text
stringlengths
0
40.1k
রাষ্ট্রীয় ছবি অবমাননার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফুল্লশ্রী গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে খায়রুল বাশার বাপ্পি বাদি হয়ে ১৩ ডিসেম্বর প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রীসহ অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ছবি অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন
ইফরাদ অর্থ একক করা। অর্থাৎ হাজী তার বাড়ী বা অবস্থান থেকে রওয়ানা কালে অথবা মীক্বাত অতিক্রম করার আগে শুধুমাত্র একক হজ্জের ইহরাম বাঁধবেন। মক্কায় প্রবেশ করে তিনি তাওয়াফে কুদুম (আগমনী তাওয়াফ যা সুন্নাত) করে ইহরাম অবস্থায় থাকবেন। মীনা, আরাফাত, মুযদালিফায় অবস্থানের পর ১০ই যিলহজ্জ জামরায়ে আকাবায় কংকর নিক্ষেপের পর তিনি মাথা মুন্ডন করে হালাল হবেন। ইফরাদ হজ্জের জন্য দমে শোকর (কুরবানী) নেই। এটা হচ্ছে উমরাহবিহীন হজ্জ। অবশ্য ১৩ যিলহজ্জের পরেও যদি হাজী মক্কা মোকাররমাো অবস্থান করেন তাহেল হরমের সীমানার বাইরে গিয়ে যেমন মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে এক বা একাধিক বার উমরাহ আদায় করতে পারেন। ১। ইহরাম বাঁধা অর্থাৎ হজ্জ আদায়ের নিয়্যত করে তালবিয়া পাঠ করা। তামাত্তো হজ্জের ক্ষেত্রে হাজী বাড়ী বা তার অবস্থান থেকে হজ্জের নিয়্যত করবে না এবং উমরাহর নিয়্যত করবে এবং মক্কা মোকাররমা থেকে হজ্জের নিয়্যত করবে। ক্বেরাণ ও ইফরাদ কারী বাড়ী থেকে রওয়ানা কালে বা মীক্বাত অতিক্রমের পূর্বেই হজ্জের নিয়্যত করবে। ২। হজ্জের দিবসে আরাফাতে অবস্থান করা, অর্থাৎ ৯ই যিলহজ্জ দ্বি-প্রহরের পর হতে ১০ই যিলহজ্জ সোবহে সাদিক পর্যন্ত সময়ের মধ্যে আরাফাত ময়দানের যে কোন অংশে এক মূহূর্তের জন্য হলেও অবস্থান করা। এটাই হজ্জের আসল রূকন। রাসূল (দঃ) ইরশাদ করেন- ‌(আরবী)- অর্থাৎ হজ্জ হচ্ছে আরাফাতে অবস্থান। ৩। তাওয়াফে যিয়ারত। অর্থাৎ ১০ই যিলহজ্জ মাথা মুন্ডিয়ে বা চুল ছেঁটে হালাল হওয়ার পর থেকে ১২ই যিলহজ্জ সূর্যাস্তের পূর্বে যে কোন সময় তাওয়াফ করা। এ তাওয়াফ সাধারণ পোষাক পরে করা হয় এবং এর মধ্যে রমল (বীরদর্পে হাটা) নেই। এই তিনটি ফরয উপরোক্ত ক্রমান্বয়ে নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে আদায় করা ওয়াজিব। তিনটি পরযের কোন একটি বাদ পড়লে হজ্জ বাতিল হয়ে যাবে এবং পুনরায় আদায় করতে হবে
২০১৮ সালের ত্রিদেশীয় টুর্নামেন্টে শ্রীলংকাকে গোপনীয় তথ্য পাচার, পিচে আগের দিন পানি ঢালা ও হাথুরুসিংহের সাথে গোপন বৈঠক বিষয়ে একটি টিভি চ্যানেলে রিপোর্ট প্রচারিত হলেও বিসিবি তদন্তে গামিনির বিরুদ্ধে কোন প্রমান পায়নি। উল্টো বিসিবি প্রেসিডেন্ট ম্যাচ হারার জন্য খেলোয়ারদের দায়ী করে ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে জ্বালাময়ী বক্তব্য দেন। আর খালেদ মাহমুদ সুজন গামিনি ডি সিলভার কোন দোষ নেই বলে বক্তব্য দেন
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী সভায় সোহেলকে এই দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত হয়
হাতিরঝিল এলাকায় ঘুরতে আসা কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা বলেন, ‘বিকেলে যে এখানে ঘুরতে আসবো তাও শান্তি নেই। সন্ধ্যা নামার আগেই মশার উপদ্রব শুরু হয়। বাধ্য হয়েই এখানে থাকতে পারি না, আর আসাও হয় না।’ পশ্চিম রামপুরার বাসিন্দা শিল্পী বলেন, ‘যে ওষুধ দেয় তাতে তো মশা মরে না, খালি ধোঁয়া হয়। এভাবে নামমাত্র স্প্রে না করে মশা মারার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা ঘরেও বসতে পারি না। বাচ্চারা লেখাপড়া করতে পারে না। সন্ধ্যা হলেই মশারির মধ্যে ঢুকতে হয়। তারপরও তো আতঙ্ক থাকে। ডেঙ্গুর কারণে মানুষের যে কষ্ট হয় তা তো দেখেছি। এই শীতে যেন মশার বিড়ম্বনা বেশিই।’ গৃহকর্মী রাশেদা বেগম একমাত্র মেয়েকে নিয়ে এক কক্ষের একটি বাসায় ভাড়া থাকেন। ঢাকায় দেড় বছর ধরে বসবাস করছেন তিনি। রাশেদা বেগম বলেন, ‘ঘরে যে মশার যন্ত্রণা, সারা বছরই ফ্যান চালিয়ে রাখি। যাতে মশার আক্রমণ কম হয়, কয়েল আর কতো কেনা যায়। এখন যে কী স্প্রে করে বুঝি না, মশাও মরে না। আবার ডেঙ্গুর ভয় তো আছেই।’ এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ জানুয়ারি ‘ওষুধের কার্যকারিতা নেই’ উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিযোগ করেন। এ বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণের জন্য লিখিতভাবে আবেদনও করেন কাউন্সিলর হাজি মো. ইবরাহীম। জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘আগের যেকোনো সময়ের চেয়ে দক্ষিণ সিটিতে মশা নিয়ন্ত্রণ অনেক ভালো অবস্থানে আছে। এই শীতের সময়ে কিউলেক্স মশা কিছুটা বাড়ে। মশা নিধনে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে। একই সঙ্গে আমরা নিয়মিত তদারকি করছি।’ ওষুধের কার্যকারিতা ও কাউন্সিলরের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যাচাই-বাছাই করে মশক নিধনের ওষুধ ব্যবহার করি। ওষুধ ব্যবহারের সঙ্গে সঙ্গে তো মশা মরে না, কিছুটা সময় লাগে। অনেকেই না বুঝে এমন অভিযোগ করেন। এসব অভিযোগ অমূলক।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ‘আসলে শীতের সময় কিউলেক্স মশার উপদ্রব বাড়ে। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত মশক নিধন কার্যক্রম মনিটরিংয়ের পাশাপাশি ওষুধের গুণগত মান পরীক্ষা করছি। বলা যায়, গুরুত্বের সঙ্গেই মশার উপদ্রব রোধে কাজ করে যাচ্ছি। পাশাপাশি বিভিন্ন খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে, যাতে মশার উৎপত্তিস্থল ধ্বংস হয়। আমরা আশা করছি, শিগগিরই মশার উপদ্রব নিয়ন্ত্রণে আসবে।’ তিনি আরও বলেন, ‘ওষুধের পরিমাণ বেশি হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। আমরা এ বিষয়টি বিবেচনায় রেখে মশক নিধনের ওষুধ ব্যবহার করি। তাই বলে ওষুধ কাজে আসছে না— এমনটি বললে ভুল হবে
১২ বছরের বছরের নিচে শিক্ষার্থীরা টিকা পাচ্ছে না তাদের ক্ষেত্রে কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে এখনো ১২ বছরের নিচে শিশুদের টিকা ব্যবস্থা চালু হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ বয়সের শিশুদের ঝুঁকিও কম। তাই তারা ক্লাসে আসতে পারবে। তবে যারা ঝুঁকিপূর্ণ স্থায়ী রোগে আক্রান্ত তাদের বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী
শক্তি ব্যবস্থার একটি প্রধান অসুবিধা হলো মোট ব্যবহৃত শক্তি ও অপচয় আর মোট উৎপন্ন শক্তির পরিমাণ সবসময় সমান হতে হয়। যদি ব্যবহৃত শক্তির থেকে বেশি শক্তি উৎপন্ন হয় তবে পুনরাবৃত্তির হার বৃদ্ধি পাবে ও বৈদ্যুতিক ব্যবস্থায় সমস্যা দেখা দিবে
ইনফোগ্রাফিক্স খুবই প্রভাবশালী এবং শেয়ার-এভব স্যোসাল মিডিয়া ফিড। ফলে আপনি আপনার সাইটের উপযুক্ত ইনফোগ্রাফিক্স বানিয়ে নিন
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরের দিনগুলোতে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) পুলিশের সব ইউনিট নিজেদের মতো সভা করে কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে
এসময় নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের চিঠি পেয়েছি। কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হওয়ার ৯০ দিনের মধ্যেই সেখানে নির্বাচন করার বিধান রয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন
কয়েক দিন আগে একটি গাছের ডালে হাত-পা বাঁধা অবস্থায় কৌতুকশিল্পীর ( Afghan comedian ) একটি ছবি ভাইরাল হয়। তাঁকে খুনের অভিযোগ ওঠে তালিবানের বিরুদ্ধে। অভিযোগ করেন শিল্পীর পরিবার। যদিও শিল্পীকে খুনের কথা অস্বীকার করে তালিবান। তবে সেই ছবি ভাইরাল হওয়ার দু'দিন পরে তালিবান স্বীকার করল কৌতুকশিল্পীকে তারাই হত্যা করেছে
কূটনৈতিক সূত্র বলছে, ছুটিতে যাওয়ার সময় সব প্রবাসী কর্মীকে ‘এক্সিট রি-এন্ট্রি ভিসা’ বা পুনরায় প্রবেশের ভিসা নিয়ে যেতে হয়। ছুটি যত দিনের, এ ভিসাও তত দিনের থাকে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই ফিরে যেতে হয়। নিয়োগকর্তা (কফিল) ছুটি বাড়ালে ভিসার মেয়াদও বেড়ে যায়। কারও যদি আকামার মেয়াদ শেষ হয়ে যায়, তাও বাড়িয়ে নিতে হয়। এসব কাজ অনলাইনে করতে পারেন কফিল। কিন্তু করোনার জন্য বিভিন্ন দেশের লাখো কর্মী আটকা পড়েছেন। তাদের সবারই ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই হাজার হাজার কফিলের পক্ষ হয়ে সৌদি সরকার স্বয়ংক্রিয়ভাবে ২ জুন পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দিলো
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নয় সেনা নিহত হয়। এরপর রাখাইন রাজ্যে অভিযান শুরু করেন সেনারা
ট্রেন যমুনা সেতুর উপর উঠলো। রাত তখন ১০ টা বাজবে হয়তো। আমি জানালা দিয়ে আমার মাথাটা বের করলাম। জ্যোৎস্না রাত। পুরো নদীটা চাদের আলোয় চিকচিক করছিল। প্রকৃতির কি অপুরুপ সৌন্দর্য ! আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। একটু পর অরিনও আমার জানালা দিয়েই মুখ বার করলো। আমি আবারো খানিকটা অবাক হলাম, কারন, ও এখন আমার খুব কাছাকাছি। একই জানালা দিয়ে মধ্যরাতে দুজন চাঁদ আর নদী দেখছি। ও কোন কথা বলতেছে না। হয়তো প্রকৃতর রুপের কাছে হার মেনে মন খারাপ হয়ে গেছে। প্রচণ্ড বাতাস লাগছে আমাদের চোখ মুখে। অরিনের চুল বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। আমার মুখে এসে লাগছে ওর চুলের ঝাপটা। এইবার ও চাদের দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে। চাদের আলোয় একটা মেয়েকে দেখতে এতোটা রূপবতী লাগে জানা ছিল না
বেপজার তথ্য অনুযায়ী, গত প্রায় দেড় বছরে বন্ধ কারখানাগুলোর মধ্যে ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলসসহ আরো আছে সিইপিজেডের এঅ্যান্ডবি আউটারওয়্যার লিমিটেড, নর্ম আউটফিট লিমিটেড, কোল্ড প্লে লিমিটেড, উইঙ্ক কো. লিমিটেড, পেনিনসুলা গার্মেন্টস লিমিটেড, মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড ও পদ্মা ওয়্যারস লিমিটেড। কেইপিজেডে বন্ধ হওয়া কারখানাগুলো হলো পিআরএম ফ্যাশনস লিমিটেড ও ভ্যালটেক্স লিমিটেড। এছাড়া আদমজী ইপিজেডে বন্ধ হওয়া কারখানাটি হলো কুন তং অ্যাপারেলস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘তাসকিনের আঘাত বেশ গুরুতরই। তার ‘সাইড স্ট্রেনে’র সেই পুরনো ব্যথা আবার জেগে উঠেছে। সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবে না সে। তাই তাকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা
প্রতারণার ফাঁদে পা দেওয়া ওই যুবক চিরঞ্জিত্ বর্মন বলেন, ওই সংস্থা এখনও আমাকে ঋণ দেওয়ার আশ্বাস দিচ্ছে। সন্দেহ হওয়ায় যে মাইক্রোফাইনান্স কোম্পানির নাম করে ফোন পেয়েছিলাম সেই কোম্পানির শাখায় যোগাযোগ করি। তারা বিষয়টি নিয়ে জানায় যে, এই পদ্ধতিতে কোনও ঋণ তারা দেয় না এবং যে কাগজপত্র দেখানো হয়েছে সেগুলিও অবৈধ। বিষয়টি নিয়ে কী করব বুঝতে পারছি না
তারপর, কতটা সময় চলে গেল
কুমিল্লায় চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলারশিপ বাতিলসহ জরিমানা গুণতে হয়েছে ছাত্রলীগ নেতা নুরুজ্জামানকে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা খাদ্যবন্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সরেজমিনে তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়
যাই হক এই প্রজেক্টটা করার জন্য আমি Chewy নামের ফন্ট ব্যাবহার করেছি আপনি ঐটাই করুন। এটা গুগল ওয়েব ফন্ট এর একটা ফ্রি ফন্ট
আকতার আর হোসাইন বলেছেন: পিথাগোরাস ও প্লেটো সম্পর্কে নতুন কিছু জানলাম। বৌদ্ধ ধর্মের অনুসারী বর্তমানে সবচে বেশি তথ্যটা জানা ছিল না
ডার্বিতে গোল হজম না করতে হলে সোনিকে ঘিরে রাখতে হবে। মর্গ্যানের এমন স্ট্র্যাটেজি মাঠে স্পষ্ট ফুটে উঠল। দ্বিতীয়ার্ধে হাইতিয়ান স্ট্রাইকারকে মার্ক করে রাখলেন গুরবিন্দর, পুজারীরা। তা সত্ত্বেও প্রথমার্ধে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন নর্ডি। তাঁর ক্রস থেকে সৌভিকের নিশ্চিত গোলের শট অবশ্য আটকে দিতে সফল হন রেহনেশ। বড় ম্যাচ নিয়ে ফুটবলারদের মধ্যে একটা চাপা টেনশন থাকেই। প্রথমার্ধে দু’টি দলকেই তেমনই চরম টেনশনে দেখাল। যার প্রভাব পড়ল স্কোরবোর্ডেও। দু’টি দলই অজস্র মিস পাস করল। খানিকটা চিন্তা দূর করে ২০ মিনিটের পর থেকে একটু খুলে খেলল বাগান। তবে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের মাঝমাঠ সেভাবে কাজ করল না। অভিজ্ঞ মেহতাবকেও চাপমুক্ত বলে মনে হল না। দ্বিতীয়ার্ধে দানা বাঁধল লাল-হলুদের মাঝমাঠ। অনেক বেশি উইং ব্যবহার করল দল। প্রথমার্ধে যদি বাগানকে এগিয়ে রাখা হয়, তবে দ্বিতীয়ার্ধ নিঃসন্দেহে ছিল ইস্টবেঙ্গলের
ভারত যুবাদের হয়ে শিরোপা ছোঁয়ার কাজটা এগিয়ে রাখেন ভিকি। ৮ ওভারে মাত্র ১১ রানের বিনিময়ে তুলে নেন মূল্যবান ৩টি উইকেট। দুটি উইকেট নিয়ে লঙ্কানদের ধ্বসাতে সাহায্য করেন কুশল টিম্বে
এর আগে বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এছাড়া রোগীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ ইতিমধ্যে চালু করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ইন্টারনাল মেডিসিন বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ, অবস অ্যান্ড গাইনি বিভাগ, শিশু বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে
সাদ্দাম খানসামা উপজেলার বোর্ডহাট এলাকার মো. মোতালেব হোসেনের ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন
তার স্ত্রীর নাম হচ্ছে মানা শেঠি, তাদের দুই সন্তান, একজন অভিনেত্রী আথিয়া শেঠি (জন্মঃ ১৯৯২) এবং অহন (পেশাঃ অজানা) (১৯৯৬). ২০১৫ সালে আথিয়া আদিত্য পাঞ্চোলির ছেলে সূর্য পাঞ্চোলির সঙ্গে "হিরো"তে অভিনয় করেছিলেন
চার ম্যাচের তিনটিতে জয় নিয়ে ফাইনালে আসা বাংলাদেশের সঙ্গী হয় দুটি জয় ও দুটি হার দেখা আফগানিস্তান
লাওসের ঝিংখাওয়াং অঞ্চলে পাথর দিয়ে তৈরি এমন হাজার হাজার বয়াম সদৃশ বস্তু রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা মনে করেন এগুলো লৌহ যুগে তৈরি। কেন এগুলো তৈরি করা হয়েছিল সেটি এখনও অনেক রহস্যাবৃত। অনেক প্রত্নতত্ত্ববিদ মনে করেন এগুলো মৃতদেহ সৎকারে ব্যবহৃত হতো
তিনি দেশীয় শিল্প পুনরুজ্জীবনের জন্য দেশি গরুর দুধ, আখের বা গুড়ের চিনি, বিদেশি চুরুট বর্জনসহ সিগারেটের নেশা ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। নারীকে স্বদেশি আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন : ‘ তোমরা চিরনিদ্রায় নিদ্রিত থাকলে এই দরিদ্র ভারতের আর কোন উপায় নেই। এখন আমাদের ঘুম ভাঙ্গার সময় হয়েছে
- এই আমি একটু বেশী সুন্দরী। কিন্তু এতে নার্ভাস হবার কিছু নেই। এত বয়স তোমার, কিন্তু তুমি বেশী অভিজ্ঞ না মনে হচ্ছে
সরকারি অফিসসমূহে বর্তমানে ৩ লাখ ৩৬ হাজার ৭৪৬টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
৪।মাশরুমকে জনপ্রিয় করতে বিপননকারি ভোক্তা সচেতনতা তৈরীর বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে
কনকর্ডিয়ায় থাকাকালীন সংগীতশিল্পী ড্রাগন প্যানিকের সাথে জ্যানেটের পরিচয় হয়। পরবর্তীতে তাকেই তিনি বিয়ে করেছিলেন (এবং ইতিমধ্যে তাদের বিচ্ছেদও হয়েছে)। ১৯৯২ সালে এই দম্পতি ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারয়ে চলে যায়। সেখানে জ্যানেট "পাঞ্চ লাইন কমেডি ক্লাবে" চাকরি নেন এবং সেখানেই কানাডীয় কৌতুকাভিনেতা ব্রেন্ট বাটের সাথে তার সাক্ষাত হয়। ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত বাট এবং জেমি হাচিনসনের সাথে জ্যানেট "দ্য কমেডি স্টোর" নামে একটি ক্লাব পরিচালনা করেছিলেন। এরপর ব্রেন্ট বাট কর্নার গ্যাস নামক কানাডীয় সিটকমে কাজ করতে চলে গেলে ক্লাবটি বন্ধ হয়ে যায়
দু'টাকা কেজি চালে ভোটে সাফল্যর পর এবার রাজ্য সরকারের উপহার রমজান স্পেশাল। ইদের আগে গোটা রমজান মাস জুড়ে রেশনে মিলবে রমজান স্পেশাল প্যাকেট। প্যাকেটে থাকবে চাল, ময়দা, খেজুর , ছোলা এবং চিনি
এ বছরের নভেম্বরে গত বছরের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ৭৩ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রোববারের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে আসে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি করে এক হাজার ২৮৮ কোটি ডলার আয় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৭১ শতাংশ বেশি
উপমহাদেশের মুসলমান উনাদের সবচেয়ে বড় শত্রু যারা, তাদের মধ্যে কমিউনিস্টদের উল্লেখ থাকবে প্রথমেই। বিশেষ করে বাঙালি হিন্দুরা কমিউনিজমের কাঁধে সওয়ার হয়ে থাকে তাদের সাম্প্রদায়িক কর্মকা-কে ‘ধর্মনিরপেক্ষতা’র নামে বৈধতা দেয়ার লক্ষ্যে
হাসানের বৈবাহিক জীবনের শুরু ২০০০ সালের আগস্ট মাসে স্ত্রী ফারহানা মজিদ এর সাথে, যিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তাদের একমাত্র সন্তান হাসিন। পরিবারসহ এই লালমাটিয়ায় নিজস্ব বাড়ীতে বসবাস করেন
দ্য ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মনীশ ভাঙ্গালে মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, অলোক জৈন এবং শৈলেশ চৌধুরী নামে দুই ব্যক্তি গত ৬ অক্টোবর কয়েকজনের কল রেকর্ড পেতে তার কাছে গিয়েছিলেন। এর মধ্যে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির ফোন নাম্বারও ছিল
সমকক্ষীয় পর্যালোচনার উদ্দেশ্য হল প্রথমত পাণ্ডুলিপিকে যৌক্তিকভাবে শক্তিশালী করা - সমকক্ষীয় পর্যালোচকেরা কোনও গবেষণাপত্রের মধ্যে ফাঁক-ফোকর নির্দেশ করতে পারেন, যেগুলির অতিরিক্ত ব্যাখ্যা বা পরীক্ষানিরীক্ষা প্রয়োজন। দ্বিতীয়ত তারা পাণ্ডুলিপিটির সহজপাঠ্যতা বৃদ্ধি করেন; যদি পাণ্ডুলিপির অংশবিশেষ সহজবোধ্য না হয়, তাহলে সমকক্ষীয় পর্যালোচকেরা সেটিতে পরিবর্তন আনার ব্যাপারে পরামর্শ দিতে পারেন। তৃতীয়ত, সমকক্ষ পর্যালোচকরা গবেষণা ক্ষেত্রের অন্যান্য গবেষকদের কাছে গবেষণাপত্রটির গুরুত্ব অনুধাবন করতে পারেন এবং এটিকে কীভাবে আরও উপকারী রূপদান করা যায়,তার চেষ্টা করেন
১৯ অক্টোবর মিরপুরে চিড়িয়াখানা সড়কে বখাটের হামলার শিকার হয় যমজ বোন বিসিআইসি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী। কলেজের সামনে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাদের বেধড়ক মারধর করা হয়
তরুণীর কথায়, আমি ওকে বিয়ে করতে চাই, আমরা দু’জনেই সাবালক। প্রেমিকের সঙ্গে যোগাযোগ করতে না পারায় প্রচণ্ড হতাশ হয়ে পড়েই বিষ খেয়েছিলেন বলে পুলিশকে তিনি জানিয়েছেন
ব্যবসায়িক কারণে কিছু সময়ে নাটালের অবস্থান করেন। কিন্তু ইংল্যান্ডেই স্থায়ী নিবাস গড়ে তোলেন। প্রথমে হ্যাম্পশায়ারের আলরেসফোর্ডে বসবাস করার পর লন্ডনের দক্ষিণ কেনসিংটনে স্থানান্তরিত হন। ফ্রান্সের লিও পরিদর্শনকালে ২১ অক্টোবর, ১৯২৯ তারিখে ৭৩ বছর বয়সে ওয়েন ডানেলের দেহাবসান ঘটে
এমনিতেই পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের আম্বেদকার রোডটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়। যার ফলে মাঝেমাঝেই ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে। রাস্তাটি মেরামত করার জন্য পুরনিগমের ৩ নম্বর বরোর চেয়ারম্যান নিখিল সাহানি ওই রাস্তা পরিদর্শনও করেন। কিন্তু তারপরও কোনো কাজ হয়নি বরং নজরদারি না থাকার জন্য রাস্তা দখল হচ্ছে বলে অভিযোগ ব্যবসাযী সমিতির। এছাড়াও রাস্তা দখল হওয়ার জন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যানবাহন থেকে শুরু করে পথচলতি মানুষদের। মহাবীরস্থান ক্রসিং থেকে কালীবাড়ি রোড যাওয়ার রাস্তা দখল করে বসেছে জামাকাপড়, ফাস্ট ফুড ও ফলের দোকান। দোকানগুলির পিছনে রয়েছে আরও কতগুলো দোকান। এ ব্যাপারে মহাবীরস্থান ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, ক্রসিংয়ের পাশে কিছুটা জায়গা আমাদের আওতায় নেই। সেখানে নিজের খুশিমতো বসে যাচ্ছেন দোকানদাররা। প্রয়োজনে লাগিয়ে নেওয়া হচ্ছে ত্রিপল। বাঁশ আটকে তৈরি করা হচ্ছে দোকান। পাশাপাশি আরও জানান, বেশ কয়েকবার অবৈধ দোকানদারদের রাস্তা ছেড়ে বসার কথা জানানো হলেও তাঁরা কর্ণপাত করেননি। যদিও রাস্তা দখল করে বসা দোকানদারদের এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলেও তাঁরা কোনো উত্তর দেননি। মহাবীরস্থান ক্ষুদ্র ব্যবসাযী কল্যাণ সমিতির বিপ্লব ঘোষ বলেন, এই রাস্তায় কড়া প্রশাসনিক নজরদারির দরকার। আগে বিধান মার্কেটেও এই সমস্যা ছিল এখন অনেকটা কমেছে। রাস্তার পাশে একটা নির্দিষ্ট লাইন করে দেওয়া দরকার। যার বাইরে দোকানদাররা বসতে পারবেন না। আমাদের কমিটির সদস্যরা রাস্তা দখল করে ব্যবসা করেন না। অবৈধ দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আস্তে আস্তে পুরো রাস্তাটি দখল হয়ে য়াবে। অন্যদিকে, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রামভজন মাহাতো বলেন, রাস্তা দখল করে এভাবে ব্যবসা করা যাবে না। সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা করে এ ধরনের কাজ চলবে না। বিষয়টি দেখে ব্যবস্থা নেব
জাহিদ ঃ আরে এইডা কিছু হইল! তোমার জন্য হাবিয়ায় যাইতেও পারি
‘প্রথম আলো’র রিপোর্টের শেষে ইউএনও সাহেবের বক্তব্য হিসেবে বলা হয়েছে, ‘মুখাগ্নি করার জন্য ছেলেও উপস্থিত ছিলেন।’ ‘প্রথম আলো’র কাছে আমার প্রশ্ন, ঘরের মধ্যে মৃতদেহ রেখে যদি স্ত্রী ও পরিবারের সদস্যরা আত্মগোপনে যান, তাহলে বাবাকে মুখাগ্নি করার জন্য ছেলে উপস্থিত থাকে কী করে? পত্রিকাগুলোর রিপোর্টের সঙ্গে যে ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে পিপিই পরা ৪ জনকে দেখা যাচ্ছে। এর মধ্যে একজন দীপ রায় (প্রয়াতের ছেলে), আরেকজন অঙ্কিত বিশ্বাস (প্রয়াতের আত্মীয়)। এ কথা উল্লেখ করা প্রয়োজন যে, কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা সাহেবের ভূমিকা প্রশংসনীয় এবং তাঁর তত্ত্বাবধানেই আমার কাকার সৎকার হয়েছে। আমাদের পরিবার তাঁর প্রতি কৃতজ্ঞ। প্রিয়জনের মর্মান্তিক মৃত্যুর পর তাঁর মৃত্যুকে কেন্দ্র করে প্রকাশিত মিথ্যা রিপোর্টের জন্য আমাদের পরিবারকে হেয়-প্রতিপন্ন হতে হচ্ছে। আমাদের পরিবারের একজন হয়ে আমাদের মানসিক যন্ত্রণার বিষয়টি উপলব্ধি করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানাই।আমার ছোট ভাই (প্রয়াতের ছেলে) দীপ রায়কে কেউ কেউ ‘কুলাঙ্গার’ বলেও গালি দিচ্ছেন। কিন্তু তাঁর কী অপরাধ? এই গালি কি তার প্রাপ্য? কেউ কেউ প্রশ্ন তুলছেন, আমার কাকাকে আলাদা ঘরে কেন রাখা হলো। করোনার উপসর্গ দেখা দিলে তো আলাদা ঘরেই রাখার কথা। আবার কেউ কেউ বলছেন, সৎকারের জন্য প্রশাসনকে কেন আসতে হলো? এটাই তো স্বাভাবিক। করোনার উপসর্গ নিয়ে যদি কেউ মারা যায়, তবে তাঁর সৎকার তো নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের তত্ত্বাবধানে হওয়াই সংগত
ব্রিটিশ রাজ পরিবারের দ্য ডিউক প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল একটি বিনিয়োগ ফার্মে যোগ দিয়েছেন
এরপর তাদের মধ্যে ৩০ শিক্ষার্থীদের প্রথম পর্বের (ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন) রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র আটকে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
• ১৯৫৪ - তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর
ইন্ডিয়ান-২ র সেটে দুর্ঘটনা, পরিচালক শঙ্কর, কমল হাসান এর পর এবার অভিনেত্রী কাজল আগরওয়ালকেও সমন পাঠিয়েছে চেন্নাই ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যেই এই ঘটনায় কমল হাসন ও পরিচালক শঙ্করকে জেরাও করেছে পুলিশ
উত্থাপিত প্রস্তাবে সার্বভৌম ফিলিস্তিনি গঠনের কথা বলা হয়েছে যাতে করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমিতে ফিরতে পারে। পাশাপাশি পশ্চিম তীরে যেসব বসতি গড়ে উঠেছে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তাই আইনসঙ্গত ব্যবস্থা নিয়ে সেসব বসতির বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে
এর আগে আরেক জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক তৈরি করেছিল আবেগী রোবট, যার নাম রাখা হয়েছে ‘পিপার’
প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।অধিনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন
লঙ্কান প্রিমিয়ার লিগ, এলপিএলের দ্বিতীয় আসরের ফাইনালে গত রাতে জাফনা কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল গল গ্ল্যাডিয়েটর্স। হাম্বানটোটায় অনুষ্ঠিত ম্যাচটিতে গলকে ২৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে জাফনা। তাতেই আরও একবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল গলকে
তৃতীয় উইকেট জুটিতে ভারত করে ১৩০ রান। ধাওয়ানের বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে সহজ জয়ের পথেই হাঁটছিল ভারত। জয়ের জন্য ১১ বলে সাত রান দরকার ছিল তাদের। কিন্তু শেষ মুহূর্তে জমে ওঠে নাটক। ৫৮ রানে আউট হন প্যান্ট। ৩৮ বলের ইনিংসে পাঁচটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি
কাজ করেন টাকা আমি দিবো
এটি মূলত একটি কম্পিউটারের স্ক্রিন অন্য আরেকটি কম্পিউটারে সেন্ড করে সেখান থেকে কমান্ড গ্রহণ করে। অর্থাৎ একই সাথে এটি ডেস্কটপ শেয়ারিং এবং রিমোটলি কট্রোলিং সিস্টেম ব্যবহার করে আপনাকে নির্দিষ্ট কম্পিউটারে প্রবেশ করতে দেয়। রিমোর্টলি কোন কম্পিউটারে কাট, কপি, পেস্ট ও ডিলিট সবই করতে পারবেন। যারা ল্যাপটপ অথবা এন্ড্রয়েড/উইন্ডোজ ফোন ইউস করি তারা সাধারনত ওয়াফাই এর মাধ্যমে ফাইল ট্রান্সফার করি। আর এই ট্রান্সফার কে আরো শক্তিশালি করার জন্য অনেক ডেভেলপার তৈরি করেছে সফটওয়ার। আমার থেকে যেটা সবচেয়ে ভাল লাগে তা হল ShareIT. এটা প্রায় সব ফ্লাটফর্মে চলে। কিন্তু এভাবে শুধুমাত্র আপনার পিসি/মোবাইল অথবা বন্ধুর মোবাইল/পিসি নির্দিষ্ট এরিয়া তে থাকলে আপনি ফাইল শেয়ার করতে পারবেন। কিন্তু যখন বন্ধু আপনার কাছাকাছি থাকবে না বা আপনার পিসি/ল্যাপটপ আপনার কাছাকাছি থাকবেন তখন কি করবেন?? হ্যা, ঐ সময় আপনার সাথী/বন্ধু হিসেবে কাজ করবে টিমভিউয়ার! মানে আপনি চাইলে ফাইল ও শেয়ার করতে পারবেন। আর আপনি যদি একই সার্ভারে নেট ইউস করে থাকেন তাহলে পাবেন সুপার স্পীড। আবার মনে করুন, অফিসের জরুরি কোনো ফাইল বাসার ডেস্কটপ বা ল্যাপটপে রয়ে গেছে। সেটি মোবাইল ডিভাইসে নিতে ভুলে গেছেন। এমন ক্ষেত্রেও অফিসে বসে বাসার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে সেই ফাইলটি নিয়ে নিতে পারবেন
সর্বশেষ মারা যাওয়া ৫ জনের মধ্যে বাজিতপুর উপজেলার ২ জন, কিশোরগঞ্জ সদর উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ১ জন এবং কুলিয়ারচর উপজেলার ১ জন রয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। করোনায় মারা যাওয়া বাজিতপুর উপজেলার বাসিন্দা দুইজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৮০ বছর ও ৪০ বছর। এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার একজন নারী (৬৮), কটিয়াদী উপজেলার একজন পুরুষ (৭০) ও কুলিয়ারচর উপজেলার ১ জন পুরুষ (৮০)
তাহলে উপায় কী? আমরা কী বাঁচতে চাই? যদি আমরা বাঁচতে চাই, তাহলে আজ থেকে আমাদের কিছু শর্ত অনুসরণ করতে হবে। আর এই শর্ত বাংলাদেশ ভূ-খণ্ডের সকল মানুষের জন্য প্রযোজ্য হবে। দেশে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। এই ঘোষণা সবার স্বাস্থ্য সংক্রান্ত। দেশের একজন নাগরিকেরও এই নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নাই
ধূমপানে দাঁত এবং জিহ্বা হলুদ হতে থাকে এবং নি:শ্বাসকে দুর্গন্ধযুক্ত করে তোলে। জর্দা বা তামাক জাতীয় সেবন দাঁত ও মাড়ির জন্য খুবই ক্ষতিকর।এতে মুখ ও জিহ্বায় ক্যান্সারের মত মারাত্মক রোগের কারণ হতে পারে
দুর্নীতি বিরোধী শিক্ষকদের মধ্যে বাংলা বিভাগের শিক্ষক শফিকুন্নবি সামাদী বলেন, আমরা উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে ঢুকতে বাধা দেয়া হয়। এমনকি আমাদের গুলি করার হুমকি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এভাবে হুমকি দেয়ার সাহস কেউ রাখে না। এটি আমাদের নিরাপত্তার বিষয়। এর জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়ী। এর আগে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা আমরা করেছি। এ জন্য সকলের সাহায্য প্রত্যাশা করছি
টুইটারের প্রোডাক্ট ইনিশিয়েটিভ (পণ্যের ভবিষ্যত এবং লক্ষ্য নির্ধারণের প্রাতিষ্ঠানিক বিভাগ) -এর দায়িত্বে আছেন সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি
আমি প্রথম যে ডাক্তারের কাছে গিয়ে ছিলাম তিনি বেশ কিছু টেষ্ট করতে দিয়েছিলাম ! নিহিনদের ক্লিনিক আছে সাথে ডায়গনেষ্টিক সেন্টার আছে । ভাবলাম ওদের ওখান থেকে করালে মনে হয় একটু কম লাগবে ! ছা-পোষা মানুষ । টিউসনী করে দিন যায় ! বাবা একজন রিটায়ার্ড পারসন ! তার কাছ থেকে কিছু চাওয়া মানে তাকে খানিকটা বিপদে ফেলা
পড়া, লেখা, শোনা এবং বলা—প্রতিটি অংশের জন্য আলাদা আলাদা লেসন নিয়ে তৈরি হয়েছে লাইভমোচা ডটকম। আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, হিব্রু, হিন্দি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, চীনা, পর্তুগিজ, স্প্যানিশ, রাশিয়ানসহ ৩৫টিরও বেশি ভাষা শেখার সুযোগ রয়েছে লাইভমোচায়। এখানে যে পদ্ধতিতে ভাষা শেখানো হয় তার নাম দেওয়া হয়েছে ‘হোল-পার্ট-হোল’। এই পদ্ধতিতে প্রথমে একটি লেসন দেওয়া হয়, এরপর এই লেসনকে ভেঙে ছোট ছোট করে উপস্থাপন করা হয় বুঝার সুবিধার জন্য। প্রতিটি অংশ শেখা শেষ হলে শেষে গোটা লেসনকে আবার একসাথে উপস্থাপন করা হয়। এই সাইটে বিনামূল্যে নিবন্ধন করা গেলেও উচ্চতর ভাষা শিক্ষার জন্য প্রিমিয়াম অ্যাকাউন্ট প্রয়োজন। তবে এখানে অন্যদের কাছে শেখার যেমন সুযোগ রয়েছে, তেমনি নিজের ভাষাটি অন্যকে শেখানোর সুযোগও রয়েছে। এর মাধ্যমে ক্রেডিট অর্জন করে অনেক প্রিমিয়াম ম্যাটেরিয়াল লাভ করা যায়। কারও লেখা সম্পাদনা করা বা অডিও রেকর্ডিংয়ে মন্তব্য করেও এই ক্রেডিট অর্জন করা যায় এখানে। যারা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পড়তে ও পড়াতে চান, তাদের জন্য উপযোগী এই সাইট। এখানে প্রাইভেট টিউটোরিংয়ের মাধ্যমে ভার্চুয়াল ক্লাস নেওয়ার সুযোগও আছে। রয়েছে চ্যাটিং অপশন ও ফ্রেন্ড রিকোয়েস্টের সুবিধা। ওয়েবসাইটটির ঠিকানা http://livemocha.com
১৯৬৬ সালে মৌর্য সম্রাট অশোক (২৭২-৩৩৬ খ্রিষ্টাপূর্বাব্দ) এর একটি শিলালিপি শ্রীনিবাসপুরীর কাছে আবিষ্কৃত হয়েছিল। ১৪ শতকে ফিরাজ শাহ তুঘলক কর্তৃক অশোকের নির্দেশাবলীর সাথে দুটি বেলেপাথরের স্তম্ভ আনা হয়েছিল। কুতুব মিনারের কাছে বিখ্যাত লৌহ স্তম্ভটি গুপ্ত রাজবংশের সম্রাট প্রথম কুমার গুপ্ত (১০২০-৫৪০ খ্রিষ্টাব্দ) দ্বারা দশম শতাব্দীতে দিল্লিতে স্থানান্তরিত হয়
N প্রকৃতির বাহিনী: ইকোসিস্টেমগুলি কীভাবে প্রগা Old় কাহিনী বৃদ্ধি পায়, বিকাশ লাভ করে এবং পুনরুত্পাদন করে তা বোঝা: সাধারণ শালীনতার সাথে একটি মহামিলের লড়াই → 17 জুন, 2020 বিকাল 1 টা থেকে 2 টা পর্যন্ত। ইস্টার্ন টাইম আমি একটি টেড-স্টাইলের টক দেব এবং আই 4 জে নিয়ে একটি আলোচনা হোস্ট করব। পাসওয়ার্ডটি হ’ল i4jcommune। আই 4 জে ইনোভেশন ফর জবস আইআইআইজে ফাউন্ডেশন, 501 (সি) 3 অলাভজনক সংস্থা সিলিকন ভ্যালির সদর দফতর দ্বারা আয়োজিত একটি বৈশ্বিক নেতৃত্বের ফোরাম। করোনাভাইরাস মহামারী শুরুর সময়, যখন খুব সামান্য তথ্য ছিল, বিশ্ব বিশেষজ্ঞরা উদার শিল্পকলা ব্যবহার করে যা সাদৃশ্য অনুসন্ধান হিসাবে বিবেচনা করা যেতে পারে তা পরিচালনা করেছিলেন। তারা historতিহাসিকদের সাথে পরামর্শ করেছিলেন যারা ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারী বা মধ্যযুগীয় সময়ে ব্ল্যাক ডেথ নিয়ে পড়াশোনা করেছিলেন। তারা অন্যান্য করোনভাইরাসগুলির সন্ধান করে যা তুলনামূলক হতে পারে, যেমন সারস এবং এমআরএস। তারা একই পরিস্থিতিতে বিভিন্ন দেশে অভিজ্ঞতার তুলনা করতে শুরু করে। তারা রূপক এবং উপমাগুলি অনুসন্ধান করেছিল, এমনকি কথাসাহিত্যিক (যেমন: আলবার্ট ক্যামাস, প্লেগ) এটি প্রাসঙ্গিক হতে পারে। কেবল একবার ডেটা পাওয়া গেলে তারা ‘বিজ্ঞানের দ্বারা পরিচালিত’ এবং ‘প্রমাণ ভিত্তিক’ দাবি করতে পারত। এই উপস্থাপনায় আমি পরামর্শ দিচ্ছি যে অনাদিকালীন পরিস্থিতি a.k.a. ‘জীবন’ এর শর্তে সমস্ত শিক্ষার মূলে রয়েছে অ্যানালগালিকাল তদন্ত। তথ্য উপলব্ধ হওয়ার সাথে সাথে বিমূর্ততা এবং বিশ্লেষণী চিন্তাভাবনা আমাদের মনুষ্যত্বকে অনিশ্চয়তা ঝুঁকিতে পরিণত করতে দেয় যা পরিচালিত হতে পারে। তবে এগুলি শুরু হয় (এবং শেষ হয়) অনিশ্চয়তায় in এই এন্ট্রি পোস্ট করা হয়েছে পরিবর্তন, সাধারণ, নেতৃত্ব, কৌশল এবং বাঁধা বিমূর্ততা.নভিগাটং, অ্যানালগিকাল তদন্ত, পরিবর্তন, সম্প্রদায়, জটিল ব্যবস্থা, প্রসঙ্গ, করোনভাইরাস, সৃজনশীলতা, সংকট, ধ্বংস, বাস্তুচক্র, পরিবেশগত দৃষ্টিভঙ্গি, উদ্ভাবন, নেতৃত্ব, আখ্যান, নবায়ন , ওয়েফাইন্ডিং। বুকমার্ক করুন পার্মালিঙ্ক
স্থানীয় সূত্রে খবর, শ্বশুরের উপর অত্যাচার মোটেই গ্রহণ করতে পারেননি বৃদ্ধের ছোট পুত্রবধূ। তাই তিনি বাপের বাড়ি চলে যান৷ তাতেও অবস্থার পরিবর্তন হয়নি। অভিযোগ, শেষ পাঁচ দিন ধরে চরমে পৌঁছায় অত্যাচারের মাত্রা। অমরনাথবাবুকে দোতলায় আটকে তাঁর মুখে কাপড় গুঁজে দেওয়া হয়, যাতে তিনি চিৎকার করতে না পারেন। গোঙানির শব্দ চাপা দিতে তারস্বরে চালিয়ে দেওয়া হয় টিভি। তা সত্ত্বেও কোনওক্রমে বিষয়টি টের পেয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। প্রথমে বিভিন্নভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে অভিযুক্তরা। বেশ কিছুক্ষণ পর দোতলার তালা ভেঙে অচৈতন্য অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ। বাড়ি থেকেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে মুরাদ হোসেন ষষ্ঠ শ্রেনীতে ইংরেজি বিষয়ে ক্লাস নেওয়ার সময় ওই ছাত্রীকে স্টিলের স্কেল দিয়ে আঘাত করেন। স্কেলের আঘাত ফোয়ারার বাম চোখে লাগে। তিনি আরো জানান, ওই দিনই ঝিনাইদহ জেলা শহরের গোরস্তানের সামনে দীপশিক্ষা অর্ণিবান চক্ষু ক্লিনিকে নেওয়া হয় তাকে। পরের দিন ওই ছাত্রীকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়
করোনা প্রকোপ কাটিয়ে খেলাধুলার বিশ্ব আবার কবে স্বাভাবিক হবে জানা নেই কারও। অন্যসব অঙ্গনের মতো ক্রীড়াবিশ্বেও দীর্ঘমেয়াদী দাগ রেখে যাবে প্রাণঘাতী ভাইরাসটি। খেলোয়াড়দের বেতন কাটার এই তালিকা যেমন দীর্ঘ হতে থাকবে তাতে, খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর তালিকাও সম্ভাবনা নেই ছোট হওয়ার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাড়ি থেকে বিয়ে না দেওয়ায় পরিবারের লোকজনের উপর অভিমান করে প্রভাসু চন্দ্র দেব শর্মা (২৪) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্নহনন করেছে বলে জানা গেছে
রাজবাড়ী : করোনা ভাইরাস প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইতালিফেরত বাবা (৪৫) ও ছেলেকে (২২) হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম
সম্প্রতি নর্থ কোরিয়াকে সহায়তার অভিযোগে চীন এবং রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র
চিত্রশিল্পী ও ভাস্কর আলফ্রেডো মুলার (১৮৬৯-১৯৩৯) এবং তার ভাই সাইক্লিং চ্যাম্পিয়ন রডল্ফো (১৮৭৬-১৯৪৭) অ্যামেলিয়ার বংশধর। তারা ছিলেন সুইজারল্যান্ডের নাগরিক, তাদের জন্মস্থান হেরিসাউ, কান্তন দ্য ল'অ্যাপেনজেল দেস রোডস এক্সতেরিউরেস। আলফ্রেডো পরবর্তীতে ফ্রান্সের নাগরিকত্ব পান
প্রসংগত, মডেল ও অভিনেত্রী হিসেবে একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিলেন ঈপ্সিতা শবনম শ্রাবন্তী। মোহনীয় হাসি দিয়ে তিনি জয় করেছেন দর্শকহৃদয়। আলাদা করে আলোচনায় এসেছিলেন ‘জোছনার ফুল’ ধারাবাহিক নাটক দিয়ে
# আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন রবিন উথাপ্পা। তাঁর সংগ্রহে রয়েছে ৪২৬ রান। যদিও বর্তমানে ২০২১ সালে তিনি খেলছেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে। কেকেআরের বর্তমান স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যে আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন নীতিশ রানা। এখনও পর্যন্ত হায়দরাবাদের বিরুদ্ধে ১৫২ রান করেছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান
এলিয়ট হুইটনি একটি ছদ্মনাম নিম্নোক্ত লেখক ব্যবহার করতেন
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবির বলেন, এটাতো আমাদের কাজ নয়, আদালতের নির্দেশ বাস্তবায়ন করার দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার। তিনি আমাদের সহযোগিতা চাইলে পুলিশ দেওয়া হবে
নবনিযুক্ত প্রধানমন্ত্রী নূরুল আমিন রেডিও পাকিস্তান থেকে ভাষণ দেন। জাতির উদ্দেশে এক্যবদ্ধভাবে 'ভারতীয় হামলা' মোকাবিলা ও 'দুরভিসন্ধি' নস্যাৎ করার আহ্বান জানান তিনি
ইসেট এন্টিভাইরাসে রয়েছে গেমার মোড। যা একটিভ থাকলে সকল এলার্ট এবং স্ক্যান ও আপডেট বন্ধ থাকবে
করোনার টিকাকরণ শুরু হয়েছে। তবে এখনও সকলে তা পাচ্ছেন না। সেই কারণে নিয়মিত টেস্ট চলছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে বাংলার ১৪, ০৩১ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৩, ৪৯, ২৮১ জনের। বর্তমানে বাংলায় মোট সেফ হোমের সংখ্যা ২০০। সেখানে রয়েছেন মোট ৪ জন
আগামী ৩১ মার্চ ছাগলনাইয়া উপজেলা নির্বাচন নির্ধারণ করা রয়েছে। এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী জেলা জজ আদালতের এপিপি শহিদুল্লাহ মজুমদার এবং প্রাক্তন ছাত্রলীগ নেতা আবদুল হালিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন
তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসির সদস্য (পেট্রোলিয়াম) মো. কামরুজ্জামান সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘আমরা আমদানি হওয়া বিটুমিনের মান নিয়ন্ত্রণ করি। এতে নিম্নমান ও ভেজাল মেশানোর অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নিয়ে থাকি
ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদ এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেংগা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটলা ইউনিয়ন নিয়ে গঠিত
এছাড়াও ডিএসসিসি মেয়র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গলি, রাজধানী মার্কেট এলাকা ও মুক্তিযোদ্ধা মুরাদ কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন এবং এন টি আর এস (জাতীয় যক্ষ্মা ও পুনর্বাসন কেন্দ্র) এর পুকুরে হাঁস অবমুক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, ২৫ ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন
ব্রিজ তৈরিতে বরাদ্দ ১৬০ কোটি টাকা
স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির পর এবার মিউজিক প্লেয়ারের দিকে ঝুঁকেছে স্যামসাং। ‘গ্যালাক্সি প্লেয়ার’ নামক নতুন একটি পারসোনাল মিউজিক প্লেয়ার বাজারে আনতে যাচ্ছে তারা খুব শীঘ্রই। সামনের এবং পেছনের ক্যামেরার মত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এর অনেক সুবিধাই এই মিউজিক প্লেয়ারে বিদ্যমান থাকবে এবং এই দু’টি ডিভাইসই এন্ড্রয়েড 2.2 ভার্সন ব্যবহার করে তৈরি হয়েছে
শফিক জামানের মৃত্যুতে এনটিভি পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন
আর যিনি এই নম্বরের আসল মালিক, দিল্লির পীতমপুরার পুনিত আগরওয়ালের(২৭) প্রাণ ওষ্ঠাগত। প্রথমে তিনি বুঝতে পারেননি, ২৬ জুলাই থেকে হঠাত্ করে এত অচেনা নম্বর থেকে কেন ফোন পাচ্ছেন। আর তাঁকে ফোন করে কেন সবাই সানি লিয়নকে খুঁজছেন। আর শুধুতো ফোন করে খোঁজ নেওয়াই নয়, তাঁদের দাবি সানি লিয়নের সঙ্গে কথা বলাতে হবে, সঙ্গে কু-ইঙ্গিত। সব মিলিয়ে জীবন জেরবার পুনিতের
এটিএম মেশিনগুলো নিম্নোক্তরূপে হয়: ফ্রিস্ট্যান্ডিং এটিএম, কাউন্টারটপ এটিএম, বিল্টইন এটিএম, ডায়াল-আপ এটিএম, ওয়ারলেস এটিএম। এটিএম মেশিনের খরচ মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন ডলার ১০০০ থেকে ২৫,০০০ হয়ে থাকে। পাশাপাশি রয়েছে এটিএম বুথে সংযোগের জন্যে ফোন লাইন, ক্যাশ প্রদান সেবা, অতিরিক্ত ক্যাশের ক্যাসেট, স্থলাভিষিক্ত কাগজ এবং এটিএম ভেন্ডার ফি। এনসিআর সতকর্তা দিয়েছে- স্কিমিং-এর মাধ্যমে জালিয়াতির ক্ষেত্রে কী প্যাডের মাধ্যমে, গোপন ক্যামেরা, স্কিমিং ডিভাইস এটিএম নেটওয়ার্কের মাধ্যমে কাস্টমার কার্ডের উপাত্ত জেনে নেয়া, এটিএম নেটওর্য়াক ক্যাবল এবং কাস্টমার কার্ড উপাত্ত, পিন জেনে নেয়া, গোপন ক্যামেরা ও কী বোর্ডের মধ্যে সংযুক্তি এবং পিন ডাটা-স্কিম ডিভাইসের মাধ্যমে স্থানান্তরিত করা
তার চাইতে যারা যাবো আরকি, তাদের সাথে আমরা মিলেমিশে পিকনিক খাবো
তার শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে ইউএনও বলেন, তার সংস্পর্শে আসা সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে
যশোরের নওয়াপাড়ায় শিক্ষিাকার শ্লীলতাহানির অভিযোগে আব্দুস সবুর শেখ (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ
শসা পানির প্রতি খুব সংবেদশীল। মাটিতে রস কম থাকলেই সেচ দেয়া প্রয়োজন। তবে ইউরিয়া উপরি প্রয়োগের পর সেচ দেয়া উত্তম। খেয়াল রাখবেন শসা গাছের মাটি শুকিয়ে গেলে ফুল ঝরে যায় এবং গাছ ঢলে আসে। আবার বর্ষাকালে ক্ষেতে পানি জমে থাকলেও শসার জন্য ক্ষতিকর। বৃষ্টি বেশি হলে সেচ দেয়ার দরকার নেই। কয়েকদিন পানি জমে থাকলেই গাছের গোঁড়া পচে মরে যেতে পারে। সেজন্য নিকাশের ব্যবস্থা করতে হবে। জমি আগাছা মুক্ত রাখতে হবে। প্রতিবার ইউরিয়া সার দেয়ার পর আগাছা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। গাছ লতানোর জন্য মাচার ব্যবস্থা করতে হবে। গাছ একটু বড় হলেই মাচা তৈরি করে দিতে হবে। রোগবালাই দমনে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেন শসা গাছ বিভিন্ন রোগের আশ্রয়দাতা। তাই ক্ষেত সবসম্য আগাছামুক্ত রাখতে হবে ডাউনি মিলডিউ শসার সবচেয়ে ক্ষতিকর রোগ। এ রোগ হলে পাতার নিচে প্রথমে জলবসা গোল গোল দাগ পড়ে। পরে দাগগুলো শুকিয়ে বাদামি হয় ও ওপরে উঠে আসে। শেষে পুরো পাতাই শুকিয়ে ফেলে। এই রোগ হলে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। ফলের মাছি কচি শসা নষ্ট করে। ফলের মাছি পোকা নিয়ন্ত্রনের জন্য জমিতে বিষ টোপ বা সেক্স ফেরোমোন ফাঁদ পাততে হবে। বীজ বপনের ৪০-৪৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। খাওয়ার জন্য কচি থাকতেই সবুজ রঙের শসা তুলতে হবে। হেক্টর প্রতি ১০ থেকে ২০ টন অর্থাৎ শতক প্রতি ৪০ থেকে ৮০ কেজি শসা তোলা যায়
প্রকাশ: ১৬ অক্টোবর ১৯
নিহত সিয়াম (২০) উপজেলার কোরপাই এলাকার নয়কামতা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে
থামছে না রাফির মায়ের বিলাপ : একমাত্র মেয়েকে হারিয়ে এখনও বিলাপ করছেন রাফির মা শিরিন আক্তার। মঙ্গলবার রাফিদের বাড়িতে গিয়ে দেখা যায়, রাফির মা বিলাপ করতে করতে বলছেন, ‘তোরা আমার রাফিকে আনি দে, ও আমার বুকের মণি রাফি, ও আমার চোখের মণি রাফি, আমার শূন্য বুকে ফিরে আয়, ও আমার রাফি তুই কই, ও আল্লাহ আমাকে নিয়ে আঁর নুসরাতকে ফিরিয়ে দাও। চোখে ঘুম এলে আর নুসরাতে দেখি। আঁই ঘুম যাইতান্ন, তোরা আঁর নুসরাতকে ফিরিয়ে দে
সুড়ঙ্গে পথ চলার জন্য সঙ্গে নিতে হয় বাঁশের মশাল। ভেতরে ঢুকতেই শীতল জলের প্রলেপ, পাথুরের পথ বেয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে সুড়ঙ্গের ভেতর দিয়ে। মশালের আলোয় সুড়ঙ্গের ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে সামনে যেতেই চোখ পড়বে প্রাগৈতিহাসিক সময়ের প্রাচীন পাথরে মোড়ানো গুহার কালো আবরণ। পাথুরে পিচ্ছিল পথের গুহাতে হাঁটতে বেশ সাবধান হতে হবে
গ্রেনেড হামলার ঘটনার পরদিন ২২ আগস্ট মতিঝিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) শরীফ ফারুক আহমেদ বাদী হয়ে দণ্ডবিধির ১২০/বি, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২, ২০১, ১১৮, ১১৯, ২১২, ৩৩০, ২১৮, ১০৯ ও ৩৪ ধারায় মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৯৭(৮)২০০৪। এ মামলাটির প্রথমে তদন্ত শুরু করে থানা পুলিশ। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হয়ে তদন্তের দায়িত্ব পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে। অবশ্য এর মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও সাবের হোসেন চৌধুরী আরও দুটি মামলা করেছিলেন। পরে এসব মামলা বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়
গ্যাং কালচারের নামে শিশু-কিশোররা সমাজে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। দেশের কোথাও যেন কিশোর ‘গ্যাং কালচার’ গড়ে উঠতে না পারে সে ক্ষেত্রে তৎপর থাকার জন্য পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী