content
stringlengths
40
35k
খসড়া আইনের পঞ্চম অধ্যায়ে শুধু কওমি মাদ্রাসার কার্যক্রম ও মানোন্নয়নের কথা বলা হয়েছে
এই বিষয়টি আলাদাভাবে দেওয়ার পরিবর্তে মাদ্রাসা শিক্ষার সামগ্রিক অংশে উল্লেখ করতে বলা হয়েছে
খসড়া আইনের ২২ ধারায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাদির বিষয় সংক্রান্ত বিস্তারিত উল্লেখ করা হয়েছে
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এটা সংক্ষিপ্ত করে বিস্তারিত বিধির মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়
অষ্টম অধ্যায়ে সংস্কৃতি ও পালি শিক্ষা বিদ্যমান আইন দ্বারা পরিচালিত হওয়ার কথা বলা হয়েছে
বৈঠকে এ বিষয়টি শুধু দুটি ভাষার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রথমেই বাংলা ভাষার কথা উল্লেখ করতে বলা হয়েছে
এরপর বিদেশি ভাষা হিসেবে সংস্কৃতি, পালি, আরবি, ফার্সিসহ প্রয়োজনীয় ভাষার কথা উল্লেখ করতে বলা হয়েছে
সর্বশেষ খসড়ার উল্লেখযোগ্য বিষয় : প্রস্তাবিত আইনে শিক্ষকদের শাস্তির ব্যাপারে মোটামুটি নমনীয়তা দেখানো হয়েছে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনায় সাম্প্রতিককালে সবচেয়ে বেশি অভিযোগ আসছে পরিচালনা কমিটির ব্যাপারে
তবে শিক্ষকরা কোচিং সেন্টার করলেও সেখানে নিজ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন না
এমনকি যে শিক্ষার্থীর ক্লাস থাকবে, সেই সময়ে কোচিং সেন্টারে তাকে পড়ানো যাবে না
আইনের ভাষ্য অনুযায়ী, পাঠ্যবইয়ের পাঠের আলোকে পরীক্ষার প্রস্তুতিমূলক বই প্রকাশ করা যাবে না
বর্তমানে বাংলাবাজারকেন্দ্রিক যে পুস্তক ব্যবসা আছে, তাদের বাণিজ্যের মূল অংশই এটি
পাঠ্যবইয়ের আলোকে পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি পত্রিকায় বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশের জন্য সরকারি অনুমতি নিতে হবে
এগুলোর মধ্যে আছে-প্রথম শ্রেণির আগে প্রাক-প্রাথমিক, পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক, দশম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক, একাদশ-দ্বাদশ শ্রেণি উচ্চ মাধ্যমিক এবং এরপর উচ্চশিক্ষা স্তর
তবে শিক্ষা আইনের প্রস্তাবটি সম্প্রতি অনুমোদিত জাতীয় শিক্ষাক্রমের রূপরেখার (এনসিএফ) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
তারই পরিপ্রেক্ষিতে অনেকেই এই তালেবানকে সহনশীল ও উদার বলে আখ্যা দিচ্ছেন
তালেবানদের সেই সহনশীলতা ও উদারতা নারীদের কাজে ফেরার আহ্বান জানানো এবং স্কুলে মেয়ে শিক্ষার্থীদের যাতায়াতই প্রমাণ করে দেয়
তালেবানদের আচরণের সেই প্রমাণ আরও পাকাপোক্ত হলো- পূর্বের মতো নারীদের মুখ-চোখসহ পুরো শরীর ঢাকা ভারী বোরকা বাধ্যতামূলক না করে হিজাব বাধ্যতামূলক করার মাধ্যমে
এ ধরনের বোরকা আফগানিস্তানের ঐতিহ্য হলেও তা পরে অনেক নারীরই কষ্ট হতো বিশেষ করে গরমকালে এবং গর্ভবতী থাকাবস্থায়
বুধবার (১৭ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই বলেছেন কাতারের দোহায় অবস্থিত তালেবান দপ্তরের মুখপাত্র সুহাইল শাহীন
তিনি বলেন, তালেবান শাসনের অধীনে আফগানিস্তানে বোরকা পরিধান বাধ্যতামূলক না হলেও নারীদের হিজাব পরতে হবে
তবে এবার তালেবান ক্ষমতায় আসার পর স্কাই নিউজকে সুহাইল শাহীন বলেন, পুরো শরীর ঢাকা বোরকার পরিবর্তে নারীরা মাথায় হিজাব পরছেন কি না, সেটাই পর্যবেক্ষণ করা হবে
পোশাকের বাইরে আফগানিস্তানে নারী শিক্ষা নিয়েও উদ্বিগ্ন রয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী
তবে, নারী শিক্ষা বিষয়ে তালেবান আগের মতো কঠোর থাকবে না বলেও আশ্বাস দেন সুহাইল শাহীন
তিনি বলেন, নারীরা প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চশিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাবেন
আমরা মস্কো ও দোহা সম্মেলনেও নারী শিক্ষা নিয়ে এ ধরনের নীতির কথা বলেছি
তালেবান অধিকৃত অঞ্চলে হাজার হাজার স্কুলের কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান তিনি
গতকাল সংবাদ সম্মেলনে শরীয়াহ আইনের সীমার মধ্যে নারী অধিকার সংরক্ষণের ঘোষণা দেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ
নারীদের সরকারে অংশ নেয়ার আহ্বানও জানিয়েছেন তালেবানের একজন শীর্ষ নেতা
এর আগে ক্ষমতায় এসে তালেবান সরকার কঠোর শরীয়াহ আইন জারি করে এবং অধার্মিকতা ঠেকাতে পুলিশ বাহিনীও গড়ে তোলে
সে সময় চুরির দায়ে হাত কেটে ফেলা, ব্যভিচারের দায়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার মতো শাস্তিও দেয়া হতো আফগানিস্তানে
পড়া মনে না থাকা নিয়ে এমন হাজারো সমস্যা বা হতাশার কথা মানুষের মুখে মুখে ঘুরে
নিয়ম মাফিক পড়ালেখা করলে, সহজ কিছু টিপস্ মেনে চললেই হতাশাজনক এই বিষয়টিই আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত হতে পারে
গবেষনায় দেখা গেছে- যে পড়াটা সকালের আধা ঘন্টায় হয়ে যাচ্ছে, তা রাতে করতে এক ঘন্টা বা তার বেশি সময় লাগছে
যখন আগ্রহ বেশি থাকবে তখন কঠিন এক ঘেয়ে বিষয় গুলো পড়তে হবে এং আকর্ষনীয় বিষয় গুলো অন্য সময় পড়তে হবে
একটা গবেষনায় দেখা গেছে মানুষ কোন কাজে একটানা ২৫ মিনিটের বেশি মনোযোগ দিতে পারে না
তাই এই অবস্থা থেকে পরিত্রানের জন্য লেখাপড়ার ফাঁকে ফাঁকে ৫/১০ মিনিটের একটা বিরতি নিতে হবে
তবে একটা কথা খেয়াল রাখতে হবে, এসময় টিভি, কম্পিউটার মোবাইল কিংবা গল্পে মাতবেন না, এতে বিরতির সময় ৫ মিনিট থেকে ২ ঘন্টায় পৌঁছে যাবে
কিন্তু আস্তে পড়লে মাথায় অন্য চিন্তা ভিঁড় করতে পারে, আপনি অন্য মনস্ক হয়ে যেতে পারেন
যেমন- মুঘল সম্রাটদের নাম সহজে মনে রাখার জন্য এই বাক্য টি মনে রাখতে পারেন "বাবার হয়েছে আবার জ্বর সারিল ঔষধে"
এছাড়া "পাগুটাদীপ্তি" শব্দটি দিয়ে সকল কারকে ৭মী বিভক্তির উদাহরণ দিতে পারেন
উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নজরে এলে নিচে দাগ দিয়ে প্রতিদিন এক বার করে পড়তে হবে
যদি প্রশ্নের সাথে মিল রেখে একটি সঠিক চিত্র আঁকা যায়, তাহলে দেখা যাবে বিষয়টি অনেক সহজ হয়ে গেছে
নিজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিষয়টি মস্তিস্কের স্থায়ী স্মৃতিতে পরিনত হয়
আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক সংক্রান্ত এজাহার দায়ের করা হয়েছে
আর্কাইভ 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2018 2018 2018 2018 2018 2018 2015 2015 2015
শ্রুতি বিভিন্ন শিল্পীদের সঙ্গে নানারকম প্রজেক্টে কাজ করেছেন এবং কলকাতা, দিল্লি, সিডনী, মেলবোর্ন, ক্যানবেরা, লন্ডন শহরে পারফর্ম করেছেন
বাংলা এবং ইংরেজি বিভিন্ন পত্রিকা এবং এন্থোলজিতে ওনার লেখা প্রকাশিত হয়েছে
আমি নাচ শেখাই, একজন মিউজিক শেখান, একজন যোগা শেখান এবং আরেকজন আমাদের ডিরেক্টর
ওয়ার্কশপ, সেমিনার বা পারফরম্যান্সের জন্য বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ ঘটেছে এই দুবছরে
দু'বারই, কাজের ফাঁকে একদিন ঘন্টাখানেক সময় বার করে আইগেরিম শহর ঘুরিয়ে দেখিয়েছেন আমাদের
কিছু দূরে রাশিয়ানে লেখা 'আর্কালিক',শহরের চিহ্নক আর পাশে একটা মিউরালের মতো
ততদিনে, কলকাতায় জন্মে-বড় হওয়া নাচের দিদিমণি, বরফে হাঁটা সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে! ফলে সদর্পে এগিয়ে গিয়ে ছবি তোলা আর সবার সঙ্গে গল্প হল কিছুক্ষণ
বাইরের মাইনাস তিরিশ থেকে গাড়ির ভেতরের হিটার - তাপমাত্রা্র এই হঠাৎ পরিবর্তনে, জুতোয় লেগে থাকা বরফ গলে টুপটুপ করে জল গড়িয়ে চলা আর ভুরুর ওপর জমে থাকা বরফ গলে সারা চোখ-মুখ বেয়ে জল নামা - এই দুটো বিকট জিনিসে আমি কিছুতেই ধাতস্ত হতে পারিনি দু'বছরে
কিন্তু মসজিদ পর্যন্ত যাওয়া গেল না কারন পরিত্যক্ত ঐ মসজিদের চারদিকে জমে থাকা একরাশ ভগ্নাবশেষ আর হাঁটুসমান বরফ সব কিছু মিলিয়ে পথটা খুব সুবিধের নয়
কিছুটা যেন খুব চেনা, যেন পুরোনো দিল্লির কথা মনে করায়, ঠিক যেমন মেয়েদের কানের রূপোর দুলের ডিসাইন একদম কাশ্মিরী গয়নার মতো
কিন্তু রাস্তার ধারের সেই মসজিদে এরম কোনো আয়নাওয়ালা ঘর ছিল কিনা তা আর জানা হল না
সোভিয়েত স্পেস প্রোগ্রামের কেন্দ্রীয় শহর বাইকোনূরে যাবার পথে, মহাকাশচারীরা প্রথমে নামতেন মধ্য কাজাকিস্তানের বিস্তীর্ণ স্টেপস বা তৃণভূমিতে, তারপর আসতেন আর্কালিক শহরে
একটা হল আছে যেখানে এখন ভ্যারাইটি শো হয় যেমন - ম্যাজিক, স্কুলের বাচ্চাদের অনুষ্ঠান, কারুর জন্মদিনের উৎসব ইত্যাদি
সিটি সেন্টারের দপ্তরের চারপাশে বিশাল চাতালের কিছু অংশে স্মৃতিসৌধ বানানো
কোথাও কাজাক বিপ্লবীদের, কোথাও রূশ বিপ্লবের স্থপতিদের সৌধ, আবার কোথাও সোভিয়েত-আফগান যুদ্ধে নিহতদের স্মৃতিসৌধ
সেখানে গরমকালে নানারকম অনুষ্ঠান হয়, মেলা হয়, বাচ্চারা খেলা করা, লোকজন বেড়াতে বেরোয়
সোভিয়েত রাশিয়া ভেঙ্গে যাওয়ার পর, অনেক রাশিয়ান ফিরে গেছেন রাশিয়াতে
সবাই আলমাটি (কাজাকিস্তানের আগের রাজধানী) বা বর্তমান রাজধানী র্নূর-সুলতান চলে যায়
তাঁর কাছ অবধি আর পৌঁছতে পারিনি আমরা, কারন সেখানে ছিল ইয়া মস্ত তিনটে কুকুর
গাড়িচালকের কথা রাশিয়ান থেকে আইগেরিম যখন ইংরেজিতে বুঝিয়ে আমাদের বলছেন, আমরা অপার বিস্ময় চারদিক দেখছি আর ভাবছি, আদিগন্তবিস্তৃত বরফের মধ্যে বসে কি পাহারা দেন উনি? সোভিয়েতযুগে এটাই ছিল মূল বিমানবন্দর
এই রাস্তা দিয়ে বেশ কয়েক ঘন্টা ড্রাইভ করলেই দেশের সীমানা পেরিয়ে পৌঁছে যাওয়া যায় অন্য দেশে
তাছাড়া, চায়না আর কাজাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক ভালো না হওয়ার দরুণ ইনফিল্ট্রেশান আর আঘাতের ভয় সর্বদাই অনুভব করে তারা
সত্যিই একটা তামাশা যার সুতো/সূত্রগুলো ছড়িয়ে আছে বিশ্বমানচিত্রের আনাচে কানাচে
এরম অনেক প্রশ্ন মাথায় গজগজ করতে করতেই আবার হোটেলঘরে ফিরে ব্যাগপত্র গুছিয়ে আস্তানায় ফেরৎ যাওয়া
যেমন, ভগ্ন বিমানবন্দরের ঘরটিতে বসে ঐ বৃদ্ধা কিভাবেই বা আটকাবেন কাউকে? কিকরে বুঝবেন ইনফিল্ট্রেশান কখন ঘটছে? সূর্য ডুবলে ওই পথ অগম্য
সকালে যাও বা বোঝা যায়, রাত হলে কী বা সাদা কী বা আসমানী! ওই পরিত্যক্ত বাড়িগুলোর কোনো আনাচেকানাচে শীতের সন্ধ্যায় কি প্রেমিক-প্রেমিকারা লুকিয়ে দেখা করে? ইনফিলট্রেশান হলে, শীতের রাতে সেই লোকগুলো কি ওই ভাঙ্গা মসজিদে আশ্রয় নেয়? ভূতের শহর আর্কালিক, ভূত কালে যখন রমরমিয়ে চলত, তখনও কি রাতের বরফপাতের ঝিরঝির শব্দে আইগেরিমের এতটাই অবষাদ লাগত যতটা এখন লাগে?!
একটা করে শহরে গেছি, একটু করে দীর্ঘ হয়েছে প্রশ্নের তালিকা, বিস্তৃত হয়েছে অভিজ্ঞতার ভাণ্ডার
স্বাধীনতা পূর্ববর্তী দেশে যে চারটি বিশ্ববিদ্যালয় ছিল তার মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক হলেও লাইব্রেরীতে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ স্বাভাবিক হয়নি
উক্ত বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থী ও লাইব্রেরি কর্তৃপক্ষের সাথে বারবার মনোমালিন্য সৃষ্টি হয়
পরিবেশ স্বাভাবিক করার জন্যে আজ বিপুল সংখ্যক শিক্ষার্থী সাত দফা দাবি নিয়ে লাইব্রেরীর সামনে অবস্থান নেয়
তারা লাইব্রেরিতে পড়াশোনার সর্বোচ্চ পরিবেশ ও সুবিধা আদায়ের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন
ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.রবিউল হাছান ভূইয়া
স্বাস্থ্য বিধি মেনে সকল শিক্ষার্থী লাইব্রেরি থেকে জ্ঞান আহরণ করতে পারবে
তিনি আরও বলেন, তোমরা যে দাবি নিয়ে এসেছো, দ্রুত গতিতে এটা সমাধান করা হবে এবং তোমরা জান, চবি প্রশাসন ছাত্র বান্ধব প্রশাসন
শিক্ষার্থীদের পক্ষ থেকে এখলাছুর রহমান বলেন, আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন মাননীয় প্রক্টর স্যার
সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, আমরা শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা করার জন্যে সবসময় প্রস্তুত আছি
যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে পারলে অন্যায়-অপরাধ থেকে মুক্ত থাকবে: শাওন
আর কথা নয়, এখন শুধু অ্যাকশন: গয়েশ্বর অং সান সু চির চার বছরের কারাদণ্ড বৃষ্টি থাকতে পারে সারাদিন আজ গণতন্ত্র মুক্তি দিবস নজরুলের কবিতা থেকেই "জয় বাংলা" স্লোগান নিয়েছিলেন বঙ্গবন্ধু
পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে দেখা হবে - প্রধানমন্ত্রী পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে দেখা হবে - প্রধানমন্ত্রী - সকালের চট্টগ্রাম
পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে চক্রান্তের সঙ্গে কেউ জড়িত কি না তা খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
একই সঙ্গে দ্রুত চাহিদা মেটাতে কার্গো বিমানে পেঁয়াজ আনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, 'এখন পেঁয়াজ বিমানেও উঠে গেছে
শনিবার (১৬ নভেম্বর) রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন
শেখ হাসিনা বলেন, 'এই সমস্যা (পেঁয়াজ) যাতে না থাকে তাই কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি
পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে চক্রান্তের সঙ্গে কেউ জড়িত আছে কি না সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আজকে আমরা জানি এখন পেঁয়াজ নিয়ে একটা সমস্যা আছে
কিন্তু আমাদের দেশে কেন কি কারণে এত... একটা অস্বাভাবিকভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে কেন জানি না
শেখ হাসিনা বলেন, 'স্বাভাবিকভাবে আবহাওয়ার কারণে অনেক সময় অনেক পণ্যের উৎপাদন বাড়ে বা কমে
কিন্তু যদি এখন হোল্ডিং করে দাম বাড়িয়ে দুই পয়সা কামাতে চান তাদের এটাও চিন্তা করতে হবে, পেঁয়াজ তো পচে যাবে
তো মানুষকে এই কষ্ট দেওয়াটা কেন? এভাবে কারা এর পেছনে আছে সেটাও আমাদের দেখতে হবে
তিনি বলেন, 'আমরা যতই এগিয়ে যাই, মানুষ যখন ভালো থাকে একটা না একটা ইস্যু তৈরি করা হয় এবং মানুষের মাঝে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়
পেঁয়াজের দাম ভারতেও বেশি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'অবশ্য ইন্ডিয়াতেও পেঁয়াজের দাম অনেক সেখানে ১০০ রুপিতে তারা পার কিলো পেঁয়াজ কিনতে পারে
শেখ হাসিনা বলেন, 'আমাদের লক্ষ্য মানুষকে সুন্দর জীবন দেওয়া, মানুষ যখন ভালো থাকে তখন একটা শ্রেণি আছে, একটা গোষ্ঠী আছে - মানুষ যখন ভালো থাকে তারা তখন মনঃকষ্টে ভোগে
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম