ashtrayAI's picture
Upload 1000 files
033fa95
Serial,Title,Date,Author,News
1017,পর্দা নামলো আলেশা হোল্ডিংস ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসবের,2021-08-18,ইত্তেফাক অনলাইন ডেস্ক,পর্দা নামলো বাংলাদেশ সহ বিশ্বের ৩৫টি দেশের প্রায় সহস্রাধিক বিতার্কিকের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারেরমত টানা দুদিনব্যাপী অনুষ্ঠিত আলেশা হোল্ডিংস লিমিটেড ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসব ২০২১।মঙ্গলবার বাংলাদেশের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফ বিডি আয়োজিত এই আয়োজনের চুড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে এই বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল আইর পরিচালক ও হেড অফ নিউজ শাইখ সিরাজ। এসময় তিনি বলেন যারা বিতর্ক করেন তাঁরা ভীষণ এগিয়ে থাকেন একটি আধুনিক বিশ্বে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফ বিডিকে অভিনন্দন জানাই এমন চমৎকার আয়োজনের জন্য।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশীধর মিশ্র বলেন আমি ভীষণ আনন্দিত এমন আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পেরে।বিতর্কের জন্য আমরা অনেক কিছু জানতে পারি বুঝতে পারি এবং অনেক যুক্তি সেখান থেকে চলে আসে । আমি মনে করি এমন আয়োজন আমাদের সবসময় উজ্জীবিত করে।সাউথইস্ট বিশ্ববিদ্যালয়এর সাবেক উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন বলেন আমি প্রথমে সেই সকল তার্কিকদের যারা এমন আয়োজনের সাথে সম্পৃক্ত হো। আমরা কঠিন সময় অতিবাহিত করছি । এমন চমৎকার আয়োজন এমন কঠিন সময়ে এমন আয়োজন এনডিএফ বিডি অবাক করেছে । এমন আয়োজন থেকে এনডিএফ বিডি সারা বিশ্বে নতুন নেতৃত্ব সৃষ্টিতে দুর্দান্ত ভূমিকা পালন করে যাচ্ছে।বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদরদপ্তরের শিক্ষা বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমির বলেন বিতর্ক আমাদের শুদ্ধ করে । আমরা যদি আমাদের এগিয়ে নেতে যায় তাহলে এমন আয়োজনের বিকল্প নেই। আমি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশএনডিএফ বিডিকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এমন চমৎকার আয়োজনের জন্য। আমরা নতুন নতুন ভাষা শিখবো যা আমাদের অনেক বিষয়ে সাহায্য করবে।এনডিএফ বিডির কোচেয়ারম্যানআন্তর্জাতিক আমিরুল ইসলাম তুষার তিনি তাঁর বক্তব্যে বলেনএমন আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। একজন বিতার্কিক জানে কিভাবে দলীয় কাজ করতে হয় কিভাবে এগিয়ে যেতে হয়।আলেশা হোল্ডিংস লিমিটেড ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসব ২০২১ এর মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাকচ্যানেল আই সারাবাংলা ডট নেটপিপলস রেডিও ৯১.৬ এফএম। আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসবএর স্ট্রাটেজিক পার্টনার বাংলাদেশ ডিবেট কাউন্সিল ও সেন্ট্রো ভার্চুয়াল পার্টনার ই স্কুল অফ লাইফ গ্লোকাল লার্নিং ম্যানেজমেন্ট লিমিটেড।ইত্তেফাকআরকে