input
stringlengths 8
7.89k
| target
stringlengths 12
8.24k
|
|---|---|
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব এখন মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে
|
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব এখন মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে।
|
এর ব্যাখ্যা দিয়ে আজিজুর রহমান বলেন বাংলাদেশে বর্ষা মৌসুমে তাপমাত্রা বেড়ে যাচ্ছে
|
এর ব্যাখ্যা দিয়ে আজিজুর রহমান বলেন, ‘বাংলাদেশে বর্ষা মৌসুমে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
|
বর্ষা আসছে দেরিতে যাচ্ছেও দেরিতে
|
বর্ষা আসছে দেরিতে, যাচ্ছেও দেরিতে।
|
দেশে তাপপ্রবাহের সংখ্যা দিন দিন বাড়ছে
|
দেশে তাপপ্রবাহের সংখ্যা দিন দিন বাড়ছে।
|
আবার শীতের মধ্যেও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখছি
|
আবার শীতের মধ্যেও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখছি।
|
আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মো. আজিজুর রহমান এসব কথা বলেন
|
’
আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মো. আজিজুর রহমান এসব কথা বলেন।
|
রাজধানীর বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মিলনায়তনে আজ সকালে এই অনুষ্ঠান হয়
|
রাজধানীর বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মিলনায়তনে আজ সকালে এই অনুষ্ঠান হয়।
|
সেখানে বাংলাদেশের পরিবর্তনশীল জলবায়ু আবহাওয়ার পর্যবেক্ষণে ১৯৮০ থেকে ২০২৩ সালের প্রবণতা এবং পরিবর্তন শীর্ষক এ গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়
|
সেখানে ‘বাংলাদেশের পরিবর্তনশীল জলবায়ু: আবহাওয়ার পর্যবেক্ষণে ১৯৮০ থেকে ২০২৩ সালের প্রবণতা এবং পরিবর্তন’ শীর্ষক এ গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়।
|
গত ৪৩ বছরের আবহাওয়ার নানা পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে এই গবেষণায়
|
গত ৪৩ বছরের আবহাওয়ার নানা পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে এই গবেষণায়।
|
এর মাধ্যমে জলবায়ু পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়
|
এর মাধ্যমে জলবায়ু পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়।
|
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন
|
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন।
|
তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ও নরওয়ের আরও পাঁচজন আবহাওয়া বিশেষজ্ঞ
|
তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ও নরওয়ের আরও পাঁচজন আবহাওয়া বিশেষজ্ঞ।
|
বছরের চারটি সময় ধরে এসব তথ্য–উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে
|
বছরের চারটি সময় ধরে এসব তথ্য–উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে।
|
সেগুলো হলোশীতকাল ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারি প্রাক্বর্ষা মার্চ এপ্রিল ও মে বর্ষা জুন থেকে সেপ্টেম্বর এবং বর্ষাপরবর্তী অক্টোবর ও নভেম্বর
|
সেগুলো হলো—শীতকাল (ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি), প্রাক্-বর্ষা (মার্চ, এপ্রিল ও মে) বর্ষা (জুন থেকে সেপ্টেম্বর) এবং বর্ষা-পরবর্তী (অক্টোবর ও নভেম্বর)।
|
গবেষণার তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন চরমভাবাপন্ন আবহাওয়া দেখা যাচ্ছে দেশে
|
গবেষণার তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, চরমভাবাপন্ন আবহাওয়া দেখা যাচ্ছে দেশে।
|
বর্ষা আসার সময় পাল্টেছে
|
বর্ষা আসার সময় পাল্টেছে।
|
বিলম্ব হচ্ছে চলে যেতেও
|
বিলম্ব হচ্ছে চলে যেতেও।
|
শুধু বর্ষা নয় শীত বা গ্রীষ্মেও বেড়ে যাচ্ছে তাপ
|
শুধু বর্ষা নয়, শীত বা গ্রীষ্মেও বেড়ে যাচ্ছে তাপ।
|
মেঘাচ্ছন্ন দিনের পরিমাণ বাড়ছে
|
মেঘাচ্ছন্ন দিনের পরিমাণ বাড়ছে।
|
তাতে শীতের দিন তাপ বাড়লেও শীতের তীব্রতার অনুভূতি হচ্ছে বেশি মাত্রায়
|
তাতে শীতের দিন তাপ বাড়লেও শীতের তীব্রতার অনুভূতি হচ্ছে বেশি মাত্রায়।
|
এর সঙ্গে বাড়ছে বায়ুদূষণ
|
এর সঙ্গে বাড়ছে বায়ুদূষণ।
|
আজিজুর রহমান আরও বলেন নরওয়ের সরকার ১৩ বছর ধরে আবহাওয়াসংক্রান্ত গবেষণায় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরকে সহায়তা করছে
|
আজিজুর রহমান আরও বলেন, নরওয়ের সরকার ১৩ বছর ধরে আবহাওয়াসংক্রান্ত গবেষণায় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরকে সহায়তা করছে।
|
আবহাওয়ার গতিপ্রকৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রবণতা বুঝতে সেই সহায়তা খুব কার্যকর হয়েছে
|
আবহাওয়ার গতিপ্রকৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রবণতা বুঝতে সেই সহায়তা খুব কার্যকর হয়েছে।
|
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার সেভেন্ডসন বলেন আমাদের একটাই পৃথিবী
|
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার সেভেন্ডসন বলেন, ‘আমাদের একটাই পৃথিবী।
|
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব থেকে আমরা কেউ মুক্ত থাকতে পারব না
|
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব থেকে আমরা কেউ মুক্ত থাকতে পারব না।
|
বাংলাদেশ বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবে থাকা ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি
|
বাংলাদেশ বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবে থাকা ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি।
|
আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে কার্যকর বৈজ্ঞানিক গবেষণা তথ্য–উপাত্তের ব্যবহার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জন্য সহায়ক হবে
|
আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে কার্যকর বৈজ্ঞানিক গবেষণা, তথ্য–উপাত্তের ব্যবহার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জন্য সহায়ক হবে।
|
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ভবিষ্যতেও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত
|
’
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ভবিষ্যতেও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
|
জলবায়ু পরিবর্তন যে ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে তা থেকে রক্ষা পেতে ভবিষ্যতের জন্য কোনো কিছু ফেলে রাখার কোনো অবকাশ নেই বলে মনে করেন নরওয়ের আবহাওয়া দপ্তরের জলবায়ু বিভাগের প্রধান হ্যান্স অলিভ হাইজেন
|
জলবায়ু পরিবর্তন যে ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, তা থেকে রক্ষা পেতে ভবিষ্যতের জন্য কোনো কিছু ফেলে রাখার কোনো অবকাশ নেই বলে মনে করেন নরওয়ের আবহাওয়া দপ্তরের জলবায়ু বিভাগের প্রধান হ্যান্স অলিভ হাইজেন।
|
ব্যবস্থা এখনই নিতে হবে বলে জানান তিনি
|
ব্যবস্থা এখনই নিতে হবে বলে জানান তিনি।
|
গবেষণায় পাওয়া তথ্য–উপাত্ত তুলে ধরে হ্যান্স অলিভ হাইজেন বলেন রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ আশঙ্কাজনকভাবে বাড়ছে
|
গবেষণায় পাওয়া তথ্য–উপাত্ত তুলে ধরে হ্যান্স অলিভ হাইজেন বলেন, রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ আশঙ্কাজনকভাবে বাড়ছে।
|
ভবিষ্যতে বৃষ্টির সময়ও কমে আসতে পারে
|
ভবিষ্যতে বৃষ্টির সময়ও কমে আসতে পারে।
|
হঠাৎ অস্বাভাবিক বৃষ্টি হতে পারে
|
হঠাৎ অস্বাভাবিক বৃষ্টি হতে পারে।
|
এমন বৈরী পরিস্থিতি কৃষিনির্ভর বাংলাদেশের জন্য শঙ্কার বিষয়
|
এমন বৈরী পরিস্থিতি কৃষিনির্ভর বাংলাদেশের জন্য শঙ্কার বিষয়।
|
শুধু গবেষণার পরিসংখ্যান নয় চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাব প্রতিনিয়ত টের পাচ্ছেন বলে জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ফাতিমা আকতার
|
শুধু গবেষণার পরিসংখ্যান নয়, চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাব প্রতিনিয়ত টের পাচ্ছেন বলে জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ফাতিমা আকতার।
|
তিনি বলেন এর প্রভাব আমাদের কৃষি এবং জীববৈচিত্র্যের ওপর পড়ছে
|
তিনি বলেন, ‘এর প্রভাব আমাদের কৃষি এবং জীববৈচিত্র্যের ওপর পড়ছে।
|
আমাদের খাদ্যনিরাপত্তা অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে ভবিষ্যতে
|
আমাদের খাদ্যনিরাপত্তা, অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে ভবিষ্যতে।
|
এসব মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণে আবহাওয়া অধিদপ্তরের এই গবেষণা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে বলে মনে করেন তিনি
|
’ এসব মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণে আবহাওয়া অধিদপ্তরের এই গবেষণা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে বলে মনে করেন তিনি।
|
গবেষণায় তাপমাত্রার পরিবর্তন বুঝতে আবহাওয়া অধিদপ্তরের ৩৫টি স্টেশনের ১৯৮০ থেকে ২০২০ সালের প্রতিদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দেখা হয়েছে
|
গবেষণায় তাপমাত্রার পরিবর্তন বুঝতে আবহাওয়া অধিদপ্তরের ৩৫টি স্টেশনের ১৯৮০ থেকে ২০২০ সালের প্রতিদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দেখা হয়েছে।
|
সেখানে বিভিন্ন ঋতুতে তাপমাত্রার পরিবর্তনের দিকটি উঠে এসেছে
|
সেখানে বিভিন্ন ঋতুতে তাপমাত্রার পরিবর্তনের দিকটি উঠে এসেছে।
|
দেখা যাচ্ছে ক্রমেই জলবায়ু পরিস্থিতি উষ্ণ হচ্ছে
|
দেখা যাচ্ছে, ক্রমেই জলবায়ু পরিস্থিতি উষ্ণ হচ্ছে।
|
সব ঋতুতেই তাপমাত্রা আগের চেয়ে বাড়ছে
|
সব ঋতুতেই তাপমাত্রা আগের চেয়ে বাড়ছে।
|
ঢাকার তাপমাত্রার ক্ষেত্রে দেখা গেছে ৪০ বছরে দেখা গেছে প্রাক্–বর্ষা বর্ষা ও বর্ষাপরবর্তীতিন সময়েই সর্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ৯ শূন্য দশমিক ৩৩ এবং শূন্য দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে
|
ঢাকার তাপমাত্রার ক্ষেত্রে দেখা গেছে, ৪০ বছরে দেখা গেছে প্রাক্–বর্ষা, বর্ষা ও বর্ষা-পরবর্তী—তিন সময়েই সর্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ৯, শূন্য দশমিক ৩৩ এবং শূন্য দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
|
শুধু শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কমে গেছে শূন্য দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস
|
শুধু শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কমে গেছে শূন্য দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস।
|
তবে চারটি কালেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে
|
তবে চারটি কালেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।
|
দেখা গেছে ঢাকাসহ আট বিভাগেই বর্ষাকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে
|
দেখা গেছে ঢাকাসহ আট বিভাগেই বর্ষাকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।
|
এর মধ্যে খরাপ্রবণ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
|
এর মধ্যে খরাপ্রবণ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে, শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
|
বৃষ্টিবহুল সিলেটেও এ সময় তাপমাত্রা বেড়েছে একই রকম মাত্রায়
|
বৃষ্টিবহুল সিলেটেও এ সময় তাপমাত্রা বেড়েছে একই রকম মাত্রায়।
|
ঢাকা রংপুর ও চট্টগ্রামে উল্লেখযোগ্য বৃদ্ধির এ হার ছিল শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস
|
ঢাকা, রংপুর ও চট্টগ্রামে উল্লেখযোগ্য বৃদ্ধির এ হার ছিল শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
|
বায়ুদূষণে ২০২৪ সালে দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ
|
বায়ুদূষণে ২০২৪ সালে দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ।
|
আর নগর হিসেবে বিশ্বের তৃতীয় শীর্ষ দূষিত নগর ছিল ঢাকা
|
আর নগর হিসেবে বিশ্বের তৃতীয় শীর্ষ দূষিত নগর ছিল ঢাকা।
|
২০২৩ সালে বায়ুদূষণে বাংলাদেশ শীর্ষে ছিল
|
২০২৩ সালে বায়ুদূষণে বাংলাদেশ শীর্ষে ছিল।
|
নগর হিসেবে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়
|
নগর হিসেবে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়।
|
গত বছর বায়ুদূষণে শীর্ষ দেশ ছিল আফ্রিকার চাদ
|
গত বছর বায়ুদূষণে শীর্ষ দেশ ছিল আফ্রিকার চাদ।
|
আর নগর হিসেবে শীর্ষে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি
|
আর নগর হিসেবে শীর্ষে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি।
|
গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন ২০২৪এ এসব তথ্য তুলে ধরা হয়েছে
|
গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ‘বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন ২০২৪’-এ এসব তথ্য তুলে ধরা হয়েছে।
|
সার্বিকভাবে বায়ুদূষণে আগের বছরের তুলনায় গত বছর বাংলাদেশের অবস্থানের সামান্য পরিবর্তন হয়েছে
|
সার্বিকভাবে বায়ুদূষণে আগের বছরের তুলনায় গত বছর বাংলাদেশের অবস্থানের সামান্য পরিবর্তন হয়েছে।
|
শীর্ষ অবস্থান থেকে বাংলাদেশের স্থান হয়েছে দ্বিতীয়
|
শীর্ষ অবস্থান থেকে বাংলাদেশের স্থান হয়েছে দ্বিতীয়।
|
আর নগরীগুলোর মধ্যে ঢাকা দ্বিতীয় থেকে তৃতীয় হয়েছে
|
আর নগরীগুলোর মধ্যে ঢাকা দ্বিতীয় থেকে তৃতীয় হয়েছে।
|
তবে এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন না পরিবেশবাদী ও গবেষকেরা
|
তবে এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন না পরিবেশবাদী ও গবেষকেরা।
|
তাঁরা বলছেন দূষণ আরও বিস্তৃত হচ্ছে এবারের প্রতিবেদন সেই বাস্তবতাকে তুলে ধরেছে
|
তাঁরা বলছেন, দূষণ আরও বিস্তৃত হচ্ছে, এবারের প্রতিবেদন সেই বাস্তবতাকে তুলে ধরেছে।
|
কারণ আগে দেখা গেছে যে রাজধানীর তুলনায় দেশের সার্বিক গড় বায়ুমান কিছুটা ভালো থাকত
|
কারণ, আগে দেখা গেছে যে রাজধানীর তুলনায় দেশের সার্বিক গড় বায়ুমান কিছুটা ভালো থাকত।
|
কিন্তু এবারের প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশ এবং দেশের সবচেয়ে দূষিত নগরী ঢাকার বায়ুর মান প্রায় একই
|
কিন্তু এবারের প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ এবং দেশের সবচেয়ে দূষিত নগরী ঢাকার বায়ুর মান প্রায় একই।
|
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল প্রথম আলোকে বলেন মাত্র ছয় মাসে বায়ুমানের অনেক উন্নতি হবে তা আশা করা ঠিক নয়
|
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল প্রথম আলোকে বলেন, ‘মাত্র ছয় মাসে বায়ুমানের অনেক উন্নতি হবে, তা আশা করা ঠিক নয়।
|
কিন্তু আমরা অনেক পদক্ষেপ নিয়েছি যাতে এমন আশা করতে পারি যে আগামী শুকনা মৌসুমে ঢাকা এবং দেশের অন্যত্র বায়ুমানের উন্নতি হবে
|
কিন্তু আমরা অনেক পদক্ষেপ নিয়েছি, যাতে এমন আশা করতে পারি যে আগামী শুকনা মৌসুমে ঢাকা এবং দেশের অন্যত্র বায়ুমানের উন্নতি হবে।
|
তিনি বলেন ঢাকার রাস্তার পাশের খোলা স্থান ঘাস দিয়ে আচ্ছাদিত করা হবে
|
’ তিনি বলেন, ঢাকার রাস্তার পাশের খোলা স্থান ঘাস দিয়ে আচ্ছাদিত করা হবে।
|
তাতে অন্তত ধুলাদূষণ কমবে
|
তাতে অন্তত ধুলাদূষণ কমবে।
|
ছয়জন ম্যাজিস্ট্রেটকে নিয়ে সাড়ে ছয় হাজার ইটভাটা পর্যবেক্ষণ করা যায় না
|
ছয়জন ম্যাজিস্ট্রেটকে নিয়ে সাড়ে ছয় হাজার ইটভাটা পর্যবেক্ষণ করা যায় না।
|
এ ক্ষেত্রেও নজরদারি বাড়ানোর চেষ্টা থাকবে
|
এ ক্ষেত্রেও নজরদারি বাড়ানোর চেষ্টা থাকবে।
|
বাতাসের মান নিয়ে আইকিউএয়ার তৈরি করে তাৎক্ষণিক সূচক যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে
|
বাতাসের মান নিয়ে আইকিউএয়ার তৈরি করে তাৎক্ষণিক সূচক; যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
|
প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পরপর আইকিউএয়ার দূষণের বার্তা হালনাগাদ করে
|
প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পরপর আইকিউএয়ার দূষণের বার্তা হালনাগাদ করে।
|
এসব প্রতিবেদন একত্র করে বার্ষিক বৈশ্বিক প্রতিবেদন তৈরি করা হয়
|
এসব প্রতিবেদন একত্র করে বার্ষিক বৈশ্বিক প্রতিবেদন তৈরি করা হয়।
|
এবার ১৩৮টি দেশ ও অঞ্চলের ৮ হাজার ৯৫৪টি শহরের প্রায় ৪০ হাজার নজরদারি স্টেশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইকিউএয়ারের প্রতিবেদনটি তৈরি করা হয়
|
এবার ১৩৮টি দেশ ও অঞ্চলের ৮ হাজার ৯৫৪টি শহরের প্রায় ৪০ হাজার নজরদারি স্টেশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইকিউএয়ারের প্রতিবেদনটি তৈরি করা হয়।
|
আগের বছর ১৩৪টি দেশ থেকে তথ্য নিয়ে প্রতিবেদন হয়েছিল
|
আগের বছর ১৩৪টি দেশ থেকে তথ্য নিয়ে প্রতিবেদন হয়েছিল।
|
সে তুলনায় এবারের প্রতিবেদন অনেক বিস্তারিত করা হয়েছে
|
সে তুলনায় এবারের প্রতিবেদন অনেক বিস্তারিত করা হয়েছে।
|
বরাবরের মতো এবারের প্রতিবেদনেও বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপাদান ধরেই এই বায়ুর মান নির্ণয় করা হয়েছে
|
বরাবরের মতো এবারের প্রতিবেদনেও বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপাদান ধরেই এই বায়ুর মান নির্ণয় করা হয়েছে।
|
পিএম ২.৫ মূলত ধূলিকণা
|
পিএম ২.৫ মূলত ধূলিকণা।
|
এটি স্বাস্থ্যের জন্য সবচেয়ে বিপজ্জনক
|
এটি স্বাস্থ্যের জন্য সবচেয়ে বিপজ্জনক।
|
কণাগুলো ফুসফুস ও রক্তপ্রবাহে প্রবেশ করে থাকে
|
কণাগুলো ফুসফুস ও রক্তপ্রবাহে প্রবেশ করে থাকে।
|
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী পিএম ২.৫এর গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়
|
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, পিএম ২.৫-এর গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়।
|
প্রতিবেদনে দেখা গেছে ২০২৪ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার পিএম ২.৫ উপস্থিতি ছিল ৭৮ মাইক্রোগ্রাম
|
প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার (পিএম ২.৫) উপস্থিতি ছিল ৭৮ মাইক্রোগ্রাম।
|
আর ২০২৩ সালে তা ছিল ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম
|
আর ২০২৩ সালে তা ছিল ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম।
|
এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচও বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি
|
এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি।
|
এবারের প্রতিবেদনে বায়ুদূষণে শীর্ষে আছে চাদ
|
এবারের প্রতিবেদনে বায়ুদূষণে শীর্ষে আছে চাদ।
|
দেশটির বায়ুতে পিএম ২.৫–এর উপস্থিতি ৯১ দশমিক ৮ মাইক্রোগ্রাম
|
দেশটির বায়ুতে পিএম ২.৫–এর উপস্থিতি ৯১ দশমিক ৮ মাইক্রোগ্রাম।
|
এবারের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের অনেক অঞ্চল এবং দেশে দূষণের মাত্রা তীব্র হলেও পর্যাপ্ত পর্যবেক্ষণ না থাকায় ওই সব এলাকার দূষণ পরিস্থিতি হিসাবের মধ্যে আনা যায় না
|
এবারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অনেক অঞ্চল এবং দেশে দূষণের মাত্রা তীব্র হলেও পর্যাপ্ত পর্যবেক্ষণ না থাকায় ওই সব এলাকার দূষণ পরিস্থিতি হিসাবের মধ্যে আনা যায় না।
|
এর মধ্যে আফ্রিকা ও পশ্চিম আফ্রিকার কিছু দেশ আছে
|
এর মধ্যে আফ্রিকা ও পশ্চিম আফ্রিকার কিছু দেশ আছে।
|
দূষণে শীর্ষ স্থানে থাকা চাদ থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় ২০২৩ সালের প্রতিবেদনে এ দেশের নামই ছিল না
|
দূষণে শীর্ষ স্থানে থাকা চাদ থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় ২০২৩ সালের প্রতিবেদনে এ দেশের নামই ছিল না।
|
এবারের প্রতিবেদনে ভয়ানক দূষণে আক্রান্ত আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর নাম নেই
|
এবারের প্রতিবেদনে ভয়ানক দূষণে আক্রান্ত আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর নাম নেই।
|
এর কারণ প্রয়োজনীয় তথ্য না পাওয়া
|
এর কারণ প্রয়োজনীয় তথ্য না পাওয়া।
|
২০২৩এর প্রতিবেদনে বুরকিনা ফাসোর অবস্থান ছিল পঞ্চম
|
২০২৩-এর প্রতিবেদনে বুরকিনা ফাসোর অবস্থান ছিল পঞ্চম।
|
এবার বায়ুদূষণে বাংলাদেশের পরই আছে পাকিস্তান
|
এবার বায়ুদূষণে বাংলাদেশের পরই আছে পাকিস্তান।
|
চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও ভারত
|
চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও ভারত।
|
তবে দূষণের তালিকায় থাকা প্রথম তিনটি দেশের তুলনায় পরের দেশগুলোর বায়ুর মান অপেক্ষাকৃত উন্নত
|
তবে দূষণের তালিকায় থাকা প্রথম তিনটি দেশের তুলনায় পরের দেশগুলোর বায়ুর মান অপেক্ষাকৃত উন্নত।
|
দূষণে প্রথম থেকে তৃতীয় স্থানে থাকা দেশগুলোর বায়ুর মান ৭০ বা এর বেশি
|
দূষণে প্রথম থেকে তৃতীয় স্থানে থাকা দেশগুলোর বায়ুর মান ৭০ বা এর বেশি।
|
কিন্তু চতুর্থ ও পঞ্চম স্থানের গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও ভারতের বায়ুর মান যথাক্রমে ৫৮ দশমিক ২ ও ৫০ দশমিক ৬
|
কিন্তু চতুর্থ ও পঞ্চম স্থানের গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও ভারতের বায়ুর মান যথাক্রমে ৫৮ দশমিক ২ ও ৫০ দশমিক ৬।
|
গবেষণাপ্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস দেশের বিভিন্ন শহরের বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক গবেষণা করে
|
গবেষণাপ্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) দেশের বিভিন্ন শহরের বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক গবেষণা করে।
|
ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার গতকাল এই প্রতিবেদনের বিষয়ে প্রথম আলোকে বলেন বায়ুদূষণে দ্বিতীয় শীর্ষ স্থানে থাকাটা আমাদের জন্য মোটেও ভালো সংবাদ নয়
|
ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার গতকাল এই প্রতিবেদনের বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘বায়ুদূষণে দ্বিতীয় শীর্ষ স্থানে থাকাটা আমাদের জন্য মোটেও ভালো সংবাদ নয়।
|
আগের বছরের চেয়ে ২০২৪এ আমরা তেমন উন্নতি করতে পারিনি
|
আগের বছরের চেয়ে ২০২৪-এ আমরা তেমন উন্নতি করতে পারিনি।
|
কিন্তু আমরা দেখেছি চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি আগের ৯ বছরের চেয়ে বেশি দূষিত ছিল
|
কিন্তু আমরা দেখেছি, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি আগের ৯ বছরের চেয়ে বেশি দূষিত ছিল।
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.