ashtrayAI's picture
Upload 1000 files
033fa95
raw
history blame
No virus
4.26 kB
Serial,Title,Date,Author,News
1035,অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইয়ুথ কার্নিভাল ২০২১’,2021-08-11,ইত্তেফাক অনলাইন ডেস্ক,আসন্ন আন্তর্জাতিক যুব দিবসকে কেন্দ্র করে ইম্যাক সেন্টার ও স্কিলস ফর লাইফের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইয়ুথকার্নিভাল২০২১। আগামী ১২ই আগস্ট ভার্চুয়াল মাধ্যমে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে তারুণ্যনির্ভর উৎসবটি ।আয়োজনের প্রস্তুতি সম্পর্কে ইম্যাক সেন্টারের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুল কাদের আতিক বলেন উৎসবে যোগদান করার জন্য ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুইশতাধিক তরুণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। তরুণদেরকে আগামীর জন্য দক্ষ করে গড়ে তুলতে এবং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশ সোশ্যাল ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আলী আকবর আশা করপোরেট আস্কএর সিইও নিয়াজ রহমান ভারতের বিখ্যাত তরুণ করপোরেট ট্রেইনার তানভি আজমিরা স্টার সিনেপ্লেক্সের মানবসম্পদ বিভাগের প্রধান লায়লা নাজনীন এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার জাস্ট স্টোরিজ লিমিটেডের সিইও বৃতী সাবরিন বিআইওএসডিএর প্রতিষ্ঠাতা হাসিবুর রহমান ইগনাইট ইউথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম এবং আন্তর্জাতিক ইয়ুথ কনফারেন্সের রিজিওনাল স্পিকার মোক্তার হোসেন প্রমুখ। কার্নিভালের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন ফর স্কিলস ডেভেলপমেন্ট ইয়ুথ এঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে রোটার্যাকট ক্লাব অফ নারায়ণগঞ্জ মিড সিটি এবং লিও ক্লাব অব চট্টগ্রাম খাতুনগঞ্জ মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা অবজারভারসবঙ্গ লাইভ আজকের তাজা খবর এবং মানব কল্যাণ ডট কম ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে পজিটিভ ভাইবস ৩৬০। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন স্কিলস ফর লাইফএর পাবলিক রিলেশন ও কমিউনিকেশন প্রধান তাহমিনা আক্তার সুপ্তি।ইত্তেফাকজেডএইচডি