপ পরিবেশের পরও গ্রামীণ ব্যাংক টিকে আছে। ড. মুহাম্মদ ইউনূস চলে যাওয়ার পরও ব্যাংকের কর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩-এর পরিবর্তে ‘গ্রামীণ ব্যাংক আইন ২০১৩’ জারি করার নামে সরকার গ্রামীণ ব্যাংককে রাজনৈতিকীকরণ করার অপকৌশল গ্রহণ করছে বলে অভিযোগ করেছেন ব্যাংকের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শামসুল আলম। অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ছিল একটি রাজনীতিমুক্ত, স্বচ্ছ এবং স্বশাসিত প্রতিষ্ঠান। নতুন পদ্ধতিতে গ্রামীণ ব্যাংকের কর্মীদের তত্ত্বাবধানে নির্বাচন না হয়ে সরকার কর্তৃক নিযুক্ত নির্বাচন কমিশনার এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালকের নির্বাচন হবে। যখনই গ্রামীণ ব্যাংকের বাইরের কাউকে দিয়ে এ নির্বাচন হবে, তখনই নির্বাচন-প্রক্রিয়ায় রাজনীতি ঢুকে যাবে। ফলে যে সুশৃঙ্খল কাঠামোর ওপর ভিত্তি করে গ্রামীণ ব্যাংক পরিচালিত হতো, সে কাঠামো ভেঙে পড়বে, গ্রামীণ ব্যাংক ধ্বংসের দিকে ধাবিত হবে।শামসুল আলম জানান, আগামী ৩ নভেম্বর গ্রামীণ ব্যাংকের সব আঞ্চলিক ও এলাকাভিত্তিক কার্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে কর্মচারী সমিতি।কর্মচারীদের অনুষ্ঠানের পর গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে তাহসিনা খাতুন বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর পরিবর্তে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ জারি করার নামে বর্তমান সরকার গ্রামীণ ব্যাংকের মালিক ৮৪ লাখ দরিদ্র নারীকে ক্ষমতাহীন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।সরকার নতুন বিধিমালা অনুমোদন দিয়ে কার্যকর করলে কী করবেন—সাংবাদিকেরা এ প্রশ্ন তুললে তাহসিনা খাতুন বলেন, ‘আমরা এখন পর্যন্ত সরকারকে এ আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করছি।  তার পরও সরকার যদি আমাদের দাবি না মানে, তা হলে সারা দেশ থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যরা হাজির হবে।’সংবাদ সম্মেলন ও সমাবেশে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।ক্রিকেটের অলিগলি ছিল হাতের তালুর মতোই চেনা। কিন্তু রাজনীতি? যত বড় ক্রিকেটারই হন না কেন; এটি বোঝা এত্ত সহজ নয়। অন্তত শচীন টেন্ডুলকারের মতো নিপাট ভদ্রলোকের তো বোধগম্য হওয়ার কথাই নয়। জানলে হয়তো আগেই বলে দিতেন ‘ভারতরত্ন’ চাই না আমার!কদিন আগেই লিটল মাস্টারকে সবচেয়ে বড় বেসামরিক খেতাব দেওয়াকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ উচ্চ আদালতে আবেদন করেছিলেন দুই ব্যক্তি। এর কদিন না যেতেই আবারও একই চ্যালেঞ্জ করে আবেদন করা হলো মাদ্রাজ উচ্চ আদালতে। আইনজীবী কানাকাসাবাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি আরকে আগারওয়াল এবং বিচারপতি এম সত্যনারায়ণ গঠিত বেঞ্চ ২ ডিসেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন আদালত ।কানাকাসাবাই ভারতরত্ন পুরস্কার প্রসঙ্গে বলেন, প্রজ্ঞাপনের (১৯৫৪ সালে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত) ৫ নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে, শিল্প, সাহিত্য এবং বিজ্ঞানে অনন্য অবদান রেখেছেন এমন ব্যক্তিদের রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করতে হবে। তাঁর যুক্তি, গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী যে দুজনকে (শচীন টেন্ডুলকার ও বিজ্ঞানী সিএনআর রাও) ভারতরত্ন খেতাব দিয়েছেন, সেটি প্রজ্ঞাপনবিরোধী।কানাকাসাবাইয়ের ‘লড়াইটা’ মূলত টেন্ডুলকারের বিরুদ্ধেই। এ আইনজীবীর যুক্তি, প্রজ্ঞাপনের নিয়মানুযায়ী বিজ্ঞানী রাও ভারতরত্ন পেতে পারেন। তবে টেন্ডুলকার মোটেও যোগ্যতার শর্ত পূরণ করেননি। কেননা, লিটল মাস্টার শিল্প, সাহিত্য কিংবা বিজ্ঞানে অবদান রাখেননি।কিন্তু কথা হলো, দুই যুগ ধরে ২২ গজে তিনি যা করেছেন তা শিল্পের চেয়ে কোন অংশে কম? তা ছাড়া যে টেন্ডুলকারকে ভারতীয়রা দেবতার আসনে বসিয়েছে, তাঁর পুরস্কার নিয়ে কেন প্রশ্ন? এর নেপথ্যেও রাজনীতি। ভারতরত্ন নিয়ে দেশটিতে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক-বিতর্ক। আর সেটারই ফিতে কাটা হয়েছে টেন্ডুলকার ও রাওকে এ খেতাবে ভূষিত করার মধ্য দিয়ে।প্রায় নয় মাস পর আজ টেস্ট খেলতে নেমেছে শ্রীলঙ্কা। ‘দীর্ঘদিন’ টেস্টের বাইরে থেকে কী মরচে পড়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দলের? আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা বাজেই গেলো লঙ্কানদের। প্রথম ইনিংসে ২০৪ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান দিন শেষে করেছে ১ উইকেটে ৪৬।টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটে পাঠায় পাকিস্তান। শ্রীলঙ্কার শুরুটাও হয়েছিল বেশ। উদ্বোধনী জুটিতেই আসে ৫৭ রান। জুনায়েদ খানের শিকার হয়ে করুনারত্নের বিদায় দিয়ে শুরু, আর থামাথামি নেই! দেখতে দেখতে ১২৪ রানে শ্রীলঙ্কার ৮ উইকেট হাওয়া!উইকেট যাওয়া-আসার মিছিলের ভেতরই মাথা জাগিয়ে ছিলেন অধিনায়ক ম্যাথুস। সাঈদ আজমলের বলে আউট হওয়ার আগে একাই লড়াই চালিয়েছেন। কিন্তু সতীর্থরা যখন আত্মসমপর্ণ করেন, তখন একার পক্ষে দুর্গ সামলানো সম্ভব হয় না। ম্যাথুসও পারেননি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক থেকে ৯ রান দূরে থেকেই বিরসবদনে ফিরতে হয়েছে সাজঘরে।৬৫ ওভারে ২০৪ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ‘সর্বনাশে’র পেছনে বড় ভূমিকা পালন করেছেন পাকিস্তানের তরুণ পেসার জুনায়েদ খান ও বিলওয়াল ভাট্টি। জুনায়েদ ৫৮ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া বিলওয়াল ভাট্টি তিনটি ও সাঈদ আজমল নিয়েছেন দুটি উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮.১ ওভারে তুলেছে ১ উইকেটে ৪৬। খুররাম মঞ্জুর রান আউটে কাটা পড়ার আগে করেছেন ২১। আহমেদ শেহজাদ অপরাজিত রয়েছেন ২৫ রানে। সনি সিক্স, রয়টার্স ও ওয়েবসাইট
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় এক ভারতীয় নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি।আজ সোমবার বেলা তিনটার দিকে হিলি চেকপোস্ট ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ভারতীয় চার হাজার রুপি, ৩৮ হাজার বাংলাদেশি টাকাসহ দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার লেহাম্বা গ্রামের কৃষ্ণ (১৭), একই উপজেলার বাছর গ্রামের মঙ্গল (২০), বাগসা গ্রামের ফলিন বর্মণ (২৪), রুহিয়া উপজেলার উভয় বোয়ালিয়া গ্রামের রুহানি কুমার বর্মণ (২০), জেলা সদরের মলালকুড়ি গ্রামের সুশি (২২) এবং ভারতের উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার রামগঞ্জ গ্রামের উদয়বর্মণ (৪৭)।বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলী জানান, আজ দুপুরে ওই ছয়জন হিলি সীমান্তের ২৮৫/১৯ নম্বর সাব সীমানা পিলারের কাছ দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। তাঁদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি সুশি জানান, ‘ভারতে দুর্গাপূজা দেখাতে নিয়ে যাবে বলে দিনাজপুরের কাহারোল উপজেলার রণজিত (৫০) আমাদের প্রত্যেকের কাছ থেকে দুই হাজার ৫০০ টাকা করে নেয়। আজ সোমবার হিলি সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যাওয়ার সময় আমাদের আটক করে বিজিবি।’হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, আসামিদের আগামীকাল মঙ্গলবার দিনাজপুর কোর্ট পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।মায়ের কাঁধে মাথা এলিয়ে দিয়ে আছে বছর দুইয়ের ছোট্ট নুসরাত। মুখে গুটি বসন্তের মতো লাল দাগ। ফ্রকে লেগে আছে রক্ত। মায়ের পোশাকেও সেই রক্তের চিহ্ন। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে একদিকে। নির্বাক। এখনো বুঝে উঠতে পারছে না তার শরীরে রক্ত কেন? কী অপরাধ তার। কেন তাকে রক্তাক্ত হতে হলো। ঘরেই তো বসেছিল। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া ঘটনার আকস্মিতায় হতবিহ্বল মা রোখসানা আকতারও। চিত্রটি গত সোমবারের। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে হাটহাজারীর বাস স্টেশন এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত হয় মা-মেয়ে। তাঁরা ছিলেন রাস্তার পাশের তিন তলার বাসার বারান্দায়।ঘটনার পর থেকে মুখে খাবার তুলছে না নুসরাত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পরও শত চেষ্টায় মেয়ের মুখে কিছু দিতে পারেননি রোখসানা। আঘাতে মুখ ফুলে গেছে নুসরাতের। ব্যথায় কুঁকড়ে যাচ্ছে ছোট্ট শরীরটি। শুধুই কান্নাকাটি করে চলেছে। ভয়ে জড়সড় অবস্থা। রোখসানার নিজেরও আতঙ্ক কাটেনি এখনো। কথা বলতেও ভয় পাচ্ছেন। শেষে আবার কী হতে কী হয়ে যায়—এই আশঙ্কা পরিবারটির সবার চোখেমুখে। কারণ, স্বামী প্রবাসী। দুই মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি। তাই বাড়তি কোনো ঝামেলায় জড়াতে চান না।কী ঘটেছিল সেদিন: ২৮ অক্টোবর, বিকেল সাড়ে পাঁচটা। বাস স্টেশন এলাকার ওয়াদুদিয়া মাদ্রাসার পাশের ভাড়া বাসার বারান্দায় শারীরিক প্রতিবন্ধী মেয়ে নুসরাতকে নিয়ে বসে ছিলেন রোখসানা। হঠাৎ কানে লাগে বিস্ফোরণের বিকট শব্দ। চারদিকে ধোঁয়ায় আছন্ন হয়ে যায়। এরপর রোখসানা দেখেন তাঁর শরীরে রক্ত। কোলে থাকা নুসরাতের মুখ লাল। গায়ে রক্ত। বাসার বারান্দার পর্দা ছিন্ন-বিচ্ছিন্ন। কাতরাচ্ছে মা-মেয়ে। তাঁদের অবস্থা দেখে পাশের বাসার পল্লি চিকিৎসক সুজিত দাশ এসে উদ্ধার করেন। তিনি প্রথমে তাঁদের হাটহাজারীর বেসরকারি চিকিৎসাকেন্দ্র আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আনা হয় চমেক হাসপাতালে। অবশ্য মেয়েকে নিয়ে পরদিন বাসায় চলে যান রোখসানা।নুসরাতের দাদি মনোয়ারা বেগম বলেন, ‘গদির জন্য তারা মারামারি করছে। আর মরছি আমরা। আমাদের কী অপরাধ। আমরা তো কোনো কিছুতে নেই। বাসায় বসেছিল আমার নাতনি। তার পরও তার গায়ে এসে লাগল গুলি। এখন নুসরাত কিছুক্ষণ পরপর ডুকরে কেঁদে উঠছে।’চিকিৎসকেরা জানান, নুসরাতের আঘাতটা তেমন গুরুতর নয়। শরীরে স্প্লিন্টার বিঁধেছে। তবে তা সেরে যাবে। কিন্তু শরীরের আঘাতের চেয়েও তার মনের আঘাতটা গুরুতর। সেটা সারতে সময় লাগবে।মনোরোগ চিকিৎসক মোহিত কামাল বলেন, এই আঘাত শুধু শারীরিক নয়, তার মনকেও রক্তাক্ত করেছে। যার দীর্ঘস্থায়ী একটা প্রভাব পড়বে তার জীবনে। প্রথম চার সপ্তাহে কিছু প্রতিক্রিয়া দেখা দেবে। ঘুমের মধ্যে দুঃস্বপ্নে হানা দেবে ঘটনাটি। পুলিশের পোশাক দেখলে আঁতকে উঠবে। সে কখনো হতবাক, কখনো নির্বাক হয়ে যেতে পারে। নিজেকে গুটিয়ে নেবে। চার সপ্তাহ পর তার স্থায়ী উদ্বেগ, ঘুমের সমস্যা ও মনোযোগের ঘাটতি তৈরি হবে। সে ঘর থেকে বের হবে না। ঘটনাটা মনে পড়লে তার মধ্যে একধরনের যাতনা তৈরি হবে। সব উৎসাহ হারিয়ে ফেলবে সে। এ জন্য তাকে মনোরোগ চিকিৎসকের কাছে নিতে হবে। পাশে দাঁড়াতে হবে আপনজনকে।এয়ারটেল বাংলাদেশ তাদের ‘ভ্যালু অ্যাডেড’ পরিচালনার দায়িত্ব দিয়েছে মাহিন্দ্র কমবিভাকে। সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে তিন বছর মেয়াদি একটি চুক্তি হয়েছে বলে এয়ারটেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এয়ারটেল বাংলাদেশের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) লুত্ফর রহমান এ বিষয়ে বলেন, ‘মাহিন্দ্র কমবিভা ইতিমধ্যেই একটি বিশ্বাসযোগ্য সহযোগী হিসেবে নিজেদের প্রমাণ করেছে। আশা করি, তারা কার্যকরভাবে ভ্যালু অ্যাডেড সেবা পরিচালনা করবে।’মাহিন্দ্র কমবিভার ভিএএস ম্যানেজ সার্ভিস প্রধান অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘এটি মাহিন্দ্র কমবিভার জন্য একটি স্মরণযোগ্য ঘটনা। এর আগে আমরা ২০টি দেশে এয়ারটেলকে সফলতার সঙ্গে এ সেবা প্রদান করেছি । ভারত, শ্রীলঙ্কা ও আফ্রিকার দেশগুলোতে আমাদের সফলতার কারণেই বাংলাদেশের জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি। আমরা এয়ারটেলকে আবারও সেই বিশ্বাস প্রদান করছি।’প্রসঙ্গত, মাহিন্দ্র কমবিভা বিশ্বের বিভিন্ন দেশে ৩৫টি টেলিকম অপারেটরকে সাফল্যের সঙ্গে বিভিন্ন রকমের ভ্যালু অ্যাডেড সেবা দিয়ে আসছে। মাহিন্দ্র কমবিভার সঙ্গে এই চুক্তির ফলে এয়ারটেলের খরচ প্রায় ২০ শতাংশ কমবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।দক্ষিণ সুদানে চলমান সংঘাত নিরসনে দেশটির সরকার ও বিরোধী পক্ষ আজ মঙ্গলবার রাতে আলোচনায় বসবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা।বিবিসি জানায়, হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে এক চুক্তিতে উপনীত হতে পারে দুই পক্ষ।সপ্তাহ দুয়েক আগে প্রেসিডেন্ট সালভা কির ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত সেনারা পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। এতে কমপক্ষে ৫০০ মানুষ প্রাণ হারায়। সংঘর্ষ শুরুর পর শান্তি প্রতিষ্ঠায় এটাই প্রথম উদ্যোগ।বিবিসি বলছে, পূর্ব আফ্রিকার নেতাদের মধ্যস্থতায় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে।ইথিওপীয় সরকার এক বিবৃতিতে বলেছে, সালভা কির ও রিক মাচারের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন। আরও বলা হয়, ‘আশা করা হচ্ছে, হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে এবং চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি শান্তিপূর্ণ সমাধানে উপনীত হতে দুই পক্ষ চুক্তিবদ্ধ হবে।’
পদমর্যাদা বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে সরকার। অন্যথায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম বিঘ্নকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আজ সোমবার সরকার এক প্রেসনোট জারি করে এই কথা বলেছে। প্রেসনোটে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা ও সহকারী শিক্ষকদের বেতনস্কেল উচ্চতর পর্যায়ে নির্ধারণ করার বিষয়টি সক্রিয় প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে যথাযথ কার্যক্রম চলমান। প্রাথমিক শিক্ষকদের দাবি-দাওয়ার ব্যাপারে সরকার সর্বদা সজাগ রয়েছে। বর্তমান সরকারের আমলেই প্রাথমিক শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।এ পর্যায়ে লক্ষ করা যাচ্ছে, অল্প কিছুসংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোনো কোনো মহলের প্ররোচনায় অহেতুক কর্মবিরতি পালনসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করছেন। শিক্ষকদের বেতনক্রম উন্নীতকরণে সরকারের আন্তরিক প্রয়াস সত্ত্বেও এ ধরনের কর্মসূচি অনভিপ্রেত। বিশেষ করে দেশের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এবং দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।এমতাবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দেশের কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম বিঘ্নকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, প্রধান শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি ও সহকারী শিক্ষকদের বেতনস্কেল বৃদ্ধির দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে শিক্ষকেরা গত কিছুদিন ধরে বিভিন্ন সময়ে কর্মবিরতি পালন করছেন।বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক আগামীকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে। বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভুইয়া প্রথম আলো ডটকমকে জানান, কাল বিকেল পাঁচটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।জোটের একটি সূত্র জানায়, কালকের বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এ ছাড়াও বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে বলে জানা গেছে।শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে মন-কষাকষির কারণে মেয়ে আরাধ্য আর স্বামী অভিষেককে নিয়ে আলাদা সংসার পাতার পরিকল্পনা করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন—সম্প্রতি এমন খবরে হইচই পড়ে গেছে বলিউডে। তবে বিষয়টিকে স্রেফ গুজব বলেই দাবি করেছেন অভিষেক বচ্চন।মুম্বাইয়ের জুহুতে পাঁচ-পাঁচটি বাংলোবাড়ি আছে বচ্চনদের। ‘জলসা’ নামের বাংলোবাড়িতে থাকেন বচ্চন পরিবারের সদস্যরা। ২০০৭ সালে বিয়ের পর থেকে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে যৌথ পরিবারেই বসবাস করে আসছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি টুইটারে অভিষেককে তাঁর এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, সত্যিই তিনি ও ঐশ্বরিয়া ‘জলসা’ ছেড়ে নতুন বাড়িতে ওঠার পরিকল্পনা করছেন কি না। জবাবে বাড়ি ছাড়ার খবরকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, এসব বাজে খবরের কোনো মানে হয় না। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।এদিকে ঐশ্বরিয়ার কাছের একটি সূত্রও বাড়ি ছাড়ার খবর সত্য নয় বলে দাবি করেছেন। এ প্রসঙ্গে ওই সূত্রের ভাষ্য, বর্তমান যুগের বেশির ভাগ মেয়েই বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকেন না। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম ঐশ্বরিয়া। বিয়ের পর থেকেই তিনি শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই থাকছেন। একসঙ্গে থাকতে গেলে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা খিটিমিটি লাগতেই পারে। কিন্তু পারিবারিক বিষয় জনসমক্ষে আনার পক্ষপাতী নন বচ্চনরা।উল্লেখ্য, সম্প্রতি বলিউডকেন্দ্রিক কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, ঐশ্বরিয়ার পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয়ে জয়ার নিয়মিত হস্তক্ষেপের বিষয়টি ঠিক হজম করতে পারছেন না অ্যাশ। এমনকি তাঁর পেশাগত নানা বিষয়েও নাক গলান জয়া। এসব কারণে বউ-শাশুড়ির মধ্যে খিটিমিটি বেধেছে।এদিকে অবকাশযাপন শেষে কিছুদিন আগে দুবাই থেকে ভারতে ফিরেছেন অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্য। দুবাইয়ে ছুটি কাটানোর সময় তাঁদের সঙ্গে ঐশ্বরিয়ার মা-বাবা ও ভাই থাকলেও ছিলেন না অমিতাভ, জয়া।     হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ আছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন সূত্রে জানা যায়, আজ সিলেট থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন জেলার বাহুবল উপজেলার রশিদপুরে লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের দুটি বগি ছিটকে এ পরিস্থিতি তৈরি হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা ও কালনী এক্সপ্রেস জেলার নোয়াপাড়া রেলস্টেশনে আটকা পড়ে। পাশাপাশি মালবাহী অপর দুটি ট্রেন আটকা পড়ে রশিদপুরে। এতে ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান রাত সাড়ে সাতটার দিকে ‘প্রথম আলো’কে জানান, উদ্ধার ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। লাইন পুনরায় চালু হতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগতে পারে।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
কিশোরগঞ্জে শিশুকন্যাসহ মাকে হত্যা মামলায় একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ডাকাতিসহ দুজনকে হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ম মো. সাঈদ আজ সোমবার দুপুরে এ রায় দেন।আদালত ও পুলিশ সূত্র জানায়, ২০১১ সালের ২১ জুলাই দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া গ্রামে প্রথম ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিউল সুমন (২৫) নামের এক ব্যক্তি বাড়ির ভেতর ঢুকে সালমা খাতুন (৩২) নামের এক গৃহবধূ ও তাঁর তিন বছর বয়সী শিশুকন্যা সাবাকে রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেন। পরে সালমার ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যান সুমন।এ ঘটনায় ওই দিনই সালমার স্বামী আসাদুজ্জামান টিপু বাদী হয়ে সুমনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পরদিন ভোরে কুমিল্লার লাকসাম থেকে পুলিশ ঘাতক সুমনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শেখ আবদুল্লাহ আদালতে অভিযাগপত্র দেন। পরে সুমনকে একটি ধর্ষণ মামলার আসামি হিসেবে কিশোরগঞ্জ থানা থেকে চট্টগ্রাম নেওয়ার পথে চলতি বছরের ১০ সেপ্টেম্বর তিনি কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যান। আজ বিচারক আসামি রবিউল সুমনের অনুপস্থিতিতে তাঁর ফাঁসির রায় দেন।অন্য মামলাটি ভৈরব উপজেলায় দুজনকে হত্যাসংক্রান্ত। ২০০৭ সালের ২৩ জানুয়ারি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে রাত সাড়ে তিনটার দিকে একদল ডাকাত গৃহকর্তা আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী মনোয়ারা সুলতানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই সময় ডাকাতদল নগদ ৭০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতেরা ওই দম্পতির ছেলে হামদাদকে গুরুতর আহত করে।এ ঘটনায় নিহত আনোয়ার হোসেনের ছেলে আদনান হোসেন বাদী হয়ে ১০ জনকে আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা করেন।ওই মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত দু্ই বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মিঠু ওরফে মোশাররফ, আনার হোসেন, জামাল উদ্দিন, রনি মিয়া, কালা মিয়া, বাবুল মিয়া, একরাম হোসেন ও শাহিদ মিয়া। তাঁদের মধ্যে প্রথম চারজন জেলহাজতে এবং শেষ চারজন পলাতক। বাকি দুই আসামি সুমন ও জিল্লু মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়।উভয় মামলায় রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হক এবং আসামিপক্ষে প্রথম মামলায় আজহারুল ইসলাম স্বপন ও দ্বিতীয় মামলায় ক্ষিতিশ চন্দ্র দেবনাথ মামলা পরিচালনা করেন।কৌতুক করেই বলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম, ‘এবার আর ৪-০ হবে না।’ গতবার এই বাংলাদেশ সফরেই ৪-০তে ধবলধোলাই হয়েছিল নিউজিল্যান্ড। যেটি ক্রিকেটে ‘বাংলাওয়াশ’ নামে সুখ্যাত। এবার অবশ্য সিরিজের তিনটি ম্যাচ বলে নিউজিল্যান্ড অধিনায়ক মজা করেই বলেছিলেন কথাটা। তবে ৪-০ না হোক, ৩-০ তো হতেই পারে! আজ সিরিজের দ্বিতীয় ম্যাচটিও ৪০ রানে জিতে সেই সম্ভাবনা জাগাল বাংলাদেশ।প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ফিফটির সুবাদে ২৪৭ রান করা বাংলাদেশ আজ নিউজিল্যান্ডকে আটকে দিয়েছে ২০৭ রানে। তিনটি করে উইকেট নিয়ে বোলিংয়ে বাংলাদেশের নায়ক সোহাগ গাজী ও মাশরাফি বিন মুর্তজা। শুরুটা মাশরাফিই করেছিলেন। ১ রানে কিউই ওপেনার হামিশ রাদারফোর্ডকে বোল্ড করে। টিম সাউদির স্টাম্প উপড়ে ফেলে শেষটাও করলেন মাশরাফিই।মাশরাফি রাদারফোর্ডকে ফেরানোর পরপরই সোহাগ আর রাজ্জাক জোড়া আঘাত হানলে মাত্র ৩৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়ে বাংলাদেশি বোলারদের ভালোই ভোগাচ্ছিলেন টেলর আর কোরি অ্যান্ডারসন। ২৭তম ওভারে এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন মাশরাফিই। উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।আজ বাংলাদেশের সব বোলারই মোটামুটি ভূমিকা রেখেছেন। যে সময় দরকার ছিল, ঠিক সেই সময় যেমন বাংলাদেশকে উইকেট এনে দিলেন পার্টটাইম বোলার মুমিনুল হক। মুমিনুল প্রথমে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ব্রেন্ডন ম্যাককালামকে। ভাঙেন টেলরের সঙ্গে কিউই অধিনায়কের ২৪ রানের জুটিটাও। দুই বল পরেই রানআউটের ফাঁড়ায় পড়ে বিদায় নেন টম ল্যাথাম। ১৩১ রানেই নেই নিউজিল্যান্ডের ৬ উইকেট।   মাঝখানে বোলিংয়ের নায়ক সোহাগ। প্রথম পাঁচ ওভারে মাত্র ১০ রান দিয়ে এক উইকেট নেওয়া সোহাগ দ্বিতীয় পাওয়ার প্লেতে বোলিং করতে এসে যেন আরও দুর্দান্ত বোলিং করলেন। পাওয়ার প্লেতে করা নিজের দ্বিতীয় ওভারেই সোহাগ ফিরিয়ে দিলেন নিশামকে। এর পরের ওভারে ফিরিয়েছেন গলার কাঁটা হয়ে উইকেট আঁকড়ে পড়ে থাকা রস টেলরকেও (৪৫)। মুমিনুল আবার আক্রমণে ফিরে এসে তুলে নেন ২৩ বলে ২৫ করা নাথান ম্যাককালামকে ।১৯৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। বাংলাদেশের জয়টা ছিল সময়ের ব্যাপার। বোলিং আক্রমণে ফেরা মাশরাফি ৪৭তম ওভারের চতুর্থ বলে সাউদিকে ফিরিয়ে দিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশের ২-০।বাংলাওয়াশ এবারও হচ্ছে কি না, সেটি নিশ্চিত হবে ৩ নভেম্বর ফতুল্লায়। তবে তার আগেই বাংলাদেশের সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।হলিউডের অভিনেত্রী মিলা কুনিসের সঙ্গে আট বছর প্রেমের পর ২০১১ সালে একাকী জীবন বেছে নিয়েছিলেন ‘হোম অ্যালোন’ তারকা ম্যাকলে কালকিন। এরপর মার্কিন অভিনেতা অ্যাশটন কুচারকে নতুন মনের মানুষ নির্বাচন করেন মিলা। কালকিন এতদিন একা থাকলেও সম্প্রতি তাঁর নতুন সঙ্গীর খবর জানিয়েছে কন্ট্যাক্ট মিউজিক। সম্প্রতি চুম্বনরত অবস্থায় অভিনেত্রী জর্ডান লেন প্রাইস ও কালকিন ক্যামেরাবন্দী হওয়ার পর তাঁদের প্রেমের খবর চাউর হয়েছে।জর্ডানের সঙ্গে ছুটি কাটাতে ফ্রান্সে গিয়েছিলেন কালকিন। সম্প্রতি সেখানে তাঁদের দুজনকে হাত ধরে হাঁটতে দেখা যায়। শুধু তাই নয়, গত সপ্তাহে একসঙ্গে নৈশভোজেও অংশ নেন তাঁরা। সেসময় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী হন নতুন এ জুটি।‘হোম অ্যালোন’ চলচ্চিত্রে তীব্র বুদ্ধিমত্তা আর ধুন্ধুমার সব কাণ্ড ঘটিয়ে বাঘা বাঘা অপরাধীদের নাস্তানাবুদ করে দর্শক হূদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন কেভিন ম্যাকক্যালিস্টার চরিত্রে রূপদানকারী ম্যাকলে কালকিন। ১৯৯০ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট চলচ্চিত্র ‘হোম অ্যালোন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে মাত্র ১০ বছর বয়সে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকায় পরিণত হন কালকিন।দুই বছর বাদে ‘হোম অ্যালোন-২: লস্ট ইন নিউইয়র্ক’ চলচ্চিত্রেও কেভিন চরিত্রে অভিনয় করেন কালকিন।গত বছর দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, মাদকের জালে জড়িয়ে মৃত্যুর প্রহর গুনছেন হলিউডের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল শিশুশিল্পী তকমা পাওয়া কালকিন। বড়জোর ছয় মাস আয়ু আছে তাঁর। পরে অবশ্য চিকিত্সা নিয়ে মাদকের জাল থেকে বেরিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে সক্ষম হন কালকিন।মাদকের সঙ্গে কালকিনের সম্পৃক্ততার খবর প্রথম চাউর হয় ২০০৪ সালে। সেবার ১৭ দশমিক ৩ গ্রাম গাঁজা ও আরও দুই ধরনের মাদকসহ গ্রেপ্তার হন তিনি। এ জন্য জেলের ঘানিও টানতে হয় তাঁকে। অবশ্য চার হাজার ডলার মুচলেকার বিনিময়ে অল্প কিছুদিনের মধ্যেই মুক্তি পান তিনি।অভিনয় জগতে মাত্র চার বছর বয়সে যাত্রা শুরু করেছিলেন কালকিন। মঞ্চ দিয়েই যাত্রাটা শুরু হয়েছিল তাঁর। আশির দশকে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তিনি। ১৯৯০ সালে ‘হোম অ্যালোন’ চলচ্চিত্রটিই তাঁকে সবার কাছে পরিচিত করে তোলে। ১৯৯৪ সালে মুক্তি পায় কালকিন অভিনীত ‘গেটিং ইভেন উইথ ড্যাড’, ‘রিচি রিচ’ ও ‘দ্য পেজমাস্টার’ ছবিগুলো। সেগুলো মাঝারি মাপের সাফল্য অর্জন করে। কালকিন সর্বশেষ ২০১১ সালে নিরীক্ষাধর্মী ‘দ্য রং ফেরারি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পুরো চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়েছিল আইফোনে।১৯৯৮ সালে অভিনেত্রী র্যাচেল মিনারকে বিয়ে করেছিলেন কালকিন। কিন্তু বছর দুয়েকের মাথায় তাঁরা আলাদাভাবে বসবাস শুরু করেন। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। বিচ্ছেদের পর অভিনেত্রী মিলা কুনিসের সঙ্গে অভিসার শুরু করেন কালকিন। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমের পর ২০১১ সালে সম্পর্কের ইতি টানেন তাঁরা।     ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যকর পরিষদের নির্বাচনে আওয়ামী-বাম সমর্থক শিক্ষকদের নীল দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদেই জয়ী হয়েছে তারা।নির্বাচনে নীল দলের প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দল ছয়টি পদে বিজয়ী হয়েছে। সমিতির গত নির্বাচনে নীল দল আটটি পদে এবং সাদা দল সাতটি পদে নির্বাচিত হয়েছিল।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট এক হাজার ৭৭৯ জন ভোটারের মধ্যে এক হাজার ৩৮৮ জন ভোট প্রয়োগ করেন। বিকেল সাড়ে পাঁচটায় নির্বাচন পরিচালক অধ্যাপক এ কে ফজলুল হক শাহ ফলাফল ঘোষণা করেন।সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদউদ্দীন আহমেদ ৬২৯ ভোট পেয়ে সভাপতি পদে দ্বিতীয় মেয়াদে এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ৭১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।নীল দলের বিজয়ী অন্য শিক্ষকেরা হলেন যুগ্ম সম্পাদক পদে ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান (৬২২ ভোট), কোষাধ্যক্ষ পদে  ব্যবসায়ে শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম (৭০৬ ভোট), সদস্য পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত (৬৭১ ভোট), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান (৭৫১ ভোট), অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী (৬৫৭ ভোট), রসায়ন বিভাগের অধ্যাপক আফতাব আলী শেখ (৭০৫ ভোট) এবং অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান (৬২৩ ভোট)।সাদা দলের বিজয়ী শিক্ষকেরা হলেন সহসভাপতি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মো. আখতার হোসেন খান (৬৮১ ভোট), সদস্য পদে  কলা অনুষদের ডিন সদরুল আমিন ইংরেজি (৭২৭ ভোট), পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুত্ফর রহমান (৭৭৬ ভোট), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নূর ইসলাম (৬৪৫ ভোট), ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগের অধ্যাপক আবুল হাসনাত (৭০৫ ভোট), পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম (৬৮৬ ভোট)।
রাজশাহীতে শিশুকে কোলে নিয়ে  ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন একজন মা। মা ঘটনাস্থলেই নিহত হন। শিশুটি পরে মারা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের রেলক্রসিংয়ে আজ সোমবার দুপুরে এ আত্মহননের ঘটনা ঘটে।নিহত মায়ের নাম শামীমা আক্তার ওরফে কাকলী (২৪)। তাঁর মেয়ের নাম নাওমী (১৯ মাস)।শামীমার স্বামীর নাম মুনসুর আলী। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। নাওমী তাঁদের একমাত্র সন্তান। তাঁদের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানায়। তাঁরা রাজশাহী নগরের ভদ্রা এলাকায় একটি ভাড়াবাসায় থাকতেন। মুনসুর সিঙ্গার কোম্পানির রাজশাহী সাহেববাজার শাখায় বিক্রয় সহকারী।রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৈয়দপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বেলা একটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় বোরকা পরা শামীমা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন কাছাকাছি এলে তিনি সামনে ঝাঁপ দেন। এতে মা শামীমা সঙ্গে সঙ্গেই মারা যান। স্থানীয় লোকজন মেয়ে নাওমীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সে-ও মারা যায়।রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তিনি জানান, খবর পেয়ে শামীমার স্বামী মুনসুর দুর্ঘটনাস্থলে যান। এর আগে সকালে একসঙ্গে নাশতা করে বাড়ি থেকে কর্মস্থলে যান মুনসুর।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এ ছাড়াও আগামী জানুয়ারিতেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং খালেদা জিয়াকে শেখ হাসিনার অধীনে অবশ্যই নির্বাচনে আসতে হবে বলেও তাঁরা মনে করছেন।আজ বৃহস্পতিবার নগরের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত জনসমাবেশে নেতারা এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজক ছিল।সমাবেশে ক্ষমতাসীন দলের সাংসদ মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে খালেদা জিয়ার কথোপকথন শুনে বোঝা গেছে তাঁর সঙ্গে আপস সম্ভব নয়। হরতাল নৈরাজ্য করে বিরোধী দল কখনোই দাবি আদায় করতে পারবে না।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সর্বদলীয় সরকার গঠন করে আগামী জানুয়ারিতেই সংসদ নির্বাচন হবে এবং খালেদা জিয়াকে শেখ হাসিনার অধীনে অবশ্যই নির্বাচনে আসতে হবে।সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের চট্টগ্রামবাসীর দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। আগামী নির্বাচনে ব্যক্তি নয়, প্রতীককে ভোট দেবেন সবাই। আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেবে, নগরের চারটি আসনে তাঁকেই জয়ী করতে হবে।’বিরোধী দলের হুমকির জবাবে আওয়ামী লীগ নীরব থাকবে না উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আপনারা মিটিং মিছিল করেন, কিন্তু আঘাত দেবেন না। এর কাউন্টার দেয়ার শক্তি আমাদের আছে।’ বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দিয়ে মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘বিরোধী দলের খামখেয়ালিতে অনেক মানুষ নিহত হয়েছে। স্বাধীন দেশে তারা খুন করবে, এটা মেনে নেওয়া যায় না। খুনের বিচার হবে। ৭১-এ যারা খুন করেছে, তাদের বিচারও হচ্ছে।’সমাবেশে বক্তব্যে সাংসদ মইনুদ্দীন খান বাদল বলেন, ‘তিন দিনের হরতালে হত্যার দায়ে আজ হোক, কাল হোক খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হবে। আন্দোলনের নামে যাঁরা গলাবাজি করছেন, এ চট্টগ্রামের মাটিতেই তাঁদের কবর রচনা করা হবে।’নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেমউদ্দিন আহমেদ,  নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী প্রমুখ।হানসি ক্রনিয়ে, ক্রিকেটের বড় ট্রাজেডি নাকি মস্ত বড় খলনায়ক? ১৩ বছর আগের সেই ঘটনা এলোমেলো করে দিয়েছিল মাঠ ও মাঠের বাইরের শুদ্ধতার প্রতীক হানসি ক্রনিয়ের জীবনটাকে। কেবল তাঁকে কেন, পুরো ক্রিকেটকেও কি আলোড়িত করেনি? চোখ কচলে, কানা খাড়া করে বারবার শুনতে হচ্ছিল—ঘটনা সত্য তো? ঘটনা শতভাগ সত্যই ছিল। কেননা, টেলিফোনে আড়ি পেতে রেকর্ড করা বুকিদের সঙ্গে ক্রনিয়ের কথোপকথন ততক্ষণে বাজারে ছেড়ে দিয়েছিল দিল্লি পুলিশ।ক্রনিয়ের সেই মর্মন্তুদ ঘটনা স্মৃতির কবর থেকে আবারও বের করলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ মার্ক বাউচার। আত্মজীবনী ‘বুচ থ্রু মাই আইজ’ বইয়ে খোলাসা করেছেন ক্রনিয়ের ম্যাচ পাতানোর ঘটনা। বলেছেন, ‘সব সময় সন্দেহ হতো ক্রনিয়ে ম্যাচ পাতানোয় জড়িত ছিল। হাতেনাতে ধরা পড়েছিল এবং সে দোষী ছিল। আজীবন নিষিদ্ধের জন্য নিজেই দায়ী।’বাড়িতে চুরি হলে তবেই গেরস্ত সতর্ক হয়। ক্রনিয়ে ক্রিকেটকে কলুষিত করলেও ক্রিকেট-বিশ্বকে বড় একটা ঘাই মেরেছিলেন বটে। সবাইকে নড়েচড়ে বসতে বাধ্য করেছিলেন। বুচারও তাই মনে করেন, ‘ভবিষ্যতে ক্রিকেট ম্যাচ পাতানোর হুমকি প্রতিরোধে কার্যকর প্রতিষেধক হিসেবে কাজ করবে তাঁর শাস্তি।’স্মৃতিমেদুর বুচার নিজের বইয়ে জানিয়েছেন, ক্রনিয়ে একবার প্রেটোরিয়ায় অনুষ্ঠিত ইংল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত এক টেস্টে শূন্য রানেই ইনিংস ঘোষণা করেছিলেন। ফলে, শেষ দিনে ইংল্যান্ডে প্রয়োজনীয় রান তুলে ম্যাচটা জিতে নিয়েছিল দুই উইকেটে। এতে বেজায় চটেছিল সতীর্থরা। বুচার সেই স্মৃতির ঝাঁপি খুলে দিয়ে বলছেন, ‘সত্যি বলছি, এটি ছিল এক ভয়ংকর ভাবনা। ক্যালিসেরও ধারণা এটি ছিল ভুল সিদ্ধান্ত, ক্লুজনারেরও তা-ই। ড্রেসিংরুমে জুনিয়রদের ভাবনায় ছিল, এ ম্যাচ কখনোই হাতছাড়া হতে পারে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি নিশ্চয় প্রতিপক্ষকে জেতার সুযোগ করে দেবেন না। ফলে রাগের যথেষ্ট কারণ ছিল।’ক্রনিয়ের ম্যাচ পাতানোর ঘটনা যখন চাউর হলো, বাউচার ডারবানের এক হোটেলে পুরো দলকে ডেকেছিলেন। বলেছিলেন, এসব ডাহা মিথ্যা। কিন্তু ওই দিনই সন্ধ্যায় দলের ম্যানেজার গুলাম রাজার ফোন পেয়েছিলেন বাউচার। ম্যানেজার জানিয়েছিলেন, সবকিছু স্বীকার করে ক্রনিয়ে একটি চিঠি লিখেছেন।মানুষকে যুগে যুগে বাঁচিয়ে রাখে তাঁর কর্ম। এ ‘কর্ম’ কাউকে করে সুখ্যাত, কাউকে আবার কুখ্যাত। ক্রনিয়ের কপালে জুটেছে দ্বিতীয়টি। এ কারণেই বোধ হয় ২০০২ সালের জুনে কার্গো বিমান দুর্ঘটনায় জীবননদীর ওপারে চলে যাওয়ার পরও নিস্তার নেই তাঁর। খুঁচিয়ে খুঁচিয়ে বারবার বের করা হয় তাঁর দুষ্কর্মের খতিয়ান।প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড ২০১৪ সালের নববর্ষ উদযাপন করল। ‘ডেইলি মিরর’ জানিয়েছে, অকল্যান্ডের স্কাই টাওয়ারে বর্ণিল আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।অকল্যান্ডবাসী রাস্তায় নেচে-গেয়ে এবং বর্ণিল আতশবাজি প্রত্যক্ষ করে নতুন বছরকে আমন্ত্রণ জানায়। এই সময় সমস্বরে তারা ‘শুভ নববর্ষ’ বলে একে অপরকে শুভ কামনা জানায়। প্রত্যক বছর অকল্যান্ডের স্কাই সিটি ক্যাসিনো নববর্ষের প্রথম ক্ষণটিকে স্মরণীয় করে রাখার জন্য বর্ণিল আতশবাজির আয়োজন করে থাকে।এদিকে দুবাই পৃথিবীর সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে। ডেইলি মিরর জানিয়েছে, দুবাইয়ে ৫৯ কিলোমিটার এলাকার ৪০০ ভিন্ন জায়গায় থেকে চার লাখ ৫০ হাজারের বেশি আতশবাজি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। শতাধিক কম্পিউটারের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করা হবে।
রাজধানীর মহাখালীতে ৪৫ মিনিট ধরে আটকে আছে বাসটি।  ভিড়ের বাসে ঠায় দাঁড়িয়ে আছেন ব্যবসায়ী নজরুল ইসলাম। রাজধানীর বনানী থেকে বাসটিতে উঠেছেন তিনি। গন্তব্য বারডেম হাসপাতাল। সেখানে তাঁর এক নিকটাত্মীয়ের অস্ত্রোপচার চলছে। কিন্তু তিনি আটকে আছেন মহাখালীতেই। উদ্বেগ-উত্কণ্ঠায় বাসের ভিড়ে ঘামতে ঘামতে নজরুল ইসলাম একপর্যায়ে এত যানজটের কারণ জানতে চান পাশের যাত্রীদের কাছে। জানতে পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন। তাই বিকেল পাঁচটার পর জাহাঙ্গীর গেট থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও ফার্মগেট পর্যন্ত রাস্তা বন্ধ। জানতে পেরে বাস থেকে নেমে হেঁটেই হাসপাতালের দিকে রওনা দেন তিনি। নজরুল একা নন। তীব্র যানজট দেখে অনেকেই মহাখালী থেকে হাঁটছিলেন নিজ নিজ গন্তব্যের দিকে। প্রত্যেকের চোখেমুখে একরাশ বিরক্তি। ক্ষুব্ধ নজরুল প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আজকের আগমনে মানুষের যে দুর্ভোগ হয়েছে, তাতে ওনার পাঁচ লাখ ভোট কমবে।’কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের নির্দেশ দেওয়া হয়েছে জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর কার্যালয়-ফার্মগেট পর্যন্ত রাস্তা বন্ধ করে দিতে। তাই নির্দেশমতো বিকেল পাঁচটার পর এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী সাড়ে পাঁচটায় বিমানবন্দরে নামলেও পাঁচটায় কেন রাস্তা বন্ধ করে দেওয়া হলো, এমন প্রশ্নের কোনো উত্তর দেননি ওই পুলিশ কর্মকর্তা।রাজধানীর শাহবাগ-ফার্মগেট-বিজয় সরণি সড়কে যানজট ছিল সবচেয়ে বেশি। কারণ বিজয় সরণি-জাহাঙ্গীর গেট এলাকার রাস্তার দুই ধারে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অবস্থান নেন। ওই সড়কে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় থাকায় যানজট ছড়িয়ে পড়ে মিরপুর-গাবতলী, মহাখালী-মগবাজার, মহাখালী-গুলশান এলাকায়। এসব রাস্তায় ঘণ্টার ঘণ্টা থেমে ছিল গণপরিবহন। আর থেমে থাকা গাড়িতে ক্লান্ত লোকজন দাঁড়িয়ে ছিলেন অসহায়ভাবে।বিকেল চারটার দিকে গুলিস্তান-আবদুল্লাহপুরগামী ৩ নম্বর বাসে ওঠেন বাবর আহমেদ। সন্ধ্যা ছয়টায় তিনি ফার্মগেটে পৌঁছান। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘ভিআইপি এলে অবশ্যই তাঁর হেলিকপ্টার ব্যবহার করা উচিত। ভিআইপির নিরাপত্তার অজুহাতে এভাবে রাস্তা বন্ধ করা ঠিক নয়।’বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী শিরিন আখতার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার বাসায় ছোট্ট একটা বাচ্চা আছে। মহাখালী যাব বলে বিকেল চারটায় পল্টন থেকে বাসে উঠেছি। অথচ বাস এগোচ্ছে শামুকের গতিতে।’বাসটির চালক আনিসুর রহমান বলেন, ‘ভাই, যানজট কমানোর একটাই উপায়, সেইটা হলো ভিআইপিদের হেলিকপ্টারে কইর্যা যাইতে হবে।’রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘খিলক্ষেতে যাব। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে একটি বাস পেয়েছি। কিন্তু বাসটি একটুও এগোচ্ছে না। কাল পরীক্ষা। কী যে করি!’দারিদ্র্য দূরীকরণে অনন্যসাধারণ অবদানের জন্য সম্মানজনক ‘সাউথ সাউথ’ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের পক্ষ থেকে আজ গণসংবর্ধনা দেওয়া হয়। বিশিষ্ট নাগরিকেরা বিকেলে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের প্রশ্নে কোনো আপস হবে না। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন বা সর্বদলীয় সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা ছাড়া কোনো ইলেকশন হবে না।’ খবর বাসসের।আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার ও নাজমুল হক প্রধান, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।সভায় ১৪ দলের মুখপাত্র বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি আন্দোলনের ট্রেন ফেল করেছে। নির্বাচনে না এলে তারা নির্বাচনের ট্রেনও ফেল করবে।নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একবার ডাক দিয়েছি। বারবার ডাক দেওয়া সম্ভব নয়। সংলাপ আমরাও চাই। তবে এখন সংলাপ চাইলে বিরোধী দলকেই আহ্বান জানাতে হবে। এ নিয়ে কোনো হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না।’সভায় হাসানুল হক ইনু বলেন, চক্রান্তকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি-জামায়াত-হেফাজত একসঙ্গে জোট বেঁধে যুদ্ধাপরাধী, তেঁতুল হুজুরদের পক্ষ নিয়েছে। তাদের এই সাম্প্রদায়িক জোট বাংলাদেশের জন্য হুমকি। তাই তাদের মোকাবিলা করা দরকার। এ জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, চিটফান্ডের (স্বল্প সঞ্চয় প্রকল্প) টাকায় তৃণমূল চলবে না। দরকার হলে ভিক্ষার টাকায় দল চালানো হবে ।আজ শুক্রবার বিকেলে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক বর্ধিত সভায় এ কথা বলেন মমতা। এ সময় তিনি বলেন, চাঁদাবাজিও বরদাশত করবে না দল। দল চালাতে হলে কর্মীদের টাকায় চালানো হবে।                 মমতা দলীয় কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘বেশি করে মানুষের কাছে যান। সিপিএমবিরোধী প্রচারে নামুন। দেয়ালে লিখুন ‘‘সিপিএম মানেই বাংলার সর্বনাশ’’।’ এ সময় সিপিএম, কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে তৃণমূল একাই লড়বে বলে ঘোষণা দেন মমতা।বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর গুলশানের বাসভবনে ‘অবরুদ্ধ করে রাখার’ প্রতিবাদে বগুড়ায় কাল বুধবার সকাল ছয়টা থেকে পরশু বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে হরতালের ওই ঘোষণা দেওয়া হয়।জোটের পক্ষ থেকে হরতালের ঘোষণা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা না হলে বগুড়ায় অনির্দিষ্টকালের জন্য লাগাতার হরতালের ডাক দেওয়া হবে বলেও জোটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়ে।এর আগে জেলা ১৮-দলীয় জোটের এক জরুরি সভা থেকে হরতাল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ‘প্রথম আলো’কে জানিয়েছেন।শহরের নওয়াববাড়ি সড়কে অনুষ্ঠিত জেলা ১৮-দলীয় জোটের ওই সমাবেশে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বক্তব্য দেন।জয়নাল আবেদীন জানান, বিরোধীদলীয় নেতা গণতন্ত্র রক্ষায় পতাকা হাতে শান্তিপূর্ণভাবে ঢাকায় ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি দিয়েছিলেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই কর্মসূচিতে ভীত হয়ে বিরোধীদলীয় নেতাকে তাঁর বাসভবনে অবরুদ্ধ করেই ক্ষান্ত হয়নি। পুলিশ দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তার চালাচ্ছে। দলীয় পেটোয়া বাহিনী দিয়ে হাইকোর্ট ও প্রেসক্লাবের মতো  জায়গায় নির্লজ্জ হামলা চালিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বগুড়াবাসী বিরোধীদলীয় নেতার প্রতি সরকারের এই ফ্যাসিস্ট আচরণ মেনে নেবে না।জয়নাল আবেদীন বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ করার প্রতিবাদে আপাতত ৩৬ ঘণ্টার হরতাল চলবে। এরপরও সরকারের বোধোদয় না হলে  বৃহস্পতিবারের পর বগুড়ায় অনির্দিষ্টকালের হরতাল দেওয়া হবে।’এদিকে বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ ও হাইকোর্টে হামলার প্রতিবাদে বগুড়ার আদালত বর্জন করে জেলা জজ আদালত চত্বরে আজ সকাল থেকেই সমাবেশ করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপি-সমর্থিত আইনজীবীরা বক্তব্য দেন।
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলস্টেশনে আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে  সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। ফলে  সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলস্টেশনে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি রাজাপুর রেলস্টেশনে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস আখাউড়া রেলজংশনে আটকা আছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। রেলওয়ের কুমিল্লা অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হক প্রথম আলো ডটকমকে বলেন, আখাউড়া রেল জংশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি সরিয়ে নেয়। পরে ট্রেন চলাচল শুরু হয়।  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণভবনে যাবেন না। এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে, শেখ হাসিনাকেই পায়ে হেঁটে খালেদা জিয়ার কাছে যেতে হবে।আজ বৃহস্পতিবার চট্টগ্রামে ১৮-দলীয় জোটের সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের কাজীর দেউরি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বাংলাদেশে বিক্ষোভ চলছে। জনগণের এ বিক্ষোভ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কার্যকলাপের বিরুদ্ধে। তিনি একতরফাভাবে নির্বাচনের চেষ্টা করছেন। বাংলার জনগণ নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন মানবে না।মীর নাছির বলেন, রাতের খাবার খাওয়ার জন্য খালেদা জিয়া গণভবনে যাবেন না। তিনি ‘ডিনারের’ নেত্রী নন। খালেদা জিয়া জনগণের নেত্রী।সমাবেশে অন্য বক্তারা বলেন, শেখ হাসিনার সঙ্গে টেলিফোন সংলাপে বাংলাদেশের ১৬ কোটি জনগণের মনের কথা বলেছেন খালেদা জিয়া। এ সরকারের পতনের জন্য আন্দোলন জোরদার করা ছাড়া উপায় নেই।সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, নগর জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন প্রমুখ।চলতি সপ্তাহে টানা তিন দিনের হরতালে নিহত লোকজনের গায়েবানা জানাজা কাল শুক্রবার জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।জন্ম তাঁর ছেলে হিসেবে, তবে তিনি এ বিয়ের কনে। আর বর যিনি, জন্মগতভাবে তিনি মেয়ে। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বাও! আর্জেন্টিনায় গত শুক্রবার এমনই বিচিত্র এক বিয়ের ঘটনা ঘটেছে। সে দেশে অন্তঃসত্ত্বা অবস্থায় কোনো বরের বিয়ে করার ঘটনা এটাই প্রথম। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ২০১০ সালে সমলিঙ্গের বিয়ে অনুমোদন করে আর্জেন্টিনা। এর দুই বছর পর দেশটি একটি আইন পাস করে, যাতে করে লিঙ্গ পরিবর্তনকারীরা জাতীয় পরিচয়পত্রে পছন্দমতো লিঙ্গের পরিচয় উল্লেখ করতে পারে।এনডিটিভির এক খবরে বলা হয়, শুক্রবারের আজব বিয়ের বর আলেক্সিস টাবরোডা (২৬) ও কনে কারেন ব্রুসেলারিও (২৮) দুজনই সমলিঙ্গ বিয়ের অধিকার আন্দোলনের কর্মী। তাঁদের বাড়ি উত্তর-পূর্বাঞ্চলীয় ভিক্টোরিয়া শহরে হলেও পরিচয় রাজধানী বুয়েনস এইরেসে আন্দোলন করতে গিয়ে। নতুন এ ঘটনাকে তাঁরা দেখছেন আন্দোলনের পথে আরেকটি বিরাট পদক্ষেপ হিসেবে।টাবরোডা বলেন, ‘এটা খুবই আবেগময় দিন, সত্যি বিশেষ একটি দিন। কেননা, আজ আমাদের একটি স্বপ্ন সত্যি হলো। আমরা আইনগতভাবে বিয়ে করতে পারলাম।’ টাবরোডা ও ব্রুলোরিও জানান, একটি ক্যাথলিক গির্জায় গিয়ে বিয়ে করার ইচ্ছা ছিল তাঁদের। এ জন্য তাঁরা আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী পোপ ফ্রান্সিসকে একটি ই-মেইল বার্তাও পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত সেটির কোনো জবাব আসেনি। টাবরোডা ও ব্রুলোরিওর দাবি, আর্জেন্টিনায় তাঁরাই প্রথম বিবাহিত যুগল, যাঁরা অস্ত্রোপচার না করেই লিঙ্গ পরিবর্তন করেছেন।অন্তঃসত্ত্বা টাবরোডা আগামী ২২ ডিসেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে একটি মেয়েসন্তান জন্ম দেবেন। তবে মাতৃত্বের সহজাত প্রবৃত্তি অনুভব করেন না বলে স্বীকার করেছেন তিনি। অনাগত সন্তানের নাম জেনেসিস অ্যাঞ্জেলিনা রাখতে চান এই দম্পতি।বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে মামলায় আসামি করা হয়েছে তাঁর স্ত্রী নাসরিন খান এবং ছেলে ফয়সাল মোরশেদ খানকে।তাঁরা তিন কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৫৪০ মার্কিন ডলার এবং এক কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৫৮৩ হংকং ডলার মিলিয়ে মোট ৩২১ কোটি সাত লাখ ৫৩ হাজার ৩৫৯ টাকা পাচার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।মামলার এজাহার অনুযায়ী, মোরশেদ খানের প্রতিষ্ঠান ফারইস্ট টেলিকম লিমিটেডের মাধ্যমে মোট ১১টি বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব ব্যবহার করে মোট ৩২১ কোটি সাত লাখ ৫৩ হাজার ৩৫৯ টাকা দেশের বাইরে পাচার করেছেন। এম মোরশেদ খান বিএনপি সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে এসব অর্থ পাচার করেন। দুদক বিভিন্ন ব্যাংকে ফারইস্ট টেলিকমের নামে চারটি এফডি হিসাব, একটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাব, একটি ইউএসডি কারেন্ট হিসাব ও একটি ইউএসডি সেভিংস হিসাব খুঁজে পায়। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এম মোরশেদ খানের নামে একটি ইউএসডি সেভিংস ও একটি হংকং ডলার সেভিংস হিসাব এবং ওই ব্যাংকেই ছেলে ফয়সালের নামে একটি ইউএসডি সেভিংস ও একটি হংকং ডলার সেভিংস হিসেবে এসব অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদের কাছে কয়েকটি জনাকীর্ণ শিয়া এলাকায় লাগাতার বোমা হামলায় আজ সোমবার কমপক্ষে ৪২ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, সদর সিটি নামের ওই এলাকায় যেখানে স্থানীয় শ্রমিকেরা সমবেত হয়েছিলেন, সেখানে আজ সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে। ঘটনাস্থলে দুজন সেনাসহ অন্তত সাতজন প্রাণ হারান।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন একজন শ্রমিক আবু মোহাম্মদ বলেন, ঘটনাস্থলে একটি ব্যক্তিগত গাড়ি এসে দাঁড়ায়। এতে লোকজন গাড়িটি সরিয়ে নেওয়ার কথা বললে চালক জানান, তিনি শিগগিরই গাড়িটি সরিয়ে ফেলবেন। কিন্তু তিনি চলে যাওয়ার কয়েক মিনিট বাদে গাড়িটি বিস্ফোরিত হয়।ওই ঘটনার কিছুক্ষণের মধ্যে বাগদাদের আরও ১৪টি স্থানে গাড়িবোমা বিস্ফোরিত হয়। কারা এসব হামলা চালিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, শিয়াদের ওপর এমন হামলার পেছনে সুন্নিদের হাত আছে। সুন্নিরা শিয়াদের অবিশ্বাসী বলে মনে করে। গত কয়েক বছরে সুন্নিরা শিয়াদের ওপর প্রাণঘাতী হামলার পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।গতকাল রোববার দেশটির কয়েক স্থানে বোমা হামলায় অন্তত ৪০ জন ও গত শুক্রবার বাগদাদের দুটি সুন্নি মসজিদে বোমা হামলায় ছয়জন প্রাণ হারায়।সিরিয়া প্রতিশ্রুতি অনুযায়ী তার সব রাসায়নিক অস্ত্র ও সংশ্লিষ্ট অবকাঠামো পুরোপুরি ধ্বংস করেছে।এক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে রয়টার্স আজ বৃহস্পতিবার বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে সিরিয়া তার রাসায়নিক অস্ত্র উত্পাদনের যন্ত্রপাতি ও সরঞ্জাম বিনষ্ট করে উচ্চাভিলাষী নিরস্ত্রীকরণ কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণ করছে।রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ) জানিয়েছে, তার পরিদর্শকেরা সিরিয়ার ২৩টি রাসায়নিক অস্ত্রভান্ডারের ২১টি পরিদর্শন করেছেন। বাকি দুটি অস্ত্রাগার বিপজ্জনক স্থানে অবস্থিত বলে সেগুলোতে যাওয়া সম্ভব হয়নি। তবে সেগুলো থেকেও অস্ত্র যে ধ্বংস করা হয়েছে, তা নিশ্চিত হয়েছেন পরিদর্শকেরা।পরবর্তী নির্ধারিত তারিখ হলো ১৫ নভেম্বর। ওপিসিডব্লিউ জানায়, এ সময়ের মধ্যে সিরিয়াকে এক হাজার মেট্রিক টনের মতো বিষাক্ত পদার্থ ও প্রভাবক ধ্বংস করতে হবে। এশিয়ার পূর্বাঞ্চলের আকাশে চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের প্রতি এক বিরাট চ্যালেঞ্জ। কয়েক দশক ধরে এ এলাকায় মার্কিন আধিপত্য ছিল প্রশ্নাতীত।চীনের নৌবাহিনীর কর্মকর্তারা বহু বছর ধরে জানিয়ে আসছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিম প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে তাঁরা অস্বস্তিতে ভোগেন। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপ পারসেল ও স্কারবোরও এবং পূর্ব চীন সাগরের জাপানশাসিত দ্বীপগুলোতে চীনের নৌবাহিনীর শক্তিপ্রয়োগ তাই যুক্তরাষ্ট্রকে শঙ্কিত করে তুলছে।এই সম্পর্কে রেনমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শি ইয়নহংয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, বাণিজ্য ও কূটনীতিক ক্ষেত্রে ওয়াশিংটনের কাছে চীনের বিশেষ গুরুত্ব রয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে চীনের ‘কৌশলগত অবস্থানকে’ স্বীকার করতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা কীভাবে চীনকে গ্রহণ করছে, সেটির ওপর নির্ভর করে এ অঞ্চলের ভবিষ্যত্ চীনের উদয় নিয়ে যুক্তরাষ্ট্রকে আরও গভীরভাবে চিন্তা করতে হবে।ওয়াশিংটন এ অবস্থায় গোপন কূটনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গত সপ্তাহের চীনের ঘোষণার পর দেশটির সবচেয়ে কাছের মার্কিন ভূখণ্ড গুয়াম থেকে দুটি বি-৫২ যুদ্ধবিমান আকস্মিকভাবে উড়িয়ে, চীনকে জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য এতে পুরো বিষয়টিতে আরও জটিল হয়ে উঠেছে।কাউকে তোয়াক্কা না করে, নিজের ক্ষমতা দেখাতে বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা করে জাপানের সঙ্গে ছোটখাটো কয়েকটি দ্বীপ নিয়ে চলমান কলহকে আরও বাড়িয়ে তুলেছে চীন।যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তাঁর সফরের সময়ও এ উত্তেজনা জারি থাকবে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২০৩ রান। ৪৮.১ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কান যুবারা।গত ম্যাচের মতো এদিনও নাজমুল হোসেন শান্তর ব্যাট হেসে ওঠে। শান্ত তুলে নেন টুর্নামেন্টে তাঁর টানা দ্বিতীয় অর্ধশতক। তিনি করেন ৬২। এ ছাড়া মোসাদ্দেক হোসেনের ৩২ ও ইয়াসির আলীর ৩৩ রানের সুবাদে বাংলাদেশ ৬ উইকেটে করে ২০৩। উইকেট হাতে থাকতেও কেন এমন মন্থর গতিতে রান উঠল, সে এক প্রশ্ন বটে। বাংলাদেশ ওভার প্রতি তুলেছে ৪.০৬ রান করে।স্কোর বোর্ডে কোন রান যোগ না হতেই শ্রীলঙ্কার ওপেনার সামারাবিক্রামাকে বোল্ড করেন আবু হায়দার। ২৫ রানের মাথায় আরেক ওপেনার ডুমেন্ডুকে রান আউট করে সাজঘরের রাস্তা ধরান জাকির হাসান। এরপরেই উইকেটে দাঁড়িয়ে যান লঙ্কান অনূর্ধ্ব-১৯ অধিনায়ক কুসাল মেন্ডিস ও পেরেরা।মূলত এ দুই লঙ্কান তরুণের কাছেই হেরেছে বাংলাদেশের যুবারা। মেন্ডিস তুলে নেন অসাধারণ এক শতক। ১০০ রান করা মেন্ডিসকে যখন নিহাদুজ্জামান ফেরান, তখনোও কিছুটা সুযোগ ছিল বাংলাদেশের। শ্রীলঙ্কার তখন দরকার ৩৭ বলে ১৬, হাতে উইকেট ৩টি। ১৯৮ রানে ৮ উইকেট যাওয়ার পরও বাংলাদেশের আশায় বসতি। অবশ্য তখনো গলার কাটা হয়ে বিঁধে ছিল পেরেরা। ৬২ রানে অপরাজিত থেকে ৪৮.১ ওভারে বাংলাদেশের জয়ের স্বপ্নকে কবর দিয়ে দুই উইকেটের জয় তুলে তবেই সাজঘরে ফেরেন পেরেরা।প্রথম দুই ম্যাচ জিতেও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে।  
README.md exists but content is empty.
Downloads last month
45