ashtrayAI's picture
Upload 1000 files
033fa95
raw
history blame
No virus
6.29 kB
Serial,Title,Date,Author,News
1018,বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্ততায়িত হলেই তার আত্মার মাগফেরাত কামনা হবে আইডিআরএ চেয়ারম্যান,2021-08-18,নিজস্ব প্রতিবেদক,বঙ্গবন্ধু মাত্র ৫৫ বছর জীবিত ছিলেন তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তিনি শহীদ হযেছেন। তাই তার আত্মার মাগফেরাত কামনার কিছু নেই। শহীদরা বিনা হিসেবে বেহেস্তবাসী। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা তখনি হবে যখন আমরা তার স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব।মঙ্গলবার এনআরবি ইসলামিক লাইফের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় শোক দিবস ও মিলাদ মাহফিলে দেয়া বক্তব্যে এসব কথা বলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।তিনি বলেন আমরা এমন এক পেশায় নিয়োজিত যে পেশা বেছে নিয়েছিলেন বঙ্গবন্ধু। এটা আমাদের গর্ব। দেশের বীমা খাতকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। তাকে বিনা অপরাধে নিহত করা হয়েছে তার প্রতি অবিচার করা হয়েছে। তাই আমরা যদি সোনার বাংলা গড়তে স্বচেষ্ট হই তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারি তাহলে তার প্রতি যে অবিচার করা হয়েছে তার কিছুটা লাগব হবে।তিনি বলেন জাতির পিতার কন্যা দেশের বীমা খাতকে এগিয়ে নিতে সর্বদা সচেষ্ট। তিনিই বীমা উন্নয়নে বীমা আইন ও আইডিআরএ গঠন করেছেন। নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমারা এগিয়ে যাচ্ছি। আমরা প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পারলে বীমার মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সহায়ক ভুমিকা রাখা যাবে।বীমাকে মানুষের দোড় গোড়ায় পৌছানোর মধ্য দিয়েই গড়ে ওঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। মঙ্গলবার বাংলামোটর নাভানা জোহরা কটেজে এনআরবি ইসলামিক লাইফ আয়োজিত জাতীয় শোক দিবস ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন কোম্পনির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মাদ।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কোম্পনির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মাদ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতো। তিনি তার কর্ম জীবন শুরু করেছিল আলফা লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে। তাই সোনার বাংলা গড়তে হলে বীমাকে মানুষের দোড় গোড়ায় পৌছাতে হবে। বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীন করার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তখন অনেকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। কিন্তু তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমি তার আদর্শে উজ্জীবিত। আমি মনে করি আমি অবশ্যই পারবো বীমাকে মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে।এনআরবি ইসলামিক লাইফ আয়োজিত জাতীয় শোক দিবস ও মিলাদ মাহফিলের এ অনুষ্ঠানে কোম্পানির পরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন হাসান চৌধুরী এ. কে. এম মোস্তাফিজুর রহমান এম মাহফুজুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যদের মধ্যে কোম্পানির চেয়ারম্যানেরসহধর্মিনী রোম সিটি করপোরেশনের প্যানেল মেয়র হোসনে আরা বেগম বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ জামাল হাওলাদার।ইত্তেফাকআরকে