title
stringlengths
7
102
content
stringlengths
39
8k
বামদের একমাত্র মেয়রপ্রার্থী সিপিবি-এর ডা. সাজেদুল
ঢাকার খাল ও বিল দখল হয়ে আছে। নগরবাসীকে প্রকৃত নাগরিক সেবা নিশ্চিত করতে বামপন্থিদের প্রয়োজন। আমরা সেটিই জনগণের সামনে তুলে ধরতে চাই। '
পল্লবী থানায় পিটিয়ে হত্যা : এসআই জাহিদের বিরুদ্ধে চিকিৎসকের সাক্ষ্য
রাজধানীর পল্লবী থানায় নিয়ে জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে এসআই জাহিদসহ আসামীদের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক খ ম শফিউজ্জামান।আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি এ সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।ডা. খ ম শফিউজ্জামান ঘটনার সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত ছিলেন
পল্লবী থানায় পিটিয়ে হত্যা : এসআই জাহিদের বিরুদ্ধে চিকিৎসকের সাক্ষ্য
আসামীদের বিরুদ্ধে এ নিয়ে ২০ জন আদালতে সাক্ষ্য দিলেন। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন।২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন নিহত জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি। এতে জানা যায়, গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালে মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করার জেরে পুলিশের সোর্স সুমনকে চলে যেতে বললে সে পুলিশকে ফোন করে নিয়ে আসে
পল্লবী থানায় পিটিয়ে হত্যা : এসআই জাহিদের বিরুদ্ধে চিকিৎসকের সাক্ষ্য
এরপর থানায় নিয়ে জনিকে নির্যাতন করা হয়। এরপর তাকে প্রথমে ন্যাশনাল হাসপাতালে ও পরে অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ মামলায় পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান জাহিদ ছাড়াও এসআই আবদুল বাতেন, এসআই রাশেদ, এসআই শোভন কুমার সাহা, কনস্টেবল নজরুল, সোর্স সুমন ও রাসেল আসামি।
বসুন্ধরা চক্ষু হাসপাতালে ৩৯ রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচার
বিনা মূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে আরো ৩৯ জনের চোখের আলো ফিরিয়ে দিল বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিচার্স সেন্টার।আজ বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্পূর্ণ বিনা মূল্যে এ অপারেশন সম্পন্ন করেছেন। আজ কুষ্টিয়া সদর উপজেলার ৩৯ জনের চোখে অস্ত্রোপচার করা হয়।ডা. মো. সালেহ আহমেদর নেতৃত্বে অপারেশন দলে ছিলেন ডা. আবুল কালাম আজাদ, ডা. মৌটুসী ইসলাম ও ডা. রুবিনা আখতার
বসুন্ধরা চক্ষু হাসপাতালে ৩৯ রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচার
গতকাল মঙ্গলবার রোগীদের বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিচার্স সেন্টারে আনা হয়। বুধবার অপারেশন শেষে একদিন বিশ্রামের পর বৃহস্পতিবার তাদের বাড়িতে পাঠানো হবে।কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরের দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজে চলতি বছরের ১৯ নভেম্বর চক্ষু শিবিরের আয়োজন করেছিল ভিশন কেয়ার ফাউন্ডেশন, বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিচার্স সেন্টার এবং দোয়ারকা দাস ওয়েলফেয়ার সোসাইটি। চক্ষু শিবিরে গোপালপুরের ১৩২৫ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়
বসুন্ধরা চক্ষু হাসপাতালে ৩৯ রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচার
সেখান থেকে ছানি ও অন্যান্য অপারেশনের জন্য ২৮২ জনকে নির্বাচিত করা হয়। সেখান থেকে দ্বিতীয় ব্যাচে ৩৯ জনের চক্ষু অপারেশন করা হয়েছে। ৩৯ জন রোগীর মধ্যে ১৭ জন পুরুষ ও ২২ জন নারী। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকিদের অপারেশন শেষ করা হবে।এর আগে গেল বছরের ১১ ডিসেম্বর প্রথম দফায় ৩৯ জন রোগীর চোখের অপারেশন করা হয় বসুন্ধরা চক্ষু হাসপাতালে।বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিচার্স সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছেন, দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিমাসে সারাদেশে মাঠ পর্যায়ে ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।
বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৭ ফেব্রুয়ারি
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। মামলাটির শুনানির জন্য আজকের নির্ধারিত দিনে খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।আজ বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান এ দিন ধার্য করেন।মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিনটি নির্ধারিত ছিল
বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৭ ফেব্রুয়ারি
তবে মামলার আসামি খালেদা জিয়া রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থিত করা হয়নি। এতে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন।২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়। এতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগ করা হয়।
রাজধানীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সৈয়দ আলী (৫৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।আজ বুধবার সকালে প্যান্টাগন আবাসিক হোটেলের দ্বিতীয় তলা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।সৈয়দ আলীর বাবা মৃত লাল মিয়া। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার সালকাকান্দি এলাকার বাসিন্দা
রাজধানীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
চিকিৎসার জন্য ঢাকায় এসে হোটেল প্যান্টাগনে পরিবারের কয়েকজন সদস্যসহ সৈয়দ আলী উঠেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁকে ডাকলেও। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা হোটেলের ম্যানেজারকে ডেকে আনেন। এরপর হোটেল ম্যানেজার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে
রাজধানীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
এরপর তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কমলাপুর থানার এস আই মনিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।সৈয়দ আলীর মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
শাহজালালে ৭ ঘণ্টা পর বিমান ওঠানামা শুরু
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।আজ বুধবার সকাল ১০টা থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বিমান ওঠানামা শুরুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন
শাহজালালে ৭ ঘণ্টা পর বিমান ওঠানামা শুরু
গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। কিন্তু এর নিচে নামলে দুর্ঘটনার আশঙ্কায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে।শাহজালালে যেসব বিমান অবতরণের কথা ছিল সেগুলো কলকাতাসহ পার্শ্ববর্তী দেশে অবতরণ করার অনুমতি দেওয়া হয়েছে।এর আগে একই কারণে গতকাল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। সকাল ১০টার পর উড়োজাহাজ উঠানামা শুরু হলেও বিমান চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে বিমানবন্দরে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
মগবাজারে ১৫ কেজি গাঁজাসহ দুজন আটক
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ওয়ারলেস গেট মোড় এলাকা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ (ডিবি)। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে।গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।আটক ২ জন হলেন- আজিজুল হক (২৬) ও সবুজ মিয়া (২০)। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম।গাঁজাসহ আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।
কুয়াশার দাপটে আজ যেন ইতিহাস
শীত সকালে কুয়াশার এমন দাপট খুব কমই মেলে। ঘর থেকে বের হয়ে নিজের উপস্থিতি নিয়েই যেন সন্দেহ জাগে। বিস্তৃত ঘন সাদা চাদর সরিয়ে এগিয়ে যাচ্ছে কর্মজীবী শ্রমজীবী মানুষ। মায়ের সঙ্গে স্কুলগামী শিশুর চোখেও বিস্ময়
কুয়াশার দাপটে আজ যেন ইতিহাস
হাতের কনুইয়ের ওপরটা স্বজনের হাতে ধরা- অবাক হয়ে তাকিয়ে দেখছে চারদিক। যাকে পাচ্ছে অক্টোপাসের মতো জাপটে ধরছে সাদা সাদা এই জিনিসটি।কুয়াশার এমন দৃশ্য খোদ রাজধানীতেই। ঢাকার চারপাশের প্রকৃতিসহ দেশের অন্যান্য জেলাগুলোতে তো বটেই
কুয়াশার দাপটে আজ যেন ইতিহাস
মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। সড়কে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। তাও খুব ধীরে, হাঁটার গতিতে। চারপাশের সবকিছু ঢাকা পড়েছে সাদা পর্দায়
কুয়াশার দাপটে আজ যেন ইতিহাস
অন্যদিকে শীতের তীব্রতা কাঁপন ধরিয়েছে মানুষের হাড়ে।ছবি: কালের কণ্ঠ।রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কুয়াশার এই শাসন নতুন নয়। কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এমন দৃশ্য
কুয়াশার দাপটে আজ যেন ইতিহাস
কিন্তু আজ যেন আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গাড়ি চলাচলে তো বটেই, পায়ে হেঁটেও পথ চলতে হচ্ছে সাবধানে। কেননা, হারাতে পারে পথ, রাস্তার আশপাশে পড়ে হুমড়ি খেয়ে পড়ার সম্ভাবনাও কম নয়।সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সূর্যের দেখা পাওয়ার কোনো লক্ষণই দেখা যায়নি
কুয়াশার দাপটে আজ যেন ইতিহাস
এর মধ্যে থেমে থেমে নগরবাসীকে ছুঁয়ে যায় কুয়াশায় ঘেরা ঘন বাতাস। বায়ু দূষণের কারণে বিপর্যস্ত ঢাকা নগরবাসীরা অনেকেই কুয়াশার কারণে বাড়তি শ্বাসকষ্টের মুখোমুখি হচ্ছেন।এদিকে, কুয়াশার মারাত্মক প্রভাব পড়েছে জনজীবনে। দেশের বিভিন্ন নদ-নদী পারের ফেরি বন্ধ রাখতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা
কুয়াশার দাপটে আজ যেন ইতিহাস
নৌযানগুলো ঠিকমতো চলতে পারছে না। অসুবিধার মুখে পড়েছে বিমান ওঠানামাও।ছবি: কালের কণ্ঠ।গতকাল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে
কুয়াশার দাপটে আজ যেন ইতিহাস
সকাল ১০টার পর উড়োজাহাজ উঠানামা শুরু হলেও বিমান চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে বিমানবন্দরে দুর্ভোগে পড়ে যাত্রীরা।শাহজালালে গতকাল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভ০ংয় ধরনের ফ্লাইটই ডিলে হয়। নভো এয়ারের সকাল ৯টা ৫০ মিনিটের ভিকিউ ৯২৫ ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় দুপুর ১২টায়। এ ছাড়া ইউএস-বাংলা, বিমান ও রিজেন্টের ফ্লাইটগুলোও তিন থেকে পাঁচ ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়
কুয়াশার দাপটে আজ যেন ইতিহাস
আন্তর্জাতিক রুটেও সকালের ফ্লাইটগুলো ছেড়ে যেতে বিলম্ব হয়।বিমানবন্দর সূত্র জানায়, রানওয়ের ভিজিবিলিটি কমপক্ষে ৬০০ মিটার থাকলে উড়োজাহাজ উঠানামা করতে পারে। কিন্তু কয়েক দিন ধরে কুয়াশার দাপটে ভিজিবিলিটির মাত্রা ৫০ মিটারের নিচে নেমে আসছে।ছবি: কালের কণ্ঠ
কুয়াশার দাপটে আজ যেন ইতিহাস
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাসহ সারা দেশেই শীতের তীব্রতা আগামী ২৪ ঘণ্টায় প্রায় একই থাকবে। একই সঙ্গে যশোর, কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সর্বত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সর্বসম্মতিক্রমে ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ জাতিসংঘ সদরদপ্তরে ইউনিসেফের নির্বাহী বোর্ড ব্যুরোর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জাতিসংঘে নিযুক্ত মরক্কো ও লিথুয়ানিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ব্রাজিল ও সুইজারল্যান্ডের উপ-স্থায়ী প্রতিনিধি।প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে এখন থেকে বাংলাদেশ শিশুদের জন্য বিশেষভাবে নিয়োজিত জাতিসংঘ সংস্থা ইউনিসেফের কর্মকাণ্ডে কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করতে পারবে
ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ
ইতোপূর্বে ২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়।রাষ্ট্রদূত ফাতিমা সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। তাঁর পূর্বসুরী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ২০১৯ সালে ইউনিসেফের নির্বাহী বোর্ডে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।বিশ্বব্যাপী শিশুরা যে সকল ঝুঁকির মধ্যে রয়েছে তা মোকাবিলাসহ ২০২০ সালকে ইউনিসেফের জন্য একটি অর্থবহ ও কার্যকর বছরে পরিণত করতে বোর্ড সদস্যগণ সর্বসম্মতিক্রমে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করে বাংলাদেশের নেতৃত্বের প্রতি যে আস্থা রেখেছেন সেজন্য ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ফাতিমা
ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ
শিশুদের কল্যাণ সাধন, উন্নয়ন ও অধিকার সুরক্ষার জন্য এই নির্বাহী বোর্ড নতুন নতুন ধারণা ও কৌশল সৃজনে নিবেদিতভাবে কাজ করবে মর্মে প্রতিশ্রুতির কথা জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। শিশুদের কল্যাণ ও উন্নয়নে ইউনিসেফ গৃহীত বিভিন্নমুখী পদক্ষপসমূহের ভূয়সী প্রশংসা করেন তিনি। অন্যান্য কাজের পাশাপাশি সেবা গ্রহণকারী দেশসমূহের প্রাধিকার ও প্রয়োজনভিত্তিক কর্মকাণ্ডে ইউনিসেফের সেবা আরো নিশ্চিত করতে বাংলাদেশ বিশেষ গুরুত্ব প্রদান করবে মর্মে জানান স্থায়ী প্রতিনিধি। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিএটা ফোর নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেন, তাঁর সূদীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞার আলোকে ইউনিসেফ আলোকিত হবে। নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে নির্বাহী বোর্ডের দিক-নির্দেশনা ইউনিসেফের কাজকে আরো গতিশীল করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন ফোর।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ পরিচালনায় অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। অভিভাবকরা বলছেন, বিচারক বাছাইয়ে বাংলাদেশ শিশু একাডেমির সুস্পষ্ট নির্দেশনা না থাকার সুযোগ নিচ্ছেন কেউ কেউ। আর এতে শিশুরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।গত ১০ জানুয়ারি রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় গ বিভাগের সাধারণ ও লোকনৃত্যের বিচারকার্যে অনিয়ম হয়েছে দাবি করে কয়েকজন অভিভাবক ঢাকা জেলা প্রশাসক বরাবর অভিযোগপত্রও জমা দিয়েছেন
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ
এই অভিভাবকদের একজন অনিয়মের নমুনা হিসেবে ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার দুটো সনদ কালের কণ্ঠকে দেখান। এতে দেখা যায়, একই প্রতিযোগীকে তৃতীয় স্থানের সনদ দিয়ে তা ক্রস দাগ দিয়ে কেটে নতুন আরেকটি সনদ দেওয়া হয় প্রথম স্থান উল্লেখ করে। এই অভিভাবকের দাবি, তিনি চ্যালেঞ্জ করার পর শিশু একাডেমি মিরপুর শাখা নম্বর যাচাই করে নতুন করে ন্যায্য ফলাফলের সনদ দিয়েছিল। এরপর গত বছর প্রতিযোগিতাটি একাডেমির কেন্দ্রীয় শাখায় হলেও এবার ফের মিরপুরে নেওয়া হয়
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ
একজন প্রতিযোগীর মা ও শিশু একাডেমির শিক্ষক ফাহমিদা বানুও অভিযোগপত্রে সই করেছেন। তিনি কালের কণ্ঠকে বলেন, যে প্রথম হয়েছে তার মা প্রতিযোগিতার আগে অনেকবার আমাকে ফোন করে বলেন তার মেয়েকে যে কোনো উপায়ে প্রথম করে দিতে। আমি অপরাগতা প্রকাশ করলে তিনি আর ফোন করেননি। পরে উনি একাডেমির অনেকের সঙ্গে যোগাযোগ করে তার মেয়েকে প্রথম করেছেন বলে শুনেছি
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ
আমিও শিক্ষক হিসেবে অনেক শিশুকেই চিনি, যারা অনেক ভালো নাচে। কিন্তু তাদের কেউ না হয়ে ওই অভিভাবকের মেয়ে দুটিতেই প্রথম হওয়া সন্দেহজনক। আরেক প্রতিযোগী ইমামা আসমীর মা শেফালী শিরীন বলেন, প্রতিযোগিতায় সুবিচার যে হয়নি এটা সবাই জানে। প্রতিযোগিতাটি বাতিল করা উচিত
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ
এই ক্ষেত্রে আমার সন্তানও প্রথম হতে পারে, নাও পারে। কিন্তু শিশুদের একটি প্রতিযোগিতা নিয়ে এমন অভিযোগ ওঠা খুবই লজ্জার।গ বিভাগের একজন প্রতিযোগীর মা সানজিদা আক্তার কালের কণ্ঠকে বলেন, গত ১০ জানুয়ারি সকালে তিনি একজন নৃত্যশিক্ষকের বাসায় গিয়েছিলেন মেয়ের নাচ একটু দেখিয়ে নিতে। সেখানে অবস্থানকালে তিনি দেখেন, ওই শিক্ষক শিশু একাডেমির সহকারি পরিচালক তাহমিনা পারভিনকে ফোন করেছেনে
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ
তিনি তাকে বলেন, একজন প্রতিযোগীর মা তার মেয়েকে গ বিভাগের নৃত্যের দুটো বিষয়ে যে কোনো মূল্যে প্রথম করানোর জন্য ধরাধরি করছেন। বিচার চলাকালে দেখা যায়, একজন বিচারক অমনোযোগের সঙ্গে বিচারকার্য পরিচালনা করছেন। তিনি একজন প্রতিযোগিতার নাচ শেষে তার ছবি তুলেন এবং পরে দেখা যায় এই প্রতিযোগী দুই বিভাগে প্রথম হয়েছে। কালের কণ্ঠের হাতে আসা নম্বরপত্রে দেখা যায়, তিনজন বিচারকের মধ্যে দুজনের বিচারে কম নম্বরপ্রাপ্ত প্রতিযোগীকে ওই বিচারক বেশি নম্বর দিয়ে প্রথম করেছেন
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ
ডিসিকে দেওয়া অভিযোগপত্রে আরো বলা হয়, শিশু একাডেমির এই প্রতিযোগিতার নীতিমালায় বলা হয়েছে, 'সৃজনশীল নৃত্য ও লোকনৃত্যের ক্ষেত্রে সঙ্গীতটি অবশ্যই বাংলাদেশের শিল্পীর কণ্ঠে হতে হবে এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে'। তবে দুই বিষয়ে প্রথম হওয়া ওই প্রতিযোগীর একটি নৃত্যের গান ছিল হিন্দি থেকে বাংলা করা এবং ভারতীয় শিল্পীর গাওয়া।যোগাযোগ করা হলে একাডেমির ঢাকা জেলা শিশু কর্মকর্তা রাশিদা বেগম কালের কণ্ঠকে বলেন, প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেউ অভিযোগ করতো তাহলে ব্যবস্থা নিতে পারতাম। এত দেরিতে অভিযোগ কেন আসছে সেটা আমি বলতে পারছি না
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ
তিনি বলেন, প্রথম হওয়া ওই প্রতিযোগীকে ও তার বাবা-মাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না।এ বিষয়ে মন্তব্য জানতে শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে গতকাল রাতে তিনি ফোন ধরেননি। একাডেমির সহকারি পরিচালক তাহমিনা পারভীন বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ তিনি পাননি।এদিকে নম্বরপত্রে আরো দেখা যায়, ঢাকার তেজগাঁও, মোহাম্মদপুর, লালবাগ, শেরেবাংলানগর, দোহার ও নবাবগঞ্জ থানার কোনো প্রতিযোগী নেই। অভিযোগ উঠেছে, থানায় নির্দেশনা পাঠানো হয়নি বা ঠিকমত পৌঁছায়নি।
ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বন্ধ
ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে গতরাত ৩টা ২০ মিনিট থেকে বিমান ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ।বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে বিমানবন্দরের একাধিক সূত্র বিষয়টি জানায়।বিমানবন্দর সূত্র জানায়, রাত ৩টা পর্যন্ত শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক ছিল
ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বন্ধ
কিন্তু এর পর থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। একপর্যায়ে ৩টা ২০ মিনিট থেকে শাহজালাল বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। এ ছাড়া শাহজালালে যেসব বিমান অবতরণের কথা ছিল সেগুলো কলকাতাসহ পার্শ্ববর্তী দেশে অবতরণ করার অনুমতি দেওয়া হয়েছে।এর আগে একই কারণে গতকাল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। সকাল ১০টার পর উড়োজাহাজ উঠানামা শুরু হলেও বিমান চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে বিমানবন্দরে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথে রয়েছে : প্রধানমন্ত্রী
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল্ডস (এসডিজি) অর্জনের পথে রয়েছে।আজ এখানে ‘ফিউচার সাসটেইনেবলিটি সামিট’-এ ইন্টারভিউ সেশনে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমডিজি অর্জনে আমরা চমৎকার সাফল্য অর্জন করেছি এবং ইতোমধ্যে আমরা এসডিজি অর্জনের পথে রয়েছি। ’ আজ আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে এই ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন
এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথে রয়েছে : প্রধানমন্ত্রী
এসডিজি উন্নয়নে জাতিসংঘে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের মানুষের জন্য সকল দেশের গৃহীত এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আমরা বিবেচনা করি। ’তিনি বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়ন যদি দৃশ্যমান না হয় তাহলে বৈষম্য সৃষ্টি হবে এবং অসমতা দেখা দেবে। এতে প্রবৃদ্ধি ব্যাহত হবে।প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ‘এসডিজির অনেক আগেই আমরা রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ ঘোষণা করেছি
এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথে রয়েছে : প্রধানমন্ত্রী
এতে সাসটেইনেবলিটির বিষয়টি আমরা অন্তর্ভুক্ত করেছি। ’ তিনি বলেন, ‘আমরা জানি উন্নয়নের পথে সবসময় সম্পদের স্বল্পতাই মূল কারণ নয়, সম্পদের সমবন্টনের সমস্যাও আরেকটি কারণ। ’প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রান্তিক জনগণকে বিভিন্ন ক্যাটাগরিতে চিহ্নিত করেছে। নারী ও শিশু, সাধারণ দরিদ্র মানুষ, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য এ ক্যাটাগরি করা হয়েছে
এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথে রয়েছে : প্রধানমন্ত্রী
প্রান্তিক জনগণের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি শিক্ষা দিয়ে শুরু করেছি এবং সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক স্কুল ও ৬৮৫টি মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করেছে। ’প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের লেখাপড়া অবৈতনিক করা হয়েছে এবং অটিস্টিক সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে মূল ধারায় সম্পৃক্ত করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।এ প্রসঙ্গে তিনি বলে এখন সারাদেশে‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের আওতায় এক লাখ ৪২ হাজার সমবায় সমিতির মাধ্যমে ৬০ লাখ দরিদ্র পরিবারকে সংগঠিত করা হচ্ছে।শেখ হাসিনা বলেন, দেশের প্রায় এক চতুর্থাংশ পরিবার সামাজিক নিরাপত্তাবলয়ের কর্মসূচির আওতায় এসেছে
এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথে রয়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার মুক্তিযোদ্ধা, বিধবা এবং সামাজিক নির্যাতনের শিকার, ব্যক্তি এবং শিক্ষার্থী, প্রতিবন্ধী, ভবঘুরে এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, চা বাগানের শ্রমিক, দরিদ্র ও স্তন্যদানকারী মা এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গকে বিভিন্ন পর্যায়ে নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছে।রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের খাদ্য, আবাসন, স্বাস্থ্য ও অন্যান্য জরুরী সেবাসহ প্রয়োজনীয় সকল ধরনের পরিসেবা প্রদান করে আসছে।জলবায়ু পরিবর্তন ইস্যু সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যদিও কার্বন নি:সরণের জন্য দায়ী নয়, কিন্তু কার্বন নি:সরণের ফলে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটি দেশ।তিনি বলেন, ‘আমরা শুধু বসে না থেকে এটি মোকাবেলায় নিজস্ব সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছি। ’ বাসস।
'নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন রাখতে চায় না সরকার'
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবাধিকার সম্পর্কিত সরকারের অনেক অর্জন বা সাফল্য রয়েছে। তবে অনেক অর্জনের মধ্য দিয়েও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে নারী নির্যাতন বন্ধের ক্ষেত্রে।তিনি বলেন, সরকার ধর্ষণসহ নারী নির্যাতনের অন্যান্য ঘটনাকে কোনোভাবেই বিচারহীন অবস্থায় রেখে দিতে চায় না এবং রেখে দিবে না
'নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন রাখতে চায় না সরকার'
এ বিষয়ে সরকার অনেক সজাগ রয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত 'মানুষের জন্য মানবাধিকার পদক-২০২০' শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে মানবাধিকার অঙ্গাঙ্গীভাবে জড়িত। সেজন্য সরকার সকল উন্নয়নের প্রয়াসে মানবাধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে আসছে
'নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন রাখতে চায় না সরকার'
এমজেএফ-এর গভর্নিং বোর্ড-এর সদস্য পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডভোকেট সুলতানা কামাল, ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটিটিভ জুডিথ হার্বাটসন, ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ক্রিসটিন জোহানসন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে. এম. আব্দুস সালাম, এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ বক্তব্য রাখেন।মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এমন নিভৃতচারী ১০ জন মানবাধিকার কর্মীকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।২০২০ সালের 'মানুষের জন্য মানবাধিকার পদক' প্রাপ্তরা হলেন- গাইবান্ধা জেলার মোছা. বেলী বেগম, দিনাজপুর জেলার মোছা. রেহানা বেগম মালতী রানী, কুষ্টিয়া জেলার মোছা. সালেহা বেগম, মোছা. হালিমা খাতুন ও মোছা. নুরজাহান বেগম, সিরাজগঞ্জ জেলার মো. খায়রুজ্জামান মুননু, কিশোরগঞ্জ জেলার আনোয়ারা বেগম, ব্রাক্ষণবাড়িয়া জেলার মো. হেদায়তুল আজিজ (মুন্না) ও খাগড়াছড়ি জেলার চঞ্চল কান্তি চাকমা।
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তিন দিনের সরকারি সফর শেষে আজ রাতে দেশে ফিরেছেন।প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাত ১২টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমানটি সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
সফরকালে প্রধানমন্ত্রী সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে (এডিএনইসি) ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক ২০২০’ এবং ‘জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ’ সেরিমনিতে যোগ দেন।ডিপি ওয়ার্ল্ডের পৃথক প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম, আমিরাত জাতীয় তেল কম্পানি’র (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি এবং দ্বুাই শাসক পরিবারের সদস্য সংযুক্ত আরব আমিরাতের শেখ আহমেদ ডালমুখ আল মকতুম এমএকে পৃথকভাবে এদিন বিকেলে প্রধানমন্ত্রীর আবাস হোটেল শাংরি-লাতে সাক্ষাৎ করেন।একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ীদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।একইদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে (আগের সমঝোতা স্মারকের সঙ্গে সংযুক্তি) আমিরাতের জাতীয় তেল কম্পানি (ইএনওসি) এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরে একইস্থানে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত নয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে নিয়ে দূত সম্মেলনে মিলিত হন।মঙ্গলবার বিকেলে দাহরান ভিত্তিক সৌদি আরবের জাতীয় তেল এবং প্রাকৃতিক গ্যাস কম্পানি সৌদি আর্মাকো’র ব্যবস্থাপনা পরিচালক এবং এসিডব্লিউএ পাওয়ার’র চেয়ারম্যান এবং সৌদি আরবের ইউটিলিটি ডেভেলাপার হোটেল শাংরি-লা’র দ্বিপাক্ষিক সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।পরে প্রধানমন্ত্রী আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (হল নং ১১) জলবায়ু জনিত পদক্ষেপে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সংক্রান্ত একটি সাক্ষাৎকার পর্বেও অংশগ্রহণ করেন।
নব্য জেএমবি তানভীরের স্ত্রী ৪ দিনের রিমান্ডে
ঢাকার আশুলিয়ায় জঙ্গি আস্তানা থেকে আটক হওয়া নব্য জেএমবির আইটি প্রধান তানভীর আহমেদের স্ত্রী শায়লা শারমীনসহ তিন জনের নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।আটক শায়লা শারমীনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। বিকেলে ঢাকা জেলার চিফ জুডিশিয়াল ম্যাসিস্ট্রেট কোর্ট-১ আদালতে তাকে হাজির করা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত
নব্য জেএমবি তানভীরের স্ত্রী ৪ দিনের রিমান্ডে
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পরিদর্শক (অপরেশন অফিসার) মোহাম্মদ জিয়াউল ইসলাম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জিয়াউল ইসলাম জানান, মামলায় আসামি করা হয়েছে নব্য জেএমবির আইটি প্রধান তানভীর হাসান, তার স্ত্রী শায়লা শারমীন ও তাদের সহযোগী জাকারিয়া জামিলকে। এদের মধ্যে তানভীর হাসান ও জাকারিয়া জামিল পলাতক রয়েছে।গ্রেপ্তার শায়লা শারমীনের গ্রামের বাড়ি গাজীপুর সদর থানার বহরিয়াচালা গ্রামে
নব্য জেএমবি তানভীরের স্ত্রী ৪ দিনের রিমান্ডে
তার বাবার নাম দুলাল আহমেদ। আর তানভীর হাসান ঢাকার রামপুরা-বনশ্রী এলাকার এল ব্লকের মোহাম্মদ আলীর ছেলে।গ্রেপ্তার হওয়া শায়লা শারমীনের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, দুই বছর আগে তানভীর হাসান এর সাথে শারমীনের বিয়ে হয়। ফেসবুকের মাধ্যমে দুইজেনর পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে
নব্য জেএমবি তানভীরের স্ত্রী ৪ দিনের রিমান্ডে
প্রায় পাঁচ মাস আগে শারমীনের বাবার বাড়ি থেকে তানভীর তাকে আশুলিয়ার গোকুলনগর এলাকায় নিয়ে এসে বসবাস শুরু করে। গত ২৫ ডিসেম্বর তারা সৌদি প্রবাসী আক্তার হোসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় আশুলিয়ার গোকুলনগর বাজার সংলগ্ন সৌদি প্রবাসী আক্তার হোসেনের ভাড়া দেওয়া বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় ঢাকা জেলা পুলিশ। পরে সেখান থেকে আটক করা হয় নব্য জেএমবির আইটি প্রধান তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমীনকে
নব্য জেএমবি তানভীরের স্ত্রী ৪ দিনের রিমান্ডে
পাশাপাশি উদ্ধার করা হয় বেশ কিছু পেট্রোল বোমা, ৪টি খেলানা পিস্তলসহ বেশ কিছু সয়ংক্রিয় ডিভাইস। নব্য জেএমবির আটি প্রধান তানভীর হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী। সে ওই ভাড়া বাসায় থেকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।তানভীর নব্য জেএমবির আইটি প্রধান বলে নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলো অ্যামনেস্টি
ফেসবুক পোস্টে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ছবি দিয়ে বাংলাদেশের নাম উল্লেখ করার বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকর সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’।মঙ্গলবার সামাজিকমাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সংস্থাটি তাদের ভুলের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়। একই সঙ্গে ভবিষ্যতে এ বিষয়ে তারা সচেতন থাকবে বলে উল্লেখ করে।অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানুষ কিভাবে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে তা নিয়ে একটি প্রচার করা হয়
বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলো অ্যামনেস্টি
সেখানে সিরিয়ার ছবি সংযুক্ত করা হয়। কিন্তু ভুলবশত বাংলাদেশের নাম দেখা যায়।বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশ নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্বীকার করছি যে, বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশের অন্তর্ভুক্ত নয়। বরং, মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে প্রায় ১০ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে
বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলো অ্যামনেস্টি
অ্যামনেস্টি তাদের ওই টি সংশোধন করে নিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।এর আগে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটি ছবি দিয়ে বাংলাদেশের নাম ব্যবহার করে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছিল প্রতিষ্ঠানটি। নিজেদের ভেরিফাইড পেজে তারা ছবিটি পোস্ট করার পর বিতর্ক সৃষ্টি হয়। পরে অফিসিয়াল পেজ থেকে সেটি হাইড করা হয়
বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলো অ্যামনেস্টি
বিভ্রান্তিকর এই ছবি ছড়িয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে বলে মন্তব্যের ঘরে অনেকেই অভিযোগ করে।গত ১০ জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ওই পোস্ট করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে সবাইকে প্রতিষ্ঠানটির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।
‘নিয়ম মেনেই জবি প্রক্টরকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে’
সম্প্রতি কয়েকটি দৈনিক পত্রিকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এর পিএইচডি জালিয়াতির সংবাদ- প্রকাশের প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সাংবাদিকদের কাছে বলেন ‘কোনো ডিগ্রী প্রদানের ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কিংবা প্রশাসনের নেই। পিএইচডি ডিগ্রী প্রদান করেন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট। এছাড়া পিএইচডি ডিগ্রী দেয়ার জন্য যে বোর্ড থাকে তারাই সুপারিশ করেন পিএইচডি প্রদানের জন্য। এতে উপাচার্যের কোনো এখতিয়ার নেই
‘নিয়ম মেনেই জবি প্রক্টরকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে’
’তিনি আরো বলেন, ‘যারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন জানেন না তেমন সাংবাদিকই পারে এধরনের সংবাদ লিখতে। ’বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এর নিয়ম নিয়ে তিনি বলেন, ‘আমাদের একাডেমিক কাউন্সিলের নিয়ম ছিল- যদি কোন বিভাগের শিক্ষক ওই বিভাগেই পিএইচডি করেন তবে তিনি ২ বছর পরেই পিএইচডি জমা দিতে পারবেন। সে নিয়ম অনুসারে দর্শন বিভাগের শিক্ষক হাফিজুল ইসলামকে পিএইডি প্রদান করা হয় ৩৭ তম একাডেমিক কাউন্সিলে। এর ১ বছর পর একই নিয়মে মোস্তফা কামালকে পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়
‘নিয়ম মেনেই জবি প্রক্টরকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে’
এ নিয়মটি শুধু মাত্র ফ্যাকাল্টি মেম্বারদের জন্যই প্রযোজ্য। ’‘এই নিয়মটি ঢাকা বিশ্ববিদ্যালয়, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর অনেক দেশেই আছে। তাছাড়া বর্তমান প্রক্টর মোস্তফা কামালকে পিএইচডি দেয়া হয়েছে ৩৯ তম একাডেমিক কাউন্সিলে। সুতরাং তার পিএইচডি যাবতীয় নিয়ম মেনেই দেয়া হয়েছে
‘নিয়ম মেনেই জবি প্রক্টরকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে’
’জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর ড. মোস্তফা কামালকে ৩৯ তম সিন্ডিকেট সভায় পিএইচপি প্রদান করা হয়। তার গবেষণার বিষয় ছিল ‘বিভিন্ন ধর্মে নারীর অধিকার: প্রেক্ষিত বাংলাদেশ’।বিষয়টি নিয়ে ড. মোস্তফা কামাল এর সাথে কথা বললে তিনি বলেন, ‘আমি ৩১ মে ২০১০ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করি এবং ১৩ মে ২০১৩-তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। আমার চাকুরী ছিল ৩ বছর এর ১৩ দিন কম
‘নিয়ম মেনেই জবি প্রক্টরকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে’
এছাড়া ১ টি প্রকাশনার পরিবর্তে আমার ছিল ৩ প্রকাশনা এবং ২ টি প্রথম শ্রেনির পরিবর্তে আমার ছিল ৩ টি প্রথম শ্রেনি। ’‘আমার যোগ্যতার কোনো কমতি ছিল না। এছাড়া আমার একাডেমিক ফলাফল নিয়ে যেসব কথা বলো হচ্ছে তা মনগড়া। এসব করা হয়েছে শুধু মাত্র আমাকে হেয় করার জন্য
‘নিয়ম মেনেই জবি প্রক্টরকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে’
তাছাড়া আমি প্রক্টর হওয়ার পর বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় একশ্রেনির লোক এটা করেছে। ’বিষয়টি নিয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান বলেন, ‘মোস্তফা কামালকে যে পদন্নতি দেয়া হয়েছে তাতে বিশ্ববিদ্যালয়ের আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। যাবতীয় নিয়ম কানুন ও আইন মেনেই পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়েছে তাতে কোন সন্দেহ নেই। ’
ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্ক হয়েছে। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ সিটি নির্বাচনকে প্রহসনে পরিণত করতে সরকারি দলকে দায়ী করলে জবাবে সরকারের দুই প্রভাবশালী প্রবীণ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ বলেছেন, মিথ্যাচার ও মিথ্যা অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। কারণ এ দলটির জন্মই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি ও নির্বাচনবিরোধী রাজনৈতিক দর্শন নিয়ে। বিএনপি এখন বাংলাদেশ নেগেটিভ পার্টিতে পরিণত হয়েছে
ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
আজ মঙ্গলবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এ নিয়ে দীর্ঘ উত্তপ্ত বিতর্কের ঘটনা ঘটে। রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনাকালেও সরকারি দলের সংসদ সদস্যরা বিএনপির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র-চক্রান্তের তীব্র সমালোচনা করেন।অনির্ধারিত বিতর্কের সূত্রপাত করে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ প্রশ্ন রেখে বলেন, আদৌ কী ঢাকার দুই সিটি নির্বাচনে জনগণ অবাধে ভোট দিতে পারবে? সরকার কী অবাধ নির্বাচন নিশ্চিত করতে পারবে? কিন্তু বাস্তবে দেখছি অতীতের মতো নির্বাচনের নামে প্রহসনের প্রচেষ্টা চলছে।তিনি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে মন্ত্রী-এমপিদের অংশগ্রহণ করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে
ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
সরকারি দল আওয়ামী লীগ নির্বাচন পরিচালনার জন্য যে দু’জন নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে, তা সম্পূর্ণ আইন বহির্ভূত। চট্টগ্রামের নির্বাচন প্রশ্নবিদ্ধ। সেখানে নির্বাচনের নামে আগের রাতেই অনেক কিছু হয়েছে। তাই আমাদের আশঙ্কা, দুই সিটি নির্বাচনে কী জনগণ ভোট দিতে পারবে? আমাদের নির্বাচনী মিছিল থেকে নেতাকর্মীদের ধরে নিয়ে বলা হচ্ছে পকেটমার, চাঁদাবাজ ইত্যাদি
ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
এভাবে কতদিন চলবে? সিটি নির্বাচন কী আদৌ সুষ্ঠু হবে? আমরা এ ব্যাপারে সরকারের তরফে স্পষ্ট বক্তব্যে চাই।জবাব দিতে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের দায়িত্বপ্রাপ্ত তোফায়েল আহমেদ ফ্লোর নিয়ে বলেন, বিএনপি যতক্ষণ পর্যন্ত নির্বাচনে না জিতবে, তখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচনের আগে মিথ্যাচার ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বিএনপির ট্রেডিশনে পরিণত হয়েছে। অথচ এখনই সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপি হারুন সাহেব স্বীকার করলেন, তাঁর এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে, বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে
ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
আবার সিটি নির্বাচন না হওয়ার আগেই বলছেন উল্টো কথা। ঢাকার দুই সিটি নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দৃঢ়ভাবে জানিয়েছেন, সিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচব হবে।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নির্বাচনের নামে প্রহসনের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি নেত্রী খালেদা জিয়া কাছে ভোট মাপার মেশিন রয়েছে
ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
২০০১ সালে নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। কিন্তু ২০০৯ সালের নির্বাচনে বিএনপিই মাত্র ২৯টি আসনে বিজয়ী হয়েছে। খালেদা জিয়ার কাছে ভোট মাপার মেশিন রয়েছে।তিনি আরো বলেন, গাজীপুর ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি জিতেছিল
ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
কিন্তু যতক্ষণ পর্যন্ত এ দুটি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি, ততক্ষণ বলেছে নির্বাচন সুষ্ঠু হবে না, সরকার ভোট ডাকাতি করছে!তোফায়েল আহমেদ বলেন, মিথ্যাচার ও মিথ্যা অভিযোগ করা বিএনপির একটি ট্রেডিশনে পরিণত হয়েছে। নির্বাচনের বিধিতে রয়েছে- সুবিধাভোগী ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। আমরা কী সুবিধাভোগী? আমি মন্ত্রী ছিলাম, এখন এমপি। ব্যারিস্টার মওদুদ আহমেদ কী গুরুত্বপূর্ণ ব্যক্তি নন? এরশাদের আমলে মওদুদ সাহেব প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, বিএনপির আমলে একাধিকবার গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন
ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
অথচ ব্যারিস্টার মওদুদ গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, আমি এবং আমির হোসেন আমুরা গুরুত্বপূর্ণ ব্যক্তি!তিনি বলেন, মুজিববর্ষে উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড, থানায় আমরা যাব, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলবো, ভোট চাইবো না। আর সমন্বয়ক বলে কোন কিছু নেই। আমরা মুজিববর্ষের কর্মসূচিতে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখবো, প্রার্থীর পক্ষে ভোট চাইবো না।এ বিষয়ে ফ্লোর নিয়ে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের দায়িত্বপ্রাপ্ত আমির হোসেন আমু বলেন, জন্মলগ্ন থেকেই বিএনপি নির্বাচন নিয়ে নেগেটিভ রাজনীতি করে
ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা মানে রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করা। এটা করেই বিএনপি সবসময় অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বপ্ন দেখে।তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই বিএনপি বলে আসছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আসলে নির্বাচন নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে বিএনপি
ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
তিনি আরো বলেন, বিএনপির প্রত্যেকটি কর্মকাণ্ডই হচ্ছে রাজনীতি ও নির্বাচনবিরোধী। একদিকে তারা রাজনীতির কথা বলবে, অন্যদিকে নির্বাচনী বিরোধী বক্তব্যে দিচ্ছে- এটা বিএনপির স্ববিরোধীতা। বাস্তবে বিএনপি গণবিরোধী ও জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। এ কারণেই তারা প্রতিটি নির্বাচনে কারচুপি দেখে
ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, বিএনপির মিথ্যাচার জন্মগত অভ্যাস। বিএনপি বলে ধর্মসভা করা যাবে না, এটা কোন আইনে বলে? আমরা প্রতিদিন দলের পক্ষ থেকে মিলাদ মাহফিল করবো, দেখবো নির্বাচন কমিশন কীভাবে ঠেকায়। আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি লাগাতার মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।সংসদ থেকে ওয়াকআউট করল বিএনপি
সংসদ থেকে ওয়াকআউট করল বিএনপি
আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক কথা বলার অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিএনপি। দলটির এমপি হারুনুর রশীদের নেতৃত্বে ওয়াকআউট করেন তারা। চলতি একাদশ সংসদে বিএনপির এটাই প্রথম ওয়াকআউট।এর আগে হারুন বর্তমান সরকারের সময় অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনের সমালোচনা করে ‘গণতন্ত্রের’ স্বার্থে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার দাবি তোলেন
সংসদ থেকে ওয়াকআউট করল বিএনপি
ওই নির্বাচন অবাধ করতে উদ্যোগ না নিলে সংসদ থেকে ওয়াকআউট করারও হুমকি দেন তিনি।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই আলোচনায় এমপি হারুন বলেন, এই নির্বাচন কি আসলেই নির্বাচন হবে? এতে কি জনগণ ভোট দিতে পারবে? এই নির্বাচনের পরিবেশ কি সরকার নিশ্চিত করতে পারবে? এই বিষয়ে দায়িত্বশীলদের থেকে উত্তর পেতে চাই। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা এবং নির্বাচনকে নিয়ে যে সহিংসতা চলছে তা বন্ধের দাবি করছি। না করলে আমরা সংসদ থেকে ওয়াক-আউট করবো
সংসদ থেকে ওয়াকআউট করল বিএনপি
হারুনুর রশীদের বক্তব্যের পর সরকার দলের সিনিয়র সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু ফ্লোর নিয়ে তার পাল্টা জবাব দেন। তাদের বক্তব্যের পর এমপি হারুন আবারও ফ্লোর চাইলে স্পিকার তা নাকচ করে দেন। এ সময় হারুনুর রশীদ মাইক ছাড়াই কথা বলেন। সরকারি দলের সদস্যরা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে পাল্টা বক্তব্য দিতে গিয়ে এই প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলেছেন এমন দাবি করে তারা ওয়াকআউট করেন।ঢাকার সিটি নির্বাচন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক
মিয়ানমার পরিস্থিতির খোঁজ নিতে আসছেন জাতিসংঘের দূত
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির খোঁজ নিতে চূড়ান্ত সফরে থাইল্যান্ড ও বাংলাদেশে আসছেন জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার ইয়াংহি লি।আগামীকাল বুধবার থেকে তিনি ৯ দিনের সফর শুরু করছেন। মিয়ানমার সরকার ইয়াংহি লিকে ঢুকতে না দেওয়ায় তিনি থাইল্যান্ড ও বাংলাদেশ সফরের মাধ্যমে মিয়ানমার পরিস্থিতির বিষয়ে তথ্য সংগ্রহ করবেন।জানা গেছে, বরাবরের মতো কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন ও আশ্রিত রোহিঙ্গাদের কাছ থেকে তিনি মিয়ানমারের পরিস্থিতি জানবেন
মিয়ানমার পরিস্থিতির খোঁজ নিতে আসছেন জাতিসংঘের দূত
এছাড়া তিনি রোহিঙ্গাদের একাংশকে স্থানান্তরের জন্য প্রস্তুত ভাসানচরও পরিদর্শন করতে পারেন। আগামী ২৩ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর সফর শেষ হবে।জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার ইয়াংহি লি আগামী মার্চ মাসে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তাঁর প্রতিবেদন উপস্থাপন করবেন।ইয়াংহি লি ২০১৪ সাল থেকে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করছেন
মিয়ানমার পরিস্থিতির খোঁজ নিতে আসছেন জাতিসংঘের দূত
২০১৭ সাল থেকে মিয়ানমার সরকার তাঁকে মিয়ানমারে ঢুকতে দিচ্ছে না। এর আগে তিনি তাঁর দায়িত্ব পালনের অংশ হিসেবে বছরে দু’বার করে মিয়ানমার সফর করেছেন। জাতিসংঘের অর্পিত দায়িত্ব পালনের জন্য মিয়ানমারে যাওয়ার অনুমতি চাইলেও অং সান সু চির সরকার তা নাকচ করে আসছে।ইয়াংহি লি বলেন, মিয়ানমার প্রবেশাধিকার না দিলেও তিনি এই অঞ্চল সফর করে নিরপেক্ষভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তথ্য তুলে ধরছেন। এমন এক সময় তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে যখন মিয়ানমারে মানবাধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় চলছে। পরিস্থিতির উন্নয়নে তিনি সর্বাত্মক চেষ্টা চালানোর অঙ্গীকার করেন।
দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবুধাবি ত্যাগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতে তিন দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার বিকেলে দেশের উদ্দেশ্যে আবুধাবি ত্যাগ করেছেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৬টা ৫মিনিটে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।বিমানটির বাংলাদেশের স্থানীয় সময় আজ রাত ১১টা ৫৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে
দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবুধাবি ত্যাগ
সফরকালে প্রদানমন্ত্রী সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে (এডিএনইসি) ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক ২০২০’ এবং জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ সেরিমনিতে যোগ দেন।ডিপি ওয়ার্ল্ডের পৃথক প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম, আমিরাত জাতীয় তেল কোম্পানী’র (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি এবং দ্বুাই শাসক পরিবারের সদস্য সংযুক্ত আরব আমিরাতের শেখ আহমেদ ডালমুখ আল মকতুম এমএকে পৃথকভাবে এদিন বিকেলে প্রধানমন্ত্রীর আবাস হোটেল শাংরি-লাতে সাক্ষাৎ করেন।একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্য্যবসায়ীদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।একইদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে (আগের সমঝোতা স্মারকের সঙ্গে সংযুক্তি) আমিরাতের জাতীয় তেল কোম্পানি (ইএনওসি) এবং বাংলাদেশের বিদ্যুৎ,জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়
দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবুধাবি ত্যাগ
পরে একইস্থানে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত নয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে নিয়ে দূত সম্মেলনে মিলিত হন।মঙ্গলবার বিকেলে দাহরান ভিত্তিক সৌদি আরবের জাতীয় তেল এবং প্রাকৃতিক গ্যাস কোম্পানী সৌদি আর্মাকো’র ব্যবস্থাপনা পরিচালক এবং এসিডব্লিউএ পাওয়ার’র চেয়ারম্যান এবং সৌদি আরবের ইউটিলিটি ডেভেলাপার হোটেল শাংরি-লা’র দ্বিপাক্ষিক সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।পরে প্রধানমন্ত্রী জলবায়ুজনিত পদক্ষেপে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সংক্রান্ত একটি সাক্ষাৎকার পর্বেও অংশগ্রহণ করেন।
আশুলিয়ায় ভবনে বিস্ফোরণ দগ্ধ ২ শ্রমিক
আশুলিয়ায় একটি চারতলা বাড়িতে রহস্যজনক বিস্ফোরণে একটি তৈরি পোশাক কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার কারণ নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।সোমবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকায় ৮ নম্বর ইউপি সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন সিলভার অ্যাপারেলস কারখানার স্টাফ জুলহাস (৪৫) ও শাহিন (৩৮)
আশুলিয়ায় ভবনে বিস্ফোরণ দগ্ধ ২ শ্রমিক
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চারতলা ভবনটির চতুর্থ তলার একটি কক্ষে স্থানীয় সিলভার অ্যাপারেলস কারখানার স্টাফ হাসিব ও তার আরো দুই সহকর্মী ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সোমবার রাতে কাজ শেষে জুলহাস ও শাহিন নামে হাসিবের দুই সহকর্মী বিশ্রোমের জন্য তার কক্ষের চাবি নিয়ে আসে। পরে তারা কক্ষে প্রবেশ করে কিছু সময় অবস্থানকালে হঠাৎ বিকট আওয়াজে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে কক্ষে থাকা জুলহাস ও শাহিনের শরীর ঝলসে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে
আশুলিয়ায় ভবনে বিস্ফোরণ দগ্ধ ২ শ্রমিক
এসময় বিস্ফোরণে ভবনটির দেয়ালের কিছু অংশ ভেঙ্গে পড়ে ও বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দেয়।এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অহিদ মিয়া জানান, বিস্ফোরণের খবরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। তবে কক্ষটির ভিতরে কোনো সিলিন্ডার কিংবা গ্যাস সরবরাহ লাইন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, কক্ষের দরজা ও জানালা বন্ধ থাকা অবস্থায় টয়লেটের গ্যাস কক্ষের ভিতরে প্রবেশ করে ভীষণ চাপের সৃষ্টি হয়। পরবর্তীতে তা আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। তবে অধিকতর তদন্তের পরই এব্যাপারে নিশ্চিত করে বলা সম্ভব হবে বলেও জানান এই কর্মকর্তা।
ধর্ষকদের ক্রসফায়ার দেওয়ার দাবি সংসদে
শিশু ও নারী ধর্ষণের সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি এ ধরণের অমানবিক ও নিষ্ঠুর কর্মকাণ্ড নিরসনে প্রয়োজনে ধর্ষকদের 'এনকাউন্টার' (ক্রসফায়ার) দেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। বিরোধী দলের দুজন সিনিয়র সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও মুজিবুল হক চুন্ন পয়েন্ট অব অর্ডারে এ দাবি জানালে তাঁদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সরকারি দলের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ।আজ মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনির্ধারিত এই বিতর্কের সূত্রপাত করেন বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াস সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করা হলো
ধর্ষকদের ক্রসফায়ার দেওয়ার দাবি সংসদে
ধর্ষণের পর যদিও সরকারের পক্ষ থেকে জরুরিভাবে সেই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। যদিও গ্রেপ্তার করার পরও জনমনে অনেক প্রশ্ন উঠেছে এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে।তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের পর পরই সাভারে একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এরপর ধামরাইতে একই ঘটনা ঘটে
ধর্ষকদের ক্রসফায়ার দেওয়ার দাবি সংসদে
পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০১৯ সাল ধর্ষণের মহাৎসব ঘটেছে। কেন ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? এর থেকে পরিত্রাণের উপায় কি?এ বিষয়ে সংসদে দুই ঘণ্টার জন্য সাধারণ আলোচনার সুযোগ দিতে স্পিকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের দলের প্রেসিডেন্ট এইচ এম এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, ওই সময় এসিড নিক্ষেপ করে হত্যাকাণ্ড বেড়ে যায়। তখন এরশাদ সাহেব এটা প্রতিরোধে এসিড মারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করেছিলেন। এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড
ধর্ষকদের ক্রসফায়ার দেওয়ার দাবি সংসদে
কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে এটা কন্ট্রোল করা যাচ্ছে না। তাই সময় এসেছে চিন্তা করার, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হোক।স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, এতো ঘটনা ঘটছে, মাদকের জন্য এতো ক্রসফায়ার হচ্ছে। সমানে বন্দুকযুদ্ধে মারা যায়
ধর্ষকদের ক্রসফায়ার দেওয়ার দাবি সংসদে
কিন্তু এই ধর্ষণের মতো জঘণ্য অপরাধ, এখন পর্যন্ত কেন একজন ধর্ষক বন্দুকযুদ্ধে মারা যায় না? বিষয়টা গুরুত্ব দিয়ে যদি ব্যবস্থা না নেওয়া যায়, তবে কোনক্রমেই এটা কন্ট্রোল করা যাবে না। এজন্য প্রয়োজনে আইন সংশোধন করতে হবে।একই দাবি জানিয়ে জাতীয় পার্টির অপর প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, টাঙ্গাইলে বাসে ধর্ষণের পর পর পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করলো। সেদিন যদি পুলিশ ওই পাঁচ ধর্ষককে মধুপুরে নিয়ে গুলি করে মারত, তাহলে কিন্তু অন্য কেউ আবার ধর্ষিত হতো না
ধর্ষকদের ক্রসফায়ার দেওয়ার দাবি সংসদে
তিনি বলেন, একটার পর একটা ধর্ষণ হচ্ছে। মেয়েরা বাসে ওঠে, ওই বাসে আগে থেকেই ৪-৫ জন থাকে। নারীরা ওঠার পর দেখা যায় ওরা যাত্রী না, ওরা ধর্ষক। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে
ধর্ষকদের ক্রসফায়ার দেওয়ার দাবি সংসদে
তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হোক জিজ্ঞাসাবাদের জন্য, সেখানে গুলি করে মারা হোক।তিনি আরো বলেন, ধর্ষকদের একমাত্র শাস্তি হওয়া উচিত এনকাউন্টারে দিয়ে মেরে ফেলা। যাতে আর কোনো ধর্ষক যেন সাহস না পায়। ধর্ষক গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ওইখানে গুলি করে মেরে ফেলা হোক
ধর্ষকদের ক্রসফায়ার দেওয়ার দাবি সংসদে
কাজী ফিরোজ রশীদ ও মুজিবুল হক চুন্নুর এমন দাবির সঙ্গে একমত পোষণ করে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ বলেন, মাদক নিয়ন্ত্রণে অনেককে এভাবে শেষ করে দেওয়া হয়েছে। ভারতে একবার বাসে এক নারীকে গণধর্ষণ করা হয়। পরে সেখানে পাঁচ ধর্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওই পাঁচ ধর্ষককে ক্রসফায়ারে দেওয়া হয়েছে
ধর্ষকদের ক্রসফায়ার দেওয়ার দাবি সংসদে
তারপর ভারতে ধর্ষণের ঘটনা কমে গেছে। কাজেই আমি অন্য দুই সংসদ সদস্য’র সঙ্গে একমত। আমি যদি চিনি যে সে ধর্ষক, সেই এই জঘণ্য কাজ করেছে- তার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।এ বিষয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী ফ্লোর নিয়ে বলেন, আল্লাহকে হাজির-নাজির করে বলছি, এসব ধর্ষকদের ক্রসফায়ার করলে কোনো পাপ হবে না বরং বেহেস্তে যাওয়া যাবে। এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
‘জঙ্গিবাদকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না’
‘ইসলামের নামে দেশে জঙ্গিবাদী অপতৎপরতা চালানো হচ্ছে। এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। ইসলামি চিন্তাবিদদের এ বিষয়ে কথা বলতে হবে। কারণ, জঙ্গিবাদকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না
‘জঙ্গিবাদকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না’
’মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অডিটোরিয়ামে নবাগত শিক্ষার্থীদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বলেছেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ হোক যুবসমাজের অঙ্গীকার। ’ র্যাব মহাপরিচালক বলেন, ‘জঙ্গিবাদের দর্শন ইসলামের সঙ্গে যায় না। সম্মিলিতভাবে জঙ্গিবাদের প্রচার ও প্রসারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
‘জঙ্গিবাদকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না’
জঙ্গিবাদ ছড়ানোর অন্যতম জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার সবকিছুই বিশ্বাস করা যাবে না। কোনটি মিথ্যা, কোনটি গুজব, সে বিষয়ে যাচাই-বাছাই করতে হবে। ’বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান
‘জঙ্গিবাদকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. নূরুল আবছার খান ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ। স্বাগত বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন।ড. বেনজীর আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘মাদক এমন একটি জিনিস, যা যুব সমাজের বিকাশ ও সম্ভাবনা ধ্বংস করে দেয়। মাদকের কারণে পরিবেশ ও সমাজব্যবস্থা বিপর্যয়ের মধ্যে পড়ে