UbuntuIRC / 2020 /06 /22 /#ubuntu-bd.txt
niansa
Initial commit
4aa5fce
[16:18] <pavlushka> remonshai: o/
[16:18] <pavlushka> zaki: o/
[16:18] <remonshai> hey...
[16:19] <remonshai> কেমন আছেন সবাই?
[16:31] <pavlushka> remonshai:ভাল, আপনি?
[16:32] <remonshai> আলহামদুলিল্লাহ্ আমিও ভাল আছি।
[16:33] <remonshai> দিনকাল কেমন যাচ্ছে?
[16:36] <zaki> pavlushka, trying to find a solution to monitor BGP routes
[16:36] <zaki> internal BGP routes
[16:40] <pavlushka> zaki: I forgot that, so will not be much of a help
[16:40] <pavlushka> remonshai: সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে
[16:41] <pavlushka> দিন পার হচ্ছে, আলহামদুলি্লাহ
[16:42] <remonshai> এদিকে আমি তো সারাদিন ঘুড়ি উড়াই...!
[16:43] <pavlushka> বাহ!
[16:45] <remonshai> বিকেল হলেই ঘুড়ি নিয়ে মাঠে চলে যাই। এবছর নতুন প্রথা চালু হয়েছে (ঘুড়ি + LED light)
[16:45] <zaki> ভাই এটা তো অনেক পুরাতন প্রথা।
[16:46] <remonshai> আমাদের এখানে এবছর প্রথম দেখা যাচ্ছে।
[16:46] <LjL> in case it's of interest
[16:46] <LjL> %cases bangladesh
[16:46] <Brainstorm> LjL: In Bangladesh, there have been 115786 confirmed cases (0.1% of the population) and 1502 deaths (1.3% of cases) as of 7 hours ago. 630719 tests were performed (18.4% positive). Fatality can be broadly expected to lie between 0.4% (assuming deaths/cases with ⅔ undetected), and less than 3.1% (considering only deaths and recoveries). See https://offloop.net/covid19/?default=Bangladesh for time series data.
[16:46] <u-la-la> [ COVID-19 Interactive Infection Graph ] - offloop.net
[16:47] <pavlushka> যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তখন দেখেছি সেখানকার বাজারে সন্ধার পড়ে এরকম ঘুড়ি ওড়াতে, ২০১০!
[16:47] <pavlushka> কুষ্টিয়ার কথা বলছি
[16:48] <remonshai> তবে তো বলতেই হচ্ছে, আমরা বেশ পিছিয়ে আছি।
[16:48] <pavlushka> আমি বার বার তারা ভেবে ভুল করতাম অথবা উৎসাহী হতাম এবং তারপর দেখতাম ও এটা বাতি ঘুড়ি
[16:49] <zaki> LjL, cool
[16:49] <zaki> হুম, আমিও দেখছি ১০/১১ তে।
[16:50] <remonshai> ইদানীং সবুজ, লাল বাতির ব্যবহার বেড়েছে। সুতরাং ভুুল হবার সুযোগ কম। আর অনেকেই RGB ব্যবহার করে।
[16:51] <pavlushka> wow
[16:52] <remonshai> আজ সন্ধ্যায় হেলিকপ্টারকে ঘুড়ি ভেবে বিভ্রান্ত হয়েছিলাম।
[16:52] <pavlushka> হাহা
[16:53] <zaki> আকাশে বাতি ঘুড়িকে আমি সন্ধ্যা তারা ভেবে ভুল করি।
[16:53] <remonshai> কারণ: লাল LED ....! বিমানেও টিপটিপ করে আলো দেয়, ঘুড়িতেও একই।
[16:56] <remonshai> আমার সংগ্রহে ফিঙে ঘুড়ি, চিল ঘুড়ি, ফুল/ডোল/বাক্স ঘুড়ি, ডেলটা ঘুড়ি, তারা ঘুড়ি, চং/ঝাপা ঘুড়ি আছে। সবগুলা নিজেই বানিয়েছি।
[16:58] <remonshai> প্রায় ১০/১২ বছর পর ঘুড়ি উড়িয়েছি। একটা অন্যরকম আনন্দ পেয়েছি।
[17:08] <pavlushka> remonshai: কিরকম অন্যরকম?
[17:20] <remonshai> অনেকটা কৈশরের অনুভুতি!