title
stringlengths
3
100
content
stringlengths
32
5.79k
প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের সুউচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।আজ বৃহস্পতিবার লালমনিরহাটের আদিতমারী উপজেলা মিলনায়তনে দুর্যোগ প্রশমন দিবসের আলোচনায়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।নুরুজ্জামান আহমেদ বলেন, 'বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে এ দেশের মুক্তিকামী মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে শত্রুমুক্ত করে
প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের সুউচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন
সেই মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের সুউচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন। 'আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা প্রমুখ।এর আগে উপজেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন মন্ত্রী। পরে আদিতমারী ফায়ার সার্ভিসের প্রদর্শন করা বিভিন্ন দুর্যোগের মহড়া দেখেন তিনি।সূত্র : বাসস।
পেঁয়াজের ঝাঁজ বাড়িয়ে দিল খরচ
কয়েক দিন ধরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী হলেও ঝাঁজ ছড়ায়নি পেঁয়াজ। এবার সেই ঊর্ধ্বমুখী যাত্রায় শামিল হয়েছে পেঁয়াজ। সংকট না থাকলেও দাম বেড়েছে কেজিতে ৫-১০ টাকা। ৪০ টাকা কেজির পেঁয়াজ এখন বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে
পেঁয়াজের ঝাঁজ বাড়িয়ে দিল খরচ
সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় খরচের অঙ্ক বাড়ল সংসারে।খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও দাম বেড়ে গেছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে মুরগির দাম।বাজারে পেঁয়াজ কিনতে এসে ক্রেতারা পড়ছেন বিপাকে
পেঁয়াজের ঝাঁজ বাড়িয়ে দিল খরচ
ক্রেতারা বলছেন, বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই, তার পরও হঠাৎ করে কেজিতে ১০ টাকা বেড়ে গেল। বিক্রেতারা পেঁয়াজ নিয়ে কারসাজি করে দাম বাড়িয়ে বিক্রি করছেন বলেও তাদের অভিযোগ। বাজারসংশ্লিষ্টরা বলছেন, পণ্যটির দাম বাড়ার পেছনে কারসাজি আছে কি না দেখতে হবে।বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা ও বাড্ডা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা
পেঁয়াজের ঝাঁজ বাড়িয়ে দিল খরচ
অন্যদিকে ব্রয়লার মুরগিরও দাম বেড়েছে বাজারে। অন্যান্য নিত্যপণের দামে তেমন পরিবর্তন নেই।কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী কালের কণ্ঠকে বলেন, ‘দুই-তিন দিন ধরেই পেঁয়াজের দাম বাড়তি। পাইকারিতে এখন পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে
পেঁয়াজের ঝাঁজ বাড়িয়ে দিল খরচ
খুচরায় ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। ’রাজধানীর রামপুরা বাজারের ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরের খুচরা ব্যবসায়ী মোস্তাকিম বিল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘পাইকারি বাজারে পেঁয়াজের বস্তাপ্রতি (৫০ কেজি) ২৫০-৩০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। যার কারণে খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ’পেঁয়াজের আমদানিস্থল হিলি বন্দরেও বেড়েছে দাম
পেঁয়াজের ঝাঁজ বাড়িয়ে দিল খরচ
কেজিতে ৮-১০ টাকা বেড়েছে গত তিন দিনের ব্যবধানে। পাইকারিতে এখন ইন্দোরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকা কেজি দরে এবং নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা কেজি দরে। আগে বন্দরে ইন্দোর পেঁয়াজ বিক্রি হয়েছিল ২২-২৪ টাকা এবং নাসিকের পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭-২৮ টাকা কেজি দরে।হঠাৎ করে পেঁয়াজের এই দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারক হাজি শহিদ বলেন, ‘ভারতে পেঁয়াজ উৎপাদিত এলাকাগুলোতে বন্যা হওয়ায় সেখানে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে
পেঁয়াজের ঝাঁজ বাড়িয়ে দিল খরচ
এ কারণে ভারতের মোকামগুলোতে পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহও কমেছে। কেজিপ্রতি ৮-১০ টাকা বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। আমদানি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও পেঁয়াজের দাম বাড়ছে। ’
গাজীপুরে দগ্ধ ৫ জনের ৫০ শতাংশ পুড়ে গেছে
গাজীপুর মহানগরীর একটি সিএনজি স্টেশনে গ্যাস বিষ্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্টেশনে একটি কাভার্ডভ্যান গ্যাস নেওয়ার সময় কাভার্ডভ্যানের ভেতরে থাকা সিলিন্ডার লিকেজ হয়ে এ বিষ্ফোরণ হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বড়বাড়ি এলাকার হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সিএনজি স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়
গাজীপুরে দগ্ধ ৫ জনের ৫০ শতাংশ পুড়ে গেছে
দগ্ধরা হচ্ছেন- আলামিন (২৫), আনোয়ারুল ইসলাম (৩০), সিরাজুল ইসলাম টুটুল (২৮), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে একটি কার্ভাডভ্যান গ্যাস নিতে সিএনজি স্টেশনে আসে। কাভার্ডভ্যানটির ভেতরে শতাধিক বড় বড় সিলিন্ডার ছিল
গাজীপুরে দগ্ধ ৫ জনের ৫০ শতাংশ পুড়ে গেছে
গ্যাস নেওয়া শুরুর ৫-৬ মিনিটের মধ্যে ভেতরে একটি সিলিন্ডার বিষ্ফোরিত হয়। এতে কাভার্ডভ্যাননের পিছন দিকে আগুন ধরে যায়। এ সময় কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীসহ ৫-৭ জন দগ্ধ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়
গাজীপুরে দগ্ধ ৫ জনের ৫০ শতাংশ পুড়ে গেছে
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, কাভার্ডভ্যানের ভেতরে থাকা সিলিন্ডারে করে গ্যাস নেওয়া হচ্ছিল। এভাবে গ্যাস দেওয়া ও নেওয়া দুটিই অবৈধ এবং অপরাধ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রথমে স্থানীয় তায়রুননেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে
গাজীপুরে দগ্ধ ৫ জনের ৫০ শতাংশ পুড়ে গেছে
দগ্ধরা জানিয়েছেন, গাড়িতে গ্যাস ঢুকানোর সময় নাকি আশপাশে বিষ্ফোরণ ঘটেছে তা বুঝে ওঠার আগেই তারা পুড়ে গেছেন। আর কিছুই বলতে পারছিলেন না তারা।বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসাইন জানিয়েছেন, তাদের সকলেরই অবস্থা আশঙ্কাজনক। তারা চিকিৎসাধীন রয়েছেন।সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাদ দিয়ে জানিয়েছেন, ৫০ থেকে শত ভাগ দগ্ধ হয়েছে।
বাংলাদেশ-ভারত যোগাযোগ বাড়াতে সহায়ক মৈত্রী সেতু : দ্রৌপদী মুর্মু
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতুর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। এই সেতুর ফলে ত্রিপুরার ব্যবসায়ীদের চট্টগ্রাম ও আশুগঞ্জ বন্দর ব্যবহারে সুবিধা হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি সচিবালয় থেকে ইস্যুকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বুধবার ভারতের রাষ্ট্রপতিকে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়
বাংলাদেশ-ভারত যোগাযোগ বাড়াতে সহায়ক মৈত্রী সেতু : দ্রৌপদী মুর্মু
সেখানে তিনি এ কথা বলেন।এ সময় বাংলাদেশ ও ত্রিপুরার জনগণের সম্পর্কের ব্যাপারে তিনি বলেন, এটা বলা যেতে পারে শুরু থেকেই বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব জোরদারে ত্রিপুরার একটি মুখ্য ভূমিকা রয়েছে।ত্রিপুরা একটি শিক্ষাকেন্দ্র হিসেবে অগ্রসর হওয়ায় সন্তোষ প্রকাশ করে ভারতের রাষ্ট্রপতি বলেন, এই রাজ্যে উচ্চ ও পেশাগত শিক্ষার অনেক প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, যেখানে শুধু উত্তর-পূর্বাঞ্চলীয় শিক্ষার্থীরাই অধ্যয়ন করছেন না বরং ভারতের অন্যান্য অঞ্চল ও বিদেশ থেকেও শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের জন্য আসছেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ত্রিপুরা শতভাগ প্রাথমিক পর্যায়ের শিক্ষার অভীষ্ঠ নিশ্চিত করেছে
বাংলাদেশ-ভারত যোগাযোগ বাড়াতে সহায়ক মৈত্রী সেতু : দ্রৌপদী মুর্মু
এর আগে তিনি আগরতলায় অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান। ত্রিপুরায় সফরকালে ভারতের রাষ্ট্রপতি ত্রিপুরা স্টেট জুডিশিয়াল একাডেমিসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এবং আগরতলার নরসিংগড়ে ত্রিপুরা ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।অপর এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভার্চুয়ালি আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্সে এমএলএ হোস্টেলের উদ্বোধন করেন এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য মিউজিয়াম অ্যান্ড কালচালার সেন্টার আইআইআইটি-আগরতলা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়াও তিনি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে ত্রিপুরা সরকারের সড়ক, স্কুল ও শিক্ষার্থীদের হোস্টেল সম্পর্কিত বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন
বাংলাদেশ-ভারত যোগাযোগ বাড়াতে সহায়ক মৈত্রী সেতু : দ্রৌপদী মুর্মু
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বক্তৃতায় ভারতের রাষ্ট্রপতি বলেন, আজ যে প্রকল্পগুলোর উদ্বোধন করা হলো, তা শুধু ত্রিপুরার যোগাযোগ, শিক্ষা, বিচারকাজ ও আইন পরিষদকে জোরদারই করবে না বরং এ রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে।রাষ্ট্রপতি বলেন, ‘কোনো জাতি অগ্রগতি ও যুবকদের উন্নতির জন্য একটি সার্বিক শিক্ষাব্যবস্থা অপরিহার্য। উচ্চশিক্ষার পাশাপাশি আমাদেরকে প্রাথমিক শিক্ষার ওপরও জোর দিতে হবে। ’সূত্র : বাসস
'আ. লীগের অধীনে ইসির দায়িত্বে ফেরেশতা থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে না'
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্বে ফেরেশতা থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, এই সরকারকে দেশের মানুষ আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘অবিলম্বে বিনাভোটের সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।সংগঠনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাজ্জল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, ছাত্রদলের সাবেক নেতা জহিরউদ্দিন তুহিন প্রমুখ
'আ. লীগের অধীনে ইসির দায়িত্বে ফেরেশতা থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে না'
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চট্টগ্রামে বিএনপির গণসমাবেশে বিপুল লোকসমাগম প্রসঙ্গে বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের অতি উৎসাহী কর্মকর্তার কারণে অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমাদের গণসমাবেশে জনস্রোত ঠেকাতে পারেনি।তিনি বলেন, নির্বাচন কমিশনের ত্রুটি ইতিমধ্যে প্রমাণিত। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কমিশনে ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না
'আ. লীগের অধীনে ইসির দায়িত্বে ফেরেশতা থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে না'
বিএনপির এই নেতা বলেন, সীমাহীন অনিয়মের কারণে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছে। রিটার্নিং অফিসার জেলার প্রশাসক নির্বাচন বন্ধ করার কথা। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন বন্ধ করেছেন। তাদের কথা ডিসি এসপিরা মানে না
'আ. লীগের অধীনে ইসির দায়িত্বে ফেরেশতা থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে না'
যত ভালো মানুষ হোক না কেনো আওয়ামী লীগের অধীনে কেউ ভালোভাবে কাজ করতে পারবে না। নির্বাচন কমিশনের উচিত আদালতে গিয়ে নির্দেশনা চাওয়া বা পদত্যাগ করা। এ ছাড়া কোনো পথ নেই।আলাল বলেন, সুপ্রিম কোর্টের নির্বাচনেও জোরপূর্বক ফল ছিনতাই করে নিজেদের প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেছে আ. লীগ
'আ. লীগের অধীনে ইসির দায়িত্বে ফেরেশতা থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে না'
এখন সব নির্বাচন নির্বাসনে পাঠানো হয়েছে। আসলে নির্বাচন কমিশন এখন জাতীয় নির্বাসন কমিশন। আজকে তারা আমাদের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতেও হামলা করেছে। বিএনপি কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে
'আ. লীগের অধীনে ইসির দায়িত্বে ফেরেশতা থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে না'
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে দেশের মানুষ আর এখন মুহূর্তে ক্ষমতায় দেখতে চান না। জনগণ আমাদের সাথে শামিল হচ্ছেন। ইনশাআল্লাহ জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। একসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পথ সুগম হবে।
ঢাবিতে শিক্ষার্থীকে মেরে রুম থেকে বের করে দিল ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হলে বৈধ এক শিক্ষার্থীকে রুম থেকে বের করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় হলের ৫৬২ নম্বর রুমে এই ঘটনা ঘটে।এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সাথে থাকা কয়েকজনকে মারধরও করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর নাম ফারহান সাইফুল
ঢাবিতে শিক্ষার্থীকে মেরে রুম থেকে বের করে দিল ছাত্রলীগ
তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।অভিযুক্তরা ছাত্রলীগ কর্মীরা হলো মনোবিজ্ঞান বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের ফেরদৌস মোল্লা তাজ, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের তাওহীদুল ইসলাম, ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৯-২০ সেশনের শরিফুল ইসলাম, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ১৮-১৯ সেশনের শাখাওয়াত ওভি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ১৮-১৯ সেশনের শেখ ইমরান ইসলাম ইমন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯-২০ সেশনের মুনতাসীর হোসেন, মনোবিজ্ঞান বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের মুহাম্মদ সামিন চৌধুরীসহ আরো অনেকে।ভুক্তভোগী সাইফুল জানান, বৃহস্পতিবার দুপুরে আমায় হল থেকে এই রুমে সিট বরাদ্দ দেওয়া হয়। তাই আমি বিকেলের দিকে রুমে আসি এবং বিছানাপত্র নিয়ে সিটে উঠি
ঢাবিতে শিক্ষার্থীকে মেরে রুম থেকে বের করে দিল ছাত্রলীগ
এ সময় আমার সাথে আমার কয়েকজন বন্ধুও ছিল। সন্ধ্যার দিকে অভিযুক্তরা আমার রুমে আসে এবং আমার পরিচয় জিজ্ঞেস করে। কিছু সময় পর হলের ছাত্রলীগের তৃতীয় ও চতুর্থ বর্ষের কিছু কর্মী এসে আমায় বলে, "হলের সিট কী প্রশাসন দেয়?", "হলে কীভাবে উঠতে হয় তা জানস না?" এসব বলে এবং আমিসহ আমার বন্ধুদের মারধর করে রুম থেকে বের করে দেয় এবং রুমটিতে তারা অবস্থান নেয়।এ বিষয়ে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, ঐ রুমে তিনমাস আগে আমাদের ছেলেরা উঠছিল
ঢাবিতে শিক্ষার্থীকে মেরে রুম থেকে বের করে দিল ছাত্রলীগ
এক বড় ভাই তাদের সিট দিয়ে গেছে। পরে রকি নামের এক বড় ভাই নাকি বহিরাগত ছাত্র তুলতে চাইছিল তার কারণে ঝামেলা হইছিল। এর বেশি কিছু আমি জানি না৷তবে শিক্ষার্থীরা জানান, এই রুমে এতদিন পর্যন্ত একজন শিক্ষার্থী অবস্থান করতেন। তিনি চলে যাওয়ার পরই হল থেকে রুম বরাদ্দ নিয়ে রুমে ওঠেন সাইফুল
ঢাবিতে শিক্ষার্থীকে মেরে রুম থেকে বের করে দিল ছাত্রলীগ
পরবর্তীতে রাত পৌনো আটটা নাগাদ হলের আবাসিক শিক্ষক আইনুল ইসলাম ও মো. ইমাউল হক সরকার (টিটু) গিয়ে রুমটিকে আপাতত তালাবদ্ধ করে দেন।এর আগে সন্ধ্যা সাতটা নাগাদ হলের আবাসিক শিক্ষক আইনুল ইসলাম ও মো. ইমাউল হক সরকার (টিটু) ৫৬২ নম্বর রুমে গিয়ে দরজা খুলতে বললেও ছাত্রলীগ কর্মীরা দরজা খোলেননি৷ এ সময় তারা শিক্ষক পরিচয় দিলেও ভেতরে থাকা ছাত্রলীগ কর্মীরা দরজা খোলেনি। এ সময় শিক্ষকরা রুমে তালা দেওয়ার কথা বললে প্রায় ৪০ মিনিট পর ভেতরে থাকা ছাত্রলীগের কর্মীরা দরজা খোলে। পরে শিক্ষকরা অবৈধভাবে রুম দখল করা ছাত্রলীগের কর্মীদের বের করে দিয়ে রুমটি তালাবদ্ধ করে দেন৷এ সয়ম রুমের ভেতরে ছাত্রলীগের ছয় জন কর্মী অবস্থান করছিলেন
ঢাবিতে শিক্ষার্থীকে মেরে রুম থেকে বের করে দিল ছাত্রলীগ
তারা হলেন ইংলিশ ফর স্পিকার অফ আদার লেংগুয়েজের আরাফাত হোসেন মাহিন, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের এনামুল হক পলাশ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের মারুফ, ম্যানেজমেন্ট বিভাগের শরীফুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিবলী সাদিক, ইসলামিক স্টাডিজের মুনতাসির হোসেন৷ এরা সকলেই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।এ বিষয়ে আবাসিক শিক্ষক ও কক্ষ বরাদ্দ বিষয়ক কমিটির আহ্বায়ক আইনুল ইসলাম বলেন, নিঃসন্দেহে শিক্ষকদের বাহিরে দাঁড় করিয়ে রাখা একটি অপরাধ। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিশ্চয় ব্যবস্থা নেব।হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান বলেন, হল কর্তৃপক্ষ ইতোমধ্যে রুমটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তদন্তসাপেক্ষে রুমটি বৈধ শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা পরিস্থিতি জানালেন মোমেন
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের জোরালো সমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।আজ বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান সিআইসিএ শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক করেন ড. মোমেন।সূত্র : বাসস
তিস্তা প্রকল্প ঘিরে স্পর্শকাতরতা আছে : চীনা রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, তিস্তা প্রকল্প ঘিরে স্পর্শকাতরতা আছে। এ প্রকল্প বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানকার মানুষের প্রয়োজনও এটা। সেকারণে এ প্রকল্পকে ইতবাচকভাবে দেখা উচিৎ
তিস্তা প্রকল্প ঘিরে স্পর্শকাতরতা আছে : চীনা রাষ্ট্রদূত
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ।লি জিমিং বলেন, বাংলাদেশ চীনের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। করোনার বিরুদ্ধে লড়াই করেছে চীন
তিস্তা প্রকল্প ঘিরে স্পর্শকাতরতা আছে : চীনা রাষ্ট্রদূত
এই লড়াইয়ে চীন বাংলাদেশের পাশেও রয়েছে। এ ছাড়া চীন বেল্ট অ্যান্ড রোড-বিআরআই উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশসহ ১৪৯টি দেশ বিআরআইতে যুক্ত হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য বেড়ে চলেছে
তিস্তা প্রকল্প ঘিরে স্পর্শকাতরতা আছে : চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশে অবকাঠামোগত বড় প্রকল্প যেমন পায়রা বন্দর, কর্ণফুলী টানেলের মতো প্রকল্পেও সহায়তা দিচ্ছে চীন। এর মধ্যে দিয়ে নিশ্চয়ই এদেশের জনগণ লাভবান হবে।সম্প্রতি তার রংপুরে যাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রংপুরে শুধু তিস্তার জন্য যাইনি। সেখানে চীনা প্রকল্পের অগ্রগতি দেখতে গিয়েছিলাম
তিস্তা প্রকল্প ঘিরে স্পর্শকাতরতা আছে : চীনা রাষ্ট্রদূত
এর আগে একই ভাবে আমি চট্টগ্রাম ও সিলেটও গিয়েছিলাম। এক বছর আগে তিস্তা প্রকল্পের সমীক্ষা করার জন্য আমাদের অফিসিয়ালি প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রকল্প বেইজিং গভীরভাবে মূল্যায়ন করছে। আমি খোলামেলাভাবে বলতে চাই, এ প্রকল্প ঘিরে স্পর্শকাতরতা আছে, আমরা সেটা লক্ষ্য করেছি
তিস্তা প্রকল্প ঘিরে স্পর্শকাতরতা আছে : চীনা রাষ্ট্রদূত
নিজের উদ্বিগ্নতার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যদি শেষ দিকে এসে এই প্রকল্পে তার অবস্থান পরিবর্তন করে, কেউ এসে যদি বলে এটা চীনের আরেকটি ঋণের ফাঁদ হবে বাংলাদেশ যদি শেষে ভূরাজনৈতিক স্পর্শকাতর বলে বসে, তাহলে আমাদের জন্য বিব্রতকর হবে। এ প্রকল্প খুব গুরুত্বপূর্ণ। সেখানকার মানুষের প্রয়োজনও এটা। সেকারণে এ প্রকল্পকে ইতবাচক হিসেবে দেখা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।এ সময় আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, অধ্যাপক এম এম আকাশ, রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস।
'নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা'
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশে নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই জাতীয় সংসদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা নির্বাচিত হয়ে বৈষম্য দূরীকরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেত্রীসহ ৭৩ জন নারী সদস্য আইন প্রণয়নে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছেন।আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
'নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা'
রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে ‘দৃঢ় ও শান্তিময় পৃথিবী গঠনের চালিকাশক্তি জেন্ডার-ভারসাম্যপূর্ণ ও জেন্ডার-সংবেদনশীল-সংসদ’ শীর্ষক ওই সাধারণ আলোচনায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সরকারি দল আওয়ামী লীগের মো. আক্তারুজ্জামান বাবু, সাহাদারা মান্নান ও শামসুন নাহার অংশগ্রহণ করেন করেন।সাধারণ আলোচনায় ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এরপর তিনি দেশকে একটি সংবিধান উপহার দেন। বর্তমানে তার কন্যা শেখ হাসিনার বিজ্ঞ নেতৃত্ব দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে
'নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা'
এ সকল অর্জনে নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অতি গুরূত্বপূর্ণ ভূমিক পালন করে আসছে। নারীদের অগ্রায়নে প্রধান ভূমিকা রাখায় শেখ হাসিনা সাউথ-সাউথ, ট্রি অফ পিস, প্লানেট ৫০-৫০ এর মত বৈশ্বিক মর্যাদাপূর্ণ পুরষ্কার লাভ করেন।আইন বিভাগ ছাড়াও নির্বাহী বিভাগ ও বিচার বিভাগে নারীরা গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন শামসুল হক টুকু। তিনি বলেন, ২০১১ সালে ১৫তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ও জাতীয় জীবনে নারীদের জন্য সকল ক্ষেত্রে পুরুষের সমান অধিকারের বিধান করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য দূরীকরণে জাতীয় সংসদে যৌতুক নিরোধ আইন, বাল্যবিবাহ রোধ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিএনএ আইনের মতো নারীবান্ধব আইন পাশ করা হয়েছে। এ ছাড়া বাল্যবিবাহ রোধ, মাতৃ-স্বাস্থ্য ও যুব উন্নয়নের মত গুরুত্বপূর্ণ বিষয়ে উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
রাশিয়া-ইউক্রেন সংঘাতের দ্রুত সমাধান চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এই সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে, জ্বালানি ঘাটতির সৃষ্টি হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কঠিন হয়ে পড়ছে। এর ফলে বৈশ্বিক অর্থনীতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। তাই সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানাই।আজ বৃহস্পতিবার কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিকা) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান
রাশিয়া-ইউক্রেন সংঘাতের দ্রুত সমাধান চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।শীর্ষ সম্মেলনে ২৭ সিকা সদস্য দেশের নেতৃবৃন্দ, যার মধ্যে ১২ জন রাষ্ট্র বা সরকারপ্রধান এবং দুজন উপরাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন।পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি পূরণের নীতির আলোকে জলবায়ু অর্থায়নের অঙ্গীকার অনতিবিলম্বে বাস্তবায়নের ওপর গুরত্ব আরোপ করেন। আগামী মাসে মিসরের শার্ম-আল-শেখ-এ অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনের পূর্বে বিশ্ব নেতৃবৃন্দের কাছে তিনি এই আহ্বান জানান
রাশিয়া-ইউক্রেন সংঘাতের দ্রুত সমাধান চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
ড. মোমেন তার বক্তব্যে শান্তির সংস্কৃতি সৃষ্টির মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে বাংলাদেশের উদ্যোগের কথা উল্লেখ করে নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনরায় তুলে ধরেন।এ সময় পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনসহ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন চিত্র তুলে ধরেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার ‘হোল-অব-গভর্নমেন্ট’ এবং ‘হোল-অব-সোসাইটি’ ধারণার ভিত্তিতে অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বলে ড. মোমেন সিকা নেতৃবৃন্দকে অবহিত করেন।রোহিঙ্গা সংকট সমাধানে সিকা নেতাদের সমর্থন কামনা করে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মিয়ানমারকে তাদের নাগরিকদের দ্রুততম সময়ে মধ্যে নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ স্বদেশ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে হবে
রাশিয়া-ইউক্রেন সংঘাতের দ্রুত সমাধান চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
সম্মেলনে সিকা তহবিল, তথ্য-প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং জাতিসংঘ গৃহীত সন্ত্রাসবাদবিরোধী কৌশল (ইউএনজিসিটিএস) বাস্তবায়নে আস্থা বৃদ্ধিমূলক কর্মপরিকল্পনা গৃহীত হয়। এ ছাড়া ‘আস্তানা স্টেটমেন্ট অব ট্রান্সফরমেশন’ শীর্ষক ঘোষণায় সিকাকে ফোরাম থেকে এশিয়া অঞ্চলের একটি আঞ্চলিক আন্তর্জাতিক সংগঠনে উন্নীতকরণের প্রক্রিয়া শুরু করার বিষয়ে নেতৃবৃন্দ ঐকমত্য পোষণ করেন।পররাষ্ট্রমন্ত্রী শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল-যায়ানি, কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রী মুখতার তেলেউবারদি এবং কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুলুবায়েভ যিনবেক মলডোকানোভিচের সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন।
'নদীদূষণের কারণে জীবিকা হারিয়ে যাচ্ছে অনেকের'
নদীকেন্দ্রিক জীবন ও জীবিকা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেছেন বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা। বৃহস্পতিবার ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম আয়োজনে ‘নদীকেন্দ্রিক জীবন ও জীবিকা’ শীর্ষক অষ্টম নদীকথন অনুষ্ঠানে তারা উন্নয়ন পরিকল্পনায় নদী পাড়ের মানুষের মতামতকে বিশেষ বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন।রাজধানীর মিরপুরের কাউন্দিয়ায় তুরাগ নদীর তীরবর্তী শ্মশানঘাটে অনুষ্ঠিত নদীকথন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনসোর্টিয়ামের প্রধান শরীফ জামিল। আলোচনায় অংশ নেন রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেইন, আমীন বাজার ব্রিজ ঘাট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমজাদ আলী লাল ও মাঝি সম্প্রদায়ের প্রতিনিধি নিত্য বাবু রাজবংশী
'নদীদূষণের কারণে জীবিকা হারিয়ে যাচ্ছে অনেকের'
এ ছাড়া নদীদূষণ রোধে কাজ করেন এরকম স্থানীয় কমিউনিটি র্ভিত্তিক সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, ‘যদি নদী রক্ষা করা না যায় তাহলে নদীমাতৃক দেশকেও রক্ষা করা যাবে না। তাই নদীদূষণ প্রতিরোধ করতে হবে। নদীকেন্দ্রিক জীবিকা পুনরায় ফিরিয়ে আনতে হবে
'নদীদূষণের কারণে জীবিকা হারিয়ে যাচ্ছে অনেকের'
তিনি বলেন, নদী রক্ষার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তবে এই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য প্রথম নদীপাড়ের মানুষদের মতামত নেওয়া দরকার। কারণ তারা ভুক্তভোগী এবং তারাই নদী রক্ষার জন্য সঠিক পরামর্শ দিতে পারবে।নদীকেন্দ্রিক জীবন ও জীবিকা প্রসঙ্গে মোহাম্মদ এজাজ বলেন, ‘নগরায়ণের একটি সেবা হলো মাছ সরবরাহ নিশ্চিত করা যা মূলত জেলে সম্প্রদায় করে থাকে। কিন্ত এই জেলে সম্প্রদায় বছরে আট মাস বেকার থাকছে
'নদীদূষণের কারণে জীবিকা হারিয়ে যাচ্ছে অনেকের'
কারণ নদীতে পর্যাপ্ত মাছ নেই। যার প্রধান কারণ নদীদূষণ। তিনি বলেন, তুরাগ নদীর সাথে ২১টা জেলে পল্লী বা গ্রাম যুক্ত আছে, যাদের জীবিকা নদীর সাথে যুক্ত। জেলে ছাড়াও শ্রমিক আছে, যারা নদীর ঘাটে কাজ করে, তুরাগ নদীতে ১০০টি ঘাট আছে
'নদীদূষণের কারণে জীবিকা হারিয়ে যাচ্ছে অনেকের'
যেখানে অনেক ঘাটশ্রমিক জীবিকা নির্বাহ করে। তাছাড়া একসময় নদী কেন্দ্রিক যাতায়াত ব্যবস্থা ছিল, যা এখন কমে যাচ্ছে। ফলে মানুষের আয়ের পথসমূহ সীমিত হয়ে যাচ্ছে। নদীদূষণের কারণে অনেকেই অনিশ্চিত জীবন যাপন করছে
'নদীদূষণের কারণে জীবিকা হারিয়ে যাচ্ছে অনেকের'
মো. মনির হোসেন বলেন, নদীদূষণের কারণে জীবিকা হারিয়ে যাচ্ছে। জীবিকা হারোনোর ফলে জীবন হুমকির মুখে পড়ছে। তুরাগ নদী সবচেয়ে দূষিত হওয়ায় এই নদীর সাথে জড়িত কৃষক এবং জেলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিত ও সমন্বয়হীন তুরাগ নদী রক্ষার উদ্যোগ এই সমস্যার জন্য অনেকাংশে দায়ী
'নদীদূষণের কারণে জীবিকা হারিয়ে যাচ্ছে অনেকের'
সংশ্লিষ্ট মন্ত্রণায়ের সাথে মাঝি সংগঠনের মধ্যে একটি কার্যকর পার্টনারশিপ তৈরির মাধ্যমে নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।আমজাদ আলী লাল বলেন, নদীদূষণের কারণে নদীকেন্দ্রিক পেশাসমূহ বিলুপ্ত হতে চলেছে। সাগর পাড়ের জেলেদের ভিজিএফ কার্ড দেওয়া হলেও ছোট নদীর পাড়ের জেলেদের জীবিকা রক্ষা ও প্রণোদনার দেওয়ার কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে
'নদীদূষণের কারণে জীবিকা হারিয়ে যাচ্ছে অনেকের'
নৌকা মাঝি নিত্য বাবু রাজবংশী বলেন, আগে এলাকার মানুষ প্রচুর মাছ পেত এবং অনেক আয় করত। কিন্তু এখন এই নদীর পানি দূষিত হওয়ায় নদীতে মাছ নেই বললেই চলে। তাই এলাকার মানুষ অনেকটা বেকার জীবন যাপন করছে। তাদের দুইবেলা খাবার জোটে না। বিষয়চি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।
মধ্যপাড়া পাথরখনিতে ফের উৎপাদন শুরু
দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ থাকার পর অবশেষে চালু হলো দেশের একমাত্র দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কম্পানি লিমিডেট (এমজিএমসিএল) পাথরখনি। পাথর উত্তোলন শুরু হওয়ায় খনির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।আজ বৃহস্পতিবার ভার্চুয়ালি উপস্থিত থেকে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান এ কাজের উদ্বোধন করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন তিন শিফটে পূর্ণমাত্রায় কাজ চলবে
মধ্যপাড়া পাথরখনিতে ফের উৎপাদন শুরু
এতে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন সম্ভব হবে।জানা যায়, গতকাল বুধবার ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে বিস্ফোরক আনা হয়। এরপর সেই বিস্ফোরক ব্যবহার করে বৃহস্পতিবার থেকে পাথর উৎপাদন শুরু হয়। খনিটির ডিজাইন্ড উৎপাদনক্ষমতা দৈনিক সর্বোচ্চ ৫৫০০ মেট্রিক টন
মধ্যপাড়া পাথরখনিতে ফের উৎপাদন শুরু
এমজিএমসিএল সূত্রে জানা যায়, অ্যামোনিয়াম নাইট্রেডসহ (বিস্ফোরক) বেশ কয়েকটি এক্সপ্লোসিভ সংকটে ১ মে খনি বন্ধ হয়ে যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিস্ফোরকের জোগানও দিতে পারছিল না খনি কর্তৃপক্ষ। বুধবার সকালে ১০০ টন অ্যামোনিয়াম নাইট্রেড খনিতে পৌঁছেছে। ১৫ অক্টোবর (শনিবার) আরো ১২০ টন চট্টগ্রাম পৌঁছার কথা রয়েছে
মধ্যপাড়া পাথরখনিতে ফের উৎপাদন শুরু
চলতি মাসের শেষে আরো ১৫০ টন বিস্ফোরক বেনাপোলে পৌঁছার কথা রয়েছে। এ অবস্থায় আগামী ছয় মাস নিরবচ্ছিন্ন খনি পরিচালনা করা যাবে।বর্তমানে মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কম্পানির খনি থেকে পাথর উত্তোলন করছে বেলারুশের ঠিকাদার জার্মানিয়া স্ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। চুক্তি অনুযায়ী পাথর উত্তোলনের জন্য যাবতীয় মেশিনারিজ, ইকুইপমেন্ট ও বিস্ফোরক জোগান দেবে এমজিএমসিএল।
সাকাপুত্রের ‘নারায়ে তাকবির’ স্লোগান সমর্থন করে না বিএনপি
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর পোলোগ্রাউন্ড মাঠে বিএনপির কেন্দ্র ঘোষিত বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। মঞ্চে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সামনে সমাবেশে হুম্মাম কাদের চৌধুরী সরকারের উদ্দেশে বলেন, ‘এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না। বাধ্য করব প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে যেতে। ’পরে তিনি ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন
সাকাপুত্রের ‘নারায়ে তাকবির’ স্লোগান সমর্থন করে না বিএনপি
যে স্লোগান বিএনপি দলীয়ভাবে ব্যবহার করে না। হুম্মাম কাদের চৌধুরী একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে।হুম্মাম কাদের চৌধুরীর এই স্লোগান নিয়ে গতকাল সারা দিন চট্টগ্রামে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা চলে। তার বক্তব্য ও স্লোগানের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা
সাকাপুত্রের ‘নারায়ে তাকবির’ স্লোগান সমর্থন করে না বিএনপি
চট্টগ্রাম বিএনপির অধিকাংশ নেতাকর্মীরাও এই স্লোগানের বিরোধিতা করেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্য-স্লোগানের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে বলেন, ‘এগুলো তার (হুম্মাম) ব্যক্তিগত বক্তব্য। এগুলোর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। এসব বক্তব্য বিএনপির রাজনীতির অংশ নয়
সাকাপুত্রের ‘নারায়ে তাকবির’ স্লোগান সমর্থন করে না বিএনপি
’আজ বৃহস্পতিবার নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সমাবেশ-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ পাশে ছিলেন।চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘নারায়ে তাকবির আমাদের সাংগঠনিক স্লোগান নয়। পুরো সমাবেশে এই স্লোগান আর কোনো নেতা দেননি
সাকাপুত্রের ‘নারায়ে তাকবির’ স্লোগান সমর্থন করে না বিএনপি
উনি (হুম্মাম) দিয়েছেন উনার ব্যক্তিগত জায়গা থেকে। দেওয়ার আগে উনি নিজেই বলেছেন যে বাবার স্লোগানটা দিচ্ছি। তাই ব্যক্তিগত চিন্তা থেকে হয়তো উনি দিয়েছেন। ’২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একাত্তরের মানবতাবিরোধীদের বিচার শুরু হলে সালাহউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয়
সাকাপুত্রের ‘নারায়ে তাকবির’ স্লোগান সমর্থন করে না বিএনপি
মানবতাবিরোধী অপরাধের দায় প্রমাণিত হওয়ায় সাকা চৌধুরীর ফাঁসির রায় দেন আদালত। ২০১৫ সালের ২২ নভেম্বর তার ফাঁসির রায় কার্যকর হয়।হুম্মাম কাদের চৌধুরীর চাচা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আছেন। তবে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় নন।
বাল্যবিবাহের সাথে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি সরাসরি সম্পৃক্ত : স্পিকার
স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণ জরুরি। এক্ষেত্রে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য অভিভাবক ও শিক্ষকগণসহ সমাজের সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় আয়োজিত ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি
বাল্যবিবাহের সাথে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি সরাসরি সম্পৃক্ত : স্পিকার
জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ ও তাড়াশ উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, ডা. হাবিবে মিল্লাত, উম্মে ফাতেমা নাজমা বেগম ও সৈয়দা রুবিনা আক্তার, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, প্রকল্প পরিচালক যুগ্ম সচিব এম এ কামাল বিল্লাহ প্রমুখ।কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার বলেন, বাল্যবিবাহের সাথে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি সরাসরি সম্পৃক্ত। বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েদের শিক্ষার সুযোগ বিস্তৃত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কার্যক্রম সারা দেশে পরিচালনা করছেন। এখন মেয়েরা উপবৃত্তি পাচ্ছে, যা তাদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করছে
বাল্যবিবাহের সাথে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি সরাসরি সম্পৃক্ত : স্পিকার
তিনি আরো বলেন, মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে নানা পদক্ষেপ সরকার নিয়েছে। মায়েদের কাছে মেয়েদের উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে।দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ অংশ নেন।
‘দিন দিন বিএনপির সমাবেশ জনসমুদ্র হচ্ছে, এটা স্বপ্ন নয় বাস্তব’
বিভাগীয় গণসমাবেশে হামলা, প্রতিবন্ধকতা সৃষ্টি ও বানচালের ষড়যন্ত্র করে আওয়ামী লীগ দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ এত অপকর্ম করেছে যে জলাতঙ্কের মতো জনআতঙ্কে ভুগছে। সে জন্য জনসমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে।১৫ অক্টোবর ময়মনসিংহের গণসমাবেশে বাধা না দিয়ে শান্তিপূর্ণভাবে সফল করতে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।এমরান সালেহ প্রিন্স আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট বাজারে গণসংযোগ, পথসভা, প্রচারপত্র বিতরণ, মিছিল ও কর্মী সভায় যোগ দিয়ে এসব কথা বলেন
‘দিন দিন বিএনপির সমাবেশ জনসমুদ্র হচ্ছে, এটা স্বপ্ন নয় বাস্তব’
কর্মসূচিতে এমরান সালেহ প্রিন্স জনসাধারণসহ নেতাকর্মী, সমর্থকদের প্রতি ১৫ অক্টোবর ময়মনসিংহের গণসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেওয়ার আহ্বান জানান।তিনি বলেন, জনগণের আন্দোলনে ভীত হয়ে সরকার পাগলের প্রলাপ বকছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কোটি কোটি টাকা খরচ করে যারা নিজেদের সমাবেশে লোক জমায়েত করতে পারে না, তারা হামলা, প্রতিবন্ধকতা সৃষ্টি করা সত্ত্বেও বিএনপির সমাবেশে লক্ষ লক্ষ লোকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে দিশাহারা হয়ে বলেন, বিএনপির সমাবেশে নাকি নেতাকর্মীরাই যোগ দিচ্ছে না। তিনি আওয়ামী লীগ নেতাদের চোখের চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ওরা চোখ থাকতেও অন্ধ
‘দিন দিন বিএনপির সমাবেশ জনসমুদ্র হচ্ছে, এটা স্বপ্ন নয় বাস্তব’
’তিনি বলেন, ‘গণমানুষের ব্যাপক অংশগ্রহণে বিএনপির সমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে, এটা স্বপ্ন নয় বাস্তব। গণ-আন্দোলনকে যারা স্বপ্ন বলেন তাদের ক্ষমতায় থাকার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ। ’তিনি বলেন, আওয়ামী লীগের অবস্থা এতটাই শোচনীয় যে অপেক্ষাকৃত দুর্বল প্রতিদ্বন্দ্বীর সাথে নির্বাচন করতেও তাদের ভোট চুরি করতে হয়। তাদের ভোট চুরি, অনিয়মের কারণে গাইবান্ধার বন্ধ হওয়া নির্বাচনকে যারা নিরপেক্ষ, সুষ্ঠু বলেন তাদের এবং ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না। গাইবান্ধায় নির্বাচনের নামে চরম প্রহসনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আবশ্যকতা ও গ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে।কর্মসূচিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবদুল হাই, আবু হাসনাত বদরুল কবির, ময়মনসিংহ উত্তর জেলা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, সহসভানেত্রী মনোয়ারা বেগম ময়না, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, হুমায়ুন কবির, তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
‘তামাক কম্পানিতে সরকারের শেয়ারের কারণে নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হচ্ছে’
বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)সহ ১২টি সংগঠন আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেছেন, তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের গৃহীত জনস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক কার্যক্রমসমূহকে ধারাবাহিতভাবে বাধাগ্রস্ত করছে তামাক কম্পানিগুলো। তামাক কম্পানিগুলো এ ধরনের সুযোগ পাচ্ছে তার অন্যতম প্রধান কারণ তামাক কম্পানিতে সরকারের শেয়ার। তাই সরকারের শেয়ার দ্রুত প্রত্যাহার করতে হবে।জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ
‘তামাক কম্পানিতে সরকারের শেয়ারের কারণে নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হচ্ছে’
কর্মসূচিতে অংশ নেন ভাইটাল স্ট্রাটেজিসের কান্ট্রি ম্যানেজার নাসিরউদ্দিন শেখ, এইড ফাউণ্ডেশনের প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনিক, বিএনটিটিপির প্রকল্প কর্মকর্তা ইব্রাহীম খলীল, ঢাকা আহছানিয়া মিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার অদূত রহমান ইমন, মানস’র প্রকল্প কর্মকর্তা আবু রায়হান, ডাস’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন, কেএইচআরডিএস’র নির্বাহী পরিচালক সৈয়দা শামীমা সুলতানা, নবনীতা মহলিা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আতিকা হোসেন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ)’র চেয়ারম্যান এস. এম. শফিঊল আজম, টিসিআরসির প্রোগ্রাম ম্যানেজার ফারহানা জামান লিজা, শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থার নির্বাহী পরিচালক মো. সেলিম এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান ও প্রকল্প কর্মকর্তা মিঠুন বৈদ্য।কর্মসূচিতে বক্তারা বলেন, ধোঁয়াযুক্ত এবং ধোঁয়াবিহীন তামাকের কারণে সৃষ্ট বিভিন্ন অসংক্রামক রোগ ধীরে ধীরে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তামাকের ভয়াবহতা থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় সম্প্রতি তামাক নিয়ন্ত্রণ আইনটি সংশোধনের প্রচেষ্টা গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু তামাক কম্পানিগুলো অতীতের ন্যায় এক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে
‘তামাক কম্পানিতে সরকারের শেয়ারের কারণে নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হচ্ছে’
শুধু আইন সংশোধন নয়, ইতোপূর্বে তামাক নিয়ন্ত্রণে কর বৃদ্ধি, আইন বাস্তবায়ন, সারচার্জ আরোপ, লাইসেন্সিং ইত্যাদি ক্ষেত্রেও তামাক কোম্পানিগুলো নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কম্পানিগুলোর এধরনের কার্যক্রম সার্বিক তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তাই তামাক কম্পানির হস্তক্ষেপ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।বক্তারা আরো বলেন, বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে দীর্ঘ সময় অতিবাহিত করলেও তামাক কম্পানীর নীতিতে হস্তক্ষেপ বন্ধে সেভাবে উদ্যোগ গ্রহণ করতে পারেনি। ফলে তামাক কম্পানিগুলো ধারাবাহিকভাবে তামাক নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা তৈরি করে আসছে। বর্তমান অবস্থায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনটি সংশোধন ও যুগোপযোগী করার পাশাপাশি তামাক কম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহার এবং নীতিসমুহ সুরক্ষায় এফসিটিসির আর্টিক্যাল ৫.৩ অনুসারে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
গাইবান্ধার ভোটে অনিয়ম তদন্ত করবে ৩ সদস্যের কমিটি
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপনির্বাচনের অনিয়মগুলো তদন্ত করে কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে গাইবান্ধা-৫ আসনে পরবর্তী নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ও জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান
গাইবান্ধার ভোটে অনিয়ম তদন্ত করবে ৩ সদস্যের কমিটি
তিনি জানান, ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন ইসি সচিবালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) মো. কামাল উদ্দিন বিশ্বাস এবং যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১) মো. শাহেদুন্নবী চৌধুরী।অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বুধবার বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সিইসি কাজী হাবিবুল আউয়াল এ ঘোষণা দেন।
করোনায় ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, শনাক্ত ৪৪৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪৫ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জনে
করোনায় ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, শনাক্ত ৪৪৫
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ বলে এতে উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৯০টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৯৮৭টি
করোনায় ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, শনাক্ত ৪৪৫
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।এতে আরো বলা হয়, দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭২ হাজার ৩৮৬ জন। মৃত নারীর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এবং তিনি রংপুর বিভাগের বাসিন্দা।
চালু হলো নগর পরিবহনের আরো দুই রুট
জনস্বার্থে গণপরিবহনে-সড়কে শৃঙ্খলা আনতে চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পরিবহনের শৃঙ্খলা, রাস্তার শৃঙ্খলা এটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সিটি করপোরেশনের বাস রুট রেশনালাইজেশনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সবাইকে বলব আমাদের স্বার্থে এই উদ্যোগকে সফল করবেন
চালু হলো নগর পরিবহনের আরো দুই রুট
জনস্বার্থে সফল করতে হবে। ’আজ বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর এলাকায় বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ২২ ও ২৬ নম্বর যাত্রাপথে ‘ঢাকা নগর পরিবহন’ বাস সেবা চালু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।উন্নয়নের সুফল জনগণকে পৌঁছে দিতে গণপরিবহনে শৃঙ্খলা আনার গুরুত্ব উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘এই নগরীতে, বাংলাদেশের সড়কে এত স্থাপনা কোনো কিছুই সত্যিকারের সুফল দেবে না, যদি শৃঙ্খলা না থাকে, রাস্তায় যদি শৃঙ্খলা না থাকে, পরিবহনে যদি শৃঙ্খলা না থাকে আমাদের উন্নয়ন বৃথা হয়ে যাবে। ’অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামী দিনে বাস রুট রেশনালাইজেশনের আওতায় পর্যায়ক্রমে ঢাকা নগর পরিবহনের সব নতুন যাত্রাপথে নতুন বাস নামানো হবে বলে জানান
চালু হলো নগর পরিবহনের আরো দুই রুট
শেখ তাপস বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে (২১ নম্বর যাত্রাপথে) শুরু করেছিলাম। আমাদের কাছে সবচেয়ে প্রতিকূলতা ছিল যে, কী ধরনের বাস আমরা দেব। আমরা সে সময় ১৯ সালের যে বাসগুলো ছিল সেগুলো দিয়ে শুরু করেছিলাম। কিন্তু এবার ঢাকাবাসীর প্রত্যাশা পূরণকল্পে আমরা একদম নতুন নির্মিত ৫০টি বাস দিয়ে ২২ নম্বর যাত্রাপথ শুরু করছি
চালু হলো নগর পরিবহনের আরো দুই রুট
এখান থেকে পিছনে যাওয়ার আর সুযোগ নেই। এখন থেকে নতুন বাসই ঢাকা শহরে নামবে। কোনো পুরাতন বাস নামার আর সুযোগ থাকবে না। ’নগর পরিবহনে সেবার মান ধীরে ধীরে আরো বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে চলেছেন উল্লেখ করে দক্ষিণের মেয়র বলেন, ‘আমাদেরকে এই তিনটি যাত্রাপথ শুরু করতে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে
চালু হলো নগর পরিবহনের আরো দুই রুট
আমরা আশাবাদী, আমাদের পরীক্ষামূলক ২১ নম্বর যাত্রাপথ থেকে যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে, সেটার মাধ্যমে আমরা এবার দুটো যাত্রাপথ শুরু করলাম। আগামী নভেম্বরে ২৩ নম্বর যাত্রাপথ আমরা শুরু করতে পারব। পরে ধাপে ধাপে আমরা ঢাকা শহরের সকল যাত্রাপথে এই নতুন বাস দিয়ে ঢাকা নগর পরিবহনকে একটি সুশৃঙ্খল গণপরিবহন পরিণত করব। ’অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘রুট পারমিটবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না
চালু হলো নগর পরিবহনের আরো দুই রুট
এক রাস্তার গাড়ি আরেক রাস্তায় চলতে পারবে না। সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে আমাদের কঠোর হতে হবে। এই নগরীকে বাসযোগ্য নগরী করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে হবে। ’উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে দিয়ে প্রথম ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু হয়
চালু হলো নগর পরিবহনের আরো দুই রুট
ওই সময় মোট ৫০টি সবুজ রঙের বাস দিয়ে চালু হয়েছিল সেবাটি। এরই ধারাবাহিকতায় আজ ১০০টি বাসের মাধ্যমে ২২ এবং ২৬ নম্বর নতুন দুটি রুট চালু হয়েছে। এই ১০০টি বাসের মধ্যে নগর পরিবহনের ৫০টি ও বিআরটিসির ৫০টি বাস রয়েছে।২২ নম্বর রুট হলো ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, কাজলা, কোনাপাড়া এবং স্টাফ কোয়ার্টার পর্যন্ত
চালু হলো নগর পরিবহনের আরো দুই রুট
এ ছাড়া টিকাটুলি থেকে কাজলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে।২৬ নম্বর রুট হলো ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, সোবহানবাগ, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউ মার্কেট (নীলক্ষেত), আজিমপুর, পলাশী, চাঁনখারপুল, পোস্তগোলা, পাগলা (কদমতলী থানা) পর্যন্ত। এ ছাড়া এই রুটে চাঁনখারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে।
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু আজ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে আটজন। এ বছর এক দিনে এত মৃত্যু দেখা যায়নি। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে।একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬৫ জন
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু আজ
তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৭ জন এবং ঢাকার বাইরের ২৬৮ জন। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৯৫ জনে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৩ হাজার ২৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২০ হাজার ৫০৪ জন।
ভাগবাটোয়ারা ঠিকমতো না হওয়ার হয়তো নির্বাচন বন্ধ : ফখরুল
গাইবান্ধার নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকার তথা আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো নির্বাচনকালে কোন দল ক্ষমতায় থাকছে, কার অধীনে কোন পদ্ধতিতে নির্বাচন হবে। সেক্ষেত্রে যদি দলীয় সরকার ক্ষমতায় থাকে তবে তার অধীনে সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না
ভাগবাটোয়ারা ঠিকমতো না হওয়ার হয়তো নির্বাচন বন্ধ : ফখরুল
মির্জা ফখরুল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে দলের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন।এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সমালোচনা করে মির্জা ফখরুল আরো বলেন, গাইবান্ধার উপনির্বাচনে সমস্ত শক্তি প্রয়োগ করেও সুষ্ঠু করতে না পারায় নির্বাচন বন্ধ ঘোষণা করেছে কমিশন। নির্বাচন নিয়ে কি হলো সে বিষয়ে বিএনপির কোনো আগ্রহ নেই
ভাগবাটোয়ারা ঠিকমতো না হওয়ার হয়তো নির্বাচন বন্ধ : ফখরুল
শুধু নির্বাচন ব্যাবস্থা নয়, সমস্ত দেশকে যারা বিপদগ্রস্ত ও গণতন্ত্রকে যারা হরণ করেছে, যারা দেশকে ব্যার্থ রাষ্ট্রে পরিণত করেছে তাদেরকে সরিয়ে একটি তত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্যদিয়ে নির্বাচন চায় বিএনপি। তারই উদ্দ্যেশে আন্দোলন শুরু করেছে বিএনপি।চট্টগ্রামের সমাবেশে লাখো মানুষের যে ঢল নেমেছিল সেখান থেকে আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।গাইবান্ধার নির্বাচন বন্ধ ঘোষণার কারণ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, নির্বাচন বন্ধ বিষয়টি নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের বিষয়
ভাগবাটোয়ারা ঠিকমতো না হওয়ার হয়তো নির্বাচন বন্ধ : ফখরুল
ভাগবাটোয়ারা ঠিকমতো না হওয়ার কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটেছে।প্রধানমন্ত্রীর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আরো বলেন, দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। সামনে যদি দুর্ভিক্ষ হয় তাহলে তিনি প্রধানমন্ত্রী রয়েছেন কেন? দুর্ভিক্ষ মোকাবেলা করতে না পারলে প্রধানমন্ত্রী থাকার প্রয়োজন নেই। আগামীতে ঢাকায় চট্টগ্রামের থেকেও বড় সমাবেশ করবে বিএনপি, সেখানেই আরো বার্তা দেওয়া হবে।
নির্বাচন কেন বন্ধ করা হলো বুঝতে পারলাম না : সেতুমন্ত্রী
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বৃহস্পতিবার ঢাকা নগর পরিবহন ২২ ও ২৬ নং বাস রুট যাত্রাপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নগর পরিবহনের নতুন রুট উদ্বোধন করা হয়।গাইবান্ধা উপনির্বাচনে কি কারণে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রিজাইডিং অফিসারদের ভাষ্যমতে নির্বাচনী কর্মকর্তাসহ সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে
নির্বাচন কেন বন্ধ করা হলো বুঝতে পারলাম না : সেতুমন্ত্রী
তিনি আরো বলেন, উপনির্বাচনে ৫১টি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বলেছেন, তাদের কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু হয়েছে। অতীতে নির্বাচন বন্ধের ঘটনা আছে বলে মনে হয় না। পুরো নির্বাচন কেন বন্ধ করা হলো তা বোধগম্য না।তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা বিএনপির মামার বাড়ির আবদার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে নেতা রাজনীতি না করার স্বার্থে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে, আগে তার মুচলেকা প্রত্যাহার করুন তারপর দেখা যাব
নির্বাচন কেন বন্ধ করা হলো বুঝতে পারলাম না : সেতুমন্ত্রী
বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমাবেশ করলে ১০ লাখের বেশি লোক হবে যা বিএনপি ঘোষণা দিয়েও ১ লাখের মতো লোক জমায়েত হয়েছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সাদেক খান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি।ওবায়দুল কাদের বলেন, রাজধানীতে যত্রতত্র গাড়ি পার্কিং, রিকশা-সিএনজির জট ও বাসের নৈরাজ্য চলে আসছে দীর্ঘদিন ধরে। পথচারী-যাত্রীদের অভিযোগ, ইচ্ছা করেই মাঝ রাস্তায় বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হতো
নির্বাচন কেন বন্ধ করা হলো বুঝতে পারলাম না : সেতুমন্ত্রী
এ ছাড়া মূল সড়কে রিকশার কারণে যানজট লেগে থাকে। দুর্ঘটনাও ঘটে কোনো নিয়ম না মানায়। নগরবাসীর কথা চিন্তা করে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।রাজধানীর বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন রুট দুটি হলো ২২ ও ২৬ নম্বর। ঢাকা নগর পরিবহনের ২২ নম্বর রুট পরিচালিত হবে ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে; ঘাটারচর-কদমতলী মিলিয়ে হবে ২৬ নম্বর রুট।
অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার
রাজধানীর ধানমণ্ডিতে এক বাসায় পার্লারের সেবা দিতে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলো রিয়াদ (২৪) এবং ইয়াছিন হোসেন সিয়াম (২৩)।আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।ঘটনার বিবরণে তিনি বলেন, ধর্ষণের শিকার তরুণী (২৫) পেশায় একজন বিউটিশিয়ান
অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার
আগে বিউটি পার্লারে কাজের অভিজ্ঞতা থাকায় তিনি করোনা-পরবর্তী সময়ে সেবা দেওয়ার সুবিধার্থে ফেসবুকে নিজের একটি পেজ খোলেন। তার কাছ থেকে এর আগে সেবা নেওয়া পরিচিত এবং অনলাইনে যোগাযোগ করা নারীরা তার প্রধান সেবাগ্রহীতা।ডিসি আরো বলেন, ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী অভিযানে নামে শেরেবাংলানগর থানার পুলিশ। ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় রিয়াদ ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে
অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার
মঙ্গলবার রাতে শুক্রাবাদে একটি বাসায় মেকআপের জন্য ডেকে এনে ওই বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ধানমণ্ডি ২৮ নম্বর সড়কের একটি বাসায় মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।ওই নারীর স্বামী জানান, তার স্ত্রী সাভারে এক আত্মীয়ের বাসায় ছিলেন
অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার
সেখানে থাকা অবস্থায় এক নারী কল করে ধানমণ্ডিতে এসে মেকআপ করে দেওয়ার জন্য তাকে অনুরোধ করে। কল পেয়ে ২৮ নম্বর সড়কে আসার পর কয়েকজন জোর করে একটি বাসায় নিয়ে যায় তাকে। সেখানে অন্তত তিনজন তাকে ধর্ষণ করে। ধর্ষণকারীদের সঙ্গে এক নারীও ছিল
অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার
বিউটিশিয়ানের স্বামী আরো জানান, তার স্ত্রী ৮-৯ বছর ধরে বিউটিশিয়ান হিসেবে কাজ করেন। তিনি বাসায় গিয়ে মেকআপ করেন। মঙ্গলবার একটি কল পেয়ে সাভার থেকে ঢাকায় আসেন তিনি। পরে এ ঘটনা ঘটে।
দুই বছর পর বিশ্ব ইজতেমা, শুরু হচ্ছে ১৩ জানুয়ারি
করোনাভাইরাসের প্রকোপের কারণে দুই বছর ধরে স্থগিত থাকা বিশ্ব ইজতেমা আবারও শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি। স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে দুই ভাগে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম ধাপে ও ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় ধাপে এ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে

Dataset Card for "text_summarization_dataset1"

More Information needed

Downloads last month
3
Edit dataset card