ashtrayAI's picture
Upload 1000 files
a50a2cd
Serial,Title,Date,Author,News
104,কৃষকের ৩ হাজার কোটি টাকা প্রণোদনার মেয়াদ বৃদ্ধি,2022-07-01,ইত্তেফাক রিপোর্ট,করোনায় সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষকদের জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ঋণ বিতরণের মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ছিল। ঋণ বিতরণের মেয়াদ আরো তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।বৃহস্পতিবার ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ তহবিলের মেয়াদ বৃদ্ধি করে একটি নির্দেশনা দিয়েছে।বাংলাদেশ ব্যাংকের নিজস্ব এ তহবিল থেকে জামানতবিহীন ও সহজ শর্তে মাত্র ৪ শতাংশ সুদহারে ঋণ নিতে পারছেন কৃষকরা। তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক নিজস্ব কৃষক ও গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করবে। ক্ষুদ্র প্রান্তিক ও বর্গাচাষিদের জন্য এককভাবে জামানতবিহীন সর্বোচ্চ ২ লাখ টাকা ঋণ পাবেন কৃষক।