content
stringlengths 0
129k
|
---|
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল জেলায় প্রথম দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় |
এ পর্যন্ত জেলায় মোট পাঁচ শতাধিক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে |
আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিন শতাধিক |
পাঁচ দিনব্যাপী আরাধনা শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা |
আজ শুক্রবার সারা দেশে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে |
দেশজুড়ে মণ্ডপগুলো সুন্দর প্রতিমা দিয়ে সাজানো হয়েছে |
বিজয়া দশমী হল মানুষের মধ্যে শান্তি ও সুসম্পর্ক পুনপ্রতিষ্ঠার বিশেষ অনুষ্ঠান |
এ বছর রাজধানীসহ সারা দেশে প্রায় ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে এই উৎসব উদযাপিত হচ্ছে |
রাজধানীতে, দুর্গাদেবীর বিসর্জন উৎসবের শেষ পর্ব পর্যবেক্ষণ করতে হাজার হাজার মানুষ বুড়িগঙ্গায় ভিড় করবেন |
প্রতিমা বিসর্জনের মাধ্যমে আগামী বছর দুর্গার প্রত্যাবর্তন কামনা করে ভক্তরা তাদের অশ্রুভরা চোখে মা এবং তার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে বিদায় জানাবেন |
রাশিয়া ও চীনের ১০টি নৌ-জাহাজ একঙ্গে জাপানের হোনশু ও হোক্কাইডো দ্বীপের মধ্যকার সুগারু প্রণালী অতিক্রম করেছে |
মঙ্গলবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে জাপানের উপপ্রধান কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিকো ইসোজাকি বলেন, সরকার জাপানের আশেপাশে রাশিয়া ও চীনের নৌবাহিনীর এমন তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে |
তিনি বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাপানের জলপথ ও আকাশ নজরদারিতে রাখব |
সুগারু প্রণালীতে একসঙ্গে চীন-রাশিয়ার নৌজাহাজ চলাচলের বিষয়টি এই প্রথম নিশ্চিত করে জানাল জাপান |
এই প্রণালী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে জাপান সাগরকে আলাদা করেছে |
প্রণালীটি আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হয়ে থাকলেও পূর্ব চীন সাগরের কয়েকটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে জাপানের সঙ্গে অনেক দিন থেকেই চীনের বিরোধ রয়েছে |
রাশিয়ার সঙ্গেও অঞ্চল নিয়ে বিরোধ রয়েছে জাপানের |
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, চীন ও রাশিয়ার নৌবাহিনীর এই জাহাজ চলাচলের কারণে আন্তর্জাতিক কোনও নিয়ম লঙ্ঘন হয়নি |
জাপানের জলসীমাও লঙ্ঘন হয়নি |
ফিলি স্তিনের বি,ভিন্ন এলাকায় ইসরায়েলের অব্যাহত হা'ম'লার বি'রু'দ্ধে মুস'লমা'নদের জো'রালো পদ'ক্ষে'পের প্রয়ো'জনী'য়তার প্রতি |
ইঙ্গিত করেছেন ইয়ে'মে'নের বিপ্ল'বী পরি'ষদের প্রধান মো'হাম্মাদ আলী আল হুথি |
শনিবার (১৫ মে) সৌদি আর'বের উ,দ্দেশে তিনি বলেন, 'আপ'নারা ইয়েমেনে বো,মা'বর্ষণ ও আ'গ্রাস'ন বন্ধ করে পারলে দ'খল'দার ইস'রা'য়েলে হা'ম'লা করুন |
তাহলে আমরা আর পা ল্টা |
জবাব দেব না |
' মুহাম্মাদ আলী আল-হু'থি বলেন, ফিলি,স্তিনে ইসরা'য়েলি বর্বরতা ও আগ্রা'সনের বিষয়ে সৌদি আ'রব কোনো প্রতি,ক্রি'য়াই দেখাচ্ছে না |
কোনো পদ'ক্ষেপই তাদের পক্ষ থেকে ল ক্ষ্য করা যাচ্ছে না এ অব'স্থায় আমি সৌদি সরকা'রের প্রতি আ'হ্বান জা'নাচ্ছি- আপ'নারা ইয়েমেনে বো'মা হা'ম'লার বদলে ইস'রা'য়েলে |
কয়েকটি বো'মা ফেলুন |
আপনা'রা যদি ইস'রা'য়েলে হা'ম'লা করেন, তাহ'লে সৌদির বি রু'দ্ধে আ'মাদের পাল্টা হা'ম'লা বন্ধ করে দেব |
' এর আগে তিনি সৌদি আরবের উ'দ্দেশে বলেছেন, 'আসুন মা'রিবে চল'মান সংঘ'র্ষ ব'ন্ধ করে এক'সঙ্গে মস'জিদুল আল-আকসা র ক্ষায় বায়'তুল মুকা'দ্দাসের দিকে রওনা হই |
ফিলি স্তিনের বি,ভিন্ন এলাকায় ইসরায়েলের অব্যাহত হা'ম'লার বি'রু'দ্ধে মুস'লমা'নদের জো'রালো পদ'ক্ষে'পের |
← হ্যান্ড'সাম কম বয়সী ছেলেদের ভাড়া করে কাছে নিতেন রোমানা → এটাই কি প্রাপ্য আমাদের', ভাইরাল ভিডিওতে ফিলিস্তিনি শিশুর প্রশ্ন |
আজ যে আমার বিয়ে হবে সেটা আমি সকালেও জানতাম না |
দুপুরে ভাত খাচ্ছি হঠাৎ খালা এসে হাজির |
বাজান তাড়াতাড়ি আমার সাথে চল এক্ষুণি বিয়ে করেএকটা মেয়ের জীবন বাঁচাতে হবে |
আমার বাপ,মা মরে যাওয়ার পর এই খালা আমার একমাত্র আপনজন পাশের গ্রামে থাকে |
খালা তুমি বললে আমি সব কিছু করতে পারি আর এ তো সামন্য বিয়ে |
কিন্তু ঘটনা কি? ঘটনা মারাত্মক বাজান, আমার দেওরের মা মরা মেয়ে নুরী |
নুরীর সৎ মা বুড়ো বেটার সাথে ওর বিয়ে ঠিক করেছে |
মেয়েটা কাঁদতে কাঁদতে আমার গলা জড়িয়ে ধরে বললো, চাচি ঐ বুড়ো খাটাসরে বিয়ে করার আগে আমি গলায় ফাঁস দেবো |
আগামী কাল বিয়ে |
তুই আজই বিয়ে করে নুরী রে তোর বাড়িতে আনবি |
ভ্যান ভাড়া করে গ্রামের হাট থেকে একখান লাল শাড়ি, চুরি, লিপস্টিক আর কাজল কিনে খালা রে সাথে নিয়ে বিয়ে করতে যাচ্ছি |
খালার বাড়িতেই বিয়ে হলো |
নুরীর আব্বা আমার দু'হাত ধরে বললো,মা মরা মেয়ে সৎ মার সংসারে অনেক কষ্ট করেছে ওরে তুমি সুখে রেখো বাজান |
নুরী সবাই কে জড়িয়ে ধরে একটু কান্নাকাটি করে ভ্যানে উঠে বসলো |
আমার কাছে সব স্বপ্ন মনে হচ্ছে , এখনও পর্যন্ত ভালো করে বউ এর মুখ দেখতে পেলাম না |
ভ্যানে বসে আড়চোখে বউএর মুখ দেখার চেষ্টা করছি |
হঠাৎ নুরী ঘোমটা সরিয়ে বললো,দেখেন তো আমার কাজল কি লেপ্টে গেছে? কান্নাকাটি করছি তো, মুখখান কি বেশি কালো লাগছে? কাজল একটু লেপ্টে গেছে আস্তে করে মোছো উঠে যাবে |
আমি আন্দাজে কিভাবে মুছবো?আপনি একটু মুছে দিতে পারছেন না?গ্রামের লোকজন তো আপনারে মন্দ বলবে |
তারা বলবে, আক্কাস আলি বিয়ে করে বউ আনছে এক্কেবারে সাড়া গাছের পেত্নী |
আমি কাঁপা কাঁপা হাতে কাজল মুছতে গেছি |
ও আল্লা আপনার তো দেখি হাত কাঁপে |
থাক আপনার মোছার কাজ নেই আমি মুছছি |
সন্ধ্যার পরপর বাড়িতে এসে হারিকেন ধরালাম |
আপনার বাড়িতে আর কেউ থাকে না? নাহ্ আমি একাই থাকি,এই একখান ঘরই আমার |
নুরী অবাক হয়ে বললো,বাসর ঘরে একটু আধটু ফুল না থাকলে হয়? আমার কত শখ বাসর ঘরে ফুল থাকবে |
মনে মনে ভাবলাম বউটার এতো ফুলের শখ! কিন্তু এতো রাতে ফুল কোথায় পাবো? উঠানে মাচায় লাউ, কুমড়ো গাছে ফুল ধরে আছে তাই তুলে এনে বউয়ের হাতে দিলাম |
এই ফুল দিয়ে আমি কি করবো? এখন কি ফুল ভেজে দেবো? আপনি খাবেন? আরে না দুপুরের ভাত তরকারি আছে তোমার রান্না করতে হবে না |
তুমি বললে বাসর ঘরে ফুল থাকবে তাই নিয়ে এলাম |
এই ফুল! আচ্ছা ঠিক আছে, আপনি একটু বাইরে যান আমি খাট সাজাই |
একটু পরে ঘরে ঢুকে দেখি লাউ, কুমড়োর ফুল বিছানায় ছড়িয়ে মধ্যেখানে ঘোমটা মাথায় দিয়া বউ বসে আছে |
দুরুদুরু বুকে বউয়ের মাথা থেকে ঘোমটা ফেলে হারিকেনের আলোয় বউয়ের মুখ ভাল করে দেখলাম |
কি মায়াভরা মুখ! |
আচ্ছা একটা ধাঁধার উত্তর দেন তো দেখি আপনার মাথায় কেমন বুদ্ধি |
ভাসুর শ্বশুর দেখলে দিই, পর পুরুষ দেখলে দিই, আপনি আমার আপনজন কিন্তু আপনারে দেখলে দিই না বলেন তো কি? আমি জানিনা বউ, বলে দেও |
আজ সারারাত মাথা খাটান না পারলে কাল বলবো |
নুরী তুমি আমারে আপনি করে বলছো কেন? তুমি করে বলো |
ও আল্লা এইটা আপনি কি বলেন ! আমার আব্বা বেয়াদবি শিখাইনি |
আব্বা বলেছে যারা বয়সে বড়ো তারা গুরুজন |
গুরুজনদের কখনও তুই তুমি বলতে হয় না |
আপনি আমার থেকে দশ বছরের বড়ো তো হবেনই আমি আপনারে তুমি করে বলতে পারবো না |
নুরী কেমন ঠোঁট টিপে হাসছে |
আমি ভালো করে বুঝেতে পেরেছি, এই মেয়ে আমার জীবন তেজপাতা করে দেবে |
নুরী খুব সাংসারিক মেয়ে |
সেই ছোটকালে মা'র ভালবাসা পাইছি আর এখন নুরী ভালবাসে |
মেয়েটা খুব ভান করে, দেখায় সে আমারে একটুও ভালবাসে না কিন্তু আমি তো বুঝি |
দুপুরে ভাত খাওয়ার সময় নুরী আল্লাদি গলায় বললো, আপনি আমারে একটা নুপূর বানিয়ে দেবেন? আমার খুব শখ |
ঠিক আছে বউ ধান উঠলে বানিয়ে দেবো |
হাসি আনন্দে কিভাবে যে ছয়মাস পার হয়ে গেল! রাতে ঘুমিয়ে আছি হঠাৎ নুরী ধাক্কা দিয়ে বললো, একটা ধাঁধার উত্তর দেন তো, কোন গাছ একবার ফল দিয়ে মরে যায়? এইটা একটা কথা হলো বউ! রাত দুপুরে ধাঁধা! বলেন না, স্বপ্ন দেখে ঘুম ভাঙছে মনটা খুবই খারাপ |
পারবো না বউ, তুমি বলে দেও |
এইটা হলো কলাগাছ |
আমার মনের মধ্যে কু ডাকছে মনে হয় আমি ও কলাগাছের মতো একবার ফল দেবো |
বউ তুমি কি কও না কও ! তুমি কি গাছ যে ফল দিবা? বেক্কল মানুষ! ঘুমান |
হঠাৎ মাথার ভিতরে চিড়িক দিয়ে উঠলো, উত্তেজনায় উঠে বসে বউয়ের গায়ে ধাক্কা দিয়ে বললাম, বউ তোমার কি ছেলে মেয়ে হবে ? |
যতটা বেক্কল ভাবছিলাম ততটা না |
আমি আব্বা হবো এতো বড়ো আনন্দের খবর তুমি আমারে এখন দেচ্ছো বউ! আনন্দে সারারাত ঘুম হলো না |
আমার সাধ্য অনুযায়ী নুরীরে যত্ন করতে লাগলাম |
সকাল থেকে নুরী যেন কেমন করছে |
বউ খারাপ লাগছে? আপনি দাইরে খবর দেন |
আর চাচিরে আনতে লোক পাঠান |
ঘরের ভিতর থেকে নুরীর চাপা গোঙানির আওয়াজ আসছে |
আমার বুকের ভেতরটা ফালাফালা হয়ে যাচ্ছে, আহারে মা হওয়া এতো কষ্টের!একটু পরে বাচ্চার কাঁন্নার আওয়াজ পেলাম |
ঘর থেকে খালা বের হয়ে বললো,আক্কাস রে তোর ছেলে হয়েছে তবে নুরীর অবস্থা খুব খারাপ সদরে নেওয়া লাগবে রক্ত কিছুতেই বন্ধ হচ্ছেনা |
জলদি ভ্যান ঠিক কর |
সদর আমাদের গ্রাম থেকে দশ মাইল দূরে |
ভ্যানে করে নুরীরে নিয়ে যাচ্ছি |
নুরীর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে |
ইশারায় আমাকে কাছে ডেকে আস্তে আস্তে বললো আপনি মানুষটা বেক্কল হইলেও বড্ড ভালো |
আপনার সাথে আর আমার থাকা হলো না, আফসোস আমি সৎমার অত্যাচার সহ্য করেছি আমার ছেলেরও সৎ মা'র অত্যাচার সহ্য করতে হবে |
আপনি আমারে কথা দেন আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.