text
stringlengths
0
40.1k
আইসিএমআর-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ লক্ষ ১১ হাজার ৩১৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা মোট ৪৮ কোটি ৩২ লক্ষ ৭৮ হাজার ৫৪৫
তিনি আরো বলেন, বিএনপি মহাসচিব ছাত্র জীবনে অনেক ভালো অভিনয় করতেন। অনেকের ধারণা, এর প্রভাব তার রাজনৈতিক জীবনেও পড়েছে। রাজনৈতিক কারণে তিনি যা বলেন, তা নিজে বিশ্বাস করেন কি না- এ বিষয়ে দেশের জনগণের মনে সংশয় রয়েছে
কয়েকদিন আগেই ঘোষিত হয়েছে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। সপ্তমবারের মতো এ পুরস্কার জিতে নিয়েছেন লিওনেল মেসি। কোপা জয় এর পেছনে মুখ্য ভূমিকা রেখেছে। অনেকেই মেসিকে এবারের পুরস্কার দেয়ার কড়া সমালোচনা করেছেন। তবে মুখ বন্ধ রেখেছিলেন লেভানডফস্কি। পুরস্কার ঘোষণার সপ্তাহখানেক পরে এসে মুখ খুলেলেন তিনি। বলেছেন, ওই পুরস্কার না পাওয়ায় দুঃখ পেয়েছি, তা অস্বীকার করার কিছু নেই। তবে মেসিকে আমি ধারণার বাইরে সম্মান করি
অরখান তার সৈন্যবাহিনীর সংস্কার ও জেনিসারি নামক একটি নতুন শক্তিশালী বাহিনী গঠন করে ইউরোপে সমরাভিযান করেন। দুর্বল ও পতনোন্মুখ বায়জানটাইন সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে তিনি অভিযান করেন। ১৩৪৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম অটমান তুর্কিরা ইউরোপ ভূখণ্ডে পদচারণ করেন। বায়জানটাইন সাম্রাজ্যের সম্রাট এন্ড্রোনিকাসের মৃত্যুর পর প্রধান চ্যান্সেলর কানটাকুযেনে এবং রানী অ্যানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলতে থাকায় উভয়ে অরখানের সাহায্য প্রার্থনা করেন কিন্তু চ্যান্সেলর স্বীয় কন্যা থিয়োডোরাকে সুলতানের সঙ্গে বিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ হলে অরখান তার প্রস্তাবে রাজি হন এবং এর স্থলে ছয় হাজার তুর্কি সৈন্য কনস্টান্টিনোপলে প্রেরণ করেন। ১৩৪৬ খ্রিস্টাব্দে অরখানের সঙ্গে থিয়োডোরার বিবাহ সম্পন্ন হয়। সৈন্য দ্বারা সাহায্য করার পরিবর্তে অরখানের পুত্র সুলায়মান ১৩৫৬ খ্রিস্টাব্দে হেলিসপমেন্ট জিম্পি নামক ক্ষুদ্র দুর্গ অধিকার করেন
অনলাইনে বসেই ব্রাউজারে অনুবাদ করা যাবে
অনেক সুপারহিরো(এবং সুপারভিলেন) একটি প্রধান কেন্দ্রস্থান বা ঘাঁটি থেকে কার্য পরিচালনা করে। এগুলো প্রায়ই সাজানো হয় উন্নত প্রযুক্তি, এবং/বা ভীনগ্রহের প্রযুক্তিতে। এগুলো ছদ্মাবারণ করা হয় এবং গোপন জায়গায় তৈরি করা হয় যাতে শত্রু বা সাধারণ মানুষ যাতে চিনতে না পারে(উদাহরণস্বরূপ সুপারম্যানের "নির্জন দূর্গ" বা ব্যাটম্যানের "ব্যাটকেইভ")। কিছু ঘাঁটি যেমন "বাক্সটার বিল্ডিং" বা "হল অব জাস্টিস" সম্পর্কে সাধারণ মানুষ অবগত আছে(যদিও এর সঠিক ঠিকানা গোপন রাখা হয়)। যে সকল সুপারহিরো এবং ভিলেনের কোন স্থায়ী কেন্দ্রস্থান থাকে না তাদের কার্য পরিচালনার জন্য পরিবর্তনশীল ঘাঁটি থাকে
বাহ, চমৎকার কবিতা। শিরোনামটাও দারুন
ফেসবুকে ওই নারী ভিডিওটির ক্যাপশন হিসেবে লিখেছেন, এই দৃশ্য দেখেছি আমি, যেখানে জাহাজটা শূন্যে ভাসছিল বলে মনে হয়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম
এসব বিষয়ে বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে
এদিকে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি ও ইসরায়েলের সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা সদস্য আহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি হামলায় ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন
ব্লো-ব্জাং-লুং-রিগ্স-ন্যি-মা () (১৮৬২-১৮৭৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের চতুর্থ স্দে-খ্রি রিন-পো-ছে () উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন
মঙ্গলবার রাতে রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে জুভেন্টাস। পরের দিন, অর্থাৎ বুধবার মিলান স্টকএক্সচেঞ্জে জুভেন্টাসের শেয়ারের দর ২৬ শতাংশ বেড়ে যায়। তার আগেরদিনই অবশ্য এই দর কিছুটা নিম্নমুখী ছিল
গত মাসে রিয়ালের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের শেষটা মনমতো হয়নি রামোসের। জুনের ৩০ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল রিয়ালের সঙ্গে চুক্তির। সেটির দুসপ্তাহ আগেই ছাড়াছাড়ি হয়ে যায় বার্নাব্যুর অন্যতম সফল খেলোয়াড়ের সঙ্গে ক্লাব মাদ্রিদের
৭৫। হে আল্লাহ! দাঁড়ানো অবস্থায় ইসলামের মাধ্যমে আমাকে হেফাযত করুন, বসা অবস্থায় ইসলামের মাধ্যমে হেফাযত করুন এবং শোয়া অবস্থা ইসলামের মাধ্যমে আমাকে হেফাযত করুন। আমার বিপদে শত্রুকে আনন্দ করার সুযোগ দিবেন না। শত্রুকে আমার জন্য হিংসুটে হতে দিবেন না। হে আল্লাহ! আমি আপনার নিকট ঐ সব কল্যাণের প্রার্থনা করছি, যেসব কল্যাণ আপনার হাতে রয়েছে। সে সব অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই যা আপনার হাতে রয়েছে
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আজান ও প্রথম কাতারের মর্যাদা মানুষ যদি জানত আর কুর‘আ নিক্ষেপ (সমঅধিকারী একাধিক প্রার্থী থাকলে, সেখান থেকে একজনকে অগ্রাধিকার দেওয়ার জন্য তৎকালে প্রচলিত একধরনের লটারি) ব্যতীত সে সুযোগ তারা না পেত, তাহলে কুর‘আ নিক্ষেপ করত, তেমনি আগেভাগে জামাতে শরিক হওয়ার মর্যাদা যদি তারা জানত, তাহলে তারা সেদিকে ছুটে যেত। তেমনি এশা ও ফজরের জামাতে হাজির হওয়ার মর্যাদা যদি তারা জানত তাহলে হামাগুঁড়ি দিয়ে হলেও তারা তাতে হাজির হতো
নিজস্ব প্রতিবেদন : Zee বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'কৃষ্ণকলি'তে এবার উঠে আসবে বারাণসীর দৃশ্য। ধারাবাহিকে দেখা যাবে নিজের ছেলেকে খুঁজে পেতে মেয়ে-জামাইকে নিয়ে বারাণসীতে পৌঁছেছেন শ্যামা। তাই ধারাবাহিকের শ্যুটিংয়ের প্রয়োজনে বুধবারই বারাণসী উড়ে গিয়েছেন 'শ্যামা' ওরফে অভিনেত্রী তিয়াসা রায় (Tiyasha Roy) সহ ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীরা
সূত্র জানায়, সেই সময় পালিয়ে ভারতে প্রবেশ করেন জিসান। এর পর নিজের নাম পরিবর্তন করে আলী আকবর চৌধুরী নামে পাসপোর্ট সংগ্রহ করেন। ভারতীয় নাগরিক হিসেবে ঠিকানা দেখানো হয়েছে সারদা পল্লী, ঘানাইলা, মালুগ্রাম শিলচর, চাষার, আসাম। বাবার নাম হাবিবুর রহমান চৌধুরী। মায়ের নাম শাফিতুন্নেছা চৌধুরী। আর স্ত্রীর নামের স্থানে উল্লেখ করা হয়েছে রিনাজ বেগম চৌধুরী। পাসপোর্ট ইস্যুর স্থান দুবাই হিসেবে উল্লেখ রয়েছে। দেখা গেছে, ২০০৯ খ্রিষ্টাব্দের ৭ জুন প্রদান করা পাসপোর্টটির মেয়াদোত্তীর্ণের তারিখ ২০১৯ খ্রিষ্টাব্দের ৬ জুন। সংশ্লিষ্ট একাধিক সূত্রের খবর, চলতি বছরের ৬ জুন পাসপোর্টটির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর ফের ভারতীয় পাসপোর্টটি ১০ বছর মেয়াদের নবায়ন করা হয়েছে
এতদিন দলে সুযোগ পেলেও বদলি ফিল্ডার কিংবা পানি সরবরাহের কাজেই বেশি দেখা গেছে নাসিরকে। টিম ম্যানেজম্যান্ট এবং কোচ তার ওপর সন্তুষ্ট ছিলেন না। নাসিরের আচরণগত সমস্যার কথাও মিডিয়ায় এসেছে বহুবার। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নাসিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। গতবছরের শেষ দিক থেকে চলতি বছরে বিভিন্ন বিতর্কে বাংলাদেশের যে কয়জন ক্রিকেটার জড়িয়েছেন নাসির তাদের মধ্যে অন্যতম
(২) কোনো অভিযুক্ত ব্যক্তি নিজেকে উপ-ধারা (১) অনুযায়ী দোষী ঘোষণা করিয়া আদালতে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা প্রদান করিলে সংশ্লিষ্ট অপরাধ সম্পর্কে তাহার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা গৃহীত হইবে না
তার পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতার কথা বলে তিনি গাইবান্ধায় অবস্থান করেছিলেন
তাইতো এসব ২য় পর্যায়ের মতো কোন সুষ্ঠু ব্যবস্থা উদ্ঘাটনে না গিয়ে এই ফাঁটলকে ভরাট করতে তারা উদ্ভাবন করেছেন ভিন্ন এক তরিকা- জোট, মহাজোট। সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা লোটার মানসে। নানা সুযোগ সুবিধায় ভরপুর এই তরিকা। সরকারি বা বিরোধী, অবস্থান যা'ই হোক...এই তরিকা'র রয়েছে নানামুখী ব্যবহার-সুফল
এই বিয়োগান্ত ঘটনার কথা মনে এলে প্রথমেই মনে পড়ে সেই হাবিলদারের কুৎসিত নাম। তারপর আসে কিছু ক্যাপ্টেন, কিছু মেজরের কথা। এদের সাথে জড়িত ছিল আরো কিছু রাজনৈতিক ব্যক্তি। পক্ষ দুটি, একদিকে শোষিত দলের সদস্য হয়েও যিনি শোষককে শাসিয়েছিলেন এই বলে যে, ‘আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের ওপর, আমার বাংলার মানুষের বুকের ওপর গুলি করা হয়েছে। কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষ হত্যা করা হয়েছে’
পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২১ লাইভ AIFB পিছিয়ে কারণদিঘি নির্বাচনী কেন্দ্র 12:05 PM । নির্বাচনী কেন্দ্রর সমস্ত খবর এবং ২০২১ ভোট গণনার লাইভ আপডেট জন্য সঙ্গে থাকুন
শাহাদাত বার্ষিকী পালনের ব্যপারে ভোলা জেলা মুিক্তযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ বলেন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কোনও কর্মসূচি পালন করা হয়নি
গল্প ভালোবাসার জাল বুনেছি
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি জনাব বিমান কুমার চক্রবর্তী ও বাংলা বিষয়ক প্রভাষক খন্দকার শারমিন। তাঁরা নতুন প্রজন্মকে জাতির জনকের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে বলেন
চেন্নাই: ভিড়ে ঠাসা চেন্নাইয়ের লোকাল ট্রেনের ফুটবোর্ডে দাঁড়িয়ে ছিলেন চার যাত্রী। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদের। ঘটনায় জখম দশ। ঘটনাটি ঘটেছে সকালের ব্যস্ত সময়। সেই সময় বেশ কয়েকজন যাত্রী দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে যান। সেন্ট থমাস মাউন্ট স্টেশনে ঘটনাটি ঘটেছে
কোভিড আক্রান্তে মৃতদেহ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে। হাওড়ার মল্লিক ফটকের বাসিন্দা পিঙ্কি শর্মাকে ইএম বাইপাসের ধারে আনন্দপুর থানার অন্তর্গত ডিশান হাসপাতলে চলতি মাসের ১ তারিখে ভর্তি করা হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন
সেখানে গার্দিওলা বলেছেন, 'সে মাস্টারক্লাস খেলোয়াড়। আমি আমার জীবনে যে সব খেলোয়াড়দের কোচিং করিয়েছি তাদের মধ্যে সেরা খেলোয়াড়দের একজন হচ্ছে ডি ব্রুইনা। এই মুহুর্তে সে-ই সেরা। মিডফিল্ডার হিসেবে এখন সে বিশ্ব সেরা
চকরিয়ার লোকজন জানায়, গরু চুরির অপবাদে প্রকাশ্যে মা মেয়েকে রশিতে বেঁধে বিচারের নামে নির্যাতন ও শ্লীনতাহানি কেউ সহ্য করবে না। এলাকাবাসীরা আরো জানান, বর্তমান ইউএনও সৈয়দ সামশুল তাবরীজ একজন দক্ষ প্রশাসক। সেটি তাঁরা করোনাকালে প্রমাণ পেয়েছেন। দেশের কঠিন করোনা দূর্যোগে চকরিয়ায় তিনি যে ভূমিকা রেখেছেন তা ছিল সত্যিই প্রশংসনীয়। গত সোমবার জেলা প্রশাসনের তদন্ত টিমের প্রধান স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) শ্রাবস্তী রায়ের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম হারবাং ইউনিয়নে ঘটে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সময় উপস্থিত মেম্বার-চৌকিদারদের জবানবন্দি নেন। এছাড়াও ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের বক্তব্য নিয়েছেন। শীঘ্রই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করার কথাও জানান। অপরদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি মাঠে কাজ করছে। রবিবার ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ পূনরায় ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন। গঠিত কমিটির প্রতিবেদন উপর ভিত্তি করে দ্রুততম সময়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান। উল্লেখ্য, গত শুক্রবার (২১ আগস্ট) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে গরু চুরির অপবাদে মা-মেয়েসহ পাঁচজনকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে স্থানীয় লোকজন। পরে তাদের রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে সড়কে ঘুরিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান পরিষদে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় মারধর করেন। এছাড়াও, বৃদ্ধা মা ও তরুণী মেয়েকে কোমরে রশি বেঁধে এলাকা ঘোরানো এবং মারধর করার বিষয়ে চকরিয়া জৈষ্ট হাকিমের আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার দেব জনস্বার্থে স্বপ্রণোদিত হয়ে হারাবাংয়ের ভাইরাল হওয়া গরু চুরির ঘটনায় একটি মামলা নিয়েছেন। উক্ত মামলাটি কক্সবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেলের) কাজী মো. মতিউল ইসলামকে পরবর্তী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ঘটনায় জড়িত ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে ভাইরালের স্রোতে না ভেসে চকরিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই বাচাই করে তদন্তে খোঁজ নিচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানায়
সেন্ট্রাল জোনকে ২১৩ রানে অলঅআউট করে ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে ইস্ট জোন। মোস্তাফিজ-মুকিদুল-শহিদুলের পেস আক্রমণ সামলে তামিম দুর্দান্ত সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন। তাতে বড় সংগ্রহ গড়ার পথে তার দল
জাতীয় দলের হয়ে শেষ ওয়ান ডে ও টি-২০ ম্যাচ খেলেছেন ২০১২ সালে। তার পর ধীরে ধীরে ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়েন। ২০১৭ সালে পাঠানকে শেষবার আইপিএলে খেলতে দেখা যায়
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ অন্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকের এজেন্ডায়ও ছিলো বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে তাদের প্রত্যর্পণের বিষয়
“ক্যারিয়ারে এমন অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি আমি। কারণ আমি অনেক জিতেছি, আবার অনেক হেরেছিও
বৈঠকে আরও জানানো হয়, ফেসবুক বিটিআরসি ও সংশ্লিষ্টদের সাথে প্রতিমাসে অন্তত একটি করে বৈঠকের মাধ্যমে বাংলাদেশে তাদের স্বচ্ছ কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে
তুরস্কে আক্রান্ত ৪৮,৭৫,৩৮৮ এবং মৃত ৪০,৮৪৪ জন
এ বিষয়ে জানতে চাইলে গতকাল বিকালে টেলিফোনে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান (ডাব্লিওটিও সেল) বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মতামতের জন্য যে খসড়াটি সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছিল, কোনো পরিবর্তন ছাড়াই সেটি চূড়ান্ত করা হয়েছে। এখন নির্দেশিকাটি অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে
সূত্রের খবর, শিমলায় প্রিয়াঙ্কা গান্ধীর বাংলোয় ছুটি কাটাচ্ছেন রাহুল
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে পুরুলিয়ায় কাশীপুর, বলরামপুরে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ হয়। এবার বিতর্কিত পোস্টার ঘিরে শোরগোল পড়েছে ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা এই কেন্দ্রে
অনুষ্ঠানে ডা. দীপু মনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আয়োজনে সমন্বিত পদ্ধতিই এই মুহূর্তে সবচেয়ে যুগোপযোগী বলে মনে করছি। সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া সম্ভব। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাই সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবেন
পুষ্টিকর পালং শাক দিয়ে তৈরি পালং পাকোড়া ইফতারে বেশ জনপ্রিয় একটি খাবার। মজাদার মচমচে স্বাদের পালং পাকোড়া খুব অল্প সময়েই তৈরি করা সম্ভব। জেনে নিন রেসিপিটি
জাকারকার্গ বলেন, “বার্ষিক চ্যালেঞ্জের বদলে আমি ভাবার চেষ্টা করেছি ২০৩০ সালে বিশ্ব এবং আমার জীবন কেমন হবে, যাতে আমি ওই বিষয়গুলোতে নজর দিতে পারি
অস্ট্রিয়ার বার্জিনল্যান্ড রাজ্যের পুলিশ প্রধান জানান, লরি থেকে উদ্ধার কাগজপত্র দেখে মৃতদের সিরীয় বলে ধারণা করা হচ্ছে
এবং তার শত্রুদের উপর বিজয় লাভ করবে
পাবনা অফিস থেকে নিজস্ব প্রতিবেদক এবিএম ফজলুর রহমান জানান, গতকাল ওই এলাকার আড়তে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে। গত সপ্তাহে এ পেঁয়াজ শুধু ৬০ টাকা কেজিতে বিক্রি হয়। পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে। শুক্রবার বৃষ্টি থাকায় পেঁয়াজ তুলতে কিছুটা সমস্যায় পড়েছেন কৃষকরা। এতেই বাজারে দাম বেড়ে গেছে। তবে এখন আবার সরবরাহ বাড়ছে
এটি একটি শুল্কমুক্ত এলাকা যেখানে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানী করতঃ উৎপাদিত পণ্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে বিদেশে রপ্তানী করা যায়। শিল্প প্রতিষ্ঠানগুলোতে সরবরাহের জন্য এখানে 'বেপজা' কর্তৃপক্ষের নিজেস্ব ব্যবস্থাপনায় পানি সরবরাহ ব্যবস্থা ও নিজস্ব পাওয়ার প্লান্ট এবং ১১ কেভির একটি সাব স্টেশন রয়েছে; এছাড়াও তিতাস গ্যাস কর্তৃপক্ষ এখানে জ্বালানী হিসাবে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে
শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টে শনিবার মুখোমুখি হবে এই দুই দল। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়
মানকোভিচ জানান, বলয়ে ছড়িয়ে থাকা কণাগুলোতে কিছু কিছু জায়গায় দিনের পর দিন এমন কিছু সময়ে তারতম্যগুলো ধরা পড়ে যখন কম্পনের শক্তি সেখানে বেশি করে জমা হতে থাকে। এক পর্যায়ে অদৃশ্য কম্পাংকের শক্তি বাড়তে বাড়তে দৃশ্যমান কম্পনে পরিণত হয়
আজ ম্যারাডোনা নেই। আমার মনে হয়, তিনি আছেন, তবে সেটা তার কীর্তির মধ্য দিয়ে। যদি আরও কিছুদিন থাকতেন, যদি মেসির হাতের ট্রফিটা দেখে যেতে পারতেন, ভালোই হতো। যাক, এখন আর আক্ষেপ করে কী হবে। এটাই প্রকৃতির নিয়ম
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে
কিন্তু গবেষকরা ভারতের এক পাতাল গহ্বরে একটি মাছ আবিষ্কার করেছেন যা প্রায় দেড় ফুট লম্বা। যা জানা প্রজাতিগুলো থেকে প্রায় দশগুন ভারী। যখন জীববিজ্ঞানী ডেনিয়েল হ্যারিস ২০১৯ সালের অভিযানে প্রথম এই মাছটি দেখেন তখন তিনি বিস্মিত ও বিহম্বল হয়ে পড়েন। “আমার প্রথম অনুভূতি ছিলো আমার একটি বড় জাল লাগবে।” মাছটি নিয়ে Cave and Karst Science -এ প্রকাশিত গবেষণা পত্রের সহলেখক হ্যারিসের মতে এই মাছটি এখনও নতুন প্রজাতিতে পরিণত হওয়ার পথে বিবর্তিত হচ্ছে। এটা বিজ্ঞানীদের এই বিবর্তন পদ্ধতি বোঝার সুযোগ করে দিবে
উইগিন্স, সমর এবং রোমাঞ্চকর কাহিনীসমৃদ্ধ মার্কিন চলচ্চিত্র "লস্ট ইন দ্য সান"-এ পার্শ্ব অভিনেতা হিসেবে লুইস ভূমিকায়, মার্কিন অভিনেতা এবং সাবেক মডেল জশ ডুহামেলের সাথে অভিনয় করেন, যেটি ২০১৫ সালে মুক্তি পায়
যদি আপনার ফেসবুকের আইডিটি ফেইক না হয়, অপ্রত্যাশিতভাবে কিছু হয়ে যাওয়ার আগেই আপনার মনের মত কাউকে লিগ্যাসি নির্ধারন করে দিন। যাতে আপনার আইডি টি আপনার অবর্তমানেও সুরক্ষিত থাকে। আর আপনার সাথে কারো মত বিরোধ হয়ে থাকলে সেটা হয়ত সে ভুলে যাবে বা ক্ষমা করে দেবে। কোন বন্ধু আপনার অপেক্ষায় থাকলে, সে হয়ত আপনার অপেক্ষা না করে আপনার পরপারের মঙ্গল কামনা করবে
ইথিওপিয়া হোয় দেস ইবালিশ বেয়ামলাকিশ হাইল বেনেগোসিশ (আমহারীয়: "Ethiopia hoy dess ibalish") ইথিওপিয়ার প্রথম জাতীয় সঙ্গীত। এই সঙ্গীতটি ১৯৩০ থেকে ১৯৭৪ পর্যন্ত সম্রাট "হাইল সেলাসসি I" শাসনকালে জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছিল। একটি আর্মেনীয় "কেভোরক নালবানদিয়ান" এর দ্বারা গানটি ১৯২৬ সালে গঠন করা হয়েছিল, যিনি ইথিওপিয়াতে বসবাস করতেন
চলচ্চিত্রের মহরতে মোনাজাত করে সমালোচনার মুখে পড়েছেন এক মসজিদের খাদেম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে 'ইস্টিশন' নামের একটি চলচ্চিত্রের মহরতে পাঞ্জাবি-টুপি পরিহিত একজন দোয়া করছেন। প্রথম দেখাতেই মনে হবে, তিনি একজন ইমাম বা আলেম
এ ঘটনায় ডেকোরেটর প্রতিষ্ঠানের মালিক শাহ আলমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওসি আরো বলেন, নিহত কালু চার-পাঁচদিন আগে আয়াজ নামের ওই রোহিঙ্গা যুবককে এনে কাজে লাগিয়েছিলেন। শাহ আলম তার সম্পর্কে বিশেষ কিছু জানতেন না। কালুই তাকে চিনত। ফলে রোহিঙ্গা যুবক কোন শরণার্থী শিবিরের বাসিন্দা ছিল সেটা শাহ আলম জানেন না। সেটি বের করার চেষ্টা চলছে
৬. দেহভঙ্গি ও মুখভঙ্গি থেকেই বুঝা যাবে কোনো কর্মচারি চাকির ছেড়ে দিতে চাইছেন কিনা বা নতুন চাকরির সন্ধান করছেন কিনা। তাদেরকে আনমনা মনে হবে বা অপরাধবোধে ভুগতে দেখা যাবে
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় কন্যা শিশু দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ প্রমুখ। প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। উদ্ধারকাজ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়।আখাউড়া লোকোশেড ইনচার্জ মো. মহসিন ভূইয়া জানান,সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কসবার মন্দবাগে দূর্ঘটনায় পড়ে। এসময় ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হলে ঢাকা- চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে
আজ সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলীর কলাবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে
প্রশ্ন তুলেছিলেন সেই সময় যাকে ‘গণিতের যুক্তি’ বলা হোত সেই খোদ ব্যাপারটাই বা আসলে কী? প্রশ্নটা গণিতের তত্ত্ব বা গাণিতিক জ্ঞানের একটা বর্ণনা খাড়া করা না, সেটা তাঁর উদ্দেশ্য নয়। তাঁর মতলব ছিল ভিন্ন। গণিত যে ‘বিষয়’ নিয়ে কারবার করে সে বিষয়টার গঠন, স্বভাব বা চরিত্রটা কী? হুসার্ল বরং এই প্রশ্নটাই খুঁড়তে শুরু করলেন। গণিতের কারবার ‘সংখ্যা’ নিয়ে। তাঁর প্রথম দার্শনিক কাজও তাই সংখ্যা নিয়েই। এই একটি কাজই তাঁকে ইউনিভার্সিটি অফ হালে শিক্ষক হিসাবে নিয়োগ পাবার সুযোগ করে দিল। তাঁর কাজটা দার্শনিকেরা গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন; তার আগেই ব্রেনতানো ‘বর্ণনাত্মক মনোবিদ্যা’ হিসাবে দর্শনকে যেভাবে ব্যখ্যা করতে শুরু করেছিলেন হুসার্লের গণিত পর্যালোচনা সে কারণে দার্শনিকদের চোখে ন্যায্যই মনে হয়েছে। হুসার্লকে খুব একটা বেগ পেতে হয় নি
সাত দিনের মধ্যে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, র‌্যাবের মহাপরিচালক, নারায়ণগঞ্জের অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে রুলের জবাব দিতে বলা হয়েছে
সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট ও ঘটনায় বিশ্বজুড়ে জলসংকট কতটা ভয়াবহ হচ্ছে তা দেখা গিয়েছে। তাই সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য স্থায়ী সমিতির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু জানান, জেলা পরিষদ ভবনে প্রতিদিন প্রচুর পরিমাণ জল ব্যবহৃত হয়ে থাকে। সেই জলের অনেকটাই নালা দিয়ে বেরিয়ে যায়। লক্ষ্য নেওয়া হয়েছে সেই জলকে ভূগর্ভে পাঠানোর। তার জন্য প্রকল্প হাতে নেওয়া হচ্ছে
জানুয়ারি ২০২১, ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজের জন্য নির্ধারিত ৫জন নেট বোলারের মধ্যে সেও ছিল একজন
ওমর ফারুকের এই বাস্তব ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’।সরকারি অনুদানের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এম এম জাহিদুর রহমান বিপ্লব। ছবিটির কেন্দ্রীয় চরিত্র মা হিসেবে দিলারা জামান ও ওমর ফারুক চরিত্রে অভিনয় করবেন সাঈদ বাবু।এ ছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে বন্যা মির্জা, শাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, সালমা রহমান, আইনুন পুতুল, রিপন চৌধুরী, কাজী রাজু, সৈয়দ শুভ্র, মুকুল সিরাজ, এ বি এম মোতাহারুল ইসলাম, প্রণব ঘোষ, রোশেন শরিফ, তুহিন আহমেদ প্রমুখ
“হালকা” শব্দটি “তরল” শব্দটির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৩৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত
জানা গেছে, দুই রাউন্ডে কলেরা টিকা খাওয়ানো হবে। এরমধ্যে রোববার থেকে প্রথম রাউন্ড শুরু হয়ে চলবে ৯ মে পর্যন্ত। যারা ২০১৭ সালের ১৫ অক্টোবরের পরে বাংলাদেশে এসেছে তাদের মধ্যে ১ বছরের বেশি বয়সের সবাইকে ১ম ডোজ টিকা দেয়া হবে
শোকজ পাওয়া তিনজন চেয়ারম্যান হলেন আকুবপুর ইউপি’র বাবুল আহম্মেদ মোল্লা, রামচন্দ্রপুর উত্তরের সফু মিয়া সরকার ও বাবুটিপাড়ার জাকির হোসেন মুন্সী।তাদেরকে সাত দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত একজন ইউপি চেয়ারম্যানগণ এখনও ঢাকায় অবস্থান করছেন। সরেজমিনে গিয়ে আকুবপুর, রামচন্দ্রপুর উত্তর ও বাবুটিপাড়া ইউনিয়নের বিভিন্ন লোকজনের সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাশের অন্যান্য ইউনিয়নে শ্রমজীবীদের তালিকা করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করলেও আমাদের এলাকায় সরকারি বরাদ্দ এখনো পাইনি। আকুবপুর ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ মোল্লা বলেন, আমার হার্টের সমস্যার কারণে ঢাকায় চিকিৎসা নিতে যাই। পরে লকডাউনে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় আটকা পরি। রামচন্দ্রপুর উত্তর ইউপি চেয়ারম্যান সফু মিয়া সরকার মুঠো ফোনে তিনিও অসুস্থ্যতার কারণে ঢাকায় রয়েছেন বলে জানান। বাবুটিপাড়া ইউপি চেয়ারম্যান ও সাউথইষ্ট ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন মুন্সী বলেন, এতদিন ঢাকায় ছিলাম। শোকজ পেয়ে এলাকায় আসি। আজ শ্রমজীবীদের তালিকা মোতাবেক খাদ্যসামগ্রী বিতরণ করছি। উল্লেখ্য, মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণের সময় ওই তিন ইউপি চেয়ারম্যানকে এলাকায় না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বিষয়টি গত ৩০ মার্চ জেলা প্রশাসককে লিখিত ভাবে অবহিত করেন
প্রবল অস্বস্তির মধ্যেই কিছুটা স্বস্তি। সন্ধে নামতেই দক্ষিণবঙ্গের কয়েক জায়গায় ঝোড়ো হাওয়া, অঝোর বর্ষণ। কয়েক ডিগ্রি নামল তাপমাত্রা
হতে পারে করোনা শেষ পর্যন্ত বোধের জায়গায় কোনো পরিবর্তন না এনে শুধু মানুষের মৃত্যুতেই শেষ হতে পারে, যা ভবিষ্যতে আরো বড় কোনো মৃত্যুমিছিলের রাজপথ খুলে রাখতে পারে। বোঝাবুঝিটা রাষ্ট্রনায়ক, রাজনৈতিক শক্তি এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর বেশি নির্ভর করলেও সাধারণ মানুষেরও নিজেরটা বুঝে নেয়ার দায় থেকে যায়
8/8মা-বাবার পদচিহ্ন অনুসরণ করে নাইসাও কি বলিউডে কেরিয়ার গড়বেন? নাকি অন্য কোনও পেশার সঙ্গে যুক্ত হবেন, এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা আর বছরখানেকের। তবে গ্ল্যামার আর স্টাইলের মামালায় যে কোনও বলি ডিভাকে টেক্কা দেবেন এই স্টার কিড
এদিকে গত রবিবার রাতে বিবিচিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ সংলগ্ন এলাকার তপন হাওলাদারের বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক আরো বেশি ছড়িয়ে পড়ে
তারা একেকজন সাক্ষাৎ রাবনের প্রেতাত্মা
“আমাদের জরুরি বিভাগে ১০০টি বেড আছে, আমরা সে অনুযায়ী রোগী ভর্তি নেব। ঢাকা মেডিকেলের মত অতিরিক্ত রোগী ভর্তি নেওয়ার সুযোগ নেই এখানে। তবে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে রোগী ট্রান্সফার করা গেলে,জরুরি বিভাগে সাময়িক ভর্তি নেওয়া হবে
গতবছর সারাদেশে যুদ্ধাপরাধীদের নামে থাকা কলেজগুলো চিহ্নিত করার উদ্যোগ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি যুদ্ধাপরাধীদের নামে থাকা কলেজগুলোর নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কলেজের পরিচালনা পর্ষদকে চিঠি দেয়া হয়। বলা হয়, কলেজগুলোতে যুদ্ধাপরাধীদের নাম চিহ্নিত করে তা পরিবর্তন করে সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা বা বিশিষ্ট ব্যক্তির নামে নামকরণ করতে হবে। এরই ধারাবাহিকতায় পাঁচটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া মহামান্য হাইকোর্ট যুদ্ধাপরাধীদের নামে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের যে রায় দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
এর আগে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ৬৫ রানের কল্যাণে ছয় উইকেটের বিনিময়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই হোঁচট খায় টাইগাররা। দ্বিতীয় ওভারে দলীয় ৫ রানের মাথায় শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান ওপেনার মোহাম্মদ নাঈম
প্রাথমিকভাবে মার্কিন সামরিক বাহিনীর জন্যে তৈরি করা হলেও, স্যাটেলাইট জিওলোকেশন সিস্টেম এখন সাধারণ নাগরিকরাও ব্যবহার করছে। গাড়ির অবস্থান জানা থেকে শুরু করে মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিংয়েও এটি ব্যবহৃত হচ্ছে
ডিসচার্জ রেট: ফ্ল্যাট
অফস্টাম্পের অনেক বাইরের বল কাট করতে গিয়েছিলেন। শরীর বলের পজিশনে গেলেও শট ছিল অনিয়ন্ত্রিত। টাইমিংয়ে গড়বড় হয়েছে। ফলে গালিতে ক্যাচ যায় অতি সহজেই। নিকোলস সেই ক্যাচ নিয়ে ওয়াগনারকে তৃতীয় উইকেটের স্বাদ দেন। ২২৮ বলে ৭৮ রানে বিদায় নেন জয়
দীঘিনালা সাবেক উপজেলা চেয়ারম্যান শিক্ষাবিদ নবকমল চাকমা জানিয়েছেন, প্রত্যন্ত গ্রামের পাহাড়িরা একেবারেই অবহেলিত ও বঞ্চিত
শুভ কামনা 'আগুনের ফুল' এবং 'রঞ্জনের প্রেমিকারা'
জিনিষটা হাতে নিয়ে একবার উঁকি দিয়ে নিচের দিকে তাকালো সে। সারা শরীরে কাঁটা দিয়ে উঠল যেন। নিচ থেকে বুঝাই যায়নি আসলে বিল্ডিংটা কতটা উচু। কাপূনি বাড়তে লাগলো
রিজভী দাবি করেন, গতকাল সোমবার ও আজ সারা দেশে তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সরকারি সন্ত্রাসী বাহিনীর হামলায় চার শতাধিক ব্যক্তি আহত হয়েছেন
হ-বাংলা নিউজ : সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নাসির উদ্দিন (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কক্সবাজার জেলা সদর ঈদগাঁহ জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাকের জালাল আহমেদের ছেলে। গতকাল সোমবার রাতে মক্কা প্রবাসী মফিজুর রহমান দৈনিক আমাদের সময়কে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, গত ২৬ অক্টোবর সকাল সাড়ে ৭টায় মক্কার সারআলহজ থেকে ওয়ালী আহাদ এলাকায় কাজে গেলে সেখানে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে নাসির উদ্দিনকে পিছন দিকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে মক্কা আল-নূর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রোববার দিবাগত রাতে তিনি মারা যান। বর্তমানে নিহতের মরদেহ মক্কার স্হানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলেও জানান প্রবাসী মফিজুর রহমান
ওএমএসের ডিলারের প্রতিনিধি মারুফ হাসান বলেন, ‘দৈনিক আমরা ৬২৫ কেজি আটা এবং ৬২৫ কেজি চাল বরাদ্দ পাই। নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেককে সর্বোচ্চ পাঁচ কেজি চাল এবং পাঁচ কেজি আটা দিতে পারি। কিন্তু মানুষের সংখ্যা দিন দিন মাত্রাতিরিক্ত হারে বাড়ছে। লাইনে দাঁড়ানো মানুষকে সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। অনেকে চাল না পেয়ে ফিরে যাচ্ছে। বরাদ্দের পরিমাণ বাড়ানো হলে আমরা লাইনে দাঁড়ানো সব মানুষকেই চাল ও আটা দিতে পারব
আবার এমন অনেক ভিডিও সে শেয়ার করেছে যেখানে মনুষ্যত্বের কথা বলা হয়। এরকম একটি ভিডিও দিয়ে সে লিখেছে: দয়া করে সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইলো, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্যে ২০১১ সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছিলেন ওই নির্বাচনে বামফ্রন্টের সূর্যাস্ত ঘটবে। তারপর বাংলার মানুষ পশ্চিমবঙ্গে নতুন সুর্যোদয়ের আশা করেছিল। কিন্তু সেই আশা পূরণ হয়নি। বামেদের সূর্যাস্তের পর নতুন সূর্য ওঠার বদলে অমাবস্যার কালো রাতে ঢেকে গেছে পশ্চিমবঙ্গের আকাশ। পাঁচ বছর ধরে সেই অন্ধকারের মধ্যেই সময় কাটিয়েছে পশ্চিম বাংলার মানুষ
৩০শে মার্চ ২০১৪ সালে চট্টগ্রামে রায়হান রাহী আর উল্লাস দাসের ওপর শিবিরের লোকজন আক্রমণ করে (ফারাবির প্ররোচনাতে) স্থান-চট্টগ্রাম ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে ভারতের কলকাতার বিজয় প্রকাশনী থেকে প্রকাশিত আব্দুস সালাম (সালাম আজাদ) রচিত ‘ভাঙ্গামঠ’ বইটি বাংলাদেশে আমদানি নিষিদ্ধ করেছে সরকার। আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের সিদ্ধান্তের পর গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বইটি আমদানি না করতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। ২৮ ডিসেম্বর, ২০১৩ ‘ভাঙ্গামট’ বই আমদানি নিষিদ্ধ করে সরকার বগুড়ায় গণজাগরণ মঞ্চের কর্মী জিয়াউদ্দিন জাকারিয়া বাবু’কে খুন করে জামাত শিবিরের কর্মীরা।-১১ ডিসেম্বর ২০১৩ ৯ এপ্রিল ২০১৩ সালে বুয়েটের তৃতীয় বর্ষের ছাত্র আরিফ রায়হান দ্বীপ কুপিয়ে হত্যা করা বুয়েট ক্যাম্পাসে। স্থান-ঢাকা ১ এপ্রিল ২০১৩ সালে রাসেল পারভেজ, মশিউর রহমান বিপ্লব ও সুব্রত শুভকে ধর্মানুভূতি আঘাতের দায়ে গ্রেফতার করা হয়। এর পর ৩ এপ্রিল গ্রেফতার করা হয় আসিফ মহিউদ্দিনকে। গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ড (পুলিশের হেফাজতে মোট ১০ দিন) এবং ৩২ দিন কারাগারে থাকার পর রাসেল পারভেজ ও সুব্রত শুভ জামিনে মুক্তি পান। অন্যরা পরবর্তীতে জামিনে বের হোন। রাজিব হায়দারকে হত্যা:ব্লগিং করে অনুভূতি আঘাতের অভিযোগে ১৫ ফেব্রুয়ারি ২০১৩ সালে রাত ৯:৩০ মিনিটে মিরপুর বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজিব হয়দার কে
ল বলেছেন: প্রিয় ভাইয়ের মন্তব্য পেয়ে পুলকিত হলাম
আর দ্বিতীয়ত, বাংলাদেশের উন্নয়নে এনজিও বা বেসরকারি সংস্থাগুলোকে সব সময়ই একটা বড় ভূমিকা পালনে উৎসাহ দেওয়া হয়েছে, যেটা ভারতে কখনোই হয়নি। যেমন, দ্য ইকোনমিস্টের মতে, ‘বাংলাদেশের ব্র্যাক এখন বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও। তাদের কর্মসূচি বাংলাদেশকে চরম দারিদ্র্য থেকে উত্তরণে সাহায্য করেছে এবং বিশ্বের অন্তত ৪৫টি দেশের এনজিওগুলো এখন ব্র্যাকের সেই পথ অনুসরণ করছে
৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)
জুল ভার্ন বলেছেন: ছবিগুলো সুন্দর
“না, তোরা খা”, হঠাৎই টেবিল ছেড়ে উঠে পরে পিকলু। ইন্দিরা দেখে নিজের মনে মাথা নাড়তে নাড়তে হাত ধুয়ে ইন্দিরার ঘরে ঢুকে যাচ্ছে পিকলু। “আমি ভেবেছিলাম তোমাকে জানাবো, কিন্তু তার আগেই দাদা চলে এল। এমনিতে ও নিজের মনেই থাকে। তবু যদি কোনো কারণে তোমার কোনো অসুবিধা হয় বোলো, আমি ওকে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো।” “না, ঠিক আছে। তোমার যদি কিছু লাগে আমায় জানিও
গত রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ম্ফোরণে প্রাণ হারান রুহুল আমিন নোমান (৩২)। ঘটনার সময় তিনি বাসে ছিলেন নাকি হেঁটে মগবাজার মোড়ে কর্মস্থলে ফিরছিলেন তা জানে না কেউ। প্রথমে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত লাশ হিসেবে ছিল ঢাকা মেডিকেল কলেজ মর্গে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় নোমানের দুলাভাই মাহফুজুর রহমান মর্গে লাশ শনাক্ত করেন
কেউ সেদিন কারো থেকে পিছিয়ে ছিল না। প্রথম আলোতে বেশ জোর দিয়ে ছাপা হয়েছিল ধর্ষণের সময় ধর্ষিতা ছাত্রীটির স্কার্ট এবং টপস পড়ে থাকার কথা। ভাবখানা এমন যে মেয়েটি স্কার্ট পড়ে থাকার কারনেই তাকে ধর্ষণের স্বীকার হতে হয়েছিল। মডার্ন ফ্যাশনের নামে টি- শার্ট আর হাঁটু পর্যন্ত শর্টস পরা এন্তার মেয়েদের ফটো নকশাতে এ পর্যন্ত ছাপা হয়েছে। অন্যকে বদলাতে বলার আগে বারাক ওবামার স্লোগান চুরি করে বদলে দাও আন্দোলনের স্বঘোষিত পথপ্রদর্শকদেরই মনে হচ্ছে আগে বদলাতে হবে
প্রথমে বাসমতি চাল ধুয়ে নিয়ে তিনকাপ পানিতে কমপক্ষে মিনিট পনেরো ভিজিয়ে রাখুন। এরপর চুলায় কড়াই বসিয়ে গরম হলে তাতে ঘি নিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ ভাজার পর যেনো সোনালী রঙের হয় সেদিকে খেয়াল রাখুন
রবিবার আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। তবে, বৃষ্টি হওয়ার পরে জানুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে
তো চলুন লোগো তৈরী শুরু করা যাক । আমরা জানি লোগো তৈরী করতে গেলে লোগোটির একটি নাম দিতে হয় , সেই নাম টি সাধারণত কোনো কোম্পানি, প্রতিষ্ঠান বা লোগো নির্মাতার নাম হয় । তাই আমি এই লোগো টির নাম দিয়েছি "4 square"। আপনারা লোগো টি তৈরী করার সময় যে কোনো নাম দিতে পারেন
ধর্মীয় আন্দোলন হিসেবে উদারতাবাদ রোমান ক্যাথলিকবাদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয় এবং ক্যালভিনপন্থীদের, ফরাসী হুগুয়েনটদের ও অন্যান্য প্রটোস্ট্যান্ট সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার সংগ্রামকে রাজনৈতিক সমর্থন প্রদান করে। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের গৃহযুদ্ধকালে উদারতাবাদ ব্রিটিশ নন-কনফর্মিস্ট আন্দলনের সাথে একাত্মতা ঘোষণা করে এবং রোমান ক্যাথলিক চার্চের বিশেষাধিকারের দাবিকে নস্যাৎ করে দেয়। মোট কথা, সপ্তদশ শতাব্দী থেকে উদারতাবাদ শুধু যে রাষ্ট্রীয় হস্তক্ষেপ থেকে স্বাধীন ধর্মাচরণের অধিকারকে রক্ষা করার চেষ্টা করে তাই নয়, চার্চের প্রভাব থেকে সরকার ও সরকারি প্রতিষ্ঠানসমূহকে মুক্ত করার প্রয়াসেও লিপ্ত হয়
এশিয়া ও ইউরোপের দেশগুলোর অর্থমন্ত্রীরা কী আলোচনা করলেন তা তুলে ধরে মুস্তফা কামাল বলেন, ‘আপনারা সবাই জানেন, আজকের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়া ও ইউরোপ – এই দুইয়ের মাঝে একটা গেটওয়ে আসেম। আজকের সভার থিম ছিল করোনা মোকাবিলা। শক্তিশালী টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ পুনর্গঠন নিশ্চিত করা। শুধু করোনা নয়, এটি চলে গেলে দেশের অর্থনীতিকে ঘিরে সামাজিক স্তর, বিভিন্ন স্তরের যে ক্ষতবিক্ষত অবস্থার সৃষ্টি হয়েছে, এসব বিষয় আলোচিত হয়েছে
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা খরচ দেয়া হয় প্রয়োজন অনুযায়ী তা মাসিক হারে প্রদানের ব্যবস্থা করার সুপারিশ করা হয়। শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং কাজী ফিরোজ রশীদ অংশ নেন