content
stringlengths
1
63.8k
ঈদ উপলক্ষে শিশু-কিশোরদের জন্য ঈদকার্ডের নকশা করার একটি ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেছে প্রথম আলো। প্রতিযোগিতার নাম ‘হরলিক্স-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা’। সহযোগিতা করছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড হরলিক্স। প্রতিযোগিতার মূল ভাবনা ‘এবার নিজেই করো আব্বু-আম্মুর জন্য ঈদকার্ডের নকশা’। ঈদের আগে শিশু-কিশোরেরা তাদের মা-বাবার জন্য করা নকশা পাঠিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এর মধ্য থেকে সেরা ১০টি নকশা বাছাই করবেন দেশবরেণ্য শিল্পীরা। এই ১০টি নকশা ছাপা হবে প্রথম আলোয়। এ নকশাগুলো দিয়ে তৈরি ঈদকার্ডগুলো পৌঁছে যাবে পাঠকের কাছে, প্রথম আলো ঈদসংখ্যার সঙ্গে। এ ছাড়া এই ১০ জনের প্রত্যেকেই উপহার হিসেবে পাবে ১০ হাজার টাকার বই। নিয়মাবলিএ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ১৫ বছরের কম বয়সীরা। প্রতিযোগিতা হবে দুটি বিভাগে। ‘ক’ বিভাগ ১০ বছর বয়স পর্যন্ত এবং ‘খ’ বিভাগ ১১ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত। দুই বিভাগ থেকে পাঁচজন করে ১০ জনকে বিজয়ী করা হবে। প্রতিযোগিতায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের এ-৪ আকারের সাদা কাগজে ঈদকার্ডের জন্য নকশা (ড্রইং) আঁকতে হবে। কাগজের অপর পৃষ্ঠায় লিখতে হবে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, বয়স, স্কুল, শ্রেণী ও ফোন নম্বর। নকশাটি সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে দিতে হবে ‘ঈদকার্ড প্রতিযোগিতা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’—এই ঠিকানায়। অথবা স্ক্যান করে ই-মেইলেও পাঠানো যাবে, ঠিকানা: horlicks.gollachut@gmail.com। অংশগ্রহণের শেষ তারিখ ১৬ জুলাই। এই তারিখের মধ্যে প্রতিযোগীর আঁকা নকশা ওপরের যেকোনো ঠিকানায় পৌঁছতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ছাত্রলীগের ১৩ কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি। আদালত আগামী ৪ আগস্ট এ বিষয়ে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এর আগে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চার দফায় শুনানি পেছানো হয়। মামলার আসামিরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম ও অভিনন্দন কুণ্ডু; প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম, খান মোহাম্মদ রিয়াজ ও জাহিদ হাসান; দর্শন বিভাগের কামরুজ্জামান, ইশতিয়াক মেহবুব ও রাশেদুল ইসলাম; সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম; ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান ও মাজহারুল ইসলাম; অণুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব এবং লোকপ্রশাসন বিভাগের নাজমুল হাসান। আসামিরা ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী।২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্রলীগের কর্মীদের মারধরের শিকার হন একই সংগঠনের সাবেক কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের নকশাবহির্ভূত স্থাপনা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভবনে কোথায় কোথায় নকশাবহির্ভূত কাজ হয়েছে, তা সরেজমিনে দেখেন।সংসদ সচিবালয়ের সচিব মাহ্ফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পত্রিকায় প্রতিবেদন ছাপা হওয়ার পর টেলিভিশন সেন্টার নির্মাণের কাজ আপাতত বন্ধ আছে। ভবনের ভেতরে স্থাপনা তৈরি করা উচিত হবে কি না, বিষয়টি আমরা পুনর্বিবেচনা করে দেখব।’গত ২৩ জুন প্রথম আলোতে ‘উত্তর ফটক বন্ধ করে টেলিভিশন কেন্দ্র হচ্ছে, সংসদ ভবনের নকশায় আবারও আঘাত’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়।সংসদ সচিবালয় সংসদ ভবনের উত্তর ফটক প্রায় বন্ধ করে দিয়ে সেখানে টেলিভিশন সেন্টার বানানোর জন্য লুই ইসাডোর কানের মূল নকশার পরিপন্থী স্থাপনা নির্মাণের কাজ করছিল। এ জন্য ১২ কোটি টাকা বরাদ্দও অনুমোদন করা হয়। এ বিষয়ে স্থাপত্য অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করার কথা থাকলেও সংসদ সচিবালয় তা করেনি।গতকাল স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সংসদ ভবনে ভেতরে নকশা বহির্ভূতভাবে কোথায় কী পরিবর্তন আনা হয়েছে, সংসদের কমিশন বৈঠকে তা পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গ্যাস সাশ্রয়ের লক্ষ্যে রমজান মাসে সারা দেশে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে রাখার লক্ষ্যে এক পর্যালোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০টি সিদ্ধান্ত নেওয়া হয়। সিএনজি স্টেশন ছাড়াও সারা দেশে রি-রোলিং কারখানাগুলোতে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এর আগে গতকাল আরেক বৈঠকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে, রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রগুলো অগ্রাধিকারভিত্তিতে গ্যাস পাবে। প্রতিদিন ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাস বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ করা হবে।কর্মকর্তারা বলেন, সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ ছয় ঘণ্টা স্থগিত রাখা হলেও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ হবে না।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানি করা হচ্ছে অভিযোগ এনে আজ শুক্রবার সকাল থেকে সারা দেশে ধর্মঘট ডেকেছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।অ্যাসোসিয়েশনের সহসভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছয় মাস ধরেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সিএনজি স্টেশন ব্যবসায়ীদের হয়রানি করে চলেছেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সিলেটে একটি সিএনজি স্টেশনে গিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিয়ে কর্তাব্যক্তিদের কাছে বারবার অভিযোগ দেওয়ার পরও কোনো সুরাহা হয়নি।এ ঘটনার পর গতকাল দুপুর ১২টা থেকেই সিলেট বিভাগের সব পেট্রলপাম্প ও সিএনজি স্টেশন বন্ধ করে ধর্মঘট শুরু করে সিলেট বিভাগ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতারা জানিয়েছেন, ওই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার না করা পর্যন্ত ধর্মঘট চলবে। একই দাবিতে আজ সকাল থেকে সারা দেশের সিএনজি স্টেশনে ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, শুক্র ও শনিবার সরকারি ছুটি। রোববার যদি ওই বিষয়টির সুরাহা না করা হয় তাহলে সোমবার সকালে নিজেদের কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে নির্বাহী হাকিম আবদুল হাইয়ের নেতৃত্বে পেট্রোবাংলা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সিলেট নগরের মেন্দিবাগে ‘বেঙ্গল গ্যাসোলিন অ্যান্ড কনভারশন সেন্টারে’ অভিযান চালান। এ সময় তাঁরা প্রতিষ্ঠানটির গত পাঁচ বছরের হিসাব-নিকাশ দেখতে চান। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ লাখ টাকা জরিমানা করে ঘটনাস্থল ত্যাগ করেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) পাল্টাপাল্টি অভিযোগ করেছে আওয়ামী লীগ ও বিএনপি।আওয়ামী লীগ ১৪ জন প্রিসাইডিং কর্মকর্তার ব্যাপারে আপত্তি তুলেছে। তাঁরা ইসলামী ব্যাংকের কর্মকর্তা। আওয়ামী লীগের অভিযোগ, নির্বাচনে ধর্মের অপব্যবহার হচ্ছে।আর বিএনপি ইতিমধ্যে ৮১ জন প্রিসাইডিং কর্মকর্তার তালিকা ইসিতে জমা দিয়ে বলেছে, তাঁদের দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে।দুই দলের অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘অভিযোগ গড়পড়তা হলে অ্যাকশন (ব্যবস্থা) নেওয়া সম্ভব নয়। সুনির্দিষ্ট হলে ব্যবস্থা নেব। তার পরও অভিযোগের সত্যতা পেলে রিটার্নিং অফিসারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’তবে কমিশন ইসির পর্যবেক্ষক তালিকা থেকে ১২ জনকে প্রত্যাহার করেছে। বলা হয়েছে, কাজের সুবিধার জন্য কমিশন এটা করেছে।গতকাল সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ সিইসির সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ করেন। সাক্ষাৎ শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সুবিধার জন্য নির্বাচনে বিশেষ এলাকার পুলিশ কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা প্রভাব বিস্তার করছেন। ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এতে প্রমাণিত হয়, বিদ্যমান পরিস্থিতিতে সেনা মোতায়েন প্রয়োজন। আমরা কমিশনের কাছে সেই দাবি জানিয়েছি।’কর ফাঁকির অভিযোগে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের ব্যাংক হিসাব জব্দ করার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ভোটের সময়ে এনবিআরের আচরণ প্রমাণ করে, সরকার সবখানে দলীয়করণ করছে।বিকেলে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম কমিশনের সঙ্গে বৈঠক করেন।কমিশন সচিবালয় সূত্র জানায়, আওয়ামী লীগের দুই নেতা ইসলামী ব্যাংকের ১৪ জন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা এবং নির্বাচনে ধর্মের অপব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন।তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, সরকারি দলের বিরুদ্ধে বিরোধী দলের অভিযোগ ভিত্তিহীন। সেনা মোতায়েনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সময়ে স্থানীয় নির্বাচনে কখনো সেনা মোতায়েন হয়নি। তবে কমিশন চাইলে সেনা মোতায়েন করতে পারে।প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গাজীপুরের নির্বাচন পর্যবেক্ষণ করার অভিযোগ সম্পর্কে তোফায়েল আহমেদে বলেন, ‘বিএনপি যেসব অভিযোগ তুলেছে, তার প্রতিটি বিষয়ে সিইসির কাছে জবাব দিয়েছি। তাদের অভিযোগ অবান্তর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেল গঠনের অভিযোগ মিথ্যা।’ এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘এ ধরনের সেল হলে আমি অন্তত জানতাম।’সেনাবাহিনী মোতায়েনের দাবির বিষয়ে বিকেলে দপ্তর ত্যাগের আগে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশন সজাগ ও প্রস্তুত আছে। ভোটের দিন পর্যাপ্তসংখ্যক নিরাপত্তারক্ষী নিয়োজিত থাকবে।’পর্যবেক্ষকের তালিকা থেকে ১২ জন বাদ: গাজীপুরে ভোট গ্রহণের মাত্র দুই দিন আগে গতকাল নির্বাচন কমিশন তাদের নিজস্ব পর্যবেক্ষকের সংখ্যা ১৯ থেকে সাতজনে নামিয়ে এনেছে।এর আগে গত ৩০ জুন জেলার চার নির্বাচন কর্মকর্তাকে গাজীপুরের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। ২৬ জুন তাঁদের সেখানে সংযুক্ত করা হয়েছিল।জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘কমিশন সচিবালয় নিজেদের কাজের সুবিধার জন্য এই পরিবর্তন এনেছে।’
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীর অসমাপ্ত জেরা গতকাল বৃহস্পতিবার শেষ করেছে আসামিপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক।শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। দিলীপ গত ২৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে জবানবন্দি দেন এবং জবানবন্দি শেষে তাঁকে জেরাও শুরু হয়। তবে সেদিন জেরা অসমাপ্ত ছিল। এরপর কয়েক দফায় দিন নির্ধারিত থাকলেও আসামিপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় জেরা শেষ হয়নি। এ অবস্থায় একপর্যায়ে ট্রাইব্যুনাল দিলীপের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে জেরা শেষ করার অনুমতি দেন ট্রাইব্যুনাল।একাত্তরে আলীম জয়পুরহাটের শান্তি কমিটির চেয়ারম্যান বা রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন—এ মর্মে কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারবেন? আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, না, তবে তিনি এটি শুনেছেন। রাজাকাররা কী ধরনের পোশাক পরতেন বলতে পারবেন? এ প্রশ্নে তিনি বলেন, না।পরে আইনজীবী মত (সাজেশন) দেন, আপনি আপনার জবানবন্দিতে বর্ণিত ঘটনার সময় বাংলাদেশে ছিলেন না এবং যে সাইদুরের কথা বলছেন তা রাষ্ট্রপক্ষের শেখানো মতে বলছেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।আইনজীবী জেরার শেষ পর্যায়ে আবার মত দেন, একাত্তরে জয়পুরহাটে পাকিস্তানি সেনারা আসার পর আবদুল আলীম আত্মগোপন করে ছিলেন। জবাবে দিলীপ বলেন, এটা সত্য নয়।দিলীপের জেরা শেষে এ মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো।ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ১৪ জুলাই: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী গতকাল ইউসুফকে হাজির করা হয়।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ জুলাই ট্রাইব্যুনাল-১ ইউসুফের বিরুদ্ধে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করার আদেশ দেন। গত বুধবার মামলাটি নথিসহ ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর হলে এই ট্রাইব্যুনাল তাঁকে হাজির করার ও পরবর্তী আদেশের জন্য গতকাল দিন ধার্য করেন।রাষ্ট্রপক্ষ গত ৮ মে ইউসুফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায়। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার সাতটিসহ ১৫টি অভিযোগ আনা হয়েছে। ১২ মে ট্রাইব্যুনাল-১ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। ট্রাইব্যুনাল তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজধানীর গুলশান থানার কালাচাঁদপুরে নিজেদের ভাড়া বাসায় তিলক অগাস্তিন পালমা (১৫) নামের এক স্কুলছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে। সে কালাচাঁদাপুর হাইস্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র।গতকাল বৃহস্পতিবার দুপুরে কালাচাঁদপুরের বাসা থেকে তিলককে অচেতন অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ও ছাত্রটির স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা বাসায় ঢুকে তিলককে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। তিলকের চাচা পরিমল পালমা পেশায় সাংবাদিক। তিনি প্রথম আলোকে বলেন, তিলক তার মা-বাবার সঙ্গে কালাচাঁদপুরের পশ্চিমপাড়ায় ক-১০০/বি নম্বর বাড়ির চতুর্থ তলায় থাকত। গতকাল সকালে তিলকের মা-বাবা কর্মস্থলে যান। তিলক স্কুলে গেলেও ১১টার আগে বাসায় ফিরে আসে। তার বড় ভাই স্ট্যানেল লরেন্স পালমা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য উত্তরার একটি কোচিং কেন্দ্রে ছিলেন।
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামের ১৪ বছরের এক শিশুর সঙ্গে একই ইউনিয়নের কান্দাহাটি গ্রামের তাহের হোসেনের ছেলে কবির হোসেনের (১৯) আজ শুক্রবার বিয়ে হওয়ার কথা।নাম প্রকাশ না করার শর্তে শিশুটির ফুফু প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইজির বয়স ১৩-১৪ বছর অইব। আমরারে না জানাইয়ে ওর বাফ মাইয়াডারে বিয়া দিতাছে। আমরার অমতে আমার ভাই বিয়া দেয়, বাফ অইয়া মাইয়ার কপাল খাইতাছে। আমরা চাই, অই বিয়া যেন না অয়।’ ব্র্যাক পল্লী সমাজ কমিটির সভাপতি রোমানা বেগম ও সাধারণ সম্পাদক শাহানারা বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে সংগঠনের ১৯-২০ জন কর্মী নিয়ে আমরা ছেলের বাড়িতে যাই। ছেলের বাবা আমাদের সঙ্গে প্রথমে খারাপ ব্যবহার করলেও বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝানোর পর তিনি ওই বিয়ে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কৃষ্ণধন দাস বিবাহের আনুষ্ঠানিকতার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি বরের অভিভাবকদের বিবাহ না করানোর জন্য অনুরোধ করেছি। তাঁরা কথা দিয়েছেন বিবাহ বন্ধ করবেন।’দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলতাব হোসেন বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ছেলে ও মেয়ের মা-বাবার সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
যুক্তরাজ্য ও পূর্ব ইউরোপীয় প্রজাতন্ত্র বেলারুশে সপ্তাহব্যাপী সফরের উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে নয়টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। খবর বাসসের।গতকাল লন্ডনের স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রী হিথরো বিমানবন্দরে পৌঁছান। ৮ জুলাই পর্যন্ত লন্ডনেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী। হিথরো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে হোটেল হিলটনে নিয়ে যাওয়া হয়। যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি এই হোটেলেই থাকবেন।সন্ধ্যায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা। আজ লন্ডনে বাংলাদেশ কমিউনিটি সভায় তিনি ভাষণ দেবেন। ৮ জুলাই তিনি যুক্তরাজ্যের ব্যারন ও পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক প্রাতরাশে যোগ দেবেন। একই দিন বেলারুশের রাজধানী মিনস্কের উদ্দেশে তিনি লন্ডন ত্যাগ করবেন।ত্রাণ তহবিলে বেপজার দুই কোটি ৮৬ লাখ টাকা দান: রানা প্লাজা দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের সহায়তায় গত বুধবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই কোটি ৮৬ লাখ ১৫ হাজার ৬৮২ টাকা দিয়েছে। বেপজার পক্ষ থেকে নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল কে এম মমিনুর রহমান ও সদস্য সৈয়দ নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে ওই টাকার চেক তুলে দেন।
নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করা হলে গাজীপুরবাসী এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, ‘সরকার দোয়াত-কলম প্রতীককে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে।’ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আলাউদ্দিন টাওয়ারে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ১৮-দলীয় জোট প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হান্নান শাহ এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম, বিএনপিন নেতা সরুজ উদ্দিন প্রমুখ।হান্নান শাহ বলেন, সরকার নির্বাচনে ষড়যন্ত্র করার জন্য গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় শতাধিক লোক জড়ো করেছে। স্থানীয় তহশিলদার তাঁদের খাওয়া-দাওয়ার ব্যাবস্থা করছেন। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের জোর করে ধরে এনে গাজীপুরে জড়ো করছে। সরকার প্রতিদিন আচরণবিধি লঙ্ঘন করছে।
চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি হোপ’ নামের একটি জাহাজ কাত হয়ে আংশিক ডুবে গেছে। জাহাজের ছয়জন নাবিককে উদ্ধার করা গেলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন।জাহাজমালিকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাইল্যান্ডের ফুকেত দ্বীপের কাছাকাছি সাগরে জাহাজটি কাত হয়ে যায়। এ সময় ক্যাপ্টেন জাহাজটি বিপজ্জনক মনে করে পরিত্যক্ত ঘোষণা করলে নাবিকেরা সাগরে ঝাঁপ দেন। এর মধ্যে পাঁচ নাবিক লাইফবোটে উঠে সাগরে নেমে পড়েন। পরে কাছাকাছি থাকা এমভি বাক্সমুন নামের একটি কনটেইনারবাহী জাহাজে উঠে প্রাণে রক্ষা পান। আরেকজন নাবিককে সাগর থেকে থাইল্যান্ডের নৌবাহিনীর একটি হেলিকপ্টার জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।উদ্ধার হওয়া ছয়জন নাবিক হলেন জাহাজের চতুর্থ প্রকৌশলী মো. আবদুল হাকিম, ডেক ক্যাডেট মোখলেসুর রহমান এবং নাবিক আবু বকর সিদ্দিক, মো. রুবেল, আলী হোসেন ও সাইফুল ইসলাম।জাহাজটির মালিকপক্ষের তথ্য অনুযায়ী, নিখোঁজ ১১ নাবিক হলেন জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, প্রধান কর্মকর্তা মো. মাহবুব মোর্শেদ, দ্বিতীয় কর্মকর্তা মোবারক হোসেন, ডেক ক্যাডেট ফাইজুর, প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিন, দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান, ইলেকট্রিশিয়ান ছাদিম আলী, নাবিক নাসির উদ্দিন, আলী হোসেন এবং প্রধান কুক নাসির উদ্দিন।জাহাজটির মালিকপক্ষের স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠান (পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি) ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল) বেলা তিনটার পর জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার (আজ) সকালে নিখোঁজ নাবিকদের সন্ধানে ফের উদ্ধার কার্যক্রম শুরু হবে।’বন্দর সূত্রে জানা গেছে, এমভি হোপ জাহাজটি মালয়েশিয়ার লুমুট বন্দর থেকে ছয় হাজার ৫৪৫ টন সিরামিক তৈরির কাঁচামাল ‘বল ক্লে’ নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসছিল। এটি আগামী সোমবার বন্দরের বহির্নোঙরে আসার কথা ছিল। প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের এই জাহাজটির মালিক বাংলাদেশি প্রতিষ্ঠান ট্রেডব্রিজ শিপিং লাইন লিমিটেড।জাহাজটি দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে, প্রচণ্ড ঢেউয়ের মুখে পড়ে জাহাজে বোঝাই করা কাদামাটির মতো পণ্য ‘বল ক্লে’ এক দিকে সরে আসে। এতে জাহাজটি কাত হয়ে যায়। তবে নাবিকেরা জাহাজ থেকে সাগরে ঝাঁপ না দিলে নিখোঁজ হওয়ার আশঙ্কা থাকত না বলে ধারণা করা হচ্ছে।জাহাজটির নিবন্ধন প্রদানকারী প্রতিষ্ঠান নৌবাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খারাপ আবহাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে থাইল্যান্ডের নৌবাহিনীর একটি দল কার্যক্রম পরিচালনা করছে।
সিলেটের জৈন্তাপুরে আওয়ামী লীগের এক নেতাসহ একটি দখলদার চক্রের কবল থেকে তিন কোটি টাকা মূল্যের প্রায় ১৯ একর ভূমি উদ্ধার করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন পুনরুদ্ধার করা পুরো এলাকার সীমানা নির্ধারণ করে। এরপর সেখানে বাগান করার জন্য সরকারি উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়।উপজেলা প্রশাসন সূত্র জানায়, শ্রীপুর ইউনিয়নের মোকামবাড়ি মৌজার ১৯ একর পাঁচ শতক জায়গায় পাথর ভাঙার কল স্থাপন করে সিলেট নগরের রায়নগর এলাকার বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী আজমল আহমদ ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লিয়াকত আলীর পক্ষে লোকজন দখলের চেষ্টা করেন। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল সরেজমিনে জায়গা চিহ্নিত করে পাথর ভাঙার কলসহ বিভিন্ন স্থাপনা অপসারণ করে। পরে পুরো এলাকাকে সরকারি বাগান করার পরিকল্পনায় একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। দুপুরে সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম উদ্ধারকৃত ভূমি পরিদর্শন করে সেখানে তিন শতাধিক ফলদ বৃক্ষের চারা রোপণ কর্মসূচির সূচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ রাশেদুল ইসলাম প্রথম আলোকে জানান, সরকারি খাস খতিয়ানের জায়গা পরিত্যক্ত থাকায় দখল তৎপরতা শুরু হয়েছিল। অভিযান চালিয়ে পুরো জায়গা চিহ্নিত করার পর দখল ঠেকাতে বাগান করা হয়েছে। এ প্রক্রিয়ায় প্রায় তিন কোটি টাকা মূল্যের সরকারি ভূমি রক্ষা পেয়েছে।যোগাযোগ করা হলে আওয়ামী লীগের নেতা লিয়াকত আলী সরকারি জায়গা দখলের সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা সরকারি জায়গা। একটি মহল দখল করার চেষ্টা করেছিল। সরকারি জায়গা সরকারিভাবে উদ্ধার করা হয়েছে। এতে বরং আমার সহযোগিতা ছিল।’
জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহাম্মদকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন।রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফল অনুযায়ী, উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহাম্মদ (নৌকা প্রতীক) ৯৯ হাজার ৯৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৯ হাজার ২২৪ ভোট। গত বুধবার এ উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয়। বিজয়ী রেজওয়ান রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে। এ আসনের সাতবারের সাংসদ আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়।এ উপনির্বাচনে ভোটকেন্দ্র ছিল ১১৮টি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার দুই লাখ ৭৭ হাজার ১২৬ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন এক লাখ ৬০ হাজার ৪৩৭ জন।বুধবার অসমর্থিত সূত্র বলেছিল, ১১৮ কেন্দ্রে রেজওয়ান পেয়েছেন এক লাখ ৫৩ ভোট এবং মহিতুল পেয়েছেন ৫৯ হাজার ৭০ ভোট। তবে বুধবার রাত সোয়া ১০টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সর্বশেষ ১১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছিল। তাতে রেজওয়ান পেয়েছিলেন ৯৮ হাজার ২৬ ভোট এবং মহিতুল পেয়েছিলেন ৫৮ হাজার ৯৪৩ ভোট। বাকি ছিল মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও বাহেরচর মাদ্রাসা কেন্দ্রের ফলাফল। গতকাল বেলা ১১টার দিকে ওই দুটি কেন্দ্রসহ মোট ১১৮টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করা হয়।সর্বশেষ আসা এ দুটি কেন্দ্রের মধ্যে বৈরাটি বিদ্যালয় কেন্দ্রে রেজওয়ান পেয়েছেন এক হাজার ৩৫ ভোট, মহিতুল পেয়েছেন ২৪২ ভোট। বাহেরচর মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রতীক পায় ৮৭২ ভোট এবং ফুটবল প্রতীক পায় মাত্র ৩৯ ভোট। উপনির্বাচনের ফলাফলে কিশোরগঞ্জ জেলা বিএনপি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। জেলা বিএনপি বলেছে, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন যে সম্ভব নয় তার প্রমাণ কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচন।
আধুনিক ব্যবসায়িক সমস্যাগুলো মোকাবিলার জন্য ব্যবসায়িক ক্ষেত্রে ফাইন্যান্স বিভাগকে আরও বৈচিত্র্য অবলম্বন করতে হবে। এসিসিএ প্রণীত ‘বিল্ডিং এ বেটার বিজনেস থ্রু ফাইন্যান্স ডাইভার্সিটি’ শীর্ষক একটি নতুন প্রতিবেদনে বৈচিত্র্য অবলম্বনের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে। nএসব নিয়ে সম্প্রতি ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এক গোলটেবিল বৈঠক আয়োজন করে এসিসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকমিশনার ডব্লিউ গিবসন সিএমজি। অংশগ্রহণ করে ওয়ার্ল্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, দি সিটি ব্যাংক, রবি আজিয়াটা, রূপালী ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেভরন, ইউনিলিভার, বিএটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকেরা। অনুষ্ঠানে এসিসিএর বাংলাদেশের কান্ট্রি হেড মহুয়া রশীদ বলেন, ‘বৈচিত্র্য এমন একটি শব্দ, যা আজকের ব্যবসায়িক জগতে কোনো রকম পূর্বচিন্তা ছাড়াই ব্যবহূত হয়। আমাদের সমীক্ষা অনুযায়ী বিশ্বের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যাপারটিকে আরও গুরুত্ব দেয়।’ বিজ্ঞপ্তি।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী চায়। নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েন করতে পারে। তবে কমিশন জানিয়েছে, সেখানে সে রকম কোনো পরিস্থিতি নেই। ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন ‘আজিজ মার্কা’ কমিশন নয়। অনুসন্ধান কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি এ কমিশন গঠন করেছেন। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, তারা দক্ষতার সঙ্গে কাজ করছে। গাজীপুরে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত ছয় হাজার নির্বাচন হয়েছে। কোথাও আওয়ামী লীগ কোনো প্রভাব বিস্তার করেনি। নির্বাচনে কারচুপি নিয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে তোফায়েল বলেন, অহেতুক বিনা কারণে তারা এসব অভিযোগ করছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে স্থানীয় কোনো নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করেনি। আবার তারাই রেশমা উদ্ধার নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ করেছে। নির্বাচন কমিশন যদি সেনাবাহিনী দেয়, তা হলে বিএনপি আবার বলবে, ভোট কারচুপিতে সেনাবাহিনী সহায়তা করেছে। সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বদিউজ্জামান ভূঁইয়া, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (বসুন্ধরা শাখার) এক ছাত্রীকে নির্যাতনের মামলায় শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে আরও একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নির্যাতিতা ছাত্রীর মা এ সাক্ষ্য দেন। আগামী ২২ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান সাক্ষ্য গ্রহণ শেষে এ তারিখ ধার্য করেন। এ মামলায় এ নিয়ে চারজন সাক্ষ্য দিলেন। ২০১১ সালের ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই স্কুলের একজন ছাত্রীকে নির্যাতন করা হয়। ৫ জুলাই ছাত্রীর বাবা বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় শিক্ষক পরিমল, অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকে আসামি করা হয়। গত বছরের ৭ জুলাই কেরানীগঞ্জ থেকে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে। হোসনে আরা ও লুৎফর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
রাজধানীর শ্যামলী এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ফেনসিডিলভর্তি একটি মাইক্রোবাস আটক করেছে জনতা। মাইক্রোবাসের চালককে গণপিটুনি দেওয়া হয়। মাইক্রোবাসটিতে ‘পুলিশ’ লেখা স্টিকার ছিল।পুলিশের কর্মকর্তারা জানান, মাইক্রোবাসটিতে পুলিশ লেখা স্টিকার লাগিয়ে একটি চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শেরেবাংলা নগর থানার পুলিশ গতকাল ফেনসিডিলভর্তি ওই মাইক্রোবাসটি চালকসহ আটক করে।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে মাইক্রোবাসটিতে পুলিশের স্টিকার ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। গণধোলাইয়ের শিকার ব্যক্তি মাদক ব্যবসায়ী। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, মিরপুর থানার টহল পুলিশের ধাওয়া খেয়ে চালক ফেনসিডিলভর্তি মাইক্রোবাস নিয়ে শ্যামলীতে দুর্ঘটনা ঘটালে জনতার হাতে আটক হয়। আটক ফেনসিডিলসহ চালককে মিরপুর থানায় সোপর্দ করা হচ্ছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আরিফ রায়হান (দীপ) হত্যাচেষ্টা মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন দেওয়ান এই ধারা সংযোজনের জন্য আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ৯ এপ্রিল বুয়েট ক্যাম্পাসে যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আরিফ রায়হানকে কুপিয়ে গুরুতর জখম করেন বুয়েটের ছাত্র ও সন্দেহভাজন হেফাজতে ইসলামের কর্মী মেজবাহ উদ্দিন। এ ঘটনায় আরিফ রায়হানের বড় ভাই রিয়াজ মোর্শেদ হত্যাচেষ্টার অভিযোগে চকবাজার থানায় মামলা করেন। এর পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আরিফ রায়হান গত মঙ্গলবার মারা যান। এ কারণে তদন্ত কর্মকর্তা ৩০২ ধারা (হত্যার অভিযোগ) সংযুক্তির আবেদন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির অবরোধ ১৩ দিন পার করেছে। সমিতির সদস্যরা গতকাল বৃহস্পতিবারও সকাল সাড়ে সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। গত বুধবার ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষক সমিতির সদস্যরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।
এবি ব্যাংক লিমিটেড সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সদস্য আইএফসি (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন)-এর সঙ্গে শর্ট-টার্ম ফাইন্যান্সিং (এসটিএফ) এবং গ্লোবাল ট্রেড ফাইন্যান্স (জিটিএফপি)-সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর করেছে। এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান, আইএফসির বাংলাদেশ-ভূটান-নেপাল অঞ্চলের কান্ট্রি ম্যানেজার মি. কাইল এফ কেল্হফারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রবাসীদের কষ্টার্জিত আয় পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠান এক্সপ্রেস মানি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যৌথভাবে ১০ দিনব্যাপী ছাতা বিতরণ কর্মসূচি সম্প্রতি শুরু করেছে। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা জেলার ৭৬টি শাখায় এক্সপ্রেস মানি তাদের গ্রাহকদের মধ্যে ৫০০০ ছাতা বিতরণ করবে। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, উপব্যবস্থাপনা পরিচালক মাহবুব-উল-আলম ও বাংলাদেশে এক্সপ্রেস মানির কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার। বিজ্ঞপ্তি।
বাংলাদেশের প্রান্তিক খামারিদের পেশাগত মান, আর্থিক নিরাপত্তা, খামারের জৈব নিরাপত্তা উন্নয়ন ও পোলট্রি শিল্পের উন্নত কলাকৌশল আত্তীকরণের লক্ষ্যে আফতাব অ্যাগ্রোবিজনেস গ্রুপ, আরডিআরএস ও প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটিজের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় আইডিইসহ অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো এ দেশীয় সহযোগীদের নিয়ে খাদ্য নিরাপত্তায় বিশেষ অবদান রাখবে। বিজ্ঞপ্তি।
শুরু থেকে অনলাইন সুবিধা নিয়ে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে গত বুধবার ডাচ্-বাংলা ব্যাংকের ১২৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বলা হয়, বর্তমানে দেশের ৩৬০টি উপজেলা ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিসের আওতাভূক্ত। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিল্পপতিরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লস্কর তালুকদার পাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার একটি অজগরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গ্রামের রাখাল বালক সিরাজুল ইসলাম জানায়, গতকাল সকালে গ্রামের নিকটবর্তী পাহাড়ের নিচে একটি ছাগল ধরে গিলছিল ওই অজগরটি। এ সময় ১৫-২০ জন রাখাল বালক সাপটিকে পেটাতে শুরু করে। পরে সাপটি ছাগলটিকে উগরে দেয়। একপর্যায়ে সাপটি মারা যায়। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের পোমরা বিট কর্মকর্তা সুরজিত চৌধুরী বলেন, ক্ষুধার তাড়নায় সাপটি পাহাড় থেকে নেমে এসেছিল। সাপটির ওজন প্রায় ৩৫ কেজি এবং দৈর্ঘ্যে এটি প্রায় ২০ ফুট। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে স্বপন মন্ডল (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে শৌচাগারে স্বপনের মুঠোফোন পড়ে যায়। এ সময় ঢাকনা খুলে সেপটিক ট্যাংকের ভেতর প্রবেশ করেন তিনি। তবে মুঠোফোন নিয়ে ওঠার সময় পা ফসকে ভেতরে পড়ে যান তিনি। একপর্যায়ে দম বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, বিষয়টি কেউ তাঁকে জানায়নি। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় চারটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আলমগীর কবিরের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং মধুবন মিষ্টান্ন ভান্ডার, আজগর হোটেল এবং সাবরিয়া হোটেলকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।
৫ জুলাই, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং: আকাশি, হালকা নিল ও সাদা। শুভ রত্ন: মুন স্টোন ও পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব: সিসিল রোডস, হাবার্ট স্পেন্সার ও বিজ্ঞানী উইলিয়াম রেনকিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকদের সম্মতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিকের বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে বড় ধরনের সাফল্য অর্জনে সক্ষম হবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ই-মেইলে পাওয়া কোনো তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজি ভাব বিরাজ করবে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা দিতে পুলিশের নতুন বিশেষায়িত ব্যাটালিয়ন ‘স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন’র (এসপিবিএন) যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এসপিবিএনের কার্যক্রম উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার নামে ভিভিআইপি ও ভিআইপিদের জনবিচ্ছিন্ন করে দেওয়া যাবে না। বর্তমান সরকার পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করতে বদ্ধপরিকর। এসপিবিএনের জন্য যানবাহন বৃদ্ধি, উন্নততর প্রশিক্ষণসহ পেশাগত বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, এসপিবিএন গঠন সরকারের বড় সফলতা। শিল্পাঞ্চল ও পর্যটনশিল্পের নিরাপত্তার জন্য ইতিমধ্যে শিল্প ও পর্যটন পুলিশ গঠন করা হয়েছে। ক্যাম্পাস ও নৌ পুলিশও গঠন করার প্রত্যাশা আছে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেন, এসপিবিএন সময়ের প্রয়োজনেই গঠিত হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে সমন্বয় করে এ বাহিনী কাজ করবে। স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ বলেন, নিরাপত্তার নামে যাতে জনগণ উপেক্ষিত না হয়, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, আগেও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিত পুলিশ। কিন্তু এসপিবিএনের মাধ্যমে তা আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। দৃঢ়তার সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। দৃঢ় হতে গিয়ে রূঢ় আচরণ করা যাবে না। অনুষ্ঠানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেনের সভাপতিত্বে এসপিবিএনের প্রধান উপমহাপরিদর্শক (ডিআইজি) বিশ্বাস আফজাল হোসেনও বক্তব্য দেন। পুলিশ সূত্র জানায়, এসএসএফের সঙ্গে সমন্বয় করে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে ২০১১ সালের ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে দুটি এসপিবিএন গঠিত হয়। তবে বিভিন্ন কারণে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় এপিবিএন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগ এবং জেলা পর্যায়ে জেলা পুলিশ দায়িত্ব পালন করে। জেলার দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন জেলার ফোর্স বা কর্মকর্তা আনা হয়, এতে সুষ্ঠু সমন্বয়ের ঘাটতি থাকে। কিন্তু এসপিবিএনের মতো বিশেষায়িত বাহিনী হওয়ায় এ সমস্যা থাকবে না। এটি এসএসএফের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এসপিবিএনের প্রধান একজন ডিআইজি। প্রতিটি ব্যাটালিয়নের জন্য মঞ্জুরিকৃত জনবল ৭০০। তবে বর্তমানে একজন ডিআইজি, দুজন পুলিশ সুপার, ২২ জন অতিরিক্ত পুলিশ সুপার, সাতজন সহকারী পুলিশ সুপার, ৫৮ জন পরিদর্শক (ইন্সপেক্টর), ১৪৬ জন উপপরিদর্শক (এসআই), ২০৮ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ১১ জন নায়েক, ১৪৫ জন কনস্টেবল ও আউটসোর্সিংয়ের মাধ্যমে ৬২ জনসহ মোট ৬৬২ জন এসপিবিএনে কর্মরত। এসপিবিএনের ডিআইজির কার্যালয় মোহাম্মদপুরের বাবর রোডে।
হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ রায়হানের মৃত্যুতে শোক প্রকাশ করে গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে সাম্প্রদায়িক-জঙ্গিবাদবিরোধী মঞ্চ।মঞ্চের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী, সদস্যসচিব নুর মোহাম্মদ তালুকদার যৌথ বিবৃতিতে বলেছেন, আরিফের ওপর হামলাকারী হিসেবে সন্দেহভাজন একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি হামলার কথা স্বীকারও করেছেন। তাঁকে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নেতারা হেফাজতে ইসলামের বর্বরতার বিরুদ্ধে মুক্তিবুদ্ধিসম্পন্ন সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।এ ছাড়া ঝালকাঠির লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা মামলার কার্যক্রম শুরু করায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, গ্রামের দরিদ্র পরিবারের সন্তান লিমনকে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে আহত ও পঙ্গু করে আবার তাঁকেই আইনের মারপ্যাঁচে অভিযুক্ত করার নানামুখী তৎপরতা চালাচ্ছে, সেটি আদৌ দেশে সুশাসনের প্রতিচ্ছবি মনে হয় না। তাই লিমনের প্রতি সরকারকে খুব দ্রুত একটি শালীনতাপূর্ণ আচরণ করার আহ্বান জানিয়েছেন বিবৃতিদাতারা। বিজ্ঞপ্তি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চলতি (২০১৩-১৪) অর্থবছরের বাজেট এক হাজার ৮৭৬ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নগর ভবনের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ নজমুল ইসলাম এ বাজেট উপস্থাপন করেন। এই বাজেটকে পরনির্ভরশীল বলে কড়া সমালোচনা করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান।বাজেট বক্তব্যে প্রশাসক জানান, নিজস্ব উৎস থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫৮ কোটি ৭৫ লাখ টাকা। সরকারি অনুদান (থোক) থেকে ৫০ কোটি টাকা ও সরকারি বিশেষ অনুদান থেকে আরও ৫০ কোটি টাকা পাওয়া যাবে। এ ছাড়া সরকারি ও বৈদেশিক সম্ভাব্য সাহায্য হিসেবে রাখা হয়েছে এক হাজার ১৮৯ কোটি ৫৮ লাখ টাকা।নজমুল ইসলাম বলেন, ডিএসসিসির নিজস্ব আয়ের খাতগুলোর মধ্যে অন্যতম হোল্ডিং ট্যাক্স খাত থেকে ২৭০ কোটি টাকা, বাজার সালামি ও দোকান ভাড়া খাত থেকে ১২০ কোটি টাকা, ট্রেড লাইসেন্স খাত থেকে ৪০ কোটি টাকা, বিজ্ঞাপন খাত থেকে পাঁচ কোটি টাকা, রিকশা লাইসেন্স ফি দুই কোটি টাকা, প্রমোদ কর ৪৫ লাখ টাকা, ক্ষতিপূরণ (অকট্রয়) দুই কোটি টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তর খাত থেকে ৬০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নজমুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে উন্নয়নমূলক খাতে মোট ব্যয় হিসেবে এক হাজার ৫৬০ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মেয়র হানিফ ফ্লাইওভারে ৮৪ শতাংশ কাজ হয়েছে, বাকি কাজের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পলাশী থেকে গাবতলী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে ৩৭৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।প্রশাসনের বাজেট উপস্থাপনের পর এর কড়া সমালোচনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান। ডিএসসিসির আয়ের চেয়ে বেতন-ভাতা খাতে ব্যয় অনেক বেশি উল্লেখ করে সচিব বলেন, ‘আপনারা ব্যয় করেন বেশি। ২২ বছরের আগে ধার্য করা হোল্ডিং ট্যাক্স এখন আদায় করেন। আপনারা ২৭০ কোটি টাকার হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা রেখেছেন। কিন্তু আপনাদের বেতন-ভাতা বাবদ ব্যয় করেন ২৮৯ কোটি টাকা।’ সচিব বলেন, ‘এ বাজেটে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকাই সরকার ও বৈদেশিক সাহায্যপুষ্ট এবং দান-অনুদানের ওপর নির্ভরশীল। বাজেটের ৬৫ শতাংশ পরনির্ভরশীল। আপনারা ব্যয় ১০ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করেন।’ নগরে পাবলিক টয়লেট নেই অভিযোগ করে আবু আলম মো. শহিদ খান বলেন, অথচ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৫০টি পাবলিক টয়লেট নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। কেন পাবলিক টয়লেট নির্মাণ করা হয়নি, তা ডিএসসিসির কর্মকর্তাদের কাছে জানতে চান তিনি। বাজেট অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান, সচিব মো. মাহবুব হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মোস্তফা কামাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শেখ জাবেদ ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
নাম সন্ধ্যা রানী। দুই সন্তান আর স্বামী নিয়ে সংসার। একটু সচ্ছলতার আশায় চাকরির স্বপ্ন দেখেছিলেন তিনি। ঝাড়ুদারের চাকরি। কিন্তু সেই স্বপ্নটি পূরণ হলো না। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা ঝাড়ুদার পদে আবেদন করলেও সন্ধ্যা রানী পান অন্য পদের প্রবেশপত্র। নির্দিষ্ট দিনে ময়মনসিংহ থেকে ঢাকায় পরীক্ষা দিতে এসে জানলেন, ঝাড়ুদার পদের পরীক্ষা আগেই হয়ে গেছে। সন্ধ্যার বাড়ি ময়মনসিংহ সদরের নাটক মরলেনে। তাঁর স্বামী সুভাষ একটি ক্লিনিকে চাকরি করেন। স্বামীর আয়ে সংসার চলত না, তাই চাকরির সন্ধান শুরু করেন সন্ধ্যা। গত ২১ মার্চ আসে সেই সুযোগ। একটি পত্রিকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ‘ঝাড়ুদার’ পদে আবেদন করেন তিনি। একই পদে আবেদন করেন তাঁর স্বামীও। সন্ধ্যা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর প্রবেশপত্র না এলেও গত ১৭ জুন ডাকযোগে তাঁর কাছে প্রবেশপত্র যায়। কিন্তু প্রবেশপত্রে পদের নামের জায়গায় লেখা আছে ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’। ২৮ জুন মোহাম্মদপুরে একটি স্কুলে বেলা তিনটায় ছিল পরীক্ষা। সন্ধ্যা বলেন, ‘পরীক্ষার হলে একজন আমারে প্রশ্নপত্র দিয়া কইল, উত্তর লেখেন। আমি কইলাম, “আমি লেখাপড়া জানি না। শুধু নাম দস্তখত করতে পারি। কী লিখমু? আমি তো ঝাড়ুদার পদের পরীক্ষা দিতে আইছি।” ম্যাডাম কইল, ঝাড়ুদার পদের পরীক্ষা ২২ জুন শেষ হইয়া গেছে।’ সন্ধ্যা ও তাঁর স্বামী ২৮ জুন বিকেলে ঢাকায় প্রথম আলো কার্যালয়ে এসে তাঁদের নাজেহাল হওয়ার কথা তুলে ধরেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাগজপত্র ঘেঁটে দেখা গেল, যে নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে সন্ধ্যা আবেদন করেছিলেন, সেখানে ঝাড়ুদার পদে ময়মনসিংহ জেলা থেকে কোনো আবেদন চাওয়া হয়নি। আবার ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা নামের কোনো পদও নেই। এ ব্যাপারে জানতে ঢাকার কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে গিয়ে জানা যায়, ওই নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও পরিবার কল্যাণ পরিদর্শিকার জন্য পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তির বিপরীতে পড়া আবেদনপত্রগুলো আলাদা বস্তায় ভরে অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে পাঠানো হয়। তারাই প্রবেশপত্র তৈরি করে। এক কর্মকর্তা বললেন, ‘সন্ধ্যা রানীও ভুল করেছেন, আমরাও করলাম। হয়তো পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের বস্তায় তাঁর আবেদনটি ঢুকে গিয়েছিল। অল্প সময় বলে যাচাই-বাছাইও করা হয়নি। না হলে সন্ধ্যা রানীর আবেদনটি বাদ পড়ে যেত।’ অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা সাবিহা আমাতুর রসুল বলেন, এখন এ ভুল শোধরানোরও কোনো উপায় নেই।এ তথ্য জানানোর পর মুঠোফোনে সন্ধ্যা বললেন, ‘ভাই, আমি তো অশিক্ষিত, ভুল করছি। শিক্ষিতরাও ভুল করল?’ সন্ধ্যা রানী বলেন, ‘স্বামীর সাড়ে সাত হাজার টাকায় চলে সংসার। ঢাকায় যাওয়া-আসায় প্রায় আড়াই হাজার টাকা খরচ হইয়া গেছে। ভুলের মাশুলডা এ গরিবরেই দিতে হইল।’
নতুন করে অধিনায়কত্ব পেয়েছেন মাস ছয়েকের জন্য। তবে মুশফিকুর রহিম মনে করেন, দায়িত্ব দিলে দীর্ঘ মেয়াদেই দেওয়া উচিত। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনের নির্বাচিত অংশ l নতুন মেয়াদে দায়িত্ব পেলেন। ভালো লাগছে নিশ্চয়ই?মুশফিকুর রহিম: বোর্ডকে ধন্যবাদ, আমার ওপর আস্থা রেখেছে। আমার অধিনায়কত্বের মেয়াদে শেষ যে কয়টা সিরিজ ছিল, চেষ্টা করেছি কমিটমেন্ট অনুযায়ী কাজ করতে। ভবিষ্যতেও একই চেষ্টা করব।l প্রথমবার পাওয়া দায়িত্বের চেয়ে কি এখন চ্যালেঞ্জটা বেশি থাকবে?মুশফিক: শুধু তো একটা সিরিজ, খুব বেশি চ্যালেঞ্জ মনে হচ্ছে না। চেষ্টা করব, দলের ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে। জিম্বাবুয়েতে আমরা যে রকম চেয়েছি, ফলাফল সে রকম হয়নি। তবে খেলোয়াড়েরা অনেক কষ্ট করছে এক মাস ধরে। যেহেতু এটা হোম সিরিজ, আর হোমে গত এক বছর আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি, ভালো কিছুর প্রত্যাশা তো আছেই।lএকটা সিরিজের জন্য দায়িত্ব পেলেও অধিনায়কের চিন্তাভাবনা তো অনেক বড় পরিসরে থাকতে হয়...মুশফিক: বড় পরিসরে তো বোর্ডই ভাবছে না। অতএব আমি ভাবি আর না-ভাবি তেমন কিছু যায় আসে না। এই পাঁচ মাসে তো একটা সিরিজই আছে।l বোর্ড বলছে, আপনার সঙ্গে বিসিবি সভাপতির কথা হয়েছে। আপনি দায়িত্ব চালিয়ে যেতে রাজি আছেন। সে আলোচনায় সময়ের ব্যাপারটা আসেনি?মুশফিক: সময়ের ব্যাপারটা কখনোই আসেনি। ও রকম করেও বলা হয়নি। সভাপতি এলে আলোচনা করে সিদ্ধান্ত নেব কী করা যায়।l নিজে ভালো ক্রিকেট খেলছেন, নেতৃত্বও দিচ্ছেন ভালো। লম্বা সময়ের জন্য নেতৃত্ব পাওয়ার আশা করেছিলেন?মুশফিক: এখন আমার চিন্তা শুধু নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। এতটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে চাই।l কোচের মেয়াদ বাড়ছে ২০১৫ সাল পর্যন্ত, অধিনায়কত্বের দায়িত্বটাও দীর্ঘ মেয়াদে হলেই কি ভালো হতো না?মুশফিক: আমার মনে হয়, বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যেখানে সিরিজ ধরে ধরে অধিনায়ক নির্বাচন করা হয়। আপনি যদি নিজেই না জানেন, কয়টা সিরিজ অধিনায়কত্ব করবেন বা কয়টা সিরিজে দায়িত্বে থাকবেন, তাহলে ওভাবে লক্ষ্য নির্ধারণ করা কঠিন। সিরিজ বাই সিরিজ ক্যাপ্টেন্সি খুবই চ্যালেঞ্জিং। এটা শুধু আমার জন্য নয়, আমার পর যে অধিনায়ক হবে তার জন্যও। আর কোচের মেয়াদ ২০১৫ পর্যন্ত করা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। এটা দলের জন্য ইতিবাচক দিক। কোচ এখন একটি লক্ষ্য ঠিক করে কাজ করতে পারবেন। আর অধিনায়কের ক্ষেত্রে আশা করব, সামনে যাকেই অধিনায়ক করা হোক না কেন তাকে যেন দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়া হয়। অধিনায়ক যেন লক্ষ্য নির্ধারণ করে কাজ করতে পারে।l সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে পর্যন্ত দায়িত্ব পেতে বোর্ডের সঙ্গে আলোচনা করবেন?মুশফিক: আমি তো কখনো এ ধরনের প্রস্তাব দিতে পারি না। ওনারা যদি ভাবেন, আমি যোগ্য, তাহলে হয়তো প্রস্তাব দেবেন। তারপর আমি তা করব কিনা সেটা পরের কথা। কিন্তু আমি চাই, বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্যই অধিনায়কত্বটা যেন দীর্ঘ পরিসরে দেওয়া হয়। অদূর ভবিষ্যতে সেটা হবে আশা করি।l জিম্বাবুয়েতে হঠা ৎ করেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরে বলেছেন সিদ্ধান্তটা ছিল আবেগতাড়িত। জাতীয় দলের অধিনায়কের কি আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক?মুশফিক: আমরা পুরো জাতিই আবেগপ্রবণ। আবেগ দিয়েই আমরা সবকিছু অর্জন করতে পারি। তবে এটাও ঠিক, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সেটা আমিও করেছিলাম। ওই সিদ্ধান্তটা ভুল ছিল এবং সেটা পরে বুঝতে পেরেছি।l ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলুন, মাঠের বাইরে একজন অধিনায়কের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত?মুশফিক: আমার মনে হয়, ক্রিকেটই একমাত্র খেলা যেখানে মাঠের বাইরেও সবার একটা ভূমিকা থাকে। অফ দ্য ফিল্ড আচরণগুলো মাঠের খেলায় প্রতিফলন ঘটায়। সেভাবেই আমরা উজ্জীবিত থাকি। অনেক মানুষ আমাদের জন্য দোয়া করে। তাই সবারই (খেলোয়াড়দের) উচিত দেশের প্রতি কমিটেড থাকা।l সর্বশেষ হোম সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করেছিলেন। একটু বাড়তি সুবিধা কি থাকবে এবার?মুশফিক: আমার মনে হয়, নিউজিল্যান্ড দল অনেকটা আমাদের মতোই উত্থান-পতনের মধ্যে থাকে। তবে তারা দল হিসেবে ভয়ংকর। শেষবার আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছিলাম বলেই ওরা হেরেছিল। এবারও ভালো ক্রিকেট খেলার কোনো বিকল্প নেই।l প্রিমিয়ার লিগের দলবদল তো শেষ পর্যন্ত আপনাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে না। গ্রেডিং, রোটেশনের ব্যাপার থাকছেই...মুশফিক: বোর্ড আমাদের নিশ্চিত করেছে, এটা শুধু এই বছরের জন্যই হবে। আমরা খেলোয়াড়েরাও এই বছরের জন্য এটা মেনে নিয়েছি। অন্তত খেলাটা যেন হয় এবং সব খেলোয়াড় যাতে খেলতে পারে। পরের বছর থেকে আগে যেভাবে হয়েছে, সবকিছু যেন সেভাবে হয়।l ফিক্সিং নিয়ে অনেক ঘটনা ঘটছে। ড্রেসিংরুমে সবাইকে এ ব্যাপারে সতর্ক রাখাটাও কি এখন অধিনায়কের দায়িত্বের মধ্যে পড়ে?মুশফিক: জাতীয় দলে কেউ অনূর্ধ্ব-১৩ বা অনূর্ধ্ব-১৪ নয় যে, তাদের এতবার করে সতর্ক করতে হবে। যখন চিন্তা করবেন আপনি দেশের হয়ে খেলছেন, আপনার সঙ্গে আপনার মা-বাবার দোয়া আছে...যদি পরিবারের কথা মনে রাখেন, আমার মনে হয় কখনোই এ রকম চিন্তা মাথায় আসার কথা না। আলাদা করে সবাইকে সচেতন করার কিছু নেই। তবে দল হিসেবে আমরা সবাইকে সব সময়ই এটা মনে করিয়ে দিই...বলি, এগুলো থেকে যেন আমরা দূরে থাকি।
সম্প্রতি মুন্সিগঞ্জ শহরের মধ্যে একটি খাল (কোটগাঁও-গনকপাড়া-দেওভোগ খাল) ভরাট করা হয়। মেহেজাবিন খাল ভরাটের বিরুদ্ধে প্রতিবাদের উদ্যোগ নেন। প্রতিবাদস্বরূপ স্মারকলিপি, মানববন্ধনের মতো কর্মসূচি প্রদান করে এলাকার জনগণকে একত্র করেন। সাক্ষাৎকার নিয়েছেন—তানভীর হাসান খাল ভরাটকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর প্রথম জনমত তৈরির উদ্যোগটা কি আপনি নিয়েছিলেন?হ্যাঁ, আমিই প্রথম নিয়েছিলাম। এরপর আমার উদ্যোগের সঙ্গে আস্তে আস্তে এলাকার লোকজন সাড়া দিয়ে প্রতিবাদে নেমে পড়ে।প্রতিবাদ করার সাহস পেলেন কী করে?আসলে সাহসটা ভেতর থেকেই হঠাৎ করে জাগ্রত হয়েছে। এর পেছনের কারণ হচ্ছে, আমার জন্মের পর থেকেই দেখে আসছি, বাড়ির সামনে দিয়ে বয়ে গেছে কোটগাঁও-গনকপাড়া-দেওভোগ খালটি। এই খালে ছোটবেলায় গোসল করেছি। আজ সেই খালটিই একটি প্রভাবশালী চক্র ভরাট করে ফেলছে। এলাকার বৃষ্টি ও বন্যার পানি এই খাল দিয়েই নেমে থাকে। খালটি যখন ভরাট করা হচ্ছিল, তখন দেখে খুব খারাপ লাগছিল। মনে মনে ভেবেছি, কী করা যায়। মা-ভাইবোনদেরও মন খারাপ। এমন সময় খাল ভরাটকে কেন্দ্র করে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আর সেই প্রতিবেদন দেখে প্রশাসনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। পরিবেশ অধিদপ্তর থেকে খাল ভরাটকারীদের বিরুদ্ধে নোটিশ প্রদান করা হয়। আর এসব দেখেই সাহস পেলাম। এরপর বিষয়টি গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করলাম। তাঁরাও প্রতিবাদ জানানোর ব্যাপারে একমত হলেন।প্রতিবাদের ধরনটা কী ছিল?প্রথমে আমরা একটা স্মারকলিপি তৈরি করি। সেখানে ভরাট করা খালটি পুনরুদ্ধারের জন্য কোটগাঁও, গনকপাড়া ও দেওভোগ—এই তিন গ্রামের মানুষের স্বাক্ষর নিই। এরপর সেই স্মারকলিপি জেলা প্রশাসক, পৌর মেয়র, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাবর প্রদান করি। শুধু স্মারকলিপি দিয়েই ক্ষান্ত থাকিনি, এরপর আমরা খাল ভরাটের প্রতিবাদে একটা মানববন্ধন করি। ওই মানববন্ধন করার আরও একটা উদ্দেশ্য ছিল। আমরা জানতে পারলাম, খাল ভরাটকারীদের পক্ষে একটি শ্রেণী তদবির করছে। বিষয়টি জানতে পেরে আমরা মানববন্ধনের প্ল্যাকার্ডে সেই বিষয়ের প্রতি ইঙ্গিত করি, যাতে তদবিরকারীরা সতর্ক হয়ে যায়।এর পরের খবর বলুনখালের বিষয়ে ঢাকায় পরিবেশ অধিদপ্তর এনফোর্সমেন্ট খাল ভরাটকারীকে তলব করে দুই লাখ টাকা জরিমানা করে। আর খালকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। এই খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে কী যে আনন্দ।আনন্দের মধ্যেও ক্ষোভ কিন্তু কমেনি। এরই মধ্যে কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি সরতে না পেরে এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। খালটিও পানির নিচে ডুবে যায়। মানুষের রান্নাঘর ও বাথরুম তলিয়ে যায়। আরও বিক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন। গত শনিবার সকাল সাতটায় এলাকাবাসী খাল থেকে বালু সরানোর দাবিতে জেলা প্রশাসক ও পৌর মেয়রের বাসভবন ঘেরাও করে। পরের দিন আবারও জেলা প্রশাসকের সঙ্গে দেখা করি। আমরা খাল রক্ষায় একটুও হাল ছাড়িনি। সর্বশেষ ২ জুলাই গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে খালের মুখে কালভার্টটি উন্মুক্ত করে দিই। এতে জলাবদ্ধ পানি নিষ্কাশিত হয়।প্রতিবাদ করতে গিয়ে কোনো হুমকি পেয়েছেন কি?আমাকে সরাসরি হুমকি দেওয়া না হলেও শুনেছি অন্যদের নাকি হুমকি দেওয়া হচ্ছে। তবে আমাকে হুমকি না দিলেও আমি কিছুটা ভয়ে আছি। খাল ভরাটকারীরা অনেক শক্তিশালী। তারা সুযোগ পেলে আমাদের ক্ষতি করতে পারে।খালটি কি পুরোপুরি মুক্ত হয়েছে?না, এখনো হয়নি। পরিবেশ অধিদপ্তরের রায় এখনো কার্যকর হয়নি। ভরাটকারীরা এখন সেই থেকে রক্ষায় নানা তৎপরতায় লিপ্ত রয়েছে।এ ব্যাপারে আপনার পরামর্শ কী?পরামর্শ একটাই, এলাকার জলাবদ্ধতা নিরসনে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালটি পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই।কোটগাঁও খালের মতোই দেশের বিভিন্ন স্থানেও ঘাটে যাওয়া খাল দখল ও ভরাটের বিরুদ্ধে সাহস করে প্রতিবাদ করতে আপনার মতোই এগিয়ে আসা উচিত বলে মনে করেন কি? এ ক্ষেত্রে আপনার পরামর্শ কী?পরামর্শ একটাই, দেশের পরিবেশ বাঁচানোর জন্য খালগুলো আমাদের রক্ষা করতে হবে। এই ক্ষেত্রে কেউ একজন সাহস করে উদ্যোগ নিলেই দেখবেন আস্তে আস্তে অন্যরাও এগিয়ে আসছে, যোগ দিচ্ছে। প্রথমে তো কাউকে না কাউকে শুরু করতেই হবে।
বাংলাদেশ গেমস শেষ হয়েছে গত এপ্রিলে। এরপর আর অনুশীলনের মধ্যেই ছিলেন না বাংলাদেশের অ্যাথলেটরা। ফেডারেশন থেকেও আলাদা কোনো উদ্যোগ ছিল না। স্বাভাবিকভাবেই গেমসের ফিটনেস ও ছন্দটা ধরে রাখতে পারেননি কেউ। গেমস শেষ করেই চলে যান সবাই বিশ্রামে। আর ভারতের পুনেতে ৩-৭ জুলাইয়ের এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে তাঁদের পারফরম্যান্সে সেটিরই পড়েছে প্রভাব। সবাই বাদ পড়েছেন হিটেই। আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়েরে দ্য কুবার্তিনের মতবাদকেই ঊর্ধ্বে তুলে ধরেছেন তাঁরা। জয় নয়, অংশগ্রহণই বড় কথা! কাল ১০০ মিটার স্প্রিন্টের হিটে নাজমুন নাহার বিউটি আটজনের মধ্যে অষ্টম হয়েছেন। সময় নিয়েছেন ১২.৩২ সেকেন্ড। বাংলাদেশ গেমসে ১২.৫৬ সেকেন্ড সময় নিয়ে বিউটি হয়েছিলেন দেশের দ্রুততম মানবী। আরেক স্প্রিন্টার শিরিন আক্তার এই ইভেন্টের হিটে অংশই নেননি। গত পরশু ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টেও বিউটির মতোই হিটে বাদ পড়েন বাংলাদেশের নতুন দ্রুততম মানব মেজবাহ উদ্দিন। বিকেএসপির এই স্প্রিন্টার সময় নেন ১০.৯৯ সেকেন্ড। আরেক স্প্রিন্টার আবু রায়হান সমাপ্তিরেখাই ছুঁতে পারেননি। মেয়েদের ৪০০ মিটারেও একই অবস্থা। বিকেএসপির জাকিয়া সুলতানা সবার পেছনে থেকেই দৌড় শেষ করেছেন হিটে। সময় নেন ৫৯.৩০ সেকেন্ড। পুনের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের পাঁচ অ্যাথলেট—আবু রায়হান, মেজবাহ উদ্দিন, নাজমুন নাহার বিউটি, শারমিন আক্তার, জাকিয়া সুলতানা।
কনফেডারেশনস কাপটা স্বপ্নের মতো কাটাল ব্রাজিল। ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে ছেলেখেলা করে জিতল শিরোপা। এমন দুর্দান্ত একটা টুর্নামেন্টের পর র‌্যাঙ্কিংয়ে যে ব্রাজিল এগোবে, সেটি জানাই ছিল। কিন্তু পাঁচবারের বিশ্বজয়ীরা লাফটা দিল বেশ বড়সড়ই। নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে র‌্যাঙ্কিংয়ের লজ্জা পেছনে ফেলে ২২ থেকে উঠে এসেছে ৯ নম্বরে।কনফেডারেশনস কাপ ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ ছাপ ফেলেছে। সেমিফাইনালে ওঠার সুবাদে দুই ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে ইতালি, উরুগুয়ে সাত ধাপ এগিয়ে এসেছে ১২ নম্বরে। ফাইনালে জিততে না পারলেও শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছে স্পেন। জার্মানিও আছে দুইয়েই। বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ফর্মের পুরস্কার পেয়েছে কলম্বিয়া, সাত থেকে উঠে এসেছে তিনে। এই প্রথম শীর্ষ তিনে উঠল দক্ষিণ আমেরিকার এই দেশ। এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছে আর্জেন্টিনা। তবে র‌্যাঙ্কিংটা ইংল্যান্ডকে ভালো সংকেত দিচ্ছে না। মন্টেনেগ্রো, আয়ারল্যান্ড ও ব্রাজিলের সঙ্গে টানা তিনটি ড্র করে ৯ থেকে নেমে গেছে ১৫-তে। ইংল্যান্ডের শঙ্কা, বিশ্বকাপে এতে না শীর্ষ বাছাইয়ের বাইরে চলে যেতে হয়!কনফেডারেশনস কাপে ভূরি ভূরি গোল খেয়েও দর্শকদের করতালি পেয়েছে তাহিতি। তবে র‌্যাঙ্কিংয়ে ফলাফলটা প্রতিফলিত হয়েছে ঠিকই, ১৬ ধাপ পিছিয়ে তাহিতি এখন ১৫৪-তে। মজার ব্যাপার, বাংলাদেশও এখন তাহিতির ওপরে। আগের মতোই বাংলাদেশ আছে ১৫২তম স্থানেই। এএফপি। শীর্ষ দশ১ স্পেন২  জার্মানি৩  কলম্বিয়া (+৪)৪  আর্জেন্টিনা (-১)৫  হল্যান্ড৬ ইতালি (+২)৭  পর্তুগাল (-১)৮  ক্রোয়েশিয়া (-৪)৯  ব্রাজিল (+১৩)১০    বেলজিয়াম (+২)
রাজধানীর মানুষ এখন বাড়ির আঙিনা, ছাদে ও ছোট বারান্দায় ফুলের গাছ বা অর্কিড রাখে। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজনে সারা দেশের মানুষের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। এতে বোঝা যায়, দেশে বৃক্ষপ্রেমী মানুষের সংখ্যা বাড়ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বন মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারী। আগারগাঁও বন ভবনের হৈমন্তী সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপপ্রধান বন সংরক্ষক রতন কুমার মজুমদার জানান, এবারের বৃক্ষমেলায় বনজ, ফলদ, ভেষজ ও দেশীয় বিলুপ্তপ্রায় ৬২০ প্রজাতির গাছের চারা এবং বনসাই, টিস্যু কালচার ও অগ্রজ প্রজননের বিভিন্ন চারা প্রদর্শন করা হয়। এর মধ্যে প্রায় আট লাখ ২৪ হাজার ৪৭১টি চারা বিক্রি হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী, উপপ্রধান বন সংরক্ষক মিজানুর রহমান ও হারাধন বণিক প্রমুখ। ‘গাছ লাগিয়ে ভরবো দেশ, তৈরি করবো সুখের পরিবেশ’ স্লোগান নিয়ে গত ৫ জুন থেকে রাজধানীর আগারগাঁওয়ে মাসব্যাপী এ বৃক্ষমেলা শুরু হয়। গতকাল সমাপনী অনুষ্ঠানে বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ইয়াজ উদ্দীন আহমেদ, মুবাশ্বির আহমেদ, মাহাসিন আনোয়ার। এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন নাফিয়ান হাসান ও শায়িরা তাসনিম। রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে তহুরা আক্তার, সায়্যেদুল আহমেদ ও আজরিন তানমিম। এ ছাড়া সেরা বেসরকারি স্টলের জন্য পুরস্কার পেয়েছে ব্র্যাক, কিংশুক গ্রিনহাউস ও গ্রাম বিকাশ সহায়ক সংস্থা। যৌথ ব্যক্তিমালিকানাধীন সেরা স্টল পুরস্কার পেয়েছে কৃষিবিদ উপকরণ নার্সারি (ফার্মগেট, ঢাকা), সাভারের আনন্দ নার্সারি ও বরিশাল নার্সারি। একক মালিকানাধীন স্টলের জন্য পুরস্কার পেয়েছে গাজীপুর ভাই ভাই নার্সারি, সাভারের ল্যান্ড নার্সারি ও শ্রীপুরের তরুলতা নার্সারি।
অস্ট্রেলিয়ার অধিবাসীরা নদীটির নাম দিয়েছিল ডার্লিং রিভার। বাংলা করলে দাঁড়ায় প্রিয়তমা নদী। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি নদী, নাম তার মারি। বাঙালির অস্ট্রেলিয়া অভিযানের সঙ্গে এই দুই নদীর সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। এই শতক বা তার আগের শতক নয়। একেবারে উনিশ শতকে বাঙালি অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিল। নাবিক পেশার সূত্র ধরে হকার-পাচক-সার্কাসের কৌতুক অভিনেতা থেকে শুরু করে একেবারে উটের ব্যবসাও করেছে তারা। কিন্তু বাংলায় উট কোথায়। কীভাবেই তারা এত বিশাল জ্যান্ত প্রাণী ৫০০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও ব্রোকেন হিলে যেত, সেই আখ্যান খুঁজে পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতিহাসের গবেষক সামিয়া খাতুন।উটের গ্রিবা জীবনানন্দের কবিতার উপমায় ঠাঁই পাওয়ার আগেই ১৮৭০-এর দিকে জাহাজে করে বাঙালিরা পৌঁছেছিল অস্ট্রেলিয়া মুলুকে। সেখানকার বড় বড় শহরে একসময় বাঙালিরা গিজগিজ করত বলে সামিয়া খাতুন ইতিহাসের নাড়িনক্ষত্র টেনে টেনে জেনেছেন। বাঙালির সমুদ্রপথে দুস্তর পারাপারের এই অভিযানের ইতিহাস জানার সূত্রপাত ঘটেছিল অবশ্য একটি পুঁথিকে কেন্দ্র করে। ২০০৯ সালের জুনে সামিয়া খবর পান ব্রোকেন হিলের এক আদিবাসী গ্রামে একটি মসজিদ রয়েছে। সেখানে নাকি পুরোনো একখানা কোরআন শরিফও রয়েছে। স্থানীয় কাউন্সিলরের কার্যালয় থেকে মসজিদের চাবি নিয়ে সামিয়া কোরআন শরিফটি যে বাক্সে রাখা, তার কাছে যান। মোড়কের ওপর ইংরেজিতে ‘দ্য হলি কোরআন’ লেখা দেখে প্যাকেট খুলেই আশ্চর্য হয়ে যান সামিয়া। এ তো দেখি বাংলা বরফে লেখা কাসাসুল আম্বিয়া।এই অবাক দৃশ্য অনুসন্ধিৎসা করে তোলে সামিয়াকে। অস্ট্রেলিয়ায় বাঙালিদের পদচারণ অর্ধশতকেরও কম—এমনটাই ছিল এত দিনকার ধারণা। কিন্তু বইটির প্রকাশকাল লেখা আছে ১৮৮৭। সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া এই বাংলা পুঁথি অস্ট্রেলিয়ার মরু শহর ব্রোকেন হিলে আগমনের ইতিবৃত্ত জানার বিষয়টিকেই নিজের পিএইচডি গবেষণার বিষয়বস্তুতে পরিণত করেন। এ বছরই মাত্র ৩১ বছর বয়সে সামিয়া তাঁর পিএইচডি গবেষণাটিও শেষ করেছেন। সামিয়ার নামের আগে ডক্টর তকমা লাগার পাশাপাশি বাঙালির অস্ট্রেলিয়া অভিযানের এক অধ্যায়ও ইতিহাসের বুকে ঠাঁই পেয়েছে।অস্ট্রেলিয়ার জাতীয় ইতিহাস মহাফেজখানা থেকে শুরু করে পুলিশ বিভাগের রেকর্ড ও পুরোনো সংবাদপত্র ঘেঁটে সামিয়া একে একে জানতে পেরেছেন বাঙালিদের ওই অজানা-অচেনা দেশে বিচরণের চাঞ্চল্যকর তথ্য। বাঙালির দক্ষিণ আমেরিকা ও ইউরোপ অভিযানের মতোই অস্ট্রেলিয়া অভিযানের শুরুটাও একই রকমের ছিল। অর্থাৎ, ব্রিটিশ জাহাজের লস্কর বা নাবিক হিসেবে অস্ট্রেলিয়ার বন্দরগুলোর কাছাকাছি এসেই সমুদ্রে ঝাঁপ দিতেন তাঁরা। উত্তাল-ভয়াল সমুদ্র জয় করে তাঁরা ওই ডার্লিং নদী সাঁতরে সিডনি, পার্থসহ বিভিন্ন বন্দরনগরে গিয়ে উঠতেন। অনেকে সেখানকার আদিবাসী নারীদের বিয়ে করে স্থায়ীভাবে বসতিও গড়ে নিয়েছিলেন। অনেকে সেখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান। কেউ বা সার্কাস দলের সদস্য, আবার কেউ বা রাঁধুনি হিসেবে সুনাম কুড়ান। সামিয়ার গবেষণায় উনিশ শতকে অস্ট্রেলিয়ায় বসত গড়া এমন অনেক বাঙালির সন্ধান পাওয়া গেছে। এ বিষয় নিয়ে করা সামিয়ার পিএইচডি গবেষণার নাম ‘কানেকশনস বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া: ক্যামেলস, শিপস অ্যান্ড ট্রেইনস: ট্রান্সলেশন অ্যাক্রস দি ইন্ডিয়ান আর্কেপেলাগো, ১৮৬০-১৯৩০’।কলকাতা থেকে ছেড়ে আসা ওই জাহাজগুলোতে বিপুলসংখ্যক বাঙালি নাবিক যোগ দেন। বাঙালি নাবিকদের অনেকেই তখন অস্ট্রেলিয়ার বিভিন্ন বন্দরনগরে নেমে থেকে যান। অনেকে জাহাজ কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলীয় শহরে গিয়ে ঠাঁই নেন। সেই ১৮৬০ খ্রিষ্টাব্দ থেকেই শুরু হয় বাঙালিদের অস্ট্রেলিয়ায় অভিবাসন।১৯০৭ সালের ৩ ডিসেম্বর আজাদ উল্লাহ নামের এক বাঙালি নাবিক তাঁর সহকর্মী আবদুল্লাহর হামলায় মারা যাওয়ার ঘটনাও ওই সময়টার অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগের নথিতে পাওয়া গেছে। ১৮৮২ সালে মেলবোর্নের রাস্তায় দরবেশ নামের একজন খুদে ব্যবসায়ী সম্পর্কেও তথ্য রয়েছে সেখানকার সিটি করপোরেশনের নথিতে। ১৮৯০ সালে ব্রিটিশ কলোনি পোর্ট হের্টল্যান্ডে আবদুল আজিজ নামের এক বাঙালি পাচকেরও খোঁজ পান সামিয়া। খাজা মোহাম্মদ বক্সের জীবনীতে পাওয়া যায়, ১৯০৪ থেকে ১৯০৫ সালের মধ্যে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানকারী ৩০ জন বাঙালি কাপড় ব্যবসায়ীর দেখা পেয়েছেন, যাঁরা জাহাজ থেকে লাফ দিয়ে সাঁতার কেটে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তাঁরা পার্থ শহরের একটি ভবনকে মসজিদ হিসেবেও ব্যবহার করতেন।বক্সের জীবনীতে আরও জানা যায়, ১৮৯৩ সালে বাংলা ও ভারতের অন্যান্য অঞ্চল এবং চীনা ব্যবসায়ীদের পরিমাণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সরকার হকারদের জন্য আলাদা লাইসেন্সের ব্যবস্থা করে। এর পর থেকে হকারদের সংখ্যা কমতে থাকে। তবে এতে বাঙালি হকাররা অস্ট্রেলিয়া ছেড়ে যাননি। তাঁরা ভিন্ন এক পেশার সন্ধান পান। উটের ব্যবসার শ্রমিক হিসেবে তাঁরা কাজ শুরু করেন।১৮৮০ সালে অস্ট্রেলিয়ার মরু এলাকা ব্রোকেন হিলে বিপুল পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। ওই খনিজ পরিবহনের জন্য তখন ব্রোকেন হিল থেকে পিরি বন্দর পর্যন্ত ৫০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করা হচ্ছিল। সড়ক বা জল কোনো পথ দিয়েই এত বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী পরিবহন করা সম্ভব হচ্ছিল না। ইন্ডিয়ান আর্কেপেলাগোর পথ দিয়ে যাতায়াতকারী ব্রিটিশ ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার ওই মরুরাজ্যে উট নিয়ে আসেন। ওই উট দিয়ে রেলপথের কাঁচামাল সরবরাহের কাজ শুরু হয়।ব্রোকেন হিল প্রোপ্রাইটর লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান তখন জাহাজে করে সিলভারসহ রেললাইন নির্মাণসামগ্রী আমদানির কাজ পায়। তারা কলকাতা বন্দরকেন্দ্রিক ব্রিটিশ কোম্পানি পিঅ্যান্ডও এবং ওএসএনের মাধ্যমে ওই পণ্য পরিবহনের দায়িত্ব দেয়।ব্রোকেন হিলে রেললাইন নির্মাণ করতে গিয়ে পণ্য পরিবহনের জন্য উটের ব্যবহার শুরু হয়। তখন কলকাতা বন্দর থেকে আফগান, পাকিস্তানি ও বোম্বে থেকে আসা ব্যবসায়ীরা উটের বহর নিয়ে হাজির হতেন। অস্ট্রেলিয়া ও ভারতীয় দ্বীপপুঞ্জের মিলনস্থল হিসেবে চিহ্নিত ‘ইন্ডিয়ান আর্কেপেলাগো’ দ্বীপমালা অনুসরণ করে ভারত মহাসাগর দিয়ে জাহাজগুলো যেত।করাচিতে জন্ম নেওয়া খান জাদা ও বোম্বের ব্যবসায়ী খাজা মোহাম্মদ বক্স ওই সময়ে অস্ট্রেলিয়ার উটের বাজারে সবচেয়ে বড় ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হন। তাঁরা পূর্ববাংলার এক ব্যবসায়ীর মালিকানাধীন এস এস বেঙ্গল নামের একটি জাহাজ ভাড়া নিয়ে নিয়মিতভাবে অস্ট্রেলিয়ায় উট নিয়ে যেতেন। ওই এস এস বেঙ্গলের নাবিকদের বড় অংশ ছিলেন পূর্ববাংলার অধিবাসী। ওই জাহাজে করে বিপুল পরিমাণে বাঙালি নাবিক অস্ট্রেলিয়ায় পাড়ি দেয়। কথিত আছে, খান জাদা ও খাজা মোহাম্মদ বক্স বাঙালি নাবিকদের অস্ট্রেলিয়ার সমুদ্রবন্দর থেকে শহরে পালিয়ে যেতে সহায়তা করতেন। এভাবে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে বাঙালিরা ছড়িয়ে পড়ে।ব্রোকেন হিলের স্থানীয় ইতিহাসের মহাফেজখানা থেকে জানা যায়, ওই সময়কার বুর্কি, মেনেনডি ও উইলকানিয়া শহরে অনেক বাঙালি খুদে ব্যবসায়ীদের দেখা মিলত। স্থানীয় এক ঐতিহাসিক মোহামেট আনামেক (সম্ভবত নামটি বিকৃত হয়ে গেছে) নামের এক বাঙালি সার্কাস দলের সদস্য হিসেবে বিপুল খ্যাতি পেয়েছিলেন।আজ থেকে দেড় শ বছর আগে বাঙালির ভাগ্যান্বেষণে অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়ার এই অজানা কাহিনির কথক সামিয়া খাতুনের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর পরবর্তী লক্ষ্য কী। ৩১ বছর বয়সে পিএইচডি ডিগ্রি পাওয়া সামিয়া অকপটে বলেন, ‘এত দিন আমরা কোন কোন দেশের লোকেরা বাংলা অঞ্চলে এসেছিল, সেই ইতিহাস জানতাম। এখন আমরা খবর পাচ্ছি দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দূরদূরান্তের দেশে বাঙালিরা দেড়-দুই শ বছর আগে থেকেই নিয়মিতভাবে যাতায়াত করত। সেই ইতিহাস এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। বাঙালির সেই স্বর্ণময় ইতিহাসের পুরো দিক উন্মোচন করাই আমার আগামী দিনের কাজ হবে।’
পঞ্চম মহিলা ক্রিকেট লিগ উদ্বোধন হয়েছিল গত ৩০ জুন। কিন্তু বৃষ্টির কারণে খেলা না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে দুই দলের মধ্যে। তিন দিন বিরতির পর গতকাল খেলা শুরু হলেও একই পরিণতি। ধানমন্ডি ক্রিকেট মাঠে আজাদ ও ওরিয়েন্টের ম্যাচ বৃষ্টির বাধায় পরিত্যক্ত হওয়ায় ভাগাভাগি হয়েছে পয়েন্ট। ২০০৯ সালে শুরু মহিলা লিগের গত চারটি আসরে শুধু ২০১০ সালেই চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান (রানার্সআপ)। বাকি তিনবারই চ্যাম্পিয়ন। ভিক্টোরিয়ার বিপক্ষে আজ প্রথম ম্যাচ দিয়ে হ্যাটট্রিক শিরোপা অভিযানে নামছে সাদা-কালো দলটি। কাল ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহামেডানের অধিনায়ক হিসেবে নাম ঘোষিত হওয়ার পর সালমা খাতুন বললেন, ‘আমরা টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলব।’ তবে এই পথে বৃষ্টিকে বড় বাধা বলছেন জাতীয় দলেরও অধিনায়ক, ‘লিগটা আরও আগেই হওয়া উচিত ছিল। এখন বর্ষায় খেলা কীভাবে হবে জানি না। এতে বড় দলগুলোর সমস্যা হবে।’ সংবাদ সম্মেলনে মোহামেডানের মহিলা ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় ইনডেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাকিয়া তাজিনকে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় কর্মচারী নিয়োগ সম্পর্কে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে জানতে চাইলে মাউশির মহাপরিচালক ফাহিমা খাতুন বলেন, অচলাবস্থা নিরসনের লক্ষ্যে তাঁরা মন্ত্রণালয়ের কাছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানিয়েছিলেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এস মাহমুদ ও উপসচিব শহীদুল ইসলাম। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে। মাউশি দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় দুই হাজার কর্মচারী নিয়োগ-প্রক্রিয়া শুরু করেছে। এই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সম্প্রতি কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সংবাদ সম্মেলন করে বুধবার মনগড়া এবং ভিত্তিহীন অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানায়। মাউশি পৃথক এক বিবৃতিতে গত মঙ্গলবার জানায়, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এই নিয়োগ-প্রক্রিয়া বিতর্কিত করার চেষ্টা করছে।
রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার ৩ নম্বর ভবনটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং ব্যবহারের উপযোগী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে এমন তথ্য রয়েছে বলে গত বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটের পুরকৌশল বিভাগের বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদনে বলেছে, ভবনটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং ব্যবহারের উপযোগী। স্কুল কর্তৃপক্ষ ২ জুলাই থেকে ওই ভবনে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। গত দুই মাস অপর দুটি ভবনে তিন পালায় সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিজ্ঞপ্তি।
ইসলামাবাদ হাইকোর্টের রায়ে বরখাস্ত হয়েছেন নির্বাচিত প্রধান। সেই ইসলামাবাদ হাইকোর্টই এবার অন্তর্বর্তী প্রধান নাজাম শেঠিকে আদেশ দিয়েছেন ৯০ দিনের মধ্যে পিসিবির নির্বাচন করতে। গত মে মাসের প্রথম সপ্তাহে পিসিবির প্রথম নির্বাচিত প্রধান হয়েছিলেন জাকা আশরাফ। তবে চার বছরের মেয়াদে থাকতে পারেননি এক মাসও। সাবেক এক কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নির্বাচনকে ‘সংশয়পূর্ণ’ ও ‘কলুষিত’ অভিহিত করে ২৮ মে আশরাফকে বরখাস্ত করেন ইসলামাবাদ হাইকোর্ট। পরিবর্তন আসছে পিসিবির শীর্ষ পদে। পরিবর্তন হচ্ছে পাকিস্তানের প্রধান নির্বাচকের পদটিও। প্রধান নির্বাচক হিসেবে চুক্তি আর না বাড়ানোর কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন ইকবাল কাশিম। বোর্ডপ্রধান ও বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তাও গ্রহণ করেছেন সেই আবেদন।গত বছরের ১ মার্চ এক বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন কাশিম। সে অনুযায়ী মেয়াদ শেষ হয় গত মার্চে। তবে সেই সময়ের পিসিবি প্রধান আশরাফ অনুরোধ করেন ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা পর্যন্ত থেকে যেতে। পরশু দল ঘোষণা করে গতকাল মুক্তি চেয়ে নিলেন দায়িত্ব থেকে। পারিবারিক ও পেশাগত কারণেই আর এই দায়িত্বে থাকতে চান না কাশিম। সাবেক বাঁহাতি স্পিনার এখন পাকিস্তান ন্যাশনাল ব্যাংকের ক্রীড়া বিভাগের প্রধান। ওয়েবসাইট।
মেয়েটি দশম শ্রেণীতে পড়ে! প্রথম বৈ দ্বিতীয় হয়নি কোনো দিন। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। পড়াশোনাই ছিল তার ধ্যানজ্ঞান। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত। সে স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে তিন পাষণ্ড। মেয়েটিকে গণধর্ষণ করেছে ওরা।গত মঙ্গলবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। সেই কিশোরী এখন কুড়িগ্রাম সদরের একটি হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে আর অঝোরে কাঁদছে। তার একটাই জিজ্ঞাসা, ‘কেন ওরা আমার জীবনটা নষ্ট করে দিল?’মেধাবী এ শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে ধর্ষণের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছেন। ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এলাকার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।এ সময় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান উপস্থিত ছিলেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে গত বুধবার ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি বলে, ‘মঙ্গলবার সকাল ১০টার পর বিদ্যালয়ে এসে দেখি, অনেক সহপাঠী আসেনি। বেঞ্চে বই রেখে বিদ্যালয়ের পাশে বান্ধবী শাহানাজের বাড়ির দিকে যাই। এ সময় আল আমিনের বড় ভাবি রুবিনা ডাক দেন। কুশল জিজ্ঞেস করেন। কথা বলতে বলতে বাড়ির ভেতরে নিয়ে যান। এই সময় আল আমিন, ফারুক ও মোত্তালেব মুখ চেপে জোর করে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। একসময় ওরা আমাকে ফেলে রেখে বাড়ির বাইরে যায়। তখন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে।’মেয়েটির বাবা পেশায় হোমিও চিকিৎসক। তিনি বলেন, ‘আমি খুব নিরিবিলি জীবন যাপন করি। কারও ক্ষতি করিনি। কেন আমার এ অবস্থা হলো? আমি এ ঘটনার বিচার চাই।’ তিনি অভিযোগ করেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যানের পক্ষ না নেওয়ায় তিনি আমার ওপর ক্ষুব্ধ। গত ১০ জুন লোক দিয়ে তিনি (চেয়ারম্যান) বাজারে আমার হোমিওপ্যাথির দোকানঘরটি ভেঙে দেন। এ ব্যাপারে ইউএনওসহ থানায় অভিযোগ করি। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান চাপ দিয়ে আসছিলেন। তিনি হুমকি দিয়েছিলেন, অভিযোগ তুলে না নিলে আমার অপূরণীয় ক্ষতি হবে।’ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান গাজিউর রহমান মণ্ডল বলেন, ‘দোকান ভাঙার ব্যাপারে আমি লোক মারফত মাফ চেয়েছি, কোনো হুমকি দিইনি।’ তিনি দাবি করেন, আল আমিন তাঁর ক্যাডার নয়, আত্মীয়। ইউপি চেয়ারম্যান বলেন, ‘যে অন্যায় করেছে, তার শাস্তি আমিও চাই।’গতকাল সরেজমিনে আল আমিনদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আল আমিনদের প্রতিবেশী শিক্ষক নাসরিন আখতার বলেন, ‘ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। ঘরের ভেতর গিয়ে দেখি, মেয়েটি রক্তাক্ত অবস্থায় বিছানায় শুয়ে আছে।’ধর্ষণের শিকার শিক্ষার্থীর বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান ও সামছুল হক জানান, মেয়েটি প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম হয়ে আসছে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। শাহানাজ বেগম জানায়, তার বান্ধবী খুব ভদ্র ও শান্ত।ওসি মাহফুজ রহমান জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে তিনি পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডুসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাভারের রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় আহত দুই নারীকে আর্থিক সহায়তা দিয়েছে প্রথম আলো ব্লগের (www.prothom-aloblog.com) ব্লগাররা। গতকাল বৃহস্পতিবার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন দুই নারীকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। সহায়তা পাওয়া দুজনের নামই রোজিনা বেগম।ময়মনসিংহের রোজিনা বেগম রানা প্লাজার ধ্বংসস্তূপে তিন দিন চাপা পড়া অবস্থায় ছিলেন। বাম হাত কেটে তাঁকে উদ্ধার করা হয়। ভবনধসে নড়াইলের রোজিনা বেগমের দেহে রড ঢুকে তাঁর কিডনিকে আক্রান্ত করে। বর্তমানে তাঁর এক পা অচল হয়ে পড়েছে। দুর্ঘটনার রাতে তাঁকে উদ্ধার করা হয়। দুই রোজিনার হাতে চেক তুলে দেন প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, ব্লগার রাব্বানী চৌধুরী ও নীল সাধু।
গ্রাম দুটির নাম চরখিদিরপুর ও চরতারানগর। কয়েক বছর আগে এ দুটি গ্রামের আয়তন ছিল ২৮ বর্গকিলোমিটার। এখন অবশিষ্ট রয়েছে মাত্র সোয়া পাঁচ বর্গকিলোমিটার। ভাঙন অব্যাহত থাকায় গ্রাম দুটি বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর তা হলে গ্রাম দুটির প্রায় ১০ হাজার মানুষ উদ্বাস্তু হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার সময় আশ্রয় নেওয়ার জন্য গ্রাম দুটিতে ছিল তিনটি পাকা আশ্রয়কেন্দ্র। দুটিই পদ্মায় বিলীন হয়েছে। দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনও চলে গেছে পদ্মায়। একইভাবে নদীতে বিলীন হয়ে গেছে একটি পাকা মসজিদ। নদীর ভাঙন দুটি গ্রামের বাসিন্দাদের পেছনে ঠেলতে ঠেলতে একেবারে ভারতীয় সীমান্তের কাছাকাছি নিয়ে যাচ্ছে। এরই মধ্যে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরিয়ে নেওয়া হয়েছে। এখন গ্রাম দুটির যেকোনো জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সীমান্ত দেখা যায়।স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের কাছে বাস করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যখন-তখন তাঁদের গ্রামের ভেতের ঢুকে লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। কৃষিজমি হারিয়ে গ্রামের অনেক পরিবার উদ্বাস্তু হয়ে পড়েছে। এখন যাঁরা আছেন, তাঁদের নদীতে মাছ ধরে এবং গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করা ছাড়া কোনো উপায় নেই। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত ব্যবস্থা না নিলে বাংলাদেশের মানচিত্র থেকে গ্রাম দুটি পুরোপুরি হারিয়ে যাবে।গত শুক্রবার চরতারানগর ও চরখিদিরপুর গ্রামে গিয়ে দেখা গেছে, নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফের ভাঙন শুরু হয়েছে। বিজিবি ক্যাম্পের সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে ক্যাম্প দুটি সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে।চরখিদিরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, ছবির মতো সাজানো সুন্দর এই গ্রাম দুটি যেকোনো সময় দেশের মানচিত্র থেকে মুছে যেতে পারে। গ্রাম দুটি রক্ষায় সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ জানান, তাঁরা এরই মধ্যে সরেজমিনে গ্রাম দুটি পরিদর্শন করেছেন। চরখিদিরপুরের প্রায় এক কিলোমিটার নদীর তীর সংরক্ষণের জন্য পাউবোর ডিজাইন সার্কেল-৬-এর কাছে নকশার জন্য লিখেছেন। এক সপ্তাহের মধ্যে নকশা পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন। হারুন অর রশিদ বলেন, নকশা পেলে অর্থ বরাদ্দের জন্য আবেদন করা হবে।
লড়াইটা দুই দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাবের এবং সে কারণেই লড়াইটা ব্রাজিল-আর্জেন্টিনারও। কোপা লিবার্তোদোরেসের সেমিফাইনালের প্রথম লেগে আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েজের কাছে হারটা যেন ছুরির ফলা হয়ে বিঁধেছে ব্রাজিলের অ্যাটলেটিকো মিনেইরোর ফুটবলারদের গায়ে। এতটাই যে রক্ত দিয়ে হলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর কথা বললেন মিনেইরোর প্লে-মেকার রোনালদিনহো!ম্যাক্সি রদ্রিগেজ ও ইগনাসিও স্কোক্কোর গোলে নিজের মাঠে পরশু প্রথম লেগে মিনেইরোকে ২-০ ব্যবধানে হারিয়েছে নিওয়েলস ওল্ড বয়েজ। সদ্য কনফেডারেশনস কাপ জিতে আসা ব্রাজিল স্ট্রাইকার জো বিরতির পর একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে তা। নিষপ্রভ ছিলেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদিনহোও। তবে প্রতিপক্ষের মাঠে হারলেও নিজেদের মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়াবেন বলে দৃঢ়প্রত্যয়ী রোনালদিনহো, ‘সব শেষ হয়ে যায়নি। ক্লাবের ঐতিহ্য ধরে রাখতে আমরা আমাদের জীবন দিয়ে খেলব, দরকার হলে রক্ত দেব।’রোনালদিনহোদের এই ‘প্রতিশোধের’ ম্যাচটা বুধবারই, বেলো হরিজন্তে স্টেডিয়ামে। রয়টার্স।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের গাফিলতিতে একই দিনে তিনটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর ও আবাসিক চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।সিরাজগঞ্জের সিভিল সার্জন মাইন উদ্দিন মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দায়িত্বরত চিকিৎসকদের উপস্থিত না থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে ডেপুটি সিভিল সার্জন আবুল ফারেজ ও উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকুমার রায়কে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ ও মৃত তিন শিশুর স্বজনেরা জানান, বুধবার বিকেলে ফুটবল নিয়ে খেলতে খেলতে উপজেলার শক্তিপুর গ্রামের লিটন মিয়ার ছেলে মিলন (৭) ও আল হকের ছেলে আলিফ (৭) বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। একই দিনে প্রায় একই সময়ে উপজেলার কাকিলামারি গ্রামের মাহমুদের ছেলে আবির (৩) বাড়ির পাশে খেলতে খেলতে বন্যার পানিতে পড়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্য চিকিৎসক না থাকায় আবাসিক চিকিৎসক আবদুর রহমানকে খবর দিলে তিনি দেড় ঘণ্টা পর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। এরপর তিনি শিশু তিনটিকে দেখে মৃত ঘোষণা করেন।শিশুরা চিকিৎসা না পেয়ে মারা গেছে—এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন চিকিৎসক আবদুর রহমানকে মারধর করে কক্ষে আটকে রাখেন।শিশু আলিফের মামা শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর আবু শামিম সূর্য মিয়া অভিযোগ করেন, প্রথম শিশুদের নড়াচড়া করা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ সময় জরুরি বিভাগে কোনো চিকিৎসক ছিলেন না। তা ছাড়া কাগজপত্র অনুযায়ী ওই সময়ে চিকিৎসক সিলভিয়া হাসানের দায়িত্ব থাকলেও তিনি সকাল থেকেই অনুপস্থিত ছিলেন।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল বলেন, হাসপাতাল ভাঙচুর এবং চিকিৎসককে আটকে রাখা হয়েছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার পর চিকিৎসককে উদ্ধার করা হয়।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আওয়ালের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ঢাকায় আছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সন্ত্রাসবিরোধী সমঝোতা স্মারক বাতিল ও এর সব তথ্য প্রকাশের দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহ আলম গতকাল বৃহস্পতিবার এ দাবি জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ নির্মূলের আড়ালে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার সামরিক পরিকল্পনায় আটকাতে চায়। ফলে দেশের স্থল, নৌ ও বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাবে। বিজ্ঞপ্তি
লালমনিরহাটের পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের ঠাকুরঠারী গ্রামে স্বামীর নির্যাতনের শিকার আরেফা খাতুন (২৬) নামের এক গৃহবধূ তিন দিন ধরে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন।পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) পি কে দাস জানান, আরেফার পায়ের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ অবস্থা জানার জন্য তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। তাই তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।গতকাল বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, আরেফা খাতুন প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন। পাশেই কাঁদছে অবুঝ দুটি মেয়েসন্তান। আরেফা খাতুন জানান, তাঁর বাবার বাড়ি উপজেলার বাউড়া ইউনিয়নের নবীনগর গ্রামে। প্রায় নয় বছর আগে ঠাকুরঠারী গ্রামের আহসান হাবিবের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের সময় তাঁর বাবা সিরাজুল ইসলাম এক লাখ ২০ হাজার টাকা যৌতুক দেন। ২০০৭ সালে তিনি মারা যান। এরপর উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পাওয়া কিছু জমি ও মায়ের পালিত গরু বিক্রি করে তিন লাখ টাকা আনার চাপ দেন আহসান হাবিব। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আহসান তাঁকে মারধরও করতেন। গ্রাম্য মাতবরেরা কয়েকবার সালিসে মীমাংসাও করে দিয়েছেন। কিন্তু কিছুদিন যেতে না-যেতে আবারও টাকা দাবি করেন আহসান হাবিব। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গত মঙ্গলবার বাড়ি থেকে আরেফা খাতুনকে বের হয়ে যেতে বলেন আহসান হাবিব। তিনি যেতে না চাইলে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করে তাঁকে রাস্তায় ফেলে রাখেন।প্রতিবেশী পিন্টু ও আরেফা খাতুনের ভাই আবদুল মমিন জানান, একাধিকবার সালিস হলেও আহসান হাবিব প্রায়ই টাকার জন্য ঝগড়া-বিবাদ করতেন।এ বিষয়ে আহসান হাবিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে বলেন, ‘পারিবারিক সমস্যা হয়েছিল, তাই মেরেছি।’ তবে যৌতুকের টাকার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আপনার সঙ্গে পরে কথা হবে।’পাটগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিদ্দিক জানান, নির্যাতিত গৃহবধূকে তাঁর স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সাফ ফুটবলের প্রাথমিক ক্যাম্পে খেলোয়াড় ডাকা হয়েছিল ৩৫ জন। এর মধ্যে অস্ট্রেলিয়াপ্রবাসী মিডফিল্ডার আনন্দ রহমান অনুশীলনের ধকল সইতে না পেলে ক্যাম্প ছেড়েছেন। তবে মিডফিল্ডার নয়, দলে দুজন ডিফেন্ডারের অভাব বোধ করছেন সহকারী কোচ রেনে কোস্টার। প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। সবুজ সংকেত পেয়ে নতুন করে ক্যাম্পে ডাকা হয়েছে শেখ রাসেলের ডিফেন্ডার রেজাউল ও মোহামেডানের মিন্টু শেখকে। আজ তাঁদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। আজই সকালে ঢাকায় এসে কাজ শুরু করবেন ডি ক্রুইফ।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গোলাম রব্বানী (৩২) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার হিন্দা বজরবারাহী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে গতকাল বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলায় আকাল উদ্দিন (৩৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।ক্ষেতলাল থানা ও গোলাম রব্বানীর পারিবার সূত্রে জানা গেছে, হিন্দা বজরবারাহী গ্রামের মোফাজ্জলের ছেলে গোলাম রব্বানী ও মৃত কছের উল্লার ছেলে সিদ্দিকুর রহমানকে গত বুধবার সন্ধ্যায় একই গ্রামের রেজাউল ফকির তাঁর পুকুরের মাছ পাহাড়া দেওয়ার জন্য ডেকে নিয়ে যান। ওই দিন পুকুরে সেচ দেওয়া হচ্ছিল। রাত ১০টার পর সিদ্দিকুর রহামন পাশের শিমুলতলী বাজারে গিয়ে জানান, রব্বানীকে দুষ্কৃতকারী গলা কেটে হত্যা করেছে। পরে রাতে খবর পেয়ে ক্ষেতলাল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।সিংড়া থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ব্যবসার কাজে সিংড়া উপজেলার গোপালপুর গ্রামের সাদা মিয়ার ছেলে আকাল উদ্দিন কালীগঞ্জ বাজারে যান। এরপর তিনি নিখোঁজ হন। গতকাল সকাল নয়টায় স্থানীয় লোকজন ওই গ্রামের বারনই নদীর তীরে তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আকাল উদ্দিনের ভাই বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা করেছেন। ওই থানার ওসি গোলাম হায়দার ফায়জুর রহমান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল না।
খুদে দাবাড়ু ফাহাদ রহমানকে কাল সংবর্ধনা দিয়েছে তার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জেমকন গ্রুপ। গত জুনে থাইল্যান্ডে আসিয়ান বয়সভিত্তিক দাবায় (অনূর্ধ্ব-৯) স্ট্যান্ডার্ড বিভাগে সোনা ও র‌্যাপিড বিভাগে রুপাজয়ী ফাহাদকে দীর্ঘ সময়ের জন্যই পৃষ্ঠপোষণা দিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। জেমকন গ্রুপের কর্মকর্তা কাজী নাবিল আহমেদ বলেন, ‘ফাহাদ বিশ্বের যেকোনো দেশে খেলতে চাইলে আমরা সাহায্য করব। শুধু ওই টুর্নামেন্টে অংশ নেওয়ার দু-এক মাস আগে আমাদের বিষয়টি জানাতে হবে।’ সংবর্ধনার পাশাপাশি ফাহাদের হাতে তুলে দেওয়া হয় এক সেট করে ট্র্যাকস্যুট, ট্রাউজার ও কেডস।
ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য দূর ও সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা অবিলম্বে দাবিগুলো মানার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব খন্দকার মাইনুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) কার্যালয়ের দ্বিতল ভবনটি ২৩ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর পরও ভবনটি ভেঙে না ফেলায় ধসে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসে এ কার্যালয়ের কার্যক্রম অন্যত্র স্থানান্তর করা হয়েছে।বিএডিসি উলিপুর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালে বিএডিসির কার্যক্রম পরিচালনার জন্য সরকার উপজেলা পরিষদ এলাকার মধ্যে দ্বিতল ভবনটি নির্মাণ করে। নির্মাণে ত্রুটি থাকায় কয়েক বছর পরই ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উলিপুর উপজেলা কার্যালয়ের প্রকৌশলীরা ১৯৯০ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। দুর্ঘটনা এড়াতে ভবনটি ভেঙে ফেলার জন্য বিএডিসি কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি লিখিতভাবে জানিয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও ভবনটি অপসারণের উদ্যোগ নেয়নি উপজেলা পরিষদ।সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে আছে। ভবনের যত্রযত্র পরগাছা জন্মেছে। বিভিন্ন স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। এই ঝুঁকিপূর্ণ ভবনের পাশেই জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, বিএডিসির বীজকেন্দ্রসহ সরকারি বেশ কয়েকটি কার্যালয়।ইউএনও শাহীনুর আলম জানান, বিএডিসি কার্যালয়ের কার্যক্রম মে মাসে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটি ভেঙে ফেলার জন্য তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল জানান, শিগগিরই ভবনটি অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঈদুল ফিতরের আগে দাবি বাস্তবায়ন না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ। গত বুধবার ডাক ভবনের চত্বরে পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার পে-কমিশন গঠনের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় বিশেষত ৩০ শতাংশ বেতন বৃদ্ধি/তিনটি বিশেষ ইনক্রিমেন্ট প্রদানসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওই জরুরি সভা হয়। বিজ্ঞপ্তি।
রথযাত্রা আর্যজাতির একটি প্রাচীন ধর্মোৎসব। কিন্তু এখন রথযাত্রা বললে সাধারণত জগন্নাথদেবের রথযাত্রাকেই বোঝায়। কিন্তু একসময় ভারতবর্ষে সৌর, শক্তি, শৈব, বৈষ্ণব, জৈন, বৌদ্ধ সব ধর্ম-সম্প্র্রদায়ের মধ্যে স্ব স্ব উপাস্যদেবের উৎসববিশেষে রথযাত্রা অনুষ্ঠিত হতো। প্রাচীন ভারতীয় গ্রন্থ ব্রহ্মাণ্ডপুরাণ এবং পদ্মপুরাণ-এও এ রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। পুরুষোত্তম মাহাতো জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ কেমন হবে, সে সম্পর্কে বলা আছে। বিষ্ণুধর্মোত্তরে একই রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা—এই মূর্তিত্রয়ের স্থাপন নির্দেশ থাকলেও পুরুষোত্তম মাহাতো ও নীলাদ্রি মহোদয়ের পদ্ধতি অনুসারে পুরীধামে আজ অবধি তিনজনের জন্য তিনটি বৃহৎ রথ প্রস্তুত হয়ে থাকে। রথযাত্রার প্রচলন ঠিক কোন সময়ে হয়, তা এখনো স্থিরনিশ্চিত হয়নি। কারও কারও মতে, বুদ্ধদেবের জন্মোৎসব উপলক্ষে বৌদ্ধরা যে রথযাত্রা উৎসব করত, তা থেকেই হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার উৎপত্তি। আবার অনেকে বিশ্বাস করেন, ভারতে প্রতিমাপূজা প্রচলনের সঙ্গে সঙ্গে রথযাত্রার উৎসব প্রচলিত হয়।উৎকলখণ্ড এবং দেউলতোলা নামক উড়িষ্যার প্রাচীন পুঁথিতে জগন্নাথদেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে সত্যযুগে অবন্তীনগরী রাজ্যে ইন্দ্র নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা ভগবান বিষ্ণুর এই জগন্নাথরূপী মূর্তির রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন। পরবর্তীকালে রাজা ইন্দ্র পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন। একসময়ে ইউরোপেও যে রথযাত্রা প্রচলিত ছিল, তারও প্রমাণ পাওয়া গেছে।বৌদ্ধযুগেও জগন্নাথদেবের রথযাত্রার অনুরূপ রথে বুদ্ধদেবের মূর্তি স্থাপন করে রথযাত্রার প্রচলন ছিল। বিখ্যাত চীনা পর্যটক ফা হিয়ান খ্রিষ্টীয় পঞ্চম শতকে তৎকালীন মধ্য এশিয়ার খোটান নামক স্থানে যে বুদ্ধ রথযাত্রার বর্ণনা দিয়েছেন, তা অনেকাংশে পুরীর জগন্নাথদেবের রথযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ত্রিশ ফুট উঁচু চার চাকার একটি রথকে বিভিন্ন রত্ন, অলংকার ও বস্ত্রে সুন্দরভাবে সাজানো হতো। রথটির চারপাশে থাকত নানা দেবদেবীর মূর্তি। মাঝখানে স্থাপন করা হতো বুদ্ধদেবের মূর্তি। এরপর সে দেশের রাজা তাঁর মুকুট খুলে রেখে খালি পায়ে রথের সামনে এসে নতমস্তকে বুদ্ধদেবের উদ্দেশে পুষ্পাঞ্জলি দেওয়ার পর মহাসমারোহে রথযাত্রা শুরু হতো। পুরীর জগন্নাথদেবের রথযাত্রায় আজও আমরা দেখে থাকি যে প্রতিবছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশপরম্পরাক্রমে পুরীর রাজপরিবারের নিয়মানুযায়ী যিনি রাজা উপাধিপ্রাপ্ত হন, তিনি জগন্নাথ, বলরাম ও সুভদ্রাদেবীর পরপর তিনটি রথের সামনে এসে পুষ্পাঞ্জলি প্রদান ও সোনার ঝাড়ু দিয়ে রথের সম্মুখভাগ ঝাঁট দেওয়ার পরই পুরীর রথের রশিতে টান পড়ে। শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। এখনো ভাদ্র মাসের প্রথমেই ইউরোপের অন্তর্গত সিসিলি দ্বীপে রথযাত্রার অনুষ্ঠান হয়ে থাকে। ওই বিলাতি রথযাত্রা মেরির উদ্দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে সূর্য-রথই যে সব রথের প্রথম, তা পুরাণে বলা আছে। পূর্বে ভারতীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কার্তিক মাসে শ্রীকৃষ্ণের রথযাত্রার অনুষ্ঠান হতো। বৌদ্ধ প্রভাবকালে তা বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছিল। হিন্দুধর্মের পুনরুদ্ভবকালে উৎকলবাসীর মনোরঞ্জনের জন্য সেই সময়েই জগন্নাথদেবের রথযাত্রা প্রচলিত হলো। এই জগন্নাথদেবের রথযাত্রা ক্রমে সর্বত্র প্রচলিত হলে শ্রীকৃষ্ণের রথযাত্রার বিষয় অনেকেই ভুলে গেল। তবে হিমালয়ের কোনো কোনো স্থানে দেবীর রথযাত্রার কথা এখনো শোনা যায়। নেপালে কি বৌদ্ধ, কি শৈব সর্বসাধারণের মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন প্রকার রথযাত্রা প্রচলিত আছে। পুরীর রথের কথা তো আমরা সবাই জানি। সেখানে সমুদ্রকেও ছাপিয়ে ওঠে রথের মেলার জনসমুদ্র। মেদিনীপুর জেলার প্রাচীন ঐতিহ্যমণ্ডিত মহিষাদলের রাজপরিবারের বিখ্যাত কাঠের রথ, বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্লরাজাদের অতীত গৌরবের সাক্ষী পাথরের রথ। দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানি রাসমণি ১৮৩৮ সালে এক লাখ ২২ হাজার টাকা খরচ করে তৈরি করেছিলেন রুপার রথ। মেদিনীপুর জেলার রামগড়ের রাজারা রাধা-কৃষ্ণের বিগ্রহ নিয়ে টানতেন পিতলের রথ। কাঁঠালপাড়ার ঋষি বঙ্কিমচন্দ্রের পারিবারিক রথ ছিল টিনের। কাঠের কাঠামোয় পাঁচটি স্বর্ণচূড়ামণ্ডিত রথ আছে মধ্য কলকাতার সুরি লেনে মল্লিক পরিবারের। স্বাধীনতাপূর্ব সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় রথ ছিল মানিকগঞ্জের ধামরাইয়ে। রথটির উচ্চতা ছিল ১৮ মিটার। দানবীর রণদাপ্রসাদ সাহা ওই রথটির দেখাশোনা এবং ব্যয়ভার বহন করতেন। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা রথটিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এখনো বাংলাদেশের বিভিন্ন স্থানে রথযাত্রা এবং সে উপলক্ষে মেলা বসে। রাজশাহীতেও রথবাড়ী থেকে প্রতিবছর রথযাত্রার অনুষ্ঠান হয়ে থাকে। রথযাত্রা শুধু ধর্মীয় উৎসবই নয়, এর সঙ্গে সামাজিক বন্ধনেরও একটা শিক্ষা রয়েছে। সহস্র মানুষের সমবেত শক্তিতে অচল রথ সচল হয়, এই সত্যটা রথযাত্রার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে।
বগুড়ার শেরপুরে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নূরুজ্জামান প্রামাণিক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সোচিনী গ্রামে।এদিকে গতকাল সকাল নয়টার দিকে দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে আটজন আহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা সেতাবগঞ্জ বাসস্ট্যান্ডে বাসটি আটক করে এবং ওই বাসসহ দুটি বাস পুড়িয়ে দেয়।প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বিকেল চারটার দিকে ঝটিকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে শেরপুর উপজেলার মহিপুর বাজার এলাকায় বিকল হয়ে পড়ে। বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়া থেকে শেরপুরগামী করতোয়া গেটলক নামের যাত্রীবাহী আরেকটি বাস দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নূরুজ্জামান প্রাণ হারান। তিনি থেমে থাকা বাসের যাত্রী ছিলেন।গতকাল সকালে দিনাজপুর থেকে সেতাবগঞ্জগামী রুমাইয়া পরিবহন নামের একটি বাস সেতাবগঞ্জ পৌর এলাকার রেলঘুমটির কাছে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে পথচারীদের এলোপাতাড়িভাবে চাপা দেয়। এতে আটজন আহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা সেতাবগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ক্ষুব্ধ লোকজন আরেকটি বাস পুড়িয়ে ফেলে।সেতাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, অনেক চেষ্টার পর পুলিশ জনতাকে শান্ত করে। পরে আগুনে পুড়ে যাওয়া বাস দুটি থানায় নিয়ে যাওয়া হয়।
ম্যানচেস্টার ইউনাইটেডে সোনালি ক্যারিয়ারের শেষে কোচিংয়ে যোগ দেবেন। এটা তিনি বলে আসছেন অনেক দিন থেকেই। বুট জোড়া তুলে রাখার পর ডাগ-আউটে বসবেন, সেই প্রস্তুতিও নিয়ে রেখেছেন রায়ান গিগস। ফুটবল নিয়ে জীবনের পরবর্তী অধ্যায়ে পা ফেলার পথে এবার সত্যিই এগিয়ে গেলেন তিনি। ইউনাইটেডের খেলোয়াড়ের তকমাটা গায়ে থাকছেই, কাঁধে চাপছে সহকারী কোচের দায়িত্বও। নতুন কোচ ডেভিড ময়েস সহকারী হিসেবে বেছে নিয়েছেন এই উইঙ্গারকে। গিগসের সঙ্গে একই দায়িত্ব পেয়েছেন সাবেক ইউনাইটেড ও এভারটন তারকা ফিল নেভিলও।ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব নেওয়ার পর নিজের মনমতোই সহকারী বাছাই করছেন ময়েস। স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী ছিলেন এমন অনেকেই চাকরি হারিয়েছেন, এসেছেন এভারটনে ময়েসের সঙ্গে কাজ করেছেন এমন অনেকে। তবে গিগসের নিয়োগটা এ ক্ষেত্রে ব্যতিক্রম। ইউনাইটেডে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার ও অভিজ্ঞতা সবার কাজে লাগবে ভেবেই ৩৯ বছর বয়সী তারকাকে বাড়তি এই দায়িত্ব দিয়েছেন ময়েস, ‘আমি খুবই খুশি যে গিগস দায়িত্বটা নিতে রাজি হয়েছে। তার সাফল্য ও দীর্ঘদিন ধরে খেলার সঙ্গে মানিয়ে চলাটা আধুনিক ফুটবলে তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের জন্য ওর ক্যারিয়ার একটা উদাহরণ। আমি নিশ্চিত, গিগস নিজে ও দলের সব খেলোয়াড় এতে উপকৃত হবে।’ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (৬৬০টি) ও সবচেয়ে বেশি লিগ শিরোপা (১৩টি) জেতা রায়ান গিগস গত মার্চে ফুটবলার হিসেবে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আরও এক বছরের জন্য। একই সঙ্গে কোচিং কোর্স করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী গ্রীষ্মেই কোচ হিসেবে উয়েফা সনদও পেয়ে যাবেন। তার আগেই নিজের ক্লাবে সহকারী কোচ হিসেবে কাজ করতে পারাটা গিগসের জন্য হবে বাড়তি পাওনাই। দায়িত্বটা পেয়ে তাই উচ্ছ্বসিত ওয়েলসের এই ফুটবলার, ‘আমি কোচিং কোর্স করছি এটা তো আর গোপন কিছু নয়। ভবিষ্য ৎ ক্যারিয়ারের দিকে এটাই আমার প্রথম পদক্ষেপ। আমি ডেভিড ময়েস ও তাঁর দলের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’গিগসের মতোই এ রকম একটা সুযোগের অপেক্ষায় ছিলেন ফিল নেভিলও। কোচিং অভিজ্ঞতায় তিনি অবশ্য গিগসের চেয়ে কিছুটা এগিয়ে। এরই মধ্যে সনদও পেয়ে যাওয়া নেভিল কাজ করেছেন ইংল্যান্ড যুবদলের সঙ্গে। পেয়েছিলেন আরও কয়েকটি ক্লাবের কোচ হওয়ার প্রস্তাব। কিন্তু এভারটনে ক্যারিয়ারের শেষ সময়টা কাটানো নেভিলের স্বপ্ন ছিল তাঁর কৈশোর ও প্রথম যৌবনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং দলে কাজ করা। ডেভিড ময়েস দায়িত্ব নেওয়ায় সেটা কিছুটা সহজ হয়েছে। আর একসময়ের শিষ্যকে এবার সহকর্মী হিসেবে বেছে নিতেও খুব একটা ভাবতে হয়নি ময়েসকে। দুই বড় ফুটবলারকে সহকারী বানানো ময়েসের ওল্ড ট্রাফোর্ডে পথ চলাটা কেমন হয়, সেটাই এখন দেখার। বিবিসি, গার্ডিয়ান।
নওগাঁর রানীনগর ও ধামইরহাট উপজেলায় দুটি বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকারসহ নয় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রানীনগর উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামের দীলিপ কুমার পালের বাড়িতে বুধবার দিবাগত রাত চারটার দিকে ডাকাতি হয়েছে। ডাকাতেরা সীমানা প্রাচীর টপকে ওই বাড়িতে ঢুকে গৃহকর্তাসহ অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও সিন্দুক ভেঙে নগদ ২৫ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকার ও মুঠোফোনের আটটি সেট লুট করে নিয়ে যায়।বুধবার মধ্যরাতে ধামইরহাটের ফার্সিপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন নামের এক কৃষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে নগদ তিন লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। এ ছাড়া ২৩ সদস্যের কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন আইনজীবী শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন, আইনজীবী রফিকুল আলম ও ছাইফুল কবীর। সহসাধারণ সম্পাদক হয়েছেন ছরোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।
দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলায় গতকাল বৃহস্পতিবার তিনটি গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ, বিদ্যালয় ভবন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।বিদ্যুৎসংযোগ পাওয়া গ্রামগুলো হলো আলোকঝাড়ি মণ্ডলপাড়া, দুয়োসুয়ো চাঁদ মেম্বারপাড়া ও পাকেরহাট সেনপাড়া। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী জানান, তিন কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণে ২৩ লাখ টাকা ব্যয় হয়েছে।সকালে মন্ত্রী চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিঙ্গানগর সাহাপাড়ায় ও খানসামা উপজেলার পূর্ব বাসুলি গ্রামে দুটি কালভার্ট উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে একে একে ঢুকলেন বিপ্লব, চয়ন, জাহিদরা। স্টেডিয়ামে অনুশীলনরত অনূর্ধ্ব-১৬ দলের ফুটবলাররা হকি দলকে ঢুকতে দেখে বেশ বিস্মিত। পাশেই মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। একজন তো বলেই বসল, ‘পথ ভুলে কি এখানে ঢুকে পড়েছেন আপনারা?’ ভুল ভাঙালেন জাতীয় হকি দলের নতুন কোচ নাভিদ আলম, ‘খেলোয়াড়দের সহ্যক্ষমতার পরীক্ষা নিতেই এখানে আসা।’ একটু পর চার দলে ভাগ হয়ে অ্যাথলেটিকস ট্র্যাকে ১০ চক্কর দিলেন হকি খেলোয়াড়েরা। পাশে দাঁড়িয়ে নাভিদ আলম জোগাতে থাকলেন উ ৎসাহ, ‘কিপ রিদম বয়েজ!’ কিন্তু ১০ চক্কর শেষে দু-একজন বাদে প্রায় সবাইকে দেখাল বিধ্বস্ত।
বরগুনার বামনা উপজেলায় ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গৃহনির্মাণ সহায়তার তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাদ দিয়ে ধনাঢ্য ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ভুক্তভোগী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।জানা গেছে, মহাসেনে উপজেলার ৭২০টি বসতঘরের আংশিক ক্ষতির তালিকা করে প্রশাসন। ৭২০টি পরিবারের জন্য গৃহনির্মাণ সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৯৮ লাখ টাকা বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। পরে স্থানীয় প্রশাসন তালিকা দীর্ঘ করে ৯৮০টি পরিবারের জন্য পরিবারপ্রতি দুই বান্ডেল ঢেউটিন ও নগদ দুই হাজার টাকা বিতরণের সিদ্ধান্ত নেয়।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামের ষাটোর্ধ্ব কমলা সুন্দরীর পুরোনো টিনের ঘরটির চাল উড়িয়ে নেয় ঘূর্ণিঝড়। প্রথম দফায় সরকার নগদ কিছু টাকা ও পাঁচ কেজি করে চাল দিলেও সেই সহায়তা তাঁর জোটেনি। এখন দুই বান্ডেল টিন ও দুই হাজার টাকা দেওয়ার জন্য যে তালিকা করা হয়েছে, তাতেও তাঁর নাম ওঠেনি। কমলা সুন্দরীর নাম তালিকায় না থাকার বিষয়ে জানতে চাইলে রামনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রাজ্জাক জানান, কমলা সুন্দরীর ছেলের নাম তালিকায় রাখা হয়েছিল। কিন্তু চেয়ারম্যানের নির্দেশে ওই নাম কেটে একই গ্রামের আবদুর রশিদের নাম তালিকাভুক্ত করা হয়। ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার বলেন, ‘আমি কারও নাম বাদ দিতে বলিনি।’ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপির সদস্যরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে তালিকা উপজেলা প্রশাসনে জমা দিয়েছেন, তাতে বেশির ভাগই তাঁদের সমর্থকদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনেকে বঞ্চিত হয়েছেন। বামনা সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের দরিদ্র আবদুল মালেক, মো. শিপন, আনোয়ারা বেগম, মো. নিজাম, মজিবর, খলিল, কামাল ও সুমনসহ অন্তত ২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের নাম ওই তালিকায় নেই।কলাগাছিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মীর আজগর হায়াতের বসতঘরের কোনো ক্ষতি না হলেও সহায়তার তালিকায় ঠাঁই পেয়েছে তাঁর নাম। জানতে চাইলে তিনি বলেন, ‘বন্যায় আমার মাছের ঘের, ঘরের বারান্দার ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ করি বলে সাহায্য পাব না, এটা কেমন নিয়ম!’তদারক কর্মকর্তা (ট্যাগ অফিসার) গৌতম চন্দ্র বসু বলেন, ‘৯৮০টি পরিবারের প্রথম তালিকা তদন্ত করে তেমন অসংগতি পাওয়া যায়নি। পরে ওই তালিকায় নতুন করে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে শুনেছি।’ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকায় অসংগতি থাকার সত্যতা নিশ্চিত করে বামনার ইউএনও মো. আলমগীর হোসেন জানান, এ বিষয়ে অনেকেই লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে সুষ্ঠু বণ্টনের উদ্যোগ নেওয়া হবে।
আপাতত ধারে খেলছেন। কিন্তু সান্তোসের ইচ্ছা রবিনহোকে মিলান থেকে স্থায়ীভাবে নিয়ে আসা। সেটা হতে হলে আগে কথাবার্তা তো মিলতে হবে। রবিনহো নাকি এত বেশি বেতন চাইছেন, সেটি সান্তোসের সামর্থ্যের বাইরে। কথাটা যখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কানে গেল, তিনি উল্টো রেগে আগুন! এসব গুজবে যে তিনি বিরক্ত সেটা বললেন তাঁর বাবাও, ‘মিলানের মতো বেতন যে সান্তোস দিতে পারবে না, সেটা জেনেই রবিনহো ব্রাজিলে এসেছে। বেশি বেতন চাওয়ার তো প্রশ্নই আসে না।’ তাহলে বেশি বেতন চাওয়ার গুজব রটাল কে? ব্যাপারটা রহস্যময়! ওয়েবসাইট।
মাত্র দুই বছরের কিছু সময় আগে উত্তাল হয়ে উঠেছিল মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ার। আরব বসন্তের ঢেউয়ে ১৮ দিনের আন্দোলনেই ক্ষমতাচ্যুত হয়েছিলেন দেশটির তিন দশকের শাসক হোসনি মোবারক।আবারও উত্তাল হয়ে উঠেছে তাহরির স্কয়ার। এবার মাত্র চার দিনের আন্দোলনেই ক্ষমতাচ্যুত দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তবে প্রভাবশালী সেনাবাহিনী এ ক্ষেত্রে স্পষ্টভাবে পক্ষ নিয়ে বিষয়টিকে সহজ করে দিয়েছে। ফল হিসেবে ক্ষমতায় বসার মাত্র এক বছরের মাথায় বিদায় নিতে হয়েছে মুরসিকে।বিভিন্ন গণমাধ্যমে ভাষ্যকার ও পর্যবেক্ষকেরা মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার নানা কারণ উল্লেখ করছেন। মোটা দাগে বললে কারণগুলো হচ্ছে, ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে ব্যর্থতা, বিদেশি বিনিয়োগ ও পর্যটনশিল্পকে জাগিয়ে তুলতে না পারা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যর্থতা। গত এক বছরে বিদ্যুৎ ও জ্বালানি-সংকট ছিল নিয়মিত বিষয়।এসব ব্যর্থতার অভিযোগের জবাবে মুরসির সমর্থকেরা বলতে পারে এক বছর খুব বেশি সময় নয়। কিন্তু অধিকাংশ মানুষ বলছে, এই সময়ের মধ্যে ভালো কিছু করার ইঙ্গিতও দিতে পারেননি মুরসি।স্থানীয় আল-হায়াত টিভির জরিপে দেখা যায়, মিসরের ৭৩ শতাংশ মানুষ মনে করেন মুরসি গত এক বছরে জনগণের জন্য কোনো ভালো সিদ্ধান্ত গ্রহণ করেননি। ৬৩ শতাংশ মানুষ মনে করেন, মুরসির শাসনকালে তাঁদের জীবনযাত্রার মান অত্যন্ত কমে গেছে।বিশ্লেষকদের মতে, দেশ পরিচালনায় এসব ব্যর্থতার পাশাপাশি কৌশলেও ভুল ছিল মুরসির দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি)। দলটির মূল সংগঠন মুসলিম ব্রাদারহুডের কাছাকাছি ভাবাদর্শেই মূলত পরিচালিত হচ্ছিল মিসর। সংবিধান প্রণয়ন করতে গিয়ে মুরসি রাজনৈতিক বিরোধীদের কোনো কথাই শোনেননি। এ বিষয়টি মুরসি ও তাঁর দলের ব্যাপারে রাজনৈতিক বিরোধীদের আস্থা কমিয়ে দেয়। মুরসি ও তাঁর দল মূলত রাজনৈতিকভাবে নিঃসঙ্গ হয়ে গিয়েছিল। তখন বিরোধীরা সরকারের ব্যর্থতাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে। জনগণের সামনে ব্যর্থতাগুলো তুলে ধরে আন্দোলনের ডাক দেয় এবং শেষ পর্যন্ত সফলও হয়।বিশ্লেষকদের মতে, এগুলো ছাড়াও মুরসির ভুল পদক্ষেপ বা সীমাবদ্ধতাগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা বৃদ্ধি করে ডিক্রি জারি, মুসলিম ব্রাদারহুডের সদস্য ও সমর্থকদের বেশি করে সরকারে রাখা এবং এক বছরেও কোনো ক্ষেত্রেই জনগণের সামনে তুলে ধরার মতো ইতিবাচক পরিবর্তন ঘটাতে না পারা। কোনো কোনো বিশ্লেষক মনে করেন, মুরসির পতনের মূল কারণ হলো ক্ষমতা গ্রহণের পর মোবারকের সমর্থক ও আরব বসন্তের শক্তিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নেওয়া। এই বিষয়টি মুরসির জন্য মিসরের সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। বিবিসি, আল-জাজিরা ও আল-আহরাম।
বিশ্বসাহিত্যের বিচিত্র, বিশাল জগতে, এর গল্প-কবিতা-উপন্যাসে, এত এত থিম নিয়ে কাজ হয়েছে যে ভাবলে মাথা ঘুরে যায়। একদিকে প্রেম, মৃত্যু, বিশ্বাসঘাতক ও দেশপ্রেমের মতো চিরায়ত থিম। অন্যদিকে প্রযুক্তির সঙ্গে মানুষের দ্বন্দ্ব, বল্গাহীন উচ্চাকাঙ্ক্ষার বিপদ—এসব তুলনামূলক আধুনিক থিম। প্রতীক্ষাও সাহিত্যের চিরায়ত থিমগুলোর একটি। কিন্তু ‘বর্বরদের জন্য প্রতীক্ষা’? ইদানীংকালের মধ্যেই আমি এই থিম নিয়ে আধুনিক সাহিত্যের পাঁচ বড় তারকা-লেখকের পাঁচটা বিখ্যাত লেখা খুঁজে পেয়েছি এবং বিস্ময়-বিমূঢ় হয়ে গেছি তাঁদের একজনের চিন্তার সঙ্গে আরেকজনের—পাঁচজনের দেশ ও সময় আলাদা হওয়া সত্ত্বেও—এই অবাক করা মিল দেখে। এর অর্থ এটাই হতে পারে যে বড় লেখকেরা সম্ভবত সভ্যতা ও বর্বরতার মধ্যেকার দ্বন্দ্ব নিয়ে কাজ করতে ভালোবাসেন। তা বাসতেই পারেন, সেটা জোসেফ কনরাডও বাসতেন, এমনকি এ সময়ের ভি এস নাইপলও বাসেন। কিন্তু সেই দ্বন্দ্বের উপরিতলের জন্য প্রতীক্ষা, কাব্যিক বিলয় বা ধ্বংস ঘটতে দেখার জন্য বাসনা—একটু বেশি হয়ে গেল না? সেই বেশিটাই ঘটেছে পাঁচ লেখকের পাঁচ লেখায়। এক এক করে আসি, অতি সংক্ষেপে।প্রথমে বিখ্যাত গ্রিক-মিশরীয় কবি সি পি কাভাফি, যাঁর সবচেয়ে বিখ্যাত তিন-চারটি কবিতারই একটি ১৯০৪ সালে লেখা ‘ওয়েটিং ফর দ্য বারবারিয়ানস’। কবিতাটি শুরু হচ্ছে এভাবে, কাভাফির টিপিক্যাল গদ্য ঢঙে: ‘এই বাজারে আমরা সব জড়ো হয়ে অপেক্ষা করছি কেন?/ বর্বরতা আসবে আজ, তাই।/ সিনেটে কোনোকিছু ঘটছে না কেন?/ সিনেটরদের অধিবেশন চলছে, কিন্তু আইন পাস হচ্ছে না কেন?/ কারণ, আজ বর্বররা আসছে।’ এরপর কবিতাটা এগিয়ে যেতে থাকে নাটকীয়তার মধ্যে দিয়ে—স্বয়ং সম্রাটসহ রাষ্ট্রের রথী-মহারথী সবাই অপেক্ষা করে থাকে বর্বরদের জন্য। এত সময় সবাই দেখা যায় অস্বস্তিতে পড়ে গেল—রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই উদ্বিগ্ন মনে বাড়ি ফিরে যাচ্ছে। তখন কবিতাটার শেষ হয় এইভাবে: ‘...এখন রাত, আর বর্বররা এল না এখানে।/ কিছু লোক এল সীমান্তের ওদিক থেকে/ তারা বলল, বর্বররা আর ওখানে নেই।/ এই বর্বরদের ছাড়া আমরা এখন আর করবই বা কী?/ এক অর্থে, ওরাই তো ছিল আমাদের সমাধান।’ কী রহস্যময় এক শেষ!এরপর আমি ফ্রানৎস কাফকায়। বিশ্বসাহিত্যের সর্বকালের এই অন্যতম প্রধান লেখক ১৯১৭ সালে লিখলেন তাঁর ছোট গল্প ‘পুরোনো পাণ্ডুলিপির একটি পাতা’, যা আজ তাঁর জনপ্রিয় গল্পগুলোর একটি। এই গল্পটা আমরা শুনি এক মুচির জবানে, যার একটা দোকান আছে শহরের প্রধান স্কয়ারে। এই রাজধানী শহরে, যেখানে রয়েছে সম্রাটের প্রাসাদও, এবার ঢুকে পড়েছে উত্তরের বর্বররা; তারা কাঁচা মাংস খায়, তাদের ঘোড়াগুলোও মাংসখেকো। তারা তাদের বর্বরতার চূড়ান্ত করে ছাড়ল যখন তারা এক কসাইয়ের তাজা ষাঁড় সবাই মিলে জ্যান্ত খাবলিয়ে খাবলিয়ে খেল। দেশরক্ষার ভার কিনা সম্রাট এখন ছেড়ে দিয়েছেন সব মুচি, কসাইয়ের মতো লোকদের হাতে। কাফকা গল্প শেষ করলেন সামনে কেয়ামত নেমে আসবে সে রকমই এক ঘোষণা দিয়ে: ‘কিন্তু দেশরক্ষার কোনো যোগ্যতা আমাদের নেই; আর না আমরা কোনো দিন দাবি করেছি যে সে যোগ্যতা আমাদের আছে। পুরোটাই একটা ভুল বোঝাবুঝি; আর আমাদের ধ্বংসও নেমে আসবে সে কারণেই।’এরপর ইতালিয়ান লেখক দিনো বুজ্জাতির অপর উপন্যাস দ্য তাতার স্টেপ; ফ্রান্সের প্রভাবশালী লাঁ মঁদ পত্রিকার হিসেবে বিশ শতকের প্রধান এখনো বইয়ের তালিকায় ২৯ নম্বরে আছে যেটি। ঘোর লাগানো এই উপন্যাসটির শুরু এভাবে: ‘এক সেপ্টেম্বরের সকাল। সামরিক বাহিনীতে নতুন যোগ দেওয়া জিওভাগ্নি দ্রোগো শহর থেকে রওনা দিল বাস্তিয়ানি দুর্গের উদ্দেশে; এটাই তার প্রথম পোস্টিং।’ এই বাস্তিয়ানি দুর্গ আছে উত্তরের সীমান্তের কাছে, এটা পেরোলেই তাতার বর্বরদের মরুময় তৃণপ্রান্তর বা স্তেন। এখানেই সারাটা জীবন কেটে যায় দ্রোগোর—একটাই অপেক্ষায় যে একদিন তাতাররা আসবে, যুদ্ধ হবে, সে বীরের মতো লড়বে। কী নির্বান্ধব, নির্মনুষ্য এক পরিবেশ, আর একজন মানুষের জীবনভর অপেক্ষার পেছনে কী দম-বন্ধ-করা এক আশা—বর্বরতা আসবে। কিন্তু ওই ভিনদেশি আগ্রাসন কি ঘটে কখনো? সেটা বলে দিয়ে আমি পাঠকদের উপন্যাসটি পড়ার মজা নষ্ট করতে চাইছি না।দিনো বুজ্জাতির ১৯৪০ সালে লেখা এই উপন্যাসের লেজে লেজেই বেরোল ফরাসি জুলিয়ান গ্রাকের দ্য অপোজিং শোর; একই লাঁ মঁদ পত্রিকার গত শতাব্দীর সেরা ১০০ বইয়ের তালিকায় ৬৫ নম্বর এটি। বেরোনোর বছরেই ফ্রান্সের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার গকুঁর জিতে নিল এই উপন্যাস, কিন্তু নিভৃতচারী গ্রাহাম অত বড় পুরস্কারটি প্রত্যাখ্যান করলেন। এখানে কাল্পনিক শহর ভেজ্জানো থেকে আসা নায়ক আলডের আর ভালো লাগে না এই সভ্যতা, এর ক্ষয় এর অধঃপতন। নেভির এক ঘাঁটিতে সে নিজেই নিজের পোস্টিং নিয়ে নিল; দেশের সীমান্তে অবস্থিত তার এই ঘাঁটি, এর নিচে বয়ে যাচ্ছে সারটেস উপসাগর আর ওর ওপারে শত্রুদেশ ফারগেস্তান, আলডোর দেশের সঙ্গে যার সুপ্ত যুদ্ধ চলছে ৩০০ বছর ধরে। কিছুই ঘটে না—যুদ্ধও হয় না, শান্তিও আসে না। আমরা শুধু জানতে পারি আলডোর স্বদেশি ভেজ্জানোর লোকেরা কত বীতশ্রদ্ধ তাদের দেশের সার্বিক দৃঢ়তার ধারণায়। একটা পুরো সভ্যতা তার নিজের একঘেয়েমি কাটাতে যেন আলডোর মধ্যে ভর করে বসে আছে কেয়ামতের প্রার্থনা করে—ফারগেস্তান থেকে বর্বররা আসবে, যুদ্ধ হবে; ক্ষতি কী? তারপর? এবারও থেমে যাচ্ছি এখানেই। শেষ উপন্যাসটি সম্ভবত এ দেশের অনেকেরই পড়া—জে এম কুটসির ১৯৮০ সালের বেস্টসেলার ওয়েটিং ফর দ্য বারবারিয়ানস। ২০০৩ সালে সাহিত্যে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকান এই লেখক তাঁর এ উপন্যাসের থিম যে এসেছে কাভাফির কবিতা ও বুজ্জাতির দ্য তাতার স্টেপ থেকে, তা সরাসরিই স্বীকার করেছেন। এর নায়ক এক ম্যাজিস্ট্রেট সে তার হাতে ন্যস্ত শহরটা চালাচ্ছে ভালোভাবেই। শহরটা সাম্রাজ্যের সীমান্তবর্তী। শহরের সবাই অপেক্ষা করছে সীমান্ত পেরিয়ে যেদিন বর্বরতা আসবে, সেদিনের; কিন্তু ম্যাজিস্ট্রেট মনেপ্রাণে বিশ্বাস করে, সেটা কখনো ঘটবে না। কিন্তু একদিন এল কর্নেল জোল, সবার মধ্যে সে এই বিশ্বাস ছড়াল যে সীমান্তের ওপারের বর্বররা অনেক ভয়ংকর; এবার পুরো শহর তাদের এত দিনের শান্তি পায়ে দলে ঘোরগ্রস্ত হলো এই ‘শত্রু’ নিয়ে। তারপর কত রক্তপাত, কত বর্বরতা, ম্যাজিস্ট্রেটের এক বছরে মতো জেল খাটা, চাকরি হারানো। একসময় তার মনে হলো ন্যায়ের পক্ষে সে একাই লড়ছে। সাধারণ মানুষের প্রতি সমব্যথী হওয়ার কারণে রাষ্ট্রের শত্রু হলো সে। রাষ্ট্র ভাবছে, সে বর্বরদের পক্ষের লোক। এখানে এ পর্যন্তই। পাঠক উপন্যাসটা পড়বেন এ—আশা নিয়ে এখানেই থামছি। ভূবনবিখ্যাত এই পাঁচ সাহিত্যিকের ভিন্ন দেশ ও কালে লেখা পাঁচ বড় কাজের একই থিম—অপেক্ষা, বর্বরদের জন্য, ধ্বংস-বিলয়-কেয়ামতের জন্য। কে কাকে সভ্য বলছে, আর কার হিসেবে কে বর্বর—এই গূঢ় রাজনৈতিক প্রশ্ন স্পষ্ট মাথা তুলেছে পাঁচটি লেখাতেই, শুধু আবহশৈলী আর প্লটেই যা ফারাক। শেষে গিয়ে আমার থাকে শুধুই বিস্ময়বিমূঢ় এক প্রশ্ন—বোর্হেস যে বলেছিলেন, সারা পৃথিবীর সব লেখক আসলে একজনই মাত্র লেখক এবং সব লেখক একসঙ্গে মিলে লিখছেন একটাই মাত্র বই, সত্যই কি তাহলে তা-ই? আর জর্জ বুশের কুখ্যাত ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ’, পৃথিবীর দেশে দেশে আমেরিকান বাহিনীদের অদৃশ্য বর্বরদের জন্য যে অপেক্ষা, তারও কি এত বড় সাহিত্যিক ভিত্তি আছে তাহলে?
নিউইয়র্কের লোকজন একবার চাঁদা তুলে পোলিশ টেনিস খেলোয়াড় ইয়ার্জি ইয়ানোভিচকে টেনিসের জুতা কিনে দিয়েছিল। খরচ জোগাতে তাঁর মা-বাবা বিক্রি করে দিয়েছিলেন ক্রীড়াসামগ্রীর দোকান।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত বুধবার এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এক কৃষককে কুপিয়ে হত্যা করে। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের সদরপুর ও মাদারীপুরের কালকিনি উপজেলা এবং মঙ্গলবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: বুধবার বোয়ালমারী উপজেলার রাজবেনী গ্রামে একদল দুর্বৃত্ত রাজাপুর গ্রামের মতিয়ার রহমানের মেয়ে সুমাইয়া আক্তারকে (১২) কুপিয়ে হত্যা করে। সন্ধ্যায় পুলিশ ওই গ্রামের রথখোলা এলাকার একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে সুমাইয়ার বাবা গতকাল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেছেন।গতকাল সকালে সদরপুর উপজেলার চরডুবাইল গ্রামের দবির মোল্লার লাশ (৭৫) একটি ছবেদা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।কুষ্টিয়া: দৌলতপুর উপজেলার দরিপাড়া গ্রামের হবিবর রহমান (৫২) গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।মঠবাড়িয়া (পিরোজপুর): উপজেলার ছোট শৌলা গ্রামের বোনের বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় বিধানচন্দ্র হাওলাদারের (৪৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চালিতাবুনিয়া গ্রামের প্রয়াত বীরেন্দ্রনাথ হাওলাদারের ছেলে। বিধানের চাচা যতীন্দ্রনাথ সম্পত্তির জন্য কেউ তাঁকে মেরে ফেলতে পারে বলে বিকেলে থানায় লিখিত অভিযোগ দেন।কালকিনি (মাদারীপুর): উপজেলার এনায়েত নগর ইউনিয়নের সমিতির হাটের ট্রলার ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ করেছে পুলিশ। কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, তাঁরা ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
মিসরের সামরিক বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করায় আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যত দ্রুত সম্ভব দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলো মুরসিকে সরানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছে।জাতিসংঘ: জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা ও অনিশ্চয়তা খুব বেশি। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে অহিংস থেকে ধৈর্য ধরে আলোচনায় বসার আহ্বান জানান।যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিসরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারী, বর্তমান পরিস্থিতিকে স্বাগত জানানো লোকজন এবং মুরসির সমর্থক—সবার কথাই মাথায় রাখতে হবে। তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব দায়িত্বশীলতার সঙ্গে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দিতে মিসরের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’যুক্তরাজ্য: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘আমরা কোনো দেশেই সামরিক হস্তক্ষেপের বিষয়টি সমর্থন করি না। কিন্তু মিসরে গণতন্ত্রের বিকাশ এবং প্রকৃত গণতন্ত্রের জন্য এর প্রয়োজন ছিল।’রাশিয়া: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সব রাজনৈতিক শক্তির ধৈর্য ধরা খুবই গুরুত্বপূর্ণ...বৃহত্তর জাতীয় স্বার্থে এটা করতে হবে এবং প্রমাণ দিতে হবে, যেকোনো সহিংসতা ছাড়াই তারা গণতান্ত্রিক কাঠামোয় থেকে রাজনৈতিক ও আর্থসামাজিক সমস্যা সমাধান করতে পারবে।ইউরোপীয় ইউনিয়ন: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন বলেন, ‘যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ পার্লামেন্ট নির্বাচনের আয়োজনের আহ্বান জানাচ্ছি।’সৌদি আরব: সৌদি আরবের বাদশা আবদুল্লাহ মিসরের অন্তর্বর্তী সরকারপ্রধান আদলি মানসুরকে স্বাগত জানিয়ে বার্তা পাঠিয়েছেন। একই বার্তায় মিসরের সামরিক বাহিনীর প্রশংসাও করেন তিনি।সংযুক্ত আরব আমিরাত: মিসরের পরিবর্তনকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান মিসরের সামরিক বাহিনীর প্রশংসা করে বলেন, মিসরের জনগণ এই পরিস্থিতি কাটিয়ে উঠবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।সিরিয়া: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সেনাবাহিনীর হস্তক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, মুসলিম ব্রাদারহুডের ‘মিথ্যাচার’ জনগণের সামনে ফাঁস হয়ে গেছে। আল-জাজিরা ও বিবিসি।
পা প্রায় ফসকেই গিয়েছিল অ্যান্ডি মারের। কোয়ার্টার ফাইনালে মারে হেরে গেলে ব্রিটিশরা কাকে দুষতেন, বলুন তো? না, মারে নয়, মুণ্ডুপাত করা হতো ডেভিড ক্যামেরনের। ঘাবড়ে গেছেন? ভাবছেন, মারের হারের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আবার কী সম্পর্ক? অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু ক্যামেরন যে ব্রিটিশ খেলোয়াড়কেই শুভ কামনা জানিয়েছেন টুইট করে, তাঁরই কপাল পুড়েছে। ২০০৭ সালে ইংল্যান্ডের রাগবি দলকে দিয়ে শুরু, এই উইম্বলডনেই হারলেন লরা রবসন। কোয়ার্টার ফাইনালে মারেকেও টুইট করেছিলেন, যদিও হারতে হারতে বেঁচে গেছেন। আজ সেমিফাইনালে মারে হয়তো প্রধানমন্ত্রীর শুভ কামনা প্রত্যাশা করছেন না টুইটারে! ওয়েবসাইট।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের তেলিখালী বাজারের ১৫টি দোকান, দুই একর জমি এবং বাঁধের এক কিলোমিটার অংশ গত মঙ্গলবার রাতে ভেঙে কচা নদীতে বিলীন হয়ে গেছে। আতঙ্কে ওই বাজারের অনেক ব্যবসায়ী তাঁদের দোকান অন্যত্র সরিয়ে নিচ্ছেন।বাজারের ব্যবসায়ী মো. হেলাল বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আমি দোকানে কাজ করছিলাম। হঠাৎ দোকানের পেছন দিকে শব্দ শুনতে পাই। এরপর দোকান থেকে বের হয়ে দেখি আমারসহ কয়েকজন ব্যবসায়ীর দোকান নদীগর্ভে চলে যাচ্ছে। দোকান থেকে কোনো মালামাল বের করতে পারিনি।’ তিনি জানান, ভাঙনে বাজারের সদর সড়কে থাকা প্রায় ১৫টি দোকান বিলীন হয়ে গেছে।তেলিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন জানান, ভাঙনে তেলিখালী বাজারের অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের বেশ কয়েকবার ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি।তেলিখালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান শিকদার বলেন, ভাঙন অব্যাহত থাকায় তাঁরা মালামাল ও দোকান অন্যত্র সরিয়ে নিচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশীদ জানান, তিনি ও উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভাঙনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পাউবোর পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. বজলুর রশিদ জানান, তেলিখালী এলাকায় ভাঙন রোধে দুই কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া এলাকায় গড়াই নদীতে গোসল করতে নেমে গত বুধবার নূর মোহাম্মদ খান (৩৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। ঘটনার পর তাঁর সঙ্গে থাকা বান্ধবী সাথী আক্তার পালিয়ে যান।নূর মোহাম্মদ ঢাকার মিরপুর ১২ নম্বর সেকশনের সাত নম্বর লেনের আবদুল কাদের খানের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাসেত সরকারের সঙ্গে নূর মোহাম্মদের সখ্য ছিল। বাসেতের মাধ্যমে বালিয়াকান্দির নারুয়া এলাকার উজ্জ্বল সরদারের সঙ্গেও নূর মোহাম্মদের সখ্য গড়ে ওঠে। বুধবার সকালে নূর মোহাম্মদ, তাঁর বান্ধবী সাথী আক্তার ও বাসেত উজ্জ্বলের বাড়িতে বেড়াতে যান। দুপুরে উজ্জ্বলের সঙ্গে তাঁরা তিনজন গড়াই নদীর মদনডাঙ্গা ঘাটে গোসল করতে যান। এ সময় নূর মোহাম্মদ নিখোঁজ হন। ঘটনার পর সাথী আক্তার পালিয়ে যান।নূর মোহামঞ্চদের ছোট ভাই আবুল কালাম বলেন, তাঁর ভাই সাঁতার জানতেন। ধারণা করা হচ্ছে, তাঁকে মাদকাসক্ত করার পর পরিকল্পিতভাবে নদীতে ফেলে হত্যা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম শেখ বলেন, নূর মোহাম্মদকে উদ্ধারের চেষ্টা চলছে। বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল ও বাসেতকে আটক করা হয়েছে। এ ঘটনায় নূর মোহাম্মদের বাবা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
উইম্বলডন যে নতুন মেয়ে চ্যাম্পিয়ন পাচ্ছে, এটা জানা হয়ে গিয়েছিল সেমিফাইনাল লাইনআপ ঠিক হওয়ার পরই। এখন প্রশ্ন একটাই—কে সেই নতুন চ্যাম্পিয়ন, সাবিনা লিসিকি না মারিওন বারতোলি? আগামীকাল ফাইনালে মুখোমুখি এই দুজনই। সেমিফাইনালে যে দুজনের দুরকম অভিজ্ঞতা হয়েছে। বারতোলি জিতেছেন সহজেই, তবে লিসিকিকে জিততে হয়েছে কঠিন লড়াই করে।সেরেনাকে বিদায় করে দিয়েছিলেন চতুর্থ রাউন্ডে। এ কারণেই লিসিকির ফাইনালে ওঠাটাকে চমক বলা যাচ্ছে না। নইলে কাল সেমিতে চতুর্থ বাছাই আগ্নিয়েস্কা রাদভানস্কার বিপক্ষে ৬-৪, ২-৬, ৯-৭ গেমে জয়টাও তো অঘটনই। ২৩তম বাছাই লিসিকি ১৯৯৯ সালের পর গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা প্রথম জার্মান। সর্বশেষ এই কীর্তি ছিল স্টেফি গ্রাফের। যার অর্থ, ‘নতুন স্টেফি’ নামকরণের সার্থকতা প্রমাণে আরও এক ধাপ এগোলেন লিসিকি। প্রথম সেমিফাইনালে বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেনসকে মাত্র ৬২ মিনিটেই উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছেন বারতোলি। ফ্রান্সের ১৫তম বাছাই জিতেছেন ৬-১, ৬-২ গেমে। ২০০৭ সালে প্রথমবারের উইম্বলডনের ফাইনালে উঠে ভেনাস উইলিয়ামসের কাছে হেরেছিলেন। কাল যেভাবে খেলেছেন, নিজের কাছেই তা অবিশ্বাস্য মনে হয়েছে ২৮ বছর বয়সী ফরাসির কাছে, ‘আজ এত ভালো খেলেছি, নিজেরই বিশ্বাস হচ্ছে না। অনুভূতিটা অসাধারণ। কারস্টেন দারুণ খেলছিল। তবে আজ ওর কিছুটা চোট ছিল। এটা নিয়ে উইম্বলডনের সেমিফাইনাল খেলাটা কঠিনই।’ তথ্যসূত্র: এএফপি।
মাত্র চার দিনের আন্দোলনেই বিদায় নিতে হয়েছে মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে। পঞ্চম দিনে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। পাঁচ দিনের ঘটনাক্রম তুলে ধরা হলো:রোববার, ৩০ জুন: তৃণমূল পর্যায় থেকে গঠিত তামারুদ মুভমেন্টের ডাকে প্রেসিডেন্ট মুরসির পদত্যাগের দাবিতে মিসরজুড়ে বিক্ষোভ শুরু হয়। ২০১১ সালের মতোই প্রেসিডেন্ট প্রাসাদ ও তাহরির স্কয়ারে জমায়েত হতে থাকে সাধারণ মানুষ। নাসর শহরে পাল্টা জমায়েত শুরু করে মুরসির সমর্থকেরা। দেশজুড়ে সহিংসতায় ১৬ জন নিহত হয়। সোমবার, ১ জুলাই: সরকার-বিরোধীরা কায়রোয় মুসলিম ব্রাদারহুডের সদর দপ্তরে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেয় ও লুটপাট চালায়। পদত্যাগের জন্য মুরসিকে এক দিনের সময় বেঁধে দেয় তামারুদ মুভমেন্ট। এই দিন মুরসির চার মন্ত্রী পদত্যাগ করেন। এরপর সামরিক বাহিনী ‘জনগণের দাবির কথা বিবেচনা করে পরিস্থিতি সামাল দিতে’ মুরসিকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। মুরসি তা প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার, ২ জুলাই: মুরসির সঙ্গে আলোচনায় বসেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি। সরকারবিরোধীদের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আল বারাদির সঙ্গেও আলোচনা করেন জেনারেল সিসি। সরকার-সমর্থক ও বিরোধীদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২৩ জন নিহত হয়। পরিস্থিতি বিবেচনা করে প্রেসিডেন্টের মুখপাত্র ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য পদত্যাগ করেন। বুধবার, ৩ জুলাই: সেনাবাহিনীর বেঁধে দেওয়া সময় শেষ হয়। মুরসি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব দেন। সেনাপ্রধান সিসি প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান আদলি মনসুরের নাম ঘোষণা করেন। বৃহস্পতিবার, ৪ জুলাই: মিসরের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মাহমুদ মনসুর। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও মুসলিম ব্রাদারহুডের শীর্ষ পর্যায়ের নেতাদের আটক করা হয়। এএফপি ও আল-জাজিরা।
যশোর সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার নছিমন উল্টে একজন নিহত হয়েছেন। গত বুধবার সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আহত এক শিক্ষক গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফরিদপুর সদর ও মাদারীপুরের কালকিনি উপজেলায় বুধবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: ঢাকা-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকায় গতকাল সকালে ট্রাকের ধাক্কায় একটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমন উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নছিমনের যাত্রী কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকার ইন্দ্রজিৎ সরকার (৩৫) নিহত হন। দুর্ঘটনার পর চালক দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যান।গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলির ফকিরকান্দি এলাকায় বুধবার সন্ধ্যায় পেছন থেকে একটি নছিমন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মফিজুর রহমান (৫০) আহত হন। গতকাল সকাল আটটায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে।ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান গ্রামে বুধবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসের চাপায় তানভীর শেখ (৩) নামের এক শিশু নিহত হয়। সে মশাউজান গ্রামের মুন্নু শেখের ছেলে।কালকিনি (মাদারীপুর): বুধবার রাতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি মোটরসাইকেল ফুলজান বিবি (৬৫) নামের এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। তিনি উপজেলার আন্ডারচর গ্রামের আয়নাল ঘরামির স্ত্রী।
এই তো সেদিনই না গুনগুন করে মান্না দের মতো দরদ মিশিয়ে গলা কাঁপিয়ে হূদয়ের সব আবেগ ঢেলে ভালোবাসার মেয়েটিকে বললেন, ‘জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই/ পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই’, তারপর যায় যখন কণ্ঠ থেকে ঝরে ‘আমার এ পথে শুধু/ আছে মরুভূমি ধু ধু/ আমি কীভাবে বাঁচাব তোমার মাধবী ওই’। কার না বুক ফেটে যায়।সেদিনের এই গানের বয়স অর্ধশতকেরও বেশি। প্রতি মিনিটে ৭৮ ঘূর্ণনের রেকর্ডে দুই পিঠে দুটি গান, পুলক বন্দ্যোপাধ্যায় গীতিকার, সুরকার মান্না দে আর গায়ক? মান্না দে ছাড়া এমন অন্তর্ভেদী বেদনার গান আর কে গাইতে পারবেন? অপর পিঠের গানটি: ‘আমার না যদি থাকে সুর/ তোমার আছে তুমি তা দেবে/ তোমার গন্ধহারা ফুল/ আমার কাছে সুরভী নেবে/ এরই নাম প্রেম! এরই নাম প্রেম!’মান্না দে এই গান গেয়েছেন ১৯৬০ সালে। তারও আগে, এখন থেকে ৬০ বছর আগে ১৯৫৩ সালে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখাতে মান্না দে নিজে সুর দিয়ে এবং গেয়ে যে গানকে অমর করে তুলেছেন তা-ই তো: ‘কত দূরে আর নিয়ে যাবে বল কোথায় পথের প্রান্ত।’ তিন বছর পর গৌরীপ্রসন্নের লেখায় সুর দিয়ে এবং অননুকরণীয় কণ্ঠে গেয়ে যে গান পৌঁছে দিয়েছেন সব প্রেমিক-প্রেমিকার অন্তরে সেই গানের শুরুটা: ‘তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়/ তারি মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর।’১৯৫৬ সালে রেকর্ড করা এ গানের উল্টো পিঠের গানটি যে কত প্রেমিকের অশ্রু ঝরিয়েছে: ‘তুমি আর ডেকো না, পিছু ডেকো না/ আমি চলে যাই, শুধু বলে যাই, তোমার হূদয়ে মোর স্মৃতি রেখো না।’বিশ শতকের শেষ অর্ধাংশে নারী ও পুরুষ-নির্বিশেষে যাদের যৌবনের উদ্গম ঘটেছে, তাদের যৌবনের অপর নাম মান্না দে না হয়েই পারে না। যদি না হয়, তাহলে ধরে নিতে হবে তিনি রক্ত-মাংসের গড়া নন, তিনি পাথর-মানব। অন্তত ৫০ বছর ধরে প্রেমেরও অপর নাম মান্না দে। ১৯৫০-এর দশকের আরও কয়েকটি অন্তরছোঁয়া মান্না দের সুর করা ও গাওয়া গান: বঙ্কিম ঘোষের লেখা ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি/ মাঝখানে নদী ওই বয়ে চলে যায়’। অনিল বিশ্বাসের লেখা ‘চাঁদের আশায় নিভায়ে দিলাম যে দীপ আপন হাতে/ অন্ধ পরাণ খুঁজিছে তাহারে জীবনেরই আঙিনাতে’। শ্যামল গুপ্তের লেখা ‘আমি আজ আকাশের মতো একেলা’, প্রণব রায়ের ‘এ জীবনে যত ব্যথা পেয়েছি’।১৯৬০-এর দশকে এসে তো প্রেমের গানের প্লাবন বইয়ে দিলেন ‘সেই তো আবার কাছে এলে/ এত দিন দূরে থেকে/ বলো না কী সুখ তুমি পেলে’, ‘আবার হবে তো দেখা/ এ দেখাই শেষ দেখা নয় তো’, ‘হূদয়ের গান শিখে তো গায় গো সবাই’ এবং ‘এই তো সেদিন তুমি আমারে বোঝালে/ আমার অবুঝ বেদনা’। ১৯৭০-এর দশকে গেয়েছেন ‘ক ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে’, ‘তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ’, ‘যদি কাগজে লেখো নাম’, ‘আমার একদিকে শুধু তুমি পৃথিবী অন্যদিকে’, ‘স্বপনে বাজে গো বাঁশি’, ‘আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম’।মান্না দে থামলেন না। ১৯৮০-এর দশকে গাইলেন ‘তুমি নয় নাই কাছে আসলে’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছ’, ‘আমি সারা রাত শুধু’... শেষ নেই মান্না দের গানের। আমরা কেবল কয়েকটি প্রেমের গানের উদাহরণ দিয়েছি।১ মে ১৯১৯ প্রবোধ চন্দ্র দে, পরে শিল্পী মান্না দে নামে খ্যাত, কলকাতায় জন্মগ্রহণ করেন। ৯৪তম জয়ন্তীর পর এক মাস কাটতেই ৮ জুন ২০১৩ তাঁকে বেঙ্গালুরু হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে আনা হয়—বহুভাষী এই শিল্পী মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন।শুরুতেই বাড়িতে পেয়েছিলেন কাকা সংগীতাচার্য অন্ধ শিল্পী কৃষ্ণচন্দ্র দেকে; হাতেখড়ি থেকে ধ্রুপদ শিক্ষা সব তাঁর হাতে। কৃষ্ণচন্দ্রের সার্বক্ষণিক সঙ্গী মান্না দেরও প্রিয়জন সৈয়দ সাহেব। জীবনের জলসাঘর-এ আত্মজীবনীতে তিনি লিখছেন, ‘ভাবি আজ ওই সব সৈয়দ সাহেবরা আর আমার কাকার মতো মানুষরা সব গেলেন কোথায়? এখন তো, প্রায় কোনও মানুষই খুঁজে পাই না আমাদের চারদিকে, সবাইকে মনে হয় অভিনেতা।’নেতাজি ইনডোর স্টেডিয়ামে ঘটা করে যখন মান্না দের সংগীতজীবনের ৬০ বছর পূর্তির অনুষ্ঠান করা হলো, তিনি কাকারই গাওয়া বিখ্যাত সেই গান দিয়ে গাইতে শুরু করলেন, ‘স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিয়ো না আমায় জাগিয়ো না’।কাকার বেঁধে দেওয়া রেওয়াজ-রীতি আর নিজের নিয়মনিষ্ঠা—মান্না দে কখনো শিল্পীদের কথিত উচ্ছৃঙ্খল, বেপরোয়া ও খামখেয়ালির জীবনের স্বাদ নেননি। ‘...রেওয়াজের অভ্যেসটা এমনভাবে আমার রক্তের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এবং জীবনযাত্রার মধ্যে ছড়িয়ে গেছে যে আমি যে দেশে যে অবস্থাতেই থাকি না কেন—এ আমায় করতেই হয়। না করে থাকতে পারি না। গানই আমার অক্সিজেন।’কিন্তু এই রেওয়াজের সময়টাতে তিনি আধুনিক গান করেন না। তিনি ধ্রুপদ নিয়ে থাকেন, মন দিয়ে সরগম করেন, রাগ-রাগিণীর চর্চা চলে তখন। বিখ্যাত কুস্তিগীর গোবর বাবু ছিলেন কাকার বন্ধু। সুগঠিত দেহের যুবক প্রবোধ দেকে দেখে তাঁর মনে হলো এ দেহ কুস্তির জন্য। সুতরাং, তাঁকে নিয়ে নিলেন ১৯ গোয়াবাগান স্ট্রিটে নিজের আখড়ায়। তাঁর অনুশীলননিষ্ঠা গোবর বাবুকে মুগ্ধ করে। নিখিল বাংলা কুস্তি প্রতিযোগিতায় তাঁর অনুপ্রেরণায় নাম লিখিয়ে একের পর এক আর সব কুস্তিগীরকে ধরাশায়ী করতে করতে প্রবোধ ফাইনাল রাউন্ডে উঠে এলেন। কিন্তু প্রবোধ দে ফাইনালে লড়েননি। একসময় কুস্তি ছেড়ে দেন। এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর হয় না। নিখিল বাংলার সেরা কুস্তিগীর প্রবোধ দে তখন যদি মধ্যভারতীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমে যেতেন, সংগীতের অসাধারণ মেধাবী মানুষ মান্না দের আর অভ্যুদয় ঘটত না।১৯৩৭ সালে অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে সব বিভাগে নাম দেন এবং সব বিভাগেই প্রথম স্থান অধিকার করেন। তাঁর সঙ্গে একটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পাওয়া শিল্পী হলেন ধনঞ্জয় ভট্টাচার্য।১৯৪২ সালে মান্না দে চলে এলেন বোম্বে। লক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে ছবি তৈরি হতে যাচ্ছে তমান্না, সংগীত পরিচালক কৃষ্ণচন্দ্র দে। তাঁরই সহকারীর চাকরি পেলেন মান্না দে। এ ছবির একটি ডুয়েট গান ‘জাগো আঈ উষা’র উপযুক্ত নারী শিল্পী মিললেও কোনো পুরুষ কণ্ঠেই সংগীত পরিচালক সন্তুষ্ট হচ্ছিলেন না। মান্না দেকেই হতে হলো ফুটফুটে মিষ্টি গলার মেয়েটির ডুয়েট পার্টনার। প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি প্রথম আত্মপ্রকাশ করলেন। আর মিষ্টি গলার সেই ফুটফুটে মেয়েটি হয়ে উঠলেন হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ নায়িকা (এবং গায়িকাও) সুরাইয়া।কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশ এবং মান্না দেকে করা হয়েছে ভারতীয় চলচ্চিত্রশিল্পের সেরা পুরুষ চতুষ্টয়, কিন্তু ধ্রুপদ ঐশ্বর্যে তিনি চারজনের মধ্যে সবচেয়ে ঐশ্বর্যশালী।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফিলিপনগর ইউনিয়নে পাঁচ বছরের এক শিশু ও হোগলবাড়িয়া ইউনিয়নে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন। এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। তার বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদায়।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শহরের দিঘীরপাড়ার রহিম আলীর ছেলে সজীবকে (১৯) আসামি করে গতকাল বৃহস্পতিবার থানায় একটি মামলা করেন। এরপর আসামির বাড়ি থেকে আলামত জব্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।দৌলতপুর থানার পুলিশ জানায়, উপজেলার হোগলাবাড়িয়ায় বুধবার সকালে পরিবারের সদস্যরা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। সকাল ১০টার দিকে স্থানীয় মুকুল হোসেন (৩৫) নামের এক তরুণ ওই বাড়িতে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন। বিকেলে তরুণীর বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন।একই দিন বেলা ১১টার দিকে ফিলিপনগর ইউনিয়নে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে পাঁচ বছরের শিশুকে তার এক নিকটাত্মীয় কাছে ডেকে নিয়ে খেলার ছলে যৌন নির্যাতন করে। এ ঘটনায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বড় বাঁচা বেঁচে গেছেন অ্যান্ডি মারে। এত দিন রাফায়েল নাদাল, রজার ফেদেরার, জো-উইলফ্রায়েড সোঙ্গাদের বিদায়ে উল্লাস করেছেন ব্রিটিশ টেনিসপ্রেমীরা। একটা একটা করে তারা ঝরেছে আর ব্রিটিশদের স্বপ্নে একটু একটু করে রং চড়েছে। কারণ, মারে যে অর্ধে খেলছেন সেটি যে ভাঙা হাট! সেই মারেই পরশু কোয়ার্টার ফাইনালে ব্রিটিশদের স্বপ্নটা ভেঙে প্রায় চুরমার করে দিয়েছিলেন। স্পেনের ফার্নান্দো ভারদাসকোর কাছে প্রথম দুই সেট হেরে ৭৭ বছরের অপেক্ষাকে ঠেলে দিচ্ছিলেন ৭৮-এ। শেষ পর্যন্ত প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প লিখে (৪-৬, ৩-৬, ৬-১, ৬-৪, ৭-৫ গেমে জয়) সেমিফাইনালে উঠেছেন মারেই।আজ শেষ চারে মারের প্রতিপক্ষ টুর্নামেন্টের আরেক বিস্ময় ইয়ার্জি ইয়ানোভিচ। দুই বছর আগেও টাকার অভাবে অস্ট্রেলিয়ান ওপেনে যেতে না-পারা এই পোলিশ ইতিহাস গড়েই উঠেছেন সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে স্বদেশি উকাশ কুবোতকে হারিয়ে ইয়ানোভিচ উঠেছেন শেষ চারে। ইয়ানোভিচই গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা প্রথম পোলিশ পুরুষ। আজকের ম্যাচের ফল যা-ই হোক না কেন, সেমিফাইনালে ওঠাতেই ২২ বছর বয়সীর ব্যাংক অ্যাকাউন্টটা ফুলে-ফেঁপে উঠছে। কমপক্ষে ৬ লাখ ১০ হাজার ডলার প্রাইজমানি প্রাপ্তি নিশ্চিত করে ফেলেছেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার খেলোয়াড়।কষ্টের সেই দিনগুলো কঠোর পরিশ্রম করেই পার করা ইয়ানোভিচ সেমিফাইনালে ওঠার পর স্মরণ করেছেন সেই সময়টাকে, ‘সারা জীবনই কঠোর অনুশীলন করে এসেছি। ক্যারিয়ারে অনেক সমস্যারও মুখোমুখি হয়েছি। এ মুহূর্তটার জন্যই যত অনুশীলন ও কাজ করা। আবেগ ধরে রাখাটা সত্যিই কঠিন ছিল।’অন্যদিকে ফ্রেড পেরির পর গ্র্যান্ড স্লামজয়ী প্রথম ব্রিটিশ মারে অভাবনীয় প্রত্যাবর্তনের পর ধন্যবাদ দিয়েছেন সেন্টার কোর্টের দর্শকদের। ‘পক্ষপাতদুষ্ট’ এই দর্শকেরাই ‘ব্যবধানটা’ গড়ে দিয়েছেন বলে মনে করেন মারে, ‘আমি যখন পিছিয়ে পড়লাম তখনো দর্শকেরা আমার পাশে ছিল। আর এটাই অনেক বড় ব্যবধান গড়ে দিয়েছে।’ উইম্বলডনে টানা পঞ্চম সেমিফাইনাল নিশ্চিত করে মারে ছুঁয়েছেন পেরির ১৩টি গ্র্যান্ড স্লামের শেষ চারে খেলার ব্রিটিশ রেকর্ড।অন্য সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ খেলবেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোর বিপক্ষে। সপ্তম বাছাই চেক টমাস বার্ডিচকে সরাসরি সেটে হারিয়ে গ্র্যান্ড স্লামে টানা ১৩তম সেমিফাইনাল নিশ্চিত করেছেন এই সার্বিয়ান। অন্যদিকে চোটাঘাতে জর্জরিত দেল পোত্রো চতুর্থ বাছাই ডেভিড ফেরারকেও সরাসরি সেটে হারিয়েছেন। একবার ‘মেডিকেল টাইমআউট’ নেওয়া দেল পোত্রো ম্যাচটা শেষ করতে পারবেন কি না এ নিয়েই পড়ে গিয়েছিলেন শঙ্কায়, ‘এত ব্যথা লাগছিল যে নিজেকে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছিলাম।’ এএফপি।সেমিফাইনাল লাইনআপজোকোভিচ : দেল পোত্রোমারে : ইয়ানোভিচ
মিসরের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মাহমুদ মানসুর।  মাত্র চার দিন আগে সর্বোচ্চ সাংবিধানিক আদালতের বিচারক হিসেবে নিয়োগ পান মানসুর। তাই অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে গতকাল সকালে তাঁকে সাংবিধানিক আদালতের প্রধান হিসেবে শপথ নিতে হয়। শপথ গ্রহণের পর মানসুর বলেন, তিনি নতুন নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। তবে তা কখন অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে তিনি কিছু বলেননি বা ইঙ্গিত দেননি। ১৯৯২ সাল থেকে সাংবিধানিক আদালতের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মানসুর। চলতি বছরের মে মাসে তিনি এই সর্বোচ্চ আদালতের প্রধান হিসেবে নিয়োগ পান। ১ জুলাই দায়িত্ব বুঝে পান। নতুন সরকারের নেতা হিসেবে গত ৩০ জুন প্রথম নাম উঠে আসে মনসুরের। সেদিন ছিল এবারের বিক্ষোভের প্রথম দিন। ‘আল-শাব ইউরিদ’ (জনগণের দাবি) নামের একটি গোষ্ঠী একটি আবেদন বিতরণ করে। এতে একটি প্রেসিডেনশিয়াল কাউন্সিল গঠনের প্রস্তাব করে এর অন্যতম সদস্য হিসেবে মনসুরের নাম দেওয়া হয়। গণআন্দোলনে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর নির্বাচনের রূপরেখা তৈরির দায়িত্ব পালন করেছিলেন মানসুর। মাসরাউয়ি ওয়েবসাইটে বলা হয়েছে, এটি মনসুরের জন্য ‘দ্রুত পরিবর্তনের’ সময়। গত ১০ বছর ওই আদালতের দ্বিতীয় প্রধান ছিলেন তিনি। এতে আরও বলা হয়, তিনি একজন রহস্যজনক মানুষ, যাকে মিডিয়ায় তেমন একটা দেখা যায়নি। বিচারক হামিদ আল-জামাল অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ‘ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া একজন ধীরস্থির মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মানসুর মিসরীয় জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করবেন। বিবিসি।
তোলপাড়ই ফেলে দিয়েছিলেন ইয়োহান ক্রুইফ। কদিন আগে বলেছিলেন নেইমারকেই যেহেতু আনা হলো, তাহলে মেসিকে এখন বিক্রি করে দেওয়ার কথা ভাবতে পারে বার্সেলোনা। ক্রুইফের মন্তব্যের প্রতিক্রিয়ায় এখনো কিছু বলেনি বার্সেলোনা। তবে বার্সা খেলোয়াড়েরা কিন্তু চুপ করে থাকেননি। বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলছেন, আর যা-ই হোক মেসিকে বিক্রি করে দেওয়ার কথা বার্সা ভাবতেই পারে না। ওয়েবসাইট।খেলোয়াড় হিসেবে তো বটেই, কোচ হিসেবেও যা করেছেন তার জন্য কাতালান ক্লাবটিতে ক্রুইফ নমস্য ব্যক্তি। তাঁর কথার আলাদা একটা দাম তো আছেই! কিন্তু এই ক্ষেত্রে পিকে বার্সার আধ্যাত্মিক গুরুর সঙ্গে একমত হতে পারছেন না। বার্সা দৈনিক স্পোর্তকে সে কথাই বললেন, ‘খেলোয়াড় ও কোচ হিসেবে যা করেছেন সে জন্য ক্রুইফ যা বলেন সেটার একটা মূল্য আমাদের কাছে আছে। তিনি ক্লাবের জন্য ইতিবাচক অনেক কিছুই করেছেন, কিন্তু আমি মনে করি এটা পরিষ্কার যে, মেসি অস্পর্শনীয়। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। ক্লাবের জন্য সে অনেক কিছুই করেছে। তাকে ছাড়া তো এখানে চিন্তাই করা যায় না।’পিকে মনে করেন, আগের মতোই বার্সার মধ্যমণি হয়ে থাকবেন মেসি, ‘সাম্প্রতিক বছরগুলোতে যেমন হয়েছে, তাকে ঘিরেই দল গড়া উচিত আমাদের। আমরা জানি, সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাকে কাজে না লাগানোটা হবে বোকামি। বিশ্বের সেরা খেলোয়াড়কে কাজে না লাগানোর কোনো মানে হয় না।
নগুগির স্মৃতিকথার দ্বিতীয় কিস্তিশুধু নিজের কৈশোরের কথাই নয়, তার সঙ্গে রয়েছে ঔপনিবেশিক সময়কালের কথাও। ইংরেজ ঔপনিবেশিকতার দৌরাত্ম্যে কী হাল হয়েছিল কেনিয়ার জনগণের, সে কথাও তুলে এনেছেন নগুগি ওয়া থিয়োঙ্গো (জ ১৯৩৮) তাঁর স্মৃতিকথার দ্বিতীয় কিস্তিতে। প্রথম কিস্তিটির নাম ছিল ড্রিমস ইন এ টাইম অব ওয়ার। আর তাঁর স্কুলবেলার জীবনকাহিনি নিয়ে লেখা সদ্য বেরোনো দ্বিতীয় কিস্তিটির নাম ইন দ্য হাউস অব দি ইন্টারপ্রেটার। সূত্র: দ্য গার্ডিয়ানথাও লিন-এর ‘তাইপে’তাইওয়ানি বংশোদ্ভূত মার্কিন লেখক থাও লিন-এর নতুন উপন্যাসটির নাম তাইপে। অনলাইনে পড়া যাচ্ছে ইংরেজিতে লেখা এ উপন্যাস। আর এর প্রকাশক ভিনটেজ। ব্রেট ইস্টন এলিস-এর মতো নামজাদা লেখক থেকে শুরু করে অনেকেই ২৯ বছর বয়স্ক লিনের প্রশংসায় পঞ্চমুখ। উদীয়মান প্রতিভাধর এ সাহিত্যিকের ঝুলিতে এরই মধ্যে জমা আছে দুটি উপন্যাস, দুটি কাব্যগ্রন্থ, একটি গল্পগ্রন্থ ও একটি ঔপন্যাসিকা।সূত্র: নিউইয়র্ক টাইমসহাইফা আল মনসুরহাইফা আল মনসুর সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্রকার। ২০০৫ সালে নির্মিত উমেন উইদাউট শ্যাডোজ তথ্যচিত্রটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। সবুজরঙা একটি সাইকেল কিনবে বলে স্বপ্ন দেখে ১১ বছরের একটি বালিকা, পাড়ার এক বালকের সঙ্গে সাইকেল রেইস দেবে। রিয়াদের রাস্তায় শুটিংয়ে ধারণকৃত ‘ওয়াজদা’ (দ্য গ্রিন বাইসাইকেল) নামের তাঁর সাহসী নতুন কাহিনিচিত্রটি ইতিমধ্যেই তাঁকে আলোচনায় নতুন করে এনেছে।সূত্র: ফিন্যানশিয়াল টাইমস রফিক-উম-মুনীর চৌধুরী
দেশজুড়ে আলোচিত বিয়ের পর নতুন সংসার শুরু করেছেন তামিম ইকবাল। ঘর সাজানো, বউকে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়া কিংবা মধুচন্দ্রিমার পরিকল্পনায় রঙিন হয়ে ওঠা সময়টার মধ্যে গতকাল থেকে ঢুকে পড়েছে ‘নিঠুর বাস্তব’ ক্রিকেটও। তবে আনন্দের কথা, এত দিন পর ব্যাট হাতে নিয়ে আবারও টগবগিয়ে উঠেছে জাতীয় দলের এই ওপেনারের রক্ত l কেমন চলছে দাম্পত্য জীবন?তামিম ইকবাল: ভালোই চলছে এখন পর্যন্ত। বউ বাজারে যাচ্ছে, রান্না করছে, আমাকে বাজারে যেতে হচ্ছে না—কাজেই এখন পর্যন্ত অভিজ্ঞতা খারাপ না। তবে ‘টু আর্লি টু সে’। আমি এত দ্রুত মন্তব্য করতে চাই না। আরও দেখতে হবে।l এত দিন তো বন্ধুবান্ধবদের সঙ্গে ছিলেন। এখন কেবল দুজনের সংসার। কোন জীবনটা ভালো?তামিম: হ্যাঁ, বন্ধুবান্ধবদের সঙ্গটা খুব মিস করি। তবে আবারও বলছি, দুইটার তুলনা করার সময় এখনো আসেনি। একটু তাড়াতাড়ি হয়ে যায়। তবে এখন পর্যন্ত উপভোগই করছি নতুন জীবন। নতুন বাসায় উঠেছি। সব গোছগাছ করছি।l প্রেমিকদের চোখে প্রেমিকাদের কোনো দোষ-ত্রুটিই থাকে না। তবে স্বামীর চোখে স্ত্রীর খুঁত অনেক। স্ত্রী আয়েশার কোনো খুঁত কি খুঁজে পেলেন এখন পর্যন্ত?তামিম: একটা পেয়েছি—ও প্রচুর ফুচকা খায়। আর সেটার জন্য বাসার কাছের চটপটি-ফুচকার গাড়ির কাছে তাকে আমাকেই নিয়ে যেতে হয়...হা হা হা। না, এটা ত্রুটি নয় আসলে। ফুচকা খেতে আমারও ভালো লাগে। আসলে আয়েশাকে আট বছর যেমন দেখেছি, এখনো তেমনই লাগছে। শুধু টেনশনটা নেই। আগে নানা কিছু নিয়ে টেনশনে থাকতে হতো, আর এখন তো সে আমার সঙ্গেই আছে। খুব রিল্যাক্সড।l তামিম ইকবাল প্রতিদিন নতুন বউ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। এই দৃশ্য হজম হচ্ছে লোকজনের?তামিম: রাস্তায় দাঁড়িয়ে না তো, ব্ল্যাক পেপার লাগানো গাড়িতে করে যাই। গাড়িতে বসেই ফুচকা খেয়ে চলে আসি। কেউ দেখে না।l সপ্তাহব্যাপী বিয়ের অনুষ্ঠানের প্রায় সব আয়োজনের সঙ্গেই নিজে সম্পৃক্ত ছিলেন। সে অভিজ্ঞতাটা কেমন?তামিম: খুবই কঠিন একটা কাজ। তবে কাজের মধ্যেও তো উপভোগ করার ব্যাপার থাকে। আমিও সেটা করেছি। আগে একটা সাক্ষা ৎকারে বলেছিলাম, আব্বা থাকলে আমার জন্য সবকিছু সহজ হয়ে যেত। তিনি নেই, তবে পরিবারের সদস্যরা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবার সেটা বুঝেছি। ভাইয়া-চাচারা যা করেছেন—অবিশ্বাস্য।l ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবেন। মধুচন্দ্রিমাও নাকি ওখানেই সেরে আসবেন...তামিম: হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজেই নিয়ে যাচ্ছি ওকে। ১৮ জুলাই যাব, ফিরব আগামী মাসের ২৫ তারিখ।l স্ত্রী কি পুরো সময়টাই সঙ্গে থাকবেন?তামিম: সে রকমই পরিকল্পনা। একা একা কী করব? আমি চাই সে থাকুক। তবে আমার বিশ্বাস থাকবে না। সাগর দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে।l বিয়ে উপলক্ষে বেশ লম্বা সময় ব্যাটিং থেকে দূরে থাকলেন। এতটা সময় ব্যাটিং না করে থেকেছেন কখনো?তামিম: আমার স্মৃতিতে আসে না। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি ম্যাচ খেলে যে ব্যাট ছেড়েছি, আজকেই (গতকাল) ইনডোরে প্রথম ব্যাট ধরেছি। ও হ্যাঁ, কাল (পরশু) রাতেও ধরেছিলাম। ব্যাট কফিনে রাখার সময়।l তো এত দিন পর ব্যাটিং করে কেমন লাগল?তামিম: অনেকক্ষণ ব্যাটিং করলাম। এক ঘণ্টার ওপরে হবে। আমার আজ (গতকাল) নেট থাকলেও আমি নেটে যাইনি। রেডি ছিলাম না নেটের জন্য। বেসিক থেকে শুরু করেছি। বোলিং মেশিনের সামনে ব্যাটিং করেছি। ইচ্ছা করছিল, শট খেলি। অনেক কষ্টে লোভ সামলেছি। আরও এক-দুই দিন এটা করলে শরীরের অ্যাডজাস্টমেন্ট চলে আসবে। তারপর নেটে গিয়ে যত খুশি শট খেলব।
মিসরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার সামরিক পদক্ষেপকে ‘বৈধ বিপ্লব’ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে দেশটির গণমাধ্যম। সংবাদপত্রে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত লেখাগুলোতে এই চিত্র দেখা গেছে। সরকারি মালিকানাধীন পত্রিকা আল-জামহুরিয়া প্রথম পাতায় শিরোনাম করেছে, ‘জনগণের বৈধতার জয় হয়েছে।’ বহুল প্রচারিত দৈনিকটি প্রথম পাতায় রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে উল্লসিত জনতার বিশাল ছবি ছেপেছে। তার নিচে ছিল দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির ছবি। সরকারি মালিকানাধীন আরেক পত্রিকা আল-আহরাম প্রথম পাতায় লাল রঙের মোটা অক্ষরে শিরোনাম করেছে, ‘ বিপ্লবের বৈধতায় প্রেসিডেন্ট পদচ্যুত।’ আল-আকবর প্রধান শিরোনাম করেছে, ‘ জনগণের বিপ্লবের জয় হলো।’ অন্যদিকে নিরপেক্ষ পত্রিকা শেরুক-এর শিরোনাম ছিল, ‘জনগণ ও সেনাবাহিনী জিতেছে’ এবং ‘বিপ্লব মুরসি ও ব্রাদারহুডের শাসনের অবসান ঘটাল’। আল-ওয়াতান পত্রিকার শিরোনাম ছিল, ‘মিসর আবার আমাদের’। উদারপন্থী রাজনৈতিক দল ওয়াফদ-এর মুখপত্র ওয়াফদ শিরোনাম করেছে, ‘ সেনাবাহিনীর সুরক্ষায় বিপ্লব করে ব্রাদারহুডের শাসন ঠেকিয়ে দিল জনগণ’। নিরপেক্ষ দৈনিক তাহরির কায়রোর তাহরির স্কয়ারের ছবি ছেপেছে। পত্রিকাটির প্রথম পাতার ওপরের অংশজুড়ে শিরোনাম ছিল ‘এটা একটা বিপ্লব...অভ্যুত্থান নয়, মিস্টার ওবামা!’।অন্যদিকে মুরসির মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস দলের পত্রিকা ফ্রিডম অ্যান্ড জাস্টিস তাহরির স্কয়ারের ঘটনাপ্রবাহ এড়িয়ে গেছে। এর পরিবর্তে তারা দেশব্যাপী মুরসির সমর্থনে আয়োজিত কর্মসূচিগুলোর ওপরে আলোকপাত করেছে। পত্রিকাটি লিখেছে, ‘বৈধ সরকারের সমর্থনে লোকজন রাস্তায় নেমেছে।’ পাশাপাশি মুরসি শেষ মুহূর্তে বিরোধীপক্ষের সঙ্গে ‘সমঝোতার’ যে চেষ্টা করেছিলেন তাও তুলে ধরেছে। এএফপি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা চুয়াডাঙ্গা ও মাগুরা থেকে গত সোম ও মঙ্গলবার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছেন। মাদক চোরাচালানের অভিযোগে তাঁরা মঙ্গলবার এক নারীকে আটক করেন।চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে অবস্থিত চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন ওই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী আসাদুজ্জামান। তিনি জানান, সোমবার দুপুরে বিজিবির সদস্যরা মাগুরার সদর উপজেলার কাটাখালী এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালান। এ সময় তাঁরা ওই ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশনের গয়না, চুড়ি, কানের দুল, টিকলি ও মশা মারার ওষুধ জব্দ করেন।
একজন চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠ ছেড়েছিলেন প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে। পরে ছিটকে যান টুর্নামেন্ট থেকেই। চোট পেয়ে বসেছিল আরেকজনকেও, তবে থেকে গিয়েছিলেন দলের সঙ্গে। এবার শ্রীলঙ্কা সফরেও দুই রকম ভাগ্য হচ্ছে দক্ষিণ আফ্রিকার নতুন বলের জুটিকে। চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিমানে উঠছেন মরনে মরকেল। আর চোট থেকে পুরোপুরি মুক্ত হতে দেশেই বিশ্রামে থাকছেন ডেল স্টেইন।অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের পর পুনর্বাসন-প্রক্রিয়ায় থাকা গ্রায়েম স্মিথও থাকছেন না শ্রীলঙ্কা সিরিজে। মরকেলের সঙ্গে দলে ফিরেছেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি ককও। টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওয়েইন পারনেল ও ইমরান তাহির। আর ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সহকারী কোচ মনোনীত করা হয়েছে অ্যাড্রিয়ান বিরেলকে। ৫২ বছর বয়সী সাবেক অলরাউন্ডার ঘরোয়া দল ওয়ারিয়র্সেও ছিলেন রাসেল ডমিঙ্গোর সহকারী। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই মূল কোচ হিসেবে যাত্রা শুরু হবে ডমিঙ্গোর। সাবেক বাঁহাতি স্পিনার ক্লদ হেন্ডারসনকে নিয়োগ দেওয়া হয়েছে দলের স্পিন বোলিং পরামর্শক। ওয়েবসাইট।ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারডিয়েন, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, কলিন ইনগ্রাম, ররি ক্লেইনভেল্ট, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, আলভিরো পিটারসেন, রবিন পিটারসন, অ্যারন ফাঙ্গিসো, লনওয়াবো সতসোবে।টি-টোয়েন্টি দল: ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), ফারহান বেহারডিয়েন, হেনরি ডেভিডস, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ররি ক্লেইনভেল্ট, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, অ্যারন ফাঙ্গিসো, লনওয়াবো সতসোবে, ডেভিড ভাইজে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দপ্তরের ওপর কথিত মার্কিন নজরদারির বিষয়ে জোটটির রাষ্ট্রদূতেরা একটি অভিন্ন অবস্থান গ্রহণের চেষ্টায় গতকাল বৃহস্পতিবার বৈঠক করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন নজরদারির ওই তথ্য ফাঁস করে বর্তমানে ফেরার। বিষয়টি নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে গত বুধবার টেলিফোনে আলোচনা হয়। এতে ইউরোপীয় নেতাদের উদ্বেগের ব্যাপারটি যুক্তরাষ্ট্র গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে মেরকেলকে আশ্বস্ত করেন ওবামা।নজরদারি নিয়ে সৃষ্ট ক্ষোভের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউর সম্ভাব্য বাণিজ্য চুক্তি সম্পাদনে বিলম্ব করার জন্য ফ্রান্স চাপ দিলেও জার্মানি তা নির্ধারিত সময়ের মধ্যেই (আগামী সপ্তাহ) সম্পন্ন করতে চায়। বিষয়টি নিয়ে এক দিন আগে ফ্রান্স ও জার্মানির মধ্যে মতানৈক্য দেখা দেয়। ইইউ কমিশনের প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসো একটি সমঝোতার প্রস্তাব করেন। এতে মার্কিন নজরদারির সত্যতা যাচাই এবং বাণিজ্য চুক্তির আলোচনা পাশাপাশি চালিয়ে যাওয়ার কথা বলা হয়। জার্মানি বলছে, যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়টিকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেওয়া হচ্ছে। কারণ, এটি ঋণসংকটে জর্জরিত ইউরো জোনের অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখতে পারে। ইউরোপের বিভিন্ন দেশের নেতারা যুক্তরাষ্ট্রের নজরদারি কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন। মার্কিন নজরদারির তথ্য ফাঁসকারী স্নোডেন মস্কোর একটি বিমানবন্দরে গত ২৩ জুন থেকে অবস্থান করছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভল গতকাল বলেছেন, তিনি স্নোডেনকে আশ্রয় দেওয়ার বিরোধী এবং ফ্রান্স এখনো এ রকম কোনো আবেদন পায়নি।বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্নোডেন যেহেতু বলিভিয়ার সীমানার মধ্যে অবস্থান করছেন না, তাই তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুরোধ অবান্তর ও ভিত্তিহীন।দুই দিন আগে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে বহনকারী একটি বিমানের গতিপথ ঘুরিয়ে দিয়ে সেটিকে ভিয়েনায় অবতরণে বাধ্য করা হয়। ওই বিমানে স্নোডেন ছিলেন বলে সন্দেহ করা হয়েছিল।‘আড়ি পাতা হয়নি’: যুক্তরাজ্যের একটি বেসরকারি গোয়েন্দা প্রতিষ্ঠান লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আড়ি পাতার অভিযোগ অস্বীকার করেছে। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো বুধবার ওই অভিযোগ করেন। গোপনীয়তাবিরোধী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গত এক বছরেরও বেশি সময় লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে রয়েছেন। এএফপি ও রয়টার্স।
ভোলার চরফ্যাশন উপজেলার দুটি ইউনিয়নে ২০ থেকে ২৫ দিনের ব্যবধানে কমপক্ষে পাঁচ হাজার ছাগল মারা গেছে বলে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন। এ ছাড়া আরও কয়েক হাজার ছাগল আক্রান্ত আছে বলে জানা গেছে।ঢালচর ইউনিয়নের পশু চিকিৎসক মফিজুল ইসলাম ও কুকরি-মুকরি ইউনিয়নের পশু চিকিৎসক অসীম চন্দ্র শিকদার জানান, ছাগল সর্দি-জ্বর, শ্বাসকষ্ট, মাথা ফোলা, জিব ঝুলে যাওয়া, ঘা, মুখ থেকে লালা ঝরা, পাতলা পায়খানা, পায়খানার সঙ্গে রক্ত ও চর্বি ঝরা ইত্যাদি রোগে আক্রান্ত। দুজন পশু চিকিৎসক আরও জানান, চরবাসী যত্রতত্র মরা ছাগল ফেলায় দুর্গন্ধে ইউনিয়নে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। মানুষের ভেতর ব্যাপক হারে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ দেখা দিচ্ছে।চর কুকরি-মুকরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপির সদস্য ফিরোজ মাহমুদ জানান, তাঁর আটটি ছাগলের একটি মারা যাওয়ার পর বাকিদের ডাঙায় পাঠিয়ে দিয়েছেন। তার পরও চারটি রোগে আক্রান্ত হয়েছে।ঢালচর ও কুকরি-মুকরি ইউপির চেয়ারম্যানেরা জানান, গত ২০ থেকে ২৫ দিনে ঢালচরে কমপক্ষে তিন হাজার এবং কুকরি-মুকরিতে দুই হাজার ছাগল মারা গেছে। আক্রান্ত আছে আরও চার-পাঁচ হাজার ছাগল।চরফ্যাশন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা হিরণ্ময় বিশ্বাস জানান, জলোচ্ছ্বাসের পানিতে ঢালচর ও কুকরি-মুকরি ইউনিয়ন প্লাবিত হওয়ায় ছাগলের ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। এ কারণেই ছাগল মারা যাচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা আঞ্চলিক কমিটির ডাকা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ডাকা পরিবহন ধর্মঘট গতকাল সন্ধ্যায় স্থগিত করা হয়েছে।গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা প্রেসক্লাবে শ্রমিক ফেডারেশনের খুলনা অঞ্চলের সংবাদ সম্মেলনে এই স্থগিতের ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহিম বকস্ জানান, তিন দফা দাবিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হয়। পরবর্তী সময়ে তাঁদের দাবি পূরণের আশ্বাস দিয়ে যোগাযোগমন্ত্রী আগামী ১১ জুলাই আলোচনার প্রস্তাব দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুলাই পর্যন্ত ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে।
আপিল করেছিলেন যাতে শাস্তি কমে। কমল তো না-ই, উল্টো রেফারিকে ধাক্কা দেওয়ার অপরাধে প্যারিস সেন্ট জার্মেইর ক্রীড়া পরিচালক লিওনার্দোর নয় মাসের নিষেধাজ্ঞা বাড়িয়ে ১৩ মাস করে দিল ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। ক্লাবের ফুটবল-সংশ্লিষ্ট যাবতীয় দায়িত্ব থেকে সামনের পুরো মৌসুমই দূরে থাকতে হবে তাঁকে! গত মে মাসে লিগ ওয়ানে সেন্ট জার্মেইয়ের সঙ্গে ভ্যালাঁসিয়েনের এক ম্যাচ শেষে টানেল দিয়ে বেরিয়ে যাওয়ার পথে ওই ম্যাচের রেফারিকে ধাক্কা মেরেছিলেন লিওনার্দো। টিভি ক্যামেরায় ঘটনাটা ধরা পড়ার পর তদন্ত কমিটির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। দোষী প্রমাণিত হওয়ায় তাঁকে ৯ মাস ফুটবলে নিষিদ্ধ ঘোষণা করে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। নিষেধাজ্ঞা কমিয়ে আনার জন্য আপিল করেছিলেন। কিন্তু হিতে হলো বিপরীত। রয়টার্স।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অকার্যকর রয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেট। কয়েক দশক ধরে সিনেটের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচন হচ্ছে না। আবার সিনেটের বিভিন্ন ক্যাটাগরির অনেক সদস্যই বর্তমানে অবসরে কিংবা মারা গেছেন।মোট ১২টি ক্যাটাগরিতে ১০১ জন সিনেট সদস্য থাকার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী সিনেট সদস্য রয়েছেন ৬৮ জন।বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের আইন ও বিধিমালা অনুমোদনকারী এই সর্বোচ্চ পর্ষদের কার্যক্রম এখন শুধু বছরে একবার বাজেট অনুসমর্থনের কাজেই সীমাবদ্ধ রয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী সিনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালিত হওয়ার কথা।বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী মোট ১২টি ক্যাটাগরিতে ১০১ জন সিনেট সদস্য থাকার কথা। এর মধ্যে গ্র্যাজুয়েট কর্তৃক নির্বাচিত প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ক্যাটাগরি শাখায় নির্বাচন হচ্ছে না দীর্ঘদিন ধরে।বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত ডায়েরি অনুযায়ী সিনেটে মোট সদস্য রয়েছেন ৬৮ জন। ডায়েরিতে শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে ৩৩ জন সদস্যের মধ্যে ২৪ জনের নাম দেখানো হলেও খবর নিয়ে জানা গেছে যে এই ক্যাটাগরির ১৮টি পদই শূন্য। বাকি ১৫ জনের কেউ মারা গেছেন, কেউ অবসরে আবার কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য হয়ে গেছেন। আবার কয়েকজন সদস্য সিনেটের একাধিক ক্যাটাগরিতে সদস্য হিসেবে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সিনেটের মেয়াদ তিন বছর হলেও বছরের পর বছর ধরে মেয়াদোত্তীর্ণ সদস্যদের নিয়েই চলছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ এই পর্ষদ।সিনেটের সুপারিশে সর্বশেষ ১৯৮৮ সালের ২৩ ফেব্রুয়ারি উপাচার্য হিসেবে নিয়োগ পান আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। সিনেটের কোনো কার্যকারিতা না থাকায় পরবর্তী সময়ে নিযুক্ত উপাচার্যদের কেউই সিনেটের সুপারিশ অনুযায়ী নির্বাচিত হননি।এদিকে আজ অপরিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ সিনেট বিশ্ববিদ্যালয়ের আগামী অর্থবছরের বাজেটে অনুসমর্থন জানাবে।শিক্ষক প্রতিনিধি ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট কর্তৃক নির্বাচিত প্রতিনিধি দুই ক্যাটাগরিতেই সদস্য হিসেবে থাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ন ম মুনির আহমদ প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিকভাবে নির্বাচিত উপাচার্যরা নিজের পদ হারানোর ভয়ে দীর্ঘদিন ধরেই সিনেট কার্যকর করতে উদ্যোগ নিচ্ছেন না। এ কারণে যেমন নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না, তেমনি অধ্যাদেশও লঙ্ঘিত হচ্ছে।’
ধর্ষণের শিকার হয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছে নারী ও শিশু। ধর্ষকদের শাস্তি হচ্ছে না, ধর্ষণের শিকার নারী-শিশুরা বয়ে বেড়াচ্ছে যন্ত্রণা। ঘৃণ্য এই সন্ত্রাস থেকে মুক্তি পেতে হবে। প্রতিবাদ করতে হবে একযোগে।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে ধর্ষণসহ সব ধরনের যৌন নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব কথা বলেন। কর্মসূচিতে সর্বস্তরের মানুষ একাত্মতা প্রকাশ করেছেন।মানববন্ধন থেকে সরকারের কাছে ছয়টি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। উল্লেখযোগ্য দাবিগুলো হলো ধর্ষকের ন্যূনতম শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা; ধর্ষণ মামলায় জামিন আবেদন নিষিদ্ধ করা; দ্রুত বিচার আইনে ধর্ষণের মামলা নিষ্পত্তি করা; ধর্ষণের শিকার নারী বা শিশুর অনুমতি ব্যতীত ছবি ও পরিচয় প্রকাশ থেকে বিরত থাকা।
আফগানিস্তানের শীর্ষস্থানীয় একজন নারী পুলিশ কর্মকর্তাকে গতকাল বৃহস্পতিবার গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় দেশটির সরকারি দায়িত্বে থাকা নারীদের ওপর হুমকির বিষয়টি সামনে উঠে এসেছে।নিহত পুলিশ কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট ইসলাম বিবি। তিনি দেশের উচ্চপদস্থ নারী পুলিশ কর্মকর্তাদের অন্যতম ছিলেন। জঙ্গিবাদ কবলিত দেশটিতে নারী উন্নয়নের ক্ষেত্রে পরিচিত মুখ হয়ে ওঠা বিবি এর আগে তাঁর আপন ভাইসহ বিভিন্ন পক্ষের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। হুমকিদাতারা তাঁকে এই পেশায় দেখতে চায়নি। হেলমান্দ প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জওয়াক বলেন, গতকাল সকালে গাড়িতে করে বাইরে বের হওয়ার পর অজ্ঞাত হামলাকারীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন বিবি। গাড়িটি চালাচ্ছিলেন তাঁরই ছেলে। আহত বিবিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আফগানিস্তানে ২০০১ সালে কট্টরপন্থী তালেবান সরকারের পতন ঘটার পর নারী উন্নয়নের উদাহরণ হয়ে উঠেছিলেন বিবি। ৩৭ বছর বয়স্ক এই নারী তিন সন্তানের জননী। তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হেলমান্দ প্রদেশে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে তিনিই সবচেয়ে জ্যেষ্ঠ ছিলেন। চলতি বছরের শুরুর দিকে ব্রিটিশ পত্রিকা সানডে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বিবি বলেছিলেন, ‘আমার ভাই, বাবা ও বোন সবাই আমার বিরুদ্ধে ছিলেন। সত্যি বলতে, আমার ভাই আমাকে তিনবার হত্যা করার চেষ্টা করেছেন। তিনি একবার আমাকে দেখতে এসে পিস্তল তাক করে পুলিশের চাকরি না করার নির্দেশ দেন, যদিও তিনি গুলি ছোড়েননি। পরে পুলিশ তাঁর পিস্তলটি নিয়ে নেয়।’ বিবির আগে ২০০৮ সালে প্রতিবেশী রাজ্য কান্দাহারে আরেক পদস্থ নারী পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মালালাই কাকারকে হত্যা করা হয়। এক বছর কয়েক মাসের ব্যবধানে নিহত হন লাহমান প্রদেশের নারীবিষয়ক দুই কর্মকর্তা। এএফপি।
গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০১২-এ একটি পুরস্কারের ‘বিচারক’ ছিলেন পাঠকেরা। ‘পাঠকের ভোটে বর্ষসেরা’ পুরস্কার বিজয়ী চূড়ান্ত হয়েছে দুই ধাপের পাঠক জরিপের মাধ্যমে। কুপন ও এসএমএসে যাঁরা এই জরিপে অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ১০ জন পুরস্কার পেলেন কাল। বিজয়ীদের প্রত্যেকেই পেয়েছেন একটি করে স্মার্টফোন। গতকাল প্রথম আলো কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদ ক্রিকেটার নাসির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও ক্রীড়া সম্পাদক উ ৎপল শুভ্র। নাসির হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘পাঠক-দর্শকদের ভালোবাসাই আমাদের শক্তি, এগিয়ে যাওয়ার প্রেরণা। পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার আমার কাছে এই ভালোবাসার স্বীকৃতি। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
চট্টগ্রাম বন্দরে সন্দেহজনক পণ্যভর্তি একটি কনটেইনার খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার কনটেইনার খুলে পণ্য চালান শতভাগ পরীক্ষা-নিরীক্ষা করতে কাস্টম হাউসের কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন।কাস্টম হাউসের গোয়েন্দা শাখা জানায়, গত ১০ ফেব্রুয়ারি জাহাজ থেকে এই কনটেইনার (এমএসকেইউ ৭৫৮৬৬৮৭) চট্টগ্রাম বন্দর চত্বরে নামানো হয়। কনটেইনারটিতে ১১ হাজার ৮৯০ কেজি কটন ফেব্রিক্স রয়েছে বলে আমদানিকারকের নথিপত্রে উল্লেখ আছে। পণ্য চালানটিতে মিথ্যা ঘোষণার গোপন সংবাদে এই চালানের খালাস স্থগিত করে কাস্টম হাউস কর্তৃপক্ষ।কাস্টম হাউস জানায়, গত ২২ জুন কাস্টম হাউসের সহকারী কমিশনার রোজিনা পারভীন বন্দরের টার্মিনাল ম্যানেজারের কাছে এক চিঠিতে এটিসহ চারটি কনটেইনার বিশেষ নজরদারিতে রাখার জন্য অনুরোধ জানান। পণ্যভর্তি এই চারটি কনটেইনার আমদানি করে নারায়ণগঞ্জের পোশাকশিল্পের প্রতিষ্ঠান ‘এ-ওয়ান নিট এক্সপোর্ট’। কাস্টম হাউসের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার কনটেইনার খুলে পণ্য চালানটি পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে এটি পাওয়া যায়নি।’বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন বলেন, ‘পরিবহন বিভাগ কনটেইনারটি খুঁজে দেখছে। এর আগেও এমন নিখোঁজ কনটেইনার বন্দরের ইয়ার্ডে পাওয়া গেছে।’
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নির্বাচন আগামীকাল শনিবার। এর আগে ২০০৬ সালের ১৩ মার্চ সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।এবারের নির্বাচনে মেয়র পদে একজন নারী পদপ্রার্থীসহ সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।স্থানীয় সরকারের নির্বাচনটি রাজনৈতিক না হলেও প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ মেয়র পদে প্রতিন্দ্বিতাকারী প্রার্থীদের দুজনকে দলীয় সমর্থন দিয়েছেন। রয়েছেন উভয় দলের বিদ্রোহী প্রার্থীও।মেয়র পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়েছেন নুরুল হক চৌধুরী। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন চশমা প্রতীক নিয়ে। বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি মাহফুজুর রহমান ওরফে ভিপি বাহার। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তালা প্রতীক নিয়ে। অপর দিকে বিএনপির দলীয় সমর্থন পেয়েছেন বর্তমান মেয়র মোতাহের হোসেন ওরফে মানিক। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে।একই দলের থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক পৌর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীক নিয়ে। প্রার্থী হয়েছেন বিএনপির আরেক সমর্থক আবু তাহের ভূঁইয়াও। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মাইক প্রতীক নিয়ে। এ ছাড়া মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন কাপ-পিরিচ এবং একমাত্র নারী প্রার্থী হালিমা বেগম টেবিল প্রতীক নিয়ে।আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান বলেন, সোনাইমড়ী পৌরসভার নানা সমস্য রয়েছে। এখানে নাগরিক সুবিধা বলতে তেমন কিছুই নেই। একে পরিকল্পিত শহরের রূপান্তর করার স্বপ্ন নিয়ে তিনি প্রার্থী হয়েছে। দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সেবা করাই তাঁর উদ্দেশ্য। রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম বলেন, পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৮২০। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে।
জেলা ফুটবল লিগে কাল ফেনীতে লিভারপুল ক্লাব ১-০ গোলে এস রহমান স্মৃতি সংসদকে এবং পাবনায় ঈশ্বরদী পিজিসিবি শ্রমিক-কর্মচারী ক্লাব ৩-০ গোলে টিনএজার ফুটবল একাডেমিকে ও পাওয়ার গ্রিড লিমিটেড ২-০ গোলে হারায় চিকনাই ফুটবল একাদশকে।
ভিন্ন আঙ্গিকের বিতর্ক। শিক্ষকের সঙ্গে ছাত্রের লড়াই। বিষয়টাও অন্যরকম—‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’।শিক্ষকদের দাবি, তাঁদের সময় শ্রেষ্ঠ। ছাত্ররা যুক্তি দেন, আমরাও এগিয়ে মননে-প্রযুক্তিতে। ঐতিহ্য আর আধুনিকতার তুমুল তর্ক। দুই প্রজন্মের যুক্তিতর্কে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজন। অতিথিরাও গেয়েছেন যুক্তির জয়গান।চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিতর্ক সংগঠন দৃষ্টি আয়োজিত দুই দিনের বিতর্ক উৎসব শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। বেলা তিনটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।শুরুটা ছিল অন্যরকম। জাতীয় সংগীতের সঙ্গে প্রজেক্টরে মুক্তিযুদ্ধে দামাল ছেলেদের কীর্তি, স্বাধীন বাংলাদেশের সাফল্যগাথা। এরপর ‘আমি বাংলার গান গাই’ গানের সঙ্গে পর্দায় ভেসে ওঠে সূর্য সেন আর প্রীতিলতার বাংলায় সাফল্যের শেষ বিন্দু নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছবি। এ ছাড়া দেখানো হয় দৃষ্টি চট্টগ্রামের ২১ বছরের পথচলা। এরপর খুদে শিল্পীদের মনোমুগ্ধকর নাচ।অনুষ্ঠানের আলোচনা পর্বে অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ইউনুস গণি চৌধুরী, সিটি হোমস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম ও ব্যাংকার রাশেদুল আমিন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কশাসফুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।কবি আসাদ চৌধুরী বলেন, ‘তর্ক মানুষকে সচেতন করে। বিতর্ক সত্যের মুখোমুখি দাঁড় করায়। তার্কিকেরা পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে। এর থেকে সমাজের মানুষ শিখতে পারে। বুঝতে পারে ভালোমন্দ।’ সোমনাথ ঘোষ বলেন, ‘অন্ধবিশ্বাস আর যুক্তিহীনতার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। দেশ ও দশের মুক্তি যুক্তিতেই। আজ পশ্চিমা বিশ্বের যে উন্নতি, তার মূলেও যুক্তি।’ আলোচনা শেষে একের পর এক চলে বিতর্ক প্রতিযোগিতা। ‘মনেরও বাগানে ফুটিল ফুল রে’ বিষয়ের রম্য বিতর্কে উঠে আসে হিজড়া সম্প্রদায়ের করুণ কাহিনি। উৎসবের শেষ দিন আজ শুক্রবার রয়েছে বারোয়ারি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা।
ফিবা অনূর্ধ্ব-১৬ (বালক) দক্ষিণ এশীয় অঞ্চলের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ধানমন্ডিতে কাল স্বাগতিক দল ৪৪-৩৭ পয়েন্টে হারিয়েছে মালদ্বীপকে। আজ শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। জিতলেই চ্যাম্পিয়ন হিসেবে চূড়ান্ত পর্বে উঠে যাবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন ম্যান্ডেলার শারীরিক অবস্থা মাঝেমধ্যে খারাপ হলেও ‘তিনি কষ্টে নেই’। ম্যান্ডেলার প্রতি বিশ্বের বিভিন্ন দেশের অগণিত মানুষের শুভ কামনার জবাবে গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।এর আগে গত বুধবার ম্যান্ডেলার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, যন্ত্রের সাহায্যে ম্যান্ডেলাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।গ্রাসা ম্যাশেল বলেন, ‘২৫ দিন হলো আমরা হাসপাতালে আছি। মাদিবা মাঝেমধ্যে খারাপ থাকছেন, তবে কষ্টে নেই।’ ফুসফুসের সংক্রমণের কারণে গত ৮ জুন হাসপাতালে ভর্তি করা হয় দক্ষিণ আফ্রিকার সাবেক এই প্রেসিডেন্টকে। ম্যান্ডেলার বড় মেয়ে মাকাজিউই গত বুধবার আদালতে বলেন, তাঁর বাবার অবস্থা আশঙ্কাজনক। তাই যন্ত্রের সাহায্যে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। আদালতের কাগজপত্রের উদ্ধৃতি দিয়ে সিটি প্রেস পত্রিকায় বলা হয়, ম্যান্ডেলার মৃত্যুর আশঙ্কার বিষয়ে যে কথা বলা হচ্ছে, তার বাস্তব ভিত্তি আছে। তবে ম্যান্ডেলার কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে কি না, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত তা নিশ্চিত বা প্রত্যাখ্যান কোনোটাই করা হয়নি। এএফপি ও সিটি প্রেস।
চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ডিসি কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে গতকাল ফরিদগঞ্জ উপজেলা ৬-১ গোলে হারিয়েছে কচুয়া উপজেলাকে।  টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি উপজেলা দল। বিজ্ঞপ্তি।