text
stringlengths
0
40.1k
মেটেলি: চা বাগান থেকে প্রায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার করা হল। মঙ্গলবার সকালে মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ২২ নম্বর লাইন থেকে ওই অজগরটি উদ্ধার হয়। এদিন স্থানীয় বাসিন্দারা এলাকার একটি ছোট গাছে ওই অজগরটি দেখতে পায়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়
আপেলে আছে 'কোয়ার্সেটিন'নামের এক এন্টি-অক্সিডেন্ট, যা কমিয়ে দেয় পাকস্থলি ও কোলন ক্যান্সারের সম্ভাবনা। এটি প্রস্টেট ক্যান্সারের কোষের বৃদ্ধিও কমিয়ে দেয়
নাগপুর সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, পশ্চিম নাগপুরে পারিবারিক কমিউনিটি হল এবং লনের দেখভালের জন্য তাপস ঘোষ নামে এক ব্যক্তিকে কাজে রেখেছিলেন প্রধান বিচারপতির মা মুক্ত বোবদে (৯৫)। বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য সেই হল ভাড়া দেওয়া হত। গত ১০ বছর ধরে হলের দেখভাল করতেন তাপস। একইসঙ্গে আর্থিক দিকটিও দেখভাল করতেন
ইসরায়েল আরো দাবি করেছে, দিনের প্রথম ভাগে অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়া থেকে হামলা চালানো হয়েছে এবং তার জবাবে হেলিকপ্টার থেকে এই হামলা চালানো হয়
শনিবার দুপুরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন অশোক শাহ নামে এক যুবক। তখনই বেগুনটারি মোড়ের কাছে তিনি দেখতে পান, নীল রংয়ের বাইকে অশোক স্তম্ভ লাগিয়ে এক যুবক ঘুরে বেড়াচ্ছেন। দেখার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন অশোক। এখানেই থেমে থাকেননি। অশোক স্তম্ভ লাগানো ওই বাইক আরোহীকে ধাওয়াও করেন। প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে কদমতলা মোড়ের কাছে ওই বাইক আরোহীকে ধরেও ফেলেন অশোক। তখন ঘটনাস্থলে পৌঁছে যান ওসি ট্র্যাফিক বাপ্পা সাহা ও অন্যান্য পুলিশকর্মীরা। তখন ওই বাইক আরোহীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, তিনি একজন সেনা জওয়ান। পুলিশকর্মীরা বাইক থেকে অশোক স্তম্ভ খুলেও ফেলেন। এরপর ওই জওয়ানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়। পুলিশি জেরায় নিজের অন্যায়ের কথা স্বীকারও করেছেন ওই জওয়ান। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছবি তুলতে গেলে মুখ লোকাতে শুরু করেন তিনি
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন নববর্ষের ভাষণে দাবি করেছেন, তার টেবিলেই পরমাণু বোমার সুইচ বা বোতাম আছে। তার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার কাছেও পরমাণু বোমার সুইচ আছে। সেটি কিমের পরমাণু বোমার সুইচের চেয়ে অনেক বড় বলেও তিনি দাবি করেন
মূল সেতু নির্মাণে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০১৪ সালের নভেম্বর থেকে কাজ শুরুর কথা থাকলেও তা করতে কয়েকমাস দেরি হয়ে যায়
২০১৬ সালের মে মাসের ১১ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টুইটারসহ মোবাইল অর্থ হস্তান্তর পরিষেবাগুলি আবারো অবরুদ্ধ হয়। রাষ্ট্রপতি মুসেভেনি তার পঞ্চম মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার একদিন আগে একদিন স্থায়ী এই বন্ধটি ঘটেছিল
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে
সালমার মতে, নিকাহ হালালা একটি ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। মুসলিম মহিলাদের নিজেদের কোরান পড়ে মানে উদ্ধার করার ক্ষমতা রাখা উচিত। তাঁদের অন্ধের মতো কোনওকিছুই অনুসরণ করা উচিত নয়। কোরান না পড়তে পারলে তাঁদের বিভ্রান্ত করা খুব সহজ মৌলবীদের পক্ষে
খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই রাজ্যের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ করেন
রাস্তায় যাত্রীর চাপ বাড়লেও লকডাউনে শুরু হওয়া ভাড়ার মোটরসাইকেল চালকদের লম্বা হাঁক এখনো কমেনি। এতদিন ‘ভিআইপি’ সড়কগুলোতে রিকশা চললেও সকাল থেকে সেসব সড়কে রিকশা আটকে জরিমানা করে পুলিশ। তবে রাজধানীতে আন্তজেলার বাস কম চলতে দেখা গেছে। সরকারি নির্দেশনায় অর্ধেক যাত্রীবাহী বাস থাকায় গণপরিবহন সংকটেও পড়তে দেখা যায় যাত্রী সাধারণের
খাদ্যসামগ্রী বিতরণের সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান নাঈম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বায়েজিদ আহমেদ হাওলাদারসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। করোনা মোকাবিলায় ইতিপুর্বে মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় ছয় হাজার হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলাতেও দেওয়া হবে। ফাউন্ডেশনের নির্দিষ্ট একটি কক্ষ ল্যাব হিসেবে ব্যবহার করে প্রায় পঞ্চাশ হাজার স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম রাইজিংবিডিকে বলেন, করোনাভাইরাসের মহামারিতে বিশ্ব থমকে গেছে। এতে অর্থনীতির ওপর চাপ পড়েছে। যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ওপর। তাদের আয় বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এর আগে আমি ব্যক্তিগত উদ্যোগে আমার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে সহযোগিতা করেছি। এখন ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব ও দুস্থ মানুষদের সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন রাজনীতিবিদ হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। এই সংকটে বিত্তবানদের দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন আহ্বান করছি। ইতালি যাওয়ার ফাঁ’দে পরে স’র্বস্বা’ন্ত হয়েছেন সোহানা বেগম (২১)। তিনি দশমিনা উপজে’লার চরহোসনাবাদ এলাকার মো. মজিবুর রহমানের মেয়ে ও তেজগাঁও মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী
দাদাদের কথার বাস্তবায়ন করার জন্য এর চেয়ে ভাল কৌশল আর কি হতে পারে ? পুরো টিম সিলেক্সনটাইত আমি মনে করি অন্তত তাই বলে। তাছাড়া খেলাগুলো দেখেন ভারতের বিপক্ষে জেতা ম্যাচটায় হঠাৎ করে মুশফিকের বোলার সিলেকশনে পরিবর্তন যেখানে প্রথম দিকের দুই বোলার দুর্দান্ত বোলিং করছিল সেখানে তাদের অফ করে দেয়া হলো তারপর আজকের ম্যাচে টচ জিতেও ব্যাট না করা আর আম্পায়ারের কিছু ভুল সিদ্ধান্ত প্রমান করে গভীর কোন ষড়যন্ত্রের নীল নকশার কথা। এমনকি সাকিবকে এই মুহূর্তে এমন শাস্তি দেয়া যেখানে শুধু জরিমানা করলেই হত অথচ সাকিব তার ভুলের জন্য ক্ষমাও চেয়েছে। আবার আজকে মাশ্রাফিকে বসিয়ে রাখল ইনজুরির দোহাই দিয়ে
দেহ পরিষ্কার করতে বেশি বেশি শাওয়ার জেল ব্যবহার এড়িয়ে চলা উচিত। ত্বকের কোমলতা ধরে রাখতে দেহ নিজেই তেল উৎপন্ন করে। এই ব্যবস্থা নষ্ট করে দেয় অতিমাত্রার শাওয়ার জেল বা অন্যান্য উপকরণ। অনেকের বিভিন্ন অ্যালার্জিও দেখা দিতে পারে। আর গোসল তো আরামদায়ক হয় না মোটেও
অস্ট্রেলিয়ার আড়াই কোটি নাগরিকের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। এদিকে এ বছরের মধ্যেই ভারতীয়রা অক্সফোর্ডের গবেষকদের উদ্ভাবিত কোভিড-১৯ টিকা পাবেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষার অনুমোদন দিয়েছে ব্রাজিল
ত্রয়োদশ মিনিটে পোস্টে মেরে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন জর্জিনিয়ো। ভেরনার প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল চেলসি
ক. এলজিবিটি সম্প্রদায়ভূক্ত সংগঠন গুলোর সাথে যারা দীর্ঘ দিন ধরে কাজ করছেন, কেবল তারাই থিংক-ট্যাঙ্ক হিসেবে কাজ করবেন, এবং তাদের পরিকল্পিত রূপরেখা নিয়ে বিভিন্ন সংগঠন গুলো তাদের কার্যক্রম পরিচালনা করবেন। কোনো সংগঠন যদি মনে করে তারা এর বাইরেও কাজ করবেন, তবে অবশ্যই ওই থিংক-ট্যাঙ্কারদের সাথে পরামর্শ করবেন
এই সময় ডিজিটাল ডেস্ক: রক্ষকই ফের ভক্ষকের ভূমিকায়! এ বার কাঠগড়ায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর ডেপুটি ইনস্পেক্টর জেনারেল। অভিযোগ, ডিআইজি র‌্যাঙ্কের ওই পুলিশকর্তা চলন্ত ট্রেনে এক মহিলাকে যৌন হেনস্থা করেছেন। ঘটনার শিকার ওই মহিলার স্বামী আবার রেলেরই পদস্থ আধিকারিক। যৌন হেনস্থার শিকার ওই মহিলা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, তিনি লোয়ার বার্থে ঘুমোচ্ছিলেন। সেসময় ওই আরপিএফ কর্তা তাঁর শ্লীলতাহানি করেন। মহিলার ঘুম ভাঙলে, তিনি চিত্‍‌কার করলে, তত্‍‌ক্ষণাত্‍‌ সরে যান অভিযুক্ত ওই ডিআইজি কর্তা। সহযাত্রীদেরও ঘটনার কথা জানান। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই আরপিএফ কর্তার নাম বিজয় খাটারকর। তিনি জব্বলপুরের পশ্চিম-মধ্য রেলেওয়েতে পোস্টিং রয়েছে। নিগৃহীতার বয়ানের ভিত্তিতে ডিআইজি কর্তার বিরুদ্ধে মামলা রুজু করে, পুলিশ তদন্তে নেমেছে। অভিযুক্ত ওই আরপিএফ কর্তার বক্তব্য জানা যায়নি
থেকে মুখ ঘুরিয়ে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। এ সময় তার পা কাঁপাচ্ছিল
জ্যোতির্বিদ ও ব্যবসায়ী পারসিভাল লওয়েল কর্তৃক তার "মার্স এন্ড ইটস ক্যানালস" বইটিতে এরকম অনুমান করেছেন যে এক বিপন্ন মঙ্গল গ্রহবাসী প্রজাতি এককালে কৃত্রিম নালার একটা বিস্তৃত জাল তৈরী করেছিল যাতে পানি গ্রহটির মেরু-অঞ্চলীয় বরফশৃঙ্গ, [[প্ল্যানাম অস্ট্রাল]] এবং [[প্ল্যানাম বোরিয়াম]] থেকে তাদের বসতির দিকে প্রবাহিত হয়। মঙ্গল গ্রহের এই পানিবাহী নালিকার উপপ্রমেয়টি প্রথম প্রস্তাবিত হয়েছিল [[জিওভান্নি স্কিয়াপারেল্লি]]র প্রতিফলক দূরবীনে দেখতে পাওয়া প্রতিচ্ছবির উপর ভিত্তি করে। প্রতিচ্ছবিটি অস্পষ্ট হলেও, স্কিয়াপারেল্লির মতে তিনি মঙ্গলের উপরিভাগে কতগুলি লম্বা ও সোজা দাগ দেখেছিলেন; কিছু জ্যোতির্বিদ বিশ্বাস করে ফেলেছিলেন যে এই দাগগুলি মঙ্গল গ্রহবাসীদেরই তৈরী। লওয়েল এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তার অন্য একটি বই "মারস এস দ্য এবোড অফ লাইফ"য়ে এই মঙ্গল গ্রহবাসীদের নিয়ে খেয়ালী বৃত্তান্ত দিয়েছিলেন। এই বৃত্তান্ত একেবারেই প্রমাণসাপেক্ষ না হওয়া সত্ত্বেও, লওয়েলের লেখা পাঠকের কল্পনায় স্পষ্ট প্রতিচ্ছবি জাগিয়ে তুলেছিল
আসকারী কর্তৃক রচিত আওয়ায়েল গ্রন্থে রয়েছেঃ প্রথমে মুদ্রার হস্তাক্ষরে قُلْ هُوَ اللهُ اَحَدٌ, অপর দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম, আর তারিখ লিখা থাকতো। এ প্রথা মুসলমানদের মধ্যে সর্বপ্রথম আব্দুল মালিক বিন মারওয়ানই চালু করেন। তবে প্রথম দিকে তার সাম্রাজ্যের নিজস্ব কোনো মুদ্রার প্রচলন ছিল না; বরং বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টানদের মুদ্রাই তার রাজ্যে চলতো। তিনি খ্রিস্ট মুদ্রার উপর ইসলামের তাওহীদ ও রিসালাতের বাণী লিখার কারণে একদিন রোম সম্রাট এ মর্মে চিঠি লিখলেন যে, আপনি আমাদের মুদ্রায় হস্তাক্ষরে আপনার নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নাম লিখার প্রথা বর্জন করুন, অন্যথায় দিনারে আমি এমন কিছু লিখবো যা দ্বারা আপনারা মর্ম পীড়নে ভুগবেন। কারণ আপনাদের কাজে আমরা কষ্ট পাচ্ছি। আব্দুল মালিক তখন খালিক বিন ইয়াযিদ বিন মুআবিয়াকে পরামর্শের জন্য ডাকলেন। সে সব শুনে বললো, আপনার সাম্রাজ্যে খ্রিস্ট মুদ্রা প্রবেশের পথ বন্ধ করে দিন, নিজে মুদ্রার প্রবর্তন করুন আর মুদ্রায় হস্তাক্ষরের পরিবর্তে লিখাগুলো খোদাই করে দিন। তিনি এ পরামর্শ মোতাবেক ৭৫ হিজরী মোতাবেক ৬৯৬ খ্রিস্টাব্দে নিজস্ব দিনার তৈরি করেন। এর ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে মুসলিমদের যুদ্ধ বেঁধে যায়। বাইজেন্টাইনরা ৬৯২ সালে সেবাস্টোপলিসের যুদ্ধে পরাজিত হয়। এরপর ইসলামি মুদ্রা মুসলিম বিশ্বের একমাত্র মুদ্রা হিসেবে গণ্য করা হয়। সমগ্র সাম্রাজ্যে অভিন্ন আরবী মুদ্রার প্রচলনের কারণে নির্বিঘ্নে ব্যবসায় বাণিজ্য পরিচালনার সুযোগ সৃষ্টি হয়
তাদের চোখের জল আমাদের মনে বিন্দু মাত্রও রেখাপাত করে না
মিয়ানমারের নেতা অং সান সু চি বলেছেন, বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি হওয়ার তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করবে মিয়ানমার। আসিয়ান সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় সু চির অঙ্গীকারের কথা জানানো হয়
সোহেল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর আমরা এফডিসিতে জসিম উৎসবের আয়োজন করছি। এখানে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও জসিম স্যারের পরিবার অংশ গ্রহণ করবে। আসলে আমরা জসিম ভাইয়ের ভক্ত, সেখান থেকেই আমরা ২০০৩ সালে ‘বীর মুক্তি যোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’ চালু করেছি। সেখানে থেকেই জসিম স্যারের জন্মদিন ও মৃত্যুদিনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করি
সিরিজের আগের গেমগুলোর মতই রেসিডেন্ট ইভিল: রেভিলেশনস গেমটিতে সুরভাইবাল হরর গেম-প্লে থাকছে। এছাড়াও লিমিটেড গুলি সরবরাহ এবং পাজল এলিমেন্টস সমূহগুলোও থাকবে গেমটিতে। গেমটির ক্যামেরা বা ভিউটা ক্যারেন্টার এর ঘাড়ের উপর over-the-shoulder View ফ্রম এ থাকবে। গান এমিং করার সময়ও ক্যারেক্টার মুভমেন্ট করারো যাবে। গেমটিতে সরাসরি First person এবং Third Person ক্যামেরায় সুইট রয়েছে। গেমটিতে একটি নতুন ডিভাইস যুক্ত করা হয়েছে, যার নাম জেনেসিস। এর সাহায্যে গেমটির পরিবেশ এর মধ্যে হিডেন আইটেমগুলো খুঁজে পাওয়া যাবে সহজে। এছাড়াও শুধুমাত্র নিনটেনডু থ্রিডিএস এর জন্য এক্সট্রা রেইড মোড রয়েছে
৮৯ নং প্রশ্ন
অভাব-অনটন নিয়মিত লেগে আছে। ঘরে এখন খাবারও নেই। স্বামী মারা যাওয়ার পর কেউ খোঁজখবর নেয় না
জিয়াউর রহমানের কোর্সমেট ছিলেন ফুটবলার কায়সার হামিদের বাবা হামিদ। তার লেখা বইয়ে বঙ্গবন্ধু হত্যার বিষয়ে বিস্তারিত উঠে এসেছে, যা তিনি সচক্ষে দেখা ঘটনা নিয়ে লিখেছেন। তাতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে কয়েকজন সেনা অফিসারের জড়িত থাকার তথ্য রয়েছে, বলেন মন্ত্রী হাছান মাহমুদ
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৮২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৬২ জন
এর আগেই দুপুর বারোটা নাগাদ বাইপাসের উদ্বোধন করে দিলেন মন্ত্রী মলয় ঘটক। যদিও কোনও প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন না। উদ্বোধন করে দেওয়ার পরেই যান চলাচলে জন্য রাস্তা খুলে দেওয়া হয়
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হয়তো মুখের উপর কথা বলে দেন চাঁদগাজী সাহেব তাই হয়তো কেউ কেউ ওনাকে খারাপ মনে করে, কেউ হয়তো ধর্মে বিশ্বাস নেই বলে ওনাকে খারাপ মনে করে কিন্তু আমি ওনাকে একজন মানুষ হিসেবে খুবই পছন্দ করি
রায়গঞ্জ আদালতের প্রাক্তন (জিপি) গভর্নমেন্ট প্লিডার তথা আইনজীবী দেবব্রত সরকার বলেন, বিষয়টি বার অ্যাসোসিয়েশন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব ১০ টাকার স্ট্যাম্প উত্তর দিনাজপুর জেলায় চলে আসবে
নৌকমান্ডোরা সফলতার সঙ্গে বেশির ভাগ জাহাজে লিমপেট মাইন লাগালেন। তারপর সময়ক্ষেপণ না করে সাঁতার কেটে চলে গেলেন নিরাপদ স্থানে। তখন ভোর আনুমানিক সাড়ে পাঁচটা বা পৌনে ছয়টা। মাঝনদীতে প্রথম বিস্ফোরণটি ঘটল বিকট শব্দে। দু-তিন মিনিট পর আরেকটি। তারপর নদীতে শুরু হলো লঙ্কাকাণ্ড। একনাগাড়ে সাত-আট মিনিট ধরে একটির পর একটি মাইন বিস্ফোরণ। ৩৫-৪০টি মাইনের কান ফাটানো শব্দে বন্দরে অবস্থানরত আতঙ্কিত পাকিস্তানি সেনারা ছোটাছুটি করতে থাকল
২০০২ সালে মধ্য আফ্রিকায় এক হাজার বিদ্রোহী যোদ্ধাকে পাঠান বেম্বা। প্রাক্তন প্রেসিডেন্ট অ্যাঙ্গি ফেলিক্স পাতাসেকে সাহায্যের জন্য বেম্বা তাঁর অনুসারীদের দেশটিতে পাঠান
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ওষুধ ব্যবসায়ী মাজহারুল ইসলাম পল্টন হত্যা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
এখানে অন্য মেইল একাউন্ট পরিচালনার সুবিধা রয়েছে
প্রতিমন্ত্রী জানান, গত ৩ বছরে বাংলাদেশে ১১টি মেনুফ্যাকচারিং এবং এসেম্বলিং প্লান্ট স্থাপিত হয়েছে
তো আমাদের কি এতটুক কাণ্ডজ্ঞান নেই যে, যে ভাষার জন্য আমাদের রক্ত ঝরেছে সেই ভাষাকে অপমান করে নির্লজ্জের মত উর্দু ভাষার কদর বাড়ানোর চেষ্টা চালাচ্ছি
দেশে গত এক দিনে আরও ১ হাজার ৯৮৮ জনের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়েছে, আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের
শেষ দিনে জয়ের জন্য অন্ধ্রপ্রদেশের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দিল বাংলা
১৯৭১ সালের নভেম্বর মাসে রাধানগর যুদ্ধে মেজর ভি পি সিং ৬৭ জন গুর্খা সেনা সহ নিহত হন
ঘুরতে ঘুরতে মুন্নির পড়ার টেবিলের ওপর একটা মিছরির বয়াম দেখতে পেল। সঙ্গে সঙ্গে ভূতটার জিভে জল চলে এলো। সে বয়াম থেকে একটা মিছরির দানা বের করে চেটে চেটে খাওয়া শুরু করলো। উফ্ কি শক্ত রে বাবা! তার দাঁতে কি আর সেই জোর আছে? এক দানা মিছরি খেতে খেতে কখন যে ভোর হয়ে গেল ভূতটা টেরই পেল না
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আটক বা গ্রেপ্তারের পর কাউকে অভিযুক্ত করে রাতের রাণী বা বিভিন্ন আপত্তিকর উপাধি দেওয়া মোটেই সঠিক নয়। বিচারের আগেই রায়ের মতো স্টেটমেন্ট দিয়ে মিডিয়া ট্রায়াল করে কারো ব্যক্তিগত সম্মানহানি করা উচিত নয়। যা ঘটেছে চিত্রনায়িকা পরীমণির ক্ষেত্রে। অথচ বাংলাদেশ সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে কাউকে নিষ্ঠুর, অমাননিক বা লাঞ্ছনাকর দণ্ড বা এরূপ কোন আচরণ করা যাবেনা
এদিকে, রক্তশূন্যতা চরমে পৌঁছালে দিন দিন অসুস্থ হয়ে পড়তে থাকেন মাকসুদা। পরে স্থানীয় উন্নয়ন সংগঠন জাগোনারীর রি-কল প্রকল্পের উদ্যোগে মাকসুদাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক জানান, মাকসুদার শরীরে রক্তের হিমোগ্লোবিন আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে ন্যূনতম পাঁচ ব্যাগ রক্তের প্রয়োজন হয়ে পড়ে
পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্যগত একটি উৎসব। পহেলা বৈশাখ তারিখটিকে এ জন্যই উৎসব বললাম যে, গ্রামে-গঞ্জে, শহরে-নগরে যেখানেই থাকুক; বাঙালির জীবনে সেখানে এই দিনটি অপার, নির্মল আনন্দ বয়ে আনে। যে যেমন করে পারে দিনটিকে শ্রদ্ধার সঙ্গে, আনন্দের সঙ্গে, ভালোবাসার সঙ্গে উদযাপন করে। বহু আগে থেকেই গ্রামে দিনটি উদযাপিত হতো মূলত মেলার মধ্য দিয়ে। এর সঙ্গে যাত্রাপালা, সার্কাসসহ বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন থাকত। এখন সে উৎসবকে আমরা শহরেও নিয়ে এসেছি
খোঁজ নিয়ে জানা যায়, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য ১ জানুয়ারি বই উৎসব পালন করা হয়ে থাকে। তবে বৈশ্বিক মহামারি করোনার কারণে এবার উৎসব পালন করা না হলেও নির্ধারিত দিনেই বই বিতরণ হয়। এজন্য বিদ্যালয়গুলোতে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে উপজেলার ২৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭৩টি, ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৫টি কিন্ডারগার্টেন রয়েছে। কিন্তু বিনামূল্যের সরকারি বই বিতরণে বিদ্যালয় প্রধান ও তাদের প্রতিনিধি শিক্ষকদের জিম্মি করে ঘুষ নেওয়ার ঘটনা ঘটেছে
বিষয়টি নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, জিয়াওয়ের সন্ধানে রাত থেকেই উদ্ধার অভিযান শুরু করে মাওয়া কোস্টগার্ড ও নৌ-পুলিশ। নদীর ১০-১২ কিলোমিটারে অভিযান চালানো হলেও তার খোঁজ পাওয়া যায়নি
স্ত্রীকে উত্‍‌সাহিত করার জন্য যদি আপনি বলে থাকেন, তাঁকে আপনি সারারাত শারীরিক সুখ দেবেন। অথবা রাতভর যৌনমিলনে মেতে থাকবেন। তাহলে আপনি প্রথমেই মস্ত বড় ভুল করলেন। এতে আপনার স্ত্রী উত্‍‌সাহ পাওয়া তো দূর-অস্ত, শুরুতেই ভয় পেয়ে যাবেন। এবং আপনাকে এড়িয়ে যাবেন তিনি। বলছে সাম্প্রতিক একটি সমীক্ষা। সমীক্ষায় দেখা গিয়েছে, দীর্ঘক্ষণ যৌনমিলন মহিলাদের একেবারেই না-পছন্দ
প্রিয়াংকা আমার দিকে না তাকিয়ে নিচে তাকিয়ে ছিলো। আমি চলে যাওয়ার আগে আরেকবার, শেষবার দাঁড়িয়ে বললাম – দেখো, আজকে যার সাথে তোমার সম্পর্ক বা যদি ভবিষ্যতেও কেউ তোমার জীবনে আসে আমি কথা দিতে পারি আমার থেকে বেশি তোমাকে কেউ কখনো চাওয়ার দুঃসাহসটাও করতে পারবেনা। শুভ অপরাহ্ণ
করোনাভাইরাসে আক্রান্ত রিশাভ পান্তের পর ভারতের আরও চার জনকে রাখা হয়েছে কোয়ারেন্টিনে। তবে নতুন চার জনের মধ্যে কেবল দলটির সাপোর্ট স্টাফ দয়ানন্দ গারানি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন
যে বাড়িতে তারা থাকতো সেখানে আঁধার মানিক নামক একটি স্থান আছে। যেখানে জমিদারদের গুপ্তধন রাখা হতো, অর্থাৎ আঁধার মানিক হচ্ছে ধন ভাণ্ডার। আঁধার মানিক সম্পর্কে আপনি যদি স্থানীয়দের কাছ থেকে কিছু জানতে চান, তারা সবসময়ই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে
বর্তমান বিদ্যালয়টি প্রায় জমির উপর অবস্থিত। বিদ্যালয়টিতে বৃহৎ ‘L’ আকৃতির ত্রিতল ভবনসহ প্রধান শিক্ষকের বাসভবন রয়েছে। মোট শ্রেণিকক্ষ রয়েছে ১৬টি, অফিস কক্ষ ৩টি, গবেষণাগার ২টি, লাইব্রেরি ১টি, মসজিদ ১টি, খেলার মাঠ ১টি এবং পুকুর রয়েছে ১টি
এখন পোলাডারে মানুষ করাই মোর স্বপ্ন। মোর স্বপ্নপূরণ না হলেও চেষ্টা করবো ওর স্বপ্নপূরণের। কাউয়ার চরের এই লাকীর মতো শতশত স্কুল ছাত্রী এখন গৃহিনী। স্বামী, সন্তান নিয়ে এখন তিনি সফল মায়ের দায়িত্ব পালন করছে
তবে যারা ইব্রাহিম খালেদ সম্বন্ধে জানেন তাদের নতুন করে কিছু বলার নাই
(২০০৮-১০) যখন জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েছিল সাকিবরা, আকসুকে জানাতে দুবার ভাবেননি
আপনার জন্য ও নতুন বছরের শুভ কামনা
বঙ্গ সুন্দরী মৌনী রায়ের মতে ভারতের প্রতিটি স্কুলের পাঠ্যক্রমে ভগবত গীতা অবশ্যই শামিল হওয়া উচিত। লকডাউনের সময় এই হিন্দু ধর্মীয় গ্রন্থ পাঠ করেন তিনি, এবং ভগবত গীতা বলে তাঁর একান্ত উপলব্ধি এটি স্কুল কারিক্যুলামের অংশ হওয়া উচিত
লাইবা রুটি মেকার
এদিন ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে বিজেপির কজন কর্মী-সমর্থকদের নিয়ে ত্রাণ দিতে গিয়েছিলেন রুদ্রনীল। সেখানেই বচসা শুরু হয়। স্থানীয় বিজেপি কর্মীরাও ছিলেন সেখানে। তার মাঝেই আচমকা এসে একজন চড় কষান অভিনেতাকে। চশমা খুলে সজোরে মাটিতে ছিটকে পড়ে। প্রথমটায় হতচকিত হয়ে যান তিনি
জরুরি ও নিত্যপণ্য ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রয়েছে কলকারখানাও
বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল বলেন, 'প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমরা বরিশালে পরিবর্তন আনতে চাই; সুন্দর করতে চাই। আমরা যে যে পদেই থাকি না কেন, এমন কিছু করব না যাতে সরকার, প্রধানমন্ত্রী বিব্রত হন, কষ্ট পান। তিনি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য মেয়রকে ধন্যবাদ জানান
এই চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ ঘোষনা করার ক্ষেত্রে অনেকগুলো টুর্ণামেন্টের কথা মাথায় রাখতে হয়েছে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থাকে। সংস্থার সভাপতি সেবাস্তিয়ান কো জানান, "অলিম্পিক পিছিয়ে যাওয়াতে সাময়িক সমস্যা তৈরি হলেও বিষয়টি মিটে গেছে। তবে পরবর্তী বিশ্ব অ্যাথলেটিক্স মিটের দিনক্ষণ ঠিক করার সময় আমাদের নজর ছিল অন্য কোনও টুর্নামেন্টের যেন কোন সমস্যা না হয় । কারণ ২০২২ সালের ২৭জুলাই থেকে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস। ওই বছরেই মিউনিখে ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সব দিক বিবেচনা করেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দিন ঠিক করা হয়েছে
এর আগে দশমিনা হাসপাতালে করোনাভাইরাসের টিকা দিতে গিয়ে একই পরিস্থিতির শিকার হন শিক্ষক সালমা আক্তার। উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন তার ভোটার আইডি কার্ডটি নিষ্ফ্ক্রিয় করা হয়েছে। সালমা আক্তার জানান, তিনি দশমিনা উপজেলার ১৩৬ নম্বর কাটাখালী গাজী বাড়ি সংলগ্ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
খুলনায় স্কুল ছাত্র ফাহমিদ তানভীর রাজিন হত্যার ঘটনায় প্রধান আসামী ছাব্বির হাওলাদারকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে রূপসার সেনের বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি তার বাড়ি থেকে উদ্ধার করা হয়
ফুটেজে দেখা যায়, রাত ৮টার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থামে পরী মণির হ্যারিয়ার গাড়ি। ওই ভবনের দশম তলায় সাকলায়েনের সরকারি ফ্ল্যাট। সাকলায়েন নিজে নেমে এসে পরী মণিকে ফ্ল্যাটে নিয়ে যান। এর কিছুক্ষণ পর সাকলায়েনের বাসায় প্রবেশ করেন পরী মণির খালাতো বোন ও তাঁর স্বামী। পরে রাত ২টার দিকে পরী মণিসহ তিনজনই বের হয়ে যান বাসা থেকে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখ সেভাবে নামায পড়"
আপডেট: ২৬ অক্টোবর ২১
কোটি মানুষের মতো আমারও একটাই প্রশ্ন, কেন নাসির কে বসিয়ে রাখা হচ্ছে ? নাসির এমন কি করেছে ? অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ শেষে খালেদ মাসুদ পাইলটের কাছে মাছরাঙায় উপস্থাপকের প্রশ্নের উত্তরে তিনিও বলেছেন- নাসির ঐ উইকেটে ভাল সুবিধা নিতে পারতো। এছাড়া নাসির যেভাবে ফিল্ডিং করে রান বাঁচানো + উইকেট নিতে সাহায্য করে সেটা উপড়ি পাওনা হতো
ডায়াপারের যত্ন – যারা শিশুকে নিয়মিত ডায়াপার পরান, তাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটি পরিবর্তন করতে হবে এবং ডায়াপার খোলার পরে জায়গাটায় পাউডার ভালো করে দিতে হবে এবং মাঝে মধ্যে হাওয়া লাগাতে হবে। না হলে শিশুর নিম্নাংশে ফুসকুড়ি কিংবা র্যাসের মতো সমস্যা দেখা দেবে। পোশাক পরিষ্কার রাখা – শিশুর পোশাক ভালো করে এবং অ্যান্টিসেপটিক লোশন দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। শিশুকে কোনরকম ভেজা পোশাক পড়াবেন না এবং শিশুর বিছানা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা – শিশুর ঘর সব সময় খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। প্রত্যেকদিন ঘর ঝাড়া মোছা করবেন এবং ঘরে যাতে পর্যাপ্ত রোদের আলো আসে সেই বিষয়টি খেয়াল রাখবেন। এগারো মাস বয়সে এসে আপনার শিশুটি এখন আগের থেকে অনেক বেশী পরিণত। আপনার শিশুকে তার বিকশিত হবার দিকে আত্মবিশ্বাস জোগাতে হবে বাবা-মাকে। এগারো মাস বয়সী শিশুদের জন্য উপযুক্ত খেলনা সরবরাহ করে এবং তার থাকার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে মা-বাবাকে
কারণ ও জানে , ওর নিজের কত্ত কাছের , কত্ত বিশ্বাসের এই বন্ধুটি । কয়েকবার খাওয়ার কথা বলতে গিয়ে বাধা পেয়ে শেষ পর্যন্ত বললো , “ এই আমি কিছু খাই নি
দেশটির সবচেয়ে রাজ্য কুইবেকে করোনা ম’হামা/রি মা’/রা/ত্মক আকার ধারণ করায় গেল ৮ জানুয়ারি এক মাসের রাত্রিকালীন কা’রফি/উ জা/রি করে কর্তৃপক্ষ। পরের দিন অন্টারিও অঙ্গরাজ্যে জা/রি করা হয় জ’/রু/রি অবস্থা। এমন পরিস্থিতিতে ঘরে বসে দিন পার করতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। এক কানাডা প্রবাসী বাংলাদেশি বলেন, ’বর্তমান করোনা পরিস্থিতির মতো এরকম ভ/’য়া/বহ অবস্থা আর কখনো দেখিনি। আগে আমরা যখন-তখন ঘর থেকে বের হয়ে যেতে পারতাম বর্তমানে সরকার কা’রফি/উ জা/’রি করেছে রাত ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত। যার কারণে যে যা কিছুই করি সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে যায়।’ শুধু কানাডা নয়, করোনার সেকেন্ড ওয়েভের কারনে অনেক দেশে নতুন করে লক ডাউন দেওয়া শুরু করেছে। তবে শীতের তী’/ব্র/তা কমলে করোনার প্র’/কো/প কিছুটা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার কারনে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন প্রবাসীরা। অনেকেই কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন এবং একটি সুন্দর স্বাভাবিক দিনের জন্য প্রহর গুনছে
সংক্রমণ বাড়ছে ইন্দোনেশিয়াতেও। একদিনে ৫৬ হাজার ৭৫৭ জন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে সেখানে মোট আক্রান্ত ২৭ লাখ ২৬ হাজার ৮০০ জন ছাড়িয়েছে। আর একদিনে ৯৮২ জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট মৃতের সংখ্যা ৭০ হাজার ১৯২ জন
টনটনে টস হেরে আগে ব্যাট করতে নামা আফগানিস্তানের শুরুটা অবশ্য দুর্দান্ত ছিল। উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন নুর আলি ও হজরতউল্লাহ জাজাই। দুজনই অর্ধশতকের আভাস দিয়েছিলেন। পারেননি একজনও। নুর আলি ৩১ এবং জাজাই ৩৪ রানে ফিরে গেছেন
এর আগে গানটি সম্পর্কে তানিশক বাগচি বলেছিলেন, ‘ওলে ওলে ২.০’ নতুন ভার্সন হলেও মূল গানটিও অনুভব করতে পারবেন শ্রোতা। সাব্বির আহমেদের সঙ্গে তিনি এর আগেও বেশ কয়েকটি গানে কাজ করেছেন। এবারের গানটিও শ্রোতা পছন্দ করবেন
ওয়েব ডেস্ক : ভারত - অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে বল গড়ানোর আগে নতুন বিতর্ক
মৌজাশাখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়।মো:আব্দুল হামিদ,প্রধান শিক্ষক,মিস্ত্রীপাড়া ইবতেদায়ী মাদ্রাসা।মো:আব্দুল মজিদ,সহকারী শিক্ষক, খানাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়।মো:মেহেদী হাসান,পল্লি সঞ্চয় ব্যাংক, সংগঠনটি কিছুদিনের মধ্যে বিভিন্ন উন্নায়নমূলক কাজ করে এলাকায় তথা পুরা কালীগঞ্জ উপজেলায় তাদের নাম ছড়িয়ে গেছে। পিরোজপুরের কৃর্তিসন্তান,মেধাবী সফল কুটনৈতিক ব্যক্তিত্ব মান্যবর রাষ্ট্রদূত (ইতালী)জনাব শামীম আহসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পিরোজপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক সুমন মুজিবুর। সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কাজী। সহ সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন, কমিউনিটি ব্যাক্তিত্ব মানিক নিতাই সহ আরো অনেকে। দীর্ঘ আলাপচারিতায় কুশল বিনিময়ের পাশাপাশি ইতালি প্রবাসীদের সকল সমস্যা দ্রুত নিরসনের আশা ব্যক্ত করেন। ইতিমধ্যেই তার অনেক কার্যকরী পদক্ষেপের মাধ্যমে বাঙ্গালী কমিউনিটির মধ্যে ব্যাপক প্রশংসা ও সুনাম কুড়িয়েছেন তিনি। এদিকে ডুবাই প্রবাসী মতিউর রহমান শাহীন ও অভিনন্দন জানিয়েছেন ইতালী রাষ্ট্রদূত জনাব শামীম আহসানকে। তিনি বলেন শামীম আহসান আমাদের পিরোজপুর জেলা গর্ব। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রাম্য কোন্দল নিয়ে গ্রামছাড়া ৫০ টির অধিক পরিবার। ভুক্তভোগীদের সাথে কথা হলে এমনটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগকারীরা লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের ভুক্তভোগী ১/মো: টুটুল শেখ, পিং মৃত ফায়েক শেখ,২/রানী বেগম, স্বামী রিজাল মোল্ল্যা,৩/ রিবা বেগম,স্বামী কুটি শেখ,৪/ লিয়াকত শেখ, পিং মৃত বাচ্চু মিয়া,৫/ কুটি মিয়া শেখ,পিং মৃত ফায়েক শেখের পরিবার সহ আরো অনেক পরিবারের লোক অসহায় ভাবে বিভিন্ন এলাকায় ছেলে মেয়ে নিয়ে জীবন যাপন করছে। কিছু বাড়িতে আছে পুরুষ, কিছু বাড়িতে নেই, ফিরে যেতে পারছে না তাদের নিজ গ্রামে একটি সন্ত্রাসী বাহিনীর জন্য। এই সন্ত্রাসী বাহিনীরদের নামে বিভিন্ন মামলা আছে বলে জানায় অভিযোগকারীরা সরেজমিনে গিয়ে গ্রাম ছাড়া মো: লিয়াকত শেখ এর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন,তেলকাড়া গ্রামে দলাদলি নিয়ে বিরোধ ছিল। এটাকে কেন্দ্র করে, কিছু মাদক সেবনকারী,মাদক বিক্রেতা, চাঁদাবাজ,জুলুমবাজ, ডাকাত,দলের একটি চক্র তেলকাড়া গ্রামে আছে। এরা হলো ১/মো:নান্টু শিকদার,পিং মৃত আকু শিকদার,২/মো:ইমরুল মল্লিক, পিং মৃত গোলাম রসুল মল্লিক, ৩/মো: জিহাদ শেখ,পিং মৃত মহন শেখ,৪/মো: রিয়াজ শেখ পিং মৃত মুজিবর শেখ,৫/ সোহেল শেখ, পিং বায়েজিত শেখ,৬/ গিয়াস উদ্দিন খাঁ পিং মৃত আমজাদ হোসেন খাঁ,৭/শামিম ওরফে রাঙ্গা, পিং আবি আহমেদ শেখ, ৮/ শামিম মোল্ল্যা, ৯/ নুর আলম মোল্ল্যা,উভয় পিং মৃত ইয়ার আলী মোল্লা,১০/ ওসি মোল্ল্যা পিং নাছির উদ্দিন মোল্ল্যা, সর্বসাং তেলকাড়া, থানা লোহাগড়া:জেলা নড়াইল। এরা একটি সন্ত্রাসী বাহিনীর টিম, এদের অত্যাচারের আমারা গ্রামে যেতে পারছিনা, এরা বিভিন্ন সময়ে গ্রামে যেতে হলে চাঁদা দাবি করছে, চাঁদার টাকা না দিলে খেতে হচ্ছে মারধোর, এবং মহিলাদের ইজ্জত কেড়ে নেবে বলেও হুমকি ধামকী দিচ্ছে
ইংলিশদের আগে অবশ্য আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে মাশরাফিবাহিনী। সিরিজের প্রথম ম্যাচেই ৭ রানের জয় তুলে নিয়ে সিরিজ জয়ের ইঙ্গিত দিয়েছিল ম্যাশবাহিনী। দ্বিতীয় ম্যাচে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ক্রিকেটাররা চমক দেখায় স্বাগতিকদের। ২ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে। শেষ ম্যাচটি স্বভাবতই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছিল। ‘ডু অর ডাই ম্যাচে’ কোনো ভুল করেনি তামিম-সাকিবরা। ১৪১ রানের বিশাল ব্যবধানে প্রতিপক্ষ দলকে পরাস্ত করে সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করে। বছরটা শুরু হয়েছিল টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে চার ম্যাচের এ সিরিজটি ড্র হয়েছিল। প্রথম দুই ম্যাচে টাইগাররা জয় পেলেও পরের দুই ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজে ভাগ বসায় জিম্বাবুইয়ানরা। এরপর এশিয়াকাপে ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দেশের পাশাপাশি সংযুক্ত আরর আমিরাতকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছিল মাশরাফি-মুশফিকরা। শিরোপা নির্ধারনী ম্যাচে আবারো ভারতের কাছে হারতে হয়। এরপরই শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে অবশ্য নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি লাল-সবুজ জার্সীধারীরা। ২০১৬ সালটা ভালো-মন্দেই কেটেছে কাটার মাস্টার মুস্তাফিজের। বল হাতে দূর্দান্ত পারফর্ম করলেও বছরের মাঝামাঝি এসে ইনজুরিতে পড়ায় বাকী সময়টা ছিলেন মাঠের বাইরে। ইনজুরি তার জন্য হতাশার কারণ হলেও বছরের শেষে এসে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়ায় সব কষ্ট দূর হয়েছে তার। সাতক্ষীরা এক্সপ্রেসের এ পুরস্কার জয় আনন্দে মাতিয়েছে পুরো জাতিকে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো বার্ষিক পুরস্কার পেলেন বাঁহাতি এই পেসার। ২১ বছর বয়সী মুস্তাফিজের কাছে এটা বছরের সেরা উপহার। আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা আমাকে আসছে বছরগুলোতে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো বার্ষিক পুরস্কার জিতে আমি ভীষণ খুশি।’ গত বছর দেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল মুস্তাফিজের মতো ক্রিকেটারের সন্ধান পাওয়া। আর এ বছর শেষ দিকে এসে মেহেদী হাসান মিরাজের মতো অলরাউন্ডারকে পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটি প্রাপ্তি বলেই মনে করে ক্রিকেট বিশ্ব। ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়ার আগে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ১৯ বছর বয়সী এ ক্রিকেটারের
বাংলা অনুবাদ প্রথম এবং দ্বিতীয় অংশটি বাংলাদেশ থেকে "তাওহীদ প্রকাশনা" প্রকাশ করেছে। এটি ২৩ খণ্ডে প্রকাশিত হয়েছে
শৈবধর্মে, আত্ম-উপলব্ধি হল স্ব-ঈশ্বর পরশিবের প্রত্যক্ষ জ্ঞান। আত্ম-উপলব্ধি (নির্বিকল্প সমাধি, যার অর্থ "রূপ বা বীজ ছাড়া পরমানন্দ" বা অসমপ্রজ্ঞা সমাধি) চূড়ান্ত আধ্যাত্মিক প্রাপ্তি হিসাবে বিবেচিত হয়
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, কারাদণ্ডাদেশ দেওয়ার পর পরই মোশাররফকে জেলা কারাগারে পাঠানো হয়েছে
এভরা বলেছেন, ‘ইসলাম থেকে শেখার অনেক কিছু আছে। এখন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের জন্য এ ধর্মকে দোষারোপ করা হচ্ছে। সেই ক্ষণে আমি বলতে চাই- ইসলাম শান্তির ধর্ম।’ ইসলামের প্রশংসা করায় ইতিপূর্বে বাবার কাছে বকা খেয়েছেন এবং পরিবারের আপত্তি উপেক্ষা করেও তিনি ইসলামের দৃঢ় বিশ্বাস আঁকড়ে রাখতে চান, ‘বাবার কাছে ইসলাম গ্রহণের ইচ্ছা পোষণ করায় বকা খেয়েছি। একপর্যায়ে বাবা জানতে পারেন, আমি ইসলামের প্রশংসা করছি। পরিপ্রেক্ষিতে উনি আমার ওপর রেগে যান এবং আমাকে বকাঝকা করেন। কারণ একটাই- আমার বাবা একজন ক্যাথলিক
ম্যাচ শেষে রাজশাহীর ক্রিকেটাররা যখন নির্বাক দাঁড়িয়ে মাঠের বাইরে, ঢাকার ক্রিকেটাররা তখন দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছে মাঠ প্রদক্ষিণ করে। খানিক পর মাঠের এক প্রান্তে ডিজে মঞ্চে উঠে ব্রাভো হাতে তুলে নিলেন মাইক্রোফোন, গ্যালারি মাতালেন তার ‘চ্যাম্পিয়ন’ গানে
কোভিশিল্ড ভ্যাকসিনকে মান্যতা দেয়নি ব্রিটেন। ভারত সহ বেশ কয়েকটি দেশ ও উপমহাদেশ থেকে সেদেশে গেলেই থাকতে হবে ১০ দিনের সেল্ফ কোয়ারেন্টিনে। তারমধ্যেই কোভিড পরীক্ষাও বাধ্যতামূলক। ফলে ব্রিটেন যাওয়া এখন সমস্যা হয়ে উঠেছে ভারতীয়দের পক্ষে। রানির দেশের এই নীতির বিরুদ্ধে এবার কড়া প্রতিক্রিয়া দিল নয়াদিল্লি। ব্রিটেনের নীতি ‘বৈষম্যমূলক’ বলে দাবি করেছেন বিদেশ মন্ত্রকের সচিব হর্ষবর্ধন শ্রিংলা
মসজিদের প্রবেশপথটি ফতেপুর সিকরির বুলন্দ দরজার অনুরূপ। এটি তৈরির সময় টোলপুর থেকে গ্রানাইট পাথর আনা হয়েছিল। মসজিদের ভিতরে সূক্ষ্ম অলঙ্কার এবং শৈল্পিক কল্পনার একটি চমত্কার মিশ্রণ রয়েছে
বাংলাদেশ ভূগোল পরিষদের প্রতিষ্ঠাতা প্রফেসর নাফিস আহমদের স্মর‌ণে প্রতি বছর নিয়মিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের (এম.এসসি) শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী‌কে পরিষদ নাফিস আহমদ মেমোরিয়াল এওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেনওয়া হ‌য়ে‌ছে এবং ড. এএইচ রিজভীর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণির শ্রেষ্ঠ শিক্ষার্থী‌কে রিজভী মেমোরিয়াল এওয়ার্ড প্রদান করা হয়। এখা‌নে কো‌নো বেতনভুক্ত গবেষক না থাক‌লেও পরিষদের সদস্য ও শিক্ষার্থী গবেষকদের আর্থিক সহযোগিতা এবং লাইব্রেরি সুবিধাও দেওয়া হয়ে থা‌কে। এ পরিষদের নিজস্ব একটি লাইব্রেরি আছে এবং সেখা‌নে গবেষণামূলক গ্রন্থ এবং দেশ বিদেশের ভূগোল ও সংশ্লিষ্ট বিষয়ের জার্নাল সংরক্ষণ করা হয়ে থা‌কে। এই লাইব্রেরি পরিষদের সদস্যরা যা‌তে ব‌্যবহার কর‌তে পা‌রেন তাই কর্মদিবসগুলোতে খোলা থাকে। অনুমতি সা‌পে‌ক্ষে অন্যরাও লাইব্রেরিটি ব্যবহার করতে পারে
কথায় আছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবার চাই। জগতে অনন্তকাল ধরে মানুষ বেঁচে থাকতে চায়। আপনি কত বছর বাঁচবেন তা অনেকাংশে নির্ভর করে আপনার খাওয়া-দাওয়া ও জীবনযাপনের ওপর। সুপরিচিত বিজ্ঞানী এবং স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ডাঃ জেমস ডি নিকোলান্তোনিও সম্প্রতি পাঁচটি খাবারের একটি তালিকা করে বলেছেন, এই খাবারগুলো শতবর্ষ বাঁচতে সাহায্য করবে। চলুন খাবারের তালিকা জেনে নেওয়া যাক
ম্যাগাজিনের ফেব্রুয়ারি সংখ্যার নাম হল 'হ্যাপি ইস্যু'। অর্থাৎ, সেই কথা যা আপনার মুখে হাসি ফোটাবে। সেখানে দীপিকা এমন কিছু বিষয়ে কথা বলবেন, যা তাঁর অনুরাগীদের কাছে এখনও পর্যন্ত অজানা। পাশাপাশি, বিষণ্ণতা নিয়েও মুখ খুলবেন তিনি
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে
দৌঁড়াচ্ছে মধু হাজী…………! কালভার্টের কাছে এসে পিছনে তাকিয়ে দেখলো কেউ নেই-হঠাত সচেতন হয়ে উঠলো; কেউ দেখে নাইতো! সামনে পাটোয়ারী বাড়ী-ওহাব পাটোয়ারী একসময় ইয়ারদোস্ত থাকলেও এখন সে হয়ে গেছে দুশমন। তার লোভ আছে পৌরসভা বিল্ডিংয়ের উপর। আগে ছিলো কমিশনার আর তলে তলে বাকশালী। এখন কিছুটা চুপ-চাপ থাকে। ব্যবসা-বানিজ্যে মন দিয়েছে। পাটোয়ারী বাড়ীর কালভার্টের কাছে আসতেই দেখা হলো পাটোয়ারী বাড়ির ছোটো ছেলে-মধু হাজী ঠিক তার নাম জানেনা। উদ্ভ্রান্ত মধু হাজীকে দেখে গোল চশমা পরা ছেলেটা ভয়ে ভয়ে তাকালো।হালকা-পাতলা সুন্দর একটা ছেলে
রাজকোটে পৃথ্বীর ইনিংস দেখে মনে হয়েছে ব্যাকফুটে দারুণ দক্ষতা রয়েছে। শট খেলতে অনেক সময় পান। বিদেশের মাটিতে এই দক্ষতা কার্যকরী হতে পারে
দুর্গাপুজোর মতো দীপাবলিতে বাজির ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা নিয়ে সরব হয়েছে চিকিৎসক সংগঠনগুলি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে চিঠি লিখে পদক্ষেপের আর্জি জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের করোনা সংক্রান্ত উপদেষ্টা কমিটির তরফেও এই বছর দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে বিধিনিষেধ আরোপের আর্জি জানানো হয়েছে। এই বিষয়ে কি করা হবে তা নিয়ে পরিকল্পনা করছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা
১৯৬১ সালে আঘাতের জন্য তিনি খেলোয়াড় হিসেবে অবসর নেন এবং সে বছরেরই মে মাসে ওয়েমাউথ ফুটবল ক্লাবের খেলোয়াড়-ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন। ১৯৬৫ সালে তিনি টরকুয়ে ইউনাইটেডের ম্যানেজার হন। প্রথম মৌসুমেই তিনি দলকে এক ধাপ ওপরে উন্নীত করেন এবং পরের দুইটি মৌসুমে ৬ষ্ঠ ও ৭ম অবস্থান দখল করেন
এ বিষয়ে গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভুইয়া বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বোমা না অন্য কিছু, এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম আসার পর বোমাসদৃশ্য বস্তুটি নিয়ে কাজ শুরু করা হবে
অনেক রকম শরবতের নাম শুনেছেন। অনেক রঙের শরবতও দেখেছেন। তবে গোলাপের শরবত হয়তো অনেকে এই প্রথম শুনে থাকবেন। চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন তৃপ্তিকর গোলাপের শরবত
হাসপাতালের একমাত্র ডাক্তার কানুবাবু রোগী দেখেন কোয়ার্টারে বসে । একটা ফিফটি সিসি হোন্ডা সামনে দুটি সাদা পাখনা ছড়িয়ে রাজহাঁসের মত দাঁড়িয়ে আছে । কানুবাবু সাদা এপ্রোন গায়ে চাপিয়ে হোন্ডায় চড়ে রাজহাঁসের মত ছুটে বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখেন । এখানকার মানুষ কোয়ার্টারকে সরকারি হাসপাতাল মনে করে ডাক্তারকে ভিজিট দিতে চায় না । তাই বাড়ি গিয়ে রোগী দেখার প্রতি কানুবাবুর আগ্রহ বেশি । ইঞ্জেকশন পুশ আর তেল খরচ দেখিয়ে অন্তত কিছু ভিজিট উদ্ধার করা যায়
দেশটিতে মত প্রকাশের স্বাধীনতার উপর কোরেয়ার হামলা চালানো এই প্রথম নয় [6]। তিনি এ বছরের একেবারে শুরুর দিকে কার্টুনিস্ট জ্যাভিয়ার “বোনিল” এবং সংবাদপত্র “ এল ইউনিভার্সিও [6]“-এর সাথে একই ধরনের সাংঘর্ষিক এক ঘটনায় জড়িয়ে পড়েন, যার ফলে উভয়ে সরকারের নিন্দা করে প্রকাশ করা কয়েকটি কার্টুনের জন্য আইনি মামলার সম্মুখীন হয়
টানা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে আসাম রাজ্যে। এমন বিপর্যস্ত জনজীবন কাটাচ্ছে তারা। কিন্তু এমন পরিস্থিতিতে দেখা যায় ভিন্ন এক দৃশ্য
অনুষ্ঠানে জেলা মৎস্য দপ্তরের সহকারী অধিকর্তা অলোকনাথ প্রহরাজ জানান, বাড়িতে সামান্য অ্যাকোয়ারিয়াম বা ছাদের উপর সহজেই মাছের চাষ করা যেতে পারে৷ মাছ চাষের প্রতি ছাত্রীদের আগ্রহ বাড়াতে একদিনের প্রশিক্ষণ শিবিরে ব্যবস্থা করা হয়েছে। মাছ কীভাবে রাখা হবে এবং কী ধরনের খাবার দিতে হবে, তা হাতে কলমে শেখানো হয়েছে ছাত্রীদের। গোল্ড ফিস, অ্যাঞ্জেল ফিস, গৌরামি ফিস-সহ অন্যান্য রঙ্গিন মাছ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল
দীর্ঘদিন পর মাঠ উত্তাল করতে চায় বিএনপি, মহাসমাবেশের ঘোষণা — Shodesh 24 দীর্ঘদিন পর মাঠ উত্তাল করতে চায় বিএনপি, মহাসমাবেশের ঘোষণা — Shodesh 24 তিনি বলেন, ৬ সিটি এলাকার জনগণকে ভোট কারচুপির বিষয়ে জানাতে আমরা ৬ সিটিতে সমাবেশ করব। প্রথম সমাবেশ হবে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে। এরপর ধারাবাহিকভাবে বরিশালে হবে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, ১ মার্চ রাজশাহী ও সবশেষ ৩ মার্চ ঢাকা উত্তর ও ৪ মার্চ ঢাকা দক্ষিণে সমাবেশ হবে। সংবাদ সম্মেলনে ৫ প্রার্থী তাদের সিটি নির্বাচনে কীভাবে ভোট কারচুপি হয়েছে সে বিষয়ে কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন, সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহীর মেয়র প্রার্থী সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন। তবে এ সময় খুলনার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মনজুকে দেখা যায়নি। আরো উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম আজ ভাসানচরে যাচ্ছেন আরো প্রায় ১ হাজার ৬ রোহিঙ্গা। চতুর্থ দফার ২য় ধাপে মঙ্গলবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে তাদেরকে নেয়া হচ্ছে ভাসানচরে। ৪র্থ দফায় ধাপে ধাপে প্রায় ৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হবে বলে জানিয়েছেন স্থানান্তর প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তারা। এরআগে সোমবার তাদের উখিয়া আশ্রয় শিবির থেকে চট্টগ্রামে নিয়ে রাতে রাখা হয় বি/এ/এফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন, ২৯ জানুয়ারি তৃতীয় দফার (প্রথম অংশে) ১ হাজার ৭৭৮ জন, ৩০ জানুয়ারি তৃতীয় দফার (দ্বিতীয় অংশে) ১ হাজার ৪৬৪ জনসহ এ পর্যন্ত ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তর করা হয়েছে ৭ হাজার রোহিঙ্গা। নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তরের জন্য নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ১৩ হাজার একর আয়তনের ওই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী

Dataset Card for "sample_db"

More Information needed

Downloads last month
0
Edit dataset card