text
stringlengths 0
40.1k
|
---|
সংস্থাটির মহাপরিচালক গাই রাইডার বলেন, কোটি কোটি মানুষের আয় না থাকার অর্থ হলো তাদের খাদ্য নেই। নেই তাদের ভবিষ্যৎ নিরাপত্তা |
কর্মশালার প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফজলুর রহমান, বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক গোলাম দস্তগীর এবং রবিউল ইসলাম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক দপ্তরের প্রধান এবং বিভিন্ন হল প্রভোস্টগণ |
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা রামগড়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয় অধিদপ্তরের বাস্তবায়িত আইসিভিজিডি-২য় পর্যায় শীর্ষক অবহিতকরণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুজ্জামান প্রমুখ |
আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: ১। সাখাওয়াতের বক্তব্য, "কোর্ট এলাকায় কোন ধর্মীয় স্থাপনা থাকতে পারে না" -আপনার কাছে অবমাননাকর ও আপত্তিকর কেন মনে হল জানি না। কোর্ট কোন ধর্মীয় প্রতিষ্ঠান নয়। এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান সকলের জন্য। এখানে নির্দিষ্ট কোন ধর্মের সিম্বল থাকা আসলেই উচিত না |
এম. এ রাকিব বলেন, ‘করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে আমাদের নিয়মিত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। শরীরে জ্বর, শুকনা কাশি, ক্লান্তিভাব, ডাইরিয়া, শরীর ব্যাথা, খাবারের স্বাদ না পাওয়া, শ্বাস কষ্ঠ এ রোগের প্রধান লক্ষণ। করোনা রোগ সাধারণত ১০ দিনে উপসর্গ দেখা দেয়।’ তিনি করোনা রোগের সংক্রমণ ঝুকি এড়াতে মাস্ক পড়া ও হাঁচি-কাঁশি দেওয়ার সময় হাতের কনুই ব্যবহারের পরামর্শ দেন। প্রবীণ কৃষক ইমান আলী কলেরা, বসন্ত, ম্যালেরিয়া ও কোভিড-১৯সহ ৪টি মহামারী জলন্ত সাক্ষী। তার মতে, বসন্ত সবচেয়ে বেশি ভয়াবহ ছিলো। নিম পাতার পানি দিয়ে চিকিৎসা দিয়েছেন অনেক মানুষকে। তারা সুস্থও হয়েছিল। অন্যদিকে যুব সমাজ দেখছে কোভিড-১৯ কে। কোভিড-১৯ মোকাবেলায় নিজের ভুমিকার কথা উল্লেখ করেন তারা। যুবক শামীম বলেন, ‘আমরা করোনার সময়ে জনগণকে সচেতন করেছি। মাস্ক, সেনিটাইজার, সাবান বিতরণ করেছি।’ মারুফা আক্তর বলেন, ‘করোনাকালিন সময়ে বাড়ি থেকে বের হইনি। আত্মীয়স্বজনকে ফোনে সচেতন করার চেষ্টা করেছি।’ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এবং জলবায়ু সংকট নিরসন বিষয়ে আন্তঃপ্রজন্ম সংলাপের মূল আলোচক প্রতিবেশ এবং প্রাণবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক গবেষক ও পরিচালক পাভেল পার্থ বলেন, ‘প্রত্যেক মহামারীর সাথে বন্যপ্রাণির সম্পর্ক রয়েছে। উদাহরণ হিসাবে তিনি বলেন, ‘প্লেগ ইদুর দ্বারা মানব দেহে এসেছে, নিপাহ এসেছে বাদুর থেকে , ম্যালেরিয়ার বাহক মশা, মাশ এর বাহক উট, কোভিড-১৯ এর ক্ষেত্রে ধারণা করা হচ্ছে বাঁদুর এবং বানর। সেক্ষেত্রে বিশ্লেষণে দেখা যায়, প্রত্যেক মহামারী কোননা কোন প্রাণি থেকে মানব দেহে সংক্রমিত হয়েছে। আর এ সংক্রমণের কারণ হিসাবে মানুষই দায়ি বলে তিনি উল্লেখ করেন। কারণ মানুষ অহেতুক পরিবেশের উপর, প্রাণির উপর অত্যাচার করার কারনে বিশ্ব প্রকৃতি মানুষের উপর খারাপ আচরণ করে। তাই তিনি মহামারী ঠেকাতে বা মহামারী থেকে বাঁচতে নিজেদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশ ভালো রাখার উপর গুরুত্ব আরোপ করেন। নেত্রকোনা থেকে হেপী রায় কৃষির সঙ্গে সংস্কৃতির সম্পর্ক রয়েছে। মানব সমাজের ইতিহাস এগিয়েছে কৃষিকাজ শুরু করার মাধ্যমে |
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন ঈদে নির্বিঘ্নে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন। সরকারের যথাযথ ব্যবস্থাপনার কারণে ঈদযাত্রায় কোথাও এ পর্যন্ত কোন সমস্যা হয়নি। এবার ঈদে দুর্ভোগের পরির্বতে আনন্দ মুখর পরিবেশে পারাপার হচ্ছে ঘরমুখো মানুষ। যার দরুন এবার মহাসড়কসহ কোথাও যানযট নেই। সরকারের সঠিক পরিকল্পনা সব জায়গায় ঈদে মানুষের কষ্ট লাঘব হয়েছে |
বাংলাদেশের শীর্ষ বেসরকারী টেলিভিশন চ্যানেল "বৈশাখী টিভির" সত্ত্বাধীকারী ডেসটিনি গ্রুপ এবং চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন |
স্বভাবত, কে অধীন টাইপের কোন মানবিহীন একটি মানাডিয় মোড়ক হিসেবে ধরা হয়ে থাকে, তবো এটিকে "শূন্য" ("এক" এর পরিবর্তে) হিসেবেও ধরা যেতে পারে যেহেতু এটি এর হিসেবেও কাজ করে থাকে, যা কখনও মানাডিয় ফাংশনের প্রতি নিবন্ধিত হলে ফেরত দিয়ে থাকে। এই বৈশিষ্টটি দ্বিমুখী, এবং প্রদান করবে যদি মানাডিয় কোন মান নিবন্ধন করা থাকে |
জসপ্রীত বুমরাহ: ৭টি টেস্টে ২১টি উইকেট |
ন্যায়-নীতি-দর্শন গিয়েছে যেভাবে |
*566*10# ডায়াল করে দেখুন মেয়াদ 14 দিনে বেড়ে গেছে |
নিজের সন্তান নিমোকে নিয়ে সুখের সংসার মার্লিন-এর।কিন্তু একদিন নিমোকে কিডন্যাপ করে নিয়ে গেলো কিছু মাণুষ।নিজের সন্তানকে উদ্ধার করতে সাত সমুদ্র-তেরো নদী পার হবার সিদ্ধান্ত নিলো মার্লিন।সমস্যা হলো, নিমো'র সন্ধান শুধু একজনই জানে।সে হলো ডোরা।আর ডোরা এতোটাই আত্নভোলা (শর্ট টার্ম মেমোরি লস) যে, নিজের নামটাও মনে রাখতে পারে না |
রিভিউ শুনানির সময় সালাউদ্দিন কাদেরের পক্ষে পাঞ্জাব ইউনিভার্সিটির ওই সনদ উপস্থাপন করা হয় এবং মূলত এর উপর ভিত্তি করেই শুনানি করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন |
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস চ্যানেল আই অনলাইন-কে বলেন: আজ থেকে শুরু করে আগামী দু’দিন সারাদেশে এ ঝড় বৃষ্টি চলবে। তবে সারাদেশে একসাথে না হয়ে অবস্থানভেদে সময়ের পরিবর্তন হতে পারে। দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে |
আপনার জীবনে খারাপ কিছু ঘটলেই যদি আপনি নিজের ভুল কোথায় হয়েছে, তা খোঁজার বদলে অন্যের ওপর দোষ চাপানোর পথ খোঁজেন তাহলে নিজের চেষ্টায় ধনী হওয়ার কথা ভুলে যান। এই স্বভাব যাদের মাঝে আছে, তারা আসলে দায়িত্ব নিতে পারে না। আপনার যদি একটা ব্যবসা থাকে ও ব্যবসায় লস হলে আপনি নিজের ভুল না খুঁজে অন্যের দোষ খুঁজতে থাকেন ‘তাহলে সেই অবস্থা থেকে জীবনেও বের হতে পারবেন না। কোনো সমস্যার সমাধান যদি খুঁজে না পান, তবে নিজের দিকে তাকান। হয়তো সমস্যাটা আপনার নিজের। মার্কেটে আপনার নতুন পণ্য বা সার্ভিস চালাতে পারছেন না, এটা কখনোই মার্কেটের দোষ নয়। আপনি আপনার পণ্য বা সেবা ঠিকমতো প্রচার করতে পারছেন না, অথবা আপনার প্রোডাক্টে কোনো ত্রুটি আছে। বেশিরভাগ মানুষ এটা করতে চায় না, কারণ এতে নিজের চোখে নিজের অনেক ত্রুটি ধরা পড়ে |
ভারতে বিকৃত মানসিকতার লোকের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গতকালই প্রকাশ্যে রাস্তায় স্কুটার থামিয়ে নারী সাংবাদিকের সামনে যুবকের হস্তমৈথুনের ঘটনা সামনে এসেছে। এবার যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশে আরো ভয়ঙ্কর অসভ্যতার খবর জানা গেল |
মোদীর অভিযোগ, কংগ্রেসের জমানাতেই সবচেয়ে বেশি ধর্ম ও জাতপাত সংক্রান্ত হিংসা ছড়িয়েছে। কংগ্রেসের এই সংস্কৃতি আগেই আঁচ করে গান্ধীজি কংগ্রেস ভেঙে ফেলতে চেয়েছিলেন বলে দাবি মোদীর |
এ ব্যাপারে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, বেশ কয়েকজন একসাথে মিলে কয়েকটি মোটরসাইকেল নিয়ে একযোগে এসে এই প্রতিষ্ঠানের টাকা সাধারণত ব্যাংকে জমা প্রদান করে থাকেন। কিন্তু এইবার তারা মাত্র দুইজন ব্যক্তি এই টাকাগুলো জমা দিতে আসেন কেন এবং এত অভ্যন্তরের খবর বাইরে কিভাবে আসলো সার্বিক প্রশ্নগুলো সামনে রেখে অতি গুরুত্বেও সাথে বিষয়টির তদন্ত অব্যাহত রাখছি। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনবো। অপরাধীদের ব্যবহার করা হ্যান্ডক্যাপটির মত এমন হ্যান্ডকাপ অনেক বছর আগে পুলিশ ব্যবহার করতো। এখনকার হ্যান্ডক্যাপের সাথে ওই হ্যান্ডকাপের মিল নেই, এমন দাবী এই পুলিশ কর্মকর্তার |
আর পেছনো ফেলে আসা তাড়াহুরো সন্ধ্যা |
সম্প্রতি প্রকাশিত কিছু খবরে জানা গেছে, উত্তর কোরিয়া নিজস্ব প্রসাধন শিল্পের বিকাশ ঘটাচ্ছে। স্থানীয় ব্র্যান্ড বোমহিয়াঙ্গি ও উনহাসু ভোক্তাদের কাছে বেশি জনপ্রিয় |
৯. ফেসবুকের জন্যই আমার কাজে ক্ষতি হচ্ছে |
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৫ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬০ জন |
সিলেটের যে পাড়ায় আমরা থাকতাম সেই পাড়াটা না অনেকটাই ছিল গম্ভীর প্রকৃতির। পাড়ায় ঢুকতেই যেই গলিটি, সেটি ছিল বাশঝাড় দিয়ে ঢাকা। আর সেই পথের পাশ দিয়ে একটি বড় নর্দমাও ছিল। আর পথের ঠিক মাঝখানটায় ছিল একটি কদম গাছ। দাদুর মুখ থেকে শুনেছিলাম বাশঝাড়ে, বটগাছে, কদম গাছে নাকি ভূত-প্রেত ঐসব থাকে |
ক্রিকেটের ‘তীর্থভূমি’ লর্ডস। যেখানে বোলার বা ব্যাটসম্যান সবার জন্যই কিছু থাকে। ম্যাচের দিন সকালে বৃষ্টি হওয়ায় টস হল ১৫ মিনিট দেরিতে। উইকেট ঢাকা ছিল। আউটফিল্ড ভেজা। ইঙ্গিত ছিল পেসারদের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে। কিন্তু কভার সরাতেই দেখা মেলে শুকনো উইকেটের। টস জিতে কী করবেন? মনের কোনের এই প্রশ্নে হয়তো কিছুটা ধন্ধে পড়ে যান দুই অধিনায়ক। তবে টস জিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করেই ব্যাটের সিদ্ধান্ত নেন উইলিয়ামসন |
কেন্দ্রীয় সংস্থাটির বক্তব্য, কেন্দ্রের বেঁধে দেওয়া দামের তুলনায় চিকিৎসা সংক্রান্ত সবরকম পণ্যের দামই বহুগুণ বেশি নেওয়া হয়েছে। আইন ভাঙায় ফর্টিসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে NPPA। গতমাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সাত বছরের এক শিশুকন্যার মৃত্যুর পরই ফর্টিসের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগের সত্যতা স্বীকার করে নিল কেন্দ্রীয় সংস্থাও। হাসপাতাল কর্তৃপক্ষকে ওই রোগীর চিকিৎসার যাবতীয় বিল জমা দিতে নির্দেশ দিয়েছে NPPA। এক একজন রোগীর চিকিৎসায় যত খরচ হয়, তার তুলনায় ১০০০%-এরও বেশি লাভ রেখে বিল তৈরি করে ফর্টিস, তোপ কেন্দ্রীয় সংস্থাটির। যদিও এই অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও জবাব পাওয়া যায়নি |
Mp3 বেস্ট অফ শাবনুর Best Song of Shabnur bangla movie শাবনুরের পুরস্কার পাওয়া বাংলা ছবির সেরা ৬টি গান বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১লা অক্টোবর, ২০১৮: দারিভিট উচ্চ বিদ্যালয়ে অচলাবস্থা কাটাতে প্রশাসনের ডাকা বৈঠকেই প্রশাসনিক কর্তাদের দেখা মিললো না। এনিয়ে ফের নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে অভিভাবক মহলে। জানা গিয়েছে, জেলা বিদ্যালয় পরিদর্শকের নির্দেশে স্কুল পরিচালন সমিতি সোমবার দারিভিট উচ্চ বিদ্যালয়ের মাঠে অভিভাবকদের নিয়ে এক বৈঠক ডাকে। সকাল ১১টায় বৈঠক ডাকলেও স্কুল পরিচালন সমিতির চার সদস্য ও অভিভাবকরা হাজির হলেও জেলা বিদ্যালয় পরিদর্শক, ইসলামপুরের এসডিও কেউই হাজির না হওয়ায় কার্যত ভেস্তে যায় প্রশাসনিক বৈঠক। এমনকি স্কুল পরিচালন সমিতির সভাপতি নিশাকান্ত পালও এদিনের বৈঠকের গরহাজীর ছিলেন। দীর্ঘক্ষণ পর পরিচালন সমিতির সদস্যরাই অভিভাবকদের সাথে আলোচনা শুরু করলে স্কুল খোলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। অভিভাবকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের দুই ছেলের মৃত্যুর সিবিআই তদন্তের দাবী পূরণ হয়নি। দুই ছেলের মরদেহের সৎকার হয়নি। খুনীদের গ্রেপ্তার না করে পুলিশ উল্টে নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে। এই পরিস্থিতিতে তাঁরা কিভাবে কার ভরসায় সন্তানদের স্কুলে পাঠাবে। বৈঠকে ডিআই থাকার কথা ছিল। স্কুল খোলার বিষয়ে ডিআইয়ের সামনেই যা বলার অভিভাবকরা বলবে। স্কুল পরিচালন সমিতির তাপস মজুমদার বলেন, ডিআইয়ের নির্দেশেই অভিভাবকদের সাথে বৈঠকের ঘোষণা মাইকে প্রচার করেছিলাম। কিন্তু অভিভাবকরা ও স্কুল পরিচালন সমিতির আমি সহ রিজওয়ান আলম, অরুন পাল, সুকুমার মজুমদার উপস্থিত থাকলেও ডিআই হাজির না হওয়ায় কোনও সিদ্ধান্তে পৌঁছনো গেল না। পরিচালন সমিতির সভাপতি নিশাকান্ত পালও এদিনের বৈঠকে হাজির হননি। ইসলামপুরের এসডিও ও উত্তর দিনাজপুরের জেলাশাসককে ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি। ডিআই সুজিত কুমার মাইতি বলেন, আমাকে মুক্তি দেন |
কথাগুলোর অর্থ যদি বুঝে থাকেন তবে আশা করি এটাও বুঝে থাকবেন যে, আমি তাদের ভালোবাসাকে প্রশ্রয় দিয়ে ক্ষতিকর যৌনাচারের দিকে ধাবিত করার কথা বলিনি। বরং বলেছি তাদের মমতা দিয়ে বুঝাতে হবে তাদের ভালোবাসার অনুভূতিটা খারাপ না। তবে কি কি করলে তাদের জন্য ক্ষতিকর হবে সেটাও বুঝাতে হবে। আশা করি এবার বুঝেছেন |
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৬৬ কোটি টাকা গরমিলের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান বানকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুহিতকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে |
টিম মালিক হিসেবে শাহরুখ খান ও প্রীতি জিন্টার মধ্যে তুলনা টানতে বলা হয়েছিল কার্তিককে। DK বলেন, ‘টিম মালিক হিসেবে শাহরুখ সাফল্যে অভ্যস্থ। দুু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে ওর দল। সেই তুলনায় গত কয়েক মরশুমে আমাদের ট্রফি নেই। খারাপ না খেললেও গতবার তো আমরা প্ল-অফের যোগ্যতা অর্জন করতে পারিনি। তবু শাহরুখ সর্বদা আমাদের সঙ্গে ছিল। আমাদের সমর্থন করে গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যর্থতার দিনে আচরণ দেখে মানুষকে যথাযথ চেনা যায়। শাহরুখ সেদিক থেকে অনবদ্য। আমি অত্যন্ত ভাগ্যবান নাইট রাইডার্সের মতো দলের হয়ে মাঠে নামতে পেরেছি অবং নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছে |
৫. লুটতরাজ (১৯৯৭) : মান্না প্রযোজিত প্রথম সিনেমা ‘লুটতরাজ’ পরিচালনা করেন কাজী হায়াৎ। উনি প্রথমবারের মতো ঐ সময়ের জনপ্রিয় দুই নায়িকা দিতি, মৌসুমীকে একসাথে অভিনয় করান। গান জনপ্রিয় হওয়া ছাড়াও ছবিটি ব্যবসাসফল হয়। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। এর উপর দিয়ে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রক্ষপুত্র, শীতলক্ষ্যা, কর্ণফুলী প্রভৃতি নদী প্রবহমান। বাংলাদেশের ভূমি উত্তর হতে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। ফলে উক্ত নদনদী এবং এদের শাখানদী ও উপনদীগুলোও উত্তর হতে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয়। এ দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাংশের পাহাড়ি এলাকা ব্যতিত প্রায় সমগ্র এলাকাই এ সব নদনদী বাহিত পললে গঠিত। মাটির উৎপত্তি ও গঠনের সময়ানুক্রমিক দিক হতে বিবেচনায় বাংলাদেশের মৃত্তিকার উৎপত্তি ও গঠনে তথা ভূ-প্রকৃতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যেতে পারে। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার কালে এ সকল পাহাড়ি এলাকার পাদভুমি ও ভরাটকৃত গিরিখাত মূলত এদের ক্ষয়িত কণায় গঠিত এবং দির্ঘকালের প্রাকৃতিক প্রভাবে এ সকল পাহাড়ি এলাকার উচ্চতা কমছে এবং এগুলোর ক্ষয়িত অংশ সংলগ্ন এলাকা ভরাট হয়ে নতুন মৃত্তিকার সমতল ভূমি সৃষ্টি করছে। এ সকল পাহাড় বেলে পাথর, স্লেট পাথর ও কর্দমের সংমিশ্রণে গঠিত। মায়ানমারের দিক হতে গিরিজনি আলোড়নের প্রভাবে ও ধাক্কায় সম্ভবত রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং পাহাড়ি এলাকাগুলোর সৃষ্টি হয়। আসামের লুসাই অমায়ানমারের আরাকান এলাকার পাহাড়ের সাথে এদের মিল দেখা যায়। এ সকল পাহাড়ি এলাকার পাদভুমি ও ভরাটকৃত গিরিখাত মূলত এদের ক্ষয়িত কণায় গঠিত এবং দির্ঘকালের প্রাকৃতিক প্রভাবে এ সকল পাহাড়ি এলাকার উচ্চতা কমছে এবং এগুলোর ক্ষয়িত অংশ সংলগ্ন এলাকা ভরাট হয়ে নতুন মৃত্তিকার সমতল ভূমি সৃষ্টি করছে। এ সকল পাহাড় বেলে পাথর, স্লেট পাথর ও কর্দমের সংমিশ্রণে গঠিত। অনুমান করা হয় যে, প্লাইস্টোসিস যুগের (খ্রিষ্ট জন্মের ১৫,০০০ বছর কাল পূর্ব পর্যন্ত) অন্তঃ বরফগলা পানিতে বন্যার সৃষ্টি হয়ে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে সুবিশাল বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লার লালমাই এর উঁচু ভূমি গঠিত হয়। এ অঞ্চলগুলোর মাটি লাল ও ধুসর এবং এগুলো সহজেই চেনা যায়। খ) সিলেট অববাহিকা - সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্ব দিলের অংশ। গ) পাদদেশীয় পলল্ভূমি - উত্তর পশ্চিমাংশের বৃহত্তম রংপুর, দিনাজপুর জেলার কিছু অংশ হিমালয় পর্বত হতে আনীত পললে গঠিত। ঘ) গঙ্গা, ব্রক্ষপুত্র, মেঘনা প্লাবন সমভূমি - এটি বাংলাদেশের মূল প্লাবন সমভূমি বৃহত্তর ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা, রাজশাহীর অংশবিশেষ নিয়ে এক বৃহত্তর এলাকা। ঙ) বদ্বীপ অঞ্চলীয় সমভূমি - দক্ষিণ পশ্চিম অঞ্চল বৃহত্তম কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চলের সমুদয় অংশ এবং রাজশাহী, পাবনা ও ঢাকা অঞ্চলের কিছু অংশ |
বর্তমান সময়ের বেশ আলোচিত ও সমালোচিত বক্তা মিজানুর রহমান আজহারী। এতই সুমধুর বয়ান যে অমুসলিম পর্যন্ত ইসলাম গ্রহন করে ফেলছেন। ঠিক তেমনই ইসলাম গ্রহন করেছিলেন লক্ষ্মীপুরের এক পরিবারের ১২ সদস্য |
সহকারী প্রধান শিক্ষক দোলায়ার হোসেন বলেন, প্রধান শিক্ষক যেভাবে বলেছেন সেভাবেই করা হয়েছে |
সন্ধ্যায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, পরীক্ষক আবুল কালামকে তাঁর কার্যালয়ে হাজির করা হয়েছে। তাঁর বক্তব্য নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা পরে জানানো হবে। তবে আবুল কালাম পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে দাবি করেন, তিনি খাতাগুলো শাহ মখদুম কলেজের শিক্ষক মাসুদকে দেখতে দিয়েছিলেন। মাসুদই পরে খাতাগুলো অন্যত্র পাঠান |
গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ৩১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে তাকে। করোনার বুস্টার ডোজ নেওয়ার পর সামান্য জ্বর আসে। এ অবস্থায় সমস্যা চিহ্নিত করা এবং রুটিন চেকআপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল |
যা মিটিয়ে চলছে আশেপাশের মানুষের পানির প্রয়োজন |
আমাদের আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল এ ফাংশন্ নিয়ে আলোচনা করব।সকলকে ধন্যবাদ |
জগৎবাসী। মুক্তির কথা-ছবির একটি গান। লেখা তারেকের। এ গানে তারেক সম্বোধন করেছেন সারা পৃথিবীর মানুষকে। আধেয় বিশ্লেষণে গানটিকে যদি দু’ভাগে ভাগ করি, তাহলে আমরা একাত্তরের বাংলাদেশ এবং একাত্তর-উত্তর বাংলাদেশ-দু’সময়কেই পেয়ে যাই। একই গানে। খুব বিশ্ময়ের সাথে লক্ষ করি যে, তারেক যুদ্ধ ও অস্ত্রের বৈশ্বিক রাজনৈতিক অর্থনীতি তুলে ধরেন মাত্র দু’টি লাইন দিয়ে। এবং এতটা সরল কিন্তু তীর্যকভাবে যে, তা একজন নিরক্ষর ব্যক্তির চোখেও স্পষ্টভাবে ধরা পড়বে। তারেক যখন বলেন- ’আমাদেরই টাকায় কেনা আমেরিকান গুলি/ পাঞ্জাবিরা চালায় দেখো উড়ায় মোদের খুলি’- তখন বৈশ্বিক অথনৈতিক ব্যবস্থার প্রান্তস্থিত রাষ্ট্র বাংলাদেশের একজন অতিসাধারণ শ্রোতারও বুঝতে কষ্ট হয় না যে, আমেরিকার মতো সাম্রাজ্যবাদী -পুঁজিবাদী রাষ্ট্রগুলিই অস্ত্রব্যবসার সাথে যুক্ত। অস্ত্রউৎপাদনকারী এবং দুনিয়াজুড়ে বাণিজ্যিক অস্ত্রসরবরাহকারী। আর পাকিস্তান আমাদের বিরুদ্ধে যে অস্ত্রসামগ্রি চালিয়েছে, ১৯৭১ সালে, সেসব অস্ত্র কেনার অর্থের উৎসও বাংলাদেশ থেকে লুণ্ঠিত সম্পদ। এভাবে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অর্থনৈতিক শোষণ, নিপীড়ন, লুন্ঠনচিত্রও অনাবৃত হতে থাকে আমাদের সামনে, গানে গানে। বাড়তি কথা বলার দরকার হয় না। তারপর তারেক যখন বলেন, ’গাঁও পোড়ায়, ঘর পোড়ায়, পোড়ায় ঘরের চাল/ মীর জাফরের হাত ধরিয়া আসে রে দজ্জাল’- তখন সে ইতিহাসটাও আমাদের সামনে খাড়া হয়। শ্রোতারা আবারও মুখোমুখি হয় ইতিহাসের সত্যপাঠের। যে সত্যটা আমাদের মনে থাকা বিষয়গুলোকে আরও জোরালেভাবে মনে করিয়ে দেয়। আমাদের মনে পড়ে যায়- বিশাল বাংলাজুড়ে নয় মাসব্যাপী পাকবাহিনীর নিরবিচ্ছিন্ন যুদ্ধাপরাধের এ দেশীয় সহচরদের কথা। গোলাম আযম, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, মাওলানা মান্নান গংদের কথা। কিন্তু তারেক তাঁর বর্ণনা এখানেই শেষ করেন না। আরেক ধাপ এগিয়ে যান। রাজনৈতিক সুবিধাবাদনির্ভর রাজাকার-আলবদর পুনর্বাসন কার্যক্রমের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সমকালীন বাংলাদেশকেও তুলে আনেন। উপস্থাপন করেন সবার সামনে। খুবই জোরালোভাবে কিন্তু সরল ও ছোট্র কথায়। ’নিরস্ত্র আর নিরাপরাধ নারী-শিশু মারি/ বিচার ছাড়াই সেই খুনিরা বেড়ায় আজও ঘুরি/ মা ও বোনের ইজ্জত নিল একাত্তরে যারা/ দ্যাখো আবার ভোট কিনতে আসিয়াছে তারা। এভাবে দশকের পর দশক জুড়ে বিদ্যমান বিচারহীনতার রাজনৈতিক সংস্কৃতির চিত্রও পেয়ে যাই আমরা। যে বিচারহীনতার সংস্কৃতি বিকাশের প্রধান প্রভাবক হচ্ছে- ক্ষমতায় থাকা-না -থাকাকেন্দ্রিক আবর্তিত ভোটের রাজনীতি। যে রাজনীতির সুবিধাভোগী, সমঅনুপাতে না হলেও, প্রধান দু’টি দল তো অবশ্যই, অন্য দলগুলোও। বামেরা হয়তো তার মধ্যে পড়বে না। তবে ভোটে জেতার সম্ভাবনা তৈরি হলে মতাদর্শের বাইরে গিয়ে ’রাজনৈতিক জনমিতিরসূত্র’ দ্বারা তাদের কোনো কোনো দল আক্রান্ত হতো কি না, সে পরীক্ষা তাঁদের দিতে হয় নি। এখনও। রাজনৈতিক প্রেক্ষিতটা ভিন্ন বলে। কিন্তু ব্যক্তিপর্যায়ে অনেক বাম নেতাই (সাবেক) ভোটের রাজনীতিতে ’রাজনৈতিক জনমিতিক সূত্র’ দ্বারা যে আক্রান্ত হয়েছেন, ভোটে জেতার জন্য যে দলত্যাগ করেছেন, প্রায় শতভাগ বিপ্রতীপ আদর্শের দলে যোগ দিয়েছেন, সেটা তো শুধু ইতিহাস নয়; নিত্যঘটমান বর্তমানও। ভোটের রাজনৈতিক জনমিতি বিবেচনায় চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় রচিত হয় বাংলাদেশের স্বাধীনতা-উত্তর করুণ ইতিহাস। অপ্রত্যশিত ইতিহাস। বাংলার দু:খের ইতিহাস। তারেক এ গানে বিশ্ববাসীকে আমাদের সে দু:খগুলি নিরিখের উদাত্ত আহবান জানান |
জুলফিকার রাসেল (জন্ম: ১৩ নভেম্বর, ১৯৭৭) বাংলাদেশী সাংবাদিক, গীতিকার ও কবি। তিনি বাংলা অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন এর সম্পাদক। ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত তিনি ৫০০ এর অধিক গান রচনা করেছেন। সেরা গীতিকার হিসেবে তিনি ২০০৮, ২০১০ ও ২০১৩ সালে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন। ২০১৭ সালের সেরা আধুনিক বাংলা গানের জন্য তিনি ‘মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস (বাংলা) ২০১৭’ পুরস্কার পেয়েছেন। তার লেখা ‘সবুজ ছিল’ গানটির জন্য তিনি এ পুরস্কার পান। গানটি কলকাতার আশা অডিও থেকে প্রকাশিত নচিকেতার একক অ্যালবাম ‘বেঁচে থাকার মানে’ অ্যালবামের |
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ৭৬৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট আট লাখ দুই হাজার ৩০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৭৭৯ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৪২ হাজার ১৫১ জন করোনা থেকে সুস্থ হলো |
তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতিক ব্যবস্থায় অভ্যন্তরীণ শক্তির সংজ্ঞা প্রদান করে ও শক্তির সংরক্ষণশীলতা নীতি বিবৃত করে। প্রাকৃতিক প্রক্রিয়ার দিক নির্দেশ নিয়ে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আলোচনা করে। এ অনুযায়ী,প্রাকৃতিক প্রক্রিয়া কখনো পরিবর্তনীয় নয়। উদাহরণস্বরূপ বলা যায়, পরিবহন ও বিকিরণের জন্য যদি কোন নির্দিষ্ট পথ থাকে, তাহলে সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপশক্তির প্রবাহ ঘটে |
হলও তাই। দিলাম ক্লিক আর আমি প্রথম প্রবেশ করলাম সামুতে |
বোর্ড পরিচালকরাও ভাবতে শুরু করে দিয়েছেন মাশরাফিকে নেতৃত্বে রেখে দেওয়ার ব্যাপারে। পাকিস্তান সফরে মাশরাফিকে অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। সূত্রের খবর- সাকিব না ফেরা পর্যন্ত ওয়ানডেতে মাশরাফির অধিনায়কত্বের ওপরেই আস্থা রাখতে পারে বিসিবি। নেতৃত্বে থাকা-না থাকার বিষয়ে মাশরাফি নিজেও ভাবছেন। দুই পক্ষের ভাবনা মিলে একটা ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এই সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে ৮ মার্চের বোর্ড সভা পর্যন্ত। বিসিবি সভাপতি পাপন সে বার্তা আগেই দিয়ে রেখেছেন |
কিন্তু এই সিদ্ধান্তের জেরে আন্তর্জাতিক মহলে চাপের মুখে পড়ে বিজেপি সরকার। এভাবে উপত্যকাকে বিচ্ছিন্ন করে রাখা কার্যত মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক নানা মহল থেকে |
২০১৭ সালের ২২ সেপ্টেম্বর মিশরের কারাগারে বন্দী অবস্থায় মাহদী আকিফ মৃত্যুবরণ করেন |
কাবুল বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, তুরস্ক উদ্ভূত নতুন পরিস্থিতি অনুসারে তার পরিকল্পনা তৈরি করছে এবং সেই অনুযায়ী আলোচনা চালিয়ে যাচ্ছে। এ সপ্তাহের শেষ দিকে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এ বিষয়ে ভার্চুয়াল আলোচনা হতে পারে |
২০০৯ সালে, তাকে মার্কিন চলচ্চিত্র "তে" ক্লারিসা গ্রেন্জার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। ২০১১ সালে, তিনি মার্কিন চলচ্চিত্র "দ্য গ্রেটিং অব হুইটনি ব্রাউন" এ অভিনয় করেন, চলচ্চিত্রটিতে তার সাথে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী ব্রুক শিল্ডস এবং মার্কিন-আইরিশ অভিনেতা আইডান কুইন। দ্যায়েরকে "আই বিলিভ ইন ইউনিকর্নস" নামক একটি স্বাধীন চলচ্চিত্রতে আবির্ভূত হতে দেখা যায়, যেটি ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের আস্টিন শহরে অনুষ্ঠত এসএক্সএসডব্লিউ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় |
তাতে আক্ষেপই কেবল বাড়ল আরও। আর দুটি মাত্র রান করলেই তামিম ইকবালকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রান হয়ে যেত মুশফিকের। অষ্টম টেস্ট সেঞ্চুরি ছিল স্রেফ ৯ রানের দূরত্বে। হলো না সেসব কিছুই |
বিড়ি খাই না |
ইমাম মুসল্লিগণ |
দুয়ারে দুয়ারে হাত পাতা |
বাংলা সাহিত্য নির্ভর সিটকম নির্মাণ নির্মাণ করছেন নির্মাতা বিপ্লব কুমার পাল বিপু |
বাগাতিপাড়া থানার এসআই আবু সেনা বলেন, অভিযুক্ত শিক্ষক ফেরদৌস রহমানকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে |
ভয়াবহ করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো পৃথিবী। এর মধ্যে ভাইরাসটি ২০০ দেশে ছড়িয়ে পড়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে |
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিএসএবি) সভাপতি। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘ধানমণ্ডির যে ঘটনা সেটা তো ওষুধ পাঠানো হয়েছে! এগুলোর বৈধতা দেখা সম্ভব হয় না। এ ব্যাপারে পরিষ্কার নির্দেশনাও নেই। বয়রার ঘটনায় চিঠির মধ্যে পাতার মতো মাদক দেওয়া হয়েছে। ম্যানেজারের অপরাধ, সে ঠিকমতো যাচাই করেনি |
বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি |
ফেব্রুয়ারিতে টেক্সাসের রিও গ্র্যান্ডে উপত্যকায় দেয়াল নির্মাণে ১৩৮ কোটি মার্কিন ডলার অনুমোদন করে কংগ্রেস। তবে আরও তহবিল অনুমোদন ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়া শুরু করে কংগ্রেসের প্রতিনিধিরা |
বিদেশে থাকলেও মনটা পড়ে থাকে জন্মভূমিতে। মা ও মাটির টানে দেশে এলেই ছুটে যাই এফডিসিতে। অনেক সময় এফডিসিতে যাওয়া না হলেও চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হওয়ার চেষ্টা করি। গত রোববার একটি সিনেমার সাফল্য উদ্যাপনে হাজির হয়েছিলাম। সেখানে চলচ্চিত্রের মানুষদের সঙ্গে হাসি-আনন্দে বেশ ভালোই সময় কাটিয়েছি |
সরকারি মালিকানাধীন বাংলাদেশে টেলিকমিউনিকেশন কোম্পানিতে (বিটিসিএল) গত ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পেয়েছেন |
সিকল সেল ডিজিজ/ সিকল কোষ রোগ ( SCD) পারিবারিক সূত্রে পাওয়া সবচেয়ে সাধারণ রোগ। এটা বংশগত সূত্রে ছড়ায়, তার মানে আপনি জন্ম নিতে পারেন এস.সি.ডি( sickle cell disease) নিয়ে। সিকল সেল রোগ আরো পরিচিত এইচবিএস ডিজিজ,হিমোগ্লোবিন এস ডিজিজ, সিকল সেল ডিজঅর্ডার নামে। রোগটিকে সিকল সেল বলা হয় কারণ লোহিত রক্তকণিকা দেখতে কাস্তের মতো নকশা করে থাকে |
সেমিফাইনালের আগে অতীতের কোনও পরিসংখ্যানকে পাত্তাই দিচ্ছেন না জার্মানির কোচ জোয়াকিম লো। ফরাসিদের বিরুদ্ধে নিজের দল সাজাতেও সমস্যায় জার্মানির টিম ম্যানেজমেন্ট। চোটের জন্য ইউরোয় নেই ম্যারিও গোমেজ। সেমিফাইনালে খেলতে পারবেন না খেদেইরা। অনিশ্চিত সোয়াইনস্টাইগার। নির্বাসিত ম্যাট হামেলস। এই পরিস্থিতিতে প্রথম একাদশে বেশ কয়েকটা পরিবর্তন করতেই হবে জার্মানির কোচকে। পোগবাদের দৌড় থামাতে মাঝমাঠে নতুন মুখ আনছেন লো |
ব্যায়ামগুলো দেখার জন্য ভিডিও দেখুন |
যেহেতু গুরুতর লিভারের আঘাতের খুব বিরল ঘটনাগুলি অরলিস্ট্যাট ব্যবহারের সাথে সংযুক্ত রয়েছে, তাই নিশ্চিত করুন যে আপনি লিভারের আঘাতের লক্ষণগুলি লক্ষ্য করছেন। যদি আপনি লিভারের আঘাতের নিম্নলিখিত সম্ভাব্য লক্ষণগুলি অনুভব করেন তবে আপনাকে অবিলম্বে থামানো উচিত এবং চিকিত্সা সহায়তা নেওয়া উচিত; আমরা অনেকগুলি orlistat পার্শ্ব প্রতিক্রিয়া তালিকাভুক্ত করেছি এবং এর সাথে জড়িত প্রতিকূল এমনকি, যাইহোক, আপনার স্বাস্থ্যসেবা সরবরাহকারীর সাথে আপনি যে কোনও প্রভাব অনুভব করতে এবং কথা বলতে পারেন সেগুলি পর্যবেক্ষণ করতে সর্বদা আগ্রহী। এই প্রভাবগুলির বেশিরভাগটি অফসেট করতে ডোজ এবং orlistat এর যথাযথ ব্যবহার সম্পর্কে নিখুঁতভাবে নির্দেশাবলী অনুসরণ করতে ভুলবেন না। অনেক ওষুধের মতো, পার্শ্ব প্রতিক্রিয়াগুলি চিকিত্সার শুরুতে হতে পারে এবং ক্রমাগত ব্যবহারের সাথে ম্লান হয়ে যায় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অবিরত থাকতে পারে। ওভারডোসিং সর্বাধিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলির ঘটনায় অন্য সাধারণ অবদানকারী, সুতরাং আপনি প্রস্তাবিত তুলনায় orlistat বেশি গ্রহণ করবেন না |
ক্লান্ত পায়ে বেডরুমের দিকে চলে যায় হিমি। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়ালে টানানো ছবিগুলির দিকে তাকায়। একটি তার আর পারভেজের বিয়ের ছবি, অন্যটি সে, পারভেজ আর অন্তুর একত্রে তোলা গ্রুপ ছবি |
বেনটন নরওয়েজীয় ব্ল্যাক মেটাল দলগুলোকে দায়ী করে যেহেতু তারা ডেথ মেটাল ব্যান্ড। কিন্তু অনেকে মনে করেন প্রাণী অধিকার সংরক্ষণ দলগুলো এ কাজ করে যেহেতু ডিসাইড ব্যান্ড প্রাণী হত্যা বৈধ মনে করে |
সোনারগাঁও থানায় দায়ের করা এজহারে ওই ছাত্রী উল্লেখ করেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের স্থানীয় এক মাদরাসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে ভারগাঁও বাটপাড়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে শফিকুল ইসলাম মাদরাসায় যাওয়া আসার পথে তাকে উক্তত্য করে প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে হুমকি ধামকি দেওয়ায় ভয়ে প্রেমে রাজি হয় ওই ছাত্রী। পরে শফিকুলের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে শফিকুল আমার সাথে কথা আছে বলে একই এলাকার নুরু সরকারের লেবু বাগানে নিয়ে যায়। এসময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে মুখে ওড়না পেচিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক শফিকুল পালিয়ে যায়। পরে ওই ছাত্রী তার বাবা মাকে বিষয়টি জানালে শফিকুলের বাড়িতে গিয়ে বিচার দাবি করে ওই ছাত্রীর পরিবার। এসময় ওই ছাত্রীর পরিবারকে হত্যার হুমকি দেয় শফিকুলের পরিবার। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর ধর্ষক শফিকুল এলাকা থেকে পালিয়ে যায় |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজন করাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়েরের দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ভিংরাব এলাকার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে ঘটে এ সংঘর্ষের ঘটনা |
এদিন সারা দেশে আদিবাসীদের অধিকার রক্ষার ডাক দেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে মমতার দাবি, “আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। আমাদের সরকার সেই আইন চালু করেছে। সারা দেশে আদিবাসীদের অধিকারে এই আইন চালু করা উচিত। আদিবাসীদের জন্য আলাদা দফতর তৈরি করা হয়েছে |
শহরের একদম শেষ কোনায় আমাদের এ্যার্পটমেন্ট হোটেল। একটা খাল ঢুকে গেছে অর্ধাকৃতি হয়ে। ব্রিজ পেরিয়ে অন্য পাশে যেতে হয়। দূর থেকে মনে হয় পানির উপর ভাসছে সব ঘরবাড়ি। একটু এগিয়ে যেতেই দেখা গেলো। খালটা বেশ বড় হয়ে উঠেছে এবং সারিসারি ছোট বড় জাহাজ নোঙ্গর করা। ভিন্ন দেশ থেকে ভেসে নিজের বোটে চড়ে অনেকে এখানে এসে নোঙ্গর করেছে। নৌকা ভ্রমণের আরেক মজা। আধুনিক এই ইয়েট নিজেদের মটর সাইকেল নিয়ে আসে অনেকে। দল বেঁধে মটর সাইকেলে চড়ে শহর দেখতে বেরুয়। নিজের নৌকায় রাত্রি যাপন করে। আবার নৌকা নোঙ্গরের জায়গায় বাথরুম টয়লেটসহ সব ব্যবস্থা থাকে বন্দরে। ইচ্ছে করলে ঘর ভাড়া নিয়ে স্থলের উপরও থাকতে পারে নৌকায় আসা ভ্রমণকারি। সারিবদ্ধ এই ইয়েট দেখে মনে হলো কবে আমার একখানা এমন ভ্রমণতরী হবে? পৃথিবীর বন্দরে বন্দরে চলে যাবো যখন খুশি পাল তুলে। মাঝ সাগরে বসে জোছনার লীলা খেলা দেখব। অথবা নেমে যাবো সাগর জলে সাঁতার কাটতে। আহা কবে আসবে এমন সুখ (আশা এবং স্বপ্নের শেষ নাই |
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত প্রাইভেট কোম্পানী ব্যতীত অন্যান্য প্রত্যেক প্রাইভেট কোম্পানীতে অন্যুন দুইজন পরিচালক থাকিতে হইবে |
NCW-র চেয়ারপার্সন রেখা শর্মা চিঠি লিখেছেন ঝাড়খণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল সুদর্শন মণ্ডলকে। তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনে আগামী ২ মাসের মধ্যে যৌগ নিগ্রহের এই ঘটনার তদন্ত রাজ্য পুলিশকে শেষ করতে হবে। ঝাড়খণ্ড পুলিশ এই মামলায় কী পদক্ষেপ করল, তার বিশদও জানতে চাওয়া হয়েছে। এদিন ডিআইজি সুদর্শন জানান, মঙ্গলবার রাত আটটা নাগাদ দুমকার ওই দম্পতি বাজারে কেনাকাটা করে ফিরছিলেন। সেসময় কয়েক জন তাদের রাস্তা আটকায়। যুবতীর বয়ান অনুযায়ী, অভিযুক্তদের পাঁচ জন তাঁকে একটি ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাকিরা তাঁর স্বামীকে আটকে রেখেছিল। এর পর একে একে ওই ১৭ জনই তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। ডিআইজি আশ্বস্ত করেছেন, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। নির্যাতিতার মেডিক্যাল টেস্টও করানো হয়েছে |
কোচবিহারের ডাক বিভাগের এক আধিকারিক রূপক সিংহ বলেন, এ রকম কিছু জানা নেই। তবে তাতে অ্যাকাউন্ট খোলার হিড়িক কমছে না |
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে তুরস্কের সামরিক দল পাঠানোর পর দেশটিতে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আমেরিকা। কাতার নিউজ এজেন্সি বলছে, কাতারের সঙ্গে সামরিক মহড়ার জন্য সামরিক এই যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে |
জ্ঞানকে ছড়িয়ে দিতে পারি |
তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ২৯ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত একদিনের সীমিত আকারে অর্থ লেনদেনের সুযোগ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন |
২০১৩ সালের ৩০ এপ্রিল জন্ম হয় তাহসান-মিথিলার একমাত্র কন্যাসন্তান আইরারের। তরুণ সমাজের কাছে আইকনিক জুটি ছিলেন তারা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় তহসান ও মিথিলার। কয়েকদিন আগে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির কিছু ব্যক্তিগত ছবি সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় মিথিলার। শুরু হয় সমালোচনা। যদিও এরপরেই বাংলাদেশের সাইবার ক্রাইম দফতরে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেই কঠিন সময়ে মিথিলা পাশে পেয়েছিলেন সৃজিতকে |
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরবেলায় ভারতের কোচবিহার জেলার অন্তর্গত চৌধুরীহাট সীমান্ত চৌকির কাছে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় [2] গুলিবিদ্ধ হন বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুন। তিনি তার বাবাকে নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। কনস্টেবল অমিয় ঘোষ গুলি করেন এবং ফেলানী ৪ ঘন্টা ধরে কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে, মৃত্যু পর্যন্ত। তার অনেক চিৎকার শুনেও কেউ তাকে বাঁচাতে আসেনি। সে সময় সামাজিক সাইটগুলোতে ফেলানির ঝুলে থাকা ছবি ব্যপক প্রচার হয়। নানা ধাপ পেরিয়ে ২০১৩ সালের ১৩ আগস্ট বিচার শুরু হয় |
তার মায়ের কথা শুনে তারেক হতাশ হয়ে সুফিয়া খাতুনের দিকে তাকিয়ে থাকে। সে তাকানোতে কী লেখা ছিলো সুফিয়া খাতুন পড়তে পারেন না। তার চোখ দুটো ঘোলা হয়ে আসে সে সময়। অবশ্য তিনি সবসময় যে ভুলে যান মানুষের নাম, পরিচয় তা নয়। মাঝে মাঝে ইচ্ছে করেই ভোলার অভিনয় করেন। তখন তার স্পষ্টভাবেই সবকিছু মনে পড়ে। অনেক কথা বলতে ইচ্ছে করে। কিন্তু গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে তিনি দুই তলায়, তিন তলায় কিছুটা জিরিয়ে নিয়ে চার তলায়ও ছেলেদের ঘরে গিয়ে উঁকিঝুঁকি দেন। তার স্মরণশক্তি খারাপ হলেও কানে বেশ ভালোই শোনেন। আগে ছেলের বৌ-রা একসাথে বসে গল্পগুজব করলেও তার উপস্থিতিতে তাদের গল্পে ছেদ পড়তো না। কিন্তু এখন তার সামনে বৌ-রা আগের মতো এতো কথা বলে না। কিন্তু অর্ধেক কথা কানে গিয়ে যদি বাকীটা তিনি শুনতে না পারেন তার খুব অস্থির লাগে। উনি ঘুরে ফিরেই বারবার সেই অসমাপ্ত কথা ছোট ছেলের বৌ কিংবা মেজো ছেলের বৌকে জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু সবাই যেন শুনেও তার কথাকে পাত্তা দেয় না। বড় ছেলের বৌটার মুখ বড্ড খারাপ |
চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র নির্মানাধীণ ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও ন্যাক্কারজনক এই ভাংচুরে জড়িত দূর্বৃত্তদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার দুপুরে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা তাঁর বক্তব্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন |
খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে এ অঞ্চল গুপ্ত সম্রাটগণের অধীন ছিল। ইতিহাস পাঠে জানা যায়, গুপ্তযুগে সমুদ্রগুপ্তের অধীনস্থ এ অঞ্চলসহ পশ্চিম ময়মনসিংহ কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। ৬২৯ খ্রিস্টাব্দে হিন্দুরাজ শশাংকের আমন্ত্রণে চৈনিক পরিব্রাজক হিউ এন সাঙ যখন কামরূপ অঞ্চলে আসেন, তখন পর্যন্ত নারায়ণ বংশীয় ব্রাহ্মণ কুমার ভাস্কর বর্মণ কর্তৃক কামরূপ রাজ্য পরিচালিত ছিল। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে পূর্ব ময়মনসিংহের উত্তরাংশে পাহার মুল্লুকে বৈশ্যগারো ও দুর্গাগারো তাদের মনগড়া রাজত্ব পরিচালনা করতো। ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে জনৈক মুসলিম শাসক পূর্ব ময়মনসিংহ অঞ্চল আক্রমণ করে অল্প কিছুদিনের জন্য মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। অতঃপর চতুর্দশ শতাব্দীতে জিতারা নামক জনৈক সন্ন্যাসী কর্তৃক কামরূপের তৎকালীন রাজধানী ভাটী অঞ্চল আক্রান্ত ও অধিকৃত হয়। সে সময় পর্যন্তও মুসলিম শাসক ও অধিবাসী স্থায়ীভাবে অত্রাঞ্চলে অবস্থান ও শাসন করতে পারেনি। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে (১৪৯৩-১৫১৯) সমগ্র ময়মনসিংহ অঞ্চল মুসলিম রাজত্বের অন্তর্ভূক্ত হয় |
লাশগুলো সদর উপজেলার জনতারহাটে নৌকা থেকে নামানোর সময় ছুটে আসেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি |
চৌধুরী একজন মুক্তিযোদ্ধা এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছিলেন । তিনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপদেষ্টা ছিলেন |
কোনও ব্যক্তি কোভিড ভ্যাকসিন নিয়েছেন কিনা তা জানতে তার প্রমাণস্বরূপ এই শংসাপত্র দেয় সরকার। ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার সময় দু'বারই এই সার্টিফিকেট দেয় সরকার। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, শনিবার পর্যন্ত দেশে ১৮-৪৪ বছরের মোট ২৭,৫৫,৪৪৭ জন ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫,০৮,৬১৬ জন। পরিসংখ্যান বলছে, দেশে ওই একই গ্রুপে মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ এক কোটির বেশি ভ্যাকসিন দিয়েছে |
২) যদি আপনি মনে করেন যে ট্যাটু করবেন, তাহলে অবশ্যই কোথায় ট্যাটু করছেন, সেদিকে নজর দিন। সেই স্থানটির সম্বন্ধে চিন্তা করুন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, অনেক মানুষ শরীরের নিচের দিকে ট্যাটু করতে পছন্দ করেন। যেমন, কেউ যদি মনে করেন যে, তাঁর পেটে বা থাইতে 'ওম' চিহ্ন ট্যাটু করাবেন, তাহলে তা অবশ্যই ঈশ্বরের মর্যাদাহানিকর |
গত ২৪ অগাস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়েছে |
১০। শেষ টিপস: তৈরি করুন সেনসিটিভ পোস্ট। ইসলামে নারীদের শেকল পড়ানো হয়েছে - এ টাইপের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে অল্প-শিক্ষিত পাবলিকদের পেচে ফেলতে পারবেন, সুরসুর করে এরা আপনার লেখায় প্লাস দিয়ে যাবে। একই সাথে কিছু নাম সর্বস্ব নেত্রী-টাইপ ব্লগারও পেয়ে যাবেন নিজের কাছে। রেফারেন্স নিয়ে একদমই মাথা ঘামাবেন না। নিজে বানিয়ে কুরআন-হাদিসের নামে চালিয়ে দিন। আর ভুলেও মহানবী (স) এর প্রতি কোন সম্মান দেখাবেন না, মোহাম্মদ বলে চালিয়ে দেবেন, যেন আপনার কতকালের দোস্ত |
সূত্র : যুগান্তর, ১৬ জুন, ২০২০ |
দেশটির এক মুখপাত্র জানান, পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় প্রাচীন মিসরীয় সভ্যতার ইতিহাস সংরক্ষণে বদ্ধ পরিকর। তিনি বলেন, ‘প্রাচীন পিরামিডগুলোতে অশ্লীল এবং অসম্মানজনকভাবে ছবি তোলা নিষিদ্ধ।’ করোনার কারণে পর্যটকদের সংখ্যা অনেক কম। প্রায় নেই বললেই চলে। সেই সুযোগেই এই ফটোশুট করেছিলেন প্রখ্যাত মডেল |
আব্দুল্লাহ হারুণ বলছেন, খুলনায় তারা একই বিষয়ে আবারো পরীক্ষা নিরীক্ষা করবেন এবং এরপর আরও কয়েকটি বড় শহরের নোট ও কয়েনের ব্যাকটেরিয়ার উপস্থিতি নিয়েও গবেষণার পরিকল্পনা আছে তাদের |
দীর্ঘ ১৬ বছরের 'ঐতিহাসিক' ও দীর্ঘতম অনশন প্রত্যাহারের সিদ্ধান্তটা আগেই নিয়ে ফেলেছিলেন। ঘোষণাও করে দিয়েছিলেন যে এবার ভোটে লড়বেন, বিয়েও করবেন। কিন্তু আজ ইরম শর্মিলা চানু যা বললেন তা একেবারেই অভূতপূর্ব। চানু আজ বলেছেন, "আমি মুখ্যমন্ত্রী হতে চাই এবং মুখ্যমন্ত্রী হয়ে আফস্পা প্রত্যাহার করতে চাই |
অ্যাডিস তাঁর জীবনের প্রথম থেকেই সমাজকর্মে আগ্রহী ছিলেন না। মূলত তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে পড়াশোনা করেছিলেন, তবে দু'বছর অধ্যয়নের পরেই অসুস্থতার কারণে তিনি পড়াশুনা কম করতে বাধ্য হয়েছিলেন। পরে ১৯৩১ সালে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যেখানে তিনি শিশুদের দিকনির্দেশনা সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেছিলেন এবং তাদের মানসিক স্বাস্থ্যবিষয়ক কোর্সে আবেদন করেছিলেন। তিনি ১৯৩৩ সালে মানসিক স্বাস্থ্য বিষয়ে স্নাতক হয়েছিলেন |
কর্ণফুলী নদীর পানি প্রবাহিত হয়ে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ এলাকা ভেসে যায়। অনেক মজুদ পণ্য নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষতি হয়েছে। এতে রমজান মাসে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা |
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনিয়মের নির্বাচনের একটি মডেল। আগামীতে দেশব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে এই মডেল অনুসরণ করা হলে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব না |
যাইহোক দাঁড়াও তোমাকে প্রচ্ছদ দিচ্ছি আর দাম আমিও এখনও জানিনা । রাশেদীনভাইয়া পরে জানাবে। জানালেই তোমাকে জানাবো ভাইয়া। আসলে দাম খুব একটা রাখা হবেনা কারন যত বেশী বাচ্চারা বইটা হাতে পাবে আর যত বেশী বাবুরা এসব তাদের মুখে আবৃতি করবে আমার খুশীটা ততই বাড়বে সেটাই আমার যথার্থ মূল্য পাওয়া হবে |
ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। যাদের ভর্তা না হলে ভাত খাওয়া হয় না তারা সাধারণত নতুন নতুন পদের ভর্তা খেতে পছন্দ করেন। এক্ষেত্রে কলার মোচার ভর্তা হতে পারে তাদের প্রথম পছন্দ |
শিবসেনা বিধায়ক প্রকাশ সারভে সংবাদমাধ্যমে বলেন, আদিত্য ঠাকরেকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এটাই এখন আমাদের প্রধান দাবি। নির্বাচনের আগে ৫০-৫০ ফর্মুলায় লড়েছিল বিজেপি-শিবসেনা। বিজেপি হাই কমান্ডের সঙ্গে দরকষাকষির সময়ে সেনা-প্রধান উদ্ধবজি আশাকরি বিষয়টি মাথায় রাখবেন |
উত্তর ইউরোপের বৃহত্তম, ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম এবং অঞ্চল অনুসারে ইউরোপের পঞ্চম বৃহত্তম দেশ হচ্ছে সুইডেন। দেশটির জনসংখ্যা প্রায় দশ মিলিয়ন আর মাথাপিছু জিডিপি ৪৫ হাজার ইউরো |
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৩০৬ ইলেকটোরাল ভোট অর্জন করে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন নির্বাচনের ফলাফল আসার পর থেকেই হার স্বীকার করতে অসম্মত ট্রাম্প এবং এরপর থেকেই কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে যাচ্ছেন তিনি। এই ঘটনায় দীর্ঘদিন ধরে চলে আসা মার্কিন নির্বাচনের ধারাও ব্যহত হয়েছে |
বেলদা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার অধীনে খড়গপুর মহকুমার অন্তর্গত নারায়ণগড় ব্লকের একটি শহর ও সদর দপ্তর। ২০১৪ সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বেলদা পৌরসভা হিসাবে ঘোষিত হওয়ার পর শহরের ব্যবসায় এবং জনসংখ্যা উভয়ই দ্রুত ও ক্রমবর্ধমান ভাবে বৃদ্ধি পেয়েছে। এটি খড়গপুর শহরের প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে, জেলা সদর দপ্তর মেদিনীপুর থেকে ৫০ কিলোমিটার এবং রাজ্য রাজধানী কলকাতা থেকে ১৬৫ কিলোমিটার কিমি দূরত্বে অবস্থিত। বেলদা শহরের মধ্যদিয়ে এনএইচ ৬০ এবং এসএ ৫ অগ্রসর হয়েছে। এটি রেলপথের সাথেও যুক্ত এবং এটি ' ওড়িশার প্রবেশদ্বার' নামেও পরিচিত। এভাবে, বেলদা দক্ষিণ ভারতের সাথে পূর্ব ভারতের সংযোগ স্থাপনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন অংশ থেকে তার সহজ যোগাযোগের কারণে এটি একটি ভাল ব্যবসা কেন্দ্র |
বাংলাদেশে পচনশীল পুঁজিবাবাদের শক্তির উত্তাপ কোথায় পৌঁছেছে মুনিয়া, পরীমণি কাহিনী তার উপসর্গ মাত্র। মিডিয়া লড়াই এই পুঁজিবাদী দ্বন্দ্বের গ্রুপভিত্তিক বহিঃপ্রকাশ। থেমে গেছে। আবার দেখা দেবে। আরো পরীমণির আবির্ভাব হবে সমাজে। মিডিয়া লড়াইও হবে। সৎ সাংবাদিকেরা সাবধান।থাকতে কি চাও নির্বিরোধ রক্তেই হবে সে ঋণ শোধ |
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা নেটওয়ার্কের ভাবাদর্শে উদ্বুদ্ধ আনসার আল ইসলাম নিজেদেরকে ওই সংগঠনের বাংলাদেশ শাখা হিসেবে দাবি করে |