content
stringlengths
0
129k
কুয়াশার আড়ালে দ্রুত হারিয়ে যাচ্ছে সে
বিদ্যুৎ খেলে যায় তাঁর সারা শরীরে
এক লাফে শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ান তিনি
রক্তে আগুনস্রোত অনুভব করছেন
এই জানোয়ারগুলো তাঁর সোনার দেশটাকে ছারখার করে দিয়েছে
এই খচ্চরগুলোই তাঁর দেশের মেয়েদের উপর অত্যাচার চালিয়েছে
এই শ্বাপদ্গুলো বিনা কারণে মেরে ফেলেছে অসংখ্য নিরীহ মানুষকে
সেই দ্বিপদী শ্বাপদটা ছুটে যাচ্ছে তাঁর চোখের সামনে দিয়ে
লক্ষ লক্ষ বছর আগে তাঁর কোনো এক পুর্বপুরুষ হয়তো শ্বাপদ শিকারে গিয়েছিল
ঢাকের দ্রিম দ্রিম শব্দে গ্রানাইটের মত কালো শরীরটা নেচে নেচে উঠেছিল তার
বর্তমানের কোনো কোলাহল কানে আসছে না তাঁর, কোনো হইচইও শুনতে পাচ্ছেন না
তিনি চলে গেছেন বহু বহু অতীতে
সেই দ্রিম দ্রিম করা মাদলের আদিম মাতাল শব্দ শুনতে পাচ্ছেন তিনি শরীরের প্রতিটা রক্ত কণায়
ভেসে আসছে সুপ্রাচীন কোনো কাল থেকে, অজানা কোনো উপায়ে
অভুক্ত চিতার ক্ষিপ্রতা নিয়ে ধাবমান জন্তুর দিকে তিনি ছুটে যেতে থাকেন প্রবল আক্রোশে
যুদ্ধের প্রচলিত নিয়ম ভুলে গেছেন তিনি
ভুলে গেছেন নিজের নিরাপত্তা নিশ্চিত করার মৌলিক সূত্রটা
কে যেন চিৎকার করে মানা করছে তাঁকে
কিন্তু কিছুই কানে যাচ্ছে না তাঁর
পশুটা পালাচ্ছে
তাকে হত্যা করতে হবে
আদিম এই বর্বর ভূমিতে বেঁচে থাকার লড়াই বড় নিষ্ঠুর, বড় নির্মম
হয় মারো, না হয় মরো
এর বাইরে আর কিছু নেই
পাশের একটা বাংকার থেকে ছুটে আসে বুলেটটা
বখাটে ছেলের মত শিস বাজিয়ে
তীব্র গতিতে লাল একটা বৃত্ত এঁকে দেয় তাঁর কপালের ঠিক মধ্য বিন্দুতে
মনে হয় যেন তাঁর প্রাণপ্রিয় দেশের পতাকার মাঝখানের লাল সুর্যটা কেউ বসিয়ে দিয়েছে তাঁর ললাটে
বুলেটের তীব্র আঘাতে থমকে যান তিনি
ধীরে, খুব ধীরে হাঁটু ভাঁজ হয়ে পড়ে যেতে থাকেন মাটিতে
কপালে উদিত সূর্য নিয়ে তিনি শুয়ে থাকেন শ্যামল মাটিতে, শিশির ভেজানো এক ভোরে
_______________________
শেষের কথাঃ
এখন থেকে একচল্লিশ বছর আগের ঘটনা
তেইশ বছরের এক তরতাজা তরুণ দেশের জন্য যুদ্ধ করতে করতে প্রাণ দিয়েছিলেন
চুড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে
স্বাধীন দেশের স্বাধীন সূর্য দেখে যেতে পারেন নি, কিন্তু এর উদয়নে উদয়াস্ত পরিশ্রম করে গেছেন তিনি
যুদ্ধের শুরুতে তিনি ছিলেন পশ্চিম পাকিস্তানে
কাজ করতেন সামরিক বাহিনীতে, অফিসার পদে
বিলাসবহুল জীবন ছিল তাঁর, ছিল আরামদায়ক এবং নিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়তা
কিন্তু সেসবকে তুচ্ছ করে দিয়ে পালিয়ে আসেন তিনি ভারতে
সেখান থেকে মুক্তিযুদ্ধে
মুক্তিযুদ্ধের পুরোটা সময় বিলাসিতা বন্ধ করেন এই তরুণ
তাঁর দলের মধ্যে যাতে বিভাজন তৈরি না হয় সে কারণে সবার একই ধরণের পোশাক পরার নির্দেশ দেন
লুঙি, গেঞ্জি, লাল গামছা আর ক্যানভাসের জুতো
নিজেও একই পোশাক পরতেন
শুধু যে পরতেন তাই নয়, এই পোশাক পরেই ভারতীয় সামরিক কর্মকর্তাদের সাথে মিটিং করতেন তিনি
বিলাসিতা বলতে যা ছিল তা হচ্ছে বই
৭ নম্বর সেক্টরে তাঁর ঘর ভর্তি ছিল একগাদা বই
মাও সে তুং এর সামরিক রচনাবলী, রক্তে রাঙা লাওস, চট্টগ্রাম বিপ্লব, কম্বোডিয়া নয়াফ্রন্ট, চে গুয়েভারা, এই সব বিপ্লব, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন আর গেরিলা তৎপরতা বিষয়ক বই দিয়ে ভরা ছিল তাঁর ঘর
ডিসেম্বর মাসের ১৪ তারিখে চাপাই নবাবগঞ্জ মুক্ত করার জন্য অল্প কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা নিয়ে মহানন্দা নদী পার হয়ে পাকিস্তানিদের শক্তিশালী পজিশনে আক্রমণ করেন তিনি
এই সময়ই শত্রুর ছোড়া ক্লোজ র‍্যাঞ্জের গুলি তাঁর কপালে বিদ্ধ হয়
অসমসাহসিক এক তরুণ যোদ্ধার জীবনাবসান হয় তা্ৎক্ষণিকভাবে
আজ সেই চৌদ্দ তারিখ, ডিসেম্বর মাস
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আমাদের বীরশ্রেষ্ঠ আপনি
শ্রদ্ধা আর ভালবাসায়পূর্ণ বরমাল্য পরিয়ে দিলাম আপনার গলায়
সব কটা জানালা খুলে দাও না
পোস্ট শেয়ার করুন
: ফরিদ আহমেদ
পথ হারা পাখী- - -
পথ হারা পাখী- - -
মার্চ 26, 2021 | 1
'তুই রাজাকার' বলা একটা টিয়া পাখিও নেই
'তুই রাজাকার' বলা একটা টিয়া পাখিও নেই
ডিসেম্বর 8, 2020 | 7
কে বলে নারী রাজাকার ছিল না ?
কে বলে নারী রাজাকার ছিল না ?
ডিসেম্বর 13, 2019 | 10
বঙ্গবন্ধু হত্যাকান্ডে চীনের ভূমিকা ও ভাসানীর দায়
বঙ্গবন্ধু হত্যাকান্ডে চীনের ভূমিকা ও ভাসানীর দায়
নভেম্বর 17, 2019 | 4
বঙ্গবন্ধু হত্যাকান্ডঃ গাদ্দাফির ভূমিকা
বঙ্গবন্ধু হত্যাকান্ডঃ গাদ্দাফির ভূমিকা
আগস্ট 18, 2019 | 4
71
সালমা ইয়াসমিন নিতি নভেম্বর 28, 2015 11:12 অপরাহ্ন -
অনেক ধন্যবাদ, আরো বেশি জানতে চাই, এদের কথা, আমাদের বীরত্বগাথার কথা
লিখুন, আমাদের জন্য
অনেক শুভকামনা
তানভীরুল ইসলাম ডিসেম্বর 15, 2013 11:20 পূর্বাহ্ন -
অনবদ্য লেখনী আপনার ফরিদ ভাই! চোখের সামনে ঘটতে দেখলাম যেন সব
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আমাদের বীরশ্রেষ্ঠ আপনি
শ্রদ্ধা আর ভালবাসায়পূর্ণ বরমাল্য পরিয়ে দিলাম আপনার গলায়
আপনি এমন আরো লিখুন
প্রদীপ দেব ডিসেম্বর 15, 2013 7:58 পূর্বাহ্ন -
কপালে উদিত সূর্য নিয়ে তিনি শুয়ে থাকেন শ্যামল মাটিতে, শিশির ভেজানো এক ভোরে
() () () () ()
দারুচিনি দ্বীপ ডিসেম্বর 14, 2013 3:29 পূর্বাহ্ন -
এহে ফরিদ ভাই, এটা আপনার পুরানো লেখা!! তারিখ দেখতে একটু ভুল হয়েছে, তাই ভেবেছি নতুন লেখা!! কিন্তু তাতেও আবেদন কিছুমাত্র কমেনি, বরং আরো বেড়েছে!! পুরাতনকে নতুন রুপে সামনে পাবার অনুভুতি!!! ()
ফরিদ আহমেদ ডিসেম্বর 14, 2013 9:21 পূর্বাহ্ন -
@দারুচিনি দ্বীপ,
এই মুহুর্তে বাংলাদেশে ১৪ তারিখ
এই দিনে মারা গিয়েছিলেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর
সেকারণেই আমি মডারেটরদের অনুরোধ করেছিলাম অন্তত এই একদিনের জন্য লেখাটাকে প্রথম পাতায় আনার জন্য
তাঁরা আমার অনুরোধ রেখেছেন বলে কৃতজ্ঞ আমি
কাজী রহমান ডিসেম্বর 14, 2013 10:46 পূর্বাহ্ন -
@ফরিদ আহমেদ,
নতুন লেখা আশা করেছিলাম