title
stringlengths
9
97
content
stringlengths
48
3.94k
নিজামউদ্দিনের দরগাহ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লিতে হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সোমবার বিকেলে দরগাহ জিয়ারত করেন এবং মোনাজাত করেন।এর আগে আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি পৌঁছান। এরপর তাঁকে মোটর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয় আইটিসি মৌর্য হোটেলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যান। তার এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।
শাহজালালে বিমানের টয়লেটে মিলল ৪০ স্বর্ণের বার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টয়লেট থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই স্বর্ণ উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। মোট ওজন চার কেজি ৬৪০ গ্রাম বলে জানা গেছে
শাহজালালে বিমানের টয়লেটে মিলল ৪০ স্বর্ণের বার
কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সংবাদ আসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানে অবৈধভাবে চোরাচালানকৃত স্বর্ণ বহন করা হচ্ছে। এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক আরেফিন খানের নির্দেশে উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়।পরে কাস্টমস গোয়েন্দা দল বিমানের ভেতরে প্রবেশ করে এবং বিমানের টয়লেট থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণবার উদ্ধার করে। যার মোট ওজন চর কেজি ৬৪০ গ্রাম। আটক স্বর্ণের বাজারমূল্য আনুমানিক তিন কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
যেকোনো প্রতিষ্ঠান-কর্তৃপক্ষে নিরীক্ষা চালাতে পারবে সিএজি
জনসাধারণের টাকার প্রাপ্যতা, বৈধতা নিশ্চিত করতে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (সিএজি)’র যেকোনো প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ, কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীর কর-আয়কর সংক্রান্ত নিরীক্ষা চালানোর ক্ষমতা আছে। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ২০ অধ্যায়েরে ১৬৩(৩)(ছ) এর বিধানে সিএজিকে এ এখতিয়ার দেওয়া হয়েছে।এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতি আপিল বেঞ্চর দেওয়া রায়ে এ পর্যপবেক্ষণ এসেছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয়ের লিভটু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে গত ৪ জানুয়ারি এ রায় দেন সর্বোচ্চ আদালত
যেকোনো প্রতিষ্ঠান-কর্তৃপক্ষে নিরীক্ষা চালাতে পারবে সিএজি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর লেখা ১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।‘জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বনাম সিঙ্গার বাংলাদেশ ও অন্যান্য’ মামলার রায়ে আরো বলা হয়েছে, সংবিধানের ১২৮ অনুচ্ছেদ অনুযায়ী রাজস্ব বিভাগের হিসাব পরিদর্শন করার ক্ষমতা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিরীক্ষা বিভাগের রয়েছে। শুধু তাই না, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যা্লয় কর-আয়কর সংক্রান্ত নিরীক্ষা চালাতে যেকোনো কর্মকর্তাকে নির্দেশ অথবা অনুমতি দিতে পারে। রাজস্ব বিভাগের হিসাব পরিদর্শন বা নিরীক্ষার জন্যই নিরীক্ষা বিভাগ করা হয়েছে
যেকোনো প্রতিষ্ঠান-কর্তৃপক্ষে নিরীক্ষা চালাতে পারবে সিএজি
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিরীক্ষা চ্যালেঞ্জ করে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আহমেদের পক্ষে করা রিট আবেদনে ২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্ট রায় দেন। সে রায়ে বলা হয়, আয়কর সংক্রান্ত বিষয় পরীক্ষা-নিরীক্ষা বা মূল্যায়নের এখতিয়ার হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নেই। যদি সে এখতিয়ার দেওয়া হয় তবে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১২০ ও ১২১(ক) এর বিধান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে বলে উল্লেখ করা হয় উচ্চ আদালতের রায়ে।সর্বোচ্চ আদালত এ রায়টি বাতিল করে পর্যভবেক্ষণে বলেছেন, উচ্চ আদালত ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত দিয়েছেন
যেকোনো প্রতিষ্ঠান-কর্তৃপক্ষে নিরীক্ষা চালাতে পারবে সিএজি
যদি হিসাব নিরীক্ষায় শনাক্ত হওয়া কোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে নিরীক্ষাই অপ্রয়োজনীয় হয়ে পড়ে। আর তাতে সংবিধানের ১২৮ অনুচ্ছেদের বিধানের কোনো মানে থাকবে না।সংবিধানের ১২৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘মহা হিসাব-নিরীক্ষক প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর সরকারি হিসাব নিরীক্ষা করিবেন ও অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্টদান করিবেন এবং সেই উদ্দেশ্যে তিনি কিংবা সেই প্রয়োজনে তাঁহার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যেকোনো ব্যক্তির দখলভুক্ত সকল নথি, বহি, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভাণ্ডার বা অন্য প্রকার সরকারি সম্পত্তি পরীক্ষার অধিকারী হইবেন। ’
হাঁটাচলার রাস্তায় দোকান, নিউ মার্কেটে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ
ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের যৌথ নেতৃত্বে আজ সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মার্কেট অভ্যন্তরস্থ হাঁটাচলার রাস্তা, বিদ্যমান বৈধ দোকানের সামনে অবৈধভাবে নির্মিত দোকানপাট এবং কমন স্পেসে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।এ সময় অবৈধভাবে দোকান নির্মাণ করার দায়ে ১০টি দোকানকে ১০টি মামলার মাধ্যমে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়
হাঁটাচলার রাস্তায় দোকান, নিউ মার্কেটে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারায় এই জরিমানা আদায় করা হয়।অভিযান প্রসঙ্গে ঢাদসিক সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, মার্কেটে আগত ক্রেতাসাধারণ যেন নির্বিঘ্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আজ ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে বিদ্যমান ফুটপাত, বারান্দা ও কমন প্লেসে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া নতুন করে অবৈধ আর কোনো দোকানপাট নির্মাণ ও প্রতিষ্ঠা না করতে এ সময় মাইকিং করা এবং নতুন করে দোকান স্থাপন করা হলে উচ্ছেদসহ প্রয়োজনীয় জরিমানা আরোপ করার সতর্কবার্তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। আজ সোমবার বিকেলে নয়াদিল্লির আইটিসি হোটেলের মিটিং রুমে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সুব্রামানিয়াম জয়শঙ্কর।এর আগে আজ সোমবার সাড়ে ১১টার পরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সফরে তিনি ভারতে যান
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সাক্ষাৎ
তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি পালাম বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। তার এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।
যানজট কমাতে ঢাকায় চালু হবে স্কুলবাস : মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের স্কুলগুলোতে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে শত শত গাড়ি। একজন শিক্ষার্থীর জন্য একটি গাড়ি ব্যবহার করা হয়। পরিবেশ রক্ষায় ও যানজট কমাতে স্কুলবাস চালু করতে হবে। এর ফলে প্রাইভেট গাড়ির ব্যবহার কমে যাবে
যানজট কমাতে ঢাকায় চালু হবে স্কুলবাস : মেয়র আতিক
স্কুলবাস সার্ভিস চালু হলে পরিবেশ দূষণ কমবে, যানজট কমবে এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে। আমি ইতোমধ্যে কয়েকটি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছি তারা এই বিষয়ে একমত পোষণ করেছেন। শিক্ষার্থীরা সবাই মিলে স্কুল বাসে যাওয়া আসা করলে তারা আনন্দে পাবে এবং শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে।আজ সোমবার দুপুরে বনানীর শেরাটন হোটেলে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) কর্তৃক আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন
যানজট কমাতে ঢাকায় চালু হবে স্কুলবাস : মেয়র আতিক
ডিএনসিসি মেয়র বলেন, অভিভাবকরা বাচ্চাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন। চিন্তা করাটাও স্বাভাবিক। আমরা বাচ্চাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। স্কুল বাসগুলোতে সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে
যানজট কমাতে ঢাকায় চালু হবে স্কুলবাস : মেয়র আতিক
আমরা জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক স্কুল বাস চালু করার জন্যও কাজ শুরু করেছি।মেয়র বলেন, ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বন্যা, ঘূর্ণিঝড় এবং উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতিদিন অসংখ্য লোক ঢাকায় চলে আসে। এর মধ্যে অনেকেই আশ্রয় নিচ্ছে বিভিন্ন বস্তিতে। দোকান নিয়ে বসছে ফুটপাতে
যানজট কমাতে ঢাকায় চালু হবে স্কুলবাস : মেয়র আতিক
নগরবাসী পরিবেশগত বিরূপ প্রভাব অনুভব করছে। শহরের সকলেই সম্ভাব্যভাবে জলবায়ু প্রভাবের সম্মুখীন। 'শহরের প্রাণ ফিরিয়ে আনতে এবং জীববৈচিত্র্য রক্ষায় ডিএনসিসি ইতোমধ্যে অনেক ধরনের কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে মেয়র বলেন, লাউতলা খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ট্রাক স্ট্যান্ড ও মার্কেট উচ্ছেদ করে খালটিকে পুনরুদ্ধার করে পানির প্রবাহ নিশ্চিত করা হয়েছে। আমরা লাউতলা খালের পাড়ে দুই হাজার গাছ রোপণের কাজ আরম্ভ করেছি
যানজট কমাতে ঢাকায় চালু হবে স্কুলবাস : মেয়র আতিক
সেখানে দৃষ্টিনন্দন পার্ক ও ওয়াকওয়ে নির্মাণ করব। লাউতলা খাল সংলগ্ন উদ্ধারকৃত জমিতে একটি খেলার মাঠও নির্মাণ করা হবে।বৃক্ষরোপণে গুরুত্বারোপ করে ডিএনসিসি মেয়র বলেন, বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএনসিসিতে জন্ম নিবন্ধন করতে আসা নাগরিকদের একটি করে গাছ প্রদান করা হচ্ছে। আমরা নগরবাসীকে ছাদ বাগান করার জন্য এবং বৃষ্টির পানি সংরক্ষণের জন্য উৎসাহিত করছি
যানজট কমাতে ঢাকায় চালু হবে স্কুলবাস : মেয়র আতিক
আমরা চব্বিশটি পার্ক ও মাঠের উন্নয়ন কাজ সম্পন্ন করেছি।তিনি বলেন, পুরো পৃথিবী আজ তিন সি (C) দ্বারা আক্রান্ত। তিন সি হলো কভিড, ক্লাইমেট চেইঞ্জ ও কনফ্লিক্ট। সবাইকে এই তিনটি সি'র বিষয়ে সচেতন হতে হবে
যানজট কমাতে ঢাকায় চালু হবে স্কুলবাস : মেয়র আতিক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঢাকা শহর আজ ক্ষতিগ্রস্ত। সবাইকে দায়িত্ব নিতে হবে। 'কোমাল পানীয় বাজারজাতকরণ কম্পানিগুলোকে তাদের সরবরাহকৃত বোতল রিসাইক্লিংয়ের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।মেয়র বলেন, ‘আমরা প্লাস্টিক দ্বারা পরিবেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছি
যানজট কমাতে ঢাকায় চালু হবে স্কুলবাস : মেয়র আতিক
যারা পানীয় উৎপাদন করছেন এবং প্লাটিকের বোতলে বাজারজাত করছেন, তাদের সরবরাহকৃত বোতল রিসাইক্লিংয়ের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তাদের চিন্তা করতে হবে কীভাবে এটা সংগ্রহ ও পুনরায় ব্যবহার করতে পারি। প্রয়োজনে আপনারা পানীয়ের দামের সঙ্গে আরো কিছু টাকা যোগ করেন। ক্রেতাদের বলেন, বোতল ফেরত দিলে টাকা ফেরত পাবেন। ঢাকা শহরকে বাঁচাতে হলে যারা পানীয় বিক্রি করবেন এবং কিনবেন সবাইকে দায়িত্ব নিতে হবে। 'বিজিসিসিআই এর সহ-সভাপতি সিভাস্টিয়ান গ্রো-এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জলবায়ু বিজ্ঞানী এবং গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্টের পরিচালক ড. সালিমুল হক, বিজিসিসিআই'র সিনিয়র সহ-সভাপতি তরুন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত বেড়ে ৩৩৩
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে করে মোট মৃত্যুর সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৪ জন
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত বেড়ে ৩৩৩
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৯৯৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৯৮৭টি
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত বেড়ে ৩৩৩
এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৭ লাখ ৭১ হাজার ৪৮৫টি।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
প্রধানমন্ত্রীর ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী : যা জানা যাচ্ছে
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ছাড়াই ভারত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রী নয়াদিল্লির উদ্দেশে রওনা হন। সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর ওই ফ্লাইটে দিল্লি যাওয়ার কথা ছিল। তিনি গত রবিবার সংবাদ সম্মেলনে দিল্লিতে যাওয়ার কথাও বলেছিলেন
প্রধানমন্ত্রীর ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী : যা জানা যাচ্ছে
কিন্তু একেবারে শেষ মুহূর্তে জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রীর এই বাদ পড়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকায় নাম থাকলেও একেবারে শেষ মুহূর্তে গত রাতে (রবিবার) পররাষ্ট্রমন্ত্রী বাদ পড়ায় তারাও অবাক হয়েছেন। তারা ধারণা করছেন, পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় বাংলাদেশ-ভারত সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন
প্রধানমন্ত্রীর ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী : যা জানা যাচ্ছে
এ বিষয়গুলো অন্যতম কারণ হতে পারে।সর্বশেষ গত মাসে এক অনুষ্ঠানে মোমেনের এক মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে পররাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্য বাংলাদেশ এবং ভারত―দুই দেশকেই অস্বস্তিতে ফেলেছিল। কর্মকর্তারা ধারণা করছেন, শীর্ষ বৈঠকে এই অস্বস্তি এড়াতে এই সফর থেকে পররাষ্ট্রমন্ত্রী বাদ পড়ে থাকতে পারেন
প্রধানমন্ত্রীর ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী : যা জানা যাচ্ছে
এদিকে পররাষ্ট্রমন্ত্রীর একজন ব্যক্তিগত কর্মকর্তা জানিয়েছেন, মোমেন অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যাননি। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলম বলেছেন, ‘হি ইজ নট ফিলিং ওয়েল (পররাষ্ট্রমন্ত্রী ভালো বোধ করছেন না), সে কারণেই তিনি যাননি। ’পররাষ্ট্রমন্ত্রী মোমেনের যে বক্তব্য নিয়ে বিতর্কগত মাসে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেই অনুষ্ঠানে তিনি তার বক্তৃতায় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন
প্রধানমন্ত্রীর ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী : যা জানা যাচ্ছে
সেখানে তিনি বলেন, ‘আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। ’ তিনি আরো বলেন, ‘আজকে অনেকের বক্তব্য এসেছে যে শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে (শেখ হাসিনা) টিকিয়ে রাখলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে। আমাদের দেশ সত্যিকারভাবে অসাম্প্রদায়িক দেশ হবে
প্রধানমন্ত্রীর ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী : যা জানা যাচ্ছে
সে জন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার, সে জন্য ভারতবর্ষ সরকারকে আমি সেই সেই অনুরোধ করেছি। ’এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ‘দেশের মানুষ বেহেশতে আছে’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। এ ছাড়া এর অনেক আগে মোমেন বাংলাদেশ-ভারত সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্কের সাথে তুলনা করেছিলেন। তখনো ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল তার মন্তব্য নিয়ে।
কাউকে ধরে-বেঁধে ভোটে আনব না : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আগামী নির্বাচনে কাউকে ধরে-বেঁধে ভোটে আনব না। বিএনপির ভোটে না আসার ব্যাপারে আমাদের কোনো রকম বাধা নেই। তাদের রাজনৈতিক কৌশলে হস্তক্ষেপ করার এখতিয়ার আমাদের নেই। আমরা কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনব না
কাউকে ধরে-বেঁধে ভোটে আনব না : সিইসি
’আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন।সিইসি বলেন, ‘আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সক্রিয় অংশগ্রহণমূলক চাই। কারণ সক্রিয় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে ভারসাম্য সৃষ্টি হয়
কাউকে ধরে-বেঁধে ভোটে আনব না : সিইসি
পার্টিরাই সারা বিশ্বে এই ভারসাম্য সৃষ্টি করে। সবার প্রতি আন্তরিকভাবে উদাত্ত আহ্বান থাকবে আপনারা আসেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখেন এবং সহায়তা করেন। ’বিএনপিকে অন্যতম প্রধান দল উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যদি অংশগ্রহণ করে তাহলে নির্বাচনটা অধিক অংশগ্রহণমূলক হবে
কাউকে ধরে-বেঁধে ভোটে আনব না : সিইসি
এখন বিএনপির যে রাজনৈতিক কৌশল, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের কৌশলের ওপর হস্তক্ষেপ করব না, করতে পারি না, সে এখতিয়ার আমাদের নেই। এখন বিএনপি যেটা চাচ্ছে, সে ব্যাপারের আমাদের কোনো রকম বাধা নেই। কিন্তু আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত রয়েছে, সে দায়িত্বের পথে আমরা এগিয়ে যাব। ’আউয়াল বলেন, ‘আমরা শুধু দলকে নয়, সরকারকেও সংলাপ থেকে আসা মতামত জানিয়েছি
কাউকে ধরে-বেঁধে ভোটে আনব না : সিইসি
কেননা দলগুলো কী বলছে তা সরকারেরও জানা উচিত। সরকার কিন্তু কোনো দলের নয়। সেই বিভাজনটাকে মাথায় রেখে আমরা সরকারকে জানিয়েছি। ’সিইসি বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বিরোধী দলগুলো
কাউকে ধরে-বেঁধে ভোটে আনব না : সিইসি
সেটা আমরা দলগুলোকে জানিয়েছি। ভোটার তালিকা আগামী বছর মার্চ মাসে চূড়ান্তভাবে প্রকাশ করব। রোডম্যাপ দুই সপ্তাহের মধ্যে চূড়ান্তভাবে অবহিত করতে পারব। ’ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএম নিয়ে আমরা খুব খুঁটিনাটি কাজ করছি
কাউকে ধরে-বেঁধে ভোটে আনব না : সিইসি
ইভিএমের মধ্যে ওই ধরনের কারচুপি, এইটা সেইটা এবং কার্ডের মাধ্যমে কী সম্ভব, আমরা তা খতিয়ে দেখিছি। কারচুপির বিষয় কিন্তু পাইনি। ’ ব্যক্তি শনাক্তকরণের পর আঙুলের ছাপ দিলেই ছবি ভেসে আসবে। এরপর ব্যালট ওপেন হবে। ৪০ সেকেন্ড থাকবে। এর মধ্যেই ভোট দিতে হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফরের অভিজ্ঞতা খুব তিক্ত : ফখরুল
অতীত অভিজ্ঞতা হতাশার বলে প্রধানমন্ত্রীর এবারের ভারত সফর নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সম্পর্কে আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমি কথা বলতে চাই না
প্রধানমন্ত্রীর ভারত সফরের অভিজ্ঞতা খুব তিক্ত : ফখরুল
কারণ, আমাদের অভিজ্ঞতা খুব তিক্ত, ফ্রাস্ট্রেশনের অভিজ্ঞতা, হতাশার অভিজ্ঞতা। আমরা প্রতিবার আশা করেছি এবার প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু আসবেন। তবে প্রতিবার দেখেছি অত্যন্ত হতাশার সঙ্গে, নিরাশার সঙ্গে তিনি দিয়ে এসেছেন, নিয়ে আসেননি। সুতরাং ওই একটাই কমেন্ট
প্রধানমন্ত্রীর ভারত সফরের অভিজ্ঞতা খুব তিক্ত : ফখরুল
আগে আসুক উনি (প্রধানমন্ত্রী)। কি নিয়ে আসছেন আমরা দেখি। তারপর কমেন্ট করব।সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন তুলে ধরে সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল বলেন, তার মৃত্যুতে বিএনপি না বাংলাদেশ অত্যন্ত যোগ্য সফল অর্থমন্ত্রীকে হারিয়েছে
প্রধানমন্ত্রীর ভারত সফরের অভিজ্ঞতা খুব তিক্ত : ফখরুল
আমাদের খুব কষ্ট হয়, লজ্জ্বা হয় আমরা যখন বর্তমান অর্থমন্ত্রীর (আ হ ম মুস্তফা কামাল) সঙ্গে তার দিকে তাকিয়ে দেখি। খুব কষ্ট হয়, লজ্জ্বা হয়। কারণ আমরা যখন কমপেয়ার করতে যাই, এই কম্পেয়ার করা সম্ভব নয়।তিনি বলেন, বর্তমানে আমরা একটা কঠিন সময় পার করছি
প্রধানমন্ত্রীর ভারত সফরের অভিজ্ঞতা খুব তিক্ত : ফখরুল
এই সময়ে সাইফুর রহমান সাহেব যদি আমাদের সঙ্গে থাকতেন, আমরা নিসন্দেহে একদিকে তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে তিনি আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করতেন। অন্যদিকে এই যে ভ্রান্ত উন্নয়ন বিপ্লব সৃষ্টি করেছে এই সরকার। সেটার আসল চেহারা তিনি উৎঘাটন করতে সক্ষম হতেন এবং এই সরকারের যে মূল চেহারা সেটাকে উন্মোচন করতেও তিনি সক্ষম হতেন।সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাইফুর রহমান সাহেব বাংলাদেশের উন্নয়নে, টেকসই উন্নয়নের জন্য যেটা দরকার সেটা করার জন্য কোনো রকমের উনি ভ্রুক্ষেপ করতেন না
প্রধানমন্ত্রীর ভারত সফরের অভিজ্ঞতা খুব তিক্ত : ফখরুল
অনেকে বলেন যে, অর্থমন্ত্রী হিসেবে উনি একটু কঠিন ছিলেন। কঠিন সেখানেই ছিলেন যেখানে তিনি দেখেছেন এখানে অপব্যয় করবে সেখানে কিন্তু তিনি কোনো রকমের ছাড় দেননি।'যেখানেই দেখেছেন এই কাজটা করলে দেশের জন্য, এদেশের মানুষের জন্য এবং এই দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় হবে সেটার জন্য অর্থ খরচ করতে তিনি কখনো পিছপা হননি। আমরা যখন ২০০১ সালে আবার ক্ষমতায় আসলাম, আমাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া
প্রধানমন্ত্রীর ভারত সফরের অভিজ্ঞতা খুব তিক্ত : ফখরুল
এখানেও আমার অভিজ্ঞতা তিনি যে এদেশের শিক্ষা-স্বাস্থ্য এই ব্যাপারে যেখানে যা প্রয়োজন তিনি করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন।তিনি বলেন, এম সাইফুর রহমান দেশের স্থিতিশীল অর্থনীতি গড়ার জন্য ভ্যাট থেকে শুরু করে যে পদক্ষেপগুলো গ্রহন করেছিলেন আজকে সেগুলোকে ব্যবহার না করে যেভাবে লুটপাট করা হয়েছে তিনি যদি বেঁচে থাকতে এর বিরুদ্ধে মাঠে নামতেন। আমাদের দেশকে জাতিকে রক্ষা করতে হলে এই লুটের সরকার, ভোট ডাকাতির সরকারের হাত থেকে মুক্ত করতে হবে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।এতে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য সচিব সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর পরিচালানায় আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, খন্দকার আব্দুল মুক্তাদির, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবেদ রাজা বক্তব্য রাখেন।
আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : বিএনপিকে কাদের
টালবাহানা না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানান।বিরোধী দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য নাকি মাঠ খালি করতে হামলা করা হচ্ছে―বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্য হাস্যকর, নির্লজ্জ মিথ্যাচার বলে ওবায়দুল কাদের দাবি করেন।বিএনপি নেতারাই তো মাঠে নামতে ভয় পান, আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকেন উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমরা বারবার চেয়ে এসেছি বিএনপি নির্বাচনে আসুক
আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : বিএনপিকে কাদের
’ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না―এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিদ্বন্দ্বী শক্তিশালী হলে নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। শেখ হাসিনা সরকার ভালো একটা নির্বাচন বাংলাদেশে চায়। তিনি বলেন, আওয়ামী লীগ দেশে ভালো একটা নির্বাচন হোক তা মনেপ্রাণে চায়।ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন খুব বেশি দূরে নয়, আপনারা জোট করুন বা নিজেরা একা আসুন সেটা আপনাদের ব্যাপার
আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : বিএনপিকে কাদের
নির্বাচনে আসতে হবে―ক্ষমতার মঞ্চে কোনো পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। ’সরকারি দল বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে না পেরে সরকার নাকি মনঃকষ্টে ভুগছে―বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয় বরং শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে মনঃকষ্টে ভুগছে বিএনপি। তিনি বলেন, বিএনপি বুঝে গেছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আগামী নির্বাচনে জনগণের ভোটে পরাজিত করা সম্ভব নয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমুখী রাজনীতি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে সংকটের মধ্যে ঠেলে দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা বারবার ঐক্যের ডাক দিয়ে গলা শুকিয়ে ফেললেও জনগণ কিন্তু তাদের ডাকে সাড়া দিচ্ছে না
আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : বিএনপিকে কাদের
সে কারণেই তাদের মনঃকষ্ট বেড়েই চলেছে। ’সরকারি দল নাকি বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে চায়―ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, সরকার কেন বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে যাবে? কোনো সরকারি দল কি চায় দেশকে অস্থির করতে, দেশে সংঘাতপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করতে? তিনি বলেন, শেখ হাসিনা সরকার শান্তি ও স্বস্তি চায়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আন্দোলন করেন ভালো কথা কিন্তু আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণের জানমাল রক্ষায় যা যা করা দরকার সরকার তা-ই করবে।ওবায়দুল কাদের আবারও বিএনপি নেতাদের স্মরণ করে দিয়ে বলেন, ‘এখনো সময় আছে ষড়যন্ত্রের পথ থেকে সরে এসে নির্বাচনের পথে আসুন, নির্বাচনের মাঠেই আপনারদের সাথে মোকাবেলা হবে। ’
জাহাঙ্গীর আলমের আগাম জামিন
মানহানি মামলায় গাজীপুরের সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।আদালতে তার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। পরে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আবেদনটি নিষ্পত্তি করে জাহাঙ্গীর আলমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত
জাহাঙ্গীর আলমের আগাম জামিন
’গত ৩১ আগস্ট ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদ উদ্দিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় এ নিয়ে আট মামলা হলো। এর আগের সাত মামলায় তিনি গত ২২ আগস্ট হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ নামের একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে এই মামলা করেন
জাহাঙ্গীর আলমের আগাম জামিন
দণ্ডবিধির ৫০৪/৫০৫/৫০৫(ক) ধারায় জাহাঙ্গীর আলমের নামে এই মামলা করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গাসিক মেয়র জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।একই অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে ওই সময় বিভিন্ন জেলায় মোট সাতটি মামলা হয়। ২০১৮ সালে অনুষ্ঠিত গাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর আলম।
আরো তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
নতুন চারটি মেরিন একাডেমি বরিশাল, রংপুর, সিলেট ও পাবনা এবং পুরানো মেরিন একাডেমি, চট্টগ্রাম মিলিয়ে দেশে মোট পাঁচটি মেরিন একাডেমি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি আরো তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে। মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে।বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এবছরের ফেব্রুয়ারি) ৩৫৯ জনের চাকুরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে
আরো তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে নিয়োগ লাভ করেছে। বাংলাদেশের দক্ষ নাবিকের সুযোগ আছে; হাতছানি দিচ্ছে। আমরা আরো দক্ষ নাবিক তৈরি করব। যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে
আরো তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
নতুন চারটি মেরিন একাডেমির অনেক চ্যালেঞ্জ আছে; সেগুলো ওভারকাম করতে হবে।আজ সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম; বরিশাল; রংপুর; সিলেট এবং পাবনার উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামালসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মেরিন একাডেমির কমান্ডেন্টগণ জুম সভায় এসময় উপস্থিত ছিলেন
আরো তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
আজকের সভাটি বরিশাল; রংপুর; সিলেট এবং পাবনা মেরিন একাডেমির প্রথম উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভা। বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম এর ২৬ তম উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভা।বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয় যে, চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এফিলিয়েশন পেয়েছে
আরো তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
সভায় আরো জানানো হয় যে, সাম্প্রতিক সিলেটে ভয়াবহ বন্যার সময়ে সিলেট মেরিন একাডেমি খুবই মানবিক ভূমিকা রেখেছে। নতুন মেরিন একাডেমিতে বন্যার্তদের আশ্রয় দিয়ে মেরিন একাডেমি প্রশংসিত হয়েছে। নতুন প্রতিষ্ঠান সিলেট মেরিন একাডেমি সিলেটের মানুষের হৃদয় জয় করেছে। অন্যান্য মেরিন একাডেমি অনাকাঙ্খিত দৈব-দুর্ঘটনায় সিলেট মেরিন একাডেমির মতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে।
স্পিকারের সাথে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাত
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তাঁরা জলবায়ু পরিবর্তনজনিত কারণে শিশুদের ওপর প্রভাব, মাতৃস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যাসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও জরুরি প্রয়োজনগুলো মেটাতে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ দক্ষতার সাথে কাজ করছে। শিশুদের বিভিন্ন অধিকার নিয়ে কাজ করার জন্য সংসদ সদস্যদের নিয়ে শিশু অধিকার সংসদীয় ককাস গঠন করা হয়েছে, যা এ সংক্রান্ত বিষয়ে দক্ষতার সাথে কাজ করছে
স্পিকারের সাথে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাত
শিশুদের জন্য সরকার শিশু বাজেট বরাদ্দ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ে শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট শিশুদের কল্যাণে ব্যয় করা হচ্ছে।বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে শেলডন ইয়েট বলেন, শিশু অধিকার সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারী সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান। বাংলাদেশ জাতীয় সংসদের সাথে সমন্বয়ের মাধ্যমে শিশু সুরক্ষাসহ নানা বিষয়ে ইউনিসেফ কাজ করছে। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশু সুরক্ষাসহ তাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত আন্তরিক। সংসদ সদস্যদের উপস্থিতিতে শিশুদের নিয়ে 'চাইল্ড পার্লামেন্ট সেশন' ও উন্মুক্ত আলোচনা আয়োজনের মাধ্যমে ফলপ্রসূ ধারণা পাওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
যানজট এড়াতে এসএসসি পরীক্ষা শুরু ১১টায়
আগামী ১৫ সেপ্টেম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে। সোমবার (৫ সেপ্টেম্বর) পরীক্ষা সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে
যানজট এড়াতে এসএসসি পরীক্ষা শুরু ১১টায়
কোভিড পরিস্থিতির কারণে পরীক্ষার বিষয় ও সময় কমিয়ে আনা হয়েছে। এবারও পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। ’শহরে সকালে সৃষ্ট যানজট এড়াতে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে সকাল ১০টার পরিবর্তে শুরু হবে বেলা ১১টায়। শেষ হবে দুপুর ১টায়
যানজট এড়াতে এসএসসি পরীক্ষা শুরু ১১টায়
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। তবে সিলেট, ‍সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে ১৫ সেপ্টেম্বর পরীক্ষা শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
নিজামউদ্দিনের দরগায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকালে নয়াদিল্লিতে হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরগাহে যাচ্ছেন। তিনি সেখানে মাজার জিয়ারত করবেন। শেখ হাসিনা আজ সোমবার দুপুরে দিল্লি পৌঁছান। এরপর তাঁকে মোটর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয় আইটিসি মৌর্য হোটেলে
নিজামউদ্দিনের দরগায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজামউদ্দিন চিশতীর দরগাহকে উপমহাদেশের সুফিবাদে কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। প্রধানমন্ত্রী সেখানে দরগাহর ট্রাস্টি কবির উদ্দিন নিজামীর সঙ্গে দেখা করবেন।কবির উদ্দিন নিজামী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নিজামউদ্দিন আউলিয়ার দরগায় আসতেন। শেখ হাসিনা ভারতে তাঁর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার আগে ১৯৮১ সালের ৯ এপ্রিল ওই দরগায় গিয়েছিলেন
নিজামউদ্দিনের দরগায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
সেদিন শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর লেখা একটি চিঠি দিয়েছিলেন দরগার তত্কালীন ট্রাস্টি। সেটি ছিল ওই দরগাহ নিয়ে ১৯৪৬ সালের ৯ এপ্রিল বঙ্গবন্ধুর হাতের একটি লেখা।কবির উদ্দিন নিজামী বলেন, দরগাহর হেফাজতকারী হিসেবে তাঁর বাবা ও দাদা বঙ্গবন্ধুর জন্য দোয়া করেছিলেন। শেখ হাসিনাও হয়তো কোনো মনোবাসনা নিয়ে দরগায় আসছেন। তিনিও শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।তার এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত আসছে...
ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৫৯ জন গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫০৮০ পিস ইয়াবা, ৪১ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ২২ কেজি ৭৮০ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল ও ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (৪ সেপ্টেম্বর ২০২২) সকাল ছয়টা থেকে আজ সোমবার (৫ সেপ্টেম্বর ২০২২) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীকে ছাড়াই ভারত গেলেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ছাড়াই ভারত সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রী নয়াদিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন।সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর ওই ফ্লাইটে দিল্লি যাওয়ার কথা ছিল। পররাষ্ট্রমন্ত্রী গত রবিবার সংবাদ সম্মেলনে দিল্লিতে যাওয়ার কথা বলেছিলেন
পররাষ্ট্রমন্ত্রীকে ছাড়াই ভারত গেলেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্তব্য করে আলোচিত-সমালোচিত হন। এর মধ্যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে তিনি ভারতের সহযোগিতা চেয়েছেন- এমন বক্তব্যও গণমাধ্যমে এসেছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী পরে এ বিষয়ে ব্যাখ্যায় বলেছেন, তিনি নির্বাচনে ভারতের সহযোগিতা চাননি।পররাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, অসুস্থতার কারণে মন্ত্রী দিল্লি যাননি।সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।ফ্লাইটটি দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানাবেন।
দেশে খাদ্য মজুদ আছে ১৯ লাখ ৫০ হাজার টন
দেশে ১৯ লাখ ৫০ হাজার টন খাদ্য মজুদ আছে। এর পরও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে অতিরিক্ত খাদ্য আমদানি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য রাশিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে
দেশে খাদ্য মজুদ আছে ১৯ লাখ ৫০ হাজার টন
গতকাল রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘আমরা যাচাই করেছি রাশিয়া থেকে খাদ্য আমদানি করলে কোনো ধরনের অসুবিধা হবে না। মিয়ানমার থেকে আতপ চাল আসছে
দেশে খাদ্য মজুদ আছে ১৯ লাখ ৫০ হাজার টন
থাইল্যান্ড, ভিয়েতনাম ও ভারত থেকেও চাল কেনার চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর ওপর নির্ভর না করে বিকল্প হিসেবে আরো কয়েকটি উৎসকে প্রস্তুত রাখতে হবে, যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতা না হয়। ’এদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আগামীকাল মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন। খাদ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, দেশে ১৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ আছে
দেশে খাদ্য মজুদ আছে ১৯ লাখ ৫০ হাজার টন
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গত দু-এক দিনে চালের দাম চার-পাঁচ টাকা কমেছে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির কারণে। ফলে একটা বড় সংকট কেটে গেছে। চলমান কর্মসূচি ভালো ফল দিচ্ছে। তবে খাদ্যবান্ধব কর্মসূচি যেহেতু দুই মাস এবং পরবর্তীকালে আরো তিন-চার মাস পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়াহয়েছে, সে জন্য পাঁচ থেকে ছয় লাখ টন খাদ্যশস্যের প্রয়োজন হবে। এ জন্য গুদাম থেকে যে পরিমাণ খাদ্যশস্য যাবে, সেই পরিমাণ চাল সংস্থান করতে চুক্তিও হয়েছে এবং কার্যাদেশও দেওয়া হয়েছে।মন্ত্রিসভার বৈঠকে গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইনের খসড়া এবং বাংলাদেশ ও কাতারের মধ্যে স্বাক্ষরের জন্য একটি সহযোগিতা চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।
ইভিএমকে নিখুঁত প্রমাণ করার দায়িত্ব ইসির
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়ে ‘সুশাসনের জন্য নাগরিক- সুজন’-এর পক্ষে বলা হয়েছে, ‘বর্তমান ইভিএম দিয়ে যে প্রশ্নাতীতভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যাবে তা প্রমাণের দায়িত্ব বা ‘বার্ডেন অব প্রুফ’ কমিশনের, অন্য কারো নয়। আর যেহেতু অন্য কারো কাছে ইভিএম এবং এর সোর্সকোড নেই, তাই তাদের পক্ষে ইভিএম দিয়ে কারচুপির প্রমাণ উত্থাপন করাও অসম্ভব।গত ২৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে সুজন জানায়, বর্তমান ইভিএম কারিগরি দিক থেকে অত্যন্ত দুর্বল একটি যন্ত্র। এই যন্ত্রটি দিয়ে নির্বাচনে কারসাজি করা সম্ভব
ইভিএমকে নিখুঁত প্রমাণ করার দায়িত্ব ইসির
সুজনের এই বক্তব্য চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনার আলমগীর সাংবাদিকদের বলেন, ‘কারচুপির কথা যিনি বলছেন তাঁকে প্রমাণ দিতে হবে। উনি যদি প্রমাণ দিতে পারেন, তাহলে ইভিএম বাতিল করে দেব। ’ আরেকজন নির্বাচন কমিশনারও সুজনকে নির্বাচন কমিশনে এসে ইভিএমে কারচুপি করা যায়—এর পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।গতকাল রবিবার সুজনের পক্ষে সংগঠনটির সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার সিইসিকে চিঠি লেখেন
ইভিএমকে নিখুঁত প্রমাণ করার দায়িত্ব ইসির
এতে বলা হয়, ‘আপনার সহকর্মী আমাদেরকে নির্বাচন কমিশনে এসে আমাদের বক্তব্য উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। এতে আমাদের কোনোরূপ আপত্তি নেই। তবে এটি অপ্রয়োজনীয়, কারণ আমরা সংবাদমাধ্যমে লিখিতভাবে যা উত্থাপন করেছি, তার বাইরে আমাদের তেমন কিছু বলার নেই। ’সুজন আরো বলেছে, নির্বাচন কমিশনারের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা যে কথা বলিনি তা চ্যালেঞ্জ করে ‘ছায়ার সঙ্গে যুদ্ধে’র অবতারণা এবং একটি ধূম্রজাল সৃষ্টি করেছেন।
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নয়াদিল্লি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নয়াদিল্লি। সফরসূচি অনুযায়ী, আজ সোমবার স্থানীয় সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় সাড়ে ১২টায়) প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। সেখানে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন ভারতের রেল ও টেক্সটাইল প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ ও বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন কি না তা নিশ্চিত নয়
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নয়াদিল্লি
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ভারতে সাধারণত বিদেশি অতিথিদের বিমানবন্দরে স্বাগত জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সচিব পর্যায়ের কর্মকর্তারা। বিদেশি অতিথিদের স্বাগত জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়াটা সেখানে ব্যতিক্রম। তবে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় নরেন্দ্র মোদি বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সেটি ছিল ওই সফরের অন্যতম চমক
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নয়াদিল্লি
রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়া বিদেশি অতিথিদের মূল সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে থাকে রাষ্ট্রপতি ভবনের সামনে। সেখানে বিদেশি অতিথিদের গার্ড অব অনার দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরটি রাষ্ট্রীয়। আগামীকাল মঙ্গলবার সকালে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নয়াদিল্লি
সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি যান তখন তাঁর সফরটি রাষ্ট্রীয় ছিল না। তাই তখন ‘গার্ড অব অনার’ দেওয়ার আনুষ্ঠানিকতা ছিল না।শেখ হাসিনা এবার নয়াদিল্লিতে থাকবেন আইটিসি মৌর্য হোটেলে। ফুল ও পতাকা দিয়ে সাজানো হয়েছে হোটেলকে।
দুর্গাপূজায় ভারতে যাচ্ছে আড়াই হাজার টন ইলিশ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ চিঠি পাঠানো হয়েছে।প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে মোট দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে
দুর্গাপূজায় ভারতে যাচ্ছে আড়াই হাজার টন ইলিশ
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে।আবার সরকার প্রয়োজন মনে করলে রপ্তানির এই আদেশ যেকোনো সময় বন্ধও করতে পারবে বলে অনুমোদনের শর্তে বলা হয়েছে।চিঠিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানি বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হলো। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। সে হিসাবে মোট দুই হাজার ৪৫০ মেট্রিক টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।ইলিশ রপ্তানির শর্তে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০২১-২০২৪ এর বিধিবিধান অনুসরণ করতে হবে, শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে, প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় দাখিল করতে হবে, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না।
চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।ফ্লাইটটি দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানাবেন
চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর ভারত সফরের দ্বিতীয় দিনে ৬ সেপ্টেম্বর হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও একান্ত বৈঠক করার কথা রয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে একটি প্রেস বিবৃতি জারি করা হবে।হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন নরেন্দ্র মোদী। সেখানে শেখ হাসিনা আনুষ্ঠানিক গার্ড অব অনার পরিদর্শন করবেন
চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা পরে ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক তার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজনে যোগ দেবেন।আজ রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে শেখ হাসিনা। ৬ সেপ্টেম্বর তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখারের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। একই দিনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার আগে রাজস্থানের খাজা গরিব নওয়াজ দরগাহ শরীফ, আজমির (আজমির শরীফ দরগাহ) এবং ৫ সেপ্টেম্বর ভারত সফরের প্রথম দিনে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দরগাহ পরিদর্শন করবেন।
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
তিস্তার পানি বণ্টন চুক্তি এখন মূলত ভারতের ওপরই নির্ভর করছে। ভারতের সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া সাক্ষাৎকারে এমনটিই বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, পানিবণ্টন নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত। এতে দুই দেশই উপকৃত হবে
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা আজ সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন। এর প্রাক্কালে গতকাল রবিবার এএনআই তাঁর এ সাক্ষাৎকার প্রচার করে।সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, পানিবণ্টন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বাংলাদেশের অর্থনীতি, সংখ্যালঘু ও নির্বাচন প্রসঙ্গে নিজের অভিমত ব্যক্ত করেন। স্মৃতিচারণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর তাঁর ভারতে অবস্থান এবং রাজনীতিতে আসার পেছনের ঘটনাও তুলে ধরেন তিনি
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
তিস্তা চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী এএনআইকে বলেন, ‘এটি (তিস্তা) অনেক পুরনো সমস্যা। তাই এর সমাধান হওয়া দরকার। তবে এটি মূলত নির্ভর করছে ভারতের ওপর। ’শেখ হাসিনা আরো বলেন, ‘কোনো বিষয়ে মতপার্থক্য থাকতে পারে
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। অনেক বিষয়ে বাংলাদেশ-ভারত এভাবে সমাধান করেছে। ’শেখ হাসিনা গত বছর মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর আলোচনার কথা স্মরণ করেন। তিস্তার পানি বণ্টনে অন্তর্বর্তী চুক্তি দ্রুত স্বাক্ষর করতে বাংলাদেশের আহ্বানের কথা আবারও তুলে ধরেন তিনি
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
জয়ের রাজনীতিতে আসাপুত্র সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে আসার সম্ভাবনার বিষয়ে সাক্ষাৎকার গ্রহণকারী জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘সে (জয়) এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তাই এটা তার ব্যাপার। কিন্তু সে দেশের জন্য কাজ করছে। আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ, স্যাটেলাইট, সাবমেরিন কেবল কিংবা কম্পিউটার প্রশিক্ষণের মতো ডিজিটাল ব্যবস্থা তার পরামর্শেই নেওয়া হয়েছে
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
’শেখ হাসিনা বলেন, “আমাদের দলীয় সম্মেলনে তার জন্য (দলের পদ নেওয়ার) জোরালো দাবি উঠেছিল। তখন আমি তাকে বললাম, মাইক্রোফোনের কাছে গিয়ে বলো, তুমি কী চাও। সে তা-ই করল। জয় বলল, ‘এই মুহূর্তে আমি দলে কোনো পদ চাই না
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
বরং যাঁরা এখানে কাজ করছেন, তাঁদের এই পদ পাওয়া উচিত। কেন আমি একটা পদ দখল করে রাখব? আমি আমার মায়ের সঙ্গে আছি। দেশের জন্য কাজ করছি। তাঁকে সহযোগিতা করছি
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
এটা আমি করে যাব। ’ সে এভাবেই চিন্তা করে। ”রোহিঙ্গা প্রত্যাবাসনমিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা আমাদের জন্য একটি বড় বোঝা। ভারত বড় একটি দেশ, সেখানে থাকার জায়গা অনেক হলেও খুব বেশি রোহিঙ্গা নেই
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
আর আমাদের দেশে তাদের সংখ্যা ১১ লাখ। এই সমস্যাটি আপনারা মিটমাট করতে পারেন। আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। তাদেরও কিছু করণীয় আছে, যেন রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারে
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
বাংলাদেশ সরকার মানবিক দিক বিবেচনা করে লাখ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গার দেখভাল করছে। ’শেখ হাসিনা বলেন, ‘তারা যত দ্রুত নিজ দেশে ফিরবে, তত আমাদের ও মিয়ানমারের জন্য মঙ্গল হবে। তাদের প্রত্যাবাসনে আসিয়ান, জাতিসংঘসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছি। এ ক্ষেত্রে ভারত বড় ধরনের ভূমিকা রাখতে পারে
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
’নরেন্দ্র মোদির প্রশংসাইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটি থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে ভারতের উদ্যোগ এবং করোনার টিকা সরবরাহ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন শেখ হাসিনা।করোনার টিকা সরবরাহের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অনেক দেশকেই টিকা দিয়েছে ভারত। এতে সবাই উপকৃত হয়েছে। এটা ছিল নরেন্দ্র মোদির এক দূরদর্শী সিদ্ধান্ত
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
’সংখ্যালঘু ইস্যুপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির আবহে বাস করে। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। সাম্প্রদায়িক সম্প্রীতি থাকলেও একটি-দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
এমন কিছু হলে আওয়ামী লীগ ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। ’‘বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হবে না’বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার অবস্থায় যেতে পারে—এমন উদ্বেগ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেন, কভিড-১৯ মহামারি এবং ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থায় আছে। যেকোনো ঋণ নেওয়ার আগে সরকার বিস্তর যাচাই করে বলেও জানান তিনি।শেখ হাসিনা বলেন, ‘মহামারি ও ইউক্রেন যুদ্ধ প্রভাব ফেললেও বাংলাদেশ সময়মতো সব ঋণ পরিশোধ করেছে
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
আমাদের ঋণের হার খুবই কম। শ্রীলঙ্কার তুলনায় আমাদের অর্থনীতির গতিশীলতা ও উন্নয়ন অনেক পরিকল্পিত। ...হিসাব করে পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশের অর্থনীতি নিরাপদ। ’তবে ইউক্রেন যুদ্ধ দেশের জন্য কিছুটা সমস্যার কারণ হয়ে উঠেছে স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো সন্দেহ নেই এটি (যুদ্ধ) নেতিবাচক প্রভাব ফেলেছে; বিশেষ করে পণ্য আমদানির ক্ষেত্রে
পানি নিয়ে ভারতের আরেকটু উদারতা দেখানো উচিত
’‘ভারতীয় গরুর ওপর নির্ভরশীল নই’ভারত থেকে আসা গরুর ওপর বাংলাদেশ আর নির্ভর করে না বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের দেশের নিজস্ব গরু আছে। আমরা নিজেরাই গরুর জোগান বৃদ্ধি করছি। কারণ (দেশের অর্থনীতির জন্য) তা জরুরি। ’
জুলাইয়ে আমদানি বেশি, বড় বাণিজ্য ঘাটতিতে দেশ
চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাসে বড় বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ। রপ্তানি আয়ের তুলনায় অনেক বেশি টাকার পণ্য আমদানি হওয়ায় জুলাই মাসে এই বাণিজ্য ঘাটতি হয়েছে। চলতি হিসাব ও সামগ্রিক লেনদেনেও ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে
জুলাইয়ে আমদানি বেশি, বড় বাণিজ্য ঘাটতিতে দেশ
প্রতিবেদনের তথ্য অনুসারে, জুলাই মাসে দেশের আমদানি ও রপ্তানি—দুটিই বেড়েছে। তবে রপ্তানির চেয়ে আমদানি বেড়েছে অনেক বেশি। আর তাতেই এমন বড় ঘাটতি হয়েছে বৈদেশিক বাণিজ্যে।জুলাই মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ডলার

Dataset Card for "text_summarization_dataset2"

More Information needed

Downloads last month
0
Edit dataset card