title
stringlengths
9
97
content
stringlengths
48
3.94k
করোনায় আরো ২২৫ জনের মৃত্যু, শনাক্তও বেড়েছে
একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।এর আগে গতকাল দেশে করোনাভাইরাসে ২০৪ জনের মৃত্যু হয়। গতকাল দেশে করোনা শনাক্ত হয় আট হাজার ৪৮৯ জনের। ফলে গতকালের চেয়ে আজ করোনায় মৃত্যু ও শনাক্ত উভয়ই বেড়েছে দেশে।
মাস্ক না পরায় বিআইডব্লিউটিসির কর্মচারি সাময়িক বরখাস্ত
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর অনুষ্ঠানে মাস্ক না পরার কারণে বিআইডব্লিউটিসির জাহাজী কর্মচারি মোঃ জাকির হোসনকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।আজ এ সংক্রান্ত দপ্তর আদেশ জারি করেছে বিআইডব্লিউটিসি।গত বৃহস্পতিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসি'র নবনির্মিত দুটি মিডিয়াম ফেরি 'কদম'ও 'কুঞ্জলতা' উদ্বোধন করার সময় উপস্থিত বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসি'র কর্মচারীরা স্বাস্থ্যবিধি পরিপালন করলেও পরে একটি টিভিতে' প্রচারিত ছবিতে বিআইডব্লিউটিসি'র কর্মচারী মোঃ জাকির হোসেনকে মাস্ক পরিধান হতে বিরত থাকতে দেখা যায়।মাস্ক পরিধান না করার কারণে উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ ও চেয়ারম্যান সবাইকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলা এবং সরকারি নির্দেশনা অবজ্ঞা করার শামিল ও সরকারি চাকরির নিয়ম শৃঙ্খলা পরিপন্থি বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
জমিয়তের একাংশের চলে যাওয়া সরকারের প্রচণ্ড চাপে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পারস্পরিক আস্থা ২০ দলের মধ্যে চমৎকার।আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের ২০ দল ছেড়ে যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।তিনি বলেন, “রাজনীতিতে উনারা (জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ) টিকতে পারছেন না, বিরোধী রাজনীতিতে টিকতে পারছেন না সেকারণে উনারা চলে গেছে
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
এই কথা বললেই তো হয়- প্রচণ্ড চাপে আমরা টিকতে পারছি না। মামলা-মোকাদ্দমায় ভীষণভাবে আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি। সেটা না বলে কোনো ব্যক্তি বা কোনো দলকে দোষারোপ করা- এটা সঠিক কাজ নয়। ”তিনি বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল আমাদের ঘোষণাপত্র অনুযায়ী রাজনীতি করছি এবং ২০ দলেও যারা আছেন আমাদের সঙ্গে তারাও সেভাবে রাজনীতি করছেন এবং পারস্পরিক আস্থা আমাদের মধ্যে চমৎকার আছে
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
”গত ১৪ জুলাই সংবাদ সম্মেলন করে ২০ দল ছাড়ার ঘোষণা দেন জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া। এই অংশটি প্রয়াত আল্লামা নুর হোসেইন কাশেমীর অনুসারী।সে সময় বাহাউদ্দীন জাকারিয়া বলেন, “সম্প্রতি শরিক দলগুলোর সাথে পরামর্শ ও মতামত না নিয়ে বিএনপির একতরফাভাবে নির্বাচনের বর্জনের ঘোষণা দেয়া, বিএনপি মহাসচিবের শরীয়া আইনে বিশ্বাসী না হওয়ার বক্তব্য দেয়া, দেশব্যাপী আলেম-উলামাদের জেলজুলুমের প্রতিবাদ না করা, দলের প্রয়াত নেতা আল্লামা নুর হোসাইন কাশেমীর ইন্তেকালের পর তার প্রতি বিএনপির পক্ষ থেকে সমবেতনা জ্ঞাপন না করা এবং তার জানাজায় অংশগ্রহন না করায় জমিয়তের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ”বাহাউদ্দীন জাকারিয়া বলেন “উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা মনে করি ২০ দলীয় জোট থেকে সমর্থন প্রত্যাহার করাই জমিয়তের জন্য কল্যাণকর
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
”প্রয়াত আল্লামা নুর হোসেন কাশেমীর নেতৃত্বাধীন অংশটি ২০ দল ছেড়ে গেলেও প্রয়াত মুফতি ওয়াক্কাসের অংশটি জোটে রয়েছে।শরীয়া আইন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “শরীয়া আইনের ব্যাপারেও উনারা বলেছেন যে, আমরা শরীয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠনের গঠনতন্ত্র পড়লে দেখবেন, শরীয়া আইনের বিশ্বাসের ব্যাপারটা নাই কোথাও। ”তিনি বলেন, “আমাদের সব জয়গাতে পরিস্কার করে বলা আছে যে, আমরা শরীয়া আইনের কোনো বিরোধিতা করব না, শরীয়া আইনের বিরোধী কোনো আইন পাস করব না
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
আমরা সরকারে ছিলাম কোনো আইন পাস করি নাই। কিন্তু এই কথা বলা যায় কী যে, আমি শরীয়া আইনের বিরোধিতা করেছি? ইসলামী মূল্যবোধের বিরোধিতা। এসব কথা বলার অর্থ হচ্ছে যে, ব্যক্তিগত আক্রমণ করা। যেটা আমি মনে করি যে, উনারা ভালো কাজ করেনি
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
”মির্জা ফখরুল বলেন, “উনারদের সাথে আমাদের কোনো সমস্যাই হয়নি। আপনারা দেখবেন, ২০ দলের যে ঘোষণাপত্র ছিলো যেটাতে বলা হয়েছিলো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলার জন্য একটা জোট এবং সেইভাবে এই আন্দোলন করেই নির্বাচনে যাওয়ার একটা ব্যাপার ছিলো। সেখানে কিন্তু শরিক যেকোনো দল তার নিজস্ব রাজনীতি করবে, তার নিজস্ব কথা বলবে। ”তিনি বলেন, “এখানে আরেকটা দলের রাজনীতি আরেকটার উপরে চাপিয়ে দেয়ার কোনো ব্যাপার নেই
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
সেখানে তারা (জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ) যে কথাগুলো বলেছেন তার একটাও সত্য নয়। উনারা বলেছেন, যে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা নুর হোসেইন কাশেমী সাহেব অত্যন্ত শ্রদ্বেয় মানুষ। আমি তাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করতাম, একজন সত্যিকার অর্থে গণতান্ত্রিক লোক বলতে যা বুঝায় তিনি ছিলেন। বড় আলেম, ইসলামী চিন্তাবিদও ছিলেন
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
উনি মারা যাওয়াতে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এ ব্যাপারে সন্দেহ নাই। ”নুর হোসেইন কাশেমীর মৃত্যুর সাথে সাথে শোকবানী প্রদান ও ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় সফরকে কেন্দ্র করে আলেম-উলামাদের গ্রেপ্তার মামলা দায়ের ঘটনার পরপরই বিবৃতি প্রদান ও বিশেষ সংবাদ সম্মেলন বিএনপি একাধিকবার করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।তিনি বলেন, “কিভাবে উনি বললেন, আমরা কোনো কিছু করি নাই। এটা কেনো ও কিভাবে বললেন আমি জানি না। উনি সত্য কথা বলেননি। মানুষ আশা করে আলেম-উলামারা সত্য কথা বলবেন। ”
গ্রামের সবার করোনা টেস্টসহ ৭ দাবি সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের
গ্রামাঞ্চলের সকল মানুষের করোনা টেস্ট ও বিনামূল্যে চিকিৎসাসহ ৭ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, সরকার সময়মতো উদ্যোগ না নেওয়ায় করোনার সংক্রমণ গ্রাম পর্যায়ে বিস্তার ঘটছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত বাড়ছে। এতে স্বাস্থ্য ও চিকিৎসার নাজুক পরিস্থিতি প্রকাশ্যে উন্মোচিত হয়েছে
গ্রামের সবার করোনা টেস্টসহ ৭ দাবি সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের
রবিবার সংগঠনের উদ্যোগে দেশাব্যাপী জেলায় সিভিল সার্জন ও উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক নিখিল দাস, বাসদ ঢাকা মহানগর সদস্য সচিব জুলফিকার আলী ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন। মানববন্ধন শেষে কৃষক ফ্রন্টের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেন
গ্রামের সবার করোনা টেস্টসহ ৭ দাবি সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের
স্মারকলিপিতে উল্লিখিত ৭ দফা দাবিতে বলা হয়, জরুরি ভিত্তিতে গ্রাম পর্যায়ে বিনামূল্যে সকলের করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যুদ্ধকালীণ পরিস্থিতি বিবেচনা করে ইউনিয়ন পর্যায়ে সেনাবাহিনীর মেডিকেল কোরের সহায়তায় করোনা চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল স্থাপন করতে হবে। গ্রামের কৃষক ক্ষেতমজুরসহ প্রাপ্তবয়স্ক সকলকে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। হাসপাতালসমূহে শয্যাসংখ্যা, হাই ফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ বেডসহ চিকিৎসা পরিধি বাড়াতে হবে
গ্রামের সবার করোনা টেস্টসহ ৭ দাবি সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের
গ্রাম-শহরের শ্রমজীবী দরিদ্রদের এক মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা দিতে হবে। দৈনিক কমপক্ষে এক লক্ষ করোনা টেস্ট, কন্ট্রাক্ট ট্রেসিং ও আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। বিনামূল্যে সকল নাগরিকের করোনা চিকিৎসা এবং করোনায় মৃত্যুবরণকারীদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।স্মারকলিপিতে বলা হয়, এবারে সংক্রমিত রোগীর শতকরা ৫০ ভাগ গ্রাম থেকে আসছে। একদিকে গ্রামের মানুষের আর্থিক সংগতি নেই, অন্যদিকে গ্রামে করোনা পরীক্ষা ও চিকিৎসার ন্যূনতম ব্যবস্থা নেই। এমতাবস্থায় গ্রামীণ জনগোষ্ঠীকে করোনা অতিমারী থেকে বাঁচাতে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রীর পুত্রবধূ ও দুই নাতনি
অবশেষে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনার নেগেটিভ সনদ হাতে পেয়ে আমেরিকার উদ্দেশ্যে আগামীকাল সোমবার ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের পুত্রবধূ ও দুই নাতনি। আজ রবিবার ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিক এ তথ্য জানান। একটি প্রতিষ্ঠানের ভুয়া করোনার সনদের কারণে গত ৯ জুলাই ওই তিনজনের আমেরিকা যাত্রা বন্ধ হয়ে যায়।গত ৯ জুলাই ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিকের স্ত্রী ও দুই মেয়ের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিলো
ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রীর পুত্রবধূ ও দুই নাতনি
এজন্য গত ৭ জুলাই বিকেল ৫টার দিকে প্রাভা হেলথ নামের একটি প্রতিষ্ঠানে কোভিড-১৯ টেস্টের সনদ নিতে তিনজনের নমুনা জমা দেওয়া হয়। ওই দিন রাত ১২টার দিকে ফোনে ম্যাসেজ দিয়ে জানানো হয় তারা তিনজনই করোনা পজেটিভ। ওদের কোনোধরনের উপসর্গ না থাকায় সন্দেহ হয়। এরপর তারা ওই দিন রাত দেড়টার দিকে গ্রীন লাইফ হাসপাতালে নমুনা দেন
ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রীর পুত্রবধূ ও দুই নাতনি
সেখান থেকে রিপোর্ট নেগেটিভ আসে। পরদিন ৮ জুলাই আইইডিসিআর তাদের বাড়ি থেকে পরিবারের সকল সদস্যসহ মোট ২০ জনের নমুনা নিয়ে যায়। ৯ জুলাই রাত ১২টায় ইমেইলে রিপোর্ট পাঠানো হয়। সেখানের পরীক্ষায়ও সবার রিপোর্ট নেগেটিভ আসে
ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রীর পুত্রবধূ ও দুই নাতনি
এই ভুল রিপোর্টের কারণে তিনজন আর যুক্তরাষ্ট্র যেতে পারেননি।বিষয়টি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী ও সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং র্যাব মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি বিষয়টি তদন্ত করছে
ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রীর পুত্রবধূ ও দুই নাতনি
এরইমধ্যে আইইডিসিআর এর পক্ষ থেকে ১৭ জুলাই শুক্রবার নতুন করে তাদের নমুনা নেয়। এবারও তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এই সনদ নিয়ে সাবেক আইনমন্ত্রীর পরিবারের সদস্যরা আজ ভোর সাড়ে চারটায় একই এয়ারলাইনসের বিমানে আমেরিকা যাচ্ছেন।
‘করোনার শুরু থেকেই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে যুবলীগ’
শতাধিক দুস্থ, হতদরিদ্র মানুষের ঘরে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঘুরে ঘুরে মানুষের ঘরে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার পৌঁছে দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।রবিবার (১৮ জুলাই) যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড়ে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল-ডাল, সেমাই-চিনি, তেল, আলু, পেয়াজ, আদা-রসুন ইত্যাদি
‘করোনার শুরু থেকেই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে যুবলীগ’
বৈশ্বিক মহামারি করোনার শুরু থেকেই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধিদের জন্য কাজ করে যাচ্ছেন দক্ষিণ যুবলীগ সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।ঈদ উপহার সামগ্রী বিতরণকালে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে মানবিক যুবলীগ করোনার শুরু থেকেই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে ও সমষ্টিগত ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আমার সামর্থ্য অনুযায়ী করোনার প্রথম ধাপে, পথবাসী, দুস্থ ও অসহায়, প্রতিবন্ধি মানুষের মাঝে ঈদ বস্রসহ প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি
‘করোনার শুরু থেকেই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে যুবলীগ’
এছাড়াও রমজান মাসে পথবাসী মানুষের জন্য প্রতিনিয়ত ইফতার ও সেহেরি হিসেবে রান্না করা খাবার বিতরণ করেছি।তিনি আরও বলেন, করোনার ২য় ধাপেও ইতোমধ্যে আমি প্রায় ২ হাজার অসহায় মানুষের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুদিবস, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন, স্বদেশে প্রত্যাবর্তন দিবস, কারামুক্তি দিবসসহ, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি, ও বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছি।দক্ষিণ যুবলীগের এ নেতা আরও বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় কাঁচা তরকারি ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে নিজ জন্মদিন উৎযাপন করেছি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আমরা যুবলীগের নেতাকর্মীরা সকল মানবিক কাজে অসহায় মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, ‘জয়িতা ফুড কোর্ট রাজধানীবাসীর জন্য গুণগত মানসম্পন্ন, সুস্বাদু ও পুষ্টিকর খাবার নিশ্চিত করবে। এর মাধ্যমে নারীর অর্থনৈতিক কর্মকান্ড আরো বেশী প্রসারিত হবে। অন্য দশটা শিল্পের মত রান্নাও একটি শিল্প। এর পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, মেধা, মমতা ও নান্দনিক উপস্থাপনা
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
মমতার এ শিল্পই হয়ে উঠতে পারে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের একটি বড় হাতিয়ার’।তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদে “ক্যাফে জয়িতা” নামে জয়িতার ব্র্যান্ডে একটি ক্যাফেটেরিয়া চালু রয়েছে, যেটি সম্পূর্ণভাবে নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সচিবালয়েও জয়িতার ব্র্যান্ডে একটি ক্যাফেটেরিয়া স্থাপনের ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে’।প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ রোববার (১৮ জুলাই) ঢাকার ধানমন্ডিস্থ রাপা প্লাজায় জয়িতা ফাউন্ডেশনের ‘জয়িতা ফুড কোর্টের’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের আরো বেশী কর্মক্ষম করে গড়ে তোলা এবং অর্থনীতিতে নারীর ভূমিকা নিশ্চিত করতে জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। জয়িতা ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বহুমূখী ব্যবসা পরিচালনার জন্য নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দেশব্যাপী গড়ে তোলা হচ্ছে নারীবান্ধব বিপণন ব্যবস্থা
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত পণ্য এবং সেবা দেশের বাইরেও চাহিদা সৃষ্টি করেছে। ’প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও বিকাশ সাধনের জন্য ধানমন্ডিতে এক বিঘা জমির ওপর সর্বাধুনিক সুবিধাদি সম্বলিত ১২ তলা বিশিষ্ট ‘জয়িতা টাওয়ার’ নির্মাণের কাজ প্রক্রিয়াধীন। ভবনটির নির্মাণ কাজ শেষ হলে তা নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম বলেন, জয়িতা ফুড কোর্টের ডিজাইনে বাঙালির ঐতিহ্য ফুটে উঠেছে
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
এখানে সুস্বাদু খাবারের সাথে বাঙালির গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে অনুভব করা যাবে। জয়িতা নারী উদ্যোক্তাদের জন্য ই-জয়িতা প্লাটফর্ম বাস্তবায়ন করা হবে’।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান। আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মীনা পারভীন ও অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয় ও জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার পঞ্চম তলায় জয়িতা ফুড কোর্টে রয়েছে ১৪টি খাবারের দোকান। এখানে রয়েছে দেশীয় ও আঞ্চলিক খাবার, পিঠা - পুলি, মন্ডা-মিঠাই, মোঘলাই খাবার এবং ড্রাই ফুডের সমাহার। সবগুলো দোকানই নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত। এরই মধ্যে এসব তৈরি খাবারের সুনাম ছড়িয়ে পড়েছে। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ফুড কোর্ট ঘুরে দেখেন ও নারী উদ্যোক্তাদের সাথে কথা বলেন।
‘আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না’
বাংলাদেশ আওয়ামী মৎস‍্যজীবী লীগের উদ্যোগে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঁচ শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের সঙ্গে আছে। আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না
‘আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না’
জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব‍্যাপী মহামারির মধ্যেও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন জননেত্রী।আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সারা বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মৎস‍্যজীবী লীগের নেতাকর্মীরা ধান কেটেছে, ত্রাণ সামগ্রী বিতরণ করছে এটা জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য
‘আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না’
আমি আশা করবো প্রত‍্যেকটা সংগঠন মৎস‍্যজীবী লীগের মতো সাধারণ মানুষের পাশে থাকবে। তিনি আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মৃত‍্যকে ভয় না পেয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে ঠিক তখনই বিএনপির নেতারা এয়ারকন্ডিশনে বসে সরকারের সমালোচনায় ব‍্যস্ত।ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সায়ীদুর রহমান, পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। আরও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পল্লবী থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ নান্নু, মৎস‍্যজীবী লীগের সহসভাপতি আবুল বাশার , গিয়াস খান, মোঃ ইউনুস , মমতাজ খানম , যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিউল আলম শফিক , মুক্তিযোদ্ধা সম্পাদক সাজেদুর রহমান কমল সহ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
করোনাভাইরাসের টিকা সংগ্রহ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি স্থায়ী কমিটির সভা মনে করে যে বর্তমান করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।আজ রবিবার দুপুরে দলের জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব অভিযোগ করেন।বিএনপির স্থায়ী কমিটির সভা প্রসঙ্গে তিনি বলেন, 'স্থায়ী কমিটির সভা মনে করে যে বর্তমান বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
করোনা টিকা নিয়ে সরকার যে দুর্নীতির আশ্রয় নিয়ে গোটা পরিস্থিতিকে লেজেগোবরে করে ফেলেছে। এখন পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউট, চীনের সিনোফার্ম ও কোভ্যাক্স প্ল্যাটফর্ম থেকে মোট ১ কোটি ১৬ লাখ ৬২০ ডোজ টিকা সংগ্রহ করেছে। 'তিনি বলেন, 'কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘আকুল আহ্বান’ ে দেড় কোটি ডোজ টিকা সংগ্রহের কথা বলায় প্রমাণিত হয়েছে সরকার করোনার শুরুর প্রথম থেকেই জনগণের সঙ্গে প্রতারণা করছে, টিকা মূল্য নিয়েও মিথ্যাচার করছে। অবিলম্বে টিকা সংগ্রহ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করতে হবে
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
'মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'দেশের জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হলে ২৬ কোটি ডোজ টিকা প্রয়োজন। গড়ে প্রতি মাসে এক কোটি টিকা দিলেও দুই বছর দুই মাস লাগবে। অথচ এখন পর্যন্ত টিকাপ্রাপ্তির কোনো সুনির্দিষ্ট তথ্য সরকার দিতে পারছে না অথবা টিকাপ্রাপ্তির উৎস সম্পর্কে কোনো নিশ্চয়তা দিতে পারছে না। 'তিনি বলেন, 'সরকারের নিজস্ব দুর্নীতিপরায়ণ মহলকে সহায়তা করার জন্যই টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রে সরকার সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ প্রদানে ব্যর্থ হয়েছে
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
উপরন্তু মিথ্যাচারের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে প্রতিনিয়ত। প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রেও একইভাবে প্রতারণা করা হচ্ছে। অযোগ্যতা ও দুর্নীতিপরায়ণতা এই ব্যর্থতার জন্য দায়ী। এসব দায় সরকারকেই বহন করতে হবে
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
শুধু মিথ্যাচার করে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার সরকারের নেই। 'মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকারের লকডাউন লকডাউন খেলা আর মর্মান্তিক তামাশা। প্রথমে লকডাউন, তারপরে কঠোর লকডাউন, পরে শিথিল লকডাউন ঈদের ১ দিন পর থেকে আরো কঠোর লকডাউন, শিল্প কলকারখানা বন্ধ ঘোষণা থেকে মনে হয়, সরকারি সিদ্ধান্তগুলো সবই পাবনার হেমায়েতপুর থেকে আসছে। ”তিনি বলেন, “এইসব পরিকল্পিত পদক্ষেপের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের দিন আনে দিন খায়, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত মানুষ, হকার, ছোট ব্যবসায়ী, রিকশাশ্রমিক, ভ্যান শ্রমিক, মাঝি, বাইকের চালকরা, পরিবহন শ্রমিকরা
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
বিএনপির বারবার এসব মানুষের জন্য এককালীন ১৫ হাজার টাকা অনুদান প্রদানের আহ্বান জানিয়েছিল, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। বিএনপি আবারও দাবি জানাচ্ছে- এসব মানুষের জন্য ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হোক, ছোট ব্যবসায়ীদের পুঁজির ব্যবস্থা করা এবং দিন আনে দিন খায় মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান করা হোক। ”দেশের জেলা হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় করোনা বেড, অক্সিজেন, আইসিইউ বেড বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেন, 'আক্রান্ত রোগী ও স্বজনদের আহজারিতে বাতাস ভারী হয়ে উঠছে। গাছের তলায়, অ্যাম্বুল্যান্সে অথবা ভ্যানের ওপর রোগীর চিকিৎসার দৃশ্য কি মধ্য আয়ের বাংলাদেশ বা উন্নয়নের মডেল বাংলাদেশের ছবি দেখায়। 'করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য আবারও স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বন কর্মকর্তাদের অপসারণ করা উচিত বলে স্থায়ী কমিটির সভা মনে করে বলে জানান মহাসচিব।সীমান্তে বাংলাদেশি যুবকের মৃত্যুর নিন্দাগত ১৩ জুলাই লালমনিরহাটের আদিতমারী উপজেলার বারঘড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।
গণপরিবহন ও পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ দুঃসংবাদ : জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, গণপরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো কঠোর অবস্থান নিতে হবে।আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ আর ক্রমবর্ধমান মৃত্যু হারের মধ্যেই সারা দেশে কোরবানির জন্য পশুর হাট জমে উঠেছে। পছন্দের পশু কিনতে প্রতিটি হাটেই প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ
গণপরিবহন ও পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ দুঃসংবাদ : জিএম কাদের
কিন্তু গণমাধ্যমের খবরে প্রকাশ, পশুর হাটে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক নেই। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার নেই বললেই চলে। আবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছেন বাড়ির পথে
গণপরিবহন ও পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ দুঃসংবাদ : জিএম কাদের
সেখানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। লঞ্চ, বাস ও অন্যান্য যানবাহনে গাদাগাদি করে ছুটছে মানুষ। শারীরিক দূরত্ব বা করোনা সচেতনতার অভাবে কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই।বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ঈদের পর দুই দিনে আবারও কর্মস্থলে ফিরবেন সবাই। সাত দিন ধরে যারা বাড়ি গিয়েছেন, তারা দুই দিনে কর্মস্থলে ফিরতে গেলেই সৃষ্টি হবে মারাত্মক জটলা। তাই করোনা সংক্রমণ রোধ করতে পশুর হাট ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
গৃহকর্মী সুইটিকে নির্যাতন : সেই দম্পতি রিমান্ডে
রাজধানীর তোপখানা এলাকায় ১২ বছর বয়সী শিশু গৃহকর্মী সুইটিকে নির্যাতনের ঘটনায় শাহবাগ থানার মামলায় আসামি তানভীর আহসান পায়েল ও তাঁর স্ত্রী নাহিদ জাহান আঁখির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ রবিবার (১৮ জুলাই) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।এর আগে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন দুই আসামির সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। গতকাল আসামিদের পক্ষে তাঁদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন
গৃহকর্মী সুইটিকে নির্যাতন : সেই দম্পতি রিমান্ডে
এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাঁদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।গত ৫ জুলাই রাজধানীর শাহবাগ থানায় ভুক্তভোগীর বাবা শহিদ মিয়া বাদী হয়ে আসামি তানভীর আহসান পায়েল ও তাঁর স্ত্রী নাহিদ জাহান আঁখির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ২ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন
গৃহকর্মী সুইটিকে নির্যাতন : সেই দম্পতি রিমান্ডে
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ৩ জুলাই দিবাগত রাতে সেগুনবাগিচার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।পরদিন ৪ জুলাই ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাঁদের জামিন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অবৈধ সম্পদ অর্জন : পাসপোর্ট অধিদপ্তরের মোতালেব স্ত্রীসহ কারাগারে
পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে দুদকের করা মামলায় তাঁদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন আদালত।আজ রবিবার (১৮ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এই রায় দেন। আদালতের দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে
অবৈধ সম্পদ অর্জন : পাসপোর্ট অধিদপ্তরের মোতালেব স্ত্রীসহ কারাগারে
এদিন দুই আসামি আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিকে গত ৩০ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সংস্থাটির উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মোতালেব হোসেন ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পর্যায়ক্রমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।আজ রবিবার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আগামী ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। করোনা মহামারির কারণে এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
বুধবার সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ জিলহজ মোতাবেক ২১ জুলাই সারাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের মুয়াজ্জিন মো. আতাউর রহমান।দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।সকাল ৯টায় হবে ঈদের তৃতীয় জামাত। পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এই জামাতে ইমামতি করবেন, মুকাব্বির থাকবেন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দীন কাসেম, মোকাব্বির হবেন মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
এই জামাতটি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।পঞ্চম ও শেষ জামাত হবে সকাল সাড়ে ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের প্রধান খাদেম মো. শহীদুল্লাহ।উল্লেখিত জামাতগুলোতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।চলমান করোনা পরিস্থিতিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ১২ জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ট্রেনে চেপে ঢাকায় এলো কোরবানির ৮০০ গরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য 'ক্যাটল স্পেশাল ট্রেন' সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।এই বিশেষ ট্রেনে চেপে আজ রবিবার (১৮ জুলাই) ভোর থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ঢাকায় পৌঁছেছে ৮০০ গরু।রেলপথ মন্ত্রণালয় জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭টি গরু আজ সকাল ৮টা ৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়
ট্রেনে চেপে ঢাকায় এলো কোরবানির ৮০০ গরু
এতে ভাড়া বাবদ রেলওয়ের আয় হয় ৬৮ হাজার ৩৮০ টাকা। এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে ঢাকায় আসে আরো একটি বিশেষ ট্রেন।এ ছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬টি গরু ও ২০টি ছাগল দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় বেলা সাড়ে ১১টার মধ্যে। এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ আয় হয়েছে তিন লাখ ৬৭ হাজার টাকা।