Headlines
stringlengths
51
80
Highlights
stringlengths
53
459
এবার ক্যাম্পাসে আসছে ইউজিসি’‌র বিশেষ টিম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট কেমন?
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় ইউজিসি। সেই চিঠির উত্তরও দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তাতে সন্তুষ্ট নয় ইউজিসি। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসির প্রতিনিধি দল বলে সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে অখুশি হয়েই ক্যাম্পাসে আসার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।
শনিবার আসতেই ফের গুটিগুটি পায়ে আয় বাড়ল গদর ২-র, তবু পেরোতে পারল কি ৫০০ কোটি?
Gadar 2 Box Office Collection: শনি রবি আসতেই টুকটুক করে এখনও বেড়েই চলেছে গদর ২ ছবির আয়। চতুর্থ শবিরবারেও অন্যথা হল না। এদিন ছবিটি মোট কত টাকা ঝুলিতে পুড়ল? ছুঁতে পারল কি ৫০০ কোটি?
লালু ‘স্যারের’ নজরদারিতে খাসির মাংস রান্না রাহুলের! বোন বললেন, সত্যিই রেঁধেছিস?
আগেরবার রাহুল গান্ধীকে রান্নার টিপস দিয়েছিলেন। এবার একেবারে নিজে হাতে রাহুলকে খাসির মাংস রান্না করা শেখালেন লালুপ্রসাদ যাদব। লালুর বাড়িতে গিয়ে নিজে হাতে রান্না করেন রাহুল। তাঁকে সাহায্য করেন লালু ও তাঁর মেয়ে মিসা ভারতীও।
বাদ সঞ্জু, রাহুল-ইশানের এন্ট্রি! ICC ODI WC 2023-এর জন্য দল বেছে নিল BCCI
ক্যান্ডিতে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের খেলার পরে এই বৈঠকটি হয়েছিল। জানা গিয়েছে সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং প্রসিধ কৃষ্ণার সঙ্গে যারা পূর্বোক্ত এশিয়া কাপের জন্য এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছেন, তারাও বিশ্বকাপ দলে জায়গা পাননি।
‘ঢাই কিলো কা' বুদ্ধিতে আইনস্টাইনকে টক্কর দিতেন সানি! বললেন, 'আমার ১৬০ আইকিউ ছিল'
Sunny Deol: আইনস্টাইনের থেকেও বেশি বুদ্ধিমান সানি দেওল! সম্প্রতি তেমনটাই দাবি করলেন অভিনেতা। জানালেন স্কুলে পড়াকালীন তাঁর আইকিউ ১৬০ ছিল।
আজ নয়, সোমবার ভারী বর্ষণ রাজ্যের একাধিক জেলায়, কমবে গরমও, বাকি জায়গায় কী হবে?
রবিবার নয়, সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলির একটি বা দুটি অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারইমধ্যে সোমবার থেকে রাজ্যে কিছুটা গরমও কমবে।
লোকাল ট্রেনের আড্ডায় কীভাবে আজও ধরা দেন ‘উত্তম কুমার’? এক সত্যিকারের অভিজ্ঞতা
Uttam Kumar Birthday: উত্তম কুমার। বাঙালি জীবনে প্রথম ও সেরা মহানায়ক কে জিজ্ঞেস করলেই প্রথমবারেই উঠে আসবে এই নাম। লোকাল ট্রেনের আড্ডাতেও তিনি ধরা দেন অনন্য ভূমিকায়।‌
দেবকে ছাপিয়ে গেল সানি-প্রেম! বাংলায় রমরমা গদর ২-র, ব্যোমকেশের তিন সপ্তাহে আয় কত?
১১ অগস্ট মুক্তি পেয়েছিল গদর ২ সিনেমা হলে। ওই একইদিনে হলে মুক্তি পায় অক্ষয় কুমারের ওএমজি ২। সঙ্গে টলিউডে মুক্তি পায় আরও দুটো সিনেমা। দেব-রুক্মিণীর ব্যোমকেশ ও দুর্গ রহস্য এবং মধুমিতা-অপরাজিতার চিনি ২।
ম্যাচটা হলে আমরাই জিততাম! বিরাট-রোহিতদের আউট করার রহস্য ফাঁস করলেন শাহিন
ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। তবে বৃষ্টির জন্য এই ম্যাচটিকে বাতিল করা না হলে ম্যাচটি জিতত পাকিস্তান! এমনটাই দাবি করেছেন পাকিস্তানের পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। এদিন বিরাট-রোহিতদের আউট করার রহস্য ফাঁস করলেন তিনি।
কেন রোভারকে ‘ঘুম’ পাড়িয়ে দিল ISRO? চাঁদে ফের কবে সূর্যোদয় হবে? তাতে কী লাভ?
গুটিগুটি পায়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল চাঁদের মাটিতে। কিন্তু কেন রোভার প্রজ্ঞানকে ‘ঘুম’ পাড়িয়ে দিল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো? এবার চাঁদে পরবর্তী সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছে। কবে চাঁদে ফের সূর্য উঠবে?
সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নয়া ভাবনা রাজ্য সরকারের, নিয়োগে কি বাড়তি সুবিধা?
এখন সিভিক ভলান্টিয়াররা ছুটি পান অসুস্থ হলে। নির্দিষ্ট ইউনিফর্ম, দুর্ঘটনা বিমা আছে। এগুলি হয়েছে ওয়েলফেয়ার বোর্ডের দৌলতে। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য ১০ শতাংশ ‘কোটা’ রয়েছে। কোনও সিভিকের মৃত্যু হলে বা দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা আছে।
আজ অনেক প্রতিবেশীর টিভি বেঁচে গেল- পাকিস্তানকে নিয়ে ইরফান পাঠানের ঠাট্টা
ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিলের পর প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান ম্যাচটি ভেস্তে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ মজার প্রতিক্রিয়া দিয়েছেন। ইরফান পাঠান টুইট করে লিখেছেন, ‘আজ অনেক প্রতিবেশীর টিভি বেঁচে গেল।’
‘‌বিশ্ববিদ্যালয়ের অফিসার সরকারের নির্দেশ মানতে বাধ্য নয়’‌, সংঘাতে রাজ্যপাল
রাজ্য সরকারকে সরিয়ে রেখে রাজ্যপাল একের পর এক উপাচার্য নিয়োগ করেছেন। তারপর নিজেই উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তি জারি করেছেন। এবার রাজ্য সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পদাধিকারীদের দূরত্ব বাড়িয়ে দিলেন। তাতে সংঘাতের বাতাবরণই তৈরি হল।
‘সনাতন ধর্ম ডেঙ্গি, মশার মতো’, বললেন মমতাদের ‘বন্ধু’, গণহত্যার ডাক, আক্রমণ BJP-র
সনাতন ধর্মকে ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্টালিনের। যে ডিএমকে বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সেই পরিস্থিতিতে উদয়নিধির মন্তব্য নিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়দের জোটকে আক্রমণ শানিয়েছে বিজেপি।
খেলা নিয়ে রাজনীতি, ক্ষমারও অযোগ্য! ACC-র বিরুদ্ধে প্রাক্তন PCB প্রধানের অভিযোগ
নাজাম শেঠি এক্সে লিখেছেন, ‘কতটা হতাশাজনক! বৃষ্টির কারণে ভেস্তে গেল ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা। কিন্তু এটার পূর্বাভাস ছিল। পিসিবি চেয়ারম্যান হিসেবে আমি এসিসিকে সংযুক্ত আরব আমির শাহিতে খেলার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু শ্রীলঙ্কাকে জায়গা দেওয়ার জন্য দুর্বল অজুহাত তৈরি করা হয়েছিল।’
বাগানের বদলার ম্যাচ,লাল-হলুদকে তাতাচ্ছে ইতিহাস,জানুন কী ভাবে,কোথায় দেখবেন ডার্বি
ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের বদলার ম্যাচ। অন্যদিকে ইস্টবেঙ্গলকে তাতাচ্ছে ১৯ বছর আগের ইতিহাস। নিঃসন্দেহে রবিবাসরীয় যুবভারতী টানটান উত্তেজনার এক ডার্বির সাক্ষী থাকতে চলেছে, এমনটা আশা করাই যায়। আর সেই ডার্বি ম্যাচটি বাড়িতে বসে কী ভাবে দেখতে পাবেন, সেটি জেনে বিস্তারিত ভাবে।
IND vs PAK: ১১ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার নজির কোহলির
কোহলি স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে এনে আউট হলেন কোহলি। পুরো নিজের দোষে। অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিতরের কানা লাগিয়ে বসেন কোহলি। বল ব্যাটে লাগার পরে স্টাম্পে গিয়ে লাগে। ৪ রান করে শাহিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
'৫০০ টাকা হয়ে যাবে রান্নার গ্যাসের দাম….', এখন LPG সিলিন্ডারের দর কত পড়ছে?
লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই দেশে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার। সিলিন্ডারপিছু দাম ২০০ টাকা কমানো হয়েছে। সেই আবহেই সিলিন্ডারের দাম নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিশ্রুতি, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার মিলবে।
ওটা কোনও শটই ছিল না- সুযোগ বুঝে আউট নিয়ে কোহলির উপর গায়ের জ্বালা মেটালেন গম্ভীর
কোহলি স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে এনে আউট হলেন কোহলি। পুরো নিজের দোষে। অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিতরের কানা লাগিয়ে বসেন কোহলি। বল ব্যাটে লাগার পরে স্টাম্পে গিয়ে লাগে।
পড়ুয়াদের ডিগ্রি-সার্টিফিকেটে আধার কার্ডের নম্বর ছাপা যাবে না, নির্দেশ UGC-র
আধার কার্ডের নম্বর অত্যন্ত ব্যক্তিগত তথ্য। আর তথ্যের গোপনীয়তা বজায় রাখতে পড়ুয়াদের ডিগ্রি বা প্রভিশনাল সার্টিফিকেটে আধার নম্বর ছাপা যাবে না বলে জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলির কাছে চিঠিও পাঠানো হয়েছে।
আপাতত চাঁদে কাজ শেষ, 'ঘুমিয়ে' পড়ল রোভার, কবে ‘ঘুম’ ভাঙবে? জানাল ISRO, নাহলে…..
রোভার প্রজ্ঞানের ‘ঘুমিয়ে’ দিনটা আসার কথা ছিল। সকলেরই জানা ছিল। কিন্তু দিনটা যখন এল, তখন ভারী হয়ে এল মনটা। মনে হল যে নিজের কেউ যেন এমন এক জগতে চলে গেল, যে জগৎ থেকে হয়ত ফিরবে না। তাও তার যাতে ‘ঘুম’ ভাঙে, সেই আশায় বুক বাঁধছে ভারত। কবে চন্দ্রযান ৩-র রোভারের ‘ঘুম’ ভাঙতে পারে, জানাল ইসরো।
IND vs PAK: হ্যারিস রউফের বলে ভাঙল শ্রেয়স আইয়ারের ব্যাট! দেখেছেন কি এই ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ফাস্ট বোলার হ্যারিস রউফের বলে শ্রেয়স আইয়ারের ব্যাটটি কীভাবে ভেঙে যাচ্ছে। আসলে, হ্যারিসের বলে দুর্দান্ত স্কয়ার ড্রাইভ খেলেন শ্রেয়স আইয়ার। এ সময় তাঁর ব্যাট ভেঙে যায়।
অনিলজির অস্বীকার করলেও আমার কাছে ওঁর চ্যাট, ভিডিয়ো সব প্রমাণই আছে: আমিশা
‘অনেকেই জানতে চাইছেন আমার আর অনিল শর্মাজির সম্পর্ক কি তিক্ত? এমন প্রশ্ন আমি জানাতে চাই, কোনওদিনই অনিল শর্মার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। এমনকি গদর ১এর সময়তেও। তবে তারপরেও উনি এই পরিবারে অংশ। গদর আমি করেছি শুধু সানি আর Zee স্টুডিওর জন্য। '
রাজধানীতে রেহাই পেলেন না ৮৫ বছরের বৃদ্ধাও! ধর্ষণ করে ব্লেড দিয়ে চিরে দিল যুবক
একেবারে শিউরে ওঠার মতো ঘটনা। একজন ৮০ বছরের বৃদ্ধাকেও ছাড়ল না দুষ্কৃতীরা। তবে এবার এনিয়ে কড়া অবস্থান নিয়েছে জাতীয় মহিলা কমিশন। পুলিশের কাছ থেকে অ্য়াকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন।
ENG-W vs SL-W: স্পিনের ফাঁদে পা পিছলে ১০৪ অলআউট ইংল্যান্ড,জিতে ইতিহাস শ্রীলঙ্কা
ইংল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিহাস লিখল শ্রীলঙ্কা। শনিবার প্রথম বার কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রিটিশ মহিলাদের হারালেন লঙ্কার মেয়েরা। ৪০ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে নজির গড়ল শ্রীলঙ্কার মহিলা টিম।
এক দেশ-এক ভোট, কমিটিতে থাকতে পারছি না,শাহকে কড়া চিঠি দিয়ে আমন্ত্রণ ফেরালেন অধীর
কার্যত প্রত্যাশিতই ছিল বিষয়টি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অত্যন্ত কৌশলে অধীরের নামটি কমিটিতে রাখা হয়েছিল। কিন্তু প্রত্যাশামতোই সেই কমিটি থেকে নাম প্রত্যাখান করে অমিত শাহকে চিঠি দিলেন অধীর চৌধুরী।
'বিনোদিনী', 'দ্রৌপদী', '১৭৭০' নিয়ে কী বললেন রামকমল?
রামকমল মুখোপাধ্যায় বললেন, ‘এক দুয়া-র জন্য জাতীয় পুরস্কার পেয়ে ভীষণভাবেই আপ্লুত। ওইদিনই কলকাতায় এসেছিলাম, এখানে এসেই সুখবর পাই। এষা দেওলও ভিডিয়ো কল করেছিলেন। আমি জাতীয় পুরস্কার জেতায় দেব-রুক্মিণী আমার জন্য বিশেষ পার্টি রেখেছিলেন। কলকাতায় বিনোদিনীর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করার জন্যই এসেছি। বিনোদিনীর টিজার বাঘাযতীন-এর সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। সবকিছু ঠিক থাকলে সেটাই হবে। আর ট্রেলার প্রধান-এর সঙ্গে ২৫ ডিসেম্বর যুক্ত করে আনার পরিকল্পনা রয়েছে।’ এখন দেখুন
রবিবার বৃষ্টিতে পণ্ড হবে পুজোর কেনাকাটি? ভারী বর্ষণের পূর্বাভাস ৬ জেলায়, কোথায়?
রবিবার নিশ্চয়ই পুজো শপিংয়ের পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে? তবে রবিবার পশ্চিমবঙ্গের ছ'টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় আবার হালকা বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই বৃষ্টিতে বাঙালির কেনাকাটির উদ্যম না কমলেও কোন কোন জেলায় ভারী বর্ষণ হবে, তা দেখে নিন -
IND vs PAK Asia Cup 2023: ভেস্তে গেল ভারত-পাক মহারণ, সুপার ফোরের টিকিট বাবরদের
India vs Pakistan Asia Cup 2023 live Score Updates: পাল্লেকেলেতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে ইশান কিষান ও হার্দিক পান্ডিয়ার জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে লড়াই করার রসদ সংগ্রহ করে নেয় টিম ইন্ডিয়া। যদিও বৃষ্টির জন্য পাকিস্তান রান তাড়া করার সুযোগ পায়নি।
‘শাহিনকে খেলতে পারে না’, ভারতকে খোঁচা প্রাক্তন পাকিস্তানি PM-র, হলেন তুমুল ট্রোল
Asia Cup 2023: এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ১০ ওভারে চার উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাঁর প্রশংসা করতে গিয়ে ভারতীয় ব্যাটারদের ছোট করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তার জেরে পালটা ট্রোলের মুখে পড়লেন তিনি।
‘এক এক করে ভুল ধরলে…’ পার্থ মামলায় বিচারকের তোপের মুখে সিবিআই
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল কোটি কোটি টাকা। এরপর গোটা বাংলা জুড়ে কার্যত শোরগোল পড়ে যায়।
ক্রিকেটে ভেস্তে গেল ম্যাচ, হকিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত
২০১৭ সালের ১৮ জুন একইদিনে হকি এবং ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেদিন হকিতে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। তারপর হেরে গিয়েছিলেন বিরাট কোহলি। আজ ভারত হকিতে ঐতিহাসিক জয় পেয়েছে। তবে ক্রিকেট ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য।
মেট্রোর জন্য ৬০ দিন পুরো বন্ধ থাকবে বাইপাসের এই রাস্তা! কোথা দিয়ে গাড়ি যাবে?
EM Bypass traffic diversion for metro: নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট (ভায়া রাজারহাট) মেট্রো করিডরের গুরুত্বপূর্ণ অংশে নির্মাণ কাজ চলবে। সেজন্য টানা ৬০ দিন ইএম বাইপাসের একটি অংশ বন্ধ থাকবে। সেইসময় কোন রাস্তা দিয়ে গাড়ি ঘোরানো হবে, তা দেখে নিন -
'জঙ্গলে মিতিন মাসি', অ্যাকশন দৃশ্যে কোয়েল, বাবা রঞ্জিৎ মল্লিকের সঙ্গে এল তুলনা
এবার জঙ্গলে অভিযানে নামতে দেখা যাবে মিতিন মাসিকে। লক্ষ্য একটাই, চোরা শিকারিদের পাকড়াও করা। ছবির টিজারে তাই অ্যাকশন মোডে পাওয়া গেল মিতিন মাসি কোয়েলকে। 'জঙ্গলে মিতিন মাসি' টিজার দেখে অনেকেই আবার কোয়েলের অ্যাকশনের সঙ্গে তাঁর বাবা, একসময়ের বাংলা ছবির অ্যাকশন হিরো রঞ্জিৎ মল্লিকের তুলনা টেনেছেন।
মাঠের বাইরের সৌজন্য উধাও, ইশানকে আউট করে উগ্র ব্যবহার রউফের, বদলা নিলেন হার্দিক
ম্যাচের প্রথম দিকে ভারতীয় ব্যাটারদের উপর চাপ তৈরি করেছিল পাকিস্তান। পাকিস্তান বোলারদের সামলে নিয়ে ভারতকে দুরন্ত ইনিংস খেলে লড়াইয়ে ফেরান ইশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া। এই পার্টনারশিপ ভাঙেন পাক পেসার হরিস রউফ। তার পরেই ইশানের উদ্দেশ্যে খারাপ ব্যবহার করেন তিনি। যার বদলা হার্দিক নেন।
স্বামী-স্ত্রীর মধ্যে রোজকার ঝামেলা ৪৯৮এ নয়! জানাল কলকাতা হাইকোর্ট
আদালত জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে রোজকার যে ঝগড়া সেটার সঙ্গে ৪৯৮ এ ধারার যে নিষ্ঠুরতার অভিযোগ রয়েছে সেটা ঠিক মেলে না। এক্ষেত্রে সাধারণ যে অভিযোগগুলি করা হচ্ছে তার সঙ্গে সেকশন ৪৯৮ এ মেলে না।
‘জোট বন্ধু’ বাম কংগ্রেস নিয়ে ধূপগুড়িতে একেবারে চুপ অভিষেক, নিশানায় শুধু বিজেপি
শুক্রবার যখন মুম্বইতে ইন্ডিয়া জোটের মিটিং হচ্ছে তখন সেই জোটের সমণ্বয় কমিটির নেতা অভিষেককে নিশানা করে ধূপগুড়িতে একেবারে জোরালো আক্রমণ করেছিলেন বাম-কংগ্রেস। তবে জোটের মিটিং করে এসে এদিন যেন একেবারে অন্য অভিষেক।
ভিডিয়ো: ক্যামেরাটা বন্ধ করুন- ডাগ আউটে ক্যামেরাম্যানের উপর রেগে লাল রোহিত শর্মা
বৃষ্টি আসে এবং ডাগ আউটে ফিরে যান রোহিত। ব্রডকাস্টারের ক্যামেরামম্যান সেখানেই অনবরত তাঁকে রেকর্ড করছিলেন। বিরক্ত হয়ে রোহিত শর্মাকে বলতে শোনা যায় 'আরে এক মিনিট ইয়ার' মানে বন্ধু কি করছ? একটা মিনিট দাঁড়াও। ক্যামেরাম্যানকে রেকর্ডিং বন্ধ করতে বলেন তিনি। সেই ভিডিয়ো ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
প্রতিবেশীদের কন্ডোম পাঠাতেন JUর রেজিস্ট্রারকে হুমকি চিঠি দেওয়ায় অভিযুক্ত অধ্যাপক
অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে গালিগালাজ করে হুমকি চিঠি লেখার অভিযোগ করেছেন প্রতিবেশীরাও। আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, উনি মুখোশ পরে ঘোরেন।
Asia Cup 2023: দ্রাবিড়-যুবরাজের রেকর্ডকে ভেঙে ইতিহাস গড়ল ইশান-হার্দিকের জুটি
এশিয়া কাপে ভারতীয়দের হয়ে পঞ্চম উইকেটের জুটিতে রেকর্ড রান করে ইতিহাস গড়েছেন ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া। এদিন রাহুল দ্রাবিড় ও যুবরাজ সিং-এর রেকর্ড ভেঙে দিয়েছেন ইশান কিষান এবং হার্দিক পান্ডিয়া জুটি।
এবার ক্যাম্পাসে আসছে ইউজিসি’‌র বিশেষ টিম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট কেমন?
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় ইউজিসি। সেই চিঠির উত্তরও দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তাতে সন্তুষ্ট নয় ইউজিসি। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসির প্রতিনিধি দল বলে সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে অখুশি হয়েই ক্যাম্পাসে আসার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।
শনিবার আসতেই ফের গুটিগুটি পায়ে আয় বাড়ল গদর ২-র, তবু পেরোতে পারল কি ৫০০ কোটি?
Gadar 2 Box Office Collection: শনি রবি আসতেই টুকটুক করে এখনও বেড়েই চলেছে গদর ২ ছবির আয়। চতুর্থ শবিরবারেও অন্যথা হল না। এদিন ছবিটি মোট কত টাকা ঝুলিতে পুড়ল? ছুঁতে পারল কি ৫০০ কোটি?
লালু ‘স্যারের’ নজরদারিতে খাসির মাংস রান্না রাহুলের! বোন বললেন, সত্যিই রেঁধেছিস?
আগেরবার রাহুল গান্ধীকে রান্নার টিপস দিয়েছিলেন। এবার একেবারে নিজে হাতে রাহুলকে খাসির মাংস রান্না করা শেখালেন লালুপ্রসাদ যাদব। লালুর বাড়িতে গিয়ে নিজে হাতে রান্না করেন রাহুল। তাঁকে সাহায্য করেন লালু ও তাঁর মেয়ে মিসা ভারতীও।
বাদ সঞ্জু, রাহুল-ইশানের এন্ট্রি! ICC ODI WC 2023-এর জন্য দল বেছে নিল BCCI
ক্যান্ডিতে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের খেলার পরে এই বৈঠকটি হয়েছিল। জানা গিয়েছে সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং প্রসিধ কৃষ্ণার সঙ্গে যারা পূর্বোক্ত এশিয়া কাপের জন্য এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছেন, তারাও বিশ্বকাপ দলে জায়গা পাননি।
‘ঢাই কিলো কা' বুদ্ধিতে আইনস্টাইনকে টক্কর দিতেন সানি! বললেন, 'আমার ১৬০ আইকিউ ছিল'
Sunny Deol: আইনস্টাইনের থেকেও বেশি বুদ্ধিমান সানি দেওল! সম্প্রতি তেমনটাই দাবি করলেন অভিনেতা। জানালেন স্কুলে পড়াকালীন তাঁর আইকিউ ১৬০ ছিল।
আজ নয়, সোমবার ভারী বর্ষণ রাজ্যের একাধিক জেলায়, কমবে গরমও, বাকি জায়গায় কী হবে?
রবিবার নয়, সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলির একটি বা দুটি অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারইমধ্যে সোমবার থেকে রাজ্যে কিছুটা গরমও কমবে।
লোকাল ট্রেনের আড্ডায় কীভাবে আজও ধরা দেন ‘উত্তম কুমার’? এক সত্যিকারের অভিজ্ঞতা
Uttam Kumar Birthday: উত্তম কুমার। বাঙালি জীবনে প্রথম ও সেরা মহানায়ক কে জিজ্ঞেস করলেই প্রথমবারেই উঠে আসবে এই নাম। লোকাল ট্রেনের আড্ডাতেও তিনি ধরা দেন অনন্য ভূমিকায়।‌
দেবকে ছাপিয়ে গেল সানি-প্রেম! বাংলায় রমরমা গদর ২-র, ব্যোমকেশের তিন সপ্তাহে আয় কত?
১১ অগস্ট মুক্তি পেয়েছিল গদর ২ সিনেমা হলে। ওই একইদিনে হলে মুক্তি পায় অক্ষয় কুমারের ওএমজি ২। সঙ্গে টলিউডে মুক্তি পায় আরও দুটো সিনেমা। দেব-রুক্মিণীর ব্যোমকেশ ও দুর্গ রহস্য এবং মধুমিতা-অপরাজিতার চিনি ২।
ম্যাচটা হলে আমরাই জিততাম! বিরাট-রোহিতদের আউট করার রহস্য ফাঁস করলেন শাহিন
ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। তবে বৃষ্টির জন্য এই ম্যাচটিকে বাতিল করা না হলে ম্যাচটি জিতত পাকিস্তান! এমনটাই দাবি করেছেন পাকিস্তানের পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। এদিন বিরাট-রোহিতদের আউট করার রহস্য ফাঁস করলেন তিনি।
কেন রোভারকে ‘ঘুম’ পাড়িয়ে দিল ISRO? চাঁদে ফের কবে সূর্যোদয় হবে? তাতে কী লাভ?
গুটিগুটি পায়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল চাঁদের মাটিতে। কিন্তু কেন রোভার প্রজ্ঞানকে ‘ঘুম’ পাড়িয়ে দিল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো? এবার চাঁদে পরবর্তী সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছে। কবে চাঁদে ফের সূর্য উঠবে?
সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নয়া ভাবনা রাজ্য সরকারের, নিয়োগে কি বাড়তি সুবিধা?
এখন সিভিক ভলান্টিয়াররা ছুটি পান অসুস্থ হলে। নির্দিষ্ট ইউনিফর্ম, দুর্ঘটনা বিমা আছে। এগুলি হয়েছে ওয়েলফেয়ার বোর্ডের দৌলতে। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য ১০ শতাংশ ‘কোটা’ রয়েছে। কোনও সিভিকের মৃত্যু হলে বা দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা আছে।
আজ অনেক প্রতিবেশীর টিভি বেঁচে গেল- পাকিস্তানকে নিয়ে ইরফান পাঠানের ঠাট্টা
ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিলের পর প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান ম্যাচটি ভেস্তে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ মজার প্রতিক্রিয়া দিয়েছেন। ইরফান পাঠান টুইট করে লিখেছেন, ‘আজ অনেক প্রতিবেশীর টিভি বেঁচে গেল।’
‘‌বিশ্ববিদ্যালয়ের অফিসার সরকারের নির্দেশ মানতে বাধ্য নয়’‌, সংঘাতে রাজ্যপাল
রাজ্য সরকারকে সরিয়ে রেখে রাজ্যপাল একের পর এক উপাচার্য নিয়োগ করেছেন। তারপর নিজেই উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তি জারি করেছেন। এবার রাজ্য সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পদাধিকারীদের দূরত্ব বাড়িয়ে দিলেন। তাতে সংঘাতের বাতাবরণই তৈরি হল।
‘সনাতন ধর্ম ডেঙ্গি, মশার মতো’, বললেন মমতাদের ‘বন্ধু’, গণহত্যার ডাক, আক্রমণ BJP-র
সনাতন ধর্মকে ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্টালিনের। যে ডিএমকে বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সেই পরিস্থিতিতে উদয়নিধির মন্তব্য নিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়দের জোটকে আক্রমণ শানিয়েছে বিজেপি।
খেলা নিয়ে রাজনীতি, ক্ষমারও অযোগ্য! ACC-র বিরুদ্ধে প্রাক্তন PCB প্রধানের অভিযোগ
নাজাম শেঠি এক্সে লিখেছেন, ‘কতটা হতাশাজনক! বৃষ্টির কারণে ভেস্তে গেল ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা। কিন্তু এটার পূর্বাভাস ছিল। পিসিবি চেয়ারম্যান হিসেবে আমি এসিসিকে সংযুক্ত আরব আমির শাহিতে খেলার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু শ্রীলঙ্কাকে জায়গা দেওয়ার জন্য দুর্বল অজুহাত তৈরি করা হয়েছিল।’
বাগানের বদলার ম্যাচ,লাল-হলুদকে তাতাচ্ছে ইতিহাস,জানুন কী ভাবে,কোথায় দেখবেন ডার্বি
ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের বদলার ম্যাচ। অন্যদিকে ইস্টবেঙ্গলকে তাতাচ্ছে ১৯ বছর আগের ইতিহাস। নিঃসন্দেহে রবিবাসরীয় যুবভারতী টানটান উত্তেজনার এক ডার্বির সাক্ষী থাকতে চলেছে, এমনটা আশা করাই যায়। আর সেই ডার্বি ম্যাচটি বাড়িতে বসে কী ভাবে দেখতে পাবেন, সেটি জেনে বিস্তারিত ভাবে।
IND vs PAK: ১১ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার নজির কোহলির
কোহলি স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে এনে আউট হলেন কোহলি। পুরো নিজের দোষে। অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিতরের কানা লাগিয়ে বসেন কোহলি। বল ব্যাটে লাগার পরে স্টাম্পে গিয়ে লাগে। ৪ রান করে শাহিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
'৫০০ টাকা হয়ে যাবে রান্নার গ্যাসের দাম….', এখন LPG সিলিন্ডারের দর কত পড়ছে?
লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই দেশে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার। সিলিন্ডারপিছু দাম ২০০ টাকা কমানো হয়েছে। সেই আবহেই সিলিন্ডারের দাম নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিশ্রুতি, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার মিলবে।
ওটা কোনও শটই ছিল না- সুযোগ বুঝে আউট নিয়ে কোহলির উপর গায়ের জ্বালা মেটালেন গম্ভীর
কোহলি স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে এনে আউট হলেন কোহলি। পুরো নিজের দোষে। অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিতরের কানা লাগিয়ে বসেন কোহলি। বল ব্যাটে লাগার পরে স্টাম্পে গিয়ে লাগে।
পড়ুয়াদের ডিগ্রি-সার্টিফিকেটে আধার কার্ডের নম্বর ছাপা যাবে না, নির্দেশ UGC-র
আধার কার্ডের নম্বর অত্যন্ত ব্যক্তিগত তথ্য। আর তথ্যের গোপনীয়তা বজায় রাখতে পড়ুয়াদের ডিগ্রি বা প্রভিশনাল সার্টিফিকেটে আধার নম্বর ছাপা যাবে না বলে জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলির কাছে চিঠিও পাঠানো হয়েছে।
আপাতত চাঁদে কাজ শেষ, 'ঘুমিয়ে' পড়ল রোভার, কবে ‘ঘুম’ ভাঙবে? জানাল ISRO, নাহলে…..
রোভার প্রজ্ঞানের ‘ঘুমিয়ে’ দিনটা আসার কথা ছিল। সকলেরই জানা ছিল। কিন্তু দিনটা যখন এল, তখন ভারী হয়ে এল মনটা। মনে হল যে নিজের কেউ যেন এমন এক জগতে চলে গেল, যে জগৎ থেকে হয়ত ফিরবে না। তাও তার যাতে ‘ঘুম’ ভাঙে, সেই আশায় বুক বাঁধছে ভারত। কবে চন্দ্রযান ৩-র রোভারের ‘ঘুম’ ভাঙতে পারে, জানাল ইসরো।
IND vs PAK: হ্যারিস রউফের বলে ভাঙল শ্রেয়স আইয়ারের ব্যাট! দেখেছেন কি এই ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ফাস্ট বোলার হ্যারিস রউফের বলে শ্রেয়স আইয়ারের ব্যাটটি কীভাবে ভেঙে যাচ্ছে। আসলে, হ্যারিসের বলে দুর্দান্ত স্কয়ার ড্রাইভ খেলেন শ্রেয়স আইয়ার। এ সময় তাঁর ব্যাট ভেঙে যায়।
অনিলজির অস্বীকার করলেও আমার কাছে ওঁর চ্যাট, ভিডিয়ো সব প্রমাণই আছে: আমিশা
‘অনেকেই জানতে চাইছেন আমার আর অনিল শর্মাজির সম্পর্ক কি তিক্ত? এমন প্রশ্ন আমি জানাতে চাই, কোনওদিনই অনিল শর্মার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। এমনকি গদর ১এর সময়তেও। তবে তারপরেও উনি এই পরিবারে অংশ। গদর আমি করেছি শুধু সানি আর Zee স্টুডিওর জন্য। '
রাজধানীতে রেহাই পেলেন না ৮৫ বছরের বৃদ্ধাও! ধর্ষণ করে ব্লেড দিয়ে চিরে দিল যুবক
একেবারে শিউরে ওঠার মতো ঘটনা। একজন ৮০ বছরের বৃদ্ধাকেও ছাড়ল না দুষ্কৃতীরা। তবে এবার এনিয়ে কড়া অবস্থান নিয়েছে জাতীয় মহিলা কমিশন। পুলিশের কাছ থেকে অ্য়াকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন।
ENG-W vs SL-W: স্পিনের ফাঁদে পা পিছলে ১০৪ অলআউট ইংল্যান্ড,জিতে ইতিহাস শ্রীলঙ্কা
ইংল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিহাস লিখল শ্রীলঙ্কা। শনিবার প্রথম বার কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রিটিশ মহিলাদের হারালেন লঙ্কার মেয়েরা। ৪০ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে নজির গড়ল শ্রীলঙ্কার মহিলা টিম।
এক দেশ-এক ভোট, কমিটিতে থাকতে পারছি না,শাহকে কড়া চিঠি দিয়ে আমন্ত্রণ ফেরালেন অধীর
কার্যত প্রত্যাশিতই ছিল বিষয়টি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অত্যন্ত কৌশলে অধীরের নামটি কমিটিতে রাখা হয়েছিল। কিন্তু প্রত্যাশামতোই সেই কমিটি থেকে নাম প্রত্যাখান করে অমিত শাহকে চিঠি দিলেন অধীর চৌধুরী।
'বিনোদিনী', 'দ্রৌপদী', '১৭৭০' নিয়ে কী বললেন রামকমল?
রামকমল মুখোপাধ্যায় বললেন, ‘এক দুয়া-র জন্য জাতীয় পুরস্কার পেয়ে ভীষণভাবেই আপ্লুত। ওইদিনই কলকাতায় এসেছিলাম, এখানে এসেই সুখবর পাই। এষা দেওলও ভিডিয়ো কল করেছিলেন। আমি জাতীয় পুরস্কার জেতায় দেব-রুক্মিণী আমার জন্য বিশেষ পার্টি রেখেছিলেন। কলকাতায় বিনোদিনীর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করার জন্যই এসেছি। বিনোদিনীর টিজার বাঘাযতীন-এর সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। সবকিছু ঠিক থাকলে সেটাই হবে। আর ট্রেলার প্রধান-এর সঙ্গে ২৫ ডিসেম্বর যুক্ত করে আনার পরিকল্পনা রয়েছে।’ এখন দেখুন
রবিবার বৃষ্টিতে পণ্ড হবে পুজোর কেনাকাটি? ভারী বর্ষণের পূর্বাভাস ৬ জেলায়, কোথায়?
রবিবার নিশ্চয়ই পুজো শপিংয়ের পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে? তবে রবিবার পশ্চিমবঙ্গের ছ'টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় আবার হালকা বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই বৃষ্টিতে বাঙালির কেনাকাটির উদ্যম না কমলেও কোন কোন জেলায় ভারী বর্ষণ হবে, তা দেখে নিন -
IND vs PAK Asia Cup 2023: ভেস্তে গেল ভারত-পাক মহারণ, সুপার ফোরের টিকিট বাবরদের
India vs Pakistan Asia Cup 2023 live Score Updates: পাল্লেকেলেতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে ইশান কিষান ও হার্দিক পান্ডিয়ার জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে লড়াই করার রসদ সংগ্রহ করে নেয় টিম ইন্ডিয়া। যদিও বৃষ্টির জন্য পাকিস্তান রান তাড়া করার সুযোগ পায়নি।
‘শাহিনকে খেলতে পারে না’, ভারতকে খোঁচা প্রাক্তন পাকিস্তানি PM-র, হলেন তুমুল ট্রোল
Asia Cup 2023: এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ১০ ওভারে চার উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাঁর প্রশংসা করতে গিয়ে ভারতীয় ব্যাটারদের ছোট করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তার জেরে পালটা ট্রোলের মুখে পড়লেন তিনি।
‘এক এক করে ভুল ধরলে…’ পার্থ মামলায় বিচারকের তোপের মুখে সিবিআই
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল কোটি কোটি টাকা। এরপর গোটা বাংলা জুড়ে কার্যত শোরগোল পড়ে যায়।
ক্রিকেটে ভেস্তে গেল ম্যাচ, হকিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত
২০১৭ সালের ১৮ জুন একইদিনে হকি এবং ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেদিন হকিতে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। তারপর হেরে গিয়েছিলেন বিরাট কোহলি। আজ ভারত হকিতে ঐতিহাসিক জয় পেয়েছে। তবে ক্রিকেট ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য।
মেট্রোর জন্য ৬০ দিন পুরো বন্ধ থাকবে বাইপাসের এই রাস্তা! কোথা দিয়ে গাড়ি যাবে?
EM Bypass traffic diversion for metro: নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট (ভায়া রাজারহাট) মেট্রো করিডরের গুরুত্বপূর্ণ অংশে নির্মাণ কাজ চলবে। সেজন্য টানা ৬০ দিন ইএম বাইপাসের একটি অংশ বন্ধ থাকবে। সেইসময় কোন রাস্তা দিয়ে গাড়ি ঘোরানো হবে, তা দেখে নিন -
'জঙ্গলে মিতিন মাসি', অ্যাকশন দৃশ্যে কোয়েল, বাবা রঞ্জিৎ মল্লিকের সঙ্গে এল তুলনা
এবার জঙ্গলে অভিযানে নামতে দেখা যাবে মিতিন মাসিকে। লক্ষ্য একটাই, চোরা শিকারিদের পাকড়াও করা। ছবির টিজারে তাই অ্যাকশন মোডে পাওয়া গেল মিতিন মাসি কোয়েলকে। 'জঙ্গলে মিতিন মাসি' টিজার দেখে অনেকেই আবার কোয়েলের অ্যাকশনের সঙ্গে তাঁর বাবা, একসময়ের বাংলা ছবির অ্যাকশন হিরো রঞ্জিৎ মল্লিকের তুলনা টেনেছেন।
মাঠের বাইরের সৌজন্য উধাও, ইশানকে আউট করে উগ্র ব্যবহার রউফের, বদলা নিলেন হার্দিক
ম্যাচের প্রথম দিকে ভারতীয় ব্যাটারদের উপর চাপ তৈরি করেছিল পাকিস্তান। পাকিস্তান বোলারদের সামলে নিয়ে ভারতকে দুরন্ত ইনিংস খেলে লড়াইয়ে ফেরান ইশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া। এই পার্টনারশিপ ভাঙেন পাক পেসার হরিস রউফ। তার পরেই ইশানের উদ্দেশ্যে খারাপ ব্যবহার করেন তিনি। যার বদলা হার্দিক নেন।
স্বামী-স্ত্রীর মধ্যে রোজকার ঝামেলা ৪৯৮এ নয়! জানাল কলকাতা হাইকোর্ট
আদালত জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে রোজকার যে ঝগড়া সেটার সঙ্গে ৪৯৮ এ ধারার যে নিষ্ঠুরতার অভিযোগ রয়েছে সেটা ঠিক মেলে না। এক্ষেত্রে সাধারণ যে অভিযোগগুলি করা হচ্ছে তার সঙ্গে সেকশন ৪৯৮ এ মেলে না।
‘জোট বন্ধু’ বাম কংগ্রেস নিয়ে ধূপগুড়িতে একেবারে চুপ অভিষেক, নিশানায় শুধু বিজেপি
শুক্রবার যখন মুম্বইতে ইন্ডিয়া জোটের মিটিং হচ্ছে তখন সেই জোটের সমণ্বয় কমিটির নেতা অভিষেককে নিশানা করে ধূপগুড়িতে একেবারে জোরালো আক্রমণ করেছিলেন বাম-কংগ্রেস। তবে জোটের মিটিং করে এসে এদিন যেন একেবারে অন্য অভিষেক।
ভিডিয়ো: ক্যামেরাটা বন্ধ করুন- ডাগ আউটে ক্যামেরাম্যানের উপর রেগে লাল রোহিত শর্মা
বৃষ্টি আসে এবং ডাগ আউটে ফিরে যান রোহিত। ব্রডকাস্টারের ক্যামেরামম্যান সেখানেই অনবরত তাঁকে রেকর্ড করছিলেন। বিরক্ত হয়ে রোহিত শর্মাকে বলতে শোনা যায় 'আরে এক মিনিট ইয়ার' মানে বন্ধু কি করছ? একটা মিনিট দাঁড়াও। ক্যামেরাম্যানকে রেকর্ডিং বন্ধ করতে বলেন তিনি। সেই ভিডিয়ো ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
প্রতিবেশীদের কন্ডোম পাঠাতেন JUর রেজিস্ট্রারকে হুমকি চিঠি দেওয়ায় অভিযুক্ত অধ্যাপক
অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে গালিগালাজ করে হুমকি চিঠি লেখার অভিযোগ করেছেন প্রতিবেশীরাও। আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, উনি মুখোশ পরে ঘোরেন।
Asia Cup 2023: দ্রাবিড়-যুবরাজের রেকর্ডকে ভেঙে ইতিহাস গড়ল ইশান-হার্দিকের জুটি
এশিয়া কাপে ভারতীয়দের হয়ে পঞ্চম উইকেটের জুটিতে রেকর্ড রান করে ইতিহাস গড়েছেন ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া। এদিন রাহুল দ্রাবিড় ও যুবরাজ সিং-এর রেকর্ড ভেঙে দিয়েছেন ইশান কিষান এবং হার্দিক পান্ডিয়া জুটি।
এবার ক্যাম্পাসে আসছে ইউজিসি’‌র বিশেষ টিম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট কেমন?
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় ইউজিসি। সেই চিঠির উত্তরও দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তাতে সন্তুষ্ট নয় ইউজিসি। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসির প্রতিনিধি দল বলে সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে অখুশি হয়েই ক্যাম্পাসে আসার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।
শনিবার আসতেই ফের গুটিগুটি পায়ে আয় বাড়ল গদর ২-র, তবু পেরোতে পারল কি ৫০০ কোটি?
Gadar 2 Box Office Collection: শনি রবি আসতেই টুকটুক করে এখনও বেড়েই চলেছে গদর ২ ছবির আয়। চতুর্থ শবিরবারেও অন্যথা হল না। এদিন ছবিটি মোট কত টাকা ঝুলিতে পুড়ল? ছুঁতে পারল কি ৫০০ কোটি?
লালু ‘স্যারের’ নজরদারিতে খাসির মাংস রান্না রাহুলের! বোন বললেন, সত্যিই রেঁধেছিস?
আগেরবার রাহুল গান্ধীকে রান্নার টিপস দিয়েছিলেন। এবার একেবারে নিজে হাতে রাহুলকে খাসির মাংস রান্না করা শেখালেন লালুপ্রসাদ যাদব। লালুর বাড়িতে গিয়ে নিজে হাতে রান্না করেন রাহুল। তাঁকে সাহায্য করেন লালু ও তাঁর মেয়ে মিসা ভারতীও।
বাদ সঞ্জু, রাহুল-ইশানের এন্ট্রি! ICC ODI WC 2023-এর জন্য দল বেছে নিল BCCI
ক্যান্ডিতে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের খেলার পরে এই বৈঠকটি হয়েছিল। জানা গিয়েছে সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং প্রসিধ কৃষ্ণার সঙ্গে যারা পূর্বোক্ত এশিয়া কাপের জন্য এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছেন, তারাও বিশ্বকাপ দলে জায়গা পাননি।
‘ঢাই কিলো কা' বুদ্ধিতে আইনস্টাইনকে টক্কর দিতেন সানি! বললেন, 'আমার ১৬০ আইকিউ ছিল'
Sunny Deol: আইনস্টাইনের থেকেও বেশি বুদ্ধিমান সানি দেওল! সম্প্রতি তেমনটাই দাবি করলেন অভিনেতা। জানালেন স্কুলে পড়াকালীন তাঁর আইকিউ ১৬০ ছিল।
আজ নয়, সোমবার ভারী বর্ষণ রাজ্যের একাধিক জেলায়, কমবে গরমও, বাকি জায়গায় কী হবে?
রবিবার নয়, সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলির একটি বা দুটি অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারইমধ্যে সোমবার থেকে রাজ্যে কিছুটা গরমও কমবে।
লোকাল ট্রেনের আড্ডায় কীভাবে আজও ধরা দেন ‘উত্তম কুমার’? এক সত্যিকারের অভিজ্ঞতা
Uttam Kumar Birthday: উত্তম কুমার। বাঙালি জীবনে প্রথম ও সেরা মহানায়ক কে জিজ্ঞেস করলেই প্রথমবারেই উঠে আসবে এই নাম। লোকাল ট্রেনের আড্ডাতেও তিনি ধরা দেন অনন্য ভূমিকায়।‌
দেবকে ছাপিয়ে গেল সানি-প্রেম! বাংলায় রমরমা গদর ২-র, ব্যোমকেশের তিন সপ্তাহে আয় কত?
১১ অগস্ট মুক্তি পেয়েছিল গদর ২ সিনেমা হলে। ওই একইদিনে হলে মুক্তি পায় অক্ষয় কুমারের ওএমজি ২। সঙ্গে টলিউডে মুক্তি পায় আরও দুটো সিনেমা। দেব-রুক্মিণীর ব্যোমকেশ ও দুর্গ রহস্য এবং মধুমিতা-অপরাজিতার চিনি ২।
ম্যাচটা হলে আমরাই জিততাম! বিরাট-রোহিতদের আউট করার রহস্য ফাঁস করলেন শাহিন
ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। তবে বৃষ্টির জন্য এই ম্যাচটিকে বাতিল করা না হলে ম্যাচটি জিতত পাকিস্তান! এমনটাই দাবি করেছেন পাকিস্তানের পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। এদিন বিরাট-রোহিতদের আউট করার রহস্য ফাঁস করলেন তিনি।
কেন রোভারকে ‘ঘুম’ পাড়িয়ে দিল ISRO? চাঁদে ফের কবে সূর্যোদয় হবে? তাতে কী লাভ?
গুটিগুটি পায়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল চাঁদের মাটিতে। কিন্তু কেন রোভার প্রজ্ঞানকে ‘ঘুম’ পাড়িয়ে দিল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো? এবার চাঁদে পরবর্তী সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছে। কবে চাঁদে ফের সূর্য উঠবে?
সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নয়া ভাবনা রাজ্য সরকারের, নিয়োগে কি বাড়তি সুবিধা?
এখন সিভিক ভলান্টিয়াররা ছুটি পান অসুস্থ হলে। নির্দিষ্ট ইউনিফর্ম, দুর্ঘটনা বিমা আছে। এগুলি হয়েছে ওয়েলফেয়ার বোর্ডের দৌলতে। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য ১০ শতাংশ ‘কোটা’ রয়েছে। কোনও সিভিকের মৃত্যু হলে বা দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা আছে।
আজ অনেক প্রতিবেশীর টিভি বেঁচে গেল- পাকিস্তানকে নিয়ে ইরফান পাঠানের ঠাট্টা
ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিলের পর প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান ম্যাচটি ভেস্তে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ মজার প্রতিক্রিয়া দিয়েছেন। ইরফান পাঠান টুইট করে লিখেছেন, ‘আজ অনেক প্রতিবেশীর টিভি বেঁচে গেল।’
‘‌বিশ্ববিদ্যালয়ের অফিসার সরকারের নির্দেশ মানতে বাধ্য নয়’‌, সংঘাতে রাজ্যপাল
রাজ্য সরকারকে সরিয়ে রেখে রাজ্যপাল একের পর এক উপাচার্য নিয়োগ করেছেন। তারপর নিজেই উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তি জারি করেছেন। এবার রাজ্য সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পদাধিকারীদের দূরত্ব বাড়িয়ে দিলেন। তাতে সংঘাতের বাতাবরণই তৈরি হল।
‘সনাতন ধর্ম ডেঙ্গি, মশার মতো’, বললেন মমতাদের ‘বন্ধু’, গণহত্যার ডাক, আক্রমণ BJP-র
সনাতন ধর্মকে ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্টালিনের। যে ডিএমকে বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সেই পরিস্থিতিতে উদয়নিধির মন্তব্য নিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়দের জোটকে আক্রমণ শানিয়েছে বিজেপি।
খেলা নিয়ে রাজনীতি, ক্ষমারও অযোগ্য! ACC-র বিরুদ্ধে প্রাক্তন PCB প্রধানের অভিযোগ
নাজাম শেঠি এক্সে লিখেছেন, ‘কতটা হতাশাজনক! বৃষ্টির কারণে ভেস্তে গেল ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা। কিন্তু এটার পূর্বাভাস ছিল। পিসিবি চেয়ারম্যান হিসেবে আমি এসিসিকে সংযুক্ত আরব আমির শাহিতে খেলার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু শ্রীলঙ্কাকে জায়গা দেওয়ার জন্য দুর্বল অজুহাত তৈরি করা হয়েছিল।’
বাগানের বদলার ম্যাচ,লাল-হলুদকে তাতাচ্ছে ইতিহাস,জানুন কী ভাবে,কোথায় দেখবেন ডার্বি
ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের বদলার ম্যাচ। অন্যদিকে ইস্টবেঙ্গলকে তাতাচ্ছে ১৯ বছর আগের ইতিহাস। নিঃসন্দেহে রবিবাসরীয় যুবভারতী টানটান উত্তেজনার এক ডার্বির সাক্ষী থাকতে চলেছে, এমনটা আশা করাই যায়। আর সেই ডার্বি ম্যাচটি বাড়িতে বসে কী ভাবে দেখতে পাবেন, সেটি জেনে বিস্তারিত ভাবে।
IND vs PAK: ১১ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার নজির কোহলির
কোহলি স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে এনে আউট হলেন কোহলি। পুরো নিজের দোষে। অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিতরের কানা লাগিয়ে বসেন কোহলি। বল ব্যাটে লাগার পরে স্টাম্পে গিয়ে লাগে। ৪ রান করে শাহিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
'৫০০ টাকা হয়ে যাবে রান্নার গ্যাসের দাম….', এখন LPG সিলিন্ডারের দর কত পড়ছে?
লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই দেশে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার। সিলিন্ডারপিছু দাম ২০০ টাকা কমানো হয়েছে। সেই আবহেই সিলিন্ডারের দাম নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিশ্রুতি, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার মিলবে।
ওটা কোনও শটই ছিল না- সুযোগ বুঝে আউট নিয়ে কোহলির উপর গায়ের জ্বালা মেটালেন গম্ভীর
কোহলি স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে এনে আউট হলেন কোহলি। পুরো নিজের দোষে। অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিতরের কানা লাগিয়ে বসেন কোহলি। বল ব্যাটে লাগার পরে স্টাম্পে গিয়ে লাগে।
পড়ুয়াদের ডিগ্রি-সার্টিফিকেটে আধার কার্ডের নম্বর ছাপা যাবে না, নির্দেশ UGC-র
আধার কার্ডের নম্বর অত্যন্ত ব্যক্তিগত তথ্য। আর তথ্যের গোপনীয়তা বজায় রাখতে পড়ুয়াদের ডিগ্রি বা প্রভিশনাল সার্টিফিকেটে আধার নম্বর ছাপা যাবে না বলে জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলির কাছে চিঠিও পাঠানো হয়েছে।

No dataset card yet

New: Create and edit this dataset card directly on the website!

Contribute a Dataset Card
Downloads last month
0
Add dataset card