File size: 3,362 Bytes
033fa95
 
1
2
Serial,Title,Date,Author,News
1019,বেকার যুবককে মোটোরবাইক দিল রোটারী ক্লাব অব ঢাকা অবনী,2021-08-18,ইত্তেফাক অনলাইন ডেস্ক,আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮১ একটি সেমিনার ওয়েবিনারসহ অনুষ্ঠিত হলো। এই আয়োজনের সহযোগিতায় ছিল যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইউনাইটেড নেশনস ভলান্টিয়ারস ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার। অনুষ্ঠানটির স্বার্বিক তত্ত্বাবধানে ছিল রোটারী ক্লাব অব ঢাকা অবনী ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন বিশেষ অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মহাপরিচালক আব্দুল কাইয়ুম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আখতারুজজামান খান কবির ইউএন ভলান্টিয়ারস বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর আকতার উদ্দিন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রাকিবুল আমিন রোটারী জেলা গভর্নর ব্যারিস্টার মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও রোটারী ক্লাব অব ঢাকা অবনীর সভাপতি তুহিন আব্বাসসহ আরো অনেকে।   অনুষ্ঠানে কীনোট উপস্থাপন করেন জনস্বাস্থ্য যোগাযোগ বিশেষজ্ঞ ও অধ্যাপক কমিউনিটি মেডিসিন ডা. অনুপম হোসেন। এসময় একজন বেকার যুবককে স্বাবলম্বী করার উদ্দেশ্যে একটি মোটরবাইক প্রদান করা হয়।ইত্তেফাকআরকে