data
list
[ { "paragraphs": [ { "qas": [ { "question": "কত সালে ভারত উপমাহদেশ বিভক্ত হয়", "id": 700781, "answers": [ { "answer_id": 768790, "document_id": 1420275, "question_id": 700781, "text": "১৯৪৭", "answer_start": 1242, "answer_end": 1246, "answer_category": null } ], "is_impossible": false }, { "question": "কত শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলত?", "id": 700782, "answers": [ { "answer_id": 768791, "document_id": 1420275, "question_id": 700782, "text": "৫৪ শতাংশের", "answer_start": 390, "answer_end": 400, "answer_category": null } ], "is_impossible": false }, { "question": "কিসের ভিত্তিতে ভারত উপমহদেশ ভাগ হয়?", "id": 700784, "answers": [ { "answer_id": 768793, "document_id": 1420275, "question_id": 700784, "text": "ধর্মের ভিত্তিতে", "answer_start": 1554, "answer_end": 1569, "answer_category": null } ], "is_impossible": false }, { "question": "ভাষা আন্দোলন কত সালে?", "id": 700783, "answers": [ { "answer_id": 768792, "document_id": 1420275, "question_id": 700783, "text": "১৯৫২ সালে", "answer_start": 768, "answer_end": 777, "answer_category": null } ], "is_impossible": false }, { "question": "কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়?", "id": 700785, "answers": [ { "answer_id": 768794, "document_id": 1420275, "question_id": 700785, "text": "আবুল কাশেমের", "answer_start": 2061, "answer_end": 2073, "answer_category": null } ], "is_impossible": false } ], "context": "ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ\nভাষা আন্দোলন ছিল বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন । পরবর্তীকালে এই আন্দোলন অর্থনৈতিক ও\nরাজনৈতিক আন্দোলনের জন্ম দেয় । বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশের প্রথম পদক্ষেপ এই আন্দোলন ।\n১৯৪৭ সালের আগস্ট মাসে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ\nবাঙালির অধিকার হরণের চেষ্টায় লিপ্ত হয়। পুরো পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৪ শতাংশের মুখের ভাষা\nবাংলা হওয়া সত্তেও সংখ্যালঘিষ্ঠ মাত্র ৩.২৭% জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে\nদিতে চায় । শাসকগোষ্ঠী ১৯৪৮ সালে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত উপেক্ষা করে উর্দু ভাষাকেই রাষ্ট্রভাষা\nহিসেবে ঘোষণা করে। বাঙালি বুদ্ধিজীবী সমাজ প্রথমেই প্রতিবাদমুখর হয়। তারা এই অন্যায় ও বৈষম্যমূলক\nসিদ্ধান্তের প্রতিবাদ জানায় | এভাবেই ভাষা আন্দোলনের সূত্রপাত । ১৯৫২ সালে এই আন্দোলন চূড়ান্ত\nরূপ লাভ করে । দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে । পৃথিবীতে ভাষার জন্য প্রথম শহিদ হন সালাম, বরকত,\nরফিক, জব্বার, শফিউরসহ অনেকে । ভাষা আন্দোলন বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষা দেয় । যার\nপ্রেরণায় দীর্ঘ সংগ্রামের পর জন্ম নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ।\nভাষা আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আগ্রহী হব;\nরাজনৈতিক আন্দোলন সম্পর্কে ভাব বিনিময়ে উৎসাহী হব এবং অপরকেও উৎসাহী করব ।\nভাষা আন্দোলনের পটভূমি\n১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয় । তৎকালীন পূর্ববঙ্গ পাকিস্তানের\nএকটি অংশে পরিণত হয় । পাকিস্তানের দুই অংশের মধ্যে ইতিহাস, এতিহ্য, ভাষা, সংস্কৃতি কোনো কিছুরই\nমিল ছিল না। প্রায় এক হাজার মাইল ব্যবধানের পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) দুইটি ভূখগুকে\nএক করা হয় শুধু ধর্মের ভিত্তিতে । ফলে পাকিস্তান নামক এই নতুন রাষ্ট্রের শাসকগোষ্ঠী প্রথমেই বাঙালিকে\nশোষণ করার কৌশল হিসেবে বাংলা ভাষার ওপর আঘাত হানে । নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে?\nএ প্রশ্ন দেখা দিয়েছিল ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই । সে সময় মুসলিম লীগের প্রভাবশালী\nনেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন । তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহ্সহ বাংলার\nবুদ্ধিজীবী, লেখকগণ এর প্রতিবাদ করেন । পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের\nপদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয় । এটিই ছিল ভাষা\nআন্দোলনের প্রথম সংগঠন | এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম\nপুস্তিকা “পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু\" প্রকাশিত হয় । পুস্তিকাটিতে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে\nযুক্তি উপস্থাপন করা হয়।\n", "document_id": 1420275 } ] } ]

No dataset card yet

New: Create and edit this dataset card directly on the website!

Contribute a Dataset Card
Downloads last month
0
Add dataset card