Serial,Title,Date,Author,News 1007,শোক দিবসে সাজিদা ফাউন্ডেশনের খাদ্য বিতরণ,2021-08-20,ইত্তেফাক অনলাইন ডেস্ক,জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে সাজিদা ফাউন্ডেশন।৯ ও ১১ আগস্ট দুটি ভাগে ঢাকা গাজীপুর ও চাঁদপুরে শুরু হওয়া কর্মসূচির উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষের এমআরএ নির্বাহী ভাইস চেয়ারম্যান মো ফশিউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম সাজিদা ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফজলুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।মো. ফশিউল্লাহ বলেন স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সঙ্গে সঙ্গে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। তাকে সম্মানিত করার জন্য সাজিদার প্রচেষ্টা প্রশংসিত। সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজা কবির বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহৎ কাজগুলো স্মরণ করতে খাদ্য বিতরণ করার উদ্যোগ নিয়েছি। কোভিড১৯ মহামারিকালে প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সঙ্গে মিল রেখে এই উদ্যোগ।এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম বলেন জাতির উন্নয়নে নিযুক্ত হওয়া সব সময় আমাদের জাতির পিতার স্বপ্ন ছিল। সাজিদা ফাউন্ডেশনের এই উদ্যোগ তার স্বপ্ন পূরণে কাজ করছে।ইত্তেফাকইউবি