translations
stringlengths
7
3.15k
আমার আব্বা স্টেশনে আসছিল আমারে নিতে। ###>My father came to the station to receive me
১৯২০ ###>1920
আমাদের উপরে যেতে হবে. ###>We got to get back up there.
কোনো পুনঃআকৃতি নেই ###>_Normal size
DSA ###>DSA
আবশ্যক ব্যক্তি (_R) ###>_Required people
তবে বলাবাহুল্য ধর্মানুসারী দের প্রথামাফিক একত্র হওয়ার জন্যে মাথার ছাদ লাগে এবং বিভিন্ন চার্চ শহর আর নগরে বিশাল সব বাড়ি নির্মান করছে। ###>A departing prayer was seen as a tonic but it is now a ritual that almost every long distance journey has to be blessed with.
#নেপালভূমিকম্প এপ্রিল ২৫ (উপরে) এবং মে ১২ ###>#NepalEarhquake April 25 (above) and May 12. pic.twitter.com/ZUHEOstnXr — Kashish Das Shrestha (@kashishds) May 12, 2015
তুমি এটা নিয়ে মিথ্যা বললে _BAR_ ###>You could have lied about that.
আমরা ইজরায়েলের নাগরিকরা যে ভারসাম্যহীন ক্ষমতা এবং নিপীড়নের প্রয়োগ লাভ করেছি, সেটা দিয়েই ইস্রায়েলি শাসকগোষ্ঠী আজ আমাদেরকে হিংসাত্মক ভাবে গুঁড়িয়ে দেয়া করার চেষ্টা করছে। ###>The disproportionate use of power and the oppression that we, the citizens of Israel, received today is a violent attempt of the Israeli regime to crush us.
বলে দাও-হে মানবকুল , তোমরা যদি আমার দ ্ বীনের ব ্ যাপারে সন ্ দিহান হয়ে থাক , তবে ( জেনো ) আমি তাদের এবাদত করি না যাদের এবাদত তোমরা কর আল ্ লাহ ব ্ যতীত । কিন ্ তু আমি এবাদত করি আল ্ লাহ ত ’ য়ালার , যিনি তুলে নেন তোমাদেরকে । আর আমার প ্ রতি নির ্ দেশ হয়েছে যাতে আমি ঈমানদারদের অন ্ তর ্ ভুক ্ ত থাকি । ###>Say thou : ye men ! if ye are in doubt concerning my religion-- then worship not those ye worship beside Allah , but I worship Allah who causeth you to die ; and I am commanded that I should be of the believers .
বলুন , আমিও তোমাদের মতই মানুষ , আমার প ্ রতি ওহী আসে যে , তোমাদের মাবুদ একমাত ্ র মাবুদ , অতএব তাঁর দিকেই সোজা হয়ে থাক এবং তাঁর কাছে ক ্ ষমা প ্ রার ্ থনা কর । আর মুশরিকদের জন ্ যে রয়েছে দুর ্ ভোগ , ###>Say ( unto them O Muhammad ) : I am only a mortal like you . It is inspired in me that your Allah is One Allah , therefor take the straight path unto Him and seek forgiveness of Him .
হেতাউদা শহরে দৌড়াদৌড়ি করতে থাকা গণ্ডার। হেতাউদা থেকে কিশান পোদেল ভিডিওটি পাঠিয়েছেন। ###>Rhino on the Run in Hetauda Video provided by Kishan Poudel from Hetauda. #WildLife @kashishds pic.twitter.com/OqTCqYUxFu — Sahadev Poudel (@Sahadevision) March 30, 2015
এর বিষয়বস্তু ইম্পোর্ট করতে এখানে ক্লিক করুন ###>Click here to import its contents
আর নিশ ্ চয়ই ইউনুস ছিলেন রসূলগণের অন ্ যতম । ###>Indeed Jonah was one of the apostles .
- ধন্যবাদ, কিন্তু আমি... ###>Well, thank you very much, but I...
আরম্ভের তারিখ (_r): ###>Start day:
আউটপুট মিডিয়া ###>Output media
ঠিক আছে? ###>Okay?
মানুষের কাছে তাদের হিসেব-নিকেশ আসন ্ ন , তথাপি তারা বেখেয়ালিতে ফিরে যাচ ্ ছে । ###>Mankind s reckoning ’ has drawn near to them , yet they are disregardful in [ their ] obliviousness .
আর যে ২৩% ভোট দিয়েছিল, নিশ্চয় কিছু নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্ট ছিল বা নির্বাচিত সংসদের পরিবেশনা নিয়ে তাদের নিজেদের বিভিন্ন কারনে, তাই এটা বেশীদূর চিন্তা করতে হয়না যে আসলে ৮৯% মিশরী -উপরে উল্লিখিত পোল অনুযায়ী- মনে করেনা যে সংসদ তাদের প্রতিনিধিত্ব করে আর এর ফলে আগুন লাগার ফলে যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয়েছে তা বোঝা যায়। ###>And out of the 23% who did vote, surely some of them were dissatisfied with the results of the elections or the performance of the elected parliament for their own various reasons; thus, it is not too far fetched to see that actually 89% of Egyptians - as per the above mentioned poll - do not think that the parliament represents them and this might explain the diversity of reactions the fire evoked.
ওহ! ###>Oh, Edmund!
মিয়াওলি সরকারের চুক্তিভঙ্গের কারনে বিক্ষোভ সৃষ্টি হয় এবং দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভকারীরা বাড়িগুলোর আশেপাশে অবস্থান নিয়ে ভাঙ্গার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। ###>Outraged by the Miaoli government's violation of the agreement, protesters had gathered together around the four houses to defend them against expropriation for more than two weeks.
ইজরায়েল নিজেই অনেক সময়, শ্রম আর অর্থ ব্যায় করে গাজাবাসীদের সাহায্যের জন্য। ###>Israel itself spends incredible amounts of time, effort and money to help Gazans.
এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে আমাদের চিন্তার ভাগাভাগি করা এবং প্যালেস্টাইনের বর্তমান অবস্থা নিয়ে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা। ###>The goal of this event will be to share thoughts, and raise awareness about the Palestinian situation.
আপনার আসন নিচে পান! ###>Get down in your seats!
(%s)-এ একটি অ্যারে ফলাফল প্রত্যাশিত ###>(%s) expects an array result
এই গণহত্যার পর কয়ারের দল নিজেদের তৈরি গানের মধ্যে দিয়ে সরকারের কাছে এই ঘটনার বিচার দাবি করে। ###>After that massacre, the choir started singing and asking for justice to the government with their own songs, this was also a way of raising awareness about what was happening in their area.
অতএব যারা কাফের হয়েছে , তাদেরকে আমি কঠিন শাস ্ তি দেবো দুনিয়াতে এবং আখেরাতে-তাদের কোন সাহায ্ যকারী নেই । ###>I shall sternly punish the unbelievers in this life and in the life to come and no one will help them .
এটা নিয়ে কারো সাথে আলাপ করনি? ###>You ever thought about talking about it with somebody?
আমি একজন যোদ্ধা! ###>I'm a soldier.
- অবশ্যই, হ্যাঁ! ###>Of course. Yeah.
নওরোজের সময় ইরানে প্রতি বছর অর্ধকোটি গোল্ডফিশ মারা যায়। ###>Five millon goldfish die in Iran each year during Nowruz period.
তারা চুপিসারে পরস ্ পরে বলাবলি করবেঃ তোমরা মাত ্ র দশ দিন অবস ্ থান করেছিলে । ###>Whispering secretly among themselves , “ You have not stayed on earth but for ten days . ”
- زيادة زوار ومتابعي المدونات الذين ستزداد ثقتهم في وجود جديد كل مرة ৩০ দিন ব্লগ করা নামক প্রচারণার অর্থ হচ্ছে ###>- زيادة زوار ومتابعي المدونات الذين ستزداد ثقتهم في وجود جديد كل مرة . The 30 Days of Blogging campaign is meant to:
''আর তোমরা পান করবে তৃষ্ণার্ত উটের পান করার ন্যায়।’’ ###>And will drink as the drinking of thirsty camels .
আমার হৃদয়ের জমিন শুধু তোমার, ###>My heart is yours...
কি? ###>What?
- ধরো ওকে। ###>Bring him down.
এজন্য আমি নমুনা বা প্রতিলিপি ব্যবহার করিনি। ###>My insect creations are not intended to be realistic.
তারপর সে ভ ্ রকুঞ ্ চিত করল ও মুখ বিকৃত করল , ###>then frowned and scowled ;
আর আকাশকে বিদীর ্ ণ করা হবে , সুতরাং তা হবে বহু-দরজা-বিশিষ ্ ট । ###>And the heaven is opened and will become gateways
“%s” ফাইলটি ডাউনলোড সারিতে যোগ করা হয়েছে। ###>The file “%s” has been added to the downloads queue.
তারা বলেঃ আগুন আমাদিগকে কখনও স ্ পর ্ শ করবে না ; কিন ্ তু গণাগনতি কয়েকদিন । বলে দিনঃ তোমরা কি আল ্ লাহর কাছ থেকে কোন অঙ ্ গীকার পেয়েছ যে , আল ্ লাহ কখনও তার খেলাফ করবেন না-না তোমরা যা জান না , তা আল ্ লাহর সাথে জুড়ে দিচ ্ ছ । ###>Say : ' Have you taken with God a covenant ? God will not fail in His covenant ; or say you things against God of which you know nothing ?
জা৩টার, এই উদ্যোগের সংগঠক, এই দিনটি পালনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করেছেন তার লেখায়: ###>za3tar, the organizer of the initiative, explained the purpose in a post saying:
আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তথাস্তু' ###>let us pray to Almighty God, amen'
থাকলে অবাক হতোনা. ###>Well, she wouldn't exactly be shocked.
অতীতকে পুনঃজাগ্রত নয়, পেছনে ফেলতে হয় ###>The past is not to be revived, but to be outgrown.
যখন আপনার পালনকর ্ তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ ্ ঠ সম ্ প ্ রদায়ের নিকট যাও ; ###>And recall what time thy Lord called unto Musa , saying : go thou unto the wrong-doing people .
অজানা পরিবহন সহযোগে SMTP অনুমোদনের পূর্বে POP অনুমোদন ###>POP Before SMTP authentication using an unknown transport
হ্যা. শেয়ার করুন... ###>Share yourself... completely.
কার্টুনটির নাম ডোরেমন। ###>The name of the Japanese anime (dubbed in Hindi) is Doraemon.
কখনো কখনো কিছুটা বেরিয়ে আসে। ###>Sometimes a little spills.
গামোরা এখনো ডোর খুলেনি! ###>Gamora hasn't opened the door!
গত দশ বছরে উনার সঙ্গে দেখা হয়নি. ###>I haven't really spoken to him for ten years.
ডাইনিংরুম খোলা থাকতে পারে . ###>Maybe the diner's open.
সাবধানে ধরুন ওটা। ###>Be careful with that.
দেখো. ###>Look.
সংযুক্ত করার জন্য {0} থেকে বার্তা উদ্ধার করা যায়নি। ###>Could not retrieve messages to attach from {0}.
জেনারেল হূ হিংস্র বন্য গেট থেকে আমাদের উদ্ধার করেছিলেন ###>We were all rescued by General Huo from the Wild Geese Gate
- একটা অটো ডেকে নিয়ে এসো। ###>- Call for an auto.
এটা ... ###>It was just a...
X1 ###>X1
শিরোনাম ৩ ###>Heading 3
ক্লাস বরখাস্ত ছবিটি মালালার উপর তৈরি করা আন্তর্জাতিক দর্শকদের জন্য প্রথম তথ্যচিত্র। ###>In Malala's case she's lucky because the government at least or public figures have been openly very supportive of her.
বসো। ###>Sit down.
এবং যারা বিশ ্ বাস স ্ থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প ্ রতি অবতীর ্ ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর ্ ববর ্ তীদের প ্ রতি অবতীর ্ ণ হয়েছে । আর আখেরাতকে যারা নিশ ্ চিত বলে বিশ ্ বাস করে । ###>who believe in what has been sent down to thee and what has been sent down before thee , and have faith in the Hereafter ;
এলফ-তরুণী যে তার প্রেম দিয়েছিলো এক মরণশীলকে... ###>The Elf-maiden who gave her love to Beren, a mortal.
ভাল চেহারা, নেকড়ে. ###>Look well, wolves.
কিন ্ তু তাঁর সম ্ প ্ রদায়ের মধ ্ যের যারা অবিশ ্ বাস করেছিল তাদের প ্ রধানরা বললে -- ''আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ বই দেখছি না, আর আমরা তোমাকে দেখছি না যে তোমাকে তারা ছাড়া এমন অন্য কেউ অনুসরণ করছে যারা হচ্ছে প্রথম দৃষ্টিতেই আমাদের মধ্যে অধম, আর আমরা তোমাদের মধ্যে আমাদের চাইতে কোনো গুণপনাও দেখছি না, বরং আমরা তোমাদের মনে করি মিথ্যাবাদী।’’ ###>But the elite of the faithless from among his people said , ‘ We do not see you to be anything but a human being like ourselves , and we do not see anyone following you except those who are simpleminded riffraff from our midst . Nor do we see that you have any merit over us .
অল্প কিছু. ###>Just scattered notes.
কি? অভিনন্দন। ###>What? Congratulations.
সে বললে -- ''ওহে প্রধানগণ! আমার করণীয় সন্বন্ধে আমাকে উপদেশ দাও, আমি কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণকারী হই না যে পর্যন্ত না তোমরা আমার সাক্ষাতে থাকো।’’ ###>She said : O chiefs ! counsel me in my affair . I am wont not to resolve on any affair until ye are present with me .
আরও ছবি পাওয়া যাবে সিভিল মুভমেন্ট অফ আফঘানিস্তান ওয়েবসাইটে একটি রিপোর্টসহ ###>More photos can be found on Civil Movement of Afghanistan along with a report.
তুমি আমাকে বলেছ আমাদের লোকেরা কেমন ছিল ###>You told me to help our people.
যাতে আছে , সঠিক বিষয়বস ্ তু । ###>Wherein are all the right ordinances .
তোমার জন্য কেউ তাকে ধোকা দিবেনা. ###>Nobody's gonna cross him for you.
সভা (_e) ###>M_eeting
আজকে সেই প্রত্যাশিত ঘটনাটি ঘটল। ###>And today (Sunday) the inevitable happened.
সে ব ্ যতীত যে তওবা করে এবং ঈমান আনে ও পুণ ্ য-পবিত ্ র ক ্ রিয়াকর ্ ম করে । সুতরাং তারাই , -- আল ্ লাহ ্ তাদের মন ্ দকাজকে সৎকাজ দিয়ে বদলে দেবেন । আর আল ্ লাহ ্ সতত পরিত ্ রাণকারী , অফুরন ্ ত ফলদাতা । ###>Save him who repenteth and believeth and doth righteous work ; as for such , Allah will change their evil deeds to good deeds . Allah is ever Forgiving , Merciful .
তিনি ধর্মনিরপেক্ষতার কাণ্ডারি ছিলেন। ###>He was a great defender of secularism. http://t.co/Tlsnug4FOB — Saikat Datta (@saikatd) February 27, 2015
তুমি এটাই বলেছ? ###>Do you mean this?
তাদের নাদুসনুদুস বানাবে না এবং ক ্ ষুধাও মেটাবে না । ###>Which shall neither nourish nor avail against hunger .
'পাঁচ অথবা বেশি' ###>Five or More Scores
- তুই কি "মাইন কাম্ফ" এর উপর কোন নোট লিখেছিস? ###>-Did you turn in a paper on Mein Kampf?
এই প্রচারে সাহায্য করতে এবং বাকশক্তিহীন এসব মানুষের পক্ষে আওয়াজ তুলতে স্কপিতে নাট্যকলা অনুষদের কয়েকজন শিক্ষার্থী কয়েকটি ভিডিও তৈরি করেছেন। এসব ভিডিওতে তারা জরিপ থেকে পাওয়া বিভিন্ন বিবৃতির কিছু অংশবিশেষ পড়ে শুনিয়েছেন। ###>To aid in the promotion and give a voice to the voiceless, several students from the Skopje Faculty of Dramatic Arts made videos in which they read portions of statements from the survey.
কিন্তু তাতে কারো কিছু আসে যায় না। ###>It seems the journalist tourist is misled by some appearances.
সুন্দরী তরুণী আর সুসজ্জিত তরুণ, তাদের মধ্যে ভালোবাসা বা ত্রিমাত্রিক ভালোবাসা. ###>Pretty girls and neat boys, and their pure love or triangular love relations….
মিনিট ###>minutes
আমার একজন গবেষক প্রয়োজন. ###>I need a researcher.
আমরা সবসময়ই একই টিমে ###>We're always on the same team.
আর বইগুলো পুড়িয়ে বেশ একটা উৎসব হবে মাঠে। ###>We'll have us a little book barbecue in the yard.
এতক্ষণ কোথায় ছিলে মা? ###>Where were you on that one, Ma?
আমাদের মধ ্ যে নির ্ বোধেরা আল ্ লাহ তা ’ আলা সম ্ পর ্ কে বাড়াবাড়ির কথাবার ্ তা বলত । ###>' And that the foolish among us [ i.e. Iblis ( Satan ) or the polytheists amongst the jinns ] used to utter against Allah that which was wrong and not right .
আল ্ লাহ সন ্ তান জন ্ ম দিয়েছেন । নিশ ্ চয় তারা মিথ ্ যাবাদী । ###>" God has begotten children . " They are truly liars .
আমার কাছে এ ওহীই আসে যে , আমি একজন স ্ পষ ্ ট সতর ্ ককারী । ###>Naught is revealed to me save that I am a plain warner .
কাল কি আবার আসবে, ক্যালেব? ###>Will you come back tomorrow, Caleb?
আপনি এখনো ও কি চান আমি আপনার বোনকে দেখি? ###>Do you still want me to visit your sister?
তোমার সব ধাঁধা! আমাকে ব্যস্ত রাখা! ###>All your little puzzles, making me dance.
কিন ্ ত আমরা যদি তোমাকে নিয়ে নিই , আমরা তবুও তাদের থেকে শেষ-পরিণতি আদায় করব , ###>Even if We take you away , We will wreak vengeance upon them .