content
stringlengths
40
35k
দীর্ঘ ১৯ ঘণ্টা পর রাজশাহীর বাগমারার গ্রাহকেরা বিদ্যুৎ পেয়েছেন। বিদ্যুতের তারে সমস্যা দেখা দেওয়ায় গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়। শনিবার রাত ১১টায় বিদ্যুৎ চলে যায়। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একরামুল হক জানান, শনিবার রাতে বজ্রপাতে বিদ্যুতের লাইনে ত্রুটি দেখা দেয়। গতকাল সকাল থেকে চেষ্টা চালিয়ে ত্রুটি নিশ্চিত করে তা ঠিক করতে সন্ধ্যা ছয়টা লেগে যায়।  বাগমারা (রাজশাহী) প্রতিনিধিনীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। আট বছর উপজেলা আওয়ামী লীগের কোনো সম্মেলন হয়নি। ইউনিয়নগুলোর ওয়ার্ড কমিটিও গঠন করা হয়নি। এ কারণে বন্ধ রয়েছে সদস্য সংগ্রহ অভিযানও। সেই সঙ্গে নেই কোনো সাংগঠনিক তৎপরতাও।দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকা উপজেলা আওয়ামী লীগ এখন আট বছর আগের কমিটির সভাপতি ও সম্পাদকনির্ভর হয়ে পড়েছে। তবে মাথাচাড়া দিয় উঠছে জামায়াত। ১৯৭০ সালের নির্বাচনের পর থেকে আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তা দলটির হাতছাড়া হয়ে যায়। ওই দুই বছর জামায়াতের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী এই আসনে নির্বাচিত হন। ২০০৮ সালে জাতীয় পার্টি থেকে কাজী ফারুক কাদের এই আসন থেকে নির্বাচিত হন।সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করার কথা স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা বলেন, এখানে ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলেও দীর্ঘ আট-নয় বছরে আর কোনো সম্মেলন হয়নি। তখন আনছার আলী সভাপতি ও সহিদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁরাই এখন পর্যন্ত কোনো রকমে দল চালাচ্ছেন। জলঢাকায় এখন সেভাবে কোনো সাংগঠনিক তৎপরতা নেই। তাঁরা সংগঠনকে গ্রামমুখী করতে পারেননি। এমনকি তাঁরা (সভাপতি-সম্পাদক) সদস্য সংগ্রহ ফরমও আনেন না।অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী বলেন, ‘আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। আমার আগে এখানে আওয়ামী লীগের কমিটিতে যাঁরা ছিলেন, তাঁদের দুর্বলতার কারণে আমরা সাংগঠনিকভাবে পিছিয়েছি। এখন দলের কার্যক্রম সুন্দরভাবে চলছে।’ তিনি আরও বলেন, ২০০৫ সালে এখানে সর্বশেষ সম্মেলন হয়েছে। সদস্য সংগ্রহ বই আনতে এখন টাকা লাগে, এ কারণে আনা হয়নি।আনছার আলী অভিযোগ করেন, বর্তমান সাংসদ এলাকায় থাকেন না। মাঝেমধ্যে এখানে আসেন। তাঁকে ভুল বুঝিয়ে জামায়াতের লোকজন সুবিধা নিচ্ছেন। মহাজোটের বদলে জামায়াতকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন।নীলফামারী জেলায় জামায়াতের বিশেষ কোনো তৎপরতা নেই। কিন্তু জলঢাকা উপজেলায় আওয়ামী লীগের দুর্বলতার পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠছে জামায়াত-শিবির। চলতি বছরের ২ মার্চ উপজেলার রাজার হাট এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সহিংসতা চালানোর চেষ্টা করে জামায়াত-শিবির। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আতিকুর রহমান নামে শিবিরের এক কর্মী নিহত হন। একইভাবে ২৫ অক্টোবর বিকেলে জামায়াত-শিবির লাঠিসোঁটা হাতে নিয়ে জলঢাকায় মিছিল বের করে সহিংসতা শুরু করে। ওই দিন সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মোসলেম উদ্দিন (২৮) নামে শিবিরের আরেক কর্মী নিহত হন।বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা ও বাদুরতলা সংরক্ষিত বনের প্রায় ৫০ হাজার শ্বাসমূলীয় গাছ কেটে বনভূমি দখল করা হয়েছে। এতে বন্য প্রাণীর অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য হুমকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বনরক্ষীরা হামলার ভয়ে দখল-প্রক্রিয়ায় বাধা দেওয়ার সাহস পাচ্ছেন না।পাথরঘাটা বন বিভাগের কর্মকর্তারা জানান, বলেশ্বর নদের তীরবর্তী চরলাঠিমারা ও বাদুরতলা মৌজার তিন হাজার ১৯ একর আয়তনের এই বন দুটিকে ১৯৮৬ সালে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। কেওড়া, গেওয়া, বাইনসহ বিভিন্ন শ্বাসমূলীয় ও অন্যান্য প্রজাতির বৃক্ষের পাশাপাশি কাঁকড়া, কচ্ছপ, মেছোবাঘ, বানর, শূকর প্রভৃতি বন্য প্রাণীসহ প্রায় ৩০ প্রজাতির পাখির অভয়ারণ্য এই বনাঞ্চল।১৯৮৯-৯০ সালে এই বনাঞ্চলের ৪০ একর জমি চর দেখিয়ে বন্দোবস্ত নেয় স্থানীয় ৫৩টি কথিত ভূমিহীন পরিবার। এই ব্যক্তিরা চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় প্রায় ৪০ হাজার গাছ কেটে ১৯ একর জমি দখলে নিয়ে ঘর তোলেন। সে সময় বন বিভাগ দখল-প্রক্রিয়ায় বাধা দিলে দখলদারেরা তাদের ওপর হামলা চালান। এ ঘটনায় গত ২৪ আগস্ট ৫৩ জন দখলদারকে বিবাদী করে বরগুনার সহকারী জেলা জজ আদালতে একটি দেওয়ানি মামলা করা হয়। ২৬ আগস্ট আদালত স্থিতাবস্থা জারি করেন। এরপর দখল-প্রক্রিয়া কিছুদিন বন্ধ থাকলেও আদালতের আদেশ অমান্য করে চলতি মাসের প্রথম দিকে পুনরায় সংরক্ষিত বনের গাছ কেটে জমি দখল শুরু হয়। এ সময় বনের প্রায় ৫০ হাজার গাছ কেটে সাবাড় করা হয়।দখলদারদের দাবি, ১৯৮৯-৯০ সালে তৎকালীন জেলা প্রশাসক হরেন্দ্রনাথ হাওলাদার পদ্মা গ্রামের ৫৩ জন ভূমিহীনের মধ্যে ৪০ একর জমির ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ দেন। এর মধ্যে বিভিন্ন সময় ১৯ একর জমি দখলে নিয়ে তাঁরা বসবাস করছেন। এখন বাকি ২১ একর জমির গাছপালা কেটে দখলে নিয়েছেন।গত বুধবার সরেজমিনে দেখা যায়, নারী ও শিশুরা কেওড়া ও গেওয়াগাছের ডালপালা কেটে আঁটি বেঁধে বাড়ি নিয়ে যাচ্ছে। বনের মধ্যে ঢুকে চোখে পড়ে বিশাল আয়তনের ধানখেত। কেওড়া ও গেওয়াগাছ কেটে এ বছরই এই জমিতে ধানের আবাদ করা হয়েছে। একটু এগোতেই দেখা গেল, ডালপালা ছাঁটাই করা গাছগুলো কাটার প্রস্তুতি নিচ্ছেন ২০-২৫ জন লোক। তা ছাড়া বনভূমির মাটি কেটে সীমানা বাঁধও নির্মাণ করা হচ্ছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান বলেন, শ্বাসমূলীয় বন ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিরোধক হিসেবে জানমালের সুরক্ষা দেয়। এমনিতেই জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ উপকূলীয় অঞ্চল দুর্যোগের ঝুঁকিতে রয়েছে; তার ওপর বিপুলসংখ্যক গাছ কেটে ফেলায় সংরক্ষিত বনের অস্তিত্ব মারাত্মক হুমকিতে পড়বে।চরলাঠিমারা বনের বিট কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ২৫ নভেম্বর সংরক্ষিত বনে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা টহলে গেলে স্থানীয় ৪০-৫০ জন নারী-পুরুষ দা, কুড়াল ও লাঠি নিয়ে ধাওয়া করেন।বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান হাওলাদার বলেন, ‘আমরা কারও সহযোগিতা পাচ্ছি না বলে এই দখল-প্রক্রিয়া রোধ করা যাচ্ছে না। ২৫ নভেম্বর বনরক্ষীরা সেখানে গেলে দখলদারেরা তাঁদের দা, কুড়াল নিয়ে ধাওয়া করেন। ওই দিনই বিষয়টি আদালতকে লিখিতভাবে জানিয়েছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত হোসেন সরকার বলেন, ‘বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়নি। লিখিতভাবে জানানো হলে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’গাজীপুরের টঙ্গী স্টেশন রোড মোড়, চেরাগআলী, টঙ্গী বাজার ও আবদুল্লাহপুর পয়েন্টে গতকাল সোমবার ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সরকার-সমর্থকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী সব রকম যানবাহন চলাচল বন্ধ করে দেন।বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার কর্মী মো. আবু সাইদ টঙ্গী থেকে তাঁর ব্যক্তিগত মোটরসাইকেলে কারওয়ান বাজারে কর্মস্থলের দিকে রওনা হন। সকাল নয়টার দিকে স্টেশন রোড এলাকায় পুলিশ তাঁর গতিরোধ করে। পরিচয়পত্র দেখানোর পরও তাঁকে ফেরত যেতে বলে। এ ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়।
দেড় মাস আগে বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। এখনো ঘোষণার অপেক্ষায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায়।এতে ঘটনার শিকার ও রাষ্ট্রপক্ষের সাক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন মামলার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, রায়ের পর আপিলসহ নানা বিচারিক প্রক্রিয়া আছে। এসব বিচারিক প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লেগে যাবে বলে তাঁরা আশঙ্কা করছেন।গত ১৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। ওই দিন রায় অপেক্ষমাণ (সিএভি) রেখে ট্রাইব্যুনাল বলেন, যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক প্রথম আলোকে বলেন, ‘এটা ঠিক, দেড় মাসেও রায় না হওয়ায় মামলার সাক্ষী ও ভুক্তভোগীসহ অনেকেই উৎকণ্ঠায় আছেন। যত দেরি হচ্ছে, তাঁদের উৎকণ্ঠা ততই বাড়ছে।’এর আগে এই ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মামলার রায় দিতে প্রায় তিন মাস সময় নেন। গত ১৩ জুলাই ওই রায় ঘোষণার সময় অবশ্য ট্রাইব্যুনাল জানিয়েছিলেন, প্রচলিত ফৌজদারি মামলা থেকে ব্যতিক্রমধর্মী এ মামলার বিষয়বস্তু পর্যালোচনা করতে ও রায় সমৃদ্ধ করতে বেশি সময় লেগেছিল।গোলাম আযমের মামলা ছাড়া দুটি ট্রাইব্যুনাল আরও পাঁচটি মামলার রায় দিয়েছেন, যেগুলোর কার্যক্রম শেষ হওয়ার পর রায়ের জন্য গড়ে এক মাস করে সময় লেগেছে। ট্রাইব্যুনাল-১ প্রথম রায় দেন চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ওই মামলার রায় দিতে এক মাস সময় লাগে। ট্রাইব্যুনাল-২ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলার রায় দিয়েছেন বিচারকাজ শেষ হওয়ার ৪০ দিন পর। এ ট্রাইব্যুনালে দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার মামলার রায় এসেছে যথাক্রমে ২৩ ও ১৮ দিনে, দলটির সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের মামলার রায় আসে ২৬ দিনে।এ মামলাগুলোর মধ্যে একমাত্র কাদের মোল্লার মামলাটির আপিল নিষ্পত্তি হয়েছে। ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবনের সাজা বাড়িয়ে কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দেন।বিচারসংশ্লিষ্ট অনেকের মতে, দুই ট্রাইব্যুনালে বিচারাধীন প্রতিটি মামলাই সমান গুরুত্বপূর্ণ হলেও প্রভাবশালী রাজনীতিক হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ওপর মানুষের বিশেষ নজর আছে। প্রায় দেড় বছর ধরে বিচার চলা এ মামলার রায়ের দিকে তাকিয়ে আছেন অনেকে। এর আরেকটি কারণ, এর আগের সবগুলো রায়ই এসেছে জামায়াতের সাবেক বা বর্তমান নেতাদের বিরুদ্ধে। বিএনপির কোনো নেতার বিরুদ্ধে এটা হবে প্রথম রায়।জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম প্রথম আলোকে বলেন, ‘একমাত্র ট্রাইব্যুনালই বলতে পারবেন কবে রায় ঘোষণা করা হবে। তবে এত দিনে রায় ঘোষণা না হওয়ায় মামলার সাক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এমনিতেই রাষ্ট্রপক্ষের সাক্ষী ও ভুক্তভোগীরা প্রতিনিয়ত নানা হুমকি-ধমকির মুখে রয়েছেন।’রাষ্ট্রপক্ষ জানায়, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁদের অনেকেই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের। রায় যা-ই হোক না কেন, সংক্ষুব্ধ দুই পক্ষেরই আপিল করার অধিকার রয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে আপিল করার জন্য এক মাস সময় থাকে। সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মামলাটিও ট্রাইব্যুনাল-২-এ রায়ের অপেক্ষায় রয়েছে। ২২ সেপ্টেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়।মুক্তিযুদ্ধকালে আলবদর নেতা হিসেবে পরিচিত চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটিতেও এ ট্রাইব্যুনালে শেষ পর্যায়ের যুক্তি উপস্থাপন চলছে।কুড়িগ্রামে আজ বৃহস্পতিবার শেষ হতে যাচ্ছে মহাজোট সরকারের প্রতিশ্রুত ন্যাশনাল সার্ভিস কর্মসূচি। মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতি ঘরে অন্তত একজন করে বেকার যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি নামে পরীক্ষামূলক প্রকল্প শুরু হয় ২০১০ সালে।যুব উন্নয়ন অধিদপ্তর জানায়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় কুড়িগ্রামের নয় উপজেলায় চারটি ব্যাচে পর্যায়ক্রমে মোট ২৯ হাজার ৮১৫ জন শিক্ষিত বেকার যুবক-যুবতী অংশ নেন। তিন মাস প্রশিক্ষণ শেষে এঁদের দুই বছর মেয়াদে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ দেওয়া হয়।এর আগে প্রতিটি ব্যাচের প্রশিক্ষণ শেষে ছয় হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হয়। এর মধ্য থেকে দুই হাজার টাকা ব্যক্তিগত সঞ্চয়ের জন্য কেটে মেয়াদ শেষে ৫০ হাজার টাকা ও একটি সনদপত্র দেওয়া হয়। সর্বশেষ চতুর্থ ব্যাচের মেয়াদ শেষ হচ্ছে আজ ৩১ অক্টোবর।সংশ্লিষ্ট বিভাগ আরও জানায়, এ প্রকল্পের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার, শিক্ষা, কৃষি, জননিরাপত্তাসহ মোট ১০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হামিদুর রহমান কুড়িগ্রামে এ কর্মসূচি বাস্তবায়নে আরও যত্নবান হওয়া উচিত ছিল বলে মত প্রকাশ করে বলেন, প্রকল্পটি নানা ত্রুটি-বিচ্যুতি ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে চালাতে হয়েছে।সচেতন নাগরিক কমিটির (টিআইবি) জেলা সভাপতি শাহাবুদ্দিন জানান, মহাজোট সরকারের নির্বাচনী ওয়াদা পূরণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি একটি দুঃসাহসিক পদক্ষেপ ছিল। এ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের কর্মসংস্থানের মেয়াদ শেষে সেই আগের মতোই বেকার হতে হচ্ছে। এতে তাঁদের মধ্যে নতুন করে হতাশার সৃষ্টি হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে জানান, এ কর্মসূচির প্রশিক্ষণ, পরিকল্পনা, বিষয়, প্রশিক্ষক ও প্রকৃত বেকার যুবক চিহ্নিতকরণে প্রশাসনিক ও রাজনৈতিভাবে দলীয়করণ হয়েছে। প্রচুর দুর্নীতি হয়েছে।কুড়িগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘ন্যাশনাল সার্ভিসের কর্মীরা প্রশিক্ষণকালে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আমাদের জনবল কম থাকায় তাঁদের দিয়ে উপকৃত হয়েছি।’কুড়িগ্রাম জেলা তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার বলেন, এ কর্মসূচিতে প্রশিক্ষকদের কাজের মূল্যায়ন হয়নি। ফলে প্রশিক্ষণার্থীরা কতটুকু উপকৃত হয়েছেন, তা প্রশ্নবিদ্ধই থেকে গেছে। তা ছাড়া নানা স্বজনপ্রীতি ও দুর্নীতি হয়েছে। সরকারের সমস্ত উদ্দেশ্য ভেস্তে গেছে বলে দাবি করেন তিনি।কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হামিদুর রহমান জানান, এটা সরকারের একটি ভালো উদ্যোগ ছিল। সঠিকভাবে চালাতে পারলে আরও ভালো ফল পাওয়া যেত।বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, একতরফা নির্বাচনে অংশ নেবে না বাসদ। একতরফা নির্বাচনের আয়োজন বর্তমান রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে। সংকট কাটাতে হলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে টাকার খেলা, পেশিশক্তি, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক প্রচারণামুক্ত অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।বাসদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ৯৬তম বার্ষিকী উপলক্ষে বাসদ জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেটে এক জনসভায় খালেকুজ্জামান এসব কথা বলেন।খালেকুজ্জামান বলেন, বড় দুই দল ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে চর দখলের লড়াইয়ে লিপ্ত রয়েছে। ফলাফলে বোমায়, আগুনে পুড়ে নিরীহ জনগণ মারা যাচ্ছে।জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।চার দিন ধরে সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক ও নৌ-যোগাযোগ বন্ধ। বন্ধ রয়েছে আন্তজেলা বাস চলাচলও। ফলে দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল সোমবার বিকেলে বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে, বরিশাল-ঢাকা নৌপথের সব লঞ্চ নদীর মাঝখানে নোঙর করে রাখা হয়েছে।বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো পরিবহনের গাড়ি চলাচল করছে না। অভ্যন্তরীণ রুটে কিছু অটো ও টেম্পো চলাচল করছে। বরিশাল নৌবন্দরে কথা হয় যাত্রী রোকসানা বেগমের সঙ্গে। তিনি জানান, গত শুক্রবার ঢাকায় যাওয়ার জন্য বাচ্চা ছেলেমেয়ে নিয়ে লঞ্চে উঠেছিলেন। রাত নয়টায় তাঁদের নামিয়ে দেওয়া হয়। তাঁর ধারণা ছিল আজ (সোমবার) লঞ্চ ছাড়বে। তাই পরিবার নিয়ে লঞ্চঘাটে আসেন। তবে পন্টুনে এসে দেখেন ঢাকায় যাওয়ার কোনো লঞ্চ ঘাটে নেই। রাগে-ক্ষোভে তিনি বলেন, ‘খালেদা-হাসিনার রাজনীতির বলি আমরা কেন হচ্ছি। আমরা তো রাজনীতি বুঝি না। আমাদের কেন তারা দুর্ভোগে ফেলছেন?’ রাজাপুরের বাসিন্দা শিমুল বেগম বলেন, ‘আগে অবরোধ-হরতালে লঞ্চ চলাচল করত। কিন্তু এবার দেখলাম লাগাতার লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিন ঘাটে এসে ফিরে যাই। প্রতিদিনই পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগ পোহাই। আমাদের দেখার কেউ নেই।’পটুয়াখালীর মাকসুদা বেগম, বরিশালের লিলি বেগমসহ একাধিক যাত্রী একই কথা বলেন। জানতে চাইলে বরিশালে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাসার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘কবে নাগাদ লঞ্চ চালু হবে, তা বলতে পারছি না।’বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে মো. নাছিরউদ্দিন ও কামরুজ্জামান জানান, ২৯ ডিসেম্বর বিএনপির কর্মসূচির কারণে বাস চলাচল বন্ধ করা হয়। সেদিন থেকে বাস ও লঞ্চঘাটে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। তাঁরা জানান, বিএনপির কর্মসূচি হয়নি।বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়া নিয়ে দুই প্রধান দলের একগুঁয়েমিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত সরকারি দলের কারণে এখন অবরুদ্ধ সাধারণ নাগরিক।
কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে অতি দ্রুত। তা না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে রামু স্মরণে ‘আলোর শরণে কাটুক অন্ধকার’ শীর্ষক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। রামুতে বৌদ্ধবিহার ও বসতির ওপর হামলার এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ এ সভার আয়োজন করে। এ ছাড়া আলোকচিত্র প্রদর্শনী, সংহতি, স্মরণ ও প্রদীপ প্রজ্বালন করা হয় অনুষ্ঠানে।সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সাপের সঙ্গে বসবাস করা যেমন সম্ভব নয়; তেমনি সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গেও বসবাস সম্ভব নয়। রামুর ঘটনা শুধু বৌদ্ধদের ওপরই হামলা নয়, এটি বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করার চেষ্টাও।ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ধর্মের নামে রাজনীতি বন্ধ না করা হলে ধর্মের নামে সংখ্যালঘুদের ওপর হামলার বিচারও হবে না। তিনি নিউইয়র্কে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী নিউইয়র্কে গিয়ে বললেন জামায়াত রাজনৈতিক দল। কিন্তু তিনি ভুলে গেছেন ব্লগার রাজীবকে যখন হত্যা করা হয়, তখন তিনি বলেছেন জামায়াত রাজনৈতিক দল নয়। আমেরিকায় গেলে জামায়াত রাজনৈতিক দল আর বাংলাদেশে থাকলে রাজনৈতিক দল নয়। এভাবে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা যাবে না।’গণমাধ্যমের ওপর হামলা চালানোর উসকানি দেওয়ার অভিযোগে লেখক ও মানবাধিকারকর্মী ফরহাদ মজহারের বিরুদ্ধে গতকাল বুধবার তেজগাঁও থানায় জিডি করেছে পুলিশ। রাত ১০টার পর তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন এ জিডি করেন।পুলিশ জানায়, জিডিতে বলা হয়েছে, বেসরকারি একটি টিভি চ্যানেলে ফরহাদ মজহার গণমাধ্যমের ওপর হামলা হওয়া উচিত বলে যে বক্তব্য দিয়েছেন, তা উসকানিমূলক। পুলিশ মনে করছে, গণমাধ্যমের ওপর হামলা চালাতে ফরহাদ মজহার দুষ্কৃতকারীদের উসকে দিয়েছেন। এতে প্রভাবিত হয়ে দুষ্কৃতকারীরা সাংবাদিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর বোমা বা ককটেল হামলা চালাচ্ছে।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আদালতের অনুমতি নিয়ে পুলিশ এই জিডির তদন্ত করবে। তদন্ত শেষে ব্যবস্থা নেবে পুলিশ।গত রোববার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে ফরহাদ মজহার বলেছিলেন, সাংবাদিকেরা গণতন্ত্রের পথে অন্তরায়। এ কারণে সাংবাদিকদের ওপর বোমা বা ককটেল মারা উচিত।পণ্য আমদানি-রপ্তানিতে অতিরিক্ত মাশুল আদায়ের প্রতিবাদে আগরতলার ব্যবসায়ীরা আবারও অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এ কারণে আজ শনিবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া গতকাল এ তথ্য জানিয়েছেন।বাংলাদেশ-ভারত সীমান্তে আগরতলায় প্রথম সমন্বিত স্থলবন্দর উদ্বোধন করা হয় ১৭ নভেম্বর। উদ্বোধনের পর থেকে শুল্ক বৃদ্ধির প্রতিবাদে আগরতলার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখেন। তিন দিন পর ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর আশ্বাসে ব্যবসায়ীরা শর্ত দিয়ে সাত দিনের জন্য আমদানি-রপ্তানি শুরু করেন। দাবি আদায় না হওয়ায় আগরতলার ব্যবসায়ীরা আবারও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক হামিদুর রহমান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি ব্যবসায়ীরা আগে থেকে জানেন। তাই বন্দরে পণ্যবাহী ট্রাক আটকে নেই।রাজপথ, রেলপথ ও নৌপথে অবস্থান কর্মসূচির কারণে চট্টগ্রাম থেকে গতকাল সোমবার ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী একটি ট্রেন সকালে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করেছে। চট্টগ্রামের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ স্বাভাবিক ছিল।১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কার্যত পণ্ড হয়ে যাওয়ায় সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অবস্থান কর্মসূচির ডাক দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন। ঢাকা থেকে রোববার রাতে এই কর্মসূচি ঘোষণা করলেও স্থানীয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের কোনো নেতা-কর্মীকে গতকাল রাজপথে নামতে দেখা যায়নি।দূরপাল্লার বাস কম চলাচলের কারণ ব্যাখ্যা করে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘এত দিন খালেদা জিয়ার জ্বালাও-পোড়াও রাজনীতির কারণে আমরা কোণঠাসা ছিলাম। এখন সরকার আমাদের গাড়ি রিকুইজিশন শুরু করেছে। এ কারণে অনেক মালিক ভয়ে রাস্তায় গাড়ি নামতে দিচ্ছে না।’ঢাকা যেতে চট্টগ্রামের গরীবুল্লাহ শাহ মাজারের বাস কাউন্টারে এসেছিলেন আলী এরশাদ। তিনি বলেন, ‘কাউন্টারে এসে দেখি কোনো বাস যাচ্ছে না। তাই ফিরে যাচ্ছি।’
বগুড়ার দুপচাঁচিয়ায় তালোড়া গাড়িবেলঘরিয়া গ্রামের এক মাংস বিক্রেতার বাড়ির গ্রিল কেটে ও ঘরের দরজা ভেঙে একটি মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে গেছে চোরেরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ভোররাতে সেকেন্দার আলী তাঁর ঘর থেকে বের হওয়ার পর দেখতে পান, বারান্দার গ্রিল কাটা এবং বসার ঘরের দরজা ভাঙা। বাইসাইকেল ও মোটরসাইকেল নেই। বিষয়টি তিনি দুপচাঁচিয়া থানার পুলিশকে জানিয়েছেন।  দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিজিনগতভাবে রূপান্তরিত বা বিটি বেগুন চাষের অনুমোদন দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বেগুন চাষের চূড়ান্ত অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার জীবনিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির সভায় জিনগতভাবে রূপান্তরিত এ বেগুন চাষের অনুমোদনের বিষয়টি আলোচনা হয়।২০০৬ সাল থেকে শুরু হওয়া গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর ২১ অক্টোবর জীবনিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির অনুমোদনের জন্য বেগুনের এ জাতটি উত্থাপন করা হয়। বেগুনটির উদ্ভাবক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পক্ষ থেকে দাবি করা হয়, এ জাত বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধে সক্ষম।যুক্তরাষ্ট্রের বীজ কোম্পানি সিনজেন্টা ও ভারতের মহারাষ্ট্রভিত্তিক বীজ কোম্পানি মাহিকোর কারিগরি সহায়তায় এবং যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় বেগুনের এ জাতটি উদ্ভাবন করা হয়েছে।তবে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিটি বেগুনকে জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে এর অনুমোদন না দেওয়ার দাবি জানানো হচ্ছিল। বেসরকারি সংস্থা নয়া কৃষি আন্দোলনের পক্ষে ফরিদা আখতার ও শিশুকের পক্ষে সৈকত মিল্লাত মোর্শেদ বিটি বেগুন নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে আবেদন করেন। গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট ওই আবেদন খারিজ করেন।সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম নগরের চকবাজার থানার একটি মামলায় গতকাল শুক্রবার বিকেলে মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।মীর নাছিরের আইনজীবী দুই মামলায় জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। অপর দিকে নগরের কোতোয়ালি থানার একটি মামলায় আগামী ৩ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার শর্তে মীর নাছিরের জামিন মঞ্জুর করেন।এদিকে মীর নাছিরকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপি-সমর্থক আইনজীবী ও নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পুরো আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। সন্ধ্যায় প্রিজন ভ্যানে করে কড়া পুলিশি পাহারায় মীর নাছিরকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তাঁর সমর্থকেরা কারাগারের সামনেও তাঁর মুক্তি দাবি করে স্লোগান দিতে থাকেন। মীর নাছিরের আইনজীবী আবদুস সাত্তার বলেন, ‘রাজনৈতিভাবে হয়রানি করতে দুটি মামলায় মীর নাছিরকে জড়ানো হয়েছে। আদালত একটিতে জামিন দিলেও অপরটিতে জামিন মঞ্জুর করেননি।’ বৃহস্পতিবার রাত নয়টায় চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মীর নাছিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চকবাজার ও কোতোয়ালি থানার দুটি মামলায় মীর নাছিরকে আদালতে পাঠানো হয়।গোপালগঞ্জ জেলার নামবদলের হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার রাজধানীর শাহবাগে খালেদা জিয়ার কুশপুত্তলিকা দাহ করেছেন গোপালগঞ্জবাসী। গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে কয়েক শ বিক্ষুব্ধ গোপালগঞ্জবাসী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানাতে ঝাড়ু নিয়ে জড়ো হন। তাঁরা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, শুধু গোপালগঞ্জ নয়, খালেদা জিয়া এ দেশেরই নাম বদলানোর পাঁয়তারা করছেন। তিনি দেশকে পাকিস্তান বানাতে চান। তাঁর এ বক্তব্য গ্রহণযোগ্য নয়। বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে খালেদা জিয়াকে অবাঞ্ছিত ও প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি।সমাবেশে অন্যদের মধ্যে সমাবেশের সমন্বয়ক মোল্ল্যা মোহাম্মদ আবু কাওছার, কাজী আকরাম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার দেশে ফিরবেন। বিকেল পাঁচটা ৪৫ মিনিটে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।দারিদ্র্য দূরীকরণে অনন্য সাধারণ অবদানের জন্য শেখ হাসিনা সম্মানজনক সাউথ সাউথ পুরস্কার লাভ করায় তাঁকে বিমানবন্দরে আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হবে। দেশের বিশিষ্ট নাগরিকেরা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। তিনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দর এলাকায় বিপুল লোক সমাগম করার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এরপর ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলের নেতা-কর্মী-সমর্থকেরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন।দুই বাম দলের নেতারা আরও দুটি জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার বিষয়ে আদালত যে পরামর্শ দিয়েছেন, তা বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নেতাদের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা এই আহ্বান জানান।বৈঠকে বিএনপি, সিপিবি ও বাসদ সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হয়েছে। রাত পৌনে আটটায় শুরু হয়ে বৈঠক প্রায় রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে।পরে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিপিবি-বাসদের সব প্রস্তাবে তাঁর দলের নেতা একমত না হলেও সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচনের ব্যাপারে একমত হন।সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানও বক্তৃতা করেন। মুজাহিদুল ইসলাম জানান, দুই বাম দলের পক্ষ থেকে বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। দেশের মঙ্গলের কথা ভেবে আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক ইস্যুতে ছাড় দিতে হবে। কে কাকে ফোন করবেন, সেই প্রটোকল নিয়ে চিন্তিত না হয়ে সংকট সমাধানে দুই পক্ষকেই আন্তরিক হতে হবে।খালেকুজ্জামান বলেন, নির্বাচন না হলে দেশ গভীর খাদে পড়ে যাবে। তাই দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি হচ্ছে। এমন কিছু হলে প্রধান দুই রাজনৈতিক দলই দায়ী থাকবে। কারণ তারাই দেশেরবেশিসংখ্যক জনগণের প্রতিনিধিত্ব করছে।দুই বাম দলের পক্ষ থেকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের নিন্দা জানানো হয়।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি ও মঈন খান; সিপিবির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ, উপদেষ্টা মনজুরুল আহসান খান, হায়দার আকবর খান রনো, বাসদের রাজেকুজ্জামান, বজলুর রশীদ প্রমুখ।জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, সরকার জনগণের আন্দোলন বানচাল করার জন্য সন্ত্রাসীদের দিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারদলীয় সন্ত্রাসীরা বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিকদের ওপর হামলা ও বাসে নাশকতা চালিয়ে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এসব অভিযোগ করেন। শফিকুর রহমান জামিনে গত সপ্তাহে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গতকাল আবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান। এই পদে দায়িত্ব পালনকালে গত বছরের ডিসেম্বরে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এরপর ওই দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম খান।বিবৃতিতে শফিকুর রহমান গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে শিশুপার্কের সামনে বাসে পেট্রলবোমা হামলার প্রতিবাদ জানান। তিনি একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। ওই ঘটনায় ১৯ জন যাত্রী দগ্ধ হন।বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।সালমান খুরশিদ দ্য হিন্দু পত্রিকাকে বলেন, ‘আমরা তৃতীয় কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা বলতে আগ্রহী নই। কিন্তু কিছু অভ্যন্তরীণ প্রতিষ্ঠানকে ঘিরে বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড বিচার-বিশ্লেষণে তাদের (ওয়াশিংটনের) দৃষ্টিভঙ্গি নিশ্চিতভাবে আমাদের (দিল্লির) থেকে ভিন্ন। ওয়াশিংটনে থাকার সময় আমি এটা লক্ষ করেছিলাম।’ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মতপার্থক্য কমানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে কাজ করছে।সালমান খুরশিদ বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক হবে। তিনি বলেন, ‘ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের চেয়ে ভারত বাংলাদেশের বেশি কাছে। সুতরাং, এ অঞ্চল ও মানুষের অনুভূতি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।’বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে প্রধান বিরোধী দল বর্জন করার পর থেকে দেশের অভ্যন্তরে সহিংসতার পরিমাণ বেড়ে গেছে। তা ছাড়া জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর এবং বাকি নেতাদের মামলার রায়ের পর সহিংসতা বেড়েছে।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব করলেও প্রধান বিরোধী দলের নেত্রী তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সম্পর্কে সালমান খুরশিদ বলেন, বাংলাদেশের অবস্থান অবশ্যই অত্যন্ত নাজুক ও অস্থির। সরকার ও প্রধান বিরোধী দল কীভাবে নির্বাচনপ্রক্রিয়া এগিয়ে নেবে, সে ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে পারছে না।বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক জটিলতা নিয়ে ভারত বিশেষভাবে উদ্বিগ্ন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্রের নির্বাচনে যা-ই ঘটুক, আমরা কারও পক্ষ নিতে পারি না। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে এবং এই প্রক্রিয়া নস্যাৎকারী সহিংসতাকে প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীর প্রত্যেককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউএনও এ কে এম সরোয়ার জাহান শনিবার রাতে তাঁদের ওই সাজা দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন শেরপুর পৌর শহরের শ্রীরামপুরপাড়ার সুজা কুমার, পোদ্দারপাড়ার ফারুক হোসেন ও শেরুয়া দহপাড়া গ্রামের দুলাল শেখ। গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। শেরপুর থানার উপপরিদর্শক বুলবুল ইসলাম বলেন, ওই তিনজনকে গাঁজা সেবনকালে আটক করা হয়।  শেরপুর (বগুড়া) প্রতিনিধিদিনাজপুরের ফুলবাড়ীতে মোর্শেদা বেগম (২৩) নামের এক স্কুলশিক্ষিকা তাঁর স্বামীর নামে অপহরণ মামলা করেছেন। স্বামী মাহাবুর রহমানকে (২৫) তালাক দেওয়ার পরও বিদ্যালয় থেকে জোর করে তুলে বাড়িতে নেওয়ার অপরাধে গত রোববার রাতে স্বামীর বিরুদ্ধে তিনি মামলা করেন।মোর্শেদা বেগম উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুশলপুর গ্রামের মৃত মহিউদ্দীনের মেয়ে এবং ওই ইউনিয়নের সূচনীচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মাহাবুর রহমান একই ইউনিয়নের ভবনচুর গ্রামের জসিম উদ্দীনের ছেলে।লিখিত এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালে জয়পুরহাট সরকারি কলেজে পড়া অবস্থায় মাহাবুরের সঙ্গে মোর্শেদার পরিচয় হয়। পরে ২০১২ সালের ১০ মে ভয়ভীতি দেখিয়ে প্রথমে জয়পুরহাট আদালতে ও পরে এক কাজির বাড়িতে নিয়ে মোর্শেদাকে বিয়ে করেন মাহাবুর। এরপর মোর্শেদা ২০১৩ সালে বিদ্যালয়ে যোগদান করেন। ২৪ অক্টোবর মোর্শেদা আদালতে একতরফাভাবে মাহাবুরকে তালাক দেন।এদিকে বিদ্যালয় সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে মাহাবুর ও তাঁর সহযোগী রুহুল আমীন (৪২) মোটরসাইকেল নিয়ে সূচনীচড়া বিদ্যালয়ে হাজির হন। একপর্যায়ে মোর্শেদাকে জোর করে মোটরসাইকেলে তুলে মাহাবুর নিজের বাড়িতে নিয়ে যান। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ওই শিক্ষিকাকে উদ্ধার করে বিদ্যালয়ে পৌঁছে দেন। এ বিষয়ে অভিযুক্ত মাহাবুর মুঠোফোনে বলেন, ‘অপহরণ নয়, স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলাম। বিয়ের কাবিননামাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র আছে আমার কাছে। চাকরিতে যোগদানের পর আমার ওপর থেকে তাঁর আগ্রহ কমতে থাকে। ২৫ অক্টোবর মোর্শেদা মুঠোফোনে আমাকে একতরফাভাবে তালাকের বিষয়টি জানায়।’থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস মহন্ত বলেন, নিজের স্ত্রী হলেও বিদ্যালয় থেকে এভাবে তুলে আনা অন্যায়।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা আর কোনো ত্বকী, সিয়াম, ইমনকে হারাতে চাই না। কিন্তু দুঃখের বিষয়, নারায়ণগঞ্জের একজন সাংসদ (নাসিম ওসমানকে ইঙ্গিত করে) ত্বকী হত্যাকাণ্ড সম্পর্কে বলেছেন, তাঁরা হত্যা করলে নাকি লাশ কেটে টুকরা টুকরা করে মাছকে খাইয়ে দিতেন। তাই নারায়ণগঞ্জের সব নারীকে তাঁদের মতো সন্ত্রাসীর গডফাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে স্বাধীনতা চত্বরে গতকাল শুক্রবার বিকেলে ‘নারীর জন্য শহর হোক নিরাপদ ও সহিংসতামুক্ত’ শীর্ষক নগর মেলা উদ্বোধনের পর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইভী এসব কথা বলেন।সেলিনা হায়াৎ আইভী বলেন, নারীকে একাই সব ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কেউ নারীর জন্য সাহায্য নিয়ে এগিয়ে আসবে না। তবে একবার রুখে দাঁড়ালে একসময় দেখা যাবে সাহায্য নিয়ে অনেকেই এগিয়ে আসছে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পপুলেশন সার্ভিসেস ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়। মেলায় ১২টি স্টল রয়েছে। স্টলগুলোতে শহরের বিভিন্ন নারী সংগঠন তাদের কর্মীদের তৈরি করা নানা ধরনের হস্তশিল্প প্রদর্শন করে।মেয়র আইভী আরও বলেন, নারীর প্রতি যে ধরনের সহিংসতা হচ্ছে, তাতে নারী যতটুকু এগিয়েছে, তার চেয়ে বেশি পিছিয়ে যাচ্ছে। তা ছাড়া সরকারের পক্ষ থেকেও নারীদের স্বাবলম্বী করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। আর যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, তাহলে সেগুলো ঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না। নারীকে স্বাবলম্বী করে তুলতে যতটুকু কাজ হচ্ছে, তা বিভিন্ন এনজিওর মাধ্যমে হচ্ছে।পিএসটিসির নির্বাহী পরিচালক এফ এম মোস্তাকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি ফারাহ্ কবির, বাসসের উপপ্রধান বার্তা সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, অ্যাকশন এইডের পরিচালক মালিহা চৌধুরী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, সিটি করপোরেশনের কাউন্সিলর কামরুল হাসান, খোদেজা খানম, রেজওয়ানা হক, শারমিন হাবিব, মিনু আরা বেগম প্রমুখ।খুলনার অভ্যন্তরীণ রুটগুলোতে স্বল্পসংখ্যক বাস চলাচল করলেও দূরপাল্লার যানবাহন পুরোপুরি বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অন্যদিকে বিরোধী জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির কারণে খুলনা নগরে থমথমে ভাব বিরাজ করছে।নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জনসাধারণের চলাচল কম। অল্পসংখ্যক রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। নগরের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। র‌্যাব, পুলিশ ও বিজিবির টহল চলছে। নগরের কোথাও ১৪ ও ১৮ দলের কোনো কর্মসূচিও দেখা যায়নি।পিটিআই মোড় এলাকায় ইজিবাইকের জন্য অপেক্ষা করছিলেন নগরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা কামরুল শেখ। তিনি বলেন, অন্য দিন হলে ইজিবাইকের চালকেরা টানাটানি শুরু করে দিতেন, আজ পাওয়াই যাচ্ছে না। সবাই খুব ভয়ে আছে কখন কী হয়। একটি গুরুত্বপূর্ণ কাজ আছে বলে বের হয়েছি, তা না হলে বের হতাম না।’রূপসা ও সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা ও কাউন্টারগুলোতে ঘুরে দেখা গেছে, অনেক যাত্রী কাউন্টারে বসে আছেন। আবার অনেকে বিকল্প ব্যবস্থা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে নছিমন, করিমন, আলমসাধু, ইজিবাইক ও মাহিন্দ্রতে করে যাওয়ার চেষ্টা করছেন।সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছিলেন সাইমা খানম। তিনি বলেন, ‘মা খুব অসুস্থ, তাঁকে দেখতে যাব পিরোজপুরে। এই বাচ্ছা আর ব্যাগ নিয়ে বড় বিপদে পড়েছি। বাস বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ইজিবাইকে যেতে হচ্ছে। কিন্তু ভয় হচ্ছে, আমাদের লাশ না বাড়ি পৌঁছায়! এভাবে একটি স্বাধীন দেশে বেঁচে থাকা যায় না।’রূপসা-পিরোজপুর রুটের বাসচালক মো. শফিকুল বলেন, ‘ভাই, বাস ছাড়ার কোনো উপায় নেই। এক দিকি সরকারি দল, অন্য দিকি বিরোধী দল। গাড়ির সাথে জান (জীবন) হারানো ভয়ে গাড়ি চালাচ্ছি নে।’খুলনা আন্তজেলা বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আজ সকাল থেকে দু-একটি বাস বাগেরহাটে গেছে। বাস্তায় যাত্রী না থাকায় এই অবস্থা।
জাপানের প্যানাসনিক ওপেনে ২৭তম হয়েছেন সিদ্দিকুর। কাল শেষ রাউন্ডে পারের সমান ৭১ শট খেলা বাংলাদেশের গলফার সব মিলিয়ে পারের চেয়ে ৩ শট বেশি খেলেছেন। শেষ দিনে দুটি করে বার্ডি ও বগি করা সিদ্দিকুর প্রাইজমানি পেয়েছেন প্রায় ১০ হাজার ডলার। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ। তিনি বলেন, সর্বদলীয় সরকার গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনও আচরণবিধি তৈরির কাজ শুরু করেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে।গতকাল বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত এক সমাবেশে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।খালেদা জিয়াকে সংবিধান পড়ার আহ্বান জানিয়ে তোফায়েল বলেন, ‘আপনি না বুঝে বলেছিলেন ২৭ অক্টোবরের পর সরকার অবৈধ হয়ে যাবে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারও থাকবে, সংসদও থাকবে।’ তিনি বলেন, বিএনপি শর্তহীনভাবে উদ্যোগ নিলে সংলাপ হতে পারে।কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ এ কে এম রহমত আলী, দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ।১০ নভেম্বর থেকে মনোনয়ন বাছাই: আগামী ১০ নভেম্বর থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিডিয়া সেন্টার, ওয়েবসাইট ও ক্যানটিন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।ঢাকার কেরানীগঞ্জের মাদ্রাসাছাত্র মো. হীরা ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ব্যবসায়ী শাহীন মিয়া হত্যা মামলার দুই তদন্ত কর্মকর্তা (আইও) মামলা তুলে নিতে দুই বাদীকে চাপ দিচ্ছেন। গতকাল শুক্রবার কেরানীগঞ্জে মানববন্ধন ও সোনারগাঁয়ে সংবাদ সম্মেলনের সময় নিহত দুজনের দুই বাবা ওই অভিযোগ করেন।হীরার (১১) খুনিদের ফাঁসির দাবিতে গতকাল বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় আয়োজিত মানববন্ধনে হীরার পরিবারের সদস্য ছাড়াও শতাধিক নারী-পুরুষ অংশ নেন।হীরার বাবা বোরহান মোড়ল বলেন, ‘আমার ছেলের হত্যা মামলা তুলে নিতে বিভিন্নভাবে আসামিদের লোকজন হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। মামলার আইও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সরকার মামলা প্রত্যাহারের জন্য আমাদের একাধিকবার থানায় ডেকে নিয়ে সাদা কাগজে সই নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমরা সই দেই নাই।’এ ব্যাপারে এসআই হানিফ বলেন, ‘মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য হীরার বাবা-মাকে ডেকে এনেছিলাম। সাদা কাগজে সই নেওয়ার চেষ্টার অভিযোগ সত্য নয়।’হীরা দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানী এলাকার জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল আকরাম মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়ত। ১৪ নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসার অধ্যক্ষের ব্যক্তিগত শৌচাগারে হীরার লাশ পাওয়া যায়। হীরা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ওই দিনই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদকে পুলিশে দেওয়া হয়। পরে তাঁকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন হীরার খালা কোহিনূর বেগম। এরপর আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেয় পুলিশ।এদিকে গতকাল সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহত শাহীনের (৩১) বাবা ও মামলার বাদী আবুল হাসেম বলেন, গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার মীরেরটেক বাজারে তাঁর ছেলে শাহীনের মালিকানাধীন প্রিন্স স্টুডিওতে ঢুকে প্রকাশ্যে ছুরি দিয়ে শাহীনকে জবাই করে হত্যা করেন এলাকার মাসুদ রানা ও আতাউর রহমান। পরদিন তিনি মাসুদ ও আতাউরকে আসামি করে হত্যা মামলা করেন। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার এসআই আজিজুল হক ওই দুই আসামির কাছ থেকে ঘুষ নিয়ে কাউকে গ্রেপ্তার করেননি। অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এসআই আজিজুল আসামিদের পক্ষ নিয়ে মামলা তুলে নিতে তাঁকে বিভিন্ন সময় হুমকি দেন। গত সপ্তাহে আতাউর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তাঁকে হুমকি দিয়ে বলেন, মামলা না তুললে শাহীনের মতো তাঁকে ও তাঁর ছোট ছেলে জুয়েলকে হত্যা করা হবে। এ বিষয়ে গতকাল তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।অভিযোগের ব্যাপারে এসআই আজিজুল বলেন, ‘আসামিদের সঙ্গে আমার কোনো ঘুষের লেনদেন হয়নি। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।’চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিএনপি কর্মী সালাউদ্দীনকে আটক করেছে র‌্যাব। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার রাতে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা জাসদ ও আওয়ামী লীগ নেতার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনার পর রাতে আওয়ামী লীগের এক নেতার দোকান থেকে অগ্নিদগ্ধ একটি লাশ উদ্ধার করা হয়েছে।র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা মেজর সাইফ জানান, গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে সালাউদ্দীনকে আটক করা হয়। তিনি জানান, সালাউদ্দীন শিবগঞ্জের বিএনপির ক্যাডার এবং তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ঘটানোর অভিযোগ রয়েছে। এলাকার অনেকে জানান, সালাউদ্দীন ছাত্রদল করতেন। সে সময় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। তখন তাঁকে গ্রেপ্তারও করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সালাউদ্দীনকে আটকের প্রতিবাদে বিএনপির কর্মীরা শিবগঞ্জ বাজারে উপজেলা জাসদের সভাপতি আবু বাক্কারের দোকানে ভাঙচুর ও আওয়ামী লীগ নেতা এনামুল হকের দোকানে হামলা ও অগ্নিসংযোগ করেন। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি দল।পরে রাত ১১টার দিকে এনামুলের দোকান থেকে অগ্নিদগ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ধারণা করা হচ্ছে, লাশটি এনামুলের। দোকানে আগুন দেওয়ার পর থেকে তাঁকে পাওয়া যায়নি।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান হামলা ও আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাজাহান মিয়া বলেন, সালাউদ্দীন বিএনপির কর্মী। তাঁর গ্রেপ্তারের কারণে সাধারণ ভোটার বা সমর্থকেরা হয়তো ওই ঘটনা ঘটাতে পারেন।
আজ সোমবার কিশোর আলোর প্রকাশনা উৎসব। বিকেল চারটায় কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে এ উপলক্ষে শিশু-কিশোরদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। মাসিক পত্রিকা কিশোর আলো (কিআ) প্রথম আলোর সহযোগী প্রকাশনা হিসেবে কাল মঙ্গলবার বাজারে যাচ্ছে।আজকের অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ফরিদুর রেজা সাগর, ফেরদৌস ওয়াহিদ, জুয়েল আইচ, আফজাল হোসেন,আহসান হাবীব, মাহমুদুজ্জামানবাবু, মুসা ইব্রাহীম, হাবিবুল বাশার, নাসির হোসেন প্রমুখউপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।মিলনায়তনে আসন খালি থাকা সাপেক্ষে শিশু-কিশোর ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত।উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের উদ্যোগে সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার শহরের বাসুনিয়াপট্টি এলাকায় সংগঠনটির দিনাজপুর কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনাজপুর উদীচীর সভাপতি আসাদুল্লাহ সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি রেজাউর রহমান, মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মারূফা বেগম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক জলিল আহমেদ, শিক্ষক মো. সফিকুল ইসলাম প্রমুখ।  দিনাজপুর অফিসঢাকার নবাবগঞ্জ উপজেলার খতিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে একটি পরিবারের তিনজনকে আহত করা হয়েছে। আহত আবদুর রাজ্জাক (৫৫), তাঁর স্ত্রী আসমা বেগম (৫২) ও মেয়ে রোজিনা আক্তারকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী মিনাজ উদ্দিনের পরিবারের ১২-১৫ জন সদস্য লাঠিসোঁটা দিয়ে তাঁদের পেটান বলে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানার উপপরিদর্শক মন্তোষ পালজানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিরাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি মেস থেকে গত রোববার গভীর রাতে ২০৭টি ককটেল, আধা কেজি গানপাউডার-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে রাজশাহীর বিনোদপুর থেকে অর্ধশত ককটেল ও পাঁচ কেজি গানপাউডার উদ্ধার করেছে যৌথ বাহিনী।পুলিশ জানায়, মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন এরশাদুজ্জামান (৩৮), সিরাজুল ইসলাম (৪০) ও মো. নান্নু (৪২)। তাঁদের কাছ থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ব্যানার, ফেস্টুন, পতাকা ও বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়েছে।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গতকাল সোমবার জানান, শুক্রবার মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযানে শিবিরের কর্মী সাজিদ গ্রেপ্তার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল তৈরির কয়েকটি কারখানার সন্ধান পায় পুলিশ। এরই অংশ হিসেবে রোববার রাত ১২টার দিকে রাজিয়া সুলতানা রোডের একটি মেসে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। মেসটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা বোমা-ককটেল বানিয়ে আসছিলেন। তাঁদের কাছ থেকে যে পরিমাণ গানপাউডার উদ্ধার হয়েছে, তা দিয়ে অন্তত ৬০টি বোমা বানানো সম্ভব।মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন বলেন, ওই মেস থেকে মোট ২০৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের ওই ককটেলগুলো অনেক শক্তিশালী। এগুলোতে গানপাউডার, কাচের গুঁড়া ও লোহার ছোট বল ব্যবহার করা হয়েছে। তিনি জানান, ওই মেসে মোট নয়জন থাকেন। তাঁরা তিনজনকে ধরেছেন। বাকিদের ধরার চেষ্টা চলছে। ওই তিনজনের বিরুদ্ধে গতকাল মামলা করেছে পুলিশ।রাজশাহী: যৌথ বাহিনীর সূত্র জানায়, রাজশাহী নগরের বিনোদপুরে ইটের দেয়ালঘেরা একটি জায়গায় শিবিরের কর্মীরা অস্ত্রশস্ত্র জমা রাখেন—এমন খবরের ভিত্তিতে রোববার দিবাগত রাত তিনটার দিকে যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়ে দুটি ব্যাগ পায়। এর একটিতে ৪৫টি ককটেল ও অপরটিতে পাঁচ কেজি গানপাউডার ছিল। পরে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।নগরের মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, বিনোদপুরের আগে যৌথ বাহিনী ডাঁশমারী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মহানগর বিএনপির সহসভাপতি ও ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলীকে আটক করা হয়। তিনি তাঁর বাড়ির পাশে আত্মীয়র বাসায় লুকিয়ে ছিলেন।মনিরুল জানান, শাহজাহান আলী সম্প্রতি বোমা মেরে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা ও পুলিশের ওপর হামলার অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ ছাড়া রোববার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকা থেকে চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।
আইপিএলে স্পট ফিক্সিংয়ে সন্দেহভাজনদের একজন আসাদ রউফ। মুম্বাই পুলিশের অভিযোগপত্রে আছে পাকিস্তানি আম্পায়ার। সে জন্যই মুম্বাইয়ের ত্রিসীমানাতেও যাচ্ছেন না। মুখে তো আর সেটা স্বীকার করা যায় না। শুধু বলেছেন, ‘ভারতের আদালতের ওপর আমার পূর্ণ আস্থা আছে। কিন্তু মুম্বাই পুলিশের ওপর নেই। এখনকার পরিস্থিতিতে ভারতে যাওয়ার মতো অবস্থা নেই আমার।’ রউফের ব্যাগ থেকে দামি ঘড়িসহ বেশ কিছু জিনিস জব্দ করেছিল মুম্বাই পুলিশ। তাদের সন্দেহ, এটা জুয়াড়িদের উপঢৌকন। কিন্তু রউফ অভিযোগটা অস্বীকারই করে আসছেন বরাবর। সে যাই হোক, ভয় যে পেয়েছেন সেটা তো বোঝাই যাচ্ছে! ওয়েবসাইট।বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিক দল ইসলামী ঐকজোটের চারজন নেতাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। বেলা দেড়টার দিকে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আটক নেতারা হলেন ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন, সহ-দপ্তর সম্পাদক আলতাফ হোসাইন ও ঢাকা মহানগর কমিটির সদস্য মঞ্জুর মুজিব। একই সঙ্গে এ চারজন নেতা হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটিতেও আছেন।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান আলতাফ হোসাইন ছাড়া অন্য তিনজন নেতাকে আটকের কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে জানান, এ তিনজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।ইসলামী ঐক্যজোটের দায়িত্বশীল নেতারা জানান, আটক চারজন নেতা বেলা ১১টায় রাজধানীর বারিধারা মাদ্রাসায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখান থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে তাঁরা লালবাগ জামেয়া আরাবিয়া কোরআনিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন। রামপুরা এলাকা থেকে তাঁদের আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।গতকাল এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা তিন নেতার নিঃশর্ত মুক্তির দাবি করেন।পটুয়াখালীতে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার উদ্বোধন হলেও যোগাযোগব্যবস্থাসহ অন্যান্য সমস্যার কারণে এখনো পুরো কার্যক্রম চালু হয়নি। ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে ভিত্তিফলক উন্মোচনের মধ্য দিয়ে এই বন্দরের উদ্বোধন করেন।সরেজমিনে দেখা গেছে, ১৬ একর জমি অধিগ্রহণ করে চট্টগ্রাম সমুদ্রবন্দর কর্তৃপক্ষের স্থাপন করা বন্দরটির পন্টুন বা বহির্নোঙরে কোনো জাহাজ নেই। পন্টুন থেকে একটু দূরে নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের একটি ভ্রাম্যমাণ ছোট জাহাজ ভেড়ানো হয়েছে। এটি বন্দরের কারিগরি কাজের জন্য অবস্থান করছে। বন্দরে পণ্য ওঠানো-নামানোর জন্য আপাতত ছোট একটি পন্টুন ও ক্রেন বসানো হয়েছে। পন্টুন থেকে ওপরে উঠতে সংযুক্ত করা হয়েছে গ্যাংওয়ে। পশ্চিম দিকের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ থেকে বন্দরে নামার জন্য ইট বিছানো সড়ক, এর দুই পাশে সড়কবাতি এবং পন্টুনসংলগ্ন এলাকায় নদীর পাড়ে দুই কক্ষের ছোট ভবন নির্মাণ করা হয়েছে। বন্দরের নিরাপত্তার জন্য ইতিমধ্যে ১০ জন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন শুরু করেছেন।তবে হ্যান্ডলিং ও নেভিগেশন যন্ত্রপাতি সংগ্রহ, পয়ঃপ্রণালি নিষ্কাশনব্যবস্থা এবং বিদ্যুৎ-সংযোগ স্থাপন জরুরি হয়ে পড়েছে। চ্যানেল ড্রেজিং ও সংরক্ষণ, রাবনাবাদ চ্যানেলের দক্ষিণ পাড়ের ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপসহ অগ্রাধিকার ভিত্তিতে চ্যানেল শনাক্ত করার দিকে নজর দিতে হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।স্থানীয় লোকজন মনে করছেন, বন্দর থেকে মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের আগ পর্যন্ত পণ্য পরিবহনের জন্য কলাপাড়া পৌর শহরের অভ্যন্তরের সড়কটি (বালিয়াতলী-কলাপাড়া সড়ক) ব্যবহার করা যেতে পারে। তবে এর আগে সড়কটিকে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। বিকল্প এই সড়কটি আপাতত ব্যবহার করা গেলেও পায়রা সমুদ্রবন্দর থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের সঙ্গে সংযোগ সড়ক স্থাপন জরুরি হয়ে পড়েছে। এ জন্য বন্দরের সামনের দিক থেকে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের ভেতর দিয়ে রজপাড়া পর্যন্ত ৮ থেকে ১০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করতে হবে।জানতে চাইলে চট্টগ্রাম সমুদ্রবন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক (ট্রাফিক) কে এম মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, শুধু ঢাকা-চট্টগ্রামের ব্যবসায়ীরা নন, এই বন্দরটি ব্যবহারে বেশি আগ্রহী হবেন খুলনা ও বরিশালের ব্যবসায়ীরাও। তাঁদের অনেকেই এখন মংলা বন্দর ব্যবহার করছেন। তিনি আরও বলেন, সমুদ্রবন্দর সচল করার জন্য সবার আগে করা দরকার রাবনাবাদ চ্যানেলের বহির্নোঙরে বড় জাহাজ (মাদার ভেসেল) রেখে ছোট জাহাজের (ফিডার ভেসেল) মাধ্যমে পণ্য খালাস করা। এটা দ্রুত শুরু করলেই বন্দর সচল হয়ে যাবে। এ ক্ষেত্রে পায়রা বন্দর কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে সরকারের উচিত হবে বন্দরের জন্য প্রয়োজনীয় জনবলকাঠামো নিযুক্ত করা।বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ লঞ্চ-কার্গো অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. সাইদুর রহমান বলেন, পণ্য আমদানি-রপ্তানিসহ পরিবহনের ক্ষেত্রে এখন যতটুকু কারিগরি সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়ন করা প্রয়োজন, তার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে দ্রুত কাজটি সম্পন্ন করতে হবে। দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা সরকারের উচ্চপর্যায়ের কাছে এমনটাই প্রত্যাশা করেন।পায়রা সমুদ্রবন্দরের প্রকল্প কর্মকর্তা লেফটেন্যান্ট সরদার বেল্লাল হোসেন বলেন, ‘বন্দরের কাজ শেষ করতে দীর্ঘ সময় প্রয়োজন। আর বন্দরের কাজ থেমে নেই, চলছে। অগ্রাধিকার দিয়ে কাজগুলো সম্পন্ন করার চিন্তা আমাদের রয়েছে।’৫ নভেম্বর জাতীয় সংসদে পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩ পাস হয়। এই আইনের আওতায় রাবনাবাদ চ্যানেলসংলগ্ন আন্ধারমানিক নদীর পাড়ের টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ায় পায়রা সমুদ্রবন্দর স্থাপনের কাজ চলছে।বেসামরিক প্রশাসনে কর্মরত কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেলে তাঁর পরিবার পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে কর্মে অক্ষম হয়ে পড়লে তিনি দুই লাখ টাকা আর্থিক অনুদান পাবেন। গতকাল সোমবার এ বিষয়টি অবহিত করে মাঠ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর্থিক অনুদান নীতিমালা, ২০১৩ অনুযায়ী তাঁরা এ অনুদান পাবেন।কমিশন সচিবালয় সূত্র জানায়, সহিংস পরিস্থিতির কারণে বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের অনেকেই নির্বাচনী দায়িত্ব পালনে আগ্রহ দেখাচ্ছেন না। ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা থেকে তাঁরা নিজেদের নাম বাদ দিতে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসে তদবির করছেন। এ অবস্থায় কমিশন মাঠ কর্মকর্তাদের কাছে এই চিঠি পাঠিয়েছে।১৪৭ আসনে নির্বাচন: নির্বাচন কমিশন কুমিল্লা-৮ আসনের বৈধ প্রার্থীর তালিকায় স্বতন্ত্র প্রার্থী এ এস এম কামরুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করেছে। এর ফলে ১৪৬ নয়, ১৪৭টি আসনে ভোট গ্রহণ হবে। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীর সংখ্যা একজন কমে হবে ১৫৩।এর আগে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। ২৬ ডিসেম্বর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।বিজিবি নামছে কাল: নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড নামছে কাল বুধবার থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে এ কথা জানানো হয়েছে। এর আগে ২০ ডিসেম্বর কমিশনের আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এই দুই বাহিনীর ৩ জানুয়ারি থেকে মাঠে নামার কথা। ২৬ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছে।পরিপত্রে আরও বলা হয়েছে, পুলিশ ৩ থেকে ৬ জানুয়ারি এবং আনসার ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালন করবে।মালামাল সরবরাহ ভোটের দিন: কমিশন সচিবালয় সূত্র জানায়, নাশকতা এড়াতে নির্বাচনী সরঞ্জাম ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে। তার আগ পর্যন্ত এগুলো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থাকবে।
সংসদ নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে জেলা প্রশাসকদের (ডিসি) সরিয়ে দিতে হবে। প্রশাসনে দলীয়করণের কারণে তাঁদের প্রতি আস্থা রাখা যায় না।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাচন ও নির্বাচন কমিশনবিষয়ক গবেষণা প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘কার্যকর নির্বাচন কমিশন: অগ্রগতি, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়।অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, দলীয়করণের কারণে ডিসিদের ওপর আস্থা রাখা যায় না। এ দায়িত্ব থেকে ডিসিদের সরিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব জনবল বসাতে হবে। তিনি আরও বলেন, সরকার নির্বাচন কমিশনকে যে সহায়তা দেয়, তা যথেষ্ট নয়। কমিশনের দৃষ্টিভঙ্গীও ইতিবাচক নয়। কোনো আলোচনা ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব করেছে চুপিসারে।রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করার মতো জনবল ইসির আছে কি না, জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জেলা নির্বাচন কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া যেতে পারে।তবে জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার জেলা নির্বাচন কর্মকর্তারা ডিসি ও এসপিদের ওপর কতটা কর্তৃত্ব আরোপ করতে পারবেন—এ প্রশ্নে ইফতেখারুজ্জামান বলেন, না পারার কোনো কারণ নেই।গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শাহজাদা এম আকরাম। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ-সংক্রান্ত আইন নেই। সাংসদদের কেউ অযোগ্য প্রমাণিত হওয়ার পরও তাঁদের সদস্যপদ বাতিলের ক্ষমতা ইসির নেই। সাম্প্রতিক নির্বাচনগুলোতে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠলেও কমিশন সক্রিয় ভূমিকা রাখতে পারেনি। নবম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আদালতে ১৯টি মামলা হলেও নিষ্পত্তি হয়েছে মাত্র চারটি।সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে আচরণবিধি প্রয়োগের অভাব এবং ইসির ক্ষমতা হ্রাসের সুপারিশসহ কিছু বিতর্কিত উদ্যোগের কারণে কমিশনের ওপর জনগণের আস্থা কমেছে বলে প্রতিবেদনে বলা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের সময় নির্ধারণ, প্রচারণায় মন্ত্রী-সাংসদদের প্রভাব রোধ করা, আগামী নির্বাচনে ডিসিদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কালোটাকা ও পেশিশক্তি নিয়ন্ত্রণ, সংসদ বহাল রেখে নির্বাচন ইত্যাদি বিষয় মোকাবিলা করা ইসির জন্য কঠিন হবে।ইসিকে শক্তিশালী করতে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, আইন সংশোধনের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী তিন মাস পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কমিশনের অধীনে রাখা, রাজনৈতিক দলের তৃণমূল কমিটির সুপারিশ অনুযায়ী মনোনয়ন বাধ্যতামূলক করা, আপিলের ছয় মাসের মধ্যে নির্বাচনী বিরোধ নিষ্পত্তি করা এবং সাংসদদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করার সুপারিশ করা হয় প্রতিবেদনে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে শিশু একাডেমী গতকাল বুধবার একাডেমীর মিলনায়তনে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। দিনাজপুর জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু রায়হান মিয়া।ঢাকা কলেজে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সমর্থক গ্রুপের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ফারুক নামের এক শিক্ষার্থী। রমনা থানার উপকমিশনার মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় মহানগরের ছয় থানার মধ্যে পাহাড়তলী এবং ১৪ উপজেলার মধ্যে চন্দনাইশ উপজেলা পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে। এ ছাড়া জেলায় পাসের হার ৯৮ দশমিক ৭২।এদিকে চট্টগ্রাম জেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৯। এতে পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে মহানগরের ডবলমুরিং থানা এবং উপজেলার মধ্যে সন্দ্বীপ উপজেলা।গতকাল সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে জানান, প্রতিটি স্কুলেই এখন প্রস্তুতি হিসেবে প্রথম সাময়িক এবং বার্ষিক পরীক্ষা সমাপনী পরীক্ষার আদলে হয়। এ ছাড়া শিক্ষার্থীদের প্রতি বিদ্যালয়ের নজরদারি আগের তুলনায় অনেকে বাড়ার কারণেও ফলাফল ভালো হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৩৩ হাজার ২৩৫ জন। পাস করেছে এক লাখ ৩১ হাজার ৫২৬ জন। অকৃতকার্য হয়েছে এক হাজার ৭০৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৯১ জন।ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রাথমিক সমাপনী পরীক্ষায় গত বছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ৪৮ শতাংশ। জেলার অধীন ছয়টি থানা এবং ১৪ উপজেলার মধ্যে পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে চন্দনাইশ উপজেলা। এখানে পাসের হার ৯৯ দশমিক ৯৮। উপজেলার চার হাজার ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে চার হাজার ১৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৩৯ জন।দ্বিতীয় স্থানে থাকা রাঙ্গুনিয়া উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ৯০। পাঁচ হাজার ৯৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ৯৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৯১ জন। তৃতীয় স্থানে থাকা মিরসরাইয়ে পাসের হার ৯৯ দশমিক ৬৪। সাত হাজার ২০৩ জনের মধ্যে পাস করেছে সাত হাজার ১৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০১ জন। সম্মিলিতভাবে চতুর্থ স্থানে থাকা পাহাড়তলী থানা মহানগরের মধ্যে শীর্ষে রয়েছে। এখানে পাসের হার ৯৯ দশমিক ৫৮। পাঁচ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ২৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫৬ জন।এদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩ হাজার ৩১৪ জনের মধ্যে পাস করেছে ২১ হাজার ৮২০ জন। অকৃতকার্য হয়েছে এক হাজার ৪৯৪ জন। চট্টগ্রাম জেলায় পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে মহানগরের ডবলমুরিং থানা। এখানে পাসের হার শতভাগ। ৩৩২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন। দ্বিতীয় অবস্থানে থাকা মহানগরের চান্দগাঁও থানায় পাসের হার ৯৯ দশমিক ৮৪। ৬২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। তৃতীয় স্থান দখলকারী সন্দ্বীপ উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ৮২। ৫৫৬ জনের মধ্যে পাস করেছে ৫৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
একহারা গড়ন। উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, ওজন ৭৬ কেজি। আর যা-ই হোক, ডেভিড ডি গিয়ার ক্ষিপ্রতার অভাব নেই। অথচ ২০১১ সালে যখন ওল্ড ট্রাফোর্ডে আসেন, তখন নাকি ভীষণ অলস ও ঘুমকাতুরে ছিলেন। সকালে অনুশীলন করলে বিকেলে আর করতে চাইতেন না। আর ফাঁক পেলেই দিবানিদ্রার তাল করতেন। এসবই জানিয়েছেন ইউনাইটেডের সাবেক কোচিং স্টাফ এরিক স্টিল। এখন অবশ্য সুবোধ বালক বনে গেছেন ডি গিয়া। তা ফার্গির হাতে পড়লে কে না এমন হয়! ওয়েবসাইট।হরতালের নামে সারা দেশে রাজনৈতিক সহিংসতা এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দির-ধর্মীয় প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।পরিষদের তিন সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, ঊষাতন তালুকদার ও প্রমোদ মানকিন এবং সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত গতকাল বুধবার দেওয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, সম্প্রতি রাজনৈতিক সহিংসতা চলাকালে সাম্প্রদায়িক চক্র হিন্দুদের টার্গেট করে তাদের ওপর আবারও নৃশংস হামলা চালিয়েছে।পরিষদের নেতারা এই অবস্থা থেকে উত্তরণে পদক্ষেপ নিতে সরকার, রাজনৈতিক দল, জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।জাতীয় পার্টি (জাপা) আবার ভেঙেছে। গতকাল শুক্রবার দলের সভাপতিমণ্ডলীর দুই সদস্য কাজী জাফর আহমদকে চেয়ারম্যান ও গোলাম মসিহকে মহাসচিব করে নতুন জাতীয় পার্টি আত্মপ্রকাশ করেছে। আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সম্মেলন করে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।এ উপলক্ষে গতকাল বিকেলে গোলাম মসিহর গুলশানের বাসায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, দলীয় সাংসদ, ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সদস্যদের এক যৌথ সভা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী জাফর চেয়ারম্যান ও গোলাম মসিহ মহাসচিবের দায়িত্ব পালন করবেন।গোলাম মসিহ প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টির মাঠপর্যায়ের নেতা-কর্মীদের আবেগ এবং দেশের বাস্তবতার নিরিখে মূলধারার দল গঠন করা হবে।এর আগে গতকাল সন্ধ্যায় কাজী জাফর আহমদের নেতৃত্বে জাপার ১৫ জন নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসায় দেখা করেন। এ সময় ব্রিগেডিয়ার (অব.) মাহমুদুল হাসান, সাংসদ নবাব আলী আব্বাস ও এইচ এম গোলাম রেজা, সাবেক সাংসদ গোলাম হাবিব, মুজিবুর রহমান যুক্তিবাদী, আতিকুর রহমান, আনোয়ারা বেগমসহ ১৫ জন নেতা উপস্থিত ছিলেন।এর আগে গত বৃহস্পতিবার জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ ও সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ একে অন্যকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া গতকাল সোমবার সকালে কক্সবাজার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে জানান, তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান বদির লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা তাঁকে নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছে না। এলাকায় পথসভা ও গণসংযোগ চলাকালে বদির লোকজন এসে তাঁকে লাঞ্ছিত করছে। এ ব্যাপারে প্রশাসনের কোনো সহযোগিতা তিনি পাচ্ছেন না।তিনি আরও জানান, গত রোববার বেলা একটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়ায় গণসংযোগ ও পথসভা করার সময় বদির সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল ও স্যান্ডেল ছুড়ে মারে। একপর্যায়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটারদের সামনে তাঁকে শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে এবং গালে চড় মারে। এ সময় তাঁর বাবা শিল্পপতি মোহাম্মদ ইয়াহিয়াকেও অস্ত্র ধরে দ্রুত এলাকা ত্যাগ করতে হুমকি দেয়।গতকাল দুপুরে তাহা ইয়াহিয়া বদির লেলিয়ে দেওয়া সন্ত্রাসী কর্তৃক লাঞ্ছিত ও নির্বাচনী প্রচারণায় বাধাদানের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। সাংসদ বদি জানান, এসব অপপ্রচার। নিশ্চিত পরাজয় হবে দেখে তিনি (তাহা) আজেবাজে বকছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রশাসন আরও কঠোর হবে।টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, তাহা ইয়াহিয়াকে মারধরের ঘটনায় জড়িত অথবা নির্বাচনী প্রচারণায় বাধাদানকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছ থেকে পুলিশের ব্যাপক চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।অটোরিকশার চালক ও মালিক সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুরে সাত শতাধিক অটোরিকশা চলাচল করছে। এসব অটোরিকশা বাঞ্ছারামপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত বিভিন্ন সিএনজি স্টেশন থেকে গ্যাস সংগ্রহ করে। এ জন্য সড়কসংশ্লিষ্ট থানাগুলোকে মাসিক চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে সংশ্লিষ্ট থানার পুলিশ অটোরিকশা আটকে রাখে। পরে মোটা অঙ্কের টাকা আদায় করে।নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশাচালক বলেন, ‘বাঞ্ছারামপুর থানার জন্য ২০০ টাকা, কুমিল্লার হোমনা থানাকে ২৫০ টাকা, তিতাস থানার জন্য ৩০০ টাকা, গৌরীপুর বাজারের পুলিশ ফাঁড়িকে ২০০ টাকা, গৌরীপুর মোড়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের জন্য ১৫০ টাকা করে প্রতি মাসে চাঁদা দিতে হয়।’হোমনার শ্রীমদ্দির অটোরিকশাচালক মো. আলম প্রথম আলোকে বলেন, ‘প্রতি মাসের ৫ তারিখের মধ্যে চাঁদার টাকা থানার নায়েব সুবেদার অ্যাপোলো স্যারকে দিতে হয়। তিনি ওসি স্যারকে ১০ তারিখের মধ্যে টাকা বুঝিয়ে দেন।’ তিনি আরও জানান, চাঁদা আদায়ের জন্য অটোরিকশাগুলোতে ‘এন’, ‘ই’, ‘কে’, ‘বি’ ইত্যাদি সংকেত দেওয়া হয়। এসব চিহ্ন দিয়ে চাঁদা আদায়সংশ্লিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়। এ জন্য বিভিন্ন স্থানে পুলিশের মনোনীত একজন করে লোকও রয়েছেন। এ ছাড়া চাঁদা আদায়ের টোকেন হিসেবে চালকদের দুই টাকার নোট দেওয়া হয়। নোটে বঙ্গবন্ধুর ছবির মধ্যে একজনের স্বাক্ষর এবং অন্য অংশে পরিবহনের নাম উল্লেখ করা হয়।নায়েব সুবেদার অ্যাপোলো চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের নাম দিয়ে অন্য কেউ অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা নিতে পারে।’হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার চাঁদা নেওয়ার কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘মালিক পরিবহন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী অটোরিকশাগুলো চলে। এ ক্ষেত্রে পুলিশকে জড়ানোর কিছুই নেই।’কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ চাঁদা নিচ্ছে কিংবা পুলিশের নামে চাঁদা নেওয়া হচ্ছে—এ ধরনের কিছু আমার জানা নেই। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’গাইবান্ধা সদর উপজেলায় ঘুষ নেওয়ার দায়ে দুই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মালিবাড়ি ইউনিয়নের খিদির ছয়ঘরিয়া গ্রামের খোরশেদ আলম ও কিশামত মালিবাড়ি গ্রামের ওয়াহেদুল ইসলাম। পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি মালিবাড়ি ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির আওতায় মাটি কাটার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক নারী শ্রমিকের কাছ থেকে আড়াই হাজার টাকা ঘুষ নেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী তাঁদের আটক করে পুলিশে দেন।খুলনা নগরের নিউমার্কেট এলাকার সোনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ও স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে একটি কক্ষের ছাদের কিছু অংশ ধসে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ এই ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান করছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে এই বিদ্যালয়ের জন্য একটি তিনতলা ভবন নির্মাণ করা হয়। এতে আটটি কক্ষ আছে। এর মধ্যে নিচতলায় শিক্ষকদের বসার জন্য একটি কক্ষ আছে। বাকি সাতটিতে পাঠদান করা হতো। নির্মাণের ১৫ বছরের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়। ফাটল সৃষ্টি হওয়ায় ও পলেস্তারা খসে পড়ায় তিনটি শ্রেণীকক্ষ দুই বছর ধরে ব্যবহার করা যাচ্ছে না। বাকি চারটি কক্ষে এখন ঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে।২০০৬ সালে ভবন সংস্কারের জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর আর বরাদ্দ আসেনি। বিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক আছেন।১৯ নভেম্বর বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। ব্যবহারের অনুপযোগী কক্ষগুলোতে তালা দিয়ে রাখা হয়েছে। বারান্দার গ্রিলগুলো ভেঙে গেছে। পলেস্তারা খসে স্তম্ভগুলোর ভেতরের লোহার রড বের হয়ে আছে।চতুর্থ শ্রেণীর ছাত্রী শাম্মি আকতার বলে, ‘ক্লাস করতে খুব ভয় করে। কিন্তু লেখাপড়া শেখার জন্য জন্য ভয় নিয়েও ক্লাস করি।’দ্বিতীয় শ্রেণীর ছাত্র মো. সিয়াম বলে, ‘ছাদের পলেস্তারা খসে গায়ের ওপর পড়ে।’বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, সদর উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে একাধিকবার আবেদন করে কোনো কাজ হয়নি। বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। কিন্তু ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর নাহার বলেন, ‘বিকল্প ব্যবস্থা না থাকায় পাঁচ-ছয় বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করা হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের এই বিদ্যালয় থেকে সরিয়ে নিচ্ছেন। কোনো সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত কক্ষ থাকলে সেখানে নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করার চিন্তা করছি।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ওই বিদ্যালয়ের সমস্যার কথা তিনি জানেন। তিনি শিগগির ওই বিদ্যালয় পরিদর্শন করবেন। এ ছাড়া ওই বিদ্যালয়ের কার্যক্রম অন্য কোথাও স্থানান্তর করার চিন্তা করছেন।কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনের হাতে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন।গতকাল সোমবার সকাল আটটায় বমুবিলছড়ি নাজমা ইয়াছমিন প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল সকাল আটটায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বমুবিলছড়ি নাজমা ইয়াছমিন প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শনে যান। এ সময় চেয়ারম্যান কামাল উদ্দিন ও তাঁর সহযোগীরা ‘কেন তারা কাজ পাচ্ছে না, অন্যরা বমুবিলছড়ি এসে কেন কাজ করবে?’ জানতে চেয়ে কামরুজ্জামানের সঙ্গে কথা-কাটাকাটি করেন। একপর্যায়ে চেয়ারম্যান কামাল ও তাঁর সহযোগীরা তাঁকে কিলঘুষি ও লাথি মারেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। তবে চেয়ারম্যান কামাল উদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করেন।
সাজাপ্রাপ্ত ওষুধ ব্যবসায়ীদের মুক্তির দাবিতে গতকাল রোববার দিনভর পুরান ঢাকার মিটফোর্ড রোডের ওষুধ ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকান বন্ধ করে প্রায় দিনভর বিক্ষোভ করেছেন। গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং জব্দ করা ওষুধ ফেরত না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তাঁরা।গত শনিবার রাতে ৮২ জন ওষুধ ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতে প্রায় সোয়া কোটি টাকা জরিমানা দিয়ে মুক্তি পান। গতকাল রোববার রফিকুল ইসলাম নামের আরেক ব্যবসায়ী দুই লাখ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন।শনিবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকার নয়টি মার্কেটে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ১০৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এঁদের মধ্যে ২০ জনকে এক বছর করে কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বাকি ৮৩ জনকে সোয়া কোটি টাকা জরিমানা করা হয়। এ সময় ২৮টি ওষুধের দোকান সিলগালা করে দেওয়া হয়।বিসিডিএসের উপসাধারণ সম্পাদক এ এস এম মনির হোসেন প্রথম আলোকে বলেন, অবিচারের প্রতিবাদে ওষুধ ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করছেন। এর সঙ্গে সমিতির কোনো সম্পৃক্ততা ছিল না। তবে আজ সোমবার বেলা ১১টার দিকে সমিতির নেতারা উদ্ভূত পরিস্থিতিতে এবং ভ্রাম্যমাণ আদালতের অবিচারের প্রতিবাদে বৈঠকে বসবেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে মিটফোর্ড রোডের ওষুধ ব্যবসায়ী ও তাঁদের কর্মচারীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসেন। তাঁরা র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল নিয়ে দফায় দফায় মিটফোর্ড সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা র‌্যাবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সতর্ক অবস্থায় ছিল। এ অবস্থায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচলের ব্যবস্থা করে দেয়।ব্যবসায়ীদের মুক্ত করা এবং জব্দ করা ওষুধ ফেরত আনার পদক্ষেপ না নেওয়ায় ওষুধ ব্যবসায়ীরা সমিতির নেতাদের ওপর ক্ষুব্ধ হন। তাঁরা সমিতির কার্যালয় লক্ষ্য করে ঢিল ছোড়েন এবং নেতাদের পদত্যাগ দাবি করেন। একপর্যায়ে পুলিশ ব্যবসায়ীদের মাইকে স্লোগান দেওয়া বন্ধ করে দেয়।সার্জিক্যাল সমিতির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে তাঁরা মানববন্ধন করবেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।ব্যবসায়ীরা জানান, মিটফোর্ড রোডে ৪৩টি ওষুধের মার্কেট আছে। একেকটি মার্কেটে অন্তত ৪০টির মতো ছোট-বড় দোকান রয়েছে। গতকাল সকাল ১০টার দিকে সব মার্কেট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।গতকাল সকালে কোতোয়ালি ও বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা মিটফোর্ড রোডে অবস্থিত বিসিডিএস কার্যালয়ে বৈঠক করেন। তাঁরা সমিতির নেতাদের মার্কেট খুলে দেওয়ার অনুরোধ জানান।জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি শাহ আলম বলেন, ব্যবসায়ীরা বিক্ষোভ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।ওষুধ ব্যবসায়ী শেখ মো. রিয়াজ অভিযোগ করেন, টেস্টি স্যালাইন ও আমদানি করা ওষুধ বিক্রি করার অভিযোগে দোকানের সব ওষুধপত্র লুট করে নিয়ে গেছে র‌্যাব। এর জন্য ব্যবসায়ীদের জেল-জরিমানা করা হয়েছে।ব্যবসায়ীরা অভিযোগ করেন, শনিবার সকালে অন্তত ১৫টির মতো মার্কেটের ভেতরে ঢুকে তালা লাগিয়ে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ীদের অবরুদ্ধ করে রাখা হয়।কয়েকজন ওষুধ ব্যবসায়ী অভিযোগ করেন, সমিতির কতিপয় নেতা পুলিশ-র‌্যাবকে ম্যানেজ করার কথা বলে তাঁদের কাছ থেকে চাঁদা নেন। তাঁরা বলেন, দীর্ঘদিন সমিতির নির্বাচন হয় না। নেতাদের পদত্যাগ দাবি করে তাঁরা নির্বাচন দেওয়ার দাবি জানান।গতকাল সকালে সমিতির দপ্তরে এ এস এম মনির হোসেন বলেন, ওষুধ ব্যবসায়ীদের লঘু অপরাধে গুরুদণ্ড দেওয়া হয়েছে। জেল ও জরিমানা দুটি একসঙ্গে হতে পারে না। মনির হোসেন বলেন, নিম্নমানের ও ভেজাল ওষুধ তৈরি করে কারখানা। এ জন্য ওষুধ ব্যবসায়ীরা দায়ী নন।শনিবার অভিযান পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, আইন ভঙ্গকারীদের জেল-জরিমানা দেওয়া হয়েছে। কোনোভাবেই তাঁদের সঙ্গে অন্যায় করা হয়নি। তিনি আরও বলেন, শাস্তিপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে কয়েকজনের ড্রাগ লাইসেন্স নেই, অনুমোদিত কোম্পানির বাইরে ওষুধ আমদানি করে কেউ আইন ভঙ্গ করেছেন। এ ছাড়া নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির পাশপাশি কেউ কেউ ওষুধ সংরক্ষণের জন্য ফার্মাসিস্ট নিয়োগ দেননি। ওষুধ আইন অনুযায়ী ওষুধের দোকানে টেস্টি স্যালাইন ও খাদ্য সম্পূরক বিক্রি করার নিয়ম না থাকলেও তাঁরা তা করছিলেন। এসব কারণে তাঁদের বিরুদ্ধে ৮০টি মামলা হয়েছে।দেশে স্নাতকোত্তর মেডিকেল শিক্ষায় উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ভার্চুয়াল ক্লাসের আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ই-ব্লকের সপ্তম তলায় নবনির্মিত ক্লাসরুমে এ আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আখতার হোসেন বলেন, এ পর্যন্ত ছয়টি বিশ্ববিদ্যালয়ে ইন্ট্রা-নেট-এর আওতায় আনা হয়েছে। এর মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস রুম চালু হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত। বিজ্ঞপ্তি।মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে গত বৃহস্পতিবার রাতে দুটি স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে বোট দুটি ডুবে একজন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন ও নিখোঁজ রয়েছেন দুজন।নিহত যাত্রীর নাম মাকসুদা বেগম (৪৮)। তিনি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পৌর এলাকার বাসিন্দা। নিখোঁজ দুজন হলেন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহে আলম (৪৫) ও ডামুড্যা উপজেলার মালগাঁও গ্রামের ইকবাল ব্যাপারী (২২)। আহত হওয়া ১০ জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ডামুড্যা উপজেলার আব্দুর রশিদ, ফুলজান বেগম, গিয়াস উদ্দিন, আল আমিন ও দিদারুল আলম। তাঁদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে শিবচরের চরপাশা এলাকায় মাওয়া-জাজিরা নৌপথের দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোট দুটি ২৫ জন যাত্রীসহ ডুবে যায়। তাঁদের মধ্যে ২২ জন সাতরে তীরে উঠে আসেন। আহত ১০ জনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকি তিনজন নিখোঁজ ছিলেন। রাতেই পুলিশ পদ্মা থেকে মাকসুদা বেগমের লাশ উদ্ধার করে।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন জানান, রাতেই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ডুবুরিরা নিখোঁজ অপর দুই ব্যক্তির সন্ধান চালাচ্ছেন। রাতে ওই এলাকায় স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার নতুন ইতিহাস রচনা করল শিশু শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণী শেষে অনুষ্ঠিত ওই পরীক্ষায় এবার প্রায় সব শিশুই পাস করেছে। পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায়ও নতুন মাইলফলক তৈরি হয়েছে। এবার দুই লাখ ৪০ হাজার ৯৬১ জন শিশু জিপিএ-৫ পেয়েছে। গতকাল সোমবার এই ফল প্রকাশ করা হয়। এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল। যদিও মন্ত্রণালয় বলেছে, আংশিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে মাত্র চার জেলায়। কিন্তু মন্ত্রণালয়ের এই মতের সঙ্গে একমত হতে পারেননি শিক্ষাসংশ্লিষ্ট অনেকে।অন্যদিকে বরগুনার আমতলী উপজেলার ফল স্থগিতের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে এই উপজেলার ফল আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে। দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরেন মন্ত্রী। এর আগে সকাল ১০টায় তাঁর নেতৃত্বে মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন। এবার চরম রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে কয়েক দফায় পরীক্ষা পিছিয়েছে। গত ২০ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে ২৮ নভেম্বর শেষ করার কথা ছিল। কিন্তু তা শেষ হয় ৬ ডিসেম্বর। পরীক্ষা শেষ হওয়ার ২৪ দিনের মাথায় ফল প্রকাশ করা হলো।এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয় ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন ছাত্রছাত্রী। তবে পরীক্ষায় অংশ নেয় ২৫ লাখ ১৯ হাজার ৩২ জন। এর মধ্যে পাস করেছে ২৪ লাখ ৮৩ হাজার ১৪২ জন। এর মধ্যে ৯ দশমিক ৭০ শতাংশ পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। গতবারের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১০ হাজার ৭৪১ জন।মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষার প্রতিটি সূচকেই অগ্রগতি হচ্ছে। মন্ত্রী বলেন, ‘আমরা চাই সবাই পাস করুক। ফেল তো দুর্ঘটনা মাত্র।’ এবার পাসের হারের দিক দিয়ে ছেলে ও মেয়েরা প্রায় সমান। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯৮ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৯৮ দশমিক ৫৪ শতাংশ। তবে অংশগ্রহণের ক্ষেত্রে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।গতবারের মতো এবারও প্রাথমিকে সাত বিভাগে পাসের হারে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। এই বিভাগে পাসের হার ৯৯ দশমিক ২৫ শতাংশ। এ ছাড়া ঢাকায় ৯৮ দশমিক ৭০, রাজশাহীতে ৯৮ দশমিক ৫৪, খুলনায় ৯৯ শতাংশ, চট্টগ্রামে ৯৮ দশমিক ৭৯ শতাংশ, রংপুরে ৯৮ দশমিক ৩৮ ও সিলেট বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।পাসের হারের দিক দিয়ে সবচেয়ে খারাপ করেছে সিলেট। এই জেলায় পাসের হার ৯৫ দশমিক ৭৭ শতাংশ। জেলার মধ্যে শীর্ষে আছে যশোর ও লালমনিরহাট। জিপিএ-৫ এবং পাসের হারের ভিত্তিতে দেশের স্কুলগুলোর মধ্যে এবারও সেরা হয়েছে রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ। আগের মতো দ্বিতীয় স্থানে আছে মতিঝিল থানার অধীন ন্যাশনাল আইডিয়াল স্কুল। তৃতীয় স্থান দখল করেছে রাজধানীর মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৪০ হাজার ৯৬১ শিশু। জিপিএ ৪ থেকে ৫-এর নিচে পেয়েছে সাত লাখ ৯২ হাজার ৯১১।প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলঢাকাপাসের হার৯৮.৭০%জিপিএ-৫১,০৫,৬৪৬চট্টগ্রামপাসের হার৯৮.৭৯%জিপিএ-৫৩৮,৪৪১রাজশাহীপাসের হার৯৮.৫৪%জিপিএ-৫২৬,৬৬৩খুলনাপাসের হার৯৯.০০%জিপিএ-৫২৩,৫৯৪সিলেটপাসের হার৯৬.৫৪%জিপিএ-৫৬,১৯৬বরিশালপাসের হার৯৯.২৫%জিপিএ-৫১১,৭৫৯রংপুরপাসের হার৯৮.৩৮%জিপিএ-৫২৮,৬৬২
রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে চার আইনজীবী রিট আবেদন করেছেন। গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। আজ সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে।রিটে প্রকল্পটির আশপাশের পরিবেশ ও জনজীবনে এর পরিবেশগত প্রভাব মূল্যায়নে দেশীয় ও আন্তর্জাতিক পরিবেশবিদ ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ সমন্বয়ে একটি কমিটি গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। কমিটির সুপারিশ অনুসারে পরিবেশবান্ধব যেকোনো এলাকায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিবাদীদের প্রতি কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। আর বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ওই প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে আরজি জানানো হয়।আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট করা হয়েছে। সুন্দরবনের কাছে ওই বিদ্যুৎকেন্দ্র হলে পরিবেশ ও বনের ক্ষতি হবে বলা হচ্ছে। পরিবেশের ক্ষতি হবে না, এমন কথাও বলা হচ্ছে।রিট আবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, পরিবেশসচিব, পরিকল্পনাসচিব, জ্বালানি ও বিদ্যুৎসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী, মো. একলাস উদ্দিন ভূঁইয়া, মাহবুবুল ইসলাম ও সৈয়দা শাহীন আরা লাইলী আবেদনকারী হয়ে রিটটি করেন।নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা শহরের সাহেবপাড়া মহল্লার জামিল পাঁচমাথা এলাকায় গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে ওই সাজার আদেশ দেন। তাঁকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বালুঘাট এলাকায় গতকাল শুক্রবার ভোরে ট্রাকের চাপায় শেখ আরকান (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বেলা তিনটার দিকে মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ফয়জুল মৃধা (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।পারিবারিক সূত্র জানায়, ভোর ছয়টার দিকে মধুমতী নদীতে গোসল করতে শেখ আরকান বাড়ি থেকে বের হন। গোপালপুর বালুর ঘাট এলাকায় পৌঁছালে একটি খালি ট্রাক ঘোরার সময় পেছন দিক দিয়ে তাঁকে চাপা দেয়। এলাকাবাসী আরকানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মাদারীপুরের শিবচরে বেলা তিনটার দিকে ফয়জুল মৃধা মোটরসাইকেলে করে ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব পাশের টোলপ্লাজায় যান। এ সময় মোটরসাইকেল রাস্তার পাশে রেখে তিনি দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি উপজেলার চরবাঁচামারা এলাকার গনি মৃধার ছেলে।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলমের সঙ্গে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম শাখার নেতারা বাগিবতণ্ডা করেছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে উভয় পক্ষই বিষয়টি অস্বীকার করেছেন।করপোরেশন সূত্রে জানা গেছে, আইইবির চট্টগ্রাম শাখার সম্পাদক উদয় শংকর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মেয়র মন্জুর আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া সহকারী প্রকৌশলীদের স্থায়ী ও পদোন্নতির দাবি জানান। এই দাবির জের ধরে করপোরেশনের মেয়র ও কর্মকর্তা এবং আইইবি নেতাদের মধ্যে বাগিবতণ্ডার ঘটনা ঘটে। করপোরেশনের কয়েকজন উপসহকারী প্রকৌশলীও এ ঘটনায় জড়িয়ে পড়েন।আইইবির চট্টগ্রাম শাখার সম্পাদক উদয় শংকর চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী পদের ৬৭ শতাংশ বিএসসি ডিগ্রিধারী এবং ৩৭ শতাংশ ডিপ্লোমা ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার নিয়ম। কিন্তু করপোরেশনে অনেক দিন ধরে এ নিয়ম মানা হচ্ছে না। মেয়র মহোদয়কে নিয়মটি অবহিত করার সময় করপোরেশনের কিছু কর্মকর্তা ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তবে এ সময় কোনো উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।উদয় শংকর চৌধুরী আরও বলেন, করপোরেশনের ছয় শূন্য সহকারী প্রকৌশলী পদের বিপরীতে অ্যাডহক ভিত্তিতে ছয়জন বিএসসি ডিগ্রিধারীকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু অনেক দিন ধরে তাঁদের স্থায়ী করা হচ্ছে না। তাঁদের পদোন্নতিও আটকে আছে।এদিকে উত্তপ্ত বাক্যবিনিময়ের বিষয়টি অস্বীকার করে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, মেয়র মহোদয়ের সঙ্গে আইইবি নেতাদের নির্ধারিত বৈঠক ছিল না। তাঁরা সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের বিভিন্ন দাবি মেয়র মহোদয়কে জানিয়েছেন।
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শিল্পপার্কের প্রায় ১৯ একর জমি দখল করে এক অধ্যক্ষ ও তাঁর পরিবারের লোকজন ইজারা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই জমিতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তারা ‘শিল্পপার্কের’ জন্য নির্ধারিত স্থান লিখে সাইনবোর্ড টাঙিয়ে দিলেও কাজ হচ্ছে না। কথিত ইজারাদার সেখানে কলাবাগান করেছেন।ভূমি কার্যালয় সূত্র জানায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের কালিদাস মৌজায় দড়িরচালা এলাকায় সরকারের খাস ১ নম্বর খতিয়ানভুক্ত ২২১১, ২২১৮ ও ২২১৯ দাগে ১৮ দশমিক ৯৬ একর জমি রয়েছে। উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা ও সখীপুরের হাতিয়া কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন ও তাঁর পরিবারের লোকজন ওই জমি দখল করে তা ইজারা দিয়েছেন। ১০ বছরের জন্য ওই জমি ইজারা নিয়ে কলাবাগান করেছেন মিন্টু রবিদাস নামের এক ব্যক্তি। যাদবপুর ভূমি কার্যালয় থেকে বারবার জমিটি দখলমুক্ত করতে নোটিশ দেওয়া হয়। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা।যাদবপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, ওই জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। এক বছর আগে জমিটি শিল্প স্থাপনযোগ্য হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।ইজারাদার মিন্টু রবিদাস বলেন, ‘আমরা কয়েকজন মিলে অধ্যক্ষ বেলায়েত ও তাঁর লোকজনের কাছ থেকে ২০ লাখ টাকায় ওই জমি ১০ বছরের জন্য ইজারা নিয়েছি। এ জমিতে আমরা আরও ২০ লাখ টাকা খরচ করেছি। আমার পক্ষে আগামী ১০ বছরের মধ্যে ওই জমি ছেড়ে দেওয়া সম্ভব নয়।’বেলায়েত হোসেন সম্প্রতি আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে জানা গেছে। তিনি ওই জমি ‘ইজারা’ দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বাপ-দাদার আমল থেকে ওই জমিটি আমরা ভোগ-দখল করে আসছি, আমরা সরকারের বিরুদ্ধে মামলাও করেছি।’ ওই জমির পাশে বসবাসকারী শরিফুল ইসলাম জানান, দুই বছর আগেও ওই জমিতে বড় বড় গজারি গাছ ছিল। কে বা কারা গাছ কেটে এখন কলাবাগান করে দখলে নিয়েছে।এ ব্যাপারে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ প্রথম আলোকে বলেন, ‘আমি সখীপুরে নতুন এসেছি। জমিটি যদি খাস হয় এবং শিল্পপার্কের নামে বন্দোবস্ত থাকে, তবে অবশ্যই দখলমুক্ত করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার সমিতির ভবনে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে দুটি প্যানেলের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীপন্থী প্যানেলে সভাপতি পদে আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম এবং জাতীয়তাবাদী প্যানেলে সভাপতি পদে রফিকউদ্দীন আহাম্মদ ও সাধারণ সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির ভোটারের সংখ্যা ১২৬। মো. মোজাম্মেল চৌধুরী তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলছে। গত সোমবারের পরীক্ষাতেও অংশ নিয়েছিল ১১ বছরের শিশুটি। গতকাল শুক্রবারের পরীক্ষায় অনুপস্থিত।পরে জানা গেল, বিয়ে হয়ে গেছে বৃহস্পতিবার। শুক্রবার ছেলের বাড়িতে চলছিল বউভাতের অনুষ্ঠানের আয়োজন। সেখান থেকে শিশুটিকে নিয়ে আসা হয় পরীক্ষার কেন্দ্রে। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার জোহরা বেগম উচ্চবিদ্যালয় কেন্দ্রে। ওই ছাত্রী ফরিদপুর সদরের হাড়োকান্দি গ্রামের বাসিন্দা।কেন্দ্র পরিদর্শক রিনা দাস জানান, গত সোমবার পর্যন্ত প্রতিটি পরীক্ষায় অংশ নেয় ওই ছাত্রী। গতকাল নির্ধারিত বিজ্ঞান পরীক্ষায় সে অনুপস্থিত ছিল। পরে প্রধান শিক্ষক মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার শহরের পশ্চিম খাবাসপুর মহল্লায় তার বিয়ে হয়ে গেছে।ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মীনা মাসুদ উজ্জামান জানান, খবর পেয়ে খাবাসপুর মহল্লায় বরের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে আনা হয়। পরে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হয়। বাল্যবিয়ে দেওয়ায় ওই ছাত্রীর মাকে জরিমানা করা হয়েছে।নোয়াখালীতে পুলিশের সঙ্গে ১৮-দলীয় জোটের কর্মীদের সংঘর্ষ, গাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৭০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।গত রোববার শহরের পৌর বাজার থেকে গোদার মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাতে সুধারাম (সদর) থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন এ মামলা করেন। রোববারের সংঘর্ষের পর বিএনপি-জামায়াতের কর্মী সন্দেহে আটক ১১ ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, মামলায় ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ‘অসংখ্য’ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
কুমিল্লা শহরের কোটবাড়ি এলাকায় গতকাল রোববার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) গাড়ি ভাঙচুর, পুলিশ ফাঁড়িতে আগুন এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ধরন দেখে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন মনে করছেন, এ হামলার নেপথ্যে ছিলেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে যে কায়দায় পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়াচ্ছেন, কোটবাড়িতে হামলাও হয়েছে একই কায়দায়। কোটবাড়ি ও গন্ধমতি এলাকার বিভিন্ন মেসের শিক্ষার্থীরা ছিলেন সামনের কাতারে। ওই এলাকায় জামায়াত নেতাদের মালিকানাধীন দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ডিআইও) কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, পুলিশকে পিটিয়ে জখম এবং ইউএনওর গাড়ি পোড়ানোর সঙ্গে জামায়াত-শিবিরের লোকজন জড়িত থাকতে পারে। পলিটেকনিক শিক্ষার্থীদের ছদ্মবেশে তারা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই সুযোগ নিতে পারে।কুমিল্লার পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী বলেন, হামলার সময় কমপক্ষে পাঁচ হাজার মানুষ ছিল। পলিটেকনিকের শিক্ষার্থী এত বেশি হওয়ার কথা নয়। হামলার কৌশল শিবিরের মতোই।নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে মো. সোহেল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।সোহেলের বাড়ি বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামে। তিনি একলাশপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।সোহেলের মৃত্যুর খবরে হাসপাতালে তাঁর আত্মীয়স্বজন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার পর থেকে বিকেল পর্যন্ত হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়।সোহেলের বড় ভাই মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, দুদিন আগে সোহেল পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর অ্যাপেনডিক্সের সমস্যা চিহ্নিত করেন এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী গতকাল সকাল সাড়ে আটটার দিকে তাঁর ভাইকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। নয়টার দিকে অস্ত্রোপচার করা হয় এবং ওই কক্ষেই তাঁর মৃত্যু হয়।মোস্তফা কামালের অভিযোগ, ‘অস্ত্রোপচারের আগে আমার ভাইয়ের রক্তচাপ ও হার্ট পরীক্ষা করে দেখা হয়নি এবং অস্ত্রোপচারের সময় তাকে যথাযথভাবে অজ্ঞানও করা হয়নি। তা ছাড়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে অস্ত্রোপচার করা হয়েছে। এ কারণে আমার ভাই মারা গেছে।’অস্ত্রোপচারকারী চিকিৎসক সৈয়দ কামরুল হোসেন বলেন, যথাযথ প্রক্রিয়ায় ওই রোগীর অস্ত্রোপচার করা হয়েছে এবং এতে কোনো ধরনের ত্রুটি ছিল না। কিন্তু সফল অস্ত্রোপচারের পর রোগীর পর পর দুবার হার্ট অ্যাটাক হয়। তখন তিনিসহ কক্ষে অবস্থানরত চারজন চিকিৎসক রোগীকে সুস্থ করার অনেক চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত রোগী মারা যান।হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এইচ এম মোসলেহ উদ্দিন বলেন, অস্ত্রোপচারের ভুল কিংবা মেডিকেল কলেজের শিক্ষার্থী দিয়ে অস্ত্রোপচার করার অভিযোগ ঠিক নয়। তিনি আরও বলেন, রোগীর স্বজনেরা তাঁর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আজ এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।তিন দিনের অবরোধে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালিত হয় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। গায়েবানা জানাজার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেলমেট পরে একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করেন।মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সরকার একদলীয় নির্বাচনের পথেই এগোচ্ছে। এ ধরনের চেষ্টা শুভ হবে না।সাংবাদিকদের দুই অংশ গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে পাল্টাপাল্টি সমাবেশ করেছে। তবে এ সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সাংবাদিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব চত্বর অসাংবাদিক ও সন্ত্রাসীদের দখলমুক্ত করার দাবিতে আওয়ামীপন্থী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সমাবেশের আয়োজন করে। কিছুক্ষণ পর বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকেরা পাল্টা সমাবেশের আয়োজন করে।আওয়ামী লীগপন্থী সাংবাদিক নেতারা জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পতাকা না ওড়ানোয় ক্ষোভ জানান। আজকের মধ্যেই পতাকা না ওড়ালে নিজেরাই পতাকা ওড়ানোর ব্যবস্থা করবেন বলে তাঁরা ঘোষণা দেন। ১৫ দিনের মধ্যে অপেক্ষমাণ তালিকায় থাকা পেশাদার সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ারও দাবি জানানো হয়।সমাবেশে অভিযোগ করা হয়, একটি রাজনৈতিক দল প্রেসক্লাবের অরাজনৈতিক চরিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রেসক্লাবে ঢোকায় এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এর জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষ দায়ী। ডিইউজের একাংশের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ অন্যান্য সাংবাদিক নেতা।অপর অংশের সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী। সব বন্ধ গণমাধ্যম খুলে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলা, সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, মাহমুদুর রহমানের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়।সমাবেশে আরও বক্তব্য দেন শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার, আবদুস শহীদ প্রমুখ।গত রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের সমাবেশে হামলা চালান সরকারি দলের কর্মী-সমর্থকেরা। এরপর দুই পক্ষের সাংবাদিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পেশাগত বৈষম্য নিরসন ও সুপারভাইজিং পদ পরিবর্তনসহ দুই দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল রোববারও ব্যাপক সহিংসতা চালিয়েছেন। চলমান সংকট নিয়ে আজ সোমবার সভা আহ্বান করেছে গৃহায়ণ ও গণপূর্ত এবং শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ না নিয়ে ছাত্ররা গতকাল ক্যাম্পাসসহ অনেক স্থানে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশ ফাঁড়িতে আগুন ও সড়ক অবরোধ করেন। এসব ঘটনায় পুলিশসহ প্রায় আড়াই শ ব্যক্তি আহত ও ৬৪ জন আটক হন। প্রকৌশলীর সংজ্ঞায় ডিপ্লোমা প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করে ২০০৮ সালের বিতর্কিত গেজেট সংশোধন এবং ছাত্রদের বৃত্তি ও প্রশিক্ষণ ভাতা বাড়ানোর দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীতে গতকাল ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে প্রায় সব শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন। বেলা ১১টার দিকে মিরপুরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সাত-আটটি গাড়ি ভাঙচুর করেন। কুমিল্লা-কোটবাড়ী সড়ক অবরোধ ও যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাঁরা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি এবং ইনস্টিটিউটের সামনে থাকা দুটি মোটরসাইকেল ও পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেন। পুলিশ বাধা দিতে গেলে তাঁরা পুলিশকে বেধড়ক পিটুনি দেন। এতে পুলিশের নয়জন সদস্য জখম হন। পরে শিক্ষার্থীরা বিজয়পুর ইউনিয়ন ভূমি অফিসের নথিপত্র তছনছ ও এর জানালা ভাঙচুর করেন।সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত দফায় দফায় ওই সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন আহত হন। বিকেলে অবস্থার অবনতি হলে কনস্টেবল আবু রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পটুয়াখালীতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিক ও পুলিশসহ অন্তত ১০০ জন আহত হন। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। গুরুতর আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এ ঘটনায় ২৬ জন ছাত্রকে আটক করে।রাজশাহীতে মহিলা পলিটেকনিকের ছাত্রীদের লাঠিপেটা করে পুলিশ। আন্দোলনকারীরা তাঁদের নির্ধারিত পরীক্ষা বর্জন করেন। মহিলা পলিটেকনিকের শিক্ষার্থীরা জানান, সকাল আটটা থেকে তাঁরা ইনস্টিটিউটের বাইরের গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঢুকে ছাত্রীদের লাঠিপেটা করে এবং রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ২০ ছাত্রী আহত হন।সিরাজগঞ্জে শিক্ষার্থীরা সিরাজগঞ্জ-কাজীপুর সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সদর থানার এসআই সাজ্জাদ হোসেনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের দুই শতাধিক শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এখানে চারজনকে আটক করে পুলিশ।লক্ষ্মীপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। বিক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে ঢাকা-রায়পুর ও রামগতি সড়ক অবরোধ করেন। তাঁরা ১০টি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ এবং কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রংপুর শহরে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ১২টি মাইক্রোবাস, অটোরিকশা ও তিনটি ভবনের জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে ১০ শিক্ষার্থী আহত হন। পুলিশ ১৭ জনকে আটক করে।অবরোধ, ভাঙচুর ও বাধার মুখে বগুড়ার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক হাজার ১০০ শিক্ষার্থীর পরীক্ষা ভণ্ডুল হয়ে গেছে। সকাল ১০টায় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের চেষ্টা করলেও শিক্ষার্থীরা ইনস্টিটিউটের ভেতরে-বাইরে ব্যাপক ভাঙচুর চালান। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, গাড়ি ভাঙচুরের সময় চার ছাত্রকে আটক করা হয়। এদিকে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন প্রথম আলোকে জানান, আজ সোমবার থেকে প্রতিটি পরীক্ষার দিন বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা এবং কলেজের প্রধান ফটক ও অধ্যক্ষের অফিসে তালা ঝুলিয়ে দেন। বেলা ১১টার দিকে জামায়াত পরিচালিত দিশারী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা শহরের বাইপাস মোড়ে গাড়ি ভাঙচুর শুরু করেন। গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ পাঁচ শিক্ষার্থীকে আটক করে।কুড়িগ্রামে চূড়ান্ত পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা সকাল ১০টায় ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে সমবেত হন। সেখানে মানববন্ধন ও পরে সমাবেশ করে আগামী এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার পরীক্ষা বর্জন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আসন্ন সব পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দেন।শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চূড়ান্ত পর্বের পরীক্ষা বর্জন করেন। ফরিদপুরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জন করে শহরে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে একটি বাস ও চারটি অটোবাইক ভাঙচুর করা হয়। পুলিশ পাঁচ শিক্ষার্থীকে আটক করে। পাবনায় পরীক্ষা বর্জন করে ইনস্টিটিউট ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।ঠাকুরগাঁওয়ে সকাল ১০টার দিকে ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বেলা ১১টার দিকে তাঁরা দুটি বাসের জানালার কাচ ভাঙচুর করেন। এদিকে বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে শহরের আর্ট গ্যালারি মোড়ের সড়কে এলোপাতাড়ি বাস রেখে সড়ক অবরোধ করেন বাসশ্রমিকেরা।বেলা ১১টার দিকে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী শহরে বিক্ষোভ মিছিল করেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় একটি ট্রাক, একটি বাসসহ অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেন।চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার চার রাস্তার মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় অক্সিজেন এলাকা থেকে আসা প্রায় ১৫-২০টি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। ভোলায় ভোলা-চরফ্যাশন সড়ক সাত ঘণ্টা অবরোধ, ক্যাম্পাস, শিক্ষক ও অধ্যক্ষের কক্ষ অবরোধ করাসহ সমাপনী পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা।সাতক্ষীরায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষে এক পুলিশসহ ১৫ ছাত্র আহত হন। ছাত্ররা কলেজে ব্যাপক ভাঙচুর করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং চারটি গাড়ি ভাঙচুর করেন।যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বেলা ১১টার দিকে সংঘর্ষে ১০ ছাত্র আহত হন। ভাঙচুর করা হয় অন্তত ১০টি যানবাহন, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কার্যালয়ের কম্পিউটার, দুটি মোটরসাইকেল এবং বাংলাদেশ কম্পিউটার ম্যানেজমেন্ট কলেজের (বিসিএমসি) কয়েকটি কক্ষের জানালার কাচ ভাঙচুর করা হয়। মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ৪২০ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন।আজ মন্ত্রণালয়ে সভা: পলিটেকনিক ইনস্টিটিউটের চলমান সংকট নিয়ে আজ সোমবার সভা আহ্বান করেছে গৃহায়ণ ও গণপূর্ত এবং শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, সভায় ছাত্র ও শিক্ষক নেতাদেরও ডাকা হয়েছে। সচিব বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক।’এ প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক ঢাকা, কুমিল্লা, রংপুর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, রাজশাহী, সাতক্ষীরা, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, ভোলা, ফরিদপুর, যশোর ও পাবনা অফিস এবং মুন্সিগঞ্জ, বগুড়া, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, শেরপুর ও চাঁদপুর প্রতিনিধি।চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় গতকাল বুধবার দুপুরে ককটেল বিস্ফোরণের পর পুলিশ চট্টগ্রাম কলেজে অভিযান চালিয়েছে। বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।এর আগে গত মঙ্গলবার রাত ১২টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের বাসভবনের সীমানার মধ্যে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। রাজনৈতিক দুর্বৃত্তরা এ কাণ্ড ঘটায় বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।স্থানীয় লোকজনের ধারণা, বৌদ্ধমন্দিরের পাশে একটি বহুতল ভবনে জামায়াত-শিবিরের অস্থায়ী কার্যালয় আছে। বিভিন্ন ঝটিকা মিছিল কিংবা ককটেল বিস্ফোরণের আগে দলীয় কর্মীরা ওই কার্যালয়ে জড়ো হন। সেখান থেকে জেলা প্রশাসকের বাসভবনের সীমানায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে পুলিশ কর্মকর্তারাও মনে করছেন।এদিকে গতকাল বুধবার দুপুরের দিকে নগরের বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় পর পর ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ছাত্রশিবির। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরই হামলাকারীরা পালিয়ে যায়।কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মির্জা মোহাম্মদ সায়েম প্রথম আলোকে বলেন, রাহাত্তারপুলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আকস্মিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় তাঁরা কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরই তাঁরা পালিয়ে যান। তিনি আরও বলেন, জেলা প্রশাসকের বাসভবনের সীমানার মধ্যে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। আতঙ্ক সৃষ্টি করা ছিল দুর্বৃত্তদের উদ্দেশ্য। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে চট্টগ্রাম কলেজে একজন ছাত্রকে আটকে শিবির ক্যাডাররা মারধর করে। এই সংবাদ পুলিশের কাছে যায়। বাকলিয়ার ঘটনা ও চট্টগ্রাম কলেজে ছাত্রকে মারধরের জের ধরে গতকাল বিকেলের দিকে পুলিশ অভিযান শুরু করে। চট্টগ্রাম কলেজ ঘেরাও করে পুলিশ চিরুনি অভিযান চালায়। সেখান থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। যাদের সবাই বহিরাগত।নগর পুলিশ দক্ষিণাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, ‘একজন ছাত্রকে আটকে রেখে মারধরের অভিযোগ সঠিক ছিল। ওই ছাত্রকে পরে ছেড়ে দেওয়া হয়। আমরা সেই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম কলেজে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছি।’ তিনি বলেন, আটক তিনজন বাকলিয়ায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ সুলতানা তরুণের পরিবর্তে বহিষ্কৃত নেতা আবদুর রউফকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় দলের প্রধান কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ নাম ঘোষণা করেন। আবদুর রউফ কুমারখালী উপজেলার বাসিন্দা।কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান জানান, কুমারখালী উপজেলা, পৌর এমনকি কোনো ইউনিয়ন বা ওয়ার্ডের কমিটিতে আবদুর রউফ নেই।জানা গেছে, ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচন করায় আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হন। এ কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।ফেনীর সোনাগাজীতে গতকাল সোমবার প্রচারপত্র বিলির সময় পুলিশ হিজবুত তওহিদের দুই নারী কর্মীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার নারীরা হলেন জবিলা খাতুন (৪৭) ও কামরুন নাহার (২৫)।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল হিজবুত তওহিদের দুই নারী কর্মী সোনাগাজী পৌর এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে প্রচারপত্র ও বই বিলি করছিলেন। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাঁরা ওই দুই নারীকে আটক করে সোনাগাজী থানায় খবর দেন। পরে পুলিশ ওই দুই নারীকে গ্রেপ্তার করে।
আরেকটু হলে ক্যারিয়ারটাই শেষ হয়ে যাচ্ছিল। ‘কৃতকর্মের’ পর মন্টি পানেসারেরও সেটা মনে হয়েছিল। নৈশক্লাবে মাতাল হয়ে দারোয়ানের গায়ে মূত্রত্যাগ করেছিলেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার। সেটা নিয়ে সে কি হইচই। পরে ইংল্যান্ডের অ্যাশেজ দল থেকেই বাদ পড়েন। এত দিন পর পানেসার ঘটনাটা নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, ইচ্ছা করে কাজটা করেননি। সংবিত ফিরে পাওয়ার পরে ভীষণ ভয়ই পেয়েছিলেন, ‘আমার প্রথম অনুভূতিটা ছিল আমার ইংল্যান্ড ক্যারিয়ার শেষই হয়ে গেছে। আমি নিঃসঙ্গ ও বিপর্যস্ত বোধ করছিলাম।’ অস্ট্রেলিয়ায় ফিরতি অ্যাশেজের জন্য ডাক পেয়েছেন বলেই হয়তো মনের দুয়ার খুলে দিলেন! এএফপি।নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার চানন্দি ইউনিয়নের কেরিংচরের হাসিনা বাজারে চরের জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন। নিহত ব্যক্তিরা হলেন কেরিংচরের মো. সফিউল্লা ওরফে সফিক (৪৬) ও আমিনুল হক (৪৫)। সুবর্ণচরের চরজব্বার হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ ঘটনায় আহত ব্যক্তিদের চর জব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, কেরিংচরের হাসিনা বাজার এলাকায় চরের জমির ধান কাটা নিয়ে স্থানীয় জোতদার হিসেবে পরিচিত সফিউল্লার সঙ্গে ভূমিহীনদের বিরোধ দেখা দেয়। গতকাল বিকেলে সফিউল্লা বিরোধপূর্ণ জমির ধান কাটতে গেলে ভূমিহীনেরা প্রতিবাদ করেন। এ সময় সফিউল্লার লাঠিয়াল বাহিনী ভূমিহীনদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে ভূমিহীনেরা সংঘবদ্ধ হয়ে সফিউল্লা ও তাঁর বাহিনীর ওপর হামলা চালায়। এতে সফিউল্লাসহ দুই পক্ষের কমপক্ষে নয়জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজনকে সুবর্ণচরের চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সফিউল্লা ও আমিনুল হক মারা যান। আহত বাকিদের একই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুই পক্ষের সংঘর্ষে দুজনের নিহত হওয়ার কথা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, হাসপাতালে নেওয়ার পথে ওই দুজন মারা যান। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা গ্রাম থেকে নিখোঁজ কালু মণ্ডলের (৫৫) সন্ধান সাত দিনেও মেলেনি।কালু মণ্ডল নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার নিরাপত্তাপ্রহরীর কাজ করতেন। কালু মণ্ডলের বড় ছেলে মিলন হোসেন অভিযোগ করেন, ২৪ নভেম্বর রাতে তাঁর বাবাসহ চার-পাঁচজন বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন। সাড়ে ১১টার দিকে পোশাক পরা ও রাইফেল হাতে ১০-১২ জন নিজেদের স্থানীয় মাঝিহাট ও হালশা পুলিশ ক্যাম্পের সদস্য পরিচয় দিয়ে তাঁর বাবাকে ধরে নিয়ে যায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেছেন, ‘আন্দোলনের নামে মানুষ হত্যা বন্ধ করুন। ছেলেমেয়েদের স্বার্থ ও তাদের লেখাপড়ার জন্য ক্ষতিকর কোনো কিছু করবেন না।’ খবর বাসসের।গতকাল সোমবার গণভবনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি বিরোধী দলের নেতার প্রতি বিশেষ করে ছেলেমেয়েদের নিরাপত্তার ব্যাপারে সজাগ থাকার ও তাদের পরীক্ষার দিন কোনো কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ নির্বাচনকালীন সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে এই ফলাফল তুলে দেন।প্রধানমন্ত্রী পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশে কঠোর পরিশ্রম ও বিভিন্ন বিপত্তি মোকাবিলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আবারও নির্বাচিত হয়ে সরকার গঠন করলে প্রাথমিক স্তরে কম্পিউটার ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে।অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. জিয়া উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষে রাউতি গ্রামের মহসিন খান গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।ইউএনওর কার্যালয়ের নেজারত শাখায় কর্মরত মো. শাহ আলম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বুধবার প্রথম আলোকে বলেন, ‘স্যার (ইউএনও) ঢাকায় আছেন। তিনি ফেরার পর অভিযোগপত্রটি তাঁর কাছে উপস্থাপন করব।’ শুক্রবার রাত পর্যন্ত ইউএনও উপজেলায় ফেরেননি।লিখিত অভিযোগে বলা হয়, অনৈতিক সুবিধা নিয়ে দাউদপুর মৌজার ২৮৮ খতিয়ানের হাল দাগ ৪৯০, সাবেক দাগ ৩৩২-এর ১০ শতক অর্পিত সম্পত্তি দাউদপুর (নোয়াগাঁও) গ্রামের শমসের আলীর ছেলে আবদুল গফুরের নামে ২০১২ সালের ২ এপ্রিল খাজনা আদায় করে রসিদ (নম্বর ৮৫৪৯৮৩) দেন ভূমি কর্মকর্তা জিয়া উদ্দিন। এ ছাড়া শিমুলাটি মৌজার ২০১ খতিয়ানের সাবেক ৮৮০ এবং হাল ১১৫৩ দাগের ১২ শতক অর্পিত সম্পত্তি ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর শিমুলাটি গ্রামের চণ্ডিচরণ তালুকদারের অনুকূলে খাজনা আদায় করে রসিদ (নম্বর ১৬৮২১২) দেন তিনি। পুরুড়া মৌজার (বাজার) ৬৪১ দাগের সাড়ে পাঁচ শতক জমির মালিক রোকন উদ্দিন খানের নামে খাজনা মওকুফ করে হাল সনের খাজনার রসিদ দেওয়া হয়। একই মৌজার ৮২১ দাগের ভূমির খাজনা মওকুফ করে কৌলি গ্রামের রফিকুল ইসলামের নামে হাল সনের খাজনার রসিদ দেন জিয়া উদ্দিন। উল্লিখিত দুই দাগের ভূমিতে প্রায় ২০ বছর আগে আধা পাকা ঘর নির্মাণ করে ব্যবসা চালানো হলেও হাল সনের রসিদ দেন তিনি। এ ছাড়া কৌলি গ্রামের বজলুর রহমানের এক একর ৮২ শতক ভূমি এবং বজলুরের ছোট ভাই জাহাঙ্গীর আলমের এক একর ৫২ শতক ভূমির বকেয়া খাজনা মওকুফ করে হাল সনের (১৪২০ সন) রসিদ দেওয়া হয়। মৌগাঁও গ্রামের আলীম উদ্দিনের এক একর ৭০ শতক জমির বিবরণী (রিটার্ন) না ভেঙে খাজনা মওকুফ করে হাল সনের রসিদ দেওয়া হয়। এমন আরও অনেকের নামে এ ধরনের রসিদ দেওয়া হয়।জানতে চাইলে জিয়া উদ্দিন বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। তাঁরা সবকিছু জানার ও দেখার মালিক।’ দুর্নীতি ও অনিয়মের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘কী করি না-করি, সেটা আমিই ভালো বুঝি। যান, যা পারেন তা লেখেন।’চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির ওরফে মুরাদ হত্যাকাণ্ডের ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আফছার উদ্দিন ওরফে রিয়াদ নামের এক আসামি। গতকাল মহানগর হাকিম নুরে আলম ভূঞার আদালতে তিনি এ জবানবন্দি দেন।মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে বলেন, হত্যার দায় স্বীকার করে রিয়াদ নামের এক আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি রিয়াদ তাঁর জবানবন্দিতে স্বীকার করেন, ঠিকাদারি ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে অংশ নেয় পাঁচজন। ১৫ দিন আগে এ হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডে অংশ নেওয়া তাজুল, সোহেল ও মানিককে তিনি চেনেন। অপর ব্যক্তিকে তিনি চেনেন না। জবানবন্দিতে আসামি রিয়াদ আরও বলেন, ঘটনার সময় মুরাদ মোটরসাইকেল নিয়ে তাঁর বাসা নগরের আমবাগান এলাকায় পৌঁছালে দুটি ফাঁকা গুলি করে মোটরসাইকেল থামানো হয়। পরে মুরাদকে মানিক কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপায়। অন্যরা মারধর করে। পরে তারা চলে যায়।গত সোমবার রাত পৌনে ১২টার দিকে খুলশী থানার আমবাগান রেলক্রসিং এলাকায় মুরাদকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন হত্যাকাণ্ডে ব্যবহূত কিরিচ ও রক্তমাখা শার্টসহ আসামি রিয়াদকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। মুরাদ যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। রেলওয়ের দরপত্র নিয়ে দলীয় লোকজন ছাড়াও যুবদলের কয়েকজন কর্মীর সঙ্গে তাঁর বিরোধ ছিল।পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ওহেদাবাদ গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে পুকুরে ডুবে নাজমুন নাহার (১৫) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। নামজুন নাহার স্থানীয় মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। আগামী বছর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল। তার বাবা আবদুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর জোহর নামাজ পড়ার জন্য নাজমুন নাহার পুকুরে অজু করতে যায়। একপর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিনিরুত্তাপ নির্বাচনের আয়োজন চলছে চট্টগ্রামে। নির্বাচনকে ঘিরে নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা তৎপর থাকলেও প্রার্থীদের তেমন কোনো প্রচারণা নেই। আলোচনাও নেই সাধারণ মানুষের মধ্যে। তবে তাঁদের মাঝে নির্বাচনকে ঘিরে রয়েছে অজানা আশঙ্কা।চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘খুব শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন চলছে। কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নেই। অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলে আমরা ঘুমাতে পারতাম না।’ নির্বাচন অনুষ্ঠানের সব কাজ ভালোভাবে এগিয়ে চলছে বলে তিনি দাবি করেন। আগামী ৫ জানুয়ারি চট্টগ্রামের নয়টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম চট্টগ্রামে এসেছে। এখন চলছে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ। প্রতিদিন বিভিন্ন আসনে গিয়ে থানা নির্বাচন কর্মকর্তারা স্কুল, কলেজ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘গত দুটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পেয়েছি। তখন কোনো ধরনের ভয় ছিল না। কিন্তু এবারের নির্বাচন নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটছে।’তবে সবচেয়ে বেশি শঙ্কার মধ্যে রয়েছে সহিংসতাপ্রবণ এলাকাখ্যাত সাতকানিয়া-লোহাগাড়া, বাঁশখালী, ফটিকছড়ি ও সীতাকুণ্ডের মানুষ। গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর থেকেই এসব এলাকায় থেমে থেমে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। নির্বাচন প্রতিরোধে ইতিমধ্যে সাতকানিয়া জামায়াত কমিটি গঠন করেছে বলে জানা গেছে। এ ছাড়া প্রতিটি সংসদীয় আসনে ১৮ দলের পক্ষ থেকে ভোটকেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের ঘোষণা দিয়েছে আরও আগে। প্রতিরোধ কমিটি গঠনের কথা সরাসরি স্বীকার না করে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মো. আবুল ফয়েজ বলেন, ‘সাতকানিয়ায় আমাদের কমিটি তো আছেই। যেভাবে কেন্দ্র থেকে নির্দেশ আসবে, সেভাবে আমরা তা বাস্তবায়ন করব।’চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, ‘যেহেতু কয়েকটি এলাকায় আগে কিছু ঘটনা ঘটেছে, তাই আমাদের বিশেষ দৃষ্টি থাকবে সেখানে। নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।’
একই দিনে ম্যানচেস্টারের দুই ক্লাব ইউনাইটেড ও সিটির হার দেখতে ফুটবল অনুরাগীদের অপেক্ষা করতে হয়েছে ১৮৪১ দিন। এবারের আগে সর্বশেষ ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর ঘটেছিল এই ঘটনা।ফেনীর ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সীরহাট বাজারে গতকাল বুধবার আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দলীয় কর্মীরা মো. তারেক (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে মুন্সীরহাট বাজারে বিএনপি ও আওয়ামী লীগ হরতালের পক্ষে-বিপক্ষে মিছিলে করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাতজন কর্মী আহত হন। ওই সময় বিএনপির কর্মীরা আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন ও সাইনবোর্ড ভেঙে ফেলেন। ওই হামলা ও ভাঙচুরের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ গতকাল বিকেলে মুন্সীরহাট বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে সমাবেশস্থলের পাশে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক দেখা দেয় এবং অনেকেই এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মো. তারেক নামের এক সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।ফরিদপুর শহরে বিএনপির নেতা-কর্মীদের হাতে ফটো এজেন্সি বাংলার চোখের ফরিদপুর প্রতিনিধি আহম্মদ ফিরোজ লাঞ্ছিত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা শুরুর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী সূচনা বক্তব্য শুরু করেন। তখন আহম্মদ ফিরোজ তাঁকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে কতিপয় নেতা-কর্মী ফিরোজকে কিল-ঘুষি মারেন।  ফরিদপুর অফিস৫ জানুয়ারির নির্বাচন উপলক্ষে রাজধানী ঢাকা তিনটি আসনে নৌকা মার্কায় ভোট চাইতে মাঠে নামবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দলীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা কাল বুধবার বেলা দুইটায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে, বেলা তিনটায় পল্লবীর হারুন মোল্লা ঈদগাঁ খেলার মাঠে ও বিকেল চারটায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডসংলগ্ন রবীন্দ্রসরণিতে পৃথক তিনটি জনসভায় দলীয় প্রার্থীর জন্য ভোট চেয়ে বক্তৃতা করবেন। পরদিন বৃহস্পতিবার রাজধানীর আরও দুটি স্থানে তিনি নির্বাচনী জনসভায় যোগ দেবেন।এ নিয়ে গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং ঢাকার প্রতিটি আসনের সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভা থেকে সংসদ সদস্য পদে দলীয় প্রার্থীদের নিজ নিজ এলাকায় ভোটের আমেজ সৃষ্টি এবং ভোটের আগের দিন পর্যন্ত প্রত্যেককে নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। জনসভায় লাঠির পরিবর্তে নৌকা নিয়ে মিছিল করতে বলা হয়েছে।এ ছাড়া ভোটের আগে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ায় গত শনিবার ভাড়াটে সেজে আরেক ভাড়াটের বাসায় ঢুকে গৃহকর্ত্রীকে অচেতন করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুই প্রতারক। শহরের দাতিয়ারা মহল্লার ‘পেয়ারা কুটির’ নামের তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।পেয়ারা কুটিরের মালিক সাইদুল হক জানান, গত বৃহস্পতিবার মধ্যবয়সী এক পুরুষ ও নারী তাঁর বাসার নিচতলার একটি ফ্ল্যাটের ভাড়া বিষয়ে কথা বলেন। এ সময় তাঁরা অগ্রিম ভাড়া বাবদ এক হাজার টাকা দিয়ে যান। গত শনিবার সকালে এসে তাঁর কাছ থেকে চাবি নিয়ে নিচতলার বাম পাশের ফ্ল্যাটে ঢুকে তাঁরা কক্ষ পরিষ্কার করেন। পরে কৌশলে পাশের ফ্ল্যাট থেকে ওই স্বর্ণালংকার নিয়ে যান।নিচতলার অন্য ফ্ল্যাটের ভাড়াটে হাফিজুর রহমান জানান, ওই দিন বেলা ১১টার দিকে পাশের ফ্ল্যাটের ওই নারী ও পুরুষ তাঁদের বাসায় ঢুকে তাঁর স্ত্রীর কাছে খাওয়ার পানি চান। তাঁদের একটি গ্লাস ও এক জগ পানি দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই একটি পেঁপে কেটে দিতে অনুরোধ করেন ওই নারী। এরপর প্রতারক ওই নারী ও পুরুষ তাঁকে (হাফিজুর) চুলা কিনে দেওয়ার অনুরোধ করে টাকা দিয়ে বাজারে পাঠিয়ে দেন। তিনি (হাফিজুর) বাজারে যাওয়ার পরই দুজন প্রতারক মিলে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটান।হাফিজুরের স্ত্রী জানান, তাঁর স্বামী বাজারে যাওয়ার পরপরই ওই নারী তাঁর শয়নকক্ষে ঢোকেন। তাঁর পেছনেই প্রতারক পুরুষটি তাঁদের বাসায় ঢুকে বালতিভর্তি পানিতে একটি কাঠি দিয়ে নাড়া দেন। ওই পানি থেকে ধোঁয়া বের হলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর দুই প্রতারক তাঁর পরনে ও আলমিরাতে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেন।সদর থানার ওসি আবদুর রব বলেন, ‘যেকোনো প্রতারণা ও বিপদ থেকে বাঁচতে জাতীয় পরিচয়পত্রসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত নিয়ে তবেই তাঁকে বাসা ভাড়া দেওয়া উচিত।’চট্টগ্রাম নগরের প্রবেশদ্বার সিটি গেট থেকে সীতাকুণ্ডের ছোটকুমিরা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।গত মঙ্গলবার হরতাল শেষে সন্ধ্যা ছয়টার পর অনেক গাড়ি একসঙ্গে ছাড়ার কারণে সীতাকুণ্ডের জলিল গেট, ভাটিয়ারি ও মাদামবিবিরহাট এলাকায় যানজটের সৃষ্টি হয়। রাতভর যানজট চলতে থাকে। গতকাল বুধবার দিনের বেলায় থেমে থেমে গাড়ি চলতে থাকলেও বিকেলে তা ভয়াবহ আকার ধারণ করে। সন্ধ্যা ছয়টার দিকে যানজট সীতাকুণ্ডের ছোটকুমিরা থেকে নগরের সিটি গেট এলাকা ছাড়িয়ে যায়।যানজটে আটকা পড়ে শত শত গাড়ি। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। যানজট নিরসনে হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশ জানায়, হরতালে তিন দিন ধরে বন্দরসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে আটকে পড়া অতিরিক্ত গাড়ির চাপ, সড়ক সংস্কার শেষ না হওয়া ও মহাসড়কের মাদামবিবিরহাট ও জলিল গেট এলাকায় দুটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় দায়িত্বরত বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলচন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কে নষ্ট হওয়া গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’যাত্রী এম গিয়াস কামাল বলেন, তিন কিলোমিটার দূরে গাড়িতে যেতে সময় লেগেছে দেড় ঘণ্টা।রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার এলাকায় গতকাল শুক্রবার সকালে রঘুনাথ ঘোষ লেনে নির্মাণাধীন একটি চারতলা ভবন ধসে পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।অনুমোদন ছাড়াই বাড়ি নির্মাণের অভিযোগে ধসে পড়া বাড়ির মালিক তৌহিদ উদ্দিনকে আসামি করে গতকাল সন্ধ্যায় মামলা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।ধসে পড়া বাড়ির আশপাশের বাসিন্দারা জানান, গতকাল সকাল ছয়টার পর বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় আতঙ্কও ছড়িয়ে পড়ে। দ্রুত তাঁরা বাসা থেকে বেরিয়ে দেখেন, ৭ রঘুনাথ ঘোষ লেনের নির্মাণাধীন চারতলা ভবনটি ধসে পড়েছে।স্থানীয় বাসিন্দা রাকিব উদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরে এক কাঠার মতো জমিতে তৌহিদ নিজস্ব ব্যবস্থাপনায় ভবনের নির্মাণকাজ করছিলেন। দুই দিন আগে চারতলার ছাদে ঢালাই দেওয়া হয়। এরপর ওই বাড়ির নির্মাণকাজ বন্ধ ছিল।সরেজমিনে দেখা যায়, চারতলা ভবনটি পশ্চিম দিক বরাবর ধসে পড়েছে। ওই বাড়ির পশ্চিম পাশে একটি পাঁচতলা বাড়ি। দক্ষিণে দোতলা ও উত্তরে চারতলা বাড়ি রয়েছে। স্থানীয় লোকজন জানান, ভবনটি ধসে আরেকটি বাড়ির ওপর পড়লে অনেক প্রাণহানি ঘটতে পারত।বাড়ির মালিক তৌহিদ উদ্দিন অন্যত্র থাকেন। এলাকায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে তিনি জানান, এক কাঠা জমিতে তিনি চারতলা বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ি নির্মাণের জন্য চেষ্টা করেও রাজউকের অনুমোদন পাননি বলে দাবি করেন তিনি।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই তৌহিদ উদ্দিন বাড়িটির নির্মাণকাজ শুরু করেন। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় বাড়িটি নাজুক ছিল।গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে সূত্রাপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক পলাশ চন্দ্র সরকার বলেন, সন্ধ্যায় রাজউকের অথরাইজড কর্মকর্তা এ জে এম শফিউল হান্নান বাদী হয়ে মামলা করেন। এতে বলা হয়, ১৯৫২ সালের ইমারত আইন ভঙ্গ করে তৌহিদ উদ্দিন বাড়ি নির্মাণ করে আসছিলেন। অনুমোদন না নিয়ে বাড়ি নির্মাণের কারণে আবাসিক এলাকায় প্রাণহানিও ঘটতে পারত।শফিউল হান্নান জানান, বাড়ির মালিক রাজউকের অনুমোদন নেননি। এ ছাড়া তিনি নির্মাণবিধি মানেননি। নির্মাণকালে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেননি।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাঙামাটি জেলায় পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে।রাঙামাটি জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৫০ জন। গত বছর পেয়েছিল ৫৫৯ জন। পাসের হার গত বছর ছিল ৯৭ দশমিক ৭৩। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩১ জনে। জেলায় ৭৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১১ হাজার ৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৪৫৫ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার শতভাগ। ২১টি ইবতেদায়ি মাদ্রাসার ৪৫৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন বলেন, রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি সৃজনশীল প্রশ্ন যোগ হওয়ায় ফল খারাপ হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল রোববার ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা ছিনতাই হয়েছে। সিলেটে ব্র্যাক ব্যাংকের দুটি শাখা থেকে ওই অর্থ বিশ্বনাথ শাখায় স্থানান্তর করার সময় এ ঘটনা ঘটে। তবে এ সময় পুলিশ কিংবা ব্যাংকের কোনো নিরাপত্তাকর্মী সঙ্গে ছিলেন না বলে জানা গেছে।ব্যাংক সূত্রে জানা গেছে, ব্র্যাক ব্যাংকের সিলেট নগরের বন্দরবাজার ও দক্ষিণ সুরমা শাখা থেকে নগদ এক কোটি টাকা বিশ্বনাথ শাখায় নেওয়া হচ্ছিল। বিশ্বনাথ শাখার সহকারী ব্যবস্থাপক গহর আলতাব চৌধুরী একটি ব্যক্তিগত গাড়িতে করে ওই অর্থ নিয়ে বিশ্বনাথের উদ্দেশে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে পুলিশ কিংবা ব্যাংকের কোনো নিরাপত্তাকর্মী ছিল না। পথে বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আতিরবাড়ির কাছে আলতাব সশস্ত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনটি মোটরসাইকেলে করে নয়জন ছিনতাইকারী গাড়িটি আটকে অস্ত্রের মুখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। নিরাপত্তাকর্মী ছাড়াই এক কোটি টাকা নিয়ে বিশ্বনাথে নিয়ে যাওয়া হচ্ছিল, বিষয়টি স্বীকার করে ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আলী আহসান সিদ্দিক বলেন, দ্রুত টাকা আনার জন্য এমনটি করা হয়েছিল। তিনটি মোটরসাইকেলে নয়জন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে। গাড়িচালক সোহেল আহমদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা ব্যাংক কর্মকর্তা গহর আলতাবকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তবে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ সুরমা থানা) এন এম নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গাড়িচালকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঢাকা-সিলেটের মতো একটি ব্যস্ততম মহাসড়কে এ রকম ছিনতাই কল্পনা করা যায় না। তা ছাড়া ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছি, ঘটনার সময় তাঁরা কোনো চিৎকার শোনেননি। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক ধারণা করে পুলিশ তদন্ত করছে।’নাসির উদ্দিন বলেন, গহর আলতাব ও গাড়িচালক সোহেলকে ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথ শাখায় নেওয়া হয়েছে। পুলিশ সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্তের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।৪৫ জন যাত্রী নিয়ে কক্সবাজার বিমানবন্দরে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রিজেন্ট এয়ারের একটি বিমান অবতরণ করে। এ সময় একটি কুকুর এসে বিমানটির সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক যাত্রী বলেন, দেশি-বিদেশি ৪৫ জন যাত্রী নিয়ে বিকেলে বিমানটি ঢাকা থেকে রওনা দেয়। সন্ধ্যা ছয়টার দিকে সেটি কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে নামে। কিছুক্ষণ পর বিমানটি জোরে একটা ধাক্কা খায়। ঝাঁকুনিতে যাত্রীরা হইচই শুরু করেন। তাড়াহুড়ো করে যাত্রীরা রানওয়েতে নেমে দেখেন একটি কুকুর বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে মরে পড়ে রয়েছে এবং বিমানের জ্বালানি ট্যাংক ফেটে তেল রানওয়েতে পড়ছে।রিজেন্ট এয়ারের কক্সবাজারের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেওয়ারিশ একটি কুকুরের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পেটে বাচ্চা থাকায় কুকুরটি দ্রুত রানওয়ে থেকে সরে যেতে পারেনি। তেল পড়া বন্ধ করা গেলে বিমানটি ঢাকায় ফিরে যাবে। নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের একজন নিরাপত্তাকর্মী বলেন, বিমানবন্দরের চারদিকে সীমানাপ্রাচীর থাকলেও ভাঙা অংশ এবং ফটক দিয়ে প্রায়ই রানওয়েতে বেওয়ারিশ কুকুর ঢুকে পড়ে। জনবল কম থাকায় সব সময় এসব তদারকি করা যায় না।মামলাশূন্য হয়ে পড়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বর্তমানে মাত্র চারটি মামলা বিচারাধীন রয়েছে এখানে।অপরদিকে, চট্টগ্রাম আদালতে বছরের পর বছর ঝুলে রয়েছে লাখের বেশি মামলা। এখানে দুই থেকে তিন মাস অন্তর মামলার ধার্য তারিখ পড়ে। কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকায় প্রতি সপ্তাহে মামলার ধার্য তারিখ পড়ে। এ জন্য বিচারের আশায় বুক বাঁধেন বিচারপ্রার্থীরা। কিন্তু দ্রুত বিচারের জন্য আসা মামলাগুলো ফেরত যাওয়ায় নিষ্পত্তি নিয়ে সংশয়ে ভুগছেন তাঁরা।চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকার এ ট্রাইব্যুনালে পাঠিয়েছিল। এখানে ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ধার্য তারিখে পুলিশ সাক্ষীদের হাজির করতে না পারা এবং হরতালের কারণে যথাসময়ে মামলাগুলো নিষ্পত্তি হয়নি। নতুন ১০টি চাঞ্চল্যকর মামলার তালিকা মনিটরিং কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে শুনেছি।’চট্টগ্রাম বিভাগের অধীন ১১টি জেলার মামলা এ ট্রাইব্যুনালে বিচারাধীন। গত তিন মাসে চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান ও চাঁদপুরের আলোচিত ৪৭টি মামলা ফেরত গেছে। বর্তমানে চারটি মামলা বিচারাধীন রয়েছে। এগুলোও নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পথে। এ অবস্থায় বর্তমানে মামলাশূন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল। অথচ চট্টগ্রাম আদালতে বছরের পর বছর ঝুলে আছে লাখের ওপর মামলা। এসব মামলার মধ্যে চাঞ্চল্যকর মামলাগুলো বাছাই করে দ্রুত নিষ্পত্তির জন্য এ ট্রাইব্যুনালে পাঠায় সরকার।ফটিকছড়ির প্রবাসী ইউনুস হত্যা মামলার বাদী খতিজা আখতার বলেন, ‘বছরের পর বছর হত্যা মামলাটির বিচার পাইনি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসায় বিচার পাব মনে করেছি। কিন্তু বর্তমানে মামলাটি তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফেরত গেছে। এখানে প্রতি চার মাস অন্তর মামলার তারিখ পড়ে। এতে বিচার বিলম্ব হচ্ছে। কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রতি সপ্তাহে দুবার তারিখ পড়ত। সেই তারিখগুলোতে সাক্ষীদের হাজির করতে ব্যর্থ হতো পুলিশ।’দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৫ জানুয়ারি জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলা বাদে বাকি ৫৯টি জেলার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তথ্যবিবরণী।
সম্পর্কটা তিক্ত। তাই বলে এর আগে কখনো প্রকাশ্যে কেভিন পিটারসেনের ‘দুর্নাম’ করেননি অ্যান্ড্রু স্ট্রাউস। দুর্নাম তিনি এবারও করেননি। তবে গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে পিটারসেনের সেই বিতর্কিত ‘খুদে বার্তা কাণ্ডে’ যে খুব কষ্ট পেয়েছিলেন সেটা স্পষ্ট করে দিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক।গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজের দল সম্পর্কে প্রতিপক্ষ দলের কাছে খুদে বার্তা পাঠিয়ে সমালোচিত হয়েছিলেন কেভিন পিটারসেন। গুঞ্জন আছে সেসব খুদে বার্তায় সে সময়ের ইংল্যান্ড অধিনায়ক স্ট্রাউস সম্পর্কেও অনেক কথাবার্তাও ছিল। এই অভিযোগের পরে ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়েছিলেন পিটারসেন। সেই সিরিজে নিজের এবং দলের ব্যর্থতার পর ক্রিকেটকেই বিদায় জানিয়েছিলেন স্ট্রাউস। তবে সে সময়ের ঘটনাটা যে মন থেকে মুছে ফেলেননি সেটা বোঝা গেল ডেইলি মেইল-এ স্ট্রাউসের ধারাবাহিক আত্মজীবনীর একটা অধ্যায় পড়ে। আত্মজীবনী মাই ড্রাইভিং অ্যাম্বিশন-এর গত শনিবার প্রকাশিত অধ্যায়ে স্ট্রাউস স্বীকার করেছেন সতীর্থের এমন কাণ্ডে খুব কষ্ট পেয়েছিলেন, ‘আমি মনে করি সে সীমা ছাড়িয়ে গিয়েছিল। অনেক সতর্কতার সঙ্গে গড়ে তোলা আমাদের দলের পরিবেশ সে সর্বোচ্চ চেষ্টায় অস্থিতিশীল করে তুলেছিল।’ যদি সত্যি সত্যি পিটারসেন দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকেন তাহলে তাঁকে কোনো দিন ক্ষমা করবেন না বলেও লিখেছেন তিনি, ‘যদি সে সত্যি আমাকে কীভাবে আউট করতে হবে এটা খুদে বার্তায় জানিয়ে থাকে, তাহলে একে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু বলা যাবে না। ও রকম হলে আমি তাকে কোনো দিন ক্ষমা করব না।’ এএফপি।নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. ফারুক (১২) নামে চা- দোকানের এক শিশুশ্রমিককে হত্যা ও লাশ গুমের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।গতকাল বুধবার নোয়াখালী জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কোম্পানীগঞ্জের দক্ষিণ গাংচিলের মো. আব্বাছ উদ্দিন ও বেলাল উদ্দিন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের ১৪ মার্চ দিবাগত রাতে একই এলাকার আব্বাস উদ্দিন ও বেলাল উদ্দিন স্থানীয় চা-দোকানের শিশুশ্রমিক মো. ফারুককে জোরপূর্বক গাঁজা সেবন করান। মাত্রাতিরিক্ত গাঁজা সেবন করানোর কারণে ফারুক জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আসামিরা ফারুকে তাঁদের ঘরে নিয়ে গিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে গায়ের গেঞ্জি দিয়ে মুখ বেঁধে হত্যা করে লাশটি স্থানীয় আবাসন প্রকল্পের ৫ নম্বর ঘরের পেছনে গণশৌচাগারের ভেতরে ফেলে রাখেন। ঘটনার চার দিন পর দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন লাশের সন্ধান পান।এ ঘটনায় ফারুকের বাবা সিরাজ উদ্দিন আব্বাছ উদ্দিন ও বেলাল উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত শুনানি ও স্বাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল এই রায় দেন।কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের রামপুরা সুন্দরবনের উপকূলীয় বন বিভাগের ৫০ হাজারের বেশি বাইন ও কেওড়াগাছ কেটে তৈরি করা হয়েছে একাধিক চিংড়িঘের। এতে পরিবেশ বিপন্নের পাশাপাশি উপকূলে জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে।গত বুধবার সকালে শহর থেকে সমুদ্রপথে ৫৫ কিলোমিটার দূরে চকরিয়ার সুন্দরবনে গিয়ে দেখা গেছে, কয়েক শ একর প্যারাবনের হাজার হাজার বাইন ও কেওড়াগাছ কেটে সেখানে বিশাল আকৃতির কয়েকটি চিংড়িঘের তৈরি করা হয়েছে। ঘের পাহারার জন্য তিন দিকে আটটি ঘর তৈরি করে পাহারা বসানো হয়েছে।পাহারাদারেরা বলেন, ১০-১২ দিন আগে তিন শতাধিক মানুষ প্যারাবনে ঢুকে অন্তত ৫০ হাজার বাইন ও কেওড়াগাছ কেটে ফেলে। এরপর গাছগুলো চকরিয়ার বিভিন্ন ইটভাটায় জ্বালানি হিসেবে বিক্রি করা হয়। স্থানীয় বদরখালীর মোহাম্মদ মাঝি, নুর হোসেন, চকরিয়ার নাগু সওদাগর, আবদুল শুক্কুর এই প্যারাবন নিধন করেন। ১০-১৫ বছর বয়সী বড় বড় গাছ কাটা হয় করাত দিয়ে। আর ছোট গাছের প্যারাবনে পেট্রল ঢেলে আগুন দিয়ে ধ্বংস করা হয়। পরে গাছের মুথা বা গোড়ালি উপড়ে ফেলা হয়। কেউ এসে যেন প্যারাবনের চিহ্ন দেখতে না পান।ওই দিন বেলা তিনটা পর্যন্ত সুন্দরবন ঘুরে কয়েক হাজার গাছের মুথা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেখানে মরা শামুক পড়ে রয়েছে। স্থানীয় ছেলেমেয়েরা চুন ও মাছের খাদ্য তৈরির জন্য মরা শামুক তুলে নিচ্ছেন।স্থানীয় জে এম ঘাট এলাকার বাসিন্দা আবু নাসের (৫০) বলেন, রাতের বেলায় পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে এই প্যারাবন ধ্বংস করা হয়েছে। আগে এই প্যারাবনে হরিণ, বানর, বাদুড়, সাপ, বকসহ নানা পাখির বিচরণ দেখা যেত। প্যারাবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করত এলাকায় কয়েক হাজার পরিবার।স্থানীয় তরুণ জসিম উদ্দিন (২৪) বলেন, কয়েক শ একরের প্যারাবনের ৫০ হাজারের বেশি বাইন ও কেওড়াগাছ কেটে নিলেও বন বিভাগ নীরব ভূমিকা পালন করে। তারা একটি গাছও উদ্ধার করতে পারেননি।দখলদার নুর হোসেন ও আবদুল শুক্কুর বলেন, চিংড়িঘের করার জন্য তাঁরা ভূমি মন্ত্রণালয় থেকে ৩১ জনের নামে ৩১৫ একর প্যারাবন বরাদ্দ নিয়েছেন। সেখানে এখন ঘের তৈরি করা হয়েছে। প্যারাবনের গাছ কে কেটেছে, তা তাঁরা জানেন না।উপকূলীয় বন বিভাগ কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক ভুঁইয়া বলেন, এই রেঞ্জের অধীনে এক হাজার একরের বেশি প্যারাবন রয়েছে। সেখানে গাছ আছে প্রায় ১৭ লাখ। কিন্তু বিশাল প্যারাবন পাহারা দিচ্ছে মাত্র তিনজন কর্মকর্তা-কর্মচারী।’পরিবেশবাদী সংগঠন, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, সুন্দরবনের ৫০০ একরের বেশি এই প্যারাবনে পাঁচ লাখ ৩৭ হাজারের বেশি বাইন ও কেওড়াগাছ ছিল। ইতিমধ্যে তিন লাখের বেশি গাছ কেটে চিংড়িঘের করায় উপকূলের ১০ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়েছে।রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা দেখতে না চাইলে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চাইলে আওয়ামী লীগকেই ভোট দিতে হবে। এই মুহূর্তে শেখ হাসিনার আর কোনো বিকল্প নেই।সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ৫ জানুয়ারির নির্বাচন সফল করুন—এ আহ্বান জানিয়েছেন শিল্পী, খেলোয়াড়-জনতার সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচকেরা।গতকাল সোমবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, ক্লোজআপ ওয়ান তারকা ও বাউলশিল্পীরা গান পরিবেশন করেন। আলোচনায় সাংসদ ও নাট্যব্যক্তিত্ব তারানা হালিম বলেন, এখন দুটি পক্ষ। একটি স্বাধীনতার পক্ষের শক্তি, অন্যটি স্বাধীনতার বিরোধী শক্তি। তাই কে কোন পক্ষে যাবেন, সে ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে।নাট্যব্যক্তিত্ব মাসুম আজিজ বলেন, বিরোধীদলীয় নেতা গোপালগঞ্জের নাম পাল্টে ফেলতে চেয়েছেন। কিন্তু তিনি কয়টি জেলার নাম পাল্টাবেন? তাঁর আসল উদ্দেশ্য রাজাকারদের বাঁচানো। তাই কাকে ভোট দেবেন, তা মাথায় রেখেই ভোট দিতে হবে। চারুশিল্পী সংসদের পক্ষে মো. মনিরুজ্জামান বলেন, ‘বিরোধীদলীয় নেতার আচরণ, ভাষা শুনে আমরা অবাক হয়ে যাই।’অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চারুশিল্পী কামাল পাশা চৌধুরী, ক্রীড়া সংগঠক ফজলুর রহমান ও ক্রীড়াবিদ বাদল রায়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সহজ-সরল। তাঁদের ধর্মের অপব্যাখ্যা দিয়ে আর বিভ্রান্ত করবেন না। অতীতে কিছু আলেম ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বাঙালির অধিকার আদায়ের সব সংগ্রামকে এঁরা বিধর্মীদের কাজ বলে প্রচার করেছেন। কিন্তু তাঁরা সফল হননি। ’গতকাল রোববার সিলেটের বিয়ানীবাজারে বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিলেট জেলা প্রকৌশলী নজরুল হাকিম, উপজেলা ভূমি কর্মকর্তা সালাহ উদ্দিন প্রমুখ।লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গতকাল বুধবার ১৮-দলীয় জোটের ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।থানা সূত্র জানায়, উপজেলার আকারতমা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সফিকুল ইসলাম শিবিরের কর্মী বিপ্লব হোসেনকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ করে ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন গত মঙ্গলবার বিকেলে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত আকারতমা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আসবাবে অগ্নিসংযোগ করে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাজান বলেন, হরতাল-সমর্থকেরা পরিকল্পিতভাবে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিএনপি, এলডিপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে হয়রানি করছে।চট্টগ্রামের আনোয়ারায় তিন ফসলি কৃষিজমিতে ‘বসুমতি আনোয়ারা সিটি’ নামে আবাসন প্রকল্প গড়ে তুলছে একটি আবাসন প্রতিষ্ঠান। এ জন্য কৃষি দপ্তর কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি।গত সেপ্টেম্বরে উপজেলা প্রশাসন ওই প্রকল্পের কার্যালয় সিলগালা করে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়। দুই মাসের ব্যবধানে উপজেলা প্রশাসন প্রকল্পটির কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। হিরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের এই আবাসন প্রকল্প নিয়ে এলাকায় জনরোষ দেখা দেওয়ার পর সেটি বন্ধ করা হয়েছিল।জানা গেছে, আগের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বদলি হয়ে যাওয়ার পর আবার প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। নতুন ইউএনও শেখ ফরিদ আহম্মদ প্রথম আলোকে বলেন, সিলগালা করার প্রক্রিয়া বৈধ ছিল না। তিনি বলেন, ‘আমার আগের ইউএনও তাদের কাজ বন্ধ করেছিলেন। কিন্তু ওই সংক্রান্ত কোনো কাগজপত্র আমি পাইনি। আর তাদের কার্যক্রম না চালানোর কোনো কারণও আমি দেখি না। তাদের কাছে বাণিজ্য মন্ত্রণালয়ের রিয়েল এস্টেট ব্যবসা করার অনুমতি আছে। তবে তারা এখনো কৃষিজমি আবাসনের কাজে ব্যবহারের অনুমতি পায়নি। যত দিন পাবে না, তত দিন তাদের বিজ্ঞাপন বন্ধ রাখতে বলেছি।’জানা গেছে, প্রকল্পটির প্রস্তাবিত আয়তন ৭০০ একর। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কেনা জমির পরিমাণ মাত্র সাত একর। প্রতিষ্ঠানটি নতুন করে আরও জমি কেনার চেষ্টা করছে।সরেজমিনে দেখা যায়, আনোয়ারার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের পাশে কৃষিজমিতে এই প্রকল্প গড়ে উঠছে। এসব জমিতে এখনো আউশ, আমন ও বোরো ধান চাষ হচ্ছে। জমিতে ‘বসুমতি আনোয়ারা সিটি’ আবাসন প্রকল্প নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শেখ ফরিদ আহম্মদ বলেন, ‘এটা তাঁদের কেনা জমি। তবু এটা অন্যায় হয়েছে। কারণ এটাও বিজ্ঞাপন।’আনোয়ারার আগের ইউএনও ফারুক আহমেদ বলেন, ‘বৈধভাবেই তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছিল। তারা আশপাশের জমি কিনে অনেক কৃষককে জমি বিক্রি করতে বাধ্য করছিল। এ নিয়ে এলাকায় বিক্ষোভ হচ্ছিল। তা ছাড়া তাদের কোনো অনুমোদন ছিল না। তাই বন্ধ করা হয়েছিল। এখন কীভাবে এটি চালু হয়েছে তা আমি জানি না।’ওই এলাকায় প্রকল্পের একটি কার্যালয় রয়েছে। নিষেধাজ্ঞার পর নতুন করে চালু হওয়ার পর কার্যালয়টিতে সার্বক্ষণিকভাবে ১০-১৫ জন যুবককে আড্ডা দিতে দেখা যায়। কার্যালয়ে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইলে রহিম নামে এক ব্যক্তি বের হয়ে আসেন। তিনি বলেন, ‘আমাকে বলেন। আমি কোনো পদে নাই।’ পরে আবু নাসের নামে একজন বিক্রয় কর্মকর্তা বলেন, ‘আমাদের এখন পর্যন্ত সাত একর জমি কেনা হয়েছে। কিছু প্লট বিক্রি হয়েছিল। তার মধ্যে অনেকে আবার টাকা নিয়ে গেছেন।’অনুসন্ধানে জানা যায়, আগে যাঁরা বসুমতি সিটি বন্ধের জন্য আন্দোলন করেছিলেন এখন তাঁরা মুখ বন্ধ রেখেছেন। ভয়ে স্থানীয় কৃষকেরাও মুখ খুলছেন না। স্থানীয় একাধিক কৃষকের অভিযোগ, আশপাশের জমি কেনার পর প্রতিষ্ঠানটি এখন তাদের জমি বিক্রি করতে বাধ্য করছে।এরই মধ্যে ৭০০ একরের আবাসন প্রকল্পের নামে বিজ্ঞাপন দিয়ে প্লট বিক্রি শুরু করেছে হিরাঝিল প্রপার্টিজ। এ জন্য কৃষিজমিতে আবাসন করার বিষয়ে জেলা প্রশাসন কিংবা কৃষি দপ্তরের কোনো অনুমোদন নেয়নি তারা।এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, ‘মূল আনোয়ারা এবং আশপাশের এলাকা অবশ্যই সিডিএর আওতাভুক্ত। মূল সড়কের পাশে কৃষিজমিতে আবাসন প্রতিষ্ঠান করার জন্য কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি।’উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, ‘আইনে আছে কৃষিজমি অকৃষি জমিতে রূপান্তরের জন্য অনুমতি নিতে হবে। কিন্তু আনোয়ারা বসুমতি সিটির কেউ এজন্য আমার কাছে আসেনি।’হিরাঝিল প্রপার্টি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. দিদারুল আলম বলেন, ‘আমরা এখনো সিডিএর অনুমোদনসহ বিভিন্ন অনুমোদন পাইনি। পাওয়ার পর জোরেসোরে কার্যক্রম শুরু করব। এখন কেবল সাইনবোর্ড দিয়ে রেখেছি।’ জমি বিক্রি করতে কৃষকদের বাধ্য করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাঁরা বাজারদরের চেয়ে অনেক বেশি দামে জমি কিনছেন।সব কটি জানালার বেশির ভাগ কাচ ভাঙা। ফাঁকা স্থান দিয়ে বাতাস ঢুকে কক্ষটি হিমশীতল হয়ে রয়েছে। আর এই ঠান্ডা কক্ষে রেখেই চলছে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা! ফলে রোগাক্রান্ত শিশু ও তাদের স্বজনেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ চিত্র কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের।দুর্ভোগের বিষয়টি অজানা নয় হাসপাতাল কর্তৃপক্ষের। প্রতিকার চেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে এরই মধ্যে এক ডজন চিঠি পাঠিয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। এ পরিস্থিতিতে বিব্রত চিকিৎসক ও সেবিকারাও।শিশু ওয়ার্ডের জ্যেষ্ঠ সেবিকা সবিতা রানী রায় বলেন, ‘নিউমোনিয়া ঠান্ডাজনিত রোগ। এ রোগের প্রথম ওষুধ হলো শিশুকে উষ্ণ পরিবেশে রাখা। কিন্তু আমরা তা পারছি না।’হাসপাতাল সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসের শুরু থেকে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। শুধু গত শনিবার এক দিনেই দুপুর পর্যন্ত এই রোগে আক্রান্ত ২৪ জন শিশুকে হাসাপাতালে ভর্তি করানো হয়। চলতি মাসে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৯২ জন শিশু। শনিবার শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত ১৪ শয্যার ওয়ার্ডটিতে ভর্তি হওয়া শিশুদের মধ্যে দুজন বাদে সবাই নিউমোনিয়ায় আক্রান্ত। শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানালাগুলোর অধিকাংশ কাচ ভাঙা। ফাঁকা স্থান দিয়ে বাতাস ঢুকছে। মায়েদের কেউ কেউ সন্তানকে কোলে জড়িয়ে উষ্ণতা দেওয়ার চেষ্টা করছেন।নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাসের শিশুকে নিয়ে দুই দিন ধরে ওয়ার্ডে রাতযাপন করছেন উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের নাজমা বেগম। তিনি বলেন, ‘ঠান্ডা ঘরে রাইখা ঠান্ডার চিকিৎসা। আল্লাহই জানে পোলা ভালা হইব কি না।’ভুক্তভোগীরা জানালেন, ঠান্ডা বাতাস ঢোকার পাশাপাশি যোগ হয়েছে শৌচাগার সমস্যা। পয়োনিষ্কাশন প্রক্রিয়ায় ত্রুটি দেখা দেওয়ায় বেশ কিছুদিন ধরে শৌচাগারের দরজায় তালা ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে নিচতলায় অন্য ওয়ার্ডে গিয়ে শৌচাগার ব্যবহার করতে হচ্ছে শিশু ওয়ার্ডের রোগীর স্বজনদের।এসব ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খায়রুল আলম বলেন, ‘সমাধান চেয়ে একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানতে পেরেছি, তহবিল না থাকায় কিছু করা সম্ভব হচ্ছে না।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের জন্য নগরের টাইগারপাস এলাকায় পাহাড়ের ওপর বাংলো নির্মাণের কাজ শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই করপোরেশন বাংলোর নির্মাণকাজ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। করপোরেশন সূত্রে জানা গেছে, বাংলো নির্মাণে পাঁচ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ভবনটি হবে আড়াই তলা। এর নকশা করেছেন করপোরেশনের স্থপতিরা। আগামী বছরের মধ্যে বাংলোর নির্মাণকাজ শেষ করার কথা। কাজ পেয়েছে মেসার্স এয়াকুব অ্যান্ড সন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১০ ধারার ৬(খ) অনুযায়ী, ‘কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় বা টিলা কর্তন বা মোচন করা যাবে না। তবে শর্ত থাকে, অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণক্রমে কোনো পাহাড় বা টিলা কর্তন বা মোচন করা যেতে পারে।’ চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম গত রোববার প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ওই পাহাড়চূড়ায় একসময় পুলিশ সুপারের বাংলো ছিল। চট্টগ্রামের জেলা প্রশাসক, ডিআইজিসহ অনেকের বাংলো পাহাড়ের ওপরে। এসব ভবন নির্মাণের জন্য কারও কাছ থেকে অনুমতি নিতে হয়নি। আর আমরা তো পাহাড় কাটছি না। সেখানে নতুন করে বাংলো নির্মাণ করছি মাত্র।’ মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নিলামের মাধ্যমে রেলওয়ের মালিকানাধীন এই পাহাড় কিনেছে।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, খননযন্ত্র দিয়ে পাহাড়ে খননকাজ চলছে। প্রায় তিন ফুট মাটি খনন করা হয়েছে। গতকাল রোববার আবার গিয়ে দেখা গেছে, খননযন্ত্র নষ্ট থাকায় পাশে সরিয়ে রাখা হয়েছে। প্রায় ১০ জন শ্রমিক মাটি খননের কাজ করছেন। ভবন নির্মাণের জন্য তিনটি গাছ কাটা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ রড এনে রাখা হয়েছে। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বলেন, ‘পাহাড়ের ওপর বাংলো নির্মাণ করতে হলে অবশ্যই পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কিন্তু সিটি করপোরেশন আমাদের থেকে এ ধরনের কোনো অনুমতি নেয়নি।’ পরিবেশ অধিদপ্তরের পরিচালক আরও বলেন, ‘সিটি করপোরেশন তাদের ওষুধ কারখানা, গার্বেজ প্ল্যান্ট ট্রিটমেন্টসহ অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েছিল। এ ক্ষেত্রে করপোরেশন কেন আবেদন করেনি, বুঝতে পারছি না। বিষয়টি আমরা দেখব।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমেদ বলেন, ‘করপোরেশন বাংলো নির্মাণের জন্য ভূমি ব্যবহারের অনুমোদন নিয়েছে। বাংলো নির্মাণের জায়গা পাহাড়ের ওপরে হওয়ায় করপোরেশনকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে।’করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, টাইগারপাস এলাকায় পাহাড়ে প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গায় মেয়রের বাংলো নির্মিত হবে। বর্তমানে সেখানে পাইলিংয়ের কাজ চলছে। জানা গেছে, ১৯৮৯ সালে চট্টগ্রাম পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরিত করা হয়। করপোরেশনের ২৪ বছরের ইতিহাসে এবারই প্রথম মেয়রের জন্য বাংলো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি ও জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।২৫ অক্টোবর বিকেলে ১৮-দলীয় জোট স্থানীয় বাজারে বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাত সদস্য আহত হন।ওসি রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত নয়টায় অভিযান চালিয়ে পুলিশ যুবদল ও শিবিরের কর্মী কামাল হোসেন (১৮) ও রিদুয়ানকে (১৭) আটক করেছে।পুলিশ জানায়, এর আগে জামায়াতের কর্মী ইলিয়াছ ও আলী হোসেন এবং যুবদলের কর্মী আবদুল্লাহ ও রমজান আলীকে আটক করা হয়।সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সমঞ্চান দ্বিতীয় বর্ষের ছাত্রী সাবরিনা জাহান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সমঞ্চান তৃতীয় বর্ষের ছাত্র আশরাফুল আলম নিহত হয়েছেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানান, বিশ্ববিদ্যালয়ে এখন চলছে সমাজবিজ্ঞান বিভাগের সমঞ্চান দ্বিতীয় বর্ষের পরীক্ষা। সাবরিনা ইতিমধ্যে তিনটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজ শনিবার ছিল চতুর্থ পরীক্ষায়। সেই পরীক্ষায় অংশ নেওয়ার আগেই অটোরিকশার চাকা থামিয়ে দিল এই মেধাবী ছাত্রীর জীবনঘড়ি। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সাবরিনা তাঁর বান্ধবী চারুকলা বিভাগের শিক্ষার্থী জীবন নাহারের সঙ্গে রিকশায় করে বিনোদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে পৌঁছলে রিকশার একটি অংশ (এক্সেল) ভেঙে যায়। এতে তাঁরা দুজন রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা সাবরিনাকে চাপা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বান্ধবী রাস্তায় পড়ে সামান্য আহত হন।বগুড়ার কাহালু উপজেলার কচুয়া গ্রামের হামিদুর রহমানের মেয়ে সাবরিনা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের গণরুম ‘উৎসবে’ থাকতেন।সাবরিনার সঙ্গে গণরুমে থাকতেন সুচিত্রা রায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে তাঁর মাংস খাওয়ার ইচ্ছা হলো। তাই তিন দিনের অবরোধ শেষ হলে সকালেই বান্ধবী সুমিকে নিয়ে বেরিয়ে পড়েন বাজার করতে। যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। তিনি বলেন, ‘সাবরিনার অনেক ইচ্ছা ছিল, বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হবে। তাঁর স্বপ্ন এভাবে মাঝপথে থেমে যাবে, কোনো দিন ভাবিনি।’বেলা দুইটায় লাশ নিয়ে আসা হয় রোকেয়া হলে। সেখানে তাঁর প্রথম জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান প্রমুখ। বেলা সাড়ে তিনটার দিকে তাঁর লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি কাহালুতে।সহপাঠীর মৃত্যুর সংবাদে শতাধিক ক্ষুব্ধ শিক্ষার্থী বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে গিয়ে গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী মঞ্জুর আলী, শাহরিয়ার ইমরুল ও স্বপন আহমেদ রাবার বুলেটে বিদ্ধ হন। বেলা দুইটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন বলেন, শিক্ষার্থীদের ওপর যারা গুলি চালিয়েছে, তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। ছাত্রী নিহতের বিচারও চাইবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এদিকে, পার্বতীপুর-দিনাজপুর সড়কের ভবেরবাজারের অদূরে মন্মথপুর রেলস্টেশন মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল আলম (২৮) নিহত হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সমঞ্চান তৃতীয় বর্ষের ছাত্র। পার্বতীপুর শহরের নতুন বাজার এলাকার গুলশান নগর মহল্লার স্বর্ণালংকার ব্যবসায়ী জব্বুর আলীর ছেলে তিনি।দুপুর পৌনে ১২টার দিকে আশরাফুল ভবেরবাজার থেকে মোটরসাইকেলে করে পার্বতীপুর শহরে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির আজ মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল বুধবার দোয়া অনুষ্ঠান কর্মসূচি দিয়েছে। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এ কর্মসূচির ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে রাজধানীর মালিবাগে পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে হামলা চালিয়ে শিবিরের বিমানবন্দর থানার ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মনসুর প্রধানিয়াকে গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়।
এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসের বালক বিভাগে দ্বিমুকুট জিতেছে বাংলাদেশের কাউসার আলী। রমনা টেনিস কমপ্লেক্সে কাল বালক এককের ফাইনালে কাউসার ৬-৩, ৩-৬, ৭-৫ গেমে হারিয়েছে স্বদেশি রুবেল হোসেনকে। পরে বালক দ্বৈতের ফাইনালে রুবেল ও কাউসার আলী হারিয়েছে পাকিস্তানের মোহাম্মদ আলী ও ইফরানুল হককে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান।চট্টগ্রামে হত্যা মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গোপন চন্দ্র নাথ। গতকাল বুধবার আসামির অনুপস্থিতিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিন উল্লাহ এ রায় দেন।আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের ১৮ মার্চ ফটিকছড়িতে বাগিবতণ্ডার জের ধরে মাথায় কাস্তে দিয়ে আঘাত করে কৃষক স্বপন চন্দ্র নাথকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মিলন চন্দ্র নাথ ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।নাইক্ষ্যংছড়িতে শ্যালক-দুলাভাই সম্পর্কের দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উপজেলা পরিষদের জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। রাতের আঁধারে জমি দখল করার পর কয়েক দিন ধরে দোকান ও বাড়ি নির্মাণের কাজ শেষ করলেও উপজেলা পরিষদ ও প্রশাসন কোনো বাধা না দিয়ে রহস্যজনক নীরবতা পালন করছে বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন।গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হামিদা বানু নীরব দর্শকের ভূমিকা পালনের কথা অস্বীকার করে বলেছেন, তাদের অগোচরে গভীর রাতে উপজেলা পরিষদের আট শতক জমি দখলদাররা দখল করে নিয়েছে। জমি উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকারি কৌঁসলিকে (জিপি) উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।জনসংহতি সমিতির উপজেলা সাধারণ সম্পাদক মংনু মারমা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগ নেতারা উপজেলার বাইশারিতে চাক আদিবাসিদের জুমের জমি দখল ও পাড়া উচ্ছেদের ঘটনায় সম্প্রতি সারা দেশে তোলপাড় হয়েছে। পার্বত্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত তদন্ত কমিটি ভূমিদস্যুদের গ্রেপ্তারের সুপারিশ করা সত্ত্বেও প্রশাসন এ পর্যন্ত কোনো জমি উদ্ধার ও দখলদার গ্রেপ্তার করতে পারেনি। এ জন্য তারা এখন বেপরোয়া হয়ে উপজেলা পরিষদের জমি দখলের সাহস পাচ্ছে।নাইক্ষ্যংছড়ি বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেছেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক মো. শফিউল্লাহ ও সদস্য মোহাম্মদ ইকবাল (সাবেক উপজেলা চেয়ারম্যান) সম্প্রতি গভীর রাতে দলবল নিয়ে উপজেলা পরিষদের পুকুরসংলগ্ন জমি দখল করেছেন। নাইক্ষ্যংছড়ির থানা ফটকের সামনে দখলদাররা প্রায় এক সপ্তাহ ধরে সেখানে পাঁচটি দোকান ও দুটি বসতবাড়ি নির্মাণ করেছেন।উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাাণ সম্পাদক শফিউল্লাহ উপজেলার জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই জমি তাঁরা একজনের কাছ থেকে কিনেছিলেন। সেখানে তাঁরা দোকান ও ঘর নির্মাণ করেছেন।তবে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসলি (জিপি) স্বপন কুমার দাশ বলেছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের জমির ওপর আদালতের কোনো আদেশ নেই। একই ঘটনায় উভয় পক্ষের আদালতে দুটি মামলা হওয়ায় নির্বাহী আদালতে উপজেলা প্রশাসনের দায়ের করা মামলাটি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত স্থগিত করেছেন। কিন্তু উপজেলা প্রশাসন যে উদ্দেশ্যে মামলা করেছে সেই উদ্দেশ্যকে স্থগিত করা হয়নি।উপজেলা চেয়ারম্যান হামিদা বানু ও ইউএনও আহমেদ জামিল বলেছেন, জিপির কাছ থেকে এখনো আদালতের আদেশের কপি পাওয়া যায়নি। পাওয়া গেলে জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সিলেটের দক্ষিণ সুরমায় প্রবাসী তিন ভাইয়ের বৃদ্ধা মাকে খুন করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শুকুরজান বিবি (৭০)।পুলিশ জানায়, প্রবাসী ছোট ছেলের স্ত্রী হাফসা বেগমকে নিয়ে বাড়িতে থাকতেন শুকুরজান। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে শুকুরজানকে হত্যা করে। চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ শুকুরজানের শয়নকক্ষ থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। মোগলাবাজার থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মাহবুবুর রহমান বলেন, গলায় গামছা প্যাঁচানো ও মুখে কাপড় গোঁজা অবস্থায় শুকুরজানের লাশ পাওয়া গেছে।
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে দুই মাস ধরে উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত থাকছেন না। এতে উপজেলা পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট পরিষদ মিলনায়তনে উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভা ডাকা হয়। প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকলেও ১০টি ইউপির সব চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন। গত বুধবার চলতি মাসের মাসিক সমন্বয় কমিটির সভা ডাকা হয়। এ সভায়ও ইউপি চেয়ারম্যানরা অনুপস্থিত ছিলেন। ফলে সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি।কয়েকজন ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন, সরকারি নির্দেশনা না মেনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল ইচ্ছামতো টিআর, কাবিখা, এডিপিসহ সরকারি বরাদ্দ বণ্টন করে দেন। তিনি নিজের পছন্দের লোক দিয়ে প্রকল্প প্রস্তাব দাখিল করে সরকারি বরাদ্দ লুটপাট করছেন। এসবের প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। এখন তিনি উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন।চামরাদনী ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার অভিযোগ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। কেউ এর প্রতিবাদ করলে তাঁকে নানাভাবে হেনস্তা করেন তিনি।ধরমপাশা উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়াল সরকারি বরাদ্দ বণ্টনে কোনো নিয়মের তোয়াক্কা করেন না। আমাদের কথার কোনো গুরুত্ব দেন না।’ সভা বর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একধরনের মৌন প্রতিবাদ। সরকারি বরাদ্দের সুষম বণ্টন ও অনিয়ম বন্ধে তাঁর (আবদুল আউয়াল) কাছ থেকে নিশ্চয়তা পেলেই আমরা সভায় যোগ দেব, না পেলে দেব না।’ইউএনও মো. খালেদুর রহমান জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসের উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় ইউপি চেয়ারম্যানরা অনুপস্থিত ছিলেন। তাই সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি।আবদুল আউয়াল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো অনিয়ম করিনি। কাজ করলে কিছু ভুলভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। ইউপি চেয়ারম্যানরা এলজিএসপি, অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিসহ বিভিন্ন বরাদ্দের অর্থ লুটপাট করে থাকেন। আমি এসবের প্রতিবাদ করি বলেই তাঁরা এমন অভিযোগ করছেন। ইউপি চেয়ারম্যানরা সমন্বয় কমিটির সভায় অনুপস্থিত থাকায় বিধি মোতাবেক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বুধবার দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়াকাটার ফজিল আহমদ ও তালেব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল সকাল সাড়ে আটটায় দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয় লোকজন আহত তালেব আলী, আইয়ুব আলী, নুরুল আলম, জসিম উদ্দিন, নুর হোসাইন, আনোয়ার হোসাইন, জলিল আহমদ ও মোহাম্মদ হাসানকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজুল হক বলেন, আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এ নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নকাজের দরপত্রের সঙ্গে জাল পে-অর্ডার জমা দিচ্ছে একশ্রেণীর ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সাধারণ ঠিকাদারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।সিটি করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের প্রকৌশল বিভাগ গত সাত মাসে দুই দফায় ১৬টি জাল পে-অর্ডার জব্দ করেছে। ২৪ নভেম্বর জব্দ করা হয় ১৩টি এবং গত মে মাসে জব্দ করা হয় তিনটি। আর ২০১১ সালের ২৮ এপ্রিল জব্দ করা হয়েছিল ১২টি।সূত্র জানায়, করপোরেশন এ অভিযোগে আটটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত এবং একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে।করপোরেশন সূত্র জানায়, কোনো দরপত্রের সঙ্গে জামানত হিসেবে প্রকল্প ব্যয়ের আড়াই শতাংশ অর্থ পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে।করপোরেশনের প্রধান প্রকৌশলী মোখতার আলম বলেন, নিয়ম অনুযায়ী জাল পে-অর্ডার জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়। তিনি বলেন, এ ধরনের ঘটনা এড়াতে এই প্রথম সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সিটি করপোরেশনের ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন বলেন, ‘ব্যাংক থেকে স্বল্প মেয়াদে ঋণ নিয়ে দরপত্রে অংশগ্রহণ করি। কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানের জমা দেওয়া জাল পে-অর্ডার ধরা পড়লে দরপত্রের লটারি পিছিয়ে যায়। এ জন্য কাজ শুরু হয় নির্দিষ্ট সময়ের পরে। আর নির্ধারিত সময়ে পে-অর্ডার ফেরত না পাওয়ায় ব্যাংকের সুদ বৃদ্ধি পায়।’করপোরেশনের প্রকৌশল বিভাগ ২৪ নভেম্বর ১৩টি উন্নয়নকাজের বিপরীতে নূর মোহাম্মদ অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জমা দেওয়া ১৩টি জাল পে-অর্ডার জব্দ করে। এ ঘটনায় করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম ২৫ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন।করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৮ এপ্রিল ১২টি জাল পে-অর্ডার জব্দ করা হয়। ফতেয়াবাদে একটি বৃদ্ধাশ্রম নির্মাণ, রাস্তাঘাট সংস্কারসহ পাঁচটি উন্নয়নকাজের দরপত্রের সঙ্গে এসব পে-অর্ডার জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে ভুয়া পে-অর্ডার ব্যবহার করে এমআর এন্টারপ্রাইজের নামে তিনটি, আর জাহানের নামে দুটি, স্টার এজেন্সির নামে চারটি এবং আবেদীন এন্টারপ্রাইজের নামে তিনটি কাজের শিডিউল কেনা হয়।সূত্র জানায়, গত মে মাসে জাল পে-অর্ডার জমা দিয়ে প্রায় দেড় কোটি টাকার কাজ পেয়েছিল তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে যাচাই করে পে-অর্ডারগুলো জাল প্রমাণিত হওয়ায় সেই সব প্রতিষ্ঠানকে দেওয়া কার্যাদেশ বাতিল করা হয় এবং প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়।ঠিকাদার গোলাম মহিউদ্দিন বলেন, গুটি কয়েক প্রতিষ্ঠানের কারণে দুর্নামের ভাগীদার হতে হচ্ছে সবাইকে। আর ঠিকাদারদের বিশ্বাসযোগ্যতাও নষ্ট হচ্ছে।বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিশু আকলিমা প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় পাস করেছে। সহপাঠী স্বাভাবিক শিশুদের সঙ্গে প্রতিযোগিতা করে আকলিমার এই সাফল্য পাড়ার মানুষের মুখে হাসি ফুটিয়েছে। কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত আকলিমার মা-বাবা মেয়ের এই সাফল্য নিয়ে চিন্তিত। কারণ, তাঁদের কাছে মেয়ের এই সাফল্যের মানেই হচ্ছে টানাটানির সংসারে খরচের আরও একটি খাত উন্মুক্ত হওয়া।আকলিমা নান্দাইল পৌরসভার ৮১ নম্বর সুতারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান আকন্দ বলেন, ‘আকলিমা কানে শুনতে পায় না। কথা বলতে পারে না। জন্ম থেকেই তার এই অবস্থা। এ রকম একজন শিক্ষার্থীর উপযোগী শিক্ষা শ্রেণীকক্ষে তাকে দেওয়া সম্ভব হয়নি। তার পরও ইশারা-ইঙ্গিতে যতটুকু পারা যায়, বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রচণ্ড ইচ্ছাশক্তির জোরে মেয়েটি এত দূর আসতে পেরেছে।’নান্দাইল পৌরসভার ঝাউগড়া গ্রামের আবুল কালাম ও ফাতেমা বেগম দম্পতির বড় মেয়ে আকলিমা। মা-বাবা জানান, জন্মের পর থেকেই মেয়েটি প্রতিবন্ধী। কিন্তু ছোটবেলা থেকেই বইয়ের প্রতি তার প্রচণ্ড আকর্ষণ।বিদ্যালয়সূত্রে জানা যায়, আকলিমা জিপিএ-২ দশমিক ৭৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এটাই এবারে বিদ্যালয়ের সবচেয়ে ভালো ফল।২১ নভেম্বর প্রথম আলোতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় আকলিমার অংশগ্রহণ নিয়ে ‘বলা নেই শোনা নেই/আছে শুধু লেখাপড়া’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
ওয়ালটন আমন্ত্রণমূলক জাতীয় মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল ফাইনালে বিজেএমসি ২৭-৪ গোলে হারিয়েছে রাঙামাটি জেলাকে। বিজেএমসি প্রথমার্ধে ২০-৩ গোলে এগিয়ে ছিল। বিজেএমসির শিরীনা ৭টি ও রোজিনা ৫টি গোল করেন। ম্যাচসেরা বিজেএমসির শিরীনা। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ঢাকা জেলা ১৭-৯ গোলে হারিয়েছে দিনাজপুর জেলাকে। ওই ম্যাচের সেরা ঢাকা জেলার আয়েশা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিজেএমসির সাহিদা।বিরোধী দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের পর চট্টগ্রাম নগরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। গতকাল বুধবার নগরের বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। বিশেষ করে সকালে ও সন্ধ্যায় অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।যানজটের কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছতে পারেননি অনেকে। বিদ্যালয়গামী শিশু ও অভিভাবকদেরও পড়তে হয়েছে যানজটের কবলে।এ ছাড়া গতকাল নগরে কোনো দলের রাজনৈতিক কর্মসূচি না থাকায় প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার জন্য রাস্তায় জনসমাগম বেশি ছিল। নগরের আগ্রাবাদ, দেওয়ানহাট, জিইসির মোড়, ষোলশহর দুই নাম্বার গেট, কাজীর দেউড়ি, জামালখান, আন্দরকিল্লাসহ সব গুরুত্বপূর্ণ সড়কেই যানজট দেখা যায়।ফেনীতে গতকাল শুক্রবার বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবলীগের এক কর্মী আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র এ কথা জানিয়েছে। এদিকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে শহরের উত্তর সহদেবপুর এলাকার হারুন কলোনির একটি ঝুপড়িঘরে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবলীগের কর্মী জাহিদ হোসেন (২৭) আহত হন। বিস্ফোরণে তাঁর মুখমণ্ডল, বুক ও হাত ঝলসে গেছে। সূত্র জানায়, জাহিদকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, জাহিদ হোসেন বোমা তৈরির কারিগর। বোমা তৈরির সময় বিস্ফোরণে তিনি আহত হন। তিনি জানান, জাহিদ চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ফেনী থানায় সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।এদিকে গতকাল বিকেলে শহরের ট্রাংক রোডের খেজুর চত্বরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে ইমাম হোসেন তারেক (১৫) নামের একজন দোকান কর্মচারী আহত হয়েছে। ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা জানান, জাহিদের অবস্থা আশঙ্কাজনক। ইমাম হোসেন আশঙ্কামুক্ত।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) সিলেট জেলায় দুই হাজার ৬৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এক হাজার ৩৩৬ জন ছাত্র এবং এক হাজার ৩৩৫ জন ছাত্রী। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৩ হাজার ৮৩২ জন।জেলার ১২টি উপজেলার মধ্যে সদর উপজেলা থেকে সর্বোচ্চ সংখ্যাক জিপিএ-৫ এসেছে। এ উপজেলায় এক হাজার ৪৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সার্বিক ফলাফলের দিক দিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা শীর্ষে রয়েছে। এ উপজেলা থেকে এক হাজার ৮৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাসের হার ৯৯ দশমিক ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন শিক্ষার্থী।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী চমন সিকান্দার জুলকারনাইন (৫২)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের অক্টোবরে রাজাকার কমান্ডার মোবারকের নেতৃত্বে এক যুবককে হত্যা করা হয় বলে তিনি শুনেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চমনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আবুল কালাম। মোবারক আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা চমন জবানবন্দিতে বলেন, একাত্তরে তিনি শহরের অন্নদাশঙ্কর উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়তেন। অক্টোবরের শেষ দিকে বিদ্যালয়ের দপ্তরি ছালাম প্রধান শিক্ষকের একটি নোটিশ নিয়ে ক্লাসে গেলে তা পড়ে শোনানো হয়। নোটিশটিতে বলা হয়, বিদ্যালয়ের পূর্বদিকে আনন্দময়ী কালীবাড়িতে এক দুষ্কৃতকারী আটক আছে, ছাত্রদের গিয়ে ওই দুষ্কৃতকারীকে দেখে আসতে হবে। তারপর ক্লাসটিচার আবদুর রউফের নেতৃত্বে তাঁরা ২২-২৩ জন ছাত্র কালীবাড়ি যান। সেখানে বাংলা ও উর্দুতে ‘রাজাকার মঞ্জিল’ লেখা সাইনবোর্ড দেখেন। কালীবাড়ির পশ্চিম দিকের বারান্দায় তাঁরা ১৮-১৯ বছরের এক যুবককে বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দেখেন। তিন-চার দিন পর যুবকটিকে কালীবাড়িতে আর দেখা যায়নি। উপস্থিত মানুষের কাছে শোনেন, আগের রাতে রাজাকার কমান্ডার মোবারকের নেতৃত্বে রাজাকাররা ওই যুবককে কুড়ুলিয়া সেতুর ওপর নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। সারা দিন তাঁর লাশ খালের পাড়ে পড়ে ছিল।সাক্ষী জবানবন্দির শেষ পর্যায়ে মোবারককে শনাক্ত করেন। পরে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৬ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।আদেশের দিন পুনর্নির্ধারণ: একই ট্রাইব্যুনাল গতকাল ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও বিএনপির নেতা জাহিদ হোসেন ওরফে খোকনেরবিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ৯ অক্টোবর দিন পুনর্নির্ধারণ করেন।চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে বরুণ আচার্য্য নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে কারাধ্যক্ষ একটি মামলা করেছেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া জানান, বরুণ আচার্য্যকে প্রতারণা মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, ‘বরুণ আচার্য্য নামের ওই ব্যক্তি কখনো সাংবাদিক, কখনো মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে আদালত প্রাঙ্গণে ও কারাগারে আসামি ও তাঁদের স্বজনদের মামলা থেকে রেহাই ও মুক্তিসহ নানা প্রলোভন দেখিয়ে টাকা আদায় করে আসছে। এমনকি কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর সখ্য আছে দাবি করে কারারক্ষীদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছে। গতকাল কারা ক্যান্টিনে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে কারারক্ষীরা তাঁকে আটক করে রাখে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামে পূর্ববিরোধের জের ধরে বিবদমান দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের খামারবাড়িতে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলেও অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালারাইতা গ্রামের খামারবাড়ির মুকবুল আহমঞ্চদ ও আবদুল গফুরদের মধ্যে বাড়িতে একটি বেড়া নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে, যার জের ধরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারিতে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বসতঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) কুমিল্লা জেলায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। জেলায় গড় পাসের হার ৯৯ দশমিক ১৫। জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ১৭৮ জন। বুড়িচং ও মনোহরগঞ্জ উপজেলায় পাসের হার শতভাগ।সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে আদর্শ সদর উপজেলার শিক্ষার্থীরা। এখানে দুই হাজার ৭৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বালিকারা এগিয়ে রয়েছে। জেলায় সর্বনিম্ন পাসের হার হোমনা উপজেলায়। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লার ১৬টি উপজেলার তিন হাজার ৪৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার এক লাখ ১০ হাজার ৪১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাসের হার ৯৯ দশমিক ১৫ শতাংশ। বালকদের মধ্যে পাসের হার ৯৯ দশমিক ২০ এবং বালিকাদের পাসের হার ৯৯ দশমিক ১১ শতাংশ। বালকদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৮৫ আর বালিকাদের মধ্যে পেয়েছে চার হাজার ৯৯৩ জন। গত বছর জেলায় পাসের হার ছিল ৯৭ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ৫২২ জন।নগরের মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সালেহা আক্তার বলেন, বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রমে বৈচিত্র্য আনা হয়েছে। শ্রেণীকক্ষের পড়া শ্রেণীকক্ষেই আদায় করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ফল হয়েছে।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে কালের কণ্ঠ। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ফাইনালে কালের কণ্ঠ ৩ উইকেটে হারিয়েছে চ্যানেল নাইনকে। অপরাজিত ২৬ রান করে ফাইনালের ম্যাচসেরা জয়ী দলের জামাল হোসেন। একই দলের আতিকুর রহমান ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট। এর আগে সেমিফাইনালে কালের কণ্ঠ ৩ উইকেটে রাইজিংবিডিকে ও চ্যানেল নাইন ২৮ রানে সমকালকে হারায়।মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে বাজারের একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।প্রতক্ষ্যদর্শীরা জানান, বাসটি হোটেলটির সামনে দাঁড়ানো ছিল। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। বাসের চালক ও তাঁর সহকারী দুপুরের খাবার খেতে যান। বাসটিতে হঠাৎ আগুন দেখে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নেভানোর আগেই বাসটি প্রায় পুড়ে যায়।ফেনীর ফাজিলপুর রেলস্টেশনে বৃহস্পতিবার রাতে আগুন দিয়ে রেলের সিগন্যাল ইন্সট্রুমেন্ট বক্স (প্যানেল বোর্ড) নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।রেলের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ১৪-১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত ফাজিলপুর রেলস্টেশনে হানা দেয়। তারা স্টেশনমাস্টারকে না পেয়ে স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা সফিউল আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে সিগন্যাল ইন্সট্রুমেন্ট বক্সের (প্যানেল বোর্ড) কক্ষের তালার চাবি কেড়ে নেয়। পরে কক্ষের ভেতরে ঢুকে প্যানেল বোর্ডে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা প্যানেল বোর্ডের কিছু যন্ত্রাংশ নষ্ট করে। পরে রেলস্টেশনের অন্যান্য কর্মী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও রেলের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে প্যানেল বোর্ডটি সম্পূর্ণ অচল হয়ে যায়।কিশোরগঞ্জ জেলা শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে আগুনে তৈরি পোশাক বিক্রির সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।এর আগে গত শুক্রবার রাতে বড়বাজার এলাকার প্রাইম ব্যাংকের পাশে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত হয়।প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাত আড়াইটার দিকে এলাকায় সাঈদ গেঞ্জিঘর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শতাধিক মৎস্যজীবী উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার দাবিতে গতকাল রোববার সিলেট বিভাগীয় কমিশনারের বরাবর স্মারকলিপি দিয়েছেন। প্রভাবশালীদের বাধার কারণে তাঁরা উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে পারছেন না বলে অভিযোগ করেছেন।কয়েকজন মৎস্যজীবী জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও, মদিপুর, পাইলগাঁও, আলাগদি ও হাড়গ্রামের প্রায় দুই হাজার পরিবার সরকার-ঘোষিত উন্মুক্ত জলাশয় কাঞ্চা ও বিবিয়ানা প্রথম খণ্ড জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। ওই জলাশয়ে মাছ ধরতে গেলে সম্প্রতি তাঁদের বাধা দেন ও মারধর করেন জালালপুর গ্রামের আরশ আলী ও রমজান আলীর নেতৃত্বে কিছু প্রভাবশালী লোক।মৎস্যজীবী নেতা এখলাছুর রহমান বলেন, ‘আমরা ওই পাঁচ গ্রামের দুই হাজার পরিবার সেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করছি। এখন অমৎস্যজীবীরা জোর করে ওই জলাশয়ে মাছ ধরছেন।’এ ব্যাপারে রমজান আলী বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রশাসন দেখবে।’পাইলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন, ‘আমার ইউনিয়নের দরিদ্র মৎস্যজীবীরা উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এখন তাঁদের মাছ ধরতে দেওয়া হচ্ছে না। তাই তাঁরা অসহায় হয়ে পড়েছেন। বিষয়টি আমি ইউএনওকে জানিয়েছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘মৎস্যজীবীদের স্মারকলিপি আমি বিভাগীয় কমিশনারের দপ্তরে পাঠানোর ব্যবস্থা করব। তবে আমি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রকৃত মৎস্যজীবীদের টোকেন ফির মাধ্যমে অনুমতিপত্র নিয়ে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে বলেছি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা টোকেন ফি জমা দিয়ে অনুমতিপত্রের জন্য আবেদন করেছেন।’বিশ্ব মান দিবস উপলক্ষে গতকাল বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।চট্টগ্রাম নগরের আগ্রাবাদে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফরিদ আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন।শোষিত-বঞ্চিত জনসাধারণের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে ‘লুটেরা শ্রেণীর রাজনীতি ও শাসনমুক্তির আন্দোলন’ নামের একটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে।গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। ১২টি বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ প্রয়াসে এ সংগঠন হয়েছে বলে জানানো হয়।সংগঠনটির সভাপতি ওয়াজি উল্লাহ জানান, আড়াই বছরের প্রস্তুতি শেষে জাতির ক্রান্তিলগ্নে তাঁরা মাঠে নামছেন।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলে সারা দেশে শীর্ষ স্থান অর্জন করেছে বরিশাল বিভাগ। পাসের হার ৯৯ দশমিক ২৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৭৫৯ জন। সারা দেশের মধ্যে বরিশাল এই সেরার সমঞ্চান অর্জন করে। বরিশাল বিভাগ থেকে এক লাখ ৫৫ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬৯ হাজার ৭২৪ জন ও ছাত্রী ৮৬ হাজার ৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ছাত্র পাঁচ হাজার ১৩৩ জন ও ছাত্রী ছয় হাজার ৬২৬ জন। বরিশাল বিভাগে প্রথম হয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, দ্বিতীয় অবস্থানে বরিশাল জিলা স্কুল এবং তৃতীয় স্থানে রয়েছে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়। বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা নিঃসন্দেহে আনন্দিত। তবে জেএসসি পরীক্ষায় বোর্ড সেরা প্রতিষ্ঠান ও সমাপনী পরীক্ষায় বরিশাল বিভাগের সেরা প্রতিষ্ঠানের সমঞ্চান অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা চাই আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ বাড়াতে হবে।’ প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মাহবুব এলাহী বলেন, যেকোনো অঞ্চলের চেয়ে শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিয়ে আসছে বরিশাল। এর সঙ্গে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন, মডেল টেস্ট নেওয়া, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সচেতনতা সমঞ্চানজনক ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রেখেছে। গত রোববার ঘোষিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সারা দেশের মধ্যে বরিশাল বোর্ড প্রথম স্থান অর্জন করে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ চতুর্থ দিনের মতো শুনানি গ্রহণ করেন।গতকাল শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া রায়ের ৮৪ থেকে ১০৬ পৃষ্ঠা পর্যন্ত পড়েন। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সাঈদীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১।চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্রের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা দেড়টায় চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) চত্বরে এ দুর্ঘটনা ঘটে।বন্দর সূত্র জানায়, নিহত শ্রমিক মারুফ হোসেন (৩০) বেসরকারি কনটেইনার ডিপো এছাক ব্রাদার্সে কর্মরত ছিলেন। বন্দর থেকে ডিপোতে কনটেইনার নেওয়ার জন্য তিনি সিসিটি ইয়ার্ডে যান। এ সময় যন্ত্রের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন। তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।রাজধানীর শাহবাগে বাসে আগুন দিয়ে ১৯ জনকে দগ্ধ করার ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে নাগরিক ঐক্য। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একই সঙ্গে চলমান রাজনৈতিক সহিংসতায় গত সপ্তাহে ২০ জন নিহত হওয়ার দায়দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে নিতে হবে।মান্না বলেন, রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত নিরাপত্তা থাকার পরেও কীভাবে বাসে আগুন দেওয়া হলো, তা অবশ্যই তদন্ত করে দেখতে হবে। তাই সরকারি সংস্থার ওপরে ভরসা না করে একজন নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান করে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি।গতকাল শুক্রবার সকালে তোপখানা রোডের শিশু কল্যাণ মিলনায়তনে দেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের বক্তব্য উপস্থাপনের জন্য এক সংবাদ সম্মেলন করা হয়। এতে জানানো হয়, আজ বেলা তিনটায় নাগরিক ঐক্য শহীদ মিনার থেকে শান্তির জন্য সাদা পতাকা মিছিল করবে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে যোগ দেবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, সিপিবি ও বাসদ একই সময়ে শহীদ মিনারে মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে। নাগরিক ঐক্য ও সিপিবি-বাসদ যুগপৎভাবে ওই মিছিল কর্মসূচি পালন করবে।মাহমুদুর রহমান মান্না এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বাসে আগুনে দগ্ধদের দেখতে যান। পরে তিনি বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সরকারকে অবশ্যই সমঝোতার পথে হাঁটতে হবে। বিরোধী দলকেও এতে সাড়া দিতে হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের উপদেষ্টা ও সাবেক সাংসদ এস এম আকরাম, কমিটির সদস্য আবু বকর সিদ্দিক ও ইফতেখার আহমেদ।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে গত রোববার রাতে পাঁচ বাড়িতে ডাকাতি হয়েছে।একই রাতে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১৫-২০ জন ডাকাত মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে ঢুকে পটকা ফুটিয়ে আতঙ্ক ছড়ায়। এরপর তারা মো. কাইয়ুমের পাকা বাড়ির ফটকের তালা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে ডাকাতেরা খোরশেদ আলম ভূঁইয়ার ঘরে ঢুকে পাঁচ ভরি স্বর্ণালংকার, এক লাখ ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন লুট করে। পরে ডাকাতেরা জহির ভূঁইয়ার বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৩৫ হাজার টাকা এবং সোলেমান ভূঁইয়ার ঘরে ঢুকে পাঁচ হাজার টাকা লুট করে। শেষে ডাকাত দলটি অবসরপ্রাপ্ত শিক্ষক হুমায়ন কবীর ভূঁইয়ার ঘরে ঢুকে দুই ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মৌলভীবাজার সদর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই গ্রামের আজাদ মিয়ার বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি ফেলে। পরে তারা আলমারি ভেঙে ৪৫ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ কম্পিউটার ও চারটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। ডাকাতদের মারধরে গৃহকর্তা আজাদ মিয়া, তাঁর স্ত্রী মিলন বেগম, ছেলে সুজন মিয়া এবং কাজের ছেলে স্বপন আহত হন। গুরুতর আহত আজাদ ও স্বপনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনা ওপেনে মেয়েদের লড়াই শুরু হয়েছে আগেই। আজ শুরু হওয়া পুরুষদের এককের সবচেয়ে বড় আকর্ষণ ‘একের’ লড়াই।এখনো এক নম্বর আসনটি নোভাক জোকোভিচের অধিকারে। তবে তা হাতছাড়া হয়ে যেতে পারে বেইজিংয়েই। পা হড়কালেই তাঁকে টপকে এক নম্বরে উঠে যাবেন রাফায়েল নাদাল। চোট কাটিয়ে ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর থেকেই নাদাল আছেন দুর্দান্ত ফর্মে। জোকোভিচও মানছেন, এই মৌসুমে নাদালই বিশ্বের সেরা খেলোয়াড়। তবে চীনা ওপেনের তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচ এক নম্বর আসনটি হাতছাড়া করতে নারাজ। কোর্টে নামার আগে সার্বিয়ান তারকার প্রত্যাশা, বেইজিংয়ে ভালো করে শীর্ষস্থান তিনি ধরে রাখবেন, ‘এটা ধরে রাখার সুযোগ আছে। আমি শীর্ষস্থান ধরে রাখতে লড়ে যাব।’ তবে নাদালও ভাবছেন জোকোভিচের কাছ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নেওয়াটা হবে ‘খুবই কঠিন।’ এএফপি।নাটোরের সিংড়া উপজেলায় নাগর নদ ও চলনবিলে বানার বাঁধ দিয়ে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা নির্বিচারে মাছ শিকার করছেন বলে অভিযোগ উঠেছে।এতে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকার স্থাপনাও হুমকির মুখে পড়ছে। এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না।উপজেলা মৎস্য কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাজপুর ইউনিয়নের নিলামপুর গ্রামে নাগর নদের এপার থেকে ওপারে বাঁধ দিয়ে বিত্তি (মাছ মারার ফাঁদ) পাতা হয়েছে। ছোট-বড় কোনো আকারের মাছই এই ফাঁদ এড়াতে পারছে না। এ ছাড়া বানায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় মাটি ধসে তীরবর্তী নিলামপুর জামে মসজিদসহ কয়েকটি স্থাপনা নদীগর্ভে বিলীন হতে বসেছে। এভাবে মাছ শিকারে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিনের ঘনিষ্ঠ যুবলীগ কর্মী হেলাল উদ্দিন, আবদুল মতিন ও ধলু প্রাং। এলাকাবাসী বাধটি অপসারণে ব্যবস্থা নেওয়ার জন্য সপ্তাহ খানেক আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনও এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দিলে গত রোববার উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বানা অপসারণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত তা অপসারণ করা হয়নি।নিলামপুর জামে মসজিদ কমিটির সভাপতি আনিছুর রহমান বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বাঁধ দেওয়ার কাজে জড়িত। তাই প্রশাসন তাঁদের বিরুদ্ধে জোড়ালো কোনো ব্যবস্থা নিচ্ছে না।ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, ‘যাঁরা মাছ ধরছেন তাঁরা আমার দলের লোক, এটা ঠিক। তবে দলীয় পরিচয়ে তাঁরা মাছ ধরছেন না। আয়রোজগারের স্বার্থে মাছ ধরছেন। এতে যদি অন্যায় হয়ে থাকে তাহলে প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দল তাতে বাধা দেবে না।’এদিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নে চলনবিল এলাকা ঘুরে এখানেও বানার বাঁধ দিয়ে ছোট-বড় সব ধরনের মাছসহ কাঁকড়া ও শামুক পর্যন্ত নিধন করতে দেখা গেছে। ২৫ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, জলাশয়ের এক কিলোমিটারের বেশি অংশ বাঁধ দিয়ে ঘেরা। এটি এতটাই নিশ্ছিদ্র যে জলজ কীটপতঙ্গ পর্যন্ত আটকা পড়ছে।বাঁধে ডাইড় পাতার কাজে ব্যস্ত হাসান আলী বলেন, ‘বিলের মাছ মেরে না খেলে বাঁচব কী করে? তবে আমি তো একা এ কাজ করি না। এর সঙ্গে এলাকার বড় বড় মানুষও জড়িত।’নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন শিক্ষক বলেন, বিশাল এই বাঁধ থেকে যে আয় হয় তার ভাগ স্থানীয় প্রশাসনসহ আওয়ামী লীগের বড় নেতারাও পান। তাঁদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই।খোঁজ নিয়ে জানা গেল, বিশাল বাঁধটি পরিচালনা করছেন ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খয়ের উদ্দিনের ভাই উপহার ও ভাতিজা ভুট্টু। খয়ের উদ্দিন বলেন, ‘আমি এই মাছ শিকারের সঙ্গে জড়িত না। বিলের মাছ যখন যার খুশি মারে।’উপজেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, উপজেলার অধিকাংশ এলাকা চলনবিলবেষ্টিত। বিস্তীর্ণ এই এলাকার খোঁজখবর নেওয়ার মতো জনবল তাঁদের নেই। উন্মুক্ত জলাশয়ে বাঁধ দিয়ে মাছসহ জলজ প্রাণী শিকার বেআইনি হলেও এর সঙ্গে প্রভাবশালীরা জড়িত। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কঠিন। এর পরও তাঁরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন।তিন দিনের অবরোধের কারণে ভেঙে পড়া টেনসূচি গতকাল শুক্রবারও ঠিক হয়নি। গতকাল প্রভাতীসহ বিভিন্ন ট্রেন বিলম্বে চট্টগ্রাম ছেড়েছে।জানা গেছে, ঢাকামুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে চট্টগ্রাম ছেড়ে যায়। এ ছাড়া পাহাড়িকা এক্সপ্রেসও সাড়ে ছয় ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম ছেড়েছে। তবে মেইলট্রেনগুলো যথাসময়ে চট্টগ্রাম ছেড়েছে। অন্যদিকে চট্টগ্রামমুখী প্রভাতী বিলম্বে চট্টগ্রামে পৌঁছায়।রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘অবরোধের ধকল অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। দু-একটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে।’প্রথম আলো বন্ধুসভা নরসিংদীতে ১০০ জন দুঃস্থ শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেছে। গত রোববার রাতে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।কম্বল পেয়ে ষাটোর্ধ্ব এলাচী বেগম বলেন, ‘আমরা স্টিশনে শীতের মধ্যে কত কষ্ট কইরা থাহি। কেউ কোনো খোঁজখবর লয় না। আল্লাহ তোমাগো শান্তিতে রাহুক।’ কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান, বন্ধুসভার সহসভাপতি শেখ রুমন আহমেদ ও কে এইচ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বনভোজন শেষে বাড়ি ফেরার পথে দুই নৌকার সংঘর্ষে খাদিজা আক্তার (৯) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু ও চার শিক্ষার্থী আহত হয়েছে। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আজবপুর নিডস কিন্ডারগার্টেনের ৪৫ জন শিক্ষার্থীকে নিয়ে কয়েকজন শিক্ষক বনভোজন করতে শনিবার সকালে মোটরযানযোগে হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে যান। বনভোজন শেষে তাঁরা ওই দিন সন্ধ্যায় উপজেলার রসুলপুর বাজারে ফেরেন। ওই বাজার থেকে তাঁরা ইঞ্জিনচালিত নৌকাযোগে আজবপুর গ্রামে ফিরছিলেন। কিছুদূর যাওয়া মাত্র ইটবোঝাই একটি নৌকার সঙ্গে তাঁদের বহনকারী নৌকার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নরসিংহপুর গ্রামের মানজু মিয়ার মেয়ে খাদিজা মারা যায়। এ ছাড়া চার শিক্ষার্থী আহত হয়। অন্য শিক্ষার্থী ও শিক্ষকেরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নাজমুল হক জানান, আহত শিক্ষার্থীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী প্রথম আলোকে জানান, গতকাল রোববার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে খাদিজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।রাজশাহীর বাগমারা উপজেলার খয়রা বিলের নিয়ন্ত্রণ নিয়ে দখলদার ও এলাকাবাসীর মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ (ইউপি) ২০ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিলের দখলদার পক্ষের লোক শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মৃধা, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আবুল কালাম আজাদসহ ২০ থেকে ৩০ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে শ্রীপুরের রামগুইয়াতে আসেন। এ সময় গ্রামবাসী মাইকে এলাকায় বহিরাগত ব্যক্তিদের প্রবেশের খবর প্রচার করলে বাঙ্গালপাড়া, দাউদপুর ও রামগুইয়া এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে শ্রীপুর ইউপি সদস্য হাবিবুর রহমানসহ কমপক্ষে ২০ জন আহত হন।গ্রামবাসীর প্রতিরোধের মুখে দখলদার ব্যক্তিরা পালিয়ে যান। তবে ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনসহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ রাখে রাখে গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে।বিল দখলকারীদের পক্ষের সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, তাঁরা বিল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে প্রতিপক্ষের সঙ্গে আলাপ করতে এসেছিলেন। এ সময় তাঁদের ওপর হামলা হয়। তাঁদের ছয় থেকে সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে পানিতে ফেলে দেওয়া হয় বলেও জানান তিনি।তবে গ্রামবাসী অভিযোগ অস্বীকার করে বলেন, বিল দখলদারেরা ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এলাকায় এলে ক্ষুব্ধ লোকজনের প্রতিরোধের মুখে পড়েন।থানার ওসি আবদুল হামিদ জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আলোচিত খয়রাবিল দখল করে সেখানে মাছ চাষ করছেন। অপরদিকে স্থানীয় জেলেরাও মাছ ছাড়েন বিলে। বিলের নিয়ন্ত্রণ নিয়ে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে এলাকায়।নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের হামলায় আহত ছাত্রলীগের আরেক কর্মী মো. শহীদুল্লাহ মিয়া (২৬) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাস-পাতালে নেওয়ার সময় তিনি মারা যান। ওই হামলায় এ নিয়ে দুজন নিহত হলেন।শহীদুল্লাহ মিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য। তাঁর বাড়ি নরসিংদীর ঘোড়াশাল উপজেলায়।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, অবরোধ চলাকালে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের ব্যবসায়িক কার্যালয়ে পৌর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান। সেখানে তখন উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা চলছিল। সেখানে উপজেলা ছাত্রলীগের সদস্য আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় ছাত্রলীগের কর্মী শহীদুল্লাহ মিয়া ও ইয়াসিন মোল্লা গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে আহত শহীদুল্লাহও মারা যান।সূত্র জানায়, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বিরোধী দলের ৮৪ ঘণ্টার হরতাল চলাকালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের ব্যবসায়িক কার্যালয়ে ঢিল ছোড়া হয়। এ ঘটনার জের ধরে মনির হোসেনের লোকজন ছাত্রদলের কয়েকজন কর্মীর বাড়িতে হামলা চালান। পরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করে ছাত্রদলের কর্মী রিপন ও রুবেল। ঘটনার পর তাঁরা এলাকা ছেড়ে পালিয়ে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় রিপন ও রুবেল এলাকায় ফিরে এলে আনোয়ার হোসেনসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁদের মারধর করে পুলিশে সোপর্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ওই রাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের ব্যবসায়িক কার্যালয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।অবশ্য উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘এ হত্যাকাণ্ডে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। জানতে পেরেছি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির দুজনকে ধরে নিয়ে তাঁর কার্যালয়ে আটকে রেখে মারধর করেন। এতে তাঁদের স্বজনেরা ক্ষিপ্ত হয়ে এ হামলা করতে পারেন।’পলাশ থানার ওসি মামুনুর রশীদ জানান, এখনো কোনো মামলা হয়নি।সাঙ্গু নদ পেরিয়ে বাঁশখালীর চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে যাই। সেখান থেকে মোটরসাইকেলে উপজেলা সদর। শিশিরভেজা পথ মাড়িয়ে যতই এগোচ্ছি, বিভিন্ন বাজারে চোখে পড়ছে দুই প্রার্থীর পোস্টার। দুজনের গণসংযোগ হাড়কাঁপানো শীতের মধ্যে যেন কিঞ্চিৎ উষ্ণতা ছড়িয়ে দিয়েছে।‘সন্ত্রাসকবলিত দক্ষিণ চট্টগ্রামের’ বাঁশখালীতে জামায়াত-শিবির দলগতভাবে শক্তিশালী। এই উপজেলা নিয়ে চট্টগ্রাম-১৬ আসন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর নৌকা প্রতীকের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন নগরের কাট্টলী এলাকার স্থায়ী বাসিন্দা ও জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) হায়দার আলী। প্রতীক বাইসাইকেল।নির্বাচন কেমন হচ্ছে, জানতে চাইলে উপজেলা সদরে একজন ভোটার বললেন, ‘ভালোই তো।’ কেমন ভালো? এই ভোটার বললেন, ‘এখানে তো আওয়ামী লীগ-বিএনপি লড়াই।’ মানে কী? বললেন, “বিএনপি-জামায়াত নির্বাচনে না থাকলেও ওদের একটি অংশ জেপির প্রার্থীর পক্ষে কাজ করছে। সঙ্গে আছে ‘আওয়ামী লীগের জামায়াতপন্থী অংশ’।”স্থানীয় একাধিক রাজনীতিক ও কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী তাঁর সম্বন্ধীকে (স্ত্রীর বড় ভাই) এ আসনে প্রার্থী করিয়েছেন বলে প্রচারণা আছে। বিএনপির কিছু তরুণ কর্মী জেপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বাঁশখালীর বিভিন্ন জায়গায় পোস্টারও লাগিয়েছেন এই তরুণেরা।চট্টগ্রাম শহরতলির কাট্টলীর বাসিন্দা হায়দার আলী প্রায় ৬৫ কিলোমিটার দূরে বাঁশখালীতে কেন প্রার্থী হলেন, জানতে চাইলে বললেন, ‘আমাদের আদি বাড়ি বাঁশখালীর সাধনপুরে।’ কবে আপনারা শহরে চলে এলেন? হায়দার বললেন, ‘সম্ভবত ১৮৩০ সালের দিকে।’নগরের তিনটি আসনের কোনোটিতে প্রার্থী না হয়ে বাঁশখালীতে প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে হায়দার বলেন, ‘চট্টগ্রামে জেপির প্রার্থীকে একটি আসন দেওয়ার চিন্তাভাবনা ছিল। আমি বাঁশখালীকে বেছে নিয়েছি। কিন্তু এখানে আওয়ামী লীগ আমাকে ছাড় দিতে নারাজ। তবে আওয়ামী লীগের একটি অংশ এবং বিএনপি-জামায়াতের সমর্থন পাব বলে এখনো আশা করছি।’চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী আপনার কী হন—এই প্রশ্নে একটু সময় নিয়ে বলেন, ‘আমার ভগ্নিপতি।’ উনি কি আপনাকে প্রার্থী হতে উদ্বুদ্ধ করেছেন? জবাবে বললেন, ‘আরে না না, তিনি কেন বলবেন? ’ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশখালীতে এবারও আওয়ামী লীগের প্রার্থী চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। ১৯৯১ সালে সর্বশেষ সুলতানুল কবির চৌধুরী নৌকা প্রতীক নিয়ে জয়ী হন। এরপর আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ জিততে পারেনি।আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বাঁশখালীতে আমি বিএনপি-জামায়াতের বিরুদ্ধেই লড়ছি।’ তিনি বলেন, ‘বাঁশখালীতে জেপি বলতে কিছু নেই। হায়দার আলীর পক্ষে তাঁর ভগ্নিপতি জাফরুল ইসলাম চৌধুরীর লোকজন প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। তাঁর পোলিং এজেন্টও করা হচ্ছে বিএনপি-জামায়াতের লোকজনকে। সারা দেশের চিত্র কী, সেটা আমি জানি না। তবে বাঁশখালীতে বিএনপি-জামায়াত নির্বাচনী মাঠে আছে।’নির্বাচনে দলের প্রার্থীর অবস্থা কেমন, জানতে চাইলে বাঁশখালী আওয়ামী লীগের ‘জামায়াতপন্থী অংশের’ নেতা হিসেবে পরিচিত উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন, ‘আমাদের প্রার্থী ছিলেন আবদুল্লাহ কবির ওরফে লিটন। তাঁকে সরিয়ে মোস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে। তাই ভোটকেন্দ্রে যাওয়ার সম্ভাবনা নেই।’সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী বলেন, ‘বাঁশখালীতে এবারও আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত-বিএনপির লড়াই হচ্ছে। জেপির প্রার্থীর পক্ষে কাজ করছেন বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী।’এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও জাফরুল ইসলাম চৌধুরীর তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
রেলে নিয়োগে দুর্নীতির আরও দুটি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেবে দুদক।এ নিয়ে মোট পাঁচটি মামলায় মৃধা ও তাঁর সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। মৃধার বিরুদ্ধে মোট ১৪টি মামলা করেছিল দুদক ২০১২ সালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায়।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, নগরের কোতোয়ালি থানার দুটি দুর্নীতির মামলায় মৃধা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছে দুদক। কাল (সোমবার) আদালতে অভিযোগপত্র দুটি জমা দেবেন দুদকের তদন্ত কর্মকর্তা।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত নবজাতকের মুখ দেখতেও এক মায়ের কাছ থেকে বকশিশ বাবদ ৫০০ টাকা দাবি করেন এক আয়া। শোকাহত মা ৩০০ টাকা দেওয়ায় ওই আয়া ক্ষুব্ধ হয়ে মৃত শিশুকে মায়ের কোলে না দিয়ে বিছানার ওপর ফেলে দেন।এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর ওই আয়াকে (এমএলএসএস) গতকাল বুধবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাসপাতালের পরিচালক।হাসপাতালের রোগী ও কর্মীরা জানান, হাসপাতালে কোনো নবজাতকের জন্ম হলে তার মুখ দেখতে মা-বাবার কাছ থেকে কমপক্ষে ৫০০ টাকা বকশিশ আদায় করেন আয়ারা। নবজাতককে দেখার উত্তেজনায় বাবা-মা বা তাঁদের স্বজনেরা ওই টাকা দিয়ে থাকেন। কিন্তু মৃত নবজাতকের ক্ষেত্রে শোকাহত বাবা-মায়ের কাছ থেকে সহজে বকশিশ আদায় করতে পারেন না। তবু মৃত নবজাতক মায়ের কোলে হস্তান্তরের সময় জোর করে বকশিশ আদায় করেন।কয়েক দিন আগে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন এক প্রসূতি। গত মঙ্গলবার রাতে তিনি একটা মৃত বাচ্চা প্রসব করেন। তখন মিনা বেগম নামের একজন আয়া ওই মায়ের কাছে ৫০০ টাকা বকশিশ দাবি করেন। শোকাহত মা তাঁকে ৩০০ টাকা দেন। পুরো টাকা না পেয়ে মিনা বেগম মৃত নবজাতককে মায়ের কোলে না দিয়ে বিছানার ওপর ফেলে চলে যান। এ ব্যাপারে হাসপাতালের পরিচালকের কাছে অভিযোগ করেন ওই মা। পরিচালক গতকাল মিনা বেগমকে কারণ দর্শানোর নোটিশ দেন।এ ব্যাপারে কথা বলতে গতকাল হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে গেলে মিনা বেগমকে পাওয়া যায়নি। একজন সেবিকা বলেন, মিনা রাতের পালায় দায়িত্ব পালন করেন। দিনে তাঁকে পাওয়া যাবে না। মিনার মুঠোফোন নম্বরও জোগাড় করা সম্ভব হয়নি।জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, মিনা বেগম এখনো নোটিশের জবাব দেননি। জবাব পেলে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পরিচালক জানান, মিনার জায়গায় ১৭ বছর ধরে অন্য এক নারী ছিলেন। একই ধরনের অভিযোগ পেয়ে তাঁকে তিনি অন্য জায়গার দায়িত্ব দিয়েছেন। এখন মিনা বেগমও একই কাজ করছেন।পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদকে গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার কোর্টহাজতে পাঠানো হয়েছে।কক্সবাজারের রামু বৌদ্ধবিহারে হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বৃহস্পতিবার তোফায়েল আহমদকে পুলিশ গ্রেপ্তার করে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, তোফায়েল আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল কক্সবাজার বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়েছে। রোববার শুনানি হবে।লক্ষ্মীপুর সদর উপজেলার কাঞ্চনীবাজার প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের গ্রন্থাগারে গত রোববার রাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঠ্যবইসহ কয়েক হাজার বই ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়।জানা গেছে, রোববার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার চররুহিতা এলাকায় অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আধা পাকা ভবনে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন জ্বলতে দেখে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠান। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুরে প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে কাল ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে হারিয়েছে লক্ষ্মীপুর যুব সংঘকে। গোল করেছেন ব্রাদার্সের সবুজ, চুন্নু ও পলাশ। লক্ষ্মীপুরের গোলটি জামালের।সামার ওপেন ব্যাডমিন্টনরক্সি পেইন্টস সামার ওপেন ব্যাডমিন্টনে কাল জিতেছেন এনাম, জাকারিয়া, সুদীপ্ত, সাফি, তুষার, মুন্না, রিতু, খালেদ, মাশরাফি, শুভ, এনায়েত, মিনহাজ, রানা, সনি, তপু, জাবেদ, আইমান, পেস্তা, মুক্তার, জাহেদ, অহিদুল, রনি, অভি ও লালচাঁদ।—ক্রীড়া প্রতিবেদকপাবনার বেড়ায় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। পুলিশ একটি বিশেষ মহলের ইন্ধনে বেড়া ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনের দাবি করা হয়।বেড়া উপজেলা আওয়ামী যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুল ইসলাম ফরিদের ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। তাঁর বক্তব্য থেকে জানা যায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ও বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে গত মঙ্গলবার সাঁথিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল বের হয়। এর পর থেকে মিছিলের নেতৃত্বদানকারী কয়েকজন নেতার বিরুদ্ধে পুলিশ আক্রোশমূলক আচরণ করছে।লিখিত বক্তব্যে জানানো হয়, এরই ধারাবাহিকতায় বেড়া উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রশীদ দুলালের বাড়িতে পুলিশ হয়রানিমূলক তল্লাশি চালিয়ে তাঁর লাইসেন্স করা শটগান ও ৫০ রাউন্ড গুলি নিয়ে যায়। এ সময় তাঁর পরিবারের লোকজনের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করে। এ ছাড়াও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার দাস, আওয়ামী লীগের নেতা তপন হায়দারসহ কয়েকজন নেতা-কর্মীকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। সংবাদ সম্মেলনে পুলিশের এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক মণ্ডল, উপজেলা কৃষক লীগের সহসভাপতি হবিবুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।উল্লেখ্য, পাবনা-১ আসনের আওতাধীন বেড়া ও সাঁথিয়া উপজেলায় ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এর একাংশের নেতৃত্বে রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ ও অপর অংশের নেতৃত্বে রয়েছেন বর্তমান সাংসদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। পাঁচ বছর ধরে আবু সাইয়িদের অনুসারীরা নিষ্ক্রিয় হয়ে থাকার পর আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে চাঙা হয়ে উঠেছেন। তাঁদের ধারণা, পাবনা-১ আসনে এবার আবু সাইয়িদই আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। আবু সাইয়িদ পিএইচডি ডিগ্রি অর্জন করায় আগামীকাল শুক্রবার বেড়া কলেজ মাঠে ‘প্রজন্ম ৭১’-এর পক্ষ থেকে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হবে। প্রকৃতপক্ষে আগামী নির্বাচন উপলক্ষে এটি আবু সাইয়িদের রাজনৈতিক শোডাউন বলে অনেকেই মনে করছেন।আমিনুল ইসলাম বলেন, গণসংবর্ধনা অনুষ্ঠান বাধাগ্রস্ত করতে একটি চিহ্নিত মহল পুলিশকে ব্যবহার করে নেতা-কর্মীদের হয়রানি করছে।এ ব্যাপারে বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, আবদুর রশীদ দুলাল তাঁর লাইসেন্স করা শটগান ও পিস্তল দিয়ে আওয়ামী লীগের একাংশের কিছু নেতা-কর্মীকে ভয়ভীতি দেখান বলে অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে বেড়া থানার ওসি আগ্নেয়াস্ত্র দুটির কাগজপত্র দেখতে রশীদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁকে না পেয়ে ওসি গুলিসহ তাঁর শটগানটি থানায় নিয়ে আসেন।ফেলানী খাতুন হত্যা মামলার পর্যালোচনা এখনই শুরু করা সম্ভব হচ্ছে না। এতে আরও কিছুদিন সময় লাগবে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অতিরিক্ত মহাপরিচালক বি ডি শর্মা গতকাল শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছেন।গতকাল বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশি তাঁর বাহিনীর বার্ষিক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় এক প্রশ্নের জবাবে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক বি ডি শর্মা বলেন, ‘এটা ঠিক, ফেলানী হত্যা মামলা পুনর্বিবেচনার নির্দেশ আমরা দিয়েছি। কিন্তু এখনো তা শুরুই করা যায়নি।’ তিনি বলেন, ‘ফেলানী হত্যা মামলা পুনর্বিবেচনার সিদ্ধান্তের পর বেশ কয়েক মাস কেটে গেছে। এটি একটি জটিল পদ্ধতি। হুট করে শুরু ও শেষ করা যায় না। যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা সব দিক খতিয়ে দেখছেন।’সময়সীমা সম্পর্কে শর্মা প্রথম আলোকে বলেন, ‘নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়। আমরা মামলাটি রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আমরা তা শুরু করতে চাই।’বিএসএফ সূত্রে জানা গেছে, ফেলানীর মৃত্যু তাদের জন্য এতটাই অস্বস্তিকর ও স্পর্শকাতর মামলা যে, অনেক দিক খতিয়ে দেখতে হচ্ছে। এটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত বাহিনীর মনোবলের ওপর কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত না হওয়ায় কাজ শুরু করতে দেরি হচ্ছে। এ ধরনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে অনেক কিছুই ভাবনায় রাখতে হয়।বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশি স্বীকার করেন, বাংলাদেশে নির্বাচনের কারণে আগামী এক-দেড় মাস পূর্ব সীমান্ত পরিস্থিতি তাঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সীমান্ত নিশ্ছিদ্র করতে তাঁরা নানা ব্যবস্থা নিচ্ছেন। বর্তমান ৮০ হাজার জওয়ানের সঙ্গে আরও পাঁচ হাজার যুক্ত করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, অপরাধীরা যাতে সীমান্ত পেরিয়ে আসা-যাওয়া করতে না পারে, বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রের চালান যাতে বন্ধ হয়—এসব দিকে কড়া নজর দেওয়া হচ্ছে।বিএসএফের দুই শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিএসএফের সম্পর্ক স্বাধীনতার পর এমন আর কখনো দেখা যায়নি। দুই বাহিনীর আন্তরিকতা, সহযোগিতা, পারস্পরিক বিশ্বাস ও ভরসা, তথ্যের আদান-প্রদান এবং প্রয়োজনীয় টহলদারি সীমান্ত সমস্যার সমাধানে দারুণ ফল দিচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।স্বতন্ত্র প্রার্থী এ এস এম কামরুল ইসলামের প্রার্থিতা বৈধ হওয়ায় কুমিল্লা-৮ (বরুড়া) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া স্বতন্ত্র প্রার্থীকে আনারস প্রতীক বরাদ্দ দেন।নির্বাচনের পাঁচ দিন আগে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচনী এলাকাজুড়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর গতকাল সন্ধ্যা থেকেই মাইকযোগে কামরুল ইসলামের প্রচার শুরু হয়েছে। এদিকে ওই আসনে নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার ও কাল বুধবারেরমধ্যে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মাঠে নামবেন বলে জানা গেছে।জানা যায়, গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-১-এর জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ফরহাদ হোসেন রিটার্নিং কর্মকর্তাকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দের জন্য নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী এ এস এম কামরুল ইসলামকে আনারস প্রতীক বরাদ্দ দেন।
কী দ্রুতই না বদলে গেল আর্সেনালের ভাগ্য! প্রথম ম্যাচে হারের পর সমালোচনায় জেরবার দলটি পরশু সোয়ানসিকে হারিয়ে প্রিমিয়ার লিগে পেল টানা পঞ্চম জয়। টানা অ্যাওয়ে ম্যাচ জয়ের নিজেদের রেকর্ডও ছুঁয়েছে লন্ডনের ক্লাবটি। এই নিয়ে লিগে টানা আটটি অ্যাওয়ে ম্যাচ জিতল আর্সেনাল। এর আগে ২০০১-০২ মৌসুমে লিগ জয়ের পথে টানা আটটি অ্যাওয়ে ম্যাচ জিতেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। টানা ১১টি অ্যাওয়ে ম্যাচ জয়ের ইংলিশ লিগের রেকর্ডটি চেলসির। ২০০৮ সালের ৫ এপ্রিল থেকে ৬ ডিসেম্বরের মধ্যে ১১টি ম্যাচ জিতেছিল চেলসি। হোম-অ্যাওয়ে মিলিয়ে টানা জয়ের রেকর্ডে সবার ওপরে আর্সেনাল (১৪, ২০০১-০২ ও ২০০২-০৩)।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত লাল মসজিদের সাবেক প্রধান গাজী আবদুল রশিদের হত্যার ঘটনায় দেশটির সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে নির্দোষ ঘোষণা করেছে পুলিশ। ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ ওয়াজিদ আলির আদালতে গতকাল বুধবার ওই মামলার শুনানিকালে এ ঘোষণা দেওয়া হয়। তবে বিচারক বলেন, লাল মসজিদের অভিযানে ১১ সেনা নিহত হওয়ার ঘটনায় আরেকটি হত্যা মামলা করা যেতে পারে।মোশাররফের পক্ষে তাঁর আইনজীবী ইলিয়াস সিদ্দিকি আদালতে তথ্য-প্রমাণাদি উপস্থাপন করে বলেন, গত ছয় বছরে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করা যায়নি।তবে লাল মসজিদ সুহাদা ফাউন্ডেশনের আইনজীবী তারিক আসাদ আদালতকে বলেন, মামলাটির তদন্তকালে কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ প্রমাণাদি আমলে নেয়নি। তিনি বলেন, লাল মসজিদ অভিযানের মূল পরিকল্পনাকারীই ছিলেন মোশাররফ।লাল মসজিদ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১ নভেম্বর পর্যন্ত পরবর্তী শুনানি স্থগিত করেছেন।২০০৭ সালে লাল মসজিদে সেনাবাহিনীর অভিযানে সেনাসদস্য ও মাদ্রাসা শিক্ষার্থীসহ অন্তত ৫৮ জন নিহত হয়। এর মধ্যে দিয়ে তালেবানপন্থী এ মসজিদে টানা আট দিনের রক্তক্ষয়ী অভিযানের অবসান ঘটে। ডন।রাজধানীর মিরপুরে গতকাল শুক্রবার দুপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, বেলা একটার দিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজসংলগ্ন টোলারবাগ প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দোতলা বাসটিতে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, উচ্ছৃঙ্খল লোকজন বাসটিতে আগুন দিয়েছে।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, ওই সময় বাসটিতে চালক, চালকের সহকারী বা কোনো যাত্রী ছিলেন না। যান্ত্রিক ত্রুটিতে ইঞ্জিনে আগুন লাগলে পুরো বাসটি পোড়ার কথা নয়। ঘটনার তদন্ত চলছে।ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে ফেরত যাচ্ছে অতিদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির প্রায় ৩৭ লাখ টাকা। এ দ্বন্দ্বের কারণে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির কাজও ওই ইউনিয়নে শুরু হচ্ছে না।ইউপি চেয়ারম্যান, সদস্য ও উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যানের বিরুদ্ধে ছনধরা ইউনিয়নের হাটবাজার, খেয়াঘাট ইজারার ফি ও গত অর্থবছরের কর্মসৃজন কর্মসূচির টাকা আত্মসাৎ এবং নিয়মবহির্ভূতভাবে খোঁয়াড় দেওয়ার অভিযোগ ওঠে। এ ব্যাপারে গত ২০ নভেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ (পিআইও) বিভিন্ন কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্যদের বিরোধ সৃষ্টি হয়।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের অক্টোবর মাসে ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান প্রকল্পের কাজ শুরু হলেও ছনধরা ইউনিয়নে এখন পর্যন্ত কাজ শুরু করা যায়নি। ফলে এ ইউনিয়নের ৪৬৪ জন শ্রমিকের জন্য বরাদ্দ করা ৩৭ লাখ ১২ হাজার টাকা ফেরত যাচ্ছে। কারণ, অক্টোবরে শুরু হয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু এ ইউনিয়ন থেকে এখন পর্যন্ত কোনো প্রকল্প প্রস্তাবই জমা দেওয়া হয়নি।ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘চেয়ারম্যান বিভিন্ন কাজে অনিয়ম করায় আমরা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। এতে আমাদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব দেখা দেওয়ায় ওই কাজ আটকে রয়েছে। ফলে শ্রমিকেরা তাঁদের বরাদ্দ কাজ থেকে বঞ্চিত হচ্ছেন।’ একই ধরনের কথা বলেন শফিকুল ইসলামসহ কয়েকজন সদস্য।ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম কর্মসৃজন প্রকল্পের ৩৭ লাখ ১২ হাজার টাকার কাজ আটকে থাকার কথা স্বীকার করে বলেন, ‘শিগগিরই কাজ শুরু করব।’ সময় তো শেষ, কীভাবে শুরু করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি নীরব থাকেন।ফুলপুরের ইউএনও এ এস এম ফেরদৌস বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হচ্ছে।
অনুমোদনের বাইরে অপরিকল্পিত জনবল নিয়োগই রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংকটের মূল কারণ। সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়ার আমলে অনুমোদিত ৩৩৬টি পদের বিপরীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ৬৭৮ জনকে নিয়োগ দেওয়া হয়। ফলে এই বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত জনবল হয়ে গেছে ৩৪২ জন।মূলত এসব জনবলের বেতন-ভাতা ও চাকরি নিয়মিতকরণ নিয়েই সংকটের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিনিয়তই কোনো না কোনো আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে। সাবেক উপাচার্যের রেখে যাওয়া জঞ্জাল সরাতে হিমশিম খাচ্ছে মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বর্তমান উপাচার্য।বিদ্যমান সংকট সমাধানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সরকারের কাছে আপৎকালীন ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছেন। কিন্তু এখনো অনুমোদন মেলেনি।উদ্ভূত পরিস্থিতি উত্তরণে ইউজিসি গঠিত কমিটি সংকটের কারণ উল্লেখ করে তা থেকে উত্তরণে আটটি সুপারিশ করেছে। গত ১৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। গত মাসে ইউজিসির সদস্য আতফুল হাই শিবলীকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়েছিল। কমিটি সরেজমিনে এই প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়টির নিয়োগের ওপর সরকার ও ইউজিসির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আট দিনে ২৮৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে অস্থায়ী, অ্যাডহক ও দৈনিক হাজিরা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, যা নজিরবিহীন। এত অল্প সময়ে এত অধিকসংখ্যক কর্মকর্তা, কর্মচারী অননুমোদিতভাবে নিয়োগ দেওয়াতেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।জানতে চাইলে কমিটির আহ্বায়ক ও ইউজিসির সদস্য আতফুল হাই শিবলী প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছি। এখন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবর জানান, তাঁরা প্রতিবেদন পেয়ে প্রয়োজনীয় কাজ শুরু করেছেন।বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে এভাবে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য দায়ী সাবেক উপাচার্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান তাঁরা।প্রতিবেদনে বলা হয়, ইউজিসি থেকে কয়েক দফায় ৩৩৬ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিভিন্ন পদের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে শিক্ষকের ৮২টি অনুমোদিত পদের বিপরীতে ৯২ জনকে নিয়োগ দেওয়া হয়। পরে ১৮ আগস্ট শিক্ষকের আরও ৩০টি পদ অনুমোদন দেওয়া হয়। তবে শিক্ষকের ২০টি পদ এখনও শূন্য।অন্যদিকে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদের ৬২ জনের অনুমোদন থাকলেও নিয়োজিত আছেন ৭০ জন। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা পদে ২০ জন অতিরিক্ত আছেন। এই শ্রেণীতে ২২ জনের বিপরীতে কর্মরত আছেন ৪২ জন। তৃতীয় শ্রেণীর ৫৯টি পদের বিপরীতে আছেন ১৩৪ জন। আর চতুর্থ শ্রেণীর ৮১টি পদের বিপরীতে নিয়োজিত আছেন ৩৪০ জন। এর মধ্যে ৫২ জন ‘কাজ নাই মজুরি নাই’ ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত। চতুর্থ শ্রেণীর পদে অতিরিক্ত কর্মচারী আছেন ২৫৯ জন।তবে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জানিয়েছেন, মোট অতিরিক্ত জনবল ৩৩৮।কমিটি বলছে, শিক্ষক পদে নিয়োগ নিয়ে সমস্যা না থাকলেও কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নিয়েই সবচেয়ে বেশি সমস্যা। গত জানুয়ারিতে মাত্র আট দিনে ২৮৫ জনের নিয়োগ খুবই অস্বাভাবিক। কমিটির কাছে প্রতীয়মান হয়েছে বিশ্ববিদ্যালয়ে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে নিয়মবহির্ভূতভাবে ইউজিসির অনুমোদন না নিয়ে গণহারে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিতে হবে। নিয়মবহির্ভূত এই নিয়োগের ফলেই নব প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম প্রায় স্থবির।রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী পদে ইউজিসির অনুমোদন নেওয়া হয়নি। এসব বিভাগে নিয়োগ দেওয়া জনবলের জন্য ইউজিসি থেকে বাজেট বরাদ্দ না থাকায় আর্থিক সংকটের সৃষ্টি হয়।প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জনবল কাঠামো (অর্গানোগ্রাম) অনুযায়ী ২০১২-১৩ অর্থবছরে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা থাকার কথা ৩৩৪ জন। চলতি ২০১৩-১৪ অর্থবছরে জনবল ৪২৪ জন হওয়ার কথা। এই ৪২৪ জনের অনুমোদন দেওয়া হলেও চলতি অর্থবছরে আরও ১৬২ জন অতিরিক্ত থেকে যান।কমিটির আট সুপারিশ: বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কমিটির আট সুপারিশের মধ্যে রয়েছে; উপাচার্যের আবেদন অনুযায়ী ১০ কোটি টাকা বিশেষ থোক বরাদ্দের ব্যবস্থা করা, ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত সাংগঠনিক কাঠামো অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী পদের অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা করা এবং যেসব কর্মকর্তা-কর্মচারীকে ইতিমধ্যে অননুমোদিতভাবে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের শুধু ওই সাংগঠনিক কাঠামো অনুযায়ী নিয়মিতকরণের ব্যবস্থা করা। এ ক্ষেত্রে অস্থায়ীভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার দিতে হবে। অ্যাডহক ভিত্তিতে এবং ‘কাজ নেই মজুরি নেই’ ভিত্তিতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে থেকে যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রয়োজনীয়তার নিরিখে পদের অনুমোদন পাওয়া সাপেক্ষে কমিশন থেকে যে পদ দেওয়া হবে শুধু সেই পদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ দিতে বলা হয়েছে। তবে আর্থিক সংকটের কারণে কমিটি ‘কাজ নাই মজুরি নাই’ ভিত্তিতে নিয়োগ পাওয়া ৫২ জনকে বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছে।কমিটি বলছে ইউজিসির অনুমোদন ছাড়া ২০১৩-১৪ অর্থবছরে আর কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা যাবে না। তবে শিক্ষক পদে নিয়োগ প্রয়োজন হলে ইউজিসির অনুমোদন নিয়ে নিয়োগ করা যাবে। নতুন কোনো হল, বিভাগ বা অন্য কোথাও সহায়ক কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন হলে নিয়োগ দেওয়া জনবল থেকে সমন্বয় করতে হবে।বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকটের বিষয়ে জানতে চাইলে বর্তমান উপাচার্য এ এম নূর-উন-নবী বলেন, সংকট সমাধানের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।মার্কিন সাময়িকী ফোর্বস-এর জরিপে বারাক ওবামাকে সরিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নেতা হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাময়িকীটি গতকাল বুধবার এ তথ্য জানায়। ফোর্বস-এর জরিপে গত তিন বছর শীর্ষে থাকার পর ওবামা নেমে গেছেন দ্বিতীয় স্থানে। সম্প্রতি সিরিয়ার সংকট নিরসনে পুতিন বড় ভূমিকা রাখেন। অন্যদিকে আন্তর্জাতিক ও নিজ দেশ—উভয় ক্ষেত্রেই ওবামা বর্তমানে প্রতিকূল অবস্থায় আছেন। তালিকায় তৃতীয় অবস্থানে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এএফপি।অবরোধের শেষ দিন। রাতের বেলা যাত্রী নিয়ে গাড়িটি রওনা হয়েছিল। বাসে রিকশাচালক আবদুল হক তাঁর স্ত্রী ও শিশুকে নিয়ে উঠেছিলেন। চলন্ত গাড়িতে ঢিল ছোড়া শুরু হয়। গাড়ির কাচ ভেঙে গিয়ে আবদুল হক ও শিশুর মাথায় আঘাত লাগে।আবদুল হকের স্ত্রী খাদিজা বিলাপ করে বলছিলেন, ‘আমরা তো রাজনীতির মানুষ না। আমরারে মারল কেনে? মারল যখন চিকিৎসাটা করব কেলা?’ আবদুল হককে চিকিৎসক ঢাকায় নিয়ে যেতে বলায় স্ত্রী খাদিজা হাউমাউ করে বলছিলেন, ‘খাইবার টেকা (টাকা) নাই, ঢাকা যাই কেমনে?’গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁওয়ে যাত্রীবাহী বাসে অবরোধকারীদের হামলায় আবদুল হক আহত হন। নগরের আখালিয়া এলাকায় সপরিবারে বসবাস করেন তিনি। বৃহস্পতিবার সুনামগঞ্জের ধরমপাশায় যেতে গাড়িতে ওঠার সময় হামলার মুখে পড়েন। রাতেই তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আবদুল হক। শয্যা নেই, তাই মেঝেতে রয়েছেন। পাশে ছয় বছর বয়সী শিশু আবদুল হাসিমও আহত অবস্থায় চিকিৎসাধীন।ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক জানান, আবদুল হকের বাঁ দিকের কানের ভেতর কাচের গুঁড়া ঢুকে গেছে। মাথার বিভিন্ন দিকেও কাচের গুঁড়ার জখম। ছেলেরও মাথায় আঘাত রয়েছে। তবে তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর প্রয়োজন।মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।পেট্রলবোমায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র দগ্ধ: বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র দগ্ধ হয়েছেন। নগরের শাহি ঈদগাহ এলাকায় অবরোধকারীরা নির্বিচারে গাড়ি ভাঙচুর করেন। এ সময় তাঁদের ছোড়া পেট্রলবোমায় রিকশায় থাকা সিলেটের লিডিং ইউনিভার্সিটির বিবিএর ছাত্র মেহেদী মাহমুদ ও রিকশাচালক আহত হন। মাহমুদের মুখ ও দুই হাত ঝলসানো অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জকিগঞ্জে উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা, গাড়ি ভাঙচুর: জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদকে মারধর করে তাঁর ব্যবহূত সরকারি গাড়িটি ভাঙচুর করে পাশের খালে ফেলে দেন অবরোধকারীরা। বৃহস্পতিবার রাত নয়টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সড়কের বাজারে এ ঘটনা ঘটে।উপজেলা চেয়ারম্যান জানান, জামায়াত-শিবিরের একদল নেতা-কর্মী তাঁর সরকারি গাড়ি থামিয়ে তাঁকে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে গাড়িতে ঢিল ছোড়া শুরু করলে তিনি নিজেও জখম হন। খবর পেয়ে কানাইঘাট ও জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।সিলেটে লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মেহেদী মাহমুদ বিশ্ববিদ্যালয়ের বিবিএ অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী। মেহেদীকে দেখতে গতকাল শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান উপাচার্য মো. কিসমতুল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, পেট্রলবোমায় মেহেদীর মুখ ও দুই হাতে দগ্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৯৫ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ২৫৩ জন। গতকাল সোমবার পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর দুই লাখ ৭৩ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে দুই লাখ ৬২ হাজার ৪৭২ জন সব বিষয়ে পাস করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এক লাখ ২৯ হাজার ৩২০ জন ছাত্র এবং এক লাখ ৩৩ হাজার ১৫২ জন ছাত্রী। পাসের হারে শীর্ষে বরিশাল বিভাগ (৯৭.৭৮ শতাংশ) এবং জেলার মধ্যে শীর্ষে লালমনিরহাট (শতভাগ)। দেশের ৮৪টি উপজেলায় শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। সর্বনিম্ন পাসের হার সিলেট জেলা (৯০.৬০ শতাংশ) এবং জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলায় (৭১.৩৯ শতাংশ)।ডিআরভুক্ত ছাত্র-ছাত্রী, অনুপস্থিতির হার, জিপিএ-৫ প্রাপ্তি এবং পাসের হারের ভিত্তিতে সেরা ২০টি মাদ্রাসার তালিকা করা হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছে ঢাকার তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা, দ্বিতীয় স্থানে ডেমরার দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, তৃতীয় স্থানে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, চতুর্থ স্থানে ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, পঞ্চম স্থানে রাজশাহীর আল মারকাযুল ইসলামী আস-সালাফী দাখিল মাদরাসা, ষষ্ঠ স্থানে ঢাকার আবদুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, সপ্তম স্থানে নোয়াখালীর মিরওয়ারিশপুর সিনিয়র মাদরাসা, অস্টম স্থানে ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, নবম স্থানে ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা মহিলা শাখা, দশম স্থানে পাবনা ইসলামিয়া আলিম মাদরাসা রয়েছে।
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজারে গতকাল রোববার দুপুরে নারী সমাবেশ হয়েছে। সকালের বৃষ্টি উপেক্ষা করে অন্তত দেড় হাজার নারী সমাবেশে উপস্থিত হন।সমাবেশে রন্নারচর গ্রামের জয়িতা রায় (৩৫) বলেন, ‘অনে আমরা অধিকার সম্পর্কে সচেতন অইছি। আমরার মা-চাচিরা আগে ঘরের খাম খরতা। আমরা মনে খরতাম, বেটিনতে (নারী) খালি ঘরের খামই খরইন, অনে দেখছি বেটিনতে দেশ ছালাইন।’ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অর্পণা সূত্রধরের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত। মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রাজানগর ইউনিয়ন পরিষদ এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রাজানগরের ইউপি চেয়ারম্যান আকিক আহমদ।বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুরের ওপর হামলার ঘটনায় গতকাল বুধবার ভোরে উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার ও তাঁর ছেলেকে আটক করা হয়। কিন্তু এর জের ধরে উপজেলা সদরে শুরু হয়ে যায় তুলকালাম কাণ্ড। পরে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার উপজেলার সান্তাহার শহরে ১৮ দলের প্রতিবাদ সমাবেশ থেকে হরতাল-সমর্থকেরা রাসেল মনজুরকে লাঞ্ছিত করে এবং তাঁকে বহনকারী মোটরসাইকেল ভাঙচুর করে। পরে বিএনপির নেতাদের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।এ ঘটনায় গতকাল ভোরে ইউএনও নিজে পুলিশ নিয়ে গিয়ে সান্তাহার শহরের বাসা থেকে মহিত তালুকদার ও তাঁর ছেলে মমিনুর রহমান তালুকদারকে আটক করে থানায় নিয়ে যান।এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন স্থানের মসজিদ থেকে তা প্রচার করা হয়। এর পরই বিএনপির কয়েক হাজার কর্মী-সমর্থক বিভিন্ন স্থান থেকে উপজেলা সদরে এসে সমাবেত হতে থাকেন। তাঁরা সান্তাহার-বগুড়া সড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন।একপর্যায়ে মহিত তালুকদারের বড় ভাই বগুড়া-৩ আসনের বিএনপিদলীয় সাংসদ আবদুল মোমিন তালুকদারও সেখানে উপস্থিত হন। পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ মহিত তালুকদার ও তাঁর ছেলেকে ছেড়ে দেয়।মহিত তালুকদার বলেন, কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ইউএনও তাঁকে ও তাঁর ছেলেকে পুলিশ দিয়ে থানায় ধরিয়ে নিয়ে যান।আদমদীঘি থানার ওসি তোজামেঞ্চল হক বলেন, ‘ইউএনও সাহেব ভোরে তাঁকে ডেকে নিয়ে বলেন, মহিত তালুকদারকে আটকের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ আছে। তাঁর কথা অনুযায়ী বিএনপির নেতা ও তাঁর ছেলেকে আটক করা হয়।একপর্যায়ে ইউএনও নিজে মামলা না করে আমাকে ভ্রাম্যমাণ আদালতে মামলা করতে বলেন। এর মধ্যে শহরের পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠছিল। পরিস্থিতির অবনতি ঘটার আগেই মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।’এ বিষয়ে রাসেল মনজুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি। পরে বাসভবনে গিয়েও তাঁর সাক্ষাৎ পাওয়া যায়নি।চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের ওপর নির্ভরশীল জেলার প্রায় ১৫ লাখ অধিবাসী ও পাশের জামালপুর জেলার বকশীগঞ্জ ও সানন্দবাড়ী উপজেলা এবং কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলার বিপুলসংখ্যক মানুষ। কিন্তু প্রয়োজনীয়সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তা না থাকায় হাসপাতালের সেবা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে। তার ওপর রয়েছে শয্যা ও ওষুধের সংকট।এদিকে প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদ হাসপাতালটিকে ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ পাঁচ বছরেও তা বাস্তবায়িত হয়নি।হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে বহির্বিভাগে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ রোগী চিকিৎসা নিতে আসে। বহির্বিভাগে রোগী দেখার আটটি কক্ষ থাকলেও চিকিৎসক না থাকায় প্রায় সবগুলো কক্ষই বন্ধ থাকে।১০০ শয্যার শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসকের ৩৬টি পদের মধ্যে ১৬ জন কর্মরত আছেন। বর্তমানে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) দুটি পদই শূন্য। চারজন চিকিৎসা কর্মকর্তার (এমও) স্থলে মাত্র একজন, তিনজন জরুরি চিকিৎসা কর্মকর্তার (ইএমও) স্থলে একজন ও সহকারী সার্জনের ছয়টি পদের মধ্যে তিনজন কর্মরত রয়েছেন। এ ছাড়া মেডিসিন, নাক কান গলা, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু ও দাঁতের বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এন্ডোক্রাইনোলজিস্ট ও প্যাথলজিস্টও নেই।হাসপাতালে তিনটি অত্যাধুনিক আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে গরিব রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি চিকিৎসাকেন্দ্র থেকে আলট্রাসনোগ্রাম করাতে হয়।হাসপাতালের অন্তর্বিভাগে প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন রোগী ভর্তি থাকে। এ ছাড়া অন্তর্বিভাগের মেঝে ও বারান্দাতেও রোগীদের চিকিৎসা নিতে দেখা যায়। অধিকাংশ রোগীকেই কিছু বড়ি ও ইনজেকশন ছাড়া বাকি সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়। রোগীদের মধ্যে পরিবেশন করা খাবারও হয় নিম্নমানের। এ ছাড়া সেবিকাস্বল্পতায় রোগীরা যথাযথ সেবা পায় না।কিছুদিন আগে এক দুপুরে এই প্রতিবেদক হাসপাতালে গেলে সার্জারি ওয়ার্ডে ভর্তি হওয়া জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের শফিকুল ইসলামের (১৯) সঙ্গে কথা হয়। শফিকুল বলেন, ফুটবল খেলার সময় আঘাত পেয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু শয্যা পাচ্ছেন না। পাঁচ দিন ধরে হাসপাতালের বারান্দাতেই তাঁকে চিকিৎসা নিতে হচ্ছে।শেরপুর সদর উপজেলার চরশেরপুর পূর্বপাড়ার দুখু মিয়া ও শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি গ্রামের মাহমুদুল হাছানও (৩৫) চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁদের দুর্ভোগের কথা জানান।জেলা শহরের শীতলপুর মহল্লার হামিদ বেগম, সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের রাবেয়া খাতুন ও মধ্য বয়ড়া গ্রামের আজিম উদ্দিন প্রায় একই ভাষায় বলেন, সকাল ১০টায় হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু চিকিৎসক সংকটের কারণে দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসা নিতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন জ্যেষ্ঠ সেবিকা জানান, সেবিকা সংকটের কারণে অন্তর্বিভাগের অতিরিক্ত রোগীদের সেবা দিতে তাঁরা হিমশিম খাচ্ছেন।হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেরপুর-১ (সদর) আসনের সাংসদ মো. আতিউর রহমান ১০০ শয্যার জেলা সদর হাসপাতালটিকে ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ পাঁচ বছরেও তা বাস্তবায়িত হয়নি। ফলে শেরপুর জেলাসহ জামালপুরের বকশীগঞ্জ ও সানন্দবাড়ী এবং কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ও ভোগান্তির শিকার হচ্ছে।ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক আ স ম আবদুছ ছামাদ বলেন, অবিলম্বে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদসহ চিকিৎসা কর্মকর্তার পদ পূরণ করা দরকার। এ জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনীতে শিশুরা ক্রমাগত ভালো ফল করছে। চরম রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও ভালো ফল করেছে খুদে পরীক্ষার্থীরা। তবে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে এই ভালো ফল।গত পাঁচ বছরের বিষয়ভিত্তিক ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কঠিন বিষয় হিসেবে স্বীকৃত ইংরেজি ও গণিতে প্রতিবছর ফল ভালো হচ্ছে। সার্বিক ফলে এর প্রভাব পড়ছে। তবে অন্য বিষয়গুলোতেও দিনে দিনে উন্নতি করছে শিক্ষার্থীরা।তা ছাড়া শতভাগ পাস করা বিদ্যালয় যেমন বাড়ছে, তেমনি শূন্য ভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমছে। কমছে অনুপস্থিতি, বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও। ২০০৯ সালে শুরু হয়েছিল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রথম বছর গণিতে পাসের হার ছিল ৯০ দশমিক ৮০ শতাংশ। এবার তা ৯৯ দশমিক ৩৬ শতাংশ। পাঁচ বছরে প্রায় ৯ ভাগ বেড়েছে গণিতে পাসের হার। ২০০৯ সালের পরীক্ষায় ইংরেজিতে পাসের হার ছিল ৯৪ দশমিক ২০ শতাংশ। এবার বেড়ে হয়েছে ৯৯ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে পাঁচ বছর আগে মোট পাসের হার ছিল ৮৮ দশমিক ৮৪ শতাংশ। ওই হার বেড়েছে প্রায় ১০ শতাংশ।ভালো ফল করার পেছনে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ ও অভিভাবকদের যত্নবান হওয়ার বিষয়টি বড় ভূমিকা রাখছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণ হয়, চার জেলায় ইংরেজিতে ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষা হওয়া প্রশ্নের ৮০ ভাগ মিলে যায়। আর বাংলার ফাঁস হয় ৫০ শতাংশ। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের ওই ঘটনা সমাপনী পরীক্ষার এত ভালো ফলকে প্রশ্নবিদ্ধ করে রাখবে।যদিও গতকাল সোমবার ফল প্রকাশের সময় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেছেন, আংশিক প্রশ্নপত্র ফাঁস সার্বিক ফলে প্রভাব ফেলছে, এটা মনে হয় না।বরাবরের মতো মানের প্রশ্নটিও সামনে এসেছে। এ বিষয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, মান কমছে—এটা কোনোভাবেই ঠিক নয়। বরং তা বাড়ছে।মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা বেগম বলেন, সমাপনী পরীক্ষা শুরুর পর সন্তানদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের যত্ন বেড়েছে। শিক্ষার্থীরাও আগের চেয়ে বেশি পড়াশোনা করছে।শীর্ষ প্রতিষ্ঠান বাছাই নিয়ে প্রশ্ন: পরীক্ষার জন্য তালিকাভুক্ত ছাত্র-ছাত্রী, জিপিএ-৫, পাসের হার বিবেচনা করে সেরা ২০টি বিদ্যালয়ের তালিকা করা হয়েছে। এর মধ্যে প্রথম স্থান করা মনিপুর উচ্চবিদ্যালয়সহ প্রথম ছয়টি প্রতিষ্ঠানই ঢাকায় অবস্থিত। বাকিগুলোও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, কুমিল্লা ও খুলনা সদরে অবস্থিত।পর্যালোচনায় দেখা যায়, সেরা ২০-এর মধ্যে চতুর্থ স্থানে আছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং অষ্টম স্থানেও আছে। ভিকারুন নিসা নূন স্কুল পঞ্চম স্থানে আছে, আবার ১৪তম স্থানেও আছে।ভিকারুন নিসার অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রথম আলোকে জানান, তাঁর প্রতিষ্ঠানের চারটি শাখা থেকে এক হাজার ৭৭৫ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭৫৭ জন। পঞ্চম স্থানটি করা হয়েছে কেবল বেইলি রোড শাখার ফলাফলের ভিত্তিতে। এটা সঠিক হতে পারে না। একই ধরনের অভিযোগ করেন আইডিয়ালের অধ্যক্ষ শাহান আরা বেগম।জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বলেন, বৃত্তি দেওয়ার সুবিধার্থে উপজেলাভিত্তিক ফল তৈরি করা হয়েছে। ফলে শাখাগুলো আলাদা থানায় অবস্থিত হওয়ায় আলাদাভাবে তালিকা করা হয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো পর্যবেক্ষণ করতে কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড সফরে গেলেন নিম্নতম মজুরি বোর্ডের সদস্যরা।জানা যায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে গতকাল রোববার দুপুরে ঢাকা ত্যাগ করেন বোর্ডের ছয় সদস্যসহ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও শ্রম মন্ত্রণালয়ের দুই প্রতিনিধি।মজুরি বোর্ডের চেয়ারম্যান এ কে রায়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রথমে যাবে কম্বোডিয়া। পরে ভিয়েতনাম ও থাইল্যান্ড হয়ে ৪ অক্টোবর দেশে ফিরবে তারা।১৭ সেপ্টেম্বর বোর্ডের পঞ্চম সভা শেষে এ কে রায় সাংবাদিকদের বলেছিলেন, ‘বোর্ডের সদস্যরা থাইল্যান্ড, ভিয়েতনাম ও কম্বোডিয়ার পোশাক কারখানা পরিদর্শনের জন্য যাবেন। এতে সহযোগিতা করবে আইএলও। সেখানে বোর্ডের সদস্যরা পোশাকশ্রমিকদের মজুরি কীভাবে দেওয়া হয়, মজুরি বোর্ড কীভাবে কাজ করে, সেগুলো পর্যবেক্ষণ করবেন।’গতকাল বিমানে ওঠার আগ মুহূর্তে বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনির সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি জানান, তিন দেশে গিয়ে বোর্ডের সদস্যরা কারখানার কর্মপরিবেশ, পোশাকশ্রমিকদের জীবনমান, মজুরি কাঠামো, মজুরি বাস্তবায়নের প্রক্রিয়া ইত্যাদি পর্যবেক্ষণ করবেন।মজুরি বোর্ডের সদস্যদের সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের উপসচিব বিজয় রঞ্জন সাহা ও আইএলওর প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম সফরে যাচ্ছেন। বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন—নিরপেক্ষ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কামাল উদ্দিন, মালিক প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল, শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক ও বোর্ডের সচিব মো. আবু হাসানাত।বগুড়ার গাবতলী পৌর এলাকাসহ উপজেলার ১১টি ইউনিয়নে ব্যাপক হারে খুরারোগ ছড়িয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও গরুর খামারের মালিকেরা। গত দুই সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে উপজেলার অর্ধশতাধিক গরুর মৃত্যু হয়েছে। ভ্যাকসিনের সংকটের কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।ওই কার্যালয় থেকে জানা গেছে, কোরবানির ঈদের আগে ভারত থেকে বিপুল পরিমাণ ‘হাড়িয়ানা’ জাতের গরু বাংলাদেশে আসে। হাটবাজারে ওঠা এসব ভারতীয় গরুর বেশির ভাগই ছিল খুরারোগে আক্রান্ত। এসব ভারতীয় গরু থেকে খুরারোগ ছড়িয়ে পড়ে দেশি গরুতে।খামারীরা জানান, ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় ভ্যাকসিন দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভ্যাকসিনেরও তীব্র সংকট রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দুই সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের এবং খামারের প্রায় অর্ধশত গরু খুরারোগে আক্রান্ত হয়ে মারা গেছে। দুর্গাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন বলেন, আক্রান্ত গরুকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য ইউনিয়ন পরিষদ থেকে প্রচারপত্র বিলি করা হচ্ছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ভারত থেকে আসা হাড়িয়ানা জাতের গরু থেকে খুরারোগ ছড়িয়ে পড়ে। খুরারোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০ থেকে ২৫টি গরু মারা যাওয়ার খবর পেয়েছেন তিনি। এ পরিস্থিতিতে গবাদিপশুকে খুরারোগের ভ্যাকাসিন দেওয়ানোর জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে জনবল ও ভ্যাকসিনের স্বল্পতার কারণে পরিস্থিতি সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে।আট বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। গত এক বছরে তিনবার সম্মেলনের তারিখ দেওয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি। এ কারণে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।এ অবস্থায় দুই বছর ধরে উপজেলায় খুঁড়িয়ে চলছে ক্ষমতাসীন এ দলটির কার্যক্রম। দলের পক্ষ থেকে গত ২৮ অক্টোবর রায়পুর পৌরসভায় মিছিলের সিদ্ধান্ত নেয়। কিন্তু তৃণমূলের নেতা-কর্মীরা মিছিলে আসতে অপারগতা প্রকাশ করেন। পরে বাধ্য হয়ে মিছিলের কর্মসূচি বাতিল করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এতে তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল সভাপতি ও ইসমাইল খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত কয়েক বছরে ৫১ সদস্যের এ কমিটির বেশ কিছু নেতা মারা গেছেন। এক বছর আগে ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করা হয়। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা হয়নি।১৪ নভেম্বর যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ আলী খোকন তাঁর বাড়িতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন। ওই সময় তিনি ক্ষোভ প্রকাশ করে নেতা-কর্মীদের বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেন না। সব সময় অসুস্থতার ভান করেন। আর টেন্ডার বা ভাগ-বাঁটোয়ারার কথা বললে দ্রুত চলে আসেন। এ ধরনের নেতাকে দিয়ে করা কমিটির কারণেই দল আজ বিধ্বস্ত।কয়েকজন সাধারণ নেতা-কর্মী জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে সাবেক সাংসদ হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়া হয়। এ মনোনয়নের বিরুদ্ধে অবস্থান নেন দলের স্থানীয় প্রভাবশালী কিছু নেতা। তাঁরা যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ আলীর পক্ষে অবস্থান নেন। তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামেন। দ্বিধাবিভক্ত হয়ে যায় দলীয় ভোট। ফলাফলে দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয় হয়। সংসদ নির্বাচনের কিছুদিন পর অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী। নিজের স্বার্থে তিনি ওই সময় দলকে ঐক্যবদ্ধ করেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কারণে নির্বাচিতও হন তিনি। তাঁর স্বার্থ হাসিলের কয়েক মাস পর ফের বিভক্ত হয়ে যায় আওয়ামী লীগ। এসব নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ।সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার পাঠান বলেন, জেলা থেকে বারবার সম্মেলনের জন্য বলা হয়। তিনবার তারিখও দেওয়া হয়। গুটিকয়েক নেতা স্বার্থ হাসিলের জন্য সম্মেলন করছেন না।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইসমাইল প্রথম আলোকে বলেন, দল এখন সুসংগঠিত। প্রতিটি কর্মসূচি পালিত হয়। নানা জটিলতার কারণে নির্ধারিত তারিখে সম্মেলন করা সম্ভব হয়নি। ইতিমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দলকে ঢেলে সাজানো হয়েছে।বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিন ঘিরে সারা দেশে বিএনপি ও জামায়াত-শিবিরের প্রায় ৬০০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। রোববার রাতে ও গতকাল সোমবার শুধু রাজধানী থেকেই ৪২৭ জনকে এবং দেশের অন্যান্য স্থান থেকে ১৬১ নেতা-কর্মীকে আটক করা হয়। নাশকতার অভিযোগ ও সহিংসতার আশঙ্কায় রাজধানীসহ দেশের ১২টি জেলার ১৫টি স্থান থেকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গতকাল রাত ১০টা পর্যন্ত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত ৪২৭ জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এঁদের মধ্যে ১৭৫ জনকে ঢাকা মহানগর পুলিশ আইনে এবং ২২৮ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। ৬৯ জনকে এক থেকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।দেশের অন্যান্য স্থান থেকে ১৬১ জনকে আটকের খবর পাওয়া গেছে। গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদসহ বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার চরপাড়া এলাকায় গতকাল ভোরে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ কর্মীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা-শেখপাড়া ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদিনসহ ১৩ জনকে রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ। সাতজন জামায়াত-শিবির ও ছয়জন বিএনপির নেতা-কর্মী বলে পুলিশ জানায়।বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের ঠেংগারগাঁথি আদর্শ গ্রাম থেকে রোববার রাতে বিএনপির চার কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া, শেরপুরের ভবানীপুর বাজার এলাকা থেকে চরমপন্থী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৬ কর্মীকে গতকাল ভোরে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এদের মধ্যে ১০ জন জামায়াত-শিবিরের এবং ১৬ জন বিএনপির। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গতকাল জামায়াতের গয়হাট্টা ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীকে এবং ঈশ্বরদীর বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করে যৌথ বাহিনী।মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় রোববার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গাড়ি পোড়ানোসহ আরও কয়েকটি অভিযোগে মামলা রয়েছে। বড়লেখা উপজেলা থেকে গতকাল ভোরে মো. সেলিম ও আবদুল হেকিম নামে জামায়াতের দুই কর্মী এবং কুলাউড়ায় বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করা হয়।পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাগেরহাটের রামপাল থেকে আবু তাহের (৪২) নামের জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ ডিসেম্বর সন্ধ্যায় রামপালের ফয়লা বাসস্ট্যান্ডে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়।সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউপির সাবেক চেয়ারম্যান ও জামায়াত কর্মী আবু তালেবকে (৬০) গতকাল বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ নিয়ে রোববার রাত থেকে গতকাল বেলা সাড়ে তিনটা পর্যন্ত জামায়াত-বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে রোববার ভোর থেকে গতকাল সকাল পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৯ নেতা-কর্মীকে আটক করা হয়। এঁদের মধ্যে বিএনপির ২২ ও জামায়াত-শিবিরের ১৭ জন। এ ছাড়া, চাঁদপুর শহরের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়।লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে। পুলিশ কমলনগর উপজেলায় অভিযান চালিয়ে ছয়, সদর উপজেলা থেকে এক, রামগঞ্জ উপজেলা থেকে এক এবং রামগতি থেকে একজনকে গ্রেপ্তার করে।
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মুঈনুদ্দীনের পক্ষে যুক্তি দেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবীর একজন সালমা হাই। যুক্তিতে তিনি দাবি করেন, একাত্তরে বুদ্ধিজীবীদের অপহরণের পর হত্যা করা হয়েছে, এটি সত্য। কিন্তু এ ঘটনায় মুঈনুদ্দীন জড়িত ছিলেন না।সালমা হাই বলেন, মুঈনুদ্দীন একাত্তরে ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সমর্থক ছিলেন, এর সদস্য বা নেতা ছিলেন না। তিনি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করতেন। একাত্তরে ছাত্রসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন এমন নথি রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে দাখিল করতে পারেনি। মুঈনুদ্দীন একাত্তরে পূর্বদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। ওই সময় তিনি এই কাজ নিয়ে ব্যস্ত ছিলেন।আইনজীবী রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যের অসংগতি তুলে ধরে মুঈনুদ্দীনকে অব্যাহতি দেওয়ার আরজি জানান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত অপর আইনজীবী আবদুস শুকুর খানের আজ সোমবার আশরাফুজ্জামানের পক্ষে যুক্তি উপস্থাপনের দিন ধার্য আছে।কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত-শিবিরের তিন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল।গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর ধুরুং বাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত-শিবিরের তিনজন কর্মী নিহত হন। এঁরা হলেন উত্তর ধুরুং গ্রামের আবু বক্কর ছিদ্দিক (৪৫), লেমশীখালীর আজিজুর রহমান (১৭) ও দক্ষিণ ধুরুং গ্রামের মো. ইসমাইল (১৮)। ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ গতকাল বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমানের বাড়ির পাশে উত্তর ধুরুং বাজারে মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের কর্মীরা বিক্ষোভ-সমাবেশ শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে আট পুলিশসহ ৩০ জন আহত হন।অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, পুলিশের ওপর হামলা, হত্যা ও সন্ত্রাস দমন আইনে গতকাল সন্ধ্যায় কুতুবদিয়া থানায় দুটি মামলা করা হয়েছে। এতে উপজেলা জামায়াতের আমির শাহরিয়ার চৌধুরীসহ জামায়াত-শিবিরের প্রায় ৪৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়। পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা পুলিশের দুটি গাড়িসহ কয়েকটি দোকানপাটে আগুন দেয়। তারা একটি চায়ের দোকানে পুলিশের ১২ সদস্যকে আটকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। জামায়াতের জেলা সেক্রেটারি জি এম রহিমুল্লাহ বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালিয়ে তাঁদের তিন কর্মীকে হত্যা করেছে। এর প্রতিবাদে জামায়াত-বিএনপিসহ ১৮ দল আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।বিএনপির জেলা সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ২৫ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে চকরিয়ায় বিএনপির দুই কর্মী নিহত হন। গত মঙ্গলবার পুলিশের গুলিতে কুতুবদিয়ায় জামায়াত-শিবিরের তিন কর্মীর মৃত্যু হয়েছে। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৮-দলীয় জোট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।হরতালের সমর্থনে গতকাল দুপুরে জামায়াত-শিবির শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত ‘সচেতন সিলেটবাসী’ আগামী রোববার বিশ্ববিদ্যালয় অভিমুখে গণপদযাত্রার প্রচারণা শুরু করেছে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা টুকেরবাজারে পথসভা করে গণপদযাত্রার প্রচার শুরু করা হয়।এদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে বাইরে থেকে আন্দোলনসহ নানা রকম তৎপরতাকে ‘অযাচিত হস্তক্ষেপ’ অভিহিত করে সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে গতকাল বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে ‘প্রগতিশীল ছাত্র-জনতা’ নামের নতুন একটি মোর্চা।সমন্বিত ভর্তি পরীক্ষা শুধু একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হতে পারে না—এ যুক্তি তুলে ধরে সচেতন সিলেটবাসীর ব্যানারে আন্দোলনে নামেন রাজনৈতিক, শিক্ষাবিদ, অভিভাবকসহ সামাজিক সংগঠনের নেতারা। টুকেরবাজারের প্রবীণ ব্যক্তি এম শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সচেতন সিলেটবাসীর আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আলী আহমদ, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল খালিক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল নগর কমিটির আহ্বায়ক সালেহ আহমদ, আবদুল মুকিত প্রমুখ।সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে গতকাল বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘প্রগতিশীল ছাত্র-জনতা’ ব্যানারে মানববন্ধন হয়।মানববন্ধন চলাকালে সমাবেশে সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে মতামত তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের বাইরের তৎপরতাকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলে মন্তব্য করা হয়। মানববন্ধনে ব্লগার, ছাত্রসংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্ম হন। বক্তৃতা করেন উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুনির হেলাল, ব্লগার হাসান মোরশেদ প্রমুখ।বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে গত রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় কর্মকর্তা অসদাচরণ করেছেন বলে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ন্যাপ ও জমিয়তে উলামায়ে ইসলাম। এ ঘটনাকে চরম অনৈতিক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে অভিহিত করেছে দল তিনটি।গতকাল সোমবার ইসলামী ঐক্যজোট জরুরি সভায় এবং ন্যাপ ও জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষস্থানীয় নেতারা পৃথক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।লালবাগে ইসলামী ঐক্যজোটের সভায় নেতারা অভিযোগ করেন, সরকার পুলিশ বাহিনীকে ‘গোপালি’ ধাঁচে সাজিয়ে জনগণের ওপর নির্মম নিপীড়ন চালাচ্ছে। বিরোধীদলীয় নেতা-কর্মী, আলেম-ওলামা, সাধারণ নাগরিক কেউই তাদের হিংস্রতা থেকে নিরাপদ নয়। সভায় সুপ্রিম কোর্টে আইনজীবী ও জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানানো হয়।ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া এক বিবৃতিতে বলেন, সরকার গোটা দেশকে অবরুদ্ধ করে রেখেছে। বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে বিশেষ বিশেষ পুলিশ কর্মকর্তার আচরণ শিষ্টাচারবহির্ভূত। জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শায়েখ আবদুল মোমিন ও নির্বাহী সভাপতি মোস্তফা আজাদ পৃথক বিবৃতিতে আইনজীবী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ হামলার নিন্দা জানান।
স্বাধীনতাযুদ্ধে ক্ষতিগ্রস্ত ও হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হবিগঞ্জের প্রবীণ শিক্ষক অরবিন্দু দাশকে গত শনিবার আনুষ্ঠানিকভাবে সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ সংগঠন ‘চেতনা ৭১ হবিগঞ্জ’। স্থানীয় এম এ রব স্মৃতি জাদুঘর ও পাঠাগারে সংগঠনের সভাপতি ও ভাষাসৈনিক সৈয়দ আফরোজ বখতের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়।সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ চৌধুরী আবদুল হাই, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য্য, ইকরামুল ওয়াদুদ, আবদুজ জাহের, মো. আফতাব উদ্দিন, যুদ্ধাহত নারী মুক্তিযোদ্ধা ফরিজা খাতুন, রেজিয়া খাতুন, গৌর প্রসাদ রায়, হায়দার আলী, অমিত রায় ও চেতনা ৭১-এর সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী।চেতনা ৭১-এর পক্ষ থেকে অরবিন্দু দাশের সহায়তার জন্য সমাজসেবা অধিদপ্তরে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে অধিদপ্তর নির্যাতিত এই শিক্ষককে ১০ হাজার টাকা সম্মাননা দেয়। এ টাকা ওই দিন আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। একই সভায় চেতনা ৭১ হবিগঞ্জের নতুন কমিটি ঘোষণা করা হয়। আফরোজ বখতকে সভাপতি এবং কেয়া চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।বগুড়ার গাবতলী উপজেলায় গত সোমবার হরতালের সমর্থনে মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির বিবদমান দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোরশেদ মিলটনসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।নিহত উপজেলার নেপালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শাহজাহান আলীর স্ত্রী টুলি বেগম গত মঙ্গলবার রাতে গাবতলী থানায় মামলাটি করেন। এদিকে রাতেই পুলিশ পৌর যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন গাবতলী পৌর শহরের তিনমাথাসংলগ্ন একটি বিপণিকেন্দ্রে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে শাহজাহান আলী অবস্থান করছিলেন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী পৌর মেয়র মোরশেদ মিলটনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল হামলা চালিয়ে তাঁকে হত্যা করে।তবে মেয়র মিলটন দাবি করেন, তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি ও ঘায়েল করতে জাহিদুল পক্ষের লোকজন নিজেরাই তাঁদের পক্ষের একজনকে হত্যা করে হয়রানিমূলক মামলা করেছেন বলে অভিযোগ করেন তিনি।এদিকে চেয়ারম্যান জাহিদুল বলেন, আওয়ামী লীগের মদদে ও পৌর মেয়রের ইন্ধনে বিএনপির নেতা-কর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে বর্বর হামলা চালানো হয়। বিএনপির নেতা শাহজাহানকে মেয়রের ইন্ধনে তাঁর লোকজন হত্যা করে।নতুন ভবন নির্মাণ করতে হবিগঞ্জ জেলা সরকারি আধুনিক হাসপাতালের ভেতরের ৩১৯টি মেহগনিগাছ কেটে নিলামে বিক্রি করেছে কর্তৃপক্ষ। বন বিভাগ বাজারের চেয়ে কয়েক গুণ কমে এ গাছগুলোর দাম নির্ধারণ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১০০ শয্যার এ হাসপাতালটি ১৯৯৫ সালে শহরের পুরোনো খোয়াই নদের পশ্চিম তীরে পাঁচ একর জায়গার ওপর স্থাপন করা হয়। এ সময় পরিকল্পনা অনুযায়ী হাসপাতালের মূল ভবনের সামনে প্রায় এক একর জায়গার ওপর বেশ কিছু মেহগনিগাছ লাগানো হয়।জেলা সিভিল সার্জন কার্যালয় আড়াই শ শয্যার হাসপাতাল ভবন নির্মাণের জন্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির কাছে অনুমোদন চায় গাছ কাটার জন্য। কমিটির অনুমোদনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামান স্বাক্ষরিত অপর এক পত্রে গত ২৯ সেপ্টেম্বর জেলা স্বাস্থ্য বিভাগকে এ গাছ কাটার অনুমোদন দেওয়া হয়।সিভিল সার্জনের কার্যালয় গাছগুলো বিক্রির জন্য ১৭ নভেম্বর নিলামের ডাক দেয়। অবশ্য এর আগে বন বিভাগ এ গাছগুলোর দাম নির্ধারণ করে। একেকটি গাছ ২৫ থেকে ৩০ ফুট লম্বা ও তিন থেকে চার ফুট ব্যাসের। তারা এ ধরনের ৩১৯টি গাছের পরিমাণ নির্ধারণ করে ৮৩৬ ঘনফুট, দাম ধরে এক লাখ ৬৯ হাজার ৬১৯ টাকা। নিলামে অংশ নিতে ১২৩ জন ঠিকাদার দরপত্র সংগ্রহ করলেও ওই দিন ডাকে অংশ নেন ১৭ জন ঠিকদার।নিলামে সর্বোচ্চ দরদাতা হন আবদুল হাই মহালদার। তিনি এক লাখ ৭২ হাজার ৫০০ টাকায় অর্থাৎ বন বিভাগের নির্ধারিত দামের চেয়ে দুই হাজার ৮৮১ টাকা বেশি দিয়ে এ নিলাম ডাক পান। ঠিকাদার গত বুধবার থেকে গাছ কাটা শুরু করেন।ব্যবসায়ী ও এলাকাবাসীর অনেকের অভিযোগ, বন বিভাগ বাজারদর অনুসরণ করেনি। তারা নিলাম পাওয়া ঠিকাদারের সঙ্গে গোপনে সমঝোতা করে এ দাম নির্ধারণ করে দেয়।সহকারী বনসংরক্ষক সাজিদুজ্জামান বলেন, তিনি কিছুই জানেন না। তাঁর বিভাগের রেঞ্জ কর্মকর্তা এ দর নির্ণয় করেছেন। দর নির্ণয়কারী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম দাবি করেন, যে দাম ধরা হয়েছে তা সরকারি দর অনুযায়ী। সিভিল সার্জন সফিকুর রহমান বলেন, বিধি অনুযায়ী গাছের দাম নির্ধারণের দায়িত্ব বন বিভাগের। তারা এ ক্ষেত্রে অনিয়ম করে থাকলে এর দায়ভার তাদেরই নিতে হবে।জেলা প্রশাসক এবং জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির আহ্বায়ক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, ‘আমরা শুধু গাছ কাটার অনুমোদন দিই। বন বিভাগ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।’হামলা, ভাঙচুর, আগুন ও সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল সোমবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের জেলা-উপজেলা ও বিভাগীয় শহরে রাজপথ, রেলপথ ও নৌপথে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। পাঁচ জেলায় অন্তত ৪৭টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লার হাজীগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির ১০ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।এ ছাড়া কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি সরকার পণ্ড করে দেওয়ার প্রতিবাদে ঢাকার বাইরে এই কর্মসূচি পালন করা হয়।সংঘর্ষ: চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ টোরাগড় এলাকায় বিকেলে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করেন ১৮ দলের নেতা-কর্মীরা। খবর পেয়ে চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়লে তারা আত্মরক্ষার্থে গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে ১০ জন গুলিবিদ্ধসহ বিএনপির ২০ নেতা-কর্মী আহত হন।সংঘর্ষ চলাকালে চাঁদপুরের সঙ্গে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গাছ ও খুঁটি পড়ে থাকায় সড়কে যান চলাচল বন্ধ ছিল। চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো. আবু হানিফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাটে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী পোস্টার ছেঁড়া নিয়ে জামায়াত-শিবিরের সঙ্গে সরকার-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা বাজারে ১৮-দলীয় জোট ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুজন আহত হন।যানবাহনে ভাঙচুর, আগুন: চাঁদপুর-কুমিল্লা সড়কের বাবুরহাট, ঘোষেরহাট, মহামায়া, দেবপর, আলীগঞ্জ ও এনায়েতপুরে অন্তত ১৮টি যানবাহনে ভাঙচুর ও আগুন দিয়েছেন বিএনপি-জামায়াতের কর্মীরা। চাঁদপুর সদরের ঘোষেরহাট এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডের একটি জিপ। আলীগঞ্জে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভাঙচুর করা হয় ১৫টি যানবাহন। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হন। বগুড়ার শাজাহানপুর উপজেলায় তিনটি ট্রাক ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। পাবনার ঈশ্বরদীতে ভাঙচুর করা হয় ১০টি গাড়ি। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরে জেলা সরকারি কৌঁসুলি (পিপি) ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেনের গাড়ি ভাঙচুর করেন ১৮ দলের কর্মীরা। গাড়ির কাচ ভেঙে আকবরের ডান চোখের নিচে লাগে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বুড়িমারী স্থলবন্দর বাজার সড়কে ভাঙচুর করা হয়েছে একটি ট্রাক।বাড়িতে ভাঙচুর, লুটপাট: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শহীদুল অভিযোগ করেন, র‌্যাব ও পুলিশের সঙ্গে সাদা পোশাকের লোকজন রোববার গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণালংকারসহ টাকাপয়সা লুট করে। তাঁর ধারণা, যৌথ বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে এ ঘটনা ঘটিয়েছে। এ সময় বাড়িতে শুধু এক গৃহকর্মী ছিলেন। তবে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, শহীদুলের বাড়িতে অভিযানের কোনো তথ্য তাঁদের কাছে নেই।এ ঘটনাকে কেন্দ্র করে সকালে বিএনপি-জামায়াতের কর্মীরা স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।হানিফের নির্বাচনী ক্যাম্পে আগুন: কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মজমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাতেও হরিপুর ইউনিয়নের দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলসংলগ্ন তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় জড়িত সন্দেহে মজমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলমসহ চারজনকে আটক করে পুলিশ।প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ঢাকার বাইরে আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।
বাঙালি ঐতিহ্য সন্ধানের পথিকৃৎ আবদুল করিম সাহিত্যবিশারদের ৬০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আবদুল করিম সাহিত্যবিশারদ স্মারক বক্তৃতার আয়োজন করেছে। স্মারক বক্তা হচ্ছেন বিশিষ্ট চিন্তক নূর মোহাম্মদ। এ ছাড়া বাংলা একাডেমিসহ চট্টগ্রাম ও পটিয়া উপজেলায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাহিত্য বিশারদের ওপর ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।১৭ বছর পর বাড়িতে স্বজনদের কাছে ফিরে এসেছেন এক তরুণ। পানি আনতে গিয়ে ছয়-সাত বছর বয়সে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ শিশুটি এখন ২৪ বছরের তরুণ। তাঁর নাম সোনা মিঞা ওরফে জুয়েল।গতকাল বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী নগরের মনিবাজার এলাকার পাঠানপাড়ায় সোনা মিঞা নানার বাড়িতে ফিরে এলে তাঁকে নিয়ে হইচই পড়ে যায়। বাবার মৃত্যুর পর তাঁর মা আবার বিয়ে করেন। খবরে ছুটে আসেন মা নাসিমা খাতুনও। ছেলের ডান কনুইয়ের কাছে ও ডান গালে পোড়া দাগ দেখে মা ছেলেকে চিনতে পারেন।সময়ের সঙ্গে সোনা মিঞার নামও বদলে গেছে। তাঁর বর্তমান নাম জুয়েল। বড় হয়েছেন ভারতের দিল্লির ভুবনিপুরা পাহাড়তলিতে এক সাঁওতাল পরিবারে। জালাল নামের এক সাঁওতাল সাপুড়ে সোনা মিঞাকে এত দিন লালনপালন করেছেন। সাঁওতাল সম্প্রদায়ের এক ব্যক্তির কাছ থেকে জালাল সোনা মিঞাকে কেনেন। জালাল ছেলের পরিচয়ে তাঁকে বড় করেন।জুয়েল জানান, সপ্তাহ খানেক আগে জালালের মেয়ে মুক্তার সঙ্গে তাঁর বিয়ের আয়োজন করা হয়। তখন প্রতিবেশীরা নিজের ছেলে-মেয়েতে বিয়ে হয় না জানিয়ে প্রতিবাদ করেন। এরপর জালাল জুয়েল তাঁর নিজের ছেলে নয় বলে জানান। রাজশাহীর পাঠানপাড়া থেকে এনে একজন সাপুড়ে তাঁর কাছে জুয়েলকে বিক্রি করেছেন বলে জানান।জুয়েল বলেন, এত দিন শুধু পাঠানপাড়া ও নানার নাম মনে ছিল। পাঠানপাড়া ভারতের কোনো জেলায়, নাকি বাংলাদেশে, তা তিনি জানতেন না। জালালের কাছ থেকে রাজশাহীর পাঠানপাড়ার নাম জানতে পেরে তিনি পালিয়ে আসেন।মা নাসিমা খাতুন বলেন, ‘এত বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছি।’জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নাম না থাকায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একযোগে পদত্যাগ করেছেন। মনোনয়নবঞ্চিত মাদারীপুর ও গাইবান্ধার দুটি আসনের দুজন প্রার্থীর সমর্থকেরা বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন। ময়মনসিংহের ত্রিশালে বর্তমান সাংসদকে আবার মনোনয়ন দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীরা সন্ধ্যায় একযোগে পদত্যাগ করেছেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সদ্য পদত্যাগী সভাপতি এ কে এম ইউসুফজী খান বলেন, ‘আবদুল লতিফ বিশ্বাস বেলকুচি-চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি ধরে রাখাসহ সংগঠনকে শক্তিশালী করেছেন। তাঁকে মনোনয়ন না দেওয়ায় সবাই একযোগে পদত্যাগ করেছি।’কালকিনি (মাদারীপুর): মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসনের মনোনয়নবঞ্চিত সাংসদ সৈয়দ আবুল হোসেনের অনুসারী নেতা-কর্মীরা গতকাল শুক্রবার কালকিনি উপজেলায় বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দলীয় মনোনয়ন দেওয়ার খবরে উত্তেজিত হয়ে তাঁরা রাস্তায় নেমে আসেন।জানা যায়, গত বৃহস্পতিবার রাতেই নেতা-কর্মীরা উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে লাঠিসোঁটাসহ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর করেন। তাঁরা কালকিনি থানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে টায়ার জ্বালিয়ে ভূরঘাটা-কালকিনি সড়ক অবরোধ করেন।গতকাল সকাল ১০টার দিকে আবারও কয়েক হাজার নেতা-কর্মী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটায় সড়ক অবরোধ করেন। এ সময় বাস, ট্রাক, ইজিবাইকসহ অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেন আবুল হোসেনের সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিপেটায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।গাইবান্ধা: গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ দলীয় মনোনয়ন না পাওয়ায় তাঁর সমর্থকেরা গোবিন্দগঞ্জ চৌরাস্তা মোড়ে গতকাল সন্ধ্যায় সড়ক অবরোধ করেন।ত্রিশাল (ময়মনসিংহ): বর্তমান সাংসদ রেজা আলীকে আবার মনোনয়ন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে গতকাল দুপুরে ত্রিশালের আওয়ামী লীগসহ সর্বস্তরের লোকজন ক্ষোভে রাস্তায় নেমে আসেন। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও রেজা আলীর কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় রেজা আলীর সমর্থকেরা এগিয়ে এলে লোকজন তাঁদের পিটিয়ে আহত করেন।শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী দুধনই গ্রাম থেকে গতকাল সোমবার অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। বেলা ১১টার দিকে ওই গ্রামের একটি মাঠে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম হায়দার বলেন, লাশের মুখ ও গলায় পোড়া চিহ্ন রয়েছে।শেরপুর প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের ২৫টি পদের ১৮টিতে জয় পেয়েছে আওয়ামী-বাম সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ জয় পেয়েছে সাতটিতে। সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নামে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো পদ পায়নি।গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন। গত ২০ আগস্ট সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনেও ২৭টিতে জয় পায় আওয়ামী-বাম সমর্থিত শিক্ষকদের নীল দল। ফলে সিনেটের ৬০ নির্বাচিত প্রতিনিধি পদের মধ্যে ৪৫টি পেল সরকার-সমর্থক ওই প্যানেল।ঐক্য পরিষদের নির্বাচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অসীম সরকার, এ কে এম গোলাম রব্বানী, মো. আজিজুর রহমান, এস এম ইমামুল হক ও মুহাম্মদ আবদুস সামাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এম ইকবাল আর্সলান ও মো. শারফুদ্দিন আহমদ, সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম, কলেজ শিক্ষক নেতা এম এ বারী, এ এইচ এম এনামুল হক চৌধুরী, এ বি এম বদরুদ্দোজা, এস এম বাহালুল মজনুন, নার্গিস জাহান বানু ও মোহাম্মাদ শামছুল হক ভূঁইয়া।জাতীয়তাবাদী পরিষদের নির্বাচিত ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উম্মে কুলসুম রওজাতুর রোম্মান ও মো. মোর্শেদ হাসান খান, বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, সাংবাদিক মাহফুজউল্লাহ, মো. আবদুল হালিম পাটওয়ারী ও আবদুল আজিজ।গত শনিবার ঢাকায় ভোট গ্রহণ করা হয়।বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ২৭-২৯ অক্টোবরের হরতালে সহিংসতার ঘটনায় বরগুনা ও দিনাজপুরে বেশ কয়েকটি মামলা করা হয়েছে।বরগুনা: সোমবার হরতাল চলাকালে জেলার আমতলী, তালতলী, বগী, পাথরঘাটা, কাকচিড়া ও মোকামিয়ায় হরতাল-সমর্থকদের সঙ্গে হরতালবিরোধীদের সংঘর্ষে উভয় পক্ষের ৩৯ জন নেতা-কর্মী আহত হন। এ সময় আমতলী, তালতলীসহ জেলার বিভিন্ন স্থানে ২১টি মোটরসাইকেল ও একটি নছিমনে অগ্নিসংযোগ করেন হরতালকারীরা।রোববার বামনার খোলপটুয়া এলাকায় শিবিরের কর্মীরা বেধড়ক পিটিয়ে এএসআইসহ পুলিশের ছয় সদস্যকে গুরুতর আহতকরেন। এসব ঘটনায় জেলার আমতলী, পাথরঘাটা ওবামনা থানায় পাঁচটি মামলা করে পুলিশ।দিনাজপুর: মঙ্গলবার বিরল উপজেলায় আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী সরকার বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে গতকাল বুধবার মামলা করেন।দেশের পাঁচ জেলায় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার যুবদলের নেতা, এক শিশুসহ পাঁচজন খুন হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরের প্রতিনিধিদের পাঠানো খবর:লক্ষ্মীপুর: সকালে রামগঞ্জের নন্দীপাড়া গ্রামের একটি ইটভাটায় যুবদলের নেতা মনির হোসেনের (৩৫) হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মনির করপাড়া ইউনিয়নের গাজীপুর গ্রামের কলিম উল্লার ছেলে এবং ওই ইউনিয়ন যুবদলের সহসভাপতি ছিলেন।উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন জানান, মনিরকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, নিহত মনির সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির কয়েকটি মামলা রয়েছে।কেন্দুয়া (নেত্রকোনা): উপজেলার মনকান্দা গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্র জিসানকে (১০) গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে এলাকার একটি ধানখেতে জিসানের লাশ পাওয়া যায়। এ ঘটনায় এলাকাবাসী জিসানের বাবা আবদুস সামাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। থানার ওসি মোশাররফ হোসেন জানান, নিহতের গলায় আঘাতের দাগ রয়েছে। সামাদ ছেলের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার হালিউড়া গ্রামের কৃষক গিয়াস উদ্দিন (৭০) গতকাল ফজরের আজানের পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পেছনের জঙ্গলে তাঁর লাশ পাওয়া যায়।নিহত গিয়াসের স্ত্রী হালিমা খাতুন জানান, তাঁর স্বামীর সঙ্গে ছোট ভাই হাসিম উদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তবে প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে হিমেল মিয়া ফজরের আজানের পর তাঁর স্বামীকে ডেকে নিয়ে যান। হালিমার অভিযোগ, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, নিহত গিয়াস উদ্দিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল। এ ঘটনায় হাসিম ও হিমেলকে আটক করা হয়েছে।বিশ্বনাথ (সিলেট): বিকেলে উপজেলার সোনাপুর গ্রামের বাণীরাখা হাওরের ধানখেত থেকে ২৮-৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলার অর্ধেক অংশ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের গায়ে আগুন দিয়ে পোড়ানোর চিহ্নও রয়েছে। থানার ওসি রফিকুল হোসেনের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশটি ধানখেতে ফেলে গেছে।ব্রাহ্মণবাড়িয়া: বিকেলে আশুগঞ্জের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পাশের মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক তরুণের (২৫) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। থানার ওসি গোলাম ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই তরুণের লাশ পচে-গলে বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত জেলা জজ এবং যুগ্ম মহানগর দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ১২ জনকে বদলি করা হয়েছে।সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে এই বদলি করা হয়েছে বলে গতকাল সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. নুরুল ইসলামকে কুমিল্লার জেলা ও দায়রা জজ, চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিমকে নরসিংদীর জেলা ও দায়রা জজ, মাদারীপুরের জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র শিকদারকে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ, নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিঞা মো. আলী আকবর আজিজীকে মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এবং নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ টি এম আলী আজমকে চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মধ্যে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরীকে বরগুনার মুখ্য বিচারিক হাকিম, ভোলার অতিরিক্ত জেলা দায়রা জজ মো. আকতার উল আলমকে জয়পুরহাটের মুখ্য বিচারিক হাকিম হিসেবে বদলি করা হয়েছে। তিনজন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এঁদের মধ্যে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মোসতাক আহমেদকে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) বিশেষ হাকিম মো. জাকির হোসেনকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সোলায়মানকে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।বদলিকৃত দুজন যুগ্ম মহানগর দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তার মধ্যে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মো. বজলুর রহমানকে মুন্সিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং লালমনিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. জাহিদুল হককে কুড়িগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। বিজ্ঞপ্তি।
কুমিল্লা মুরাদনগর উপজেলায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। ব্রাহ্মণপাড়ার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, ওই দিন রাত সোয়া আটটার দিকে উপজেলার থুল্লারমোড় এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালক উপজেলার বাখরনগর গ্রামের আমীর হোসেনের ছেলে আইয়ুব আলী (৪০) ও অটোরিকশার আরোহী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৫) ঘটনাস্থলেই মারা যান। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিবিরোধীদলীয় নেতাকে শর্তহীন সংলাপে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সংলাপে না এলে আপনি হিংসার ও সন্ত্রাসের রানি হিসেবে চিহ্নিত হবেন। সংলাপ ও আন্দোলন একসঙ্গে চলতে পারে না। যুদ্ধের সময়ও বিরতি দিয়ে সংলাপ হয়।’ গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক গণসংলাপ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। গণযোগাযোগ অধিদপ্তর এই সংলাপের আয়োজন করে। দুই নেত্রীর ফোনালাপ সরকার প্রকাশ করেনি উল্লেখ করে হাসানুল হক বলেন, ‘তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী জনসমক্ষে ফোনালাপ প্রকাশ করা বেআইনি হয়ে থাকলে বিচার হওয়া উচিত। আমি দোষী হলে আমারও বিচার হোক।’ তিনি বলেন, ‘আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম, ফোনালাপ আংশিক প্রকাশ করা হলে জাতি বিভ্রান্ত হবে। দুই নেত্রীর সম্মতি নিয়ে তা প্রকাশ করা যায়। এখন ৩৭ মিনিটের ফোনালাপ দেখার পর মনে হলো, এটা জানার অধিকার জনগণের রয়েছে।’আবৃত্তিশিল্পী মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তফসির আহমদ। মন্ত্রী বলেন, ‘হেফাজতে ইসলাম বিএনপি-জামায়াতের অঙ্গসংগঠন। শফী হুজুর রাজনৈতিক হুজুর। আমরা তেঁতুল হুজুরের কাছে বাংলাদেশের ইজারা দিতে পারি না।’পণ্য আমদানি-রপ্তানিতে অতিরিক্ত মাশুল আদায়ের প্রতিবাদে আগরতলার ব্যবসায়ীরা আবারও অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এ কারণে আজ শনিবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া গতকাল এ তথ্য জানিয়েছেন।বাংলাদেশ-ভারত সীমান্তে আগরতলায় প্রথম সমন্বিত স্থলবন্দর উদ্বোধন করা হয় ১৭ নভেম্বর। উদ্বোধনের পর থেকে শুল্ক বৃদ্ধির প্রতিবাদে আগরতলার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখেন। তিন দিন পর ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর আশ্বাসে ব্যবসায়ীরা শর্ত দিয়ে সাত দিনের জন্য আমদানি-রপ্তানি শুরু করেন।কুমিল্লার লাকসাম উপজেলার চুনাতিপুর গ্রাম থেকে রিপন মিয়া নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশ। ওই থানার উপপরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করে। রিপনের বাড়ি শ্রীমঙ্গলের ইসলামপুর গ্রামে। একটি ডাকাতির মামলায় আদালত তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেন।শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
উত্তরাঞ্চলের চার জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় গতকাল রোববার ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহ্ইয়াসহ আটক শিবিরের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকে সংগঠনটি।নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবররাজশাহী: ভোর সাড়ে পাঁচটার দিকে শিবিরের কর্মীরা নগরের হাদির মোড় এলাকায় রাজশাহী-নাটোর সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট ভেঙে বিক্ষোভ শুরু করেন। ১৫ মিনিট পর তাঁরা চলে যান। খড়খড়ি বাইপাস এলাকায় একটি ট্রাক ভাঙচুরের চেষ্টা চালান শিবিরের কর্মীরা। সকাল ছয়টার দিকে তালাইমারীতেও তাঁরা বিক্ষোভ করেন।নাটোর: সকাল আটটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে হরতালের সমর্থকদের মিছিলের সামনে পড়ে গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের দুটি গরু গুরুতর আহত হয়। সকালে আহম্মদপুরে হরতালের সমর্থকেরা দুটি ট্রাক ভাঙচুর করেন। নাটোর শহরের চকরামপুরে সকাল সাতটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করলে পুলিশ এলে তাঁরা পিছু হটেন।পাবনা: সকাল সাতটার দিকে হরতালের সমর্থকেরা সদর উপজেলার জালালপুর ও পুষ্পপাড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে টায়ার জালিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে বৃষ্টি শুরু হলে তাঁরা চলে যান। শহরে ছোট যানবাহন চলাচল স্বাভাবিক ও দোকানপাট খোলা ছিল। তবে জেলা শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।চাঁপাইনবাবগঞ্জ: রাজপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেলেও হরতালকারীদের দেখা যায়নি। তবে নিমতলা এলাকায় ছোট একটি মিছিলের খবর পাওয়া গেছে। শহরে দোকানপাট বন্ধ ছিল। ছোট যানবাহন চললেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি।নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিউম্যান হলার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মহাসড়কের জংলীপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী গ্রামের বালু ব্যবসায়ী আবদুল মালেক জোয়ার্দার (৫০), তাঁর ব্যবস্থাপক একই এলাকার চয়ড়া গ্রামের লিটন হোসেন (৩৫) ও গঙ্গাপ্রসাদ গ্রামের অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৩০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা চালকসহ পাঁচজন যাত্রী নিয়ে শাহজাদপুর থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি উল্লাপাড়ার জংলীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মালেক জোয়ার্দার প্রাণ হারান। অটোরিকশাচালক সাইফুল, আবদুল মতিন শেখ ও লিটন হোসেনসহ চারজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিটন হোসেন মারা যান। অন্য তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে সাইফুল ইসলাম মারা যান।উল্লাপাড়া থানার ওসি) তাজুল হুদা জানান, হিউম্যান হলারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।কুমিল্লার বরুড়া উপজেলায় পৃথক গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে পয়ালগাছা ইউনিয়নের পলাখাল ও ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় স্থানীয় এক ব্যক্তি আহত হন।বরুড়া থানার ওসি এ কে এম কাউসার চৌধুরীর বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটায় ১০ জনের একদল ডাকাত পলাখাল গ্রামের সড়কের ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে পিটুনি দেয়। এতে নলুয়া চাঁদপুর গ্রামের আবদুর রশিদের ছেলে আবদুল মোতালেব (২৫) নিহত হন। আহত হন একই গ্রামের উনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২)। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি আহত হন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ডাকাত বহনকারী পিকআপ ভ্যানটি জ্বালিয়ে দেন। একই রাতে ঢেউয়াতলী গ্রামের চিকিৎসক অবিনাশ মজুমদারের বাড়িতে ডাকাতি করতে গেলে এলাকাবাসী তিন ডাকাতকে আটক করে পিটুনি দেয়। এতে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আলিকামোড়া গ্রামের প্রয়াত ফজর আলীর ছেলে আবদুল বাতেন (২৮) ঘটনাস্থলেই নিহত যান।সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা (পশ্চিমপাড়া) গ্রামে গতকাল সোমবার ট্রলির চাপায় আকবর মিয়া (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুরে আকবর মিয়ার বাড়ির সামনের রাস্তায় একটি ট্রলি তাঁকে চাপা দেয়। এলাকাবাসী ট্রলিটি আটক করে। কিন্তু এর চালক পালিয়ে যেতে সক্ষম হন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
টেকনাফের সমুদ্র উপকূলে মাছ ধরছিলেন ষাটোর্ধ্ব সুফিয়া খাতুন, সঙ্গে মেয়ে মজুবা খাতুন। দুজনই এসেছেন সীমান্তের ওপারে মিয়ানমারের মংডু শহরের নাইকংদিয়া গ্রাম থেকে।গতকাল সুফিয়ার সঙ্গে কথা বলে জানা গেল, গত ৭ আগস্ট পরিবারের আট সদস্যের সঙ্গে নৌকায় করে সীমান্ত পাড়ি দিচ্ছিলেন তাঁরা। পথে বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা ধাওয়া করলে পুরুষেরা নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়েন আর তাঁরা ভাসতে ভাসতে চলে যান শাহপরীর দ্বীপের বদরমোকাম চরে। সেখান থেকে সবার চোখ এড়িয়ে চলে আসেন টেকনাফের শামলাপুর বাজারের ঝাউবনে। এ বনে তাঁর মতো আরও ৩৫ হাজার রোহিঙ্গা আছে। সবারই জীবিকা সাগর থেকে মাছের পোনা ধরা।গত দুই দিনে কক্সবাজারের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজারের জনজীবনের প্রধান সমস্যা এখন রোহিঙ্গা। পাঁচ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেছে। দিনে দিনে এ সংখ্যা বাড়ছে। কক্সবাজারের রামুতে গত বছরের ২৯ ও ৩০ সেপ্টেম্বর বৌদ্ধবিহার, মন্দির, বসতি ও দোকানপাটে হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল ইসলাম কমিটির প্রধান ছিলেন। কমিটির প্রতিবেদনে রোহিঙ্গা সমস্যার কথা তুলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়। এ রকম ২২টি সুপারিশ বাস্তবায়নের জন্য পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।কক্সবাজার জেলা পুলিশ ও জেলা প্রশাসককে লেখা চিঠিতে বলা হয়েছিল, রোহিঙ্গা শরণার্থীরা যাতে ক্যাম্পের বাইরে অবস্থান করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় ও সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।কিন্তু রামু ও কক্সবাজারের বিভিন্ন এলাকা ঘুরে বেশির ভাগ সুপারিশ বাস্তবায়নের কোনো লক্ষণ চোখে পড়েনি। অবশ্য গুঁড়িয়ে দেওয়া মন্দির ও বসতবাড়ি পুনর্নির্মাণের সুপারিশ সরকার বাস্তবায়ন করেছে।জেলা পুলিশ, কোস্টগার্ড ও বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৮৮ কিলোমিটার সীমান্ত আছে। এর মধ্যে ৯১ কিলোমিটার একেবারে উন্মুক্ত। এসব সীমান্ত দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করে। দুই সংস্থার দেওয়া তথ্যে দেখা গেছে, এ বছরের নয় মাসে পাঁচ হাজার ৪৭৫ জন রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়েছে। এদের আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। শুধু চলতি মাসেই আটকের পর ফেরত পাঠানো হয়েছে ৭৮৪ জনকে। আর এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কতজন দেশে ঢুকে পড়েছে, সে হিসাব কারও কাছে নেই।জেলা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেছেন, কক্সবাজারে রোহিঙ্গা এখন ‘লাভজনক ব্যবসায়’ পরিণত হয়েছে। বিদেশে রোহিঙ্গাদের পাচার করা হচ্ছে এবং সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড, ইয়াবাসহ মাদক সরবরাহে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা তাদের। কম মজুরিতে কাজ করে বলে কক্সবাজারের সর্বত্র রোহিঙ্গারা কাজ করার সুযোগ পাচ্ছে। সাগরে এখন যে লাখ লাখ মানুষ পোনা ধরে, তার একটি বড় অংশ রোহিঙ্গা। এসব কারণে একশ্রেণীর মানুষ রোহিঙ্গা আসার ব্যাপারে গোপনে উৎসাহ দিচ্ছে। তাদের সঙ্গে দুটি এনজিও জড়িত থাকার অভিযোগ আছে।কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন রোহিঙ্গাদের অবৈধ অবস্থানের কথা স্বীকার করেন। প্রথম আলোকে তাঁরা বলেন, তাঁরা সাধ্যমতো এ সমস্যা সমাধানের চেষ্টা করছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামে বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় জড়িত মাদ্রাসাগুলোর এমপিওভুক্তি বাতিল করার সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য শিক্ষাসচিবকে চিঠি দেওয়া হয়। কমিটির প্রতিবেদনে রামুতে হামলার ঘটনায় একটি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সম্পৃক্ততার কথা বলা হয়।তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার সব উপজেলা ও ইউনিয়নে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি’ গঠন করতে বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুই জেলায় কর্মরত গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে মাসে একবার সভা করতেও বলা হয়।জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘আমরা নিয়মিত সভা করছি। সব উপজেলায় কমিটিও গঠন করা হয়েছে।’স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া এক চিঠিতে বলা হয়, এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সংশ্লিষ্টতা থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে জেলা প্রশাসক জানান, এ ব্যাপারে কার্যক্রম শুরু হয়েছে।সূত্র জানায়, প্রতিবেদনের ভিত্তিতে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুক, টুইটার ও ইউটিউবে আপত্তিকর তথ্য যাতে আসতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রামুর ঘটনার মতো স্পর্শকাতর বিষয় এড়াতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এ নির্দেশ দেওয়া হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের মহাপরিদর্শককে লেখা চিঠিতে বলা হয়, এ ঘটনায় দায়ের করা মামলা তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে।চিঠির ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে মামলার তদন্ত তদারকির ব্যবস্থা করা হয়েছে। সব মামলা তদারক করা হচ্ছে।কমিটির সুপারিশ অনুযায়ী, লুট হওয়া বুদ্ধমূর্তি উদ্ধারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়।জানতে চাইলে সীমাবিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রথম আলোকে বলেন, মন্দিরে হামলার সময় শুধু সীমাবিহার থেকেই সাড়ে তিন শ বুদ্ধমূর্তি লুট হয়। অন্যান্য মন্দির থেকে লুট হয় আরও পাঁচ শতাধিক। কিন্তু এক বছরে র‌্যাব-পুলিশ উদ্ধার করেছে মাত্র ২৪টি মূর্তি। লুট হওয়া মূর্তির মধ্যে ছিল এক কেজি ওজনের একটি সোনার ও বিভিন্ন ওজনের ৬০টি রুপার মূর্তি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে মুঠোফোনে প্রদর্শনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের চৌপথি বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা দুটি মুঠোফোন সেট জব্দ করে পুলিশ।গতকাল বুধবার গ্রেপ্তার করা ব্যক্তিদের তথ্যপ্রযুক্তি আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, পাঙ্গামটকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর আলম (২৫) এবং পাশের ডিমলা উপজেলার দক্ষিণ সুন্দরখাতা গ্রামের আবদুল আজিজ (৩০)।অবরোধের নামে দেশ ও জনজীবন বিপর্যস্ত করা, বিজিবির সদস্যসহ বেশ কয়েকজনের জীবনহানি এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। গতকাল বিবৃতিতে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের ষড়যন্ত্রকারী জামায়াতের সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের দাবি জানানো হয়।বিবৃতিতে বলা হয়, আন্দোলন করার অধিকার সবারই আছে। কিন্তু আন্দোলনের নামে হত্যা, অগ্নিদগ্ধ করা, রেললাইন উপড়ে ফেলে নাশকতার অধিকার কারও নেই।মঞ্চের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী, সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার ও সহকারী সদস্যসচিব সালেহ আহমেদ বিবৃতিতে স্বাক্ষর করেন।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলে বগুড়ার নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বর্তমানের রাজনৈতিক অস্থিরতা না থাকলে এবার শিক্ষার্থীরা আরও ভালো করতে পারত বলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানেরা জানিয়েছেন।বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর পরীক্ষা দিয়েছিল ২৫৮ শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন। গত বছর এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল ২২৫ জন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ২৬৯ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন। গত বছর ২৫৩ জনের মধ্যে ২০৩ জন জিপিএ-৫ পেয়েছিল। বগুড়া জিলা স্কুল থেকে এ বছর ২৪৪ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন। গত বছর এখান থেকে জিপিএ-৫ পেয়েছিল ২৩০ জন। বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৯৫ পরীক্ষার্থীর মধ্যে ২৩৯ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর ২৫০ জনের মধ্যে ১৯৯ জন পেয়েছিল। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২৩০ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮৯ জন। এখান থেকে গত বছর কতজন জিপিএ-৫ পেয়েছিল, তাৎক্ষণিকভাবে সে পরিসংখ্যান পাওয়া যায়নি।বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন জানান, পিএসসি পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীরা যাতায়াতসহ নানা সমস্যার মধ্য দিয়ে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই জিপিএ-৫ পেত বলে তিনি দাবি করেন।বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ জানান, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও শিক্ষার্থীরা এবার ভালো ফল করেছে। গত বছরের তুলনায় এবার সব শিক্ষাপ্রতিষ্ঠানেই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগের নেতা শফিক উদ্দিনের বিরুদ্ধে সিলেটে দায়ের হওয়া হত্যা মামলা প্রত্যাহারের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন মামলার বাদী মুহিবুর রহমান। গতকাল রোববার ওই আবেদনের ওপর শুনানি হয়েছে। শুনানি শেষে বিচারক বাদীকে ১৫ দিনের সময় দেন। মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয়েছিল।২০০৪ সালের ২৭ আগস্ট সিলেটের গোলাপগঞ্জে ডাক বিভাগে কর্মরত আবদুল ওয়াহিদ ওরফে খলু মিয়াকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ওয়াহিদের ভাই মুহিবুর রহমান বাদী হয়ে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি শফিক উদ্দিনসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। জায়গাজমির বিরোধ নিয়ে ওই হত্যাকাণ্ড ঘটেছিল বলে জানা গেছে।গতকাল সিলেটের অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতে শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রাষ্ট্র আর মামলাটি পরিচালনা করতে চাইছে না। তিনি বাদীর আপত্তি খারিজ করার আরজি পেশ করেন। অন্যদিকে বাদীর আইনজীবী বলেন, মামলাটি নিষ্পত্তি না করতে উচ্চ আদালতে একটি দরখাস্ত দাখিল করা হয়েছে। ওই দরখাস্তের পরিপ্রেক্ষিতে তিনি সময় প্রার্থনা করেন। আদালত ১৫ দিনের সময় মঞ্জুর করেন।বাদীপক্ষের আইনজীবী সুহেল আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১৫ দিনের মধ্যে উচ্চ আদালতে দাখিল করা দরখাস্তের পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত এলে আদালত তা অনুসরণ করবেন। নতুবা ১৫ দিন পর মামলাটি প্রত্যাহার করা হবে।’আসন্ন নির্বাচন সামনে রেখে ৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার মধ্য দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। একই সঙ্গে বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় দলীয় শক্তি প্রদর্শন এবং নেতা-কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে জনসভায় বিপুল জনসমাগমের উদ্যোগ নেওয়া হয়েছে।আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজন করা হলেও এ জনসভাকে প্রাকিনর্বাচনী মহড়ায় রূপ দেওয়া হবে। এতে বড় জমায়েতের মাধ্যমে দেশবাসীকে এই বার্তা দেওয়া হবে যে আওয়ামী লীগ দুর্বল নয় এবং বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করে সরকার সুষ্ঠুভাবে নির্বাচন করতে সক্ষম। এতে নির্বাচনের আবহ সৃষ্টি করতে জনসভায় শুধু নৌকা ও নৌকা প্রতীক-সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো দলীয় ও ব্যক্তির ছবি-সংবলিত ব্যানার না আনতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক যৌথ সভায় এ নির্দেশনা দেওয়া হয়।জনসভার প্রস্তুতির লক্ষ্যে স্বয়ং প্রধানমন্ত্রী গতকাল বুধবার তাঁর বাসভবন গণভবনে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠক শেষে এসব সাংসদ ও নেতা কে কত লোক জনসভায় আনবেন, সেই সংখ্যা বেঁধে দেওয়া হয় বলে বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা জানান।গণভবনের বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘দুর্বলের সঙ্গে কেউ সন্ধি করে না। আমরা শক্তিশালী হলে সবাই আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে। আমাদেরও শক্তি সঞ্চয় করতে হবে। লাঠি বা বন্দুকের শক্তি নয়, সমর্থকদের শক্তি। এটাই বাংলাদেশে একমাত্র রাজনৈতিক শক্তি।’ বিপুল মানুষের সমাবেশ ঘটিয়ে এই শক্তি ৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে দেখানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান সৈয়দ আশরাফ।বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা জানান, আওয়ামী লীগেরও যে শক্তি আছে, তা প্রদর্শনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। নিজের শক্তি প্রদর্শনের মাধ্যমে মানুষকে আশ্বস্ত করতে চায় যে বিরোধী দল নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ তা সম্পন্ন করতে সক্ষম। এ ছাড়া বিরোধী দল যাতে হরতাল-অবরোধে ব্যাপক নাশকতা না চালাতে পারে, সে জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয় বৈঠকে।বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, প্রধানমন্ত্রী পুনরায় দলীয় নেতাদের কাছে বিরোধী দলের সঙ্গে ফোনালাপের বিষয় তুলে ধরেন। বিরোধীদলীয় নেতার কথায় প্রধানমন্ত্রী যে আহত হয়েছেন, সেটাও দলের নেতাদের বলেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন সংবিধানমতোই হবে। সরকার পরিচালনা যেমন জরুরি, তেমনি বিরোধী দলের আন্দোলন মোকাবিলাও জরুরি। সবাইকে সে ব্যাপারে প্রস্তুত থাকতে হবে।বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী অন্য একটা অনুষ্ঠানে ছিলেন। এ সময় একাধিক জেলা নেতা ও সাংসদ বক্তৃতা করেন। তাঁরা সবাই কেন্দ্র থেকে নির্বাচনের বিষয়ে নির্দেশনা চান এবং বিরোধীদলীয় নেতাকে পুনরায় দাওয়াত না দেওয়ার আহ্বান জানান। অনেকে রাজপথে বিরোধী দলকে মোকাবিলার জন্য কেন্দ্রের মতামত জানতে চান।এদিকে ৩ নভেম্বরের জনসভা সামনে রেখে গতকাল বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক যৌথ সভায় দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, মহানগরের প্রতিটি থানা থেকে কমপক্ষে ২০ হাজার নেতা-কর্মী আনতে হবে। এমন সমাবেশ করতে হবে, যেন আগামী ১০০ বছর এত বড় সমাবেশ কেউ না করতে পারে।এ ছাড়া জনসভা সফল করতে আগামী শুক্রবার আবারও যৌথ সভা এবং আগামী ২ নভেম্বর প্রতিটি থানায় কর্মিসভা করার জন্য নির্দেশনা দেন মেফাজ্জল হোসেন চৌধুরী। তিনি বলেন, যে থানায় কর্মিসভা করা হবে না, সেই থানার কমিটি সঙ্গে সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হবে।ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।জানা গেছে, মুর্শেদুজ্জামানের সমর্থক আশরাফুল হক হলের অন্তর চৌধুরী বৃহস্পতিবার রাত নয়টার দিকে ক্যাম্পাসের জব্বার মোড়ে খেতে যান। এ সময় সাইফুলের সমর্থক বঙ্গবন্ধু হলের অলি ও আল-আমিনের নেতৃত্বে ১০-১৫ জন অন্তরকে হোটেল থেকে বের করে লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেন। অন্তরকে পেটানোর খবরে আশরাফুল হক হলের সভাপতির সমর্থক নেতা-কর্মীরা সম্পাদক পক্ষের নেতা-কর্মীদের ধাওয়া করেন। এ ছাড়া জব্বার মোড় এলাকায় দুই পক্ষের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিনটি গুলির শব্দ শোনা যায়।একপর্যায়ে সভাপতি পক্ষের নেতা-কর্মীরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ভাঙচুর চালান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে ১৮টি কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। এতে পাঁচজন আহত হন।রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বোমা হামলা করে রেলওয়ের নিরাপত্তা প্রহরী আবুল কাশেমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক জিজ্ঞাসাবাদে নিজেদের ছাত্রশিবিরের কর্মী বলে স্বীকার করেছেন। রেলওয়ে পুলিশের সূত্র এ কথা জানিয়েছে। ওই দুজন গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও হামলার কথা স্বীকার করেছেন।রেলওয়ে পুলিশ জানায়, আবুল কাশেম হত্যার ঘটনায় গতকাল কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা প্রহরী মোস্তাফিজুর রহমানের করা মামলাটিতে ঘটনাস্থল থেকে আটক আমিনুল ইসলাম ও মো. আলমকে আসামি করা হয়েছে। গত রোববার বিকেলে বোমা হামলার ঘটনায় এ দুজনও আহত হন।এজাহারে বলা হয়েছে, আমিনুলের (২০) বাড়ি জামালপুরের উত্তর কুড়লায় এবং আলমের (২০) বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলিতে।কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, জিজ্ঞাসাবাদে আমিনুল ও আলম নিজেদের ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে স্বীকার করেছেন। তাঁরা বলেছেন, রোববার তাঁরা ওই সময়ে কমলাপুর রেলস্টেশনের পাশে অনুষ্ঠিত যুবলীগের সমাবেশে হামলার পরিকল্পনা করছিলেন।আবদুল মজিদ আরও জানান, বিস্ফোরিত বোমার আলামত থেকে দেখা গেছে, বোমাটি অনেক শক্তিশালী ছিল। ওই সমাবেশে হামলা হলে প্রাণহানি বেশি হতো।মামলার তদন্ত কর্মকর্তা কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কাশেম হত্যার ঘটনায় মামলার পর আটক দুই যুবককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বোমা হামলার কথা স্বীকার করেছেন। তাঁরা বলেছেন, একজনের নির্দেশে তাঁরা যুবলীগের সমাবেশস্থলে বোমা নিয়ে যাচ্ছিলেন।রোববার বিকেলে কমলাপুর রেলস্টেশন ইয়ার্ডের ১৭ নম্বর বিটের কাছে দায়িত্ব পালনকালে আবুল কাশেম সন্দেহভাজন দুই যুবককে তল্লাশির সময় তাঁদের ছোড়া বোমা বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হন।রেলওয়ের কর্মকর্তারা জানান, নিহত আবুল কাশেমের পরিবারের কাছে এক লাখ টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর অকালমৃত্যুতে পরিবারের যোগ্য একজনকে রেলওয়েতে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কমলাপুরে জানাজা: ঢাকা মেডিকেল কলেজ মর্গে গতকাল সকালে আবুল কাশেমের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তাঁর লাশ নেওয়া হয় কমলাপুর রেলস্টেশন প্রাঙ্গণে। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে তাঁর জানাজা হয়। জানাজায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কাশেমের সহকর্মীরা অংশ নেন। পরে অ্যাম্বুলেন্সে করে লাশ তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি গ্রামে নেওয়া হয়। সেখানে তাঁর লাশ দাফন করা হয়।
দেশে প্রাণিসম্পদ ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন প্রকল্প বন্ধ করে প্রাণিসম্পদ খাতে পূর্ণাঙ্গ জনবলকাঠামো বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই প্রকল্পটি বন্ধের দাবিতে ভেটেরিনারি অনুষদের সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিল অনুষদের ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে প্রফেসর মুহামঞ্চদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর-রানীরহাট সড়কের দলিল গ্রাম এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাজিদের বহনকারী একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা করলে গ্রামবাসীর প্রতিরোধে তাঁরা ডাকাতদের কবল থেকে রক্ষা পেয়েছেন।জানা যায়, ওই রাতে ১০-১২ জন হাজি একটি মাইক্রোবাসে করে ভবানীপুর-রানীরহাট সড়ক দিয়ে পাশের নাটোরের সিংড়া উপজেলায় নিজেদের বাড়ি যাচ্ছিলেন। ওই সময় পাঁচ-ছয়জন ডাকাত হাজিদের গাড়ি লুট করার জন্য আগে থেকেই দলিল গ্রাম এলাকায় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবস্থান নেয়। সড়কের ওপর গাছ দেখে হাজিদের বহনকারী গাড়িটি বেশ দূরে থেমে যায়। এ সময় হাজিরা মুঠোফোনে তাঁদের আত্মীয়-স্বজনদের বিষয়টি জানান। তাঁদের স্বজনেরা তাৎক্ষণিকভাবে দলিল গ্রামের পরিচিতজনদের ঘটনা জানান। এরপর দলিল গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে হইচই করে এগিয়ে এলে ডাকাতেরা পাশের তাড়াশ উপজেলার দিকে পালিয়ে যায়।ঘটনার সত্যতা স্বীকার করে ওই রাতে ভবানীপুর-রানীরহাট সড়কে কর্তব্যরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নরেশ চন্দ্র সরকার।প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার রাজশাহী, নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রামের প্রায় সাড়ে চার শ দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: গোদাগাড়ী উপজেলার প্রসাদপাড়া গ্রামে কম্বল দেওয়া হয়েছে ১০০ জনকে। গতকাল সকালে গ্রামের এরশাদ আলীর বাড়ির প্রাঙ্গণে দুস্থ ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন আলোকছত্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, সমাজসেবক আনসার আলী, আবুল কালাম, সাহেব জান প্রমুখ। অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধু মাসুদ রানা, সুলতানা ইসরাত জাহান গিয়াসী, আইয়ুব আলী, শাহানারা জেসমিন, আরজু খাতুন, ভূমিকা আজাদ, ঔড়ব আজাদ, বাঁধন, সবুজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।নীলফামারী: সকালে সদর উপজেলার চওড়া ইউনিয়নের কাঞ্চনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাঞ্চন পাড়া আদর্শ গ্রাম, কুমিরটারী, কাংকিন পাড়া, ইন্দ্রমোহন পাড়া, ডাঙ্গাপাড়া, কাঞ্চনপাড়া, বাঘপাড়া ও ছত্রছাল এলাকার ১১৫ জন দুস্থকে কম্বল দেওয়া হয়েছে।কম্বল পেয়ে বাঘপাড়া গ্রামের মেঘ বালা (৮৫) বলেন, ‘জারত মরোছোঁ বাহে। এই কম্বলখান পায়া এলা মোর খুব উপকার হইল। এখান এলা উড়ি থাকির পারিম (গায়ে জড়িয়ে থাকতে পারব)।’কম্বল বিতরণে সহায়তা করেন নীলফামারী বন্ধুসভার সভাপতি সুধীর রায়, সাধারণ সম্পাদক মারুফ খান, সহসভাপতি রিফাত আরা সিমি, তমা মিমি, চওড়া ইউপি চেযারম্যান জুলফিকার আলী প্রমুখ।পঞ্চগড়: সকালে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের মণ্ডলপাড়া, কুড়ুলিয়া, মাস্টারপাড়া, সাতখামার, পশ্চিম সাতখামার ও লক্ষ্মীদ্বার গ্রামের ১১০ জনের হাতে কম্বল তুলে দেন সমাজসেবী মো. সোলায়মান হক। সহযোগিতা করেন বন্ধুসভার সদস্য মখলেছার রহমান, পুলক, সবুজ, আফসার।কুড়িগ্রাম: সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খাসেরচরের ১২০ জনকে কম্বল দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি মোখলেছুর রহমান, সদস্য জাহানুর রহমান, আবদুল লতিফ, জুয়েল, শাওন, লিজা, সিঁথি, দৃষ্টি প্রমুখ।মহাজোট সরকারের সময়ে দেশের অনেক জেলা ছিল মন্ত্রীশূন্য। কিন্তু পাবনার বেড়া উপজেলাবাসীর ভাগ্য এ ক্ষেত্রে অসাধারণ। এ উপজেলার তিনজন বাসিন্দা মহাজোট সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, বর্তমান নির্বাচনকালীন সরকারেও তাঁরা মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।তাঁদের একজন হলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান (পদমর্যাদায় প্রতিমন্ত্রী) মির্জা আবদুল জলিল।এ কে খন্দকারের বাড়ি উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামে, টুকুর বাড়ি বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লায় ও মির্জা আবদুল জলিলের বাড়ি উপজেলার জয়নগর গ্রামে। এবারই শুধু নয়, বেশির ভাগ সরকারের সময়ই বেড়া উপজেলার কেউ না কেউ মন্ত্রী হয়েছেন। তবে একসঙ্গে তিনজনের মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এবারই প্রথম। এলাকার অনেকে জানান, এমন মন্ত্রীভাগ্যে উপজেলাবাসী মহাজোট সরকারের প্রথম ভাগে উন্নয়নের স্বপ্নে আনন্দিত থাকলেও এখন তাঁরা হতাশ। গত পাঁচ বছরে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করলেও উপজেলাবাসীর কাছে তা প্রত্যাশার চেয়ে কম। বেড়াবাসী দীর্ঘদিন ধরে যেসব উন্নয়ন কর্মকাণ্ডের দাবি করে আসছে সেগুলোর বেশির ভাগই পূরণ হয়নি। বেড়ায় কোনো সরকারি কলেজ ও উচ্চবিদ্যালয় নেই। দীর্ঘদিন ধরে বেড়াবাসীর দাবি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বেড়া কলেজ ও ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত বেড়া বিবি উচ্চবিদ্যালয়কে সরকারি করার। এ ছাড়া বেড়া ডাকবাংলা থেকে শাহাজাদপুরের চরবর্ণিয়া পর্যন্ত হুরাসাগর নদের ওপর একটি সেতু নির্মাণের দাবি রয়েছে বেড়াবাসীর। বেড়াবাসীর অন্য দাবির মধ্যে রয়েছে বেড়ায় শিল্পপার্ক স্থাপন, শিশুপার্ক স্থাপন, বেড়া নৌবন্দর পুনরুজ্জীবিতকরণ প্রভৃতি। তবে গত পাঁচ বছরে উপজেলায় চোখে পড়ার মতো যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তার মধ্যে রয়েছে বৃশালিখায় ৭০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন, নগরবাড়ীতে মেরিন একাডেমি প্রতিষ্ঠা, আমিনপুর থানা প্রতিষ্ঠা, ঈশ্বরদী থেকে বেড়ার ঢালারচর পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ শুরু প্রভৃতি।এলাকার অনেকে আরও জানান, এর আগেও বেড়াবাসী ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়েছেন। ১৯৭৯ সালে বেড়ায় প্রথম মন্ত্রী হন জয়নগর গ্রামের মির্জা আবদুল হালিম। তিনি জিয়াউর রহমান সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী ছিলেন। এরশাদ সরকারের সময় এ কে খন্দকার পরিকল্পনামন্ত্রী ও নাকালিয়া গ্রামের মেজর (অব.) মনজুর কাদের ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের সংস্থাপন প্রতিমন্ত্রী হন ঘোপসেলন্দা গ্রামের ওসমান গণি খান (ওজি খান)। ১৯৯৬ সালে হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী হন বৃশালিখা মহল্লার অধ্যাপক আবু সাইয়িদ। এরপর চারদলীয় সরকারের (২০০১-২০০৬) মন্ত্রী হন পাবনা-১ আসনের (সাঁথিয়া ও বেড়ার একাংশ) তৎকালীন সাংসদ মতিউর রহমান নিজামী। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীর সময়েও উপজেলায় উল্লেখ করার মতো তেমন কোনো উন্নয়ন হয়নি।বেড়া বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান ও হোটেল ব্যবসায়ী এনামুল হক বলেন, এবার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর কাছে এলাকাবাসীর অনেক প্রত্যাশা ছিল। তাঁরা সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি।নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া কলেজের এক শিক্ষক বলেন, সব সরকারের সময়েই বেড়ায় মন্ত্রীর ছড়াছড়ি। কিন্তু উন্নয়ন তো হয় না।তবে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘গত ৪২ বছরের মধ্যে আমাদের সময়ে বেড়ায় সর্বোচ্চ উন্নয়ন হয়েছে।’ বেড়ার আমিনপুরে থানা উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানান, বর্তমান সরকারের সময়ে বেড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার থেকে স্বেচ্ছাসেবী সংগঠন কিনের উদ্যোগে শুরু হচ্ছে আট দিনব্যাপী বই উৎসব।বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের লিউকেমিয়া-আক্রান্ত শিক্ষার্থী রাশেদুল হাসানের চিকিৎসা-সহায়তায় এ উৎসব অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া।ব্যাংকিং খাতের আরেক আর্থিক কেলেঙ্কারি বিসমিল্লাহ গ্রুপের প্রায় এক হাজার ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২ মামলায় ৫৪ জনকে আসামি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এই মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়।১২টি মামলার মধ্যে জনতা ভবন করপোরেট শাখার জন্য দুটি মামলা, মগবাজার শাখার জন্য একটি ও এলিফ্যান্ট রোড শাখার জন্য আরেকটি মামলার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া প্রাইম ব্যাংকের জন্য দুটি, যমুনা ব্যাংকের জন্য তিনটি, প্রিমিয়ার ব্যাংকের জন্য দুটি ও শাহজালাল ইসলামী ব্যাংকের জন্য একটি মামলা অনুমোদন দেওয়া হয়।এর আগে গত রোববার কমিশনে অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, বিসমিল্লাহ গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো মিলে মোট এক হাজার ১৭৪ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাত্ করেছে। এর মধ্যে ফান্ডেড দায় (স্বীকৃত বিলের বিপরীতে) ৯৯০ কোটি তিন লাখ টাকা এবং ননফান্ডেড অর্থের পরিমাণ ১৮৪ কোটি ৪৩ লাখ টাকা।বিসমিল্লাহ গ্রুপ জনতা ব্যাংকের ভবন করপোরেট শাখা থেকে ফান্ডেড ৩০৭ কোটি ৩৮ লাখ টাকা ও ননফান্ডেড ২৫ কোটি ৫৩ লাখ টাকা, মগবাজার শাখা থেকে ১৭৭ কোটি ১০ লাখ ফান্ডেড ও ননফান্ডেড এক কোটি ৬০ লাখ টাকা এবং এলিফ্যান্ট রোড শাখা থেকে ফান্ডেড ১৫ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাত্ করেছে। এ ছাড়া প্রাইম ব্যাংক মতিঝিল শাখা থেকে ফান্ডেড ২৬৫ কোটি ৪০ লাখ ও ননফান্ডেড টাকা ৬১ কোটি আট লাখ, প্রিমিয়ার ব্যাংক মতিঝিল শাখা থেকে ফান্ডেড ২৩ কোটি ২২ লাখ ও ননফান্ডেড ৩৯ কোটি ৩১ লাখ টাকা, যমুনা ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখা থেকে ফান্ডেড ১০৮ কোটি ৪৪ লাখ ও ননফান্ডেড ৪৬ কোটি দুই লাখ টাকা এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ইস্কাটন শাখা থেকে ৯৩ কোটি ১৫ লাখ টাকা ফান্ডেড ও ১০ কোটি ৮৯ লাখ টাকা ননফান্ডেড হিসাবে অর্থ আত্মসাত্ করেছে।১২টি মামলার সব কটিতেই বিসমিল্লাহ গ্রুপের পরিচালক খাজা সোলেমান চৌধুরীকে আসামি হচ্ছেন। অন্য মামলাগুলোতে রয়েছেন: খাজা সোলেমানের স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান নওরীন হাবিব, পরিচালক খাজা সোলেমানের পিতা সফিকুল আনোয়ার চৌধুরী ও মাতা সারোয়ার জাহান (পরিচালক)। সারোয়ার জাহান বিসমিল্লাহ গ্রুপের সহযোগী হিন্দল ওয়ালী টেক্সটাইলের পরিচালক। এ ছাড়া গ্রুপের মহাব্যবস্থাপক (হিসাব) আবুল হোসেন চৌধুরী এবং তিন পরিচালক আবিদা হাসিব, নাহিদ আনোয়ার খান, খন্দকার মো. মইনুদ্দিন আশরাফ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবকর আজিজ মুতাক্কি, মহাব্যবস্থাপক (জিএম) আবুল হোসাইন চৌধুরী, ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহম্মেদের নাম রয়েছে। আসামি তালিকায় আরও রয়েছেন নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেমের চেয়ারম্যান মো. আক্তার হোসেন, টি ডব্লিউ এক্সপ্রেসের মালিক মো. মঈন উদ্দিন এবং বে ইয়ার্ন লিমিটেডের মালিক গোলাম মহিউদ্দিন আহম্মেদ। এঁদের মধ্যে খাজা সোলেমান ও তাঁর স্ত্রী নওরীন হাবিব দুবাইয়ে, আবুল হোসেন মালয়েশিয়ায় ও মঈন উদ্দিন জার্মানিতে রয়েছেন। আর বাকি ৪১ জন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা।মামলার জন্য যেসব ব্যাংক কর্মকর্তার নাম আসামির তালিকায় রয়েছে তাঁরা হলেন: প্রাইম ব্যাংকের মো. মোজাম্মেল হোসেন, খোন্দকার ইকবাল হোসেন, ইব্রাহিম হোসেন গাজী, এ বি এম শাহজাহান, কাজী খাইরুল ইসলাম, ইকবাল আজিম কাদরী, মো. আবুল কালাম, এ কে এম জান-ই আলম, মো. ইয়াছিন আলী, শাহীনুর রহমান, জি এম শাহাদত্ হোসেন, এম এ রহীম, শাহাবুদ্দিন সরদার, তানজিবুল আলম, আবু সালেহ মো. আরিফুর রহমান ও তাবাসসুম।যমুনা ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আসামির তালিকায় আছেন: রফিকুল হাসান, মোর্শেদুর রহমান, এস এম জাহিদুল ইসলাম, এ এস এম মাশুক ও মোজাম্মেল হোসেন। শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তারা হচ্ছেন মো. আসলামুল হক, এ এস এম হাসানুল কবীর, শহীদুল ইসলাম, মান্নাতুল মাওলা, গোলাম ওয়াহাব, মুনির হোসেন, দুলাল হোসেন ও আনিসুল কবির।জনতা ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আসামিরা হচ্ছেন: আবদুস সালাম আজাদ, আজমুল হক, এস এম আবু হেনা মোস্তফা কামাল, অজয় কুমার ঘোষ, ফায়েজুর রহমান ভুঁইয়া, জেসমিন আক্তার, সৈয়দ জয়নাল আবেদীন, রফিকুল আলম, খন্দকার মোশাররফ হোসেন, আতিকুর রহমান, মোস্তাক আহমদ খান এবং এস এম শোয়েব-উল-কবীর।কিশোরগঞ্জের বাজিতপুরের গাজীরচর এলাকায় গত বৃহস্পতিবার রাতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার অভিযোগে ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার বাজিতপুরের সরারচর রেলওয়ে কার্যালয়ের সহকারী ঊর্ধ্বতন প্রকৌশলী (পথ) জালাল উদ্দিন ৫০-৬০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ওই মামলা করেন।বিএনপি সূত্র জানায়, ওই মামলা হওয়ার পর তাঁদের নেতা-কর্মীদের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। ভৈরব রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদকে গ্রেপ্তারের প্রতিবাদে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় গতকাল সোমবার ঢিলেঢালাভাবে হরতাল হয়েছে। তবে তাঁকে গ্রেপ্তারের ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশ করেছেন।গত রোববার হাফিজ উদ্দিনকে জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে গ্রেপ্তারের পর ভোলার বিভিন্ন স্থানে ১৮ দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। একই সঙ্গে ওই দুই উপজেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। তবে গ্রেপ্তারের ভয়ে এদিন নেতা-কর্মীদের কাউকে মাঠে দেখা যায়নি। দোকানপাট খোলা থাকার পাশাপাশি যানবাহন চলাচল করতে দেখা গেছে।হাফিজকে গ্রেপ্তারের পর রোববার রাতে লালমোহন উপজেলা বিএনপি ভোলা-চরফ্যাশন সড়ক, চৌরাস্তা ও সদর রোড এলাকায় বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করলে আওয়ামী লীগ পাল্টা মিছিল বের করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলার সাংবাদিক সমিতির সভাপতি ও সকালের খবর প্রতিনিধি এস বি মিলনসহ ৩২ জন আহত হন। সংঘর্ষকালে একটি বাস, দুটি পিকআপ ভ্যান, সাংবাদিক সমিতির কার্যালয়সহ ২০টির মতো প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। রাত সাড়ে আটটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, নাশকতার আশঙ্কায় পুলিশ বিভিন্ন উপজেলা থেকে ২০ জনকে আটক করেছে। লালমোহন থানার ওসি খন্দকার মিজানুর রহমান বলেন, কোনো হরতাল হয়নি। পরিস্থিতি শান্ত আছে। সহিংসতার ঘটনায় কোনো মামলা হয়নি।এদিকে হাফিজকে গ্রেপ্তারের ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশ করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম হাওলাদার বলেন, মেজর হাফিজ গ্রেপ্তার হওয়ায় লালমোহন-তজুমদ্দিনবাসী আনন্দিত। তাই তাঁরা হরতাল না মেনে মেজর হাফিজের বিচারের দাবিতে পথে নেমেছেন।
বিদ্যালয়ের পরিবেশকে আরও স্বাস্থ্যকর, নিরাপদ, ব্যয়সাশ্রয়ী ও উৎপাদনমুখী করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গত শনিবার দ্য গ্রিন অ্যাপেল ডে অফ সার্ভিস উদ্যাপন করা হয়েছে। দিনটি উদ্যাপন উপলক্ষে স্পন্দনবি নামক বেসরকারি সংস্থার সহায়তায় মোহাম্মদপুর প্রিপারেটরি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল এবং সেন্ট জোসেপ হায়ার সেকেন্ডারি স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল উভয় বিদ্যালয়ের প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বিদ্যালয় এলাকা পরিচ্ছন্নতা অভিযান, রচনা প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ইত্যাদি। অনুষ্ঠান শেষে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ম. তামিম বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে গাছেন চারা প্রদান করেন। বিজ্ঞপ্তিবিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ের জাকেরুল ইসলাম (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ছাড়া ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণের দায়িত্বও ওই ব্যক্তিকে বহন করার নির্দেশ দিয়েছেন আদালত।পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহাবুব-উল ইসলাম গতকাল বুধবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জাকেরুল জেলার আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের ছলেমান আলীর ছেলে। মামলা করার পর থেকেই তিনি পলাতক আছেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালে আসামি জাকেরুল একই গ্রামের এক নারীকে (২৮) বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জাকেরুলকে বিয়ের জন্য চাপ দেন। জাকেরুল তাঁদের সম্পর্ক অস্বীকার করেন। বাধ্য হয়ে ২০১২ সালের ১৭ এপ্রিল আটোয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি আবদুল হান্নানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার শেকৃবি ছাত্রলীগ তাঁকে বহিষ্কার করে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ স্বাক্ষরিত বহিষ্কার-সংক্রান্ত ওই বিজ্ঞপ্তি গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাঁটিয়ে দেওয়া হয়। এতে বলা হয়, হান্নান বহিষ্কার থাকাকালে ছাত্রলীগের সভা-সমাবেশেও অংশ নিতে পারবেন না।নেতা-কর্মীরা জানান, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চাকেন্দ্রে বাগিবতণ্ডার একপর্যায়ে হান্নানকে মারধর করেন দেবাশীষ। ২৩ নভেম্বর নবর্নিমিত নবাব সিরাজউদ্দৌলা হলের প্রাধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ রয়েছে হান্নানের বিরুদ্ধে। হান্নান বলেন, ‘আমি ক্যাম্পাসে অল ইন অল (সর্বেসর্বা)। আমি যা বলব তা-ই হবে। এসব বহিষ্কার-টহিষ্কার কিছু না, এটা নিয়ে আপনাদের (সাংবাদিক) ভাবতে হবে না।’দেবাশীষ দাশ বলেন, ‘আমি হান্নানকে মাদকমুক্ত এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তিনি এতে ক্ষুব্ধ হন এবং আমার ওপর হামলা চালান।’ভালো করার দুর্বার ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের সামনে শারীরিক প্রতিবন্ধিত্ব যে বাধা হতে পারে না, তা প্রমাণ করেছে রুমকি খানম। চার হাত-পা অচল হওয়ার পরেও সে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। গতকাল পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।রুমকি নড়াইলের লোহাগড়া উপজেলার ঈশানগাতী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের আবদুর রউফ মোল্লার মেয়ে। আবদুর রউফ একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পিএসসি পরীক্ষা চলাকালে ৯ ডিসেম্বর প্রথম আলোতে ‘প্রতিবন্ধী রুমকির এগিয়ে চলা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মগতভাবে প্রতিবন্ধী রুমকি। হাত-পায়ে পুরো বল পায় না। তাই বাঁ হাত ও পায়ের সাহায্যে কলম ধরে লেখে। সে ডান পায়ের ওপর উত্তরপত্র ও প্রশ্ন রেখে পরীক্ষা দেয়। দুটি বেঞ্চ একত্র করে তাকে বসতে হয়।ঈশানগাতী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, ‘আমার স্কুল থেকে ২৯ জন পিএসসি পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে শুধু রুমকিই জিপিএ-৫ পেয়েছে। সে খুব মেধাবী ও আত্মবিশ্বাসী। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসেই সে প্রথম হয়েছে।’পরীক্ষার সময় রুমকি বলেছিল, ‘লেখাপড়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ভালো শিক্ষক হতে চাই।’ পরীক্ষার ফল বের হওয়ার পর দৃঢ়প্রত্যের সঙ্গে একই কথা জানায় সে। রুমকির মা আবেদা সুলতানা জানান, রুমকি লেখাপড়ায় খুব মনোযোগী। সব সময় লেখাপড়ার মধ্যে থাকতে চায় সে। বাঁ হাত দিয়ে সে খায়। তবে কাপড় পরা, গোসল করাসহ অন্য সব কাজের জন্য তাকে অন্যের সহায়তা নিতে হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের মিলনায়তনে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, কানে শোনার যন্ত্র (বধিরদের জন্য) ও চশমা বিতরণ করেন সাংসদ আবদুছ ছাত্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী, ইউএনও তাহমিনা আক্তার প্রমুখ। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিপিলখানা হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৫ নভেম্বর দিন পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার রায়ের ধার্য দিনে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এই দিন পুনর্নির্ধারণ করেন।পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার পাশে ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে ২০ অক্টোবর এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন বিচারক রায়ের জন্য ৩০ অক্টোবর (বুধবার) দিন ধার্য করেছিলেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, ইতিহাসে এত বড় মামলা আর হয়নি। তাই রায় লিখতে সময় লাগছে। মাত্র ১০ দিন আগে মামলার বিচারকাজ শেষ হয়েছে। তাই এ মামলার রায় প্রস্তুত করতে সময় লাগছে।২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তত্কালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের ঘটনায় প্রথমে লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে হত্যা মামলায় ২৩ জন বেসামরিক ব্যক্তিসহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনের নাম অন্তর্ভুক্ত হয়। এ ছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এ মামলায়ও সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়। ২০ জন আসামি পলাতক রয়েছেন।বেবি জিংকের পরিবর্তে তিন বছরের শিশু মো. ইরফানকে প্যারাসিটামল বড়ি খাওয়ান মা মনি আক্তার। সঙ্গে সঙ্গে বড়িটি শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। তার নাক-মুখ দিয়ে বেরোতে থাকে রক্ত। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও গ্রামে গত বৃহস্পতিবার রাত আটটায়। শিশুটির বাবা আহম্মেদ মিয়া বিদেশে থাকেন। মা মনি আক্তার বলেন, ‘ভুল করে বেবি জিংকের পরিবর্তে প্যারাসিটামল বড়ি খাওয়ালে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে।’  মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধিসরকার শেখ মুহাম্মদ বেলালকে নেদারল্যান্ডসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন শেখ বেলাল। তিনি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের পাশাপাশি পোল্যান্ড ও বসনিয়া-হারজেগোভিনায় রাষ্ট্রদূত পদে সমবর্তী দায়িত্ব পালন করবেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দু-দুবার বাতিল হলো আদালত অবমাননা আইন। প্রথমবার অধ্যাদেশ জারির তিন মাসের মাথায়, এবার আইন পাসের সাত মাসের মাথায়।দুটি ক্ষেত্রেই অধ্যাদেশ ও আইনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট হয়েছে। দুই ক্ষেত্রেই দুজন করে আইনজীবী রিট করেছেন, দ্বৈত বিচারপতির বেঞ্চে চূড়ান্ত শুনানি হয়েছে। দুই ক্ষেত্রেই একে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে অবৈধ ঘোষণা করা হয়েছে।১৯২৬ সালে ব্রিটিশ সরকারের সময়ে আদালত অবমাননা আইন প্রণীত হয়। ৮৭ বছরের এই পুরোনো আইনই এখন বলবৎ থাকছে।আদালত অবমাননা আইন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ আবেদনের ওপর ৩ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ না দিয়ে গতকাল রোববার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি ওই দিন শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আদালত অবমাননা আইন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেন। এর ওপর স্থগিতাদেশ চেয়ে গতকাল মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আবেদনটি করেন।আদালত সূত্র জানায়, বেলা দেড়টার দিকে চেম্বার বিচারপতির আদালতে আবেদন উত্থাপন করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়া যায়নি। কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে ওই রিটটি করা হয়। কিন্তু পুরো আইনটি বাতিল করা হয়েছে। এ অবস্থায় রায় হাতে না পাওয়া পর্যন্ত তা স্থগিতের আরজি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।এর বিরোধিতা করে রিটকারীদের আইনজীবী বলেন, রায় স্থগিত করা হলে প্ররোক্ষভাবে সংবিধানের ১০৮ ও ১১২ অকার্যকর হয়ে যাবে।আদালতে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান মামলা পরিচালনা করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।জানতে চাইলে ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সংসদ ওই আইনটি পাস করেছিল। একটা আইন পুরো বাতিল করাকে হালাকাভাবে দেখলে চলবে না। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তা পর্যালোচনা করে দেখব কী কী কারণে বাতিল করা হয়েছে।’২০১৩ সালের আইনের ৪ ধারায় নির্দোষ প্রকাশনা বা বিতরণ অবমাননা নয়, ৫ ধারায় পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আদালত অবমাননা নয়, ৬ ধারায় অধস্তন আদালতের সভাপতিত্বকারী বিচারকের বিরুদ্ধে অভিযোগ আদালত অবমাননা নয়, ৭ ধারায় কিছু ক্ষেত্র ছাড়া বিচারকের খাসকামরায় বা রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত প্রক্রিয়া-সংক্রান্ত তথ্য প্রকাশ আদালত অবমাননা নয় বলে আইনে ব্যাখ্যাসহ বলা হয়েছে।আইনের ৯ ধারায় আদালত অবমাননার পরিধি বিস্তৃত না হওয়া অর্থাৎ এই আইনে শাস্তিযোগ্য নয়, এমন কোনো কাজ আদালত অবমাননা বলে গণ্য হবে না।আইনের ১০ ধারায় প্রজাতন্ত্রের কর্মচারীদের কথা বলা হয়েছে। ১০(১) ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রচলিত আইন, বিধিমালা, সরকারি নীতিমালা, পরিপত্র, প্রজ্ঞাপন, স্মারক ইত্যাদি যথাযথভাবে অনুসরণ করে জনস্বার্থে ও সরল বিশ্বাসে কাজ করলে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে না।১০(২) ধারায় বলা হয়েছে, উপধারা (১)-এর অধীনে করা কাজের বিষয়ে আদালতের আদেশ-নির্দেশ যথাযথ প্রচেষ্টা সত্ত্বেও বাস্তবায়ন বা প্রতিপালন করা অসম্ভব হলে তার জন্য আদালত অবমাননার অভিযোগ আনা যাবে না।আর আইনের ১৩(২) ধারায় বলা হয়েছে, আদালত অবমাননার দায়ে শাস্তি হলে, সংশ্লিষ্ট ব্যক্তি আপিলে নিঃশর্ত ক্ষমা চাইলে এবং আদালত তাতে সন্তুষ্ট হলে তাকে ক্ষমা করে দণ্ড মাফ বা কমাতে পারবেন।আদালত ধারাগুলোকে সংবিধানের ২৭, ১০৮ ও ১১২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে রায় দিয়েছেন।সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং ১০৮ অনুচ্ছেদে ‘কোর্ট অব রেকর্ড’রূপে সুপ্রিম কোর্টের ক্ষমতা বর্ণনা করা হয়েছে। আর ১১২ অনুচ্ছেদে সবাই সুপ্রিম কোর্টকে সহায়তা করার কথা বলা হয়েছে।আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, দুই দিক থেকে বিষয়টি দেখা যায়। ওই আইনের মতো একটি অধ্যাদেশ আদালত এর আগে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও নির্বাচিত সংসদ ওই অধ্যাদেশের মতোই আরেকটি আইন প্রণয়ন করেছে। অন্যদিকে অধ্যাদেশের মতো আইনটিকেও আদালত অসাংবিধানিক ঘোষণা করেছেন। অর্থাৎ এ ক্ষেত্রে রাষ্ট্রের দুই অঙ্গ অর্থাৎ বিচার বিভাগ ও আইন বিভাগ আদালত অবমাননার ব্যাপারে একটা পরস্পর বিপরীত অবস্থান গ্রহণের দিকে গেছে। এটা কাম্য নয়।অধ্যাদেশ: ২০০৮ সালের ২৫ মে ১৯২৬ সালের আইন রহিত করে অধ্যাদেশ জারি করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। তা অবৈধ ঘোষিত হয় ওই বছরের ২৪ জুলাই। গত ২৩ ফেব্রুয়ারি নতুন আইন করা হয়। এবারও ১৯২৬ সালের আইনটি রহিত করে সরকার। এবারও হাইকোর্ট তা অবৈধ বলে রায় দেন।২০০৮ সালের ২৩ ও ২৪ জুলাই দেওয়া রায়ে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিক বলেছিলেন, কোন কোন ক্ষেত্রে বা কী পরিস্থিতিতে আদালত অবমাননা হবে বা হবে না, তা নির্ধারণ করার দায়িত্ব আদালতের। এটা কোনো আইন দিয়ে সম্পূর্ণভাবে নির্ধারণ করা যায় না।১৯২৬ সালের আদালত অবমাননার আইনের সংজ্ঞা নির্ধারণ ও আদালত অবমাননার বিষয়ে আদালতের ক্ষমতা ও কার্যপদ্ধতি যথাযথভাবে নির্ধারণে বিধান করতে অধ্যাদেশটি করা হয় বলে অধ্যাদেশের শুরুতে বলা হয়েছিল।অধ্যাদেশ ও আইন দুটিতেই গণমাধ্যম ও জনপ্রশাসনের কোন কোন কাজ আদালত অবমাননা নয়, তা নির্দিষ্ট করে বলা ছিল।‘সাংবাদিকদের ওপর বোমা হামলার উসকানি প্রদানের’ অভিযোগে কলাম লেখক ফরহাদ মজহারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। ২ নভেম্বরের মধ্যে তাঁকে গ্রেপ্তার না করা হলে রোববার রাজপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।গতকাল বুধবার দুই ইউনিয়নের যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, ফরহাদ মজহার একুশে টেলিভিশনে যেভাবে সাংবাদিকদের ওপর বোমা হামলার পক্ষে উসকানি দিয়েছেন তাতে সাংবাদিক সমাজ নিশ্চিত যে তিনি এসব হামলার সঙ্গে জড়িত। তাঁকে গ্রেপ্তার করলে অবশ্যই হামলাকারীদের খুঁজে বের করা যাবে। বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ডিইউজের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এই বিবৃতি দেন।এদিকে  সাংবাদিকদের ওপর হামলার সরাসরি উসকানিদাতা হিসেবে ফরহাদ মজহারকে ‘গণমাধ্যমের শত্রু’ বলে আখ্যা দিয়ে তাঁকে বিচারের আওতায় নেওয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি।দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় বর্তমান ৪৮ জন সাংসদ মনোনয়ন পাননি। এর মধ্যে সাবেক ও বর্তমান ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন। তাঁরা হলেন বর্তমান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সাবেক মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামূল হক। তবে বাদ পড়া মন্ত্রীদের তালিকায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে ধরা হয়নি।   বাদ পড়লেন যাঁরা—দিনাজপুর-৬ আজিজুল হক (মনোনয়ন পেয়েছেন মো. শিবলী সাদিক), রংপুর-৬ আবুল কালাম আজাদ (মনোনয়ন পেয়েছেন শেখ হাসিনা)।চাঁপাইনবাবগঞ্জ-১ এনামুল হক (মনোনয়ন পেয়েছেন মো. গোলাম রব্বানী), চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান (মনোনয়ন পেয়েছেন মো. গোলাম মোস্তফা বিশ্বাস), রাজশাহী-৩ মেরাজউদ্দিন মোল্লা (মনোনয়ন পেয়েছেন মো. আয়েন উদ্দিন), নাটোর-২ আহাদ আলী সরকার ( মনোনয়ন পেয়েছেন শফিকুল ইসলাম শিমুল), সিরাজগঞ্জ-১, তানভীর শাকিল জয় (মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ নাসিম), সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম (মনোনয়ন পেয়েছেন তানভীর ইমাম), সিরাজগঞ্জ-৫ আবদুল লতিফ বিশ্বাস (মনোনয়ন পেয়েছেন আব্দুল মজিদ মন্ডল), সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম (মনোনয়ন পেয়েছেন মো. হাসিবুর রহমান খান স্বপন), পাবনা-২ এ কে খন্দকার (মনোনয়ন পেয়েছেন খন্দকার আজিজুল হক আরজু), মেহেরপুর-১ জয়নাল আবেদিন (মনোনয়ন পেয়েছেন ফরহাদ হোসেন দোদুল), কুষ্টিয়া-৩ রশীদুজ্জামান (মনোনয়ন পেয়েছেন মাহবুব উল আলম হানিফ/ ডা. এ এফ এম আমিনুল হক), কুষ্টিয়া-৪ সুলতানা তরুণ (মনোনয়ন পেয়েছেন আব্দুর রউফ),  ঝিনাইদহ-৩ শফিকুল আজম খান (মনোনয়ন পেয়েছেন মো. নবী নেওয়াজ/সাজ্জাতুয জুম্মা) ঝিনাইদহ-৪ আবদুল মান্নান (মনোনয়ন পেয়েছেন মো. আনোয়ারুল আজীম আনার) যশোর-২ মোস্তফা ফারুক মোহাম্মদ (মনিরুল ইসলাম), যশোর-৩ মনোনয়ন পেয়েছেন কাজী নাবিল আহমেদ (খালেদুর রহমান), যশোর-৬ শেখ আবদুল ওয়াহাব (মনোনয়ন পেয়েছেন ইসমত আরা সাদেক), নড়াইল-২ এস কে আবু বাকের (মনোনয়ন পেয়েছেন এস এম আসিফুর রহমান), বাগেরহাট-৩ হাবিবুন্নাহার খালেক (মনোনয়ন পেয়েছেন তালুকদার আব্দুল খালেক), খুলনা-১ ননী গোপাল মণ্ডল (মনোনয়ন পেয়েছেন পঞ্চানন বিশ্বাস), খুলনা-৪ মোল্লা জালাল উদ্দিন (মনোনয়ন পেয়েছেন এস এম মোস্তফা রশিদী সুজা), খুলনা-৬ সোহরাব আলী সানা (মনোনয়ন পেয়েছেন শেখ মো. নুরুল হক), সাতক্ষীরা-১ শেখ মুজিবুর রহমান (মনোনয়ন পেয়েছেন শেখ নুরুল ইসলাম), পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি (মনোনয়ন পেয়েছেন আ খ ম জাহাঙ্গীর হোসাইন), বরিশাল-১ তালুকদার ইউনুস (মনোনয়ন পেয়েছেন আবুল হাসনাত আব্দুল­াহ), পিরোজপুর-২ শাহ আলম (মনোনয়ন পেয়েছেন ইসহাক আলী খান পান্না), জামালপুর-৪ মুরাদ হাসান (মনোনয়ন পেয়েছেন মওলানা মো. নুরুল ইসলাম) ময়মনসিংহ-২ হায়াতোর রহমান খান (মনোনয়ন পেয়েছেন শরীফ আহমেদ) ময়মনসিংহ-১০ গিয়াসউদ্দিন (মনোনয়ন পেয়েছেন ফাহমী গোলন্দাজ পাভেল), নেত্রকোনা-১ মোস্তাক আহমেদ রুহি (মনোনয়ন পেয়েছেন ছবি বিশ্বাস), নেত্রকোনা-২ আশরাফ আলী খান খসরু (মনোনয়ন পেয়েছেন আরিফ খান জয়), নেত্রকোনা-৩ মনজুর কাদের কোরাইশি (মনোনয়ন পেয়েছেন ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু) কিশোরগঞ্জ-২ এম এ মান্নান (মনোনয়ন পেয়েছেন মো. সোহরাব উদ্দিন), মানিকগঞ্জ-১ এবিএম আনোয়ারুল হক (মনোনয়ন পেয়েছেন এ এম নাঈমুর রহমান দুর্জয়), মুন্সিগঞ্জ-৩ ইদরিস আলী (মনোনয়ন পেয়েছেন মৃণাল কান্তি দাস), ঢাকা-১৯ তৌহিদ মুরাদ জং (মনোনয়ন পেয়েছেন মো. এনামুর রহমান) নারায়ণগঞ্জ-৩ আবদুল্লাহ আল কায়সার (মনোনয়ন পেয়েছেন মোশাররফ হোসেন), নারায়ণগঞ্জ-৪ সারাহ বেগম কবরী (মনোনয়ন পেয়েছেন শামীম ওসমান) ফরিদপুর-৪ নিলুফার জাফরউল্লাহ (মনোনয়ন পেয়েছেন কাজী জাফর উল­াহ), মাদারীপুর-৩ আবুল হোসেন (মনোনয়ন পেয়েছেন আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম), সুনামগঞ্জ-৪ মতিউর রহমান (মনোনয়ন পেয়েছেন মো. এনামুল কবীর ইমন), সিলেট-৫ হাফিজ আহমেদ মজুমদার (মনোনয়ন পেয়েছেন মাসুক উদ্দিন আহমদ), হবিগঞ্জ-৪ এনামুল হক মোস্তফা শহীদ (মনোনয়ন পেয়েছেন মাহবুব আলী), ব্রাহ্মণবাড়িয়া-৪ শাহ আলম (মনোনয়ন পেয়েছেন আনিসুল হক), চাঁদপুর-২ রফিকুল ইসলাম (মনোনয়ন পেয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী) এবং চট্টগ্রাম-৩ এবি এম আবুল কাশেম (মনোনয়ন পেয়েছেন মাহফুজুর রহমান মিতা)। মনোনয়ন পেলেন তারকারাওআওয়ামী লীগের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন বেশ কয়েকজন তারকা। জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের সাবেক দুই অধিনায়ক মনোনয়ন পেয়েছেন। মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। নবম সংসদের সাংসদ এ বি এম আনোয়ারুল হকের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন দুর্জয়। ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় পেয়েছেন নেত্রকোনা-২ আসনে। জয়ের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে সাংসদ আশরাফ আলী খান খসরুকে।টিভি তারকা আসাদুজ্জামান নুর এবারও মনোনয়ন পেয়েছেন নীলফামারী-২ আসন থেকে। তিনি এই আসনের বর্তমান সাংসদ। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কণ্ঠতারকা মমতাজ বেগম সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন। তিনি লড়বেন মানিকগঞ্জ-২ আসনে।এই দুই তারকা মনোনয়ন দৌড়ে জিতলেও মনোনয়ন পেলেন না নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সাংসদ কবরী সারোয়ার। নবম সংসদে সরাসরি নির্বাচন করে বিজয়ী এই চলচ্চিত্র তারকার পরিবর্তে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমানকে।পাবনার সাঁথিয়া উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন ও রংপুরের পীরগঞ্জে তোফায়েল আহমেদ (১৯) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলায় এক শিশু নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:পাবনা: সাঁথিয়ার বেড়া-সাঁথিয়া সড়কের বোয়ালমারী এলাকায় সকালে একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সদর উপজেলার শালাইপুর গ্রামের শাহ আলম (৩৪) ও নবীর উদ্দিন (৪৮) এবং মনোহরপুর গ্রামের আবদুস সালাম (৫৫) নিহত হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁরা সবাই পেশায় রিকশাচালক। তিনজনই ওই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।রংপুর: সকাল সাতটার দিকে পীরগঞ্জের জগন্নাথপুর এলাকার মানিক অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে রংপুর থেকে বগুড়াগামী আলুবোঝাই একটি ট্রাক পেছন থেকে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে ধাক্কা দেয়। এ সময় ওই গাড়ি থেকে সেনাসদস্য তোফায়েল পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় ওই ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ট্রাকচালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন। থানার ওসি জাহিদুল জানান, এ ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা আক্তার মামলা করেছেন।সিরাজগঞ্জ: সকালে একটি ট্রাক সিরাজগঞ্জ থেকে কাজীপুর যাওয়ার পথে সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এ ঘটনায় ভোলা মিয়া (১০) নামের এক শিশু ঘটনাস্থলে নিহত ও আরও দুইজন আহত হন। ভোলা সদর উপজেলার দত্তবাড়ি গ্রামের আবদুস সামাদের ছেলে।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী শামসুল আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় নামক স্থানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয়টি তাজা গুলিসহ ইয়াকুব আলী (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা সদরের ইসহাক আলীর ছেলে এবং নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা কওমি মাদ্রাসার প্রাক্তন ছাত্র।ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে শহরের কুমার নদের চর কমলাপুর সেতুর নিচ থেকে একটি থলে থেকে লাশটি উদ্ধার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, দুপুরে দুটি শিশু সেতুর নিচে একটি থলেতে বদ্ধ অবস্থায় নবজাতকের লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে তা উদ্ধার করে। ফরিদপুর অফিস।যৌতুক ও বাল্যবিবাহের কাছে হার মানেনি রুপা খাতুন। হারেনি সে মেধা ও মনোবলের কাছেও। বরং জিতেছে প্রবল পরাক্রমে। সে এবার জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। রুপা রাজশাহীর বাগমারার চান্দেরআড়া গ্রামের কৃষক আবুল কাশেমের মেয়ে। আর বিয়ে নয়, এবার সে নিজ পায়ে দাঁড়াতে চায়।রুপার পরিবার জানায়, ২০১১ সালে চান্দেরআড়া উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। প্রথমে কোনো যৌতুক নিতে না চাইলেও পরে বরপক্ষ থেকে এক লাখ টাকা দাবি করা হয়। যৌতুক দিতে আবুল কাশেম অপারগতা ও নিজের অসহায়ত্বের কথা জানান। কিন্তু বরপক্ষ যৌতুকের দাবিতে অনড় থাকে। একপর্যায়ে যৌতুক আনার জন্য রুপাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এর কিছুদিন পর তাকে তালাক দেওয়া হয়। তবে ঘর ভাঙলেও মনোবল ভাঙেনি রুপার। পরে সে আবারও লেখাপড়ার আগ্রহ প্রকাশ করে। গোপনে চান্দেরআড়া উচ্চবিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে স্কুলে ভর্তি হয়। এ বছর সে ওই বিদ্যালয় থেকে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় অংশ নেয়। গত রোববার প্রকাশিত ওই পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে সে সবাইকে চমকে দেয়।আবুল কাশেম জানান, তিনি দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। পাঁচ ছেলেমেয়ের সংসারে অভাব লেগে থাকায় ছোট মেয়ের বিয়ে দিয়েছিলেন। এখন নিজের ভুল বুঝতে পেরেছেন। মেয়েকে আর বাল্যবিবাহ দেবেন না।রুপা জানায়, সে অতীতের সবকিছু ভুলে গেছে। এখন ভালো কিছু করার ইচ্ছা আছে। তবে তার মতো আর কারোর যেন বাল্যবিবাহ না হয়, এটাই তার প্রত্যাশা।ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক জানান, রুপা খুবই মেধাবী। তাঁদের অজান্তে অভাবের কারণে রুপার পরিবার তাকে বাল্যবিবাহ দিয়েছিল। সে বরাবরই প্রতিটি শ্রেণীতে প্রথম হতো।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন জানান, রুপার লেখাপড়ার আর যেন বিরতি না ঘটে, সেদিকে তিনি নজর রাখবেন।ইউএনও সাদেকুল ইসলাম জানান, তিনি রুপার বিষয়ে খোঁজ নেবেন।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলানিবাসী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল হাসিমের ছেলে পুলিশের এএসপি মো. শফিকুর রহমান (২৯) অস্টিওসারকোমা ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি থাইল্যান্ডের জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে বাঁচাতে হলে ৭০-৮০ লাখ টাকার প্রয়োজন। ৩০তম বিসিএসে (পুলিশ) উত্তীর্ণ হয়ে ২০১২ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া শফিকুরের পরিবারের পক্ষে তাঁর চিকিৎসার এত টাকা জোগাড় করা সম্ভব নয়। পুলিশের এই নবীন কর্মকর্তাকে বাঁচাতে সবার সহযোগিতা খুবই প্রয়োজন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মাহবুবুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর: ০৫৬১৭৩৪১১৬০৭৯, সোনালী ব্যাংক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখা, সিলেট। বিকাশ নম্বর ০১৭৩০৯৭৭৭৬৬। বিজ্ঞপ্তি।বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের পানহাটের উত্তর পাশের মাঠে চলছে অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়ার আসর। রাস্তায় একে অন্যের বিরুদ্ধে মারমুখী অবস্থানে থাকলেও আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতা যাত্রাগানের নামে ঐক্যবদ্ধভাবে এসবের আয়োজন করেছেন বলে অভিযোগ আছে। এলাকাবাসী অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েও কোনো প্রতিকার পায়নি।বাটাজোর ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্ষিতিস চন্দ্র পাল, সহসম্পাদক আবদুর রবসহ আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতা যাত্রাগানের অনুষ্ঠানের উদ্যোগ নেন।যাত্রাগান পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্ষিতিশ চন্দ্র পাল জানান, প্রশাসনের অনুমতি নিয়ে ২৩ অক্টোবর থেকে তাঁরা যাত্রাগানের আয়োজন করেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, যাত্রাগানের নামে সেখানে অশ্লীল নৃত্য প্রদর্শন এবং ওয়ানটেন জুয়া ও ছয়গুটির জুয়া, হাউজি ও লাকি কুপনের রমরমা ব্যবসা চলছে। চন্দ্রহার গ্রামের আতাহার আলী, হারহর গ্রামের সমীর কুমার, জগদীস চন্দ্রসহ অনেকেই জানান, প্রতি রাতে কয়েক লাখ টাকার জুয়া খেলা চলছে। জুয়া খেলে বেশির ভাগ মানুষই নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। অশ্লীল নৃত্য দেখতে এবং জুয়ার অর্থ জোগাতে এলাকার অনেক তরুণ-যুবক নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছেন।বাটাজোর গ্রামের জয়নাল আবেদীনসহ কয়েকজন জানান, অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধের জন্য তাঁরা কমিটির কাছে অনুরোধ জানালেও, তাঁদের কথার তোয়াক্কা করেননি কমিটির নেতারা। পরে স্থানীয় ব্যক্তিরা ২৫ অক্টোবর থানায় এ ব্যাপারে অভিযোগ করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন জানান, এলাকাবাসীর অভিযোগের সত্যতা রয়েছে।অভিযোগ প্রসঙ্গে যাত্রার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা লাভলু সরদার বলেন, ‘আমি যাত্রার সঙ্গে সম্পৃক্ত নই।’ ক্ষিতিস চন্দ্র পাল জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগ অস্বীকার করে জানান, এটি মহলবিশেষের মিথ্যাচার।বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম জানান, যাত্রাগানের নামে সেখানে কোনো অবৈধ কর্মকাণ্ড চলার অভিযোগ পেলে তা বন্ধ করে দেওয়া হবে।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি জানান, যাত্রা বন্ধ করতে গত মঙ্গলবার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।একসময় দিনমজুরের কাজ করতেন আবদুল গফুর (৫০)। সংসার চলত কোনোমতে। সেই গফুরের আজ একটি পাকা বাড়ি, ১০ বিঘা জমি, দুটি গাভি, দুটি শ্যালো ইঞ্জিনসহ প্রায় সোয়া এক কোটি টাকার সম্পদ।এসবই সম্ভব হয়েছে উন্নত মানের নেপিয়ার জাতের ঘাস চাষ করে। গফুরের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের সুলতানপুর বড়ইপাড়া গ্রামের অর্ধশতাধিক কৃষক ওই ঘাস চাষ করে আজ স্বাবলম্বী। কৃষি কর্মকর্তারা বিভিন্ন সভা-সেমিনারে কৃষকদের সামনে গফুরের সাফল্যের কথা তুলে ধরেন।সম্প্রতি ওই গ্রামে গিয়ে দেখা যায়, ধানগাছের মতো বিশাল আকৃতির গাঢ় সবুজ রঙের ঘাসে রঙিন মাঠের পর মাঠ। হাফহাতা শার্ট ও লুঙ্গি পরে একটি খেতে ঘাস কাটছিলেন আবদুল গফুর। একগুচ্ছ ঘাস কাটার সঙ্গে সঙ্গে তা আঁটি করছিলেন। কথা বলছিলেন ঘাস কাটতে কাটতেই।২০০৫ সালের কথা। সম্পদ বলতে ছিল ১০ শতক জমিতে মাটির একখানি ঘর আর এক বিঘা জমি। দিনমজুরি করেই গফুরকে চলতে হতো। সঞ্চয় ছিল না। ওই বছর স্থানীয় একটি সমিতি থেকে সাত হাজার টাকা ঋণ নিয়ে একটি গাভি কেনেন। গাভিটি প্রতিদিন চার কেজি করে দুধ দিত। একদিন পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক মোস্তফা কামালের পরামর্শে গাভিকে নেপিয়ার জাতের ঘাস খাওয়ানো শুরু করেন। এর পর থেকে গাভিটি ১২ কেজি করে দুধ দিতে থাকে। ওই বছরই তিনি প্রাণিসম্পদ কার্যালয় থেকে নেপিয়ার জাতের ঘাসের চারা সংগ্রহ করেন। প্রথমে পাঁচ শতক জমিতে চারা লাগান। এক মাস পরই ঘাস কাটার উপযোগী হয়। ওই ঘাস গাভিকে খাওয়ানোর পর বেশির ভাগ অংশই বাজারে বিক্রি করেন। আয় হয় ভালোই। এরপর নিজের পুরো এক বিঘা জমিতে ঘাস লাগান। আয়ের টাকা দিয়ে কেনেন আরও ছয় বিঘা জমি।তিন বিঘা জমি বন্ধক নিয়ে বর্তমানে ১০ বিঘা জমিতে নেপিয়ার জাতের ঘাস চাষ করছেন গফুর। প্রতি মাসে লাভ থাকছে ৭০ হাজার টাকার মতো।ঘাস রোপণ, কাটা ও বিক্রির জন্য গফুরের অধীনে কাজ করেন পাঁচজন শ্রমিক। সহায়তা করছেন তাঁর বড় ছেলে আতিয়ার রহমান (৩০) ও মেজো ছেলে ফারুক হাসান (২৫)। শ্রমিকেরা প্রতিদিন পাঁচটি রিকশাভ্যানে করে পলাশবাড়ী, ঢোলভাঙ্গা, ধাপেরহাট ও গাইবান্ধা শহরে ঘাস বিক্রি করেন। প্রতি আঁটি ঘাস বিক্রি করেন ১০ টাকা করেন।ভবিষ্যতে আরও ১০ বিঘা জমিতে ঘাস চাষ ও ডেইরি ফার্ম করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন গফুর। তাঁর ছোট ছেলে শাকিল সপ্তম ও একমাত্র মেয়ে ফারহানা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে। আর পুরো সংসারকে আগলে রাখা ও গফুরের সাফল্যের প্রধান সহযোগী হিসেবে আছেন তাঁর স্ত্রী আছিয়া বেগম। কথা বলতে বলতে চলে যাই পাশেই গফুরের বাড়িতে। ৭৫ শতক জমিতে ১৫৭ ফুট দীর্ঘ পাকা বাড়ি। সৌরবিদ্যুতের প্যানেল দিয়ে চলছে পাখা, বাতি ও টেলিভিশন। বাড়ির আঙিনায় গরুর খামারের জন্য ৪৫ ফুট দীর্ঘ পাকা ঘর। সেখানে দুটি গাভি। বসানো হয়েছে বায়োগ্যাস প্লান্ট। আরও গরু কিনে তা চালু করার কথা জানালেন গফুর।অন্যরা যা বলেন: গফুরের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে সুলতানপুর বড়ইপাড়া গ্রামের কৃষক মাসুদ মিয়া, সিরাজুল ইসলামসহ অর্ধশতাধিক কৃষক নেপিয়ার জাতের ঘাস চাষ করছেন।মাসুদ মিয়া বলেন, ‘এই ঘাস সম্পর্কে কিছুই জানতাম না। গফুর ভাইয়ের সাফল্য দেখে এক বিঘা জমিতে ঘাস চাষ করছি। প্রতি মাসে সাত হাজার টাকা আয় হচ্ছে।’সিরাজুল ইসলাম বলেন, ‘গত বছর দুই বিঘা জমিতে ঘাস চাষ করেছি। নিজের গাভিকে খাওয়ানোর পরও মাসে ১৪ হাজার টাকার ঘাস বিক্রি করতে পারছি।’গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেম বলেন, জেলায় একমাত্র আবদুল গফুরই বাণিজ্যিকভাবে ঘাস চাষ করছেন। তাঁর সাফল্যের কাহিনি ভিডিও ক্যামেরায় ধারণ করে বিভিন্ন সভা-সেমিনারে অন্য কৃষকদের দেখানো হয়, তাঁদের উদ্বুদ্ধ করা হয়।নওগাঁয় সিভিল সার্জন কার্যালয়ে পুলিশের সামনেই গতকাল সোমবার বাক্স ভেঙে দরপত্র ছিনতাই করেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে সিভিল সার্জন আলাউদ্দীন আলী বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেছেন।আলাউদ্দীন আলী জানান, নওগাঁ সদর হাসপাতালে ওষুধ, অস্ত্রোপচার সামগ্রী, গজ-ব্যান্ডেজ, আসবাবপত্রসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য সরবরাহের জন্য প্রায় সোয়া দুই কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। গতকাল দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। সে অনুযায়ী কার্যালয়ের সামনে পুলিশ প্রহরায় রাখা একটি বাক্সে ঠিকাদারেরা দরপত্র জমা দিচ্ছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী এসে পুলিশের উপস্থিতিতেই ওই বাক্স ভেঙে দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়।সিভিল সার্জন আরও জানান, তিনি বিষয়টি জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খানকে জানিয়েছেন। এ ছাড়া তিনি বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, দুজন পুলিশ দরপত্র বাক্সটি পাহারার কাজে নিয়োজিত ছিল। কিন্তু সন্ত্রাসীরা সংখ্যায় অনেক বেশি থাকায় তারা কিছু করতে পারেনি। দরপত্র ছিনতাইকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক বলে ধারণা করা হচ্ছে। তবে সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) নির্বাচনী এলাকায় রাজনৈতিক কারণে মামলা করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় প্রতিহিংসার রাজনীতির আশঙ্কা করা হচ্ছে। এতে সাধারণ মানুষকেও হয়রানির মধ্যে পড়তে হবে।বিএনপি ও জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক কারণে বর্তমান সরকারের সময়ে বিরামপুরে সাতটি মামলায় প্রায় ২০০ জন, নবাবগঞ্জে ১৫টি মামলায় ১১৪ জন, হাকিমপুরে ১১টি মামলায় ২৫ জন ও ঘোড়াঘাটে ১৯টি মামলায় ১৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কয়েক শ জনকে।আওয়ামী লীগের দলীয় সূত্রে দাবি করা হয়েছে, বিএনপি-জামায়াত জোট ক্ষমাতায় থাকাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নবাবগঞ্জে ১২টি, হাকিমপুরে একটি ও ঘোড়াঘাটে একটি মামলা দায়ের করা হয়। বিরামপুরে কোনো মামলা হয়নি।তবে বিএনপির নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, নবাবগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ১২টি মামলার কথা বলা হচ্ছে, তা আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক আতাউর রহমানের ব্যক্তিগত মামলা। নবাবগঞ্জে বিএনপি কখনো আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেনি।বিএনপির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমর সেলিম অভিযোগ করেন, ছোট্ট শহরে সবাই সবার পরিচিত। ইতিপূর্বে আওয়ামী লীগ সহিংস রাজনৈতিক কর্মসূচি পালন করলেও তাঁরা ক্ষমতায় থাকা অবস্থায় কোনো মামলায় কাউকে হয়রানি করা হয়নি। কিন্তু কোনো সহিংস কর্মকাণ্ড না করার পরও পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় তাঁদের নেতা-কর্মীদের জেলে পাঠানো হয়েছে। প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে।জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির মুহাদ্দিছ এনামুল হক জানান, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কোনো মামলা না থাকার পরও তাঁদের দলের নেতা-কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে সাজানো মামলায় জেলে দেওয়া হয়েছে। এসব মামলায় কয়েক হাজার নেতা-কর্মীকে হয়রানি করানো হচ্ছে।বিএনপির ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি শাহ মো. শামীম চৌধুরী বলেন, ব্যক্তি আক্রোশকে রাজনৈতিক রূপ দিয়ে আওয়ামী লীগের নেতারা পুলিশ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছেন। জামায়াতের মামলায় বিএনপির নেতা-কর্মীদের ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে।বিএনপির নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, এবারের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শত শত মামলা মোকাবিলা করতে হবে। তবে সেসব মামলা হবে সত্য।আওয়ামী লীগের বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান দাবি করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোনো মামলা করেননি। পুলিশ মামলা করেছে। সেখানে আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল না। পুলিশের মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের না জানিয়ে সাক্ষী করার কারণে প্রতিবাদ ও সাক্ষীর নাম প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান।আওয়ামী লীগের হাকিমপুর উপজেলা শাখার সভাপতি আখতার হোসেন মুন্সি ও ঘোড়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহেনশাহ দাবি করেন, জামায়াতের সহিংস কর্মকাণ্ডের কারণেই পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তবে তাঁদের এলাকায় নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করতে দেওয়া হয়নি।জাতীয় পার্টির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, এসব মামলায় পুলিশ বাদী হলেও আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশেই পুলিশ মামলা দিতে বাধ্য হয়েছে। এলাকায় একের পর এক রাজনৈতিক মামলা ও সাধারণ মানুষকে হয়রানির কারণে এ এলাকায় প্রতিহিংসার রাজনীতি শুরু হতে পারে। বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার প্রথম আলোকে বলেন, সহিংস রাজনীতি ও মামলার কারণে এ এলাকার শান্তির আকাশে প্রতিহিংসার কালো মেঘ দেখা যাচ্ছে। এলাকার সম্প্রীতি ও ভ্রাতৃত্বে ফাটল দেখা দিয়েছে।বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ জানান, রাজনীতিতে যখন দুর্বৃত্তায়ন ঢুকে পড়ে তখন প্রতিহিংসা, হয়রানি ও অশান্তি দেখা দেয়। আর মানুষকে অশান্তি দিয়ে, হয়রানি করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না।১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ আরও পাঁচ আসামি নিজেদের নির্দোষ দাবি করে বলেছেন, তাঁরা কোনো সাফাই সাক্ষী দেবেন না। গতকাল বুধবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষায় তাঁরা এ কথা বলেন। এর আগে আরও ৩২ আসামি আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।মামলার আসামি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বক্তব্য দেন। আরেক আসামি লুত্ফুজ্জামান বাবর মামলার কার্যক্রম স্থগিত রাখতে উচ্চ আদালতে আবেদন করেছেন উল্লেখ করে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তাঁরা ছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমদ, মেজর লিয়াকত হোসেন ও ওসমান মিস্ত্রি ৩৪২ ধারায় আদালতে পরীক্ষা দেন।আদালত সূত্রে জানা গেছে, বেলা পৌনে দুইটার দিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহাম্মদ আসামি শাহাবুদ্দিন, লুত্ফুজ্জামান, লিয়াকত, আবদুর রহিম ও ওসমান মিস্ত্রির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। পিপি বলেন, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগং সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। অস্ত্রগুলো ট্রাকে তোলার সময় পুলিশ গিয়ে উদ্ধার করে। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয়েছিল। এ ঘটনায় অস্ত্র আটক ও চোরাচালান মামলায় নগরের কর্ণফুলী থানায় দুটি মামলা হয়। সর্বশেষ অস্ত্র আটক ও চোরাচালান মামলায় ৫০ ও ৫২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সম্পূরক অভিযোগপত্রে নতুন করে বাবর, নিজামীসহ ১১ আসামিকে অন্তর্ভুক্ত করা হয়। দুই মামলায় রাষ্ট্রপক্ষ ৫৬ জনের সাক্ষ্য গ্রহণ করে। পরে পিপি আলাদাভাবে আসামিদের উদ্দেশে বলেন, ‘আপনারা দোষী, না নির্দোষ। আপনাদের কোনো বক্তব্য আছে কি না। সাফাই সাক্ষী দেবেন কি না।’ উত্তরে হাত নেড়ে চার আসামি বলেন, ‘আমরা নির্দোষ। আমরা কোনো সাফাই সাক্ষী দিব না।’রেজ্জাকুলের বক্তব্য: রেজ্জাকুল ২৪ অক্টোবর ৩৪২ ধারার পরীক্ষায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। গতকাল এ বক্তব্যের সপক্ষে বিভিন্ন যুক্তি দেখিয়ে বক্তব্য দেন তিনি। রেজ্জাকুল আদালতে বলেন, ‘২০০৯ সালের ১৫ মে আমাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন উইং কমান্ডার শাহাবুদ্দিন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। সিআইডি নির্যাতন করে জবানবন্দি নিয়েছে উল্লেখ করে পরে তা প্রত্যাহারের আবেদন করেন শাহাবুদ্দিন। মামলার ৫৩ সাক্ষীর মধ্যে এমন কেউ বলেননি যে আমি ঘটনার সঙ্গে জড়িত।’আজ বৃহস্পতিবারও শুনানির দিন ধার্য রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়াই কার্যক্রম চলছে কুষ্টিয়ার দুটি উপজেলার। জেলার কুমারখালীতে প্রায় চার মাস এবং সদর উপজেলায় প্রায় এক সপ্তাহ ধরে ইউএনও নেই। উপজেলা দুটির সহকারী কমিশনার (ভূমি) ইউএনওর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে প্রশাসনের নিয়মিত কাজের পাশাপাশি সংসদ নির্বাচনের কাজ ব্যাহত হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও না থাকায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। কুষ্টিয়া অফিস।আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হলেও ওই দিন টার্ম ফাইনাল পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে অনেক আগেই নির্বাচনের তারিখ ঘোষিত হলেও এদিনকে বিবেচনায় না রেখে নির্বাচনের দিন ও তার আগে-পরে পরীক্ষার সময়সূচি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৫ জানুয়ারি তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের একটি বিষয়ের টার্ম ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচনের পরদিন ৬ জানুয়ারি কম্পিউটার কৌশল, স্থাপত্য এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের একই বর্ষের পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। সম্প্রতি এসব বিভাগের পরীক্ষা কমিটির প্রধান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এ ব্যাপারে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি যত দূর জানি, ইতিমধ্যে প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ায় রাউজানে নির্বাচন হবে না। আর পরীক্ষা নেওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে বিভাগীয় প্রধানদের তত্ত্বাবধানে রয়েছে।’
আজ ৩০ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং হলদেটে সবুজ, আকাশি ও কমলা। শুভ রং গোল্ডেন টোপাজ ও এমিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব আবদুল করিম সাহিত্য বিশারদ, কবি জালালউদ্দিন রুমী ও মাকিদ হায়দার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)ব্যবসায়িক যোগা-যোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে)বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন)শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।কর্কট (২২ জুন-২২ জুলাই)পারিবারিক প্রয়োজনে অন্যের সঙ্গে সমঝোতা করতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে আজ কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসতি হবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পাওনা আদায় হবে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)ব্যবসায়িক লেনদেন শুভ। কর্মস্থলে সার্বিক কর্মকাণ্ডে আপনার নিয়ন্ত্রণ বজায় থাকবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তিনটি কার্যালয় ও গুদাম বছরের ছয় মাসই জলাবদ্ধ থাকে। চার মাস ধরে এ তিনটি দপ্তরের চারপাশ দেড় ফুট পানিতে নিমজ্জিত রয়েছে। তিন বছর ধরে এ অবস্থা চলে এলেও জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েও কোনো ফল পাওয়া যায়নি।কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে ওই প্রতিষ্ঠানগুলো হলো বিএডিসির আলু (বীজ) হিমাগার, আঞ্চলিক বীজ গুদাম ও আঞ্চলিক সারের গুদাম। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে চিঠি দেয় আঞ্চলিক সার গুদাম কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ সালে ওই প্রতিষ্ঠানগুলোর উত্তর-পশ্চিম দিকে দুটি বড় পুকুর ভরাট ও আবাসিক কয়েকটি বাড়ি গড়ে ওঠে। ফলে সীমানাপ্রাচীরের পাশের পানি নিষ্কাশন নালা বন্ধ হয়ে যায়। এতে বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধ হয়ে পড়ে প্রতিষ্ঠানগুলো। বর্ষার পর থেকে এবারও জলাবদ্ধতা বিরাজ করছে।গত রোববার সকালে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর চারপাশ পানিতে বন্দী। দপ্তরের ভেতরে জমে থাকা পানি বের হতে পারছে না। দপ্তরের আঙিনায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, অপরিকল্পিতভাবে গুদামের চারপাশে বাড়িঘর নির্মাণ করায় পানি বের হওয়ার নালা বন্ধ হয়ে গেছে। এতে হিমাগার ও গুদামঘরগুলো দেড় ফুট পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে সার ও বীজের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দপ্তরের কর্মকর্তারা জানান, সারের গুদামে পটাশ, ড্যাপ, ফসফেট জাতীয় প্রায় এক হাজার ৯০০ টন, ১২ টন আলুবীজ ও বিভিন্ন ধরনের ৪১০ টন বীজ রয়েছে।বিএডিসির বীজ আলু বিভাগের উপপরিচালক এনামুল হক বলেন, দপ্তরগুলোতে ১১ হাজার ভোল্টের ভূগর্ভস্থ বিদ্যুৎ-সংযোগ রয়েছে। পানি থাকায় বিদ্যুৎ লাইনে শর্টসার্কিটের আশঙ্কা থাকে। জলাবদ্ধতা নিরসনের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার লিখিতভাবে জানানো হয়েছে। সার বিভাগের যুগ্ম পরিচালক মুস্তাক আহমেদ বলেন, এতে গুদামের দীর্ঘস্থায়ী ক্ষতি হচ্ছে। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসকের কিছু করার নেই।নাটোর সদর উপজেলায় বাসচাপায় স্কুলছাত্র এবং লালপুরে প্রাইভেট কার পুকুরে ডুবে যানটির চালক প্রাণ হারিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়ভিটাপাড়ায় ট্রাক্টর-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটভটিচালক নিহত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরে ট্রাক চাপায় দুজন এবং বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। গত দুদিনে এসব দুর্ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নাটোর: গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার আশিক হোসেন (৬) চাঁনপুর এলাকায় নাটোর-রাজশাহী সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সদর উপজেলার চৌগাছী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আশিক চাঁনপুরে তার নানার বাড়িতে এসেছিল।লালপুর: গতকাল ভোরে নাটোরের সিংড়া থেকে একটি প্রাইভেট কার পাবনা যাচ্ছিল। পথে ভোর পাঁচটার দিকে লালপুরে বনপাড়া-পাবনা সড়কের দাঁইড়পাড়া এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এতে চালক সুজারুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই মারা যান। তিনি সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।চাঁপাইনবাবগঞ্জ: গতকাল সকালে গোমস্তাপুরের রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসা খড়বোঝাই ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটির চালক নাসির উদ্দীন (২৮) মারা যান। তিনি শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর এলাকার বাসিন্দা ছিলেন।দিনাজপুর: গতকাল বেলা ১১টার দিকে বিরল উপজেলার কাঞ্চন মোড়ে দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে এক বাইসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে দুপুর ১২টায় পার্বতীপুরের ভবের বাজারে দিনাজপুরগামী একটি ট্রাক সোহাগ (২৪) নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।আদমদীঘি (বগুড়া): উপজেলার সান্তাহার শহরের পার্শ্ববর্তী দমদমা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে মারুফ হোসেন (২২) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেল নিয়ে গ্রামের মাঝখানে দিয়ে যাওয়ার সময় ঈদগাহ মাঠের পাশে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।বিডিকম অনলাইনের এজিএম অনুষ্ঠিতবিডিকম অনলাইন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১২-১৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন উপস্থাপন এবং ১০ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর, পরিচালক ও শেয়ার হোল্ডারদের অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।সিটি ব্যাংক ও আইডিএলসি চুক্তিআইডিএলসি ফাইন্যান্সের সঙ্গে একটি চুক্তি করেছে সিটি ব্যাংক। ৩০০ কোটি টাকা মূল্যমানের কুপন বিয়ারিং সাব অর্ডিনেটেড বন্ড ছাড়ার উদ্দেশ্যে চুক্তিটি করা হয়। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদিত ওই চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের এমডি ও সিইও সোহেল আর কে হুসেইন এবং আইডিএলসির এমডি ও সিইও সেলিম আর এফ হুসেইন। বিজ্ঞপ্তি।এসবিএসির শাখা কেরানীগঞ্জেঢাকার কেরানীগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) সপ্তম শাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পারফিউমারি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। এ সময় ব্যাংকের শীর্ষ নির্বাহীরা ছাড়াও উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য ও ইসি কমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমান, পর্ষদ সদস্য মো. আমজাদ হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. নাওয়াজ ও মৃণাল কান্তি দেবনাথ। বিজ্ঞপ্তি।
শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট বা কোচিং করতে হয় না। কলেজের শিক্ষকেরাই গুরুত্বের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করান। নির্ধারিত পরীক্ষার বাইরে মাসিক পরীক্ষাসহ ১৫ দিন পরপর বিষয়ভিত্তিক পরীক্ষা নেন শিক্ষকেরা। দুর্বল শিক্ষার্থীদের কলেজ ছুটির পর এক ঘণ্টার বিশেষ ক্লাসও নেওয়া হয়।শিক্ষকদের এ প্রয়াসের কারণে চার বছর ধরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মেধাতালিকায় স্থান পেয়েছে কলেজটি। শিক্ষাপ্রতিষ্ঠানটি রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবস্থিত। নাম তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ।কিন্তু দীর্ঘদিনেও কলেজটিকে এমপিওভুক্ত করা হয়নি। ফলে কঠোর পরিশ্রম করা কলেজের শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন। কলেজের প্রভাষক আবদুল রহিম বলেন, ‘এমপিওভুক্তির আশায় বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছি। এ অবস্থায় আমরা অন্যের সন্তানদের লেখাপড়া শেখালেও নিজেদের সন্তানদের লেখাপড়া খরচ চালাতে পারছি না।’ওই কলেজ সূত্রে জানা গেছে, ২০০০ সালে দুই একর ১৭ শতাংশ জমির ওপর কলেজটি স্থাপন করা হয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ১০ জন শিক্ষক চার শতাধিক শিক্ষার্থীর পাঠদান করাচ্ছেন। কর্মচারী আছেন নয়জন।সারা দেশের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে ২০১০ সালে চতুর্থ, ২০১১ সালে দ্বিতীয়, ২০১২ সালে তৃতীয় এবং ২০১৩ সালে ২০তম স্থান লাভ করে কলেজটি। এর পরও কলেজটি এমপিওভুক্ত হয়নি।শিক্ষার্থীরা জানান, শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে অভিভাবকদের নিয়ে কলেজ পরিচালনা কমিটি ও শিক্ষকেরা সমাবেশ করছেন। নির্ধারিত পরীক্ষার বাইরে মাসিক পরীক্ষাসহ বিষয়ভিত্তিক ১৫ দিন পরপর পরীক্ষা নেন শিক্ষকেরা।কলেজ পরিচালনা কমিটির সদস্য মতিয়ার রহমান বলেন, শিক্ষক-কর্মচারীরা আন্তরিকভাবে পরিশ্রম করছেন। কলেজের শিক্ষার্থীরাও ভালো ফল করছে। অথচ এমপিওভুক্ত না হওয়ায় কলেজের শিক্ষক-কর্মচারীরা অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছেন।কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, ২০০৬ সালে বৈঠক করে শিক্ষকেরা সিদ্ধান্ত নেন তাঁদের কেউ টাকা নিয়ে প্রাইভেট পড়াবেন না। ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাবেন এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রাখবেন। এ প্রয়াসের কারণে শিক্ষার্থীরা ফল ভালো করলেও শিক্ষকেরা এর ফল পাচ্ছেন না। দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকেরা হতাশ হয়ে পড়েছেন।রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, কলেজটি ভালো ফল করছে। কলেজটিকে তিনি এমপিওভুক্ত করার চেষ্টা করবেন।মেহেরপুরের গাংনী পৌরসভার সেই মেয়র ও গাংনী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আহম্মদ আলী এবার এক ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর জখম করেছেন। নির্যাতনের একপর্যায়ে তিনি তাঁর হাতের নখ তুলে নিয়েছেন। গত মঙ্গলবার রাতে পৌর কার্যালয়ে এ ঘটনা ঘটে।এ ঘটনার প্রতিবাদ ও মেয়রকে গ্রেপ্তারের দাবিতে জেলা বাস, ট্রাক, মিনিবাস মালিক শ্রমিক সমিতি মঙ্গলবার রাতেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে।আহত ওই ব্যাংক কর্মকর্তার নাম ফকির মোহাম্মদ (৪৫)। গাংনী পৌরসভার চৌগাছা পাড়ায় তাঁর বাড়ি। তিনি মেহেরপুর কৃষি ব্যাংক শাখায় মাঠ কর্মকর্তার পাশাপাশি পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফকির মোহাম্মদ জানান, একটি মামলার আপসের কথা বলে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মেয়রের লোক বলে পরিচিত মজিরুল ইসলাম তাঁকে পৌর কার্যালয়ে নিয়ে যান। সেখানে মেয়র তাঁকে ট্রাক ভাঙচুরের অভিযোগে করা একটি মামলা প্রত্যাহার করতে বলেন। এতে রাজি না হলে দরজা বন্ধ করে মেয়র এবং তাঁর লোকজন তাঁকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পেটান। একপর্যায়ে মেয়র একটি প্লাস দিয়ে তাঁর দুই হাতের কয়েকটি নখ তুলে নেন। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে মেয়র তাঁর কর্মীদের দিয়ে দ্বিতীয় দফা মারধর করান। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।ফকির মোহাম্মদের ছেলে আবু সালেহ মোহাম্মদ তোহা পৌর মেয়রকে প্রধান আসামি করে একটি এজাহার নিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত গাংনী থানায় অপেক্ষা করছিলেন। পুলিশ মামলা নিতে রাজি হচ্ছে না বলে অভিযোগ করেন আবু সালেহ।তবে মেয়র আহম্মদ আলী বলেন, ‘ট্রাক মালিককে ডেকে আমি আপস বৈঠক করছিলাম। এ সময় ফকির মোহাম্মদ জামায়াতের নেতা জেনে আমার লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করে। তাঁকে আমি মারিনি, বরং তাঁকে উদ্ধার করে পুলিশে দিই। নইলে গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যেতেন।’গাংনী থানার ওসি মাসুদুল আলম বলেন, মেয়রের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসীর ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাসহ প্রায় ১২ জন সাধারণ ডায়েরিও (জিডি) করেন। মামলা না নেওয়ার অভিযোগ নাকচ করে তিনি সন্ধ্যা সাতটায় প্রথম আলোকে বলেন, মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।অসীম কুমার দত্তচট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া গ্রামের প্রয়াত চিকিৎসক শীতাংশু বিকাশ দত্তের একমাত্র ছেলে অসীম কুমার দত্ত ওরফে কালু দত্ত (৫৭) গত বৃহস্পতিবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার দুপুরে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।নাটোরের সিংড়া উপজেলার বন্দর হাটে গত রোববার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি সার-কীটনাশকের দোকান ও একটি দরজি দোকান ভস্মীভূত হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সারের ডিলার ও কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, আগুনে তাঁর ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। অপরদিকে দরজি ব্যবসায়ী পরিমল জানান, তাঁর ৪০ হাজার টাকার মালামাল পুড়েছে।নাটোর প্রতিনিধি
পঞ্চগড়ের পাঁচটি উপজেলার পাঁচজন সহকারী জজ এবং একজন জ্যেষ্ঠ সহকারী জজের স্থলে কর্মরত আছেন মাত্র একজন সহকারী জজ। এসব আদালতে প্রায় তিন হাজার দেওয়ানি মামলা ঝুলে আছে।গত বুধবার আদালত প্রাঙ্গণে আসা আটোয়ারীর মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তাছিরুল ইসলাম (৩৫) জানান, তিনি একটি জমির মালিকানাবিষয়ক মামলায় প্রায় আট বছর ধরে উপজেলা সহকারী জজ আদালতে ঘুরছেন। মামলাটি এখন সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আছে। নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দেন ঠিকই কিন্তু বিচারকের অভাবে নতুন তারিখ পড়ছে। একই ধরনের কথা বলেন উপজেলার সাতখামার গ্রামের সোলায়মান আলী। তিনি বলেন, বিচারক না থাকায় চার বছর ধরে আদালতে ঘুরছেন। বর্তমানে বিচারক আছেন। কিন্তু একই বিচারককে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, বোদা ও দেবীগঞ্জ উপজেলার মামলাগুলোও পরিচালনা করতে হচ্ছে।সরকারি কৌঁসুলি (জিপি) আফজাল হোসেন বলেন, দেওয়ানি মামলা পরিচালনার লক্ষ্যে পাঁচ উপজেলার জন্য পাঁচজন সহকারী জজ ও একজন জ্যেষ্ঠ সহকারী জজ থাকার কথা। কিন্তু কোনো সময়ই এসব পদ পূরণ করা হয়নি। সব সময় তিন-চারজন বিচারকের পদ শূন্য থাকে, বর্তমানে একজন বিচারক দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জ্যেষ্ঠ সহকারী জজ না থাকায় মিস কেস, নিষেধাজ্ঞা জারি, পারিবারিক মামলা পরিচালনা হচ্ছে না। এসব মামলা এখন যুগ্ম জেলা জজকে পরিচালনা করতে হয়। যুগ্ম জেলা জজ আবার নিজের আদালতের বাইরে সহকারী সেশন জজ, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন ট্রাইব্যুনাল এবং অর্থ ঋণ আদালতের মামলা পরিচালনা করেন। স্বাভাবিকভাবে তিনিও সময় দিতে পারেন না।দেওয়ানি মামলার আইনজীবী ইসমাইল হোসেন সরকার বলেন, বিচারক-সংকটের কারণে দেওয়ানি মামলার বিচার-প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এ জন্য বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।আদালত সূত্র জানায়, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে মোট বিচারকের সংখ্যা নয়জন। এর মধ্যে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ এবং একজন সহকারী জজ আছেন। জ্যেষ্ঠ সহকারী জজ ও চারজন সহকারী জজের পদ শূন্য রয়েছে। অথচ জ্যেষ্ঠ সহকারী জজ ও সহকারী জজের ছয়টি আদালতে প্রায় তিন হাজার মামলা রয়েছে। এর সঙ্গে প্রতিদিন নতুন নতুন মামলা যুক্ত হচ্ছে। একজন বিচারকের পক্ষে এতগুলো মামলার নথি পর্যালোচনা করা, সাক্ষ্য গ্রহণ, যুক্তি-তর্ক শোনা, নোট নেওয়া, আদেশ লেখা ইত্যাদি করা সম্ভব হয় না। এ কারণে মামলা জট ও বিচারপ্রার্থীদের বিড়ম্বনা বাড়ছে।আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আমিনুর রহমান বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতিকে এবং পঞ্চগড়-২ আসনের সাংসদকে দেওয়ানি আদালতে বিচারক-সংকটের কথা বলা হয়েছে। শুনেছি, দুজনকে নিয়োগ দিয়েছেন। কিন্তু তাঁরা এখনো যোগ দেননি।ঘুষ নিয়ে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-৪-এর স্বাক্ষর জাল করে একটি মামলা খারিজের আদেশ তৈরির অভিযোগে ওই আদালতের পেশকার স্বপন মিয়া ও জেলা পারিবারিক আদালতের পেশকার ইব্রাহিম খলিলের বিরুদ্ধে সদর থানায় একটি প্রতারণা ও মারধরের মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ মঙ্গলবার রাতে পেশকার স্বপন মিয়াকে গ্রেপ্তার করেছে।মামলা সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফারুক হোসেন দফাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাছ কাটার অভিযোগে ২০১০ সালে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা হয়। ওই মামলাটি খারিজ করে দেওয়ার জন্য জ্যেষ্ঠ বিচারিক হাকিম-৪-এর আদালতের পেশকার স্বপন মিয়া ও পারিবারিক আদালতের পেশকার ইব্রাহিম খলিল ৩৮ হাজার টাকা ঘুষ নেন। এরপর গত ১৬ জুন বিচারিক হাকিমের স্বাক্ষর জাল করে তাঁরা একটি খারিজ আদেশ আসামি ফারুক দফাদারকে দেন। ফারুক দফাদার মামলা খারিজ হয়ে যাওয়ায় আর আদালতে হাজিরা দেননি। আসামি হাজিরা না দেওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর ফারুক দফাদার জানতে পারেন ওই আদেশ ভুয়া। এরপর তিনি আদালতে হাজিরা দিয়ে আবার জামিন নেন। গত রোববার রাতে তিনি ঘুষ বাবদ দেওয়া ৩৮ হাজার টাকা ফেরত চাইতে ইব্রাহিম খলিলের শহীদ স্মৃতি সড়কের বাসায় যান। সেখানে এ নিয়ে ইব্রাহিম খলিল ও স্বপন মিয়ার সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয় এবং একপর্যায়ে তাঁরা ফারুককে বেদম মারধর করেন।এ ঘটনায় ফারুক দফাদার বাদী হয়ে মারধর ও প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে বরগুনা থানায় একটি মামলা করেন। এতে স্বপন মিয়া, ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রী লাইলী বেগমকে আসামি করা হয়। মামলার পর বরগুনা থানার পুলিশ স্বপন মিয়াকে ওই রাতেই গ্রেপ্তার করে।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা বলেন, পেশকার স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।নাজমুল আরেফিনসাবেক ব্যাংকার নাজমুল আরেফিনের কুলখানি আজ শনিবার বাদ আসর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের নবীগঞ্জে তাঁর নিজ বাসভবনে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা, আজীবন বিপ্লবী কমরেড মণি সিংহের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। এ উপলক্ষে সিপিবিসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল নয়টায় পোস্তগোলা শ্মশানঘাটে তাঁর স্মৃতিস্তম্ভে সিপিবিসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।এ ছাড়া কাল বেলা সাড়ে তিনটায় মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে মণি সিংহের আত্মার শান্তি কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিসরের সেনা-সমর্থিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি বলেছেন, আগামী বসন্তের মধ্যেই দেশটির রাজনীতির বর্তমান অন্তর্বর্তীকালের অবসান হবে। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তখন পরিবর্তন আসবে। শনিবার জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।পররাষ্ট্রমন্ত্রী ফাহমি বলেন, রাজনৈতিক পরিবর্তনের ব্যাপারে সুনির্দিষ্ট রূপরেখা অনুযায়ী কাজ চলছে। দেশে ন্যায়বিচার, স্বাধীনতা ও গণতন্ত্র এবং সুশাসনের ভিত্তি প্রতিষ্ঠার উদ্যোগে এ পর্যন্ত সাফল্য এসেছে। এরই ধারাবাহিকতায় পার্লামেন্ট নির্বাচন ও তারপর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে আগামী বসন্তের আগেই অন্তর্বর্তী পর্যায়ের অবসান ঘটে।ফাহমি মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে পরিচালিত অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন চান। ব্রাদারহুড প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্ত্রাসকে সমর্থন করা বিশ্ব সম্প্রদায়ের উচিত হবে না।’ফাহমি বলেন, সন্ত্রাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে রূপরেখা অনুসরণে বাধা দেওয়া হলে তা ব্যর্থ করে দেওয়া হবে। জনগণ বিরুদ্ধে চলে গিয়েছিল বলেই মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়।ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে কয়েক দিনের গণবিক্ষোভের পর সেনাবাহিনী গত ৩ জুলাই তাঁকে উৎখাত করে। এরপর একটি সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা হয়।ফাহমির ভাষণ চলার সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে মিসরের অন্তর্বর্তী সরকারের পক্ষে ও বিপক্ষে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল।সেনা-সমর্থিত সরকার ইতিমধ্যেই বলেছে, আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে। এএফপি, আল-জাজিরা ও আল-আহরাম।জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার আসামিপক্ষের চতুর্থ ও শেষ সাক্ষী মো. নাজিবুর রহমানকে জেরা শেষ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার তাঁকে আবার জেরা করবে রাষ্ট্রপক্ষ।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল নিজামীর ছেলে নাজিবুর রহমান জবানবন্দি দেওয়া শেষ করেন। পরে তাঁকে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। নিজামী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জেরার একপর্যায়ে মোহাম্মদ আলী মত দেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। নাজিবুর রহমান বলেন, এটা সত্য নয়।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবার মত দেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে জামায়াতকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেন। আসামিপক্ষের সাক্ষী বলেন, এটা সত্য নয়। সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি অন্তর্ভুক্ত করার পর জামায়াত রাজনীতিতে সক্রিয় হয়।মোহাম্মদ আলী বলেন, এটা কী সাক্ষী জানেন যে জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদীর ছেলে ফারুক মওদুদী কয়েক দিন আগে ঢাকায় এসে বলেছেন, জামায়াত ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির (একাত্তরে নাম ছিল ইসলামী ছাত্রসংঘ) একটি উগ্রপন্থী ও সন্ত্রাসী সংগঠন। নাজিবুর রহমান বলেন, তিনি এটা জানেন না। তবে ফারুক মওদুদী জামায়াতের রাজনীতিতে যুক্ত নন এবং জামায়াতবিরোধী হিসেবে পরিচিত।নাজিবুর রহমানের জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।নাজিবুর গত বৃহস্পতিবার জবানবন্দি দেওয়া শুরু করেছিলেন। কিন্তু গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবীদের কেউ ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় তাঁর জবানবন্দি আর গ্রহণ হয়নি। রোববার থেকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল ছিল। আসামিপক্ষের সহযোগী আইনজীবী আসাদউদ্দীন ওই তিন দিনই মামলা মুলতবির আরজি জানান। মঙ্গলবার ট্রাইব্যুনাল নাজিবুরের বাকি জবানবন্দি বুধবার দুপুরের মধ্যে শেষ করার জন্য বলেছিলেন।বগুড়ার ধুনট উপজেলায় পিকেটার পরিচয় দিয়ে অবরোধকারীরা ব্যবসায়ীদের মারপিট করে লক্ষাধিক টাকা ছিনতাই করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধের দ্বিতীয় দিন গত বুধবার রাত আটটায় শেরপুর উপজেলার সাতাড়া গ্রামের হেলাল উদ্দীন, চৌবাড়ীয়া গ্রামের শহিদুল ইসলাম, বানু মিয়া ও ইউসুফ আলীসহ চারজন গরু ব্যবসায়ী কাজিপুর উপজেলার রতনকান্দী হাট থেকে পাঁচটি গরু বিক্রি করে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে বথুয়াবাড়ী সেতুর পূর্ব পাশে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেনের নেতৃত্বে জামায়াত ও বিএনপির সমর্থকেরা রাস্তায় অবরোধ করে পিকেটিং করছিলেন। এ সময় পিকেটাররা তাঁদের পথরোধ করে মারপিট ও ভটভটি ভাঙচুর করেন এবং টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় হেলাল উদ্দীন বাদী হয়ে গতকাল শুক্রবার দুপুরে শাহাদৎ হোসেনসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।হেলাল উদ্দীন বলেন, পিকেটার পরিচয়ে ১৫-১৬ জন যুবক পথরোধ করে মারপিট করে তাঁর কাছ থেকে ৮০ হাজার ৩০০ টাকা, শহিদুল ইসলামের ২৭ হাজার ৬০০, ইউসুফ আলীর ১১ হাজার ৭৫০ ও ভটভটি চালকের ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকেরা অবরোধের নামে সেতুর ওপর দিনভর পিকেটিং করেন। এ সময় তাঁরা অনেক ভটভটি-অটোরিকশা ভাঙচুর ও পথচারীদের মারধর করেন।শাহাদৎ হোসেন বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য দুর্বৃত্তরা পিকেটার পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাই করেছে।বগুড়ার আদমদীঘি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন পুলিশের সহযোগিতায় গত রোববার গভীর রাতে একটি জুয়ার আসর থেকে সাত জুয়াড়িকে আটক করেন। এ সময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
যশোর থেকে পঞ্চগড় সীমান্ত পর্যন্ত ভারতের সীমান্ত এলাকায় ৩৯৬টি ফেনসিডিলের কারখানা রয়েছে।গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল আয়োজিত ‘বাংলাদেশ-ভারত মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা বলেন, সরকার সেনা, বিমান ও নৌবাহিনীর আধুনিকায়নে কোটি কোটি টাকা ব্যয় করছে। অথচ তাদের কখনো যুদ্ধ করতে হয় না। সরকারের উচিত, আধুনিক বিজিবি গড়ে তোলা। দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মো. আাানোয়ারুল ইসলাম বলেন. মাঝেমধ্যে চোরাচালানিদের বলতে শোনা যায়, লাইন খারাপ। মাল আনা যাচ্ছে না। কয়টা দিন যাক। এ থেকে বোঝা যায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা চেলাচালানের সঙ্গে জড়িত।দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ ও যুব সম্প্রদায় ফেনসিডিলসহ মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে। যশোর থেকে পঞ্চগড় সীমান্ত পর্যন্ত ভারতের সীমান্ত এলাকায় ৩৯৬টি ফেনসিডিলের কারখানা রয়েছে। পুলিশের কাছে এমন তথ্য আছে বলে তিনি জানান।সদর উপজেলার সীমান্তবর্তী কমলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার বলেন, তাঁর ইউনিয়নের পুরো দক্ষিণ সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া আছে। কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশিরা শূন্য রেখা অতিক্রম করে।গোলটেবিলে ২ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার রাকিবুল হাসান বলেন, বিএসএফের সদস্যরা তিন কারণে বাংলাদেশিদের ওপর গুলি চালান। প্রথমত, বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু নিয়ে আসে, যা অনেক বিএসএফ সদস্য সহ্য করতে পারেন না। দ্বিতীয়ত, কাঁটাতারের বেড়া কেটে ফেলা। তৃতীয়ত, বিএসএফের সদস্যদের সঙ্গে চোরাচালানিদের দুর্ব্যবহার।দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে বৈঠকে সীমান্তবর্তী ইউপি চেয়ারম্যান, মহিলা কমিশনার, চিকিৎসক, ব্যবসায়ী নেতা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেন।রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সঙ্গে উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের যোগাযোগের একমাত্র সড়কটি বেহালের কারণে কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় গর্তের কারণে গাড়ি উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, মাল্লাপট্টি সেতুর পর থেকে উজানচর নতুন পাড়া এলাকার প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।সরেজমিনে ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা শহরের সঙ্গে ইউনিয়ন দুটির যোগাযোগের জন্য ওই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক শ মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, স্কুলভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। গোয়ালন্দ বাজার মাল্লাপট্টি সেতু পেরোলেই উজানচর ইউনিয়নের নতুন পাড়া শুরু। ওই সড়কে কার্পেটিং উঠে বড় বড় গর্ত ও রাস্তার পাশের মাটি ধসে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গর্তে পড়ে অটোরিকশা ও মোটরসাইকেলের আরোহীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।গোয়ালন্দ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাজ্জাত হোসেন জানায়, কষ্ট করে স্কুলবাসে আসা-যাওয়া করতে হয়। ঝাঁকুনিতে মাথাব্যথা ও বমি শুরু হয়।স্কুলবাসের চালক ফরিদ হোসেন বলেন, রাস্তা বেহালের কারণে মাঝেমধ্যেই সড়কে গাড়ি নষ্ট হয়ে যায়। এতে করে শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে যেতে পারে না।উজানচর মাখন রায় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপবান আক্তার বলেন, রোগীকে হাসপাতালে নিতে গেলে তাঁর অবস্থা আরও করুণ হয়ে যায়। উপজেলা প্রকৌশলী সহিদুল ইসলাম বলেন, সড়ক সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেপ্টেম্বর মাসে প্রতিবেদন পাঠানো হয়েছিল। সাইনবোর্ড এলাকা থেকে এক হাজার ২৫০ মিটার সড়ক সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। এখন বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।আখতার আহমেদ খানবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার আখতার আহমেদ খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে পুরান ঢাকার রাজার দেউড়ীতে অবস্থিত তাঁর পৈতৃক বাসভবনে আজ দোয়া মাহফিল ও কাঙালি ভোজ হবে। বিজ্ঞপ্তি।সৈয়দপুর সেনানিবাসে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) সেন্টার অ্যান্ড স্কুলের ৭৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সেনানিবাসে ওই অনুষ্ঠান হয়। রংপুর পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজী প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমাড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কবির উজ্জ-জামান ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার মাহবুব আহমেদ জাকারিয়া।সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সিরিয়ায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে গতকাল রোববার তদন্ত শুরু করেছে জাতিসংঘের রাসায়নিক অস্ত্রবিষয়ক বিশেষজ্ঞ দল। গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছার পর বিশেষজ্ঞ দল গতকালই প্রথম মাঠ পর্যায়ে তদন্ত শুরু করে।দুই মাসের মধ্যে সিরিয়ায় জাতিসংঘের বিশেষজ্ঞ দলের এটা দ্বিতীয় অভিযান। এই অভিযানে দলটি রাসায়নিক অস্ত্রের হামলা চালানোর সাতটি ঘটনাস্থল পরিদর্শন করবে। আজ সোমবারই মাঠ পর্যায়ের আলামত সংগ্রহ শেষ করার কথা। অক্টোবরের শেষ নাগাদ প্রতিবেদন প্রকাশ করা হতে পারে।বার্তা সংস্থা এএফপির প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, জাতিসংঘের বিশেষজ্ঞ দল গতকাল চারটি গাড়িতে করে মাঠ পর্যায়ের তদন্তকাজে বেরিয়ে যায়।জানা গেছে, জাতিসংঘের এই তদন্ত দল সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের দায়িত্ব পাওয়া অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনসের (ওপিসিডব্লিউ) তদন্ত দল থেকে আলাদা।গত ১৯ মার্চ আলেপ্পো প্রদেশের খান আল-আসাল এলাকায় প্রথম রাসায়নিক অস্ত্রের হামলা চালানোর অভিযোগ ওঠে। জাতিসংঘের তদন্ত দল ওই অভিযোগসহ শেখ মাকসুদ, সারাকেব, বাহারিয়াহসহ সাতটি ঘটনাস্থল পরিদর্শন করবে।জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, এই তদন্ত করতে বিশেষজ্ঞ দল ইতিমধ্যে অনেক নথি ও নমুনা পেয়েছে।এর আগে জাতিসংঘের একটি তদন্ত দল গত ২১ আগস্ট দামেস্কের অদূরে আলোচিত রাসায়নিক হামলা চালানোর অভিযোগটি তদন্ত করে। ১৬ সেপ্টেম্বর ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ওই হামলায় সারিন গ্যাস ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে হামলার জন্য কারা দায়ী—প্রতিবেদনে তা বলা হয়নি। বর্তমান বিশেষজ্ঞ দল ২১ আগস্ট হামলার ঘটনাও তদন্ত করবে।বিদ্রোহীদের প্রধানের সঙ্গে মুনের সাক্ষাৎ: জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন সিরিয়ার সরকারবিরোধী জোটের প্রধান আহমেদ জাবরা। বান কি মুন সিরিয়ার সরকারবিরোধী কোনো নেতার সঙ্গে এই প্রথমবার সাক্ষাৎ করলেন। জাবরা জাতিসংঘের মহাসচিবকে জানিয়েছেন, তাঁরা সিরিয়া-সংকট নিয়ে জেনেভায় শান্তি সম্মেলনে প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত।বান কি মুন গত শুক্রবার জানান, গত বছরের জুনে অনুষ্ঠিত জেনেভা শান্তি সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো পর্যালোচনা করতে আগামী নভেম্বরের মাঝামাঝি একটি সম্মেলন আয়োজন করা হচ্ছে। জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসির্কি জানান, মহাসচিব মুন জেনেভায় প্রতিনিধি পাঠানোর বিষয়ে সিরিয়ার বিরোধী নেতার ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।বিদ্যালয়ে হামলায় নিহত ১২: পর্যবেক্ষক সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল অভিযোগ করেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার একটি বিদ্যালয়ে বিমান হামলা চালানো হয়েছে। ওই হামলায় ১২ জন নিহত হয়েছে। এএফপি।দুই পুরিয়া হেরোইনসহ আটক হওয়া শিশু তানজিলুর রহমান (৯) এখনো মেহেরপুর কারাগারে বন্দী আছে।গত সোমবার মেহেরপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মহিবুল হাসানের আদালত শিশুটিকে যশোর শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। কারা কর্তৃপক্ষ বলছে, প্রশাসনিক জটিলতার কারণে সংশোধনাগারে পাঠানো যায়নি।গত রোববার বিকেলে শিশুটি ব্যাগে দুই কেজি চাল নিয়ে বোনের বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে প্রতিবেশী জোকার নামের এক ব্যক্তি ওই ব্যাগে দুটি পুরিয়া দিয়ে তা রক নামে কেউ চাইলে দিয়ে দিতে বলেন। এর কিছুক্ষণ পরই বিজিবির সদস্যরা শিশুটিকে আটক করে ব্যাগ থেকে হেরোইন উদ্ধার করে।ওই দিন সন্ধ্যায় বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শিশুটিকে থানায় সোপর্দ করে। শিশুটি গাংনীর কাথুলী ইউনিয়নের রংমহল গ্রামের শওকত আলীর ছেলে ও রংমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।মেহেরপুর জেলা কারাগারের উপাধ্যক্ষ এনায়েত উল্লাহ জানান, চিঠি তৈরি করে পুলিশ তলব ও প্রশাসনিক কাজ সম্পন্ন না হওয়ায় শিশুটিকে ওই দিনই সংশোধনাগারে পাঠানো যায়নি।বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বড়ুয়াল গ্রামে সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম বদরে আলম (৩০)। তিনি বড়ুয়াল গ্রামের আলীম উদ্দীনের ছেলে ও ঠাকুরগাঁওয়ে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হরিপুর উপজেলার বড়ুয়াল গ্রামের মোশাররফ হোসেনের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে আলীম উদ্দীনের ছেলে আনসারুল হকের মধ্যে বিরোধ চলছিল। কয়েক দিন আগে গ্রামবাসী ওই বিরোধ মীমাংসা জন্য সালিস বৈঠক করেন। ওই সালিসে আনসারুলের দখলে থাকা কিছুটা জায়গা মোশাররফকে ছেড়ে দিতে ও আনসারুলের জায়গায় মোশাররফের ঘর পড়ায় তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে বদরে আলমের সঙ্গে মোশাররফের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে বদরে আলম আহত হন। তাঁকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আনসারুলসহ আরও ১৫ জন আহত হন।পরে বদরে আলমকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত আনসারুল, রবু ও তফুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের হরিপুর ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বদরে আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাহাবুদ্দীন ও বাবু নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।শ্বাসকষ্টজনিত রোগে গত পাঁচ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের সমস্যায় নবজাতকের মৃত্যুর হার বেড়ে গেছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত পাঁচ দিনে মারা যাওয়া ১৪ নবজাতকই শ্বাসকষ্টজনিত রোগে মারা গেছে। তবে সেই সঙ্গে সূত্রটি এও জানায়, দুই মাস আগে অক্টোবরের ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত পাঁচ দিনে এ ওয়ার্ড দুটিতে নবজাতক মারা গেছে ছয়জন। তখন শীতের প্রকোপ তেমন একটা ছিল না। এ ছাড়া হাসপাতালে নবজাতকের স্বাভাবিক মৃত্যুর হার গড়ে প্রতিদিন এক থেকে দুজনেই সীমাবদ্ধ থাকে।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন চিকিৎসক জানান, শীতের প্রকোপ বাড়লে নবজাতকেরা শ্বাসকষ্টে বেশি ভোগে।এ সময় তাদের উষ্ণতার প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় উষ্ণতা না পেলেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। তাই শীতকালে নবজাতকসহ শিশুমৃত্যুর হার কিছুটা বাড়ে।হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে দুটি শিশু ওয়ার্ড আছে। এ দুটি ওয়ার্ডের ৭৫টি শয্যা থাকলেও গত রোববার ১০৯টি শিশু ভর্তি হয়েছে। এদের বয়স এক দিন থেকে তিন বছর।শয্যাসংখ্যার চেয়ে বেশিসংখ্যক শিশু ভর্তি হওয়ায় কোনো কোনো শয্যায় দুটি করে শিশুকেও থাকতে হচ্ছে। শীতের আগে শিশু ওয়ার্ডে এত রোগী দেখা যায়নি বলে চিকিৎসক ও সেবিকারা জানান। শীত যতই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যাও তত বাড়ছে। শুষ্ক আবহাওয়ার কারণে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যাই বেশি।হাসপাতালে গত রোববার রংপুরের মিঠাপুকুরের আনিসা বেগম তাঁর এক মাসের শিশু এবং গঙ্গাচড়া উপজেলার জমিলা খাতুন ১৫ দিনের শিশুসন্তানকে নিয়ে ভর্তি হয়েছেন। তাঁরা জানান, প্রচণ্ড শীতে তাঁদের নবজাতকেরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসেন। এখানে ভর্তি হওয়ার পর এখন শিশু দুটি কিছুটা সুস্থ।শিশু ওয়ার্ডের রেজিস্ট্রার কামরুজ্জামান বলেন, এ সময়ে প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকা এবং মায়েদের অসচেতনতায় অনেক নবজাতকই শীতজনিত শ্বাসকষ্টে ভোগে। হাসপাতালেও নবজাতকসহ শিশু রোগীর সংখ্যা বেড়ে যায়।হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, ভর্তি হওয়া শিশু ও নবজাতকদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ‘উত্তেজনা’ পর্যবেক্ষণে যৌথ কৌশল গ্রহণের প্রস্তাব দেবেন। গতকাল রোববার যুক্তরাষ্ট্রে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠক হওয়ার কথা। দুজনই নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে সে দেশে রয়েছেন।সম্প্রতি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় আবার বিক্ষিপ্ত সংঘর্ষ ও সন্দেহভাজন জঙ্গি হামলার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে।ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘নিয়ন্ত্রণরেখায় উত্তেজনাকর পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা যৌথভাবে কৌশল গ্রহণের জন্য একটি প্রস্তাব দেব। আমরা নিরপেক্ষ তদন্তেও রাজি আছি, তা জাতিসংঘের মাধ্যমে হলেও।’নওয়াজ বলেন, ভারত রাজি না হলে তাঁরা পৃথকভাবে দুই পররাষ্ট্রসচিব ও সেনাবাহিনীর ডিজিএমও পর্যায়ে বৈঠক আহ্বান করার কথা বিবেচনা করছেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন তাঁকে (নওয়াজ) ‘ভালো মানুষ’ বলায় ধন্যবাদ জানান তিনি।নওয়াজ বলেন, ‘মনমোহন সিংয়ের সঙ্গে এই প্রথম বৈঠকে অংশ নিচ্ছি। শুধু বলব, ১৯৯৯ সালের পর সঙিন অবস্থায় চলে যাওয়া ভারত-পাকিস্তানের সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই। মনমোহন সিংও ভালো মানুষ, আমি তাঁর সঙ্গে বৈঠক করার জন্য সাগ্রহে প্রতীক্ষা করছি।’পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রীকে আবারও পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানাব। আশা করছি, নিজের জন্মস্থান দেখার জন্য তিনি পাকিস্তান সফর করবেন।’দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়ে নওয়াজ বলেন, ‘পরস্পরকে দোষারোপ করা বন্ধের সময় এসেছে। উন্নয়নের জন্য অর্থ ব্যয় না করে এফ-১৬ যুদ্ধবিমান কিনে অস্ত্র প্রতিযোগিতায় মেতে অর্থ অপচয় করা কেন?’ ভারতশাসিত জম্মুতে গত বৃহস্পতিবার জোড়া বোমা হামলায় ১০ জন নিহত হওয়া প্রসঙ্গে নওয়াজ বলেন, ‘এটা দুঃখজনক। আমি দৃঢ়ভাবে এ ঘটনার নিন্দা জানাই। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে।’নওয়াজের সমালোচনায় মোদি: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের কঠোর সমালোচনা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মনোনীত আগামী প্রধানমন্ত্রী প্রার্থী মোদি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীকে উপহাস করার অধিকার নওয়াজ শরিফের নেই।’ টাইমস অব ইন্ডিয়া।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে চলমান কর্মবিরতি আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। শিক্ষক সমিতির ব্যানারে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ধর্মঘট। ক্লাস, প্রশাসনিক কর্মকাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের যানবাহন ধর্মঘটের আওতায় থাকবে।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন বলেন, সমিতির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে ধর্মঘট শুরু হচ্ছে। প্রয়োজন হলে জরুরি সাধারণ সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।বর্তমান পরিস্থিতিতে উপাচার্য আনোয়ার হোসেনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা অনুযায়ী আন্দোলন স্থগিত না করা হলে বিশ্ববিদ্যালয় সচল রাখের স্বার্থে তিনি কাজ করে যাবেন। কর্মবিরতির মধ্যেও শিক্ষক মঞ্চের শিক্ষক ও আন্দোলনের সঙ্গে যুক্ত নন—এমন শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা অব্যাহত রেখেছেন।গতকাল বাংলা, ইংরেজি, ইতিহাস, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগসহ কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা হয়েছে।গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেওয়া, গত বছরের আগস্টের সন্ত্রাসী হামলার বিচার না হওয়াসহ ১৬টি অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রথমে শিক্ষক সমিতি এবং পরে সাধারণ শিক্ষক ফোরাম আন্দোলন শুরু করে।আজ ৩০ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। শুভ রং—বেগুনী, হালকা সবুজ, ম্যাজেন্টা। শুভ রত্ন—গার্নেট, পীত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত—জগদীশ চন্দ্র বসু, কথাশিল্পী মার্ক টোয়েন, উইনস্টন চার্চিল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা দায়ে তৎপর হোন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে)বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন)ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় হবে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিয়ে যেতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই)কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পাওনা আদায় হবে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি বৃদ্ধি পাবে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে চাঙা করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। কর্মস্থলে আগের অসমাপ্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। দূরের যাত্রা শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায় হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। পাওনা আদায় হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রবাসী কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)আজ আপনার সার্বিক কর্মকাণ্ডে সাফল্যের ছোঁয়া লাগবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমের রূপ নিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল করিমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার দিবাগত রাতে উপজেলার খোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।একই রাতে পাবনার সাঁথিয়া উপজেলায় প্রতিপক্ষের লোকজন শাহাদত হোসেন নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে।ফুলছড়ি উপজেলার খোলাবাড়ি গ্রামের বাসিন্দা আবদুল করিম (৪৫) ফুলছড়ি ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁর শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে চরাঞ্চলে নিজের বাড়িতে না থেকে শহরে বাড়ি ভাড়া করে থাকতেন। ছয় দিন আগে তিনি নিজের গ্রামের বাড়িতে আসেন। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে একদল দুর্বৃত্ত দরজা ভেঙে তাঁর ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তাঁর স্ত্রী উমেলা বেগম তাঁকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর বুক ও হাতে গুলি করে। এরপর তারা মাথায় গুলি করে করিমকে হত্যা করে। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সময় স্থানীয় লোকজন তাঁর স্ত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, আবদুল করিমের লাশ গতকাল বিকেলে থানা থেকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে শাহাদতের (১৪) সঙ্গে গত রোববার দুপুরে জমিতে পেঁয়াজের চারা লাগানোকে কেন্দ্র করে স্থানীয় যদু হোসেন, কামরুল ইসলামসহ কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে আটটার দিকে তারা তাকে ওই গ্রামের রাস্তায় একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, এ ঘটনায় গতকাল কফিল বাদী হয়ে কামরুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।
উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি কৃষি কলেজে জঙ্গি ইসলামপন্থী সংগঠন বোকো হারামের সদস্যদের হামলায় গতকাল রোববার অন্তত ৪০ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, জঙ্গিরা ছাত্রাবাসে ঘুমন্ত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল।ইয়োবে প্রদেশের গুজবা শহরে অবস্থিত কৃষি কলেজে ওই হামলা চালায় বোকো হারাম। এতে আহত বেশ কয়েকজনকে প্রাদেশিক রাজধানী দামাতুরুর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সামরিক বাহিনীর সাম্প্রতিক অভিযানের জবাবে বোকো হারাম জঙ্গিরা বেসামরিক লোকজনের ওপর গত কয়েক সপ্তাহ ধরে পরিকল্পিত হামলা চালাচ্ছে। এর আগে তারা পতিস্কাম এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ২৭ শিশু শিক্ষার্থী ও একজন শিক্ষককে হত্যা করে। এএফপি ও রয়টার্স।গরু চুরির ঘটনায় ভর্ৎসনা করায় কেষ্টলাল সরকার (৬৫) নামের এক ব্যক্তির হাতের কবজি কেটে ফেলা হয়েছে।গতকাল বুধবার বেলা দুইটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গাড়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে। কেষ্টলাল উপজেলার পূর্ব গাড়াখোলা এলাকার বাসিন্দা।কেষ্টলালকে প্রথমে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়।মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াসউদ্দিন বলেন, কবজিটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিপুলকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, কেষ্টলালের কবজি জোড়া লাগানো সম্ভব নয়। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সোনাপুকুর ব্রহ্মত্তোর গ্রামের ৪০ জন গ্রাহকের কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ, এ টাকা নিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পার্বতীপুর কার্যালয়ের দুই লাইনম্যান মোকছেদ আলী ও মো. সেলিম।সোনাপুকুর ব্রহ্মত্তোর গ্রামের ভুক্তভোগী গ্রাহক দিনমজুর মনছুর আলী, সোহরাব ও কুদ্দুস আলী জানান, কোরবানির ঈদের আগে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে তাঁদের গ্রামের ৪০ জন গ্রাহকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট চার লাখ টাকা আদায় করেন মোকছেদ ও সেলিম। তাঁদের এ কাজে সহায়তা করেন পার্বতীপুর পুরাতন বাজারের ইলেকট্রিশিয়ান নূর ইসলাম। গ্রাহকদের মধ্যে বিশ্বাস স্থাপনের জন্য তারা বাঁশ ও গাছের ডালের খুঁটি বসিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইন তৈরি করে দেন। বিদ্যুৎ বিভাগের ওই দুই লাইনম্যান উপস্থিত থেকে লাইন স্থাপনের কাজও তদারক করেন। এরপর গ্রাহকদের নামে মিটার বরাদ্দ হওয়ার কথা জানালে গ্রামের সোহরাব, কুদ্দুস, আইন উদ্দীন, আমিনুলসহ অনেকেই বাড়তি দেড় হাজার থেকে দুই হাজার টাকা খরচ করে বাড়ির ওয়্যারিংয়ের কাজও করেন। এ সময় তাঁরা এক ব্যক্তিকে গ্রামে এনে পিডিবির আবাসিক প্রকৌশলী বলে পরিচয় করিয়ে দেন। কিন্তু তিন মাস চলে গেলেও বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় গ্রামবাসী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবাসিক প্রকৌশলীর দপ্তরে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সোনাপুকুর ব্রহ্মত্তোর গ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সংযোগ আছে। পাশেই একটি এলাকায় বাঁশ ও গাছের খুঁটি বসিয়ে নতুন লাইন স্থাপন করা হয়েছে। এ সময় গ্রামের প্রবীণ বাসিন্দা মেছের উদ্দিন জানান, ওই সময় বাদ পড়া শতাধিক গ্রাহককে পিডিবির নতুন সংযোগ দেওয়ার কথা বলে প্রতারণার এ নাটক সাজিয়েছে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ কর্মচারীরা।অভিযুক্ত লাইনম্যান মোকছেদ আলী বলেন, ‘গ্রামের লোকেরা নিজেরাই বিদ্যুৎ লাইন তৈরি করেছে। এর সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই।’ একই ধরনের কথা বলেন মো. সেলিমও।এ ব্যাপারে পার্বতীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আশরাফুল আলম বলেন, ‘পল্লী বিদ্যুতের সংযোগ আছে এমন কোনো গ্রামে পিডিবির সংযোগ দেওয়া বিদ্যুৎ আইনের পরিপন্থী। তবুও আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’পিডিবির পার্বতীপুর কার্যালয়ের আবাসিক প্রকৌশলী কাজী ইউনুস আলী বলেন, ‘অবৈধ সংযোগ তো দূরের কথা একটি খুঁটি পর্যন্ত বাড়ানোর ক্ষমতা আমার নেই। নতুন কোনো গ্রামে বিদ্যুৎ-সংযোগ দিতে হলে এলাকায় জরিপ চালাতে হয়। নকশা অনুমোদন ছাড়াও এপিপি অনুমোদনের পর সেটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পাশ করাতে হয়। প্রকল্পের কাজ হলেও স্থানীয় সাংসদের অনুমতির প্রয়োজন পড়ে। ব্রহ্মত্তোর গ্রামে যে লাইন তৈরি করা হয়েছে তার কোনো আইনগত ভিত্তি নেই।’টানা রাজনৈতিক কর্মসূচির কারণে ক্লাস-কোচিং ঠিকমতো না হওয়া, সময়সূচি অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠানে বিপত্তি, প্রশ্নপত্র ফাঁস—এত কিছুর পরও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় মেধার পরিচয় দিয়েছে শিশুরা। গতকাল সকালে পিএসসির ফল প্রকাশের পর ঢাকার স্কুলগুলোতে শিশু ও অভিভাবকদের বেশ উচ্ছ্বসিতই দেখা গেছে। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি এসব শিশু ও অভিভাবকদের স্কুলে এসে ফলাফল জানা ও আনন্দ করা খুব একটা আটকাতে পারেনি। পিএসসির ফলাফলে দেশসেরা ২০টি বিদ্যালয়ের সবগুলোতেই পাসের হার শতভাগ। মনিপুর স্কুল হয়েছে সেরাদেরও সেরা। গতকাল ফল পেয়ে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। সেই দৃশ্য মুগ্ধ চোখে তাকিয়ে দেখেছেন অভিভাবকেরা। রোমানা, নুসরাত জাহান, লামিয়ারা মহাব্যস্ত ছোটাছুটি ও ছবি তুলতে। এরই এক ফাঁকে নুসরাত বলে, ‘আমরা দেশের সেরা স্কুল। এটা আমাদের প্রিয় স্কুল।’ বলেই আবার দৌড়।ছেলে মাহমুদুল সাফি জিপিএ-৫ পেয়েছে। স্কুল ও ছেলের পরিশ্রমকে ধন্যবাদ দিয়ে সাফির মা রেহানা বেগম বলেন, ‘এমন একটি দিনের জন্য অপেক্ষা করছিলাম।’বিদ্যালয়ের অধ্যক্ষ ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, দেশের সহিংস সব ঘটনার মধ্যে আনন্দের বিষয় যে মনিপুর স্কুল দেশের মধ্যে সেরাদেরও সেরা হয়েছে। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানে বিভিন্নভাবে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। ফলে তাদের আলাদা করে কোচিং করতে হয় না।ঢাকার খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল স্কুল এবার দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। শত বাধা-বিপত্তি সত্ত্বেও অভিভাবকদের সচেতনতা ও শিক্ষকদের পরিশ্রমের ফসল ঘরে উঠেছে বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ।জিপিএ-৫ পাওয়া সাবিদের ভালো ফলাফলের জন্য তার বাবা সাজ্জাদ হোসেন সাবিদ ও শিক্ষকদের অবদান বেশি বলে জানালেন। রাজধানীর মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল গত বছর চতুর্থ স্থানে থাকলেও এবার তৃতীয় স্থানে উঠে এসেছে। অধ্যক্ষ নুরুন নবী জানান, শিশুবান্ধব পড়ার পরিবেশ, দক্ষ শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় ভালো ফল করা সম্ভব হয়েছে। দেশসেরাদের তালিকায় চতুর্থ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; পঞ্চম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ; ষষ্ঠ ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ; সপ্তম কুমিল্লার মডার্ন স্কুল; অষ্টম গুলশানের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; নবম মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এবং দশম চট্টগ্রাম বন্দরের বিএন স্কুল অ্যান্ড কলেজ।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার সন্ধ্যায় লালমনিরহাটে মিছিল হয়েছে। মিছিল শেষে শহরের মিশন মোড় চত্বরে এক পথসভার আয়োজন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির জেলা শাখা আয়োজিত ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট সদর আসনের সাংসদ ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, বাংলাদেশে এখন দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে। দেশের শান্তিপ্রিয় সাধারণ জনগণ এর হাত থেকে বাঁচতে চায়। দেশের বিবদমান দুই রাজনৈতিক দলের এক দল ক্ষমতায় গেলে প্রতিপক্ষের ওপর ক্ষমতার দাপটে নির্যাতন ও নিপীড়ন চালায়।পথসভায় জেলা জাতীয় পার্টির সদস্যসচিব এ কে এম মাহবুবুল আলম বলেন, রাজনৈতিক কারণে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে না। অথচ রাজনৈতিক মামলা আখ্যা দিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলে তাদের দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা কয়েক হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে।এতে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এস কে খাজা মঈন উদ্দিন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।বাগেরহাটে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদীতে গতকাল বুধবার সকালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। নিহত দুজন বনদস্যু বলে র্যাব দাবি করেছে।র্যাব জানায়, নিহত ব্যক্তিরা হলেন মর্তুজা বাহিনীর প্রধান মর্তুজা ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মোশারফ। দুজনের বাড়ি মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকায়। মর্তুজার বিরুদ্ধে মংলা থানায় হত্যা ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, সকাল সাতটার দিকে র্যাব সদস্যরা শেলা নদীতে টহল দিচ্ছিলেন। এ সময় নদীসংলগ্ন বনে দস্যুদের হাঁটাচলা ও কথাবার্তার শব্দ শুনে তাঁরা ভেতরে ঢোকেন। এ সময় বনদস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। র্যাব পাল্টা গুলি চালালে দুই পক্ষে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। প্রায় ৩৫ মিনিট ধরে চলা বন্দুকযুদ্ধ চলে।লে. কর্নেল ফরিদুল আরও বলেন, একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে বাহিনীর প্রধান মর্তুজা ও তাঁর প্রধান সহযোগী মোশারফের লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা দুটি একনালা বন্দুক, দুটি দোনালা বন্দুক, তিনটি কাটারাইফেল, সাতটি এলজি, একটি শাটারগান, পাঁচটি ধারালো অস্ত্র, ৩৯টি তাজা গুলি ও নগদ ১৯ হাজার ৬৭২ টাকা উদ্ধার করেন।রাজশাহীর বাগমারায় বিরোধপূর্ণ খয়রা বিলের দখলদারদের গুলিতে আশরাফুল ইসলাম নামের এক জেলে নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। আশরাফুলের বাবা আবেদ আলী গতকাল শুক্রবার শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মৃধাকে প্রধান আসামি করে বাগমারা থানায় মামলাটি করেন।গতকাল বিকেলে এলাকাবাসী আশরাফুল হত্যার ঘটনায় প্রতিবাদ সভা করে আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ ও তাঁদের সহযোগীদের বিচার দাবি করেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে এই হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন। গতকাল দুপুরে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জলকপাট খুলে দিয়ে বিলটি উন্মুক্ত করেন। এর আগে গত সেপ্টেম্বরে রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরের সহকারী কমিশনার বিলটি উন্মুক্ত ঘোষণার জন্য রাজশাহীর পুলিশ সুপার ও বাগমারা থানার ওসি নির্দেশ দেন। তবে পুলিশ অজ্ঞাত কারণে ওই নির্দেশ পালন করেনি। গত বৃহস্পতিবার খয়রা বিলে এক জেলে খুন হওয়ার পর সেই নির্দেশ পালন করা হলো।বাগমারা থানার ওসি আবদুল হামিদ জানান, বিভিন্ন সমস্যা থাকায় এত দিন বিল উন্মুক্ত করা যায়নি।বৃহস্পতিবার বিকেলে খয়রা বিলের দখলদার আওয়ামী লীগের নেতা মকবুল হোসেনের পক্ষের ১০-১২ জন সশস্ত্র লোক জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আশরাফুল গুলিবিদ্ধ হন। সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘এবার বাগমারার খয়রা বিলে গুলি করে জেলে খুন’ শিরোনামে সংবাদ ছাপা হয়েছে।রংপুরের তারাগঞ্জের তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।অভিভাবক, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার ফি, কেন্দ্র ফি, সনদ, স্কাউট ও জাতীয় শিক্ষা সপ্তাহসহ সব মিলে বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ৭১০ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য এক হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণের জন্য দুই হাজার ৫০ টাকা করে ফি আদায় করছে। এ ছাড়া কলেজ কর্তৃপক্ষ বেতন ছাড়াও নানা ফি দেখিয়ে আরও এক হাজার থেকে দেড় হাজার টাকা প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী জানায়, ভর্তির সময় সেশন ফি দেওয়ার পরও ফরম পূরণের সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা নেওয়া হচ্ছে। আনছারুল ইসলাম নামের এক অভিভাবক জানান, তিনি দেড় হাজার টাকা বেশি ছেলের ফরম পূরণ করেন।
চিলির ‘মৃত্যুর কাফেলা’ বলে পরিচিত হত্যাযজ্ঞের মূল হোতা সাবেক জেনারেল অডলানিয়ার মেনা (৮৭) আত্মহত্যা করেছেন। গত শনিবার নিজের বাড়িতে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। কারাভোগে থাকা মেনা সাময়িক মুক্তি পেয়ে বাড়ি গিয়েছিলেন।জেনারেল মেনা চিলির সাবেক কুখ্যাত স্বৈরশাসক অগাস্তো পিনোশের আমলে গোয়েন্দা বিভাগের পরিচালক ছিলেন। ১৯৭৩ সালে ১০০ জনেরও বেশি সরকারবিরোধী নেতাকে হত্যার ঘটনা মৃত্যুর কাফেলা বলে পরিচিত। ওই অপরাধে জড়িত থাকায় মেনার ছয় বছর কারাদণ্ড হয়।মেনার আইনজীবী হোর্হে বালমাসেদা বলেন, মেনার কর্ডিলেরা কারাগার বন্ধ করার পরিকল্পনার কারণে তাঁকে আরেকটি কারাগারে স্থানান্তর করার কথা ছিল। এতে উদ্বিগ্ন ছিলেন তিনি। কর্ডিলেরা কারাগারে টেলিভিশন ও বাগানের সুবিধা পেয়েছিলেন তিনি। বিবিসি।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনকাঠামো নির্ধারণ এবং বিভিন্ন ক্যাডারের মধ্যে বেতনবৈষম্য দূর করতে দুটি আলাদা কমিশন গঠন করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, একটির নাম ‘পে-কমিশন’, যা হবে স্থায়ী। অপরটি ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’। কমিশন দুটি গঠন করা হবে আগামী নভেম্বরের মাঝামাঝি। একই সময়ে বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকের স্বতন্ত্র বেতনকাঠামোও চূড়ান্ত করা হবে।সচিবালয়ে গতকাল বুধবার বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী এসব কথা জানান।অর্থমন্ত্রী আরও জানান, পে-কমিশন এবং পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের চেয়ারম্যান হবেন একই ব্যক্তি। পে-কমিশন স্থায়ী হবে। তবে পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের মেয়াদ হবে ছয় মাস।বগুড়ার ধুনটে বিএনপি নেতার প্রায় ২৫ শতক জমির টমেটো গাছের গোড়া কেটে প্রায় দুই লাখ টাকা ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি গ্রামের আইয়ুব হোসেন চলতি মৌসুমে ৩৩ শতক জমিতে টমেটো চাষ করেছেন। ওই জমির টমেটো এখন বিক্রির উপযোগী হয়েছে। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত ওই খেতের ২৫ শতকের টমেটো গাছের গোড়া কেটে দিয়েছে। আইয়ুব হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটি ঘটতে পারে। তবে ঘটনার সঙ্গে যুক্ত কাউকে শনাক্ত করতে না পারায় থানায় জিডি করা হয়েছে। ধুনট থানার ওসি মোবারক হোসেন বলেন, বিষয়টি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বরগুনার আমতলী উপজেলায় অনুষ্ঠিত চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে স্থগিত করা হয়েছে। তবে গতকাল সোমবার সারা দেশের সঙ্গে এখানেও ‘ফলাফল’ প্রকাশ করেছে উপজেলা শিক্ষা কার্যালয়। এই ফলাফল ভুয়া বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়া গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অবর্তমানে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান ভুয়া ফলাফল তৈরি করে গতকাল বেলা ১২টার দিকে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে তাঁদের হাতে তা তুলে দেন। আর এই ফলাফল প্রকাশের পরপরই তিনি অফিস থেকে সটকে পড়েন বলে কর্মচারীরা জানান। এ খবর শুনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মহাপরিচালকের দপ্তর ও বরিশাল উপপরিচালকের দপ্তর থেকে এই উপজেলার ফলাফল প্রকাশে স্থগিতাদেশ পাওয়া গেছে। কীভাবে উপজেলা শিক্ষা কার্যালয় থেকে এটি প্রকাশ করা হলো, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আকতার ও আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের বিরুদ্ধে এই বছরের পিএসসি পরীক্ষার উত্তরপত্রের গোপন কোড নম্বর ফাঁসের অভিযোগ ওঠে। ফলাফল স্থগিতের দাবিতে গত বৃহস্পতিবার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকেরা উপজেলা শিক্ষা কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
ঋণের টাকা দিতে না পারায় রংপুরের পীরগাছা উপজেলায় লাইলী বেগম (৩০) নামের এক দোকানিকে মারধর করে দোকান থেকে নগদ অর্থসহ ৩০ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত লাইলী বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত ওই নারীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জামির উদ্দিনের স্ত্রী লাইলী বেগম স্থানীয় কান্দি বাজারে মুদি দোকানের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত জুন মাসে তিনি দোকানের মালামাল কেনার জন্য একই গ্রামের দাদন ব্যবসায়ী শাহ আলমের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। তিনি প্রতি মাসে তিন হাজার টাকা করে সুদ দিয়ে আসছিলেন। এক মাস আগে লাইলী আসল ২০ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দাদন ব্যবসায়ী শাহ আলম তাঁর লোকজন নিয়ে লাইলীর দোকানে গিয়ে ওই ১০ হাজার টাকা পরিশোধ করার জন্য চাপ দেন। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁরা লাইলীকে মারধর করে দোকানে থাকা ২০ হাজার টাকাসহ ৩০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যান। পরে আশপাশের লোকজন লাইলী বেগমকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।শাহ আলম পাওনা টাকার জন্য লাইলীকে মারধর করার কথা স্বীকার করেন। তবে মালামাল লুট করার কথা অস্বীকার করেন তিনি।টানা ১১ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বুধবার সকাল ছয়টা থেকে খুলনার সঙ্গে আবার সারা দেশের ট্রেন যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদায় একটি ট্রেনের দুটি ট্যাংকার ও একটি বগি লাইনচ্যুত হয়।চুয়াডাঙ্গা স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী থেকে খুলনায় যাওয়ার পথে ট্রেনের এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী, খুলনা-গোয়ালন্দ, খুলনা-পার্বতীপুর, খুলনা-চাঁপাইনবাবগঞ্জ ও খুলনা-সৈয়দপুর পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ১০টার দিকে রেলওয়ের প্রকৌশল শাখার কর্মকর্তা-কর্মচারী ও ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ সম্পন্ন করে। সকাল ছয়টা থেকে ট্রেন চলাচল শুরু হলেও সময়সূচির বিপর্যয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।পশ্চিমাঞ্চল রেলওয়ে প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী মো. খাইরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ছয়টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে সময়সূচির কিছুটা বিপর্যয় ঘটেছে।তিন দিন পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমের কাছ থেকে খোয়া যাওয়া ১৬টি গুলিভর্তি পিস্তল এখন পর্যন্ত উদ্ধার হয়নি।এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রেজাউল করিম বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন।সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান চলছে। বুধবার রাতে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে জেলা শহরের খেদন সর্দার মোড়ে মশাল মিছিল বের করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রেজাউল করিম ককটেলের আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় তাঁর কোমরে থাকা পিস্তলটি ছিনিয়ে নেয় হরতাল-সমর্থকেরা।পুরান ঢাকার নয়াবাজারসংলগ্ন হার্নি স্ট্রিটে অবস্থিত হাম্মাদিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান গত শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। হাম্মাদিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ফজলুর রহমান, মো. শাহজাহান, মো. আবুল কালাম আজাদ ও সাবেক শিক্ষক শাহজাহান খান। অনুষ্ঠানে আরও ছিলেন বিদ্যালয়ের সভাপতি ফজলুর রহমান, প্রধান উপদেষ্টা আলী আহম্মদ, ফরিদ কবির, মেজর জেনারেল আ ক ম আবদুর রহমান, মেজর জেনারেল শামসুল হক, মো. বাবুল, মো. সিদ্দিক চৌধুরী, মো. আসলাম, আনসার হোসেন, অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ভি ই লেলিন প্রমুখ। বিজ্ঞপ্তি।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে একটি নতুন যুগের সূচনার ব্যাপারে তিনি আশাবাদী। দৃশ্যত, সেই প্রত্যাশার তুলনায় অনেক বেশি কিছু অর্জন করেই গত শনিবার তেহরানে ফিরেছেন তিনি।রুহানি এবং তাঁর উপদেষ্টা ও দূতদের এখন আরও কঠিন দায়িত্ব পালন করতে হবে। কারণ, তাঁদের দেশ অনেকটা আকস্মিকভাবেই যুক্তরাষ্ট্রের অংশীদারে পরিণত হয়েছে। ফলে, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থার অবসানের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ঐতিহাসিক পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এ অবস্থায় রুহানি ও তাঁর সহযোগীদের জন্য নিজ দেশেই পরীক্ষার মুখোমুখি হতে হবে।যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গত কয়েক দিনের চমকপ্রদ কূটনৈতিক সূচনার পর রুহানি ও তাঁর সহযোগীদের এখন সঠিক পথে এগিয়ে যেতে হলে রাজনৈতিক সহযোগিতা নিতে হবে।ইরানের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা এখনো সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির হাতে। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি রুহানির ‘সাহসী নমনীয়তার’ প্রতি সমর্থন দিয়েছেন। আবার, রেভল্যুশনারি গার্ডকে সম্প্রতি রাজনীতি থেকে দূরে থাকার মতো বিরল নির্দেশও দিয়েছেন খামেনি। তাই সর্বোচ্চ নীতিনির্ধারকের সমর্থন নিয়ে রুহানি এবার পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থার ইতি টানতে সক্ষম হবেন বলেই মনে হচ্ছে। তবে খামেনি দেশে বিভক্তি তৈরির সুযোগ দেবেন, এমনটা ভাবার কারণ নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে অতি ঘনিষ্ঠতার ব্যাপারে রেভল্যুশনারি গার্ড ও কট্টরপন্থীদের আপত্তি নিশ্চয়ই তিনি ভুলে যাবেন না।যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক বিরোধ চলছে তিন দশকেরও বেশি সময় ধরে। নতুন করে সম্পর্ক গড়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রও নানা দিক খতিয়ে দেখবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার অপ্রত্যাশিতভাবে রুহানির সঙ্গে টেলিফোনে ১৫ মিনিট আলাপ করেছেন। ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি আলাপের ঘটনা এটিই প্রথম। দুই দেশের সম্পর্কে এই চমকপ্রদ পরিবর্তনে ইরানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তেহরানের বিমানবন্দরে ফেরার পর রুহানির সমর্থকেরা তাঁকে ‘শান্তির উদ্যোক্তা’ লেখা প্ল্যাকার্ড দেখিয়ে স্বাগত জানালেও বিরোধীরা তাঁর বিরুদ্ধে অবমাননাকর স্লোগান দেয় এবং ‘আমেরিকা নিপাত যাক’ ধ্বনি দেয়।সচিবালয়ে গতকাল বুধবার সরকারবিরোধী একটি প্রচারপত্র বিতরণ করা হয়েছে। ‘দেশপ্রেমিক কর্মচারীবৃন্দ’ নামে কে বা কারা এটি প্রচার করছে। ওই প্রচারপত্রে কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সচিবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে তাঁদের ‘অন্যায়’ আদেশ প্রতিপালনে অস্বীকার করার আহ্বান জানানো হয়।জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।অবরোধের কারণে তিন দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে।স্থলবন্দরের ব্যবস্থাপক কাজী আল তারেক জানান, ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের কারণে গত মঙ্গলবার থেকে এই বন্দর দিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই কর্মসূচি শেষ হওয়ায় গতকাল সকাল থেকে পুরোদমে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাহিরুল ইসলাম জানান, বন্দরের উভয় পাশে পণ্যবাহী কয়েক শ ট্রাক আটকা পড়েছিল। গতকাল সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় পণ্যবাহী ট্রাকগুলো পুনরায় চলাচল করতে পারছে।আমিরুল করিম ধীলনচট্টগ্রাম বন্দরের জ্যেষ্ঠ ক্যামেরাম্যান আমিরুল করিম ধীলন (৪৮) গতকাল সোমবার ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী ও দুই ছেলে, পিতা-মাতা, ভাই-বোন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা আজ মঙ্গলবার বেলা ১১টায় বন্দর ভবন চত্বরে অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মনসুর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলাটি করেন।এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ওই তরুণী (২১) বাড়ির বাইরে বের হলে একই গ্রামের ছয় সন্তানের জনক মনসুর আলী তাঁকে ধর্ষণ করেন। কথা বলতে না পারায় মেয়েটির বাবা-মা বিষয়টি বুঝতে পারেননি। সম্প্রতি শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ওই তরুণীকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় ওই তরুণী অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়ার পর তাঁর বাবা-মা ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এরপর মেয়েটির বাবা-মা ২০ সেপ্টেম্বর বিষয়টি গ্রামবাসীকে জানান। ২৫ সেপ্টেম্বর সালিস বৈঠক ডাকা হয়। বৈঠকে ঘটনাটির মীমাংসা না হওয়ায় গত শনিবার মেয়েটির বাবা তারাগঞ্জ থানায় মামলা করেন।স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামবাসী দুই পক্ষকে নিয়ে বিষয়টির সমাধান করতে চেয়েছিলেন। বৈঠকে মনসুর তাঁর দোষ স্বীকার করলেও মেয়েটিকে বিয়ে করতে রাজি হননি। মামলা হওয়ার পর মনসুর গ্রাম থেকে পালিয়ে গেছেন।রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ সরকারি করার দাবিতে গতকাল বুধবার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি সঞ্চারকলিপি পাঠানো হয়েছে।শিক্ষক-শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ আবদুল হালিম তালুকদার, শিক্ষক আবু মুসা বিশ্বাস, আউয়াল আনোয়ার, সৌমেন দাস প্রমুখ। দুপুর ১২টা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন।পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি দেওয়া হয়। অধ্যক্ষ বলেন, ১৯৯২ সালের উপনির্বাচন ও ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের সময় গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠে নির্বাচনী জনসভায় কলেজটি সরকারি করা হবে বলে বর্তমান প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন।পাবনার সুজানগর উপজেলার হুদারপাড়া গ্রামের আবেদ আলীর স্ত্রী রেহেনা খাতুন মাটি খুঁড়তে গিয়ে ব্রিটিশ আমলের ৫২টি রৌপ্য মুদ্রা পেয়েছেন। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। গতকাল শুক্রবার সকালে পুলিশ আবেদ আলীর বাড়িতে এসে মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। তিনি জানান, মুদ্রাগুলো ১৮৪২, ১৮৬৭ ও ১৮৬৮ সালের। এগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।  পাবনা অফিসমোহাম্মদ সুলতানভাষা আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলনকারীদের একজন ছিলেন তিনি। আজীবন সাম্যবাদী রাজনীতি করেছেন মোহাম্মদ সুলতান। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা-সভাপতি। ১৯৫৩ সালে তাঁর পুঁথিপত্র প্রকাশনী থেকে একুশের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি।কে এম সোবহানসুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কে এম সোবহানের আজ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার, বিচার বিভাগের স্বাধীনতার জন্য তিনি কাজ করে গেছেন। বিজ্ঞপ্তি।আবদুর রাজ্জাক খানবাংলাদেশ স্কাউটসের পরিচালক কে এম সাইদুজ্জামানের বাবা আবদুর রাজ্জাক খানের নবম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি গালিমপুরে আ. রাজ্জাক খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
পাকিস্তানের পেশোয়ারের একটি বিপণিকেন্দ্রে গতকাল রোববার জোড়া বোমা হামলায় ৩৩ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছে। ঠিক এর আগের রোববারেই শহরের একটি গির্জার বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন নিহত হয়।স্থানীয় সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা সাহেবজাদা মোহাম্মদ আনিস বলেন, ‘কিচ্ছা কাহানি’ নামে ওই বিপণিকেন্দ্রে বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়। শহরের লেডি রিডিং হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করে।সকালে এ হামলার পর কমপক্ষে আটটি দোকানে এবং সেখানে থাকা কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। জোড়া হামলার প্রথম হামলাটি তুলনামূলক কম শক্তিশালী ছিল এবং এটি ছিল গ্রেনেডজাতীয় বোমা। তবে দ্বিতীয় বোমাটি ছিল খুব শক্তিশালী ও ধ্বংসাত্মক।বোমা বিনষ্টকারী দলের বিশেষজ্ঞ শাফকাত মালিকের মতে, বড় বোমাটিতে ২০০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। কাছেই পার্ক করা একটি গাড়িতে তা রাখা হয়েছিল। তিনি আরও বলেন, বোমাটি দূরনিয়ন্ত্রিত ছিল।প্রাদেশিক তথ্যমন্ত্রী শওকাত ইউসুফজাই বলেছেন, দুটি বোমা হামলার মূল লক্ষ্য ছিল পেশোয়ারের পুলিশ স্টেশন। তবে স্থানীয় পুলিশ কর্মকর্তারা বিশ্বাস করছেন না যে থানা ওই হামলার লক্ষ্য ছিল। এএফপি।ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত থেকে গতকাল বুধবার এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই ব্যক্তির নাম পটল মিয়া (৩০)। তিনি মহেশপুরের কুসুমপুর গ্রামের হবিবর রহমান মণ্ডলের ছেলে।এলাকাবাসী জানায়, পটল মিয়া গরু ব্যবসায়ী। গতকাল সকালে ভারতের টঙ্গিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেছেন।বিজিবি কুসুমপুর কোম্পানি কমান্ডার আবদুল কাদের জানান, পটল মিয়া সকাল সাড়ে আটটার দিকে গরু আনার জন্য ভারতে ঢোকার চেষ্টা করেন। এ সময় টঙ্গিপাড়া সীমান্তের কাছ থেকে বিএসএফের টহল দল তাঁকে আটক করে। তাঁকে ফিরে পাওয়ার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।গাইবান্ধার গোবিন্দগঞ্জের মীরকুচি মদনতাইর গ্রামে বৃহস্পতিবার রাতে ফাতেমা বেগম (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ফাতেমা ওই গ্রামের মোকছেদ আলীর স্ত্রী ছিলেন। এ ঘটনায় নিহতের চাচা মোশারফ হোসেন বাদী হয়ে মোকছেদসহ ছয়জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। এজাহার থেকে জানা যায়, যৌতুকের দাবিতে ফাতেমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁর ওপর নির্যাতন চালান। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে গলা টিপে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়।  গাইবান্ধা প্রতিনিধিআজ ৩১ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—লাল, আকাশি, ধূসর। শুভ রত্ন—কাটরুবি, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা বেন কিংসলি, গায়ক মো. রফিকুল আলম, হাবিবুল্লাহ সিরাজী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে)ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বর্থে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে-২১ জুন)পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই)ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় হবে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মিডিয়াকর্মীদের কেউ কেউ চমকপ্রদ সংবাদ পরিবেশন করে দর্শক-শ্রোতার মাঝে সাড়া ফেলতে সক্ষম হবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। ফেসবুকে কারও সঙ্গে মত বিনিময় করতে গিয়ে মন দেওয়া-নেওয়ার সূচনা হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বরবিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। ব্যবসায়িক লেনদেনে স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উৎসাহী করতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া কারও কারও মনকে নাড়া দিতে পারে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশীল হন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
যুবলীগের দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সমেঞ্চলন গত শনিবার স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলন থেকে রাত সাড়ে আটটার দিকে শাহারিয়ার ইফতেখার আলম চৌধুরীকে সভাপতি ও আমিরুল মোমেনিনকে সাধারণ সম্পাদক করে যুবলীগের উপজেলা শাখার ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম।সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। বক্তব্য দেন আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, যুবলীগের জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ২৭-২৯ অক্টোবরের হরতালে সহিংসতার ঘটনায় বরগুনা, দিনাজপুর, লালমনিরহাট ও বগুড়ার ধুনটে দুই সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে ১০টি মামলা করা হয়েছে।বরগুনা: সোমবার হরতাল চলাকালে জেলার আমতলী, তালতলী, বগী, পাথরঘাটা, কাকচিড়া ও মোকামিয়ায় হরতাল-সমর্থকদের সঙ্গে হরতালবিরোধীদের সংঘর্ষে উভয় পক্ষের ৩৯ জন নেতা-কর্মী আহত হন। এ সময় আমতলী, তালতলীসহ জেলার বিভিন্ন স্থানে ২১টি মোটরসাইকেল ও একটি নছিমনে অগ্নিসংযোগ করেন হরতালকারীরা।এ ছাড়া রোববার সকালে বামনার খোলপটুয়া এলাকায় শিবিরের কর্মীরা বেধড়ক পিটিয়ে এএসআইসহ পুলিশের ছয় সদস্যকে গুরুতর আহত করেন। এসব ঘটনায় জেলার আমতলী, পাথরঘাটা ও বামনা থানায় পাঁচটি মামলা করে পুলিশ। এতে বিএনপি-জামায়াতের মোট ৪৪৩ নেতা-কর্মী ছাড়াও অজ্ঞাত আরও প্রায় ৫৫০ জনকে আসামি করা হয়।দিনাজপুর: মঙ্গলবার বিরল উপজেলায় আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী সরকার বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে গতকাল বুধবার মামলা করেন।এই মামলার আসামি হিসেবে বিএনপির আখতার হোসেন (৪৫), আতাউর রহমান (৪৫) ও ফরহাদ আলীকে (১৮) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর কথা জানিয়েছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম।লালমনিরহাট: সহিংসতার অভিযোগে তিনটি পৃথক মামলা হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৬৪ জনের নাম-পরিচয় উল্লেখ করে ৩৪৪ জনকে আসামি করা হয়েছে।হরতালের প্রথম দিন সকালে জেলা শহরের থানা রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আসাদুল হাবিবকে হুকুমের আসামি করে ৬১ জনের বিরুদ্ধে মামলাটি করেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. হাফেজ উদ্দিন (৫২)। এদিন বিকেলে সদর উপজেলার হারাটি ইউনিয়নের ওকড়াবাড়ি বাজারে মোটরসাইকেল ভাঙচুর, ৬৫ হাজার টাকা ও মোবাইল সেট কেড়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার মামলা করেন আটবিল দর্পনষ্কর গ্রামের মাহাতাব আলী সরকারের ছেলে এরশাদুল হক সরকার। এ মামলায় ২১১ জনকে আসামি করা হয়।হরতালের দ্বিতীয় দিন দুপুরে শহরের কলেজ বাজারে মমিন ডেকোরেটরে হামলা, ভাঙচুর ও ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং দোকানমালিককে মারপিট করে আহত করার অভিযোগে দোকানমালিক যুবলীগের কর্মী মমিনুল ইসলাম বাদী হয়ে ওই রাতে সদর থানায় মামলা করেন। এ মামলায়ও আসাদুল হাবিব দুলুকে হুকুমের আসামি করে ৭২ জনের বিরুদ্ধে মামলা করা হয়।ধুনট (বগুড়া): ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৪২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।মঙ্গলবার রাতে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবদুল মজিদ বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলমসহ ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করেন।শতাব্দী ওয়াদুদ, সমাপ্তি আর অদিতি—তাঁরা তিন ভাই। তাঁরা তিনজনই যুক্ত আছেন অভিনয়ের সঙ্গে। এত দিন অভিনয় করেছেন আলাদা নাটকে। এবার তিনজনকেই পাওয়া গেল একই নাটকে। ধারাবাহিক নাটকটির নাম ডিবি। প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। শতাব্দী বলেন, ‘পুরো ব্যাপারটি আমাদের জন্য দারুণ মজার। আমি তো মঞ্চ থেকে অভিনয় শুরু করেছি। এরপর টিভিতে অভিনয় করছি। চলচ্চিত্রেও অভিনয় করছি। কিন্তু আমরা তিন ভাই একসঙ্গে কোনো নাটকে কিংবা চলচ্চিত্রে অভিনয় করিনি। এবার হঠাৎ করে সুযোগটা পেয়ে গেলাম। আসলে গল্পটাই সে রকম। গল্পের কারণেই আমরা একসঙ্গে অভিনয় করছি।’ডিবি ধারাবাহিক নাটকটি পরিচালনা করছেন শহীদুজ্জামান সেলিম।ভোটকেন্দ্রে যেতে ঠাকুরগাঁওয়ের সংখ্যালঘুদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে একই সময়ে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও কান্দরপাড়ার চার সংখ্যালঘু পরিবারের ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সংখ্যালঘুদের মনে ভীতি ছড়িয়ে তাদের ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতেই দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।এলাকাবাসী জানান, গত শনিবার দিবাগত রাত একটার দিকে ১০-১২ জনের একটি দল ভাতগাঁও কান্দরপাড়ায় পাশাপাশি বসবাসকারী সুরেশ চন্দ্র রায়, ভোটারু রায়, ভারত চন্দ্র ও ধনপতি রায়ের বাড়ির বাইরের ধানের পালায় আগুন দেয়। আগুন দেখে গ্রামবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুনে চারটি পরিবারেরই ধানের পালা, খড় ও খড় রাখার ঘর সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।এলাকাবাসী আরও জানান, ভাতগাঁও কান্দরপাড়াটি সংখ্যালঘু অধ্যুষিত একটি গ্রাম। এখানে বসবাসকারী সাড়ে ৪০০ পরিবারের মধ্যে সবাই হিন্দু।গ্রামের বাসিন্দা সত্যেন রায় বলেন, ‘সামনে ভোট। আমরা যেন ভোটকেন্দ্রে না যাই, সে জন্যই ভয় দেখাতে আমাদের ধানের পালায় আগুন দিয়ে পরোক্ষভাবে হুমকি দেওয়া হয়েছে।’সুরেশ চন্দ্র রায় বলেন, পরিকল্পিতভাবে একই সময়ে চারটি বাড়ির ধানের পালায় আগুন দেওয়া হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ রায় বলেন, বসতবাড়িতে আগুন, হুমকি ও মারধর করে ভোটারের মনে ভীতি সৃষ্টির চেষ্টা চলছে। একই উদ্দেশ্যে সংখ্যালঘুদের ধানের পালায় আগুন দিয়েছে নির্বাচনবিরোধীরা।পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
ভারতের মুম্বাইয়ে ভবনধসের ঘটনায় উদ্ধারকাজ গতকাল রোববার সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে গতকাল সকালে আরও আটজনের লাশ উদ্ধার করার মধ্য দিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৬১-তে উঠেছে।উদ্ধারকর্মীরা ৩৩ জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। এর মধ্যে অনেকে গুরুতর আহত হয়েছেন। ছয় ঘণ্টা ব্যাপক চেষ্টার পর শনিবার ৫০ বছর বয়স্ক এক ব্যক্তিকে সর্বশেষ জীবিত উদ্ধার করা হয়। দুর্যোগ মোকাবিলা বাহিনীর স্থানীয় কমান্ডার অলোক আওয়াস্থি বলেন, ভবনটির সব বাসিন্দার হিসাব পাওয়া যাওয়ায় অভিযান শেষ করা হয়েছে।গত শুক্রবার নগরের মাজগাঁও এলাকায় অবস্থিত ভবনটি ধসে পড়ে। এর কারণ এখনো জানা যায়নি। বৃহত্তর মুম্বাই পৌর করপোরেশনে কাজ করা ২০ জন কর্মীর পরিবার সেখানে বাস করত।মুম্বাইয়ে শুধু গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পাঁচটি ভবন ধসের ঘটনায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়। অনেক ক্ষেত্রেই নিম্নমানের কাজের জন্য ধসের ঘটনা ঘটেছে। মুম্বাইয়ে জমির দাম ও ভাড়া খুব বেশি হওয়ায় বহু মানুষ জরাজীর্ণ ভবনে বাস করতে বাধ্য হন। বিবিসি ও এনডিটিভি।সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে ১৪টি দোকানে ডাকাতি হয়েছে। মুখোশ পরা ডাকাত দল এ সময় ওই সব দোকান থেকে প্রায় ১২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। গতকাল বুধবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।আটক ব্যক্তিরা হলেন তালার তেঁতুলিয়া বাজারের নৈশপ্রহরীর কাজে নিয়োজিত তেঁতুলিয়া গ্রামের রজব আলী, আমের আলী, ইদ্রিস সরদার, আবদুল আজিজ ও আজহারুল ইসলাম।ইদ্রিস সরদার জানান, ২০ থেকে ২২ জন ডাকাত বুধবার ভোর রাতে বাজারে ডাকাতি করতে এসে তাঁদের পাঁচজনকে বেঁধে রাখে। এরপর ডাকাতেরা বিভিন্ন দোকানের তালা খুলে ও ভেঙে লুটপাট করে চলে যায়। ওই সময় তারা মুখোশ পরা ছিল।সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, আটক ব্যক্তিদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।কেটি হোমসের ওপর দিয়ে কী ঝড় গেছে, সেটা তিনি ভালো উপলব্ধি করতে পারছেন। একই রকম অভিজ্ঞতা যে হয়েছিল তাঁরও। হোমসের কারণেই তাঁর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল টম ক্রুজের। ক্রুজের সঙ্গে বিচ্ছেদের ওপর কঠিন সময়টাতেই ২০০২ সালে সেরা অভিনেত্রীর অস্কারও জিতেছিলেন নিকোল কিডম্যান।কিডম্যান জানালেন, তার পরও কী ভীষণ শূন্যতার মধ্যে দিয়ে কেটেছে তাঁর প্রতিটা মুহূর্ত। ‘পেশাদার জীবনে সাফল্য পাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার ব্যক্তিগত জীবন ছিল ঝড়ের মধ্যে। বিচ্ছেদ আপনার জীবনে এনে দেবে বিরাট শূন্যতা।’ বলেন কিডম্যান। পিটিআই।শৌখিন বাগান বা টব থেকে অর্কিড ঢুকে পড়বে জীবনযাত্রায়ও। না, অর্কিড ছাপের পোশাক বা অর্কিডের সৌরভযুক্ত সুগন্ধি ব্যবহারের কথা বলা হচ্ছে না। রংটার কথাই ধরছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্যানটোন জানিয়েছে, ২০১৪ সালের রং হলো অর্কিড অর্থাৎ গোলাপি-বেগুনির মিশেলে মিষ্টি সেই রংটা। প্রিন্ট, কাপড়, প্লাস্টিক ইত্যাদিতে রং মেলানোর জন্য প্যানটোন প্রতিষ্ঠানের কালার ম্যাচিং সিস্টেমের খ্যাতি বিশ্বজোড়া। প্রতিবছরই তারা ঘোষণা করে, এ বছরের রং কী হতে পারে। সেই রংটার প্রতিফলন দেখা যেতে পারে পোশাক, অন্দরসাজ ইত্যাদিতে।এ তো গেল আন্তর্জাতিক অঙ্গনের কথা। আমাদের দেশের ডিজাইনাররা কী ভাবছেন এ নিয়ে। আন্তর্জাতিক ফ্যাশনে ঋতু ধরে নতুন ট্রেন্ড এলেও আমাদের দেশে এটি হয় উৎসবকেন্দ্রিক। দেখা যায়, ঈদ বা পহেলা বৈশাখে সবাই আনছেন তাঁদের সেরা সংগ্রহ। ঈদ কোন সময়ে পড়বে, তার ওপর ভিত্তি করেই ঠিক করা হয় রং, নকশা বা কাপড়টা কেমন হবে। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা মনে করেন, গত বছরের মতো এবারও ঈদের সময় গরম আবহাওয়াই থাকবে। তাই পোশাকে আরামটাই মুখ্য হয়ে উঠবে। হালকা, মিষ্টি রঙের প্রাধান্যই থাকবে। সে ক্ষেত্রে সাদা রঙের কথা না বললেই নয়। সাদার আবেদন তো সব সময়েই থাকে। তবে অনেকেই হয়তো সাদা রঙে নিজের ফ্যাশনটা ঠিকঠাক ফুটিয়ে তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাঁরা বেছে নেবেন নরম, মিষ্টি অন্য রংগুলো। ‘প্যাস্টেল’ গোত্রের রংগুলোই প্রাধান্য পাবে, এমন মত বিপ্লব সাহার।ফ্যাশন ডিজাইনার এমদাদ হক অবশ্য মত দিয়েছেন ‘শকিং’ রংগুলোর পক্ষে। উজ্জ্বল নীল, লাল এই রংগুলোর চল থাকবে বলে তিনি জানান। লালের নানা রকম শেডের পোশাক দেখা যাবে। আরও দুটি রং চোখে পড়বে, তা হলো, ফিরোজা আর গোলাপি। গরমে ‘শকিং’ অর্থাৎ অনেক বেশি উজ্জ্বল, চোখ ধাঁধানো রংগুলো দেখা যাবে। হালকা রংগুলোও পরবেন অনেকে। সে ক্ষেত্রে চড়া কোনো রঙের সরু বর্ডার, লেসের ব্যবহার দেখা যাবে পোশাকে। কন্ট্রাস্ট বা বৈপরীত্যের ধারণা থাকবে পোশাকে। ‘এখন হাফ-হাফ শাড়ি অর্থাৎ পাড়-আঁচল একরঙা, জমিনটা অন্য রঙা, এমন শাড়ি খুব চলছে। চওড়া পাড় দেখা যাবে আগামী বছরের শাড়িতে। কুর্তা বা কামিজ লম্বা, ঢিলেঢালা হবে। ডিভাইডারের চল আসবে।’ বললেন এমদাদ হক। এসবের পাশাপাশি খুব চলবে লেসের ব্যবহার।সাজটা যেমনরূপবিশেষজ্ঞ আফরোজা কামাল জানান সামনের বছরটায় সাজের খুঁটিনাটি। ‘চোখের সাজটা কিছুদিন আগে খুব প্রাধান্য পেত। এ বছর সেই জায়গা দখল করবে ঠোঁট। ঝলমলে, উজ্জ্বল নানা রঙের লিপস্টিকের ব্যবহার দেখা যাবে। যেমন বেগুনি, গোলাপি ও কমলা। এই শীতে অবশ্য একটু কালচে রংও চলবে। যেমন কফি, কালচে বাদামি, খুব গাঢ় লাল ইত্যাদি। আর এ ধরনের রং গ্লসি নয়, বরং ম্যাট ধাঁচের হলেই মানায়।’ বলেন আফরোজা।লিপস্টিকের সঙ্গে সামঞ্জস্য তৈরি করতে চোখে দেখা যাবে নিউট্রাল ভাব। অর্থাৎ বাদামি, ছাই ইত্যাদির ব্যবহার দেখা যাবে। তবে চোখের সাজটা চোখে পড়বে না মোটেই। ঠোঁটের চড়া রংটাকে ভারসাম্য দেবে, এমন সাজই চাই।পার্টি সাজের সঙ্গে উঁচু খোঁপা, একটু ফোলানো চুল দেখা যাবে। মেসি লুক অর্থাৎ চুলে এলোমেলো ভাব থাকবে। আর বেণির জনপ্রিয়তা তো গত বছর থেকেই চলছে। সেটা থাকবে ভবিষ্যতেও।চড়া, পরীক্ষামূলক ধাঁচের সাজ নয়; বরং কোমল, মিষ্টি লুকই ফুটে উঠবে এ বছরের সাজে।
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও নওয়াজ শরিফ গতকাল রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠক শুরুর আগে তাঁরা হাসিমুখে করমর্দন করেন।বৈঠকে গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের হামলায় ১২ ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি স্থান পায়। দুই নেতা সন্ত্রাসবাদ নির্মূলের উপায় নিয়ে আলোচনা করেন।এর আগে সাধারণ পরিষদের অধিবেশনে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে মনমোহন সিং পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূলের প্রসঙ্গটি উত্থাপন করেন।বৈঠকে দুই দেশই জানিয়েছে, তারা ভালো সম্পর্ক চায়। তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে এই অঞ্চলে জঙ্গিবাদের কেন্দ্রভূমি হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।চট্টগ্রামের মিরসরাই উপজেলার শিবিরের কর্মীরা গত মঙ্গলবার দিবাগত রাতে আবুল খায়ের নামে আওয়ামী লীগের একজন সমর্থকের বসতঘর পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে গত রোববার রাতে শিবিরের কর্মীরা তাঁর ছেলে রিপনসহ ছাত্রলীগের চার কর্মীকে কুপিয়ে ও রগ কেটে গুরুতর আহত করেন।গতকাল বুধবার উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক গ্রামে গিয়ে দেখা যায়, আবুল খায়েরের একটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।পুড়ে যাওয়া ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে।আবুল খায়েরের ছেলে আওয়ামী লীগের কর্মী মোহামঞ্চদ রফিকুল ইসলাম অভিযোগ করেন, গত রোববার তাঁদের দোকান ভাঙচুর ও তাঁর ভাই রিপনের ওপর হামলার পর থেকে শিবিরের কয়েকজন কর্মী তাঁদের বসতঘর পুড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। আতঙ্কে তাঁরা গত কয়েক দিন আশপাশের ধানখেতে রাত কাটিয়েছেন। গত মঙ্গলবার রাতেও তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। রাত প্রায় তিনটায় গ্রামের এক ব্যক্তি মুঠোফোনে তাঁদের খবর দেন, তাঁদের বসতঘরে শিবিরের কর্মীরা আগুন দিয়েছেন।অভিযোগ অস্বীকার করে উপজেলা শিবিরের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, শিবিরের কর্মীদের ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে ছাত্রলীগ এ কাজ করেছে।প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন ৬ ডিসেম্বর। এ উপলক্ষে ৬ ও ৭ ডিসেম্বর ‘তারেক মাসুদ উৎসব’ আয়োজন করেছে যৌথভাবে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উৎসব হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ জানান, দুই দিনের এই আয়োজনে বৈচিত্র্যময় নানা বিষয়ের সন্নিবেশ রাখা হয়েছে, যার মাধ্যমে তারেক মাসুদের সৃজনশীল কর্মজীবন ও তাঁর সৃষ্টিকে উদ্যাপন করা হবে।চিত্রশিল্পী এস এম সুলতানের ওপর তারেক মাসুদ তৈরি করেন তথ্যচিত্র আদম সুরত। ছবিটির ডিজিটাল রূপান্তরের বিশেষ প্রদর্শনী হবে উৎসবের প্রথম দিন। এবার থেকে প্রবর্তন করা হচ্ছে ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা’। এবারের বক্তৃতার বিষয় ‘সিনেমার জাতীয় পরিভাষা নির্ণয়ের আকাঙ্ক্ষা ও তারেক মাসুদের আদম সুরত। হবে তারেক মাসুদের লেখা চিত্রনাট্য ও গানের সংকলিত গ্রন্থ চলচ্চিত্র লেখা: চিত্রনাট্য ও গান বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।তারেক মাসুদের ওপর প্রসূন রহমান তৈরি করেছেন তথ্যচিত্র ফেরা। এই তথ্যচিত্রের ডিভিডির প্রকাশনা অনুষ্ঠান হবে উৎসবের দ্বিতীয় দিন। একই অনুষ্ঠানে হবে ছবিটির প্রদর্শনীও। সম্প্রতি আয়োজন করা হয় ‘তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’। উৎসবে এই প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া এবং নির্বাচিত ১০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। সেরা নির্মাতাকে দেওয়া হবে ‘তারেক মাসুদ ইয়ং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড’।গাইবান্ধার তিন উপজেলায় হরতাল-অবরোধের সময় কাটা তিন শতাধিক গাছের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এমনকি পুলিশের খাতায়ও গাছ উদ্ধারের কোনো তথ্য নেই। বরং পুলিশের সহায়তায় দুর্বৃত্তরা এসব গাছ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক পলাশবাড়ী উপজেলা শহরের এক কলেজ শিক্ষক জানান, সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুলিশের। কিন্তু তারা সড়ক পরিষ্কারের নামে টাকার বিনিময়ে এসব গাছ দুর্বৃত্তদের হাতে তুলে দিয়েছে। তবে পুলিশের দাবি, স্থানীয় দুর্বৃত্তরা গাছ লুটপাট করেছে।পরিবেশ আন্দোলন গাইবান্ধা শাখার সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, মানুষ ও যানবাহনের পাশাপাশি এখন রাজনৈতিক সহিংসতার শিকার হচ্ছে গাছ। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই অপতৎপরতার বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে দেশ গাছশূন্য হয়ে পড়বে।জানা গেছে, গত ২৫ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত হরতাল-অবরোধের কর্মসূচি চলাকালে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহর ও সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট, গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক ও সুন্দরগঞ্জ উপজেলা শহরসহ বিভিন্ন সড়কের পাশের গাছ নির্বিচারে নিধন করে। হরতাল-অবরোধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সড়কের ওপরে ফেলা গাছ লুটপাট হয়ে যায়। কাটা গাছ উদ্ধার করার দায়িত্ব পুলিশের। কিন্তু পলাশবাড়ী, সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ থানায় কাটা গাছ উদ্ধারের কোনো তথ্য নেই। এসব গাছ সড়ক ও জনপথ বিভাগ (সওজ), জেলা পরিষদ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের।পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বলেন, যেসব বিভাগের গাছ কাটা হয়েছে, সেসব বিভাগের লোকজন গাছ উদ্ধারের কোনো চেষ্টা বা মামলা পর্যন্তও করেননি। সওজের গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ‘গত এক মাসে সওজের প্রায় ১০০ গাছ কাটা হয়েছে। গাছ কাটার বিষয়টি সওজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানিয়েছি। মামলা করলে পুলিশই করবে।’জেলা পরিষদের প্রশাসক শামস-উল-আলম বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতাল-অবরোধ কর্মসূচির নামে নাশকতা চালাচ্ছেন। তাঁরা পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার জেলা পরিষদের দুই শতাধিক গাছ কেটেছেন। এসব গাছের মূল্য প্রায় ২২ লাখ টাকা।গাইবান্ধা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, সওজ এবং জেলা পরিষদের গাছ কাটার সময় বরেন্দ্র কর্তৃপক্ষের অর্ধশতাধিক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট গ্রামের ব্যবসায়ী মিলন মিয়া অভিযোগ করেন, ১৩ ডিসেম্বর ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খ.ম হাফিজের সহায়তায় স্থানীয় লোকজন অবরোধের সময় কেটে ফেলা কয়েকটি গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। এসআই হাফিজ এ অভিযোগ অস্বীকার করেছেন।পলাশবাড়ী থানার ওসি নাসির উদ্দিন জানান, পুলিশের সহায়তায় গাছ লুটপাটের অভিযোগ সঠিক নয়। মহাসড়ক ও সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে সড়কের পাশেই রাখা হয়। সেগুলো রাতে দুবৃর্ত্তরা নিয়ে যায়।পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শামীম আহমেদ বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী গাছ কাটে না। হরতাল-অবরোধের সুযোগে স্থানীয় দুষ্কৃতকারীরা গাছ কাটে, আবার তারাই বিক্রি করে।’
নীলফামারীতে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় গতকাল রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অবহিতকরণ সভা হয়েছে।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুন্নবী, জেলা মৎস্য কর্মকর্তা শাহ্ ইমাম জাফর ছাদেক, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন গত রোববার পুলিশ-বিএনপির সংঘর্ষের সময় ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক দিনকাল-এর নগরকান্দা উপজেলা প্রতিনিধি সাইফ হোসেন। সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় সাইফ হোসেনকেও আসামি করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় রোববার রাতেই নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বাদী হয়ে ১৪৬ জনকে আসামি করে থানায় ওই মামলা দায়ের করেন। সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) শামসুল হক বলেন, ‘সাইফ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে তিনি সাংবাদিক কি না, তা আমাদের জানা ছিল না।’ গুলিতে আহত সাইফ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।হলিউডের অ্যাকশন ছবি সারা বিশ্বে ভীষণ জনপ্রিয়। কিন্তু দেদার গোলাগুলি আর রক্তপাতের দৃশ্যগুলো ছোটদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রে মাঝেমধ্যেই বন্দুকধারীর গুলিতে এক বা একাধিক মানুষের নিহত হওয়ার ঘটনাও ঘটে চলেছে। এবার বিষয়টি নিয়ে সোচ্চার হলে বারাক ওবামা।মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘বন্দুকের সন্ত্রাসের বিষয়টি যখন আসে, আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা এটিকে গৌরবের সঙ্গে উপস্থাপন করছি না। কারণ, যে গল্প আপনারা বলছেন, সেটা আমাদের শিশুদের জীবন ও আচারে প্রভাব ফেলছে।’ড্রিমওয়ার্কসের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে আসা ওবামা বলেছেন, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী তাঁর সরকার কোনো নিয়মের শিকলে বেঁধে ফেলতে চায় না চলচ্চিত্রকে। তবে নির্মাতারাও যেন সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতার কথা ভুলে না যান। পিটিআই।রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের ভলগোগ্রাদ শহরে আবারও আত্মঘাতী হামলা হয়েছে। একটি ট্রলিবাসে (বিদ্যুতে চলা বাস) গতকাল সোমবার প্রচণ্ড বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ২০ জন আহত হয়। একই শহরের প্রধান রেলস্টেশনে আগের দিন আত্মঘাতী বিস্ফোরণে ১৭ জন প্রাণ হারিয়েছিল।ভলগোগ্রাদ শহরে এ বছরের আগে সাম্প্রতিক সময়ে কোন গোলযোগের নজির ছিল না। পর পর দুদিন চালানো হামলা দুটি গোটা দেশকে হতভম্ব করে দিয়েছে। ভলগোগ্রাদের অদূরে শোচি শহরে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শীতকালীন অলিম্পিক। এ অবস্থায় দফায় দফায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।রাশিয়ার সন্ত্রাসবিরোধী জাতীয় কমিটি জানায়, ট্রলিবাসে বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় সকাল সাড়ে আটটায়। সম্ভবত এটি ছিল বোমা হামলা। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য মেলেনি। তদন্ত কর্মকর্তারা গত রোববারের হামলার জন্য একজন নারী আত্মঘাতীকে সন্দেহ করলেও গতকালের হামলাকারী একজন পুরুষ ছিলেন বলেই ধারণা করছেন।গতকালের হামলার শিকার ট্রলিবাসটির সামনের অংশ ও ছাদ ছাড়া বাকি অংশ বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ ব্যাপারে বিশেষ অনুসন্ধান শুরু করেছে। তদন্ত কমিটির মুখপাত্র ভ্লাদিমির মারকিন বলেন, দুটি হামলার ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। উত্তর ককেশাস অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত কট্টর ইসলামপন্থীরা সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী হামলায় জড়িত বলে ধারণা করা হয়। চেচেনের বিদ্রোহী নেতা দকু উমারভ গত জুলাইয়ে অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, শীতকালীন অলিম্পিকের আসর ভন্ডুল করতে জঙ্গিরা ‘সর্বোচ্চ শক্তি’ কাজে লাগাচ্ছে। এএফপি ও বিবিসি।
সচেতন নাগরিক কমিটি—সনাক, জেলা প্রশাসন ও স্থানীয় উন্নয়ন সংগঠনগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। মেলার দ্বিতীয় দিন গতকাল রোববার বিকেল চারটায় অনুষ্ঠিত হয় জনগণের মুখোমুখি অনুষ্ঠান। জেলা প্রশাসক এ বি এম আজাদের নেতৃত্বে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ইউএনও মোস্তাফিজার রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এর আগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতাল চলাকালে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ের সামনে ও সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমবেশ করেছেন সাংবাদিকেরা। পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জিসহ নির্মল কুমার রক্ষিত, আবু জাফর খান, কাজল বরন দাস, জালাল আহমেদ, মুজাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা হরতালের নামে গণমাধ্যম কার্যালয় ও সাংবাদিকদের লক্ষ্য করে বোমা হামলা এবং গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানক থো প ক থ ন: বিদুষী আলারমেল ভাল্লি। ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ভরতনাট্যমের ওপর রয়েছে তাঁর বিশেষ দখল। পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননা পেয়েছেন তিনি। গতকাল শুক্রবার রাতে নৃত্য পরিবেশন করেন তিনি। এর আগে ঢাকার একটি হোটেলে কথা বলেন প্রথম আলোর সঙ্গেএবার বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে এসে...এ নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশে আমার আসা হলো। বাংলাদেশের মানুষ শিল্পের প্রতি দায়িত্বশীল। শিল্পকলার প্রতি এ দেশের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা সবই আছে। আমার মনে হয়, একটা কিছু আছে এখানকার বাতাসে। পৃথিবীর বিভিন্ন দেশে নৃত্য পরিবেশনের অভিজ্ঞতা আছে আমার। কিন্তু গত বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে নৃত্য পরিবেশন করে আমি দর্শক-শ্রোতার কাছ থেকে যে সাড়া ও অভিনন্দন পেয়েছি, এমন আর কোথাও হয়নি। তাই এবারের উৎসবেও খুব আশা নিয়ে এসেছি। যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে এ দেশের মানুষ সংগীতকে বোঝেন, তা সত্যিই অতুলনীয়।মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে...আমি এখনো ঠিকঠাকমতো রেওয়াজ করি। নিয়ম করে প্রতিদিন সকাল সাতটায় ঘুম থেকে উঠি। এরপরই শুরু হয় রেওয়াজ। আমার মনে হয়, নাচের বিষয়ে তরুণ সমাজের ব্যাপক আগ্রহ আছে। কিন্তু তারা ভালো গুরু পাচ্ছে না। নাচকে আমরা এখন অনেক পোশাকি করে ফেলেছি। কিন্তু আদতে নৃত্য হলো একেবারে আত্মার সঙ্গে সংশ্লিষ্ট।নৃত্যমুদ্রার ভেতর-বাহির...ওড়িশি ও ভরতনাট্যম আমার প্রিয়। নাচ তো আসলে কবিতার মতো—আমার এ রকমই মনে হয়। নাচের ভেতরে অনেক সূক্ষ্ম কাজ থাকে, অন্তরের ভেতরে ধারণ না করলে সেগুলোর প্রকাশ সম্ভব নয়। তবে আজকাল নাচের মধ্যে বাণিজ্যের বিষয়টি বেশ বড় হয়ে দেখা দিয়েছে।বাঙালির সঙ্গে যোগাযোগ...আমার খুব দুঃখ যে বাংলা ভাষায় কথা বলতে পারি না আমি। তবে এরপর বাংলাদেশে এলে কিছু বাংলা ভাষা শিখে আসব। আমি তো বৈবাহিক সূত্রে বাঙালি। আমার স্বামী বাঙালি। ওদের বাড়িতে বাংলা সংস্কৃতির প্রবাহ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমার খুব পছন্দের। বাংলা সংস্কৃতিকে খুবই সম্মান করি আমি।বাংলাদেশের নাচ সম্পর্কে ধারণা...কোনো বিষয় সম্পর্কে সম্যক না জেনে কথা বলা ঠিক নয়। যেহেতু বাংলাদেশের নাচ সম্পর্কে আমার জানাশোনা কম, তাই এ ব্যাপারে বেশি কথা না বলাই শ্রেয়।উৎসবের পরিবেশনা...এখনো ঠিক জানি না কী পরিবেশন করব। হয়তো বা সময়ই পরিবেশনা ঠিক করে দেবে।সাক্ষাৎকার নিয়েছেন: আলতাফ শাহনেওয়াজছবি তুলেছেন খালেদ সরকারপঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। মাঠ সরগরম করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মশাল প্রতীক নিয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতা জাসদের নাজমুল হক প্রধান ও লাঙ্গল প্রতীক নিয়ে জেলা জাতীয় পার্টির (জাপা) আবু সালেক।আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মজাহারুল হক প্রধান দলীয় নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।শীত উপেক্ষা করে এখানে প্রার্থীরা ভোর থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁরা ঘরোয়া উঠান বৈঠক থেকে সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগ করছেন। বসে নেই প্রার্থীদের সমর্থক ও আত্মীয়স্বজনেরাও। কিন্তু বড় দুটি দলের প্রার্থী না থাকায় ভোটারদের মধ্যে তেমন উত্তেজনা দেখা যাচ্ছে না।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মজাহারুল হক বলেন, ‘দলীয় সভানেত্রীর নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’এদিকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্রার্থী আবু সালেকের পক্ষে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে দেখা না গেলেও গ্রামাঞ্চলে এ দলের স্থানীয় পর্যায়ের অধিকাংশ নেতা-কর্মীকে জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হকের পক্ষে কাজ করতে দেখা গেছে। জাসদ প্রার্থী ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জাতির পিতা শেখ মুজিব’ ইত্যাদি স্লোগান নিয়ে প্রচারণা চালানোয় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁর পক্ষে বলে ভোটাররা জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্বাস আলী বলেন, ‘আমরা জাপার পক্ষে কাজ করছি।’প্রার্থী নাজমুল হক প্রধান বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করছি। এরশাদ হটাও আন্দোলন করেছি। ১৪ দলের মনোনয়ন পেয়ে ভোটের জন্য ভোটারদের কাছে যাচ্ছি। ভালো সাড়াও পাচ্ছি। আশা করি, আগামী নির্বাচনে জয়লাভ করে মহান জাতীয় সংসদে পঞ্চগড়-১ আসনের হয়ে প্রতিনিধিত্ব করব।’জাপার আবু সালেক বলেন, ‘আমি দীর্ঘদিন পল্লিবন্ধু এরশাদের আদর্শে রাজনীতি করছি। জাপার মনোনয়ন নিয়ে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছি। আশা করি, ৫ জানুয়ারির নির্বাচনে এখানকার ভোটাররা লাঙ্গলের পক্ষেই তাঁদের রায় দেবেন।’
পারমাণবিক ও প্রতিরক্ষা বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ওয়াশিংটন সফরের সময় গত শুক্রবার এসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।পাঁচ বছর আগে পারমাণবিক বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল ভারত ও যুক্তরাষ্ট্র। এর ফলে ভারত বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশের স্বীকৃতি পায়। তবে ভারতের পারমাণবিক দায়বদ্ধতা আইন নিয়ে বিরোধের জের ধরে বাণিজ্যিক পারমাণবিক চুক্তি বিলম্বিত হয়। ডন।ফরিদপুরে বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বঙ্গেশ্বরদী ঋষিপাড়া মন্দিরে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। কাত্যায়নী পূজার কয়েক দিন আগে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল।মন্দির কমিটির সভাপতি রত্না ঋষি জানান, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমার মাথা ভেঙে ফেলে এবং হাত-পায়ের ব্যাপক ক্ষতি করে। ভোরে তাঁর নাতনি উত্তরা মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা দেখতে পায়।এলাকার গোপাল ঋষি জানান, পাশ্ববর্তী ভাটদী বাজারে নৈশপ্রহরী রয়েছেন। তাঁরা মঙ্গলবার দিবাগত রাত তিনটা পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁরা চলে যাওয়ার পর দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। আগামী ৮ নভেম্বর থেকে চার দিনব্যাপী কাত্যায়নী পূজা হওয়ার কথা। পূজার নয় দিন আগে এমন ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিমা ভাঙার খবর শুনে গতকাল দুপুরে স্থানীয় সাংসদ মো. আবদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।ছয়টি প্রতিষ্ঠানের অধিভুক্তি বাতিলশর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের অধিভুক্তি বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজগুলো হলো বগুড়ার শিববাটির এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মহাস্থানগড়ের বগুড়া টিএইচ বিপিএড কলেজ, বগুড়া বিপিএড কলেজ, করতোয়া সড়ক, বগুড়া লাইব্রেরি সায়েন্স কলেজ, খুলনার টুটপাড়ার ইনস্টিটিউট অব লাইব্রেরি আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স (ইলাক্স) এবং চট্টগ্রামের মোমেন রোডের ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (ইলিস)।শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১৪৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তি।সৃজনশীল প্রশ্ন  অংশ-১প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইলো। আজ বাংলা ১ম পত্রের ‘ছুটি’ প্রবন্ধের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব।ছুটিমূলভাব: এই গল্পের মূলভাব হলো, বয়ঃসন্ধিকাল বা ১৩-১৪ বছর বয়সের সংবেদনশীলতা/স্পর্শকাতরতা। এই দিকটি প্রকাশের পাশাপাশি লেখক ফটিক চরিত্রের বেশ কিছু দিক সুস্পষ্টভাবে তুলে ধরেছেন।বয়ঃসন্ধিকালের সংবেদনশীলতা: শারীরিক ও মানসিক দিক থেকে বয়ঃসন্ধিকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৩-১৪ বছরের ছেলেমেয়েদের ‘বালাই’ বলেছেন। অর্থাৎ বয়ঃসন্ধিকালকে লেখক আপদ-বিপদ বা অকল্যাণকর বলে আখ্যায়িত করেছেন। কারণ, এ সময়টাতে হঠাৎ করে অধিক শারীরিক বৃদ্ধি ঘটে, যেটাকে অনেকেই কুশ্রী স্পর্ধা রূপে দেখে। তাছাড়া শৈশবের লালিত্য ও মিষ্টতা চলে যায় বলে এ বয়সটা অন্যের মনে স্নেহের উদ্রেক করে না। আর এদের কথামাত্রই প্রগলভতা অর্থাৎ অসংকোচে, নির্লজ্জভাবে, স্পষ্ট ভাষায় এরা কথা বলে। তাই এসব কারণে বয়ঃসন্ধিকাল অত্যন্ত স্পর্শকাতর বা সংবেদনশীল। আর এ সময় ছেলেমেয়েরা সবার কাছেই বেশি স্নেহ-ভালোবাসা চায়। কিন্তু অনেকেই এদের স্নেহ করতে সাহস দেখায় না, বরং নিষ্ঠুর, রুক্ষ, রূঢ় আচরণ করে। স্নেহ-বঞ্চিত হয়ে অযত্ন, অবহেলায় এরা সে সময় নিজেকে কোথাও খাপ খাওয়াতে পারে না। নিজের অস্তিত্ব নিয়ে সংশয়ে থাকে। এভাবে আস্তে আস্তে মানসিক চাপ বাড়তে থাকে এবং একসময় দেখা দেয় ফটিকের মতো অনাকাঙ্ক্ষিত কোনো এক দুর্ঘটনা।ফটিকের চারিত্রিক বৈশিষ্ট্য: ফটিক ছিল গ্রামের দুরন্ত, ডানপিটে এক কিশোর। খোলা মাঠে বোঁ বোঁ শব্দে ঢাউস ঘুড়ি উড়ানো, অকর্মণ্যভাবে ‘তাইরে নাইরে নাইরে না’ করে ঘুরে বেড়ানো, দিনের মধ্যে যখন-তখন নদীতে ঝাঁপিয়ে পড়ে গোসল করা, দলবল, উপদ্রব, স্বাধীনতা—এ সব কিছুই ছিল তার মধ্যে। প্রত্যুৎপন্নমতিতা ও নেতৃত্বের গুণাবলির কারণে সে ছিল বালকদের সরদার। সত্যবাদিতার কারণে মায়ের সামনেই ছোট ভাই মাখনকে মারতে দ্বিধা করেনি সে। নতুন কিছুর প্রতি দুর্বার কৌতূহলের কারণে সে কলকাতায় আসার জন্য মরিয়া ছিল। আর সে জন্য তার অত্যন্ত প্রিয় ছিপ, ঘুড়ি, লাটাই স্বত্ব ত্যাগ করে মাখনকে পুত্র-পৌত্রাদিক্রমে ভোগদখলের অধিকার দিতে দ্বিধা করেনি সে। তাছাড়া মাতৃভক্তি, ভ্রাতৃপ্রেম, বন্ধুবাৎসল্য তো ছিলই। ফটিক চরিত্রের আকর্ষণীয় দিকটি হলো, তার আত্মসম্মানবোধ। কলকাতায় এসেই যখন সে বুঝল মামির স্নেহহীন চোখে সে দুর্গ্রহের (যাকে বহু কষ্টে গ্রহণ করা হয়) মতো, তখন থেকেই মামি কোনো কাজ করতে বললে সে তার চেয়ে বেশি করত। কিন্তু মামি তাতেও সন্তুষ্ট হতো না বরং ফটিকের প্রতি ব্যঙ্গ-বিদ্রূপ করত। বই হারানোর পর মামির কাছে বই কিনতে চাইলে মামির কটাক্ষে সে বুঝতে পারে, সে পরের পয়সা নষ্ট করছে। আর তখনই সে নিজের হীনতা ও দীনতার কারণে মাটির সঙ্গে মিশে যায়। ফটিক জ্বরে আক্রান্ত হলে মামিকে বাড়তি কোনো জ্বালাতন করতে চায়নি। তাই তো সে পালিয়ে মায়ের কাছে গ্রামে রওনা দেয়।ফটিকের করুণ পরিণতির কারণ: গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা ফটিক পড়াশোনার জন্য শহরে এসে করুণ পরিণতি লাভ করে অজানার দেশে পাড়ি জমায়। বেশ কিছু ঘটনা ও প্রসঙ্গ ফটিকের এ করুণ পরিণতির সঙ্গে জড়িত। এর মধ্যে অন্যতম হলো মামির স্নেহহীনতা। নিজের তিন ছেলে ও স্বামী-সংসারের মধ্যে ফটিকের আগমন ভালোভাবে গ্রহণ করেনি মামি। স্নেহকাতর ফটিক সামান্য স্নেহের জন্য মামির প্রয়োজনের তুলনায় বেশি কাজ করত। কিন্তু মামি তাতেও সন্তুষ্ট হতো না, বরং ফটিকের প্রতি ব্যঙ্গ-বিদ্রূপ করত। মামির এ গুণটির যথার্থ উত্তরাধিকারী ছিল তার তিন ছেলে অর্থাৎ ফটিকের মামাতো ভাইয়েরা। স্কুলে ফটিকের সঙ্গে তারা সম্পর্ক স্বীকার করতে লজ্জাবোধ করত এবং ফটিকের অপমানে অন্যদের চেয়ে বেশি আনন্দিত হতো। এদিকে মামির স্নেহহীনতা ও মামাতো ভাইদের অসৌজন্যমূলক আচরণে ফটিক মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। তাই সে পড়াশোনায় অমনোযোগী হয়, বই হারিয়ে ফেলে। শিক্ষক এ ক্ষেত্রে ফটিকের মানসিক অবস্থা বুঝতে পারলে হয়তো পরিণতি অন্যরকম হতো।অন্য যে বিষয়টি ফটিকের করুণ পরিণতির জন্য বেশি দায়ী তা হলো, শহরের ইট-কাঠ-পাথরের বদ্ধ পরিবেশ। গৃহের আরোপিত পরিবেশ বা শহরের জীবনযাত্রা মোটেও ফটিকের জন্য অনুকূল ছিল না। অবারিত মাঠঘাট, নদীনালা আর মাটির সোঁদা গন্ধে বেড়ে ওঠা ফটিকের জন্য মামির বাসা ছিল নরকতুল্য। চার দেয়ালের মধ্যে আটকা পড়ে কেবলই তার গ্রামের কথা মনে পড়ত। স্কুলেও একই অবস্থা । মোট কথা, স্নেহহীন প্রতিকূল পরিবেশে পড়ে ক্রমাগত ফটিকের মানসিক চাপ বাড়তে থাকে। একদিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে মায়ের কাছে গ্রামে রওনা দেয়। বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পুলিশের সহায়তায় মামার বাড়িতেই আবার ফিরে আসে। জ্বরের ঘোরের মধ্যে সে খালাসিদের মতো ‘এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না’ করে জীবনের তল খুঁজতে চায়। কিন্তু অতল জীবনের গহিন অন্ধকারে সে চিরদিনের মতো ছুটি নিয়ে হারিয়ে যায়।সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকাপরবর্তী অংশ ছাপা হবে আগামীকালখ্রিষ্টীয় নববর্ষকে ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। নববর্ষের প্রথম প্রহরে নগরবাসীকে ঘরের বাইরে বের না হতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। গুলশান, বনানী, বারিধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতিরঝিল এলাকায় চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।গতকাল সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে খ্রিষ্টীয় নববর্ষের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিন অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, ইব্রাহিম ফাতেমী ও শেখ মুহম্মদ মারুফ হাসান।কমিশনার বলেন, ‘কেউ উন্মুক্ত স্থানে সমবেত হবেন না। চার দেয়ালের মধ্যে নিজস্ব পরিবেশে উৎসব করেন।’ তিনি বলেন, ‘সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন করতে পারে সে জন্য পুলিশ তৎপর। নিরাপত্তাকে যেন আমরা (নগরবাসী) বিরক্তিকর বিষয় হিসেবে না দেখি। পুলিশ যাদের নিরাপত্তা দেবে তাদের সহায়তা পাওয়া না গেলে ফুলপ্রুফ নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়ে।’কমিশনার বলেন, ‘নববর্ষের প্রথম প্রহরে দ্রুত গাড়ি চালনা, মাতাল হয়ে গাড়ি চালনা কেউ করবেন না বলে আশা করি। কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে।’পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশান, বনানী, বারিধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতিরঝিল এলাকায় চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এসব এলাকার বাসিন্দাদের রাত আটটার মধ্যে বাসায় ফিরতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীদের পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে। রাত আটটার পর হাতিরঝিলে কাউকে ঢুকতে দেবে না পুলিশ।
আগামী ৫ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান আলী জানান, ৬-১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এক লাখ ক্যাপসুল ও এক বছর থেকে পাঁচ বছর বয়সের শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ১০১টি কেন্দ্রে প্রায় ১১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিকনকা গ্লোবাল ডিস্ট্রিবিউটর কনফারেন্স সম্প্রতি চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশে কনকার একমাত্র পরিবেশক ইলেকট্রো মার্ট লিংকে ‘গ্লোবাল মোস্ট ভ্যালুয়েবল ডিস্ট্রিবিউটর’ পুরস্কারে ভূষিত করা হয়। বাংলাদেশে কনকার পণ্যের বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইলেকট্রো মার্টের পরিচালক মো. নুরুল আফসারের হাতে এ পুরস্কার তুলে দেন হংকং কনকার চেয়ারম্যান মাইকেল চ্যাংডং। এ সময় উপস্থিত ছিলেন কনকা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড সেক্রেটারি জেমস শ এবং এশিয়া প্যাসিফিক বিজনেস বিভাগের জেনারেল ম্যানেজার রিচার্ড জু। বিজ্ঞপ্তি।বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১০প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।পদ প্রকরণ৫. চাল, চিনি, কাঠ, পানি—এগুলো কোন ধরনের বিশেষ্য?ক. ব্যক্তিবাচক খ. জাতিবাচক গ. বস্তুবাচক ঘ. সমষ্টিবাচকসঠিক উত্তর: গ. বস্তুবাচক৬. সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহূত হয়েছে কোনটিতে?ক. কালো কালো চেহারা খ. কবি কবি ভাবগ. রাশি রাশি ধন ঘ. গরম গরম জিলাপিসঠিক উত্তর: ক. কালো কালো চেহারা৭. ‘ধিক তারে, শত ধিক, নির্লজ্জ যে জন’—এ বাক্যে ‘শত ধিক’ কোন বিশেষণের উদাহরণ?ক. ক্রিয়া বিশেষণ খ. বাক্যের বিশেষণগ. অব্যয়ের বিশেষণ ঘ. বিশেষণীয় বিশেষণসঠিক উত্তর: গ. অব্যয়ের বিশেষণ৮. ক্রিয়ার ভাব কত প্রকার?ক. প্রকারবিহীন খ. দুই প্রকার গ. তিন প্রকার ঘ. চার প্রকারসঠিক উত্তর: ঘ. চার প্রকার।৯. কোন বাক্যটিতে সমধাতুর কর্ম আছে?ক. তুমি ঘুমিয়েই দিন কাটালে খ. আজ বেশ এক ঘুম ঘুমালেগ. এমন মেয়ে আর দেখিনি ঘ. আমার দিন কেটে গেলসঠিক উত্তর: খ. আজ বেশ এক ঘুম ঘুমালে১০. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?ক. নির্দেশক ভাব খ. অনুজ্ঞা ভাব গ. সাপেক্ষ ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাবসঠিক উত্তর: ক. নির্দেশক ভাব১১. ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’—‘টাপুরটুপুর’ কোন পদ?ক. বিশেষ্য খ. ক্রিয়া গ. অব্যয় ঘ. সর্বনামসঠিক উত্তর: গ. অব্যয়১২. ধাতুর শেষে ‘অন্ত’ প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়?ক. বিশেষ্য খ. অব্যয় গ. বিশেষণ ঘ. ক্রিয়াসঠিক উত্তর: গ. বিশেষণ১৩. পদ সংস্থাপনার ক্রম অনুসারে ‘না’ অব্যয়টি কোথায় বসে?ক. সমাপিকা ক্রিয়ার আগে খ. সমাপিকা ক্রিয়ার পরেগ. অসমাপিকা ক্রিয়ার পরে ঘ. বিশেষণের পরেসঠিক উত্তর: খ. সমাপিকা ক্রিয়ার পরে১৪. কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?ক. নাম বিশেষণ খ. ভাব বিশেষণগ. সমাসসিদ্ধ বিশেষণ ঘ. উপসর্গযুক্ত বিশেষণসঠিক উত্তর: খ. ভাব বিশেষণ১৫. কোন বাক্যে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?ক. বাহ্, কী সুন্দর পাখি! খ. বেলা যে পড়ে এলগ. ঝমঝম করে বৃষ্টি নামল ঘ. যত গর্জে তত বর্ষে নাসঠিক উত্তর: ক. বাহ্, কী সুন্দর পাখি!১৬. কোন কোন পদের পুরুষ আছে?ক. বিশেষ্য, সর্বনাম ও অব্যয় খ. বিশেষ্য, বিশেষণ ও অব্যয়গ. বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া ঘ. বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াসঠিক উত্তর: ঘ. বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া।শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাপরবর্তী অংশ ছাপা হবে আগামীকাললালমনিরহাট জেলা এবারও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় দেশসেরা হয়েছে। তবে যশোর জেলা এবার লালমনিরহাটের সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছে। এর আগে ২০১২ সালের পিএসসি পরীক্ষায় লালমনিরহাট জেলা দেশসেরা হয়েছিল।লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলার ২৪ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী এবারের পিএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৪০৫ জন জিপিএ-৫ এবং আট হাজার ৬৭৭ জন জিপিএ-৪ পেয়েছে। ২০১২ সালে লালমনিরহাটে জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ১২০ জন।এ ছাড়া এ বছর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এক হাজার ৪৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ পরীক্ষায়ও সবাই পাস করেছে। এদের মধ্যে ২১ জন জিপিএ-৫ এবং ৩২৪ জন জিপিএ-৪ পেয়েছে।
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ও মহাকাশে স্থাপিত স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) নিয়ন্ত্রণ সংস্থা মার্কিন কৌশলগত কমান্ডের উপপ্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার সরকারি কর্মকর্তারা বলেছেন, জুয়া খেলার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কৌশলগত কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্তৃপক্ষের উপপ্রধান নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল টিম জিয়ারডিনাকে ৩ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তবে এ ব্যাপারে কমান্ড আর কিছু জানায়নি। এদিকে তদন্তের সঙ্গে সম্পৃক্ত পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, জিয়ারডিনারের ওপর চলা তদন্তের সঙ্গে কৌশলগত কমান্ডের কোনো গোপন বিষয় যুক্ত নয়। রয়টার্স।গণমাধ্যমের ওপর হামলা চালানোর উস্কানি দেওয়ার অভিযোগে লেখক ফরহাদ মজহারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। আজ বুধবার রাত ১০ টার পর তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এই জিডি করেন।পুলিশ জানায়, জিডিতে বলা হয়েছে বেসরকারি একটি টিভি চ্যানেলে ফরহাদ মজহার গণমাধ্যমের ওপর হামলা হওয়া উচিত বলে যে বক্তব্য দিয়েছেন তা উস্কানিমুলক। পুলিশ মনে করছে, গণমাধ্যমের ওপর হামলা চালাতে ফরহাদ মজহার দুস্কৃতকারীদের উসেক দিয়েছেন। এতে প্রভাবিত হয়ে দুস্কৃতকারীরা সাংবাদিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর বোমা বা ককটেল হামলা করেছে।জিডির বিষয়টি নিশ্চিত করে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেন, আদালতের অনুমতি নিয়ে পুলিশ ফরহাদ মজহারের বিরুদ্ধে দায়ের হওয়া জিডির তদন্ত করবে। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।গত রোববার রাতে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের আহূত হরতালের প্রথমদিনে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অংশ নিয়ে ফরহাদ মজহার বলেছিলেন, সাংবাদিকেরা একদেশদর্শী ভূমিকা পালন করায় সন্ত্রাসী কর্মকান্ড বাড়ছে। এ কারণে গণমাধ্যমের ওপর হামলার বিষয়টি অনিবার্য হয়ে উঠেছে।নেপালের সাংবিধানিক পরিষদ নির্বাচনে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে নেপালি কংগ্রেস। ২০০৮ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মাওবাদীরা চলে গেছেন ৩ নম্বরে। গত বৃহস্পতিবার ভোট গণনা শেষে এমনই চিত্র উঠে এসেছে। তবে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি।নেপালের সাংবিধানিক পরিষদের মোট আসন ৬০১। এর মধ্যে ২৪০ আসনে সরাসরি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজনৈতিক দলগুলোর আনুপাতিক (পিআর) ভোটের ভিত্তিতে ৩৩৫ আসন বণ্টন করা হয়। বাকি ২৬টি আসনে মনোনয়ন দেয় নতুন সরকারের মন্ত্রিসভা।১৯ নভেম্বর নেপালের সাংবিধানিক পরিষদের ভোট গ্রহণ করা হয়। সরাসরি প্রার্থী নির্বাচন পদ্ধতিতে মোট ভোট পড়েছে ৭৪ দশমিক ২ শতাংশ। ওই পদ্ধতিতে ২৪০ আসনের মধ্যে নেপালি কংগ্রেস ১০৫টি আসনে, সিপিএন-ইউএমএল ৯১টি এবং ইউসিপিএন ২৫টি আসনে জয়ী হয়েছে। বাকি ১৯ আসনে মাধেসি ও অন্য ছোট কয়েকটি দল জয়ী হয়েছে।কমিশনের দেওয়া হিসাব পর্যালোচনা করে দেখা যাচ্ছে, আনুপাতিক ভোটে ৩৩৫ আসনের মধ্যে নেপালি কংগ্রেস ৯১টি আসন পেতে পারে। উদারপন্থী কমিউনিস্ট দল সিপিএন-ইউএমএল ৮৪টি এবং সাবেক মাওবাদী গেরিলাদের বিদ্রোহীদের প্রধান পুষ্প কমল দহল প্রচণ্ডের নেতৃত্বাধীন মাওবাদী দল ৫৪টি আসন পেতে পারে।নির্বাচন কমিশনের হিসাবে, আনুপাতিক পদ্ধতিতে মোট এক কোটি ২১ লাখ ৪৭ হাজার ৮৬৫ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ৭৭ দশমিক ৮ শতাংশ বা ৯৪ লাখ ৫৭ হাজার ৮৪৪ জন ভোট দেন। এর মধ্যে ২৪ লাখ ২১ হাজার ২৫২ ভোট পেয়েছে নেপালি কংগ্রেস। পরের অবস্থানে রয়েছে সিপিএন-ইউএমএল। এই দলটি ২২ লাখ ৪৩ হাজার ৭৭৭ ভোট পেয়েছে। আর প্রচণ্ডের দল পেয়েছে মাত্র ১৪ লাখ ৩৮ হাজার ৬৬৬টি ভোট। তাঁর দল ২০০৮ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল।সরকার গঠন করতে ৩০১ আসন পেতে হবে। এ ক্ষেত্রে এককভাবে কেউ সরকার গঠন করতে পারছে না। নেপালি কংগ্রেস ও সিপিএন-ইউএমএল জোট করলে তারা সরকার গঠন করতে পারে। দুটি দল যৌথভাবে ৩৭১ আসন পেতে পারে। এ ছাড়া মন্ত্রিসভা মনোনীত ২৬টি আসনের মধ্যে এই দুটি দল ১৬টি আসন পেতে পারে। কিন্তু পার্লামেন্টে সংবিধান পাস করার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকছে না তাদের। কারণ, সংবিধান পাসের জন্য ৪০০ সদস্যের সমর্থন লাগবে।বড় দলগুলোর বাইরে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি-নেপাল দলের কোনো প্রার্থী সরাসরি নির্বাচিত না হলেও আনুপাতিক পদ্ধতিতে ছয় লাখ ২৪ হাজার ২৮১ ভোট পাওয়ায় তারা ২৩টি আসন পেতে পারে। সে হিসাবে সার্বিকভাবে দলটি চতুর্থ স্থান পেতে পারে।২০০৬ সালে নেপালে গৃহযুদ্ধের অবসান হয়। ওই সময় মাওবাদীরা অস্ত্র ছেড়ে রাজনীতির মূলধারায় ফিরে আসেন। এর পর থেকে দেশটিতে ছয়টি সরকার গঠিত হলেও নতুন সংবিধান তৈরি করতে সব সরকার ব্যর্থ হয়। পিটিআই, হিমালয়ান টাইমস।ক্ষমতায় বসার ৪৮ ঘণ্টার মধ্যেই আম আদমি পার্টি (এএপি) তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালন শুরু করল। দিল্লির বাসিন্দাদের আগামী বছরের প্রথম দিন থেকেই বিনা পয়সায় মাসে ২০ কিলোলিটার পানীয় জল দেওয়া হবে। অসুস্থ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে দিল্লি জল বোর্ডের (ডিজেবি) এক জরুরি বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা হয়।ডিজেবির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দিল্লিতে যাঁদের বাড়িতে মিটার আছে, ১ জানুয়ারি থেকে তাঁদের মাসে ২০ কিলোলিটার পানীয় জল (৭০০ লিটারের সামান্য কম) বিনা পয়সায় দেওয়া হবে। কিন্তু যাঁরা ২০ কিলোলিটারের বেশি খরচ করবেন, তাঁদের কাছ থেকে পুরো দাম নেওয়া হবে। পানির অপচয় রোধে এই ব্যবস্থা।দেশের প্রধান দুই দল কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে ‘চমক’ বলা হয়েছে। কংগ্রেসের নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, ‘এটা নিতান্তই চমক। পানির মিটার থাকা বাড়ির সংখ্যা নিতান্তই কম। অর্ধেক বাড়িতেই তা নেই।’ বিজেপির নেতা হর্ষবর্ধন বলেছেন, ‘প্রশ্নটা অন্য। রাজ্যের সব বাড়িতে কি পানি সরবরাহ করা যাবে? রাজধানীর অর্ধেক জায়গায়ই তো পানি পাওয়া যায় না।’অসুস্থতার কথা সাতসকালে কেজরিওয়াল নিজেই টুইট করে জানান। একে ১০২ ডিগ্রি জ্বর, তার ওপর প্রবল পেটের গোলমাল। টুইটারে বলেন, সচিবালয়ে যেতে পারবেন না বলে খারাপ লাগছে।কেজরিওয়ালের শরীর কদিন ধরেই খারাপ যাচ্ছিল। রাজধানীর প্রবল ঠান্ডা তাঁকে আরও কাবু করে দেয়। গতকাল সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ১০ বছরে কোনো ডিসেম্বর মাসে এটাই রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। দিল্লি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পানির বিলের সঙ্গে অন্য যেসব কর নেওয়া হয়, সেগুলোও মওকুফ হবে। জল বোর্ডের নতুন সিইও বিজয় কুমার জানান, ২০ কিলোলিটার পানির জন্য বিলই পাঠানো হবে না।এএপির সরকার পানীয় জলের ব্যাপারে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেও বিদ্যুতের বিল কমানোর প্রতিশ্রুতি আদৌ সম্ভব হবে কি না, সংশয় আছে। কারণ, রাজধানীর বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের হাতে। কমিশনের চেয়ারম্যান পি ডি সুধাকর গতকাল সাংবাদিকদের সে কথা মনে করিয়ে দিয়েছেন।
কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট বিপণিবিতানে আল-শাবাবের হামলার আগেই এ ধরনের ঘটনার ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল। দেশটির চারজন মন্ত্রী এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে এ ব্যাপারে জানানো হয়েছিল। কেনিয়ার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। সোমালিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সদস্যরা ২১ সেপ্টেম্বর অভিজাত বিপণিবিতান ওয়েস্টগেটে নির্বিচারে গুলি ও নির্যাতন চালিয়ে অনেককে হত্যা করে। দীর্ঘ চার দিনের প্রচেষ্টায় বিপণিবিতানটিকে জঙ্গিমুক্ত করা হয়। সরকারি হিসাবেই সেখানে অন্তত ৬৭ জনের প্রাণহানি ঘটেছে। রেডক্রস জানিয়েছে, এখনো ৬১ জন নিখোঁজ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জঙ্গিদের নাইরোবি ও কেনিয়ার আরেক শহর মোম্বাসায় হামলার পরিকল্পনা ছিল। বিবিসি।বাংলাদেশ আন্তর্জাতিক সালিস নিষ্পত্তি কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় মৌলিক সালিস নিষ্পত্তিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান। অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক সালিস কেন্দ্রের প্রধান নির্বাহী ড. তৌফিক আলী, ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউটের কার্লোস দাভিলা ও রোনান ম্যাকহিউ। বিজ্ঞপ্তি।থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীরা এবার সেনা সদর দপ্তর ও প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার দলীয় কার্যালয় ঘেরাও করেছে। আন্দোলনে যোগ দিতে গতকাল শুক্রবার তারা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।গতকাল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইংলাক বলেন, ‘এই পরিস্থিতিতে দেশে আগাম সাধারণ নির্বাচন দেওয়ার কোনো সম্ভাবনা নেই।’ বিক্ষোভ দমনে বল প্রয়োগের অনুমতি দেবেন না বলেও জানান তিনি। ইংলাকের পদত্যাগের দাবিতে ছয় দিন ধরে রাজধানী ব্যাংককে বিক্ষোভ করছে বিরোধীরা। গতকাল হাজার হাজার বিক্ষোভকারী পতাকা হাতে সেনা সদর দপ্তরে ঢুকে পড়ে। তারা ইংলাকের সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে সেনাদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়।গতকাল ব্যাংককে ইংলাকের পুয়ে থাই পার্টির সদর দপ্তরের সামনেও শত শত বিক্ষোভকারী জড়ো হয়। তবে আগে থেকেই ভবনের আশপাশে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।গত বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষে বিরোধী দল অনাস্থা ভোটের প্রস্তাব আনলেও সংখ্যাগরিষ্ঠ ইংলাকের দল পুয়ে থাই পার্টি সহজে জয়ী হয়। এরপর বিক্ষোভ বন্ধের আহ্বান জানান ইংলাক। কিন্তু তাঁর আহ্বানে সাড়া দেয়নি বিক্ষোভকারীরা। বরং পদত্যাগের জন্য সরকারের ওপর চূড়ান্ত চাপ সৃষ্টি করছে।বিরোধীদের অভিযোগ, ইংলাক তাঁর বড় ভাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার হাতের পুতুল। থাকসিনের নির্দেশে চলা এই সরকার দুর্নীতিতে ডুবে গেছে। এএফপি ও রয়টার্স।গাড়ির জন্য নতুন প্রযুক্তি তৈরির মাধ্যমে আবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যুক্ত হতে যাচ্ছে সার্চ ইঞ্জিন গুগল এবং প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এবার গাড়ির জন্য বিশেষ ‘স্মার্ট ড্যাশবোর্ড’ তৈরি করে আবারও সেরা হওয়ার লড়াইয়ে নামতে যাচ্ছে প্রতিষ্ঠান দুটি। ইতিমধ্যে অ্যাপস, নেভিগেশন, সংগীতসহ নানা ধরনের বিষয়ে প্রতিনিয়ত একধরনের সেরা হওয়ার লড়াই করে যাচ্ছে গুগল ও অ্যাপল। এ তালিকায় যুক্ত হওয়া স্মার্ট ড্যাশবোর্ড পদ্ধতিটি নিজেদের তৈরি মোবাইল অপারেটিং সিস্টেম দিয়েই তৈরি হচ্ছে। এরই মধ্যে গুগল এবং জার্মানির গাড়ি ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান অডি যৌথভাবে বিশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করেছে, যা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিএসই) দেখানো হবে। এ অপারেটিং সিস্টেম গাড়ির জন্য বিশেষভাবে তৈরি, যার মাধ্যমে পাওয়া যাবে বিনোদনসুবিধা। এর আগে অ্যাপল বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ, মার্সেডিস, হোন্ডাসহ বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে আইওএস অপারেটিং সিস্টেম দিয়ে তৈরি স্মার্ট ড্যাশবোর্ডের নানা সুবিধা দেখিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আইওএসের বিশেষ অ্যাপস সিরি, যেটি ব্যক্তিগত সহকারীর মতো কাজ করে এবং ই-মেইল, এসএমএস ইত্যাদি পড়ে শোনাতে পারে।স্মার্ট ড্যাশবোর্ডের সাহায্যে পথের মানচিত্র দেখার পাশাপাশি গান শোনা, ভিডিও দেখাসহ নানা ধরনের প্রযুক্তিসুবিধা পাবেন গাড়ির ব্যবহারকারীরা। নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে পাওয়া যাবে আরও নতুন নতুন সেবা। গার্টনারের একজন গবেষক জানান, এসব প্রযুক্তিযুক্ত কার হবে একেকটি মোবাইল যন্ত্র। অ্যাপল আর গুগল নিজেদের অপারেটিং সিস্টেমে নিজেদের প্রযুক্তিসুবিধা যুক্ত করছে, যা গাড়ির ক্ষেত্রে বেশ কাজে লাগবে। নতুন প্রযুক্তির মধ্যে ২০১৫ সালের মধ্যে গাড়িতে যুক্ত হতে যাচ্ছে বিশেষ সুবিধার ফোরজি চিপ। এ চিপ দিয়ে ইন্টারনেটের সাহায্যে স্মার্টফোনের সব সুবিধাই পাওয়া যাবে স্মার্টফোন ছাড়াই। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম
কোনো কাজ না করেই নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) একটি প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া পাঁচ টন চাল আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পের সভাপতি গুদাম থেকে চাল তুলে তা বিক্রি করে টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় একই রাস্তা সংস্কার করা হয়েছিল।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, গত জুন মাসে নড়াইল-২ আসনের সাংসদ এস কে আবু বাকেরের অনুকূলে লোহাগড়া উপজেলায় টিআরের ১৫টি প্রকল্পের বিপরীতে ৬৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ইতনার রমজানের বাড়ি থেকে ইলিয়াসের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের প্রকল্পে পাঁচ টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প কমিটির সভাপতি ইতনা গ্রামের ইলিয়াস বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মান্নাফ মোল্লা। ইলিয়াস জুন মাসে চাল তুলে নিয়ে গেছেন।সরেজমিনে দেখা গেছে, ইতনা বন্যানিয়ন্ত্রণ বাঁধের উত্তর পাশে পাকা সড়ক। এর পূর্ব পাশে দেড় শ ফুট দীর্ঘ কাঁচা রাস্তা। টিআরের বরাদ্দ দিয়ে এ রাস্তাই সংস্কার করার কথা ছিল।স্থানীয় বাসিন্দারা জানান, গত এপ্রিল-মে মাসে এ রাস্তায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ হয়েছে।প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক মান্নাফ মোল্লা জানান, প্রকল্প কমিটিতে থাকার কথা তাঁরা শুনেছেন, কিন্তু কিছুই জানেন না।ওই রাস্তার পাশেই প্রকল্প কমিটির সভাপতি ইলিয়াস বিশ্বাসের বাড়ি। তাঁকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মা তহমিনা বেগম বলেন, ‘এ রাস্তায় বৈশাখ মাসে (এপ্রিল-মে) ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ হয়েছে। তারপর কোনো কাজ হয়নি।’কর্মসংস্থান কর্মসূচির মাঠ পরিদর্শক শাহ আলম জানান, কয়েক মাস আগে ওই রাস্তায় কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দিয়ে কাজ করা হয়েছে।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মোহাম্মদ আজিমুদ্দিন জানান, প্রকল্পের সভাপতি ২৬ জুন পাঁচ টন চাল গুদাম থেকে উঠিয়ে নিয়ে গেছেন। সেখানে কাজ না হওয়ার বিষয়টি তিনি জানেন না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান বলেন, ‘আপনার কাছ থেকে প্রথম বিষয়টি জানতে পারলাম। এ ধরনের দুর্নীতি মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’দিনাজপুরে ১৮ দলের হরতালে পিকেটিং করার অপরাধে গতকাল বুধবার বিএনপির পাঁচ কর্মীকে অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন তৌহিদুল ইসলাম (২০), মো. শাহিন (১৮), মোনায়েম খান (২৮), মো. আল সাবাহ (২৭) ও আসাদুল ইসলাম (১৮)। গত মঙ্গলবার হরতাল চলাকালে পিকেটিংয়ের অভিযোগে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। অভিযুক্ত ব্যক্তিরা জরিমানা দিয়ে মুক্তি পান। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম প্রিয় সিন্ধু তালুকদার। দিনাজপুর অফিস।চীনের ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণার পর পূর্ব চীন সাগরের আকাশে পাল্টাপাল্টি বিমান টহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতিতে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।চীন গত শনিবার পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াওউ দ্বীপপুঞ্জসহ আরও কিছু এলাকায় নিয়ে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দিলে উত্তেজনা শুরু হয়। চীনের ঘোষণার পর বেইজিংয়ের ‘নিয়ম’ না মেনেই ওই অঞ্চলে টহল দেয় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিমান। গত বৃহস্পতিবার বেইজিংও তার ঘোষিত ‘বিমান প্রতিরক্ষা অঞ্চলে’ বিমান উড়ায়।এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ক্যাথেরিন অ্যাশটন বলেন, চীনের ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণায় আমরা উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে ইইউ সংশ্লিষ্ট সব পক্ষকে ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে।’যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান র‌্যান্ড করপোরেশনের স্কট হ্যারল্ড বলেন, চীন সম্ভবত পূর্ব চীন সাগরে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ভুল খেলা খেলছে। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে।সেনকাকু বা দিয়াওউ দ্বীপপুঞ্জ নিয়ে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় চীন। ওই দ্বীপপুঞ্জ বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। পূর্ব চীন সাগরে সমুদ্রসীমা নিয়ে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের সঙ্গে বিরোধ রয়েছে চীনের। রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল।দক্ষিণ সুদানে সরকারি বাহিনীর সঙ্গে মিলিশিয়া বাহিনী হোয়াইট আর্মির লড়াই শুরু হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোর শহরের অদূরে দুই পক্ষের মধ্যে এ লড়াই চলছে।সরকারের অভিযোগ, অস্ত্রবিরতি প্রস্তাব না মেনে হোয়াইট আর্মি বোর শহর অভিমুখে যাত্রা করে। তাদের ঠেকাতে গেলে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ের দাবি করেন, কিছু স্থানে বিদ্রোহীরা পিছু হটেছে। তাদের ঠেকাতে হেলিকপ্টার গানশিপ ব্যবহার করা হয়েছে।দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকেয়ি দাবি করেন, হোয়াইট আর্মির অনেক সদস্যই ফিরে গেছেন। জংলেই রাজ্যের নুয়ের গোষ্ঠীর নেতারা হোয়াইট আর্মির অনেক সদস্যকেই বুঝিয়ে বাড়ি ফেরত পাঠিয়েছেন। তবে তিনি স্বীকার করেন, কিছু বিদ্রোহী বাড়ি ফিরে যেতে অস্বীকার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, বোর শহরের অবশিষ্ট বাসিন্দারাও আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। গত ১৫ ডিসেম্বর সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ ছড়িয়ে পরার পরই বোর শহর দখল করে নিয়েছিল বিদ্রোহীরা। তখন শহরের অধিকাংশ বাসিন্দা বাড়িঘর ছেড়ে চলে যান। কয়েক দিন আগে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় সরকারি বাহিনী।হোয়াইট আর্মি জাতিগত নুয়ের গোষ্ঠীর তরুণদের নিয়ে গঠিত। সামরিক প্রশিক্ষণবিহীন এই বাহিনী বিদ্রোহীদের নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত বলে ধারণা করা হয়। মাচারও নুয়ের গোষ্ঠীর। জানা যায়, হোয়াইট আর্মিতে ২৫ হাজার তরুণ রয়েছে।বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে ১৫ ডিসেম্বর ‘ব্যর্থ অভুত্থান চেষ্টার’ পর সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট সালভা কির অভিযোগ করেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতে রিক মাচারের সমর্থকেরা অভ্যুত্থানের চেষ্টা করে। যদিও মাচার তা অস্বীকার করেছেন। আল-জাজিরা।
বরগুনায় দুর্বৃত্তদের ছোড়া দাহ্য পদার্থে এক গৃহবধূর মুখমণ্ডলের এক পাশ ঝলসে গেছে। কমলা বেগম (৩০) নামের ওই গৃহবধূকে গতকাল রোববার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনা সদরের আগাপদ্মা গ্রামে শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।কমলা বেগম জানান, তাঁর স্বামী আনসার খান পাথরঘাটা উপজেলা শহরের একটি খাবার হোটেলের মালিক হওয়ায় তিনি সেখানে থাকেন। শনিবার রাতে তিনি দুই মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘরের জানালার ফাঁক দিয়ে কে বা কারা তাঁর মুখমণ্ডলে দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে তাঁর মুখমণ্ডল ও কপালের বাঁ পাশের অংশ ঝলসে যায়। প্রতিবেশীরা তাঁকে গতকাল ভোরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।আনসার খান অভিযোগ করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। এর জের ধরে গত মে মাসে তাঁদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাঁর ধারণা, ওই ব্যক্তিরাই এ ঘটনার সঙ্গে জড়িত।বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে তাঁর ধারণা, কমলা বেগমের ওপর অ্যাসিড ছোড়া হয়েছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা জানান, গতকাল সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কমলাকে দেখতে হাসপাতালে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সাবেক সহসম্পাদক এনামুল হক হত্যা মামলার আসামি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিরোজপুর পৌরসভার কাউন্সিলর ছরোয়ার হোসেন হাওলাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আকন জানান, ওই মামলায় ছরোয়ার হোসেন হাওলাদার উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। গতকাল বুধবার পিরোজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে বিচারক আলী মাসুদ শেখ শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল রাহেল শরিফ। গতকাল শুক্রবার রাওয়ালপিন্ডিতে জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ) রাহেলের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি।জেনারেল রাহেল পাকিস্তানের ১৫তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বুধবার নতুন সেনাপ্রধান হিসেবে তাঁর নাম ঘোষণা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।পাকিস্তানের ইতিহাসে বেসামরিক সরকারের আমলে কায়ানি সবচেয়ে বেশি দিন দায়িত্বে ছিলেন। ২০০৭ সালে তিনি দায়িত্ব পান।বিশ্লেষকেরা বলছেন, দায়িত্ব পালনকালে জেনারেল রাহেলকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। পাকিস্তানের অভ্যন্তরীণ কট্টরপন্থী সংগঠনগুলোকে মোকাবিলা, ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনা ও প্রায় এক যুগ পর আগামী বছর আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার হলে সীমান্তে পরিবর্তিত পরিস্থিতি সামাল দেওয়ার কথা বিবেচনা করতে হবে তাঁকে।রাহেল সম্পর্কে বলা হয়, সামরিক বাহিনীতে বর্ষীয়ান পদাতিক কমান্ডার হিসেবে পরিচিতি থাকলেও সেনাপ্রধান হওয়ার আগে বাহিনীর বাইরে তিনি সেভাবে পরিচিত ছিলেন না। তবে বিশ্লেষকেরা মনে করেন, রাহেল মনেপ্রাণেই একজন সেনাসদস্য। রাজনীতির প্রতি আগ্রহও খুব কম।দুইজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে নতুন সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হলো রাহেলকে।ছয় লাখ সদস্যের পাকিস্তানের সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিধর বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। এএফপি।জাইসেল ব্র্যান্ডের ইএস৩৫০০-২৪ মডেলের চারটি ডুয়্যাল পারসোনালিটি গিগাপোর্ট-সুবিধার ২৪ পোর্টের লেয়ার-২ ম্যানেজ্ড সুইচ বাজারে এসেছে। ১২.৮ জিবিপিএস সুইচিং ক্যাপাসিটি-সমৃদ্ধ সুইচটিতে রয়েছে ১৬কে ম্যাক এড্রেস টেবিল, আইজিএমপি স্নুপিং, এমভিআর, মাল্টিলেয়ার স্যুইট নিরাপত্তা ইত্যাদি। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের আনা সুইচটির দাম ২১ হাজার টাকা। —বিজ্ঞপ্তি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামে গত শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ছামিরুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।ছামিরুল উপজেলার জামালপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে ফেনসিডিল নিয়ে ময়রামপুর-গোড়ারপাড়া মাঠ দিয়ে যাচ্ছিল। এ সময় ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধীন মহিষকুণ্ডী ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। এ সময় বিজিবির সদস্যরা গুলি ছোড়েন।বিজিবির ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন প্রথম আলোকে বলেন, চোরাকারবারিরা ককটেল ছুড়ে মারলে বিজিবির সদস্যরা আত্মরক্ষায় তিনটি ফাঁকা গুলি ছোড়েন। এরপর ঘটনাস্থল থেকে ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল রোববার ভোরে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তিনি গুলিতে, না স্প্লিন্টারের আঘাতে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।দৌলতপুর থানার ওসি আবদুল খালেক জানান, ভোর সাড়ে ছয়টার দিকে এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, অবিভক্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী মরহুম আদেলউদ্দীন আহমেদের স্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আহমেদ কামালের মা হামিদা বেগমের (৮৬) কুলখানি আজ ৩১ অক্টোবর। তাঁর পরিবারের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীদের ধানমন্ডির বাসভবনে উপস্থিত হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) ৩৪তম বিশ্ব কংগ্রেস অনুষ্ঠিত হবে ২০১৪ সালেল নভেম্বরে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার প্যারিসে আইটিআইয়ের বোর্ডসভায় যোগদান শেষে ঢাকা ফিরে এ কথা জানিয়েছেন।২২ ও ২৩ নভেম্বর আইটিআইয়ের নির্বাহী বোর্ডের সভায় অন্যান্য বিষয়ের মধ্যে কংগ্রেস অনুষ্ঠান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ২৪ নভেম্বর আইটিআইয়ের স্থায়ী কমিটির প্রতিনিধিদের সঙ্গে বোর্ড সদস্যদের যৌথ সভায় বিভিন্ন কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়। দুটি সভায়ই সভাপতিত্ব করেন রামেন্দু মজুমদার। আইটিআইয়ের কমিউনিকেশন কমিটির সম্পাদক বাংলাদেশের বাবুল বিশ্বাস যৌথ সভায় তাঁর কমিটির প্রতিনিধিত্ব করেন।আইটিআইয়ের ৩৩তম বিশ্ব কংগ্রেস ২০১১ সালে চীনের শামেনে অনুষ্ঠিত হয়।এলজি সম্প্রতি তাদের নতুন মডেলের হোম থিয়েটার সিস্টেম বাজারে আনার ঘোষণা দিয়েছে। এগুলোর মধ্যে আছে অডিও এবং ভিডিও লাইনআপ যেমন বিল্ট-ইন থ্রিডি ব্লু-রে প্লেয়ারসহ সাউন্ড প্লেট, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্টসহ তারবিহীন অডিও সিস্টেম, ৪ দশমিক ১ চ্যানেল ও ৩২০ ওয়াটের শক্তিশালী আউটপুটসহ সাউন্ডবার।এর মধ্যে এলজির এলএবি ৫৪০ডব্লিউ মডেলের সাউন্ড প্লেটটি ৩২ থেকে ৫৫ ইঞ্চির টিভিতে ৩৯ দশমিক ৫ মিলিমিটারের বেশি বেস ওঠাতে পারবে। এর ফিচারগুলো এলজি স্মার্ট টিভির সঙ্গে বিল্ট-ইন থ্রিডি ব্লু-রে প্লেয়ারে কাজ করে। এলজির এনপি৮৭৪০ মডেলটি তারবিহীন অডিও সিস্টেমের সঙ্গে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্টকে উঁচু মানের অডিও স্ট্রিমিং তৈরি করে। এলজির এনবি৫৫৪০ মডেলটির রয়েছে গাঢ় রুপালি রঙের মধ্যে সামান্য নকশার উৎকর্ষ। এর আছে ৪ দশমিক ১ চ্যানেল ও ৩২০ ওয়াটের শক্তিশালী আউটপুট। জানা গেছে, কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) ২০১৪ সালে এলজি এসব যন্ত্র প্রদর্শন করবে। —ফোনঅ্যারেনা অবলম্বনে প্রদীপ সাহা
বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের উপনির্বাচনে অংশ নেওয়া ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ইসলামী আন্দোলনের দুই কর্মীসহ তিনজন আহত হয়েছেন।গত শনিবার রাতে বেতাগী উপজেলার পুটিয়াখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, শনিবার রাতে বেতাগী উপজেলা শহরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান ও ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ার ওরফে হিরুর সমর্থকেরা মিছিল বের করেন। মিছিল শেষে রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা পুটিয়াখালী বাজারে অবস্থিত গোলাম সরোয়ারের নির্বাচনী কার্যালয়ে হামলা চালান।এ সময় তাঁরা ওই কার্যালয়ের চেয়ার, টেবিল, মাইক ও অন্য মালামাল ভাঙচুর করেন এবং পোস্টার ছিঁড়ে ফেলেন। এতে ইসলামী আন্দোলনের কর্মী পুটিয়াখালী গ্রামের আবদুর রহমান (৩৮), লিটন সিকদার (৩২) ও লিটনের মেয়ে নিসা (৪) আহত হয়।ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ার গতকাল রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের তাণ্ডবে তাঁর নেতা-কর্মীদের সব সময় আতঙ্কের মধ্য থাকতে হচ্ছে। এর আগেও পাথরঘাটা উপজেলায় তাঁর এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত ও বেতাগীর পঞ্চায়েতের হাটে তাঁর এক সমর্থককে মারধর করা হয়েছে এবং বিভিন্ন স্থানে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ব্যাপারে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন।ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আবদুল খালেক অভিযোগ করেন, এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।বেতাগীর বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দাবি করেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি আরও জানান, ইসলামী আন্দোলনের কর্মীরা নিজেরা নিজেদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগের কর্মীদের মাথায় দোষ চাপাচ্ছেন। এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।জমি নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ আটজন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবদুল মান্নান খানের সঙ্গে শফিক খানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।মঙ্গলবার বেলা তিনটার দিকে আবদুল মান্নান খানের ছেলে হাসানকে (২২) প্রতিপক্ষের লোকজন মারধর করে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের দুই নারীসহ আটজন আহত হন। তাঁরা হলেন বেগম, সুবর্ণা, কামাল, জাকির, হাসান, জাহাঙ্গীর, রাসেল ও ফয়সাল। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।নোবেল শান্তি পুরস্কারজয়ী মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরাভিত্তিক বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ওই ডিগ্রি গ্রহণ করেন সু চি।অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিবেদনে জানানো হয়, গণতন্ত্রকে এগিয়ে নেওয়া ও সমাজসেবায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে সু চিকে সম্মানসূচক ডক্টরেট অব লেটারস ডিগ্রি দেওয়া হয়েছে।সু চি গতকাল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আচার্য গ্যারেথ ইভান্সের কাছ থেকে বিশেষ সনদ গ্রহণ করেন। এ সময় সু চি বলেন, ‘অনেকের ধারণা, আমরা আমাদের যাত্রাপথের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আসলে আমরা যাত্রা শুরু করেছি মাত্র। আমরা যে পথ পছন্দ করেছি, সেই পথে এগিয়ে যাওয়ার সামর্থ্য আমাদের রয়েছে।’ পিটিআই।সদ্য অবসর নেওয়া সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি রাষ্ট্রদ্রোহের মামলায় লড়তে সাহায্য না করায় আক্ষেপ করেছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ। সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এক্সপ্রেস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আক্ষেপ করেছেন তিনি।পাকিস্তানের ইংরেজি ভাষার টিভি চ্যানেলটি গত রোববার রাতে জেনারেল মোশাররফের সাক্ষাৎকারটি প্রচার করে। এতে তিনি আরও বলেছেন, মামলার বিচারে দোষী সাব্যস্ত হলেও ক্ষমা চাইবেন না।প্রেসিডেন্ট হিসেবে মোশাররফই কায়ানিকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। গত মাসে কায়ানি অবসর গ্রহণ করেন।সাক্ষাৎকারে মোশাররফ বলেন, রাষ্ট্রদ্রোহের মামলায় কায়ানি সহায়তা না করায় তিনি দুঃখ পেয়েছেন। তিনি বলেন, ‘তিনি (কায়ানি) অন্তত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর মামলায় সাক্ষ্য-প্রমাণ হিসেবে হলফনামা দিতে পারতেন। এ বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া উচিত।’বিচারে দোষী সাব্যস্ত হলে ক্ষমা চাওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে মোশাররফ বলেন, ‘আমি ক্ষমা চাইব না...আমি এমন কোনো সমাধানের জন্য আগ্রহ প্রকাশ করব না, যাতে করে এমন ধারণা তৈরি হয় যে আমি ভীত হয়ে তা করেছি।’ পাকিস্তানের ইতিহাসে মোশাররফই প্রথম সামরিক শাসক, যাঁকে অপরাধ সংঘটনের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে। পিটিআই।
মাদ্রাসার কার্যনির্বাহী কমিটি গঠনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার সিংগারকুল গ্রামে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনার সময় পুলিশ নয়টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্যা প্রথম আলোকে জানান, সিংগারকুল মাদ্রাসার কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে কমিটির সাবেক সভাপতি হিটু মিয়া ও একই গ্রামের মঞ্জুর খানের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের নয়টি ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় উভয় পক্ষের ১৮ জনকে আটক করা হয়।২২ বছরেও শেষ হয়নি হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের নির্মাণকাজ। ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দফায় প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের মান ও ধীরগতি দেখে অসন্তোষ প্রকাশ করেন।বাংলাদেশ ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, এ প্রকল্পের মেয়াদ ছিল গত জুন মাস পর্যন্ত। কাজের ধীরগতির কারণে সময় ছয় মাস বাড়ানো হয়। কিন্তু কাজের অগ্রগতি দেখা যাচ্ছে না। মোট কাজের তিন ভাগের দুই ভাগ এখনো বাকি। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহজাহান মিয়া ১৭ কোটি টাকার এ কাজের অর্ধেকই তুলে নিয়েছেন। মো. শাহজাহান মিয়া লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।সূত্র আরও জানায়, বিএনপি ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর ওই স্টেডিয়াম নির্মাণের কাজ পায় ছাত্রদলের সাবেক নেতা হাবিব-উন-নবীর ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সামান্য মাটি ভরাটের কাজ করে পুরো বিল তুলে নিয়ে যায় তারা। এ অবস্থায় কাজ বন্ধ থাকে।গত বছরের ১০ জানুয়ারি দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে কাজ পায় মেঘনা এন্টারপ্রাইজ। এই প্রকল্পের শুধু মাটি ভরাটের জন্য বরাদ্দ রাখা হয় দুই কোটি টাকা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র ১০ লাখ টাকার মাটি ভরাট করে কাজ বন্ধ রাখে। গত সেপ্টেম্বরের শেষ দিকে ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিবনাথ রায় প্রকল্প এলাকা ঘুরে হতাশ হন। তিনি সাংবাদিকদের জানান, ডিসেম্বরের মধ্যে কাজ শেষ না হলে প্রকল্পের টাকা ফেরত যাবে।এলাকার অনেকে অভিযোগ করেন, স্টেডিয়াম নির্মাণে নিম্নমানের ইট, বালু, রড ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।এক প্রকৌশলী জানান, স্টেডিয়ামের অবকাঠামোগত দিক মজবুত বা ভিত তৈরি না করেই নির্মাণকাজ শুরু করা হয়েছে। এ ছাড়া এতে মানসম্মত উপকরণ ব্যবহূত হচ্ছে না। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, নিয়ম রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। বাস্তবে দেখা গেছে, তারা প্রকল্পের নকশা ও প্রকৃত তথ্য গোপন করে এ কাজ করছে।স্টেডিয়াম প্রকল্পের পরিচালক শাহাদাত হোসেনের দাবি, মোট কাজের ৫০ শতাংশ ইতিমধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদার কাজ শেষ করতে পারবেন বলে আমি আশাবাদী।এ ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও শাহজাহান মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।ইরানের প্রধান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাছে গত বৃহস্পতিবার ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোরাৎজান অঞ্চল। এর মাত্র ৬০ কিলোমিটার দূরে বুশেরে রাশিয়ার সহায়তায় নির্মিত ইরানের পারমাণবিক চুল্লি রয়েছে। ২০০৩ সালে দক্ষিণ ইরানের বাম শহরে ভূমিকম্পে ২৬ হাজার মানুষের মৃত্যু হয়। এএফপি।মিসরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট জানিয়েছেন, নতুন সংবিধান অনুমোদিত হওয়ার ছয় মাসের মধ্যে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জানুয়ারি মাসে দেশটির সংবিধান অনুমোদনের জন্য গণভোটের কথা রয়েছে। এদিকে মিসরের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর গত রোববার বলেন, পার্লামেন্ট নির্বাচনের আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গত ৩ জুলাই ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সেনা-সমর্থিত যে রোডম্যাপ প্রকাশ করা হয়েছিল, তা লঙ্ঘন না করেই এটা সম্ভব।এদিকে মিসরের নিরাপত্তা বাহিনী আল-জাজিরার চার সাংবাদিককে রোববার রাতে কায়রো থেকে আটক করেছে। রয়টার্স ও আল-জাজিরা।
মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে গতকাল রোববার গভীর রাতে একটি পাইকারি মুদি দোকান ও পাটগুদামে অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে দোকান ও গুদামটি মালামালসহ ভস্মীভূত হয়। বাজারের নৈশপ্রহরী রাত সাড়ে ১২টার দিকে উত্তম কুণ্ডু নামের এক ব্যবসায়ীর পাইকারি মুদি দোকানের ওপর কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখেন। খবর পেয়ে দমকলকর্মীরা এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান। এরই মধ্যে ওই মুদি দোকান ও পাশের নীতীশ সাহার পাটগুদাম মালামালসহ ভস্মীভূত হয়। মাগুরা সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  মাগুরা প্রতিনিধিসিলেট বিভাগের অন্য তিন জেলায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) আবেদন গ্রহণ ও পাসপোর্ট দেওয়ার সুযোগ থাকলেও প্রবাসী-অধ্যুষিত সুনামগঞ্জ জেলার মানুষজন সেই সুবিধা থেকে বঞ্চিত। প্রয়োজনীয় লোকবল ও কার্যালয় থাকলেও কেবল যন্ত্র (মেশিন) না আসায় এর কার্যক্রম শুরু করা যাচ্ছে না বলে জানা গেছে।সুনামগঞ্জে এই সুযোগ না থাকায় সিলেটে গিয়ে আবেদন জমা, ছবি তোলা এবং পাসপোর্ট আনায় অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে জেলার মানুষকে। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে পাসপোর্ট পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে।পাসপোর্ট কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের জুন মাসে সুনামগঞ্জে পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। চলে ২০১১ সালের ৩১ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে সুনামগঞ্জে শুধু পাসপোর্ট বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। প্রতিদিন চার শ থেকে পাঁচ শ পাসপোর্টের আবেদন জমা নেওয়া হতো। কিন্তু সিলেট বিভাগের অন্য তিন জেলায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট দেওয়ার কার্যক্রম শুরু হলেও সুনামগঞ্জে সেই সুযোগ এখনো হয়নি। তাই নতুন পাসপোর্ট করতে প্রথম দিন সিলেটে গিয়ে শুধু আবেদন জমা দিতে হয়। পরে আরেক দিন যাওয়া লাগে ছবি তুলতে। এরপর আরেকবার যেতে হয় নতুন পাসপোর্ট আনতে। অনেক সময় এই তিন দিনেও কাজ হয় না।সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সদস্য (সনাক) নির্মল ভট্টাচার্য বলেন, ‘আমার জানামতে আবেদন জমা, ছবি তোলা কিংবা পাসপোর্ট আনার জন্য সুনামগঞ্জ থেকে সেখানে গিয়ে সকালে লম্বা লাইনে দাঁড়াতে হয়। এক দিনের কাজ করতে দুই থেকে তিন দিন সময় লাগে।’সুনামগঞ্জ জেলা বারের আইনজীবী এনাম আহমদ বলেন, ‘এক বছর ধরে শুনে আসছি, সুনামগঞ্জে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের কার্যক্রম শুরু হবে। কিন্তু কাজ তো শুরু হচ্ছে না।’নাম প্রকাশে অনিচ্ছুক সুনামগঞ্জের একজন ট্র্যাভেল এজেন্সির মালিক বলেন, ‘সুনামগঞ্জে এটা চালু না হওয়ার পেছনে সিলেট পাসপোর্ট কার্যালয়ের কিছু কর্মকর্তা ও একটি দালাল চক্রের হাত রয়েছে। কারণ, এখান থেকে এমআর পাসপোর্ট দেওয়া শুরু হলে সেখানে তাদের পাসপোর্ট বাণিজ্যে ভাটা পড়বে।’এ ব্যাপারে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাফায়াত মাহবুব চৌধুরী বলেন, ‘কাজ শুরুর জন্য আমাদের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। মেশিন এলেই নাকি কাজ শুরু হবে।’ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে একটি খামারবাড়ি থেকে গতকাল শুক্রবার ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর পোশাক পরে কিছু দুর্বৃত্ত কয়েক ঘণ্টা আগে তাদের অপহরণ করেছিল। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন উপজাতীয় নেতা, চার পুলিশ সদস্য ও একজন মেজর পদমর্যাদার সেনাসদস্য রয়েছেন। নিহত ব্যক্তিদের সবার মাথা ও বুকে গুলির চিহ্ন আছে। অপহরণকালে সেনাসদস্যদের পোশাক পরা দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের জানিয়েছিল, একটি বিশেষ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের নেওয়া হচ্ছে। এএফপিভারতের উত্তর প্রদেশ রাজ্যের একজন মন্ত্রী এক ব্যক্তিকে চড় মারছেন—এ রকম এক দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ঘটনাটি আলোচনার ঝড় তুলেছে।একটি খবরে রাজ্যের বেনারস শহরের কাছের গ্রামে এবং অন্য খবরে মন্ত্রীর নিজের বাড়িতে তা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। সুরেন্দর সিং প্যাটেল নামে অখিলেশ যাদব সরকারের ওই মন্ত্রী গণপূর্ত বিভাগের দায়িত্বে রয়েছেন।এনডিটিভির খবরে বলা হয়, মন্ত্রী গত রোববার বেনারসের বাইরে রোহানিয়া গ্রামে সরকারি কম্বল বিতরণের এক অনুষ্ঠানে যান। সেখানে ওই ঘটনা ঘটে। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে মন্ত্রী প্যাটেলের বাড়িতে। অতিরিক্ত ভিড় সামলানোর একপর্যায়ে মন্ত্রী উত্তেজিত হয়ে একজনকে চড় মারেন।তবে সুরেন্দর প্যাটেল কাউকে চড় মারার কথা অস্বীকার করে বলেছেন, তিনি তাঁর এক ভাইপোকে চাপড় দিয়ে আরও কম্বল আনতে বলেছিলেন মাত্র। মন্ত্রী বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য ‘গল্প’ ছড়ানো হচ্ছে। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
সাতক্ষীরার তালায় বিক্রেতাসহ ছয় মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে তালা উপজেলার মোবারাকপুর কপোতাক্ষ সেতুসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে তালার ইউএনও মো. মাহবুবুর রহমান একজনকে ছয় মাস ও পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের মধ্যে একজন বিক্রেতা ও অন্য পাঁচজন মাদকসেবী। তালা থানার ওসি মো. ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক কৃষিতত্ত্ববিদ মনোরঞ্জন সাহা (৭৬) গত ১৬ অক্টোবর পরলোক গমন করেছেন। তাঁর আত্মার সদ্গতি কামনায় আজ বৃহস্পতিবার ঢাকার উত্তর বাড্ডার পূর্বাচল সড়কে অবস্থিত তাঁর বাড়িতে এক শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।স্তন ক্যানসারের জন্য দায়ী কোলেস্টেরল বা চর্বি। শরীরে মাত্রাতিরিক্ত চর্বি থাকলে অস্ট্রোজেন নামক হরমোনের নিঃসরণ বেড়ে যায়। আর এই হরমোনটি ক্যানসার সৃষ্টি করে। এ অবস্থায় মানবদেহে চর্বি কমানোর জন্য ব্যবহূত ওষুধ হতে পারে ক্যানসার প্রতিকারের হাতিয়ার। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমনটিই দাবি করেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। আর শরীর মুটিয়ে যাওয়ার সঙ্গে স্তন, অন্ত্র ও জরায়ু ক্যানসারের সম্পর্ক আছে বলে এত দিন চিকিৎসকেরা যে দাবি করে আসছিলেন, এই গবেষণা সেটিকে আরও জোরালো করলো। বিবিসি।পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সহসভাপতি মিলন খলিফার বিরুদ্ধে উপজেলার গঙ্গীপাড়া গ্রামের কামাল হোসেন ও মো. সোহাগ নামের (২২) দুই তরুণকে শতাধিক লোকের উপস্থিতিতে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনের সময় বাধা দিতে গেলে আরও সাতজনকে পিটিয়ে আহত করা হয়।আহত দুই তরুণের পরিবারের সদস্যরা এবং স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মিলন খলিফা রাঙ্গাবালী সদর ইউনিয়নের গঙ্গীপাড়া গ্রামের মাটির কিল্লা এলাকার একটি সরকারি খাস পুকুর ইজারা নিয়ে মাছের চাষ করেছেন। তিনি অভিযোগ করেন, গত শুক্রবার রাতে ওই পুকুরে বিষ ঢেলে মাছ ধরার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের কামাল হোসেন ও মো. সোহাগকে শনিবার সকাল ১০টার দিকে লোকজন পাঠিয়ে ধরিয়ে আনেন মিলন খলিফা। এরপর তাঁদের হাত-পা বেঁধে গঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে শতাধিক লোকের উপস্থিতিতে বেধড়ক লাঠিপেটা করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সোহাগের মা মাসুদা বিবি ও বাবা কালাম খলিফা, কামালের ভাবি আছিয়া বেগম, স্থানীয় আরেক তরুণ মো. সেফায়েদুলসহ সাতজনকে পিটিয়ে আহত করেন মিলন খলিফা ও তাঁর লোকজন।আহত কামাল ও সোহাগের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের গত রোববার গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।কামাল হোসেন জানান, শনিবার সকালে মিলন খলিফা লোকজন নিয়ে তাঁর (কামাল) বাড়িতে গিয়ে তাঁকে ধরে জোর করে গঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যান। বেলা ১১টার দিকে মিলন ও তাঁর লোকজন কামালের হাত-পা বেঁধে মাঠে ফেলে বেধড়ক লাঠিপেটা করেন। এতে তিনি গুরুতর আহত হন। কামাল বলেন, ‘পুকুরে বিষ ঢালা সম্পর্কে আমি কিছুই জানি না।’ মো. সোহাগ বলেন, ‘মিলন খলিফার ছোট ভাই যুবরাজ খলিফা ওই পুকুরে বিষ ঢালছে। মিলন খলিফা হ্যারে কিছু কয় নাই। আমাগোরে ধইর‌্যা মারছে।’মিলন খলিফা বলেন, ‘আমার ইজারা নেওয়া পুকুরে কীটনাশক দিয়ে তিন লাখ টাকার মাছ নষ্ট করেছে। সন্দেহজনকভাবে সোহাগ ও কামালকে ধরে নিয়ে উত্তম-মধ্যম দিয়েছি। এদের মধ্যে সোহাগ অপরাধ স্বীকার করেছে। আর কামাল ঘটনার সঙ্গে জড়িত না থাকায় তার চিকিৎসার জন্য ২০০ টাকা দিয়ে দেওয়া হয়েছে।’রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। জনসাধারণের জন্য উন্মুক্ত সরকারি খাস পুকুর একা ব্যবহার করার নিয়ম নেই। এ ছাড়া থানা ও ইউনিয়ন পরিষদ কাছাকাছি থাকতে এভাবে আইন হাতে তুলে নেওয়া কারও জন্য ঠিক নয়।’
রাস্তাটির এক দিকে ফাঁকা, আরেক দিকে যত্রতত্র গাড়ি রাখা। হঠাৎ দেখে মনে হতে পারে, যানজটের কবলে পড়েছে রাস্তাটি! কিন্তু স্থির দৃষ্টি দিলেই বোঝা যাবে, যানজট সহজে কাটবে না। কারণ এই যানজট স্থায়ী। গত দুই বছরেরও বেশি সময় ধরে রাস্তাটি জব্দ করা গাড়ি রেখে দখল করে রেখেছে ট্রাফিক পুলিশ।স্থানীয় লোকজনের অভিযোগ, এভাবে জব্দ করা গাড়ি রেখে রাস্তাটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। রাস্তাটি গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকার পরও এটি দখলমুক্ত করতে তারা যথাযথ ব্যবস্থা নেয়নি।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, রোকেয়া সরণির সঙ্গে সংযুক্ত ঢাকা মহিলা পলিটেকনিক ও পরিসংখ্যান বিভাগের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পুরো সড়কটি একপাশ দখল করে জব্দ করা গাড়ি রাখা হয়েছে। গাড়িগুলো এভাবে রাস্তায় রাখায় চাকা দেবে কোথাও কোথাও রাস্তার বিটুমিন উঠে গেছে। কোথাও ছড়িয়ে আছে ভাঙা গাড়ির কাচ। উন্মুক্ত স্থানে রাখায় দিনে দিনে গাড়িগুলো নষ্ট হচ্ছে।ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ট্রাফিক উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন সময়ে জব্দ করা গাড়ি এনে এ রাস্তায় রাখা হয়।স্থানীয় বাসিন্দা আকরাম আলী জানান, সন্ধ্যা হলেই স্থানীয়রা এ পথ দিয়ে যেতে চায় না। জব্দ করা গাড়ির ফাঁকে ফাঁকে ছিনতাইকারীরালুকিয়ে থাকে। এখানে জুয়ার আড্ডা বসে এবং নানা অসামাজিক কার্যকলাপ হয়।এদিকে রাস্তাটির তত্ত্বাবধায়ক গণপূর্ত অধিদপ্তর হওয়ার পরও তারা রাস্তাটি দখলমুক্ত করার উদ্যোগ নেয়নি। উল্টো দায়িত্ব অস্বীকার করে রাস্তাটি মেরামতের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে চাপ দিচ্ছে। নথি থেকে দেখা গেছে, সম্প্রতি এ রাস্তায় পাবলিক সার্ভিস কমিশনের একটি ভবনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর আসা উপলক্ষে গণপূর্ত বিভাগ উত্তর সিটি করপোরেশনকে চিঠি দেয়। পাল্টা চিঠিতে সিটি করপোরেশন জানায়, এটি তাদের রাস্তা না হওয়ায় এর দায়িত্ব তারা নিতে পারে না।উত্তর সিটি করপোরেশন আগারগাঁও অঞ্চলের (অঞ্চল-৫) দায়িত্বে থাকা প্রকৌশলী শরীফ উদ্দিন বলেন, রাস্তাটি গণপূর্ত বিভা-গের। যে রাস্তা সিটি করপোরেশনের নয়, তার তত্ত্বাবধান করাও সিটি করপোরেশনের কাজ নয়।জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির উদ্দিন ভূঁইয়া বলেন, বার্ষিক তহবিলে পর্যাপ্ত টাকা না থাকায় অধিদপ্তরের পক্ষে রক্ষণাবেক্ষণ ও তদারকি সম্ভব হয় না। গাড়ি সরানোর বিষয়টি সম্পূর্ণ পুলিশের ওপরই নির্ভর করে। তিনি বলেন, এ রাস্তাসহ অধিদপ্তরের রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশনকে লিখিতভাবে বলা হয়েছে। তারা কিছু করেছে, কিছু করেনি।ট্রাফিক পশ্চিমের উপকমিশনার একরামুল হাবিব রাস্তা দখল করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই রাস্তায় সাময়িকভাবে জব্দ করা গাড়ি রাখা হয়েছে। ট্রাফিক বিভাগ জব্দ করা গাড়ি সংরক্ষণের জন্য আলাদা জায়গা করছে, সেখানে গাড়িগুলো নিয়ে যাওয়া হবে।’দুই বছরেরও বেশি সময় রাস্তা বন্ধ রাখাকে সাময়িক বলা যায় কি? এ প্রশ্ন করা হলে একরামুল হাবিব ‘পরে ফোন দেন’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) না থাকায় উপজেলার প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে।সহকারী কমিশনার (ভূমি) না থাকায় জমির নামজারি বন্ধ রয়েছে। এতে জমি বিক্রি বন্ধ থাকায় সরকার এই খাতে রাজস্ব পাচ্ছে না।উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, ইউএনও না থাকায় প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়েছে।ইউএনওর কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৭ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম পদোন্নতি পেয়ে চলে যান। এরপর ইউএনও পারভেজ রায়হান সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ইউএনও ৪ সেপ্টেম্বর ১৩ মাসের জন্য প্রশিক্ষণে বিদেশে চলে যান। তখন থেকে পদটি শূন্য।জেলার সাতটি উপজেলার মধ্যে বর্তমানে সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর—এ পাঁচটি উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) পদ শূন্য।সরিষাবাড়ীর চর রৌহা গ্রামের আলম মিয়া বলেন, ‘নামজারির অভাবে জমি বিক্রি করতে পারছি না। তাই অসুবিধায় আছি।’ চর সরিষাবাড়ী গ্রামের ফজলুল হক (৪৮) জানান, নামজারি করাতে না পারায় তিনি জমি বিক্রি করতে পারছেন না।উপজেলা ভূমি কার্যালয়ের নাজির সন্তোষ চন্দ্র দেবনাথ জানান, সহকারী কমিশনার (ভূমি) না থাকায় দুই শতাধিক নামজারির আবেদন জমা পড়ে আছে।উপজেলা সাব-রেজিস্ট্রার মুজাহিদুল ইসলাম জানান, লোকজন নামজারি করাতে না পারায় জমি বিক্রিতে বিলম্ব হচ্ছে। আর দলিল না হওয়ায় রাজস্ব কমে গেছে।জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরিষাবাড়ীর ভারপ্রাপ্ত ইউএনও লুৎফুন্নাহার বলেন, ‘দুই ইউএনওর দায়িত্ব পালন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সহকারী কমিশনার (ভূমি) না থাকায় অফিস সময়ের পরেও নামজারির জন্য অতিরিক্ত সময় অফিস করতে হয়।’জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কবীর আল আসাদ প্রথম আলোকে জানান, পাঁচটি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) না থাকায় সরকার রাজস্ব কম পাচ্ছে। জমির নামজারি করাতে বিলম্ব হচ্ছে।জেলা প্রশাসক দেলওয়ার হায়দার বলেন, ইউএনও ও সহকারী কমিশনারের পদ শূন্য থাকার বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে জানানো হয়েছে।বাংলাদেশ টেলিভিশনবিকেল৫-৩০ মনের কথা।৬-১০ আমাদেরও ভালোবাসুন।৭-০০ ললনা।৭-২৫ অনির্ধারিত।৮-৩৫ নো প্রবলেম।৯-০৫ ২২ বছর পর।১০-২৫ অনির্ধারিত।১১-০০ আজকের বিষয়।এটিএন বাংলারাত৮-০০ রক অ্যান্ড রিদম (নোভা)।৯-২০ ডিবি।১০-৫৫ স্ক্যান্ডাল।১১-৩০ বৈরি বাতাস।চ্যানেল আইসন্ধ্যা৬-২০ দ্য ট্রাফিক সিগন্যাল।৭-৫০ নূরজাহান।৯-৩৫ হূদয়ে মাটি ও মানুষ।১১-৩০ পটের গান।একুশে টিভিসন্ধ্যা৬-০০ একুশের সন্ধ্যা।৬-৩০ অন্বেষণ।৭-৫০ অতঃপর আমি।৯-৩০ কথা কাজে মিল নাই।১০-১০ গল্প স্বল্প গান।এনটিভিবিকেল৫-৩০ আলোকপাত।৬-১৫ শুভসন্ধ্যা।৬-৪৫ বিজ টাইম।৮-১৫ ইচ্ছে ঘুড়ি।৯-০০ তাহার নাম শকুন্তলা ।১১-৩০ হারজিত।দেশ টিভিসন্ধ্যা৬-৩০ নূপুর বেজে যায়।৭-৪৫ মিউজিক ডটনেট।৮-১৫ জীবনের গল্প।৯-৪৫ বেলা অবেলা সারাবেলা (চাষী নজরুল ইসলাম)।১১-৪৫ সোজা কথা।আরটিভিবিকেল৫-৩০ রূপকথা।৬-০৫ শপার্স গাইড।৭-৩০ এক্সট্রা অর্ডিনারি।৮-১০ তিন তালা তিন চাবি।৯-০৫ অলসপুর।৯-৫০ অপরাজিতা।১১-২০ আওয়ার ডেমোক্রেসি।বাংলাভিশনবিকেল৫-২০ ফ্রন্ট লাইন।৮-১৫ সত্য পাহাড়।৯-০৫ আমার আমি (মুসা ইব্রাহীম, সুমন পাটোয়ারি)।৯-৪৫ বাতিঘর।১১-২৫ লাল গোলাপ।বৈশাখী টিভিসন্ধ্যা৬-২০ সেরা গল্পের নাটক।৮-০০ সাপলুডু।৯-১০ শুধুই আড্ডা (মেহজাবিন)।১১-৩০ মুসাফিরখানা।মাছরাঙা টেলিভিশনবিকেল৪-০০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বাছাই, তৃতীয় স্থান নির্ধারনী। সরাসরি।৮-২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বাছাই, ফাইনাল। সরাসরি।১১-০০ এমটিভি হিটস।চ্যানেল নাইনদুপুর২-৩০ তৃষ্ণা মেটেনা ।৬-৩০ আপন আপন খেলা।৭-৪০ গোল্ডেন ট্র্যাক।৮-২৫ চন্দ্রাবতী।৯-১০ মিট দ্য সেলিব্রিটি।৯-৩২ টেক গ্যারেজ।১০-২০ গেম।১১-৩০ ইয়ুথ এজ।জি টিভি (গাজী টিভি)সন্ধ্যা৬-৩০ আয়োজনে আমন্ত্রণ।৮-৫৫ ওয়ার্ল্ড অব গ্ল্যামার।৯-৩৫ মায়া।১১-০০ গানোফোন।এশিয়ান টিভিসন্ধ্যা৭-৪০ জীবন সংসার।৮-২০ একদিন প্রতিদিন।৯-০০ স্টার লাইফ।১০-০০ দ্য ডিজিটাল।১০-৪৫ এশিয়ান মিউজিক।এসএ টিভিসন্ধ্যা৬-৩০ মিউজিক্যাল নাইট, সিঙ্গাপুর৮-০০ বাংলাদেশি আইডল।৮-৩০ সাঙরিলা।৯-০০ হাইট অব ফ্যাশন।৯-৩০ চুপকথা।১১-০০ গহীনের গান (মিলন মাহমুদ)।রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নদীভাঙন এলাকার আশপাশের ফসলি জমিতে বালুর চর পড়ায় ফসল আবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে গৃহস্থকে জমির উপরিভাগের বালু কেটে সরিয়ে দোআঁশ মাটি বের করতে হচ্ছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উপজেলার দেবগ্রাম ইউনিয়নে পদ্মা নদীর পাশে মাঠের পর মাঠজুড়ে বালুর চর পড়ে আছে। স্থানীয় অনেক ব্যবসায়ী চরের জমির উপরিভাগের বালু কেটে ঘোড়ার গাড়িতে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। এ ছাড়া তুলনামূলকভাবে যেখানে বালুর পরিমাণ কম, সেখানে গৃহস্থরা মিষ্টিকুমড়া, পটোলজাতীয় সবজি ও চিনাবাদাম লাগাচ্ছেন। অনেক এলাকায় কেউ কেউ বালুর নিচ থেকে মাটি তুলে বালুর ওপর ঢিবি তৈরি করছেন।দেবগ্রাম ইউনিয়নের চর দেলন্দি, অন্তারমোড় এলাকার মাঠে বালু নিতে এসেছে কয়েকটি ঘোড়ার গাড়ি। গাড়ির চালক মোন্তাজ বিশ্বাস ও ইসমাইল শেখ জানান, তাঁরা এখান থেকে বালু বস্তায় ভরে রাজবাড়ী সদরের বরাট বাজারে নিয়ে যান। বিনিময়ে গাড়িপ্রতি ১২০ টাকা করে ভাড়া পান। প্রতিদিন দূরত্ব বুঝে তিন-চার গাড়ি বালু নেওয়া যায়। তাঁরা একযোগে মোট ১১ জন বালু নিচ্ছেন।কৃষক ও গৃহস্থদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীভাঙনে নিঃস্ব হওয়ার পর তাঁরা উপায় না পেয়ে বালু ব্যবসায়ীদের ডেকে বিনা পয়সায় জমির উপরিভাগ থেকে বালু সরিয়ে নিতে বলেছেন। আর ব্যবসায়ীরা এই বালু নিয়ে বিক্রি করছেন।জমির মালিক আলাউদ্দিন মৃধা ও খায়রুল মণ্ডল জানান, এমনিতেই তাঁরা নদীভাঙনে নিঃস্ব। বর্তমানে যে জমিটুকু আছে, তাতে বালুর চর পড়ায় তাঁরা কিছুই চাষ করতে পারছেন না। মিষ্টিকুমড়া ও পটোল লাগানোর জন্য জমির ওপর থেকে অন্তত দু-তিন ফুট গভীর করে স্বাভাবিক মাটি বা টোআঁশ মাটি পাওয়ার পর ওই জমিতে ফসল বা সবজি রোপণ করা যাবে। এ জন্য কয়েকজন ব্যবসায়ীকে তাঁরা বলেছেন, ‘ভাই, তোমরা জমি থেকে বালু নিয়ে যাও, বিনিময়ে কোনো পয়সা দিতে হবে না।’স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, নদীভাঙন এলাকার পাশ দিয়ে মাঠের পর মাঠজুড়ে বালুর চর পড়েছে। বিস্তীর্ণ এলাকার জমির ওপর দুই থেকে তিন ফুট করে বালুর চর পড়েছে।উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান বলেন, অতিমাত্রায় বালু পড়ায় দেবগ্রাম ইউনিয়নের অন্তত দুই শতাধিক বিঘা ফসলি জমি নষ্ট হয়েছে।
রাজধানীর মিরপুরে আবাসন ব্যবসায়ী জাফরুল হক ওরফে মুক্তার হোসেন মিনা (৫০) হত্যার ঘটনায় গতকাল রোববার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারের অভিযোগসহ বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।গত শনিবার দুপুরে মিরপুরের ৬ নম্বর সেকশনের ‘ট’ ব্লকের বাসায় ঢুকে জাফরুলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর থানার ক্রোকচরের শত্রুপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।নিহত জাফরুলের ছেলে রাজীব আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রামে তাঁদের বাড়ির পাশের সিকদার বাড়ির সাইদুরসহ কয়েকজন গত বছরের ১৮ জুন তাঁদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। ওই ঘটনায় শিবচর থানায় মামলা হয়। এরপর তাঁর বাবাকে হত্যার চেষ্টার এবং ওই মামলার সাক্ষীর বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায়ও ওই থানায় মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই পক্ষ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাঁদের সন্দেহ।রাজীব বলেন, শনিবার ময়নাতদন্ত শেষে তাঁর বাবার লাশ মিরপুর কবরস্থানে দাফন করা হয়।রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. শামীম হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা নিহত জাফরুলের পরিবারের অভিযোগসহ আরও বিভিন্ন দিক সামনে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। এই হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় বন্য হাতির তাণ্ডবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। পাকা আমন ধানখেতে প্রতি রাতে হাতির দল হানা দেয়। ফসল রক্ষায় পাহাড়িদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।সরেজমিনে পাহাড়িদের কাছ থেকে জানা যায়, পোড়াগাঁও ইউনিয়নের কৃষক ওসমান আলীর ৯০ শতাংশ, দলিল সাংমার ৭৫ শতাংশ, মিনিজ সাংমার ২৫ শতাংশসহ পাঁচ দিনে বুরুঙ্গা কালাপানি ও বাতকুচি গ্রামে হাতির দল ২০-৩০ একর জমির আধা পাকা ধান খেয়ে ফেলেছে। তাঁরা জানান, প্রতি রাতে ৩০-৩৫টি বন্য হাতির দল মধুটিলা এলাকার পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। ধান খেয়ে ধ্বংসযজ্ঞ চালায়। মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়াতে নির্ঘুম রাত কাটাতে হয় পাহাড়িদের। সমশ্চুড়া গ্রামের কৃষক মোবারক আলী বলেন, ‘রোববার রাত ১১টার দিকে ইকোপার্কসংলগ্ন পাহাড় থেকে ৩০-৩৫টি হাতির একটি দল লোকালয়ে নেমে আসে। আমি টংঘরে বসে খেত পাহারা দিচ্ছিলাম। দলটি প্রথমে আক্রমণ চালায় আমার টংঘরে। তিনদিক থেকে আমাকে ঘেরাও করে ফেলে। কোনোরকমে দৌড়ে পাহাড়ের টিলার ওপর গিয়ে জীবন রক্ষা করি। এরপর হাতির দল আমার টংঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয়। পরে মুহূর্তের মধ্যে ৯০ শতাংশ জমির ধান খেয়ে ফেলে।পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজাদ মিয়া জানান, ধান পাকার মৌসুমে হাতির অত্যাচারটা বেশি হয়। প্রতি রাতেই হাতির দল লোকালয়ে হানা দেয়। হাতি তাড়াতে এলাকাবাসী রাত জেগে পাহারা বসিয়েছে। তবুও কোনো কাজ হচ্ছে না।নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবেদ আলী প্রথম আলোকে বলেন, ‘এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’এটিএন বাংলাবেলা ৩-০৫ জীবনের চেয়ে দামী (রিয়াজ, পূর্ণিমা, আমিন খান)।চ্যানেল আইদুপুর ১-৩০ বিরোধ।একুশে টিভিবেলা ১১-৩০ কী জাদু করিলা।এনটিভিসকাল ৮-৪৫ উল্টা পাল্টা (মান্না, পূর্ণিমা, ইরিন জামান)।দেশ টিভিবেলা ৩-০০ এই মন তোমাকে দিলাম।আরটিভিদুপুর ১২-১০ হূদয়ের বন্ধন (রিয়াজ, শাবনূর, আমিন খান)।বাংলাভিশনদুপুর ১-০৫ কথা দাও সাথী হবে (শাকিব খান, অপু বিশ্বাস)।বৈশাখী টিভিসকাল ৮-২ বউয়ের জ্বালা।মাছরাঙা টিভিসকাল ৯-০২ ও সাথীরে (শাকিব খান, অপু বিশ্বাস)।চ্যানেল নাইনসকাল ৯-০০ কী জাদু করিলা।এশিয়ান টিভিদুপুর ২-০৫ বেঈমানী (ইলিয়াস কাঞ্চন, দিতি, অমিত হাসান)।ডিডি বাংলাবেলা ১১-৩০ অশনি সংকেত (সৌমিত্র, ববিতা, সন্ধ্যা রায়)।ইটিভি বাংলাদুপুর ১-৩০ অন্ধ বিচার (মিঠুন, মন্দাকিনী)।জলসা মুভিজসকাল ৯-২৫ অবশেষে (অমল পালেকর, পার্থ মুখার্জি)। ১২-০০ বিধাতার লেখা (জিৎ, হূষিতা ভাট, প্রিয়াংশু)। ৩-২০ দাদু নাম্বার ওয়ান (রঞ্জিত মল্লিক, ফেরদৌস, রচনা)। ৬-২০ সঙ্গী (জিৎ, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক)। ৯-৩০ রহমত আলী (মিঠুন, ঋতুপর্ণা, রূপা গাঙ্গুলী)।জি টিভিদুপুর ১-০০ কিসমত কানেকশন (শহীদ কাপুর, বিদ্যা বালান)। ৪-০০ কমান্ডো ওয়ান ম্যান আর্মি।জি সিনেমাসকাল ৯-২০ শির্দি কে সাইবাবা (সুধীর দালভি, মনোজ কুমার, হেমা মালিনী)। ১২-২১ লাল বাদশাহ (অমিতাভ বচ্চন, শিল্পা শেঠি, মনীষা কৈরালা)। ৩-২১ রিটার্ন অব চন্দ্রমুখী। ৬-২৩ গড টুসি গ্রেট হো (অমিতাভ বচ্চন, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া)। ৯-৩০ রামাইয়া ভাস্তাভাইয়া (সনু সুদ, শ্রুতি হাসান)জি প্রিমিয়ারসকাল ১০-০০ রাজকুমার (অনিল কাপুর, মাধুরী দীক্ষিত)। ১-৩০ ভাই দ্য লায়ন। ৫-৩০ চতুর সিং টু স্টার (সঞ্জয় দত্ত, আমিশা প্যাটেল)। ৮-৩০ কৃষ্ণা ঔর কানস।সেট ম্যাক্সসকাল ৮-০০ মেরে হিন্দুস্তান কি কসম (নাগার্জুন)। ১১-০০ আবরা কা ডাবরা। ১-৩০ ব্যান্ড বাজা বরাত (রনবীর সিং, আনুশকা)। ৬-০০ এফ.এ.এল.টি.ইউ. (রিতেশ, সুস্মিতা সেন, মল্লিকা শেরাওয়াত)। ৯-৩০ আশিকি ২ (আদিত্য, শ্রদ্ধা)।ফক্স মুভিজসকাল ৮-৩৫ টুথ ফেইরি ২। ১০-০৫ ক্রনিকল। ১১-৩০ দ্য সিটার। ১২-৫০ দ্য হবিট। ৩-৪০ দ্য সিম্পসনস মুভি। ৫-১০ সাংহাই নুন (জ্যাকি চ্যান, ওয়েন উইলসন, লুসি লিউ)। ৭-০০ হ্যানসেল অ্যান্ড গ্রেটেল। ৮-৩০ প্রমিথিউস (শার্লিজ থেরন)। ১০-৩৫ দ্য ওয়াকিং ডেড।এইচবিওসকাল ৮-৪১ ওয়েডিং ক্র্যাশারস। ১১-০০ এক্সট্রিমলি লাউড অ্যান্ড ইনক্রেডিবলি ক্লোজ (টম হ্যাঙ্কস, স্যান্ড্রা বুলক)। ১-৩৭ দ্য ক্যাম্পেইন (উইল ফেরেল)। ৩-১৬ রাইজ অব দ্য গার্ডিয়ানস। ৫-১৩ ন্যাশনাল ট্রেজার (নিকোলাস কেজ, ডায়ানে ক্রুগার)। ৭-৫১ দ্য অ্যানিমেল। ৯-৩০ স্টেপ আপ রেভোল্যুশন। ১১-২৭ লুপার (ব্রুস উইলিস)।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শীতজনিত কারণে গত দুই দিনে আমেনা খাতুন (৭২) ও শফিউল ইসলাম (৪৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।এলাকাবাসী সূত্র জানায়, তিন দিন ধরে উপজেলায় তীব্র শীত পড়েছে। বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামের মৃত নইমুদ্দিনের স্ত্রী আমেনা খাতুন শীতজনিত কারণে গত রোববার সকাল সাড়ে সাতটার দিকে মারা যান।রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল হক জানান, এ ইউনিয়নের মোহামঞ্চদপুর গ্রামের মৃত মওলা বক্সের ছেলে শফিউল ইসলাম কনকনে ঠান্ডার মধ্যে গতকাল সোমবার ভোরে মাঠে কাজ করতে যান। সেখানে তিনি মারা যান।পরিবারের সদস্যদের দাবি, প্রচণ্ড ঠান্ডায় তিনি মাঠে মারা গেছেন। পরে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুস্থ শীতার্তদের জন্য উপজেলায় ৭১০টি কম্বল বরাদ্দ এসেছে। এর মধ্যে ৬০০টি পাওয়া গেছে। এগুলোর মধ্যে ৫০টি কম্বল নির্বাচনী কাজে নিয়োজিত আনসারদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি ৫৫০টি ১৪টি ইউনিয়নে গত দুই-তিন আগে বিতরণ করা হয়েছে।
সঠিক প্রশ্নোত্তর  অংশ-১৮প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।অধ্যায়-৩৮। আল্লাহ্ তাআলার সৃষ্টির মধ্যে কে সবার চেয়ে সেরা?ক. জীবজন্তু খ. পশুপাখি গ. কীটপতঙ্গ ঘ. মানুষউত্তর: ঘ. মানুষ।৯। ‘পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দয়া দেখাও। আল্লাহ্ তোমাদের প্রতি দয়া করবেন।’—উক্তিটি কে করেছেন?ক. আল্লাহ্ তাআলা খ. মহানবী (সা.)গ. হজরত আদম (আ.) ঘ. হজরত নূহ (আ.)উত্তর: ক. আল্লাহ্ তাআলা।১০। আল্লাহ্ তাআলার ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব কী?ক. ধনসম্পত্তির মালিক হওয়া খ. খাওয়াদাওয়া করাগ. আল্লাহ তাআলার সকল সৃষ্টির সেবা করাঘ. ন্যায়বিচার করাউত্তর: ঘ. ন্যায়বিচার করা।১১। অভাবী ও অসুস্থ মানুষকে সাহায্য করলে আল্লাহ তাআলা কী হন?ক. রাগ করেন খ. রাজা বানানগ. হিসাব-নিকাশ নেবেন না ঘ. খুশি হনউত্তর: ঘ. খুশি হন।১২। ‘রাহমাতুল্লিল আলামীন’ মানে কী?ক. দেশকে ভালোবাসা খ. সমগ্র বিশ্বের রহমতস্বরূপগ. সত্য ও ন্যায়পথে চলাঘ. সমস্ত কিছুর মালিক আল্লাহ্ তাআলাউত্তর: খ. সমগ্র বিশ্বের রহমতস্বরূপ।১৩। নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করাকে কী বলে?ক. হিজরত খ. সৃষ্টিকে সেবা গ. দেশপ্রেম ঘ. ইবাদতউত্তর: গ. দেশপ্রেম।১৪। মহানবী (সা.) জন্মভূমি মক্কা ত্যাগের সময় বারবার ফিরে তাকাচ্ছিলেন কিসের দিকে?ক. স্ত্রীর দিকে খ. সন্তানের দিকেগ. মক্কার দিকে ঘ. তায়েফের দিকেউত্তর: গ. মক্কার দিকে।১৫। নিচের কোনটির মাধ্যমে তুমি দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা করতে পার?ক. ধনসম্পত্তি অর্জন করেখ. পানি, বিদ্যুৎ, গ্যাস অপচয় রোধ করেগ. জ্ঞান অর্জন করেঘ. শক্তি ও সাহস সঞ্চয় করেউত্তর: খ. পানি, বিদ্যুৎ, গ্যাস অপচয় রোধ করে।১৬। ‘দেশপ্রেম ঈমানের অঙ্গ’—বাণীটি কার?ক. আল্লাহ্ তাআলার খ. মহানবী (সা.)-এরগ. আরব কাফেরগণের ঘ. আরব মনীষীগণেরউত্তর: খ. মহানবী (সা.)-এর১৭। কারও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ যদি প্রতিশোধ না নিয়ে তাকে ছেড়ে দেয় এবং তার প্রতি দয়া প্রদর্শন করে তাহলে তাকে বলে কী?ক. দেশপ্রেম খ. আখলাক বা চরিত্র গ. ক্ষমা ঘ. সততাউত্তর: গ. ক্ষমা১৮। মহানবী (সা.)-এর প্রেম ও ক্ষমার আদর্শে মুগ্ধ হয়ে কারা স্বেচ্ছায় দলে দলে ইসলাম গ্রহণ করেছিল?ক. মদিনাবাসী খ. মক্কাবাসীগ. জেরুজালেমবাসী ঘ. হজ কাফেলাউত্তর: খ. মক্কাবাসী।শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুরপরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমার্কিন নজরদারি বিষয়ে জোরালোভাবে আত্মপক্ষ সমর্থন করলেন শীর্ষস্থানীয় মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। নজরদারি কেলেঙ্কারি নিয়ে একের পর এক ঘটনা প্রকাশ পাওয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার বেকায়দায় পড়লেও আইনপ্রণেতাদের সামনে গত মঙ্গলবার গোয়েন্দারা এর পক্ষেই সাফাই গাইলেন।শীর্ষস্থানীয় মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা গত মঙ্গলবার বিকেলে ওয়াশিংটনে আইনপ্রণেতাদের সমন্বয়ে গঠিত সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেন।জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপার ওয়াশিংটনে আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, বিদেশি নেতাদের অভিযোগ মার্কিন নীতির পরিপন্থী। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর ‘নির্বিচারে’ নজরদারি করেনি।জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান কিথ আলেক্সান্ডার কংগ্রেস সদস্যদের কাছে দাবি করেন, ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোও বিভিন্ন সময় ফোনালাপের রেকর্ড সংগ্রহ করেছে এবং সেগুলো মার্কিন গোয়েন্দাদের সঙ্গে বিনিময় করেছে।মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেন, ইউরোপের লাখ লাখ মানুষের ব্যক্তিগত ব্যাপারে মার্কিন গোয়েন্দাদের নজরদারির ব্যাপারে প্রকাশিত বিভিন্ন সংবাদ ‘সম্পূর্ণ মিথ্যা’।বিশেষ করে দীর্ঘদিনের মিত্র জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতার ব্যাপারটি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অনেক আগে থেকে জানতেন বলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বক্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ইউরোপীয় মিত্রদের মধ্যে ফ্রান্স ও ইতালির নেতা ও জনগণের ফোনকলের ওপরও আড়ি পাতার অভিযোগ উঠেছে। এনএসএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন এ আড়ি পাতা ও নজরদারির ব্যাপারে অনেক তথ্য ফাঁস করেন। এ খবরে ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো প্রচণ্ড ক্ষুব্ধ হয়। তবে আলেক্সান্ডার ও ক্ল্যাপার দাবি করেছেন, সংবাদপত্রে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনের অধিকাংশই ‘ভুল-বোঝাবুঝির ওপর ভিত্তি করে’ তৈরি করা হয়েছে।এনএসএর প্রধান কিথ আলেক্সান্ডার বলেন, ফ্রান্স, স্পেন ও ইতালিতে এনএসএ লাখ লাখ ফোনালাপে আড়ি পেতেছে বলে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য। ইউরোপীয় নাগরিকদের কোনো তথ্য সংগ্রহ করা হয়নি। আইনপ্রণেতাদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা বরং জনগণের আরও সমালোচনা সইবেন; কিন্তু সন্ত্রাসী হামলায় প্রাণহানির সুযোগ দেবেন না।মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এ সাক্ষ্যের কয়েক ঘণ্টা আগে প্রভাবশালী পত্রিকাওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ফ্রান্স ও স্পেনের গোয়েন্দা সংস্থাগুলো বিদেশে ইলেকট্রনিক মাধ্যমে নজরদারি চালিয়েছে। অনেক সময় তারা যুদ্ধক্ষেত্র থেকেও তথ্য সংগ্রহ করেছে। পরে এসব তথ্য যুক্তরাষ্ট্রের এনএসএর কাছে সরবরাহ করা হয়েছে।ওই প্রতিবেদনের বক্তব্য সত্যি হলে ইউরোপীয় সরকারগুলো বিব্রত হতে পারে। কারণ, তারা মার্কিন নজরদারির বিরুদ্ধে কয়েক দিন ধরে কঠোর সমালোচনা করে আসছে।জার্মানির অস্বীকার: জার্মানির পররাষ্ট্র গোয়েন্দা বিভাগের প্রধান গেরহার্ড শিন্ডলার গতকাল বুধবার বলেছেন, তাঁর দেশ থেকে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়নি। ওয়াশিংটন ডিসির জার্মান দূতাবাস থেকে কোনো ধরনের টেলিযোগাযোগ-গোয়েন্দা নজরদারি হয়নি।নিরাপত্তা জোরদার করবে চীন: ইউরোপে লাখ লাখ ফোনালাপে এনএসএ আড়ি পেতেছিল বলে তথ্য প্রকাশের পর চীন এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, মার্কিন নজরদারি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো অন্য অনেক দেশের মতোই চীনও গুরুত্বসহকারে বিবেচনা করছে। এএফপি, বিবিসি ও রয়টার্স।আওয়ামী লীগের সাংসদ (পটুয়াখালী-৩) গোলাম মাওলা রনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ শুক্রবার রাতে নিজের ফেসবুক পাতায় দেওয়া স্ট্যাটাসে তিনি এই ইচ্ছা ব্যক্ত করেন।রনি তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘কিছূ টেলিভিশন চ্যানেল খবর প্রচার করছে যে, গোলাম মাওলা রনিকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি । কিন্ত বাস্তব ঘটনা হল আমি আওয়ামী লীগের মনোনয়ন পত্রই সংগ্রহ করিনি। আমার প্রশ্ন যেখানে চাওয়ার প্রশ্ন থাকে না, সেখানে দেবার বিষয় কিভাবে উত্থাপিত হয়?জেল থেকে বের হবার পর আমি এবং আমার পরিবার সিদ্ধান্ত নেই যদি পারি স্বতন্ত্র নির্বাচন করবো। বাংলাদেশের দলকানা রাজনীতিতে স্বাধীনভাবে কথা বলতে গেলে পদে পদে অপমান লাঞ্ছনা এবং বাধার সম্মুখিন হতে হয় বলেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। যতদিন সার্মথ্য থাকবে ততদিন সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলে যাব ইনসাআল্লাহ...আর হ্যা, এক দলীয় বা কোনো পাতানো নির্বাচনে অংশ গ্রহণ করে কোলাবেটর হিসেবে কুখ্যাতি অর্জন করতে চাই না।আশা করছি সবাইকে পাশে পাব সব সময়। সবার দোয়া কামনা করছি....’উল্লেখ্য, আজ আওয়ামী লীগের পক্ষ থেকে রনির নির্বাচনী এলাকায় দলীয় মনোনয়নপ্রাপ্ত হিসেবে আ খ ম জাহাঙ্গীরের নাম ঘোষণা করা হয়েছে।প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলে যশোর জেলায় এবার গত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে। তবে বেড়েছে পাসের হার। অপর দিকে ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হার দুই-ই বেড়েছে।২০১২ সালে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল আট হাজার ২৯১ জন। পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৭ শতাংশ। সেখানে এবার জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৫৫৮ জন। পাসের হার শতভাগ। ইবতেদায়ি পরীক্ষায় গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১১ জন এবং পাসের হার ছিল ৯৬ দশমিক ১২। এবার জিপিএ-৫ পেয়েছে ১৭৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৬।এ বছর জেলায় ৪৫ হাজার ৬৭১ জন পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। আর ইবতেদায়ি সমাপনীতে পাঁচ হাজার ৮৮৭ জন অংশ নিয়ে পাস করেছে পাঁচ হাজার ৮৬১ জন।গতকাল সোমবার বেলা একটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক প্রথম আলোকে বলেন, এবারের পিএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রশ্নপত্র একটু কঠিন হওয়ায় জিপিএ-৫ কমে গেছে। তা ছাড়া এবারের পাঠ্যসূচিতে ২৫ শতাংশ সৃজনশীল পদ্ধতির হওয়ায় শিক্ষার্থীদের বুঝতে একটু সমস্যা হয়েছে।
বাংলাদেশের বাজারে প্রতিদিন কী পরিমাণ ভেজাল, অবৈধ, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয়, তার কোনো হিসাব নেই। তবে গত শনিবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও র‌্যাব সদস্যদের সহযোগিতায় একটি ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান থেকে স্পষ্টভাবে ধারণা করা যায়, পরিমাণটি বিপুল হবে।কিন্তু যে প্রক্রিয়ায় মার্কেটগুলোর ফটক বন্ধ করে অভিযান চালিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছে, তাতে এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। বিচ্ছিন্ন ঘটনায় একজন র‌্যাব সদস্য আহত হওয়ার পর অভিযানে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখা দরকার।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের পর প্রথম আলোকে জানিয়েছেন, অভিযানে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ, ভেজাল, অবৈধ ও নিম্নমানের ওষুধ, নানা রকমের সম্পূরক খাদ্য ও ব্যথানাশক ওষুধ উদ্ধার করা হয়েছে। খোদ রাজধানীর পাইকারি ওষুধের বাজারের চিত্রই যদি এ রকম হয়, তাহলে গ্রামগঞ্জ ও মফস্বলের অবস্থা ভেবে উদ্বিগ্ন হতে হয়।কিন্তু ব্যবসায়ীরা বলছেন, ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরি করে বিভিন্ন কারখানা। সেখানেই প্রথম অভিযান চালানো উচিত। তা ছাড়া পরীক্ষাগারে ওষুধের গুণমান পরীক্ষা না করে অনুমানের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়েছে। এর প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে গতকাল রোববার ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট করেছেন।মিটফোর্ডে এই ঝটিকা অভিযানে ১০৩ ওষুধ ব্যবসায়ীকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে বিচার করে এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে তাঁদের মধ্যকার ২০ জনকে। বাকি ৮৩ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।ওষুধ ব্যবসায়ী নেতারা বলছেন, অসাধু ব্যবসায়ীদের বিষয়ে র‌্যাব-পুলিশকে সহায়তা করতে তাঁদের আপত্তি নেই। আগে তাঁরা সহায়তা করেছেনও। কিন্তু শনিবার যেভাবে গণহারে জেল-জরিমানা করা হয়েছে, তা উদ্বেগজনক। দুটি বিদেশি সাবান রাখার দায়ে দুই লাখ টাকা জরিমানা করা অস্বাভাবিকও বটে।আমরা মনে করি, ভেজালবিরোধী অভিযান আরও চালানো উচিত। কিন্তু যে প্রক্রিয়ায় অভিযান চালানো হয়েছে, তা সমর্থনযোগ্য নয়। ওষুধের বাজারে অভিযান যদি একটি নিয়মিত ও যৌক্তিক পদক্ষেপ হয়, তাহলে অসাধু ওষুধ ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমতে পারে। কিন্তু অভিযানের নিরপেক্ষতা নিয়ে সতর্ক থাকতে হবে, যাতে লঘু পাপে কারও গুরু শাস্তি না হয়।মিটফোর্ডে অভিযানটির মধ্য দিয়ে স্পষ্ট হলো, ভেজাল ও নিম্নমানের ওষুধ এত বিপুল পরিমাণ বিক্রি হওয়ার অর্থ এগুলো কোথাও না কোথাও উৎপাদন করা হচ্ছে। অভিযান চালাতে হবে সেই কারখানাতেও, যেখানে এগুলো উৎপাদিত হচ্ছে। উৎপাদনের সব সুযোগ বন্ধ করে দেওয়া গেলে বাজারে আর সেগুলো আসতে পারবে না।বামপন্থীদের উদ্যোগে সাম্প্রদায়িকতাবিরোধী সম্মেলনে ১৪টি রাজনৈতিক দল ‘প্রাণ দিয়ে’ বিজেপিকে রোখার সংকল্প নিল। কিন্তু গতকাল বুধবারের এ সম্মেলনে আগামী দিনে একজোট হয়ে এ লক্ষ্যে যৌথ কোনো কর্মসূচি গৃহীত হয়নি। আগামী সাধারণ নির্বাচনের পর কেন্দ্রে অ-কংগ্রেসি ও অ-বিজেপি সরকার গড়তে এ দলগুলো জোটবদ্ধ হবে কি না, সেই ইঙ্গিতও এ সম্মেলনে কেউ দিতে চায়নি।বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির উত্থান এবং তার পরপরই উত্তর প্রদেশের মুজাফফরনগরের দাঙ্গা দেশের বামপন্থীদের এ সম্মেলন আয়োজনে উৎসাহিত করে। সেই দিক দিয়ে গতকালের সম্মেলন এক কথায় সফল। চার বামপন্থী দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও এ সম্মেলনে যোগ দেন জেডিএস নেতা সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়া, সমাজবাদী দলের মুলায়ম সিং যাদব, জেডিইউ নেতা নীতিশ কুমার, বিজেডির জয় পান্ডা, এডিএমকের থাম্বিদুরাই, অগপর প্রফুল্ল মহন্ত, জেভিপির বাবুলাল মারান্ডি, বিক্ষুব্ধ অকালি দলের মনপ্রীত সিং, আরপিআইয়ের প্রকাশ আম্বেদকর এবং কংগ্রেসের জোটসঙ্গী এনসিপি নেতা দেবীপ্রসাদ ত্রিপাঠী।সম্মেলনে যোগ দেওয়া নেতাদের সবাই ধর্মনিরপেক্ষ ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার রাজনীতির প্রয়োজনীয়তা এবং সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার গুরুত্ব বোঝানোর চেষ্টা করলেন। তবে অদূর ভবিষ্যতে একজোট হওয়া কিংবা যৌথ কর্মসূচি গ্রহণের কোনো প্রস্তাবে আগ্রহী হলেন না।বামদের এ সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে বিকল্প সরকার গঠনের সলতে পাকানোর কাজ শুরু হলো কি না, সেই প্রশ্ন বারবার উঠে এসেছে। এদিন কিন্তু সেই বিষয়ে নির্দিষ্ট করে কোনো নেতাই কিছু বলেননি। বরং প্রত্যেকেই তাঁদের আগামী দিনের সম্ভাবনা খুলে রেখেছেন। ফলে একদা বিজেপির সঙ্গী হওয়া বিজু জনতা দল কিংবা এআইএডিএমকে ভবিষ্যতে কোনোভাবে বিজেপির সঙ্গে হাত মেলাবে কি না, সে বিষয়ে কোনো অঙ্গীকার এদিন শোনা যায়নি। কিংবা কংগ্রেস ও বিজেপিকে বাদ দিয়ে বিকল্প সরকার গড়তে আগামী দিনে তাঁরা জোটবদ্ধ হবেন, সেই প্রতিশ্রুতিও কেউ দেননি।বামপন্থীরা এ সম্মেলনে আমন্ত্রণ জানাননি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় তাই কলকাতায় কটাক্ষ করে বলেছেন, বামপন্থীরা আগে নিজেদের দল সামলাক। তারপর নতুন সরকার গঠনের তোড়জোড় করুক। এ রাজ্যে ওদের ঝাঁপ তো বন্ধ হয়ে গেছে।অন্যদিকে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ভোটের আগে সব সময়ই তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা মাথাচাড়া দেয়। আসলে তৃতীয় ফ্রন্ট এখন ইতিহাস। আর ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, বিজেপির উত্থান ঠেকাতে কংগ্রেসই এটা করছে। তৃতীয় ফ্রন্ট হলো কংগ্রেসের বি টিম।     এ বছর ‘মুনীর চৌধুরী সম্মাননা পদক’ পেলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। মুনীর চৌধুরীর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্য সংগঠন ‘থিয়েটার’ এ সম্মাননা দেয়। অনুষ্ঠানে ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক’ দেওয়া হয় তরুণ নাট্যকর্মী সামিনা লুৎফাকে।সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। থিয়েটারের সভাপতি ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, নাট্যজন রামেন্দু মজুমদার, মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর এবং মোহাম্মদ জাকারিয়ার মেয়ে সুরমা জাকারিয়া।জঙ্গি সংগঠন ভারতীয় মুজাহিদিনের (আইএম) প্রধান নেতা আহমদ জারার সিদ্দিবাপ্পা ওরফে ইয়াসিন ভাটকাল বলেছেন, তিনি সুরাটে পারমাণবিক বোমা হামলার পরিকল্পনা করেছিলেন। সম্প্রতি নিরাপত্তা-সংশ্লিষ্ট বাহিনীর জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দেন বলে দাবি করা হয়েছে। গত ২৭ আগস্ট নেপালের পোখরায় গ্রেপ্তার হন ইয়াসিন। সূত্র বলছে, তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ইয়াসিন বলেন, একটি ছোট আকারের পারমাণবিক বোমার ব্যবস্থা করা যায় কি না, তা জানতে চেয়ে তিনি তাঁর সংগঠনের পাকিস্তানভিত্তিক নেতা রিয়াজ ভাটকালকে ফোন করেছিলেন। জবাবে রিয়াজ বলেন, পাকিস্তানে যেকোনো কিছুই সম্ভব। টাইমস অব ইন্ডিয়া।
অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পরিস্থিতিতে এবার বিনিয়োগকারীদের সতর্ক বা সাবধান করেছে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো রহিমা ফুড, আনোয়ার গ্যালভ্যানাইজিং ও জেএমআই সিরিঞ্জ। গতকাল রোববার ডিএসইর ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।কোম্পানিগুলোর পক্ষ থেকে বিনিয়োগকারীদের সর্তক করে বলা হয়েছে, শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের হাতে নেই। এই অবস্থায় এসব শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বৃহস্পতিবার উল্লিখিত তিন কোম্পানিসহ ১২টি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ তদন্তে ডিএসইকে নির্দেশ দেয়।কিছুদিন ধরে কোম্পানি তিনটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটে চলেছে। ডিএসইর ওয়েবসাইট থেকে দেখা যায়, গত এক মাসে রহিমা ফুডের প্রতিটি শেয়ারের দাম ১৬ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা ৭০ পয়সা। একইভাবে আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের শেয়ারের দাম এক মাসে ১৮ টাকা বেড়ে হয়েছে ৩৩ টাকা ৮০ পয়সা। আর জেএমআই সিরিঞ্জের প্রতিটি শেয়ারের দাম ১৮৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৩২২ টাকা।এদিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে গতকাল বেলা একটার দিকে আবারও রহিমা ফুডের এবং অব্যাহত অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নর্দান জুটের লেনদেনও গতকাল স্থগিত করে ডিএসই কর্তৃপক্ষ।ডিএসই জানিয়েছে, সাময়িকভাবে কোম্পানি দুটির লেনদেন স্থগিত করা হয়েছে। ফলে আজ সোমবার আবারও এগুলোর স্বাভাবিক লেনদেন হবে। তবে ডিএসই প্রয়োজন মনে করলে লেনদেনে আবারও যেকোনো সময় স্থগিতের সিদ্ধান্ত নিতে পারে।মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য কংগ্রেসম্যান অ্যালান গ্রেসন বলেছেন, পাকিস্তান চাইলে ‘পরদিন থেকেই’ সে দেশে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধ করা হবে। সে ক্ষেত্রে তাদের অনুমতি ছাড়া আর একটা হামলাও চালানো হবে না।ফ্লোরিডার কংগ্রেস সদস্য গ্রেসন আরও বলেছেন, ওবামা প্রশাসনের কাছ থেকে তিনি এমন কোনো নথি পাননি, যা থেকে বলা যায়, চলতি বছরের শেষ নাগাদ পাকিস্তানে ড্রোন হামলা বন্ধ করা হবে।অ্যালান গ্রেসন বলেন, পাকিস্তানের সম্মতি ছাড়া ওই ধরনের হামলা চালানো সম্ভবই নয়। কেননা, দেশটির একটি শক্তিশালী বিমানবাহিনী রয়েছে।প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের পর পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ড্রোন হামলা ‘উল্লেখযোগ্য মাত্রায়’ কমে আসবে। বিবিসি।বাকশিল্পী নরেন বিশ্বাসের প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তমঞ্চে নরেন বিশ্বাস স্মরণ ও নরেন বিশ্বাস পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে কণ্ঠশীলন। এ বছর পদক পেয়েছেন কাজী মদিনা। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কণ্ঠশীলন প্রশিক্ষক এনায়েত কাজল। অধ্যাপক নরেন বিশ্বাসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন গোলাম কুদ্দুছ, মীর বরকত, আলতাফ হোসেন ও আহ্্কাম উল্লাহ্। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম সারোয়ার।নরেন বিশ্বাসের ধারণকৃত আবৃত্তি দিয়ে শুরু হয় আয়োজন। এরপর উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ফাহিমা সামাদ।পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হল এলাকার একটি ঘর থেকে গতকাল সোমবার দপুরে শারমিন আক্তার (২১) নামের এক গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিবুল্লাহকে আটক করা হয়েছে। আত্মীয়স্বজন ও পুলিশ সূত্র জানায়, গত রোববার সন্ধ্যার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়।বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
দেশের অনেকগুলো জায়গায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাঁদের ভাষায় পেশাগত বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন। পেশায় ও পদে বিভাজন থাকতেই পারে, কিন্তু মর্যাদা ও সুযোগের বৈষম্য আরও বাড়লে পেশার ক্ষেত্রে বিশৃঙ্খলা ও অনিষ্ঠা সৃষ্টি হয়। হবু ডিপ্লোমা প্রকৌশলীরা প্রকৌশলী হিসেবেই বিবেচিত ও মূল্যায়িত হতে চান; তাঁরা মোটেই সুপারভাইজার হিসেবে চিহ্নিত হতে চান না। তাঁদের বক্তব্যে যুক্তি আছে।সরকার ২০০৮ সালে যে অধ্যাদেশ জারি করেছে, সেখানে প্রকৌশলীদের সংজ্ঞার মধ্যে কেবল বিএসসি ডিগ্রিধারীদের রাখা হয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের রাখা হয়নি। পরিবর্তিত সংজ্ঞায় চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীদের ডিপ্লোমা ইন সুপারভাইজার বলা হয়। এই পরিবর্তনের ফলে পেশাগত ক্ষেত্রে তাঁরা এক ধাপ নিচে নেমে যাবেন, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর সরকারি চাকুরে হিসেবে গণ্য হবেন; এমনটাই সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আশঙ্কা। এর বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে, কিন্তু তার জন্য রাস্তা অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘাতে লিপ্ত হতে হবে কেন? চাপ দিয়ে বা বল প্রয়োগ করে দাবি আদায় কখনো একমাত্র পন্থা হতে পারে না। মুশকিল হচ্ছে, সরকার ও রাষ্ট্রীয় প্রশাসন বিভিন্ন সময় সরকারি কর্মজীবীদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়ে নেয়। স্বভাবতই এই অগণতান্ত্রিক পন্থা ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। তারা নিজেদের বঞ্চিত ও পরিত্যক্ত বলে মনে করা শুরু করে। এতে করে কেবল পেশাগত নৈরাজ্যই সৃষ্টি হয় না, তাঁদের মধ্যে সেবাদানের উৎসাহে ভাটা পড়ে। এরই প্রতিফলন ঘটেছে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধে।পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ডিপ্লোমা চার বছর মেয়াদি। এটা কম নয়, আবার এই শিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ পদায়ন কী হতে পারে, সেটাও নতুন করে ভাবতে হবে। দৃশ্যত, ২০০৮ সালের অধ্যাদেশকে যথাযথ মনে করা যাচ্ছে না। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের উচিত, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট গবেষকদের সঙ্গে আলোচনা করে দ্রুতই একটা সংশোধনের দিকে যাওয়া। পাশাপাশি সব ডিপ্লোমা ডিগ্রির মান বাড়ানোরও বিকল্প নেই।শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী আফগানিস্তানের প্রতিনিধিরা শিগগিরই পাকিস্তানে গিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া তালেবান নেতা মোল্লা বারাদারের সঙ্গে দেখা করবেন। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা গতকাল বুধবার এ খবর জানিয়েছেন।আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এক বিবৃতিতে বলেছেন, তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে গত মঙ্গলবার আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন। সেই অনুসারে আফগান প্রতিনিধিদের একটি দল শিগগিরই বারাদারের সঙ্গে দেখা করতে পাকিস্তান সফরে যাবে।আফগান শান্তি-প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে বারাদারকে গত সেপ্টেম্বরে মুক্তি দিয়েছে পাকিস্তান সরকার। তবে কারাগার থেকে মুক্তির পরও তাঁকে গৃহবন্দী রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে আগামী বছরের শেষ নাগাদ প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই তালেবান বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার জন্য উদ্যোগী হয়েছে আফগান কর্তৃপক্ষ। ন্যাটো সেনাদের প্রত্যাহারের পর শান্তি বজায় রাখতে পাকিস্তানের সমর্থনকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী তালেবান সরকারের প্রতি পাকিস্তানের সমর্থন ছিল। এএফপি।বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলন অতীতে বিভিন্ন সময়ে যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছে। সম্মেলন ঘিরে আগ্রহ, উৎসাহ ও উত্তেজনা কোনোটিই কম ছিল না। সিয়াটল (১৯৯৯), দোহা (২০০১), কানকুন (২০০৩) বা হংকং (২০০৫) সম্মেলনের কথা স্মরণ করলেই তা বোঝা যায়। আর তাই আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হতে যাওয়া নবম সম্মেলন ঘিরে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। প্রশ্ন হলো, বালি সম্মেলন কি তেমন উত্তেজনাকর হবে? বাংলাদেশই বা এই সম্মেলন থেকে কী পাবে?ডব্লিউটিওর নিয়ম অনুসারে দুই বছর পর পর সদস্যদেশগুলোর বাণিজ্যমন্ত্রীরা একটি সম্মেলনে মিলিত হয়ে থাকেন। এতে বিশ্ব বাণিজ্যের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। তবে ২০০১ সালে দোহা পর্ব শুরু হওয়ার পর থেকে এই সম্মেলন নতুন মাত্রা পায়। যেমন, ২০০৫ সালের সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশ এলডিসির জন্য বিশেষ সুবিধা ভোগ করছে। বালিতে এলডিসির প্রথম বিষয়টি হলো কোটামুক্ত ও শুল্কমুক্ত বাজারসুবিধা। ডব্লিউটিওর গোড়াপত্তন থেকেই এলডিসিগুলোর প্রধান দাবি হলো, এই বাজারসুবিধা যা থেকে বাংলাদেশও বড় আকারে উপকৃত হতে পারে। ইতিমধ্যে বিভিন্ন উন্নত দেশ এলডিসিগুলোকে অবাধ বাজারসুবিধা দিয়েছে। যেমন, ২০০১ সালে ইউরোপীয় ইউনিয়ন আর ২০০২ সালে কানাডা। ডব্লিউটিওর হংকং সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল উন্নত দেশগুলো তাদের ট্যারিফ লাইনের অন্তত ৯৭ শতাংশ ক্ষেত্রে এলডিসিগুলোকে অবাধ বাজারসুবিধা দেবে। বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাদে সব উন্নত দেশই এলডিসিগুলোকে প্রায় পূর্ণ বাজারসুবিধা দিয়ে দিয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে ২০০৫ সালের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি। এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যারা সামর্থ্যবান, তারাও যেন এই সুবিধা দেয়, সে সিদ্ধান্তও ছিল; যদিও অনেক দেশই তা সীমিত পরিসরে দিয়েছে।সম্প্রতি জেনেভায় এই বাজারসুবিধার বিষয়ে এলডিসিগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়া আফ্রিকার কয়েকটি দেশ অভিযোগ করেছে, এশিয়ার এলডিসিগুলোকে যদি একই রকম বাজারসুবিধা দেওয়া হয়, তাহলে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। যখন বলা হলো, পণ্য পার্থক্যের কারণে আমাদের (বাংলাদেশ) সঙ্গে আফ্রিকার দেশগুলোর তেমন কোনো প্রতিযোগিতা নেই, তখন পাল্টা যুক্তি দেওয়া হয়েছে যে তাদের নতুন ও সম্ভাবনাময় পণ্য এই প্রতিযোগিতার মুখে পড়বে। তবে এই যুক্তি সঠিক নয়।বালি সম্মেলন থেকে আমরা সর্বোচ্চ এটুকুই আশা করতে পারি, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে তাদের দেওয়া বাজারসুবিধার পরিধি বাড়ানো এবং তা ডব্লিউটিওর তদারকির মধ্যে আনার বিষয়ে সমঝোতা। এটা অবশ্য প্রতিশ্রুতির অংশ হবে না।দ্বিতীয়ত, প্রথমবারের মতো আমরা বহুপক্ষীয় সম্মতির একটি উৎসবিধি (রুলস অব অরিজিন) পেতে পারি। এটা তিনটি পদ্ধতিতে হতে পারে: মূল্যানুপাতিক শতকরা হিসাব; এইচএস শ্রেণীকরণে পরিবর্তন; এবং সুনির্দিষ্ট উৎপাদন বা প্রক্রিয়া পরিচালন। স্বচ্ছতা ও দালিলিক প্রয়োজনীয়তার সংস্থানও থাকছে, যা একটি ইতিবাচক দিক। আমাদের রপ্তানিকারকদের এ বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করা উচিত।তৃতীয়ত, সেবা খাতে এলডিসিগুলোর সুবিধার জন্য কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে। আগামী বছরের জুলাই মাসে সদস্যদেশগুলো একটি সম্মেলন করে জানান দেবে যে এলডিসিগুলোর জন্য কোন কোন খাত এবং কোন ধরনের সেবা সরবরাহে অগ্রাধিকার-সুবিধা দেওয়া হবে। বালিতে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে আমাদের জনশক্তি রপ্তানির জন্য সহায়ক হবে।বাজারসুবিধার বাইরে বাণিজ্য সহজীকরণও এলডিসিগুলোর জন্য বালি সম্মেলনে তাৎপর্যপূর্ণ হবে। গ্যাট চুক্তির তিনটি অনুচ্ছেদ পরিবর্তন এখনো সমঝোতার অপেক্ষায় রয়েছে। এগুলো হলো: পঞ্চম অনুচ্ছেদ—ট্রানজিটের স্বাধীনতা; সপ্তম অনুচ্ছেদ—আমদানি ও রপ্তানির মাশুল ও আনুষ্ঠানিকতা; এবং দশম অনুচ্ছেদ—বাণিজ্য প্রবিধানের প্রকাশনা ও প্রশাসন। সদস্যদেশগুলো একটা চুক্তি করার দিকে অগ্রসর হচ্ছে, যেখানে এই তিনটি বিষয়ই একত্রে গাঁথা।আমাদের সবচেয়ে বেশি প্রভাবিত করবে ট্রানজিটের স্বাধীনতার বিষয়টি। বিস্তারিত কার্যপদ্ধতি মোটামুটি সমঝোতা হয়ে গেছে। ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ওপর এ বিষয়গুলো প্রভাব ফেলবে। আমাদের এ জন্য খুব সতর্ক থাকতে হবে।নতুন কাস্টমস-প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতাও তা প্রভাব ফেলবে। যদিও এলডিসি ও উন্নয়নশীল দেশগুলোর জন্য কিছুটা ছাড় আছে। বাস্তবায়নের ক্ষেত্রে তিন ধরনের সময়সীমা রাখা হয়েছে: তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন, নির্ধারিত বছরের মধ্যে বাস্তবায়ন এবং উন্নত দেশগুলো থেকে কারিগরি ও সক্ষমতা বৃদ্ধির জন্য সহায়তা পাওয়া সাপেক্ষে বাস্তবায়ন। তবে এখন পর্যন্ত উন্নত দেশগুলো থেকে তাদের নিয়মিত সহায়তার বাইরে বাড়তি কোনো সহযোগিতার প্রতিশ্রুতি পাওয়া যায়নি। আমাদের শুল্ক কর্তৃপক্ষের এই সমঝোতায় নিবিড়ভাবে যুক্ত থাকা প্রয়োজন।বালি সম্মেলনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ চলছে। তিনটি ক্ষেত্র বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে: বাণিজ্য সহজীকরণ, উন্নয়ন (এলডিসি ইস্যু) ও কৃষি। সদস্যরা একটা ভারসাম্যপূর্ণ সমঝোতার চেষ্টা করছে, যেন সবার স্বার্থ রক্ষিত হয়। তবে কৃষি খাতে বোঝাপড়া ছাড়া এ ধরনের কোনো সমঝোতা সফল হবে না।বাংলাদেশকে যেসব বিষয় প্রভাবিত করবে, সেসব বিষয়ে সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে। উৎসবিধি ও সেবা খাতে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এখন সেগুলো মসৃণভাবে বাস্তবায়ন হলেই হয়। বাণিজ্য সহজীকরণ, বিশেষত ট্রানজিটে আমাদের উদ্বেগ রয়ে গেছে। আর শুল্কমুক্ত বাজারসুবিধার ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য কিছু পাচ্ছি না।তৌফিক আলী: ডব্লিউটিওতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বর্তমানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী।ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি আমেথি আসনে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন আম আদমি পার্টির (এএপি) নেতা কুমার বিশ্বাস। এবার বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। বিজেপি নেতাদের উদ্দেশ করে কুমার বলেন, ‘মোদি যদি সত্যিই রাহুল গান্ধীকে হারাতে চান, তবে তাঁকে (মোদি) সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে দিন। কিংবা সভাপতি রাজনাথ সিংকে দাঁড় করান। রাহুল, মোদি ও আমি আমেথি থেকে লড়ি, দেখুন কে জয়ী হয়।’ পিটিআই।
বিজ্ঞাপন প্রচারের একটি ভালো মাধ্যম। এটা অস্বীকার করা যাবে না, কিন্তু বিজ্ঞাপনেরও কিছু নিয়ম মানা উচিত। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন এবং বিভিন্ন নির্বাচনী প্রচারণা লক্ষ করা যায়, যা মোটেও ঠিক কাজ নয়।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে কেন বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে প্রশ্ন রইল সব শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ এবং সর্বোপরি সরকারের কাছে।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দেয়ালের সর্বোত্তম ব্যবহার করা যায়। যেমন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী নিউটনসহ মহামানবদের জ্ঞানমূলক বাণী বা কথা যদি প্রতিটি শিক্ষাঙ্গনের দেয়ালে প্রচার করা হয়, এতে করে বহু শিক্ষার্থী ওই মহামানবদের কথা বা বাণী জেনে জ্ঞান লাভ করবে এবং শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি ও তাদের চরিত্র অনেক উন্নত হবে বলে বিশ্বাস করি।সরকারের কাছে আমাদের আবেদন, শিক্ষাঙ্গনের দেয়ালে যেন জ্ঞানমূলক বাণী বা কথা প্রচার হয়, তা বাধ্যতামূলক করা হোক এবং শিক্ষাঙ্গনের দেয়ালে জ্ঞানমূলক বাণী বা কথা ব্যতীত অন্য কিছুর প্রচার করলে তার জন্য শাস্তির বিধান করা হোক।পিয়ুস সাহা, কুমিল্লা।কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকা থেকে মো. আলীম (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে ১২টায় ফুলতলী গ্রামের সড়কের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।দুর্বৃত্তরা আলীমকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের ফজর আলীর ছেলে। আলিমের চাচাতো ভাই মো. ফরিদ মিয়া বলেন, গত মঙ্গলবার রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে দেবীদ্বার যাওয়ার কথা বলে চারজনের একটি দল অটোরিকশায় ওঠে। তাঁরা কুমিল্লা-সিলেট মহাসড়কে দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকায় আলীমকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। দুর্বৃত্তরা তাঁর দুটি চোখ উপড়ে ফেলে, একটি কান কেটে নেয় এবং মাথাসহ সারা শরীরে ছুরিকাঘাত করে পা বেঁধে একটি ডোবায় ফেলে দেয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আলীমের লাশের ময়নাতদন্ত হয়। বিকেল পাঁচটায় নিজ গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।দেবীদ্বার থানার ওসি গোলাম সারওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।যাত্রীসমেত বাসে পেট্রলবোমা মেরে ১৯ জন মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা যে রাজনৈতিক কৌশল হতে পারে না, এটা কে না জানে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যেন এ রকমই! এ দেশের মানুষের জীবনযাপন আজ এভাবেই জিম্মি হয়ে পড়েছে নৃশংস রাজনৈতিক কৌশলের হাতে। ১৮-দলীয় জোটের তিন দিনের অবরোধের শেষ দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাটির নিন্দা এবং ধিক্কার জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন।নিরীহ ১৯ জন মানুষ, যাঁদের দুজন ইতিমধ্যে মারা গেছেন, আরও কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের এবং তাঁদের স্বজনদের প্রতি জানাই সান্ত্বনা ও সমবেদনা।পেট্রলবোমার শিকার হওয়া বাসটি যেন বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার একটি মডেল। সেটিতে বাসচালক ও তাঁর সহযোগী ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ—ছাত্র, ব্যাংকের কর্মকর্তা, পুলিশের কনস্টেবল, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ। তাঁরা কাজ শেষে ঘরে ফিরছিলেন। কী অপরাধ ছিল তাঁদের? কেন এই নৃশংসতার শিকার তাঁদের হতে হলো?এমন নৃশংসতার ঝুঁকির মধ্যেই রয়েছে সারা দেশের মানুষ। বিরোধী দলের তিন দিনের অবরোধে নানা ধরনের সহিংসতার শিকার হয়ে প্রাণ হারালেন ২০ জন। এর আগে গত অক্টোবরের শেষ সপ্তাহে তিন দিনের হরতালে এবং এর মাত্র পাঁচ দিনেরমাথায়, এ মাসের প্রথম সপ্তাহে টানা চার দিনের হরতালেও প্রাণহানি ঘটেছে প্রায় ২০ জনের। এ বছরের ১ জানুয়ারি থেকেএ পর্যন্ত রাজনৈতিক সহিংসতার কারণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন শ জন! এ কোন ধরনের রাজনীতি? কিসের জন্যএই রাজনীতি?প্রধান বিরোধী দল বিএনপি রাজনৈতিক কর্মসূচিগুলোতে এসব প্রাণহানির দায় এড়াতে পারে না। কারণ, তারা শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলে, কিন্তু শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পারে না। নাশকতার ঘটনাগুলোর দায় তারা বরং সরকার ও সরকারি দলের ওপর চাপিয়ে দিয়ে দায় সারতে চায়। কিন্তু এভাবে দায় সারা যায় না, যাবেও না। বাসে পেট্রলবোমা ছুড়ে মারা তো গণহত্যার অপচেষ্টার শামিল! নিরীহ সিএনজিচালককে পুড়িয়ে মারা, কিংবা অফিসফেরত মানুষদের বোমা মেরে হত্যা করার মাধ্যমে সরকারকে দুর্বল করার ভাবনা তো সন্ত্রাসবাদীদের অশুভ ভাবনা!রাজনৈতিক কর্মসূচিতে মানুষ হত্যার ঘটনাগুলো যেন আইনি প্রতিকারের ঊর্ধ্বে থেকে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এসব অপরাধের বিচারের লক্ষ্যে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে না, বরং তাদের মধ্যে এ ধরনের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতা লক্ষ করা যায়। কিন্তু প্রতিটি সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। বিরোধী জোটের যেমন উচিত অবিলম্বে এসব নাশকতা বন্ধ করা, তেমনি সরকারের উচিত প্রতিটি ঘটনায় আইনের যথার্থ প্রয়োগ নিশ্চিত করা।সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাস থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।মানিকগঞ্জের মধুপুর এলাকার অধিবাসী আমজাদ। এলাকার অধিকাংশ লোক মৃৎশিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করে। অভাব-অনটনের কারণে ছেলেমেয়েকে ভালোভাবে খেতে দিতে পারে না সে। ইচ্ছা থাকা সত্ত্বেও স্কুলে পাঠাতে পারে না, তবে আধুনিকতার প্রভাবে মৃৎশিল্পে কিছুটা পরিবর্তন হওয়ায় আমজাদের পরিবারেও পরিবর্তন এসেছে। আজ তারা দুবেলা দুমুঠো খেতে পায়। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে।ক. ‘মিছা কথা কইলাম নাকি রে কুবের?’—এ উক্তিটি কার? ১খ. ‘ঈশ্বর থাকেন ঐ গ্রামে, ভদ্র পল্লীতে—এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’ উক্তিটির ব্যাখ্যা করো। ২গ. আমজাদের পরিবারের স্বস্তির নিঃশ্বাসের কারণে পদ্মা নদীর মাঝি উপন্যাসের জেলেদের জীবনে কতটুকু প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। ৩ঘ. ‘সময়ের পটভূমিতে মৃৎশিল্পীদের পরিবর্তন আসলেও পদ্মা নদীর মাঝি উপন্যাসে জেলেজীবনে পরিবর্তন দেখা যায় না।’ উক্তিটির তাৎপর্য বিচার করো। ৪উত্তর: ক. ‘মিছা কইলাম নাকি রে, কুবের?’—উক্তিটি পদ্মা নদীর মাঝি উপন্যাসের জেলে ধনঞ্জয়ের।উত্তর: খ. ঔপন্যাসিক ধনী-দরিদ্রের ব্যবধান, সামাজিক অন্যায়, অবিচার ও অসংগতির প্রতি ইঙ্গিত করে আলোচ্য এ উক্তিটি করেছেন।পদ্মা নদীর তীরবর্তী কেতুপুর গ্রামের জেলেপাড়ায় বসবাসকারী জেলেরা খুবই অসহায় ও হতদরিদ্র। পাড়ার সবাই জেলে হলেও তাদের অধিকাংশই মাছ শিকারের জন্য জাল কিংবা নৌকা কোনোটাই নেই। যে কারণে এই হতদরিদ্ররা প্রভাবশালী মহলের শোষণের শিকার। শেতল বাবুর মতো প্রতারকেরা ছল-চাতুরীর মাধ্যমে বিনা পয়সায় এদের মাছ হাতিয়ে নেয়। সময়-সুযোগমতো চালান বাবুরাও এদের ঠকায়।নৌকা ও জালের মালিকেরাও তাদের নানা কৌশলে ঠকায়, শোষণ আর বঞ্চনাই যেন তাদের নিয়তি। অপর দিকে, প্রকৃতিও তাদের অনুকূলে নয়। বর্ষার জল ভাসিয়ে নেয় তাদের মাথা গোঁজার ঠাঁই। নড়বড়ে ঘরগুলো সামান্য ঝড়েই বিধ্বস্ত হয়। রোগ-শোক, জরা-মৃত্যু এখানকার জেলেদের নিত্যসঙ্গী। তাদের এ করুণ অবস্থা দেখে মনে হয়, তাদের প্রতি ঈশ্বরও যেন মুখ তুলে তাকান না। শুধু ধনীদের দিকেই তাঁর নজর। জেলেদের মানবেতর জীবনযাপনে ঔপন্যাসিকের মনে এতটাই গভীর দাগ কেটেছে, তাই ব্যথিতচিত্তে তিনি তাৎপর্যপূর্ণ এ উক্তিটি করেছেন।উত্তর: গ. আমজাদের পরিবারের স্বস্তির নিঃশ্বাসের কারণ পদ্মা নদীর মাঝি উপন্যাসের জেলেদের জীবনে বিন্দুমাত্রও প্রতিফলিত হয়নি।উদ্দীপকের আমজাদের পরিবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছিল তাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা হলেও পরিবর্তন এসেছিল বলে। কিন্তু আলোচ্য উপন্যাসে জেলেদের জীবনে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। এখানে অবাধে চলতে থাকে গুটিকয়েক প্রভাবশালী শোষকের শোষণ। তাদের প্রতি যেন ঈশ্বরের কোনো দৃষ্টি নেই।পদ্মা নদীর মাঝি উপন্যাসে বর্ণিত জেলেপাড়ায় সমতলভূমিজুড়ে সামন্ত প্রভুর অধিকার বিস্তৃত। ভূমিভোগের ক্ষেত্রে জেলেদের নেই কোনো ব্যক্তিস্বাধীনতা। যে কারণে একটি কুঁড়ের আনাচ-কানাচে ভূস্বামী কর্তৃক নির্ধারিত স্বল্প খাজনার জমিটুকুতে অপর একটি কুঁড়েঘর উঠতে থাকে। এ যেন তাদের অনাবশ্যক সংকীর্ণ, উন্মুক্ত উদার বিশ্বে এ ছোট জাতের লোকগুলোতে শিশুর কান্না কোনো দিন বন্ধ হয় না। ক্ষুধা-তৃষ্ণার দেবতা, হাসি-কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, তাদের পূজা কোনো দিন শেষ হয় না। জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর নিরুৎসব, বিষণ্ন। জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়। গ্রামের ব্রাহ্মণ ও প্রভাবশালীরা কখনো এসব হতদরিদ্রের উন্নতি লাভ বা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেয় না। স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ জেলেপাড়ার হতদরিদ্র জেলেদের নেই। অপর দিকে উদ্দীপকের আমজাদের পরিবার পেশাগত সাফল্যে কিছুটা হলেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছিল।উত্তর: ঘ. পদ্মা নদীর মাঝি উপন্যাসে জেলেদের জীবনে সমাজবাস্তবতার কারণেই কোনো পরিবর্তন দেখা যায় না। উদ্দীপকের আমজাদ একজন মৃৎশিল্পী। আধুনিকতার প্রভাবে এ শিল্পে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। যে কারণে আমজাদের পরিবারে কিছুটা হলেও পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের নিয়ামক শক্তি হলো আয়-উপার্জন বৃদ্ধি। কিন্তু আলোচ্য উপন্যাসের জেলেদের আয়-উপার্জন বৃদ্ধির কোনো উপায় না থাকার কারণেই তাদের জীবনে পরিবর্তনের কোনো ছোঁয়া লাগেনি।আমাদের গ্রাম বাংলায় জেলে ও মৃৎশিল্পীদের অবস্থান প্রাচীনকাল থেকেই খুব সাধারণ। এদের পেশায় অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নতির সম্ভাবনা কখনোই কেউ ভাবেনি। তবে সাম্প্রতিককালে মৃৎশিল্পে আধুনিকতার প্রভাব বলতে বিপণন অলংকরণকেই বোঝানো হয়ে থাকে। প্রযুক্তিগত উৎকর্ষে এ যুগে মৃৎশিল্পীরা তাদের উৎপাদিত পণ্য নানা রকমের কারুকাজ ও অলংকরণ করার ফলে এসবের চাহিদা সমাজের বিভিন্ন স্তরে বদ্ধি পেয়েছে। আর চাহিদা বৃদ্ধি মানেই বিক্রির পরিমাণ বৃদ্ধি এবং বিক্রির পরিমাণ বৃদ্ধি হলে লভ্যাংশও বৃদ্ধি পায়। লভ্যাংশ বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট শিল্পীর জীবনযাত্রার মানেও পরিবর্তনের ছোঁয়া লাগে। কিন্তু পদ্মা নদীর মাঝি উপন্যাসের জেলেদের এ ধরনের পরিবর্তনের কোনোই সুযোগ ছিল না। এসব জেলের অধিকাংশই ছিল সহায়-সম্বলহীন হতদরিদ্র। ইলিশ মাছ শিকারের জন্য প্রয়োজনীয় জাল, নৌকা বলতেও কিছু ছিল না। পাড়ার হাতে গোনা কয়েকজনের জাল ও নৌকা থাকার সুবাদে তারা নিরীহদের শোষণ করত। পরের অধীনে দিনমজুর হিসেবে মাছ ধরে কিংবা মাঝিগিরি করে কারও পক্ষেই জীবনে পরিবর্তন আনা সম্ভব হয় না।পদ্মা নদীর মাঝি উপন্যাসের প্রকৃতির প্রতিকূলতা এবং দারিদ্রের নির্মম কশাঘাতে জেলেপাড়ার জেলেরা জর্জরিত থাকার কারণেই তাদের জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না। মৃৎশিল্পীরা নিজেদের স্বাধীন পেশায় ইচ্ছানুযায়ী মেধা ও প্রযুক্তির সমন্বয়ে আধুনিক কিছু করার সুযোগ পায়। যে কারণে কিছুটা হলেও আধুনিকতার প্রভাবে নিজেদের জীবনে পরিবর্তনের ছোঁয়া লাগাতে পারে। কিন্তু মাছধরা কিংবা মাঝিগিরিতে এমন কোনো সুযোগের সম্ভাবনা নেই। তবে প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে জাল ও নৌকার মালিকেরা কিছু উপকৃত হতে পারে। যে কারণে সমষ্টিগতভাবে জেলেদের জীবনে পরিবর্তন দেখা যায় না।প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা
ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার নিয়মিত সময়সীমা শেষ হচ্ছে আজ সোমবার। তাই গতকাল রোববার কর কার্যালয়গুলোতে করদাতাদের বেশ উপস্থিতি ছিল।অবশ্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোর দাবি করা হয়েছে। এনবিআরও সেই দাবি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানা গেছে। আজ সন্ধ্যায় এক মাস সময় বাড়ানোর ঘোষণা আসতে পারে।এর আগে বিকেলে কর কমিশনারদের সঙ্গে আয়কর মেলা, ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী জমা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন।প্রতিবারই আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা এক বা একাধিক দফায় বাড়ানো হয়।এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সব বিভাগীয় শহর ও জেলায় অনুষ্ঠিত করমেলায় এবার এক লাখ ৩২ হাজার বিবরণী জমা পড়েছে। আর আয়কর পাওয়া গেছে এক হাজার ১১৭ কোটি টাকা। তবে সার্কেল কার্যালয়ে কী পরিমাণ বিবরণী জমা পড়েছে, সেই চূড়ান্ত হিসাব এখনো পায়নি এনবিআর। গতবার প্রায় সাড়ে ১২ লাখ টিআইএনধারী বা কর শনাক্তকরণ নম্বরধারী বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছিলেন।এনবিআরের সদস্য বশিরউদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘রিটার্ন জমার সময় যদি বাড়ানো হয়, তবে আগামীকাল (আজ) বিকেলে ঘোষণা করা হবে।’এ বছর আয়কর বিবরণী জমায় ই-টিআইএন নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছেন করদাতারা।আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ই-টিআইএন করার সময় থাকলেও চলতি করবর্ষের (২০১৩-১৪) বিবরণী জমার সময় তা করে নিতে চায় এনবিআর। তাই আয়কর বিবরণী জমার সময় ই-টিআইএনের জন্য আলাদা ফরম পূরণ করতে হচ্ছে করদাতাকে।ই-টিআইএন নিতে করদাতার নিজস্ব ই-মেইল ঠিকানার পাশাপাশি নির্ভুল জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। যাঁদের নির্ভুল জাতীয় পরিচয়পত্র কিংবা ই-মেইল ঠিকানা নেই, তাঁরা ই-টিআইএনে বিবরণী জমা দিতে পারছেন না।আর প্রবীণ করদাতাদের বেশির ভাগই ইন্টারনেট ব্যবহার জানেন না। তাঁদের ই-মেইল ঠিকানাও নেই। দীর্ঘ সময় ধরে কর দেওয়া এই প্রবীণ করদাতারা ই-টিআইএন করতে না পারায় বিপাকে পড়েছেন।নেত্রকোনার আবুল কাশেম হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ছাড়া ৫০ জনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বুধবার এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর গ্রামের মজিবর রহমান, রতন, সাইফুল, শাহজাহান, নূর মিয়া ও জাহাঙ্গীর।জানা গেছে, সুয়াইর গ্রামের মো. নূরুল হক চৌধুরীর সঙ্গে একই গ্রামের মজিবর রহমানের পূর্বশত্রুতা ছিল। ২০০৫ সালের ২৫ মে মজিবরের লোকজন নূরুল হক চৌধুরীর বাড়ি ঘেরাও করে গৃহকর্মী আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নূরুল হক চৌধুরী বাদী হয়ে ওই দিনই মজিবরসহ ৫৬ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা করেন।প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল নির্বাচনের তফসিল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর এই আহ্বানের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনে যাওয়ার আগ্রহই প্রকাশ পেয়েছে।কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের তফসিল বাতিল করার দাবি জানাননি বা নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়েও প্রশ্ন করেননি। তিনি নির্বাচনে যাতে সব দল অংশ নিতে পারে, সেই সুযোগেরই ইঙ্গিত দিয়েছেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদও বলেছিলেন, তফসিল সংশোধন হতে পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নিয়ে আপত্তি তুলেছেন।বিএনপি যদি এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও নেয়, বর্তমান তফসিলে সেটি সম্ভব হবে না। কেননা ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। সময় হাতে আছে মাত্র দুই দিন। এই দুই দিনে ৩০০ আসনের প্রার্থী বাছাই কোনোভাবেই সম্ভব নয়।অন্যদিকে রাজনৈতিক বিবেচনার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিইসি যেখানে সবাইকে নিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথা বলে আসছেন, সেখানে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাই সমীচীন নয় কি? নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিবের দূত হয়ে সংস্থাটির সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আসছেন ৬ ডিসেম্বর। জাতিসংঘের মহাসচিব দুই দলের শীর্ষ নেত্রীর কাছে চিঠিও দিয়েছেন। এ ছাড়া ব্রিটিশ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ারসি আসছেন ১২ ডিসেম্বর। ইসি নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ না করলে এসব উদ্যোগ অর্থহীন হয়ে পড়বে।সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দলগুলোর সমঝোতার সুযোগ করে দিতে অন্তত মনোনয়নপত্র দাখিলের তারিখ আরও এক সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় বাড়িয়ে দেওয়া। তাতে নির্ধারিত সময়ে নির্বাচন করতে অসুবিধা হওয়ার কথা নয়। এর আগে ২০০৬ ও ২০০৮ সালে একাধিকবার নির্বাচনী তফসিল পুনর্নির্ধারণের নজির আছে।আশা করি, নির্বাচন কমিশন বিষয়টির গুরুত্ব অনুধাবন এবং নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করার কাজটি যত দ্রুত সম্ভব করবে।নওশীন নাহরীন উপস্থাপক ও অভিনয়শিল্পী। আজ আরটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক যৈবতী কন্যাযৈবতী কন্যা...যৈবতী কন্যা নাটকের কাজ শুরু করেছিলাম ২০১১ সালে। নাটকটির প্রচার শুরু হওয়ার পর অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়েছি।২০১৩ সালে যত প্রাপ্তি...৩০ বছরের জীবনে এতটা খারাপ সময় আর দেখিনি। এ বছর তেমন উল্লেখযোগ্য কোনো আয় হয়নি। তবে এ বছর উল্লেখযোগ্য ছিল হিল্লোলের সঙ্গে আমার বিয়ে।‘হোমমেকার অব দ্য ইয়ার’ ও কিছু কথা...অডিশন রাউন্ড পর্যন্ত চ্যানেল টোয়েন্টিফোরের অনুষ্ঠানটি আমি আর খালেদ মাসুদ পাইলট উপস্থাপনা করেছি। পরে জানতে পারি, বাজেটস্বল্পতার কারণে আয়োজকেরা উপস্থাপনার ভাবনাটা পরিবর্তন করেছেন। নতুন উপস্থাপক যুক্ত করেছেন। তবে এ ব্যাপারে আমাদের সঙ্গে আয়োজকদের আনুষ্ঠানিক কোনো কথা হয়নি।নতুন সংসার...এ বছর আমি আর হিল্লোল বিয়ে করেছি। সবার দোয়ায় আমরা ভালো আছি। আমরা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসি।আমার আমি...আমি সব সময় পরিবারকে প্রাধান্য দিই। আমি একজন মা—সেদিকটাও সব সময় আমার মাথায় থাকে।আমার চলচ্চিত্র...আমার প্রথম চলচ্চিত্র শুয়াচান পাখি। এক বছর স্থগিত থাকার মাস খানেক আগে এক দিন শুটিং করেছি। এরপর দেশের সার্বিক পরিস্থিতির কারণে আর শুটিং করা সম্ভব হয়নি। হ্যালো অমিত মুক্তির অপেক্ষায় আছে। আর দুদুমিয়া ছবির গানের অংশের শুটিং করেছি।বিনোদন প্রতিবেদক
ভারতের বিদেশি ঋণের বোঝা ৩৯ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। যা ভারতীয় মুদ্রায় ২১ লাখ ১৯ হাজার ৬২০ কোটি রুপি।এই ঋণের মধ্যে অবশ্য সরকারের নেওয়া বিদেশি ঋণ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের ঋণ যোগ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।হরতালের সময় সহিংসতার ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় গত মঙ্গলবার বিস্ফোরক আইনে একটি মামলা করেন শ্রমিক লীগের নেতা আবুল বাশার। এতে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। ওই দিন রাতেই অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক দলের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি জুয়েল মিস্ত্রিকে গ্রেপ্তার করে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, জুয়েলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।বাংলাদেশ ডাক বিভাগ ইলেকট্রনিক অর্থ স্থানান্তর বা ইএমটিএস সেবা থেকে গত বছর ৩৬ কোটি টাকা আয় করে। চলতি বছর তা কমে ১৭ কোটিতে দাঁড়িয়েছে। পোস্টাল ক্যাশকার্ডের সেবাটিও খুঁড়িয়ে চলছে, গ্রাহক বাড়ছে না। গত তিন মাসে যুক্ত হয়েছেন মাত্র দুই হাজার গ্রাহক।তথ্যপ্রযুক্তির এই যুগে তাল মেলাতে দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী আর্থিক লেনদেন—এই স্লোগান নিয়ে ইএমটিএস ও পোস্টাল ক্যাশকার্ড সেবা চালু করে ডাক বিভাগ। প্রায় তিন বছর আগে সেবা দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে বেশ ভালোই সাড়া মেলে। প্রথম বছরে ইএমটিএস থেকে নয় কোটি ও ক্যাশকার্ড থেকে ১৭ লাখ টাকা আয় করে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি।জানা যায়, বেসরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানের চেয়ে কম মাশুলে ইএমটিএসের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে টাকা পাঠানো যায়। তবে নির্দিষ্ট ডাকঘর ছাড়া সেবাটি না পাওয়ায় অনেকেই হতাশ। অন্যদিকে টাকা জমা, উত্তোলন ও স্থানান্তরের মধ্যেই আটকে থাকায় পোস্টাল ক্যাশকার্ডের নতুন গ্রাহক হচ্ছে না।অবশ্য গত বছর ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেছিলেন, সারা দেশে নয় হাজার ৮৬৬টি ডাকঘর আছে। লোকবলের সংখ্যা প্রায় ৪০ হাজার। কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে সহজে এত বড় নেটওয়ার্ক তৈরি করা সম্ভব নয়। তাই এটিকে কাজে লাগিয়ে ইএমটিএস ও পোস্টাল ক্যাশকার্ডে বিপ্লব ঘটানো সম্ভব।ডাক অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে গত সপ্তাহে কথা বলে জানা গেছে, তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে ইএমটিএস। সেবাটি গ্রাহকের হাতের নাগালে পৌঁছাতে সারা দেশে এজেন্সি নিয়োগ-প্রক্রিয়া আটকে আছে। প্রচার-প্রচারণা না থাকায় পোস্টাল ক্যাশকার্ডের অগ্রযাত্রা একটি পর্যায়ে গিয়ে থেমে আছে। বেশিসংখ্যক মানুষ এ বিষয়ে জানছে না।ইএমটিএসে আগ্রহ কমছে: বর্তমানে দেশের দুই হাজার ৭৫০টি ডাকঘর থেকে ইএমটিএস সেবাটি দেওয়া হচ্ছে। তবে গত এক বছরেও সেবার আওতা বাড়াতে পারেনি ডাক বিভাগ। ফলে লেনদেন বাড়ছে না। উল্টো মুনাফা কমছে।ডাক বিভাগ জানায়, ২০১১ সালে ইএমটিএস থেকে ২০ কোটি টাকা আয় হয়। গত বছর তা বেড়ে হয়েছিল ৩৬ কোটি টাকা। তবে চলতি বছর (অক্টোবর পর্যন্ত) তা কমে ১৭ কোটি ৯৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। ব্যবহারকারীর সংখ্যাও কমেছে। গত বছর ৫৩ লাখ মানুষ সেবাটি নিলেও চলতি বছর এখন পর্যন্ত নিয়েছে মাত্র ২১ লাখ। ২০১১ সালে সেবাটি নিয়েছিল ৩২ লাখ মানুষ।গত বুধবার সকালে জিপিওতে গিয়ে দেখা যায়, অল্প কয়েকজন গ্রাহক ইএমটিএসের মাধ্যমে টাকা পাঠানোর জন্য ফরম পূরণ করছেন। তাঁদের একজন ক্ষুদ্র ব্যবসায়ী মোখলেস মিয়া বললেন, ‘বেশি টাকা হলে ইএমটিএসে পাঠাই। তবে কম টাকার জন্য মালিবাগ থেকে কষ্ট করে আর আসি না। বিকাশের মাধ্যমেই পাঠাই।’ডাক বিভাগের মুঠোফোনভিত্তিক এই সেবার মাধ্যমে মিনিটের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানো যায়। এ জন্য প্রথম এক হাজার টাকায় ২৭ টাকা এবং পরবর্তী প্রতি হাজারে ১০ টাকা করে মাশুল নেওয়া হয়। এটি এখনো সাশ্রয়ী।জানতে চাইলে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. জাকির হাসান নূর প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তার জন্য সব ডাকঘরে সেবাটি পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই সারা দেশে এজেন্সি নিয়োগের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। এটি হয়ে গেলে গ্রাহকেরা হাতের নাগালে ইএমটিএস সেবা পাবেন।’ এ জন্য বাংলালিংকের সঙ্গে চুক্তির বিষয় নিয়ে কথা হচ্ছে বলেও জানালেন তিনি।পোস্টাল ক্যাশকার্ড: মাত্র ৪৫ টাকা খরচ করে সহজেই একটি ক্যাশকার্ডের গ্রাহক হওয়া যায়। প্রথম দুই বছরে গ্রাহকসংখ্যা ৪০ হাজারে গিয়ে দাঁড়ায়। মুনাফাও ভালো আসে। প্রথম বছর ১৭ লাখ ও দ্বিতীয় বছরে ২০ লাখ টাকা মুনাফাও করে ডাক বিভাগ।এটিএম বুথে পোস্টাল ক্যাশকার্ড ব্যবহারের সেবাও চালু হয়েছে। এখন পর্যন্ত কার্ড ব্যবহার করে কেনাকাটা করার সুবিধাটি চালু হয়নি। এ ছাড়া মুঠোফোনে টাকা রিচার্জ, গ্যাস, পানি ও বিদ্যুতের বিল পরিশোধের সুবিধাগুলোরও কোনো খবর নেই।বর্তমানে এর মোট গ্রাহকসংখ্যা ৬২ হাজার। আর সেবাটি চালু আছে মাত্র এক হাজার ৩৩৩ ডাকঘরে। তা ছাড়া কিউ ক্যাশ নেটওয়ার্কের ২৬টি বিভিন্ন ব্যাংকের তিন হাজার এটিএম বুথ থেকে এই কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক ডাক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘প্রচার-প্রচারণা নেই। তার ওপর নতুন সুবিধাও চালু হচ্ছে না। ফলে গ্রাহক তো বাড়ছেই না। উল্টো যাঁরা কার্ড নিয়েছিলেন, তাঁদের অনেকেই সেটি ব্যবহার করছেন না।’গ্রাহক বাড়ছে না কেন, এমন প্রশ্নের জবাবে জাকির হাসান বলেন, ‘প্রচারের জন্য বাজেট বরাদ্দ নেই। নিজস্ব মাকেটিং টিম নেই। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্রাহক বাড়ছে না। তাই সরকার ও বিশ্বব্যাংকের প্রকল্পই ভরসা।’ টাকা জমা, উত্তোলন ও স্থানান্তর ছাড়া অন্য সেবাগুলো ধাপে ধাপে চালু করা হবে বলে আশ্বাস দিলেন তিনি।পোস্টাল ক্যাশ কার্ডের গ্রাহক বাড়ছে না গত ১৩ মাসে গ্রাহক বেড়েছে মাত্র ২২ হাজার টাকা জমা-উত্তোলন, হস্তান্তর ছাড়া বাকি সেবাগুলো চালু হয়নি সরকার ও বিশ্বব্যাংকের কিছু প্রকল্পই এখন ভরসাইএমটিএসে কমছে আয়২০১২ ২,৬২৬ কোটি টাকার লেনদেনেরবিপরীতে আয় ৩৬ কোটি টাকা২০১৩ ১,৪১৬ কোটি টাকার লেনদেনেরবিপরীতে আয় ১৭ কোটি টাকাকারন গ্রাহকের হাতের কাছে সেবা নেই,যেমনটি আছে বেসরকারি খাতের এজেন্সি নিয়োগপ্রক্রিয়া ঝুলে আছে বাজেট বরাদ্দ নেই, তাই প্রচার-প্রচারণাও নেইভাবসম্প্রসারণপ্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে একটি ভাবসম্প্রসারণ।পাপীকে নয়, পাপকে ঘৃণা করোভাবসম্প্রসারণ: মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ভালো-মন্দ মানুষ নিয়েই এই জগৎসংসার। মানুষের প্রকৃত পরিচয় তার কাজের মধ্যে ফুটে ওঠে। যার কাজ যত ভালো, তার তত সুনাম। কিন্তু যে মন্দ কাজ করে, লোকে তাকে অপছন্দ করে, তাকে পাপী বলে। আসলে জন্মগতভাবে কেউ পাপী হয়ে জন্মায় না, নানা প্রতিকূলতাই তাকে পাপী বানায়।চরিত্রের মহৎ গুণাবলি প্রকাশের মাধ্যমে নিজের মর্যাদা প্রতিষ্ঠিত করতে মানুষ সচেতন। এ জন্য মানুষ অন্য মানুষের ভালো দৃষ্টান্ত অনুসরণ করে নিজেকে গড়ে তুলতে চেষ্টা করে। অপরের খারাপ দৃষ্টান্তে প্রভাবিত হয়ে কেউ কেউ খারাপ হয়ে যেতে পারে। কিন্তু তা হওয়া উচিত নয়। একজন খারাপ হলেই যে দেখাদেখি নিজেকেও খারাপ হতে হবে এমন নয়। বরং নিজের মহৎ দৃষ্টান্তের মাধ্যমে অন্যের ওপর প্রভাব বিস্তার করে খারাপকে ভালো করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। খারাপ আদর্শ কখনো অনুসরণযোগ্য নয়, বরং উত্তম আদর্শের প্রভাবে অন্যের মনে স্থান লাভ করাই যথার্থ গৌরবের। মনুষ্যত্বের এই সাধনাতেই মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। ভালো মানুষই হলো সমাজের আদর্শ। তারা চিন্তা ও কর্মে সত্য ও ন্যায়ের অনুসারী। তাদের জীবনযাপন সহজ-সরল, অনাড়ম্বর। অন্যায়ের পথে অর্থবিত্ত অর্জনের সব ধরনের মোহ থেকে তারা মুক্ত। নিজের সাধ্য ও সামর্থ্য মতো তারা অন্যের কল্যাণের চেষ্টায় সচেষ্ট থাকে। পক্ষান্তরে, যারা অধম, তারা স্বার্থান্বেষী, অর্থলোলুপ। সমাজের মঙ্গলের চেয়ে ছলে-বলে-কৌশলে অন্যায় পন্থায় নিজের স্বার্থ হাসিলই তাদের একমাত্র লক্ষ্য। স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে তারা নীচ ও খল প্রকৃতির। অবৈধ পন্থায় উপর্জিত অর্থ ও বিত্তের দম্ভে তারা ধরাকে সরা জ্ঞান করে। অন্যকে শোষণ ও লুণ্ঠন করে সম্পদ বৃদ্ধিতে তাদের আনন্দ। ঈর্ষা, হিংসা, জিঘাংসা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এ মর্মে উল্লেখ্য, দেখ ভাই চরাচরে, যে যেমন কর্ম করে, তেমনি ফল সে তার পায়। মানবজীবনের মহৎ গুণাবলির মধ্যে পরের প্রতি সহানুভূতিশীল হওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরোপকারের মতো মহৎ গুণের তুলনা নেই। অধিকাংশ মানুষের জীবন দুঃখ-দারিদ্র্যে পরিপূর্ণ। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা সবার থাকা উচিত। জীবন সুখকর করে তোলার জন্য মানুষের জীবন থেকে অভাব-অনটন, দুঃখ-দুর্দশা দূর করতে হবে। চারিত্রিক গুণাবলির স্পর্শে সমাজের অধম ব্যক্তিও নিজের কলুষিত জীবনকে শুধরে নেওয়ার সুযোগ পায়। স্পর্শমণির ছোঁয়ায় লোহা যেমন সোনা হয়ে ওঠে, তেমনি সৎ চরিত্রের প্রভাবে মানষের পশু প্রবৃত্তি ঘুচে যায়; জন্ম নেয় সৎ, সুন্দর ও মহৎ জীবনের আকাঙ্ক্ষা। চরিত্রশক্তিতে বলীয়ান না হলে মানুষ সহাজেই হীন লালসার কবলে পড়ে অপকর্মের শিকার হয়। নানা প্রকার প্রতিকূল পরিবেশের কারণে সে হয়ে ওঠে পাপী। কিন্তু এ দোষ ব্যক্তির নয়, সমাজের। সমাজ একজন মানুষকে পাপী ও চরিত্রহীনে পরিণত করে। চরিত্রহীন মানুষের সংখ্যা বাড়লে সমাজ-জীবনে দেখা দেয় নৈতিক অধঃপতন ও মূলবোধের অবক্ষয়। নীতি-আদর্শে উজ্জীবিত চরিত্রশক্তির অভাবে জ্ঞান-বিজ্ঞানে উন্নত জাতির জীবনও হয়ে পড়ে কলঙ্কিত। নৈতিক অধঃপতনের কবলে পড়লে শিক্ষিত সমাজের শিক্ষাও হয়ে পড়ে মূল্যহীন। তাদের শিক্ষা ও জ্ঞান সমাজের কল্যাণে আসে না। পক্ষান্তরে চরিত্রবান লোক কেবল জীবন মহত্ত্ব অর্জন করে না, মৃত্যুর পরও তারা হয় স্মরণীয়-বরণীয়। কারণ, তাদের চারিত্রিক প্রভা সমাজ ও জাতীয় জীবনের অগ্রগতি ও উন্নতির পথে আলোকবর্তিকার মতো কাজ করে। হজরত মুহাম্মদ (সা.), যিশু খ্রিষ্ট, গৌতম বুদ্ধ প্রমুখ ধর্মবেত্তা; লেলিন, আব্রাহাম লিংকন, বঙ্গবন্ধু শেখ মুজিব প্রমুখ রাষ্ট্রনায়ক এবং সক্রেটিস, বিদ্যাসাগরের মতো শিক্ষাগুরুর চরিত্রশক্তি তারই উজ্জ্বল প্রমাণ। বস্তুত, চরিত্রের শক্তিতেই মানুষ হয় মহৎ। পায় সত্যিকারের গৌরব ও মর্যাদা। মানবজীবনকে করে সৌন্দর্যময় ও উৎকর্ষমণ্ডিত। চরিত্রকে মানবজীবনের অলংকার ও সম্পত্তি হিসেবে দেখা হয় এ কারণেই। এমন দৃষ্টান্ত বিরল নয়, যেখানে সাধারণ শ্রেণীর মানুষ নিজের মহৎ কর্মের জন্য মানুষের শ্রদ্ধা-ভক্তি লাভ করেছে। হজরত বেলাল (রা.) হাবসি ক্রীতদাস হয়েও ইসলামের ইতিহাসে অত্যন্ত পরিচিত। দার্শনিক ক্লিয়ান থাসের বাবা ছিলেন বাগানের মালি। কবি ভার্জিলের বাবা ছিলেন কুম্ভকার। আমেরিকার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ছিলেন সামান্য বাদাম বিক্রেতা। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ছিলেন রুটির দোকানের কর্মচারী। কিন্তু নীচু কুল ও বংশপরিচয় তাঁদের প্রতিভা চাপা দিয়ে রাখতে পারেনি। আপন প্রতিভা ও কর্মগুণে তাঁরা পৃথিবীর ইতিহাসে ও মানুষের হূদয়ে চিরস্থায়ী আসন গেড়ে নিয়েছেন। অপর পক্ষে প্রাতিষ্ঠানিক শিক্ষা, বংশগৌরব বা ধর্ম মানুষের পরিচয়কে যথার্থ মহিমা দিতে পারে না। তার কাজকর্ম ভালো না হলে সবাই তাকে ঘৃণার চোখে দেখে। তাই দেখা যায়, জন্ম কোথায় হলো সে প্রশ্ন অবাস্তব। মানুষের কাজেই তার মূল্যায়নের প্রকৃতি মাপকাঠি হওয়া উচিত।সুস্থ ও স্বাভাবিক জীবনধারণের জন্য পাপমুক্ত সমাজ প্রতিষ্ঠা অনস্বীকার্য। কিন্তু তা যেন ব্যক্তিমানুষের ওপর চাপিয়ে দেওয়া না হয়, তার দিকে লক্ষ রাখতে হবে। মনে রাখতে হবে, সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠাই একজন মানুষকে কলুষমুক্ত রাখতে পারে।সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল
ইদানীং মানুষ সবকিছুর দামই জানে। মূল্য জানে না।অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি ও লেখকআমি টাকা আকর্ষণের খুব ভালো একটা উপায় পেয়েছি—কাজ।কারটিস ডি টাকার, কার্টুনিস্টসবকিছুই মজার। যতক্ষণ তা ঘটে অন্য কারও সঙ্গে।উইল রজার্স, মার্কিন রম্যলেখকহাসি হলো পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন ঘুমের ওষুধ।আর্নল্ড গ্ল্যাসো, মার্কিন রম্যলেখকআমি একটা রেস্তোরাঁয় গেলাম, যেখানে লেখা ছিল, ‘আমরা যেকোনো সময় নাশতা সরবরাহ করি’। তাই আমি রেনেসাঁ যুগে ফ্রেঞ্চ টোস্ট অর্ডার করলাম।স্টিফেন রাইট, মার্কিন লেখকসূত্র: ব্রেইনিকোটস ডটকম৭১ টেলিভিশনসহ বিভিন্ন সম্প্রচার ও মুদ্রণ মাধ্যমের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে পৌর এলাকার চৌমোহনায় দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শ্রীমঙ্গলে কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ অংশ নেন। পরে সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ নেসার আহমদ। সমাবেশে বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.সমস্যা১৭ বছর বয়সে প্রায় জোর করেই আমাকে বিয়ে দেওয়া হয়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁকে ডিভোর্স দিয়ে লেখাপড়া চালিয়ে যাই। এখন আমার বয়স ২৮, মাস্টার্স পাস করে চাকরি করছি। আমি দেখতে বেশ সুন্দরী হওয়ায় অনেক ছেলেই বন্ধুত্ব করতে চায়, প্রেম করতে চায়। কিন্তু আগে আমার বিয়ে হয়েছিল শুনে সবাই পিছিয়ে যায়। অনেক বিয়ের প্রস্তাব আসে, যাঁদের বাচ্চা আছে। আবার বাচ্চা না থাকলেও বয়স অনেক বেশি, যাঁদের সঙ্গে মানিয়ে চলার মতো মানসিকতা আমার নেই। মাঝেমধ্যে মনে হয়, আমি কি ডিভোর্স দিয়ে ভুল করেছি? স্বামীর শারীরিক নির্যাতন ও অপবাদ সহ্য করেও কি আর দশটা মেয়ের মতো সংসার করার দরকার ছিল; নাকি আগের বিয়ে গোপন করে কাউকে বিয়ে করা দরকার? কাউকে ঠকানো কি ঠিক হবে?নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শতোমার সমস্যার পুরো দায়িত্ব আসলে তোমার অভিভাবকদের। তাঁরা শুধু তোমাকে এত বড় দ্বন্দ্বের মুখোমুখি করেননি, আইনের দৃষ্টিতেও এটি অপরাধ। কারণ, ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে হতে পারে না। তাঁরা তোমার অমতে জোর করে বিয়ে দিয়ে অনেক বড় অন্যায় করেছেন। তোমাকে অনেক অভিনন্দন যে তুমি এই প্রতিকূল পরিবেশে থেকেও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছ। তোমার বয়সও খুব বেশি হয়নি এবং তুমি ইচ্ছে করলে আরও কোনো উচ্চতর ডিগ্রিও নিতে পারো। তোমার মনে এখন যে প্রশ্নগুলো ভিড় করছে, তা এই অসুস্থ সমাজের একটি মেয়ের মনে আসা খুব স্বাভাবিক। তবে আমি বলব, সারা জীবন নির্যাতন ও অপবাদ সহ্য করলে সেটি কারও জন্যই মঙ্গল বয়ে আনে না। মিথ্যা কথা বলে একটি সম্পর্ক তৈরি করলে তার ভিত্তিটা গোড়া থেকেই নড়বড়ে হয়ে যায়। কাউকে এভাবে ঠকানো নীতিবিরোধী একটি কাজ। তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, যেখানে তোমার মূল্যায়ন হবে না, নামমাত্র একটি সংসারের সদস্য হয়ে তুমি তোমার মূল্যবান জীবনটি কাটাতে চাও কি না? আজকাল অনেকেরই অল্প দিনের মাথায় বিবাহবিচ্ছেদ হয়ে যাচ্ছে। এমন কোনো মানুষের সঙ্গে তোমার পরিচয় ঘটতে পারে, যার অতীতটিও তোমার মতো। সে যদি তোমাকে একটি মানুষ হিসেবে সম্মান করতে পারবে বলে মনে হয়, তাহলে তুমি সিদ্ধান্ত নিয়ো, তাকে জীবনসঙ্গী করা যায় কি না। সঙ্গীটির বয়সের চেয়ে তাকে একজন মানুষ হিসেবে যাচাই করে নেওয়া বেশি প্রয়োজন।সমস্যাবিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে মনে হচ্ছে, আমি আসলে প্রকৌশল বিষয়ে পড়তে চাই না। আমার এই বিষয়ের কিছুই ভালো লাগে না, মাথায় ঢোকে না। তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি যেন আমি পড়তে পারি। মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারি। আমি নিজে থেকেই এই পথ বেছে নিয়েছিলাম। পরিবার থেকে আমার ওপর কোনো চাপ ছিল না। এখন আমি মানসিকভাবে বিপর্যস্ত। সারাক্ষণ শুধু কান্না পায়, মেজাজ খিটখিটে হয়ে গেছে। বাসা থেকে দূরে গিয়ে আমি আর থাকতে পারছি না। একজন বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম। তাঁর সঙ্গে কথা বলার পর বুঝতে পারি, আমার গাণিতিক দক্ষতা কম। কিন্তু আমার ফিরে আসার উপায় কী?ছন্দা (ছদ্মনাম)পরামর্শআমাদের দক্ষতা, প্রবণতা ও আগ্রহের সমন্বয় না ঘটলে অনেক কষ্টে লেখাপড়া চালিয়ে গেলেও ফলাফল কখনো ভালো হয় না। তোমার এই সমস্যা নিয়ে কি মা-বাবার সঙ্গে আলোচনা করেছ? তাঁরা তো তোমাকে ভালোবাসেন, তাই না? তোমার সুস্থতাকে নিশ্চয়ই তাঁরা প্রাধান্য দেবেন। সামাজিক সম্মানের চেয়ে তোমার জীবনকে বেশি মূল্য দেওয়া প্রয়োজন। আমার বিশ্বাস, তুমি যেখানে, যা-ই পড়ো না কেন, যদি আন্তরিকভাবে নিজেকে সেই বিষয়ে যথেষ্ট সমৃদ্ধ করে পরীক্ষায় উত্তীর্ণ হও, কর্মজীবনে অনেক সাফল্য পাবে। এভাবে এখানে নিজেকে অত্যাচার করতে থাকলে শুধু শুধু সময় নষ্ট হবে কি না, সেটা ভেবে দেখো। তুমি একেবারে ইঞ্জিনিয়ারিং বিষয়টি ছেড়ে না দিয়ে কিছুদিন বিরতি নিয়ে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং নেওয়ার জন্য উদ্যোগ নাও। জানি না, তোমার অভিভাবকেরা কোথায় আছেন। এই সেবা নেওয়ার জন্য কিন্তু তোমাকে ঢাকায় আসতে হবে। ঢাকা কমিউনিটি হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বা এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে গিয়ে কিছুদিন কাউন্সেলিং নিলে খুব ভালো হয়।মানভেদে এখন প্রতি কেজি পেঁয়াজ কিনতে খরচ হচ্ছে ৩৫ থেকে ৭০ টাকা। আর গত বছরের এই দিনে সব ধরনের পেঁয়াজ মিলত ৩০ থেকে ৪৫ টাকায়। তবে এ থেকে কোনোভাবেই অনুমান করা সম্ভব নয় যে এই পেঁয়াজ সারা বছর ক্রেতাদের কী পরিমাণ ভুগিয়েছে।পুরো ২০১৩ সালেই সাধারণ মানুষের ভোগান্তির কেন্দ্রে ছিল পেঁয়াজ। মসলাজাতীয় এই পণ্যটির ঝাঁজ ছুঁয়েছে দামের সর্বকালের রেকর্ডও। ক্রেতাদের এক কেজি পেঁয়াজ কিনতে হয়েছে ১৫০ টাকায়। অবশ্য পেঁয়াজের এখন দাম কমে এসেছে।তবে এখন আর স্বস্তিতে নেই সাধারণ মানুষ। গত দুই মাসে টানা হরতাল-অবরোধে নিত্যপণ্যের সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। এতে বেড়েছে সব পণ্যেরই দাম। সারা বছর বাজারে মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেলা ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে বছরের শেষ দুই মাসে।বাজারচিত্র: বছরের শুরুটাই হয়েছিল ভোজ্যতেলের দাম বাড়ার মধ্য দিয়ে। তখন খোলা সয়াবিন তেলের দাম ১১৫-১১৬ টাকা থেকে বেড়ে বিক্রি হতে থাকে ১২৬-১২৮ টাকায়। খোলা পাম তেলের দামও তখন বাড়ে। সারা বছর আর ভোজ্যতেলের দাম বাড়েনি। অবশ্য সম্প্রতি টানা অবরোধের জেরে আবারও তেলের দাম বেড়েছে।প্রতিবছরের মতো এবারও রমজানের আগে-পরে এক-দেড় মাস নিত্যপণ্যের বাজার খানিকটা চড়ে গিয়েছিল। তবে তা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছায়নি। সে কারণে রমজানে ক্রেতাদের ভোগান্তিও ছিল কম। কোরবানির ঈদেও তা-ই।এ বছর কয়েক দফায় দাম বেড়েছে গুঁড়া দুধের। সর্বশেষ এ মাসের মাঝামাঝিতেও দুধের দাম বেড়েছে। এক বছরের ব্যবধানে গুঁড়া দুধের দাম কেজিতে বেড়েছে ১২০ টাকারও বেশি। গত বছরের ডিসেম্বরে এক কেজি ওজনের ডানো ব্র্যান্ডের দুধের দাম যেখানে ছিল ৫৭০ টাকা, সেই দুধ এখন কিনতে হচ্ছে ৬৮৫-৬৯৫ টাকায়। নিয়মিত বিরতিতে এ পণ্যটির দাম বাড়লেও এদিকে নজর নেই কোনো সরকারি সংস্থারই।কিছু পণ্যের দাম সারা বছরই ওঠানামা করেছে। যেমন—আদা, রসুন ও মুরগি। এসব পণ্যের দাম এই সপ্তাহে বেড়েছে তো পরের সপ্তাহে কমে গেছে।বছরের এই সময়টায় শীতকালীন সবজিতে বাজার ভর্তি হয়ে যায়। কম দামে সবজি বিক্রি হয় বাজারে। এ বছরও সে রকমই আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু টানা অবরোধ বাজারে আগুন লাগিয়ে দেয়। যার ফলে ১৫ টাকার বিক্রি হওয়া ফুলকপি দুই দিনের ব্যবধানে ক্রেতাদের কিনতে হয় ৪০ টাকায়।সম্প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে। চালের দাম বাড়ার ক্ষেত্রে এ বছর একটি বিষয় লক্ষ করা গেছে। গত কয়েক বছর যেখানে মৌসুম শেষ হওয়ার পর চালের দাম বাড়তে দেখা গেছে, এ বছর দেখা গেছে উল্টো। বোরো ও আউশ ধান ওঠার পর চালের দাম যেমন বাড়তে দেখা গেছে, তেমনি এখনো আমন ধান ওঠার পরই চালের দাম বেড়েছে। এখনকার কারণ হিসেবে অবশ্য টানা অবরোধে দেশের বিভিন্ন স্থান থেকে ধান চাতালগুলোতে না যেতে পারা এবং মিল থেকে সারা দেশে চাল সরবরাহ করতে না পারাকে চিহ্নিত করা হচ্ছে।তবে ভারতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, ভারতে উৎপাদন কম হওয়া, দফায় দফায় সে দেশে পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়ানো এবং টানা অবরোধ-হরতালে স্থলবন্দরে দিনের পর দিন আমদানি করা পেঁয়াজ পড়ে থাকায় পণ্যটির দাম কোনোভাবেই কমছিল না। কোরবানির ঈদের দুদিন আগে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে যায় কেজিতে ২০ টাকা। অবশ্য এখন দাম কমে এসেছে। দেশে যেমন পেঁয়াজের ভালো ফলন হয়েছে, তেমনি ভারতও পেঁয়াজের রপ্তানিমূল্য এক হাজার ১৫০ ডলার থেকে দফায় দফায় কমিয়ে ১৫০ ডলারে নামিয়েছে।অবরোধ-হরতালের প্রভাব: এ বছরের শুরু থেকেই নির্বাচনকেন্দ্রিক হরতাল কর্মসূচি দিতে শুরু করে বিরোধীদলীয় জোট। আর মার্চ থেকে শুরু হয় টানা হরতালের মতো কর্মসূচি। সে সময় সরবরাহব্যবস্থা ভেঙে পড়লেও তা কাটিয়ে ওঠা যেত। কারণ, তিন দিন হরতালের পর সপ্তাহের বাকি সময়টায় চাহিদা মেটানোর মতো সরবরাহ নিশ্চিত করা যেত। তবে পণ্যের দাম বেড়ে যেত বাড়তি ট্রাকভাড়ার কারণে।কিন্তু নভেম্বর থেকে পুরো সপ্তাহ হরতাল এবং ২৬ নভেম্বর থেকে সপ্তাহজুড়েই অবরোধ কর্মসূচি পালিত হতে থাকে। সাপ্তাহিক ছুটির দিন শনিবারও বাদ যায়নি অবরোধ থেকে। সে কারণে সরবরাহব্যবস্থা পুরোপুরি ভেঙে গিয়ে বাজারে বিভিন্ন পণ্যের ভয়াবহ সংকট দেখা দেয়। আর তাই এ দুই মাসে নিত্যপণ্যের দামও বেড়েছে।আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং পণ্য পরিবহনকারী যানবাহনের মালিকেরা জানান, আগে হরতালে নিত্যপণ্যবোঝাই ট্রাক ছেড়ে দেওয়া হতো, বড়জোর ভাঙচুর হতো। এখন পণ্যবোঝাই ট্রাক পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর আগের কোনো অবরোধই এখনকার মতো সহিংস ছিল না। এসব কারণে হরতাল-অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য পাঠাতে যেমন দ্বিধায় থাকেন মোকাম ব্যবসায়ী ও আড়তদারেরা, তেমনি অনেক ট্রাকমালিকই এ অবস্থায় পরিবহন করতেও সাহস দেখান না। যেসব ট্রাকমালিক পণ্য পরিবহনে আগ্রহী হন তাঁরা নেন দ্বিগুণ কিংবা তিন গুণ ভাড়া।পরিবহনমালিকেরাই স্বীকার করেছেন, টানা অবরোধের সময় ঢাকা থেকে চট্টগ্রামে এক লাখ এবং দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ঢাকায় পণ্য পরিবহন করতে ৬০ হাজার টাকা পর্যন্ত ভাড়া নিয়েছেন তাঁরা। এর প্রভাব সামগ্রিকভাবে পণ্যমূল্যের ওপর পড়েছে।
পরীক্ষার আগের রাত ১৯৯৯পরীক্ষার আগের রাত একজন পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাতের প্রতিটি মিনিট ঠিকমতো কাজে লাগাতে হবে। পরীক্ষার সফলতা অনেকটাই নির্ভর করে এই রাতের ওপর।কোনোভাবেই পরীক্ষার আগে নতুন করে কিছু শেখা উচিত নয়। নতুন কিছু শিখলে পুরোনো পড়া ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। এই রাতে শুধু পুরোনো পড়াগুলোতে চোখ বুলিয়ে নিতে হবে।পরীক্ষার আগের রাতে বেশিক্ষণ জেগে থাকাও ঠিক নয়। দ্রুত পড়া শেষ করে ঘুমিয়ে পড়া উচিত। ভালো ঘুম হলে পরের দিন মাথা ঠান্ডা থাকবে।পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভালো কাপড়চোপড় পরে তারপর ঠান্ডা মাথায় পরীক্ষার হলে ঢুকতে হবে।এভাবেই একজন ছাত্রের পক্ষে ভালো ফল করা সম্ভব।পরীক্ষার আগের রাত ২০১৩পরীক্ষার আগের রাত খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে কোনোভাবেই ঘুমানো যাবে না।আগে যেহেতু কিছু পড়া হয়নি, তাই এই রাতেই পড়তে হবে, যতটুকু পারা যায়।পড়তে বসার আগে পাশে সাজেশন নিয়ে বসলে ভালো হয়।এই রাতে গার্লফ্রেন্ডকে বেশি সময় না দেওয়াই ভালো। গার্লফ্রেন্ড বেশি প্যান প্যান করলে ১২টার পরে ১৫ মিনিট কথা বলে ফোন অফ করে রেখে দিতে হবে।এই রাতে ফেসবুকেও বেশি সময় অপচয় করা যাবে না। তবে খাওয়ার পরে একবার ফেসবুক লগইন করে একটা স্ট্যাটাস দেওয়া যেতে পারে—উফ ফ্রেন্ডজ, এখনো সব বাকি!ভোররাতের দিকে আধঘণ্টার জন্য ঘুমানো যেতে পারে। ঘুম থেকে উঠে কোনোরকমে বাথরুম থেকে এসে বাথরুমের স্যান্ডেল পরেই পরীক্ষার হলের দিকে দৌড়াতে হবে।এভাবেই একজন ছাত্রের পক্ষে ভালো ফল করা সম্ভব।তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি অপু বিশ্বাসঅপু বিশ্বাস আমার পছন্দের অভিনয়শিল্পী। তাঁর অভিনয় অনেক ভালো। হাসিও সুন্দর। পত্রিকা বা টেলিভিশনে তাঁকে নিয়ে কোনো লেখা বা সাক্ষাৎকার আমি সচরাচর মিস করি না। শাকিব খানের সঙ্গে অপুর জুটিও আমি বেশি পছন্দ করি। তাঁর কাছে প্রশ্ন: ছোটবেলার কোন জিনিসটা তারকা হওয়ার পরে খুব মিস করেন?প্রলয় কির্তনীয়াশিক্ষার্থী, সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইলচটজলদি উত্তরআমার পছন্দের খাবার ছিল আইসক্রিম। আগে অনেক বেশি আইসক্রিম খেতাম। তারকা হওয়ার পরে আর খাওয়া হয় না। শরীর নিয়ন্ত্রণে রাখতে এটা বাদ দিতে হয়েছে। তাই কারও আইসক্রিম খাওয়া দেখলে নিজে খেতে পারি না বলে খুব কষ্ট হয়।সূত্রধর: হাসান ইমামআব্বু,আমি তোমাকে এই চিঠিটা লিখছি। আমার লেখা দরকার। ২২ বছর বয়স সত্যি বলতে গেলে বাবা হারানোর জন্য অনেক কম বয়স। তুমি তোমার পরবর্তী প্রজন্মকে দেখে যেতে পারোনি। এখনো বিশ্বাস হয় না, তোমার চলে যাওয়াটা।সিসিইউতে যখন তুমি ছিলে, আমি ইচ্ছা করেই যাইনি এই ভেবে যে তোমাকে হাসপাতালে ওই অবস্থায় দেখলে আমি অনেক ভেঙে পড়ব। দুই ঘণ্টা আগেও তো ভাবিনি যে তুমি হাসপাতালে থাকবে। বাসা থেকে সুস্থভাবে বের হওয়ার সময় যে কথা হয়েছিল তোমার সঙ্গে, ওগুলোই তোমার সঙ্গে আমার শেষ কথা। কথাগুলো অনেকটা এমন ছিল যে পরশু দিন খুব সকালে এয়ারপোর্টে যেতে হবে আমাদের। তার দুই দিন পরে যুক্তরাষ্ট্রে যাব আমরা ভাই-ভাবির ওখানে। সেটা নিয়ে কত  উচ্ছ্বাস ছিল। তুমি চলে যাওয়ার চার ঘণ্টা আগে সুস্থ শরীরে নিজে গাড়ি চালিয়ে শপিং মলে গেলে, কখনোই তোমার হার্টে সমস্যা ছিল না, কিন্তু এক মুহূর্তে এটা কী হয়ে গেল?নয় মাস ধরে তুমি আমাদের সঙ্গে নেই। সবকিছু খুব সুন্দরমতোই চলছে, সবকিছু অনেক শান্ত, এমনকি আশপাশের অনেকেই হয়তো আমাদের সামনে তোমার কথা সেভাবে বলে না এই ভেবে যে যদি কেউ মন খারাপ করে তোমার জন্য। কিন্তু আমি মন খারাপ করতে চাই; চাই এই পৃথিবীর সব মানুষ মন খারাপ করুক। তুমি আমার ২৩তম জন্মদিনে ছিলে না, ভাই-ভাবির বিয়েবার্ষিকীতে ছিলে না, ভাই-ভাবির জন্মদিনে ছিলে না, মায়ের জন্মদিনে ছিলে না, এমনকি তোমার ৩৩তম বিয়েবার্ষিকীতেও তুমি ছিলে না। রাগ অনেকটা এ কারণেই। তোমার থাকা উচিত ছিল সবখানেই।কোনো কিছুই এখন আর ঠিক নেই, আব্বু। আমাদের সবারই জীবন কেমন যেন বদলে গেছে তুমি চলে যাওয়ার পরে। তোমাকে ছাড়া আমরা সত্যিকার অর্থেই ভালো নেই। কোনো দিন মনে কোনো কষ্ট রেখো না, কখনো কষ্ট পেলেও ভুলে যেয়ো। আমরা আমরাই তো? তাই না?মেহরাব মাসাঈদ হাবীবসেগুনবাগিচা, ঢাকাচলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ২০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কম। আর খরচের দিক থেকেও ৪১৮ কোটি টাকা কম।গতকাল সোমবার পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপি বাস্তবায়নের সর্বশেষ চিত্র প্রকাশ করেছে।আইএমইডি সূত্রে জানা গেছে, বিগত জুলাই-নভেম্বর মাসে এডিপির মোট ১৩ হাজার ১৫৬ কোটি খরচ হয়েছে। এর মধ্যে দেশজ উৎস থেকে জোগান দেওয়া হয়েছে আট হাজার ৯৮৫ কোটি টাকা, যা বরাদ্দের ২২ শতাংশ। আর বিদেশি সহায়তার খরচ হয়েছে চার হাজার ১৭১ কোটি টাকা, যা বরাদ্দের ১৭ শতাংশ।২০১২-১৩ অর্থবছরের একই সময়ে ১৩ হাজার ৫৭৪ কোটি টাকা খরচ হয়েছিল।চলতি অর্থবছরে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৬৫ হাজার ৮৭২ কোটি টাকার প্রকল্প সরাসরি আইএমইডি তদারকি করে। আর বাকি টাকার প্রকল্পগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের। এডিপিতে দেশজ উৎস থেকে ৪১ হাজার ৩০৯ কোটি টাকা আর বিদেশি সহায়তা হিসেবে ২৪ হাজার ৫৬৩ কোটি টাকার সংস্থান রয়েছে। এডিপিতে মোট এক হাজার ২৮৩টি প্রকল্প রয়েছে।কয়েক বছর ধরে দাতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে বিদেশি সহায়তা প্রাপ্তিতে। গত বছরের মতো এবার আর বিদেশি সহায়তার প্রবাহ নেই। আলোচ্য সময়ে চার হাজার ১৭১ কোটি টাকা খরচ হয়েছে। গত অর্থবছরের এডিপিতে একই সময়ে চার হাজার ৪৭৩ কোটিটাকা খরচ হয়েছিল। ২০১১-১২ অর্থবছরের এডিপিতে একই সময়ে ছিল দুই হাজার ৩৯৫ কোটি টাকা।চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন তাদের বরাদ্দের কোনো টাকা খরচ করতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে ২৪ কোটি টাকা ও দুর্নীতি দমন কমিশনে এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ ছিল।এ ছাড়া পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের ১০ শতাংশের কম অর্থ খরচ করতে পেরেছে। মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো নির্বাচন কমিশন সচিবালয়, সরকারি কর্মকমিশন, আইন ও সংসদবিষয়ক বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, সেতু বিভাগ।এদিকে বরাদ্দপ্রাপ্ত শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের অনূকূলে চলতি এডিপির ৫৪ হাজার ৪৮৯ কোটি ২৮ লাখ টাকা রয়েছে, যা মোট মূল এডিপির ৭৪ শতাংশ। জুলাই-নভেম্বর সময়ে এসব মন্ত্রণালয় মাত্র ১০ হাজার ৩৪৭ কোটি টাকা খরচ করেছে, যা বরাদ্দের ১৯ শতাংশ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে শনিবার ‘সাইবার অপরাধ ও আইন সচতেনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান বলেন, সাইবার আইনকে আরও সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করার পাশাপাশি এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।বৈঠকে স্বাগত বক্তব্য দেন আইবিএফের চেয়ারম্যান রাশিদ আলী খান। সঞ্চালনা করেন বেসিসের সভাপতি শামীম আহসান।বৈঠকে সাইবার অপরাধ বন্ধে সচেতনতা বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে এর প্রতিক্রিয়ায় যেন ঢালাওভাবে ইন্টারনেট নিয়ে নেতিবাচক কিছু প্রচার না হয়, সে ব্যাপারেও জোর দেওয়া হয়।বৈঠকে জানানো হয়, সচেতন করে তুলতে এবং তাৎক্ষণিক পরামর্শ দিতে একটি হেল্পলাইন চালু করা হয়েছে, যার ফোন নম্বর ০১৭৬৬৬৭৮৮৮৮।বৈঠক শেষে সাইবার নিরাপত্তা ও সাইবার আইন বিষয়ে বেসিস ও আইবিএফের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। —বিজ্ঞপ্তিকিছুদিন আগে এইচএসসির ফল প্রকাশিত হলো। পাবলিক পরীক্ষার ফলাফলে একেবারেই শ্রেষ্ঠ বিবেচিত এই জিপিএ-৫ প্রাপ্ত ৫৮ হাজার ছাত্রের অনেকেই শুধু তাদের পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয়েই নয়, গ্রহণযোগ্য মানের বিশ্ববিদ্যালয়েই যে ভর্তি হতে পারবে না, তা পরিসংখ্যান ছাড়াও বলা যায়। এই প্রেক্ষাপটে শিক্ষাসংশ্লিষ্ট নানা সমস্যার সমাধানে কিছু প্রস্তাব তুলে ধরা হলো:১. বর্তমান সরকার গত পাঁচ বছরে শিক্ষাব্যবস্থায় নানা উদ্যোগ নিয়েছে। যেমন প্রাথমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তি, আরও গোটা দুয়েক পাবলিক পরীক্ষা। অতিসম্প্রতি টিআইবির সমীক্ষা অনুযায়ী, শিক্ষার মতো বিশাল খাতে দুর্নীতিও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। তবে এর পরও শিক্ষার মানে যে উন্নয়ন ঘটেছে, তা বলার সুযোগ নেই।২. প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য যে লটারিপদ্ধতি, তাকে শহরভিত্তিক সমন্বিত করা প্রয়োজন। যেমন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও অন্যান্য শহরে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদের অভিভাবকেরা পছন্দের স্কুলগুলো সাজিয়ে দেবেন নিজের ঠিকানাসহ। একটি লটারির মাধ্যমে সব স্কুলের আসনগুলো বরাদ্দ করা হবে।৩. স্কুলের ওপরের শ্রেণীতে কিংবা কলেজে ভর্তির ক্ষেত্রে অবশ্যই ভৌগোলিক অবস্থানকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা আমাদের দেশকে এমন সমৃদ্ধ করতে পারিনি যে সেখানে শত শত নটর ডেম কলেজ কিংবা ভিকারুননিসা, রাজউক উত্তরা মডেল কলেজের মতো ভালো কলেজ থাকবে। সুতরাং আমাদের ছেলেমেয়েরা সাধারণ স্কুলে পড়বে, এটাই বাস্তবতা। বরং এলাকাভিত্তিক ভর্তিব্যবস্থা চালু হলে নানা এলাকায় ভালো স্কুল-কলেজ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এর ফলে স্কুল-কলেজের সঙ্গে সংশ্লিষ্ট যানজটও হ্রাস পাবে।মেডিকেলে ভর্তি পরীক্ষার অনুরূপ প্রকৌশল, কৃষি ও অন্য বিষয়সমূহে সব বিশ্ববিদ্যালয়ের জন্য সমন্বিত ভর্তি-পরীক্ষা গ্রহণের সময় এসেছে। শাহজালাল ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একসঙ্গে ভর্তি-পরীক্ষা আয়োজন করে এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। তবে এ ক্ষেত্রে আরও ভালো হবে যদি আমেরিকার স্যাট পরীক্ষার অনুরূপ একটি পরীক্ষার স্কোরকেও ব্যবহার করা যায়। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নাম লেখাতে পারেনি। সুতরাং পাবলিক পরীক্ষাসহ সমন্বিত কোনো ভর্তি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ভর্তি করাতে আপত্তির কিছু দেখি না।৪. পাবলিক পরীক্ষার ফলাফল আমাদের সমাজে খুব একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। আমাদের শিক্ষাব্যবস্থা ছাত্রদের মুখস্থনির্ভর হিসেবে গড়ে তুলছে, সৃজনশীল করে নয়। যদিও সম্প্রতি সৃজনশীল প্রশ্ন দিয়ে আমাদের ছাত্রদের মূল্যায়ন করা হচ্ছে। ফলাফলে ধাপের সংখ্যা (গ্রেডিং সিস্টেমের কল্যাণে) এবং ধাপের মানগুলো এতই সাধারণ যে ছেলেমেয়েরা সামান্য চেষ্টায়ই সর্বোচ্চ গ্রেড পেয়ে যাচ্ছে। অফুরন্ত প্রাণশক্তির তরুণদের আমরা গ্রহণযোগ্য চ্যালেঞ্জ দিয়ে তাদের দক্ষতাকে প্রশংসনীয় পরিমাণে বৃদ্ধি করতে পারছি না, যা মেধাস্থানসংবলিত শিক্ষাব্যবস্থা পারত। ছাপার হরফে লোভনীয় ও মর্যাদার সেই তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে ছাত্রদের যে প্রাণান্ত চেষ্টা এবং তার ফলে তাদের যে অর্জন, তা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় ছিল, যার জন্য না রাষ্ট্র, না পরিবারকে বিনিয়োগ করতে হতো। ছেলেমেয়েদের সুপ্তশক্তির বিকাশের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে। চ্যালেঞ্জ না থাকলে তাদের মেধা ও দক্ষতা বিকশিত হওয়ার কারণ নেই। আমাদের প্রবর্তিত জিপিএ সিস্টেম সেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না।৫. আমেরিকা-কানাডাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য স্কুলের পরীক্ষার ফলাফল কিংবা স্যাট স্কোর ছাড়াও সামাজিক কাজে অবদানকে গুরুত্ব দেওয়া হয়। এই সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে কিশোর তরুণদের মধ্যে সমাজের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে ছেলেমেয়েদের মধ্যে দেশপ্রেম জাগাতে আমাদের কোনো কর্মসূচি নেই। প্রতিটি দেশের, বিশেষ করে উন্নত দেশগুলোতে নাগরিকদের মধ্যে দেশপ্রেম বিকশিত করতে দেশের সেবা করার নানা রকম কর্মসূচি রয়েছে। কোরিয়ায় প্রত্যেক নাগরিককেই দেশের জন্য কাজ করতে হয়। একজন মেধাবী স্নাতক হয়তো অনেক কম বেতনে দেশের জন্য গবেষণা করে এবং এটুকু ত্যাগের মাধ্যমে দেশের প্রতি তার ভালোবাসা দানা বাঁধে। আমাদের দেশে বয়স্কদের জন্য শিক্ষা, স্কুল-কলেজের সৌন্দর্য বৃদ্ধিতে কিংবা রাস্তাঘাটের উন্নয়নে কিংবা শ্রী বৃদ্ধিতে পাবলিক পরীক্ষার পর ছাত্রদের অংশগ্রহণের পরিকল্পনা করা যেতে পারে।৬. আমাদের শিক্ষার মানকে এগিয়ে নিতে হলে শিক্ষাসংশ্লিষ্ট প্রতিযোগিতা যেমন অলিম্পিয়াডের কোনো বিকল্প নেই। উন্নত দেশের ভৌত অবকাঠামো কিংবা শিক্ষকদের দক্ষতা ও শিক্ষার সঙ্গে আমাদের তুলনা চলে না। সুতরাং আমাদের শিক্ষার মান বৃদ্ধিতে আমাদের কোমলমতি তরুণ ছাত্রদের অফুরন্ত প্রাণশক্তিকে জ্ঞানান্বেষণে লাগানোর ব্যয়সাশ্রয়ী পদ্ধতি নেই। আমাদের ছাত্রদের সৃষ্টিশীল করতে চাই সৃজনশীল প্রশ্ন, যার জন্য আমাদের বিনিয়োগ করতে হবে। অবহেলিত জনপদ ও জনগোষ্ঠীর ছাত্ররাও যাতে করে ভালো শিক্ষা পায়, এর জন্য চাই চমৎকার বই এবং অভিজ্ঞ শিক্ষক দিয়ে সময়সূচি করে টেলিভিশনের মাধ্যমে পাঠদান। একজন শিক্ষক পড়াবেন আর ১০ লাখ ছাত্র তা থেকে শিখবে, এর থেকে ভালো আর কী হতে পারে?৭. কম্পিউটার বিজ্ঞানে সিস্টেমের থেকে উপাত্তকে অধিক মূল্যবান মনে করা হয়। দুর্ভাগ্যজনকভাবে ডিজিটাল মিডিয়ায় থাকা এই উপাত্তের সর্বোত্তম ব্যবহার আমরা এখনো নিশ্চিত করতে পারছি না। পাবলিক পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করতে পারলে পরবর্তী সময়ে তথ্যের মধ্যে নানা সম্পর্ক আবিষ্কার করে তা একাধারে যেমন পরিকল্পনায় ব্যবহার করতে পারি, অন্যদিকে ছাত্র ও অভিভাবকদের পড়ালেখার নানা সিদ্ধান্তে যেমন কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ কিংবা কোনো বিষয়ে ভর্তির সম্ভাবনা ও গ্রহণযোগ্যতার বিষয়ে দিকনির্দেশনা দান করা সম্ভব।স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ না থেকে, বিশেষ করে শিক্ষার উন্নয়নে ডিজিটালসহ সব প্রযুক্তির জুতসই প্রয়োগে ব্যয়সাশ্রয়ীভাবে দেশে উন্নত মানের শিক্ষাব্যবস্থা চালু করলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠনে যে শিক্ষিত ও দক্ষ মানুষের প্রয়োজন, তা আমরা তৈরি করতে পারব।মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ফেলো, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস।সাধারণ অভিজ্ঞতা থেকেই আমরা জানি যে শিশুদের সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম দরকার। কিন্তু সম্প্রতি এক গবেষণায় শিশুদের ঘুমের আরেকটি প্রয়োজনীয়তা জানা গেছে। দেখা গেছে, শিশুদের পর্যাপ্ত ঘুম না হলে তাদের বেশি মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর বেশি ঘুমালে শরীর ঠিক থাকে। একদল গবেষক ৮ থেকে ১১ বছর বয়সী ৩৭টি শিশুকে দুই ভাগে ভাগ করে তাদের প্রথম সপ্তাহে প্রতিদিন দেড় ঘণ্টা বেশি ঘুম, আবার পরের সপ্তাহে প্রতিদিন দেড় ঘণ্টা করে কম ঘুমানোর ব্যবস্থা করেন। তাদের ঘুমের সময় নিরূপণ করা হয় ইলেকট্রনিক পদ্ধতিতে এবং প্রতিদিন খাবারের পরিমাণ লিপিবদ্ধ করা হয়। তাদের রক্তে লেপটিনের পরিমাণও বের করা হয়। লেপটিন খিদে নিয়ন্ত্রণ করা হরমোন, এর পরিমাণ বেশি হলে শরীরের মেদ বাড়ে। পরীক্ষায় দেখা গেছে, সপ্তাহে বেশি ঘুমানো শিশুদের রক্তে লেপটিনের মাত্রা কমে যায়, তখন তারা পরিমিত খায় এবং শরীরেও অতিরিক্ত মেদ জমে না। কিন্তু কম ঘুমালে শিশুরা বেশি বেশি খায় এবং তাদের ওজন অতিরিক্ত বেড়ে যায়।জনগণের অর্থনৈতিক মুক্তি একটি দেশের মূল লক্ষ্য। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে দুটি কারণ কাজ করেছিল। এক. পশ্চিম পাকিস্তান থেকে রাজনৈতিক মুক্তি, আরেকটি হলো অর্থনৈতিক মুক্তি। পাকিস্তান আমলে উন্নয়ন থেকে আমরা ছিলাম বঞ্চিত। ফলে রাজনৈতিক স্বাধিকার ও অর্থনৈতিক মুক্তি দুটিই ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল উদ্দেশ্য।নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ আমরা একটি পর্যায়ে উপনীত হয়েছি। এর মধ্যে বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র। এরপর সরকার পরিবর্তন হচ্ছে; বিভিন্ন কার্যক্রমও গ্রহণ করা হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে রাজনৈতিক দলগুলো। তবে আরও দ্রুত অগ্রগতি অর্জন করা যেত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সন্দেহ নেই, গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর মানুষের মধ্যে উন্নয়নের আকাঙ্ক্ষা আরও বেড়েছে। আমরা এখন অর্থনৈতিক উন্নয়নের যুগসন্ধিক্ষণে এসে পৌঁছেছি।সময় এসেছে অর্থনৈতিকভাবে মানুষের ভাগ্যোন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করার এবং দেশকে আর্থসামাজিক দিক থেকে আরও এগিয়ে নেওয়ার। বর্তমান সরকার মেয়াদের শেষ দিকে চলে এসেছে। এমন সময়ে সরকার পরিবর্তন এবং আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প্রতিবার নির্বাচনের সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অথচ প্রতিযোগিতামূলক বিশ্বে সামান্য সময় নষ্ট করার সুযোগ নেই। এতে আমরা পিছিয়ে পড়ব। উন্নয়নের পূর্বশর্তই হলো রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।এ নিবন্ধে অর্থনৈতিক কর্মকাণ্ড, ভবিষ্যতে আমাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলোর ওপর দৃষ্টিপাত করব।হিসাব মিলিয়ে দেখতে হবে, আমরা কতটুকু অর্জন করেছি, কতটুকু ব্যর্থ হয়েছি, কেন ব্যর্থ হয়েছি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করব। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আত্মপর্যালোচনা করলে সঠিক পথনির্দেশনা আমরা পাব। পরবর্তী সময়ে যে সরকার আসবে, তাদের জন্য একটি দিকনির্দেশনা তৈরি হবে এতে, যাতে তারা ঠিকমতো দেশ পরিচালনা করতে পারে। পথ ভিন্ন হতে পারে, কিন্তু সবার লক্ষ্য ও উদ্দেশ্য এক হওয়া উচিত। আর সেটি হলো, অর্থনৈতিক ও সামাজিকভাবে বিশ্বদরবারে দ্রুত মাথা উঁচু করে দাঁড়ানো। মুক্তিযুদ্ধের উদ্দেশ্যও ছিল এটি।সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা করলে দেখা যাবে, আমাদের প্রবৃদ্ধি, অর্থনৈতিক সূচক সুবিধাজনক অবস্থায় রয়েছে। আমরা যে অবস্থায় উপনীত হয়েছি, তাতে ১৯৯১ থেকে ২০১৩ সালে দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিটি সরকারের ধারাবাহিক অবদান রয়েছে। তাদের কারও অবদান খাটো করে দেখার সুযোগ নেই। অন্যান্য দেশের তুলনায় সামষ্টিক অর্থনীতিতে আমাদের স্থিতিশীলতা সন্তোষজনক। বিখ্যাত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস ২০০৬ সালে ১১টি ‘নিউ ইমার্জিং’ বা উদীয়মান দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশ রয়েছে এ তালিকায়। সামগ্রিকভাবে বাংলাদেশ আরও এগিয়ে যাচ্ছে। আমাদের প্রবৃদ্ধি মোটামুটি ভালো। চীন-ভারত ৭, সাড়ে ৭, ৮ শতাংশের অধিক প্রবৃদ্ধি অর্জন করেছে।দুঃখজনক হলেও সত্য, সুযোগ থাকা সত্ত্বেও আমাদের প্রবৃদ্ধি এ পর্যায়ে নিয়ে যেতে পারিনি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে। মূল্যস্ফীতি কমিয়ে আনার চেষ্টা চলছে। কিছুটা কমেছে, তবে একে সহনীয় করে তুলতে হবে। ইদানীং খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। মনে রাখতে হবে, উভয় মূল্যস্ফীতি দরিদ্র জনগোষ্ঠীর জীবন যাপনে প্রভাব ফেলে। সামগ্রিক সূচকে যেমনটা উন্নয়ন করা দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি। যতটুকু করতে পেরেছি, অর্থাৎ ৬ শতাংশ প্রবৃদ্ধিও খারাপ নয়। এর ফল অবশ্য সুষমভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। তাই প্রবৃদ্ধির সুফল সবাই পায়নি। সমস্যা এখানেই। ফলে দিনে দিনে ব্যক্তিগত আয়বৈষম্য বাড়ছে; আঞ্চলিক আয়বৈষম্যও বাড়ছে। অনেকে যুক্তি দেখান, আমাদের মাথাপিছু জিডিপি এক হাজার ডলার ছাড়িয়ে গেছে। এটি সত্য, তবে সেখানেও শুভংকরের ফাঁকি রয়েছে। কেউ মাসে পাঁচ লাখ টাকা আয় করছে, কেউবা পাঁচ হাজার। গড় করলে বেশি তো দেখাবেই। পোশাকশিল্পের শ্রমিকের কথাই ধরুন। তাঁরা কি এক হাজার ডলার আয় করেন? এ ধরনের গড় মাথাপিছু আয় সুষম উন্নয়ন নির্দেশ করে না।মানতে হবে, এদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে রয়েছি। সামষ্টিক অর্থনৈতিক সূচকে আরও উন্নতি করতে হবে আমাদের। উন্নয়নের বিকেন্দ্রীকরণ করে বিভিন্ন অঞ্চলে তা বণ্টন করতে হবে। এটি করা না গেলে সামাজিক অস্থিরতা বাড়বে। এখন পোশাকশিল্পে অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণীর মানুষ বঞ্চিত হচ্ছে। তারা নানাভাবে ক্ষোভ প্রকাশ করছে। এটি গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়।তৃণমূল মানুষের কথায় আসি। ব্যাংক, ইনস্যুরেন্স প্রভৃতি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এ পর্যায়ের মানুষের কাছে অর্থ পৌঁছায়। এখন দারিদ্র্যের হার কমেছে। এ ক্ষেত্রে আমাদের অর্জন প্রশংসিত হবে। এগুলো হঠাৎ হয়নি। ধারাবাহিকভাবে অর্জিত হয়েছে। স্বাস্থ্য খাতেও আমাদের অগ্রগতি ভালো। গড় আয়ু বেড়েছে। এটি ভারতের তুলনায় ভালো। সহাস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও আমরা এগিয়ে। তবে কিছু লক্ষ্য অর্জনে আমাদের বেগ পেতে হবে। প্রথমেই আয় বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য খাতেও কয়েকটি লক্ষ্য, বিশেষ করে পুষ্টির ঘাটতি পূরণে চ্যালেঞ্জ রয়েছে। এখনো দেশের অধিকাংশ শিশু অপুষ্টির শিকার। চরাঞ্চল ও দুর্গম অঞ্চলে এখনো পুষ্টির ঘাটতি রয়ে গেছে।শিক্ষার হার বেড়েছে, কিন্তু এর মান বাড়েনি। শিক্ষা উপকরণের মান বাড়েনি, বাড়েনি শিক্ষকের মান। শিক্ষকদের বেতনকাঠামোর উন্নয়ন হয়নি। বাংলাদেশের মতো দেশে বাজেটের বিরাট অংশ ব্যয় হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে। এ ক্ষেত্রে বিভিন্ন খাতে দুর্নীতি ও অদক্ষতার কারণে বরাদ্দকৃত অর্থেরও সদ্ব্যবহার হচ্ছে না। ফলে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়নে বাড়তি বরাদ্দের পাশাপাশি ব্যয়ের মানোন্নয়ন ও দুর্নীতি দূর করতে হবে। সে জন্যই গুণগত স্বাস্থ্যসেবার পরিধি (বিশেষ করে দরিদ্রদের জন্য), শিক্ষার গুণগত মানোন্নয়নে তেমন বরাদ্দ নেই। এ কারণে জনসম্পদ উন্নয়নে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি।আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা খাতে নানা অব্যবস্থাপনা, তদারকির অভাব ও কিছু প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্যের কারণে আর্থিক প্রতিষ্ঠানে সেভাবে উন্নয়ন ঘটছে না এবং সাধারণ জনগোষ্ঠীর কল্যাণের জন্য আশানুরূপ অবদান রাখতে পারছে না তারা। মোটা দাগে, এগুলোই আমাদের বড় সমস্যা। যতই বিনিয়োগের কথা বলা হোক, মনোপলি হলে, গুটিকতক ব্যবসায়ীর নিয়ন্ত্রণ থাকলে, বাজার ব্যবস্থাপনা ঠিকমতো না হলে, উৎপাদনকারীকে ঠিকমতো সেবা দিতে না পারলে টেকসই ও সুষম অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। রেগুলেটরি প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রভৃতির তদারকির অভাবে আর্থিক প্রতিষ্ঠানে নজিরবিহীন কেলেঙ্কারি, অবৈধ ভিওআইপি ব্যবসা, শুল্ক ফাঁকি দেওয়ার মতো ঘটনা ঘটছে। রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো যথাযথ সততা ও দক্ষতার পরিচয় দিলে উন্নয়ন টেকসই ও সুষম হতো।আমাদের মূল সমস্যা দুর্নীতি। নজিরবিহীন দুর্নীতির খবর বেরিয়ে আসছে। সক্ষমতা, প্রযুক্তি, অর্থ থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠান নানা কারণে বিতর্কিত হয়ে পড়ছে। এ চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে উন্নয়ন ত্বরান্বিত হবে।আর্থিক প্রতিষ্ঠানগুলো যেকোনো ব্যবসার মাধ্যম হিসেবে বিবেচিত হয়। যদিও আমাদের বর্তমান আর্থিক পরিস্থিতিকে ‘ভালো’ বলা হচ্ছে সংখ্যা বা উপাত্ত দিয়ে। কিন্তু এর আড়ালে অনেক কিছু লুকিয়ে রয়েছে। সংখ্যা ও উপাত্ত দিয়ে অনেক কিছু বোঝানো যেমন যায়, তেমনি প্রকৃত সত্যও আড়াল করা যায়। মূল্যস্ফীতি কমেছে। কিন্তু বাজারে গিয়ে ক্রেতা তার প্রতিফলন দেখছে না, মূল্যস্ফীতি কমে যাওয়ার প্রমাণ মানুষ পাচ্ছে না।ব্যাংকগুলোয় অস্বাভাবিকভাবে কুঋণ বেড়ে গেছে। কুঋণের বেশির ভাগ বড় মুষ্টিমেয় কিছু প্রতিষ্ঠানের। বিতর্কটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান নিয়ে। কোটি কোটি টাকা পাচ্ছেন মুষ্টিমেয় ব্যবসায়ী-শিল্পপতি। আয়ের মতো ঋণ বিতরণেও বৈষম্য সৃষ্টি হচ্ছে। স্বল্পসংখ্যক ব্যক্তির কাছে ব্যাংকের ঋণ আটকে থাকার সঙ্গে সঙ্গে দেশের একাংশে অর্থ চলে যাচ্ছে। ব্যক্তিগত আয়বৈষম্যের সঙ্গে আঞ্চলিক বৈষম্যও কমিয়ে আনা যাচ্ছে না।বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের অর্থনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল নয়। নব্বইয়ের পর থেকে ব্যাংকিং খাতে সংস্কার শুরু হয়েছিল এবং এটি অন্যান্য খাতের চেয়ে অধিকতর সুশৃঙ্খল হয়ে ওঠে। ইদানীং ব্যাংকিং খাতে বেশ কিছু সমস্যা ও দুর্বলতা দেখা দিয়েছে। পরিচালনা পর্ষদের অদক্ষতা ও ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে। বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে পারছে না। এ ক্ষেত্রে বিদ্যমান রাজনৈতিক প্রভাব এবং আমলাতান্ত্রিক অদক্ষতা দূর করতে হবে। সর্বোপরি ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে।প্রশ্ন হলো, বাংলাদেশ সরকারের লক্ষ্য বা নীতি কী? সরকারের কৌশলগুলোয় মারাত্মক কিছু সমস্যা রয়েছে। সরকার অনেক বিষয় আড়াল করার চেষ্টা করে। হল-মার্ক বা বিসমিল্লাহ কেলেঙ্কারি আড়ালের চেষ্টা হয়েছে। এতে সমস্যা বেড়েছে বৈ কমেনি।বিশ্বমন্দা চলাকালীন ২০০৭-০৮ অর্থবছরেও আমাদের অর্থনৈতিক সূচকগুলো ভালো ছিল। ওই সময় বিশ্বের বড় অনেক আর্থিক প্রতিষ্ঠানের সূচক নেমে গিয়েছিল। দেশের সভরিন রেটিংয়ের সূচক ও সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো ভালো থাকলেই সরকারের কর্তাব্যক্তিদের আত্মতুষ্টিতে নিমগ্ন থাকা ঠিক নয়। দেখতে হবে বৃহৎ জনগোষ্ঠী অর্থনৈতিক মুক্তির স্বাদ পাচ্ছে কি না, স্বস্তিতে ও স্বাচ্ছন্দ্যে আছে কি না।বারবার ভালো প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে। এটি কোন কোন খাতে অর্জিত হচ্ছে—উৎপাদনশীল নাকি অনুৎপাদনশীল খাতে, তা-ও দেখতে হবে। কারণ, অনুৎপাদনশীল খাতে অর্জিত প্রবৃদ্ধি টেকসই হয় না। দেশে ক্ষুদ্র-মাঝারি-বৃহৎ শিল্পে বিনিয়োগ হচ্ছে কি না, তা-ও বিবেচনায় নিতে হবে। কর্মসংস্থান, সাধারণ মানুষের আয় বাড়ছে কি না, তা-ও বিবেচনায় নিতে হবে। সময় এসেছে সংখ্যাভিত্তিক সূচক, পরিসংখ্যান এবং এসব পর্যালোচনার সঙ্গে গুণগত সূচক, জনগণের ধারণা ও উপলব্ধিকে বিবেচনায় নেওয়ার। এটাকে বলে সার্বিক সূচক, যেটি আরও বৃদ্ধি করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ড. সালেহউদ্দিন আহমেদ: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক, নর্থসাউথ ইউনিভার্সিটি।
সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে বন ও বনের অধিবাসীদের রূপবৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বনের এক কম বয়সী সুন্দরী বৃক্ষ বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র থেকে প্রচুর ধোঁয়া বের হবে। আর এই ধোঁয়ায় আমাদের স্কিন নষ্ট হয়ে যাবে। আমরা কালো হয়ে যাব। আর আপনি তো জানেনই, বনে ফেসিয়াল করার কোনো ব্যবস্থা নেই।’ধোঁয়াকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে বনের প্রভাবশালী পাখি ইগল জানান, ‘ধোঁয়ার কারণে আমাদের উড্ডয়ন বাধাগ্রস্ত হবে। তা ছাড়া আমাদের শিকার দেখতেও সমস্যা হবে। আর চোখের সমস্যা তো হবেই। অনেক পাখিকে বাধ্য হয়ে চশমা নিতে হতে পারে।’ বনের আরেক পাখি সাদা বক বলেন, ‘চিমনির ধোঁয়ায় আমার সাদা পালক কালো হয়ে গেলে বয়ফ্রেন্ডের কাছে মুখ দেখাব কীভাবে?’‘মনে হচ্ছিল যেন হাওয়ায় ভাসছি। দুই হাত ওঠানো-নামানোর মাধ্যমে চলাচল নিয়ন্ত্রণ করতে হচ্ছিল। এভাবে একবার উঠে যাচ্ছি, আবার নিচে নেমে আসছি। ভারসাম্য বজায় রাখতে যেন হিমশিম খেতে হচ্ছিল।’মহাশূন্যযানে চড়ার অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিল আফিয়াত ইবনাত আশরাফ। ছুটে চলেছে মহাশূন্যের পথে। তবে সে পথের স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না। কারণ, সে চড়েছিল ডামি মহাকাশযানে। খানিক বাদে সেখান থেকে নেমে আসার পরে ভেঙে যায় স্বপ্নের ঘোর। কিছুতেই যেন বিশ্বাস হচ্ছিল না এটা কোনো সাজানো বিষয়।আফিয়াত তার সহপাঠীদের সঙ্গে গত ৪ অক্টোবর পাড়ি জমায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার সদর দপ্তরে। চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেলের শিক্ষার্থী আফিয়াত। তার সফরসঙ্গী হিসেবে ছিল ওই বিদ্যালয়ের আরও ২০ জন শিক্ষার্থী। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের দুজন শিক্ষক মো. নুরুল কবির ও ফিরোজ চৌধুরী।গত আগস্ট মাসে আইম্যাট্রিকস নামের সংস্থার পক্ষ থেকে নাসা যাওয়ার আমন্ত্রণ আসে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে।আফিয়াতের কাছ থেকে জানা যায়, ফ্লোরিডায় নাসার সদর দপ্তরে সাজানো রয়েছে মহাশূন্যযানের বিভিন্ন মডেল। রয়েছে রকেট গার্ডেন। তাদের সেখানে দেখানো হয় মহাশূন্যে অভিযানের নানা দৃশ্য। নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন নভোচর মার্ক সি লি ও প্রশিক্ষক জেফ।নাসা সদর দপ্তরে ঘুরে এসে মহাশূন্যের গ্রহ, তারকারাজির অপার বিস্ময়ের মাঝে বিভোর হয়ে আছে আফিয়াত। মহাশূন্যে অভিযানের স্বপ্নও দেখতে শুরু করেছে। তার কথা, ‘এত দিন গ্রহ-নক্ষত্র এবং মহাশূন্য নিয়ে পত্রপত্রিকা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন দেখেছি। কিন্তু এবার সরাসরি সব কিছু দেখেশুনে এবং নভোচরদের সঙ্গে কথা বলে আগ্রহ আরও বেড়েছে। ভবিষ্যতে এ বিষয়ে উচ্চতর পড়াশোনা করার ইচ্ছে রয়েছে আমার।’নয় দিনের সফরের প্রথম দুদিন কেটেছে ফ্লোরিডায়। এরপর আফিয়াতেরা চলে যায় বাফেলো ও নিউইয়র্কে। দলবেঁধে ঘুরে বেড়ায় ডিজনি ওয়ার্ল্ড, ইউনিভার্সেল স্টুডিও, নায়াগ্রা জলপ্রপাত, অ্যামপায়ার স্টেট বিল্ডিং প্রভৃতি জায়গায়। ইউনিভার্সেল স্টুডিওতে হ্যারি পটার এবং নায়াগ্রা জলপ্রপাত আফিয়াতকে মুগ্ধ করেছে।আফিয়াত একাধারে বিতার্কিক, দাবাড়ু, উপস্থাপক। বিদ্যালয়ের প্রায় সব অনুষ্ঠানের উপস্থাপনার ডাক পড়ে তার। বিতর্ক এবং দাবা প্রতিযোগিতার স্বীকৃতি হিসেবে এ পর্যন্ত বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। মায়ের কাছ থেকে ছবি আঁকা শিখেছে। সপ্তম শ্রেণী পর্যন্ত ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর পড়াশোনার চাপ সামাল দিতে গিয়ে এসব থেকে কিছুটা সরে এসেছে। তবে ছাড়েনি বই পড়া। একরকম বইয়ের পোকাই বলা যায় তাকে। এখনো সুযোগ পেলে হুমায়ূন আহমেদ এবং সমরেশ মজুমদারের বই পড়ে।তিন ভাইবোনের মধ্যে আফিয়াত সবার ছোট। বড় ভাই শাহাদাত বিন আশরাফ একটি অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের পরিচালক। আরেক ভাই আশকার বিন আশরাফ সফটওয়্যার প্রকৌশলী। বাবা আশরাফ আলীব্যবসায়ী। মা জোবায়দা আশরাফ রান্না শেখানোর পাশাপাশি ছেলের অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে সহযোগিতা করেন। একইসঙ্গে ‘ময়ূরাক্ষী’ নামের একটি বুটিক হাউস পরিচালনা করেন।যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা ও বিশ্ব বাণিজ্য সংস্থার আসন্ন মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মজিবুর রহমানপ্রথম আলো: বিশ্ব বাণিজ্য সংস্থার নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ৩-৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলন থেকে বাংলাদেশ তথা স্বল্পোন্নত দেশগুলো কী পেতে পারে ?মজিবুর রহমান: এ সম্মেলনে তেমন কোনো সমঝোতা হবে না। বরং যা হতে পারে, তা ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। সম্মেলনে বড়জোর কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আর তাতে বাংলাদেশ তথা স্বল্পোন্নত দেশগুলোর বা এলডিসির তেমন কোনো কিছু পাওয়ার নেই। এ সম্মেলনে এলডিসির প্রধান দাবি শত ভাগ কোটামুক্ত ও শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা। এটি অবশ্য নতুন দাবি নয়। এটা কতটুকু পূর্ণ হবে, তা বোঝা যাচ্ছে না। তবে রুলস অব অরিজিন বা পণ্যের কাঁচামালের উৎসবিধি শিথিল করার একটা প্রস্তাব আছে। সেটা অনুমোদন হলে ইতিবাচক ফল পাওয়া যাবে। ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণ নিয়ে একটা চুক্তি হওয়ার কথা। বলা যায়, এটাই এলডিসির জন্য কিছু অর্জন বিবেচিত হতে পারে। সার্বিকভাবে বালি সম্মেলন ডব্লিউটিওর ভাবমূর্তি রক্ষার একটি সম্মেলন।প্রথম আলো: বাণিজ্য সহজীকরণের বিষয়টা একটু ব্যাখ্যা করে বলুন।মজিবুর রহমান: বাণিজ্য সহজীকরণের মানে হলো পণ্য আমদানি-রপ্তানির যাবতীয় প্রক্রিয়া সহজ, সাশ্রয়ী ও দ্রুততর করা। এটি অনেকগুলো পদক্ষেপ ও ব্যবস্থার সমন্বিত রূপ। একদিকে এর মাধ্যমে বিভিন্ন দেশের বাণিজ্যনীতির সুসমন্বয় হবে, বিভিন্ন লেনদেন সহজে ও দলিলপত্র জটিলতামুক্ত পদ্ধতিতে সম্পন্ন করা হবে। অন্যদিকে পণ্য পরিবহন কার্যক্রম দ্রুততর হবে। অর্থাৎ সড়ক ও রেলপথে বাধাহীনভাবে পণ্য পরিবহন করা যাবে, বন্দরে সময়মতো পণ্য খালাস ও উত্তোলন করা যাবে। এসব পদক্ষেপের ফলে ব্যবসার খরচ কমবে। তাতে একদিকে শিল্পের প্রতিযোগিতাসক্ষমতা বাড়বে, অন্যদিকে ভোক্তারাও সুফল পাবে। এজন্য আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পর সম্পৃক্ত করতে হবে তথ্য-প্রযুক্তির মাধ্যমে। সমস্যা হলো, উন্নত দেশগুলো এসব কাজ আগেই করে রেখেছে। উন্নয়নশীল ও এলডিসিদের এ জন্য অনেক দূর যেতে হবে, বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হবে। কিন্তু এলডিসির পক্ষে তা বেশ কঠিন। আর তাই বাণিজ্যের জন্য সাহায্য ব্যবস্থার আওতায় তহবিলের জন্য দর-কষাকষি করা উচিত।প্রথম আলো: অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) করেছে বাংলাদেশ। এর সুফল ও ঝুঁকির দিকগুলো কী কী?মজিবুর রহমান: টিকফার নামেই রয়েছে যে এটি একটি ফোরাম বা আলোচনাস্থল। অর্থাৎ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে বছরে দুই বা তিনবার আলোচনা করার, সমস্যা চিহ্নিত করার ও সমাধানের চিন্তা করার জন্য এটি গঠন করা হয়েছে। যাঁরা বলছেন এতে বাংলাদেশের অনেক ক্ষতি হবে, তাঁরা না জেনে-বুঝেই এসব বলছেন। আবার যাঁরা টিকফা থেকে অনেক কিছু প্রত্যাশা করছেন, সেটাও জানা-বোঝার অভাব থেকেই করছেন। আমরা বরং টিকফা করতে কিছুটা দেরিই করে ফেলেছি।প্রথম আলো: তাহলে বলতে চাচ্ছেন যে টিকফা থেকে ঝুঁকি বা উদ্বেগের কোনো কারণই নেই?মজিবুর রহমান: আমি বরং এভাবে বলতে চাই যে হাতির সঙ্গে থাকতে গেলে নিজেকে খুব সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে। হাতি নিজের অজান্তেও যদি মানুষের শরীরে পা তুলে দেয়, তাহলে মানুষের ক্ষতি কম হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী দেশ। আবার আমাদের প্রধান বাণিজ্য অংশীদার। তার সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা বা সমঝোতা করতে হলে যথেষ্ট সতর্ক ও বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। একই কথা ভারত বা চীনের মতো বড় দেশগুলোর জন্যও প্রযোজ্য। তাদের সঙ্গে দর-কষাকষি করতে গেলেও আমাদের যথেষ্ট প্রস্তুতি নিয়ে করতে হবে।প্রথম আলো: টিকফার ফলে ডব্লিউটিওতে আমরা যেসব ছাড় পেয়ে আসছি, সেগুলো ব্যাহত হবে কি?মজিবুর রহমান: টিকফার কারণে ডব্লিউটিওতে এলডিসি হিসেবে বাংলাদেশের বিভিন্ন ছাড়ে কোনো প্রভাব পড়বে না। আবার এসব ছাড় অনন্তকাল বজায় থাকবে না। আমরা ২০২১ সালে মধ্য আয়ের দেশ হতে চাই, স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসতে চাই। আবার এলডিসির বিভিন্ন সুবিধাও বহাল রাখতে চাই। এটা তো সম্ভব নয়। বাস্তবতা হলো, নির্দিষ্ট সময়ে এসব ছাড় আর থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। এই যে আজ বাংলাদেশের ওষুধশিল্প এগিয়ে যাচ্ছে। এটা দীর্ঘস্থায়ী ও টেকসই করতে হলে আমাদের এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট) করতে হবে, অত্যাধুনিক ওষুধ পরীক্ষাগার গড়ে তুলতে হবে। এ জন্য বিনিয়োগ করতে হবে।[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]দেশের শেয়ারবাজারে সূচকের পতন দিয়ে শুরু হলেও উত্থান দিয়েই শেষ হয়েছে ২০১৩ সালটি। গতকাল সোমবার বছরের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়েছে। ২০১৩ সালের প্রথম কার্যদিবসে সেসময়কার সাধারণ সূচকটি ২৮ পয়েন্ট কমেছিল।একই ধরনের আচরণ ছিল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। গতকাল সিএসইর সার্বিক সূচক ১৬৭ পয়েন্ট বেড়েছে। বছরের প্রথম কার্যদিবসে এই সূচকটি প্রায় ৫১ পয়েন্ট কমেছিল।তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ২০১৩ সালে প্রথম কার্যদিবসে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৫৩ কোটি টাকা। সেখানে গতকাল প্রায় ৩৮২ কোটি টাকার লেনদেন হয়েছে শেষ কার্যদিবসে। একইভাবে সিএসইতে বছরের প্রথম দিনের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০ কোটি টাকা, সেখানে গতকাল এর পরিমাণ ছিল প্রায় ৩৯ কোটি টাকা।দুই স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানিরই শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে এদিন ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৪টিরই দাম বেড়েছে, কমেছে ৫১টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। চট্টগ্রামের বাজারে এদিন ২০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫১টিরই দাম বেড়েছে, কমেছে ৪০টির আর অপরিবর্তিত ছিল ১৫টির দাম। দিন শেষে সার্বিক সূচকটি বেড়ে হয়েছে ১৩ হাজার ২০৩ পয়েন্ট।বছরের শেষ কার্যদিবসেও ডিএসইতে মূল্য বৃদ্ধির শীর্ষে ছিল দুর্বল মৌলভিত্তির কোম্পানি ফাইন ফুডস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দুই টাকা বা ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৮০ পয়সায়।
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ২২ সেপ্টেম্বর সিলেটের একটি রেস্তোরাঁয় অ্যান্টিভাইরাস নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালায় পান্ডা অ্যান্টিভাইরাসের বৈশিষ্ট্য এবং কম্পিউটারকে ভাইরাস থেকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে ব্যাপার আলোচনা করা হয়। এতে গ্লোবাল ব্র্যান্ডের সিলেট জেলার ডিলার প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালাটি পরিচালনা করেন পান্ডা সিকিউরিটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার পণ্যের উপ পণ্য ব্যবস্থাপক গোলাম মর্তুজা। —বিজ্ঞপ্তিবাংলামো. মুস্তাফিজুর রহমান, শিক্ষকসঠিক উত্তর  অংশ-১৮প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।দেখে এলাম নায়াগ্রানায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি। শুধু জেনে এসেছি, ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ছে, তবে আকারে-প্রকারে অনেক বিশাল। ঝরনা ছোট, আর জলপ্রপাত বড়—এটুকু যা তফাত। ওপর থেকে নিচে জল পতনের ব্যাপার দু-জায়গাতেই ঘটছে। জল যদি নাই পড়ে, তা হলে ঝরনাও হবে না, জলপ্রপাতও হবে না।জলপ্রপাত দেখতে চাইব, কিন্তু পাহাড় দেখব না—একি কখনো সম্ভব? সম্ভব নয়। কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই। কিন্তু এমন জলপ্রপাত কি হতে পারে না যা পাহাড়ের ওপর থেকে পড়ছে না? আমাদের কাণ্ডজ্ঞান বলবে—না, পাহাড় থেকেই পড়তে হবে, নইলে জলের প্রপাত বা পতন হবে কেমন করে?১. নায়াগ্রা কী?ক. ঝরনা খ. জলপ্রপাত গ. স্রোতবাহী নদী ঘ. একটি দেশউত্তর: খ. জলপ্রপাত২. পৃথিবীর বৃহৎ জলপ্রপাতের নাম কী?ক. অ্যাঞ্জেল খ. নায়াগ্রা গ. ভেনিজুয়েলা ঘ. তুগেলা। উত্তর: খ. নায়াগ্রা৩. ‘নায়াগ্রা জলপ্রপাত’ কোথায় অবস্থিত?ক. অস্ট্রেলিয়ায় খ. কানাডায় গ. মালয়েশিয়া ঘ. জাপানেউত্তর: খ. কানাডায়।৪. ‘পতন’ শব্দের অর্থ কী?ক. পার্শ্বে পড়া খ. নিক্ষেপ করা গ. ওপরের দিকে চলা ঘ. নিচে পড়াউত্তর: ঘ. নিচে পড়া।৫. নায়াগ্রা জলপ্রপাতের ব্যতিক্রম বিষয় কোনটি?ক. এটি পাহাড় থেকে নামেনি খ. এটি দেখতে সুন্দরগ. এটি দেখতে বিশাল ঘ. এটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেউত্তর: ক. এটি পাহাড় থেকে নামেনি।৬. লেখকের জলপ্রপাত দেখার ভাগ্য কয়বার হয়েছে?ক. দুবার খ. তিনবার গ. একবার ঘ. চারবার উত্তর: গ. একবার৭. কোথায় গিয়ে লেখকের একবার জলপ্রপাত দেখার সৌভাগ্য হয়েছে? ক. আমেরিকায় খ. কানাডায় গ. ঢাকায় ঘ. অস্ট্রেলিয়ায়উত্তর: খ. কানাডায়৮. কীভাবে লেখকদের গাড়ি ছুটতে লাগল?ক. খুব জোরে খ. খুব ধীরে গ. শাঁ শাঁ করে ঘ. স্বাভাবিকভাবেউত্তর: গ. শাঁ শাঁ করে।৯. লেখক নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিলেন কীভাবে?ক. বন্ধুর সঙ্গে বিমানে করে খ. বন্ধুর গাড়িতে করেগ. একা একা বাসে চড়ে ঘ. পায়ে হেঁটেউত্তর: খ. বন্ধুর গাড়িতে করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালইদানীং স্বপ্নগুলো খুব বিক্ষিপ্ত ও দ্রুতগতির হয়। ঘুম থেকে ওঠার পর খুব অস্থির লাগে। স্বপ্নের মধ্যে ডানা মেলতে থাকা এই আমি ঘুম থেকে উঠে মুহূর্তের মধ্যে অচেনা, নিস্তব্ধ ও নিথর হয়ে বিছানায় পড়ে রই। মনে হয়, কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলছি একটু একটু করে। অনেকক্ষণ ভাবার চেষ্টা করি, আসলে আমি কী হারাচ্ছি? কী করলে নিজেকে ফিরে পাব। কিংবা কী করলে স্বপ্নের মতো ভেসে বেড়াব ওই মেঘমালার মধ্যে। বা কী করলে নিজের মধ্যে বেড়ে ওঠা রঙিন ঘুড়িকে আবার নিজের কাছে, একেবারে নিজের মতো করে কাছে টানতে পারব। এসব অস্থিরতা নিয়ে যখন ভাবছি, তখন এক সুবর্ণ সুযোগ এসে উপস্থিত। এখানকার বসবাসরত বাংলাদেশিদের নিয়ে আয়োজিত হলো এক প্রাণের মেলা, বাংলাদেশিদের মিলনমেলা। এ যেন আমার সামনে উপস্থিত এক দেবদূতের মতো, যা কিনা আমার অস্থির স্বপ্নের মধ্যে পথ দেখিয়ে চলা এক অচিন স্বপ্নপাখির বার্তা।অনুষ্ঠান শুরুর কিছুদিন আগ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছিলাম। রাত জেগে আমি আর সাইফুল তৈরি করলাম স্ক্রিপ্ট। ওদিকে হান্নান ভাই, নাহার আপা, ফারুক ভাই ও জাহাঙ্গীর ভাই নিল বাজার-রান্নার কাজ। ইভা ভাবি নিল ফিরনি তৈরির দায়িত্ব। পুরস্কার কেনার কাজে নেমে পড়ল মারুফ ভাই। সঞ্চালকের দায়িত্ব এসে পড়ল আমার ঘাড়ে। অনুষ্ঠানের কোথাও যেন কোনো কিছুর কমতি না পড়ে, সেদিকে সবার সজাগ দৃষ্টি, এ যেন ক্ষুদ্রতার মধ্যে বৃহৎ টিমওয়ার্ক।অনুষ্ঠানের দিন শুরু হলো তুমুল বৃষ্টি। আতঙ্কবোধ করলাম, এই বুঝি সবকিছু ভেস্তে যেতে বসেছে। কিন্তু আমাদের ঐকান্তিক চেষ্টায় বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমরা অনুষ্ঠান শুরু করলাম। একটু ভিন্ন ঢঙে, একটু ভিন্ন মেজাজে। ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি দিয়ে শুরু হলো অনুষ্ঠান। আমরা যারা এত দিন ধরে আয়োজকের ভূমিকায় ছিলাম, তারা সবাই একসুরে গেয়ে উঠলাম। গানটা গাওয়ার সময় এই প্রথম আমি অনুভব করলাম, আমার দেশের প্রতি তীব্র টান, অনুভব করলাম আমার শরীরের লক্ষাধিক লোমকূপের গোড়ায় নিঃসৃত অদৃশ্য ক্রন্দন। আমি বারবার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। কিন্তু যতক্ষণ গান চলল, ততক্ষণ আমার এই ব্যর্থ চেষ্টা জানান দিচ্ছিল, আমি বুঝি আমার মায়ের সেই পাষাণ, অভিমানী ছেলে, যে কিনা তাকে ভুলে অনেক পথ পাড়ি দিয়ে আজ এখানে।বাচ্চাদের জন্য যা পারো, তা-ই করো, ভাবিদের জন্য সুই-সুতার খেলা, ছেলেদের জন্য ঝুড়িতে বল ফেলা এবং সর্বশেষে ফান বাক্স খেলার মাধ্যমে সবার অংশগ্রহণকে বারবার মনে করিয়ে দিচ্ছিল এ যেন এক অখণ্ড বাংলাদেশ গড়ার দৃঢ় প্রতিশ্রুতি। বারবার আমার কানে ধ্বনিত হচ্ছিল সেই স্বপ্নালোকে দেখা পাওয়া অচিন পাখির অচেনা সুর।দিগন্ত সীমারেখা যেখানে শেষ, সেখান থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি এক অজানা ভবিষ্যৎকে স্পর্শ করব বলে। অনেক কঠিন সংগ্রামের মধ্যে বারবার নিজের বুক পেতে দিতে পিছ-পা হইনি, কোনো অজানা শঙ্কাকে কখনো ধারে-কাছে ভিড়তে দিইনি, আর ভিড়তে দিইনি বলেই এই দূরদেশে এসেও আমাদের সম্মান আজও অটুট এক পরিশ্রমী জাতি হিসেবে। এখানকার ব্যবসায়ীদের ঈর্ষণীয় সাফল্য আমাদের নতুন করে প্রাণের সঞ্চার করেছে। তাই তো এই অনুষ্ঠানের মাধ্যমে নজরুল ভাই, খায়ের ভাই, পারভেজ ভাই, কল্লোল ভাই কিংবা মিলন ভাইদের মতো আরও অনেকের সাফল্যগাথা যখন উন্মোচিত হয়, তখন মনে হয় এ এক অভিন্ন সফল বাংলাদেশ, যা তিল তিল করে তৈরি হয়েছে এই তিলোত্তমা নগরে।মা, মাটি, দেশ—এই তিনটি থেকে বিচ্ছিন্ন হলেও আমরা যে মানবিক দৃষ্টিকোণ থেকে একে অপরের অচিন চেনা সংগীত, তা যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল গৌরাঙ্গদার গানের মাধ্যমে। তাই তো আজ মা যখন বারবার হায়েনাদের আঘাতে রক্তে জর্জরিত, তখন তার সম্মান রক্ষার্থে এই দূরদেশে এক অখণ্ড বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ব্রত হই। ওই দিন মনের অজানা মণিকোঠায় বারবার ধ্বনিত হচ্ছিল, মাগো, আমরা তোমার পাগল ছেলে, তোমায় আবার নতুন করে ভালোবাসি মা, তোমার কোলে মাখা রেখে নিশ্চিতভাবে ঘুমানোর লোভ আমাদের আজ তাড়া করে বেড়ায়। মা, তুমি কি তোমার আঁচলে আমাদের আবার নতুন করে জায়গা দেবে না? অভিমানী মায়ের এসব কথা মনে হতেই টের পেলাম সেই স্বপ্নলোকের অচিন পাখির ডাক, দূর থেকে যেন পাখা মেলে ডাকছে, আমায় আমার মায়ের কাছে নিয়ে যাবে বলে। হোক না গরিবের দেশ, হোক না অবহেলিতদের দেশ, হোক না নিপীড়িতের দেশ, তবু সে তো আমার বাংলাদেশ, আমার মা, মাতৃভূমি, আমার ভালো লাগা, আমার অন্যায় আবদারের স্থল, আঁচল দিয়ে আমাকে আগলে রাখার নিরাপদ বাসস্থান, আমার স্বপ্নালোকে দেখা দেওয়া এক চেনা অচিন পাখি, আমি তোমায় ভালোবাসি।মোহাম্মদ আশরাফুর রহমান (এম. ফার্ম, ঢাবি)পিএইচডি স্টুডেন্টতয়ামা ইউনিভার্সিটি, জাপানআজ মঙ্গলবার বছরের শেষ দিন। এদিন বাণিজ্যিক ব্যাংকগুলো ‘হলিডে’ পালন করবে। ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে কোনো লেনদেন করবে না। তবে নিজস্ব বার্ষিক হিসাব মেলাতে খোলা থাকবে ব্যাংক। বছরের লাভ-ক্ষতির হিসাব করে নতুন বছরের যাত্রা শুরু হবে আগামীকাল বুধবার থেকে।ব্যাংক লেনদেন বন্ধ থাকে বলেই প্রতিবছর এদিন শেয়ারবাজারও বন্ধ থাকে। ফলে আজ শেয়ারবাজারও বন্ধ থাকছে।