text
stringlengths 1
2.58k
| label
int64 0
5
|
---|---|
এই নাটকটি হচ্ছে ১৯৯৩ সালের। কিন্তু তখন ইউটিউব ছিলোনা। ইউটিউব আবিষ্কার হয় ২০০৫ সালে। নাটকটি অনেক পুরনো তবুও ২০২১-এর পর থেকে আমরা কে কে শখ করে দেখতেছি!? | 3 |
২০২১ সালে যারা “ কোথাও কেউ নেই ” দেখতে আসে - তাদের রুচির প্রশংসা না করে পারছি না | 5 |
বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নাটক "কোথাও কেউ নেই | 3 |
এতো সুন্দর নাটক আগে কখনো দেখা হয় নাই,2021 সালে দেখলাম
বেশ কয়েকবার চোখের জল ধরে রাখতে পারি নাই নাটকটা দেখে
বাংলাদেশের শ্রেষ্ঠ নাটক | 3 |
কখনো চিন্তাও করিনি জন্মের ৭-৮ বছর আগের নাটক দেখবো তাও আবার ভালোবাসা নিয়ে
২৭/০৯/২১ থেকে যারা প্রথম দেখবেন লাইক দিবেন কমেন্টে.. | 5 |
আসলেই দিন শেষে আমরা সবাই একা সত্যি জন্মের ১০ বছর আগে একটি নাটক দেখে অনেক কিছু বুঝতে ও শিখতে পারলাম ৭/০১/২০২২ | 3 |
29 বছর পর আজকে দেখলাম(১৫,০২,২২)।বাবার মুখে এই নাটকটির কথা অনেক শুনেছি। শুনেই দেখার ইচ্ছা হত। আজকে দেখেই ফেললাম।দেখে সত্যিই খুব ভালো লাগছে | 3 |
সত্যের জয় সবসময় হয় নাহ্! এমন হাজারও বাকের আছে মিথ্যের কারণে চলে যেতো হয়!
সত্যি কোথাও কেউ নেই! | 4 |
এখানে কেউ দ্বিমত পোষণ করতে পারবে না যে এটা বাংলাদেশের সেরা নাটক,
কি নিদারুণ অভিনয় করেছে সবাই, | 3 |
-২০২২ সালে এসেও কারা কারা হুমায়ূন আহমেদ স্যারের কালজয়ী নাটকটি দেখছেন তারা লাইক দিন | 3 |
শেষটা এমন হবে জানলে নাটকটা দেখতাম না হাসতে হাসতে কষ্ট পাচ্ছি, কষ্ট শেষ না হতেই আবার হাসতেছি, পরিশেষে অনবরত দুচোখ দিয়ে পানি পরতেছে। কি অসাধারণ নাটক! এখনো মনে হয় নাটকটা থেকে বের হতে পারছি না বাকের ভাইকে ফাঁশি না দিলেও পারতো মুনার জন্য খুব কষ্ট লাগতেছে | 4 |
2022 সালে কে কে দেখতেছেন হুমায়ুন স্যারের এই অসাধারণ সৃষ্টিটি?? | 3 |
নাটকটি দেখে কান্না চলে আসছে।।শুধু "মুনা"আর বাকের ভাইয়ের কথা মাথায় ঘুরছে।।।বাকের ভাই ফাসি ঠেকাতে আন্দোলন করতে মনে চাচ্ছে।।। সেরা নাটক | 5 |
মুনাকে একা রেখে সবাই চলে গেছে। নাটকের শেষ দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। তখনই বুঝলাম নাটকের নাম কেনো, কোথাও কেউ নেই। | 4 |
1993, আমার বয়স তখন দশ বছর, তখনই এতো ভালো লেগেছিল নাটকটা, এই নাটকে দুটো ম্যসেজ আছে বর্তমানের জন্য, ১. মধ্য বিত্তদের জীবন প্রকৃত অর্থে এমন ২.মাস্তান শুধু খারাপ কাজের জন্য নয় ভালো কাজের জন্য ও হওয়া যায়। | 3 |
গল্প আর অভিনয় দিয়ে যে অতি সহযজেই মানুষের চোখের জল ঝরানো সম্ভব এটি তার বাস্তব প্রমান... | 3 |
দুই দিন থেকে দেখতে দেখতে এখন রাত্রি 2:18 তে কাঁদতে কাঁদতে শেষ করলাম আপনার বেশির ভাগ নাটকেই কেন কাঁদতে হয় স্যার (লেখা- হুমায়ুন আহমেদ স্যার)। | 4 |
এই নাটকটি হচ্ছে ১৯৯৩ সালের,কিন্তু বর্তমান সময়ে ও মনজয়ীকারি একটি নাটক। | 3 |
হয়তো আমাদের এই জেনারেশন, সময় নিয়ে এই নাটক টা দেখবে না। কিন্তু হুমায়ুন আহমেদ স্যার এর এই নির্মাণ যে একবার দেখেছে সে কখনো ভুলতে পারবে না। | 5 |
-২০২২ সালে এসেও যারা হুূমায়ুন আহমেদ স্যারের কালজয়ী এই নাটক টি দেখছেন তাদের রুচিবোধের প্রশংসা করতে হয়, যারা দেখছেন তারা লাইক দিন! | 3 |
আবুল হায়াত স্যারের মতো আমাদের অনেকর বাবা অল্পতেই রেগে যান।কিন্তু তাদের মন অনেক কোমল যা কাছে না থাকলে বোঝা যায় না।
বেঁচে থাকুক আমাদের বাবারা | 3 |
আজ রবিবার হলো অট্টহাসির নাটক আর নক্ষত্রের রাত হলো মুচকি হাসির নাটক। | 3 |
এই নাটকগুলো দেখলে মনটা শান্তি হয়ে যায়, মনে হয় না পৃথিবীতে কোন অশান্তি আছে,মন চায় আগের দিনগুলোতে ফিরে যাই,ডিজিটাল পৃথিবী চাইনা, আগের দিনগুলো চাই। | 3 |
অামাদের পরের প্রজন্ম হয়তো এসব কোনোদিন দেখবেনা কিংবা এই প্রিয় মুখগুলোকেও চিনবেনা... কিন্তু অামরা কোনোদিন এসব সোনালী দিন ভুলতে পারবোনা... স্মৃতি রেখে গেলাম
০৫.১২.২০২০ | 3 |
আহারে!!!!
এখনকার অভিনেত্রীদের সবার শমীর অভিনয় দেখে শেখা উচিত। | 1 |
এই বাড়ির বড় মেয়ের মতো যদি প্রত্যেকটি মেয়ের মন মানসিকতা থাকত তাহলে দেশের দুর্নীতিবাজদের সংখ্যা অনেক কমে যেত | 3 |
রাত৮.০০ থেকে শুরু করে সকাল ৬.৫৫ am পর্যন্ত নাটকটি দেখে শেষ করলাম। আমি অভিভূত।
প্রতিটি সেকেন্ড এমন যাদুকরী মনে হয়েছে যে, সম্পূর্ণ নাটক না টেনেই দেখেছি।
অনবদ্য অভিনয় করেছেন আবুল হায়াত, আব্দুল কাদের ও আসাদুজ্জামান নূর।
শমী কায়সারের অভিনয়ও চমৎকার হয়েছে।
তবে বাকের ভাই খ্যাত "কোথাও কেউ নেই" নাটকের সূবর্না মুস্তফার অভিনয়ে আমি তার প্রেমে পড়েছি। | 3 |
৫০ বছর পরেও মানুষ এইসব নাটক খুজে দেখবে...... | 3 |
আচ্ছা মা, পিঁপড়ার মৃত্যুতে বাবা এত আপসেট হলো কেন? আপসেট হবে তো ওই পিঁপড়ার আত্মীয় স্বজনরা!!
_মজা পেলাম | 3 |
স্যারের যে নাটকই দেখি,মনে হয় এটাই সেরা । আসলে তাঁর প্রত্যেকটি কর্মই অনন্য। | 3 |
এরকম নাটক বারবার দেখেও বিরক্ত লাগে না, এমন লেখক আর দ্বিতীয় একজন হবে না, যার নাম হুমায়ুন আহমেদ আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।। | 3 |
এতো সুন্দর নাটক আমাদের দেশে হয়েছিল,,, না দেখলে বিশ্বাস করতে পারতাম না,,,এই প্রথম দেখলাম। | 3 |
আমি এই প্রজন্মের।কিন্তু বিশ্বাস করুন আমি আমার প্রজন্মের নাটক দেখা বন্ধ করে দিয়েছি।অতিরিক্ত ভাঁড়ামো,অশ্লীল সংলাপ আর রোমান্টিক প্যাচপাচানি বিরক্ত করে তোলে এই প্রজন্মের নাটক গুলো।তাই আমি হুমায়ুন স্যার,বৃন্দাবন দাসদের নাটকই বেছে নিয়েছি নিজের বিনোদন হিসাবে | 1 |
এই বহুব্রীহি নাটক তো বাদ যেতনা,প্রতিটা পর্ব দেখেছি। | 3 |
হুমায়ুন আহমেদ স্যার এর কালজয়ী সব নাটকের মধ্যে উড়ে যায় বকপহ্মী, আজ রবিবার,নহ্মত্রের রাত দেখা শেষ, এছাড়া আরো অনেক হ্মুদ্র নাটক দেখেছি।এখন শুরু করলাম বহুব্রীহি। | 3 |
আগের দিনের বাংলাদেশ এখনকার ইউরোপ এর মত মনে হয় আমার কাছে, সবকিছুর একেকটা নিয়ম দেখতে পাই এই নাটক গুলোতে এত সুন্দর সাজানো গোছানো ছিল আগের সময় টা | 3 |
আহা সোনালী দিনের নাটকগুলি কতই না সুন্দর ছিল দেখার জন্য বসে থাকতাম সপ্তাহের পর সপ্তাহ | 3 |
বহুব্রীহি আজকে থেকে আবার দেখা শুরু করলাম হুমায়ূন আহমেদ এর নাটকগুলা ড্রাগের মতো একদম | 3 |
মই ১০/১২ বছৰ মানৰ আছিলো যেতিয়া এই নাটক খন বাংলাদেশ টেলিভিচনত সম্প্ৰচাৰিত হৈছিল৷ ১৯৮৭/৮৮ মানৰ কথা হব৷ মই ভাৰতীয় ৷ কিন্ত মোৰ চহৰ খন বাংলাদেশ সীমাত পৰে৷ বাংলা ভালকৈ বুজি পাওঁ৷ বাংলাদেশ টেলিভিচনৰ সম্প্ৰচাৰ আমাৰ অঞ্চলত আগৰদিনৰ দীঘল এনটিনা লগাই সুন্দৰকৈ উপভোগ কৰিছিলো৷ সেই সময়ৰ বিটিভিৰ অনুস্থান বোৰ বৰ উচ্চ মানৰ আছিল৷ 'ধীমান' নামৰ আন এটা কুইজৰ অনুস্থান আমাৰ বৰ প্ৰিয় আছিল৷ ১৯৯২/৯৩ মানৰ পৰা বটিভি চোৱাতো কমি আহিল৷ আগৰ সেই প্ৰকাণ্ড এনটিনা বোৰো নাইকিয়া হল৷ বহুবছৰ পাছত পুৰণা স্মৃতি ঘূৰাই পাই অতি আনন্দিত৷ ধন্যবাদ থাকিল৷ | 3 |
কি নাটক আর অভিনয় রে বাবা, দেখলে শুধু দেখতেই মন চাই। | 3 |
আম এর ব্যাপার খুবই হাস্যকর ছিল,,, হুমায়ুন আহমেদ এর বেশ কয়েকটা নাটক দেখে অন্য কারোর নাটক দেখার রুচি থাকে না,,,আসাদুজ্জামান নুর এর অভিনয় টা অসাধারণ | 3 |
রসিকতার ছলে হুমায়ুন আহম্মদ অনেক অপ্রিয় সত্য কথা অকপটে বলে গেলেও আমরা হয়ত তা অনুধাবন করতে পারিনি ।যেমন স্বাধীনতা যুদ্ধের ইতিহাস | 4 |
১০০ বছর পরও মানুষ এই নাটক দেখতে আসবে।না এসে উপায় নাই। কারণ একমাত্র হুমায়ুন আহমেদ ই আছেন, যিনি কিনা হাস্যরসের মাধ্যমে সমাজের দোষ ত্রুটি প্রদর্শন করতে পারেন। | 5 |
কি অসাধারণ অভিনয় ছিল তাদের প্রতেকের!!আর এখনের অভিনয় শিল্পীদের অভিনয় দেখলে(অল্পকিছু ছাড়া) বিরক্ত লাগে।খুব ভালো লাগলো আগের দিনের নাটক,নাটকের পুরনো কালের গ্রাম ও শহরের দৃশ্যগুলো দেখলে মন ভরে যায়মনে হয় কেন এতো আধুনিক পৃথিবী হচ্ছে!কতোই না সুন্দর ছিল ৯০,৮০ বা তারও আগের দশকগুলোআমার দেখা ৯০ দশকের দিন গুলোতে আবার ফিরে যেতে ইচ্ছে হয় | 1 |
এমন একটি উদ্যোগের জন্য বিটিভিকে জানাই আন্তরিক ধন্যবাদ। তবে একই সাথে প্রতিটি পর্বের কাটাছেঁড়া অংশ মনে হতাশার জন্ম দেয়। বুঝতে পারি, অংশটি নষ্ট হয়ে গেছে। এমন মাস্টারপিস জিনিসগুলো কতটা অবহেলায় থাকলে এগুলোর এই দশা হয়, সেটা ভেবে রাগও লাগে। উত্তম কুমারের ১৯৫০ এর ছবিও এখনো ঝকঝকে, অথচ ৮০র দশকের এই নাটকগুলোর কী হাল করেছেন আপনারা। সত্যিই বিচিত্র ঔদাসীন্য আমাদের। জাতিগতভাবেই আমরা কেয়ারলেসলি ইউজলেস। এভাবে বলার জন্য দুঃখিত। কিন্তু হুমায়ুন আহমেদের এই বিরল সম্পদের যে অবহেলা আপনাদের হাতে হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। এগুলো যথার্থই সম্পদ ছিলো। আহ। | 1 |
এই নাটক গুলো দেখার পর বর্তমানের শুধু নায়ক এবং নায়িকার প্রেম নেকামো নাটক জাস্ট অখাদ্য অশ্লীল লাগে। | 1 |
জনগণের ক্রিটিকাল থিংকিং এবিলিটি প্রয়োজনীয়তার তলানিরও নিচে। আই ওয়াশ আর সার্কাজমে এরা বেশি উৎসাহী। | 1 |
উন্নয়নের গল্প শুনাইতে আসেনাই কেই এখনো আপনাকে? কেউ এখনো পদ্মা সেতুর খাম্বা খাইতে বলে নাই। | 1 |
বারী স্যার আর নাই !! আল্লাহ্ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন । | 4 |
একদম একদম সত্যি কথা। এইটা খুব কষ্টকর। জাস্ট এই ফিল টা যদি সবাই নিতো,বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যেতো। | 4 |
শ্রীলংকা সরকার বিভিন্ন ধরনের কঠোর পদক্ষেপ নিয়ে জনগণের অসন্তোষকে সাময়িকভাবে থামাতে পারবে, কিন্তু সমস্যার সমাধান না হলে তা আবার বিস্ফোরিত হবে তখন আর তা থামানো সম্ভব হবে না। শ্রীলঙ্কা সরকারের ব্যর্থতার কারণে সম্ভাবনাময় দেশটি আজ দেউলিয়ার দ্বারপ্রান্তে। শ্রীলংকার এই তীব্র অর্থনৈতিক সংকট দেশের সর্বস্তরের জনগণকে আক্রান্ত করেছে। এই সংকট থেকে মুক্তি পেতে শ্রীলঙ্কাকে দীর্ঘ জটিল পথ পাড়ি দিতে হবে। | 2 |
মার থেকে মাসীর দরদ বেশি হলে এটাই হয় , বেশি চাইনা চাটা হয়ে গেছিলো এখন বোঝ । দেখ কেমন লাগে | 0 |
দুবাই, সিঙ্গাপুরকে ছাড়িয়ে অতিরিক্ত উন্নয়নের ফলাফল। আয়ের চেয়ে ব্যয় বেশি হলে, ঋন বেশী হলে এমন হওয়াটাই স্বাভাবিক | 1 |
বাংলাদেশের সময় ঘনিয়ে আসছে।
বেশিদিন দেরি নাই। | 2 |
সমৃদ্ধ একটা দেশ , আন্তর্জাতিক পলিটিক্সের কারণে ধবংস হতে চলেছে | 4 |
যেহেতু আমাদের অর্থনীতি রেমিট্যান্স ও গার্মেন্টস নির্ভরশীল সুতরাং শ্রীলঙ্কার এই করুণ পরিনতি থেকে বাংলাদেশ কে আগাম সতর্কতা অবলম্বন ও শিক্ষা গ্রহণ করা উচিৎ। | 2 |
ভালো নেত্রীত্ব দেশের উন্নয়ন সমৃদ্ধি আনতে পারে। শ্রীলঙ্কার এই পরিস্থিতি জন্য ক্ষমতাসীনরা দায়ী। | 0 |
এমন দমন পীড়ণ করে কি দূর্ভিক্ষ আর জন অসন্তোষ সামাল দেয়া যাবে! ক্ষুধার্ত মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ কোনো কিছু দিয়েই শান্ত রাখা যায় না। | 0 |
৫ থেকে ৬ ঘন্টা দীর্ঘলাইনে দাঁড়িয়েও অধিকাংশ মানুষকেই ফিরতে হচ্ছে খালি হাতে | 2 |
দেশ যখন মানুষরুপী শুয়োরেরা চালায়। | 0 |
আমার কাছে মনে হয় এ ঘটনার পিছনে অন্য ঘটনা থাকতে পারে, এই অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া উচিৎ | 2 |
আশ্চর্য!এই সামান্য কথাতেই থানায় ডাইরি..?
তার অন্তরালে কোনো কিছু লুকানো আছে এই বিষয়টি ভালো করে খতিয়ে দেখা উচিত। | 5 |
হয়তো ভাইরাল হওয়ার ক্ষুদ্র প্রচেষ্ঠা | 1 |
এটা মিথ্যা অভিযোগ ছাড়া কিছুই নয়!! নিশ্চয়ই কাউকে ফাঁসাতে ষড়যন্ত্র চলছে | 2 |
কঠোর নিন্দা জানাই এবং এর বিচারের দাবি জানাচ্ছি | 0 |
আইনের আওতায় এনে চাকরি থেকে বরখাস্ত করা হউক | 0 |
কিচ্ছু হবে না।পুলিশের শাস্তি বদলি, না হয় প্রত্যাহার। সরকার পুলিশের ভয় পায়। | 2 |
এগুলো ইচ্ছেকৃত একটা ইসু তৈরি করা। দুই কৃষকের আত্মহত্যা, দেশের বিরোধী দলগুলোর আন্দোলন ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ধামাচাপা দিতে, জনগণ ও মিডিয়ার নজর অন্যদিকে মুভ করানোই মূল উদ্দেশ্যে কিছু দিন পরপর একটা ঘটনা ঘটানো হচ্ছে ।
এই যুগে এসে মানুষ এতো বোকা নাই এখন আর | 1 |
ওই পুলিশ সদস্যকে ডপ টেস্ট করানো হোক
তাহলে এত উত্তেজিত হবার কারণ জানা যাবে | 0 |
কোন পুলিশ সদস্য এ রকম ফালতু বিষয়ে নাকগলিয়ে নিজের বিপদ ডেকে আনবে বলে মনে হয় না! তবে যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে তা নিন্দনীয়! | 0 |
দেশে হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। | 2 |
নিজের গায়ে চিমটি লাগলে ব্যথা লাগে ,অপরের গায়ে চিমটি দিলে ব্যথা লাগেনা | 1 |
এ ঘটনার পিছনে হয়তো অন্য কোন ঘটনা আছে নয়তো মহিলা ভাইরাল হতে চায়। | 2 |
ঘটনার সত্যতা সঠিক ভাবে যাচাই করা হোক,,বিষয়টা অন্য কিছুতো হতে পারে,,, | 2 |
পুলিশের কাছেও নারীরা নিরাপদ নয় | 4 |
এরা জন্মগত ভাবেই ইতর তাই আত্মহত্যার পথ বেছে নেয় | 0 |
বাঙালি যত নিজের কালচার থেকে সরে সরে গিয়ে যত ওই পশ্চিমা বস্তাপঁচা কালচার আমদানি করবে তত আরও ভয়াবহ পরিস্থিতি দেখতে হবে। | 2 |
একজন সন্তানের বাবা হিসেবে মনে করি মেয়েটার মনে অনেক অভিমান জমেছিল, যা চাইলেই ঠিক করা যেতো একটু ভালোবাসা স্নেহ দিয়ে। আফসোস মেয়েটা মা বাবা ভাইয়ের এই কথা সবার আগে জানার কথা ছিলো কিন্তু তারা বুঝলোই না। | 4 |
সব বাচ্চারা সেইম নয় । মানসিক চাপ নেওয়ার মতন অবস্থাও সব বাচ্চাদের থাকেনা । | 4 |
আরেহ্ হাতের পাঁচ আঙ্গুল সমান হবে না । আমরা বড় মানুষরাও তো নানা মানসিক চাপে মুষড়ে পরি । | 5 |
শুধু একতরফা ভাবে সন্তান কে দোষারোপ বন্ধ করুন । | 1 |
সকলেরি ই সমস্যা থাকবে তাই বলে মরতে হবে এটা কোন সমাধান না। | 5 |
যে সুইসাইড করে বা করতে চায়, সে সাইকোলজিক্যাললি অসুস্থ,
আর এই সব অসুস্থ গুলারে যারা সাপোর্ট করে তারা হচ্ছে পটেনশিয়াল সাইকো | 0 |
এডমিন কেমনে এটারে সাপোর্ট করলো?
এই মানুষ গুলা আবার বিশাল বড় পোস্ট দেয়, " হাজারো কস্ট, বাধা পেরিয়ে মফিজ অসম্ভব কে জয়ী করেছে"
মফিজ এই হাজার বাধা দেখে কেনো সুইসাইড করলো না?
এই ডাবল স্ট্যান্ডার্ড মানুষ গুলাও পারে, এডমিন প্যানেল কারে দিয়ে এই লিখা লেখায়? | 0 |
এই বয়স তো আমরাও পার করে এসেছি,এর থেকে বড় ঝামেলা আমাদের হইছে। আর বর্তমানের পোলাপান গুলারে তো বাপ মা অনেক আদর করে মেবি এটাই সমস্যা। | 1 |
সুইসাইড করাকে জাস্টিফাই করছেন?! | 5 |
ক্লাস ১০ এ পড়া একটা ছেলে বা মেয়ে দুনিয়ার কি বুঝে? | 1 |
পুরাই বোকামি, এই পৃথিবিতে সম্যসা নাই এমন কোন মানুষ নাই। সকলেরি ই সমস্যা থাকবে তাই বলে মরতে হবে এটা কোন সমাধান না। | 1 |
প্যারেন্টিং না জেনেই শুধু চাপ প্রয়োগেই সব হবেনা । এইটুকু তো বুঝুন । | 5 |
আমার অনেক বন্ধু-বান্ধব আছে আনন্দমোহন কলেজে পড়ে
তাদের বাবা তাদেরকে স্বাধীনতা দিয়েছে লেখাপড়ার জন্য এবং একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছে এখানে,
কিন্তু এই স্বাধীনতা কি হলো ভালোর চেয়ে খারাপের দিকে বেশি যায়, | 2 |
এইসব দেশগুলো ধ্বংস করে সেইসব দেশের জনগণের দরিদ্ররা সুযোগ নিয়ে তাদের দিয়ে ধ্বংসলীলা ঘটাবে এবং পরে আমেরিকার মত তালেবান সৃষ্টি করে তাদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে হত্যা করবে। | 2 |
বিশ্ব রাজনী'তিতে আমে'রিকার অবস্থান সব সময় প্রথম দিকে ছিল বিধায়, পৃথিবীর অর্থনীতি আমে'রিকা কে কেন্দ্র করে আবর্তিত হত, আমে'রিকা তাদের ইচ্ছামতো স্বার্থ অনুযায়ী যখন যে দেশকে অব'রোধ দেওয়ার দরকার তা তারা দিত, এই ইউ'ক্রেন রাশি'য়া যু'দ্ধ, হয়তো সেই প্রভাব বলয় কিছুটা ভাঙতে সক্ষম হবে , যা আদতে পুরো বিশ্ববাসীর জন্য ভবিষ্যতে সুফল বয়ে আনবে | 3 |
মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির জন্য পশ্চিমা বিশ্ব দায়ী! তাদের অর্থনৈতিক আগ্রাসনের শিকার এসব দেশ! নিজেদের কতৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য মধ্যপ্রাচ্যে তাদের নগ্ন হস্তক্ষেপের কারণে আজ এই অর্থনৈতিক দুরবস্থা! | 1 |
যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না পৃথিবীতে তাই স্লোগান একটাই হোক যুদ্ধ চাই না শান্তি চাই পৃথিবীতে | 3 |
এক সময়ের ধনী সিরিয়ানরা এখন টাকার জন্য ভা*ড়াটে যুদ্ধা হিসেবে ই*উক্রেনে যু*দ্ধ করছে। | 4 |
যে কোনো যুদ্ধ মানব সমাজের ধ্বংস।কিন্তু চোখ দিয়ে অশ্রু আসেনা, কারণ ইরাক সিরিয়া আফগানিস্তান ফিলিস্তিন, এদের কান্না দেখে আমারও চোখের অশ্রুু প্রায় শেষ হয়ে গেছে। | 4 |
যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিৎ। পুতিন কে ক্ষমতা ছেড়ে দেয়া উচিৎ | 1 |
যুদ্ধেতো ধ্বংসযজ্ঞ হবেই, ফুলের বাগান করার জন্যতো আর কেউ যুদ্ধ করে না। | 1 |
পবিত্র এই মাহে রমজান মাসে আল্লাহ তায়ালা সকল যুদ্ধ বিদ্রোহ কে থামিয়ে দেন আবার পুনরায় শান্তি ফিরিয়ে দিন আল্লাহ তায়ালার নিকট এই কামনা করি। | 2 |
মানবতা নিভৃতে কাঁদে | 4 |
End of preview. Expand
in Dataset Viewer.
README.md exists but content is empty.
- Downloads last month
- 37